মেডিসিন | কোন রোগে কী বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন? পর্ব ১ | ফ্রেন্ডলি ডক্টরস

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 788

  • @DrHabiburRahimspeaking
    @DrHabiburRahimspeaking  ปีที่แล้ว +6

    আসসালামু আলাইকুম,
    অনেকেই চিকিৎসার বিভিন্ন বিষয়ে আমার সাথে আলোচনা করতে চান বা ফোন নাম্বার চান কথা বলতে চান। আমি সাধারণত কনসালটেন্সি দেই না। তবু পরামর্শ নিতে খুব বেশি ইচ্ছুক হলে বা কথা বলা বেশি প্রয়োজন মনে করলে ডকটাইম এপ এর মাধ্যমে এপয়েনমেন্ট নিতে পারেন। যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
    সুযোগ থাকলে আমাকে নক না করে নিজের পরিচিত বা নিজ এলাকার চিকিৎসকের সাথে কথা বলার ব্যাপারে অনুরোধ রইলো।
    আলোচনা আগে রোগ সমন্ধিত পূর্ববর্তী চিকিৎসার প্রেসক্রিপশন ও পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র বা অন্য কোন দরকারী কাগজ দেখাতে চাইলে ছবি তুলে এপ এ দিয়ে রাখবেন।
    তবে মেডিকেল ইমার্জেন্সির ক্ষেত্রে দ্রুত নিকটস্থ মেডিকেলের জরুরি বিভাগে যান। কথা বলার জন্য অপেক্ষা করে সময় নষ্ট করবেন না।
    সচেতন থাকুন। ভালো থাকুন।
    app.doctime.com.bd/doctors/DT1768

    • @rimimomo4374
      @rimimomo4374 ปีที่แล้ว +1

      স্যার আমার পা কেটে গেছিল । কাঁটা ঘা ভালো হয়েছে কিন্তু কাটার পাশে ইনফেকশন হয়েছে ঔষধ খাই ১ মাস হচ্ছে but ভালো হচ্ছে না ।
      এ বিষয়ে কিছু বলেন plz plZ

    • @mdmafuj8983
      @mdmafuj8983 11 หลายเดือนก่อน

      ​@@rimimomo4374আমার ও একি অবস্থা ভাই, আপনি কি ডাক্তার দেখাইছেন

  • @mdnabil7087
    @mdnabil7087 ปีที่แล้ว +3

    কোন ডা,অন্য ডা, এর কাছে রেফার করেনা,রোগ সম্মন্ধে ধারনা না থাকলেও ট্রিটমেন্ট দেই।আর একটা কথা, পরামর্শ নেওয়ার জন্য একবার যে ফাইনালি চিকিৎসা করবে তার কাছে একবার তাহলে ভিজিট দিতে দিতে হয়রানি হয়ে যাবে

  • @mdnadimmahmudmdnadimmahmud3820
    @mdnadimmahmudmdnadimmahmud3820 2 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম স্যার এভাবে ডাক্তার সম্পর্কে বুঝিয়ে বলার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন স্যার

  • @Mosharefhossain816
    @Mosharefhossain816 ปีที่แล้ว

    স্যার আসসালামুআালাইকুম।
    স্যার আমার দীর্ঘদিন ধরে পায়ে উপরিভাগে ব্যাথা।বিশেষকরে ডান পায়ে ব্যাথা।
    এখন এই ব্যাথা কোমরেও করে।
    নিতম্বেও প্রচুর ব্যাথা।
    নিউরোমেডিন বিশেষজ্ঞ দেখাইচিলাম।
    ১ মাস ওষুধ খাইছিলাম পরে ভালো হয়ে গেছিলাম।
    এখন এইব্যাথা আবার দেখা দিছে।
    কোন বিশেষজ্ঞের কাছে যাবো স্যার।
    খুব ই অসুবিধার মধ্যে আছি🙏

  • @rh_rana300
    @rh_rana300 ปีที่แล้ว

    আমি আপনার নিয়মিত সব ভিডিও দেখি... খাদ্যনালীর সমস্যা কোন ডাক্তার দেখালে ভালো হবে জানাবেন।

  • @ashekelahi8558
    @ashekelahi8558 ปีที่แล้ว

    স্যার আমার ৮ মাস ধরে টানা ১ ঘন্টা+ বসে থাকলে পিঠে একরকম টান টান করে...!
    এটা শুধু বসে থাকলে হয়..শুয়ে অথবা দাঁড়িয়ে থাকলে হয় না... ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শে
    আমি ক্যালসিয়াম,ব্যাথা,নার্ভের মেডিসিন সব খাইছি,
    এমনকি ফিজিওথেরাপিস্টের পরামর্শে ফিজিওথেরাপি & পিঠের ব্যায়াম ও করলাম এখনো সমস্যাটা সমাধান হয় নাই..
    এখন কোন স্পেশালিষ্ট দেখাব?

  • @raselafridi3114
    @raselafridi3114 2 ปีที่แล้ว +1

    স্যার আমার সরিলে মাজে মাজে অনেক বেথা করে বিষেস করে হাত পায়ের জয়েন্ট ফুলে জায় আর প্রচুর বেথা করে
    এখন আমি কোন ডক্টরস এর পরামর্শ নিবো। দয়া করে জানাবেন

  • @familybdltd.
    @familybdltd. 2 ปีที่แล้ว +2

    গুরুত্বপূর্ণ একটা ভিডিও

  • @abdullahdinar6482
    @abdullahdinar6482 ปีที่แล้ว

    স্যার আমার বয়স ২৬ আমি ১২ বছর আগে কমড়ে একটা আঘাত পাই, + বাম বাতে হাতে একটা ইলেকট্রিক শর্ট খায় তার পরে থাকে আমার হাতে হালকা অবশ মনে
    হয় হাত কাপে শক্তি কম পাই,হাতে রগ ব্যাথা করে শীত আসতে এই সমস্যাটা বেশী হয় বাড়ি কাজ করলে কোন ডাক্তার দেখা বুঝতে পারছি না?

