সংরক্ষণ তুলে দেওয়া উচিত ? | Reality of caste based reservation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024
  • Caste-based reservation in India is a system designed to address historical injustices and provide opportunities to marginalized communities, particularly the Scheduled Castes (SCs), Scheduled Tribes (STs), and Other Backward Classes (OBCs). It allocates reserved seats in government jobs, educational institutions, and legislative bodies to these groups. The primary objectives are to ensure social equality, improve socio-economic status, and reduce caste-based discrimination. The system has its roots in the early 20th century and has evolved over time through various legal and political reforms. While it has led to significant progress for many, it remains a topic of debate regarding its fairness and impact on society.
    My other social platforms
    ------------------------------------------------
    TH-cam
    Journey with Bose: / @kunalbose
    Voice of Kunal:
    / @voiceofkunal
    Facebook Page: KunalBoseVlo...
    Instagram account:
    iam_kunalbo...

ความคิดเห็น • 640

  • @ShyamalHansda-mo6un
    @ShyamalHansda-mo6un 3 วันที่ผ่านมา +60

    জোহার নমস্কার 🙏আমি শ্যামল হাঁসদা একজন সাঁওতালি (ST) আমি এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকের অনেক মূল্যবান মন্তব্য দেখলাম। আমরা দেশের জন্য রক্ত দিয়েছি (সাঁওতাল) অথচ আমরা এখনো এই সব ধর্ম বর্ন জাতের শিকার। এখনো উঁচু জাতরা ছোঁয়া ছুঁয়ি তো বাদই দিলাম আমাদের থেকে চার পাঁচ গজ দুর থেকে কথা বলে কারন আমারা অসভ্য জাতি আদিবাসী।আর আপনারা বলছেন সংরক্ষণ উচ্ছেদ করা হোক। মনে রাখবেন এই অসভ্য আদিবাসী (সাঁওতাল) জাতি না থাকলে আপনারা এখনোও সাদা চামড়া ইংরেজদের অধীনস্তে গোলামি হয়ে থাকতেন। আদিবাসীরা বেশিকিছু চাই না তারা তাদের অধিকারটুকু চাই। জোহার ধন্যবাদ। Specially thanks for owner of this channel for make this video and explaine on preservation . Thankyou so much.

    • @biswanathdeb5306
      @biswanathdeb5306 2 วันที่ผ่านมา +2

      দাদা মানুষ কে মানুষ মনে না করে জাত পাত ধর্মে বিভেদ করাটাই সবথেকে বড় ভুল।

    • @ShyamalHansda-mo6un
      @ShyamalHansda-mo6un วันที่ผ่านมา +6

      @@biswanathdeb5306 আপনি যথার্থ সত্য কথা বলেছেন। আমার মনে হয় এই সমাজে আপনার মতো শিক্ষিত এবং জ্ঞানী মানুষের প্রয়োজন। জোহার ধন্যবাদ

    • @MitanHansda-il9ll
      @MitanHansda-il9ll 18 ชั่วโมงที่ผ่านมา +1

      একদম ঠিক কথা। আগে মানুষের মানসিকতা বদলানোর দরকার। তবে অবশ্য উচ্চ সম্প্রদায়ের মানুষরা নিচু সম্প্রদায়ের মানুষদের কখনো মেনে নিতে পারেনি আর এখনও মানেনি, (st) আমাদের সম্মান দেওয়ার তো দূরের কথা আমাদের গ্রামের পাশ দিয়ে গেলেও উচ্চবিত্তরা স্নান করে গঙ্গা জলের ছিটে নিয়ে ঘরে ঢোকে। তাই একটাই কামনা অশিক্ষিতদের মতো আচরণ না করে অর্জিত শিক্ষার সঠিক ব্যবহারের অনুরোধ রইলো 🙏🙏🙏🙏🙏🙏

    • @susantamurmu7404
      @susantamurmu7404 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Adi sari katha gem Lei akada Dada besh ge bujhow na paraw ateh ❤❤❤❤❤

    • @ShyamalHansda-mo6un
      @ShyamalHansda-mo6un 16 ชั่วโมงที่ผ่านมา

      @@susantamurmu7404Boiha aam do okaren kanam

  • @jyotsnadas2284
    @jyotsnadas2284 5 วันที่ผ่านมา +188

    যারা সংরক্ষণের আওতায় পড়ে , তাদের যদি আর্থিক পরিস্থিতি ভালো থাকে বা ভালো হয়ে যায় তাহলে তাদের পরবর্তী generationকে আর সংরক্ষণ না দেওয়াই ভালো।

    • @RAYS-OF-KK
      @RAYS-OF-KK 5 วันที่ผ่านมา +29

      সম্পূর্ণ একমত, বংশপরম্পরায় সংরক্ষণ দেওয়া উচিৎ নয়। এইটা হলো ভোট পলিটিক্স

    • @joydipbouri8935
      @joydipbouri8935 5 วันที่ผ่านมา

      Akjon so called SC hoyeo bolchi generation developed hoyegele general er talikay samil kore reservation bondho kora uhcit

    • @bikashkorah8829
      @bikashkorah8829 5 วันที่ผ่านมา +35

      আমি আপনার সাথে একমত। কিন্তু জাতপাত, বর্ণভেদ তুলে দেওয়া হোক একথাটাও বলুন। তাহলে হিন্দু ধর্মটা বাঁচে।

    • @akashraiganj2690
      @akashraiganj2690 5 วันที่ผ่านมา +2

      আমি একমত

    • @joydipbouri8935
      @joydipbouri8935 5 วันที่ผ่านมา

      @@jyotsnadas2284 সহমত

  • @MisbahauddinAkunji
    @MisbahauddinAkunji 5 วันที่ผ่านมา +39

    অবশ্যই সংরক্ষণ প্রয়োজন... তবে যারা এই সংরক্ষণের আওতায় পড়েন তাঁদেরও উচিত নিজের পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া পাশাপাশি একজন সফল ব্যক্তির বংশানুক্রমিক ভাবে সংরক্ষণও বন্ধ হওয়া প্রয়োজন 🙏
    সুযোকের অপব্যাবহার যেন না হয় 🙏🧿

    • @bongdance9738
      @bongdance9738 19 ชั่วโมงที่ผ่านมา

      এটা কীনোদিনই করবেই না। বাস্তবে তাইই হচ্ছে

  • @BINOYPRADHAN-d9c
    @BINOYPRADHAN-d9c 5 วันที่ผ่านมา +35

    পিছিয়ে পড়াদের সংরক্ষণ দেওয়া নিয়ে আমার কোন আপত্তিনেই, কিন্তু এখন পিছিয়ে দেওয়াদের সংরক্ষণ দেওয়া হয় না, এখন অনেক আমলারা উচ্চবর্ণের হয়েও st, sc এর certificate বানিয়ে বসে আছে।।। যার জন্য যারা সত্যিই সংরক্ষণ পাওয়ার জন্য তারাই আজ বঞ্চিত।

    • @rajibmishra8344
      @rajibmishra8344 4 วันที่ผ่านมา +3

      একদম

    • @ShyamalHansda-mo6un
      @ShyamalHansda-mo6un 3 วันที่ผ่านมา +1

      @@BINOYPRADHAN-d9c sir i don't know that who are you. But you have told 100%right. Big salute sir for you from my heart.🫡 Johar🙏

  • @shambhudas7425
    @shambhudas7425 5 วันที่ผ่านมา +58

    শুধুমাত্র সংরক্ষণ দিয়ে বোধহয় একটা সামাজিক ব্যাধিকে পুরোপুরি নির্মূল করা যাবে না। তাছাড়া কিছু রাজনৈতিক দল সংরক্ষণ কে ভোটের জন্য ব্যাবহার করছে।

  • @pradipkumarnaiya1821
    @pradipkumarnaiya1821 5 วันที่ผ่านมา +26

    সংরক্ষনে চাকরি করে ,আবার পরিবার সংরক্ষণ ভোগ করে। এটা কি ?

  • @asha9543
    @asha9543 5 วันที่ผ่านมา +20

    সঠিক বিসলেশন, কোটা তুলে দিলেও সমাজের জাতিভেদ প্রথা ছিল আর এখনো আছে ,থাকবে,আমরা যতই মুখে বড়ো বড়ো কথা বলি

  • @ashokpal6742
    @ashokpal6742 5 วันที่ผ่านมา +31

    মানুষের মধ্যে এখনো ছোটো বড় , জাত পাত এখনো মনের মধ্যে গভীর ভাবে বসে আছে। যবে মানুষ মানুষ কে এক না ভাব্বে ততদিন চালিয়ে যাওয়া উচিৎ সংরক্ষণ।।

    • @ratanmandi5841
      @ratanmandi5841 2 วันที่ผ่านมา

      Eta sera 6ilo

    • @dilamurmu1828
      @dilamurmu1828 วันที่ผ่านมา

      খারাপ বলেন নি আমার অনেক পরিচিতদের চিনি যারা শুধু মাত্র লোকের মাঝখানে বা ভীড়ে আমায় নিয়ে খাতির করে সৌজন্যতা দেখানোর জন্য। অথচ নির্জন বা একলাই এমন ভাব দেখায় আমি হয়ত সেই দলে বেমানান।

  • @subhajitlohar3219
    @subhajitlohar3219 5 วันที่ผ่านมา +34

    সমাজে বেচেঁ থাকতে হলে আমাদের বিশেষ করে SC/ST দের সংরক্ষণ থাকাটা ভীষণভাবে জরুরী
    আপনি খুব সুন্দর ভাবে তার ব্যাখ্যা করেছেন

