ছালামুন আলাইকা। অনেক দিন পর শুরু করলেন ভালো লাগলো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন কোরআন বুঝে পড়তে এবং তা নিজ জীবনে আমল করার তৌফিক দান করুন। AL MOSES এর কোরআন আলোচনা শুনে বাংলায় অনুবাদ করে আমাদের জানাতে পারেন, বেয়াদবি মাফ করবেন।
সালাতের এই বিশ্লেষণাত্মক এপিসোডটি অত্যন্ত সুন্দর এবং যৌক্তিক। প্রচলিত নামাজ যে প্রকৃত ছালাত না এটা বুঝানোর জন্য নবীর যুগের ছালাতের কথা আনতে হয়েছে , সেটাতেও অনেকের আপত্তি দেখলাম । কেনো ছালাতের জন্য সবাইকে একত্রিত করা হয়েছিল সেটা এখনও অনেকে বুঝতে পারেনা । অনেক কথা বলার থাকে কিন্তু তা হয়না । প্রচলিত নামাজের কিছু পাওয়া যাবে বলে আমিও বিশ্বাস করিনা । আপনি কোরানের অনেক গভীরে ঢুকে গেছেন , ভালো লেগেছে । আপনি যা করে আছেন , সেটা চালিয়ে যান । ধন্যবাদ ।
এজন্যই প্রচলিত নামাজে চার মাজহাবে চার পদ্বতি তে হাত বাধা হয়। কারন অনেকেই নবীর যুগে কুরআন প্রচারের সময় মালেকি মাজহাবের মতো সোজা হাত ছেড়ে দিয়ে দাড়িয়ে দাড়িয়ে শুনত। অনেকে বুকে হাত বেধে শুনতো। অনেকে দীর্ঘক্ষন বুকে হাত বেধে দাঁড়িয়ে থাকতে থাকতে আস্তে আস্তে হাত বুক থেকে নেমে পেটে এমনকি নাভির নিচেও নেমে যেতো🫣🤭😜
@@shahriareshihab8587খুব চমৎকার একটা কথা উদ্ঘাটন করেছেন । ইমামের পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকলে নামাজ হয়ে যায় , এই কথাটা আমি কোনোদিনে মন থেকে মানতে পারিনাই । নবীর যুগের সালাত কি রকম ছিলো , আপনার মাধ্যমে জানতে পারলাম । তাছাড়া নামাজে দাঁড়িয়ে আল্লাহর বাণী যা আমাদের জন্য করণীয় সেই বাণী আবার আল্লাহকে দিনে পাঁচবার উঠে বসে বিভিন্ন ভঙ্গিমায় শুনাতে হবে , এটা আমার কোনোদিন বুঝে আসেনি। এখন সালাত নিয়ে আর কোনো দ্বিধা দ্বন্দ নেই । কোরান বাস্তবিকই খুব সহজ করেছেন মানুষের জন্য যেটা আল্লাহ বলেছেন। মানুষই জটিল করে ফেলেছে । ভালো থাকবেন। ধন্যবাদ।
@@baharulislamsardar3166যাদের ভাষা আরবি। তাদের সামনে কোরানের আয়াত পাঠ করলে, তারা অল্প হলেও কোরানের আয়াতের অর্থ বুঝতে পারে।❤ 📢 কিন্তু যাদের ভাষা আরবি নয়, তাদেরকে যুগ যুগ ধরে বোকা বানিয়ে ফায়দা লুটে চলছে ধর্ম ব্যবসায়ী মুশরিকরা। কারণ ধর্মভীরু মুর্খরা কোরআনের আয়াতে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন, তারা বোঝেও না এবং বুঝতেও চেষ্টা করে না।।
Many many thanks to you. Your research is great as per what I wanted. I myself trying last many years that Quran must be understand in own language as per sura Ibrahim ayat.#.4. You are doing great job. Thanks & Regards. Dhaka.
Salamalaykum may Allah bless you please keep doing this. We need those kinds of information for real human. This the only way we can be a perfect human.
@@razu4923 আমি বলি - নামাজ, রোজা, হজ, জাকাত, কিছু ই দরকার নাই শুধু - সতত- সর্বত্র- শান্তি বিতরন করো- সতত শান্তি বিতরনের নিয়ত রাখো - কখনোই কাহাকেও কস্ট দিওনা এমন কি কাহাকে ও কস্ট দেওয়ার চিন্তাও করোনা- আর সৃস্টি কর্তায় এমোন বিশ্বাস করো যে তার ইচ্ছা ব্যতিত একটি গাছের পাতাও নড়েনা - এটাই ১০০% সত্যি- তাহলেই তুমি সৃস্টি কর্তাকে অনুভব করতে পারবে - দেখতে পারবে - তুমি কিছুই করতে পারছো না - সবই আমার আল্লা করছেন- আল্লার ইচ্ছায় তোমার হেদায়েতের জন্য আল্লা ই তোমার জন্য এই হেদায়েতের বনী পাঠালো পারলে ধরে রাখো-
সালাতের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার আগে কোরানকে ভালোভাবে বুঝার জন্যে আল্লাহর সাহায্য চান প্রতিদিন। সালাতের তিনটা রুপ বা তিন অর্থে ব্যবহার হয়েছে কোরানে।
💚💚 প্লিজ উত্তর দিও ভাইজান - তোমার কাছেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর পাবো আশা রাখি - - 1. আল্লাহকে সবসময় স্মরণ করলে নেকী হবে কি ? 2. আল্লাহর প্রশংসা বা তাসবীহ জপ করলে কি নেকী হয় ? 3. নামাজ না পড়লে কি গুনাহ হবে ? 4. সিনেমার গান বাজনায় যেগুলিতে মেয়েরা ছেলেদের সাথে থাকে সেগুলি দেখলে পাপ হবে কি ?? 5. মনে কোনো খারাপ উদ্দেশ্য না নিয়ে যদি কোনো মেয়ের ছবি , চেহারা , নাচ বা reels video দেখা হয় ,, তাহলে কি পাপ হবে ??? প্লিজ,, উত্তর দিও ভাই,,,,
সালামুন আলাইকা ভাই, গতকাল একটা ভিডিও দিয়েছিলেন, সেখানে একটা টপিক ছিলো নবীজী আমাদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান এমনকি নিজের জীবন থেকেও প্রিয়। আমি একটু কনফিউজড এই ব্যাপারটা নিয়ে কারন- সুরা আহযাবের ৬ নং আয়াতে এমনটাই পেয়েছি। আমি খুব কৃতজ্ঞ হবো যদি ব্যাপারটা একটু পরিষ্কার করে বলেন।
সালামুন আলাইকুম ভাই আপনার কথা মনোযোগ সহকারে এজন্যই শুনি আপনি কেবলমাত্র শুধুমাত্র কোরআন থেকে বলেন কিন্তু আপনি বললেন যুগে কাগজ ছিল না কিন্তু পবিত্র কুরআনে কাগজের কথা উল্লেখ আছে এবং সভ্যতার সকল যুগেই এটাও পবিত্র কুরআনে উল্লেখ আছে এখন আয়াতটা আমার মনে নাই
আপনার সম্বন্ধে জানার খুব ইচ্ছা ছিল কিন্তু জানতে পারলাম না পুরো তথ্য নেই আত্ম সম্বন্ধে। আপনি ইহুদীদের কোন চর কিনা সেটা জানতে পারলাম না দুঃখিত। এরকম ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে হলে আগে নিজের সম্বন্ধে আলোচনা করতে হবে।
মিশরে এক ধরনের কাগজ ছিলো বটে, কিন্তু তা ছিলো খুব ব্যয়বহুল। পবিত্র কুরআন নাযিলের সময় কাগজ তাদের নাগালের বাইরে ছিলো বলাই যায়, হয়তো তাই বক্তা কাগজ ছিলোনা বলেছেন। আমরা ভালো উপস্থাপনার জন্য ওনাকে ধন্যবাদ জানাতেই পারি!
