সত্যি দিদি আপনি এই সমাজের একজন নিষ্পাপ ভালো মানুষ এবং বাংলার গর্ব ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এইটা অনেক কম আপনার মতো এক জন বিশিষ্ট ব্যক্তির জন্যে ।ভালো থাকুন সুস্থ থাকুন ।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
হরেকৃষ্ণ আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই সনাতনী বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🌈
সত্তিই পিয়ালি বসাক বাঙালির অনুপ্রেরণা , ওনার মতো সাহসী , অদম্য পর্বতারোহি আজকাল আর চোখ এ পরে না বললেই চলে । কুর্নিশ জানাই আপনার এই প্রচেষ্টা কে , এই ভাবেই জীবনের সকল বাধা পেরিয়ে আপনি সাফল্যের চূড়ান্ত শিখরে পৌছে যান এই কামনা করি ।
পিয়ালী,তোমার জন্য যেটাই লিখবো সেটাই কম বলা হবে ..তুমি অতুলনীয়,তুমি অনন্য,তুমি অদম্য..তাই সব ক্ষেত্রে তোমার সাফল্য আসবেই ...শুধু চাইবো কত অর্থই তো কত মানুষ কত ভাবে অপচয় করে ..যদি সবাই মিলে আমরা পিয়ালির জন্য একটু চিন্তা করি তাহলে এই মেয়েটা একদিন ভারতবর্ষ কে অনেক উঁচুতে স্থান দেবে ...তুমি আমার থেকে অনেক ছোট তাও তোমাকে শত কোটি প্রণাম ..এগিয়ে যাও 👍👍👍❤️❤️❤️
এতো সুন্দর সাবলীল সহজ বাংলা ভাষায় এর আগে কেউ কখনো বোঝায় নি। পর্বতারোহীদের এত কষ্ট তাও আগে জানতাম না। অসংখ্য ধন্যবাধ দিদিভাই। ঈশ্বর যেন আপনার মঙ্গল করেন এই কামনা করি।
একজন নির্ভীক বঙ্গ কন্যা আপনাকে অনেক অভিনন্দন। একক প্রচেষ্টায় এভারেস্ট জয়ের স্বপ্ন ভাবা যায় না, সেখানে আপনি সাফল্যের দোরগোড়ায় পৌঁছেছিলেন, এটাই কৃতিত্ব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার এই হার না মানা জেদ যেন একদিন সফল হয়। চন্দননগর বাসী তথা সমস্ত বাঙালির কাছে একান্ত অনুরোধ এই বিপুল ব্যয়বহুল অভিযান সফল করতে সকল দলমত, ধর্ম নির্বিশেষে এক হয়ে একটা ফান্ড তৈরি করে ওনাকে এগিয়ে যেতে উৎসাহিত করা।
আপনাকে বলার কোনো ভাষা আমার নেই আর ধন্যবাদ জানিয়ে ছোটোও করবো না,শুধু ভগবানের কাছে প্রার্থনা করি আপনি সব সময় সফলতা অর্জন করুন, আর সকল বিবেক আর অর্থ সম্পন্ন মানুষেরা এনাদের মতো মানুষের পাশে থাকুন।
এতো দেখনধারীর যুগেও আপনার মত সৎ মানুষও আছেন দেখে স্বস্তি পেলাম । আমিও পর্বতারোহণ এর জন্য নিজেকে তৈরি করেছি । ডিসেম্বরে সান্দাকাফু দিয়ে শুরু করতে চলেছি , ইচ্ছে আছে এভারেস্ট , কারাকোরাম জয় করার ।দেখা যাক ভবিষ্যৎ কোথায় পৌঁছে দেয় ।
Prothom line ta amaro moner katha ... Eto dekhandarir jugeo je emon sot o pobitro Manus, sobcheye boro Katha Manus bole keu je achhe dekheo bhitorta bhore gelo ... Manus I kom dekhi sob puppets, robots r noyto something inferior to animals. 🙏🙋
রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনি উন্নয়ন-এর কান্ডারি, ওনার মুখ থেকে শোনা যায় উনি ভীষণ সহানুভূতিশীল , তাহলে আশা করা যায় পিয়ালী বসাক-এর জন্য উনি নিশ্চয় কিছু করবেন।
দারুণ মনোবল। আমি তোমার ইচ্ছার প্রশংসা করি । আর বাঙালিকে ত অবশ্যই। আমি নিজেও পাহাড়ের উচ্চতা ভালবাসি । তবে একটা জিনিস মনে রেখ পাহাড় ভগবান নয় । আমি তুমি যার দাস , পাহাড় ও তার দাস । পাহাড় তোমাকে জীবন বা মৃত্যু কোনটাই দেওয়ার খমতা রাখে না । জীবন, মৃত্যু,প্রশংসা,সুনাম ,দুর্নাম সব কিছুর ই ক্ষমতা একমাত্র একজনেরই কাছে ।
