I am amazed at the aesthetics of this video. Sunidhi and Arnob are great artists we all know, but ei gaan ta shunle kaane aram lage. Ei feeling ta onekdin paini. Thanks a ton ❤️❤️ aro kichu rendition er opekhyay thaklam
কি অদ্ভুত সুন্দর ভাবে মিশে গেল দুজনের কণ্ঠ, আর তার সাথে ব্যাকগ্রাউন্ড ভয়েস আর মিউজিক। কোন রঙ নেই ঢং নেই, কোন Auto tune নেই, কি সাধারণ অথচ কি অসাধারণ। "Simplicty is beauty" কথাটি আবারো আবিষ্কার করলাম।
@@tikkakhan3729 I actually found his voice more soothing and suited to the song than Sunidhi's. And he is absolutely not overrated. This guy literally has a great musical past and has helped so many people with music and I feel like that kind of over shadowed him. If you just get away from the voices and focus on listening to just the music you'll see how well arranged this track is. Subtle yet has a strong hold to the vibe
অসম্ভব ভালো লাগার একটি জুটি। আমার বিষণ্ণতা, হতাশা দূর করতে অর্ণব দার গান সবসময় ঔষধের মত কাজ করে। আর মন খারাপ থাকলে এই জুটি দেখলেই প্রশান্তি কাজ করে। ভালোবাসা অফুরান "অর্ণব-সুনিধি"। ❤❤❤❤
When this is the first time you are listening to this song, and yet, they makes you fall in love with this song...just with their cover version. And, that's their power! Lots of LOVE to you BOTH!
রবীন্দ্রনাথ বুঝি জানতো যে অর্ণব নামে এক জাদুকরের জন্ম হবে এবং তার জন্যই সে গান গুলো লিখে রেখে গেছেন অর্ণব একটা ড্রাগের নাম সুনিধি দি নতুন করে আবার তোমার প্রেমে ডুব দিলাম ।। love u both ♥♥
অর্নব ভাই আমরা বাংলাদেশী মানুষ আপনাকে নিয়ে গর্ব বোধ করি।আপনি রবীন্দ্রসংগীত কে অনন্য মাত্রায় নিয়ে গেছেন। আপনার নতুন জীবন সুখের হোক। সুনিধী ভাবীর জন্য শুভেচ্ছা রইল।
সকলের আলোকধেনু হয়ে সাতরঙের দুটো এখানে গান করছেন। বাকি পাঁচে আমি এক শ্রোতা, এক এই বৃষ্টিস্নাত, এক সূর্য, আরো এক তারারা এবং শেখ একখান অসম্ভব এই সুন্দর অনুভূতি। বেঁচে থাকুন রং ছড়িয়ে, দুজনে
আমার মা সহস্র-কোটি বার আপনাদের গলায় এই গানটা শুনে ফেলেছেন,, প্রত্যেকদিন রাতে গানটা বারবার চলবেই,, শুধু এটা না অর্ণব-সুনিধি duet গান গুলো আর অর্ণব দার একার গানগুলো।। আগে আমি একা obsessed ছিলাম অর্ণব দার গানগুলোতে এখন মাকেও বানিয়ে দিয়েছি🤭 আপনাদের সম্পর্কে যতটুকু জানি মাকেও জানিয়ে দিয়েছি।। অনেক ভালোবাসা সম্মান আপনাদের জন্য🙏,, আরও অনেক অনেক গান শোনার অপেক্ষায় রইলাম অর্ণব স্যারের কন্ঠে,, সাথে sunidhi mam এর সাথে duet ও🥰 অনেক অনেক শুভেচ্ছা মায়ের দিক থেকে,,,ভালো থাকবেন ভালো রাখবেন😊❤
Arnob has helped me to get through lot of difficult times in my life…sunidhi is amazing too…ei gaan ti amar khub priyo…besh bhalo…bhalobasha roilo behala(kolkata) theke.