  • @r.suzzal
    @r.suzzal 2 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম স্যার,
    আমার বয়স ২৮ বছর
    আমার বাম হাটুতে সমস্যা, দৌড় দিতে গেলে হাটুর ভিতরে কেমন যেন নড়ে উঠে,,,ঠিক মত হাটুতে জোর দিয়ে কোন কাজ করতে পারি না।হাটু নড়ে যাওয়ার পর অনেক ব্যাথা হয়,,এই ক্ষেত্রে আমি হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাব নাকি অন্য কোথাও দেখাব।

  • @tahminaakter8537
    @tahminaakter8537 2 ปีที่แล้ว

    আমার বয়স ২৩ বছর,দীর্ঘ অনেক বছর আমার হাত পা,শরীর জালাপোড়া করে,,,,ঠান্ডা কিছু স্পর্শ করলে বা ফ্লোরে শুইলে ভালো লাগে,হাত পা মেরুদণ্ড পিঠ অনেক ব্যথাও করে,বসতে,হাটতে,ক্লাস করতে অনেক অনেক কস্ট হয়,শুয়ে থাকলে তখন পিঠের ব্যথা কিছুটা কম ফিল হয়,
    কিন্তু বাম পা বাম হাত বেশি ব্যথা করে,,ব্যথায় সহজে ঘুমাতে পারিনা,
    এই সমস্যাগুলোর জন্য কোন বিশেষজ্ঞ কে দেখাবো???

  • @aynulhoque8106
    @aynulhoque8106 ปีที่แล้ว

    স্যার আমার ছেলের বয়স ১বছর কানের পাশে ফোলে শক্ত গুটি ও লাল হয়েছে আজ ৯ দিন।
    এখন কোন ডাঃ দেখতে হবে?

  • @milibegum1994
    @milibegum1994 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার আপনার এতো সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ফরমুলা গুলো পেয়ে আমরা অনেক উপকৃত হতে পেরেছি। সার আমার বয়স ২২ বছর আমার সমস্যা হচ্ছে আমার ঠোঁট ডান দিকে ধীরে ধীরে বাঁকা হয়ে যাচ্ছে পুরোটা নয়। আমি যখন হাসি তখন আমার ঠোঁট ডান দিকে তেরা বা বাঁকা হয়ে যায় আমি শুলে আমার গাল ডান দিকে ভার হয়ে যায়। সার আমি এই চিকিৎসা আপনার কাছথেকে নিতে চাই। প্লিজ সার৷ রিপ্লাই করবেন আমি অপেক্ষায় আছি

  • @basarsk4891
    @basarsk4891 ปีที่แล้ว

    পায়ে প্রচণ্ড ব্যাথা হয় মাঝে মাঝে ,
    এবং যখন পায়ে ব্যথা অফ হয়ে যায়, তখন হাতে হয় হাত অবশ হয়ে যাওয়ার মতন ভাব হয় ।আঙুলের উপর সেরা উঠে পড়ে , জয়েন্টে ব্যাথা হয় না, বেশি কলার ভিতরে একটি পা, একটি হাত। মাস ি দুবার একবার করে হয়।
    এটা কোন ডাক্তার দেখানো প্রয়োজন নার্ভের ডাক্তার ইন্টার্নাল নিউরোলজিস্ট? না অর্থোপেডিক ?
    দয়া করে উত্তরটা দেবেন খুব উপকৃত হতাম ।
    আপনার কথাগুলো খুবই প্রয়োজনীয়।

  • @mdnasirwddin115
    @mdnasirwddin115 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।

  • @ruhulaminhasan1
    @ruhulaminhasan1 2 หลายเดือนก่อน

    স্যর,
    আমার ডান পাশের বুকের পাঁজরের নিচে ব্যাথা অনুভব হয়।
    কোনো কিছু খাওয়ার পর বা মাঝে মাঝে না খাইলেও চিনচিন ব্যাথা হয়।
    বিশেষ করে ঘুমাতে গেলে।
    অশান্তি বোধ করি ডান দিকে পাঁজরের নিচে ।
    ডানপাশের পাঁজরের নিচে কোমরের দিক দিয়া।
    দয়াকরে জানাবেন।❤
    কোনধরনের বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো।

  • @asrayhan375
    @asrayhan375 2 ปีที่แล้ว

    স্যার আমার বয়স ২২ বছর, আমার শরীরে ওজন অনেক ভালো কিন্তু আমার হাতগুলা লিকলিকে চিকনা ,মানে হাতের ভিতরে আপনার মাংশ একেবারেই নেই, শরীরের অন্যান্য সাইট যেভাবে বাড়তেছে কিন্তু হাতের মার্শেল একেবারে বাড়তেছে না, আর ভালো করে হাতের ভিতর শক্তি ও পাইনা,
    স্যার !দয়া করে জানাবেন আমি কোন ডাক্তার দেখালে ভালো হবে

  • @kamislam1996
    @kamislam1996 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম
    পরামর্শ দিবেন,
    পচন্ড কাশি ও কমরে পিঠে ব্যাথা কোন স্পেশালিষ্ট এর কাছে যেতে পারি??

  • @travellerbappy6307
    @travellerbappy6307 ปีที่แล้ว

    স্যার , আমার বাবার বয়স ৪৮ বছর , আমার বাবার বাম পায়ের কোমর থেকে পায়ের পাতা পযন্ত পা অবস হয়ে যায়, পায়ের রগে টান লাগে, হাটতে পারে না মাঝে মাঝে ব্যাথা হয় । নিউরোলজি ডাঃ দেখানো হয়েছে , কিউনি বিশেষগ্য ডাক্তার দেখানো হয়েছ । কিন্ত সুস্থ হচ্ছেন না । কি করব এবং কোন ডাক্তার দেখালে ভালো হয় । আশা করি উত্তর পাব।

  • @mdmirazchowdhuryofficial9113
    @mdmirazchowdhuryofficial9113 ปีที่แล้ว

    ভাই,, প্রস্রাবের আগে পরে অধিক পরিমাণে বীর্য বের হওয়া। পায়খানার সময় বীর্য বের হওয়া রোগের জন্য কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবো?

