ধন্যবাদ সেই ছলনাময়ী নারিকে,,,যার ছলনায় এত সুন্দর গানটি জন্ম হয়েছে,,😅একটি মানুষ কতটা পরিমানে ভালোবাসলে এত সুন্দর কথা আর সুর তৈরি কোরতে পারে,, 🙂ভালোথাকুক সেই মায়াবি নারি গুলা🥲🥲🥲
আমি পশ্চিম বাংলার একজন বয়স্কা মা। ভাই, তোমার গান আমায় অজানা ভাললাগায় ভরিয়ে দেয়, স্মৃতির এলবাম এর পাতা উল্টিয়ে যাই,মনপাখি ডানা মেলে হারিয়ে যায়।বেদনা ভরা ভাললাগাকে অনুভব করি। তোমার কন্ঠ কালজয়ী হোক, তোমার সুরের ঝরনাধারায় সিক্ত হোক সবার অন্তর। ঈশ্বরের কাছে তোমার জন্য আমার অন্তরের প্রার্থনা জানাই। খুব ভালো থেকো ভাই আমার।
@@MiftahZamanভাই আপনার এই গানটা একমাত্র নোবেল ছাড়া কেউই ভালোভাবে কভার দিতে পারে না, কিন্তু আপনার গলায় সেটা অন্যরকম একটা ভালোলাগা কাজ করে, কথায় আছে না যার গান তার গলায় মানায়😍
অনেক গান আসবে যাবে। তবে আজ থেকে ১০০ বছর পরও কোনো এক ব্যার্থ প্রেমিক রাতে এই গানটাই শুনবে, কোনো রাগ বা অভিমান নিয়ে নয়, একটা কৃতজ্ঞতাবোধ নিয়ে। তার জীবনে প্রেম নিয়ে আসার জন্য, সেই অনুভূতিটা দেওয়ার জন্য ❤️
"ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়" উফফ লাইনটা💔 তার কাজল দেয়া চোখগুলো আমার খুব প্রিয় ছিলো। হঠাৎ মাঝ রাতেও আবদার করতাম "একটু কাজল নেও" আজ আমাদের কথা হয় হয়না কতদিন দেখা হয় না কতদিন ঠিক নেই। ওই চোখের দিকে তাকানো হয় না যেন হাজার বছর
আমি একজন সুদক্ষ শিল্পী নই। আমার কোন একাডেমিক বা গুরুমুখী শিক্ষাও নেই সংগীতের উপর কিন্তু, আপনার এই গানটা আমি কেনো জানি খুব ভালো গাইতে পারি। অনেক জায়গায় গেয়ে অনেকেই আমার অনেক সুনাম করেছে। এই গানের সুর হৃদয়ের গভীরে এতো সহজভাবেই গেঁথে যায় যা সত্যিই অভাবনীয়!
চার বছর আগে শুনলে এই গানটার মর্ম হয়তো এতটা বুঝতাম না ,তবে এখন শুনছি প্রতিদিন,অনুভব করছি কথা গুলো ।আসলেই অসাধারণ লাগছে । কোনো একজনকে হয়তো গানটা শোনাতে পারলে ভাল লাগত। কিন্তু সেটা এখন আর সম্ভব না😐
ভাবতেই ভালে লাগছে যে এই গান টি আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর রেসিডেন্সিয়াল সেমিস্টার(RS/Tarc) এ রচনা করা হয়েছিল। মিফতা ভাই তখন বিবিএ এর একজন শিক্ষার্থী ছিলেন। সেটা ছিল RS-7 Fall ২০০৭। আর আমি RS-62 Spring ২০২৩ এর একজন শিক্ষার্থী। আমরা আসলেই জীবনের অনেক সুন্দর ৩ টি মাস কাটিয়ে আসি সেখানে যা মৃত্যু পর্যন্ত হয়তোবা ভুলবার নয়। যার প্রমান এই গানটি। এত সুন্দর একটি জিনিসের সৃষ্টি। সেই মূর্ছনা, অন্বেষা, সূর্যোদয়, কৃষ্ণচূড়া, আনন্দপুর, নিকুঞ্জ, মালঞ্চ, দুরন্ত, দূর্বার, তৃপ্তি, শাল্লা আর তখন কার ছায়ানীড়, ধানসিঁড়ি, ছায়াবীথি, সব-ই সাক্ষী এবং দায়ী এই সুন্দর রচনার। সেই দিনগুলোর কথা হয়তো মিফতা ভাই এর ও মনে পড়ে যখন ই তিনি এই গানটি গান বা শুনেন। এখন সব-ই কেবল স্মৃতি।
আমি গত দশ বছর ধরে আপনাকে গায়ক হিসেবে চিনেছি।আমার এক রুমমেট আপনার গান খুব শুনত,ওর কাছ থেকে আপনার গান শোনা শুরু। নাটকে আপনার গান ব্যবহার করা হয় আজকাল ,দেখে ভাল লাগে!আপনি আরও ব্যাপক পরিচিতি পান এ শুভ কামনা।
আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, কাল ঠাকুর দেখতে দেখতে হঠাৎ করে আবিষ্কার করলাম এই গানটা। পুজোর সময় হঠাৎ করেই এমন একজনের চোখের মায়ায় আটকে যাই আমি। জানি সে আমার হবে না কখনো,স্মৃতি হিসেবে একটা ছবি আছে। সেই ছবি আর এই গান,এভাবেই না হয় পাক আমার ভালোবাসা পূর্ণতা!❤ #ভালোবাসবোতোমায়
জানি না মিফতা ভাই আপনি কেমন করে এক নারীতে আশক্ত একজন লয়াল পুরুষের মনের কথা গুলো এই গান এর লাইনে এনেছেন ♥️ এই দিয়ে কয় হাজার বার শুনছি তার ঠিক নেই আমার মনের কথাগুল ভাই আপনার গান এর লাইন গুলোর মাধ্যমে তাকে জানিয়ে দিব♥️ সে হয়তো অন্য কাউকে নিয়ে সুখি আছে,🙂 অনেক ভালোবাসা জানাই ভাই এই গান টার জন্য ♥️♥️♥️🥀
এই গানের মাধ্যমে আপনার সাথে পরিচয় এক তরফা।আপনি আমাকে চিনবেন না,তবে জেনে রাখবেন আপনার গানের এক পাগল ভক্ত আছে। আপনার গানের লিরিক্স, সুর অসাধারণ। সবাই তার নিজের সাথে রিলেট করতে পারে। শিহরণ গানটা আমার দ্বিতীয় ভালবাসা আপনার গান।