    • @useabc558
      @useabc558 16 ชั่วโมงที่ผ่านมา

      সেতো আপনারা বলবেন সাভাবিক। শুন্য পেয়ে চাকরি পেয়ে একজন মেধাবী ছাত্র ছাত্রী কে উপহাস করতে পারবেন।
      অহংকার ছাড়া আর কিছু নেই আপনাদের।

  • @kaushikjyotipaul342
    @kaushikjyotipaul342 5 วันที่ผ่านมา +37

    আমি একজন ওবিসি। কিন্তু এ ব্যাপারে অনেক প্রশ্ন ছিল বা আছে। আপনার বক্তব্য গুলি খুবই যুক্তিপূর্ণ ও informative. তবু কয়েকটি কথা জগ করি। মূল সমস্যা কিন্তু সুযোগের চাহিদা ও যোগানের ভারসাম্যের। এই ভারসাম্য থাকলে কোটা সিস্টেম চালিয়ে যেতে এত বিরোধিতা হত না। আমার মনে হয় যত দিন না সেই ভারসাম্য হচ্ছে ততদিন ওবিসি র মত SC, ST দের ও সর্বোচ্চ বাৎসরিক ইনকামের একটা সীমা বেঁধে দিলে আমার বেশী বেশী করে target people কে সুবিধা টা দিতে পারব। তেলা মাথায় তেল দেওয়া হবে না। তবে এই সামাজিক বৈষম্য কেবল reservation দিয়ে হবে না। এর জন্য সামাজিক উদ্যোগ ও দরকার। এর সব শেষে বলি কোটা থাক কিন্তু skill আর knowledge এর ক্ষেত্রে একই প্রশ্ন ও একই যোগ্যতামান জাত পাত নির্বিশেষে maintain করা উচিত। অর্থাৎ কোটা থাক কিন্তু Quality র সাথে কোনো compromise নয়। নয়তো দেশের সর্বনাশ। দরকার যে দুর্বল তাকে specially coach কর যাতে সেও কোয়ালিফাই করতে পারে।

    • @goutamdey3387
      @goutamdey3387 วันที่ผ่านมา

      অসাধারণ চিন্তন❤

  • @user-mi8ou8mv2i
    @user-mi8ou8mv2i 4 วันที่ผ่านมา +32

    ইউনিফর্ম শিক্ষার কথা কেউ বলে না।
    কেউ প্রশ্ন করে না শিক্ষা য় কেন সকলের সমান অধিকার থাকবে না।
    কেন এক শ্রেণীর জন্য নামী-দামী স্কুল, উন্নত শিক্ষা ব্যবস্থা।
    আর এক শ্রেণীর জন্য মিড ডে মিলের স্কুল!
    সরকারি স্কুল গুলিতে শিক্ষা ব্যবস্থা কেমন তা আমাদের সকলের জানা।
    সকলকে একটা লাইনে দাঁড় করনো হোক।
    তারপর মেধার যাচাই হোক।

    • @Aspirant318
      @Aspirant318 2 วันที่ผ่านมา

      একদম ঠিক বলেছেন

    • @aanoopsordar28
      @aanoopsordar28 วันที่ผ่านมา +1

      Ambedkar er belai medha r porikkha hoi ni ..
      Sudhu tar jaat er nirikhe take class e dhukte dewa hoi ni
      Monekorun

  • @meghnathmalik5560
    @meghnathmalik5560 3 วันที่ผ่านมา +6

    সংরক্ষণ থাকা প্রয়োজন আছে।

  • @biswadebduley3121
    @biswadebduley3121 4 วันที่ผ่านมา +33

    জাতপাত তুলতে হলে আগে title বাদ দিতে হবে। কারণ পরিচয়ের নাম আদান প্রদানের মাধ্যমেই বুঝতে পেরে য়ায় আমরা কোন বর্ণের ।আপনরা ডাঃ বিকাশ দিব্যকৃর্তী স্যারের ভিডিও দেখতে পারেন।

    • @shivam9673
      @shivam9673 3 วันที่ผ่านมา

      মাথার ছিট্ আছে..? টাইটেল বা পদবি বাদ দিলে.. আবার অন্য সমস্যা তৈরি হবে। তাই জাত পাতের সাথে পদবীর কোনো সম্পর্ক নেই। জাত পাতের উর্ধে ইউরোপিয়ান দেশ গুলো কি পদবি ব্যবহার করে না..? মুসলিমদের মধ্যে তো জাত পাতের বিভেদ নেই.. তবুও তারাও পদবি ব্যবহার করে থাকে। পদবি একটা অন্য বিষয়.. জাত পাত অন্য বিষয়।

    • @BuddheswarHansda-gr2bu
      @BuddheswarHansda-gr2bu 13 ชั่วโมงที่ผ่านมา

      Link vejho

  • @abirmukherjee5042
    @abirmukherjee5042 5 วันที่ผ่านมา +14

    একদম সঠিক উত্তর অন্তত আজকের দিনে

  • @smartsolutionsdurgapur6650
    @smartsolutionsdurgapur6650 4 วันที่ผ่านมา +16

    মেধার ক্ষেত্রে কোনো সংরক্ষণ রাখা উচিত না ।
    পিছিয়ে পরা শ্রেণীদের পড়াশোনা করার বিশেষ সুবিধা দিতে হবে ।

  • @ApurbaSingha-yp7ux
    @ApurbaSingha-yp7ux 5 วันที่ผ่านมา +68

    একজন sc/st সরকারি সুবিধা নিয়ে চাকরি পেয়ে শিক্ষিত হওয়ার পর তার ছেলে বা মেয়ে কিভাবে পিছিয়ে পরা হয়, বংশানুক্রমে এই নিয়ম চলতে পারে না,এই সুযোগটাই sc st লোকেরা নেওয়ার চেষ্টা করছে। এটা সরকারের ভালোভাবে investigation করে certificate বাতিল করা উচিত।

    • @Debayanvk18
      @Debayanvk18 4 วันที่ผ่านมา

      Akdom

    • @ToonFamilyOfficial
      @ToonFamilyOfficial 4 วันที่ผ่านมา +3

      এটা কি জানেন যে কোনো sc, st কিংবা obc এর কেউ গ্রুপ A এর চাকরি পেলে তার ছেলে মেয়ে কেউ sc,st, obc এর সুযোগ পায়না।

    • @nitishsardar9454
      @nitishsardar9454 4 วันที่ผ่านมา

      ​@@ToonFamilyOfficialবিষয় টা খুলে বলুন

    • @keyasarkar7676
      @keyasarkar7676 4 วันที่ผ่านมา

      একদম সহমত পোষণ করি।

    • @SanghamitraSengupta85
      @SanghamitraSengupta85 4 วันที่ผ่านมา

      Dada aapnar khub big fan aami..kintu ai bishoy ta mene nite parlam na..Aaj ker juge oder kachhe aamra dolito hoi.. sob sujog oder education to job..r jodi Ambedkarer kothai bolen unio nijer sartho tai dekhechhilen..

  • @anjalijotobarshunitotobari8806
    @anjalijotobarshunitotobari8806 5 วันที่ผ่านมา +6

    এই সংরক্ষণের জন্য যোগ্য প্রার্থীরা সব সময় বঞ্চিত হয়ে আসছে। পরিবর্তন হওয়া উচিত মনে করি বন্ধু। অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই বন্ধু।

    • @Help_journey
      @Help_journey วันที่ผ่านมา

      @@anjalijotobarshunitotobari8806 টাকা আছে উচ্চবর্ণের কাছে, দলিতদের কাছে ধণ সম্পত্তি কিছুই নেই, আর যাদের টাকা আছে তারা চাকরি ঘুষ দিয়ে কেনে,আর বড় বড় কথা। মেধার একশো একবার। সব সরকারি চাকরি গুলো টাকার ভিত্তিতে হয়, কোনো মেধা টেধা দরকার হয়না। শুধু মেধা মানে টাকা ।

  • @amarbisu
    @amarbisu 5 วันที่ผ่านมา +10

    সঠিক উপলব্ধি। সঠিক বিশ্লেষণ।

  • @user-fq5cb8py7g
    @user-fq5cb8py7g 5 วันที่ผ่านมา +10

    সকলকে ই একটি বর্ণে ,দেশ জুড়ে রাখা উচিত। সুবিধাভোগীদের বন্ধ করা উচিত।

  • @ukilsoren5915
    @ukilsoren5915 3 วันที่ผ่านมา +4

    যারা বলছেন sc/st সংরক্ষণ তুলে দেওয়া উচিত।
    তারা কি একবারও ভেবে দেখেছেন?
    শতাংশ অনুসারে IAS/IPS/কেবিনেট মন্ত্রী কতজন আছে আজ পর্যন্ত। কারণ কি?
    সংবিধান অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা সমান ভাবে পাওয়া উচিত ছিল।
    তারা কি পায়?

  • @shyamaljasu7027
    @shyamaljasu7027 5 วันที่ผ่านมา +14

    Cast system must be abolished .Reservation only should exist for economically backward people .If reservation is abolished present generation will surely forget this system which exists only for getting some extra undue benifit .

    • @Help_journey
      @Help_journey 4 วันที่ผ่านมา

      @@shyamaljasu7027 What will happen to those who have been enjoying the privilege of reservations in temples for thousands of years? And what about those who had been kept in deprivation for thousands of years, whose ancestors were not allowed to learn to read and write? They had been deprived from all social and economic aspects. Even 100 years have not passed, yet there is so much resentment. For thousands of years, the Bahujans/Dalit/ Mulnibasi people , who are the rightful heirs of this land, had been deprived from all sides to satisfy the resentment of others?"