কোন কোন পয়েন্ট আপনার কাছে হযবরল মনে হয়েছে এবং কেন আপনার আর্গুমেন্ট সহ তুলে ধরুন।। কোন লজিক রেফারেন্স যুক্তি ছাড়া ঢালাও আতেলিয় মন্তব্য কাম্য নয়। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ
কী শিরোনামে আপনারা কী আলোচনা করেন? নবীজীর ( সাঃ ) সালাত কেমন ছিলো, শুধুমাত্র সেই কথা বলুন। এযুগের সালাত কে বা কারা প্রবর্তন করলেন? দুই সালাতের তফাৎ কোথায়?
প্রচলিত সালাত সম্পর্কে ক্লিয়ার করুন প্রচলিত সালাত পড়া যাবে কি যাবে না, একটা ভিডিওতে আধা ঘন্টা চল্লিশ মিনিট বা ৫০ মিনিটের একটা ভিডিওতে, ক্লিয়ার করুন ভাই দয়া করে, আপনার সালাত সম্পর্কিত সবগুলো ভিডিও দেখছি,
বর্তমান সময়ের নামাজের প্রয়োজন রয়েছে কারণ এর মাধ্যমেও সমাজ ও পরিবারে কোরআন প্রতিষ্ঠা করা যায়,যদি কেউ চায়। আপনি বরঞ্চ রাসুলের সময় সুদ ও যাকাত সিস্টেম নিয়ে আলোচনা করেন-- এতে অনেক উপকার হবে ।
ভাইজান, কোরআন ও কিতাব এক বিষয় নয়। মহানবীর আমলে কোন কিতাব বা পুস্তক ছিল না। পবিত্র কোরআনে আল্লাহ অর্থভেদে ভিন্ন জায়গায় কোরআন ও কিতাব শব্দ আলাদা করে প্রয়োগ করেছেন। কিন্তু আল্লাহ কিতাব শব্দটি কি অর্থে ব্যবহার করেছেন তা আমাদের সমাজের শতকরা ৯৯.৯৯ ভাগ আলেমরা জানে না। এই সমস্ত দুর্লভ ও গোপন জ্ঞানের অধিকারী যাঁরা তাঁরাই আল্লাহর মনোনীত বান্দা। তাই পবিত্র কোরআনের সঠিক ভাব ও জ্ঞান জানতে চাইলে আমাদের তাঁদের নিকট যেতে হবে। তাই আপনার প্রতি অনুরোধ, কোরআন থেকে জ্ঞান দিতে হলে আগে নিজেকে জ্ঞানের অধিকারী হতে হবে। ধন্যবাদ।
@@Quran.Research.Intelligence আপনি আপনার ভিডিওতে কোরআন ও কিতাব একই অর্থে ব্যবহার করেছেন, মানুষ তাই জেনেছে। তাই কথাটা বললাম। আর কোরআন ও কিতাবের ভাবার্থ আপনি কি জেনেছেন জানি না। সত্যি যদি জেনে থাকেন তাহলে তা অবশ্যই কোন আল্লাহ ওয়ালা থেকেই জেনেছেন। অন্যথায় আপনি ভুল জেনেছেন। অথবা শুধু আরবি থেকে বাংলা অনুবাদ হবে হয়তো।
@@Quran.Research.Intelligence যাতে কিছু লিখা থাকে তাকেই কিতাব বলে,,অতঃপর কুরআনের অর্থ বারবার পঠিত এইতো আপনি শুধু প্যাচ লাগিয়ে কথা বলেন,, আর বর্তমান আপনি যার উপর প্রতিষ্ঠিত আছেন অতএব এইভাবে থাকতে পারলে আপনি অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা ইনশাআল্লাহ,,,,
আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তা কি কোরআনে আছে আর নবীজি মিরাজ থেকে আসার পর যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা হয় তা কি কোরআনে বর্ণিত আছে দয়া করে জানাবেন
@@MollikMollik-x8r জ্বি। নামাজ পড়া ছাড়া যদি জান্নাতে যাওয়া না যেত -তাহলে কুরআনেই নামাজের নিয়ম থাকত। সত্য বলতে হাদীসেও নামাজের পূর্ণ কাঠামো নেই। ওয়াক্ত, রাকাত সবকিছুই গোজামিল। এজন্য দেখবেন নামাজ না পড়লে নবী বলছে এটা হবে ওটা হবে, কিন্তু এটা বলে না যে -নবী বলেছেন প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ,নবী বলেছেন দৈনিক ১৭ রাকাত নামাজ ফরজ।
জনাব রেজওয়ান মাহমুদ, আপনি ভুল তথ্য প্রচার করছেন ১১ নম্বরর সুরা ১১৪ আয়াতে আল্লাহ বলেছেন হে বিশ্বাসীগন তোমরা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে ও রাতের প্রথম অংশে। আপনি বললেন দুই ওয়াক্ত। ৭৮,৭৯ আল্লাহ বলেছেন সূর্য পশ্চিমে ঢলে পড়ার পর রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো।যেটা এশার ওয়াক্ত। এছাড়াও আরো এক আয়াতে আল্লাহ বলেছেন সূর্য ঢলে পড়ার নামাজ কয়েম করতে। আপনি আরে বলেছেন ১১ : ৭৮-৭৯ একই কথা মানে দুই ওয়াক্ত কিন্তু আল্লাহ বলেছেন সূর্য পশ্চিমে ঢলে পড়ার পর রাতপর ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কয়েম করো। এছাড়া ২৪ সুরা ৫৮ আয়াতে নামাজ সম্বন্ধে কোন কথা আল্লাহ বলেন নাই। আশাকরি সঠিক প্রচার করবেন।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি সম্ভবত এই চ্যানেলে নতুন এবং নামাজ সিরিজের প্রথম ভিডিও দেখলেন। নামাজ ও সালাত সিরিজের এটা অনেক শেষের দিকের ভিডিও। আপনি প্লে লিস্ট থেকে প্রথম ভিডিও থেকে দেখা শুরু করুন। এসব আয়াতের পরিপূর্ণ বিশ্লেষণ করা হয়েছে। তারপর মন্তব্য করুন ❤️❤️
মুসলমানদের ঈমান আকিদাকে নষ্ট করার জন্য এই ধরনের নামধারী ইহুদি এজেন্ট রয়ের এজেন্ট উঠে পড়ে লেগেছে। অতি সূক্ষ্মভাবে এরা মানুষের মন মগজ ধোলাই করতেছে, কুরআনকে অনুসরণ করার অর্থ এই নয় যে হাদিসকে মানা যাবে না।
Still you are not on the right path. Anyway you want to win Prophet Mohd's Islam but Islam was from Adam to now and at the end of time. Nuh, Abraham, Yakub, Eusuf, Daud, Solayman, Musa, Jesus, Mohd etc all prophet publish only Islam. Do not make Islam as Awamileague, BNP, Jamat etc. In what sense Jesus addresses God as the father that is not a genetic father.
Your speace is fake becuase trenity men three god is it not right ? But now your speace modifying thougt .but now your thot that mean it is islamic thougt .
