আমি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ৷ কিন্তু মা-বাবার কাছ থেকে পাওয়া এই রবীন্দ্র আসক্তিকে সত্যিই আমি বুক প্রান ভরে গ্রহণ করি৷ রবীন্দ্রনাথ ছাড়া আমার জীবন সত্যিই অসম্পূর্ন | তিনিই আমার প্রেম তিনিই আমার ভালোবাসা | তাঁকে আমি আমার সশ্রদ্ধ প্রনাম জানাই |
অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদেরই মত, তাদের সময়ে যেভাবে তারা নীরব সন্ধ্যায়,উদাস দুপুরে,উচ্ছল বিকালে অথবা হতাশ রাতে গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে,সময় বদলাবে,ঋতুও বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
ওরে আমরা যে বাংগালি আমরা যতই মুসলিম হই হিন্দু হই আর যে ধরমেরই হইনা কেন আমাদের আবেগ অনুভুতি এক।আমাদের হৃদয়টা যে এ-ই বাংলার মাটির মতই নরম কোমল। রবীন্দ্রনাথের গানে আমরা নিজেদের অনুভুতি আবেগকে যেন বারবার খুজেপাই।
মাঝরাতে বেলকনিতে দাঁড়িয়ে শহরের লাল নিল বাতি গুলোর দিকে তাকিয়ে যখন অনিশ্চিত ভবিষ্যতের কথা অপলক নয়নে ভাবতে ভাবতে হারিয়ে যায়, তখন এই গানটির তালও আমার সাথে সাথে কোথায় যেন হারিয়ে যায়।
@@stockmarketnewsUpdate ধন্যবাদ আপনাকে পুরনো স্মৃতির ঝুলিতে নাড়া দেওয়া ও সেই সময় টা কে আরো একবার স্মৃতি চারণ করার সুযোগ করে দেওয়ার জন্য । এটা কোন লিখনি নয়। এটা হচ্ছে বাস্তবতা। এবং জীবনের কঠিন বাস্তবতা।
শুনে ছিলাম বয়স বাড়ার সাথে সাথে রবীন্দ্র সংগীত গুলো খুব প্রিয় হয়ে উঠে , তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ,যত শুনছি একের পর এক রবীন্দ্র সংগীত তত জীবনের আক্ষরিক অর্থ অনুভব করতে পারছি ।
গভীর রাত, হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, নিরবে নিভৃতে কাছের মানুষকে কাছে না পাওয়ার সম্ভাবনা, ম্যাম আপনার কন্ঠে রবী ঠাকুরের এই গানটি যেন এক ভিন্ন মুগ্ধতা প্রকাশ পেল।। অনেক অনেক ধন্যবাদ ম্যাম।।।
সে আমাকে ছেড়ে চলে গেলো, আর যাওয়ার সময় এই বললো যে আজকে থেকে আমরা শুধু বন্ধু। বন্ধুত্ব ও ভালোবাসার ওপর নাম🥺।আমার জন্য possible নয় ওকে আবার শুধু বন্ধু ভাবা,বন্ধু হিসেবে treat করা🥺
সুনীধিদি যত্ন করে রেখো গো সম্পর্কটাকে।আজ তোমাদের মাঝের কেমিস্ট্রিটা দেখে এত খুশি লাগছিলো।এত বছর পর অর্ণবদার মুখের সেই হাসি দেখলাম ।তোমাদের ভালবাসায় তৈরি হোক সংগীতের নতুন পথ।
Kichu bochor age Sahana di r sathe o ai chemistry dekha geachilo indeed choto bela theke, enara ra silpi eder baktigoto jivon ektu complex na hole ki kore cholbe, ar noile chinben kemon kore. Ekktu hole o dorkar. Sunidhi apnar gaan ta nisondhe bhalo, golar jotno neben ar aro bhalo gaan gaiben, baki ta somoy er opore bhalo thakben. Joy Guru.
ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে, 'না, না, না।' যত বলি 'নাই রাতি-- মলিন হয়েছে বাতি'. মুখপানে চেয়ে বলে, 'না, না, না।' বিধুর বিকল হয়ে খেপা পবনে. ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি 'তবে এবার যে যেতে হবে'. দুয়ারে দাঁড়ায়ে বলে, 'না, না, না।'
সম্পর্কের শেষ বেলায় তার কান্নাভরা কন্ঠে গেয়ে শোনানো শেষ গান ছিলো এটা😓 মানুষগুলো হয়তো জীবনে থাকে না কিন্তু এমন কিছু স্মৃতি রেখে যায় যা প্রতিবার চোখের সামনে এলে বুকটা কেঁপে উঠে😑 চোখগুলো জলে ভিজে যায়।
বয়সের সঙ্গে সঙ্গে রবীন্দ্র সংগীতের ভাষাটা যত সহস হয়ে যাছে ততো জীবন কঠিন হয়ে যাছে,,,,, আসলে রবীন্দ্র সংগীত মানে এক অপ্রকাশিত ভালো বাসার না বলার কথা সারা জীবন আপনি আমাদের মাঝে বেছে থাকবেন,,,,
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়।🙂 স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসব প্রিয় গানটা 💙🌸
রবীন্দ্রসঙ্গীত মানেই আমাদের বাঙালির আত্মপ্রকাশের গান🥺❤ ছোট বেলায় বোধ হয় অনেকেরই মনে হতো - ধুর কি যে গান কি কঠিন ভাষা কিছুইতো বুঝতে পারছিনা মাথায় ঢুকছে না😅 অথচ যেই একটু বুঝতে শিখলাম আজ সেই গান গুলোই মনে হয় যেন কত সুন্দর কথা গুলো.... কি শান্তি।। 🌼✨
সেই কবে শব্দের রাজা শব্দগুলো সাজিয়ে রেখে গেছেন, আজ এই জঞ্জালের যুগেও কি নির্মল ভাবে সেই শব্দমালা বাঙালীর প্রাণ জুড়িয়ে দেয়৷ প্রেমে-বিচ্ছেদে সবেতেই রবীঠাকুর মিশে আছেন।
মানা না মানার দুটি রুপ। একটি আবেগ, খুনসুটির আর একটি বিরহের। দুটি রুপই আমি দেখেছি। সবমানা না মানা প্রেমের সৌন্দর্য বাড়িয়ে দেয়।আমার আবেগ ভরা তোমায় কাছে রাখার আকুতির কারনে তুমি গানটি শুনিয়েছিলে। কিন্তু হঠাত চলে গেলে কেন কৃপান্নিতা? আমিও তো চলে যেতে অনেক মানা করেছিলাম।যাই হোক প্রান থেকে চাই তুমি ভালো থাক।
Nostalgia... মাঝরাতে বারান্দায় চাঁদের আলোয় বসে যখন গানটা শুনি, তখন গানের কথাগুলোর মাঝে খুঁজে পাই অতীতের হারানো আমিকে। ৷ নিজের কাছে নিজে আজও হয়ে রইলাম অচেনা...
