অসাধারণ শব্দগুচ্ছ,ভাবের পরিধি অবাধ,, পৃথিবীর সকল ভালোবাসার মানুষের বিরহ বেদনার সাথে এক অদৃশ্য মিল খুঁজে পাওয়া যায়,,এমন সুন্দর কথোপকথন যিনি রচনা করেছেন তাঁকে আমার বিনম্র শ্রদ্ধা,,আর সব শেষে বলি এমন লেখনী অনেকেরই মন খারাপের ওষুধ।ধন্যবাদ এমন সুন্দর পরিবেশনের জন্যে,
অসাধারন সত্যি যত বার শুনি আরও শুনতে ইচ্ছে করে কি যেন খুজে পাই কথা গুলোর মাঝে কোথায় যে হারিয়ে যাই তাই বার বার শুনতে ইচ্ছেকরে ......... জানি না কে এমন মন ভোলানো কথা গুলো লিখেছে তাকে হাজার সেলুট জানাই.
অসাধারন সত্যি যত বার শুনি আরও শুনতে ইচ্ছে করে কি যেন খুজে পাই কথা গুলোর মাঝে কোথায় যে হারিয়ে যাই তাই বার বার শুনতে ইচ্ছেকরে ......... জানি না কে এমন মন ভোলানো কথা গুলো লিখেছে তাকে হাজার সেলুট জানাই.......
অসাধারণ সুন্দর।। বার বার শুনি শুধু শুনতেই মন চায় কি যানো খুজে পাই তবে আমার জীবনের অনেক কথা আছে এখানে বার বার হারিয়ে যাই।। অনেক সুন্দর ধন্যবাদ বন্ধু তোমাদের সবাইকে
oneker sathe mile gese even amr sateo mile gese....... jodio mon ta kharap hoye gelo, kintu vlo lagse. sei beimantake abr mone pore gelo onkta din tao abr ei govir rate. jaihok thanks for this.
মুনিয়া তোমার প্রেমে আমি ছিলাম ছোট্ট নদীর ধারা, আমার মান,অভিমান সবই ছিল নাইবা পেলাম সাড়া!! মুনিয়া বর্ষা ভেজা ভাবনা পেল তোমায় যেদিন ফিরে, মুনিয়া আমার রাত পোহালো স্বপ্নে ঘেরা কান্না করুণ সুরে!! মুনিয়া সেই ফোনের আলাপনের বেদন স্মৃতি আপন করে পাওয়া, মুনিয়া হঠাৎ করে আমার কথা ভুইলা গেলা!! মুনিয়া নীল সীমানার স্বপ্ন সুখের হাতের রেখায় আঁকো, মুনিয়া পরশ মাঝে হৃদয় মিলে তেমনি ভালোবাসো!! আমি চেয়েছিলাম ভাবনা তোমার,আমায় দেবার তরে, মুনিয়া মুচকি হেসে বল্লে তুমি,এ সব কেমন করে ? মুনিয়া বুঝলে না সে মনের ভাষা আজকে আমার সকল হারা, মুনিয়া কান্না মাঝেই নিলাম বিদায়,মুনিয়া আমি আছি তোমায় ছাড়া!! মুনিয়া কল্পনার সুখের স্বপ্নে তুমি থাকবে হৃদয়ে বেঁচে, মুনিয়া স্রোতের মাঝে যাকনা আমার এ জীবন তোমায় ভালোবেসে........ ইতি তোমার প্রেম পাগল শামাীম?