    • @Help_journey
      @Help_journey 3 วันที่ผ่านมา

      @AnishSamanta-p9s Affirmative action, reservation, or alternative access for underprivileged communities are policies designed to address historical disadvantages faced by certain groups. These policies take various forms around the world, but all aim to create a more level playing field for opportunities in education, employment, and other areas. Here's a breakdown by region:
      Asia:
      India: Reservations in government jobs and educational institutions for Scheduled Castes (Dalits), Scheduled Tribes (Adivasis), and Other Backward Classes (OBCs).
      South Korea: Affirmative action programs for women and people with disabilities.
      China: Policies to encourage development in poorer regions and ethnic minority groups.
      North America:
      United States: Affirmative action programs for racial and ethnic minorities, women, and people with disabilities. These programs can include recruitment goals, outreach programs, and financial aid.
      Canada: Employment equity programs that aim to ensure representation of designated groups (women, visible minorities, Indigenous peoples, and persons with disabilities) in the federal workforce.
      Latin America:
      Brazil: Affirmative action policies (quotas) for blacks and mixed-race people in public universities.
      Colombia: Affirmative action programs for Afro-Colombians and Indigenous communities in education and politics.
      Europe:
      France: Positive discrimination programs that encourage hiring from underrepresented groups.
      United Kingdom: Equality and diversity initiatives in workplaces and educational institutions.
      Africa:
      South Africa: Black Economic Empowerment (BEE) policies aimed at increasing the economic participation of black South Africans.
      Nigeria: Federal Character Principle to ensure equitable representation of different ethnic groups in government positions.

  • @Help_journey
    @Help_journey 4 วันที่ผ่านมา +7

    আপনি একজন স্ববর্ন হয়েও Excellent explaintion করেছেন, কিন্ত এর সঙ্গে আরও কিছু বঞ্চনার কথা আপনি যদি সংযোজন করতেন ( যেমন কেরলে দলিত মহিলাদের বক্ষ আবরণ না করার অধিকার ) তাহলে এখানে কমেন্ট ( বিষ ছড়ানো বললেই ভালো হয় ) করতে আসা প্রায় রিজার্ভেশন সম্পর্কে একশো শতাংশ জেনারেল ক্যাটাগরি বুঝতে পারতো মোট জনসংখ্যার 15 পার্সেন্ট মুসলিমের সংখ্যা বাদ দিলে খুবই সীমিত আপার কাস্টের সংখ্যা এদেশে। এর পরেও EWS দেওয়া হয়েছে, সেটাও একটা reservation তা নিয়ে গাত্রদাহ হয়নি , কোথাও কোনো আন্দোলন বা প্রোটেস্ট হয়নি reservation নিয়ে। এদেশে 85 পার্সেন্ট SC ST OBC দের সংখ্যা, সেই কারণে tax payer র সংখ্যাও বেশি। এরা হলো দেশের মূলনিবাসী, সেই কারনে এরা রিজার্ভেশন পাওয়ার হকদার। তাছাড়া, হাজার বছরেরও বেশী ধরে এই মূলনীবাসীদের কে শিক্ষা, স্বাস্থ্য,সম্পত্তি রাখা ও অনান্য সামাজিক , অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত করে রেখেছিল উচ্চবর্গের মানুষরা। ভগবান সম বাবা সাহেবের জন্য দলিত, পিছরা, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা স্বাধীণতার স্বাদ লাস্ট 70 বছর ধরে পেতে শুরু করেছে, আর তাতে জ্বালা ধরছে তাদের, যারা 1000 বছর ধরে reservation পেয়ে এসেছে এমন কি এখনো পাচ্ছে যেমন মন্দিরের পূজারী বা পুরোহিতরা এবং EWS নেওয়া upper caste রা । মূলনিবাসীরা তাদের সহজাত প্রবৃত্তি হলো তারা ভীষণ সহজ সরল হয়, আজও এই প্রবৃত্তি দেখা যায় আদিবাসী মানুষদের মধ্যে। এর একটা উদাহরণ হলো, মণিপুরের কুকি আর ত্রিপুরার ত্রিপুরী সম্প্রদায় ( এ রকম হাজারো মূলনিবাসী সম্প্রদায় আছে ) বাংলাদেশ থেকে আসা বেশিরভাগ উচ্চ সম্প্রদায়ের বাঙ্গালী শরণার্থীদের সেখানে থাকার জন্য জায়গা দিয়েছিল, আজ সেই বাঙালিরা তাদের সব রিসোর্সের ভাগ বসিয়ে এখন ওখানকার মূলনবাসীদের রিজার্ভেশন নিয়ে কুৎসা, হিংসা ও বন্ধ করার দাবি করে। প্রসঙ্গত বলে রাখি, সাভারকার এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী তাদের বইতে লিখে গেছেন আর্যরা বিদেশী বিশেষতঃ ব্রাহ্মণ সম্প্রদায়। আমার প্রশ্ন হলো, বিদেশীরা কীভাবে কোনো দেশে reservation পেতে পারে ???

    • @useabc558
      @useabc558 16 ชั่วโมงที่ผ่านมา

      দয়ানন্দ সরস্বতী এর জন্ম সম্পর্কে জানেন?? নিজেরা জাত পাত এর ভিত্তিতে চাকরি নেবেন মোটা বেতন নেবেন আবার ওইদিকে মন্দিরের পুজো ব্রাহ্মণ করলেই দোষ নাকি??
      এরপর কি বলবেন upper caste দের দেশ থেকে বার করে দাও!!!

  • @KajalDas-tz1my
    @KajalDas-tz1my 5 วันที่ผ่านมา +6

    ভোটার লিস্ট যেভাবে সময় সময় সংশোধন করা হয় সেভাবেই সংরক্ষণ সার্টিফিকেটের অর্থনৈতিক যৌক্তিকতা বিচার করেই তা রিনিউ করা উচিত। যদিও আজীবন সংরক্ষণ প্রথা দেশের প্রগতির পথে অন্তরায়।

  • @ILOVEINDIA510
    @ILOVEINDIA510 3 วันที่ผ่านมา +5

    দাদা কেউ কেউ আদিবাসীদের বিহারী বলে হেয় করার অপচেষ্টা করছে,,আমি একজন আদিবাসী সম্প্রদায়ভুক্ত তাই আমি এটা উপলব্ধি করতে পারছি যে আমাদের এই সংরক্ষণ না থাকলে আমাদের আর সমাজে কোন স্থান থাকবে না 😢😢 জয় আদিবাসী একতা ,,,জয় আদিবাসী সমাজ 💚🌳

  • @nitishranjanbiswas1354
    @nitishranjanbiswas1354 4 วันที่ผ่านมา +7

    পশ্চিম বঙ্গে চলে আসুন টাকা থাকলে ই চাকরি।

  • @m.dcm2023
    @m.dcm2023 วันที่ผ่านมา +3

    ভারতে জনগোষ্ঠীর অনুপাতে, শতাংশ হিসাবে সংরক্ষণ করা উচিত। যেমন ভারতে ৩% ব্রাহ্মণ জনগণ রয়েছে সেই মোতাবেক ১০০টি চাকরির ক্ষেত্রে ৩জন ব্রাহ্মণ চাকরি পাবেন, এর অধিক নয়। এইভাবে পর্যায়ক্রমে ভারতের সমস্ত সম্পদ বন্টন হওয়া উচিত।

  • @pointofnature5502
    @pointofnature5502 4 วันที่ผ่านมา +4

    ২০১০ পর্যন্ত ঠিক ছিল। এখন সংরক্ষণ তুলে দেওয়া উচিত। ডাক্তার, শিক্ষক ও অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সবার আগে সংরক্ষণ তুলে দেওয়া দরকার।

    • @sebakbauri9458
      @sebakbauri9458 4 วันที่ผ่านมา +1

      জাতি বদল করো বুঝতে পারবে
      কষ্টটা বুঝবে।

  • @sukhendumondal1198
    @sukhendumondal1198 2 วันที่ผ่านมา +4

    Comment গুলোতে দেখলাম সবাই sc, st সংরক্ষন তুলে দেওয়ার কথা বলছে। আর যারা 27% সংরক্ষন নিয়ে বসে আছে। সেই ওবিসি দের কথা কেউ বলছে না। এরা কি আর্থিক দিক থেকে উন্নত হয়নি। যত রাগ sc, st দের উপর।

  • @bobanroy616
    @bobanroy616 4 วันที่ผ่านมา +4

    আমার মতে
    ১) SC, ST এবং OBC দের জন্য সংরক্ষণের মাধ্যমে সত্যিই তাদের কোনো উপকার হয়েছে কি না , হলেও কতটা উপকার হয়েছে সেটা খতিয়ে দেখার জন্য ভারত সরকারের একটা উচ্চ-ক্ষমতা সম্পন্ন সমিতি তৈরি করা উচিত।
    ২) একটি পরিবারের এক/দুই প্রজন্মের বেশি কেউ সংরক্ষণের সুবিধা না পায় সেই ব্যবস্থা করা উচিত ।
    ৩) ভারতের সব পক্ষ মিলে আলোচনার মাধ্যমে এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যার দ্বারা আগামী ২০-৩০ বছরের মধ্যে জাতপাত ভিত্তিক সংরক্ষণ তুলে দেওয়া যায়।

  • @nirupamkoley8373
    @nirupamkoley8373 5 วันที่ผ่านมา +11

    Jara 3 PURUSH JURE RESERVATION E CHAKURI PAYE PAYE GENERAL CAST ER THAKAU RICH HOE GACHE ...SAISAB LOKEDER KANO ABAR RESERVATION DEA HOBE ????? TAHLE TO ABAR ECONOMICAL INEQUALITY SURU HOTE JACCHE .