স্মৃতি রেখে গেলাম ২০-৩০ বছর পর বৃদ্ধ বয়সে কমেন্ট কেউ দেখবে। বাড়ি ঘর ফেলে বঙ্গতটে চটঁগা পড়ে আছি একাকি জীবনে।এই ক্ষুদ্র সময় হাজার ও বার শুনছি গান।একাকি জীবনের কিছু ভাল লাগার মুহুর্ত এই গান টি সময় মধ্যে।বাংলাদেশ থেকে....!
সত্যি বলছি, ২০১৯ সালে শান্তিনিকেতন গিয়েছিলাম। কাছে সুরুল নামক গ্রামের এক প্রফেসরের বাড়ি থেকে ফিরছিলাম। মাঝে শ্রীনিকেতন মোড়ে একটি সাউন্ড সিস্টেম এর দোকান আছে, ওখানে সারাদিন রবীন্দ্র সংগীত বাজানো হয়। তো ব্যক্তিগত একটি বিষয়ে আমি খুব আবেগাক্রান্ত ছিলাম সেদিন। ওখানে আসতেই তখন এই গানটি বাজছিল বেশ বড় শব্দে। সেই আবেগতাড়িত সময়ে শোনা এই গানটি শুনলেই আজো সেই ঘটনা প্রবাহের স্মৃতি মনে ভেসে বেড়ায়। তাই বারবার এই গানটি শুনি আর সুখানুভূতি তে ফিরে যাই।
আমার মন খারাপের সময়ের সঙ্গী হচ্ছে এই গান টি। গান টি শুনলে নিজে থেকেই চোখ বুজে আসে এবং মনে হয় যেন, চারিদিকে সব কিছু থমকে দাঁড়িয়ে গেছে। অর্নব দা-র অসম্ভব সুন্দর ব্যবস্থাপনা আর সুনিধি দি-র দুর্দান্ত গলা, অন্য মাত্রায় নিয়ে গেছে গানটা কে। কয়েক 1000 বার শুনেছি কিন্তু প্রতিবার-ই নতুন মনে হয়. 😊😊😊
এরেঞ্জমেন্টে অর্ণবদা । অসাধারণ তো হবেই । হয়ত আমি অর্ণবদার পাগলা ভক্ত দেখে গানটায় উনার অস্তিত্ব খুঁজে পাচ্ছি আর উনাকেই বেশি ক্রেডিট দিয়ে ফেলছি । তবে সুনীধিও যে অসাধারণ গেয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না । সব মিলিয়ে এক কথায় অসাধারণ ।
যারা সত্য ভালোবাসায় মগ্ন থাকে শুধু তাদের কাছেই এই গানের প্রান আছে , যতই এই গানটা শুনি মনে হয় প্রিয় মানুষ টা শুধু আমার তাকে কখনো হারাতে চাই না ! কিন্তু সময়ের গতিতে সব প্রিয় মানুষ গুলি হারিয়ে যায় , তাদের গিরে বেঁচে থাকার জন্য থেকে যায় এমন গান গুলি 🌸❤️
"আমি যত বলি তবে,এবার যে যেতে হবে" খুব প্রিয় একটা গান❤❤ খুব একা লাগে ,রাতে ঘুম আসেনা তখন এই গান কতবার যে শুনি।মানসিক শান্তি পাই।এক সুন্দর অনুভূতি।যত বয়স বাড়ছে তত এই গান আরো ভালো লাগছে।
আমাদের প্রেমপত্র হত এক পাতার , তাতে বইয়ের ভাজেঁ চিঠি লুকিয়ে চালান করায় ধরা খাওয়ার ভয় ছিলোনা | হাতের লেখা ছোট করে লিখতাম এক পাতায় একশ কথা বলার জন্য | যখন ম্যাসেজ এলো , 11 টাকায় 110 টা..... সেকেন্ডে সেকেন্ডে "কি করছো " ম্যাসেজ ভিড় ; মনে আছে !? এখন আর অপেক্ষা নেই ; ঘুম ভাঙলেই সিদুঁর ঘেটে যাওয়া মুখটা আজ আমার বুকেই মাথা গোজেঁ | তবে আজও সবই নতুন মনে হয় , এখনও জলের গ্লাস দিতে গিয়ে হাতে হাত লাগলে আমরা মুচকি হাসি ঠিক টিউশন ক্লাসের দিনগুলোর মতোই ||
আসলে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অবিনাশী অঝড় গান গুলি শুনলে মনের ব্যকুলত বেড়ে যায়। গভীর কোন দুঃখ ব্যর্থতা মনে অনুভব হলে তখনই শুনতে ইচ্ছা করে । আর সাথে সাথে মনটা হালকা হয়ে যায়। আবেগ সৃষ্টি হয়।
প্রিয় একটা মানুষের কথায় গানটা শুনতে আসলাম এখন। ❣️❣️ এর আগেও অনেক বার শুনছি। ৬-৭ বছর আগে তাকে ভালবেসে ছিলাম কিন্তু আজও তাকে বলতে পারিনি। যদি কখনো ভালবাসাটা পূর্ণ হয় আবার আসবো গানটা শুনতে তখন সে আর আমি এক সাথেই শুনবো গানটা।
As you are one of the fewest persons that wrote in English, do you by any chance, have the translation or a link for the translation this song? I would love to understand what's all about. Her voice is very beautiful. Sounds sad... but I don' t understand Bengali. Thank you in advance!