অসম্ভব ভালো একটি যুগলবন্দী l খুবই সাধারণ ভাবে পরিবেশিত একটি গান "সংগীত" হয়ে উঠলো l এখানেই রবীন্দ্রনাথ এর সৃষ্টির সার্থকতা l অনিবার শুভেচ্ছা শুভকামনা শিল্পীদ্বয়কে ll
The song " o je manena mana" have heard more then thousand times, A wonderful tender tune song.Its time to make some fresh music without remakes. A fan from Cyprus.
অবশেষে... অবশেষে প্রতীক্ষার অবসান।। সম্পূর্ণ গানটির অপেক্ষায় ছিলাম, সত্যিই খুব ভালো লাগলো।। এখনকার অস্থির পরিস্থিতি, lockdown, একঘেয়েমিতে ভরা জীবন_ এসবের মাঝে এই ধরনের গানগুলি, বিশেষত অর্ণব দার(দাদাই বলছি) music এবং অর্ণব দা ও সুনিধি দি র ডুয়েট যেন ক্ষণিকের নিশ্চিত আরাম।। ভালো থাকবেন... অনেক অনেক শ্রদ্ধা, শুভ কামনা ও ভালোবাসা।।।💗💞💗
Arnob is such a talented singer. Some of my American and Russian colleagues listened to his music. One of them even a Jazz singer. They all highly praised Arnob and Bangladeshi music. Sunidhi is a very good singer as well. Very good couple. Wish you good luck!!!
Sob Rabindra Sangeet er music composition Arnab Da koruk r Sunidhi didi gaan geye feluk.......eto je keno valo lage ei duijoner Rabindra Sangeet composition.......fantastic mind-blowing ........
এত সহজ সাবলীল উপস্থাপনা আলাদা করে ভালো লাগবে, তাতে আর আশ্চর্য্য কি!! ভাবছি এটা আমি একাই শুনে 1 million views করে দেব... ভালোবাসা নিও সুনিধি দি এবং অর্ণব দা...❤️❤️
সেই শৈশব থেকে অর্ণব দার গান শুনছি। আমার প্রথম প্রিয় শিল্পী বলতে গেলে তিনিই ছিলেন। এখনো অর্ণবদার সেই পুরোনো গান গুলো আমাকে নষ্টালজিক করে তোলে। নতুন গানের আশায় থাকি সবসময়। 😍😍
I am amazed at the aesthetics of this video. Sunidhi and Arnob are great artists we all know, but ei gaan ta shunle kaane aram lage. Ei feeling ta onekdin paini. Thanks a ton ❤️❤️ aro kichu rendition er opekhyay thaklam
Qa
Awesome
The first time I heard their song ....treat to ears. 🎉🎉🎉
পৃথিবীর সব রবীন্দ্র সংগীত অর্ণব গেয়ে ফেলুক ❤
একদম
Ami etai bole ashchi, jokhon theke or majhe majhe tobo, shunechi❤️
হুম তাই করা উচিত ❣️
রবীন্দ্র সঙ্গীত অণর্বের কন্ঠেই মানায়
Ki sundor Kotha!! ♥️
কি অদ্ভুত সুন্দর ভাবে মিশে গেল দুজনের কণ্ঠ, আর তার সাথে ব্যাকগ্রাউন্ড ভয়েস আর মিউজিক। কোন রঙ নেই ঢং নেই, কোন Auto tune নেই, কি সাধারণ অথচ কি অসাধারণ।
"Simplicty is beauty" কথাটি আবারো আবিষ্কার করলাম।
Koti koti auto tune o arrangements skill achhe.
shatabhisha ray Arrangement skill is spot on. But amar kache kothao autotune use kora hoyeche mone hoy ni. Very natural voice. I found it beautiful.
Auto tune aar mixing odhel.
