আমি এই দেশেই নিজের বার্ধক্যের দিনগুলো কাটাতে চাই। আর আমি আজীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নেয়া ব্যক্তি। এই প্রেক্ষিতে যদি বেশিদিন বেচে থাকতে হয়, বার্ধক্যের সময়টা কীভাবে কাটবে তা সবসময় ভাবাতো। এরকম আরো প্রকল্প হলে আমার মত নিভৃতচর মানুষদের অনেকটা চিন্তাই দূর হত।
তুমি সহ আরও অনেকে এই হোমের ভিডিও পোস্ট দিয়েছে সেখানে কিন্তু কাজের কথা নেই , what is process to get a accommodation and si on. এভাবে ভিডিও বিক্রি করে কত আয় করছ? report করে দিচ্ছি। ফালতু।
@@nacok9681 আপনার মতামতকে শ্রদ্ধা জানিয়েই বলছি, নিশ্চয়ই বিষয়টা আপাতদৃষ্টিতে বেদনাদায়ক হলেও দিন যত গড়াচ্ছে বাস্তবতা ততই ভিন্ন কিছু আমাদের শেখাচ্ছে। নি:সন্দেহে পরিবারের সাথে থাকতে পারলে ভালো কিন্তু আমরা পরিবারের সদস্যরা কতটুকুই বা সময় দিতে পারি তাঁদের! জীবনের শেষ দিনগুলোতে অন্ধকার ঘরে নি:সঙ্গ জীবন কাটানোর চেয়ে মুক্ত পরিবেশে, প্রকৃতির সান্নিধ্যে, সমবয়সীদের সাথে ভাব বিনিময় করে, হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নেয়াটা ভালো না! আশাকরি এই উদ্যোগের পুরো বিষয়টা বা সুফলটা জানতে পারলে আপনিও হয়তো বিমুখ হবেন না। ধন্যবাদ আপনাকে।
@@UpliftBangladeshআপনেকে কেডায় কইসে এর থেকে বেশি দরকার ফরতনা😣বাংলাদেশ যার যেটা দেখে সেটাই করে, ভাল মন্দ, আবহওয়া ও পারিপাশ্বিকতা চিন্তা না করে। আমারা কখনই আত্নিয় স্বজন ছাড়া চলতে পারবনা। তাছাড়া বাবামাকে দেখতে ছেলেমেয়েরা আসবেই , এসে থাকবে। বিশেস করে বিদেশ থেকে। তখন এসব কবুতরের খোপওয়ালা বাসায় জিনিস পত্র রাখা, হাটাচলা করা , পাকঘরে রান্নাবান্না ও বড় বড় হাড়ি পাতিল রাখার জাগা না থাকলে পরে ভিসন অসুবিধা হবে। ছেলেমেয়ে যখন বাবামার কাছে আসে তখন সব আত্নিয় স্বজনও আসে একবারে সবার সাথে দেখা করতে। তখন বুঝা যায় এসব মিনি ফ্ল্যাট কিনার বা থাকার সমস্যা কি। বিদেশে কেও কারো বাসায় পারত পক্ষে যায়না। আর সেখানে আত্নিয়র বাসায় থাকাত দুরের কথা। ওরা এরকম মিনি ফ্ল্যাট বানালেও সাথে স্টোর রুম বা গারাজের ভিতরে স্টোররুম দেয় যেখানে সহজে সংসারের টুকিটাকি বাড়তি জিনিসগুনো রাখা যায় , সেভাবেই বানায়, তারপরও বলব ওরা নিজ ঘরে বাড়তি জিনিস পারত পক্ষে রাখেনা বলে ছোট বাসা হলে চলে ওদের। আপনাদের এসব ফ্ল্যাটে কি সেই ব্যবস্হা করা আছে ? হুট হাট করে যা দেখলাম তাই করলাম হলেত চলবেনা॥ মানুষ থাকার দেশ অনুযায়ি সেসব মাথায় রেখে বানানো উচিৎ।
বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে বিদেশী রেমিটেন্স। তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা উচিত।
ইনশাআল্লাহ! এই উদ্যোগ দেশের রিটায়ার্ড সিনিয়র সিটিজেনদের সেবার ক্ষেত্রে এক নতুন ধারণা ও নতুন মাত্রা যোগ হবে।
Thanks for your feedback.