  • @shantaakter6785
    @shantaakter6785 ปีที่แล้ว

    স্যার, আমার মার আজ অনেকদিন যাবত হাত পা অবশ করে আনে, হাত পায়ে জ্বালাপোড়া করে আর রাত হলে বেশি হয় ঘুমাতে পারেনা, শরীরের ব্যালেন্স মাঝে মাঝে ঠিক থাকেনা। আমার মার ডায়বেটিস আছে। এখন কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে।

  • @hafizulislam9678
    @hafizulislam9678 2 ปีที่แล้ว +2

    স্যার সাইক্রিয়াটিস্ট ও নিউরোলজিস্ট
    মধ্যে পার্থক্য কী। কে কোন রোগের চিকিৎসা করে থাকেন?

  • @adnanasatime8270
    @adnanasatime8270 ปีที่แล้ว

    ১ বছর মতো ঠিক করে বাথরুম ক্লিয়ার হয়না। ওজন কমে গেছে কোন ডা: দেখালে ভালো হয় বলবেন???

  • @ARIF_TUBE
    @ARIF_TUBE 2 ปีที่แล้ว +1

    পাইলস, ফিস্টুলা ঔষধের মাধ্যমে ভালো করতে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ দেখালে কাজ হবে কিনা জানালে খুশি হব।

  • @mdmafuj8983
    @mdmafuj8983 11 หลายเดือนก่อน

    আমি পাঁচ বছর আগে (তারকাটা,পেরাক পুট ছিলা)
    এখন আমার কুব ব্যাথা করে
    কি রকম ডাক্তার দেখাইলে ভালো হবে।😥

  • @ShakilKhan-pr2km
    @ShakilKhan-pr2km ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার
    স্যার আমার ভাগিনার শরীরের বিভিন্ন জায়গায় ঘা/ ফোড়ার মত হয়। তার ঘাড়েও ঘামাচির মত হয় যে গুলো অনেক শক্ত হয়। এখন যদি একটু বলতেন কোন ডাক্তার দেখাবো?

  • @shuraviakter5503
    @shuraviakter5503 ปีที่แล้ว

    amar ribs a problem, akbar operation korchi vul hoiche, akon kon doctor dekale best hobe

  • @s.m.shagorrume1163
    @s.m.shagorrume1163 ปีที่แล้ว

    স্যার দয়া করে একটু বলবেন..আমার বউয়ের ৬ মাস আগে সিজার করার ২মাস পর তলপেটে নাভীর নিচে ফোড়া হয়,, পেটের ভিতর শক্ত গোট ...উপরে ফোড়ার মুখ বের হয়েছে কিন্তু কিছু বের হয়না....কোন ডাক্তার দেখাবো বলেন.......

  • @mostakimmolla7465
    @mostakimmolla7465 ปีที่แล้ว

    মেডিসিন বিশেষজ্ঞ ওজন বাড়ানোর জন্য কি চিকিৎসা কি আর শরীরে কি চেকআপ করে বলবেন প্লিজ

  • @shahidurrahman9864
    @shahidurrahman9864 ปีที่แล้ว

    সার আমার ওয়াইফের কোন রোগ ধরা পড়েনা সে ওনেক শুকাই জাইতেছে শরিলটা মাজে মাজে ওনেক দুর্বল হয়ে যায় আমি মেডিসিন ও গায়নি বিভাগের ডাক্তার দেকিয়ে ছি কোন কাজ করেনাই এখন কি কর্ব প্লিজ একটু পরামর্শ দিবেন।

  • @tasrinislam-x4r
    @tasrinislam-x4r 21 วันที่ผ่านมา

    Sir amar wife onek word uccharon korte dat kimrie korte hoy. Vitor theke kothata aste kosto hoy. Ager theke ekhon besi Hoccha. Amake bolun eta ki rog ebon kon doctor kache jabo please.

  • @keyarahaman1759
    @keyarahaman1759 2 ปีที่แล้ว

    আমার কোমরে অল্প ব্যাথা,এক্সরে তে আসছে হাড় ক্ষয়, বসে থাকলে ব্যাথা থাকে না,২মিনিট হাটলেই কাপ ম্যাসেলে প্রচুর ব্যাথা হয়।কেউ কেউ বলতেছে আমার পায়ের নার্ভে প্রবলেম। এখন আমি কোন ডাক্তার দেখাব,প্লিস জানাবেন,তাহলে আমার খুব উপকার হবে

  • @riwazul4949
    @riwazul4949 ปีที่แล้ว +1

    ওজন বাড়ানোর জন্য কোন ডাক্তার দেখালে ভালো হব?

  • @juwelislam7350
    @juwelislam7350 2 ปีที่แล้ว

    আমার আম্মার গত 6 মাস যাবত ডান পায়ের হাঁটুর পিছন সাইডে ফুলে গিয়ে দম্বল হয়েছে এবং ব্যথা অনুভব হয় । হাঁটতে গেলে অনেক ব্যথা অনুভব হয়।আমি আম্মাকেএখন কোন ডাক্তার দেখাবো? জানালে অনেক উপকৃত হব।

  • @mdmomin-xs2iy
    @mdmomin-xs2iy 3 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কমর ব্যাথা ও বুকের রগে ব্যথা এই দুই রুগের জন্য কোন বিষেজ্ঞ ডা: দেখালে ভাল হবে জদি জানাতেন উপক্রিত হতাম

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  3 ปีที่แล้ว

      একজন এমবিবিএস ডাক্তার দেখান

  • @ReponMiah01
    @ReponMiah01 9 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম আমার কয়েক দিন যাবত খুব কাশি হচ্ছে আমি ঔষধ খাইতেছি Tusca Plus (2) Ambrox (3) Monas তার পর ও কাশি হচ্ছে কোন পরিবর্তন পাচ্ছি না কোন ডাক্তার দেখাব

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  9 หลายเดือนก่อน

      respiratory medicine specialst or medicine specialist

  • @nazrulislamsabuz2392
    @nazrulislamsabuz2392 ปีที่แล้ว

    আমার শরীরের ডান পাশ হাত থেকে পা পযন্ত অবশ অবশ ভাব ও ব্যাথা করে এবং ডান পাশে মাথা ব্যাথা করে। আমি কোন ডাক্তার দেখাবো???