@@suparnajana1450 Goto soptahe Arnob, Sunidhi fb live e esechilen, live geyechen gaan ta , shune neben
Rabindra Sangeet E AutoTune Manai Na , Arindom Er Gaan Sunun Bujhben Auto Tune Ache
এই মানুষটাকে অসম্ভব ভালোবাসি।
ভালোবাসা নিবেন দাদা😊😊
Amra apnake bhai. ❤
আপনার গান ও অসম্ভব ভালো লাগে
Ar ami apnar gan🤗
Darun
He is an Institute
আমার স্বর্গীয় দাদা মাঝেমাঝেই রাগ করে বলতেন রবীন্দ্রসঙ্গীত শুনতে হলে বাংলাদেশে যেতে হবে এ ছাড়া আমাদের গতি নেই। অর্ণব তুমি তাঁকে সত্য প্রমাণ করেছ
গ্যাস খাওয়ানোর একটা সীমা থাকা উচিৎ
@@jayantachaudhuri8562 😂
@@jayantachaudhuri8562 যাই বা দিছেন গ্যাস...খাইছে আমার দ্যাশ....😁
Gas khawano ebong nyakami mara dutori akta sheema thaka uchit...
@@saziz8585 mane ki
Ei to tomar alokdhenu
Surjo taara dole dole
Kothay bose bajao benu
Chorao mohagogontole
Ei to tomar alokdhenu
Triner saari tulche matha
Torur shakhe shyamol pata
Aloy chora dhenu eraa
Vir koreche fule fole
Ei toh tomar alokdhenu
Surjo taara dole dole
Kothay bose bajao benu
Chorao mohagogontole
Ei toh tomar alokdhenu
Sokalbela durey durey
Uriye dhuli kothay chote
Andhar hole sanjer sure
Phiriye aan apon gothe
Ashar trisha amar joto
Ghure beray kothay koto
Ashar trisha amar joto
Ghure beray kothay koto
Mor jiboner rakhal ogo
Daak debe ki sandhya hole
Ei to tomar alokdhenu
Surjo taara dole dole
Kothay bose bajao benu
Chorao mohagogontole
Ei to tomar alokdhenu
Surjo taara dole dole
Kothay bose bajao benu
Chorao mohagogontole
Ei to tomar alokdhenu
অর্ণব বাংলা সঙ্গীত জগতে এক চির সবুজ প্রাণের নাম।
মাথা ব্যাথা করছিলো। প্যারাসিটামল খেতে হয় নি।
অর্নব- সুনিধি শুনেই সব ঠিকঠাক! অসাধারণ।
opurbo...
বুঝি না কেন যে রবীন্দ্রসংগীত এতো ভালো লাগে।।।আর আপনাদের ২জোনের গলায় তো।।মুগ্ধ ❤️❤️
দুইটা কলিজা একসাথে গান গাইছে। কি অবস্থা হবে বুঝতে পারছেন 😍😍😍। ভালো থাকবেন দিদি এন্ড দাদাভাই
Arnab is an extremely talented sound engineer and a great singer. This song absolutely highlights this aspect.
Asolei
স্পেশালি ১.২৫
২:২৬ ও
no he's too overrated ei track e o na thakle aro bhalo hoyto
@@tikkakhan3729 I actually found his voice more soothing and suited to the song than Sunidhi's. And he is absolutely not overrated. This guy literally has a great musical past and has helped so many people with music and I feel like that kind of over shadowed him. If you just get away from the voices and focus on listening to just the music you'll see how well arranged this track is. Subtle yet has a strong hold to the vibe
Sunidhi Didi Tomaaaai Asonkhyo Dhannyobad Amader prio gayok Arnab Dada r Jibone e Sur firiye anar jonnyo... Ar Tumi osambhob Bhalo Gao .... Dujone I অনবদ্য 😍😍😍😍😍😍
সুনিধি নায়েক কোন দেশের শিল্পী??