Ei gaanta (sunidhir gaoa) amar kolija ved kore jai ♥ Daily ekbar shuni Khub probol ekta connection pai..mone hoy gaan ta kobiguru r sunidhi amr jonnoi baniyechen
Rabindra Nath Thakur and his creations are synonymous to a soulful journey!!! The journey takes me inward and I feel the external liberation, love you Mr. Tagore. 🙏🏻
একপাক্ষিক ভালোবাসা গুলো হৃদয়বিদারক।কখনোই কাছে যাওয়ার গল্প নেই।শুধুই বিরহ আর দূরত্ব। তবুও ভালোবাসা সুন্দর আমার জন্য না হোক অন্য কোনো নক্ষত্রের জন্য হলেও।❤
"ফাগুন করেছে হাহা ফুলেরো বনে" ভালবেসে ওরে ফুল ডাকতাম,সে চলে যাওয়ার পাচঁশো সাত দিন হলো, তার না থাকা কিভাবে নিজেকে মানাবো এখনো বুঝে উঠিনা। ভাল থাকুক ফুল 🌸
বড়ো হওয়ার সাথে সাথে রবীন্দ্র সংগীত এর মর্ম বুঝতে পারছি 😌🧡এই গান কখনো পুরোনো হয় না রোজ শুনলেও এই গান বারবার করে শুনতে ইচ্ছে হয় , এক আলাদা অনুভূতি যা ব্যক্ত করা খুব কঠিন কমেন্টটা রেখে গেলাম ❤️
ওযে মানে না মানা এই কথাটি সুরের সহিত যখন আমার কানে পৌঁছে তখনই আমার হৃদয়টা কেমন যেনো করে উঠে। কেমন যেনো মিষ্টি বিরহের আনন্দ ও বেদনার অনুভূতি খেলে যায়।সত্যি রবীন্দ্র নাথ ঠাকুরের অতুলনীয় সৃষ্টি🥺🥺🥺☺️☺️💖💕💞
সবই আবেগের ব্যাপার ঠাকুর দা... মাঝরাতে ছাদের উপর চেয়ারে বসে যখন আকাশপানে তাকাই- একফালি চাঁদের উপর দিয়ে কিছু সাদা মেঘ ভেসে যায়, সাথে ভেসে যায় কিছু অনুভূতি। এ অনুভূতি গুলোর ব্যাক্তিগত পরিচয় আছে। অনুভূতি রা ভেসে যাক তাদের আকাশে....!
২০২৩ চলে যাচ্ছে, পুরাতন গান নতুনের মতোই আছে! রঙিন মলিন স্মৃতি গুলোর সাথে তোমার ভালোবাসা ছিলো! তুমি নেই, ভালোবাসা আছে! ভালোবাসা অবিরাম অবিরত অনবরত অবধারিত! সব ছিলো, সব আছে, শুধু তুমি ছিলে, তুমি নেই, তুমি হয়তো ছিলে না কখনোই!
আমি প্রথম গানটা শুনেছিলাম আমার এক অনলাইন ফেন্ড এর কাছে যার প্রেমে আমি পড়েছিলাম আজ ১ বছর হতে চললো আর কথা হয় না 🙂কিন্তু তার কথা মনে পড়লে গান টা শুনতে আসি জানি না সে কেমন আছে দোয়া করি সব সময় ভালো থাকুক 🙂miss you 😪
You nailed it girl ! But I missed Arnob daa's voice a lot😔...was finding atleast a lil portion of his melodious singing but couldn't...anyway no matter...you did it very beautifully...fantastic and very peaceful to listen..take ❤😘
বয়সের সঙ্গে সঙ্গে রবীন্দ্র সংগীতের ভাষা যতটা সহজ মনে হচ্ছে জীবনটা ততোটাই কঠিন হয়ে যাচ্ছে!!
রবীন্দ্র সংগীত মানেই অপ্রকাশিত অনুভূতি, না বলা কথা।।❤
❤
❤
রাইট আপু
❤
Khub sundor bollen kotha gulo
টিকটক লাইকির এ সময়ে যারা এই গান গুলো শুনতে আসে । তাদের রুচির প্রশংসা করার ভাষা আমার জানা নেই
ঘুমের ঔষধ
না শুনলে ঘুম আসে না🙂
Tik tok kokhono ai gaan gulor jaiga nite parbe na,tai chole asi sunte😊
Eta sudhu gaan noy,eta emotions, eta feelings, eta freshness, eta love 💓!
Thanks
মনের কথা বললেন
আমি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ৷ কিন্তু মা-বাবার কাছ থেকে পাওয়া এই রবীন্দ্র আসক্তিকে সত্যিই আমি বুক প্রান ভরে গ্রহণ করি৷ রবীন্দ্রনাথ ছাড়া আমার জীবন সত্যিই অসম্পূর্ন | তিনিই আমার প্রেম তিনিই আমার ভালোবাসা | তাঁকে আমি আমার সশ্রদ্ধ প্রনাম জানাই |
Same to you sis🤍🤍
@@abontikaCR."She" is not sis... He is Bro 😂
Oh.. sorry priyabrata bro😅😅😅
@@bangshagopalmondal295🌈👨❤️👨
আবেগে টান পড়লে,রবীবাবুর কাছে না এসে উপায় আছে..!💜
ekdom....
কথা সত্য
same
T 6
Eta hocche asol kotha
অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদেরই মত, তাদের সময়ে যেভাবে তারা নীরব সন্ধ্যায়,উদাস দুপুরে,উচ্ছল বিকালে অথবা হতাশ রাতে গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে,সময় বদলাবে,ঋতুও বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
ঠিক বলেছেন ভাই
Very valuable and perfect comment for the song, every night before sleeping i hear the song, lovelu@madrid
@@tulonakhushi9832 thank you
@@riomanzanares5760 thnk you
Hi...
