রহস্যময় মেলখুম গিরিপথ অভিযান | Melkhum | মিরসরাই | সীতাকুণ্ড | Mirsarai | Sitakunda |
ฝัง
- เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024
- #মেলখুম #melkhum #melkum #মেলকুম #মেল্লাখুম #মেল্লাকুম #mellakum #mellakhum #sitakunda #সীতাকুণ্ড #মিরসরাই #মীরসরাই #mirshoraib#mirsarai #mirsharai #mirershorai #মিরেরসরাই #মীরেরসরাই #সিতাকুন্ড #sitakund #sitakundo #shitakundo #adventure_trip #Chittagong #chattogram #চিটাগাং #চট্টগ্রাম #trekking #hiking #baroiarhat #বারৈয়ারহাট #জোরারগঞ্জ #jorargonj #jorarganj #সোনাপাহাড়_বাজার #সোনাপাহাড় #shonapahar #shonapahar_bazar #arshinagar_park
☘️দ্বিতীয় পর্ব: ডিয়ার ক্যাম্পে ক্যাম্পিং
• ৯৯৯ টাকায় ডিয়ার ক্যাম্...
তৃতীয় ও শেষ পর্ব: সোনাইছড়ি ট্রেইল অভিযান
• ভৌতিক সুন্দর সোনাইছড়ি ...
☘️মেলখুম গিরিপথে একদিন...
ঘুরে এলাম সীতাকুণ্ড-মিরসরাই রেঞ্জের অন্যতম সুন্দর ট্রেইল মেলখুম থেকে। আমাদের প্লানটা ছিলো ২ দিনের। প্রথম দিন মেলখুম গিরিপথে ঘুরে বেড়িয়ে রাতে ক্যাম্পিং করবো একটা সুন্দর ক্যাম্পসাইটে। যেহেতু পূর্নিমা টার্গেট করে যাচ্ছি, তাই ক্যাম্পিং করার লোভ সামলাতে পারছি না। পরদিন ক্যাম্পিং শেষে আমরা যাবো এই রেঞ্জের আরেকটা ভৌতিক সুন্দর ট্রেইল সোনাইছড়িতে।
আজ প্রথম পর্বে থাকছে মেলখুম অভিযানের গল্প।
ঢাকা থেকে একদম কাক ডাকা ভোরে দলবল নিয়ে হায়েসে রওনা হয়ে পড়েছি। গাড়ি যখন আমাদের বারৈয়ারহাট পার হয়ে মিরসরাই উপজেলার সোনাপাহাড় বাজারের কাছাকাছি নামিয়ে দিলো তখন ঘড়িতে সকাল ১০ টা। এখানে একটা দোকানে হালকা চা-নাস্তা খেয়ে দুপুরের খাবারের অর্ডার দিয়ে আমরা রওনা করলাম মেলখুমের উদ্দেশ্যে।
মিনিট পাঁচেক হাঁটার পর রেললাইনের দেখা পেলাম। রেললাইন পাড় হবার সাথে সাথেই চারপাশের দৃশ্যপট বদলে গেলো। গ্রামের মেঠোপথ, সবুজ ধান ক্ষেত, দূরে পাহাড়ের সারি আর মেঘলা আকাশ। কিছুক্ষণের মধ্যে আমরা ঝিরিপথে প্রবেশ করলাম। ঝিরির পানিতে নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে গেলো। চারপাশে সবুজের সমারোহ, ঘাসফড়িং-প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, নানারকম পাখি-পোকামাকড় ডাকছে, কতোরকম বুনো ফুল ফুটে আছে। সবমিলিয়ে দারুণ লাগছিলো।
প্রায় ঘন্টাখানেক ঝিরিপথে হাঁটার পর আমরা পৌছে গেলাম মেলখুমের প্রবেশমুখে। শুরুর ট্রেইলটা বেশ গভীর। দুইটা জায়গা আছে যেখানে বুক সমান, কোথাও কোথাও গলা সমান পানি। এতোক্ষণ যখন বাইরে ছিলাম, সেখানে তাপমাত্রা ছিলো ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস। মেলখুমে ঢুকতেই ম্যাজিকের মতো সেই টেম্পারেচার নেমে আসলো ১৫-১৬ ডিগ্রিতে। আর খুমের পানিতো বরফের মতো ঠান্ডা!