    • @s.k.s8529
      @s.k.s8529 5 วันที่ผ่านมา

      একদম সঠিক

    • @AkashMondal-re1vi
      @AkashMondal-re1vi 3 วันที่ผ่านมา

      আপনার পূর্বসূরীরা ১০০০ বছর যে দমিয়ে রেখেছিল নিচু জাতিকে,সেটা বলবেন না!

  • @debadityadutta8839
    @debadityadutta8839 4 วันที่ผ่านมา +4

    সংরক্ষণ তুলে দেওয়া খুব খুব খুব দরকার।

    • @sudiphembram5916
      @sudiphembram5916 2 วันที่ผ่านมา

      প্রথমে বলি সংরক্ষণ 100% এর মধ্যে 1% সংরক্ষণ আছে সরকারি চাকরিতে আরো বিভিন্ন সংস্থান বেসরকারি , কোন সংরক্ষণ নেই , তারপরে আসি মূল ভিত্তির কথা , আচ্ছা সংরক্ষণ নিয়ে এতই অসুবিধা মাত্র 75 বছরে হিমশিম হয়ে গেলেন , তাহলে তাদের কথা ভাবুন যারা 2000 বছর বেশি সময় ধরে শোষণ হয়েছিল , এবং তাদের ধর্মর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে আর্থিক বল টাও কেড়ে নিয়ে হয়েছিল , এবং তাদেরকে মানুষ ভাবা হতো না পড়াশোনা তো দূরের কথা রাস্তাঘাটে হাটার পর্যন্ত অধিকারও ছিল না তারপরে বলি মন্দিরে এদেশের মানুষের সঙ্গে অনেক অত্যাচার করা হয়েছে , ইতিহাসটাকে ঘেটে দেখুন তবে বুঝতে পারবেন , সংরক্ষণ তোলার কথা তো বলছেন জাতপাত বৈষম্য ওই সব তোলার কথা তো বলছেন , এখনো পর্যন্ত ভেদাভেদ দেখা , একে অপরের সঙ্গে সম্পর্ক জুড়ে তুলুন নিচের পরিবারেও জায়গা দিন এবং তাদের পরিবারের আপনার পরিবারের একজন কে জায়গা দিন , দেখবেন জাতপাত বৈষম্য এসব শেষ হওয়ার পরে সংরক্ষণ টাও শেষ হয়ে যাবে ।।

  • @explorertapas1145
    @explorertapas1145 4 วันที่ผ่านมา +4

    সংরক্ষণ হোক তবে তার শুধুমাত্র দারিদ্র্য তার নিরিখে তার নাহলে General Cast এর মানুষ আরো পিছিয়ে পড়বে।
    এমন অনেক মানুষকে চিনি যাদের বাড়ির 4 জনের মধ্যে 4 জনেই কোটার চাকরী পেয়েছেন আবার তাদের ছেলেমেয়েও কোটার চাকরী পাবে কিন্তু তার দরকার পড়ে কি?

  • @sanchariroy3032
    @sanchariroy3032 5 วันที่ผ่านมา +5

    যে কারণে সংরক্ষণ চালু হয়েছিল সেই উদ্দেশ্য শুভ ছিল। কিন্তু বর্তমানে এই সুযোগের সদ্ব্যবহার করা হচ্ছে না।এখন সংরক্ষণকে abuse করা হচ্ছে। শুরু থেকে এই চ্যানেলের সাথে ছিলাম আছি থাকবো।fb তেও দেখি আর TH-cam এও দেখি আর support করি।তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে গিয়ে একসময় মনে হতো,যদি আমি ব্রাহ্মন সন্তান না হতাম তাহলেই ভালো হতো।

  • @relaxwithmusicnature9392
    @relaxwithmusicnature9392 5 วันที่ผ่านมา +9

    SC & OBC RESERVATION NO MORE REQUIRE.

  • @souravdey3822
    @souravdey3822 5 วันที่ผ่านมา +8

    বর্তমান সময়ে ভারতবর্ষের জন্য সংরক্ষণ একটা অভিশাপ, কিন্তু কোন সরকারের পক্ষেই,এটাকে আর বন্ধ করা সম্ভব হবে না!! জানিনা,এই দেশ ছাড়া আর কোন দেশে, এরকম কোন ব্যাবস্থা আছে কিনা!!

    • @Help_journey
      @Help_journey 3 วันที่ผ่านมา

      @@souravdey3822 Affirmative action, reservation, or alternative access for underprivileged communities are policies designed to address historical disadvantages faced by certain groups. These policies take various forms around the world, but all aim to create a more level playing field for opportunities in education, employment, and other areas. Here's a breakdown by region:
      Asia:
      India: Reservations in government jobs and educational institutions for Scheduled Castes (Dalits), Scheduled Tribes (Adivasis), and Other Backward Classes (OBCs).
      South Korea: Affirmative action programs for women and people with disabilities.
      China: Policies to encourage development in poorer regions and ethnic minority groups.
      North America:
      United States: Affirmative action programs for racial and ethnic minorities, women, and people with disabilities. These programs can include recruitment goals, outreach programs, and financial aid.
      Canada: Employment equity programs that aim to ensure representation of designated groups (women, visible minorities, Indigenous peoples, and persons with disabilities) in the federal workforce.
      Latin America:
      Brazil: Affirmative action policies (quotas) for blacks and mixed-race people in public universities.
      Colombia: Affirmative action programs for Afro-Colombians and Indigenous communities in education and politics.
      Europe:
      France: Positive discrimination programs that encourage hiring from underrepresented groups.
      United Kingdom: Equality and diversity initiatives in workplaces and educational institutions.
      Africa:
      South Africa: Black Economic Empowerment (BEE) policies aimed at increasing the economic participation of black South Africans.
      Nigeria: Federal Character Principle to ensure equitable representation of different ethnic groups in government positions.

    • @apurbamandal969
      @apurbamandal969 วันที่ผ่านมา

      Karma😂

    • @souravdey3822
      @souravdey3822 วันที่ผ่านมา

      @@apurbamandal969 ,এই জন্যই কোটা পদ্ধতি বাতিল হবে না কারণ, অযোগ্যরা ,যোগ্যতার মাপকাঠি পেরোতে পারবে না কোনোদিন!

  • @sankargopaldutta3236
    @sankargopaldutta3236 5 วันที่ผ่านมา +4

    কোটা নিয়ম থাকার জন্য জুনিয়র ও শিক্ষাগত যোগ্যতা কম থাকার পরেও টপকে প্রমোশন পেয়ে যায় এতে সরকারি অফিসগুলির কর্ম দক্ষতার উতকর্ষের মান নিম্নমানের হয়ে যায়।

  • @user-kq3gl5rx2t
    @user-kq3gl5rx2t 4 วันที่ผ่านมา +4

    রিজার্ভেশন থাকলেই কি পড়া শোনার ক্ষেত্রে কম নম্বর পেলেও চলব, চাকরির ক্ষেত্রে বয়সের ছাড় উচ্চতার ছাড় সব ই পাবে ? কেন? Sc, st, obc হলেই যে গরিব হবে আর জেনারেল হলেই যে বড়লোক হবে তার কি কোন মানে আছে। এগুলো তো বিচার করা হয় না। সেই জন্যই সংরক্ষণে আপত্তি থাকাই স্বাভাবিক। নয়কি?

  • @sisirchakraborty1604
    @sisirchakraborty1604 4 วันที่ผ่านมา +14

    জাতের ভিত্তিতে না করে অর্থ নৈতিক দিক দিয়ে যারা দুর্বল তাদের সুবিধা দিলে ভাল।

    • @Help_journey
      @Help_journey 2 วันที่ผ่านมา

      @@sisirchakraborty1604 আগে জাত পাত তুলে দাও, তারপর অর্থনৈতিক সংরক্ষন শুরু করো কেউ মানা বা বাধা দিতে আসবে না। তার ফলে আপার কাস্টের হাতে maximum asset এবং টাকা ( যা SC ST OBC দের হাজার বছর থেকে বঞ্চিত করে রেখেছে বিদেশী ব্রাহ্মণরা ) থাকার ফলে সব চাকরি কিনবে টাকা দিয়ে। কম নাম্বার পেয়ে আজ প্রাইভেট মেডিকেল কলেজে থেকে পাশ করে রোগী মারছে এই সব upper caste র সন্তানরা আর দুর্নাম হচ্ছে বহুজন সমাজের ছেলে মেয়েদের। কোটি টাকা দিয়ে বিদেশী ব্রাহ্মণদের ছেলে মেয়েরা বিদেশে যায় ডাক্তারি পড়তে, এই তো হচ্ছে দশা। আজও মন্দিরের 100 পার্সেন্ট রিজার্ভেশন নিয়ে ধূর্ত ব্রাহ্মণরা রোজি রোটি চালিয়ে যাচ্ছে।

    • @sumaibaski2735
      @sumaibaski2735 วันที่ผ่านมา +1

      দেওয়া হয় তো UR ews system

  • @SantoBag-hu6hu
    @SantoBag-hu6hu 5 วันที่ผ่านมา +4

    বিষয়টি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।❤❤❤
    অনেকেরই হয়তো পছন্দ নাও হতে পারে।
    সে না হোক সত্যটা সত্যই থাকে।

  • @arindammaity9153
    @arindammaity9153 2 วันที่ผ่านมา +1

    আর্থিক সাহায্য করা উচিত মানে কোটা থাকা উচিত কিন্তু শিক্ষা ব্যবস্থায় নয়

  • @anjalijotobarshunitotobari8806
    @anjalijotobarshunitotobari8806 5 วันที่ผ่านมา +3

    ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার যুক্তি গুলো। সসংরক্ষণ একটি সামাজিক ব্যধি। এই বর্ণবৈষম্য কোন দিন যাবে না। আগেও যায়নি এখনও না।

  • @kunalsanpui9602
    @kunalsanpui9602 5 วันที่ผ่านมา +3

    এ এক অত্যন্ত সমালোচিত বিষয় যা একেবারের জন্য মুছে ফেলতে গেলে 150 কোটি মানুষকে তাঁর পদবী নিশ্চিহ্ন করতে হবে।

  • @arghahalder166
    @arghahalder166 5 วันที่ผ่านมา +45

    আগে জাত পাতের বিভেদ উঠুক। তারপর সংরক্ষণ উঠবে।

    • @nitishsardar9454
      @nitishsardar9454 4 วันที่ผ่านมา +4

      অনেক কমেন্ট দেখলাম জাতপাত বিভেদ ওঠার কথা খুব কম ব্যক্তি বলেছে, শুধু বলল সংরক্ষণ উঠুক। আপনি ঠিক বলেছেন স্যার।
      সংরক্ষণ এসেছে জাতপাত এর বিভেদ তোলার জন্য,আগে বিভেদ উঠুক তার পরে নাই সংরক্ষণ যাবে।

    • @bobanroy616
      @bobanroy616 4 วันที่ผ่านมา

      ​@@nitishsardar9454 সংরক্ষণের মাধ্যমে কি জাতপাতের বিভেদ তোলা সম্ভব ? যদি তাই হয়, তাহলে সংরক্ষণ চালু করার ৭০ বছর পরেও কেন সংরক্ষণ প্রয়োজন পড়ছে ? জাতিভেদ প্রথা তুলে দেওয়ার জন্য মানসিকতার বদল দরকার এবং তার জন্য দরকার সঠিক শিক্ষা এবং সচেতনতা ।

    • @arghahalder166
      @arghahalder166 4 วันที่ผ่านมา

      @@nitishsardar9454 আরে আমার দাদা চাকরির জন্য অন্য রাজ্যে গিয়েছে 4 মাস আগে। নিচু জাত বলে 3 টে ঘরে reject করেছে। ভাড়া দেয়নি। সংরক্ষণ এর মরা কান্না পরে করবেন। আগে উঁচু জাত বলে কলার তোলা বন্ধ করুন।

    • @hindu304
      @hindu304 4 วันที่ผ่านมา

      একদম ঠিক।

    • @AK-oy9rx
      @AK-oy9rx 4 วันที่ผ่านมา

      জাতপাতের ভেদাভেদ শুধু শিক্ষা ক্ষেত্রে আছে বাকি জায়গায় কোথায় আছে আমি জানি না,,আমি জিবনেও দেখলাম না,,, শুধু শুনেই গেলাম,,, দেখলাম একজন SC বন্ধু কম নম্বর পেয়ে পারিবারিক অবস্থা ভালো থাকার পরও সংরক্ষণ দ্বারা ভালো জায়গায় চলে গেলো,,জেনারেল মধ্যবিত্ত হয়েও কোনো ভেদাভেদ না করেও পিছিয়ে গেলাম ৮০% করে নম্বর পেয়েও একজন ৬৫% এর কাছে,,,,এরকম গোটা দেশে হচ্ছে প্রতিনিয়ত মেধাকে ধ্বংস করে বলা হচ্ছে আগে জাত পাত বন্ধ করো,,,যারা চায়না SC ST OBC উঠুক তারাই বলে,, আমাদের দেশে ৪টা জাতি Gen, SC, ST, OBC Facility besis,,, এক জেনরেল হওয়ার চেয়ে ধর্ম বদলে OBC হওয়া ভালে কিন্তু Family হচ্ছে সবচেয়ে বড়ো বাধা

  • @nonitaroysarkar9482
    @nonitaroysarkar9482 5 วันที่ผ่านมา +6

    খুব সুন্দর করে বুঝিয়েছেন

  • @RAYS-OF-KK
    @RAYS-OF-KK 5 วันที่ผ่านมา +68

    বংশপরম্পরায় সংরক্ষণ দেওয়া উচিৎ নয়। এইটা হলো ভোট পলিটিক্স

    • @dilipghosh5852
      @dilipghosh5852 3 วันที่ผ่านมา

      Similarly BRAHMAN

    • @RAYS-OF-KK
      @RAYS-OF-KK 3 วันที่ผ่านมา +1

      @@dilipghosh5852 bhulbhal torko korben na, brahman raa konodin e kono qoutaa avail korey naa

    • @brahmma3020
      @brahmma3020 3 วันที่ผ่านมา +1

      এটাই রাহুল গান্ডু র ওবিসি পলিটিক্স

    • @somnathkar9809
      @somnathkar9809 3 วันที่ผ่านมา

      ​​@@dilipghosh5852ki bolte chan?

    • @deepamahato9098
      @deepamahato9098 3 วันที่ผ่านมา

      ​@@RAYS-OF-KKজিজিয়া কর ব্রাহ্মণ রা দিত না। প্রাচীন কালে তারা শুধু লেখা পড়া করত। সমাজের শ্রমসাধ্য কাজ নীচু জাতি কে দিয়ে করানো র তারা করে ছিল। ইতিহাস ভালো করে পড়ুন। জাতপাত কারা কেন সৃষ্টি করে ছিল।। নিজেরা তখন সুযোগ নেবার জন্য।

  • @sumantadas7952
    @sumantadas7952 3 วันที่ผ่านมา +2

    জাতিগত না আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের সংরক্ষন প্রয়োজন। আর উচ্চশিক্ষায় কোনো সংরক্ষন না কেবল যোগ্যতাই সংরক্ষণের একমাত্র মাপকাঠি হওয়া উচিত।

  • @Sudiphans97354
    @Sudiphans97354 5 วันที่ผ่านมา +6

    খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করলেন

  • @suparnachowdhury7305
    @suparnachowdhury7305 3 วันที่ผ่านมา +3

    আমাদের দেশে যত পাতের সমস্যাটি দুর হওয়া দরকার,যোগ্যতা হলো সব

  • @1965riju
    @1965riju 5 วันที่ผ่านมา +5

    সnরক্ষণের পরবর্তীত পরিস্থিতে জখন অর্থ নোইতিক ভাবে
    সনির্ভর হল তখন সরকারের বিবেচনা করা দরকার!

  • @user-zy9yt1vq8m
    @user-zy9yt1vq8m 5 วันที่ผ่านมา +11

    . জাতিগত সংরক্ষণ দেওয়া হলেও সেখানেও আর্থিক পরিস্থিতি বিচার্য হোক। স্বাধীনতার পর অন্তত একটু আপডেটেড হওয়া প্রয়োজন।

  • @arnabbarman9090
    @arnabbarman9090 3 วันที่ผ่านมา +2

    সংরক্ষণ তুলে দিলে জেনারেলদের কম্পিটিশন আরও বাড়বে। তখন বুঝবে ।

  • @sandhyasahaghosh6372
    @sandhyasahaghosh6372 4 วันที่ผ่านมา +3

    আর্থিকভাবে দুর্বল শ্রেণীর ক্ষেত্রে বুনিয়াদী শিক্ষা স্তরে সংরক্ষণ অবশ্যই দরকার ।উচ্চ শিক্ষা বা চাকরীর ক্ষেত্রে সংরক্ষণ না থাকাই উচিত | জাতিগত বা বর্ণগত সংরক্ষণ ব্যবস্থা উঠে যাওয়াই শ্রেয় | দলিতদের প্রতি কোন অবিচার বা নিগ্রহের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিৎ

  • @basantisantra4895
    @basantisantra4895 4 วันที่ผ่านมา +2

    অসাধারণ আলোচনা। প্রশাসন যদি এ বিষয়ে সঠিক ভাবনা চিন্তা না করে তাহলে আমরা সাধারণ মানুষ কিছুই করতে পারব না।

  • @sushantabhattacharjee7849
    @sushantabhattacharjee7849 4 วันที่ผ่านมา +3

    সংরক্ষণ বংশ পরম্পরায় চলতে পারে না কারণ এরা অনেক উন্নত হয়েছে আর পিছিয়ে নেই। আপনার বোধহয় জানা নেই যে এরা কোটার বাইরেও গিয়ে ভালো নাম্বার পেলে জেনারেলে ঢুকে পড়ে। এটা আবার কেমন হলো। পারলে বুঝিয়ে বলুন।

  • @sweetrupsa.rohan.3634
    @sweetrupsa.rohan.3634 3 วันที่ผ่านมา +1

    বর্তমান সময়ে এসে জন্মগত জাতপাত ব্যবস্থা তুলে দেওয়া উচিৎ । আর সংরক্ষন ব্যাবস্থার কারনে অনেক জেনারেল শিক্ষিত মানুষ কাজ থেকে বঞ্চিত হচ্ছে । আমিতো সেই ছোট থেকেই শুনে আসছি " জেনারেল লাইনে পড়াশোনা করে কী হবে আমরা তো আর সরকারি চাকরী পাবো না" এইভাবে অনেকে ভালো ব্রেন থাকার পরেও টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে।

  • @kamalbiswas1970
    @kamalbiswas1970 2 วันที่ผ่านมา +1

    এখন অবশ্যই ঢালাও ভাবে সংরক্ষণ তুলে দেওয়া উচিত। শুধুমাত্র আদিবাসী এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের বাৎসরিক আয়ের ভিত্তিতে সীমিত সংরক্ষণ দেওয়া যেতে পারে।

  • @sudiptakarmakar150
    @sudiptakarmakar150 5 วันที่ผ่านมา +68

    Caste system must be removed to save education system

    • @Sudiphans97354
      @Sudiphans97354 5 วันที่ผ่านมา +14

      আগে শিক্ষা টা ভালো করে গ্রহণ করুন তারপর এইসব ভিডিও দেখতে আসবেন ....