এই হোমস কি কিনতে হবে??? নাকি ভাড়া নেওয়া যাবে???? জানিও
@@bridgetdrozario6734 না ভাড়া না।
@@bridgetdrozario6734
এখানে অ্যাপার্টমেন্ট বিক্রি হয় এবং ভাড়ার ও ব্যবস্থা রয়েছে।
অসংখ্য ধন্যবাদ, প্রবাসীদের জন্য এ ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার
কিভাবে বরাদ্দ দেওয়া হবে, কারা পাবে, খরচ কত কিছুই জানা গেল না! অসম্পূর্ণ ভিডিও।
ফ্ল্যাট যেটা সেল হয়নি সেটা কিনতে পারবেন। দাম ২ কোটির মত।
ধন্যবাদ আপনাকে ভাল লাগলো ভিডিও টা দেখে 🇺🇸
আশা করি এ মাসেই দেখতেআসব। ❤
আমি এই দেশেই নিজের বার্ধক্যের দিনগুলো কাটাতে চাই। আর আমি আজীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নেয়া ব্যক্তি।
এই প্রেক্ষিতে যদি বেশিদিন বেচে থাকতে হয়, বার্ধক্যের সময়টা কীভাবে কাটবে তা সবসময় ভাবাতো। এরকম আরো প্রকল্প হলে আমার মত নিভৃতচর মানুষদের অনেকটা চিন্তাই দূর হত।
Thanks for your feedback
আস সালামু আলাইকুম | স্যার , আপনার বর্তমান বয়স টা কেমন? বলা যাবে প্লিজ |
@@ঘাসফড়িংফরিদা না। বলা যাবে না।
আমারওএকই অবস্থা, এমন একটা আশ্রয়কেন্দ্রআমিও খঁুজছি।
Ami khub khushi hobo jodi akhane thakar shujog pai.
A very good initiative. I hope I can go and stay there in the future.
এটা অবশ্যই উচ্চ ধনাঢ্য পরিবারের জন্য প্রযোজ্য।
বাংলা দেশের সরকারের উচিত এই ধরনের পকলপো আরো বাড়ানোর একান্ত দরকার বাংলা দেশের জন্য জরুরি দরকার
Pls tell about Mosque & grave yard.
THANKS TO PLANNERS.
Thanks for your feedback
ধন্যবাদ। তবে প্রবাসীদের জন্য ও সুবিধা রাখা উচিত।
Thanks for your feedback
এমন একটি আবাস শেষ বয়সে খুব প্রয়োজন।
good initiative
Cumilla Airport niye updated video chai.
Thanks for your feedback
Fast viewers 🥀
Thanks for your feedback.
খরচ কত পড়বে? ভাড়া কত? খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে?
Khub valo uddog!
Khub valo legeche .
No much area for greenaries. Old age people need ground & nature contact specially gardening areas.
সুন্দর ভিডিও। ❤❤❤
অসাধারণ ❤
ধন্যবাদ আপনাকে
তুমি সহ আরও অনেকে এই হোমের ভিডিও পোস্ট দিয়েছে সেখানে কিন্তু কাজের কথা নেই , what is process to get a accommodation and si on. এভাবে ভিডিও বিক্রি করে কত আয় করছ? report করে দিচ্ছি। ফালতু।
Very good
Nice idia
আলহামদুলিল্লাহ থাকার একটা ভালো জায়গা পাওয়া গেল। কিন্তু খরচ পরবে কত
@@jasrinakhter5747 তাদের সাথে কথা বলতে পারেন
Fantastic.
Thanks for your feedback
উত্তরার রূপাইন সিটির একটি ভিডিও প্রতিবেদন চাই
ok
@@UpliftBangladesh 💐
৪০০-৪৫০ বগ ফুটের ষ্টুডিও এপাটমেন্ট বৃদ্বদের জণ্ন বানানের অনুরোধ জানাই
Good idea
Many many thanks
Good initiative but how much cost we need
কবে নাগাদ কার্যক্রম শুরু হতে পারে। আমি একজন Govt.Retired person( 2014).
আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন হতে পারে।
পুরাই আগুন ড্রোন।😊
Thanks for your feedback
Has there any mosque in the home area ?
Good job 😊😊😊😊
Thanks 😄
Ekta green park thakle valo hoto
Thanks for your feedback
Mr. Introducer, u didn't tell about Mosques inside the Project.
অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও দেখুন। নামাজের জায়গার কথা বলা আছে।
ভাই,এইটাতো রূপগঞ্জে পড়ছে।পূর্বাচলের পাশাপাশি রূপগঞ্জের নাম নিতে সমস্যা কোথায়?
কোনো সমস্যা নেই
Same question but purbachol oo rupgonj a ehh porse.... But onara Rupgonj nm nai na kno ta boja jay na😒
Alhamdulillah, we are Muslims, and we will never abandon our parents or elders in a retirement home.
Thanks for your feedback
Akhane thakte expense kemon hobe monthly .
Half half information ?
Is it free ?
If not , where is the details, description.
Pl do the needful .
Can we come and visit now?
এখানে থাকতে চাই
এটা তে কি ভাবে কীনতে পারব বা যোগাযোগ করতে হবে সেটা তো জানালেন না।
@@ummefaateha4414 জানিয়েছি। ভিডিওতে বলা আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যম।
নাই শুধু কবরস্থান, যেখানে যেতেই হবে।
Khulna ar Vhideo koba diban??
kaj cholche bhai
এটা কোথায়। ঠিকানা দিন। খরচ কত পড়বে?
ETA ki sell kora hobe
এটাকে রিটায়ারমেন্ট হোম না বলে আজীবন বন্দবস্তে হোটেল থাকার ব্যবস্থা বলাই ভাল।
আমি থাকতে চাই। সিস্টেম জানতে চাই।
এখানে থাকতে গেলে কি কি শর্ত পূরণ করতে হয়?
❤❤❤❤❤
@@MdTarak-i8p Thanks for your feedback
Bangabandhu international Stadium er update den pls pls pls
ok
@UpliftBangladesh thank you asa kori taratari update ta diben ❤️❤️❤️
@NurulAlom-y4b আমরা চেষ্টা করি কিন্তু মাঠ কর্তৃপক্ষ চায়না ভিডিও করতে দিতে।
@@UpliftBangladesh drone diye koren
স্টুডিও এপার্টমেন্টের মূল্য কত?
তাদের সাথে যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন এ পাবেন
এটি কি উদ্বোধন হয়েছে আর সেল কি হবে এখন?
সেল হচ্ছে। আগামী মাসে উদ্ভোধন
খরচ কেমন?
How much monthly rent
60,000/- monthly rent
এটা মোটেও ভিন্নধর্মী নয়, অসম্পূর্ণ
মুল্য কি রকম?
2cr
How much is the fee/rent?
2cr
@@UpliftBangladesh৭ শত স্কোয়ার ফিট মাত্র , অথচ দাম ২ কোটি 😱🙄🙇🏼♂️🙇🏼♀️
এখানে কি এপারমেন্ট কিনতে হবে ? নাকি ভাড়া থাকতে হবে !
@@tahminaakhter2125 কিনতে হবে। এবং শুধু মাত্র হাসবেন্ড ওয়াইফ থাকতে পারবে
How much it costs to live there?
May be 2cr
এটা কি ভাড়া দেয়া হবে না বিক্রি করা হচ্ছে?
বিক্রি
Not good as mosque & graveyard not available.
সব উন্নয়ন আর্মিকে ঘিরেই..... লক্ষণ ভাল না।
Koto taka lagbe?
দেশক্রিপসনে তাদের সাথে যোগাযোগের নাম্বার দেওয়া আছে
এই কালচারটাই খারাপ, এই সংষ্কৃতি আমাদের নয়, এটা তাদের জন্য দুখের ব্যাপার যাদেরকে এখানে আসতে হবে!!! থাকতে হবে পরিবার পরিজন ছাড়াই!!! ভালো লাগলো না মোটেও
Thanks for your feedback.
😂😂😂
@@nacok9681 আপনার মতামতকে শ্রদ্ধা জানিয়েই বলছি, নিশ্চয়ই বিষয়টা আপাতদৃষ্টিতে বেদনাদায়ক হলেও দিন যত গড়াচ্ছে বাস্তবতা ততই ভিন্ন কিছু আমাদের শেখাচ্ছে। নি:সন্দেহে পরিবারের সাথে থাকতে পারলে ভালো কিন্তু আমরা পরিবারের সদস্যরা কতটুকুই বা সময় দিতে পারি তাঁদের! জীবনের শেষ দিনগুলোতে অন্ধকার ঘরে নি:সঙ্গ জীবন কাটানোর চেয়ে মুক্ত পরিবেশে, প্রকৃতির সান্নিধ্যে, সমবয়সীদের সাথে ভাব বিনিময় করে, হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নেয়াটা ভালো না! আশাকরি এই উদ্যোগের পুরো বিষয়টা বা সুফলটা জানতে পারলে আপনিও হয়তো বিমুখ হবেন না। ধন্যবাদ আপনাকে।
Not only that but it's a great business targeting elites and NRBs. These guys should do something that helps non privileged people.