এসব গানে মানসিক শান্তি আসে.... জীবনের সব অভিযোগ, অবসাদ, ক্লান্তি, দুঃখ সংকটে চলে যায়
আমার কেনো যেন হয় উল্টো🥹
মনে কোথায় কি যেন হারিয়ে ফেলেছি🥲
মাঝে মাঝে ভাবি যদি এ জন্মে বাঙালি না হতাম.... তবে কত সৃষ্টির থেকে বঞ্চিত থেকে যেতাম।♥️♥️♥️
খাটি বলেছেন দাদা
Akdom satti kotha...❤❤❤
Actually ❤
আমরা ভাগ্যবান ❤❤❤😊
Dada ai juga kintu hiro alom o ace!! 😂
ওরে আমরা যে বাংগালি আমরা যতই মুসলিম হই হিন্দু হই আর যে ধরমেরই হইনা কেন আমাদের আবেগ অনুভুতি এক।আমাদের হৃদয়টা যে এ-ই বাংলার মাটির মতই নরম কোমল। রবীন্দ্রনাথের গানে আমরা নিজেদের অনুভুতি আবেগকে যেন
বারবার খুজেপাই।
😊🙏
Sotti dada... Thik bolechen
How sweet
Eita jodi sobai bujhto prithibita shantir hoto
Khub emotional Katha, AKDAM thik 🙏
ছোটো বেলার সবচেয়ে বিরক্তিকর গান গুলো এখন বড্ড প্রিয়, আর বেশি কাছের হয়ে গেছে❤❤❤❤❤, অসাধারণ
100%
মাঝরাতে বেলকনিতে দাঁড়িয়ে শহরের লাল নিল বাতি গুলোর দিকে তাকিয়ে যখন অনিশ্চিত ভবিষ্যতের কথা অপলক নয়নে ভাবতে ভাবতে হারিয়ে যায়, তখন এই গানটির তালও আমার সাথে সাথে কোথায় যেন হারিয়ে যায়।
কি দারুণ ভাবে বিশ্লষণ করলেন ভাই,,, 💔😥
Khub sundor likhechen
@@stockmarketnewsUpdate ধন্যবাদ আপনাকে পুরনো স্মৃতির ঝুলিতে নাড়া দেওয়া ও সেই সময় টা কে আরো একবার স্মৃতি চারণ করার সুযোগ করে দেওয়ার জন্য । এটা কোন লিখনি নয়। এটা হচ্ছে বাস্তবতা। এবং জীবনের কঠিন বাস্তবতা।
@@jahangirsohel5666 অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
আহা দারুণ ❤️
শুনে ছিলাম বয়স বাড়ার সাথে সাথে রবীন্দ্র সংগীত গুলো খুব প্রিয় হয়ে উঠে , তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ,যত শুনছি একের পর এক রবীন্দ্র সংগীত তত জীবনের আক্ষরিক অর্থ অনুভব করতে পারছি ।
হ্যা ভাই একদম
Hmm
how many people you know? Bengali "Ghorkuno" he said
গভীর রাত, হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, নিরবে নিভৃতে কাছের মানুষকে কাছে না পাওয়ার সম্ভাবনা, ম্যাম আপনার কন্ঠে রবী ঠাকুরের এই গানটি যেন এক ভিন্ন মুগ্ধতা প্রকাশ পেল।। অনেক অনেক ধন্যবাদ ম্যাম।।।
বেকারত্বের কারণে কত প্রেম চোখের জলে মলিন হয়ে গেছে ।।।।তবুও তার স্মৃতি পিছু ছাড়ে না।।।গভীর রাতে সেই স্মৃতি গুলো ঝরে পড়ে বিন্দু বিন্দু হয়ে।।।।
Sarajibon porbe
Heart.........
Moner kotha bolco vay😏😏
সে আমাকে ছেড়ে চলে গেলো, আর যাওয়ার সময় এই বললো যে আজকে থেকে আমরা শুধু বন্ধু। বন্ধুত্ব ও ভালোবাসার ওপর নাম🥺।আমার জন্য possible নয় ওকে আবার শুধু বন্ধু ভাবা,বন্ধু হিসেবে treat করা🥺
Hae🖤💔
সুনীধিদি যত্ন করে রেখো গো সম্পর্কটাকে।আজ তোমাদের মাঝের কেমিস্ট্রিটা দেখে এত খুশি লাগছিলো।এত বছর পর অর্ণবদার মুখের সেই হাসি দেখলাম ।তোমাদের ভালবাসায় তৈরি হোক সংগীতের নতুন পথ।
সব দায় কি সুনিধিদির?
Paknami korte hobe na
Kichu bochor age Sahana di r sathe o ai chemistry dekha geachilo indeed choto bela theke, enara ra silpi eder baktigoto jivon ektu complex na hole ki kore cholbe, ar noile chinben kemon kore. Ekktu hole o dorkar. Sunidhi apnar gaan ta nisondhe bhalo, golar jotno neben ar aro bhalo gaan gaiben, baki ta somoy er opore bhalo thakben. Joy Guru.
এই পৃথিবীতে রবী ঠাকুর এর মত আর কেউ জন্মামে না। তিনি অতুলনীয় ♥️
Thik,,,
ঠিক ❤❤
Arey baba, uni bhogoban. Amra manush.
Thikoi ki line, chinta kore bhebe pai na. Otulonio
ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে, 'না, না, না।' যত বলি 'নাই রাতি-- মলিন হয়েছে বাতি'. মুখপানে চেয়ে বলে, 'না, না, না।' বিধুর বিকল হয়ে খেপা পবনে. ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি 'তবে এবার যে যেতে হবে'. দুয়ারে দাঁড়ায়ে বলে, 'না, না, না।'
Thank you
সম্পর্কের শেষ বেলায় তার কান্নাভরা কন্ঠে গেয়ে শোনানো শেষ গান ছিলো এটা😓
মানুষগুলো হয়তো জীবনে থাকে না কিন্তু এমন কিছু স্মৃতি রেখে যায় যা প্রতিবার চোখের সামনে এলে বুকটা কেঁপে উঠে😑
চোখগুলো জলে ভিজে যায়।
apnar commandeo mon nere uthlo
Lamiaa ❤😢
শেষ হয়েছিল কেন?
Ahhh dada ki feelings sreshtto 😅
বয়সের সঙ্গে সঙ্গে রবীন্দ্র সংগীতের ভাষা যতটা সহজ মনে হচ্ছে জীবনটা ততোটাই কঠিন হয়ে যাচ্ছে!!