গান টা শুনলেই এক পলকে চোখের সামনে 2022-2023 ভেসে ওঠেl আর দুই মাস পরেই ঢাকা ভার্সিটির এক্সামl রাত 1:55 বাজে, পড়তে পড়তে হুট্ করেই গান টা মনে বেজে ওঠায় শুনতে এলামl🧡
Dedicated 💚 অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয় ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায় আপন মনের আড়াল থেকে ভালবাসবো তোমায়❤ ভালবাসবো তোমায় তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে❤ চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন হবেনা মলিন... ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়❤ বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয় ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায় আপন মনের আড়াল থেকে ভালবাসবো তোমায় ভালবাসবো তোমায় হাজার বছর এমনি করে❤ আকাশের চাঁদটা আলো দেবে আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে তবু এই অসহায় আমি ভালবাসবো তোমাকে শুধু যে তোমাকে ভালবাসবো তোমাকে❤
মিফতাহ্ স্যার জানিনা আমার লেখা পড়বেন কিনা তবুও বলছি... আপনি হলেন আমার বাংলাদেশী গায়কদের মধ্যে সবচেয়ে পছন্দের।আমিও গান গাই...আর আপনাকে অনুসরণ করবার চেষ্টা করি..মাঝে মাঝে খারাপ লাগে যে আপনার মতো একজন গায়ক জনপ্রিয়তা পাননি, ভাবলেও অবাক লাগে!তবুও আপনি যে গান সৃষ্টি করে গেছেন তা অমর! তুষার ভাইয়ের যেমন লিরিকস তেমনই আপনার সুর আর গায়কি।আপনার গানের সুরগুলো একটু বেশিই সুন্দর😍😍।"চির অধরা" "ভালো থেকো" "প্লিজ নিজের ছায়া" এমনকি সব গানই এক একটা মাস্টারপিস।যদি গানের জগতে কোনো কিছু করতে পারি বা না পারি আপনার সাথে জীবনে একবার দেখা করার ইচ্ছা আমার আছে! -শাহির খান আপনার গানের ভক্ত😍
Mifta jaman er jonopriota somaje na hole khoti nai,, manush er mone tar jonopriota onek onek onek lokhhogun beshi,,Andru Kishor,, fahamida aunty,, khursid alom,, Laki akand auncel Ami tader Sathe kaj Korechi,, but Amar Mifta vhai er gan khub Valo lage,, Ami akjon tabla Artist,,
কত্ত কোটিবার যে শুনেছি আর এখনো শুনি, কেউ জানে না! এই গানটা আমার জীবনের একটা অংশ। তখন মোবাইল ছিল না, রেডিও ছিল যখন প্রথম এই গানটি শুনি, তারপর কয়েকবছর মোবাইলের ওয়েলকাম টিউন+রিংটোনও ছিল, তারপর আমার জীবনে প্রেম আসল, তাকেও আমি এই গানটা কত্তবার যে শুনিয়েছি! এরপর সে চলে গেলে, তবুও গানটি রয়ে গেল, আজো তাকে মিস করি, আজো এই গানটি শুনি। শুনতে কি পাও দীপান্বিতা? তোমাকে ভালবেসে এখনো এই নামে ডাকি, এই নামে তোমাকে খুজি, ভালবাসি এখনো, যেমনটা ভালবাসি এই গানটা। ❤️ ডাকবেনা তুমি আমার জানি কোনোদিন, তবু প্রার্থনা তোমার জন্য হবে না মলিন! ❤️
এই গানটি দিয়ে ২০১৫ সালের দিকে মিফতা ভাইয়ের সাথে পরিচয়, তারপড় আস্তে আস্তে সব গান শুনা এবং একজন ভক্ত হয়ে উঠা 😌 পছন্দের গানের তালিকার প্রথমেই ‘চির অধরা’❤️ হাজার বছর আকাশের চাঁদটা যেমন রোদেদের মধ্যে বেঁচে আছে তেমনি মিফতা ভাইও ভক্তদের মধ্যে আজীবন বেঁচে থাকবেন
ফেসবুক থেকে আসলাম আপনার গান শুনতে। ২০১৫ সালে তাকে দেখে ভালোবেসে ফেলেছিলাম পারছিলাম কিন্তু কখনো বলতে পারি নেই। ২০২২ সময় ভালোবাসা কত সহজে হয়ে যায় । আবার ভেঙ্গে যায়।🙂
প্রথম শুনেছিলাম অনার্স ফাইনালের র্যাগের দিনে বন্ধু বেসুরে গলায়। ভয়ংকর গেয়েছিল কিন্তু গানের কথা গুলো অনেক ভালো লেগেছিল।পরে ইউটিউব থেকে শুনি গানটি। ২০১৯ প্রথম শুনেছিলাম,তখন থেকে আজ পর্যন্ত শুনে যাচ্ছি,মনে হয় না গানটি কোনোদিন পুরাতন লাগবে। এক অদ্ভুত মায়া আর ভালোবাসা এই গানে।হাজার বছর এমনি করে, আকাশের চাদটা আলো দেবে,আমার পাশে ক্লান্ত ছায়া,আজীবন রয়ে যাবে, তবু এই অসহায় আমি, ভালবাসব তোমাকে!
Hello sir I am from India (Tripura) state...m ur big fan...each and every song of your's is like heartbeat ❤️❤️❤️❤️... thank you.and God bless you Sir...
বহুদিন হয়ে গেল তোমারে এক পলক দেখার আর তোমার কন্ঠ শোনার সৌভাগ্য আমার হইলো না! মানুষের চলে যাওয়া আছে, স্মৃতির চলে যাওয়া কেনো নেই। মানুষের চেয়ে বেশি যে জড়িয়ে রাখে স্মৃতি!