  • @shorifulafranshobuj3766
    @shorifulafranshobuj3766 ปีที่แล้ว

    মুখে/জিহ্বা ঘা এর জন্য কোন ডাক্তার ভালো হবে?
    নাক কান গলা বিশেষজ্ঞ এর কাছে কি দেখানো যাবে?

  • @এম.এরশিদ
    @এম.এরশিদ 2 ปีที่แล้ว

    আমার মায়ের হাঁটুর হাড় ক্ষয় পায়ের গোড়ালীর হাড় বেড়ে গেছে এবং হাত পা মুখ ফুলে গেছে কি বিশেষজ্ঞ ডাক্টার দেখালে ভালো হবে জানাবেন প্লিজ।

  • @simiaktar4202
    @simiaktar4202 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম... আমার শরীর টা খুব খারাপ যেমন... একটু বসে বা সুয়ে থাকার পর উঠতে গেলে মাথা ঘুরে,বমি বমি লাগে,অস্থির অস্থির লাগে,,ম্যাক্সিমাম সময় মাথা বেথা করে,,অনেক দিন যাবত বুকে উপর দিকে মাঝখানে বেথা অনুভব করি,, একটু বেশি কাজ বা হাটাহাটি করলে হাপ লেগে যায়,,এর জন্য আমি কোন ডাক্তার দেখাতে পারি পিলিজ হেল্প করবেন🙏🙏🙏🙏

  • @junaeidahmedsij7757
    @junaeidahmedsij7757 ปีที่แล้ว

    গ্যাস্টিক, আলসারের ব্যথার জন্য কোন ধরনের ডাক্তার দেখাবো???? প্লিজ বলেন??as soon

  • @md.parvejali5492
    @md.parvejali5492 2 ปีที่แล้ว

    স্যার আমার বাবার প্রাশাবে ইনফেকশন পাওয়া গেছে c/s test করে এই ব্যাকটেরিয়া Escherichia coil পাওয়া গেছে আর অতিরিক্ত কাঁপুনি দিয়ে জ্বর আসে।এই বিষয়ে আমি কোন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবো স্যার।বা আপনি যদি দয়া করে বলে দিতেন এর সঠিক ঔষধ কোনটি।তাহলে উপকৃত হতাম স্যার।

  • @JihadHasan-ot3vh
    @JihadHasan-ot3vh 4 หลายเดือนก่อน

    ৮ বছর এর ছেলে বাত জ্বর হয়েছে।কোন ডাক্তার দেখাবো?বঙ্গবন্ধুতে দেখানো যাবে?

  • @টিভিবাংলা৫৭০
    @টিভিবাংলা৫৭০ 2 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম স্যার আমার কোমরে থেকে পা পর্যন্ত পিঠের ডান দিকে ব্যথা হয় এবং ঝিমঝিম করে পুরো শরীর জলে থাকেএক্ষেত্রে কোন ডাক্তার আমি দেখাবো অর্থপেডিক ডাক্তার দেখিয়েছি

  • @mdaman3029
    @mdaman3029 2 ปีที่แล้ว

    স্যার আমার মায়ের বয়স ৪৫ বুকে চাপ দিয়ে ধরে ব্যাথা মেরুদণ্ড ব্যাথা বুক জালা পুরা ৪ বছর আগে জরায়ু অপরেসন করেছিলেন তার পর থেকে এই সমস্যা কোন ডাক্তার দেখাবো

  • @ariyanahmedrasel5984
    @ariyanahmedrasel5984 2 ปีที่แล้ว +1

    স্যার, আমার হাত পা জিন জিন করে হাটু ব্যাথা করে শরিল খুব দুর্বল, সব সময় নো পেশার থাকে , অলস লাগে ক্লান্তি বোধ হয়,মাঝে মধ্যে পেট ব্যাথা করে,, কোন কাজ কামে মন বসেনা, প্লিজ স্যার, কোন ডাক্তার দেখালে ভালো হবে একটু বলবেন প্লিজ!

    • @jakirahmed3648
      @jakirahmed3648 2 ปีที่แล้ว

      নিউরোলজিস্ট দেখাতে পারেন।
      আমারও সেম প্রবলেম

  • @sheulykhatun1969
    @sheulykhatun1969 2 ปีที่แล้ว

    স্যার আসসালামুআলাইকুম, আমার বয়স 27 বছর, গত 18/01/2022 আমার সিজারে বেবি হয়েছে, সিজারের পর থেকে আমার কোমরে(মেরুদণ্ডের হাড়ের ) খুব ব্যাথা এবং ব্যথা সরে আস্তে আস্তে উপরের দিকে উঠে। কাটা জায়গায় ব্যথা করে। এখন আমি কি ডাক্তার দেখাব? দয়া করে বলেন।

  • @smmourshedulislam2932
    @smmourshedulislam2932 2 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম
    ভাইয়া আমার টেষ্টোষ্টেরন একদম লো ২.৩, সিমেন‌ ৩ ml, এবং শুক্রাণু ৮ million ml, পরীক্ষা করেছি কিন্তু এ সমস্যার জন্য কোন ডাক্তার দেখাবো, আর কোনো সমস্যা নেই,

  • @newversiondistributionpoin655
    @newversiondistributionpoin655 2 ปีที่แล้ว

    Bhai Amar choto bon, age -30 years, goto 4 month age tar Peter vitore pathor operations hoiche, but operations er por theke se aro besi osustho hour geche, je Dr. Operations koreche se boleche ekjon Valo manner Internal medicine Dr. Dekhate, bhai Ami kake dekhate Paris ? Amake plz bolben

  • @taniyaaktar5168
    @taniyaaktar5168 2 ปีที่แล้ว

    Sir amar gastik o sainas problem ami kon d. Dekhabo please bolen.

