হাদিসের সালাত বনাম আমাদের নামাজ || তাহলে নামাজ পড়বো কেমনে ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @farjanamumu394
    @farjanamumu394 ปีที่แล้ว +22

    ইয়া আল্লাহ।আপনি আমাদের অহেতুক কথা ও কাজ থেকে হিফাজত ফরমান।আমিন।।

    • @journalistkabir1130
      @journalistkabir1130 6 หลายเดือนก่อน

      ধন্যবাদ, সজল রোশান ভাই

  • @MDMamunmayi-cq1oz
    @MDMamunmayi-cq1oz 11 หลายเดือนก่อน +51

    কোরআন আস্তে আস্তে বুঝে বুঝে পড়তে হবে ধর্মব্যবসায়ীদের মুখোশ খুলে দিতে হবে

  • @mdrubelhasan7354
    @mdrubelhasan7354 2 ปีที่แล้ว +18

    আলহামদুলিল্লাহ
    আগের দুইটা ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম আশা করতেছি তৃতীয় নাম্বার ভিডিও থেকে সালাত সম্পর্কে আর অনেক জানতে পারবো ইনশাআল্লাহ।
    সকলের উদ্দেশ্যে সজল ভাইয়ের বলা একটা কথা আমি আবারও স্মরণ করিয়ে দেই, সেটা হল আমরা যখন সজল ভাইয়ের আলোচনা গুলি শুনবো তখন মনে এই ধারণা করবো যে এই আলোচনাটা আমার পছন্দের কোন শায়খ বা বক্তা করতেছে।।

    • @mohammedimranakhand9847
      @mohammedimranakhand9847 2 ปีที่แล้ว +1

      কোরআন ও হাদিস সম্পর্কে গবেষণা করে কিছু সংখ্যক আবেগি মুসলিম মানুষদের বিভ্রান্ত হওয়ার দিকে ঠেলে দেয়ার পরিবর্তে মুসলমানদের ছোট করা এমনকি সন্ত্রাসী আখ্যা দেয়ার যে মহোৎসব চলছে তা নিয়ে গবেষণা করে সর্বসাধারণের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পরিবর্তন করার উপায় নিয়ে গবেষণা করে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস চালানো হলে আমরা সকলেই উপকৃত হতাম। ধন্যবাদ।

    • @mohammadsalahuddinkhan4607
      @mohammadsalahuddinkhan4607 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/BNBb1-6bh8k/w-d-xo.html

    • @mirzarahman9832
      @mirzarahman9832 8 หลายเดือนก่อน

      ধ্বংস হতে বেশি বাকি নাই

  • @JahirAli-c7m
    @JahirAli-c7m 24 วันที่ผ่านมา +2

    সজল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে কথাগুলো বলছেন সব ঠিক আছে আমি কোরআন পড়েছি অনেকবার এখনো পড়ি কোরআনের সাথে আপনার কথার মিল আছে সবাই যদি কোরআন পড়ে এই দেশের ধর্ম ব্যবসা আর চালাতে পারবে না

  • @jesminakther5243
    @jesminakther5243 2 ปีที่แล้ว +8

    ধন্যবাদ আপনাকে। আপনার সহজ ভাষায় আলোচনা আমাদের মুগ্ধ করেছে।

  • @mdhassan7774
    @mdhassan7774 ปีที่แล้ว +44

    আমি সজল ভাইয়ের কথা সুনে বাংলা য় কোরআন বুঝে পরেছি সজল ভাইকে আল্লাহ্ হায়াত দান করুক💖💖💖💖

    • @SuperBoy-yw1ru
      @SuperBoy-yw1ru ปีที่แล้ว

      Allah Subhanahu Wa Ta'ala said:
      فَاِ ذَا قَضَيْتُمُ الصَّلٰوةَ فَا ذْكُرُوا اللّٰهَ قِيَا مًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِكُمْ ۚ فَاِ ذَا اطْمَأْنَنْتُمْ فَاَ قِيْمُوا الصَّلٰوةَ ۚ اِنَّ الصَّلٰوةَ كَا نَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا
      ফাইযা-কাদাইতুমুসসালা-তা ফাযকুরুল্লা-হা কিয়া-মাওঁ ওয়াকু‘ঊদাওঁ ওয়া‘আলা জুনূবিকুম ফাইযাতমা’নানতুম ফাআকীমুস সালা-তা ইন্নাসসালা-তা কা-নাত ‘আলাল মু’মিনীনা কিতা-বাম মাওকূতা-।
      "যখন তোমরা নামায আদায় করে নেবে, তখন দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহকে স্মরণ করবে, অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন (যথানিয়মে) নামায কায়িম করবে। নির্দিষ্ট সময়ে নামায কায়িম করা মু’মিনদের জন্য অবশ্য কর্তব্য।"
      (QS. An-Nisa' 4: Verse 103)
      Allah Subhanahu Wa Ta'ala said:
      وَاَ قِمِ الصَّلٰوةَ طَرَفَيِ النَّهَا رِ وَزُلَـفًا مِّنَ الَّيْلِ ۗ اِنَّ الْحَسَنٰتِ يُذْهِبْنَ السَّيِّاٰتِ ۗ ذٰلِكَ ذِكْرٰى لِلذّٰكِرِيْنَ 
      "তুমি নামায প্রতিষ্ঠা কর দিনের দু’ প্রান্ত সময়ে আর কিছুটা রাত অতিবাহিত হওয়ার পর, পূণ্যরাজি অবশ্যই পাপরাশিকে দূর করে দেয়, এটা তাদের জন্য উপদেশ যারা উপদেশ গ্রহণ করে।"
      (QS. Hud 11: Verse 114)
      Allah Subhanahu Wa Ta'ala said:
      وَاِ ذَا كُنْتَ فِيْهِمْ فَاَ قَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآئِفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْيَأْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ ۗ فَاِ ذَا سَجَدُوْا فَلْيَكُوْنُوْا مِنْ وَّرَآئِكُمْ ۖ وَلْتَأْتِ طَآئِفَةٌ اُخْرٰى لَمْ يُصَلُّوْا فَلْيُصَلُّوْا مَعَكَ وَلْيَأْخُذُوْا حِذْرَهُمْ وَاَ سْلِحَتَهُمْ ۚ وَدَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَ مْتِعَتِكُمْ فَيَمِيْلُوْنَ عَلَيْكُمْ مَّيْلَةً وَّا حِدَةً ۗ وَلَا جُنَا حَ عَلَيْكُمْ اِنْ كَا نَ بِكُمْ اَ ذًى مِّنْ مَّطَرٍ اَوْ كُنْـتُمْ مَّرْضٰۤى اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ ۚ وَ خُذُوْا حِذْرَكُمْ ۗ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَا بًا مُّهِيْنًا
      "এবং যখন তুমি মু’মিনদের মাঝে অবস্থান করবে আর তাদের সঙ্গে নামায কায়িম করবে তখন তাদের একটি দল যেন তোমার সঙ্গে দাঁড়ায় এবং সশস্ত্র থাকে, তাদের সাজদাহ করা হলে তারা যেন তোমাদের পশ্চাতে অবস্থান করে এবং অপর যে দলটি নামায আদায় করেনি তারা যেন তোমার সঙ্গে নামায আদায় করে এবং সতর্ক ও সশস্ত্র থাকে; কাফিরগণ কামনা করে যে, তোমরা যেন তোমাদের অস্ত্রশস্ত্র ও সরঞ্জামের ব্যাপারে অসতর্ক হও, যাতে তারা একজোটে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। যদি তোমাদের বৃষ্টির কারণে কষ্ট হয়, কিংবা তোমরা পীড়িত হও, তবে অস্ত্র রেখে দিলে তোমাদের কোন গুনাহ নেই, কিন্তু সতর্কতা অবলম্বন করবে, আল্লাহ কাফিরদের জন্য অবমাননাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন।"
      (QS. An-Nisa' 4: Verse 102)
      Allah Subhanahu Wa Ta'ala said:
      يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَا غْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَ يْدِيَكُمْ اِلَى الْمَرَا فِقِ وَا مْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَ رْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ ۗ وَاِ نْ كُنْتُمْ جُنُبًا فَا طَّهَّرُوْا ۗ وَاِ نْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآئِطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَا مْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَ يْدِيْكُمْ مِّنْهُ ۗ مَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰـكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْ
      "হে মু’মিনগণ! তোমরা যখন সলাতের জন্য উঠবে, তখন তোমাদের মুখমন্ডল এবং কনুই পর্যন্ত হস্তদ্বয় ধৌত করবে। আর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। তোমরা যদি অপবিত্র অবস্থায় থাক তবে বিধিমত পবিত্রতা অর্জন করবে। আর যদি পীড়িত হও বা সফরে থাক অথবা তোমাদের কেউ যদি মলত্যাগ করে আসে অথবা যদি তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর আর পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে তা দিয়ে তোমাদের মুখমন্ডল ও হাত মাসেহ করবে। আল্লাহ তোমাদের উপর সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না, তিনি তোমাদেরকে পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তাঁর নি‘আমাত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।"
      (QS. Al-Ma'idah 5: Verse 6)
      Allah Subhanahu Wa Ta'ala said:
      فَاِ ذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَا نْتَشِرُوْا فِى الْاَ رْضِ وَا بْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَا ذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ
      "অতঃপর যখন নামায সমাপ্ত হয়, তখন যমীনে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ সন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাক- যাতে তোমরা সাফল্য লাভ করতে পার।"