হাদিস লেখা নিষিদ্ধ করার বিষয়ে নবী মুহাম্মদ (সা.) এর কিছু বক্তব্য রয়েছে, তবে এটি একটি জটিল বিষয়। ১. হাদিস লেখার নির্দেশ: নবী (সা.) নিজের জীবদ্দশায় হাদিস লেখার জন্য উদ্বুদ্ধ করেছেন, কিন্তু কিছু সময়ে তিনি কিছু সতর্কতা জারি করেছিলেন। হাদিসের উত্স: নবী (সা.) বলেছেন, "যে ব্যক্তি আমার ওপর মিথ্যা রচনা করে, সে যেন তার স্থান জাহান্নামে নিশ্চিত করে" (বুখারি ও মুসলিম)। এই হাদিসটি দেখায় যে, নবী (সা.) হাদিসের সঠিকতা ও সত্যতা নিশ্চিত করতে চেয়েছিলেন। ২. লেখার নিষেধাজ্ঞা: একটি সময় নবী (সা.) মুসলিমদেরকে হাদিস লেখার ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেছেন, "তোমরা আল-কোরআন লেখো, কিন্তু অন্য কোনো কিছুর লেখার জন্য আল-কোরআনের সঙ্গে মিলিত করবেন না।" (মুসলিম) ৩. এর কারণ: অভ্রান্তি এবং বিভ্রান্তি: নবী (সা.) চিন্তিত ছিলেন যে, যদি মানুষ কোরআনের পাশাপাশি হাদিস লেখে, তাহলে হাদিস ও কোরআনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ৪. পরবর্তী সময়ের বিকাশ: নবী (সা.) এর মৃত্যুর পর, সাহাবীরা হাদিস লেখার বিষয়ে সচেতন হয়ে উঠেন এবং তারা হাদিস সংকলন শুরু করেন। ইমাম বুখারি, মুসলিম প্রমুখ বিভিন্ন হাদিস গ্রন্থ রচনা করেছেন, যা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসংহার: নবী মুহাম্মদ (সা.) কিছু সময়ে হাদিস লেখার বিষয়ে সতর্কতা প্রদর্শন করেছেন, তবে এটি নিষিদ্ধ ছিল না। তিনি হাদিসের সঠিকতা ও অখণ্ডতা রক্ষা করার জন্য এটি করেছেন। পরবর্তী সময়ে, সাহাবীরা এবং ইসলামী পণ্ডিতরা হাদিস লেখার এবং সংকলনের কাজে নিয়োজিত হন।
আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের জন্য একমাত্র ধর্ম ইসলাম ও পবিত্র গ্রন্থ হিসাবে কোরআন অনুসরণ ও অনুকরণ করতে নির্দেশ দিয়েছেন এবং যা সকলের জন্য উন্মুক্ত ও সার্বজনীন করে দিয়েছিলেন এবং কঠিন ও কঠোর ভাবে অধ্যয়ন করে শুদ্ধ ভাবে পাঠ করে শুনে,শিখে বুঝে আত্মস্থ করে নিজের পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও বৈশ্বিক জীবনে প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে যার কোনো অন্যথা বা বিকল্প নেই বরং আল্লাহ পাক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন এবং কোরআন অনুসরণ ও অনুকরণ করতে নির্দেশ দিয়েছেন যা সকলের জন্য উন্মুক্ত ও সার্বজনীন এবং বাধ্যতামূলক করা হয়েছিল। কোরআন তেলাওয়াত করে কিছুই বুঝে নি বা ব্যক্তি জীবনে প্রয়োগ ও বাস্তবায়ন করে নি তার তেলাওয়াত করা আর না করার মধ্যে কোনো পার্থক্য নেই বরং অশুদ্ধ উচ্চারণ করায় অর্থ ভিন্ন হয়ে যাবে এবং পাপের বোঝা বহন করতে হবে।অথচ এই ধরনের অতীব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এবং মহা মূল্যবান এবং শিক্ষনীয় বিষয় নিয়ে কোনো ওয়াজ মাহফিলে আলোচনা সমালোচনা পর্যালোচনা করে জনগনকে সঠিক ও নির্ভুল পথে চলার জন্য উৎসাহিত উৎফুল্ল করা হয় নি বরং অভিশপ্ত ঘৃণিত ও পাপের পথে জীবন গঠনের জন্য উৎসাহিত ও উদ্বুদ্ধ করা হয়েছে যুগের পর যুগ ধরে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা দেয়ার জন্য অঞ্চল ও ভাষা ভিত্তিক নবী রাসুল প্রেরন করে ছিলেন। কিন্তু কেন তিনি আল্লাহ মাতৃভাষার প্রতি এতো গুরুত্ব দিয়েছিলেন?আরবী পৃথিবীর সব এলাকার মাতৃভাষা আরবী নয় বরং বিভিন্ন ভাষায় কথা বলে বিধায় যাতে মাতৃভাষায় কোরআন তেলাওয়াত করে শুদ্ধ উচ্চারণ করে পাঠ করতে নিজ ভাষায় শিখতে লিখতে বুঝতে আত্মস্থ করে নিজের পারিবারিক ও সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারে।অথচ দুর্ভাগ্য এই দেশবাসীর যে এগনও বাংলাদেশের অধিকাংশ ঘরেই মোল্লা মুন্সী মৌলভী হাফেজ মাওলানা ক্বারী মুফতী ও শায়েখ গন শুধু মাত্র আরবীতে কোরআন শিক্ষা দিচ্ছে।ফলে বর্তমান ডিজিটাল যুগের ছেলে মেয়েরা কোনো রকম কোরআন তেলাওয়াত শিখতে পারে এবং বিবাহের নিমিত্তে একটা সুরার কয়েকটি আয়াত মুখস্থ করে যা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক ও অশুভ লক্ষণ। রাষ্ট্রীয় ভাবে কোরআন অনুসরণ ও অনুকরণ করতে বাধ্য করতে হবে এবং মাতৃভাষায় কোরআন শিক্ষার জন্য কঠোর ও কঠিন আইন করতে হবে যেন সবাই পালন করতে বাধ্য হয়। রাসুল আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন।
ভাই সালাত এর বিষয় টা তো পরিস্কার হয়নি আর ও একটু যদি পরিস্কার করতেন, মানে সালাতটা আমরা কিভাবে কায়েম করব? ভাই আমার মনে হয় আমি আপনার ভিডিও বেশীর ভাগ শুনি!
আপনার আলোচনা সুন্দর আলোচনা সুনে সবাই হেদায়েত হবে
কোরআনের কথা আমি অধীর আগ্রহে শুনি কারণ তা হলো স্বয়ং আল্লাহর বানী।
আপনার দীর্ঘ হায়াত কামনা করছি আল্লাহর কাছে।
শান্তিময় হউক আপনার জীবন আল্লাহর ইচ্ছায়, সালাম আপনাকে ভাই।
সালাত নিয়ে আলোচ্য এই এপিসোডটি অত্যন্ত সুন্দর ও বিশ্লেষণের মাধ্যমে যথোপযোগী বুঝতে পেরে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই।
সালামুন আলাইকুম।
খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক মেসেজ। ভালো লাগলো আলোচনা।
আমি আপনার সব গুলো লেকচার শুনি। আমি আপনার কথাতেকুরআনের মিল খুঁজে পাই
বর্তমান সময়ের মানুষেরা কুরআনের সত্য কথার থেকে হুজুরদের মিথ্যা কথা বেশি সত্য ও বিস্বাস করে,,,
ঠিক বলেছেন ভাই
ঠিক বলেছেন ভাই
Hujur ra chiting baz mithha katha bole.