  • @mdrahidislam92
    @mdrahidislam92 ปีที่แล้ว

    আমার রোগা পাতলা শরীর।কি কি করলে সুস্বাস্থ্য শরীরের অধিকারী হব।এই সম্পর্কে কোন ডাক্তারের পরামর্শ নেব

  • @bashirahmedridoy1574
    @bashirahmedridoy1574 2 ปีที่แล้ว

    স্যার দয়াকরে উওর টি দিবেন প্লিজ।
    আমার অন্ডোকোষের দুই বিচিতেই সমস্যা, একটা টিউমার আরেকটি তিন ধরনের সমস্যা,,
    আমার প্রশ্ন দুই বিচি কেটে ফেললে বেঁচে থাকা সম্ভব কি না????

  • @khadizaakter9114
    @khadizaakter9114 2 ปีที่แล้ว

    Sir ami rokto sunno tai vugtesi asole ki karone rokto sunnota hosse aii somossa somadhan er jnno kon doctor dakhabo

  • @MdRohan-jp3pv
    @MdRohan-jp3pv 22 วันที่ผ่านมา +1

    ভাই অন্ডকোষের জন্য কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো কেউ জানলে বলেন প্লিজ ❤

  • @soikottalukdar1292
    @soikottalukdar1292 ปีที่แล้ว

    sorir durbol, khabar ruchi nai, chikon.. ei somossa gular jonno kon doctorer kase jabo?

  • @tanhaafrujtony7118
    @tanhaafrujtony7118 2 ปีที่แล้ว +1

    Assalamualaikum sir amar boyos 20bocor amar ojon matro 40kg Amar kisu problem cilo oigula somadan hoyegese medicine doctor dekiye But amar ojon barcena din din kub besi sukiye jacchi piriode ta oniyomitho kub tensone achi ami kun doctor dekabo plj sir reply diben

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  2 ปีที่แล้ว

      hormone specialist and nutrition specialist dekhan

    • @tanhaafrujtony7118
      @tanhaafrujtony7118 2 ปีที่แล้ว

      @@DrHabiburRahimspeaking Sir ami jokhon medicine dr dekiyecilam thokontho amar sob doroner test Kora hoyece Hormone test korar por amar TSH Result 3.6uIU/ml Reference value 0.40-4.20uIU/ml
      Ata ki savabik naki R amartho somossa R kota agei bolechi tarporeo ki hormoner dr dekate hobe plj reply diben

    • @tanhaafrujtony7118
      @tanhaafrujtony7118 2 ปีที่แล้ว

      Sir plj reply din

  • @tanjintisha9634
    @tanjintisha9634 2 ปีที่แล้ว

    স্যার আমার মায়ের থ্রাইরয়েড এর সমস্যা অনেক দিন ধরে ঔষধ খায় নিয়মিত
    কিন্তু কিছু দিন ধরে হঠাৎ কিছু খেতে পারে না গলায় আটকে যায় তবে কোনু বেথা বা তেমন ফোলা নেয়
    এখন কোন ডাক্তার দেখাব

  • @abirabir5537
    @abirabir5537 2 ปีที่แล้ว

    Amr pry somoy matha bata kore.batha ta basir vag matar majkan diye hoy.mone hoy mata jole pure jacce r tokon bomi ase.matha jokon samner dike juki tokon monehoy matar vitor sob kicu alga matar sate sate sob mone hoy samne ase pore.pora leka ba onno kicuo mone rakte parina vule jay.chosma use kori mata bater jonno tobuo amon hoy.
    Aketre ki amr neurologist dekano ucit??
    Please reply

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  2 ปีที่แล้ว

      জ্বি। নিউরোলজিস্ট দেখান

  • @AbdurrobAbdurrob-bf6xu
    @AbdurrobAbdurrob-bf6xu ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম হরমোন পরিক্ষা করে কোন ডাক্তার স্যার প্লিজ রিপ্লাই দিবেন

  • @najmulalomalom
    @najmulalomalom ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার কোমরের উপরে পেটের দুই পাশে ব্যাথা এই জন্য কি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারি দয়া করে একটু বলবেন প্লিজ স্যার

  • @shinjansaha30
    @shinjansaha30 3 ปีที่แล้ว +5

    Sir,
    আমার দুটি প্রশ্ন-
    ১.বাংলাদেশে কোন কোন সরকারী হাসপাতালে Sleep Medicine বিভাগ আছে??
    ২.BSMMUতে কি Sleep Medicine বিভাগ আছে??

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  3 ปีที่แล้ว

      BSMMU te alada kore ase kina janina. tobe treatment hoy

    • @shinjansaha30
      @shinjansaha30 3 ปีที่แล้ว

      @Dr. Habibur Rahim speaking স্যার,আপনার ব্যস্ত সময় থেকে reply দেওয়ার জন্য ধন্যবাদ।BSMMU তে আলাদা ভাবে Sleep Medicine বিভাগ নাও থাকতে পারে তবে চিকিৎসা হয়-সেটা আপনার Reply এর মাধ্যমে জানলাম।আমি এখন জানতে চাচ্ছি অন্য কোন কোন হাসপাতালে Sleep Medicine বিভাগ আলাদাভাবে আছে??

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  3 ปีที่แล้ว

      মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে নিউরোলজি বিভাগে পাবেন

    • @shinjansaha30
      @shinjansaha30 3 ปีที่แล้ว

      @Dr. Habibur Rahim speaking স্যার তাহলে কি ঢাকা মেডিকেলে নিউরোলজি বিভাগেও কি Sleep Medicine সংক্রান্ত সেবা পাওয়া যায়???