ওমান থেকে শোনছিলাম রাত তখন দু'টা। কিন্তু মুশকিল হচ্ছে "ভালোবাসার দোকান খুলে বসেছি" শোনে এত্যো জুরে একটা হাসি দিলাম যে, পাশে আর কেউ ঘুমিয়ে থাকতে পারল না।
এভাবেই হয়তো তুমি একদিন ফিরে আসবে, কিন্তু ততদিন আমি আমার মত করে বাঁচতে শিখে যাব । এক জীবনে তিনগুণ পাওয়া। ৯ বছর বয়সে বাবাকে হারানো,১৫ বছরে বয়সে মাকে আর তোমাকে ৩০। 😢😢
একতরফা বা One-sided love এর একটি জীবন্ত উদাহরণ এই কবিতাটি। অন্যকে অযাচিত দোষী সাব্যস্ত করে নিজের দোষ দৃষ্টিগোচর করা ভালোবাসা নয়। এটি একটি কৌশল (blame shifting)। এগুলো পরিকল্পিত ভাবেই করে থাকে তারা ভালোবাসার অভিনয়ের মাধ্যমে। মূল উদ্দেশ্য অন্যকে যন্ত্রণায় রাখা, আবার একইসাথে অনবরত মিথ্যা বলে বলে, ব্রেইন ওয়াশ করে করে বিশ্বাসটাও ঠিক রাখা (gaslighting)। এতেই তাদের সাফল্য। কিন্তু কেনো এমন? সংক্ষিপ্ত ব্যাখ্যা: সিরিয়াসভাবে হীনমন্যতায় ভোগার একটা মানসিক ব্যাধি আছে [Narcissistic Personality Disorder (Covert narcissism)], যেটা সুষ্ঠ childhood mental development ব্যাহত হওয়ার দরুন নারী পুরুষ উভয়েরই হয়ে থাকতে পারে। দুঃখজনক হলেও সত্যি যে, এই রোগের চিকিৎসা আজও নেই। যে হীনমন্যতার কথা বলছিলাম সেই হীনমন্যতা থেকে জাগ্রত ঈর্ষা থেকেই এই কবিতার নারী চরিত্রের মানুষটি অপর মানুষটাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছিলেন নানাভাবে (Sadism)। এতে করে হীনমন্যতা দরুন তার নিজের মনের মধ্যে যে গোপন যন্ত্রণা সর্বদা বিরাজ করে তা লাঘব করে চলছিলেন তিনি; যেটা একটা অস্বাভাবিক coping mechanism। কেননা তার দেয়া যন্ত্রণাগুলোর একমাত্র উদ্দেশ্য হলো অপর মানুষটাকেও তারই মতো হীনমন্যতায় বা worthlessness - এ ভোগানো ও নিজের যেকোনো চাওয়া পাওয়া পূরণ করা; যেমন- attention seeking, love, praise, admiration, any kind of material gain (gold digger); যার সবগুলোই one-sided হবে। উল্লিখিত ব্যাধির বৈশিষ্ট্যগুলো কবিতার নারী চরিত্রটির মাঝে আমার দৃষ্টিতে খুব লক্ষণীয় হয়ে উঠেছে। কবিতাটি আমাদের সমাজের এক কঠিন বাস্তবতার কথা বলেছে। এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে অনেক মানুষ (নারী/পুরুষ উভয়েই) গিয়েছেন, যাচ্ছেন এবং ভোগান্তির শিকার হয়েছেন, হচ্ছেন। Square bracket এ আবদ্ধ ব্যাধির নামটি TH-cam ও google করে দেখে নিতে পারবেন। সম্ভব হলে অন্যদের সচেতনতামূলক জানতে সহায়তা করতে পারেন। ধন্যবাদ। বি: দ্র: পুরুষ চরিত্রের আদলে পঙক্তিগুলো অসাধারণভাবে জীবনমুখী ও পাকা। কথাগুলো জীবনের অন্যান্য দিকবিভাগ বিবেচনা করলেও যথেষ্ট উপযোগী। আমি এগুলোই শুনি বারবার ও শিখি। জীবনের কঠিন একটি অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা তাকে অফুরন্ত জীবনবোধ প্রদান করেছে। Keep yourself away from #toxic_relationships, and Stay safe.