  • @mdlebinhossain4198
    @mdlebinhossain4198 2 ปีที่แล้ว +68

    আপনার মাধ্যমেই আমরা প্রকৃত ইসলামটাকে জাননে পারছি। মহান আল্লাহ্
    আপনাকে অনেক দিন বাচিয়ে রাখুন ।

  • @rashedulpk1441
    @rashedulpk1441 ปีที่แล้ว +45

    হাজার হাজার হাদিসের ভিরে নিজেকে অসহায় মনে হয় ,
    কিন্তু আপনার চিন্তা ধারার আলোকে চিন্তা করলে মনে হয় আল্লাহ সত্যিয় ধর্ম কে সহজ করেছেন ।

    • @md.ezazulislam192
      @md.ezazulislam192 8 หลายเดือนก่อน +2

      একদম

    • @MoriomBegum-yl5cn
      @MoriomBegum-yl5cn 6 หลายเดือนก่อน +2

      আগের যুগে দাদা দাদী ভালো করে ছুরাটাও বলতে পারত না তাহলে আল্লাহ তাদের মনের কথা কি বুঝ তনা্?আসলে আমরা ফেতনা রয়েছে। আমি আমার রব একাকার। কোরআন আমার আলো সেই আলো ই আমি পথ দেখি। স্যার আপনার লেকচার আমি শুনি ভালো লাগে।

    • @joybangla3604
      @joybangla3604 6 หลายเดือนก่อน +2

      সত্যি কথা বলছেন, আমি এখন ভেজালের মধ্যে নাই, তবে সজলের কথাগুলো সহজ মনে হয় এমনটাই হওয়া উচিত ছিল যেহেতু আল্লাহ বলেছেন, তোমাদের জন্য কুরআনকে সহজ করে। দিয়েছি,. কিন্তু আমাদের দেশে আলেম সমাজ কোরআন হাদিস ধর্মকে কঠিন থেকে কঠিনতর করে ফেলেছে যা কোন মুসলমানদের পক্ষে পালন করা সম্ভব নয়।

  • @jahangiralom1750
    @jahangiralom1750 2 ปีที่แล้ว +23

    আপনি একজন জ্ঞানী ব্যাক্তি তা আপনার কথায় অনুধাবন করা যায়। কিন্তু আপনার সম্পর্কে মন্তব্য করার আমার সেই যোগ্যতা ও জ্ঞান কোনটাই নেই। এতএব দোয়া রইলো, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

    • @ashrafalibabumirashrafalib8710
      @ashrafalibabumirashrafalib8710 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। স‍্যার আমার ও খুব প্রিয়ব‍্যক্তি

  • @4l_1slam
    @4l_1slam 2 หลายเดือนก่อน +5

    (1) সালাতের প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর সাথে নিজেকে সংযোগ করা (নিজের মনের কথা আল্লাহ্ কে বলা).
    (2) এবং মানুষের মধ্যে জমা হয়ে মানুষকে কুরআনের আদেশ শোনানো (যেইটা এখনও করা হয় কিন্তু সেইটাকে খুৎবা, ইজতেমা, জামাত নামে জানা যায়).
    (3) বর্তমানে সালাতের বাংলা অনুবাদ একটা শব্দে হয় না, কিন্তু আপনি যদি কুরআনে সালাতের সঠিক অনুবাদ একটি শব্দে করতে চান তাহলে সালাতের অনুবাদ হবে [সংযোগ].
    আমি সালাত নিয়ে অনেক রিসার্চ করেছি অবশেষে এই মানে টাই পেয়েছি, এইটাই হলো সঠিক মানে সালাত শব্দের 🤍

    • @beautisardar6717
      @beautisardar6717 10 วันที่ผ่านมา

      ধন্যবাদ আপনার কাছ থেকে একটা মূল্যবান প্রশ্নের উত্তর পেলাম।

  • @a.k.mekramulhaque9580
    @a.k.mekramulhaque9580 2 ปีที่แล้ว +92

    আমাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান হচ্ছে কোরান -আলহামদুলিল্লাহ।

  • @anwarulislam5526
    @anwarulislam5526 2 ปีที่แล้ว +11

    সত্যের অসাধারণ উপস্থাপন। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, সালাম।

    • @mirzarahman9832
      @mirzarahman9832 8 หลายเดือนก่อน

      ধ্বংস হতে বেশি বাকি নাই

  • @rafiqibnfazlul7049
    @rafiqibnfazlul7049 ปีที่แล้ว +7

    আপনার এই গুরুত্ব্য পূর্ন কথা গুলু অনেক ডিগ্রিধারি লোকেরা বুজেনা।আলহামদুল্লিলা আমি বুজেছি, মানুষের জিবনে অনেক কিছু আছে যাহা কোন কিতাবে ছাড়াই আমরা করে থাকি দেখা থেকে, যা যোগযোগ থেকেই মানুষ করে আসছে,

    • @taslima3571
      @taslima3571 10 หลายเดือนก่อน

      তাহলে কি আর নামাজ পড়তে হবে না

    • @mahafuzislam4060
      @mahafuzislam4060 8 หลายเดือนก่อน +2

      আপনিও বুঝেন না জীবনে তো কোরআন খুলে দেখেননা,
      মায়িদার ৬,৯ নং আয়াত
      নিসা ১০১,১০২,১০৩
      বাকারা ১৩৮
      জুময়া ৯ নং আরো আনেক আয়াত আছে যেখানে প্রচলিত নামাজ কেই মিন করে।

  • @mypair77
    @mypair77 2 ปีที่แล้ว +156

    আমার বয়স ৪৭। আজ থেকে এক যুগ আগে আমার মনে যে কথাগুলো ঘুরত, সেই কথা গুলো আজ আপনার মুখে শুনলাম। অনেক শান্তি পেলাম এই ভেবে যে আমি একা নই। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এবং দীর্ঘ আয়ু দান করুক, আমীন।

    • @mohammedimranakhand9847
      @mohammedimranakhand9847 2 ปีที่แล้ว +1

      কোরআন ও হাদিস সম্পর্কে গবেষণা করে কিছু সংখ্যক আবেগি মুসলিম মানুষদের বিভ্রান্ত হওয়ার দিকে ঠেলে দেয়ার পরিবর্তে মুসলমানদের ছোট করা এমনকি সন্ত্রাসী আখ্যা দেয়ার যে মহোৎসব চলছে তা নিয়ে গবেষণা করে সর্বসাধারণের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পরিবর্তন করার উপায় নিয়ে গবেষণা করে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস চালানো হলে আমরা সকলেই উপকৃত হতাম।

    • @mdiqbalkhan6491
      @mdiqbalkhan6491 2 ปีที่แล้ว +3

      Right

    • @mohammadsalahuddinkhan4607
      @mohammadsalahuddinkhan4607 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BNBb1-6bh8k/w-d-xo.html

    • @smleakathossain8232
      @smleakathossain8232 2 ปีที่แล้ว +2

      কারেক্ট

    • @obaidulhaque7687
      @obaidulhaque7687 ปีที่แล้ว

      th-cam.com/users/clipUgkxVNN9mPrFCFjHva7czqa-Z7ddoGSJu1lB

  • @saifulshohag5283
    @saifulshohag5283 2 ปีที่แล้ว +48

    ধর্মকে নতুনভাবে শিখছি এবং অভিভূত হচ্ছি।
    সারাজীবন যে প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিলো তার উত্তর পাচ্ছি।
    আপনার আরও ভিডিও চাই। আল্লাহ আপনার মঙ্গল করুন।

    • @mypair77
      @mypair77 2 ปีที่แล้ว +4

      আপনি একা নন ভাই, আমিও আপনার মতই।

    • @md.parvezhossain6080
      @md.parvezhossain6080 2 ปีที่แล้ว +7

      @@mypair77 ১৪০০ বছর পর এসে সজলের কাছ থেকে নামাজ শিখতে হবে??
      সকল মুসলমানরাই এতদিন ভুল ইসলাম পালন করতো?? 🤣

    • @banglaquran11
      @banglaquran11 2 ปีที่แล้ว +3

      ঠিক

    • @mohammadsalahuddinkhan4607
      @mohammadsalahuddinkhan4607 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BNBb1-6bh8k/w-d-xo.html

    • @mypair77
      @mypair77 2 ปีที่แล้ว +4

      @@mohammadsalahuddinkhan4607 আমাকে কেউ বলবেন কি ঈমাম বুখারির নিজ হাতে লেখা বুখারি শরীফ কোথায় সংরক্ষিত আছে? বর্তমানে বাজারে পাওয়া বুখারি শরীফ যে ঈমাম বুখারি লিখেছিলো তাঁর প্রমাণ কি?