    • @user-jj3kl6id9s
      @user-jj3kl6id9s 5 วันที่ผ่านมา +7

      শিক্ষাটা ভালো ভাবে গ্রহন করুন আগে।
      তারপর কমেন্ট করুন।

    • @sudiptakarmakar150
      @sudiptakarmakar150 5 วันที่ผ่านมา +11

      Caste system must be removed to save our country

    • @sumanchakraborty1000
      @sumanchakraborty1000 5 วันที่ผ่านมา +10

      Reservation itself is promoting casteism in a reverse manner.

    • @sushantabhattacharjee7849
      @sushantabhattacharjee7849 4 วันที่ผ่านมา +1

      সংরক্ষণ অবশ্যই তুলে দেওয়া উচিত কারণ এরা আর পিছিয়ে নেই।

  • @DebrajDas-up9bb
    @DebrajDas-up9bb 5 วันที่ผ่านมา +13

    সংরক্ষণ তুলে দিতে হবে। এর অপব্যবহার হচ্ছে।

    • @MANIRULISLAM-yo9gl
      @MANIRULISLAM-yo9gl 4 วันที่ผ่านมา

      নেতা মন্ত্রীরা সংরক্ষণের অপব্যবহার করে। এইজন্য তারা সংরক্ষণ তুলে দেয় না।

  • @Bengal2923
    @Bengal2923 5 วันที่ผ่านมา +8

    My title is Biswas. But ei reservation generation er por generation er dorkar ki?
    liberal name je dol gulo ache , erai ashole etake niye politics korte chai , Hindu vote vag korte chai!!!!!!
    amar proti amar mukherjee friend tpo ekhon kono oppression korche na
    kon amole tar purbopurush ei kaj koreche tar dai keno se nebe

  • @simasarkar1841
    @simasarkar1841 4 วันที่ผ่านมา +1

    সংরক্ষণ নিয়ে যে ভিডিও টা করলে অপর্ব লাগলো ভাই। তবে এটা ও ঠিক কথা যে যারা প্রকৃত সাহায্য পাওয়ার যোগ্য তারা বঞ্চিত হচ্ছে কিছু কিছু রাজনৈতিক কারণে। খুব ভালো লাগলো তোমার উপস্থাপনা। আমি গতকাল তোমার ফেইসবুক লাইভ দেখে ইউটুবে এলাম। ♥️♥️♥️♥️

  • @decepticonbrawl9612
    @decepticonbrawl9612 5 วันที่ผ่านมา +2

    পশ্চিমবঙ্গে 2016সালে পশ্চিমবঙ্গ জয়েন্ট এ দশ হাজারে সারে চারশো এস সি রেঙ্ক ছিল এখন সেটা সারে আটশো ,জাল না হলে ডবল হয়ে গেল কি করে

  • @nirupamkoley8373
    @nirupamkoley8373 5 วันที่ผ่านมา +6

    AGAMI 100 YEARE RESERVED CAST ER GENERATION RA AI SUJOG NYA NYA GENERATION AFETER GENERATION SERVICE PAYE JABE . EVEN ...JARA SATTIKORER RESERVED & POOR ( MANE TAR FAMILY R AFTER INDEPENDANCE ALMOST KAU PUBLIC SERVANT HOINI...TARA KINTU BANCHITO HOE JACCHE ..., TAI NA ???

  • @subhashchandrabiswas7701
    @subhashchandrabiswas7701 5 วันที่ผ่านมา +2

    একদম সঠিক বিশ্লেষণ। তবে এটা চলছে চলবে।

  • @user-mi8ou8mv2i
    @user-mi8ou8mv2i 4 วันที่ผ่านมา +3

    খুব সুন্দর ভাবে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ🙏💕🙏💕

  • @geetanjalisangit5849
    @geetanjalisangit5849 วันที่ผ่านมา +2

    ভাই আমাদের এই ভুল আমাদেরই ভাঙতে হবে,জাত পাত বলে কিছু হয় না,শুধুমাত্র কিছু মানুষ সুবিধান জন্য এসব অন্য ভাবে বর্ননা করে চলেছে,কর্মের ভিত্তিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র তৈরি হয়েছিল,খুব স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে,যেমন বাবা মা বিভিন্ন না রাখেন সন্তানদের,একই নাম তো রাখতে পারতেন ?একজনকে ডাকলে আর একজন যেন ছুটে না আসে,তাই বিভিন্ন নাম,কিন্তু কেহ কাহারো চেয়ে ছোট নয় নীচ নয়,কিছু নিচু মনের লোক এসব করে গোটা সিস্টেম এর যে ভালো দিক আছে তা নষ্ট করেছে,এবং হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।ভাই ছারো হিতকর নয় এমন বিষয়ে কোন কমিশন কতটা এগিয়েছে তা বিচার্জ নয়,এই ভু ভাঙিয়ে বিভেদ ঘোচানো হল আমাদের আধুনিক মানুষদের কর্তব্যের।

  • @ayanmukherjeee
    @ayanmukherjeee 5 วันที่ผ่านมา +4

    Sob bujlam kintu ja chala ba maya bochor ar bochor akta chakri pawar jonno lorai korche abong just samanno Kichu number ar jonno merit list a dukcha na othocho dakcha tar e so called cast vukto bondhu tar thaka onak kom number paya chakri paya jaccha tokhon tar monar obostha vabun r sei chala Ba maya ta jokhon obosasa darita holao jadi chakri ta pai tahola sa ki kora tar songa ghota jawa ato kichu mana naba ....koto opoman koto lanchona koto opobad niya basirvag student porasonai chara dai jeta recent kichu stat daklai boja jai...r ai somosto student so called basir vag cast vukto dar thaka social abong economical du dik thakai onak ta pichiya tarpor sudhu ki merit list ta charao age limit tao onaktai factor ..jakhana 4 bochor chara chara basir vag exam hoccha ...ta bola ami bolbo na ja cast system utha jak ..amio chai tadar reservation kintu seta sothik vaba ..cast vukto dar jonno sob somoi rajar chala rajai hoba ....r baki roilo ews .....ews jara apply kora tadar 30% o successful hoi na tar opor to durniti achai r j ba jara ews kora tarai jana ata ki jinis ....proti bochor ai card ta korar jonno to minimum 2 mas sdo /bdo office a chut ta hoy tar pora sunta hoy hoba na kono kichu na thaka sottao ... Ha. Atai sotti....ami akhono bolche reservation dawa dorkar r caste dakhai jadi dai Tahola jano tadar economic condition ta dakha nei...Aro akta kotha general mana ta ki setai akhono onaka boja na tadar niya tahola r ki bolbo ....tahola ato kichu dakhar por ami jadi struggle kora akta chakri pai tahola amar sei somosto deserve na kora cast vukto student dar niya ki bolbo ...naki tarpor onnanno chakri pawa manus dar moto bolbo 'amadar somaja jatpat mana chola uchit noy'. Prosno roilo apnar kacha .....r akhon kar din a sobar hat a smartphone thakta tai ki thaka ki hoba seta sobai janta para... Valo thakban❤ abong aro onak kichu acha Ja gulo bolta suru korla hoyto amar bola ses hoba na ..

  • @kS-td1ol
    @kS-td1ol 3 วันที่ผ่านมา +1

    দুর্ধর্ষ,, সময়োপযোগী সাহসী আলোচনা।
    ধন্যবাদ। আর্থসামাজিক ভাবে দুর্বল পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে আনা কি সম্ভব নয়??তাই বলে মেধার সাথে কম্প্রোমাইজ!! তাছাড়া পদ্ধতি গত অনেক ত্রুটিও আছে।যুগ যুগ ধরে কোটার সুবিধায় কেউ শিক্ষা চাকরি পেয়েই যাবে ?

  • @hrithiksen6689
    @hrithiksen6689 วันที่ผ่านมา

    Caste system totally তুলে দেওয়া উচিত।

  • @arghasvlog...3795
    @arghasvlog...3795 5 วันที่ผ่านมา +1

    ফেসবুক পাড়া থেকে আসছি.......
    ভালো থেকো
    ভিডিও টা দেখলাম......
    কোনো তুলনা বা controversy তে যাচ্ছি না......
    ভালো লাগলো তোমার কাজ.
    ভালো থেকো

  • @pranabbauri118
    @pranabbauri118 2 วันที่ผ่านมา +2

    Prathame Surname hatao,Tarpar reservation hatao.

