২১ মে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস: যেমন দেখেছি তাঁকে: সঞ্জীব চট্টোপাধ্যায়।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ২১ মে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস: যেমন দেখেছি তাঁকে: সঞ্জীব চট্টোপাধ্যায়।
    অসাধারণ এক মানুষ ছিলেন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। নম্র, ভদ্র, বিনয়ী। তাঁর অনেক স্বপ্ন ছিল। নিষ্ঠুর রাজনীতি অকালে তাঁর প্রাণ হরণ করল। তাঁর সঙ্গে বিশ্ব ভ্রমণের সৌভাগ্য হয়েছিল আমার। মায়া সভ্যতা দর্শনে আমি তাঁর সঙ্গী। মস্কো বিমান বন্দরে গভীর রাতে বিমানবন্দরের লবিতে পায়চারি। দিল্লিতে দীর্ঘ সাক্ষাৎকার। আমার ‘মুখোমুখি’ গ্রন্থে মুদ্রিত। তাঁর জীবনের স্বপ্নময় যত কথা। তিনি ছিলেন এক মধুর ব্যক্তিত্ব, আশ্চর্য সহবতে ভরা সুন্দর এক পুরুষ। তাঁকে ভোলা যায় না।
    Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
    ★Subscribe to us: sanjibani sudha,

ความคิดเห็น • 1

  • @ratnabiswas401
    @ratnabiswas401 3 หลายเดือนก่อน +1

    Kato ki j janlam