  • @tanhaafrujtony7118
    @tanhaafrujtony7118 2 ปีที่แล้ว

    Assalamualaikum sir Amar pesar low Rokthosunotta hat pa tandda hoye jay Sobsomoy sorir durbol lage osanthi kore sorire Hat pa obos obos pet beta kore pray Somoy paykana o kiliyar hoyna din din sukiye jacchi Amar ai somossa dirgo 2bocor jabot amar boyos 18Colche onek doctors dekiyechi kinto kisu lab hoyni abar ami kun doctor dekale valo hobe plj amak bolben Ami kub tensone achi amar ai somossagula Niye amak plj An's diben 🙏🙏🙏

  • @saifahmesaifahmed9235
    @saifahmesaifahmed9235 3 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম স্যার আমার প্রতিদিন মাথা ঘুরায় চুখে চাপসা দেখি হাতপায়ে শক্তি পাইনা। শরীর অচেতন হয়ে তাকে।

  • @babuparamanik2037
    @babuparamanik2037 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার আমার পেটে ব্যথা ও লিঙ্গ শুকিয়ে ছোট হয়ে গেছে আমি এখন কোন ডাক্তার দিয়ে দেখাবো বলবেন দয়া করে

  • @mdjahidhasan758
    @mdjahidhasan758 ปีที่แล้ว

    জিহ্বায় ঘা কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো জানালে খুব খুশি হব

  • @imran21bd
    @imran21bd 3 ปีที่แล้ว

    অনেক বছর ধরে পিঠের মাঝখানে প্রচন্ড ব্যাথা হয় সোজা হয়ে বসতে অথবা দাড়াতে গেলে। এছাড়া দুই বছর আগে বাম হাত অবশ লাগতো মুঠ করে কিছু ধরা যেতোনা, এখন অনেকটা ঠিক আছে।
    মাথার ডানপাশ ব্যাথা থাকে, মাথা ঝুকে কিছু উঠাতে গেলে মনে হয় যেনো মাথা বুঝি ফেটে গেলো ব্যাথায়।
    এখন আমি কোন ডাক্তার দেখাবো?

  • @md.selimraihan2576
    @md.selimraihan2576 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম
    আমার ঠান্ডা জনিত এলার্জি সমস্যা আছে।
    সারা বছর ঠান্ডা কাশি লেগেই থাকে সাথে জ্বর সহ।
    পাশাপাশি মাথা ব্যাথা ঘাড় ব্যাথা বুক ব্যাথা থাকে। আমি কোন ডাক্তার দেখালে ভালো হবে পরামর্শ চাই।

  • @ShagorHossain-j1x
    @ShagorHossain-j1x ปีที่แล้ว

    স্যার আমার পায়ে খুব ব্যাথা আর যন্ত্রণা হয় এ জন্য কোন ডাক্তার দেখাবো

  • @afruzaritu5546
    @afruzaritu5546 2 ปีที่แล้ว

    amar 6maser baccar kane problem,thanda lagle kan pakhe jai,kon doctor dekate hobe sir?

  • @abdullahdinar6482
    @abdullahdinar6482 ปีที่แล้ว

    আমার ১ হাত রক সমস্যা হাত কাপে রক ব্যাথা করে কোন ডাক্তার দেখাবো?

  • @mdasikkhan3066
    @mdasikkhan3066 ปีที่แล้ว

    আমার তল পেতে প্রসাব জমে থাকে, প্রসবের ইনফেন, আখন আমি কোন ধরনের মেডিসিন ডাক্তার দেখাব, দোয়া করে জানাবেন,

  • @sultantakor2060
    @sultantakor2060 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার আমার
    সরিল অবস অবস লাগে কোন ডক্টর
    দেখা তে হবে একটু কষ্ট করে জানাবে

  • @sadiaislam3036
    @sadiaislam3036 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikum.
    Azoospermia jonno kon Dr. Dekhate hobe??

  • @joynaltipucu8378
    @joynaltipucu8378 3 ปีที่แล้ว

    স্যার, আমার বুক ধড়ফড় করলে কার্ডিওলজিস্ট এর কাছে যায়। তখন আমি ডিপ্রেশনে ছিলাম বিধায় উনার কাছে গেলে আমার প্রেশার পাওয়া যায় ১৬০/১০০. দেন তিনি আমাকে osartil,zulium দেয় আর হার্টের রিপোর্টগুলো দেখে কেন সমস্যা পাননাই। ফলে তিনি bisopro দেন। এটা খেলে আমার pressure একদম কমে যেতো। উনাকে বললেও উনি মেডিসিন পরিবর্তন করেনাই। তাই report গুলো সহ মেডিসিন এর ডক্তর এর কাছে যাই। উনি আগের ঔষধ বাদ দিয়ে শুধু-indever দেয়। কিন্তু আমার রানের চিপায় পুরনো ফাংগাল ইনফেকশন ছিল যা স্যারকে বলতে ভুলতে গেছিলাম। এখন এলার্জি জনিত সমস্যা হচ্ছে। সর্দি আর হালকা কাশি (শ্লেষাসহ) আছে। ফার্মেসীতে গেলে আমাকে lytex,brizy,genitab,cortan দেয়।এগুলো খাচ্ছি। কিন্তু এলার্জিটা(শরীরের বিভিন্ন জায়গায় লাল হয়ে ফুলে যায় আবার চলে যায়) কেনো হচ্ছে বুঝতেছি না। এখন কি স্যার আমি আমার মেডিসিনের ডক্টরের কাছে যাব নাকি চর্ম রোগ বিশেষজ্ঞের কাছে যাব একটু কাইন্ডলি হেল্প করেন স্যার.