@@abirdutta5884 she is Indian.
@@suparnajana1450 ধন্যবাদ
অসম্ভব ভালো লাগার একটি জুটি। আমার বিষণ্ণতা, হতাশা দূর করতে অর্ণব দার গান সবসময় ঔষধের মত কাজ করে। আর মন খারাপ থাকলে এই জুটি দেখলেই প্রশান্তি কাজ করে। ভালোবাসা অফুরান "অর্ণব-সুনিধি"। ❤❤❤❤
Her innocence reflects in her voice...and that's what makes her songs beautiful 🤍
অর্নবদাকে অসম্ভব ভাল লাগছে, বিশেষ করে গিটার কাঁধে নিয়ে হাঁটার দৃশ্যটা...
দাদার বিগ ফ্যান আমি- বাংলাদেশ থেকে...
আর গানটাও অসম্ভব ভাল লেগেছে।
আসলই অদ্ভুত সুন্দর গান আর দৃশ্য 😍
ভাই অর্নব’দা আমাদের বাংলাদেশেরই সম্পদ... ❤
অর্ণব দা বাংলাদেশী
গানে প্রাণ ছিল। সেই প্রাণে প্রাণ পেলাম❤
অপেক্ষায় ছিলাম..
আহা!এতো সুন্দর কেন?
এমন একটা বৃষ্টিস্নাত সকালে চা খেতে খেতে এমন গান।
সত্যি এর থেকে ভালো শুরু আর হতে পারেনা দিনের!
When this is the first time you are listening to this song, and yet, they makes you fall in love with this song...just with their cover version. And, that's their power! Lots of LOVE to you BOTH!
রবীন্দ্রনাথ বুঝি জানতো যে অর্ণব নামে এক জাদুকরের জন্ম হবে এবং তার জন্যই সে গান গুলো লিখে রেখে গেছেন
অর্ণব একটা ড্রাগের নাম
সুনিধি দি নতুন করে আবার তোমার প্রেমে ডুব দিলাম ।।
love u both ♥♥
❤❤❤
Growing up arnob da by listening your music
i can not stop loving you take a love .
Onk thanks tmk Sunidhi... Abar Arnabdake aivabe sure firie anar jonne... ❤❤❤ajker sera prapti...
অর্নব ভাই আমরা বাংলাদেশী মানুষ আপনাকে নিয়ে গর্ব বোধ করি।আপনি রবীন্দ্রসংগীত কে অনন্য মাত্রায় নিয়ে গেছেন। আপনার নতুন জীবন সুখের হোক। সুনিধী ভাবীর জন্য শুভেচ্ছা রইল।
What a mesmerizing line...''মোর জীবনের রাখাল ওগো ডাক দেবে কি সন্ধ্যা হলে''
যত দিন যাচ্ছে রবীন্দ্র প্রেমে মজে চলেছি। দিনে একবার হলেও রবীন্দ্রনাথ কে শুনতেই হবে।
Mon juriya galo ei snigdho gana r chokh juriya galo oporup cinematography dekhe 💐 jug jug jiyo Arnab da Sunidhi di tomra sokole 💛
এই দুটি মানুষের একজন আরেকজন এর দিকে তাকানো টা👌👌😍😍
অনুভূতি বোঝানোর মত কোন ভাষা পাচ্ছি না খুঁজে শুধু বলবো বড়ই সৌন্দর্য
এই রকম আরো অনেক গান আমার শুনতে পেতে চাই ।অসাধারণ।তোমাদের তুলনা তোমরা নিজেরাই।ভালো থাকো।
Arnob +sunidhi combination =best combo I'v ever seen in my life♥♥♥
মন অস্থির থাকলে শুধু এই গানটাই অনেক প্রশান্তি দেয়.. স্থিরতা আনে মনে .. আহা!