রবীন্দ্র সংগীত মানেই অপ্রকাশিত অনুভূতি, না বলা কথা।।
কি আকুলতা ওই আবেদনে। যেন প্রেমিকের স্বত্বাটিকে প্রেমিকার চিরবন্ধনে আবদ্ধ করার আকুতি। দুটি প্রেমসিক্ত মনের একাত্ম হওয়ার অফুরান বাসনা। আবার প্রেম জাগে মনে, এই সুরে, অজান্তে ........
Brilliant saying
আহা! ❤️
কি ভীষণ ভালো লাগা, দুঃখ পাওয়ার এক অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া হয় এই গান শুনে যা ভাষায় প্রকাশ করা যায় না। রবি ঠাকুরের সৃষ্টি অনন্য।
বয়সের সঙ্গে সঙ্গে রবীন্দ্র সংগীতের ভাষাটা যত সহস হয়ে যাছে ততো জীবন কঠিন হয়ে যাছে,,,,, আসলে রবীন্দ্র সংগীত মানে এক অপ্রকাশিত ভালো বাসার না বলার কথা সারা জীবন আপনি আমাদের মাঝে বেছে থাকবেন,,,,
অনেক দিন পর মনে হলো কেউ একজন রবীন্দ্রনাথকে নিজের ভেতর ধারণ করে উনার গান গাইলো। ভালবাসা রইলো আপনার জন্য।
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়।🙂 স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসব প্রিয় গানটা 💙🌸
😊😊😊😊
Ajaira comment. Sob jaigai
Abar sune jan ❤
Ar ek bar sune nio ganta
❤
রবীন্দ্রসঙ্গীত মানেই আমাদের বাঙালির আত্মপ্রকাশের গান🥺❤
ছোট বেলায় বোধ হয় অনেকেরই মনে হতো - ধুর কি যে গান কি কঠিন ভাষা কিছুইতো বুঝতে পারছিনা মাথায় ঢুকছে না😅
অথচ যেই একটু বুঝতে শিখলাম আজ সেই গান গুলোই মনে হয় যেন কত সুন্দর কথা গুলো.... কি শান্তি।। 🌼✨
সেই কবে শব্দের রাজা শব্দগুলো সাজিয়ে রেখে গেছেন, আজ এই জঞ্জালের যুগেও কি নির্মল ভাবে সেই শব্দমালা বাঙালীর প্রাণ জুড়িয়ে দেয়৷ প্রেমে-বিচ্ছেদে সবেতেই রবীঠাকুর মিশে আছেন।
মানা না মানার দুটি রুপ। একটি আবেগ, খুনসুটির আর একটি বিরহের। দুটি রুপই আমি দেখেছি। সবমানা না মানা প্রেমের সৌন্দর্য বাড়িয়ে দেয়।আমার আবেগ ভরা তোমায় কাছে রাখার আকুতির কারনে তুমি গানটি শুনিয়েছিলে। কিন্তু হঠাত চলে গেলে কেন কৃপান্নিতা? আমিও তো চলে যেতে অনেক মানা করেছিলাম।যাই হোক প্রান থেকে চাই তুমি ভালো থাক।
Nostalgia...
মাঝরাতে বারান্দায় চাঁদের আলোয় বসে যখন গানটা শুনি, তখন গানের কথাগুলোর মাঝে খুঁজে পাই অতীতের হারানো আমিকে।
৷ নিজের কাছে নিজে আজও হয়ে রইলাম অচেনা...
এখন চাহিদার সীমা কমিয়ে দিয়েছি প্রিয়,,
একসাথে বুড়ো হওয়ার ইচ্ছে তো নিঃশেষ হয়ে গেলো,তাই ভেবে নিয়েছি আমার জন্য এক-ই
আকাশের নীচে দেহে মনহীনা প্রাণ নিয়ে বেচে
থাকাটা ও বড় ভাগ্যের,,,,,,
এই গান টা এমন...একদম বুকের ভেতর গিয়ে পেরেকের মত বাঁধে... রক্তক্ষরণ হতেই থাকে হতেই থাকে.... পরিত্রাণের সাধ্য বা সাহস কোনোটাই হয় না...!
আহারে, কি শুদ্ধ প্রেমিকা - ভালো থেকো ফুল
Tar mane apnar bishostto lok apnar biswas er morjada dei ni.
Apu amar to soft cotton candy'r moto lage ( : happiness is a choice. Choose to be happy.
স্মৃতি রেখে গেলাম ২০-৩০ বছর পর
বৃদ্ধ বয়সে কমেন্ট কেউ দেখবে।
বাড়ি ঘর ফেলে বঙ্গতটে চটঁগা পড়ে আছি একাকি জীবনে।এই ক্ষুদ্র সময় হাজার ও বার শুনছি গান।একাকি জীবনের কিছু ভাল লাগার মুহুর্ত এই গান টি সময় মধ্যে।বাংলাদেশ থেকে....!