আমার জীবনে শোনা একটা হৃদয় ছুঁয়ে যাওয়া গান যা চার বছর আগে শুরু হয়েছিল এবং আজীবন থাকবে ইনশাআল্লাহ। মিফতাহ ভাই, আপনার জন্য দোয়া ও ভালবাসা রইল, দীর্ঘায়ু লাভ করেন এবং আমাদেরকে আপনার কন্ঠের জাদুতে মুগ্ধ করে দিবেন। তুষার ভাইকে আন্তরিক ধন্যবাদ এতসুন্দর লিরিক্স এর জন্য। ভাল থাকবেন সবসময়।
ভিশন পছন্দের একটি গান এটি। তবে, কোনদিন কল্পনা করা হয়নি যে গানের কথাগুলোর সঙ্গে আমার জীবনচিত্র এতটাই মিলে যাবে! ধন্যবাদ সেই মানুষটিকে, যার কারণে আজ গানটির কথাগুলো বেশ ভালোভাবেই অনুভব করতে পারছি! 😊
যে গানের মাধ্যমে আমার মিফতাহ এর গানের সাথে পরিচয়। পরিচিত করিয়ে দেওয়া মানুষ টা আজ আর যোগাযোগ এর গণ্ডিতে নেই। তবুও শুধু এই গায়কের সাথে পরিচয় করিয়ে দেবার মাধ্যম হবার কারণে তার সব অপরাধ ক্ষমা করা হয়েছে।
A song of a lifetime! Thank you Miftah Zaman for the amazing album "Sudhu Tomake". So many beautiful memories attached with this wonderful song. 10 years gone in a flash! Nostalgia! ❤
ছোটবেলায় যখন বড় ভাইয়েরা এই গানগুলো শুনতো তখন বলতাম এইগুলা কি গান শুনো।হিন্দি গান শুনবা।আর এখন এই গানের মায়ায় আমি নিজেই ডুবে আছি।প্রতিটা লাইন যেন জীবনের সাথে সম্পর্কীত।
আপনার গান গুলো কত হাজার বার শুনেছি হিসাব নেই আসলে এগুলা গান না এগুলা এক একজন মানুষের মনের আবেগ।আপনি মানুষের মনের ভিতর ঢুকতে পারেন❤️ আরো নতুন নতুন গান চাই❤️❤️
আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়- এই লাইনটা অদ্ভুত সুন্দর । কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না জেনেও ভালোবাসা একবিন্দু ও কমতে চায় না বরং ভালোবাসা অগোচরে রয়েই যায়।
২ টা জিনিস ভাষায় প্রকাশ করার মতো না,, একটা হলো পাওয়ার অনুভূতি দ্বিতীয় টা হারানোর অনুভূতি। আলহামদুলিল্লাহ আমি আমার ভালোবাসার ❤❤ মানুষকে পেয়েছি যেমনটা গানের কথার মতো আমি তার অনন্ত মায়ায় হারিয়ে যাই।(R+H)
ছলনাময়ী Salma Rahman আপনি না থকলে এই গানটার মর্ম বুঝতামনা। গানটা যে কি পরিমান প্রসান্তি দেয় যা বলে শেষ করা যাবে না। বিশ্বাস ঘাতকতা করে মানুষ ভালো কিছু করতে পারে না। সব সময় গানটা বরাবর পছন্দের ❤❤❤
কেনো জানিনা এই গানটার মধ্যে কি আছে,তবে এই গান টা আমার মধ্যে এক আলাদাই অনুভূতির কাজ করেছে😌❤️🥀যা কোনো প্রিয় মানুষকে বসে শোনানো যায়। ধন্যবাদ মিফতাহ্ স্যার এতো সুন্দর গানের জন্য।🙏🏻
Sir while you released your song i was so young . I didn’t hear it but few days ago in TH-cam while listening bangla band songs your song played .Today after searching for 45 minutes with so many lines at last i got your song Chiro Odhora what an wonderful song ❤️ I heard it so many times It will be my one of favourites Take ❤️
আমার ভাইয়ার পছন্দের গানগুলোর মধ্যে এটি অন্যতম ছিলো। আজ তিন মাস হতে চললো তুমি আর আমাদের মাঝে নেই ভাইয়া। অনেক মিস করি তোমাকে। "ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন" লাইনদুটো তোমাকে উৎসর্গ করলাম ভাইয়া। ওপারে ভালো থেকো🖤
The best discovery by me last year! This is a great song! Can’t believe I heard it last year! But I am so glad that I found it. Lyrics, tune , singing everything is top notch! Hats off to the team!
আপনার গান জাজ করার যোগ্যতা হয়তো আমার নেই তবুও গান প্রেমী হিসেব কিছু বলতে চাই। এনটিভিটে গিটার হাতে খালি গলায় গাওয়া গানটা একটু বেশিই শ্রুতিমধুর ছিল । এতটা যত্নে আবেগ দিয়ে গান গাইতে আমি খুব কম দেখেছি। প্রতিটা কথায় যেনো মিশে আছে ভালোবাসা । জানি না লেখক (তুষার) কাকে উৎসর্গ করে গান লিখেছিলেন । তাই বলে বলছি না এখন ভালো হয়নি এখনও অসাধারণ ঠিক আগেরই মতো। 5-6 বছর আগে গানটা প্রথম শুনেছিলাম ভালো লেগেছিলো কিন্তু গানের মহিমা বুঝিনি 2021 এসে গানটার পূর্ণ অর্থ বুঝতে পেরেছি । কাউকে তীব্র ভাবে ভালো না বাসলে হয়তো গানের মহিমা কেউ বুঝবে না। নিঃসন্দহে আপনি বাংলাদেশের সেরা একজন গায়ক । ভালো থাকবেন, এই দু'আ করি ❣️
অবাক চাদের আলোয় দেখ ভেসে যায় আমাদের পৃথিবী আড়াল হতে দেখেছি তোমার নিস্পাপ মুখ খানি ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় বুঝি নি কভু সেই মায়া ত আমার তরে নয় ভুল গুলো জমিয়ে রেখে বুকের মনিকোঠায় আপন মনের আড়াল থেকে… ভালবাসব তোমায়…ভালবাসব তোমায় তোমার চির চেনা পথের ঐ সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে এক বার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে ডাকবেনা তুমি আমায় জানি কোনদিন তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন হাজার বছর এমনি করে আকাআহের চাদ টা আলো দেবে, আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে, তবুও এ অসহায় আমি ভালবাসবো তোমাকে, শুধু যে তোমাকে… ভালবাসবো তোমাকেই
"ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি আমি সেই মায়া তো আমার তরে নয়." এই লাইনটি শুনার সময় তার কথা ভেবেই মন তা হুহু করে উঠে । আহা... কত স্মৃতি , কত অনুভূতি 💙🖤
তোমার চোখের মায়ার জন্যেই আমার চোখে অনন্ত বর্ষা,,,,,বহু দিন সেই চোখে আমার জন্যে অস্থিরতা দেখি নি,,,,,পৃথিবীর সব ভালো তোমার হক❤এই প্রেম বুকে নিয়ে হয়ত যাব হারিয়ে,,,,,,ভালো থেকো,,,,,
Non Bangla speaker here. TH-cam recommended me a Lofi version of this song and I fell in love straight away. The title of the video was in Bangla script which I did not understand. Google translate told me that the name of the song is dubechi ami tomar which yielded no results in google search. However, I persisted and was able to find the original song from Miftah :)
২০২০ সালে ও হয়তো রাত ১২টার পর কারো স্পিকার এ এই গান টা বাজে । হাজার বছর যেমনি করে, আকাশের চাঁদটা আলো দেবে ঠিক তেমন ই হাজার বছর এই গান টা ও কারো করো মনে বেঁচে থাকবে ।