তেলুয়া মাথায় সবাই তেল দেয় যখন এত অসুবিধা তখন দিদির পাশে সেরকম কোন মানুষ আর্থিক সাহায্য করে না আজ দিদি সঠিক জায়গায় পৌঁছানোর পর অসাধ্য সাধন করার পরে সকলে বলবে বাহ খুব ভালো খুব ভালো কিন্তু আজ দিদি তার নিজের দ্বারা সঠিক জায়গায় পৌঁছেছে দিদির জয় জয় হোক কোন মানুষ যখন কিছু করার চেষ্টা করে তখন তার পাশে কেউ থাকেনা অর্থাৎ ভালো কাজ করার জন্য, খারাপ কেউ কিছু করতে চাই তখন সকলে তার পাশে থাকে এবং তাকে উৎসাহ দেয় এখন আমাদের সমাজে যে সমস্ত মানুষেরা থাকে বেশিরভাগ বা অধিকাংশ এরকম মানসিকতার মানুষ। যাইহোক দিদি, আমি এতসব প্রসঙ্গে এখনো যেতে চাই না তুমি তোমার লক্ষ্য স্থির এবং সঠিক কর্মের দ্বারা সঠিক জায়গায় পৌঁছেছো বা সফলতা লাভ করেছ এর জন্য ভারত ও রাজ্যের মুখ উজ্জ্বল করেছ এই বলে আমি শেষ করলাম আর আমি তোমার শুভাকাঙ্ক্ষী দিদি।
সাহস, নিষ্ঠা এবং একাগ্রতা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তারই একটা জ্বলন্ত উদাহরণ এই মানুষটি....... ভাবতে অবাক লাগে আমাদের রাজ্যেই চারপাশে কিছু জায়গায় অনেক প্রাচুর্য এবং অনেক অর্থ অপচয় হচ্ছে অথচ কত কষ্ট করে ওনাকে অর্থ জোগাড় করতে হচ্ছে
হরেকৃষ্ণ আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই সনাতনী বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🌈🌐
চন্দননগরের মেয়ে। আমিও চন্দননগরে থাকি। হঠাৎ ট্রেনে দেখে কাছে গিয়ে বসলাম।আলাপ করলাম। ছবিও তুললাম। কতো সাধারণ অথচ কি অসাধারন কাজ করেছে। খুব ভালো লেগেছিল।
সর্ব প্রথম তুমি একজন নারী ও একজন ভালো মনের মানুষ এবং সুন্দর মার্জিত ভাষা , সত্যিই তুমি সৎ ,সত্যিই তুমি সত্য ও সুন্দর সত্যিই তুমি ভগবানের অংশ , তা না হলে এত বড়ো কাজ সাধন করা কারোর পক্ষে ই সম্ভব নয় । সবই ভগবানের ইচ্ছা। বাংলাদেশ থেকে বলছি ঈশ্বর তোমার সব ইচ্ছা পুর্ণ করুন। ❤❤❤❤❤❤ এক কথায় বলতে গেলে বলতে হয় তুমি বাংলার ইতিহাস তুমি বাংলার গর্ব। দীর্ঘায়ু কামনা করছি। ভালো থেকো। ভগবান তোমার মঙ্গল করুন।
আমি ব্যাক্তিগত ভাবে উনাকে চিনি,,,,, শুধু সফল পর্বতারোহী ই নয়,,,,উনি একজন সুমানবি মনের মানুষ,,,,, কিন্তু প্রসেনজিৎ থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি সাক্ষাৎ করলেও উনারা আর্থিক সহায়তা র সুযোগ কেউ করে দেয় নি,,, সরকারকে অনুরোধ 🙏 এই স্বপ্ন গুলোকে হারিয়ে যেতে দেবেন না।
আমি একজন বাংলাদেশী। আপনার সংগ্রামের কথা শুনে আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি। ইচ্ছা থাকলেও অসম্ভব আপনাকে সহায়তা করা। কাজেই অনেক দূর থেকে আপনার জন্য অন্তহীন শুভকামনা আর দোয়া রইলো।
মামনি তোমার কথাগুলি শুনে হৃদয় মন জুড়িয়ে গেল। ঈশ্বর যেন তোমাকে দুহাত ভরে দেন। তোমার সকল ইচ্ছা যেন পূরণ করেন। তোমাদের অর্থনৈতিক পরিস্থিতি এবং পারিবারিক অবস্থা দেখে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে তোমার বাবাকে দেখে। বড় বড় বিত্তশালী সিনেমার আর্টিস্টদের এত রাশি রাশি টাকা, বাংলার সেরা সৌরভ গাঙ্গুলীর এদের এত টাকা যে রাখার জায়গা নেই বোধহয়। এরা কি তোমাদের দুহাত ভরে দিতে পারেনা? তোমাদের এইসব অভিযানের দায়িত্ব নিতে পারে না? অর্থনৈতিক বিপুল সাহায্য দিতে পারে না? দেশে এত বড় বড় বিজনেসম্যান তারা কি এইসব খবরগুলো দেখে না? অর্থশালীদের কি হবে এত টাকা দিয়ে? আজ মরে গেলে কাল তিন দিন। অর্থশালীদের উচিত দুহাতে শুভ কাজে বিলিয়ে দেওয়া অর্থ নিজেদের প্রয়োজন মতন রেখে।
ভিডিও টা দেখতে দেখতে অনুভব হচ্ছিল, ভগবানের হাত যেনো ওনার মাথার ওপর আছে, অার অবিরাম আশীর্বাদ বর্ষণ করে যাচ্ছেন, নাহলে এই রকম মানুষ ইস্পাত মনোবলের মানুষের দেখা পাওয়া ভার 🙏।অসম্ভব সুন্দর ভালোলাগায় মন প্রাণ ভরে গেলো, উনি প্রণম্য, অতুলনীয়, খুব সুস্থ থাকুন ওনার ভালো থাকার জগৎ নিয়ে। ❤️❤️❤️👍