চাঁটগার লোক তবে ঢাকায় আছি। কিন্তু মন পড়ে আছে গুরুজীর শান্তিনিকেতন। আহা কি প্রশান্তি।
সত্যি বলছি, ২০১৯ সালে শান্তিনিকেতন গিয়েছিলাম। কাছে সুরুল নামক গ্রামের এক প্রফেসরের বাড়ি থেকে ফিরছিলাম। মাঝে শ্রীনিকেতন মোড়ে একটি সাউন্ড সিস্টেম এর দোকান আছে, ওখানে সারাদিন রবীন্দ্র সংগীত বাজানো হয়। তো ব্যক্তিগত একটি বিষয়ে আমি খুব আবেগাক্রান্ত ছিলাম সেদিন। ওখানে আসতেই তখন এই গানটি বাজছিল বেশ বড় শব্দে। সেই আবেগতাড়িত সময়ে শোনা এই গানটি শুনলেই আজো সেই ঘটনা প্রবাহের স্মৃতি মনে ভেসে বেড়ায়। তাই বারবার এই গানটি শুনি আর সুখানুভূতি তে ফিরে যাই।
"আমি যত বলি তবে, এবার যে যেতে হবে।" অসাধারণ লিরিক অসাধারণ গাওয়া। প্রানটা জুরে যায়।
আজ ৩০ জানুয়ারি ২০২১, সময় বিকেল ৫ টা বেজে ৩১ মিনিট তাপমাত্রা ১৯°© এই গান শুনতে শুনতে আমার একটা ছোট্ট স্মৃতি রেখে যাচ্ছি, কখনো যদি নাও বা থাকি, অনেক বছর পর এক গরমের দিনে কিংবা আরো হাড়কাপা ঠান্ডায় কেও একজন হয়ত জানবে গান টা শুনলে সব সময় মন কেমন করত আমার
Psychotherapist k dekhan
Immediately dekhan
আমার মন খারাপের সময়ের সঙ্গী হচ্ছে এই গান টি। গান টি শুনলে নিজে থেকেই চোখ বুজে আসে এবং মনে হয় যেন, চারিদিকে সব কিছু থমকে দাঁড়িয়ে গেছে। অর্নব দা-র অসম্ভব সুন্দর ব্যবস্থাপনা আর সুনিধি দি-র দুর্দান্ত গলা, অন্য মাত্রায় নিয়ে গেছে গানটা কে। কয়েক 1000 বার শুনেছি কিন্তু প্রতিবার-ই নতুন মনে হয়. 😊😊😊
এরেঞ্জমেন্টে অর্ণবদা । অসাধারণ তো হবেই ।
হয়ত আমি অর্ণবদার পাগলা ভক্ত দেখে গানটায় উনার অস্তিত্ব খুঁজে পাচ্ছি আর উনাকেই বেশি ক্রেডিট দিয়ে ফেলছি । তবে সুনীধিও যে অসাধারণ গেয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না ।
সব মিলিয়ে এক কথায় অসাধারণ ।
Agree with you. Arrangement ta onno matray pouche diyeche gaan ta ke.
রবী ঠাকুর এর গান কার বইলা চালাচ্ছেন?
যারা সত্য ভালোবাসায় মগ্ন থাকে শুধু তাদের কাছেই এই গানের প্রান আছে , যতই এই গানটা শুনি মনে হয় প্রিয় মানুষ টা শুধু আমার তাকে কখনো হারাতে চাই না ! কিন্তু সময়ের গতিতে সব প্রিয় মানুষ গুলি হারিয়ে যায় , তাদের গিরে বেঁচে থাকার জন্য থেকে যায় এমন গান গুলি 🌸❤️
রবীঠাকুর বোধহয় সুনিধির জন্যই এই গানটি রচনা করেছিলেন।সুনিধির মতো আর কারো কন্ঠই এতো হৃদয় স্পর্শ করে না।সুনিধির সুর হৃদয়ে অনুরাগের ঝর তোলে।❤️💗💖💕💓💞💝
"আমি যত বলি তবে,এবার যে যেতে হবে"
খুব প্রিয় একটা গান❤❤
খুব একা লাগে ,রাতে ঘুম আসেনা তখন এই গান কতবার যে শুনি।মানসিক শান্তি পাই।এক সুন্দর অনুভূতি।যত বয়স বাড়ছে তত এই গান আরো ভালো লাগছে।
আমার মন খারাপের ওষুধ এই গানটা। প্রতিদিন ৫ বার শুনি।
খুব ভালো লাগে সুনিধি দিদি কে😍
love from Bangladesh 🇧🇩
যতই বড় হচ্ছি, ততই পরিপূর্ণ হচ্ছে আবেগ গুলো । রবীন্দ্রনাথ এর সুর আর কথাগুলো ততই সহজ মনে হচ্ছে
আমি বাঙালি না তবুও বাংলা গানের প্রতি, ভাষার প্রতি একটা আলাদা স্নিগ্ধতা পাই।
আমাদের প্রেমপত্র হত এক পাতার , তাতে বইয়ের ভাজেঁ চিঠি লুকিয়ে চালান করায় ধরা খাওয়ার ভয় ছিলোনা | হাতের লেখা ছোট করে লিখতাম এক পাতায় একশ কথা বলার জন্য |
যখন ম্যাসেজ এলো , 11 টাকায় 110 টা.....
সেকেন্ডে সেকেন্ডে "কি করছো " ম্যাসেজ ভিড় ;
মনে আছে !?
এখন আর অপেক্ষা নেই ; ঘুম ভাঙলেই সিদুঁর ঘেটে যাওয়া মুখটা আজ আমার বুকেই মাথা গোজেঁ | তবে আজও সবই নতুন মনে হয় , এখনও জলের গ্লাস দিতে গিয়ে হাতে হাত লাগলে আমরা মুচকি হাসি ঠিক টিউশন ক্লাসের দিনগুলোর মতোই ||
Ahaaa!!! Khusi thakun apnara ei kamona kori.
❤️❤️❤️❤️
May God fill you with seven colors ..... May God keep you happy like this
Bogobaan er kache Parthona kori apnara Erom Thakun sarajibon.
❤️
Sokal ta sundhor hoye gelo ghum theke utar por music ta sunar por theke..
চলোমান জীবনে নানা সুখ দুঃখের মাঝে ..... রবীন্দ্রসংগীত শুনলে এক অদ্ভুত শান্তি পাওয়া যায় ❤️
এত ভালো লাগে কেন? হয়তো অর্নব দাদার নামই যথেষ্ট আমার জন্য।
আর আপু আপনি গাইছেন অসাধারন।
আসলে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অবিনাশী অঝড় গান গুলি শুনলে মনের ব্যকুলত বেড়ে যায়। গভীর কোন দুঃখ ব্যর্থতা মনে অনুভব হলে তখনই শুনতে ইচ্ছা করে । আর সাথে সাথে মনটা হালকা হয়ে যায়। আবেগ সৃষ্টি হয়।
গান শুনতে এসে যে কমেন্টগুলো পড়লাম তাতে মন ভরে গেলো
এ যেনো আমার প্রতিচ্ছবি সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ❤️
অর্নবের বারবার প্রেম করা উচিত....his every relationship gives us amazing singers
Sunidhi Nayak er sathe kichu cholche naki?