  • @মোহাম্মদরমিজুলইসলাম

    সত্যিই স্যার আপনি অসাধারণ।আপনাকে শুনি এবং বুজি। দোয়া করবেন স্যার। আল্লাহ আপনার নেক হায়াত দরাজ করুন।

    • @alughotok9300
      @alughotok9300 2 ปีที่แล้ว

      ভাই,যারা এই সময়ে আল্লাহর কথাগুলো উন্মুক্ত হৃদয়ের ভাবছে,কেবল তাদেরকেই আল্লাহ ধর্মব্যবসায়ীদের মনগড়া ধর্ম বুঝতে সাহায্য করছেন। আল্লাহর দয়ায়, আমরা কোরআন থেকে প্রমাণ করছি কারা ধর্ম নিয়ে ব্যবসা করছে,আর কারা আল্লাহর দিন মানছে, ভাই,অবশ্যই আপনিও আমাদের সাথে থাকবেন,এটা আমাদের লিংক:th-cam.com/video/cdDWh3Np2Z0/w-d-xo.html

  • @hossainjamal8850
    @hossainjamal8850 2 ปีที่แล้ว +39

    ৬ মাস ধরে এখনো সব গুলো ভিডিও দেখি বার বার দেখি ।
    ধন্যবাদ ভাইজান 💙💙

    • @imranjahan694
      @imranjahan694 ปีที่แล้ว

      th-cam.com/video/lg-HiKHJZcU/w-d-xo.htmlsi=wsH_O7i_K5Mo8-yt

  • @sahidreja7778
    @sahidreja7778 2 ปีที่แล้ว +39

    মাশাআল্লাহ স্যার,, আপনারা ভিডিও নিয়মিত দেখি।যারা আপনারা ভিডিও দেখে তারাই চিন্তা করে কুরআন কে অনুশীলন করেন।। আলহমদুলিল্লাহ

    • @mdiqbalkhan6491
      @mdiqbalkhan6491 2 ปีที่แล้ว

      Right

    • @imranjahan694
      @imranjahan694 ปีที่แล้ว

      th-cam.com/video/lg-HiKHJZcU/w-d-xo.htmlsi=wsH_O7i_K5Mo8-yt

  • @nooraalamsikder3247
    @nooraalamsikder3247 2 ปีที่แล้ว +17

    সত্য কথাগুলো উঠে এসেছে সজল রোশন ভাইয়ের আলোচনায়। চমৎকার আলোচনা এবং অসাধারণ আলোচনা।

    • @ruhulamin7333
      @ruhulamin7333 ปีที่แล้ว

      ভাই আবেগে গাঁ ভাসিয়ে দিয়ে আহাম্মক হবেন না, তিনি বল্লেন নামাজ জিবরাইল আমিন রাসূল সঃ কে সরাসরি শিখিয়েছে এটা কোরআনের কোথায় আছে, আচ্ছা কোরআন আল্লার পক্ষ হতে জিবরাইল আমিন রাসূল সঃ কে দিয়েছেন এটা কোরআনের কোথায় উল্লেখ আছে তাকে দেখাতে বলেন।

    • @nooraalamsikder3247
      @nooraalamsikder3247 ปีที่แล้ว

      ​@@ruhulamin7333একজন হাদিসের সত্বতা খুঁজছে, আরেকজন আহাম্মক কোরআনের সত্বতা খুঁজছে।

  • @naimurrahman152
    @naimurrahman152 2 ปีที่แล้ว +5

    আপনার প্রতিটা কথা আমার অন্তরে গিয়ে ধাক্কা মারে।
    আল্লাহ পাক আপনার মঙ্গল করুক।

  • @himu4292
    @himu4292 2 ปีที่แล้ว +8

    সজল ভাই তিন পর্বের আলোচনা যত বার শুনতেছি ততোবারই ভাল লাগতেছে। অসাধারন আপনার আলোচনা। ধন্যবাদ

  • @abdulkhaleque2398
    @abdulkhaleque2398 ปีที่แล้ว +8

    সজল রোশান,
    ইসলাম ধর্মের উপর সুগভীর পান্ডিত‍্যের জন‍্য সাধুবাদ জানাই Kudos to you for your profound scholarship on Islam.

  • @skasifsohan2524
    @skasifsohan2524 ปีที่แล้ว +19

    সঠিক ভাইয়া সহজ ইসলামকে কঠিন করা হয়েছে মাত্র।কোরআন হাদিস নিজে পড়লেই অনেক উত্তর পাওয়া য়ায়।

  • @smenterprise5063
    @smenterprise5063 2 ปีที่แล้ว +11

    এত সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে
    "" ধন্যবাদ ""

  • @shaikhmd.abdullah1149
    @shaikhmd.abdullah1149 2 ปีที่แล้ว +6

    সুপ্রিয় সজলভাই,
    সালাম! আপনার তথ্যসমৃদ্ধ সংযত ও সুন্দর আলোচনায় আমরা সমৃদ্ধ হচ্ছি! নামাজ ইসলাম ও ঈমানের এক গুরুত্বপূর্ণ অংশ! আপনার পরিচ্ছন্ন বক্তব্যে এটা পরিষ্কার হলো যে, আমরা যেভাবে পরম্পরাসম্মত নামাজ পড়ি, সেভাবেই পড়বো! কোন নামাজে কোন নামাজ ( ফরজ, সুন্নত ইত্যাদি ) কতো রাকাত পড়বো, আমাদের সংশয় দূর করতে, সে ব্যাপারে যদি কোনো উপদেশ দেন, তাহলে আমরা খুব উপকৃত হবো! পবিত্র কোরআনসম্মত নামাজের একটি উদাহরন, অন্য একটি ভিডিওতে দেখলাম!
    আমাদের নামাজ-পরম্পরার সঙ্গে তার কোনোই মিল নাই! এতোকাল বাদে তাঁরা সে নামাজের পদ্ধতি কোথায় পেলেন, তা-ও আমাদের চিন্তার বিষয়! সব আল্লাহ জানেন! আমরা প্রাজ্ঞ মানুষদেরই তো অনুসরণ করি! আল্লাহ আমাদের সঠিক পথের সন্ধান দিন! আমীন!
    ----- শেখ আবদুল্লাহ সা'দী

  • @abdullahalnoman4445
    @abdullahalnoman4445 2 ปีที่แล้ว +37

    আল্লাহ আপনার হায়াত কে বৃদ্ধি করে দিক,আমিন

    • @imranjahan694
      @imranjahan694 ปีที่แล้ว

      th-cam.com/video/lg-HiKHJZcU/w-d-xo.htmlsi=wsH_O7i_K5Mo8-yt

  • @mdanarulislam8922
    @mdanarulislam8922 ปีที่แล้ว +12

    এতো সুন্দর তথ্যবহুল যৌক্তিক আলোচনা এর আগে কখনো শুনিনি।🎉🎉🎉

  • @faruqhasan6253
    @faruqhasan6253 2 ปีที่แล้ว +10

    সজল ভাই কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও দেয়ার জন্য অনেক কিছু শিখতে পারলাম

  • @raziabegum1250
    @raziabegum1250 2 ปีที่แล้ว +5

    এক কথায় চমৎকার আলোচনা!

  • @mosharefhossenkanak6142
    @mosharefhossenkanak6142 2 ปีที่แล้ว +5

    আমার মনে হয় সজল ভাইয়ের ভিডিওগুলি বিশেষত রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজের প্রত্যেকটি ভিডিও ন্যূনতম দুই বা ততোধিক বার ( সম্ভব হলে সেটা পরপর) দেখা উচিত, যেটা আমি উপকৃত হচ্ছি, অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সজল ভাই 💙

  • @razaved
    @razaved 2 ปีที่แล้ว +16

    আপনার কথা অন্তরে গেথে যায়, প্রতিটি কথা থেকে প্রতিদিন শিখি, আলহামদুলিল্লাহ।
    সজল ভাইয়ের নিকট অনুরোধ রইল উক্ত বর্ননার হাদিসের রেফারেন্স গুলো স্পষ্ট বুঝতে পারিনি, যদি আমকে রেফারেন্স গুলো জানাতেন অনেক অনেক অনেক উপকৃত হতাম।
    অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার এবং পরিবারের জন্য।

    • @mohammedimranakhand9847
      @mohammedimranakhand9847 2 ปีที่แล้ว

      কোরআন ও হাদিস সম্পর্কে গবেষণা করে কিছু সংখ্যক আবেগি মুসলিম মানুষদের বিভ্রান্ত হওয়ার দিকে ঠেলে দেয়ার পরিবর্তে মুসলমানদের ছোট করা এমনকি সন্ত্রাসী আখ্যা দেয়ার যে মহোৎসব চলছে তা নিয়ে গবেষণা করে সর্বসাধারণের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পরিবর্তন করার উপায় নিয়ে গবেষণা করে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস চালানো হলে আমরা সকলেই উপকৃত হতাম।