শুরুর ধাক্কা সামলে যতোই সামনের দিকে এগুচ্ছিলাম ততোই অবাক হচ্ছিলাম। দু'পাশে পাথুরে দেয়াল, আলো-আবছায়ার খেলা- সবমিলিয়ে পরিবেশটা অপার্থিব। কেমন যেন গা ছমছমে পরিবেশ। ভয় লাগছে আবার ভালোও লাগছে। পাথুরে দেয়ালগুলো চুইয়ে টুপটাপ পানির ফোঁটা পড়ছে। সেই পানি শরীরে শিহরণ ছড়াচ্ছে। বেশ কিছুটা পথ এগুনোর পর থেকে খুমের রাস্তা ক্রমশ সরু হয়ে পড়লো। সেই সরু পথে দুইদিকের দুই পাহাড়ে দুই পা দিয়ে এগিয়ে যেতে হচ্ছিলো।
সবমিলিয়ে, মেলখুম গিরিপথের ভয়ংকর সুন্দর জগতে দারুণ কিছু মুহূর্ত কাটলো আমাদের। এরপর ফিরে এসে দুপুরের খাবার খেয়ে আমাদের গাড়ি ছুটলো ক্যাম্পসাইটের দিকে। সেই গল্প না হয় আরেকদিন বলবো...
পরিশেষে, পরিবেশের প্রতি খেয়াল রাখুন, ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলুন।
অসাধারণ সুন্দর একটা ঘুম ছিল। ভাই আপনি ছিলেন বলেই তা সম্ভব হয়েছে। ধন্যবাদ।😂😊
আসলেই খুমটা দারুণ ছিলো। আমরা সবাই মিলেই অভিযানটা সফল করেছি ভাই। এহসান ভাইকে বিশেষ ভাবে ধন্যবাদ।
আপনাদের সাথে ট্যুর গুলো মিস করি অনেক...
আপনাকেও আমরা সবাই অনেক মিস করি। আশাকরি নেক্সট ট্রিপগুলোয় আবার পাবো...
6th View 🎉🎉🎉
☺️☺️☺️
Wow ❤❤❤❤❤❤❤
Thank you Bhai 🥰
সাঁতার না জানলে কি কোনো সমস্যা হবে?
একটা জায়গায় তো উপর দিয়ে গিয়ে আবার নিচে নামতে হয়। ওই উপর দিয়ে না গিয়ে নিচে কি যাওয়া যাবে সাঁতার না জানলে?
আমরা যাওয়ার সময় উপর দিয়ে না গিয়ে নীচ দিয়ে গিয়েছিলাম। নীচ দিয়ে গেলে কয়েকটা জায়গা বেশ গভীর। সাঁতার জানে এমন কারো সাহায্য নিয়ে তার কাঁধে ভর দিয়ে পার হওয়া ভালো।
ফেরার সময় দড়ি ধরে পাহাড় বেয়ে উপর দিয়ে ফিরেছিলাম। সাথে সাঁতার জানা কেউ না থাকলে এই পথ বেছে নেয়াই উত্তম। আর অবশ্যই বৃষ্টির দিনে যাবেন না।
Akon jemon dekte sundor Bristyr time a temon voynkor rup ney ai melcum☠️
একদম ঠিক বলেছেন। মেলখুম ট্রেইল বর্ষায় যাওয়ার উপযোগী নয়। তখন এটা ভয়াবহ রুপ ধারণ করবে।
আপনারা কোন মাসে গেছেন??
মে মাসের শুরুতে
ভাইয়া যদি ট্রেকিংএর সময় যদি হঠায় বৃষ্টি হয় তখন তো পানি বেড়ে যাবে তখন কি বিপদ হবে?
আর ব্যাগ নিয়ে গেলে ওটা কোথায় রাখবো?
এই ট্রেইলে ট্রেকিং এর সময় বৃষ্টি শুরু হয়ে গেলে বিপদের সম্ভাবনা আছে। তখন অবশ্যই দ্রুত বের হওয়ার চেষ্টা করতে হবে।
আর ব্যাগ ট্রেইলের শুরুতে মেইন রাস্তায় কয়েকটা খাবারের দোকান আছে। সেখানে রেখে যেতে পারবেন।
@@vromonwala ধন্যবাদ ❤️
@@imran5612 ওয়েলকাম
Guide nia gasilan ?
.
Guide kothai palam bah phone number ase ?
মেলখুম যেতে গাইড লাগেনা। র্যুট একটাই। নিজেরাই যেতে পারবেন।