বাঙালীর গর্ব পিয়ালি।জীবনের প্রতিকূলতা জয় করে এই ভাবেও পৃথিবীর শীর্ষে আরোহণ,আমাদের রাজ্যের প্রকৃতিপ্রেমী দের তাকে যার যা সাধ্য সেই নিয়ে সাহায্যের আবেদন রাখছি।🙏🙏🙏🙏
সত্যিই আপনি একজন নমস্য বিজয়িনী , আপনার তুলনা শুধু আপনিই । আপনি সবকিছুর ঊর্ধ্বে , যেখানে কোন হিংসা নেই , নেই কোন বিভেদ। আছে শুধু শ্রদ্ধা ও ভালোবাসা। আপনি শুধু প্রেরনা আর প্রেরনা । আপনি একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখাতে শিখালেন ।🙏
একদম ঠিক কথা । সব খেলাতেই হেরে গেলে ফিরে আসা যায় । পর্বত আরোহীদের সুযোগ একটাই , ফিরে আসার কোনো সুযোগ নেই, আউট মানে , একদম আউট । দ্বিতীয় কোনো সুযোগ নেই। এজন্যই এই সব adventure স্পোর্টস এর ইউরোপ আমেরিকা জাপান এ এতো জনপ্ৰিয় ।
অনেক ধন্যবাদ পিয়ালী।তুমি আরও এগিয়ে যাও।আমি তোমাকে দিদি নং ওয়ানে দেখেছি।আশা করি তোমার কথা শুনে সরকার তোমার পাশে দাঁড়াবে।তুমি একবার রচনার সংগে যোগাযোগ করে দেখতে পার।
কি ভয়ঙ্কর অবস্থা দেখছে রাজ্যবাসী......... চারপাশে টাকার পাহাড়,, টাকা উড়ছে,, সম্পত্তির পাহাড়............ অথচ এরকম একটা মানুষকে কত চিন্তা করে, কষ্ট করে টাকা জোগাড় করতে হচ্ছে স্বপ্নপূরণ করার জন্য এবং এরকম আরও অনেক talent আছে এই বাংলায় যারা অর্থাভাবে অনেক স্বপ্ন পূরণ করতে পারছে না
পাহাড় আপনার কাছে ভগবান আর আপনি একজন মানুষ হিসেবে আমার কাছে ভগবান একদিন সব বদলে যাবে শুধু আপনার লক্ষ্যে স্তির থাকুন। আগামী দিনের প্রতি অনেক শুভ কামনা রইলো।
শত কোটি প্রণাম আপনাকে... সচিন টেন্ডুলকার, মেরি কম বা নিরাজ চোপড়ার থেকেও কিছু কম যান না আপনি... আমি চাইব ভারতের সরকার এবং কর্পোরেট রা যাতে আপনাকে যোগ্য সন্মান এবং প্রাপ্য অর্থ পুরস্কার দেন
th-cam.com/video/KAB0IYd3HKc/w-d-xo.html
Hats off piyali... Tomar jonno gorbito
Piyali Basak 👇🏻💟
th-cam.com/video/eAxMtUpE2zg/w-d-xo.htmlsi=uOGigDL0gEuE0Lnu
একজন সুন্দর মনের মানুষ, মার্জিত ভাষা , অনেক ভালো লাগলো । সকলের উচিত এই অপরাজিতাকে অর্থ সাহায্য করা ।
But how can I contact her?
হেল্প করতে চাই। কিভাবে করা যায়?
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই সনাতনী বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🌈
@@swatimunshi3268 35 লাখ টাকার প্রয়োজন হয়।
Islam er birodhita kare ar tai kono Muslim parbat jay karte pareni ekhono.
সত্যি দিদি আপনি এই সমাজের একজন নিষ্পাপ ভালো মানুষ এবং বাংলার গর্ব ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এইটা অনেক কম আপনার মতো এক জন বিশিষ্ট ব্যক্তির জন্যে ।ভালো থাকুন সুস্থ থাকুন ।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
আমাদের রাজ্যের শিল্পপতিদের অনুরোধ পিয়ালি দিদির পাশে একটু দাঁড়ান।
Ekdm thk thk ktha
😀😀😀😀
God bless you👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
হরেকৃষ্ণ আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই সনাতনী বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🌈
Proud of you sister, তুমি সারা দেশের গর্ব. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
পিয়ালি দি আমার পাশের শহরের বাসিন্দা। হুগলীর বাসিন্দা হিসেবে গর্বিত 🇮🇳♥️🌹
Same here
নারী শক্তির এক অনন্য রুপ। অনেক অনেক প্রণাম
বাংলার এই বীরাঙ্গনা কে।
নিজের ভাললাগাটার প্রতি কতটা ভালবাসা থাকলে এরকম কষ্ট, ত্যাগ ও প্রানের ঝুঁকি নেওয়া যায় ????? 👍👌✌❤♥💙💚
Proud of you.