  • @Allinone-xu7yo
    @Allinone-xu7yo 2 ปีที่แล้ว +33

    সজল ভাই কথাটা সত্য যে আমি আল্লাহ তায়ালার ইচ্ছাতেই আপনার মাধ্যমে কিছুটা হলেও ধর্ম জ্ঞান লাভ করতে পেরেছি ৷ আসলেই আল্লাহ তায়ালা সব কিছু সহজ করে দিয়েছেন আমরাই কঠিন বানিয়েছি ৷ আমি কখনও ভাবিনি কেউ আমার গুরু হওয়ার যোগ্যতা রাখে কিন্তু আপনাকে আমার গুরু হিসেবে মানতেই হলো ৷ কারণ আপনার কাছ থেকে জিবনের অনেক গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা লাভ করলাম ৷ দোয়া করি সর্বদা যেন এই মর্যাদা অক্ষুন্ন রাখতে পারেন, আরো দোয়া করি লোভ যেন আপনাকে স্পর্স না করে এবং আল্লাহ যেন আপনাকে বেহেস্তে সমাহিন করেন এবং আপনার সকল ভুলগুলি ক্ষমা করেন ৷ এগুলি একজন ভক্তের পক্ষ থেকে উপহার৷ আর পথভ্রষ্ট হলে সেটা অন্য বিষয় ৷ ধন্যবাদ

    • @mohammedimranakhand9847
      @mohammedimranakhand9847 2 ปีที่แล้ว

      কোরআন ও হাদিস সম্পর্কে গবেষণা করে কিছু সংখ্যক আবেগি মুসলিম মানুষদের বিভ্রান্ত হওয়ার দিকে ঠেলে দেয়ার পরিবর্তে মুসলমানদের ছোট করা এমনকি সন্ত্রাসী আখ্যা দেয়ার যে মহোৎসব চলছে তা নিয়ে গবেষণা করে সর্বসাধারণের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পরিবর্তন করার উপায় নিয়ে গবেষণা করে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস চালানো হলে আমরা সকলেই উপকৃত হতাম।

    • @smleakathossain8232
      @smleakathossain8232 2 ปีที่แล้ว +1

      আল্লাহ আপনার মংগল করুন

    • @ishanieasha1048
      @ishanieasha1048 ปีที่แล้ว

      @@smleakathossain8232 i

  • @mizanurrahman9532
    @mizanurrahman9532 ปีที่แล้ว +2

    বাহ! আপনার কথা যত শুনি ততই মুগ্ধ হই।

  • @AlaminSajid-o1234
    @AlaminSajid-o1234 ปีที่แล้ว +1

    একদম ঠান্ডা মস্তিষ্কের আলোচনা শুনে খুবি ভালো লাগলো।

  • @farhadsk7779
    @farhadsk7779 2 ปีที่แล้ว +14

    খুব সুন্দর তথ্যবহুল আলোচনা করলেন ।
    আসলে মানুষ বুঝতেই চাইনা , নামাজ আসলে আধ্যাত্মিক ইবাদত । তারা নামাজকে কতগুলি বাক্যের উচ্চারণ ও অঙ্গসমুহের সঞ্চালনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় ।

  • @mdpatan9849
    @mdpatan9849 2 ปีที่แล้ว +16

    আপনি কোরআন ও হাদীসের বিশেষজ্ঞ ন্য় বটে, তবে আপনি যে জ্ঞানী ও বিচক্ষণ , তা সচছ্ ও সৌন্দর্য রক্ষা করে।অতুলনীয়

    • @shapankhan3980
      @shapankhan3980 2 ปีที่แล้ว

      তিনি একজন মুহাদ্দিস

    • @grade1gso466
      @grade1gso466 2 ปีที่แล้ว +5

      তাহলে কোরআন ও হাদিসের বিশেষজ্ঞ কারা? আর বিশেষজ্ঞ দরকার কেন? কোরানের কোন সূরার কোন আয়াত আপনি বুঝতে পারেন না? একবার না পারলে, দুই তিনবার পড়েন, দেখবেন ঠিকই বুঝতে পারছেন। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, কোরআন সহজ ভাবে নাযিল করা হয়েছে। আল্লাহর উপর বিশ্বাস রাখেন ও কোরআন বুঝে পড়ার চেষ্টা করেন।

    • @sumhasib
      @sumhasib 2 ปีที่แล้ว

      মানে মাদ্রাসায় না পড়লে আর বিশেষজ্ঞ হওয়া যায় না!! 🤣
      এই মনোভাব পাল্টান। ইউজ ব্রেইন ব্রো।

    • @md.parvezhossain6080
      @md.parvezhossain6080 2 ปีที่แล้ว

      @@grade1gso466 🤣🤣🤣🤣

  • @shahriarsuborno8852
    @shahriarsuborno8852 2 ปีที่แล้ว +3

    Apnar video dekhe Quran porte onupranito hoachi .apnar kotha sune osonkho manushke Bujhanor chesta korechi Quran er gurutto...

  • @hasanahmedchowdhury700
    @hasanahmedchowdhury700 2 ปีที่แล้ว +4

    পুলিশ অফিসার, সেনা অফিসার,,সরকারি উচ্চপর্যায়ের লোক, আপনার মতন উচ্চ শিক্ষিত লোক দিনের কথা আমার মত সাধারণ মানুষ গ্রহণ করে বেশি।তাই আমরা চাই, সচিব, আমলা,সরকারি, বেসরকারি, এক কথায় উচ্চ শিক্ষিত সবাই যেন আপনার মত দিনের দাওয়াত দে,দিনের কাজ করে। ধন্যবাদ ভাই, আপনার অসাধারণ আলোচনার জন্য।

  • @mdmoshahed6085
    @mdmoshahed6085 2 ปีที่แล้ว +3

    হাজার ও স্যালুট, সত্য প্রকাশ ও প্রসার করার জন্যে। আশা করি আগামীদিনে সত্য কে আরো বেশি প্রকাশ ও প্রচার করবেন। অনেক অনেক ধন্যবাদ,

    • @imranjahan694
      @imranjahan694 ปีที่แล้ว

      th-cam.com/video/lg-HiKHJZcU/w-d-xo.htmlsi=wsH_O7i_K5Mo8-yt

    • @imranjahan694
      @imranjahan694 ปีที่แล้ว

      th-cam.com/video/lg-HiKHJZcU/w-d-xo.htmlsi=wsH_O7i_K5Mo8-yt

  • @mdzakirzakir3072
    @mdzakirzakir3072 2 ปีที่แล้ว +1

    সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ আপনার উপর রহমত বর্সণ করুক

    • @sdikun1036
      @sdikun1036 2 ปีที่แล้ว

      ভাই, আমরা আপনার কমেন্ট পড়েছি,যারা এই সময়ে আল্লাহর কথাগুলো উন্মুক্ত হৃদয়ের ভাবছে,কেবল তাদেরকেই আল্লাহ ধর্মব্যবসায়ীদের মনগড়া ধর্ম বুঝতে সাহায্য করছেন। আল্লাহর দয়ায়, আমরা কোরআন থেকে প্রমাণ করছি কারা ধর্ম নিয়ে ব্যবসা করছে,আর কারা আল্লাহর দিন মানছে, ভাই,অবশ্যই আপনিও আমাদের সাথে থাকবেন,এটা আমাদের লিংক:th-cam.com/video/cdDWh3Np2Z0/w-d-xo.html

    • @MdTamim-nd7tn
      @MdTamim-nd7tn ปีที่แล้ว

      @@sdikun1036 তুঙ

  • @mdnazrul7509
    @mdnazrul7509 2 ปีที่แล้ว +11

    সালাম জনাব, বয়স আমার 46বৎসর । আমার পছন্দের আলেমগণ ছাইদি‌ সাহেব, এবং জাকির নায়েক ছিল কিন্তু সজল সাহেবের বক্তব্য শোনার পর আমাকে যেমন‌ কোরআন পাঠ করতে আগ্রহী করে তোলে ঠিক তেমনি কোরআন এর সরল পথে চলতে সাহায্য করে। যার‌ বক্তব্যে মানুষকে কোরআন এর সরল পথে চলতে সাহায্য করে, তার চেয়ে উত্তম আর কে হতে পারে? আল্লাহর রহমত ও শান্তি আপনার উপর এবং বক্তব্য অনুসরণকারী গনের‌ উপর । ধন্যবাদ

    • @hossainjamal8850
      @hossainjamal8850 2 ปีที่แล้ว

      সহমত

    • @mohammadsalahuddinkhan4607
      @mohammadsalahuddinkhan4607 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BNBb1-6bh8k/w-d-xo.html