His currant girlfriend
Yahh
Sunidhi তো এই কমেন্ট দেখলে কনফিউজড হয়ে যাবেন। একদিকে তার প্রশংসা করলেন, অন্যদিকে নতুন প্রেম করতে প্রলুব্ধ করলেন অর্ণবরে। :P
I actually laughed at this xD
এই গানটায় একটা অন্যরকম অনুভূতি। সবার থেকে আলাদা 🌼
আসলে একটা মানুষ ধীরে ধীরে যতটা ম্যাচিউর হয় রবীন্দ্র সংগীত এর লাইন গুলা তার কাছে ততটা অর্থপূর্ণ হয়❣️
Yea you are absolutely right ❤😌😊
@@swatisen5639 আসলে এটার উদাহারণ আমি নিজেই, তাই বিষটা নিজে থেকেই উপলব্ধি করতে পারছি🙂
@@shakilahamedsizan3817 Me too
বড় হওয়ার সাথে সাথে রবিঠাকুরের প্রতিটি শব্দ হৃদয়ে জায়গা করে নিচ্ছে।
প্রিয় একটা মানুষের কথায় গানটা শুনতে আসলাম এখন। ❣️❣️
এর আগেও অনেক বার শুনছি।
৬-৭ বছর আগে তাকে ভালবেসে ছিলাম কিন্তু আজও তাকে বলতে পারিনি।
যদি কখনো ভালবাসাটা পূর্ণ হয় আবার আসবো গানটা শুনতে তখন সে আর আমি এক সাথেই শুনবো গানটা।
এই গানগুলোর play button টা টিপলে মনে হয় জীবনটা বয়ে চলছে, গান থামলে জীবনটা আটকে যায়। চলতে আরম্ভ করলে জীবনও ওই চালে চলে!
"হারানোর বেদনা যার জানা নেই,কোনো কিছু আগলে রাখার চেষ্টা তার ভেতর দেখা যায় না"
যতই মুক্তির কথা বলি না কেন ?
আমরা আসলে কারো কাছে বাধা পরে থাকতেই ভালবাসি//
মাথায় গেঁথে যাওয়া অনেক কে আমরা #miss করি।।
One of the very best in the history of music ever.. The arrangement transcends you to a different dimension.
Beyond words and beyond expressions.. 🙏🏼🌸
As you are one of the fewest persons that wrote in English, do you by any chance, have the translation or a link for the translation this song? I would love to understand what's all about. Her voice is very beautiful. Sounds sad... but I don' t understand Bengali. Thank you in advance!
সুনীধি দি অর্নবদার মুখের হাসিটা এভাবে সারাজীবন রেখো❤
অর্ণব দা আমার মতো অগণিত ভক্ত তোমার গানের অপেক্ষায়... তাদের কথা মাথায় রেখো
Ei gaanta (sunidhir gaoa) amar kolija ved kore jai ♥
Daily ekbar shuni
Khub probol ekta connection pai..mone hoy gaan ta kobiguru r sunidhi amr jonnoi baniyechen
ও যে মানে না মানা! আহা গানের এই সৌন্দর্যতা বেঁচে থাকুক অনন্তকাল।
2024 কে কে শুনছেন?
Ami😊
Amio
Ami
Ami
কেন বলতে হবে???
নেশা লেগে যাওয়ার মত সুর। ভয়েসটা এই গানের জন্য একদম পারফেক্ট।
যতবার শুনি মুগ্ধ হয়ে থাকি। যত বড় হচ্ছি ততই রবী ঠাকুরের সৃষ্টির অনুভব হচ্ছে৷ ❤️❤️❤️
Rabindra Nath Thakur and his creations are synonymous to a soulful journey!!! The journey takes me inward and I feel the external liberation, love you Mr. Tagore. 🙏🏻
একপাক্ষিক ভালোবাসা গুলো হৃদয়বিদারক।কখনোই কাছে যাওয়ার গল্প নেই।শুধুই বিরহ আর দূরত্ব। তবুও ভালোবাসা সুন্দর আমার জন্য না হোক অন্য কোনো নক্ষত্রের জন্য হলেও।❤
দুয়ারে দাঁড়ায়ে বলে, না না না!
ওযে মানে না মানা...
আখিঁ ফিরাইলে বলে, না না না!
কি দারুণ স্নিগ্ধ কন্ঠ গো তোমার,,,
দিদি 🖤🖤
গানগুলো মনে কতটা প্রশান্তি জোগায় সেটা কেবল যাদের অনুভব শক্তি প্রখর তারাই বুঝবে।
উফ ইমোশনাল ধরে রাখতে পারি না। 🤣🤣 কি আবেগ কি সুখ কি দুঃখ বেদনা ঘিরে আছে কত স্মৃতি।
That's rabindranath who's creation on bengali music always touches our heart and the melody is osume
খুবই ভালোবাসতাম একজনকে ।গানটা অনুভূতির সাথে অনেক মিলে।তাই কষ্টে থাকলে এই গানটা শুনতে ইচ্ছে করে।
অর্ণবের 'কার যেন এই মনের বেদন ' গানের শেষে তোমার comment পড়ে তোমার গান শুনতে চেয়ে প্রথম তোমাকে শুনলাম । অশেষ ভালো লাগা জানাই।
যত সময় অতিবাহিত হচ্ছে ততোই এসব গান বর্তমান এই যান্ত্রিক সময়ে তার আসল রুপ চেনাচ্ছে।🖤
কেউ যদি আবার কোনদিন লাইক দেয় আবার শুনতে আসবো।অগ্রিম ধন্যবাদ লাইক দিয়ে গানটিকে গিফট করবেন যখন❤
হুম
রবীন্দ্র সঙ্গীত আমার সব চাইতে প্রিয় ❤কারণ এটা তে আমার প্রিয় মানুষের স্পর্শ আছে 😢😢কারণ ওর হাত ধরেই আমি রবীন্দ্র সঙ্গীত এর মানে বুঝতে শিখেছি 😢