যারা মদ্র বিদ্ধ পরিবারের বড়ো ছেলে তারা কখনো প্রতিষ্ঠিত না হোয়ে কাউকে ভালোবেসো না কারোন তোমার যদি ছোটো বোন থাকে তাকে বিয়ে দিয়ে ছোটো ভাইকে পড়াশোনা শিখে তার পর পারলে কাউকে ভালোবেসো না হোলে এমন হোতে পারে যে মেয়াটা তোমাকে চাইছে তুমিও তাকে চাইছো কিন্তু মেয়ের বাবা মা তুমি প্রতিষ্টিত না বোলে তোমাকে চাইছে না এদিকে তুমি অনেক কিছুই কোরতে চাচ্ছো কিন্তু মা বাবা ভাই বোন সবার কথা ভেবে নিজের ভালোবাসাকে গলাটিপে হোত্তা কোরে নিজত্বধে সারাটা জিবন কাটিয়ে দিতে হবে তাই সবার কাছে আকুল আবেদন কোরবো যে প্রতিষ্টিতো না হোয়ে কাউকে ভালোবেসোনা আর ভালোযদি বেসে থাকো তাহোলে প্রতিষ্টিত হওয়ার চেষ্টা করো খুব তারা তারি নাহোলে অনেক পচতাতে হবে
🥀 আহা! কি স্বর্গীয় অনুভূতি,,, অপূর্ব কথোপকথন! শুনে অনেক পুরানো স্মৃতির কথা মনে পড়ে গেলো! অসাধারণ! অপূর্ব। 🥀
না পাওয়ার মধ্যেই হয়তো ভালোবাসা বেঁচে থাকে।
অসাধারণ শব্দবৃন্ত।
অসাধারণ শব্দগুচ্ছ,ভাবের পরিধি অবাধ,, পৃথিবীর সকল ভালোবাসার মানুষের বিরহ বেদনার সাথে এক অদৃশ্য মিল খুঁজে পাওয়া যায়,,এমন সুন্দর কথোপকথন যিনি রচনা করেছেন তাঁকে আমার বিনম্র শ্রদ্ধা,,আর সব শেষে বলি এমন লেখনী অনেকেরই মন খারাপের ওষুধ।ধন্যবাদ এমন সুন্দর পরিবেশনের জন্যে,
অসাধারন
সত্যি যত বার শুনি আরও শুনতে ইচ্ছে করে
কি যেন খুজে পাই কথা গুলোর মাঝে কোথায় যে হারিয়ে যাই তাই বার বার শুনতে ইচ্ছেকরে ......... জানি না কে এমন মন ভোলানো কথা গুলো লিখেছে তাকে হাজার সেলুট জানাই.
right
কমেন্ট করার মত ভাষা আমার নেই শুধু চাই একটু শান্তি মুক্তি চাই এই অবহেলিত পৃথিবী থেকে!!!!!!
অসাধারন
সত্যি যত বার শুনি আরও শুনতে ইচ্ছে করে
কি যেন খুজে পাই কথা গুলোর মাঝে কোথায় যে হারিয়ে যাই তাই বার বার শুনতে ইচ্ছেকরে ......... জানি না কে এমন মন ভোলানো কথা গুলো লিখেছে তাকে হাজার সেলুট জানাই.......
খুব কষ্ট পেলে এই কবিতাটি শুনতে ভালো লাগে
এত ভালো লাগল যে ভাষায় প্রকাশ করতে পারছি না৷
অমার জীবনের অনেক পুরনো স্মৃতি অাজ জেগে উঠল৷
এ পর্যন্ত ২১ বার শুনেছি আরো কতবার যে শুনবো বুজতে পারছিনা,এত ভালো লাগছে কেন??
Khub valo lagche....ata sunle Hridoye koster sukh gula bujha jai
মন ছুঁয়ে গেলো,,,,, আর কিছু বলার নেই ।
কী অসাধারন আবৃত্তি ! ❤এ পর্যন্ত কয়েক ডজন বার শুনেছি ! ❤
আহ! সত্যিই হৃদয়টাকে স্পর্শ করল ।👌🖤
অসাধারণ, দয়া করে প্রেম কে ছাড়বে, প্রেমে এরিয়ে গেলে জীবনে কোনো দিন সু:খ পাবে না। যেমন -আমি এখনো ভুগতেছি সেই যন্ত্রণায়------
Right
হৃদয়ে যে তীর বেঁধে ছিলো এই রচনায় তা অনেক সেই ব্যথা মনিল হল
অসাধারণ....!