এত সুন্দর সাবলীল ভাষায় গান। প্রতিটা লিরিক অন্তর ছুয়ে যায়। প্রতি রাতে ৪-৫ বার না শুনলে ঘুমই হয় না। ভাবতে অবাক লাগে এত সুন্দর গানে এত কম ভিউ, মেনে নেওয়া যায় না। অনেক ধন্যবাদ মিফতাহ জামান ভাই, আপনার কন্ঠের প্রসংশা করে শেষ করা যাবে না। আবারও ধন্যবাদ আপনাকে এত সুন্দর গানটা আমাদের উপহার দেওয়ার জন্য।
পৃথিবীতে এতো কিছু থাকতেও মানুষ কখনো না কখনো নিজের অস্তিত্বের চেয়েও, অন্যকারো অস্তিত্ব বেশি ভালোবাসে। নিজের জীবন ভাসিয়ে দিয়ে ধরে রাখে অন্য এক জীবন... 🖤🥀
এক নিকষ কালো রাতে প্রিয় মানুষটাকে শোনানোর জন্য লুকিয়ে গানটা রেকর্ড করেছিলাম। প্রিয় মানুষটা এখনো আছে তবে তাকে প্রিয় বলার অধিকার আমার নেই। খুব করে চাওয়ার পরেও কাঙ্ক্ষিত মানুষটা যাদের ভাগ্যে নেই তাদের জন্য উৎসর্গ হোক গানটি🤍
একজনের খুব প্রিয় একটা গান ছিলো, বাসে ট্রাফিক জামে দুজন হেডফোন ভাগ করে টানা কত বার যে শুনেছি গান টি!.....😞 গানটি হুট করে শুনে এতো স্রিতি মনে পড়ে গেলো কেনো?অদ্ভুত😞
চির অধরা! যে গানের মাধ্যমে মিফতা জামানের অজস্র চমতকার গানের সাথে পরিচয়! ভালোবাসার এক অভিন্ন অনুভূতি সঞ্চারণ করে এই গান! অবাক চাঁদের আলোর মত ই বেঁচে থাকুক গানগুলো আমাদের সবার মাঝে সব সময়।
ধন্যবাদ সেই ছলনাময়ী নারিকে,,,যার ছলনায় এত সুন্দর গানটি জন্ম হয়েছে,,😅একটি মানুষ কতটা পরিমানে ভালোবাসলে এত সুন্দর কথা আর সুর তৈরি কোরতে পারে,, 🙂ভালোথাকুক সেই মায়াবি নারি গুলা🥲🥲🥲
একটা মানুষের ভয়েজে কি করে এত মায়া থাকতে পারে,বুঋি না আমি,দোয়া করি শত বছর বেঁচে থাকেন শ্রোতাদের হৃদয় জুড়ে ❤️🩹
আমি পশ্চিম বাংলার একজন বয়স্কা মা। ভাই, তোমার গান আমায় অজানা ভাললাগায় ভরিয়ে দেয়, স্মৃতির এলবাম এর পাতা উল্টিয়ে যাই,মনপাখি ডানা মেলে হারিয়ে যায়।বেদনা ভরা ভাললাগাকে অনুভব করি। তোমার কন্ঠ কালজয়ী হোক, তোমার সুরের ঝরনাধারায় সিক্ত হোক সবার অন্তর। ঈশ্বরের কাছে তোমার জন্য আমার অন্তরের প্রার্থনা জানাই। খুব ভালো থেকো ভাই আমার।
অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। ভালো থাকুন। ❤️😊
ধন্যবাদ দিদি আপনাকে, আপনি আমাদের মিফতাহের ♥️♥️ গানটাকে যেভাবে প্রশংসার বানে ভাসিয়েছেন।
❤
@@MiftahZamanভাই আপনার এই গানটা একমাত্র নোবেল ছাড়া কেউই ভালোভাবে কভার দিতে পারে না, কিন্তু আপনার গলায় সেটা অন্যরকম একটা ভালোলাগা কাজ করে, কথায় আছে না যার গান তার গলায় মানায়😍
মা আপনার চয়েস এখনো মাশাল্লাহ
চমৎকার গায়কী, মিফতাহ জামান ভাই। গানটি অনেক বছর ধরে শুনেও কখনো পুরনো মনে হয় না। প্রতিবারই মুগ্ধতা ছড়ায়। ভালবাসা জানবেন।
অনেক গান আসবে যাবে। তবে আজ থেকে ১০০ বছর পরও কোনো এক ব্যার্থ প্রেমিক রাতে এই গানটাই শুনবে, কোনো রাগ বা অভিমান নিয়ে নয়, একটা কৃতজ্ঞতাবোধ নিয়ে। তার জীবনে প্রেম নিয়ে আসার জন্য, সেই অনুভূতিটা দেওয়ার জন্য ❤️
Comment ❤
Comment of the month for me.
Vai onk sundor comment ❤
সুন্দর
I Think , when i listn this i just think,i dont want to say anything
ঈশ্বর প্রদত্ত কন্ঠ। আল্লার অনেক আশীর্বাদ তোমার ওপর। এত সুন্দর গান, জীবনের অনেক দুঃখ ভুলিয়ে দেয়।
পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে। অসাধারণ কণ্ঠ আর প্রকাশভঙ্গি আপনার।
Night time + Bus travel + Window seat + Cool Weather + Heart broken + Full Volume + Ear phone + This Song= Out of the world!
😢😢
অভিজ্ঞতা থেকে বলছি একদম অসাধারণ মোমেন্ট
i can imagine
Na thik ache. 🤣🤣🤣
@@mdjony61250dq
"ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়,
বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়"
উফফ লাইনটা💔
তার কাজল দেয়া চোখগুলো আমার খুব প্রিয় ছিলো।
হঠাৎ মাঝ রাতেও আবদার করতাম "একটু কাজল নেও"
আজ আমাদের কথা হয় হয়না কতদিন দেখা হয় না কতদিন ঠিক নেই।
ওই চোখের দিকে তাকানো হয় না যেন হাজার বছর
ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
হবেনা মলিন... This line hits differently
মিফতা ভাইর গানের গলা অসাধারণ
সত্যি অসাধারণ গানের মান
উনাকে চিনতাম না৷ " কি নামে ডেকে বলবো তোমাকে " এই গান শুনার পর উনার ভক্ত হয়ে গেলাম
আমি একজন সুদক্ষ শিল্পী নই। আমার কোন একাডেমিক বা গুরুমুখী শিক্ষাও নেই সংগীতের উপর কিন্তু, আপনার এই গানটা আমি কেনো জানি খুব ভালো গাইতে পারি। অনেক জায়গায় গেয়ে অনেকেই আমার অনেক সুনাম করেছে। এই গানের সুর হৃদয়ের গভীরে এতো সহজভাবেই গেঁথে যায় যা সত্যিই অভাবনীয়!
চার বছর আগে শুনলে এই গানটার মর্ম হয়তো এতটা বুঝতাম না ,তবে এখন শুনছি প্রতিদিন,অনুভব করছি কথা গুলো ।আসলেই অসাধারণ লাগছে । কোনো একজনকে হয়তো গানটা শোনাতে পারলে ভাল লাগত। কিন্তু সেটা এখন আর সম্ভব না😐
সবাই সব গানের মর্ম বুঝে না,তাই হয়ত শুনিয়ে লাভ হবে না
ভাবতেই ভালে লাগছে যে এই গান টি আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর রেসিডেন্সিয়াল সেমিস্টার(RS/Tarc) এ রচনা করা হয়েছিল। মিফতা ভাই তখন বিবিএ এর একজন শিক্ষার্থী ছিলেন। সেটা ছিল RS-7 Fall ২০০৭। আর আমি RS-62 Spring ২০২৩ এর একজন শিক্ষার্থী। আমরা আসলেই জীবনের অনেক সুন্দর ৩ টি মাস কাটিয়ে আসি সেখানে যা মৃত্যু পর্যন্ত হয়তোবা ভুলবার নয়। যার প্রমান এই গানটি। এত সুন্দর একটি জিনিসের সৃষ্টি। সেই মূর্ছনা, অন্বেষা, সূর্যোদয়, কৃষ্ণচূড়া, আনন্দপুর, নিকুঞ্জ, মালঞ্চ, দুরন্ত, দূর্বার, তৃপ্তি, শাল্লা আর তখন কার ছায়ানীড়, ধানসিঁড়ি, ছায়াবীথি, সব-ই সাক্ষী এবং দায়ী এই সুন্দর রচনার। সেই দিনগুলোর কথা হয়তো মিফতা ভাই এর ও মনে পড়ে যখন ই তিনি এই গানটি গান বা শুনেন। এখন সব-ই কেবল স্মৃতি।
আমিও তার চোখের মায়ায় পরেছিলাম। সৃষ্টিকর্তা তার নামের সাথে কি অপূর্ব মিল রেখেছেন...“অথৈ মিত্র”। খুবই পরিশ্রমী মেধাবী একটা মেয়ে। তার ভবিষ্যৎ সুন্দর হোক
জানি না ঠিক কত বছর পর এই গানটা আবার শুনছি,ইস!! স্কুলের দিনগুলোতে রাতে শুনতাম নিরবে, কি স্মৃতি!!
"ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি
আমি সেই মায়া তো আমার তরে নয়..." THIS line is
a gem
a lot of people can relate
❤❤❤❤
❤
আমি গত দশ বছর ধরে আপনাকে গায়ক হিসেবে চিনেছি।আমার এক রুমমেট আপনার গান খুব শুনত,ওর কাছ থেকে আপনার গান শোনা শুরু। নাটকে আপনার গান ব্যবহার করা হয় আজকাল ,দেখে ভাল লাগে!আপনি আরও ব্যাপক পরিচিতি পান এ শুভ কামনা।
মৌলভীবাজার টু ঢাকা যাওয়ার পথে।এনা বাসে বসে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঢাকা পৌঁছে গেছি একটি গান বার বার হ্রদয়ে ডুকে গেছে।
১৭/০২/২০২৪
আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, কাল ঠাকুর দেখতে দেখতে হঠাৎ করে আবিষ্কার করলাম এই গানটা। পুজোর সময় হঠাৎ করেই এমন একজনের চোখের মায়ায় আটকে যাই আমি। জানি সে আমার হবে না কখনো,স্মৃতি হিসেবে
একটা ছবি আছে। সেই ছবি আর এই গান,এভাবেই না হয় পাক আমার ভালোবাসা পূর্ণতা!❤
#ভালোবাসবোতোমায়
এতো দেরীতে আবিষ্কার করলেন! যাক তবু তো আবিষ্কার করলেন। 👌👌👌
জানি না মিফতা ভাই আপনি কেমন করে এক নারীতে আশক্ত একজন লয়াল পুরুষের মনের কথা গুলো এই গান এর লাইনে এনেছেন ♥️
এই দিয়ে কয় হাজার বার শুনছি তার ঠিক নেই
আমার মনের কথাগুল ভাই আপনার গান এর লাইন গুলোর মাধ্যমে তাকে জানিয়ে দিব♥️
সে হয়তো অন্য কাউকে নিয়ে সুখি আছে,🙂
অনেক ভালোবাসা জানাই ভাই এই গান টার জন্য ♥️♥️♥️🥀
মানুষের emotions nie গান করা একজন শিল্পী। আমার খুব প্রিয় একজন শিল্পী।
ছুঁয়ে দেখার সাধ্য নাই অনুভবেই রাখি তারে 😅
দুরত্ব যতই হোক, আমি ভীষণ ভালোবাসি তারে 🖤🌸
এই গানের মাধ্যমে আপনার সাথে পরিচয় এক তরফা।আপনি আমাকে চিনবেন না,তবে জেনে রাখবেন আপনার গানের এক পাগল ভক্ত আছে।
আপনার গানের লিরিক্স, সুর অসাধারণ। সবাই তার নিজের সাথে রিলেট করতে পারে।
শিহরণ গানটা আমার দ্বিতীয় ভালবাসা আপনার গান।
Not a Bengali here... I'm from Assam India, a friend of mine suggested...damn it's a beautiful song 🤍🥺🫶🏻 lots of love..
গান টা শুনলেই এক পলকে চোখের সামনে 2022-2023 ভেসে ওঠেl আর দুই মাস পরেই ঢাকা ভার্সিটির এক্সামl রাত 1:55 বাজে, পড়তে পড়তে হুট্ করেই গান টা মনে বেজে ওঠায় শুনতে এলামl🧡
একমাত্র গান যা যতবারই শুনি,সেই প্রথমবারের মতোই ফিলিংস আসে🙃
যে গানের সাথে আমার অসম্ভব স্মৃতি জরিত।
আমাকে যে মিফতাহ জামান কে পরিচয় করিয়ে দেয় তাকে অসংখ্য ধন্যবাদ।
গানটা কথা বলতে গেলে বলে শেষ হবার নয়। সাথে আপনার কন্ঠ আগুন লাগিয়ে দিয়েছে
এক নিমিষেই চোখে জল এনে দেয়ার মতো একজন মানুষ !! শুধু বলবো ভালোবাসা জানবেন প্রিয় শিল্পী !! 💜
Dedicated 💚
অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়❤
ভালবাসবো তোমায়
তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে❤
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে
ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
হবেনা মলিন...
ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায়❤
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়
ভালবাসবো তোমায়
হাজার বছর এমনি করে❤
আকাশের চাঁদটা আলো দেবে
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে
তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে❤
Love ❣️
বুঝিনি কভু😭
Love
❤
❤❤❤
একটা মানুষের ভয়েজে কি করে এত মায়া থাকতে পারে,বুঋি না আমি,দোয়া করি শত বছর বেঁচে থাকেন
মিফতাহ্ স্যার জানিনা আমার লেখা পড়বেন কিনা তবুও বলছি...
আপনি হলেন আমার বাংলাদেশী গায়কদের মধ্যে সবচেয়ে পছন্দের।আমিও গান গাই...আর আপনাকে অনুসরণ করবার চেষ্টা করি..মাঝে মাঝে খারাপ লাগে যে আপনার মতো একজন গায়ক জনপ্রিয়তা পাননি, ভাবলেও অবাক লাগে!তবুও আপনি যে গান সৃষ্টি করে গেছেন তা অমর! তুষার ভাইয়ের যেমন লিরিকস তেমনই আপনার সুর আর গায়কি।আপনার গানের সুরগুলো একটু বেশিই সুন্দর😍😍।"চির অধরা" "ভালো থেকো" "প্লিজ নিজের ছায়া" এমনকি সব গানই এক একটা মাস্টারপিস।যদি গানের জগতে কোনো কিছু করতে পারি বা না পারি আপনার সাথে জীবনে একবার দেখা করার ইচ্ছা আমার আছে!
-শাহির খান
আপনার গানের ভক্ত😍
ল@১
Bhai u are a very good singer!!!