তুমি অদম্য ,তুমি অনন্য, এগিয়ে চলো তুমি বিজয় তোমার হবেই
হাজার সেলুট বোন তোমায়, বাংলাদেশ থেকে........
.বাংলার হার না মানা এক বাঘিনী.....
একদম ঠিক বলেছেন।
Tumi kigo ...tomay pranam 🙏
@@debjanisworld6035 thank you dada
ABP Ananda এত সুন্দর বাস্তব এবং জীবন্ত প্রতিবেন দেওয়ার জন্য ধন্যবাদ । পিয়ালীর পাশে বাংলার মানুষ দাড়ালেই ওর সাধনা সার্থক হবে।
ABP ANANDA কি পিয়ালীকে আর্থিক সাহায্য করেছে?
অর্থ,শারীরিক অসুস্থতা যে কখনোই মানুষের ব্যর্থতার অজুহাত হতে পারে না, প্রমাণ করে দিলেন দিদি।🇮🇳🇮🇳🇮🇳❤️
তোমাকে কোন কিছুর সাথে তুলনা করা যায় না। তোমার উপমা কেবলমাত্র তুমি ই। 🙏
তুমি আমাদের সবার গর্ব পিয়ালী দিদি তোমাকে সবাই সাহায্য করুক আরো এগিয়ে যেতে .....👍👍👍
এতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারা সবার দ্বারা হয় না। অন্য কোন দেশে দেশে জন্ম নিলে কত সম্মান পেতে পারতেন।
Khnati Katha r jeno ekta shishur moton pobitro mon .. ei purity tai to r Ter paina krittimotar bajare r bikritir bhire. Monushyotwo I biponno. 🙏🙋
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো, আমার ছোট মিউজিক পরিবারে এসো সবাই🇧🇩❤️🇧🇩🇧🇩🌐👌💕💕yy
সত্তিই পিয়ালি বসাক বাঙালির অনুপ্রেরণা , ওনার মতো সাহসী , অদম্য পর্বতারোহি আজকাল আর চোখ এ পরে না বললেই চলে । কুর্নিশ জানাই আপনার এই প্রচেষ্টা কে , এই ভাবেই জীবনের সকল বাধা পেরিয়ে আপনি সাফল্যের চূড়ান্ত শিখরে পৌছে যান এই কামনা করি ।
তোমার মুখে এতো সারল্য কিন্তু বোঝাই যাচ্ছেনা যে মনের দিক দিয়ে এতো বজ্র কঠিন তুমি hats off 👍👍সবার গর্ব। 👍👍
পিয়ালিদি আপনি সত্যি ধন্যি মেয়ে!! আগামী শত সহস্র প্রজন্মের অনুপ্রেরণা আপনি। ঈশ্বর আপনাকে শক্তি দেবেন। আপনি তাঁর একনিষ্ঠ পূজারী। 🌹🌹
সরকার এই সব প্রতিভা গুলো কেন যে দেখতে পায় না, দিদি আপনার সাহস, ভালোবাসা,প্রতিভাকে কুর্নিশ জানাই।
শুধু ঈশ্বরের আশীর্বাদ থাকলেই, পঙ্গুর পায়ের নীচেও গিরিরাজ হিমালয় মাথা নত করে নেয়। ------ খুব ভালো লাগলো।।
পিয়ালী এবং তার পরিবারকে যতই সাধুবাদ দেওয়া হোক না কেন কম হবে!!!একজন বাঙালি মেয়ের এরকম অদম্য সাহস এবং জেদ অসাধারণ!!!
কতটা নিষ্পাপ একটা মানুষ, সত্যি, যারা ওনা কে পার্সোনালি চেনেন তারা জানে যে উনি কতটা struggle করেছে।
পিয়ালী,তোমার জন্য যেটাই লিখবো সেটাই কম বলা হবে ..তুমি অতুলনীয়,তুমি অনন্য,তুমি অদম্য..তাই সব ক্ষেত্রে তোমার সাফল্য আসবেই ...শুধু চাইবো কত অর্থই তো কত মানুষ কত ভাবে অপচয় করে ..যদি সবাই মিলে আমরা পিয়ালির জন্য একটু চিন্তা করি তাহলে এই মেয়েটা একদিন ভারতবর্ষ কে অনেক উঁচুতে স্থান দেবে ...তুমি আমার থেকে অনেক ছোট তাও তোমাকে শত কোটি প্রণাম ..এগিয়ে যাও 👍👍👍❤️❤️❤️
দিদি তোমার সরলতা মুগ্ধ করে, আর সাহসিকতা বিস্মিত.....
প্রণাম 🙏
🙏🙋
Kolkata= pl. Advise name of your club who supported you most with addrss !