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  3 ปีที่แล้ว

      দুই স্পেশালিস্টের কাছেই দেখাতে হবে। ফার্মেসী ওয়ালার কথায় ঔষধ খাওয়া বিপদ জনক।

  • @jpoishi3187
    @jpoishi3187 ปีที่แล้ว

    আমার টয়লেটের সমস্যা জন্য কোন বিভাগের ডক্টর দেখাবো প্লিজ জানাবেন আমার সুধু টয়লেটের চাপ দেয়

  • @sakibhasanshuvo3693
    @sakibhasanshuvo3693 3 ปีที่แล้ว

    আমার অতিরিক্ত উত্তেজনা, রাতে হস্তমৈথুন না করলে ঘুম আসে না।
    এখন আমি কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো? যৌন / মানসিক?

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  2 ปีที่แล้ว +1

      এটা জীবনাচরণের পরিবর্তন দিয়ে করতে হবে। ডাক্তার লাগার কথা না। সাইকোলজিস্ট দেখাতে পারেন।

  • @Abdullah-xm5xi
    @Abdullah-xm5xi ปีที่แล้ว

    হাই প্রেসার অতিরিক্ত কোন ডাক্তার দেখালে ভালো হয় Sir

  • @shawonroy5917
    @shawonroy5917 3 ปีที่แล้ว +1

    Sir amar babar hat jin jin kore r aktu obos lage kintu kicukkon por tik hye jai akn ami unak kun doctor dekabo

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  3 ปีที่แล้ว +1

      মেডিসিন বা নিউরোমেডিসিন

  • @shaonhassan3153
    @shaonhassan3153 3 ปีที่แล้ว +1

    স্যার আমার হাত ঝিনঝিন করে অবাস হওয়া ভাব কোন বিভাগের ডাক্তারের কাছে দেখাবো?

  • @nahidkhan9292
    @nahidkhan9292 2 ปีที่แล้ว

    Amar 19 mas er chele goto kal k bettry kheye falcha akon kon dr dekhabo,,,

  • @shinjansaha30
    @shinjansaha30 3 ปีที่แล้ว +2

    আমরা জানি যে Neurologist/Neurosurgeonরা শরীরের যেই Field নিয়ে কাজ করেন তার মধ্যে Spine অন্যতম।আমার প্রশ্ন হচ্ছে- তারা কি শুধু Spineএর মধ্যে যেসকল nerve থাকে শুধু সেটার সমস্যার চিকিৎসাই করেন নাকি spineএর মধ্যে nerve ছাড়াও অন্যান্য যে অংশ থাকে,যেমন হাড় বা অন্যান্য অংশ,সেটার সমস্যার চিকিৎসাও করেন??

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  3 ปีที่แล้ว

      স্নায়ুর চিকিৎসা করেন। মেরুন্ডের হাড়ের চিকিৎসা করে নিউরো সার্জন বা স্পাইনাল সার্জন।

    • @shinjansaha30
      @shinjansaha30 3 ปีที่แล้ว

      @Dr. Habibur Rahim speaking স্যার আমার আরো দুটি প্রশ্ন-
      ১.স্পাইনাল সার্জন বলতে কাদেরকে বুঝিয়েছেন?
      ২.Spine এর মধ্যে Nerve,এবং Nerve ছাড়াও অন্য যা কিছু রয়েছে সেইগুলোর-সবধরনের Non-Surgical treatment গুলো কি Neuromedicine বিশেষজ্ঞ করেন??

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  3 ปีที่แล้ว

      করেন। যোগাযোগ করে দেখেন।

  • @shakilahammed8567
    @shakilahammed8567 2 ปีที่แล้ว +1

    স্যার অর্থপেটিস ডাক্তার কোন বহির ভিবাগ বসে কত তলায় বসে , কয়টা থেকে কয়টা পর্জন্তক?

  • @evanafaraw8324
    @evanafaraw8324 2 ปีที่แล้ว +2

    ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ কেমনে জানবো

  • @kazisexperience5950
    @kazisexperience5950 2 ปีที่แล้ว

    Assamulaikum sir ..
    Ami dust ar kaj korte gele amr nak diye automatically pani pore .. tarpor chok o chulkai onk + panir kaj korte gele tanda lege Kasi Suru hoye jai Abar gorom lagle o Kasi Suru hoye jai kindly bolben kon doctor dekale Valo hobe ???

  • @mdfirozali4092
    @mdfirozali4092 2 ปีที่แล้ว

    স্যার আমার আম্মুর বিভিন্ন ধরনের সমস্যা তার মধ্যে পেটের সমস্যা বেশি এ অবস্থায় আমি কি মেডিসিন দেখাব না গাইনি।

  • @mycolor5173
    @mycolor5173 2 ปีที่แล้ว

    আমি এইচএসসিতে পড়ুয়া একজন স্টুডেন্ট। দুই বৎসর আগে আমার শোল্ডার জয়েন্টে প্রচন্ড আঘাত পেয়েছিলাম। তারপর ডাক্তার দেখাইনি। এখন আমার শোল্ডার সহ সম্পুর্ন বাম হাত শুকিয়ে যাচ্ছে৷ তাছাড়া বাম হাতে ভারী কোনো কাজ করলে জয়েন্টে অনেক ব্যাথা লাগে।
    দয়া করে আমাকে বলুন যে কোন ডাক্তারের কাছে যেতে হবে😭😭?
    আমি আর নিতে পাড়ছি না😩। এটা আমার মধ্যে মানসিক সমস্যার সৃষ্টি করেছে।

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  2 ปีที่แล้ว

      একজন অর্থোপেডিক্ স্পেশালিষ্ট দেখান

    • @mycolor5173
      @mycolor5173 2 ปีที่แล้ว

      @@DrHabiburRahimspeaking আপনি কি আমাকে দয়া করে আমার এই সমস্যা সমাধানের জন্য একজন ডাক্তারের সন্ধান দিতে পারবেন?
      আমার বাড়ি কুমিল্লার মুরাদনগরে।
      (সমস্যাটা আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে)

  • @JihadHasan-ot3vh
    @JihadHasan-ot3vh 4 หลายเดือนก่อน

    ৮ বছর এর ছেলে বাত জ্বর হয়েছে।কোন ডাক্তার দেখাবো?