মন ভরে গেলো।
নীল'রা কখনো ভালোবাসায় হারেনি,নীল'রা ভালোবাসা বিলিয়ে দেয়! নীল'রা না পাওয়া ভালোবাসায় তীপ্ত!!!
Ami je Nil ke chinechilm ,se chilo miththabadi....jai hok sob Nil ek hoi na...
Mon chuye gelo...apurbo❤️
অসাধারণ সুন্দর।। বার বার শুনি শুধু শুনতেই মন চায় কি যানো খুজে পাই তবে আমার জীবনের অনেক কথা আছে এখানে বার বার হারিয়ে যাই।।
অনেক সুন্দর ধন্যবাদ বন্ধু তোমাদের সবাইকে
আহ্!! হৃদয় ছুঁয়ে গেল।
ভালবাসা যে হারানোর নয় :)
অসাধারনত্বের এক নতুন ছোঁয়া পেলাম ... মুগ্ধ
খুবই সুন্দর, এই জীবনটাই আমার. Thanks
ইউনিভার্সিটি জীবনে অনেক অনেক বার শুনেছি
আজ আবার শুনতে খুবই ভালো লাগছে ।
100+বার শুনেছি খুবই ভাল লাগে
মিলে যায় জীবনের সাথে 💚❤💚, চাওয়া -না-পাওয়ার এ জীবন। বেঁচে আছি এই তো বেশি 🌹
অসাধারন কিছু বলার ভাষা নেই । বার বার শুধু শুনি আর ভাবি পুরাতন দিন গুলো
ছোট ভাই পুরাতন দিন গুলি ভুলে যেতে হয়।
@@md.jalaluddin9163 চাইলেই অনেক কিছু হয় না ভাই। ডিলিট করে দিতে পারলে ভালো থাকতাম
কতবার শোনেছি তা নিজেই জানি না, তবে যতোবার শোনি ততোবার মনে হয় প্রথম শোনছি,,জীবনের কোথায় যেন একটা মিল
দীর্ঘ ২ বছর পরে আবারো শুনতেছি,,,অনেক খুঁজেছি😪😪😪
অপূর্ব --- মনোরম্ দৃশ্য।
যেন একটা ছবি ভেসে আসছে।
বার বার শুনি,,মন ছুঁয়ে যায়
খুব বাল লেগেচে
সুধই সুনি
আমার জীবনের সবচেয়ে প্রিয় কবিতা................ছোটবেলায় (1990) এই কবিতার প্রতি খুবই আচ্ছন্ন ছিলাম.......মধুমাখা সেই দিনগুলি খুব সুন্দর ছিল
আমার ও খুব প্রিয় ছিল এই কবিতাটি।নব্বইয়ের দশক থেকে আজ অব্দি
Md. Moshiur Rahman runner
1998 a prothom suncelam.... Sai thaka valolaga....
দয়া করে কেউ বলবেন এই কবিতাগুলো কোন গ্রন্থে পাবো? নামটি কি?
আমার জীবনের সব থেকে বেশি বার শোনা ❤
oneker sathe mile gese even amr sateo mile gese.......
jodio mon ta kharap hoye gelo, kintu vlo lagse.
sei beimantake abr mone pore gelo onkta din tao abr ei govir rate.
jaihok thanks for this.
Oh! Love😪😪😪. It's so so painful for me......
2019-2021 শুনেই আসছি। বিরক্তি আসেনাই কখনো
বারবার শুনি, খুব ভালো লাগে
প্রতি রাত্রে একবার করে শুনি,
ভালোবাসা খুবি অদ্ভুত । যারে চাই যারে ভালোবাসি কিন্তু সে বোঝেনা!!!!