এতো সুন্দর সাবলীল সহজ বাংলা ভাষায় এর আগে কেউ কখনো বোঝায় নি। পর্বতারোহীদের এত কষ্ট তাও আগে জানতাম না। অসংখ্য ধন্যবাধ দিদিভাই। ঈশ্বর যেন আপনার মঙ্গল করেন এই কামনা করি।
আপনাকে অসংখ্য প্রণাম। আপনার সব বাধা কেটে যাক ঈশ্বরের কাছে প্রার্থনা করি।🙏🙏
আপনি প্রকৃতির রহস্য উদঘাটন করেছেন,
আপনার অভিজ্ঞতা আমার মন ছুয়ে নিয়েছে দিদি।
ক্লাস ফাইভ এর বইয়ের পাতায় এডমন্ড হিলারি ও তেঞ্জিং নর্গের জায়গায় আপনার জীবন যুদ্ধের গল্প পড়তে চাই
একজন নির্ভীক বঙ্গ কন্যা আপনাকে অনেক অভিনন্দন। একক প্রচেষ্টায় এভারেস্ট জয়ের স্বপ্ন ভাবা যায় না, সেখানে আপনি সাফল্যের দোরগোড়ায় পৌঁছেছিলেন, এটাই কৃতিত্ব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার এই হার না মানা জেদ যেন একদিন সফল হয়। চন্দননগর বাসী তথা সমস্ত বাঙালির কাছে একান্ত অনুরোধ এই বিপুল ব্যয়বহুল অভিযান সফল করতে সকল দলমত, ধর্ম নির্বিশেষে এক হয়ে একটা ফান্ড তৈরি করে ওনাকে এগিয়ে যেতে উৎসাহিত করা।
Pls pls pls🙏
আমাদের সরকারকে বলব মেমসাহেব্দের 1000, 25000 টাকা করে না দিয়ে এই সমস্ত মহান তারকাদের দিকে একটু নজর দিন, যাঁদের সত্যিই সাহায্যের প্রয়জন।
পিয়ালীদি আপনাকে কোটি কোটি প্রণাম আমাদের সবার আশীর্বাদ থাকলো
আপনার থেকে আমাদের অনেক নেতা মন্ত্রী দের শেখা উচিত কিভাবে মার্জিত ভাষায় কথা বলতে হয়।
❤️
আপনাকে বলার কোনো ভাষা আমার নেই আর ধন্যবাদ জানিয়ে ছোটোও করবো না,শুধু ভগবানের কাছে প্রার্থনা করি আপনি সব সময় সফলতা অর্জন করুন, আর সকল বিবেক আর অর্থ সম্পন্ন মানুষেরা এনাদের মতো মানুষের পাশে থাকুন।
পাহাড়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে এভারেস্ট জয় করা যায় পিয়ালী বসাক তার প্রকৃষ্ট উধাহরন। তাকে প্রশংসার ভাষা নেই। Hands up.
Amon kono upaay onake kissu arther help kara jadi jai tabe khub valo hoto.
Please anybody send her manytory link by which we can help her.
একেই বলে দুঃসাহস !সত্যি দিদি একজন পশ্চিমবঙ্গ বাসী হিসেবে আমি গর্বিত
চোখে জল আসার মতো কথা বলেছেন। আপনি এগিয়ে য়ান।।
খুব সুন্দর। মহান ও উচ্চ মানের মানুষ উনি। ভগবান ওনার মনের আশা পূরণ করুন।
এত সুন্দর করে গুছিয়ে বললেন যে একটুও skip করতে পারিনি 🙏প্রণাম আপনার মনোবল কে।
রাজ্যের সকলের কাছে প্রার্থনা করি পিয়ালির পাশে সবাই দাঁড়ান।
এতো দেখনধারীর যুগেও আপনার মত সৎ মানুষও আছেন দেখে স্বস্তি পেলাম । আমিও পর্বতারোহণ এর জন্য নিজেকে তৈরি করেছি । ডিসেম্বরে সান্দাকাফু দিয়ে শুরু করতে চলেছি , ইচ্ছে আছে এভারেস্ট , কারাকোরাম জয় করার ।দেখা যাক ভবিষ্যৎ কোথায় পৌঁছে দেয় ।
Prothom line ta amaro moner katha ... Eto dekhandarir jugeo je emon sot o pobitro Manus, sobcheye boro Katha Manus bole keu je achhe dekheo bhitorta bhore gelo ... Manus I kom dekhi sob puppets, robots r noyto something inferior to animals. 🙏🙋
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো, আমার ছোট মিউজিক পরিবারে এসো সবাই🇧🇩❤️🇧🇩🇧🇩🌐👌💕💕kk
Bah bhai go ahead. May your all dreams come true
তোমার কৃতিত্ব শচীন সৌরভের থেকে কোনো অংশে কম নয়। ওদের প্রচার আছে তোমার নেই। এই আমাদের দেশ।
অন্নপূর্ণার শিখরে পিয়ালি!! হুগলি জেলার মানুষ হয়ে অনেক গর্ব অনুভব করলাম। অভিনন্দন জানাই। আপনি আরও এগিয়ে যাবেন এই আশা রাখি।
রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনি উন্নয়ন-এর কান্ডারি, ওনার মুখ থেকে শোনা যায় উনি ভীষণ সহানুভূতিশীল , তাহলে আশা করা যায় পিয়ালী বসাক-এর জন্য উনি নিশ্চয় কিছু করবেন।
Amader cm sujok pele otao joy kore aste pare
Proud of you Madam Basak, u representing not only Bengal, actually as a great Indian 🙏🙏🙏🎉🎉👌👌👍👍 Proud to be an Indian 🙏
সত্যি অদম্য জেদ আর ইচ্ছাশক্তির পরিচয় পেলাম ওনার মধ্যে। প্রার্থনা করি উনি যেন জীবন পথে আরো এগিয়ে যেতে পারেন।
এই অনিশ্চয়তার সময়, তোমার এই সাফল্যের গল্প হাজার হাজার যুবক-যুবতীদের প্রেরণা দেবে। ভগবান তোমার মঙ্গল করুক।
আমার মত একজন মানুষের আশীর্বাদ তোমার চলার পথের পাথেও হবে
এই আশীর্বাদ রইল
দারুণ মনোবল। আমি তোমার ইচ্ছার প্রশংসা করি । আর বাঙালিকে ত অবশ্যই। আমি নিজেও পাহাড়ের উচ্চতা ভালবাসি । তবে একটা জিনিস মনে রেখ পাহাড় ভগবান নয় । আমি তুমি যার দাস , পাহাড় ও তার দাস । পাহাড় তোমাকে জীবন বা মৃত্যু কোনটাই দেওয়ার খমতা রাখে না । জীবন, মৃত্যু,প্রশংসা,সুনাম ,দুর্নাম সব কিছুর ই ক্ষমতা একমাত্র একজনেরই কাছে ।
আমরা গর্বিত যে আমরা বাঙালী। 🧗♂️🙏🙏
তেলুয়া মাথায় সবাই তেল দেয় যখন এত অসুবিধা তখন দিদির পাশে সেরকম কোন মানুষ আর্থিক সাহায্য করে না আজ দিদি সঠিক জায়গায় পৌঁছানোর পর অসাধ্য সাধন করার পরে সকলে বলবে বাহ খুব ভালো খুব ভালো কিন্তু আজ দিদি তার নিজের দ্বারা সঠিক জায়গায় পৌঁছেছে দিদির জয় জয় হোক কোন মানুষ যখন কিছু করার চেষ্টা করে তখন তার পাশে কেউ থাকেনা অর্থাৎ ভালো কাজ করার জন্য, খারাপ কেউ কিছু করতে চাই তখন সকলে তার পাশে থাকে এবং তাকে উৎসাহ দেয় এখন আমাদের সমাজে যে সমস্ত মানুষেরা থাকে বেশিরভাগ বা অধিকাংশ এরকম মানসিকতার মানুষ। যাইহোক দিদি, আমি এতসব প্রসঙ্গে এখনো যেতে চাই না তুমি তোমার লক্ষ্য স্থির এবং সঠিক কর্মের দ্বারা সঠিক জায়গায় পৌঁছেছো বা সফলতা লাভ করেছ এর জন্য ভারত ও রাজ্যের মুখ উজ্জ্বল করেছ এই বলে আমি শেষ করলাম আর আমি তোমার শুভাকাঙ্ক্ষী দিদি।
সাহস, নিষ্ঠা এবং একাগ্রতা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তারই একটা জ্বলন্ত উদাহরণ এই মানুষটি....... ভাবতে অবাক লাগে আমাদের রাজ্যেই চারপাশে কিছু জায়গায় অনেক প্রাচুর্য এবং অনেক অর্থ অপচয় হচ্ছে অথচ কত কষ্ট করে ওনাকে অর্থ জোগাড় করতে হচ্ছে
বাংলার গর্ব ভারতের গর্ব এই পিয়ালী দিদিকে সাহায্য করা আমাদের ভারতবর্ষের উপর মহলের এবং সকল শিল্পপতিদের।
Proud of you sister.
এক ভয়ঙ্কর রোমাঞ্চকর অভিজ্ঞতা।
তোমার কি সুন্দর সহজ সরল বলার ভঙ্গি, তোমাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো, আমার ছোট মিউজিক পরিবারে এসো সবাই🇧🇩❤️🇧🇩🇧🇩🌐👌💕💕hh
হরেকৃষ্ণ আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই সনাতনী বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🌈🌐
এতো ভালো মানুষ গড়ে ভগবান পাঠিয়েছেন আপনাকে,,, এতো সুন্দর ভাষা জ্ঞান তাই ভগবানই আপনার সহায় হয়েছেন,,,, আপনি সুস্থ থাকুন,,, মনের জোর রাখুন,,, সাফল্য আপনার সঙ্গে থাকুক ❤❤
হাজার স্যালুট জানাই আপনাকে, আমাদের রাজ্যে যে কোটিপতি মানুষরা আছেন, তারা যদি পিয়ালী দিদির ধার টা শোধ করে দিতেন অনেক অনেক অনেক উপকার হতো দিদির ।❤