আজ পুরো শহর লক ডাউন বাড়ির মধ্যে বন্দি হয়ে এই গান টা শুনে যেন অনেক স্মৃতি বার বার মনে পড়ছে
🖤
Same
This is so beautiful! Love from Pakistan 🇵🇰💚
এসব গান শুনে হ্রদয় আর চোখ পোড়াতে বেশ ভালোই লাগে, কিরকম যেন এক ধরনের শান্তুি পাওয়া যায়, যা অন্য সব গানে পাওয়া যায়না।
কোনো কারণ ছাড়াই আজ কেনো জানিনা মনটা হতাশ, তাই এই গানটা শোনা ছাড়া কোনো উপায় নেই ❤️
অর্নব নামটা থাকলেই গানগুলো শুনতে ইচ্ছে হয়❤ নতুন গানের অপক্ষায় ভাই
প্রাণ আর আবেগের মধ্যে যখন টান পড়ে তখন রবীন্দ্রনাথের কাছে ফিরে যাওয়া ছাড়া হেতু নেই।❤
মন জুড়ানো... প্রাণ জুড়ানো... মধ্যরাতের একটা অাবহ অাছে।
"ফাগুন করেছে হাহা ফুলেরো বনে"
ভালবেসে ওরে ফুল ডাকতাম,সে চলে যাওয়ার পাচঁশো সাত দিন হলো, তার না থাকা কিভাবে নিজেকে মানাবো এখনো বুঝে উঠিনা।
ভাল থাকুক ফুল 🌸
রবি ঠাকুরের কি সুন্দর সৃষ্টি তার গান।যুগের পর যুগ চলে যাবে তবু এই গান পুরানো হবে না।কবি গুরুর সৃষ্টিকে প্রণাম জানাই।🙏
গানটা শুনে আমার চোখে জল আসে... এত শুদ্ধ সুন্দর অনুভূতি 🌸🍃
আমার কভার টা শুনে জানাবেন কেমন হয়েছে 😊 th-cam.com/video/FwkvAzsXA10/w-d-xo.html
#metoo
সত্যিই বাংলা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা💙
বড়ো হওয়ার সাথে সাথে রবীন্দ্র সংগীত এর মর্ম বুঝতে পারছি 😌🧡এই গান কখনো পুরোনো হয় না রোজ শুনলেও এই গান বারবার করে শুনতে ইচ্ছে হয় , এক আলাদা অনুভূতি যা ব্যক্ত করা খুব কঠিন
কমেন্টটা রেখে গেলাম ❤️
Perfect notation এ এখনকার শিল্পীরাও গান গায়,দারুন লেগেছে. Perfect
কিছু কিছু গানের সাথে আমাদের কতো স্মৃতি জরিয়ে থাকে,,মানুষ গুলো হারিয়ে যায়,কিন্তু গান শুনলেই হুট করে তাদের কথা মনে পড়ে 🙂
❤️
বাঙালি না হলে এত সুন্দর গান'টি শোনা'ই হতো না, ২০২৪ সাল'টি প্রায় শেষ হতে চলেছে এই সময়ে এসে ও কে কে শুনছেন গান'টি??❤🎧
Ektu ghnete chhilam. Randomly peye gelam ei gaanta. You won't believe how soothing your voice is... loved this rendition💖
এক নজর দেখার জন্য বারান্দায় দাঁড়িয়ে বসে থাকা হয়তো আর হবে না।কিন্তু মনের মানুষকে এক পলক দেখার লোভ আজও গেলো না।ও যে মানে না মানা🥺
ওযে মানে না মানা এই কথাটি সুরের সহিত যখন আমার কানে পৌঁছে তখনই আমার হৃদয়টা কেমন যেনো করে উঠে। কেমন যেনো মিষ্টি বিরহের আনন্দ ও বেদনার অনুভূতি খেলে যায়।সত্যি রবীন্দ্র নাথ ঠাকুরের অতুলনীয় সৃষ্টি🥺🥺🥺☺️☺️💖💕💞
সকালে উঠে একবার রবি ঠাকুরের গান শুনুন , বিশ্বাস করুন এটা অসাধারন ❤
একদম সত্যি।
রবী ঠাকুরের গান যখন কানে আসে, চোখগুলি নিজ থেকে বন্ধ হয়ে যায়।
সবই আবেগের ব্যাপার ঠাকুর দা...
মাঝরাতে ছাদের উপর চেয়ারে বসে যখন আকাশপানে তাকাই-
একফালি চাঁদের উপর দিয়ে কিছু সাদা মেঘ ভেসে যায়,
সাথে ভেসে যায় কিছু অনুভূতি।
এ অনুভূতি গুলোর ব্যাক্তিগত পরিচয় আছে।
অনুভূতি রা ভেসে যাক তাদের আকাশে....!
২০২৩ চলে যাচ্ছে, পুরাতন গান নতুনের মতোই আছে! রঙিন মলিন স্মৃতি গুলোর সাথে তোমার ভালোবাসা ছিলো! তুমি নেই, ভালোবাসা আছে! ভালোবাসা অবিরাম অবিরত অনবরত অবধারিত! সব ছিলো, সব আছে, শুধু তুমি ছিলে, তুমি নেই, তুমি হয়তো ছিলে না কখনোই!
হৃদয়ের ব্যালকনিতে বসন্তের মৃদু বাতাস বয়িয়ে দেয় গানটি। 🤍🍁🍂
"ও যে মানে না মানা" 🙂🖤
লাইনটির আড়ালে অজস্র বিরহ লুকিয়ে আছে।
প্রতিটি বাঙালির কাছে রবিন্দ্রসংগীত মানেই এক অদ্ভুত শান্তি.😌❤️
এই শান্তিটা হয়তো আর কোথাও পাওয়া যাবে না.✨
আমি প্রথম গানটা শুনেছিলাম আমার এক অনলাইন ফেন্ড এর কাছে যার প্রেমে আমি পড়েছিলাম আজ ১ বছর হতে চললো আর কথা হয় না 🙂কিন্তু তার কথা মনে পড়লে গান টা শুনতে আসি জানি না সে কেমন আছে দোয়া করি সব সময় ভালো থাকুক 🙂miss you 😪
You nailed it girl ! But I missed Arnob daa's voice a lot😔...was finding atleast a lil portion of his melodious singing but couldn't...anyway no matter...you did it very beautifully...fantastic and very peaceful to listen..take ❤😘
সারাদিনে ৫ / ৬ বার না শুনলে মন আত্মা শান্তি হয়না । গাওয়া অসাধারণ হয়েছে ❤️❤️