  • @arunichandra9826
    @arunichandra9826 5 วันที่ผ่านมา +4

    সংরক্ষণ অবশ্যই তুলে দেওয়া উচিত

    • @horkora130
      @horkora130 3 วันที่ผ่านมา

      Konodin o hobe na 😂

  • @BINOYPRADHAN-d9c
    @BINOYPRADHAN-d9c 5 วันที่ผ่านมา +4

    লাস্ট লাইনটা আপনার একদম ভুল, ssc এর তালিকা একবার দেখবেন, ভট্টাচার্য, ব্যানার্জী অনেকে sc কাস্ট নিয়ে বসে আছে

    • @sudipadhikari9752
      @sudipadhikari9752 5 วันที่ผ่านมา +3

      Pelo ki kore aesob tar jonno to sobar age government dayi

  • @debashisbiswas8768
    @debashisbiswas8768 5 วันที่ผ่านมา +7

    Amar EWS certificate jodi thakto tahole eksathe 3 te boro chakri petam, point e kete giyechi general er cut off theke, baba Stoker patient, r amar bekar hoye tuition poriye amar family cholche ami nije 10 mas chesta kore aj o korte parlam na, sob criteria maintain korar por o,

    • @suvankarjava1238
      @suvankarjava1238 13 ชั่วโมงที่ผ่านมา

      Nijey sc hoye eisob natok marchen kno dada,,apni jodi general hoten ews niye apnar mathabatha thakto na,,karao. Ews kototuku r ki reservation payy seta sobai jana ,,,r criteria thakla apni o ews apply korta paran ,,toba na ache age relaxation na ache kichu ,,oi 2 ,1 number cutoff difference general der thaka,,,,bye the way ami jodi sc/ st chere dilam,obc o hotam tahole hategona 5 ta boro chakri petam,,

    • @debashisbiswas8768
      @debashisbiswas8768 11 ชั่วโมงที่ผ่านมา

      @@suvankarjava1238 apnar ei vul ta officer ta korechilo bt tittle dekhe caste bichar kora mone thik hbe na, apni Google ekbar Biswas title belongs to which subcaste ?? likhe such kore dekhte paren...r apni jodi amar result gulo dekhten tahole bujhten EWS ta amar kache kto ta important....

  • @rksarkar6099
    @rksarkar6099 5 วันที่ผ่านมา +2

    জাতি গত সংরক্ষণ প্রথা বন্ধ হোক, আর্থিক পরিস্থিতির উপর সংরক্ষণ চালু হোক এবং মেধা হোক উন্নত দেশ গঠনের মূল হাতিয়ার

    • @bikashkorah8829
      @bikashkorah8829 5 วันที่ผ่านมา +2

      দাদা, মেধাও তো টাকা দিয়ে কিনে নিচ্ছে ।

  • @SumanRoy-qk6gt
    @SumanRoy-qk6gt 5 วันที่ผ่านมา +5

    একটা শ্রেনিকে টেনে তোলা হচ্ছে এবং তাঁরা সত‍্যই উপরে উঠছে, খুব ভালো।
    কিন্তু অন‍্য শ্রেনিটি যে ডুবতে বসেছে সে খেয়াল আছে?
    আমরা ৮ জন বন্ধু গত ৪ বছর গ্রুপ স্টাডি করছিলাম, ৬জন সংরক্ষণে চাকরি পেয়েছে, নম্বর বেশি পেয়েও জেনারেল বলে আমরা দুজন চাকরিটা পাইনি।

    • @manojvaidya8356
      @manojvaidya8356 4 วันที่ผ่านมา

      জেনারেল ক্যাটাগরী তে যে নাম্বার পাওয়া দরকার তা তুমি পাওনি, বন্ধুর প্রতি হিংসা নাকরে ভালো করে পড়াশোনা করো

    • @riyaroy1741
      @riyaroy1741 19 ชั่วโมงที่ผ่านมา

      আমিও জেনারেল...কিন্তু আমরা মনে হয় আপনি চাকরি পাচ্ছেন না বলে ভাবছেন সংরক্ষণ তুলে দেওয়া উচিত , আপনি ভাবুন তো আজ থেকে কয়েক বছর আগে সমাজ যাদেরকে অচ্ছুত বানিয়ে রেখেছিল তারা কেমন করে দিন কাটাতো?

  • @swapandas9856
    @swapandas9856 4 วันที่ผ่านมา +2

    Bose saheb upner eai ST-SC-OBC program ta khub sunder present korlen..umer mone hoy eai. 2024 e dariya eai reservation tule dewya thick.spacil j cours ache saikhane ---jamon Doctor...Engenier...ba Administration.... Lebel e j porikha ache Sai porikha te kono cast feciliti thakh be na. Sabai k porikha diye admision nite hobe.......40 to 50 pecent number niye Sc .St . Obc ra admision paye jache .R 90 to 99 persent number niye O onek student eai rakom spacil cors korte parche na. Ami kintu St Sc Obc birodhi noi.Akta lebel porjonto enader sob faciti dewa hoke

  • @msinharoy159
    @msinharoy159 5 วันที่ผ่านมา +2

    Very very very important topic. This is perhaps the most depressing fact for the people of forward cast There are many poor people belonging to the forward cast. Because of this many poor but brilliant student don't get admission for higher education or don't get employment. The only falt is they're belong to forward cast. This is absolutely ridiculous. Reservation should only be economical condition & nothing. For else.

  • @pradiptapoddar7124
    @pradiptapoddar7124 4 วันที่ผ่านมา +2

    Protomei boli ami akjon general category....ews noi.... experience tele bola samajer uccho srenir manush ra konodino samajer nichu tolar manushder upore aste dai na.......tara durniti grastho....nichu tolar manush ra pichie ache bcz dekun desher joto uchu post university vc,judge, register,sab ketrei 90 percent uccho bornoer lokrai ache .........amder deshe muker kothai kicu hoi na law diei hoi..bcz eikne corruption ta issue ews certificate ache atoacho 5 ta flat baba bank manager, pls maternal huge property payeche ei jadi ews hoi thole r kicu bolar nei...sudu tai na akjon nichu jater farmer akjon uccho jater farmer der teke kom income kore sab dikei tara bonchito....Ju professor debesh das r boi te statistical data die source samet lekha ache..porlei bujben...

  • @prasantamondal1386
    @prasantamondal1386 4 วันที่ผ่านมา +1

    সংরক্ষণ তুলে দিন কিন্তু সর্বস্তরে জনসংখ্যার ভিত্তিতে সমান প্রতিনিধিত্ব দিন।
    অথবা দ্বৈত্ব ভোটাধিকার দিন

  • @arupksinha
    @arupksinha 4 วันที่ผ่านมา +2

    সংরক্ষণ শুধু financial কারণে হওয়া উচিত । 75 বছর ধরে এই system কিছু incompetent লোককে benefit দিয়েছে ।

  • @KALYANROY-ks6ky
    @KALYANROY-ks6ky 5 วันที่ผ่านมา +1

    Khub sundor bhabe bollen sir facebook e dekhe anyarakom bhebe chhilam, apnar ch subscribe korlam sathik tathya tule dhorar janya dhonyabad Sir

  • @sonalidutta4283
    @sonalidutta4283 4 วันที่ผ่านมา +2

    I have seen your video learning it from facebook...very detailed video informative too...but there is always one question which always haunts that if reservation is required for the well being of the society as you have enumerated then it's for how long? Political parties will always try to capitalise this showing unnecessary sympathy towards the under privileged class and some point of time the general class will start feeling under privileged and think reservation as a sign of backwardness in the society,and more over so much detailing will never reach to remote people who doesn't falls under reservation category but are economically weaker in the society...they will definitely revolt against the system and the debate will never be shut case.

  • @biswanathbhar544
    @biswanathbhar544 4 วันที่ผ่านมา +2

    Reservation criteria should be financially backward class. Reservation should be on age preference only, quality can not be compromised.

  • @biprodasbhattacharya6504
    @biprodasbhattacharya6504 วันที่ผ่านมา +1

    আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই সুশিক্ষিত উচ্চ মেধা সম্পন্ন অথছ চাকরি নেই, কারণ আমার পরিবার আত্মীয় স্বজন সবাই ব্রাহ্মণ, উচ্চ বর্ণের এটাই আমার অপরাধ। আমার এক এসটি বন্ধু উচ্চ rank এ সরকারি চাকরি অথছ সে কোনও ট্যাক্স দেয় না, গাড়ি কিনছে ট্যাক্স দেয় না এটাই বৈষম্য। জাত পাত ভুলে সবাই এক হও আর মেধার ভিত্তিতে ও অর্থ নৈতিক দুর্বলতা ভিত্তিতে চাকরি দেওয়া হোক।

  • @santanuchanda122
    @santanuchanda122 5 วันที่ผ่านมา +1

    Thik, Ai bhittik niye Alochana, darkar chhilo, Khub bhalo Bhai ❤

  • @sanjitkumarball5070
    @sanjitkumarball5070 5 วันที่ผ่านมา +2

    reservation should be determined on the basis of economic status not on the caste because one or two classes of SC do have the cream of advantage of reservation policy that should no longer be prevalent in our country.

  • @goutamdhara158
    @goutamdhara158 2 วันที่ผ่านมา

    যেদিন মানুষ মানুষকে মানুষ বলে সম্মান করবে , সেদিন এর পর থেকে আর সংরক্ষণ লাগবেনা।

  • @ranjitkumarmondal8876
    @ranjitkumarmondal8876 4 วันที่ผ่านมา +2

    সংরক্ষণ তুলে দেওয়া উচিত।

    • @sudiphembram5916
      @sudiphembram5916 2 วันที่ผ่านมา

      আসি তাহলে যুক্তি দিয়ে কথা বলি , তাহলে শুনুন যখন 2000 বছর ধরে তাদের ওপর অন্যায় অত্যাচার বৈষম্যের শিকার এবং জাতপাত কুসংস্কার ঢেকে দেয়া হয়েছিল ঠিক ব্রিটিশ , মুঘলরা আসার আগে তখন তো তাদের ওপর ভয়ঙ্কর ভাবে অত্যাচার হয়েছিল যেটা ইতিহাসের পাতায় এবং বাস্তবেও দেখা যায় , তারপরে বলি মাত্র 75 বছরেই দম বেরিয়ে গেল , যখন তাদের ওপর অন্যায় অত্যাচার হয়েছিল তখন তারা কি মানুষ ছিল না তাদের মধ্যে কি মেধা ছিল না , নিজেদের উচ্চবর্ণ দাবি করা মানুষগুলো এসসি এসটি দের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে চাই না , তাদেরকে তাদের ফ্যামিলির মেম্বার বানাতে চাই না , তারপরে বলি এই জাতি প্রথা টাকে তুলে দেওয়া হোক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষম্য শূদ্র , এই জিনিস কে শেষ করা হোক ধর্ম একটাই মানবতা , সংরক্ষণ শেষ করার আগে জাতপাত শেষ করা হোক তবেই সংরক্ষণ শেষ হবে , আর বাস্তবে আর একটা কথা বলি সংরক্ষণ নামেই আছে ভোগ করছেন অনেক জেনারেল কাস্ট এর মানুষরা , তারপরে বলি জাতির কথা আসুন এগিয়ে আসুন যারা নিজেদের উঁচু মনে করেন তাদেরকে বলি আমাদের সম্প্রদায় থেকে একটা মানুষকে আপনার পরিবারে মেম্বার হিসেবে যুক্ত করুন সেই জিনিসটাও আমরা করবো , তাহলে দেখবেন জাতপাত বৈষম্য সবই শেষ হয়ে গেছে , এগিয়ে আসুন এবং নতুন করে ভারত গড়ি ।।

    • @sanjitdas3497
      @sanjitdas3497 12 ชั่วโมงที่ผ่านมา

      Akdom

  • @prasenjitmandal1185
    @prasenjitmandal1185 2 วันที่ผ่านมา

    একটি গঠনমূলক আলোচনা।
    ধন্যবাদ

  • @rajabhattacharya4205
    @rajabhattacharya4205 5 วันที่ผ่านมา +3

    please tule dik government sc st obc
    sobai ke genaral kore dik

  • @adoniszeus8107
    @adoniszeus8107 3 วันที่ผ่านมา

    খুব সুন্দর। খেলাধূলার ক্ষেত্রে কিন্তু সংরক্ষণ হয় না। সেক্ষেত্রে উচ্চবর্ণের মানুষরা সেখানে সাফল্য পায়নি।

  • @arijitbanerjee8206
    @arijitbanerjee8206 3 วันที่ผ่านมา +1

    প্রথমতঃ আপনি এই সব তথ্যগুলো কোথায় পেলেন? নিশ্চয়ই ইতিহাস বই থেকে?ইতিহাস বইতে পাওয়া তথ্য কতখানি নিরপেক্ষ থাকে- যেটা যুগে যুগে বিভিন্ন শাসক দল দ্বারা নিয়ন্ত্রিত -- বা লোক মুখে শোনা।
    লোকের মুখে মুখে 'কান' কথাটা "পান" হয়ে যায় ।
    দ্বিতীয়তঃ কথাটা যদি সত্যিও হয় --সংরক্ষণ দিয়ে কোনও পিছিয়ে পড়া জাতিকে উন্নতি করা যায় না,তাদের শিক্ষা দিয়ে উন্নয়ন করতে হ্য়।
    তৃতীয়ত- সংরক্ষণ উঠে যাওয়া মঙ্গল যদি দিতেই হয় (ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং ছাড়া)অর্থনৈতিক মানদণ্ভের উপর ভিত্তি করে দেওয়া উচিত।
    চতুর্থতঃ "সংরক্ষণ " জাতিভেদকে মান্যতা দেয় ।যেটা একেবারেই অন্যায়।
    পঞ্চমত সংরক্ষণ মানুষে মানুষে division তৈরি করে।

  • @rahulsamanta9699
    @rahulsamanta9699 5 วันที่ผ่านมา +3

    Iniya Biniya jai bolun....reservation is not good at all

  • @Apurba155
    @Apurba155 5 วันที่ผ่านมา +1

    Khub valo bolecho, dhonyobad

  • @bongboy6069
    @bongboy6069 4 วันที่ผ่านมา +1

    এই বিষয়ে আমি আপনার সঙ্গে একমত...

  • @bablusardar5904
    @bablusardar5904 5 วันที่ผ่านมา +2

    দাদা আমি বাবলু সরদার, আমি একজন S .T.। আমার আয় মাসিক 13000-/- নিচে। আমি BPL সম্মানে জানার পর, দাবি জানালে এখনো কোনো রেসন কাভ পাইনি 😔

    • @Help_journey
      @Help_journey 4 วันที่ผ่านมา

      @@bablusardar5904 এই তো হচ্ছে আসল সিনারিও এই দেশের , যারা মূলনিবাসী , তাদের কে তার নিজের দেশে তাদের ন্যায্য দাবি পায় না । আর ন্যায্য দাবি পেতে আবেদন করতে হয়, কোনো বিদেশী ব্রাহ্মণদের কাছে। কি চমৎকার তাই না !!! মূলনিবাসী জাগো, এবং নিজের ক্ষমতা অনুযায়ী অন্যদের কেউ জাগাও। কয়েক হাজার বছর ধরে অনেক ঘুমিয়েছো, আর নয়। নিজের অধিকার বুঝে নাও। জাগো....

  • @maharajmaharaj1282
    @maharajmaharaj1282 5 วันที่ผ่านมา +73

    সংরক্ষণ না থাকাই ভালো, সংরক্ষণ একটা ব‍্যাধি, এই সংরক্ষণের ফলে যোগ‍্যরা বঞ্চিত.

    • @bikashkorah8829
      @bikashkorah8829 5 วันที่ผ่านมา +16

      আপনার সাথে একমত। কিন্তু টাকা দিয়ে তো মেধা কেনা যায়। চাকরি কেনা যায়,সেটাও বন্ধ হওয়া উচিত। মেডিকেলে rank না করেও ১ কোটি দিয়ে ডাক্তার হওয়া যায়।

    • @bhubanmandal3862
      @bhubanmandal3862 4 วันที่ผ่านมา +12

      @@maharajmaharaj1282 ভারতবর্ষে যতদিন জাতপাত বর্ণ ব্যবস্থা থাকবে ততদিন সংরক্ষণ থাকবে। সংরক্ষণ তুলতে হলে আগে জাত ব্যবস্থা তুলতে হবে।

    • @sanjoymondal5184
      @sanjoymondal5184 4 วันที่ผ่านมา +11

      যতদিন জাত ব্যবস্থা থাকবে ততদিন সংরক্ষণ থাকবে।

    • @BabluMandi-eh7uv
      @BabluMandi-eh7uv 3 วันที่ผ่านมา

      আপনাদের জাতি আমাদেরকে দিন,আমাদের রিজার্ভেশন আপনাদেরকে দিবো। জাতি দিতে পারবেন?? কমেন্টটা দিয়ে খুব নিচ মনস্কতার পরিচয় দিচ্ছেন।👎🏽
      জয় আদিবাসী💪✊

    • @sudiphembram5916
      @sudiphembram5916 2 วันที่ผ่านมา

      আসি তাহলে যুক্তি দিয়ে কথা বলি , তাহলে শুনুন যখন 2000 বছর ধরে তাদের ওপর অন্যায় অত্যাচার বৈষম্যের শিকার এবং জাতপাত কুসংস্কার ঢেকে দেয়া হয়েছিল ঠিক ব্রিটিশ , মুঘলরা আসার আগে তখন তো তাদের ওপর ভয়ঙ্কর ভাবে অত্যাচার হয়েছিল যেটা ইতিহাসের পাতায় এবং বাস্তবেও দেখা যায় , তারপরে বলি মাত্র 75 বছরেই দম বেরিয়ে গেল , যখন তাদের ওপর অন্যায় অত্যাচার হয়েছিল তখন তারা কি মানুষ ছিল না তাদের মধ্যে কি মেধা ছিল না , নিজেদের উচ্চবর্ণ দাবি করা মানুষগুলো এসসি এসটি দের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে চাই না , তাদেরকে তাদের ফ্যামিলির মেম্বার বানাতে চাই না , তারপরে বলি এই জাতি প্রথা টাকে তুলে দেওয়া হোক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষম্য শূদ্র , এই জিনিস কে শেষ করা হোক ধর্ম একটাই মানবতা , সংরক্ষণ শেষ করার আগে জাতপাত শেষ করা হোক তবেই সংরক্ষণ শেষ হবে , আর বাস্তবে আর একটা কথা বলি সংরক্ষণ নামেই আছে ভোগ করছেন অনেক জেনারেল কাস্ট এর মানুষরা , তারপরে বলি জাতির কথা আসুন এগিয়ে আসুন যারা নিজেদের উঁচু মনে করেন তাদেরকে বলি আমাদের সম্প্রদায় থেকে একটা মানুষকে আপনার পরিবারে মেম্বার হিসেবে যুক্ত করুন সেই জিনিসটাও আমরা করবো , তাহলে দেখবেন জাতপাত বৈষম্য সবই শেষ হয়ে গেছে , এগিয়ে আসুন এবং নতুন করে ভারত গড়ি ।।

  • @rupakdatta7864
    @rupakdatta7864 4 วันที่ผ่านมา +1

    Introduction of reservation was initiated to uplift of the weaker section of people. It is a good decision but it should be restricted up to education level only. All sorts of facilities may be given to them like free education, coaching, books etc etc.to improve their quality. But in case of a competitive examination reservation should be abolished immediately because an incompetent person in Government or semi-government sector is injurious for nation building.

  • @prabirmandal9043
    @prabirmandal9043 2 วันที่ผ่านมา +1

    পশ্চিমবঙ্গ রাজ্যে এখন বহু সাধারণ কাস্ট ডুপ্লিকেট sc st সার্টিফিকেট বের করছে

  • @suklalmurmu1019
    @suklalmurmu1019 วันที่ผ่านมา

    This is the real theory what you explain. Hats off you.