    • @MdMubinBiswas
      @MdMubinBiswas 2 หลายเดือนก่อน

      ওনি কুরআন এর কিছু মানে আর কিছু মানে না -
      ০৩ টি আয়াত দিলাম
      এক
      সাহাবীদের মত ঈমান
      দুই
      মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী তাদেরকে অনুসরণ
      তিন
      আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী প্রসঙ্গে
      ১. সূরা নিসা ৪:-১৫০, ১৫১
      إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيْنَ اللّهِ وَرُسُلِهِ وَيقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيْنَ ذَلِكَ سَبِيلاً
      أُوْلَـئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا
      অর্থঃ যারা আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে, আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়। প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যাকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরী করে রেখেছি অপমানজনক আযাব।
      সাহাবীদের নিয়ে কটাক্ষ্য করছেন - অথচ আল্লাহ্ কোরআনে সাহাবীদের মত ঈমান আনতে বলেছেন - ২:১৩৭ فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ اٰمَنۡتُمۡ بِهٖ فَقَدِ اهۡتَدَوۡا ۚ وَ اِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا هُمۡ فِیۡ شِقَاقٍ ۚ فَسَیَكۡفِیۡكَهُمُ اللّٰهُ ۚ وَ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۳۷﴾ؕ ১৩৭. অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছ তারাও যদি সেরূপ ঈমান আনে, তবে নিশ্চয় তারা হেদায়াত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা বিরোধিতায় লিপ্ত সুতরাং তাদের বিপক্ষে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
      ৯:১০০ وَ السّٰبِقُوۡنَ الۡاَوَّلُوۡنَ مِنَ الۡمُهٰجِرِیۡنَ وَ الۡاَنۡصَارِ وَ الَّذِیۡنَ اتَّبَعُوۡهُمۡ بِاِحۡسَانٍ ۙ رَّضِیَ اللّٰهُ عَنۡهُمۡ وَ رَضُوۡا عَنۡهُ وَ اَعَدَّ لَهُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ تَحۡتَهَا الۡاَنۡهٰرُ خٰلِدِیۡنَ فِیۡهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۰۰﴾
      و السبقون الاولون من المهجرین و الانصار و الذین اتبعوهم باحسان رضی الله عنهم و رضوا عنه و اعد لهم جنت تجری تحتها الانهر خلدین فیها ابدا ذلك الفوز العظیم ﴿۱۰۰﴾
      আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।

    • @MdMubinBiswas
      @MdMubinBiswas 25 วันที่ผ่านมา +1

      @@mdnazrul7509 ভাই উনি কুরআন মানে ওনার মত - ওনি কুরআন এর কিছু মানে আর কিছু মানে না -
      ০৩ টি আয়াত দিলাম
      এক
      সাহাবীদের মত ঈমান
      দুই
      মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী তাদেরকে অনুসরণ
      তিন
      আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী প্রসঙ্গে
      ১. সূরা নিসা ৪:-১৫০, ১৫১
      إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيْنَ اللّهِ وَرُسُلِهِ وَيقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيْنَ ذَلِكَ سَبِيلاً
      أُوْلَـئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا
      অর্থঃ যারা আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে, আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়। প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যাকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরী করে রেখেছি অপমানজনক আযাব।
      সাহাবীদের নিয়ে কটাক্ষ্য করছেন - অথচ আল্লাহ্ কোরআনে সাহাবীদের মত ঈমান আনতে বলেছেন - ২:১৩৭ فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ اٰمَنۡتُمۡ بِهٖ فَقَدِ اهۡتَدَوۡا ۚ وَ اِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا هُمۡ فِیۡ شِقَاقٍ ۚ فَسَیَكۡفِیۡكَهُمُ اللّٰهُ ۚ وَ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۳۷﴾ؕ ১৩৭. অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছ তারাও যদি সেরূপ ঈমান আনে, তবে নিশ্চয় তারা হেদায়াত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা বিরোধিতায় লিপ্ত সুতরাং তাদের বিপক্ষে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
      ৯:১০০ وَ السّٰبِقُوۡنَ الۡاَوَّلُوۡنَ مِنَ الۡمُهٰجِرِیۡنَ وَ الۡاَنۡصَارِ وَ الَّذِیۡنَ اتَّبَعُوۡهُمۡ بِاِحۡسَانٍ ۙ رَّضِیَ اللّٰهُ عَنۡهُمۡ وَ رَضُوۡا عَنۡهُ وَ اَعَدَّ لَهُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ تَحۡتَهَا الۡاَنۡهٰرُ خٰلِدِیۡنَ فِیۡهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۰۰﴾
      و السبقون الاولون من المهجرین و الانصار و الذین اتبعوهم باحسان رضی الله عنهم و رضوا عنه و اعد لهم جنت تجری تحتها الانهر خلدین فیها ابدا ذلك الفوز العظیم ﴿۱۰۰﴾
      আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।

    • @MdMubinBiswas
      @MdMubinBiswas 25 วันที่ผ่านมา

      @@mdnazrul7509 সজল USA base লুচ্চা, ওর মদ স্বাভাবিক, ওর মেয়ে সম্পর্ক স্বাভাবিক, ওর সুদ স্বাভাবিক, তাছাড়া ওর সালাত লাগে না!
      এই রকম লোক অনুসরণ করা যায়?

  • @sharminsultana7451
    @sharminsultana7451 2 ปีที่แล้ว +15

    অসাধারণ আলোচনা। শুনলে মনে হয় আরো শুনি.... ধন্যবাদ সজল ভাই.।

    • @friendlygamer4188
      @friendlygamer4188 ปีที่แล้ว

      Salamun alaikum

    • @mirzarahman9832
      @mirzarahman9832 8 หลายเดือนก่อน

      ধ্বংস হতে বেশি বাকি নাই

  • @hossainjamal8850
    @hossainjamal8850 2 ปีที่แล้ว +10

    অভিনন্দন প্রিয় ভাই ১ লক্ষ সাবস্ক্রাবার💙👍
    এগিয়ে জান আল্লাহ আপনার সহয় হোক💙🤲

  • @faisalahmed5833
    @faisalahmed5833 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সঠিক কথা।

  • @sohelmahfuz635
    @sohelmahfuz635 ปีที่แล้ว +13

    আল্লাহ আপনার মেধা আরো বাড়িয়ে দিক আমিন।

  • @AbuSayed-ct9od
    @AbuSayed-ct9od 17 วันที่ผ่านมา

    আমার কাছে ইনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে!

  • @masudahmed6189
    @masudahmed6189 2 ปีที่แล้ว +41

    ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন,,,, আপনার গবেষণার আমার গবেষণা পুরোপুরি মিলে গেল ভাই,,,,, আর আপনার উতসাহ তে আমি এই গবেষণায় হাত দেই এইজন্য আমাদের সকলের কুরআন শরীফ বুঝে অর্থ সহ পাঠ করা,,,,, নামাজ আসলেই পাঠ চক্র,,,,,

    • @yahmed4274
      @yahmed4274 2 ปีที่แล้ว

      আমরা সুন্নত এবং নফল নামাজ কেন পড়ি সে সম্পর্কে কুরআন থেকে কিছু জানতে পারলে অনেক উপকৃত হতাম।

    • @imranjahan694
      @imranjahan694 ปีที่แล้ว

      th-cam.com/video/lg-HiKHJZcU/w-d-xo.htmlsi=wsH_O7i_K5Mo8-yt

  • @shaikhmd.abdullah1149
    @shaikhmd.abdullah1149 2 ปีที่แล้ว +6

    ভাই, সালাম! আল্লাহ নির্দেশিত এবং নবীচর্চিত নামাজ আমরা কেমন করে পড়বো, এ বিষয়টি আমাদের জানা এখন খুবই জরুরী! ভিডিও করার জন্যে ধন্যবাদ!

    • @millions1957
      @millions1957 ปีที่แล้ว

      যেহেতু পদ্ধতিগত ভাবে সব ধরনের প্রচলন আছে, হাদীসও আছে তাই যেকোন পদ্ধতিতে নামাজ হবে। লক্ষনীয় নামাজে মৌলিক বিষয় হলো সামগ্রিক জাগতিক চিন্তা থেকে থেকে মনকে স্থির করে একাগ্রতার সংগে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা পাশাপাশি জীবনে সৎ কর্মে সমর্পিত করা। এই সৎ কর্মই হল জান্নাতের চাবিকাঠি।

  • @MOHAMMAD_JALAL_UDDIN_RUMI
    @MOHAMMAD_JALAL_UDDIN_RUMI 2 ปีที่แล้ว +13

    ধন্যবাদ সজল ভাই। এত সহজ ভাষায় চমৎকার আলোচনা। এভাবে নিয়মিত ভিডিও দিয়েন ভাইয়া

  • @abulhossain6680
    @abulhossain6680 8 หลายเดือนก่อน

    সুন্দর ও যুক্তি যুক্ত আলোচনা।
    আহলে হাদিসের খপ্পর থেকে বাচলাম।

  • @mdlebinhossain4198
    @mdlebinhossain4198 2 ปีที่แล้ว +8

    পূর্বের ২ টা ভিডিওতে অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন ভাই ।

  • @shahidulislamreja4774
    @shahidulislamreja4774 2 ปีที่แล้ว +15

    ধন্যবাদ আপনার পরিবার পরিজনদের জন্য দোয়া ও শুভকামনা আল্লাহ যেন আপনাকে সুস্থ ও নেক হায়াত ধান করেন আমিন

  • @ashrafalibabumirashrafalib8710
    @ashrafalibabumirashrafalib8710 ปีที่แล้ว +8