  • @RayhanDroles
    @RayhanDroles 2 ปีที่แล้ว

    স্যার, আমার বাবা ৪৫ বছর বয়স লাঠি ছাড়া হাঁটতে পারে না, হাত পায়ের রোগ নাকি টেনে ধরে, পায়খানা ক্লিয়ার হয় না, একটু খেলেই পেট ফাঁপে যায়,
    মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি অল্প একটু কম হইছিলো কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসছে।
    এখন কি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে, ঢাকার কোথায় সে ডাক্তার চিকিৎসা দেয়, প্লিজ একটু বলবেন।

  • @MdHasan-mc5kl
    @MdHasan-mc5kl ปีที่แล้ว

    আমার ওজন খুব কম মুখ বিতরে ডুকে গেছে আমি কোন ডাক্তার দেখাব একটু বলবেন

  • @dolnafaisal7529
    @dolnafaisal7529 2 ปีที่แล้ว

    Sir amar amoo r পেটে খুব ব্যথা ছয় মাস যাবত কোন specialist এর যাব

  • @ismailbuiya9096
    @ismailbuiya9096 3 ปีที่แล้ว

    স্যার মেরুদণ্ড ইনজুরি আমার
    অপারেশন করছি
    মেরুদন্ড ও ইস্পাইনাল কর্ড ইন্জুরী
    কোন ডাক্তার দেখালে খুব ভালো হয়
    বলবেন

    • @DrHabiburRahimspeaking
      @DrHabiburRahimspeaking  3 ปีที่แล้ว +1

      ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স এ দেখান

  • @mdyounosyounos2406
    @mdyounosyounos2406 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার আমার মায়ের কিডনিতে টিউমার হয়ে ক্যানসার হয়ে গেছে ডাক্তার একটা কিডনি অপারেশন করে ফেলে দিয়েছে স্যার এখন ক্যানসার লিভারে চলে গিয়েছে স্যার এখন অনেকেই বলে লিভারক্যানসার রুগি বাছেনা এখন কি করব স্যার,

  • @skshohan1155
    @skshohan1155 ปีที่แล้ว

    আসসালামুআলাইকুম।৷ একজন রোগী প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে। তারা আসলে বুঝতে পারছে না যে কোন ডাক্তার দেখালে ভালো হবে? কারণ সেই মেয়ে রোগীর বয়স ১২ বছর। কয়দিন পর পরই অজ্ঞান হয়ে যায়। কেমন যেনো কাননা করে, খিচুনির মত হয়। এক ঘনটার পরে স্বাভাবিক হয়ে যায়। ঢাকায় মেডিসিনের ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু সমাধান হচ্ছেনা। এখন এটা কি হিসটিরিয়ার লক্ষণ? আর যদি হয় তাহলে কোন ডাক্তার দেখালে ভালো হবে কাইন্ডলি একটু বলবেন??

  • @Noparar1122
    @Noparar1122 2 ปีที่แล้ว

    স্যার আমার হাই পেশার
    শরিল চুলকায় মাথার চুল খালি টানে ছিরে ফেলে ডাক্তার দেখাছি ডাক্তার বলছে রক্তের সমস্যা আর বলছে পিজি হাসপাতালে দেখা করতে। আমি আপনার কাছে জানতে চায় ডাঃ সজল ব্যানাজী আমি তার ঠিকান অনলাইনে পাইছি তা ঠিক আছে না কী। আমাকে একটু জানাবেন স্যার

    • @Noparar1122
      @Noparar1122 2 ปีที่แล้ว

      আমার মার সমস্যা

  • @mimaktermayera2442
    @mimaktermayera2442 2 ปีที่แล้ว

    Vaia ami 3 saptah Holo oporer Kan foriyechi.kal rate Dan Kan file gece r khub betha silo.but ekhon abr dui Kan yei fule betha kortace.e obosthay ki korbo.plz vaia help koren.

  • @binodonbhumi4768
    @binodonbhumi4768 3 ปีที่แล้ว

    Ami din din sukea jasci akhon kon doctor dekhaita sorrila durbol hoia jaitacA hobe plz bolben????

  • @MdSajid-yq3cc
    @MdSajid-yq3cc 2 ปีที่แล้ว

    আমার সালাম নেবেন ভাইয়া।। দীর্ঘ ৩ বছর আমার মাথা ভার,কথা বলতে সমস্যা হয়,সাস নিতে সমস‍্যা হয়,মুখে কোনো রুচি নাই আরামে সাস নিতেপারিনা।কোন ধরণের ডাক্তার দেখাবো ভাইয়া বুঝে উঠতে পারছি না????😔😔😔

  • @green33011
    @green33011 3 ปีที่แล้ว +2

    ভাইয়া❤️
    ব্যায়াম করার সময় ব্যাথা পাইছি। তার জন্য বুকে একটা জায়গায় হালকা ফুলে গেছে। তার জন্য পেইন বিভাগে একবার দেখাইছি। ব্যাথা কিছুটা কমছে তবে মাঝে মাঝে চাপ দিলে বুকে ব্যাথা অনুভত হয়।
    এমতঅবস্থায় কার নিকট যাওয়া যায়??

  • @mdmahin-fi3tn
    @mdmahin-fi3tn 3 ปีที่แล้ว

    BSMMU te ki shudu checkup krorano jabe!!! like body different parts er jonne like, X Ray, Ultra Sound, City scan, or different blood test.......... etcra?

  • @munniakter8211
    @munniakter8211 2 ปีที่แล้ว

    স্যার আমি হারবাল ঔষধ খাওয়ার পরে অনেক অসুস্থ হয়ে গেছে এখন কোন ডাক্তার দেখাবো একটু বলবেন কি স্যার