দোয়া ও ভালেবাসা রইলো আপনার জন্য
Mifta jaman er jonopriota somaje na hole khoti nai,, manush er mone tar jonopriota onek onek onek lokhhogun beshi,,Andru Kishor,, fahamida aunty,, khursid alom,, Laki akand auncel Ami tader Sathe kaj Korechi,, but Amar Mifta vhai er gan khub Valo lage,, Ami akjon tabla Artist,,
love and respect ❤️❤️❤️
স্যার আজ থেকে নয় বছর আগের আপনার এনটিভি কে দেওয়া সাক্ষাতকারে এই গানটি গেয়েছিলেন কি আশ্চর্য এটার সাথে হুবহু কন্ঠ মিলে যায় 😍
আপনি কে.?
@CatchMead07 উনি কমেন্ট করেছেন ২ বছর আগে!! আর আপনি ১২ দিন আগে 🙄 উনার হিসেবে ৯ বছর তো ঠিকই আছে!!
@@afrasinthya5198 💀💀😂😂
@@yeasinahmedmiraz2410 tor Mar jamai
😂😂😂
কত্ত কোটিবার যে শুনেছি আর এখনো শুনি, কেউ জানে না!
এই গানটা আমার জীবনের একটা অংশ।
তখন মোবাইল ছিল না, রেডিও ছিল যখন প্রথম এই গানটি শুনি, তারপর কয়েকবছর মোবাইলের ওয়েলকাম টিউন+রিংটোনও ছিল, তারপর আমার জীবনে প্রেম আসল, তাকেও আমি এই গানটা কত্তবার যে শুনিয়েছি!
এরপর সে চলে গেলে, তবুও গানটি রয়ে গেল, আজো তাকে মিস করি, আজো এই গানটি শুনি।
শুনতে কি পাও দীপান্বিতা?
তোমাকে ভালবেসে এখনো এই নামে ডাকি, এই নামে তোমাকে খুজি, ভালবাসি এখনো, যেমনটা ভালবাসি এই গানটা। ❤️
ডাকবেনা তুমি আমার জানি কোনোদিন, তবু প্রার্থনা তোমার জন্য হবে না মলিন! ❤️
❤❤❤❤
Amer life ar songay onek mill
এই গানটি দিয়ে ২০১৫ সালের দিকে মিফতা ভাইয়ের সাথে পরিচয়, তারপড় আস্তে আস্তে সব গান শুনা এবং একজন ভক্ত হয়ে উঠা 😌
পছন্দের গানের তালিকার প্রথমেই ‘চির অধরা’❤️
হাজার বছর আকাশের চাঁদটা যেমন রোদেদের মধ্যে বেঁচে আছে তেমনি মিফতা ভাইও ভক্তদের মধ্যে আজীবন বেঁচে থাকবেন
5yrs agae kau ak jon song ta shunte bolsilo..alhumdullilah aj tini amar husband..This song is special for us..
#jisanil❤
#miftahzaman❤
এ পৃথিবী আমাদের নয়। হয়তো পথ চলা এটুকুই ছিল। তবে সল্প সময় টা এ পৃথিবী তে বেঁচে থাকা সেরা সময় ছিল। হৃদয়ের একটা কোণে একটুখানি আলো সবসময় জ্বলবে।
ফেসবুক থেকে আসলাম আপনার গান শুনতে।
২০১৫ সালে তাকে দেখে ভালোবেসে ফেলেছিলাম পারছিলাম কিন্তু কখনো বলতে পারি নেই।
২০২২ সময় ভালোবাসা কত সহজে হয়ে যায় । আবার ভেঙ্গে যায়।🙂
আপনার গান আমার গ্যালারিতে অনেক আগে থেকেই ডাউনলোড করা স্যার, কিন্তু ইউটিউবে কমেন্ট করা হয়নি কখনো, আমার পছন্দের তালিকার গায়কদের মধ্যে আপনিও একজন স্যার 💝
১০ বছরের বেশি সময় ধরে শোনা একটি প্রিয় গান ❤️❤️❤️ মিফতাহ ভাইয়ের গলা সেই একই রকম রয়ে গেছে। ভালোবাসা রইলো ভাইয়া।
প্রথম শুনেছিলাম অনার্স ফাইনালের র্যাগের দিনে বন্ধু বেসুরে গলায়। ভয়ংকর গেয়েছিল কিন্তু গানের কথা গুলো অনেক ভালো লেগেছিল।পরে ইউটিউব থেকে শুনি গানটি। ২০১৯ প্রথম শুনেছিলাম,তখন থেকে আজ পর্যন্ত শুনে যাচ্ছি,মনে হয় না গানটি কোনোদিন পুরাতন লাগবে। এক অদ্ভুত মায়া আর ভালোবাসা এই গানে।হাজার বছর এমনি করে, আকাশের চাদটা আলো দেবে,আমার পাশে ক্লান্ত ছায়া,আজীবন রয়ে যাবে, তবু এই অসহায় আমি, ভালবাসব তোমাকে!
Hello sir I am from India (Tripura) state...m ur big fan...each and every song of your's is like heartbeat ❤️❤️❤️❤️... thank you.and God bless you Sir...
বহুদিন হয়ে গেল তোমারে এক পলক দেখার আর তোমার কন্ঠ শোনার সৌভাগ্য আমার হইলো না! মানুষের চলে যাওয়া আছে, স্মৃতির চলে যাওয়া কেনো নেই। মানুষের চেয়ে বেশি যে জড়িয়ে রাখে স্মৃতি!
আমার জীবনে শোনা একটা হৃদয় ছুঁয়ে যাওয়া গান যা চার বছর আগে শুরু হয়েছিল এবং আজীবন থাকবে ইনশাআল্লাহ।
মিফতাহ ভাই, আপনার জন্য দোয়া ও ভালবাসা রইল, দীর্ঘায়ু লাভ করেন এবং আমাদেরকে আপনার কন্ঠের জাদুতে মুগ্ধ করে দিবেন।
তুষার ভাইকে আন্তরিক ধন্যবাদ এতসুন্দর লিরিক্স এর জন্য।
ভাল থাকবেন সবসময়।
ভিশন পছন্দের একটি গান এটি। তবে, কোনদিন কল্পনা করা হয়নি যে গানের কথাগুলোর সঙ্গে আমার জীবনচিত্র এতটাই মিলে যাবে! ধন্যবাদ সেই মানুষটিকে, যার কারণে আজ গানটির কথাগুলো বেশ ভালোভাবেই অনুভব করতে পারছি! 😊
যে গানের মাধ্যমে আমার মিফতাহ এর গানের সাথে পরিচয়। পরিচিত করিয়ে দেওয়া মানুষ টা আজ আর যোগাযোগ এর গণ্ডিতে নেই। তবুও শুধু এই গায়কের সাথে পরিচয় করিয়ে দেবার মাধ্যম হবার কারণে তার সব অপরাধ ক্ষমা করা হয়েছে।
Amio ekjon k shunatam unar gangula.. sheoo ajj amar sathe nei.. hoytoba she ekhon tar gangulo shune..
Heart touching comment 👍
Same here
Same here. Valobasa Oporadhi......
সেইম 🤣 তবে ক্ষমা করতে পারিনি মে বি
অনেক অনেক ধন্যবাদ এমন একটা গান উপহার দেওয়ার জন্য... অনেক ভালোবাসা নেবেন!
A song of a lifetime! Thank you Miftah Zaman for the amazing album "Sudhu Tomake". So many beautiful memories attached with this wonderful song.
10 years gone in a flash!
Nostalgia! ❤
গানটি ছোটবেলায় রেডিও ফূর্তিতে শুনতাম অনেক.আজ হঠাৎ সামনে পড়ল.কেন জানি এত ভালো লাগছে বুজতে পারছিনা..
Ever Green Song🖤
Love you Miftah Sir🤎
আহারে মনে প্রশান্তি পাই, যত শুনি ততই মায়াবী একটা ফিল আসে❤️❤️। ধন্যবাদ স্যার এত সুন্দর একটা গান শুনার সুযোগ করে দেয়ার জন্য 😊😊
❤❤
ছোটবেলায় যখন বড় ভাইয়েরা এই গানগুলো শুনতো তখন বলতাম এইগুলা কি গান শুনো।হিন্দি গান শুনবা।আর এখন এই গানের মায়ায় আমি নিজেই ডুবে আছি।প্রতিটা লাইন যেন জীবনের সাথে সম্পর্কীত।
আপনার গান গুলো কত হাজার বার শুনেছি হিসাব নেই
আসলে এগুলা গান না এগুলা এক একজন মানুষের মনের আবেগ।আপনি মানুষের মনের ভিতর ঢুকতে পারেন❤️
আরো নতুন নতুন গান চাই❤️❤️
তার চোখ না দেখলে হয়তো এ গানটা শোনা হতো না💜💜😢😢
তারও আর দেখা হয় না গানটাও শোনা হয়💜💜❤️❤️
৪ বছর আগের গান আর আজ ২০২২ এ এসে শুনছি। আহা, এই ছোট্ট জীবনে আমরা কত কিছুই না মিস করে যাই, তার কোনো হিসেব নেই।
sorry bro
bt this song age is more then 13 years
it realised in 2008
আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়- এই লাইনটা অদ্ভুত সুন্দর ।
কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না জেনেও ভালোবাসা একবিন্দু ও কমতে চায় না বরং ভালোবাসা অগোচরে রয়েই যায়।
২ টা জিনিস ভাষায় প্রকাশ করার মতো না,, একটা হলো পাওয়ার অনুভূতি দ্বিতীয় টা হারানোর অনুভূতি। আলহামদুলিল্লাহ আমি আমার ভালোবাসার ❤❤ মানুষকে পেয়েছি যেমনটা গানের কথার মতো আমি তার অনন্ত মায়ায় হারিয়ে যাই।(R+H)
মিফতাহ ভাই,,,,,,,,,,, অসাধারণ। চির অধরা ও ভালো থেকো গান দুটো কখনো পুরনো হবে না আমার কাছে।
আজই প্রথম শুনলাম এই গান। এত সুন্দর, এত সুন্দর! পুরো গান জুড়ে মুগ্ধতা♥
ছলনাময়ী Salma Rahman আপনি না থকলে এই গানটার মর্ম বুঝতামনা। গানটা যে কি পরিমান প্রসান্তি দেয় যা বলে শেষ করা যাবে না। বিশ্বাস ঘাতকতা করে মানুষ ভালো কিছু করতে পারে না। সব সময় গানটা বরাবর পছন্দের ❤❤❤
এতো সুন্দর একটা জিনিস দেখতে ৪ বছর দেরি করে ফেললাম🙂
Chiro Odhora Lyrics by Miftah Zaman:
অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী,
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি।
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়,
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে ..
ভালবাসবো তোমায়,
ভালবাসবো তোমায়।
তোমার চিরচেনা পথের ওই সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে,
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে।
ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য
হবেনা মলিন .. হবেনা মলিন ..
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়,
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়,
ভালবাসবো তোমায় ..
হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে,
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে,
তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে,
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে।
এই গান যারা যারা শুনেন,!তাদের জন্য মনের মণি-কোঠা থেকে ভালোবাসা রইলো।❤️
কেনো জানিনা এই গানটার মধ্যে কি আছে,তবে এই গান টা আমার মধ্যে এক আলাদাই অনুভূতির কাজ করেছে😌❤️🥀যা কোনো প্রিয় মানুষকে বসে শোনানো যায়। ধন্যবাদ মিফতাহ্ স্যার এতো সুন্দর গানের জন্য।🙏🏻
See, even TH-cam says 4:01 is the most replayed point. Loved it. 🖤
আজকে থেকে ১২ বছর আগের গান তখন না শুনলেও কয়েক বছর পর এই গান দিয়েই আপনার সাথে পরিচয়। ❤❤
রাতের ঢাকা শহর 🌃
ঝিরঝির বৃষ্টি 🌧️
হুড তোলা রিকশা ✨
ব্যক্তিগত পুরুষের কণ্ঠে এই গান🎶
একটা মানুষকে অসম্ভব ভালোবাসি, এই গানটা শুনলে তাকে মনে পরে।
একই সাথে থেকেও তার থেকে বহু দূরে।💔
তার প্রতি ভালোবাসাটা থেকে যাবে আমৃত্যু অব্দি।❤
Sir while you released your song i was so young . I didn’t hear it but few days ago in TH-cam while listening bangla band songs your song played .Today after searching for 45 minutes with so many lines at last i got your song Chiro Odhora what an wonderful song ❤️ I heard it so many times It will be my one of favourites Take ❤️
ভালোবাসা অবিরাম অপনার জন্য ভাই, ভালো থাকবেন সবসময় এই দোয়া করি।❤❤❤
মিফতাহ ভাই, সেই ২০১০ থেকে শুনে আসছি গানটা। আজও সেই আবেগ। ধন্যবাদ এমন একটা গান আমাাাদের উপহার দেয়ার জন্য।
প্রথমবার যখন শুনি গানটা ২০০৩-০৪ এর দিকে। ইন্টার ১ম বর্ষে এমপিথ্রি প্লেয়ার নিয়ে ঘুরেবেড়ানো যুগে। আজ ২০২২ এর ফোরজি স্মার্ট ফোনের যুগেও চির সবুজ রয়ে গেছে গানটা।
আমার ভাইয়ার পছন্দের গানগুলোর মধ্যে এটি অন্যতম ছিলো। আজ তিন মাস হতে চললো তুমি আর আমাদের মাঝে নেই ভাইয়া। অনেক মিস করি তোমাকে।
"ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন"
লাইনদুটো তোমাকে উৎসর্গ করলাম ভাইয়া।
ওপারে ভালো থেকো🖤
Night time+cool wind+sitting on my velcony+this beautiful song=amazing feelings
সারাজীবন বসে থাকত পারব এমন
The best discovery by me last year! This is a great song! Can’t believe I heard it last year! But I am so glad that I found it. Lyrics, tune , singing everything is top notch! Hats off to the team!