এরই নাম ভালোবাসা
অসাধারণ ভালোবাসার একটা কবিতা, মনটা বড়ে গেলো, শুনতে অনেক ভালো লাগে
ঠিক তাই
অনেক ভাল লাগছে।
একটুখানি চাই অবসর
ফয়সাল আহমেদ
আজকাল অনেক বেশি ব্যস্ত তুমি
সময় করে একবার হ্যালো বলার
দু দণ্ড পাশে বসার নেই যেন কোন অবসর।
বারেবারে কেন জানি মনে হয়
অকারণে বড় বেশি উছিলা খোঁজো
একটু আধটু মিথ্যে বলো এড়িয়ে যাবার।
চাতকিনীর মতো চেয়ে থাকি
ব্যাকুল তনুমন তোমারই উষ্ণতা যাচে
একবিন্দু ভালোবাসা দেবে তৃষ্ণা মেটাবার।
ভালোবাসার শপথ করে বলেছিলে
শত জনমেও তোমার প্রেম শেষ হবে না
মনে হয় বেমালুম দিব্যি ভুলে গেলে।
বলেছিলে রূপকথার গল্প শেষ হবে
কোনদিনও ফুরোবে না অবিনাশী প্রেম
নিয়তির ছলনায় কোন কূটচালে।
বিশ্বাসের সুতোয় গাঁথা প্রেমপুষ্পহার
ছিন্ন করো না দোহাই প্রিয়তম তুমি
একদিন আপন হাতে পরালে যা গলে।
ধন-দৌলত বৈভবে কোন মোহ নেই
তোমার মনের কোণে একটু ঠাঁই চাই
এই শুধু আমরণ কামনা আমার।
জনম জনমে আমি তোমারেই চিনি
তুমি আমার প্রেমময় ভুবনে
বিধাতার দেয়া এক বড় উপহার।
তোমাকে পেয়েছি আমি শত সাধনায়
চিরদিন থেকো অবুঝ হৃদয়ে আমার
ভালোবাসার একটু শুধু দিও অবসর।
Sanjib sarkar malkangiri madiwada odisa
Nice
❤ জীবন ❤....
কেটে যায় কিছুটা বিন্যাসে...
আর অনেকখানি বিনাশে...
i guess I am kinda randomly asking but does anyone know of a good site to stream new series online?
@Louis Jesiah i use Flixzone. Just google for it =)
@Orlando Ty definitely, been using flixzone for since april myself =)
@Orlando Ty Thanks, I went there and it seems like a nice service =) Appreciate it!!
@Louis Jesiah You are welcome xD
অনেক দিন খুঁজছিলাম । অনেক ধন্যবাদ
th-cam.com/video/oCp-Sm_W_rc/w-d-xo.html
মুনিয়া তোমার প্রেমে আমি ছিলাম ছোট্ট নদীর ধারা,
আমার মান,অভিমান সবই ছিল নাইবা পেলাম সাড়া!!
মুনিয়া বর্ষা ভেজা ভাবনা পেল তোমায় যেদিন ফিরে,
মুনিয়া আমার রাত পোহালো স্বপ্নে ঘেরা কান্না করুণ সুরে!!
মুনিয়া সেই ফোনের আলাপনের বেদন স্মৃতি আপন করে পাওয়া,
মুনিয়া হঠাৎ করে আমার কথা ভুইলা গেলা!!
মুনিয়া নীল সীমানার স্বপ্ন সুখের হাতের রেখায় আঁকো,
মুনিয়া পরশ মাঝে হৃদয় মিলে তেমনি ভালোবাসো!!
আমি চেয়েছিলাম ভাবনা তোমার,আমায় দেবার তরে,
মুনিয়া মুচকি হেসে বল্লে তুমি,এ সব কেমন করে ?
মুনিয়া বুঝলে না সে মনের ভাষা আজকে আমার সকল হারা,
মুনিয়া কান্না মাঝেই নিলাম বিদায়,মুনিয়া আমি আছি তোমায় ছাড়া!!