আপনি আপনার দাওয়াত চালিয়ে যান।
Excellent discussion many thanks
Excellent discussion.All these are also my opinion.Thank you.
জাজাকাললাহৃ খাইরান।
আপনার আলোচনা শুনে মন ভরে গেলো।যদি সেই অনুসারে কাজ করতাম।দোয়া ক রবেন।
বড় ভাই মানুষ সবকিছু নিতে চায় কিন্তু কোরআন নিতে চায় না। শুধু তাই নয় কুরআনের কথা বললেই কিছু মানুষের রক্ত গরম হয়ে যায় ?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
আগামীকাল ভিডিও পাবেন এ বিষয়ে
সহমত পোষণ করছি।
Bhai Ami Quran porte bole Gali Khai
Amra actually Hadith nirbor
কুরআনের কথা বলতে গিয়ে আমি বন্ধুদের দ্বারা অপমাণিত হয়েছি।
সালামুন আলাইকুম হে আল্লাহ আমার এ ভাই কে কুরআনের গেন আরো বিশি বিশি দান করুন রববানা ওয়া তাকাববাল দুয়াআ আর আমরা কুরআনের সতোটা জানতে পারি৷ ইনশাআল্লাহ
কোরআন নতুন করে আল্লাহ খুলছেন। আলহামদুলিল্লাহ।
Peace be upon you ❤❤❤
Salamun Alaikum.... Bhaloi bole thaken.... Dhonnobad.
আপানার কথা সুন্দর আলোচনা কেউ যদি না বুঝে সে কোনোদিন বুঝতে পারবে না❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️
ছালামুন আলাইকা। অনেক দিন পর শুরু করলেন ভালো লাগলো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন কোরআন বুঝে পড়তে এবং তা নিজ জীবনে আমল করার তৌফিক দান করুন। AL MOSES এর কোরআন আলোচনা শুনে বাংলায় অনুবাদ করে আমাদের জানাতে পারেন, বেয়াদবি মাফ করবেন।
আল মোসেস এর বিশ্লেষণ বাংলাদেশীদের জন্য প্রযোজ্য নয়। মাথার ওপর দিয়ে যাবে।😇
Ma sha Allah
সালাতের এই বিশ্লেষণাত্মক এপিসোডটি অত্যন্ত সুন্দর এবং যৌক্তিক। প্রচলিত নামাজ যে প্রকৃত ছালাত না এটা বুঝানোর জন্য নবীর যুগের ছালাতের কথা আনতে হয়েছে , সেটাতেও অনেকের আপত্তি দেখলাম । কেনো ছালাতের জন্য সবাইকে একত্রিত করা হয়েছিল সেটা এখনও অনেকে বুঝতে পারেনা । অনেক কথা বলার থাকে কিন্তু তা হয়না । প্রচলিত নামাজের কিছু পাওয়া যাবে বলে আমিও বিশ্বাস করিনা । আপনি কোরানের অনেক গভীরে ঢুকে গেছেন , ভালো লেগেছে । আপনি যা করে আছেন , সেটা চালিয়ে যান । ধন্যবাদ ।
এজন্যই প্রচলিত নামাজে চার মাজহাবে চার পদ্বতি তে হাত বাধা হয়।
কারন অনেকেই নবীর যুগে কুরআন প্রচারের সময় মালেকি মাজহাবের মতো সোজা হাত ছেড়ে দিয়ে দাড়িয়ে দাড়িয়ে শুনত।
অনেকে বুকে হাত বেধে শুনতো।
অনেকে দীর্ঘক্ষন বুকে হাত বেধে দাঁড়িয়ে থাকতে থাকতে আস্তে আস্তে হাত বুক থেকে নেমে পেটে এমনকি নাভির নিচেও নেমে যেতো🫣🤭😜
এজন্যই ইমামের পেছেনে মুসল্লির তিলাওয়াত করা লাগে না কারন
১৪০০ বছর আগে রাসুল সা: আল্লাহর বিধান কোরআন পড়ে শুনাতেন এবং সবাই দাড়িয়ে মনোযোগ দিয়ে শোনতো
@@shahriareshihab8587খুব চমৎকার একটা কথা উদ্ঘাটন করেছেন । ইমামের পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকলে নামাজ হয়ে যায় , এই কথাটা আমি কোনোদিনে মন থেকে মানতে পারিনাই । নবীর যুগের সালাত কি রকম ছিলো , আপনার মাধ্যমে জানতে পারলাম । তাছাড়া নামাজে দাঁড়িয়ে আল্লাহর বাণী যা আমাদের জন্য করণীয় সেই বাণী আবার আল্লাহকে দিনে পাঁচবার উঠে বসে বিভিন্ন ভঙ্গিমায় শুনাতে হবে , এটা আমার কোনোদিন বুঝে আসেনি। এখন সালাত নিয়ে আর কোনো দ্বিধা দ্বন্দ নেই । কোরান বাস্তবিকই খুব সহজ করেছেন মানুষের জন্য যেটা আল্লাহ বলেছেন। মানুষই জটিল করে ফেলেছে । ভালো থাকবেন। ধন্যবাদ।
@@baharulislamsardar3166যাদের ভাষা আরবি। তাদের সামনে কোরানের আয়াত পাঠ করলে, তারা অল্প হলেও কোরানের আয়াতের অর্থ বুঝতে পারে।❤
📢 কিন্তু যাদের ভাষা আরবি নয়, তাদেরকে যুগ যুগ ধরে বোকা বানিয়ে ফায়দা লুটে চলছে ধর্ম ব্যবসায়ী মুশরিকরা।
কারণ ধর্মভীরু মুর্খরা কোরআনের আয়াতে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন, তারা বোঝেও না এবং বুঝতেও চেষ্টা করে না।।
আলোচনাটি প্রাণবন্ত হয়েছে। (ধন্যবাদ).
❤️❤️❤️
সুন্দর স্যার
উপস্থাপন ভালো লাগলো
সালামুন আলাইকা খুব সুন্দর আলোচনা ❤❤❤❤❤
❤সালামুন আলাইকুম 💛🌹💚
Very good way of presentation. Proud of you brother.
ভাই একটা কুরআন আমাদের PDF বানানো দরকার, সঠীক অনুবাদে।
বিশ্ব বাসির প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া বর্ষিত হোক। ভাইজান মোবাইল নম্বরটা চাই।
❤
কোরানের কথা বললেই লোকজন ক্ষেপে যায়।
আপনি আমি তো কোথাকার কোন ছাই।
নবী রাসুল দের উপরও ক্ষেপে যেতো।
তাদের পাগল বলতো।মারধোর করতো।পিটিয়ে রক্তাক্ত করতো অহরহ
ইভেন বহু নবী রাসুল হত্যার শিকার ও হয়েছেন।
সো বি কুল এন্ড ফলো সুরা নাহল-১২৫
সুরা কাছাছ -৫৬
সঠিকভাবে নবী সাঃ এর শিখানো জ্ঞান নির্দেশনা দিয়ে কোরআন বুঝান
একদম সত্যি কথা বলেছেন এমন ক্ষেপে যায় মনে হয় আমি কোন অপরাধ করে ফেলেছি
কোরআনে বর্ণিত সালাত আর প্রচলিত সালাত এক নয়৷ কোরআন পড়ুন প্রমান পাবেন আর চুপ থাকবেন৷
Kemon chilo amake bolbe please
❤❤
Many many thanks to you. Your research is great as per what I wanted. I myself trying last many years that Quran must be understand in own language as per sura Ibrahim ayat.#.4. You are doing great job. Thanks & Regards. Dhaka.
Faith and good deeds confirm jannat
Congratulations
Salamalaykum may Allah bless you please keep doing this. We need those kinds of information for real human. This the only way we can be a perfect human.
ভাই আপনার এই মহা সত্য কথা কি জাতি মেনে নিবে এ জাতিকে তো বিভ্রান্ত করেছে বহুৎ আগেই ধর্ম পণ্ডিতরা।
সালামুন আলাইকুম-এটা কুরআন মাজিদে বর্ণিত হয়েছে শুধু মৃতদের জন্য।
জীবিত মানুষের জন্য হবে আসসালামুয়ালাইকুম।
শুধু কোরআন এর কথা বললেই, এরা বলে না না,, হাদীস ছাড়া চলবে কি করে ??
সুরা নাহল ১২৫ সুরা কাছাছ ৫৬ আয়াত এপ্লাই করুন
গতকাল আমার এক নিকট আত্মীয় বলছে এত কিছু জানার দরকার নেই। ৫ ওয়াক্ত নামাজ টা ঠিক মত পড়ো।।
আমার আত্মীয়রা ও একি কথা বলে😂
@@razu4923 এইটা একটা স্ক্যাম।
এর কারনেই আজ মুসলিম উম্মাহ দিকভ্রান্ত
@@razu4923 আমি বলি - নামাজ, রোজা, হজ, জাকাত, কিছু ই দরকার নাই শুধু - সতত- সর্বত্র- শান্তি বিতরন করো- সতত শান্তি বিতরনের নিয়ত রাখো - কখনোই কাহাকেও কস্ট দিওনা এমন কি কাহাকে ও কস্ট দেওয়ার চিন্তাও করোনা- আর সৃস্টি কর্তায় এমোন বিশ্বাস করো যে তার ইচ্ছা ব্যতিত একটি গাছের পাতাও নড়েনা - এটাই ১০০% সত্যি- তাহলেই তুমি সৃস্টি কর্তাকে অনুভব করতে পারবে - দেখতে পারবে - তুমি কিছুই করতে পারছো না - সবই আমার আল্লা করছেন- আল্লার ইচ্ছায় তোমার হেদায়েতের জন্য আল্লা ই তোমার জন্য এই হেদায়েতের বনী পাঠালো পারলে ধরে রাখো-
সালাতের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার আগে কোরানকে ভালোভাবে বুঝার জন্যে আল্লাহর সাহায্য চান প্রতিদিন। সালাতের তিনটা রুপ বা তিন অর্থে ব্যবহার হয়েছে কোরানে।
জ্বী স্যার।
আপনি সালাত ও নামাজ সিরিজের সব গুলো ভিডিও দেখুন
❤🇰🇷🍀
সালামুন আলাইকুম
Salamun alaikum vi
দারুন। তবে এতো নাটকীয় ভাবে না বলে স্বাভাবিক ও সাবলীল ভাবে আলোচনা করলে মনোযোগ ধরে রাখা সহজ হতো।
you can teach me how to present 🙏🙏
It will be a great pleasure & honour
ভাই আপনার বয়স কত হবে তা বলতেন❤ আর আমার জন্য দুয়া করবেন ❤নামাজ মন্দ কাজ থেকে ফিরে আসায় ❤❤❤❤❤❤❤
💚💚 প্লিজ উত্তর দিও ভাইজান - তোমার কাছেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর পাবো আশা রাখি - -
1. আল্লাহকে সবসময় স্মরণ করলে নেকী হবে কি ?
2. আল্লাহর প্রশংসা বা তাসবীহ জপ করলে কি নেকী হয় ?
3. নামাজ না পড়লে কি গুনাহ হবে ?
4. সিনেমার গান বাজনায় যেগুলিতে মেয়েরা ছেলেদের সাথে থাকে সেগুলি দেখলে পাপ হবে কি ??
5. মনে কোনো খারাপ উদ্দেশ্য না নিয়ে যদি কোনো মেয়ের ছবি , চেহারা , নাচ বা reels video দেখা হয় ,, তাহলে কি পাপ হবে ??? প্লিজ,, উত্তর দিও ভাই,,,,
সুরা নাহল আয়াত -৯০
আপনি জানেন অনেক কিছুই কিন্তু এটা কেন জানেন না? যে কাগজ বহুবছর পূর্বেই আবিস্কার
হয়েছে
কাগজ কবে আবিস্কার হয়েছে?
সালামুন আলাইকা ভাই, গতকাল একটা ভিডিও দিয়েছিলেন, সেখানে একটা টপিক ছিলো নবীজী আমাদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান এমনকি নিজের জীবন থেকেও প্রিয়। আমি একটু কনফিউজড এই ব্যাপারটা নিয়ে কারন- সুরা আহযাবের ৬ নং আয়াতে এমনটাই পেয়েছি। আমি খুব কৃতজ্ঞ হবো যদি ব্যাপারটা একটু পরিষ্কার করে বলেন।
সুরা আহজাব ৬ আয়াতে প্রিয় শব্দ নেই।
আছে নবী তোমাদের ঘনিষ্ঠ।
মানে একসাথে থাকে,,মিলেমিশে চলে,সুখে দুখের সাথী একরকম বিষয়।
সালামুন আলাইকুম মাদারীপুর শিবচর থানা থেকে
Momen use high es level of Muslim when it Muttaki and Momen dies as Muslim in.Your discussion is very good
i Don't understand
১ মুসলিম
২ মুত্তাকী
৩ মুমিন
Explain
বড় ভাই আমি আপনার লেকচার শুনি কিন্তু ম্যাক্সিমাম মানুষই আছে কোরআনের কথা বলতে গেলেই তারা রেগে যায় এবং হাদিস অশোকের কারী আখ্যা দেয়
কুরআনের কথা বলার হিকমত ও কৌশল অবলম্বন করুন।
লাস্ট ভিডিও টি দেখুন
হক। ইমাম মে হে দি। আলী। আল্লাহ। হক। পাঁজাতান। পাক। মাও লা। আলী আল্লাহ
ইমাম মেহেদী কে?
@@Quran.Research.Intelligence
এটা আমারও প্রশ্ন,,
ভাইয়া আরবের ইতিহাস নিয়ে কিছু ভিডিও বানালে, মানুষের কোরআন বুঝতে মনে হয় আরো সহজ হবে।
th-cam.com/video/l3EOc2Q_FkA/w-d-xo.htmlsi=z5ncG2XC1jUOcljj
কাগজ কখন আবিষ্কার হয়েছে?
Sura niya ayat 103 eta ki
Ayat 285 hobe na hobe 286 ayat Bakara.
কিতাব অধ্যয়ন করা বলতে কি বোঝানো হয়েছে, তা আলোচনার অনুরোধ রইলো।
সালামুন আলাইকুম ভাই আপনার কথা মনোযোগ সহকারে এজন্যই শুনি আপনি কেবলমাত্র শুধুমাত্র কোরআন থেকে বলেন কিন্তু আপনি বললেন যুগে কাগজ ছিল না কিন্তু পবিত্র কুরআনে কাগজের কথা উল্লেখ আছে এবং সভ্যতার সকল যুগেই এটাও পবিত্র কুরআনে উল্লেখ আছে এখন আয়াতটা আমার মনে নাই
কাগজ বলতে এযুগের প্রচলিত কাগজের মতো কাগজ ছিল না।
কোন কিছুর উপর লেখা গেলে সেটাই কাগজ।
চামড়া হাড় কলাপাতাও কাগজের কাজ করতে পারে।
আপনার সম্বন্ধে জানার খুব ইচ্ছা ছিল কিন্তু জানতে পারলাম না পুরো তথ্য নেই আত্ম সম্বন্ধে। আপনি ইহুদীদের কোন চর কিনা সেটা জানতে পারলাম না দুঃখিত। এরকম ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে হলে আগে নিজের সম্বন্ধে আলোচনা করতে হবে।
মিশরে এক ধরনের কাগজ ছিলো বটে, কিন্তু তা ছিলো খুব ব্যয়বহুল। পবিত্র কুরআন নাযিলের সময় কাগজ তাদের নাগালের বাইরে ছিলো বলাই যায়, হয়তো তাই বক্তা কাগজ ছিলোনা বলেছেন। আমরা ভালো উপস্থাপনার জন্য ওনাকে ধন্যবাদ জানাতেই পারি!
আপনার আলোচনা হ-য-ব-র-ল টাইপের
কোন কোন পয়েন্ট আপনার কাছে হযবরল মনে হয়েছে এবং কেন আপনার আর্গুমেন্ট সহ তুলে ধরুন।।
কোন লজিক রেফারেন্স যুক্তি ছাড়া ঢালাও আতেলিয় মন্তব্য কাম্য নয়।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ
@@Quran.Research.Intelligence
কঠোর ভাব পরিহার করুন,
Huzur Ingil Sarif porle hobe na? Quran a to bolece ai kitab purboborti sokol kitaber sattayan Kari?
th-cam.com/video/Ye1BrI2xQOY/w-d-xo.htmlsi=MH0aRPl7wjSyRgkK
কী শিরোনামে আপনারা কী আলোচনা করেন? নবীজীর ( সাঃ ) সালাত কেমন ছিলো, শুধুমাত্র সেই কথা বলুন। এযুগের সালাত কে বা কারা প্রবর্তন করলেন? দুই সালাতের তফাৎ কোথায়?
@@shaikhmd.abdullah1149 প্রাইমারি স্কুল পাশ ছেলে ইউনিভার্সিটির ক্লাসে ঢুকে গেলে তো বিপদ।
Vy apona kota sob vasai korar doka karon al quran a bane amon vaba ame sonenay
ভাই আপনার আলোচনা নিয়মিত শুনি ভালোলাগে কিন্তু কোন বিষয় বুঝাতে কিছু অপ্রাসঙ্গিক আলোচনা করেন, তা ভালোলাগে না।
যেমন
সুরা বাকারা ২৩৮,২৩৯,সুরা নিসা-১০১,১০২,এগুলো কি প্রচলিত সলাত কে বুঝায়?আমার খুব জানার দরকার ও সলাতে বাকী আয়াত গুলো নিয়ে একটু আলোচনা করবেন
সালাত ও নামাজ সিরিজের সব গুলো ভিডিও দেখুন
প্রচলিত সালাত সম্পর্কে ক্লিয়ার করুন প্রচলিত সালাত পড়া যাবে কি যাবে না, একটা ভিডিওতে আধা ঘন্টা চল্লিশ মিনিট বা ৫০ মিনিটের একটা ভিডিওতে, ক্লিয়ার করুন ভাই দয়া করে, আপনার সালাত সম্পর্কিত সবগুলো ভিডিও দেখছি,
এই ধোকাবাজ থেকে সবাই বিরত থাকুন।
এই লোকটা শুদ্ধ করে সালাম দিতে জানে না।
উনি যে একজন পথভ্রষ্টকারী এতে বিন্দুমাত্র সন্দেহ নাই।
Satta katha sun te gar fatche.
আল্লাহ এমন নই যে মানুষের সঙ্গে কথা বলবে ওহির মাধ্যেম ছাড়া । তাহলে মিরাজ হল কিভাবে ।
মিরাজ নিয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা আছে স্যার
মোবাইল নম্বর টা পেলাম না ভাই
এখন যেভাবে নামাজ পড়ায় পড়ি, কবে থেকে শুরু হয়েছে?
সম্ভবত উমাইয়া আব্বাসিদের সময়।নবীর কঠোর নির্দেশ ভায়োলেট করে
হাদীসের কিতাব লেখা শুরুর পর
বর্তমান সময়ের নামাজের প্রয়োজন রয়েছে কারণ এর মাধ্যমেও সমাজ ও পরিবারে কোরআন প্রতিষ্ঠা করা যায়,যদি কেউ চায়। আপনি বরঞ্চ রাসুলের সময় সুদ ও যাকাত সিস্টেম নিয়ে আলোচনা করেন-- এতে অনেক উপকার হবে ।
সুদ ও যাকাত নিয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা আছে
আচ্ছা মানুষ মারা গেলে তাকে যে মাটিতে দাফন করতে হবে তা পারলে প্রমাণ করুন কোরআন দিয়ে
@MdShahin
আপনি কি একটা কাকের চেয়েও অধম। কুরআন বাংলায় মন দিয়ে পড়ে থাকলে এ কথার মানে বুঝবেন।
Salat kayam na kore janat peyeche historical proman ki
ভাই, সবার মাঝে যে, মহান ব্যাক্তিকে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে, ওনি কে, বিভ্রান্তি শৃষ্টি না করাই ভালো!
ok
সাতাশ বছর ধরে কোরআন নাজিল হয়েছিল?
not sure
হজরত মুহাম্মদ নবি হওয়ার আগে যে সকল নবি এসেছেন তাঁরা কোন সুরায় নমাজ পড়েছেন? তাঁরা কোন কলমা পড়ে ইমান এনেছেন?জানতে চায়।যদি কেউ সাহায্য করেন।
সাহায্য করার মতো কেউ নাই স্যার।
কেউ আকল খাটায় না
ami jani
@@shamimhosen5930তাহলে বলে দিন,,
ভাই জান প্রচলিত নামাজ এটা কি এক ধরনের সির্ক।
ভাইজান, কোরআন ও কিতাব এক বিষয় নয়। মহানবীর আমলে কোন কিতাব বা পুস্তক ছিল না। পবিত্র কোরআনে আল্লাহ অর্থভেদে ভিন্ন জায়গায় কোরআন ও কিতাব শব্দ আলাদা করে প্রয়োগ করেছেন। কিন্তু আল্লাহ কিতাব শব্দটি কি অর্থে ব্যবহার করেছেন তা আমাদের সমাজের শতকরা ৯৯.৯৯ ভাগ আলেমরা জানে না। এই সমস্ত দুর্লভ ও গোপন জ্ঞানের অধিকারী যাঁরা তাঁরাই আল্লাহর মনোনীত বান্দা। তাই পবিত্র কোরআনের সঠিক ভাব ও জ্ঞান জানতে চাইলে আমাদের তাঁদের নিকট যেতে হবে। তাই আপনার প্রতি অনুরোধ, কোরআন থেকে জ্ঞান দিতে হলে আগে নিজেকে জ্ঞানের অধিকারী হতে হবে। ধন্যবাদ।
কিতাব ও কুরআন এর অর্থ আমি জানি।
আমি কি আল্লাহর মনোনীত বান্দা?
@@Quran.Research.Intelligence আপনি আপনার ভিডিওতে কোরআন ও কিতাব একই অর্থে ব্যবহার করেছেন, মানুষ তাই জেনেছে। তাই কথাটা বললাম। আর কোরআন ও কিতাবের ভাবার্থ আপনি কি জেনেছেন জানি না। সত্যি যদি জেনে থাকেন তাহলে তা অবশ্যই কোন আল্লাহ ওয়ালা থেকেই জেনেছেন। অন্যথায় আপনি ভুল জেনেছেন। অথবা শুধু আরবি থেকে বাংলা অনুবাদ হবে হয়তো।
অনেক সুন্দর কথা লিখলেন।
@@Quran.Research.Intelligence
যাতে কিছু লিখা থাকে তাকেই কিতাব বলে,,অতঃপর কুরআনের অর্থ বারবার পঠিত এইতো আপনি শুধু প্যাচ লাগিয়ে কথা বলেন,, আর বর্তমান আপনি যার উপর প্রতিষ্ঠিত আছেন অতএব এইভাবে থাকতে পারলে আপনি অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা ইনশাআল্লাহ,,,,
যারা মুত্তাকিন তাদের আবার হেদায়েতের কি দরকার? যে পাপি তার জন্য হেদায়েত রহমত দরকার। আগের কিতাব না পড়লে এগুলো বোঝা যাবে না।
সুরা বাকারার ২ আয়াত পড়েন বাংলায়।তারপর বুঝবেন।আরবিতে পড়লে বোঝার কথা না।
সুরা বাকারার ২০১,২৫০,২৮৬,নং আয়াত।
সুরা এমরানের ৮,৯,৩৫,৩৮,৫৩,১৪৭,১৯২,১৯৩, ১৯৪,নং আয়াত।
সুরা মায়েদা,৮৩ নং আয়াত।
সুরা আরাফ,২৩,৪৭,৮৯,১২৬,১৫১ নং আয়াত।
সুরা ইউনুস, ৮৫,৮৬,৮৮,নং আয়াত গুলি আমরা দুনিয়াতে কি কাজ কারে বাস্তবায়ন করব।একটু বুঝিয়ে দিবেন কি ?
যদি সালাত কায়েম না করি,এই আয়াত গুলি আল্লাহ কেন দিয়েছে।
সালাত কায়েম কি অস্বীকার করা হয়েছে কখনো?
বরং সালাত কায়েমের প্রতিই সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে
সালামুন আলাইকুম শরীয়তপুর জেলা থেকে দেখছি ভাই, আপনার মোবাইল নম্বর টা একটু দয়া করে দিন দয়া করে
ভাই আপনি কি শিউর সোহাস-৬ হাজার আয়াত নাযিল হয়েছে
আপনি সম্ভবত এই চ্যানেল এ নতুন
গ্রহনযোগ্য সঠিক কোরআন অনুবাদ কি আছে??
Not yet Sir..
এই যে শারীরিক নামাজ এটা কি হঠাৎ করেই আবির্ভাব হয়েছে??? অবশ্যই পোস্টকারী বলে যাবেন
না ইহুদি খ্রিষ্টান জরুথ্রষ্টু রাওও শারীরিক নামাজ পড়ে।
ইউটিউব বা গুগলে সার্চ দিন।পেয়ে যাবেন।
৬২৩৬টি আয়াত বলতে কষ্ট হয় কি?
জ্বী স্যার।
দয়া করে ক্ষমা করে দিন😭
Nobi allahor thika besi busse
সালামুন আলাইকুম নোয়াখালী মাইজদী বলির দোকান
Do you believe to Allah ? No
হেদায়েত কি, একটু বুঝিয়ে বলুন।
সুরা বাকারা আয়াত ২+৩৮+১৮৫
কোরান জানিনা, আপনি যদি হেদায়েত টা কি একটু বললে একটু জানা হতো।
আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তা কি কোরআনে আছে আর নবীজি মিরাজ থেকে আসার পর যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা হয় তা কি কোরআনে বর্ণিত আছে দয়া করে জানাবেন
নাই
তাহলে আমরা মুসলিমরা কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা কি ভুল পথে আছি দয়া করে জানাবেন
@@MollikMollik-x8r জ্বি। নামাজ পড়া ছাড়া যদি জান্নাতে যাওয়া না যেত -তাহলে কুরআনেই নামাজের নিয়ম থাকত।
সত্য বলতে হাদীসেও নামাজের পূর্ণ কাঠামো নেই। ওয়াক্ত, রাকাত সবকিছুই গোজামিল।
এজন্য দেখবেন নামাজ না পড়লে নবী বলছে এটা হবে ওটা হবে,
কিন্তু এটা বলে না যে -নবী বলেছেন প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ,নবী বলেছেন দৈনিক ১৭ রাকাত নামাজ ফরজ।
কোরানের সঠিক অনুবাদ কোন টি
জানা নাই।
আমি পাইনি এখনো
জনাব রেজওয়ান মাহমুদ, আপনি ভুল তথ্য প্রচার করছেন ১১ নম্বরর সুরা ১১৪ আয়াতে আল্লাহ বলেছেন হে বিশ্বাসীগন তোমরা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে ও রাতের প্রথম অংশে। আপনি বললেন দুই ওয়াক্ত। ৭৮,৭৯ আল্লাহ বলেছেন সূর্য পশ্চিমে ঢলে পড়ার পর রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো।যেটা এশার ওয়াক্ত। এছাড়াও আরো এক আয়াতে আল্লাহ বলেছেন সূর্য ঢলে পড়ার নামাজ কয়েম করতে। আপনি আরে বলেছেন ১১ : ৭৮-৭৯ একই কথা মানে দুই ওয়াক্ত কিন্তু আল্লাহ বলেছেন সূর্য পশ্চিমে ঢলে পড়ার পর রাতপর ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কয়েম করো। এছাড়া ২৪ সুরা ৫৮ আয়াতে নামাজ সম্বন্ধে কোন কথা আল্লাহ বলেন নাই। আশাকরি সঠিক প্রচার করবেন।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি সম্ভবত এই চ্যানেলে নতুন এবং নামাজ সিরিজের প্রথম ভিডিও দেখলেন।
নামাজ ও সালাত সিরিজের এটা অনেক শেষের দিকের ভিডিও।
আপনি প্লে লিস্ট থেকে প্রথম ভিডিও থেকে দেখা শুরু করুন।
এসব আয়াতের পরিপূর্ণ বিশ্লেষণ করা হয়েছে।
তারপর মন্তব্য করুন ❤️❤️
Eni vedio babosae
ভাই কী বলতে চাচ্ছেন নামাজপড়া বেদাত। একটু ঝেড়ে কাশবেন plz
সালাত ও নামাজ সিরিজের সব গুলো ভিডিও দেখুন
মুসলমানদের ঈমান আকিদাকে নষ্ট করার জন্য এই ধরনের নামধারী ইহুদি এজেন্ট রয়ের এজেন্ট উঠে পড়ে লেগেছে। অতি সূক্ষ্মভাবে এরা মানুষের মন মগজ ধোলাই করতেছে, কুরআনকে অনুসরণ করার অর্থ এই নয় যে হাদিসকে মানা যাবে না।
Still you are not on the right path. Anyway you want to win Prophet Mohd's Islam but Islam was from Adam to now and at the end of time. Nuh, Abraham, Yakub, Eusuf, Daud, Solayman, Musa, Jesus, Mohd etc all prophet publish only Islam. Do not make Islam as Awamileague, BNP, Jamat etc. In what sense Jesus addresses God as the father that is not a genetic father.