আপনার গান জাজ করার যোগ্যতা হয়তো আমার নেই তবুও গান প্রেমী হিসেব কিছু বলতে চাই। এনটিভিটে গিটার হাতে খালি গলায় গাওয়া গানটা একটু বেশিই শ্রুতিমধুর ছিল । এতটা যত্নে আবেগ দিয়ে গান গাইতে আমি খুব কম দেখেছি। প্রতিটা কথায় যেনো মিশে আছে ভালোবাসা । জানি না লেখক (তুষার) কাকে উৎসর্গ করে গান লিখেছিলেন । তাই বলে বলছি না এখন ভালো হয়নি এখনও অসাধারণ ঠিক আগেরই মতো। 5-6 বছর আগে গানটা প্রথম শুনেছিলাম ভালো লেগেছিলো কিন্তু গানের মহিমা বুঝিনি 2021 এসে গানটার পূর্ণ অর্থ বুঝতে পেরেছি । কাউকে তীব্র ভাবে ভালো না বাসলে হয়তো গানের মহিমা কেউ বুঝবে না। নিঃসন্দহে আপনি বাংলাদেশের সেরা একজন গায়ক । ভালো থাকবেন, এই দু'আ করি ❣️
অবাক চাদের আলোয় দেখ ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিস্পাপ মুখ খানি
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝি নি কভু সেই মায়া ত আমার তরে নয়
ভুল গুলো জমিয়ে রেখে বুকের মনিকোঠায়
আপন মনের আড়াল থেকে…
ভালবাসব তোমায়…ভালবাসব তোমায়
তোমার চির চেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
এক বার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে
ডাকবেনা তুমি আমায় জানি কোনদিন
তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
হাজার বছর এমনি করে আকাআহের চাদ টা আলো দেবে,
আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে,
তবুও এ অসহায় আমি ভালবাসবো তোমাকে, শুধু যে তোমাকে…
ভালবাসবো তোমাকেই
"ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়,
বুঝিনি আমি সেই মায়া তো আমার তরে নয়." এই লাইনটি শুনার সময় তার কথা ভেবেই মন তা হুহু করে উঠে । আহা... কত স্মৃতি , কত অনুভূতি 💙🖤
তোমার চোখের মায়ার জন্যেই আমার চোখে অনন্ত বর্ষা,,,,,বহু দিন সেই চোখে আমার জন্যে অস্থিরতা দেখি নি,,,,,পৃথিবীর সব ভালো তোমার হক❤এই প্রেম বুকে নিয়ে হয়ত যাব হারিয়ে,,,,,,ভালো থেকো,,,,,
ভালোবাসা বড় অদ্ভুত!
বড়ই অদ্ভুত!
তবু তোমার জন্য প্রার্থনা হবে না মলিন.....
A legendary Singer of this generation has every single side which complete singing quality and get Peace ear to mind .
গান টা একদম অন্যরকম লাগে 🥺❤️
Non Bangla speaker here. TH-cam recommended me a Lofi version of this song and I fell in love straight away. The title of the video was in Bangla script which I did not understand. Google translate told me that the name of the song is dubechi ami tomar which yielded no results in google search. However, I persisted and was able to find the original song from Miftah :)
"ভালবাসা সত্যিই একটি অভিমানী শব্দ, তা না হলে কেনইবা দূরে সরে যায়।"
২০২০ সালে ও হয়তো রাত ১২টার পর কারো স্পিকার এ এই গান টা বাজে । হাজার বছর যেমনি করে, আকাশের চাঁদটা আলো দেবে ঠিক তেমন ই হাজার বছর এই গান টা ও কারো করো মনে বেঁচে থাকবে ।
এত সুন্দর সাবলীল ভাষায় গান। প্রতিটা লিরিক অন্তর ছুয়ে যায়। প্রতি রাতে ৪-৫ বার না শুনলে ঘুমই হয় না। ভাবতে অবাক লাগে এত সুন্দর গানে এত কম ভিউ, মেনে নেওয়া যায় না।
অনেক ধন্যবাদ মিফতাহ জামান ভাই, আপনার কন্ঠের প্রসংশা করে শেষ করা যাবে না। আবারও ধন্যবাদ আপনাকে এত সুন্দর গানটা আমাদের উপহার দেওয়ার জন্য।
এখনো মনে আছে আমি তখন ছোট, ভাইয়া তার PC তে এই গান শুনতো সাল তখন ২০১১/১২ মনে হয়..... আমি শুনেছি এখনো শুনি
পৃথিবীতে এতো কিছু থাকতেও মানুষ কখনো না কখনো নিজের অস্তিত্বের চেয়েও, অন্যকারো অস্তিত্ব বেশি ভালোবাসে। নিজের জীবন ভাসিয়ে দিয়ে ধরে রাখে অন্য এক জীবন... 🖤🥀
এমন তো হওয়ার কথা ছিলোনা! এই চাঁদ একসাথেই দেখার কথা ছিলো, পাশাপাশি বসেই! চাঁদ টা আছে,তুমিও আছো,শুধু আমরাই একসাথে নেই! আর কখনো থাকবো ও না!।😔
এক চাঁদের নীচেই আছেন । কিসের এতো আফসোস?!
becha thakar sesh rosod....thank you so much..miftah vai..
বিগত ৪ বছর ধরে গানটি পছন্দের তালিকায় এক নম্বরে।।
Superb voice, composition and specially Music arrangement/programming
এক নিকষ কালো রাতে প্রিয় মানুষটাকে শোনানোর জন্য লুকিয়ে গানটা রেকর্ড করেছিলাম। প্রিয় মানুষটা এখনো আছে তবে তাকে প্রিয় বলার অধিকার আমার নেই। খুব করে চাওয়ার পরেও কাঙ্ক্ষিত মানুষটা যাদের ভাগ্যে নেই তাদের জন্য উৎসর্গ হোক গানটি🤍
😢😢😢
ekta manosh kemne eto valao gaite pare vai 😮😮❤
মায়া 🌼💙
এই গান আর না বলতে পাড়া ভালবাসা নিয়ে সারা জীবন কেটে যাবে।।।
একজনের খুব প্রিয় একটা গান ছিলো,
বাসে ট্রাফিক জামে দুজন হেডফোন ভাগ করে টানা কত বার যে শুনেছি গান টি!.....😞
গানটি হুট করে শুনে এতো স্রিতি মনে পড়ে গেলো কেনো?অদ্ভুত😞
গান মাঝে মাঝে অনেক কিছু মনে করিয়ে দেয়... যা ভুলে থাকি,গান তা ই মনে করায়।।
সেসময় খুব ই রাগ হয় গান টার ওপর...
সুন্দর,আদ্র, স্নিগ্ধ...আরো শতো শব্দ বলা যায়...
গানে এতো আবেগ কেন??
কেন অজান্তেই চোখ ভিজে যায়❤️🖤
কতো আবেগ বুকে চেপে জন্ম দিয়েছেন গানটা🥰ধন্যবাদ
(০১/০৬/২০২২)
চির অধরা! যে গানের মাধ্যমে মিফতা জামানের অজস্র চমতকার গানের সাথে পরিচয়! ভালোবাসার এক অভিন্ন অনুভূতি সঞ্চারণ করে এই গান! অবাক চাঁদের আলোর মত ই বেঁচে থাকুক গানগুলো আমাদের সবার মাঝে সব সময়।