মুনিয়া কল্পনার সুখের স্বপ্নে তুমি থাকবে হৃদয়ে বেঁচে,
মুনিয়া স্রোতের মাঝে যাকনা আমার এ জীবন তোমায় ভালোবেসে........
ইতি তোমার প্রেম পাগল শামাীম?
ওমান থেকে শোনছিলাম রাত তখন দু'টা। কিন্তু মুশকিল হচ্ছে "ভালোবাসার দোকান খুলে বসেছি" শোনে এত্যো জুরে একটা হাসি দিলাম যে, পাশে আর কেউ ঘুমিয়ে থাকতে পারল না।
অসাধারন শব্দের অনুভূতি
বার বার মনে হয় তাই 👌👌👌
কতোবার যে শুনেছি তা বলতে পারবোনা, মনে হয় কবিতা আবৃত্তি টি জীবন এ র সাথে জরিয়ে আছে
মন চায় আবার প্রেমে পড়ি।এভাবে কবিতা শুনি
Asadharon.amon pream poti ti manusher kammo..
খুব সুন্দর
হৃদয় ছোঁয়ে যায় অনামিক অনুভূতি -----
ওই কবিতা আমি যে কতবার শুনেছি বলে বুজাতে পারবোনা❤
সম্পা,
কেমন আছোস ?
নিশ্চয় ভালো । ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে গেলি । একটা সত্যি কথা বলবি । আসলে ছেড়ে গিয়ে কতোটা সুখী তুই ? পৃথিবীর নিয়ম-কানুন গুলি কতোই না অদ্ভুত । যাকে হারানোর ভয়টা সার্বক্ষণিক তাড়া করতো আমাকে সেই তোকেও হারাতে হলো সবার আগে । ভালো থাকিস ।
khub khub valo legeche... love it.
খোলোস বদলানো অনেক কষ্ট কাহাকেও যেনো জীবনে খোলোশ বদলাতে না হয় জীবনের চলার পথে অভিনয় করা অনেক কষ্ট
চমৎকার খুবি চমৎকার
অসাধারণ কন্ঠসর
অতীব সুন্দর.....
Asadharon. ❤
🙏🙏🙏🌹🌹🌹
আমি প্রত্যেকে অনুরধ করছি দয়া করে কাউকে ভালোবেসে ধোঁকা দিয়ে অন্য কাউকে বিয়ে করোনা, একাকি জীবন কাটানো খুব কষ্টের। আমি তা তিলে তিলে অনুভব করছি
আহা, সোনা গো আমার। খুব কষ্ট হচ্ছে না?😊
🤣🤣🤣🤣
অসাধার খুবিই ভালো লেগেছে
এতো ভালো লাগলো যে অনুভুতি প্রকাশ করতে পারছিনা ❤❤❤❤❤
মন ছুঁয়ে গেল ।
কবিতা সবাই পছন্দ করেনা।
কবিতা আবৃত্তি শুনতে হলে
কবিতার প্রতি আনেক ভলবাসা
থাকতে হয়।
প্রতিটা কথায় জীবনের সাথে যখন মিলে যায় তখন সব সত্যিই আর বাধ মানেনা।আজো বুঝতে পারিনি কেন তার এই খোলস বদলানো
অসাধারণ কবিতা শুনলে শুধুবারবার শুনতে ইচ্ছে হয়
এভাবেই হয়তো তুমি একদিন ফিরে আসবে,
কিন্তু ততদিন আমি আমার মত করে বাঁচতে শিখে যাব ।
এক জীবনে তিনগুণ পাওয়া।
৯ বছর বয়সে বাবাকে হারানো,১৫ বছরে বয়সে মাকে আর তোমাকে ৩০। 😢😢
আমার কাছে সেরা মনে হইছে😍
Good production, keep it up for us.
ভাল লাগে ।
মনে পড়ে গেল আর একবার ফেলে আসা পুরাতন দিনের কথা।
Khub sundorr
অসাধারণ........!!!!!