সকলের আলোকধেনু হয়ে সাতরঙের দুটো এখানে গান করছেন। বাকি পাঁচে আমি এক শ্রোতা, এক এই বৃষ্টিস্নাত, এক সূর্য, আরো এক তারারা এবং শেখ একখান অসম্ভব এই সুন্দর অনুভূতি। বেঁচে থাকুন রং ছড়িয়ে, দুজনে
রবীন্দ্র সংগীতের প্রেমে পড়া একমাত্র অর্ণব দাদার জন্য 🖤 ভালোবাসা রইলো দাদা 🖤
আমার মা সহস্র-কোটি বার আপনাদের গলায় এই গানটা শুনে ফেলেছেন,, প্রত্যেকদিন রাতে গানটা বারবার চলবেই,, শুধু এটা না অর্ণব-সুনিধি duet গান গুলো আর অর্ণব দার একার গানগুলো।। আগে আমি একা obsessed ছিলাম অর্ণব দার গানগুলোতে এখন মাকেও বানিয়ে দিয়েছি🤭 আপনাদের সম্পর্কে যতটুকু জানি মাকেও জানিয়ে দিয়েছি।। অনেক ভালোবাসা সম্মান আপনাদের জন্য🙏,, আরও অনেক অনেক গান শোনার অপেক্ষায় রইলাম অর্ণব স্যারের কন্ঠে,, সাথে sunidhi mam এর সাথে duet ও🥰 অনেক অনেক শুভেচ্ছা মায়ের দিক থেকে,,,ভালো থাকবেন ভালো রাখবেন😊❤
শেষ অংশ তো নীলাঞ্জন দার বাড়িতে মনে হলো। যেমন গান তেমনি ভিডিও। সবমিলিয়ে মন উদাস করে দেয়। অসাধারণ সৃষ্টি।
গানে কি সুন্দর ব্রহ্মদর্শন।
অর্ণব সুনিধী কি সুন্দর গেল,কত বার যে শুনলাম।
arnob da ! tomer gaan gulo atto valo lage.. ta bolar moton na.. thnq ato valo valo gaan upohar dewar jonno
Arnob has helped me to get through lot of difficult times in my life…sunidhi is amazing too…ei gaan ti amar khub priyo…besh bhalo…bhalobasha roilo behala(kolkata) theke.
আপনাদের গলায় রবি ঠাকুর যেন আবারও জীবন্ত হয়ে উঠেছে😍😍😍😍
শুধু অর্নবময় এবং সুনিধীময় হোক রবীন্দ্র সংগীত! 💙💙💙💙🖤🖤🖤🖤🖤🖤🌻
অপূর্ব 👌👌👌
অসম্ভব ভালো একটি যুগলবন্দী l খুবই সাধারণ ভাবে পরিবেশিত একটি গান "সংগীত" হয়ে উঠলো l এখানেই রবীন্দ্রনাথ এর সৃষ্টির সার্থকতা l অনিবার শুভেচ্ছা শুভকামনা শিল্পীদ্বয়কে ll
হয়তো এমন গান, এমন সুরের জন্য বেঁচে আছি। অনেক অনেক ভালোবাসা নিবেন।
ধন্যবাদ আপনাদের। অনেকদিন পর অর্ণব কে গাইতে দেখে প্রশান্তিতে মন ভরে গেলো। অর্ণব সুনিধি সুরের বীণায় চিরসবুজ বন্ধনে আবদ্ধ থাক! শুভকামনা
আমি তোমাদের প্রেমে ভীষণ ক্ষুব্ধ! এমন একজন প্রেমিকা না থাকায় ভীষণ হতাশ। তবু আমি এই তোমাদের প্রেমেই মুগ্ধ। ❣️
The song " o je manena mana" have heard more then thousand times, A wonderful tender tune song.Its time to make some fresh music without remakes.
A fan from Cyprus.
ভীষন শান্তি পাই সুনিধি দি অর্ণব দা...
তোমাদের গানে কি যেনো একটা আছে.... বুঝতে পারি না।
🖤
আশা তৃষা আমার যত
ঘুরে বেড়ায় কোথায় কত,
মোর জীবনের রাখাল ওগো ডাক দেবে কি সন্ধ্যা হলে? ♥
বিন্দুমাত্র আতিশয্যতা না থেকেও আভিজাত্যে যা কিছু অনিন্দ্যসুন্দর তা একমাত্র রবীন্দ্র সংগীত!
অবশেষে... অবশেষে প্রতীক্ষার অবসান।। সম্পূর্ণ গানটির অপেক্ষায় ছিলাম, সত্যিই খুব ভালো লাগলো।। এখনকার অস্থির পরিস্থিতি, lockdown, একঘেয়েমিতে ভরা জীবন_ এসবের মাঝে এই ধরনের গানগুলি, বিশেষত অর্ণব দার(দাদাই বলছি) music এবং অর্ণব দা ও সুনিধি দি র ডুয়েট যেন ক্ষণিকের নিশ্চিত আরাম।। ভালো থাকবেন... অনেক অনেক শ্রদ্ধা, শুভ কামনা ও ভালোবাসা।।।💗💞💗
Arnob is such a talented singer. Some of my American and Russian colleagues listened to his music. One of them even a Jazz singer. They all highly praised Arnob and Bangladeshi music.
Sunidhi is a very good singer as well. Very good couple. Wish you good luck!!!
এইতো যুগল দুজন,
অনুপ্রেরণা জোগায় সারাক্ষণ 🌻
ভালোবাসা 🌹
Sob Rabindra Sangeet er music composition Arnab Da koruk r Sunidhi didi gaan geye feluk.......eto je keno valo lage ei duijoner Rabindra Sangeet composition.......fantastic mind-blowing ........
অর্ণব, একটা ট্যালেন্ট। অসাধারণ! অনেক অনেক ভালো লাগল। আর সুনিধিও অসাধারণ!
এত সহজ সাবলীল উপস্থাপনা আলাদা করে ভালো লাগবে, তাতে আর আশ্চর্য্য কি!! ভাবছি এটা আমি একাই শুনে 1 million views করে দেব...
ভালোবাসা নিও সুনিধি দি এবং অর্ণব দা...❤️❤️
সুনিধি নায়েক ও অর্ণবের রবীন্দ্র সংগীত মানেই অনিন্দ্য সুন্দর 💔
অপেক্ষায় ছিলাম গান টার।
সত্যি সুরের মধ্যে জাদুর ছোঁয়া।
you made my good day..
😍😍😍
bristir sokal + Sunidhi didi + arnob dada!!! Ahha ❤️🌻
Mugdho hye thke gelam Arnob ..onek subhecha r valubasa tomay 💚💚💚💚...egiye jao evabei pase achi r thkbo
🌹🌹সকালটা রবীন্দ্রসংগীত দিয়ে শুরু হলো !মনটায় একটা তৃপ্তি পেলাম😊
Darun juti...... Voice osadharon.. Vetor theke santi ase
Sunidhi..
Amazing voice..
Always Arnob vai k happy rakhbn plz... ❤❤
Vlobasar manush...
খুব সুন্দর করে মুক্ত কন্ঠে গাওয়া এই গানে চোখ ভিজে আসে...এমনি করে গান গেয়ে যাও চিরকাল
Baah ! Khub e valo Laaglo.. ...
Khuub e snigdho..
Opurbota churanto 👌
রবীন্দ্র সংগীত মানেই অর্ণব, সুনিধি।❤️🔥 কি অসাধারন জুটি। 😍🥰
💙💙আহ শান্তিনিকেতনের দুই শান্তির পায়রা।
Amazing...
এইতো চাই..
তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ❤️❤️❤️
পৃথিবীর সকল রবীন্দ্র সংগীত অর্ণব গেয়ে ফেলুক😍❤️❤️
Sunidhi dir gola amr osadharon lage... awsome...R arnob dar niye to bltei hy na... uff.. Marattok ganer gola r gan gulo...
Natural singing. Really beautiful and touching heart.
সেই শৈশব থেকে অর্ণব দার গান শুনছি। আমার প্রথম প্রিয় শিল্পী বলতে গেলে তিনিই ছিলেন। এখনো অর্ণবদার সেই পুরোনো গান গুলো আমাকে নষ্টালজিক করে তোলে। নতুন গানের আশায় থাকি সবসময়। 😍😍
khub sundor.. barbar shunchi ganta.anobadya arrangement.
Outstanding sunidhi...wht a voice...r arnob da arnob da er level e once again... Lov u gurudev
Isss mon chuye gelo 🥰
অসাধারণ মেলবন্ধন ❤️❤️❤️❤️ সুরের আর মিষ্টি কন্ঠের।❤️❤️☘️☘️
যত যাই শুনি বা দেখিনা কেন, বারবার ফিরে আসতে চাই রবীন্দ্রনাথেই
হুম ।সারাদিন আমার গান এর মধ্যে দিয়ে যায় ☺
অসাধারণ !!!
নতুনের মুখে পুরোনো'র জয়গান !!!
There is something magical with this duo . Stay blessed .
Sundhi di গানের সাথে অপূর্ব লাগছে তোমায়। অপূর্ব গানের গলা তোমার। শান্তিনিকেতন থেকে। আর এক জোন কে ঠিক চিনি না।
আমার অন্যতম প্রিয় দুইটা মানুষ
আর অর্ণব দাদা আমার কাছে সবসময় সেরা
এই একটা মানুষের গান
সবসময় আমার প্লে লিস্টে থাকবেই❤❤
Khub bhalo Sunidhi.
অর্ণবের কন্ঠ মানে শান্তি আর সুনিধি দি থ্যাংক ইউ সেই অর্ণব দা কে ফিরিয়ে দেওয়ার জন্য
Bhison e shokto ekti gaan emon sundor bhabe paribesibar jonno 🙏👏
পৃথিবীর সবথেকে সুখী মানুষ সুনিধী, কারণ, অর্ণব ভাই তার পাশে আছে। শুভকামনা ও ভালোবাসা ক্লাস ৮, ২০০৮ থেকে অর্ণব ভাইয়ের গান শুনি এখনো শুনি...
অপেক্ষার অন্তে এতো সুন্দর একটা গান অসাধারণ 💙💙
দিদি এবং অর্নব দা
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে গান গেয়ে আমাদের মনকে প্রফুল্লতায় ভরিয়ে দেয়ার জন্যে।
It's amezing 🥰.how can people sing just like that? Salute boss👏
kottodin por eksathe sunlam........ huge love for both of you.
ভিষন ভালো লাগছে আপনাদের যুগলবন্ধী! সবসময়েই চাই! চিরকালই জেনো বেঁচে থাকে আপনাদের ভালোবাসা! এই দোয়া ই করি।
অনবদ্য! বৃষ্টিধোয়া গাছের মতো সজীব কন্ঠ!!আমি অনেকদিক এতো সুন্দরকিছু শুনিনি!
Barai sundar. Mon je vore jai!
আহা ! 🍃
ish! ki shundor 2ta manush! onek onek vhalobasha! ❣️❣️❣️❣️❣️❣️
Darunnnn laglooo, ankkk dhanobad dada r didi k
দারুন ❤️❤️❤️ মন জুড়িয়ে গেলো ❤️❤️❤️❤️ আহা
গায়কীতে ভীষণ মাটির গন্ধ, মাটির টান ❤❤🌼
They compliment each other so beautifully ♥️
Khub valo laglo gaan ta 🏵️🏵️🌼
Bah ! Khub bhalo laglo... Ki sabolil...