এই ভুমি অনেক আগেই তার সংস্কতি হারিয়েছে
Only7 hundred square fit 🙇🏼♀️🙇🏼♂️👎🏽🙄
স্বামী স্ত্রীর জন্য এর থেকে বেশী দরকার পড়বে না ।
@@UpliftBangladeshআপনেকে কেডায় কইসে এর থেকে বেশি দরকার ফরতনা😣বাংলাদেশ যার যেটা দেখে সেটাই করে, ভাল মন্দ, আবহওয়া ও পারিপাশ্বিকতা চিন্তা না করে। আমারা কখনই আত্নিয় স্বজন ছাড়া চলতে পারবনা। তাছাড়া বাবামাকে দেখতে ছেলেমেয়েরা আসবেই , এসে থাকবে। বিশেস করে বিদেশ থেকে। তখন এসব কবুতরের খোপওয়ালা বাসায় জিনিস পত্র রাখা, হাটাচলা করা , পাকঘরে রান্নাবান্না ও বড় বড় হাড়ি পাতিল রাখার জাগা না থাকলে পরে ভিসন অসুবিধা হবে। ছেলেমেয়ে যখন বাবামার কাছে আসে তখন সব আত্নিয় স্বজনও আসে একবারে সবার সাথে দেখা করতে। তখন বুঝা যায় এসব মিনি ফ্ল্যাট কিনার বা থাকার সমস্যা কি। বিদেশে কেও কারো বাসায় পারত পক্ষে যায়না। আর সেখানে আত্নিয়র বাসায় থাকাত দুরের কথা। ওরা এরকম মিনি ফ্ল্যাট বানালেও সাথে স্টোর রুম বা গারাজের ভিতরে স্টোররুম দেয় যেখানে সহজে সংসারের টুকিটাকি বাড়তি জিনিসগুনো রাখা যায় , সেভাবেই বানায়, তারপরও বলব ওরা নিজ ঘরে বাড়তি জিনিস পারত পক্ষে রাখেনা বলে ছোট বাসা হলে চলে ওদের। আপনাদের এসব ফ্ল্যাটে কি সেই ব্যবস্হা করা আছে ? হুট হাট করে যা দেখলাম তাই করলাম হলেত চলবেনা॥ মানুষ থাকার দেশ অনুযায়ি সেসব মাথায় রেখে বানানো উচিৎ।
বিক্রি হবে না ভাডা হবে?
বিক্রি
Japan থেকে কতো টাকা মারছে চ্যানেল আই এই প্রজেক্টে
jaisob polapan bap ma re amn jaiga te rakhe tader upor lalot
যাব বুঝলাম সেটা হলো এখানে ধাকতে হলে ধনী হতে হবে।
এটা ঠিক বলেছেন
পরিবার নিয়ে থাকার মতো বাসা নাই এখানে
না
কবে নাগাদ রেডি হবে?
ডিসেম্বরে উদ্ভোধন
So this is an ad
মেলা দেখা কলা বেচা এক সাথে
যারা জব করে না তারা কি এখানে থাকতে পারে না নাকি।চর এখানে খরচ কেমন
কবরস্থান রাখার ব্যবস্থা নেই।
18 কোটি লোকের বাসস্থান হবে তো এখানে😮, কবরস্থান টা কি জাপানিস স্টাইলে, 😅, আজাইরা প্রোগ্রাম আজাইরা ভিডিও
যার যেমন ভাবনা
মেট্রোরেল মাঝখানে উপর দিয়ে গেলে এক্সপ্রেস ওয়ের মারা সারা
30 floor ar building banano jai na. small country ato bashi manush airokom small building kora just jomir oposoi 😡
@@AbdurRahim-ld9xv রাজউক অনুমতি দেয় না
Khoros patir bepare kisu bollenato...
তাদের সাথে যোগাযোগের নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন এ
Kobe theke chalu hobe?
ডিসেম্বর
❤❤❤
Thanks for your feedback.