বাংলা প্রেমের কবিতা,আবৃত্তি-ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন--th-cam.com/video/RTfkPqTKw1w/w-d-xo.html
অনেক ভাল লাগছে কবিতা টা সত্যি কবিতা মানুষের মনের কথা বলে
অসাধারণ ভয়েস
খুব ভালো লাগলো
heart touching, ohhhh , hojjo korte parcina. niyoti ki nistur. manus ke kadiye tar onek sukh. etai love. ohhh Really. I miss u PPPPPPPPPPPPPPPP
th-cam.com/video/oCp-Sm_W_rc/w-d-xo.html
SR somudro o nurior valo Bashar Katha
অসাধারণ....
নীলের কিছু অস্বাভাবিক স্বীকারোক্তি 🤍
প্রার্থনা করি যাকে যে ভালবাসে তাকেই যেন পাই!
কেননা অসমাপ্ত ভালোবাসা অনেক কাদায় 😭😭❤💔❤
আমি বলি যাকে পায় তাকেই জেনও সবাই ভালো বাসে তবে বাঁচে থাকা যায়
কত সুন্দর যে লাগে তা বলে বোঝা নো যাবে না
চমৎকার ❤❤😂😂🎉🎉😢😢❤❤😢😢❤❤😮😮❤❤❤❤😂🎉😢😮😅😊❤
Your voice is awesome......but it is interesting that.....this poem aslo like my life......
Khub sundar lagse bar bar sunte essa kre
যতবার শুনি কথায় যেন হারিয়ে যাই তা নিজেও জানি,,,,,,,
একতরফা বা One-sided love এর একটি জীবন্ত উদাহরণ এই কবিতাটি। অন্যকে অযাচিত দোষী সাব্যস্ত করে নিজের দোষ দৃষ্টিগোচর করা ভালোবাসা নয়। এটি একটি কৌশল (blame shifting)। এগুলো পরিকল্পিত ভাবেই করে থাকে তারা ভালোবাসার অভিনয়ের মাধ্যমে। মূল উদ্দেশ্য অন্যকে যন্ত্রণায় রাখা, আবার একইসাথে অনবরত মিথ্যা বলে বলে, ব্রেইন ওয়াশ করে করে বিশ্বাসটাও ঠিক রাখা (gaslighting)। এতেই তাদের সাফল্য। কিন্তু কেনো এমন?
সংক্ষিপ্ত ব্যাখ্যা: সিরিয়াসভাবে হীনমন্যতায় ভোগার একটা মানসিক ব্যাধি আছে [Narcissistic Personality Disorder (Covert narcissism)], যেটা সুষ্ঠ childhood mental development ব্যাহত হওয়ার দরুন নারী পুরুষ উভয়েরই হয়ে থাকতে পারে। দুঃখজনক হলেও সত্যি যে, এই রোগের চিকিৎসা আজও নেই। যে হীনমন্যতার কথা বলছিলাম সেই হীনমন্যতা থেকে জাগ্রত ঈর্ষা থেকেই এই কবিতার নারী চরিত্রের মানুষটি অপর মানুষটাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছিলেন নানাভাবে (Sadism)। এতে করে হীনমন্যতা দরুন তার নিজের মনের মধ্যে যে গোপন যন্ত্রণা সর্বদা বিরাজ করে তা লাঘব করে চলছিলেন তিনি; যেটা একটা অস্বাভাবিক coping mechanism। কেননা তার দেয়া যন্ত্রণাগুলোর একমাত্র উদ্দেশ্য হলো অপর মানুষটাকেও তারই মতো হীনমন্যতায় বা worthlessness - এ ভোগানো ও নিজের যেকোনো চাওয়া পাওয়া পূরণ করা; যেমন- attention seeking, love, praise, admiration, any kind of material gain (gold digger); যার সবগুলোই one-sided হবে। উল্লিখিত ব্যাধির বৈশিষ্ট্যগুলো কবিতার নারী চরিত্রটির মাঝে আমার দৃষ্টিতে খুব লক্ষণীয় হয়ে উঠেছে। কবিতাটি আমাদের সমাজের এক কঠিন বাস্তবতার কথা বলেছে। এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে অনেক মানুষ (নারী/পুরুষ উভয়েই) গিয়েছেন, যাচ্ছেন এবং ভোগান্তির শিকার হয়েছেন, হচ্ছেন। Square bracket এ আবদ্ধ ব্যাধির নামটি TH-cam ও google করে দেখে নিতে পারবেন। সম্ভব হলে অন্যদের সচেতনতামূলক জানতে সহায়তা করতে পারেন। ধন্যবাদ।
বি: দ্র: পুরুষ চরিত্রের আদলে পঙক্তিগুলো অসাধারণভাবে জীবনমুখী ও পাকা। কথাগুলো জীবনের অন্যান্য দিকবিভাগ বিবেচনা করলেও যথেষ্ট উপযোগী। আমি এগুলোই শুনি বারবার ও শিখি। জীবনের কঠিন একটি অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা তাকে অফুরন্ত জীবনবোধ প্রদান করেছে।
Keep yourself away from #toxic_relationships, and Stay safe.