You should watch our various vedios
Your speace is fake becuase trenity men three god is it not right ? But now your speace modifying thougt .but now your thot that mean it is islamic thougt .
হাদিস লেখা নিষিদ্ধ করার বিষয়ে নবী মুহাম্মদ (সা.) এর কিছু বক্তব্য রয়েছে, তবে এটি একটি জটিল বিষয়।
১. হাদিস লেখার নির্দেশ:
নবী (সা.) নিজের জীবদ্দশায় হাদিস লেখার জন্য উদ্বুদ্ধ করেছেন, কিন্তু কিছু সময়ে তিনি কিছু সতর্কতা জারি করেছিলেন।
হাদিসের উত্স: নবী (সা.) বলেছেন, "যে ব্যক্তি আমার ওপর মিথ্যা রচনা করে, সে যেন তার স্থান জাহান্নামে নিশ্চিত করে" (বুখারি ও মুসলিম)। এই হাদিসটি দেখায় যে, নবী (সা.) হাদিসের সঠিকতা ও সত্যতা নিশ্চিত করতে চেয়েছিলেন।
২. লেখার নিষেধাজ্ঞা:
একটি সময় নবী (সা.) মুসলিমদেরকে হাদিস লেখার ব্যাপারে সতর্ক করেছেন।
তিনি বলেছেন, "তোমরা আল-কোরআন লেখো, কিন্তু অন্য কোনো কিছুর লেখার জন্য আল-কোরআনের সঙ্গে মিলিত করবেন না।" (মুসলিম)
৩. এর কারণ:
অভ্রান্তি এবং বিভ্রান্তি: নবী (সা.) চিন্তিত ছিলেন যে, যদি মানুষ কোরআনের পাশাপাশি হাদিস লেখে, তাহলে হাদিস ও কোরআনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
৪. পরবর্তী সময়ের বিকাশ:
নবী (সা.) এর মৃত্যুর পর, সাহাবীরা হাদিস লেখার বিষয়ে সচেতন হয়ে উঠেন এবং তারা হাদিস সংকলন শুরু করেন।
ইমাম বুখারি, মুসলিম প্রমুখ বিভিন্ন হাদিস গ্রন্থ রচনা করেছেন, যা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপসংহার:
নবী মুহাম্মদ (সা.) কিছু সময়ে হাদিস লেখার বিষয়ে সতর্কতা প্রদর্শন করেছেন, তবে এটি নিষিদ্ধ ছিল না। তিনি হাদিসের সঠিকতা ও অখণ্ডতা রক্ষা করার জন্য এটি করেছেন। পরবর্তী সময়ে, সাহাবীরা এবং ইসলামী পণ্ডিতরা হাদিস লেখার এবং সংকলনের কাজে নিয়োজিত হন।
আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের জন্য একমাত্র ধর্ম ইসলাম ও পবিত্র গ্রন্থ হিসাবে কোরআন অনুসরণ ও অনুকরণ করতে নির্দেশ দিয়েছেন এবং যা সকলের জন্য উন্মুক্ত ও সার্বজনীন করে দিয়েছিলেন এবং কঠিন ও কঠোর ভাবে অধ্যয়ন করে শুদ্ধ ভাবে পাঠ করে শুনে,শিখে বুঝে আত্মস্থ করে নিজের পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও বৈশ্বিক জীবনে প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে যার কোনো অন্যথা বা বিকল্প নেই বরং আল্লাহ পাক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন এবং কোরআন অনুসরণ ও অনুকরণ করতে নির্দেশ দিয়েছেন যা সকলের জন্য উন্মুক্ত ও সার্বজনীন এবং বাধ্যতামূলক করা হয়েছিল। কোরআন তেলাওয়াত করে কিছুই বুঝে নি বা ব্যক্তি জীবনে প্রয়োগ ও বাস্তবায়ন করে নি তার তেলাওয়াত করা আর না করার মধ্যে কোনো পার্থক্য নেই বরং অশুদ্ধ উচ্চারণ করায় অর্থ ভিন্ন হয়ে যাবে এবং পাপের বোঝা বহন করতে হবে।অথচ এই ধরনের অতীব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এবং মহা মূল্যবান এবং শিক্ষনীয় বিষয় নিয়ে কোনো ওয়াজ মাহফিলে আলোচনা সমালোচনা পর্যালোচনা করে জনগনকে সঠিক ও নির্ভুল পথে চলার জন্য উৎসাহিত উৎফুল্ল করা হয় নি বরং অভিশপ্ত ঘৃণিত ও পাপের পথে জীবন গঠনের জন্য উৎসাহিত ও উদ্বুদ্ধ করা হয়েছে যুগের পর যুগ ধরে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা দেয়ার জন্য অঞ্চল ও ভাষা ভিত্তিক নবী রাসুল প্রেরন করে ছিলেন। কিন্তু কেন তিনি আল্লাহ মাতৃভাষার প্রতি এতো গুরুত্ব দিয়েছিলেন?আরবী পৃথিবীর সব এলাকার মাতৃভাষা আরবী নয় বরং বিভিন্ন ভাষায় কথা বলে বিধায় যাতে মাতৃভাষায় কোরআন তেলাওয়াত করে শুদ্ধ উচ্চারণ করে পাঠ করতে নিজ ভাষায় শিখতে লিখতে বুঝতে আত্মস্থ করে নিজের পারিবারিক ও সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারে।অথচ দুর্ভাগ্য এই দেশবাসীর যে এগনও বাংলাদেশের অধিকাংশ ঘরেই মোল্লা মুন্সী মৌলভী হাফেজ মাওলানা ক্বারী মুফতী ও শায়েখ গন শুধু মাত্র আরবীতে কোরআন শিক্ষা দিচ্ছে।ফলে বর্তমান ডিজিটাল যুগের ছেলে মেয়েরা কোনো রকম কোরআন তেলাওয়াত শিখতে পারে এবং বিবাহের নিমিত্তে একটা সুরার কয়েকটি আয়াত মুখস্থ করে যা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক ও অশুভ লক্ষণ। রাষ্ট্রীয় ভাবে কোরআন অনুসরণ ও অনুকরণ করতে বাধ্য করতে হবে এবং মাতৃভাষায় কোরআন শিক্ষার জন্য কঠোর ও কঠিন আইন করতে হবে যেন সবাই পালন করতে বাধ্য হয়। রাসুল আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন।
ভাইজান তা হলে যখন কোরআন নাজিলের পূর্বের মানুষের উপায় কি
Quran ke puro pori bujte hole hadish apnake portei hobe.
no need hadith.all hadith are fake and fabricated by evil person
মুখে শব্দ করে কোরআন তেলাওয়াত করা কি জরুরি?
অনুসরণ করা জরুরী
হাসরের মাঠ চিনো কি।
কিভাবে চিনবো?
হাশরের মাঠ কি আমাদের বাড়ির কাছে?
@@Quran.Research.Intelligence
হাশরের মাঠ দূরে নয়, হৃদয়ের ভিতর, আমি আশা রাখি দেখতে পাব ইনশাআল্লাহ,,
Salat or namaj whatever but how to do kaem salat.
ভাই সালাত এর বিষয় টা তো পরিস্কার হয়নি আর ও একটু যদি পরিস্কার করতেন, মানে সালাতটা আমরা কিভাবে কায়েম করব? ভাই আমার মনে হয় আমি আপনার ভিডিও বেশীর ভাগ শুনি!
আগের ভিডিও তে আলোচনা করা হয়েছে স্যার