    ধন্যবাদ সন্মানিত কোরআন তাফসির কারক। আমাদের কে সঠিক বাণী জানানোর জন্য।

  • @skhumayan6846
    @skhumayan6846 10 หลายเดือนก่อน +10

    এগিয়ে যান , সঠিক পথেই আছেন আপনি।

  • @msjohuraenterprise3682
    @msjohuraenterprise3682 2 ปีที่แล้ว +17

    আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিন এবং আপনাকে প্রজ্ঞা দান করুন আমিন। আপনার লেকচার শুনে আমার অনেক উপকার হয়েছে। আপনাকে ধন্যবাদ

    • @imranjahan694
      @imranjahan694 ปีที่แล้ว

      th-cam.com/video/lg-HiKHJZcU/w-d-xo.htmlsi=wsH_O7i_K5Mo8-yt

  • @mdanwarhossainlaskar4681
    @mdanwarhossainlaskar4681 ปีที่แล้ว +2

    সত্যি, আমরা সহজকে কঠিন করে ধারন করে নিয়েছি ।

  • @zafarullah5225
    @zafarullah5225 2 ปีที่แล้ว +20

    নামাজ হাদিসের মাধ্যমে প্রতিষ্টিত হয়নি। নবীজি নিজেই প্রতিষ্ঠা করে গেছেন। সেই থেকেই চলমান। ধন্যবাদ আপনাকে।

    • @obaidulhaque7687
      @obaidulhaque7687 ปีที่แล้ว

      th-cam.com/users/clipUgkxVNN9mPrFCFjHva7czqa-Z7ddoGSJu1lB

    • @Curious_Mind007
      @Curious_Mind007 ปีที่แล้ว +1

      আলহামদুলিল্লাহ, আপনি যথার্থ বলেছেন। আল্লাহ, বাকি সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।

  • @mdkhairulislam4410
    @mdkhairulislam4410 2 ปีที่แล้ว +7

    সালামুন আলাইকুম, সজল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @mirm3516
    @mirm3516 2 ปีที่แล้ว +5

    May " Allah " blessed.
    May " Muhammad " ( sm ) pbuh beloved.
    May ' Auwleia ' decivel.

  • @jashimuddin-uk3wd
    @jashimuddin-uk3wd ปีที่แล้ว +4

    সজল ভাই আসসালামুয়ালাইকুম আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন এবং আমি আপনার একজন ভক্ত ও শ্রোতা। আপনার বক্তব্য আমার ভালো লাগে, আপনার যুক্তিগুলো আমার ভালো লাগে, আমি মাঝেমধ্যে আপনার ভিডিও দেখি। আপনার কাছ থেকে আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। আপনি কি নিয়মিত নামাজ পড়েন, নাকি মাঝে মধ্যে পড়েন, অথবা শুক্রবার দিন শুধু জুম্মা আদায় করেন কিংবা নামাজ একেবারেই পড়েন না। আমি আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই দয়া করে এর উত্তর দেবেন। আশা করি আমার প্রশ্নটাকে খারাপ ভাবে নিবেন না এবং এড়িয়ে যাবেন না।

  • @robiulislambabu3415
    @robiulislambabu3415 2 ปีที่แล้ว +43

    পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না কিন্তু মানবজাতিকে সঠিক পথ দেখানোর জন্য প্রজ্ঞাবান মানুষেরা আসবে আর তাঁদেরই একজন আমাদের সজল ভাই।

    • @GolamReazuddinUddin
      @GolamReazuddinUddin ปีที่แล้ว +1

      আল্লাহ ইচ্ছাময় কথাটা ঠিক ? কিন্তূ মানুষ বুঝে না।যার দরুন মানুষ আল্লাহর ভান্ডার খালি মনে করে।নামাজে বলে হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দান কর ,সরল পথ মানে নবীর পথ? সৃষ্টি যার হুকুম ও এবাদত একমাত্র তার রব বুঝার তৌফিক দিন।

    • @monowarapervin3123
      @monowarapervin3123 หลายเดือนก่อน

      সজল ভাই কোন ফেরকার,উনি কি আহলে সুন্নাত ওয়াল জামাত?

    • @MdnurulIslam-ho2fs
      @MdnurulIslam-ho2fs หลายเดือนก่อน

      নবি আসবেনা ঠিক আছে, কিন্তু রাসুল ছিলো আছে এবং থাকবে।

  • @razaulkarim3061
    @razaulkarim3061 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ্! ভাই আপনার বক্তব্য দেখা/শুনতে শুরু করেছি।
    চমৎকার করে উপস্থাপন করেছেন।

  • @md.alamgirhossen605
    @md.alamgirhossen605 2 ปีที่แล้ว +8

    ধন্যবাদ, আপনার অনেক আলোচনার মধ্য এই আলোচনা টি শতভাগ গ্রহণ যোগ্য।

  • @banglaquran11
    @banglaquran11 2 ปีที่แล้ว +2

    ধন্যবাদ ভাই আপনার ভিডিও গুলো দেখে আমি নিজেও গবেষণা শুরু করে দিয়েছি

  • @NazmulIslam-nu5wu
    @NazmulIslam-nu5wu 2 ปีที่แล้ว +7

    সজল ভাই, কেমন আছেন? আমি আপনার লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনি। আমার প্রশ্ন হলো, সলাত মানে যদি কোরানের পাঠচক্র হয়, তাহলে সুরা মা ই দার ৬ নং আয়াতে ওজুর কথা কেনো আসলো? পাঠচক্রে কী ওজু জরুরি? রাসুল সাঃ এর সময় সবাই তো আর সরাসরি কোরান (পুস্তক) নিয়ে বসত না। রাসুল সাঃ পড়তেন আর সবাই শুনতেন ও বুঝতেন? তাহলে উক্ত আয়াতে কোন সালাতের কথা বলা হয়েছে যার পূর্বশর্ত ওজু ও তৈয়াম্মুম? আশা করি আপনার মুল্যবান মতামত দিবেন।

    • @hossainjamal8850
      @hossainjamal8850 ปีที่แล้ว

      সালাত নিয়ে উনার ভিডিও গুলো দেখেন।

  • @farhadalamkhan6199
    @farhadalamkhan6199 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম l ভাই সজল আপনারা দ্বারা ইসলাম উপকৃত হোক এই আমাদের কামনা l

  • @আলোরসন্ধানে-য১ষ
    @আলোরসন্ধানে-য১ষ 2 ปีที่แล้ว +13

    আলহামদুলিল্লাহ।
    দারুন বোল্ডলি ব্যাখ্যা করেছেন।
    কোরানের পাঠচক্র ই সালাত--- এর চেয়ে সালাতের ভালো সংজ্ঞা আর হতে পারে না।💓💓

    • @md.parvezhossain6080
      @md.parvezhossain6080 2 ปีที่แล้ว +3

      ১৪ বছর পর সজলের কাছ থেকে সালাত শিখতে হবে?

    • @beautisardar6717
      @beautisardar6717 10 วันที่ผ่านมา

      ​@@md.parvezhossain6080কেন আপনি কি শিখে রেখেছেন আগে থেকে দুই যোগ দুই পাঁচ ।

  • @anowarhossain2781
    @anowarhossain2781 7 หลายเดือนก่อน

    যৌক্তিক, সুন্দর ও সাবলীল বক্তব্যর জন্য ধন্যবাদ।

  • @mirruku5133
    @mirruku5133 2 ปีที่แล้ว +17

    নামাজের বিষয়ে জানলাম। এ বিষয়ে ঝগড়া গুলো কি ভাবে থামবে। মূল নির্দেশনার প্রতি গুরত্ব আরোপ করা যায় কি ভাবে চিন্তিত আছি। কারণ হাজার বছর ধরে গুরত্বহীন বা কম গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াজ হাদিস শুণে আসছি। এবিষয়ে উম্মোচনের জন্য আপনাকে হাজারবার জানাই "সালামুন আলাইকুম।

    • @sharifsorkar4592
      @sharifsorkar4592 2 ปีที่แล้ว

      আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হউক

    • @brazenbull36
      @brazenbull36 8 หลายเดือนก่อน

      এই ঝগড়া থামবে না। থামলে ধর্মব্যবসা শেষ হয়ে যাবে।

  • @hillncer1
    @hillncer1 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ। সহজ সুন্দর আলোচনা ............

  • @janina5353
    @janina5353 2 ปีที่แล้ว +4

    ভাইজান কুরবানী নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়
    আপনার ভিডিও দেখে দেখে ইসলামের প্রকৃত রুপ জানতে পারছি।

  • @RistaIslam-u1v
    @RistaIslam-u1v 27 วันที่ผ่านมา

    ভাই আপনার লেকচার শুনে নামাজ থেকে আমি দূরে সরে যাচ্ছি,, আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করো😢😢😢😢😢😢😢

  • @zannatulasif2954
    @zannatulasif2954 2 ปีที่แล้ว +7

    I am waiting your video sir finally uploaded thnk you sir❤

  • @meghchauni
    @meghchauni ปีที่แล้ว +1

    আপনার বক্তব্য বা ব্যাখ্যা বেশ ভালো লাগলো।
    ধর্মীয় শিক্ষা মানুষকে সহনশীল হতে শেখায়। কোন হাদিস, কথা বা বক্তব্য যদি দ্বন্দ্ব তৈরি করে। মানুষকে বিভক্ত করে তবে তা অবশ্যই বর্জনীয় বলে আমার মনে হয়।

  • @saziaafrin9526
    @saziaafrin9526 2 ปีที่แล้ว +5

    আল্লাহ তায়ালা বলছেন রসুলের অনুগত হও।আমাদের এজন্য কি করতে হবে।

    • @Allinone-xu7yo
      @Allinone-xu7yo 2 ปีที่แล้ว +3

      রাসুল কার অনুগ্যত করতেন ?