সময়ের স্রোতে জীবন কে ফেলে দিলে সময় পৌঁছে দেবে পাওনা টুকুর কাছে এটাই বোধ হয় জীবন
ভালবাসায় যে কতোটা কস্ট তা শুধু তারাই জানে যারা তার প্রিয় মানুষটাকে হারিয়েছে
যারা মদ্র বিদ্ধ পরিবারের বড়ো ছেলে তারা কখনো প্রতিষ্ঠিত না হোয়ে কাউকে ভালোবেসো না কারোন তোমার যদি ছোটো বোন থাকে তাকে বিয়ে দিয়ে ছোটো ভাইকে পড়াশোনা শিখে তার পর পারলে কাউকে ভালোবেসো না হোলে এমন হোতে পারে যে মেয়াটা তোমাকে চাইছে তুমিও তাকে চাইছো কিন্তু মেয়ের বাবা মা তুমি প্রতিষ্টিত না বোলে তোমাকে চাইছে না এদিকে তুমি অনেক কিছুই কোরতে চাচ্ছো কিন্তু মা বাবা ভাই বোন সবার কথা ভেবে নিজের ভালোবাসাকে গলাটিপে হোত্তা কোরে নিজত্বধে সারাটা জিবন কাটিয়ে দিতে হবে তাই সবার কাছে আকুল আবেদন কোরবো যে প্রতিষ্টিতো না হোয়ে কাউকে ভালোবেসোনা আর ভালোযদি বেসে থাকো তাহোলে প্রতিষ্টিত হওয়ার চেষ্টা করো খুব তারা তারি নাহোলে অনেক পচতাতে হবে
ভাই আপনি ঠিকেই বলছেন আপনার কথার সাথে আমার জীবনের গল্প মিলে গেলো..!😭
Valo laglo
onek valo laglo.
ভালোবাসা যত বড়ো জীবন তত বড়ো নই।
খুব ভালো লাগে আমার
Excellent always
আমি তো কিছুই চেয়েছিলাম না তোমা হতে শুধু তোমার ভালবাসা ছাড়া,কেন এতোটুকু ও দিতে পারলেনা?তাইতো আজও পড়ে আছি একাকী,ভিখারী হৃদয় নিয়ে.....!..
কারো সাথে প্রতারণা করে ক্ষমা চাওয়ার সু্যোগটা আর পাওয়া যায়না আর এটাই শাস্তি।
ভালোবেসেছিলাম তোমায়,তুমি শুধু অধিনয়ই করে গেলে,তোমার একটা সুন্দর নাম দিয়েছিলাম ।তুমি কি মনে রাখবে আমায় সেই তুমি আছ কি না জানি না।"DSLR "
কবিতা টার মাঝে কি এক জাদু আছে য়ত শুনি ততোই শুনতে মন চাই
Khub valobasi toki tania
স্বপ্নীল কবিতা আমার ভাল লাগে