দিদি কে আমি কিছু হলেও সাহায্য করে নিজেকে ধন্য মনে করছি🙏 দিদি ভালোবাসা নিও পরমপিতা প্রভু সকল সঙ্কট থেকে মুক্তো করো দিদি কে এই পার্থ্যনা রইলো❤️❤️🙏🙏💕
চন্দননগরের মেয়ে। আমিও চন্দননগরে থাকি। হঠাৎ ট্রেনে দেখে কাছে গিয়ে বসলাম।আলাপ করলাম। ছবিও তুললাম। কতো সাধারণ অথচ কি অসাধারন কাজ করেছে। খুব ভালো লেগেছিল।
তুমি আমাদের সকলের গর্ব।।
সর্ব প্রথম তুমি একজন নারী ও একজন ভালো মনের মানুষ এবং সুন্দর মার্জিত ভাষা , সত্যিই তুমি সৎ ,সত্যিই তুমি সত্য ও সুন্দর সত্যিই তুমি ভগবানের অংশ , তা না হলে এত বড়ো কাজ সাধন করা কারোর পক্ষে ই সম্ভব নয় । সবই ভগবানের ইচ্ছা। বাংলাদেশ থেকে বলছি ঈশ্বর তোমার সব ইচ্ছা পুর্ণ করুন। ❤❤❤❤❤❤ এক কথায় বলতে গেলে বলতে হয় তুমি বাংলার ইতিহাস তুমি বাংলার গর্ব। দীর্ঘায়ু কামনা করছি। ভালো থেকো। ভগবান তোমার মঙ্গল করুন।
তোমরা আছো বলেই ভারতীয় হিসাবে আমরা গর্ববোধ করি। জয় হিন্দ
Piyali di apni holen chandan nogorer chandan
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍏
আমি বাংলাদেশের থেকে বলছি সত্যি পিয়ালির প্রতিবেদন টি অনেক ভালো লাগলো পাশাপাশি ওর জন্য কষ্ট পেলাম শুভকামনা রইল পিয়ালির জন্য
অসাধারণ সরল সুন্দর বক্তব্য।🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 স্যালুট কোন টাই যথেষ্ট নয়। তবুও চাই সরকার সঠিক সিদ্ধান্ত নিক আপনার প্রতি।
আমি ব্যাক্তিগত ভাবে উনাকে চিনি,,,,, শুধু সফল পর্বতারোহী ই নয়,,,,উনি একজন সুমানবি মনের মানুষ,,,,, কিন্তু প্রসেনজিৎ থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি সাক্ষাৎ করলেও উনারা আর্থিক সহায়তা র সুযোগ কেউ করে দেয় নি,,, সরকারকে অনুরোধ 🙏 এই স্বপ্ন গুলোকে হারিয়ে যেতে দেবেন না।
বাংলা র জয়,,
ভারতের জয
আমি একজন বাংলাদেশী। আপনার সংগ্রামের কথা শুনে আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি। ইচ্ছা থাকলেও অসম্ভব আপনাকে সহায়তা করা। কাজেই অনেক দূর থেকে আপনার জন্য অন্তহীন শুভকামনা আর দোয়া রইলো।
মামনি তোমার কথাগুলি শুনে হৃদয় মন জুড়িয়ে গেল। ঈশ্বর যেন তোমাকে দুহাত ভরে দেন। তোমার সকল ইচ্ছা যেন পূরণ করেন। তোমাদের অর্থনৈতিক পরিস্থিতি এবং পারিবারিক অবস্থা দেখে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে তোমার বাবাকে দেখে। বড় বড় বিত্তশালী সিনেমার আর্টিস্টদের এত রাশি রাশি টাকা, বাংলার সেরা সৌরভ গাঙ্গুলীর
এদের এত টাকা যে রাখার জায়গা নেই বোধহয়। এরা কি তোমাদের দুহাত ভরে দিতে পারেনা? তোমাদের এইসব অভিযানের দায়িত্ব নিতে পারে না? অর্থনৈতিক বিপুল সাহায্য দিতে পারে না? দেশে এত বড় বড় বিজনেসম্যান তারা কি এইসব খবরগুলো দেখে না? অর্থশালীদের কি হবে এত টাকা দিয়ে? আজ মরে গেলে কাল তিন দিন। অর্থশালীদের উচিত দুহাতে শুভ কাজে বিলিয়ে দেওয়া অর্থ নিজেদের প্রয়োজন মতন রেখে।
এই অদম্য সাহস এবং তার মনের ইচ্ছে তার জন্য সকলের এগিয়ে আসা দরকার
ভিডিও টা দেখতে দেখতে অনুভব হচ্ছিল, ভগবানের হাত যেনো ওনার মাথার ওপর আছে, অার অবিরাম আশীর্বাদ বর্ষণ করে যাচ্ছেন, নাহলে এই রকম মানুষ ইস্পাত মনোবলের মানুষের দেখা পাওয়া ভার 🙏।অসম্ভব সুন্দর ভালোলাগায় মন প্রাণ ভরে গেলো, উনি প্রণম্য, অতুলনীয়, খুব সুস্থ থাকুন ওনার ভালো থাকার জগৎ নিয়ে। ❤️❤️❤️👍
আমি বাংলাদেশ থেকে বলছি,
বাংগলী হিসাবে আপনাকে কোটি কোটি ধন্যবাদ।
আপনার পরিস্কার মনের জন্য আরও একবার ধন্যবাদ।
You are already a legend. Our pride.
ঈশ্বর পিয়ালিকে সাহায্য করুন এই প্রার্থনা করি। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে , জীবনকে বাজি রেখে পর্বত শৃঙ্গে আরোহণ ও অবতরণ কোনো সহজ কাজ নয়।
বাঙালীর গর্ব পিয়ালি।জীবনের প্রতিকূলতা জয় করে এই ভাবেও পৃথিবীর শীর্ষে আরোহণ,আমাদের রাজ্যের প্রকৃতিপ্রেমী দের তাকে যার যা সাধ্য সেই নিয়ে সাহায্যের আবেদন রাখছি।🙏🙏🙏🙏
Tumi egube sponsor page all my best wishes to you. God bless you. Jai Hind
ABP, আনন্দ প্লিজ হেল্প করতে লিড করুন। আমরা যে যতটা পারবো সাহায্য করবো।
সত্যিই আপনি একজন নমস্য বিজয়িনী , আপনার তুলনা শুধু আপনিই । আপনি সবকিছুর ঊর্ধ্বে , যেখানে কোন হিংসা নেই , নেই কোন বিভেদ। আছে শুধু শ্রদ্ধা ও ভালোবাসা। আপনি শুধু প্রেরনা আর প্রেরনা । আপনি একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখাতে শিখালেন ।🙏
ঈশ্বরের কাছে আপনার ও আপনার পরিবারের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করি। আপনি এভাবেই বাংলা ও ভারতের মাথা উচুঁ করুন।
পিয়ালী বসাক জিন্দাবাদ, HipHip Hurre, আপনার জন্য আমরা গর্বিত, শ্যামনগর থাকি, আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে থাকলো, আপনি এগিয়ে চলুন, CONGRATULATION,
Proud of you piyali...keep it up
ভালোবাসা নিবেন দিদি।বাংলাদেশ থেকে🇧🇩
love from Bangladesh 🇧🇩
সত্যিই তুমি সকলের অনুপ্রেরণা,দেশের গর্ব ,ভগবান তোমার মঙ্গল করুন।
একদম ঠিক কথা । সব খেলাতেই হেরে গেলে ফিরে আসা যায় । পর্বত আরোহীদের সুযোগ একটাই , ফিরে আসার কোনো সুযোগ নেই, আউট মানে , একদম আউট । দ্বিতীয় কোনো সুযোগ নেই। এজন্যই এই সব adventure স্পোর্টস এর ইউরোপ আমেরিকা জাপান এ এতো জনপ্ৰিয় ।
চেখে জল এসে গেল। আপনাকে অনেক শুভেচ্ছা। আপনার বাবার সুস্বাস্থ্য কামনা করি।
Tomader moto kichu manusher jonnoi ajo ei prithvi ato sundor abong vobisshoteo thakbe ta... Egiye jao..iswar tomar pase sob smy thakuk❤
কি সরল ,নিষ্পাপ,সুন্দর মনের মানুষ,,ভগবান যেন তোমার সকল মনের ইচ্ছা পূরণ করেন
তুমি সত্যি অনন্য সুন্দর দিদিভাই।
আমরা নির্লজ্জ, কুৎসিত।।
তোমায় প্রণাম। 🙏🙏🙏
Thankyou abp for such a report. Kindly provide her detailed information so that people like us may support her directly.
অনেক ধন্যবাদ পিয়ালী।তুমি আরও এগিয়ে যাও।আমি তোমাকে দিদি নং ওয়ানে দেখেছি।আশা করি তোমার কথা শুনে সরকার তোমার পাশে দাঁড়াবে।তুমি একবার রচনার সংগে যোগাযোগ করে দেখতে পার।
Salute to you ❤️🙏🇮🇳
Good luck didi keep it up 👍
Mountain Daughter Piyali be happy and u must overcome all the hurdles of life . Take our heartiest affection and love .
কি ভয়ঙ্কর অবস্থা দেখছে রাজ্যবাসী......... চারপাশে টাকার পাহাড়,, টাকা উড়ছে,, সম্পত্তির পাহাড়............ অথচ এরকম একটা মানুষকে কত চিন্তা করে, কষ্ট করে টাকা জোগাড় করতে হচ্ছে স্বপ্নপূরণ করার জন্য এবং এরকম আরও অনেক talent আছে এই বাংলায় যারা অর্থাভাবে অনেক স্বপ্ন পূরণ করতে পারছে না
Dear sister you are a great hero ! God bless you !
পাহাড় আপনার কাছে ভগবান আর আপনি একজন মানুষ হিসেবে আমার কাছে ভগবান একদিন সব বদলে যাবে শুধু আপনার লক্ষ্যে স্তির থাকুন। আগামী দিনের প্রতি অনেক শুভ কামনা রইলো।
God bless you: piyali tumi deser garbo🇧🇴🇧🇴👍👍
শত কোটি প্রণাম আপনাকে... সচিন টেন্ডুলকার, মেরি কম বা নিরাজ চোপড়ার থেকেও কিছু কম যান না আপনি... আমি চাইব ভারতের সরকার এবং কর্পোরেট রা যাতে আপনাকে যোগ্য সন্মান এবং প্রাপ্য অর্থ পুরস্কার দেন
অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো 🙏🙏
খুব ভালো লাগলো দিদিভাই তোমার এতটা কনফিডেন্স দেখে আমি চাই সরকার তোমাকে কিছু সাহায্য করুক এই অসময়।
Piyali Salute you
আপনি এগিয়ে যান। ভগবান আপনাকে আশীর্বাদ করবেন। পৃথিবীতে বীরেরাই সেই আশীর্বাদ পাওয়ার যোগ্য।
Salute to be Bengali to be 🇮🇳