    • @saziaafrin9526
      @saziaafrin9526 2 ปีที่แล้ว +2

      তিনি যার আনুগত্য আমরাও তার অনুগত

  • @Ahsanhabiboo7
    @Ahsanhabiboo7 2 ปีที่แล้ว +21

    সালাম স্যার,, এতো সুন্দর যুক্তিযুক্ত আলোচনা শুনলে কান জুড়িয়ে যায়,, লাভ ইউ স্যার❤️

    • @humaonkobir8970
      @humaonkobir8970 ปีที่แล้ว

      @ U Jan i

    • @imranjahan694
      @imranjahan694 ปีที่แล้ว

      th-cam.com/video/lg-HiKHJZcU/w-d-xo.htmlsi=wsH_O7i_K5Mo8-yt

  • @SharifRafidUrRahman
    @SharifRafidUrRahman 2 ปีที่แล้ว +41

    I’ve heard and (initially thought) your videos will eventually take me out of the fold of Islam. But honestly speaking you’ve made me understand Islam better and definitely it made me think more about our religion and also made me more passionate towards learning and understanding the Quran itself instead of listening to what other people say. Thanks a lot for changing our lives. May Allah grant you the best rewards in this life and hereafter. ❤

    • @saatv9148
      @saatv9148 2 ปีที่แล้ว

      ভাই সজল নিজেই একটা নাস্তিক সে ধর্ম সম্পর্কে কখনো কি জানতে সক্ষম হবে,

    • @Allinone-xu7yo
      @Allinone-xu7yo 2 ปีที่แล้ว +2

      Nastik kake bole apone janen?

    • @shirajulislam8352
      @shirajulislam8352 2 ปีที่แล้ว +2

      @@saatv9148 তাহলে আপনি কে ভাইজান???

    • @mohammedimranakhand9847
      @mohammedimranakhand9847 2 ปีที่แล้ว

      কোরআন ও হাদিস সম্পর্কে গবেষণা করে কিছু সংখ্যক আবেগি মুসলিম মানুষদের বিভ্রান্ত হওয়ার দিকে ঠেলে দেয়ার পরিবর্তে মুসলমানদের ছোট করা এমনকি সন্ত্রাসী আখ্যা দেয়ার যে মহোৎসব চলছে তা নিয়ে গবেষণা করে সর্বসাধারণের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পরিবর্তন করার উপায় নিয়ে গবেষণা করে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস চালানো হলে আমরা সকলেই উপকৃত হতাম।

    • @shapankhan3980
      @shapankhan3980 2 ปีที่แล้ว

      @@saatv9148 a dead brain

  • @mannansk7911
    @mannansk7911 2 ปีที่แล้ว +6

    আসসালামু আলাইকুম ভাই সজল আমি ইন্ডিয়া থেকে বলছি। আপনার কথাগুলো এত সুন্দর এগুলোই প্রকৃত ইসলামের মূল প্রটোকল আপনি দয়া করে একটা ইসলামিক একাডেমী খুলুন আমরা সহযোগিতা হিসেবে আছি ইনশাল্লাহ থাকবো আমি দোয়া করি আল্লাহ আপনাকে আরো দীর্ঘজীবী দান করুক এবং নেক হায়াত দান করুন আল্লাহ আপনি কবুল করুন আমীন

    • @mdamzad3142
      @mdamzad3142 ปีที่แล้ว

      আমি একজন সংগীতশিল্পী এ বিষয়ের উপর আপনার মন্তব্য আশা করছি।

  • @mdrubelhasan7354
    @mdrubelhasan7354 2 ปีที่แล้ว +11

    সালাম, আলহামদুলিল্লাহহি রাব্বিল আলামিন
    প্রিয় সজল ভাই ধন্যবাদ
    আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলাম খুব ভালো জ্ঞান পূর্ণ আলোচনা আপনার কথা তো ফেলানোর মত না ভাইয়া
    দোয়া থাকলো আপনার জন্য

  • @firozhasan8094
    @firozhasan8094 2 ปีที่แล้ว +18

    আপনি ঠিকই বলেছেন ভাই গন্ডগোল বাদ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে হবে এটাই সঠিক কথা

    • @imranjahan694
      @imranjahan694 ปีที่แล้ว

      th-cam.com/video/lg-HiKHJZcU/w-d-xo.htmlsi=wsH_O7i_K5Mo8-yt

  • @trhdofficial6421
    @trhdofficial6421 ปีที่แล้ว +3

    সালামু আলাইকুম তিব্বতুম মোবারাকাতান তইবা । আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।কোরআন ছাড়া সকল হাদিস এর গ্রন্থ বিভ্রান্তিতে ভরপুর।

  • @jobcircularbd7251
    @jobcircularbd7251 2 ปีที่แล้ว +4

    ইসলাম নিয়ে প্রতি সপ্তাহ একটি ভিডিও চাই।

  • @munirahmed6893
    @munirahmed6893 2 ปีที่แล้ว +7

    Agreed and according to surah Raad verse 114(probably), salah is prescribed only twice a day: at the beginning dayand at thestart of the night.
    i.e Fajr and maghrib.

    • @sheigaming
      @sheigaming 7 หลายเดือนก่อน

      😂read surah rum ayat 15

  • @mawohab
    @mawohab ปีที่แล้ว +1

    Thank you. You are right. Namaz is Ibadat. Nothing eals. You can finish your ibadat anyway. Everybody should know that Iman is the key to Zannah.

  • @mahfuzurrahman974
    @mahfuzurrahman974 2 ปีที่แล้ว +3

    ওয়ালাইকুম আসসালাম।
    জাজাকাল্লাহ খঈর।
    খুবই ভাল লাগলো প্রিয় ভাই।

  • @vernalflute
    @vernalflute 2 ปีที่แล้ว +1

    সুন্দর ব্যাখ্যা। সুন্দর দর্শন।

  • @rehman_mr
    @rehman_mr 2 ปีที่แล้ว +4

    Simple is that perform Salat/Namaz as per our parents and grand parents performed as per Kabah and Medinah Imam.

  • @s.m.rafiqulislam5094
    @s.m.rafiqulislam5094 5 หลายเดือนก่อน

    Thanks Mr. Sajal Roshan.

  • @yaminalam9590
    @yaminalam9590 2 ปีที่แล้ว +8

    অসংখ্য ধন্যবাদ সজল ভাই ।
    একদম সোজাসাপ্টা জবাব দিয়েছেন । পুরোপুরি বোধগোম্য ।
    আপনার আরো অনেক ধর্মীয় আলোচনার ভিডিও ইউটিউবে আশা করছি ।

    • @hamidaalam3026
      @hamidaalam3026 2 ปีที่แล้ว

      Thanks ভাই.ভাইয়া...
      কয় ওয়াক্ত. নামাজ.পরবো... কত রাকাত পরবো....কিভাবে পরবো কোন সুরা পরবো এই. সব. কিছু আপনার. কাছ থেকে জানতে চাই. সত্য. জেনে বুঝে আল্লাহর. ইবাদত. করতে চাই

  • @TrueSeeker
    @TrueSeeker ปีที่แล้ว +3

    ধন্যবাদ ভাইয়া আপনার সাথে একমত তাজ হাসমী স্যার, মহিউদ্দিন এদের ভাল লাগে

  • @ফকিরমিডিয়া-ধ৮ঝ
    @ফকিরমিডিয়া-ধ৮ঝ 2 ปีที่แล้ว +12

    কোরআন অনুযায়ী কত রাকাত এবং কত ওয়াক্ত ছালাত পড়বো সেটা পরিস্কার করে বলেন?

    • @MdShohelRana-g8m
      @MdShohelRana-g8m 8 หลายเดือนก่อน +1

      মাএ এক সাপতাহ কোরআনে যা আদেশ নিশেদ আছে তা প্রতিষ্ঠা করেন। আপনার নিজের ভিতরে ও সব জাগায়। সব সময় সব কাজে সময় কোরআন অনুসরন করেন। আসা করি আপনে নিজেই বোজতে পারবে সালাত কি?

    • @sheikhkabir4020
      @sheikhkabir4020 2 หลายเดือนก่อน

      No answer.all fake.

    • @DawahSky
      @DawahSky 2 หลายเดือนก่อน

      @@sheikhkabir4020 Why?

  • @JafarSiddiqi-g1k
    @JafarSiddiqi-g1k 8 หลายเดือนก่อน

    প্রিয় সজল ভাই আপনার ভিডিও গুলো skip না করে মনোমুগ্ধকর হয়ে দেখি এখন আমার কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পবিত্র কুরআনুল কারিমে সালাত শব্দ ৮১/৮২ বার বলেন এবং আতাউজ জাকাত একই ভাবে আকিমুদ্দীন ৮১/২ বার বলেন। আপনার নিকট আমার একটা অনুরোধ তা হলো ইকামাতে দ্বিন সম্পর্কে বিস্তারিত ভিডিও বানান
    । ধন্যবাদ

  • @rosanoor
    @rosanoor 2 ปีที่แล้ว +10

    Mind blowing!!
    Hope to get your video at least once a day. I'll stop wasting my time watching tv episodes.
    There's no better episodes than your speech.
    You're preaching the real Islam, others are joking about religion.
    I can't express how much love we have for you

    • @mypair77
      @mypair77 2 ปีที่แล้ว

      others are not joking, they are doing business about religion.

    • @md.parvezhossain6080
      @md.parvezhossain6080 2 ปีที่แล้ว

      Soytaner soytani dekhte hole orai or vdo dekhbe,,, 14oo bochor por ase or thake dormo sikhte hobe?? 🤣🤣

    • @imranjahan694
      @imranjahan694 ปีที่แล้ว

      th-cam.com/video/lg-HiKHJZcU/w-d-xo.htmlsi=wsH_O7i_K5Mo8-yt

  • @vyttgfid2719
    @vyttgfid2719 2 ปีที่แล้ว +2

    আমি আপনার প্রতিটি বক্তব্য অসংখ্যবার শুনেছি ।
    আপনার বক্তব্য একটি বিপ্লব ও বিজ্ঞ জনের জন্য
    একটি আত্মশুদ্ধির টনিক । আপনার বক্তব্যের ওজন পরিমাপক স্ট্যান্ডার্ড স্কেল কত জনের আছে তা অল্প সময়ের মধ্যেই পৃথিবীর বুকে অঙ্কিত হবে ।
    শুধুই একটু সময়ের অপেক্ষা মাত্র ।

    • @mdnazrul7509
      @mdnazrul7509 2 ปีที่แล้ว

      ভাই আমি আপনার সাথে একমত ।আর আমি ও আপনার ছেম কথাই বলছি একটুখানি সময়ের প্রয়োজন । এমন একদিন আসবে তখন কোরআন থাকবে মানুষের হাতে হাতে।

  • @TafsirulQuranbangla
    @TafsirulQuranbangla ปีที่แล้ว +4

    আল্লাহ আপনার মঙ্গল করুন, আপনার কাছে আরো ভিডিও চাই

  • @mohammadmizanurrahman.rahm7593
    @mohammadmizanurrahman.rahm7593 2 ปีที่แล้ว +2

    সত্য ও সঠিকভাবে আলোচনা করার জন্য ধন্যবাদ।আল্লাহপাক আপনাকে দীর্ঘায়ু করুক,আল্লাহুমা আমিন।

  • @shohan220
    @shohan220 2 ปีที่แล้ว +5

    সালাম।
    ভাই, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ্‌ আপনার সহায় হউন।

  • @স্বাধীন_বাংলাদেশ-২
    @স্বাধীন_বাংলাদেশ-২ 8 หลายเดือนก่อน

    Hud ১১:১১৪
    وَاَقِمِ الصَّلٰوةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ الَّيْلِ ؕ اِنَّ الْحَسَنٰتِ يُذْهِبْنَ السَّيِّاٰتِ ؕ ذٰلِكَ ذِكْرٰي لِلذّٰكِرِيْنَ ۚ
    Bangla - Bayaan Foundation
    আর তুমি সালাত কায়েম কর দিবসের দু’প্রান্তে এবং রাতের প্রথম অংশে*। নিশ্চয়ই ভালকাজ মন্দকাজকে মিটিয়ে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ।
    * দিনের প্রথম প্রান্তে ফজরের সালাত, দ্বিতীয় প্রান্তে যোহর ও আসরের সালাত আর রাতের প্রথম অংশে মাগরিব ও ইশার সালাত। [তাফসীর ইবন কাসীর, তাইসীরু কারীমির রহমান]।
    Bangla - Tafsir Ahsanul Bayaan
    নামায কায়েম কর দিবসের দু’প্রান্তে ও রাত্রির কিছু অংশে;[১] নিঃসন্দেহে পুণ্যরাশি পাপরাশিকে মুছে ফেলে; [২] এটা হচ্ছে উপদেশ গ্রহণকারীদের জন্য একটি উপদেশ।
    [১] দু'প্রান্ত থেকে কেউ কেউ ফজর ও মাগরেবের নামায, কেউ কেউ শুধু এশা এবং কেউ কেউ মাগরেব ও এশা উভয় নামাযের সময় উদ্দেশ্য নিয়েছেন। ইমাম ইবনে কাসীর (রঃ) বলেন যে, সম্ভবতঃ এই আয়াতটি মি'রাজের পূর্বে অবতীর্ণ হয়েছে, যাতে পাঁচ ওয়াক্ত নামায ফরয করা হয়েছে। কারণ তার পূর্বে শুধু দুই নামায ওয়াজিব ছিল, প্রথম সূর্য উদিত হওয়ার পূর্বে এবং দ্বিতীয় সূর্য অস্ত যাওয়ার পূর্বে। আর রাতের শেষাংশে তাহাজ্জুদের নামায ছিল। পরে তাহাজ্জুদ নামাযের অপরিহার্যতা উম্মতের জন্য মাফ করে দেওয়া হয়েছে। অনেকের মতে তাহাজ্জুদ নামাযের অপরিহার্যতা নবী (সাঃ)-এর জন্যও মাফ করে দেওয়া হয়েছিল। (ইবনে কাসীর) আর আল্লাহই ভালো জানেন।
    [২] যেমন হাদীসসমূহে তা পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে। "পাঁচ ওয়াক্তের নামায, এক জুমআহ থেকে অপর জুমআহ পর্যন্ত এবং এক রমযান থেকে অপর রমযান পর্যন্ত, তার মধ্যবর্তী পাপসমূহকে মিটিয়ে দেয়; যদি কাবীরা গুনাহ থেকে দূরে থাকা হয় তবে।" (মুসলিম) অন্য আর এক হাদীসে আছে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "বল দেখি, যদি তোমাদের কারো দরজার সামনে একটি নদী প্রবাহিত হয় এবং সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে তার শরীরে কোন ময়লা অবশিষ্ট থাকবে কি?" সাহাবায়ে-কিরামগণ বললেন, না। তিনি বললেন, "পাঁচ ওয়াক্ত নামাযের দৃষ্টান্ত হচ্ছে এটিই। এই নামাযগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহসমূহ মুছে ফেলেন।" (বুখারী ও মুসলিম) সালমান (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আল্লাহর রসূল (সাঃ)-এর সাথে একটি গাছের নিচে ছিলাম। তিনি আমার সামনে গাছের একটি শুষ্ক ডাল ধরে হিলিয়ে দিলেন। এতে তার সমস্ত পাতা খসে পড়ল। অতঃপর বললেন, "হে সালমান! তুমি আমাকে জিজ্ঞাসা করবে না কি যে, কেন আমি এরূপ করলাম?" আমি বললাম, 'কেন করলেন?' তিনি উত্তরে বললেন, "মুসলিম যখন সুন্দরভাবে ওযু করে পাঁচ ওয়াক্ত নামায পড়ে, তখন তার পাপরাশি ঠিক ঐভাবেই ঝরে যায়, যেভাবে এই পাতাগুলো ঝরে গেল।" আর তিনি এই আয়াত পাঠ করলেন। (আহমাদ, নাসাঈ, তাবারানী, সহীহ তারগীব ৩৫৬নং) এক ব্যক্তি এক মহিলাকে চুম্বন দিয়ে ফেলে। পরে সে নবী (সাঃ)-এর নিকট এসে বিষয়টি জানায়। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন; "দিনের দুপ্রান্ত সকাল ও সন্ধ্যায় এবং রাতের প্রথম ভাগে নামায কায়েম কর। নিশ্চয়ই পুণ্যরাশি পাপরাশিকে মিটিয়ে দেয়।" (সূরা হূদ ১১:১১৪) লোকটি জিজ্ঞেস করল, 'হে আল্লাহর রসূল! একি শুধু আমার জন্য?' তিনি বললেন, "না, এ সুযোগ আমার সকল উম্মতের জন্য।" (বুখারী ও মুসলিম)
    English - Tafsir Ibn Kathir (Abridged)

  • @zharbitobanglaacademy.306
    @zharbitobanglaacademy.306 2 ปีที่แล้ว +2

    অসাধারণ বক্তব্য

  • @mdasadul8687
    @mdasadul8687 2 ปีที่แล้ว +7

    ধন্যবাদ ধন্যবাদ আমার সম্মানিত ভাই আল্লাহ আপনাকে আরো জ্ঞান বৃদ্ধি করুন এবং আমরা আপনার কাছ থেকে জেনে উপকৃত হতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন