জ্যোতি বাবুকে নিয়ে এই স্মৃতিচারণার কারণেই আপনার এই চ্যানেলটির কথা জানতে পারলাম। ছেলেবেলায় আমার জীবনে প্রথম উপহার হিসেবে পাওয়া উপন্যাস "ইতি তোমার মা" । যেটা পড়ার পর আমি বই এর প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিলাম। অশেষ ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকুন , ভালো থাকুন।
জোতি বসুর যেমন ভালো দিকগুলো তুলে ধরলেন , আমার কাছে সেরকম বিপরিত দিকও আছে । জোতি বাবুর সময় প্রচুর বেকিং পুষিং পার্টির ক্যাডারদের চাকরি দিয়ে ছিল । এমন কি 5 , 6 পড়া ছেলেকে চাকরি পাইয়ে দিতে দেখেছিলাম ।Employment Exchange করেছিলেন নাম কা ওয়াস্তে ।সেখানেও বেকিং পুষিং । আরও অনেকরকম ভাবে চাকরি হতে দেখেছিলাম । আর কোন এক বদমাইশ বাচ্চা প্রাথমিক বিদ্যালয়ের চাকরির জন্য বেসিক ট্রেনিং জন্য ফার্স্ট ডিভিশন বাধ্যতামূলক করেছিল ।এটা আমার জানা নেই । জানা থাকলে তাকে গালাগাল করতাম । ধন্যবাদ খুব ভালো থাকবেন ।
মাননীয় লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় পাঠক কুলকে হাসিয়েছেন, উনি যে জ্যোতি বাবুকে ও হাসতে বাধ্য করেছেন এটা একটা বিশাল খবর। শুনে খুব ভালো লাগলো। প্রণাম নেবেন।
আপনি ঠিকই বলেছেন রাজনীতির জালে জড়িয়ে পড়ে মানুষ তার স্বাভাবিক চরিত্র অনেকখানি বদলে ফেলে। কিন্তু তাই বলে মরিচঝাঁপি, বিজনসেতুর মতো ঘটনা কি করে ঘটে??? 😢😢
পশ্চিম বঙ্গে এই কালচার সিপিএম আমলে ছিলো আজও চলছে এই কালচার । গত ৫০বছর এই কালচার গুলো খুবই পরিচিত বাংলাতে সিপিএম এর দেখানো পথে বর্তমান সরকার চালাচ্ছে তাই দেখি আজ সেই কালচার। মাননীয় চিন্তাশীল সুধীজনদের এই ব্যাপারে কোনো দ্বিমত আছে ?
অনেক শ্রদ্ধার ও প্রিয় লেখক তাঁকে প্রনাম। বুঝতে পারি ওনার তদগত ভাব । তবে যখন মরিচঝাঁপি, বেঙ্গল ল্যাম্প, বানতলা, রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেও মামলা ইত্যাদি বৈপ্লবিক কর্মকাণ্ড মনে পড়ে তখন হাসি পায়।
এক সময় আপনার বই গোগ্রাসে গিলতাম। আপনার বক্তব্য টিভিতে দেখলে, সব ছেড়ে আপনার কথা শুনতে বসে যেতাম। এখন দেখছি জ্যোতি ভজনাও শুরু করেছেন। কেমন যেন মেলে না....
মাননীয়া সঞ্জীব বাবু আপনি বড় লেখক বাংলার বিখ্যাত সাহিত্যিক। চরণে কোটি প্রনাম। জ্যোতিবাবুর ছেলে কোটিকোটি টাকার মালিক হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় কেন আজো তার উত্তর খুঁজে পাইনি।
হঠাৎ করেই পেয়ে গেলাম আমার প্রিয় সাহিত্যিক এর,সঞ্জীবনী সুধা চ্যানেল টি।আরো কত বিষয় জানতে পারবো সমৃদ্ধ হব।সেই সাথ এ সিটি কলেজ এর 1986 এর ব্যাচ এর সুস্মিতা অপূর্ব S.D. , র ক্লাসরুম সবটাই একটা কমেন্ট এর উত্তরে সেই বছর গুলোতে ফিরে গেলাম। আমি পলিটিক্যাল সাইন্স এর সোমা বলছি।
আমার কর্মজীবনে একবার নূতন ইউনিটে অতি প্রয়োজনীয় অংশ ভেঙ্গে পড়ে,স্থানীয় সিপিএম নেতাদের অনুরোধে আমি লিখিত ভাবে সম্ভাব্য কারণগুলো দিই,সেটা জ্যোতিবাবুর কাছে পৌছয়,তখন এরা কৃষিবিপ্লব করে ক্ষমতায় এসেছে, কারিগরি ব্যপারে অনভিজ্ঞ, যাইহোক আমার লেখাটাকে মান্যতা দিয়েছিলেন, এবং ব্যবস্থা নিয়েছিলেন, তদুপরি নাম না করে লেখাটার প্রশংসা করেছিলেন সংবাদপত্রের মাধ্যমে, তার জন্যে আমি কৃতজ্ঞ, উনি থাকলে সিঙ্গু্রে কারখানা হতো,উনি মানুষ চিনতেন, মোসাহেবিকে গুরুত্ব দিতেন না।
ও গুলো কারখানা ছিল না,বেশির ভাগই ছিল গ্যাসচেম্বার,পাশেই মদের ঠেক,প্রকৃত কারখানা বলতে যা বোঝায়, টাটা এবং কিছু প্রগতিশীল সংস্থা পালন করতো,জ্যোতিবাবু সেটা অনুধাবন করে,শ্রমিক আন্দোলনের পথ বেছেছিলেন । 0:11
@@FreeThinker_0ঠিক কত গুলো কারখানা বন্ধ হয়েছিল? কারণ কি কি ছিল ? একটু বলবেন? মানে প্রামাণ্য তথ্য দিয়ে বলতে পারবেন? অনেকেই জানে বললে কিছু প্রমাণ হয় না। শুনে মুসলমান হয়ে লাভ আছে? 😂😂😂😂
A gentle man who was ever parasite and personally greatly succesful but west Bengal and Begalees are finished for all' the generation to come no chance for return.
Sri krishna er sesh kota dine res sri sanjib chatty .mahashay. My humble quest. Wives of sri krishna only eight but you wrote no.16000 plus. Right explanation is expected sir.excuse me.pl.
আপনি নিজেই তো নিজের আলোয় আলোকিত, যখন সব বই পড়ার অনুমতি পেলাম সেই সময় অপেক্ষা করতাম, কখন আপনার সদ্য লেখা বই আমার হাতে আসবে, সেই সময় জ্যোতি বাবু চিফ মিনিস্টার, কিন্তু তাকে নিয়ে আমার কৌতুহল ছিল না, সেটা ছিল আপনাকে নিয়ে, চিফ মিনিস্টার হিসাবে একদম পছন্দ করতাম না ওনাকে, এতো গদগদ ভাব ভালো লাগলো না, প্রণাম নেবেন,
দেশ পত্রিকায় আপনার সেই সাক্ষাৎকার পড়েছিলাম..খুব interesting ছিল সেই কথোপকথন.. আপনার সেই বাক্যটি আজ ও মনে আছে.." লালকে ততটা লাল হতে দেন নি"..এটার যে কতরকম ব্যাখ্যা হয়..আমাদের সারাদিন কেটে যেত আপনার ওই বাক্যব্যাবহার আলোচনায়..আর একটি open ended sentence ছিল.."চীন আক্রমণ করে বসলো ভারত"..তখন আমি school going.. আজ পঞ্চাশোর্ধ..কিন্তু আজও যদি পড়তে পাই, ততটাই আনন্দ নিয়ে পর্ব..শুধু জ্যোতি বসুকে চেনার জন্য নয়, একজন গুণী মানুষ আরেকজন গুণী মানুষ যিনি সম্পূর্ণ একটা অন্য জগতের , তাঁর প্রতি যথোপযুক্ত সম্মান রেখেও তাঁকে মানুষের অনেক কাছে নিয়ে আসার যে অভিনব প্রয়াস, তা আর কারো কাছে পেয়েছি বলে আমার মনে পড়েনা।
Are bapre ei channel ta toh age dekhiyi ni.. dekhei subscribe korlam ar ajkei shob kota dekhe phelbo.. Sanjib Chattopadhyay mohashoi ke sashroddho pronam.. bhalo thakun, sustho thakun
সঞ্জীব চট্টোপাধ্যায় একজন কথা সাহিত্যিক। আমি তো মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। শুনতে শুনতে ভুলে গিয়েছিলাম যে আনন্দবাজার পত্রিকার ভ্যান পুড়িয়ে দেওয়া হয়েছিল তাতে একজন কর্মীও মারা যান।
সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখার একটা পাতাও না পড়ে বরানগরের নেতা-নেত্রীরা থেকে থেকে ওনাকে সংবর্ধনা দেন, বিনা পয়সায় ভাষণ দিতে বলেন। 'জ্যোতির্ময় জ্যোতি বসু' এই শিরোনাম দেখলে এঁরা আবার রাগ করবেন না তো!
খুব ভালো লাগলো। নতুন কিছু কথা শুনলাম। আমার মনে হয় সঞ্জীব চট্টোপাধ্যায়ও এক জন অত্যন্ত ভালো মানুষ তবু দিদির তৃণমূলে যাতায়াত করেন সেটা কিছু নয়। উনি সুস্থ থাকুন ভালো থাকুন। আরো অনেক দিন ধরে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করুন।
অসাধারণ বক্তব্য রেখেছেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়।❤ ওনাকে ও শ্রদ্ধা জানাই। আমাদের দেশের এক মহান সর্বত্যাগী শিক্ষিত, মার্জিত, রুচীশীল ব্যক্তিত্ব পূর্ন মুখ্যমন্ত্রী আর কেউই ছিলেন না।❤❤❤😂
Jyoti basu started the destruction of calcutta by doing hartal, regressive bandh..that prompted businesses to move out of bengal and companies wanted to start software company in kolkata but because of his lack of clairvoyance , we lost it to bangalore. May be he is good for the people of his party or people with leftist idealogy but overall we have forgotten him, there is no need to bring up such topic to keep him in our memory.
Aapni eto shundor kore guchhiye boktobo poshon koren, ta shunte khub bhalo lagge. Ek e bishyer upor onek boktar boktobbo temon akrishto kore na. Kintu srodheyo Sonjibdada r boktobbo mane miss kora jabe na 🙏🏻 aapni khub bhalo thakben dada. Aamar bhokti bhalobasa purno pronam oboshoi grohon korben 🙏🏻🙏🏻🌹🌹💖💖🌹🌹 koto purono kotha sunlam. Khub bhalo laaglo 👍🏻👍🏻
তার আগে তো কারেন্ট প্রায় কোথাও ছিলই না পশ্চিমবাংলায়। তাই লোডশেডিং এর সমস্যাও ছিল না। উনিই প্রথম গ্রাম বাংলায় বিদ্যুৎ নিয়ে এসেছিলেন। কংগ্রেস আমলের ৪ টে থেকে ১৩ টা তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়েছিলেন রাজ্যে। প্রযুক্তি তখন এখনকার মতো উন্নত ছিল না, তাই লোডশেডিং এর সমস্যাও ছিল। কিন্তু এই সহজ কথাটা বুঝতে যে সামান্য বুদ্ধির প্রয়োজন সেটার অভাব আছে আপনার।
LOAD SHEDDING শুরু হয়েছিল SIDDHARTHA SANKAR ROY আমলে JYOTI BASU সেই লোড SHEDDING , JYOTI BASU শেষ করেছিলেন আর চালের সমস্যা ছিল, রেশন থেকেই কিনতে হত, JYOTI BASU যখন চলে যান তখন দু টো ই ছিল উদ্বৃত্ত। পশ্চিমবঙ্গ এর মানুষের জন্য এটাই উনি করেছিলেন।
মাননীয় প্রথমেই নমস্কার জানাই। এটা কোনও প্রতিবাদ বা আপনার সঙ্গে বিরোধ করার জন্য লিখছি না। তবে খুব জানার ইচ্ছা আপনি কেন ‘ Oxymoron’ অর্থাৎ স্ববিরোধিতা শব্দটি ব্যবহার করলেন। মনে করুন কৌতূহল থেকেই। আসলে সঞ্জীববাবুর বয়স এখন একানব্বই। ‘সঞ্জীবনী সুধা’ চ্যানেলটি করার একমাত্র কারণ হল সাহিত্যিকের দেখা বিভিন্ন মানুষ, সময় ও অন্যান্য বিষয়কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মাধ্যমে ধরে রাখা। কতদিন তিনি এভাবে সক্রিয় থাকবেন তা একমাত্র ঈশ্বরই বলতে পারবেন। তবে এই বয়েসেও তাঁর স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর রয়েছে। আপনি চ্যানেলটি দেখেন জেনে খুব ভালো লাগল। ভালো থাকবেন। নমস্কারান্তে অপূর্ব চট্টোপাধ্যায়। ১১/০৭/২৯২৪।
Amar Manoj jeevan ar sakol asha,allad puron Hoya gacha baki sudhu ai sundor manus ta ka akber pronom karar o nejar choka dekhar khub echa kora. Amai akta sujog ki deben amai ha maha manab. Amar guru?
রাজনীতি করতে গিয়ে অনেক মানুষের জীবন এ এত পরিবর্তন হতে দেখা যায় যে আমরা একেবারে সাধারণ কাজ করে নিজেরা যখন হাঁপিয়ে যাই তখন নিজেদের কোন কাজে ঘাটতি থাকল কিনা ভাবিনি,কিন্ত রাজনীতিবিদ রা কি দোষ করল তা নিয়ে সমালোচনার শেষ করে যাই,তাঁরা যে কত মানুষের ভালো খারাপ এর দায়িত্ব নিয়ে পদে বা চেয়ার এ বসে থাকেন তা ভাবার সময় আমাদের নেই.সব রাজনীতিবিদদের যদিও এক গোত্রে ফেলা যায় না.মানুষের জন্য কাজ এখন কম রাজনীতিবিদ রা করেন. নমস্কার.
Jyoti babur shomoy bharot nijer sashon phire peleo ektu ekto kore british rajyottyer culture ta chilo, jodio ostomito pray kintu tao lokeder bhetoreo ebong tar thekeo boro kotha netader bhetore er resh chilo. Jyoti babur bhetoreo sheta chilo , pm post ba cm post ta ba tar ager rajader post tar ekta alada je guruktyyo aache ba gurukktyo thakar pryojon aache sheta pray bujhiye daoar jyonnyoi hoyto shei culture ta chilo hoyto. Beparta onekta forashi biplob er porer france e robespiyoriyo orajokotar je poribesh chilo tar shonge france er chiro shotru britain er raja rajottyer ekta onnyorokom special morjada rajar post er jyonnyo tar bhetore parthyokker moto. Bharotborshe forashi samrajjyo thakle ki hoto jani na , kintu amar mote british rajyotto chilo bolei hoyto ei jonogonotontrer bhetoreo kichu kichu state position er je alada ekta guruktyyo thakbe ,o man morjyada thakbe shei culture ta chilo. Sheta bhalo ki kharap bolte parbo na,hoyto kono kono jaigate , konokono poribesh e sheta pryojon,kono kono jaigate hoyto shetar pryojon thake na. Jyoti babu ke borabori ami television channel e dekhechi,konodin shamna shamni dekhi ni except tar ontim jatrar shomoy,ami ekmatro amader office theke gechilam kajer chuti niye shekhane uposthit thakar tagide. Tar karon chilo ami onake television e dekhleo onekta telepathyr moto kono ek jaiga theie bujhte partam je loktar bhetore rajyottyo chalanor kichu khomota aache, jeta hoyto british raj poriborti bharot borshe bishesh kore bibhokto bangaldesher pokkhye ottyonto guruktyyopurno. Tar upore onar oneke nitir shonge hoyto amar shbhabhik nitir ekta mil chole aashto. Aar ekta kotha ei proshonge boli je konodin ami kolpona korte pari ni je momota etota effective hobe poroborti kale. Ami borabori momotake ekti destructive character hishebe dekhtam, ekhono hoyto sheta kate ni, kintu tar thekeo beshi mone hoto je shei prak british bharotiyo culture er semi rajyoktyyer culture er shonge momota ekdom e bepmanan ,ebong sudhu bemanan e noy uni oi system take ekdom dhuloy mishiye deben bishesh kore tar bhetore jokhon ekta destructive characteristics aache. Kintu momota khomotay ashar agei bharote jerokom destructive rajneeti hinduttyo badider haaat dhore dhuke porechilo jekhane state er important post gulor gourob b shatontrota dhore rakha to durer kotha post gulor kono gurukktyo thakbe kona adou shei proshno tai boro proshno hoye uthechilo shekhane momotake onektai momotamoyi mone hote laglo. Ta jayi hok khub ekta je kharap kichu hoyeche mone hocchye na,boroncho amar mone hoy jyoti babu je kaaj gulo korte paren ni tar characteristics aloofnees er jyonnyo shei kaaaj gulo momota onayashei kore phelche.
জ্যোতিবাবুর ভালো দিক গুলো যেমন তুলে ধরেছেন, ওনার খারাপ দিকগুলোও তুলে ধরা উচিৎ। ওনার আমলে প্রচুর রাজনৈতিক হত্যা হয়েছিল। ওনার সরকার রাজ্য থেকে ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিল। ওনার আমলে তবে আপনাকে সহস্র প্রণাম। ছোটবেলায় আপনার লেখা "আন্দামান ভারতের শেষ ভূখণ্ড" বইটি পড়ে আপনার লেখার প্রতি আকৃষ্ট হয়েছিলাম।
খুবই প্রাণবন্ত বক্তব্য,আপনারা দুজনে আমার মনের মানুষ, আপনার কাছে জ্যোতি বসু কিরূপ মানুষ ছিলেন তা জানতে পেরে তৃপ্ত হলাম। আপনাকে অন্তরের শ্রদ্ধা জানাই।
ভাল মানুষের কাছ থেকে একজন ভালো বামপন্থী নেতার সঠিক মূল্যায়ন পেয়ে ধন্য হলাম। ভাল থাকবেন আপনি। রিটায়ার্ড আসোসিয়েট প্রফেসর কোলকাতা
What is the definition of good leftist?to destroy all it's industries?
জ্যোতি বাবুকে নিয়ে এই স্মৃতিচারণার কারণেই আপনার এই চ্যানেলটির কথা জানতে পারলাম। ছেলেবেলায় আমার জীবনে প্রথম উপহার হিসেবে পাওয়া উপন্যাস "ইতি তোমার মা" । যেটা পড়ার পর আমি বই এর প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিলাম। অশেষ ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকুন , ভালো থাকুন।
A lier Chief Minister
@@jhumurranjandutta4771??
অসাধারণ লাগলো সঞ্জীব বাবুর সাক্ষাৎকার 🙏🙏🌹
খুব ভাল লাগল এই স্মৃতিচারণ, বরাবরই আপনার লেখার ভক্ত। ভাল থাকবেন।
আমার প্রিয়তম সাহিত্যিক কে প্রণাম।
জ্যোতির্ময় সমূদ্রে আলোর ভেলায় সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি।
জোতি বসুর যেমন ভালো দিকগুলো
তুলে ধরলেন , আমার কাছে সেরকম বিপরিত দিকও আছে ।
জোতি বাবুর সময় প্রচুর বেকিং পুষিং পার্টির ক্যাডারদের চাকরি দিয়ে ছিল । এমন কি 5 , 6 পড়া ছেলেকে চাকরি পাইয়ে দিতে দেখেছিলাম ।Employment Exchange করেছিলেন নাম কা
ওয়াস্তে ।সেখানেও বেকিং পুষিং ।
আরও অনেকরকম ভাবে চাকরি হতে দেখেছিলাম ।
আর কোন এক বদমাইশ বাচ্চা প্রাথমিক বিদ্যালয়ের চাকরির জন্য বেসিক ট্রেনিং জন্য ফার্স্ট ডিভিশন বাধ্যতামূলক করেছিল ।এটা আমার জানা নেই । জানা থাকলে তাকে গালাগাল করতাম ।
ধন্যবাদ
খুব ভালো থাকবেন ।
একদমই ❤
বহু দিন আগে ( শীতকালে | ) নেওয়া এই সাক্ষাৎকার _ দেখে ভাল লাগল।
আমার প্রিয় লেখকের ভেতরে যে এমন একজন সৌভাগ্যবান মানুষ আছেন সেটা জেনে ভীষন আনন্দিত এবং গভীর শ্রদ্ধা জানাই
মাননীয় লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় পাঠক কুলকে হাসিয়েছেন, উনি যে জ্যোতি বাবুকে ও হাসতে বাধ্য করেছেন এটা একটা বিশাল খবর। শুনে খুব ভালো লাগলো। প্রণাম নেবেন।
.
খুব সুন্দর স্মৃতিচারণ. I প্রণাম Janai দুজন Shradhyake.I
Joyti Basu er moto leader Sara bishe khub kom hoyeche
খুব ভালো লাগলো। আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। 🙏🙏🙏🙏🙏
আপনি ঠিকই বলেছেন রাজনীতির জালে জড়িয়ে পড়ে মানুষ তার স্বাভাবিক চরিত্র অনেকখানি বদলে ফেলে। কিন্তু তাই বলে মরিচঝাঁপি, বিজনসেতুর মতো ঘটনা কি করে ঘটে??? 😢😢
দুই গুণীজনকে প্রণাম জানাই
খুব ভালো লাগলো এত সুন্দর একটা সাক্ষাৎকার শুনলাম দুজনকেই সশ্রদ্ধ প্রণআম 🙏🙏
তাঁর আরও সম্মান পাওয়া উচিত ছিল। পদ্মভূষণ তো পাওয়া উচিত।
Where is his son Chandan?
পশ্চিম বঙ্গে এই কালচার সিপিএম আমলে ছিলো আজও চলছে এই কালচার । গত ৫০বছর এই কালচার গুলো খুবই পরিচিত বাংলাতে সিপিএম এর দেখানো পথে বর্তমান সরকার চালাচ্ছে তাই দেখি আজ সেই কালচার।
মাননীয় চিন্তাশীল সুধীজনদের এই ব্যাপারে কোনো দ্বিমত আছে ?
অনেক শ্রদ্ধার ও প্রিয় লেখক তাঁকে প্রনাম।
বুঝতে পারি ওনার তদগত ভাব ।
তবে যখন মরিচঝাঁপি, বেঙ্গল ল্যাম্প, বানতলা, রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেও মামলা ইত্যাদি বৈপ্লবিক কর্মকাণ্ড মনে পড়ে তখন হাসি পায়।
এক সময় আপনার বই গোগ্রাসে গিলতাম।
আপনার বক্তব্য টিভিতে দেখলে, সব ছেড়ে আপনার কথা শুনতে বসে যেতাম।
এখন দেখছি জ্যোতি ভজনাও শুরু করেছেন। কেমন যেন মেলে না....
কর্ম মানুষকে বড় করে, সর্বনাশ মানুষকে রসাতলে নিয়ে যায়-
বাংলার সর্বনাশী সন্ন্যাসী 😂
জ্যোতিবাসু মুখমন্ত্রী হিসাবে কতটা সফল হয়েছিলেন বা তার আমলে বাংলা কতটা এগিয়েছিল সেসব আলোচনা করলে ভালো হোত।
Thanks to you for this valuable episode.
হে মহাপুরুষ আপনাকে শতকোটি প্রণাম।
অসাধারণ উপস্থাপনা। 🙏🙏🙏🙏🙏🙏
মাননীয়া সঞ্জীব বাবু আপনি বড় লেখক বাংলার বিখ্যাত সাহিত্যিক। চরণে কোটি প্রনাম। জ্যোতিবাবুর ছেলে কোটিকোটি টাকার মালিক হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় কেন আজো তার উত্তর খুঁজে পাইনি।
আমার কাছে এই স্মৃতিচারন অমূল্য। ❤
Bidhan Roy chhilen Paschim Banglar rupakar ar Jyoti Basu loykar.
Pranamya sanjib babu r mukhe jyoti babu r smriti charana sune historic jyoti basu r prati respect aro bere gelo
হঠাৎ করেই পেয়ে গেলাম আমার প্রিয় সাহিত্যিক এর,সঞ্জীবনী সুধা চ্যানেল টি।আরো কত বিষয় জানতে পারবো সমৃদ্ধ হব।সেই সাথ এ সিটি কলেজ এর 1986 এর ব্যাচ এর সুস্মিতা অপূর্ব S.D. , র ক্লাসরুম সবটাই একটা কমেন্ট এর উত্তরে সেই বছর গুলোতে ফিরে গেলাম। আমি পলিটিক্যাল সাইন্স এর সোমা বলছি।
Darun
আমার কর্মজীবনে একবার নূতন ইউনিটে অতি প্রয়োজনীয় অংশ ভেঙ্গে পড়ে,স্থানীয় সিপিএম নেতাদের অনুরোধে আমি লিখিত ভাবে সম্ভাব্য কারণগুলো দিই,সেটা জ্যোতিবাবুর কাছে পৌছয়,তখন এরা কৃষিবিপ্লব করে ক্ষমতায় এসেছে, কারিগরি ব্যপারে অনভিজ্ঞ, যাইহোক আমার লেখাটাকে মান্যতা দিয়েছিলেন, এবং ব্যবস্থা নিয়েছিলেন, তদুপরি নাম না করে লেখাটার প্রশংসা করেছিলেন সংবাদপত্রের মাধ্যমে, তার জন্যে আমি কৃতজ্ঞ, উনি থাকলে সিঙ্গু্রে কারখানা হতো,উনি মানুষ চিনতেন, মোসাহেবিকে গুরুত্ব দিতেন না।
সেই কারণে ওনার আমলে হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছিল
ও গুলো কারখানা ছিল না,বেশির ভাগই ছিল গ্যাসচেম্বার,পাশেই মদের ঠেক,প্রকৃত কারখানা বলতে যা বোঝায়, টাটা এবং কিছু প্রগতিশীল সংস্থা পালন করতো,জ্যোতিবাবু সেটা অনুধাবন করে,শ্রমিক আন্দোলনের পথ বেছেছিলেন । 0:11
@@FreeThinker_0ঠিক কত গুলো কারখানা বন্ধ হয়েছিল? কারণ কি কি ছিল ? একটু বলবেন? মানে প্রামাণ্য তথ্য দিয়ে বলতে পারবেন? অনেকেই জানে বললে কিছু প্রমাণ হয় না। শুনে মুসলমান হয়ে লাভ আছে? 😂😂😂😂
আমি একজন টেক্নোক্রাট,স্বদেশে বিদেশে অনেক জায়গায় কাজ করেছি,আমার অভিজ্ঞতা থেকে আমার বক্তব্য জানালাম।
CPM aruttamkumar.
খুব ভালো লাগলো
ওই সাক্ষাৎকার-এ জ্যোতি বসু বলেছিলেন,' আনন্দবাজার খবর লেখায়', অর্থাৎ--খবর বানায়। সপাটে ওই পাঞ্চটা সঞ্জীববাবু তথা আনন্দবাজার কে একেবারে শুইয়ে দিয়েছিল।
জ্যোতি বসু ❤️ ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন❗✅
Should we forget Bidhan Chandra Roy? My goodness.
@@theverbalindian3252 পৃথিবীর বললে কেমন হয় কমরেড!
Right... Tobe khub consiously west Bengal k destroy kore gachhen.
@@aaratrikastationer2457
ও তাই নাকি❓ কীভাবে শুনি❓
@@aaratrikastationer2457 একদম ঠিক, তবে পিছনের দিক থেকে
Pronam neben! Ishwar apnake bhalo rakhun.. 🙏
হে লেখক প্রিয়তম
পার হয়ে যাক তোমার শততম
আপনাদের দুই গুনি জনকে আমার ভুমিষ্ঠ প্রনাম জানাই। 🙏🏻🙏🏻🙏🏻
Kaku tumi Sera 🙏darun laglo
Great leader🙏🙏
Ex- CM Joti Basu Somporka Onek Kichu e Janta Parlam Apner Video ta. Khub Bhalo laglo, Sanjeev Babu. Poristhiti, Karmokhetra Manus ar Sabhabik Nature ka Bodle Dai. Apni Susta Thakun, Bhalo Thakun. Kolkata.
জ্যোতির্ময় ব্যক্তিত্ব -এর সাথে জ্যোতির্ময় ব্যক্তিত্ব। মা সরস্বতীর বরপুত্র কে ভক্তি পূর্ণ প্রনাম।
এই তূলনা টি সত্যি হজম করা কষ্টকর।
বেশি প্রণাম করবেন না মাথায় চোট লাগবে
বেশি প্রণাম করবেন না মাথায় চোট লাগবে
A gentle man who was ever parasite and personally greatly succesful but west Bengal and Begalees are finished for all' the generation to come no chance for return.
Absolutely you are correct sir
অসংখ্য ধন্যবাদ
সহজ কথায় চমৎকারভাবে বললেন।
Asadharon Both
এরকম প্রভাবশালী নেতা আর আমরা
কখনও পাব কিনা সন্দেহ আছে।
Sri krishna er sesh kota dine res sri sanjib chatty .mahashay.
My humble quest.
Wives of sri krishna only eight but you wrote no.16000 plus.
Right explanation is expected sir.excuse me.pl.
খুব সুন্দর একটি অধ্যায়। ভালো লাগলো।। ধন্যবাদ
Joyiti basu was most corrupt.
উনি ছিলেন পশ্চিমবঙ্গের ক্ষতি বসু
😂😂
অপূর্ব!
এরম মানুষ আর হবে না । বাবু ওই একজনই জ্যোতি বাবু । আর আসবে না 😢
@@tickle296 হা ঠিক, তবে এরকম মানুষ আর না আসা রাজ্যের পক্ষে মঙ্গলজনক
যাঁরা কাটমানি পায় তারা এরকম ভাবতেই পারে।
😂😂😂😂😂😂😂😂
ভাগ্যিস জ্যোতি ক্ষতি বসুকে আপনি অভ্যেসবশতঃ শ্রীরামকৃষ্ণের সমতুল্য বলেননি। 😂
আপনি নিজেই তো নিজের আলোয় আলোকিত, যখন সব বই পড়ার অনুমতি পেলাম সেই সময় অপেক্ষা করতাম, কখন আপনার সদ্য লেখা বই আমার হাতে আসবে, সেই সময় জ্যোতি বাবু চিফ মিনিস্টার, কিন্তু তাকে নিয়ে আমার কৌতুহল ছিল না, সেটা ছিল আপনাকে নিয়ে, চিফ মিনিস্টার হিসাবে একদম পছন্দ করতাম না ওনাকে, এতো গদগদ ভাব ভালো লাগলো না, প্রণাম নেবেন,
দেশ পত্রিকায় আপনার সেই সাক্ষাৎকার পড়েছিলাম..খুব interesting ছিল সেই কথোপকথন.. আপনার সেই বাক্যটি আজ ও মনে আছে.." লালকে ততটা লাল হতে দেন নি"..এটার যে কতরকম ব্যাখ্যা হয়..আমাদের সারাদিন কেটে যেত আপনার ওই বাক্যব্যাবহার আলোচনায়..আর একটি open ended sentence ছিল.."চীন আক্রমণ করে বসলো ভারত"..তখন আমি school going.. আজ পঞ্চাশোর্ধ..কিন্তু আজও যদি পড়তে পাই, ততটাই আনন্দ নিয়ে পর্ব..শুধু জ্যোতি বসুকে চেনার জন্য নয়, একজন গুণী মানুষ আরেকজন গুণী মানুষ যিনি সম্পূর্ণ একটা অন্য জগতের , তাঁর প্রতি যথোপযুক্ত সম্মান রেখেও তাঁকে মানুষের অনেক কাছে নিয়ে আসার যে অভিনব প্রয়াস, তা আর কারো কাছে পেয়েছি বলে আমার মনে পড়েনা।
❤ খুব ভালো।
Are bapre ei channel ta toh age dekhiyi ni.. dekhei subscribe korlam ar ajkei shob kota dekhe phelbo.. Sanjib Chattopadhyay mohashoi ke sashroddho pronam.. bhalo thakun, sustho thakun
প্রণাম
দাদু লেক কালীবাড়ী গুরুদেব হরিপদ চক্রবর্তী সন্বধে কিছু জানান। ওনার সন্বধে জানার জন্য আগ্ৰহী
প্রণাম
সঞ্জীব চট্টোপাধ্যায় একজন কথা সাহিত্যিক। আমি তো মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। শুনতে শুনতে ভুলে গিয়েছিলাম যে আনন্দবাজার পত্রিকার ভ্যান পুড়িয়ে দেওয়া হয়েছিল তাতে একজন কর্মীও মারা যান।
সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখার একটা পাতাও না পড়ে বরানগরের নেতা-নেত্রীরা থেকে থেকে ওনাকে সংবর্ধনা দেন, বিনা পয়সায় ভাষণ দিতে বলেন। 'জ্যোতির্ময় জ্যোতি বসু' এই শিরোনাম দেখলে এঁরা আবার রাগ করবেন না তো!
Uni to Baranagar Book Fair Charan kotho Jan na.
খুব ভালো লাগলো। নতুন কিছু কথা শুনলাম। আমার মনে হয় সঞ্জীব চট্টোপাধ্যায়ও এক জন অত্যন্ত ভালো মানুষ তবু দিদির তৃণমূলে যাতায়াত করেন সেটা কিছু নয়। উনি সুস্থ থাকুন ভালো থাকুন। আরো অনেক দিন ধরে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করুন।
Sanjib babu kothao Jan na. Ei bhul khabar apnake ke dilo pls janaben
বিধানচন্দ্রের সঙ্গে আপনার দেখা বা তা র সম্পর্কে কোন লেখা আছে কিনা? মুখোমুখি বই টির কিনতে চাই। প্রকাশকের নাম জানতে চাই। নমস্কার জানালাম।
@@sarojkumarnag9470 Ananda
অসাধারণ বক্তব্য রেখেছেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়।❤ ওনাকে ও শ্রদ্ধা জানাই। আমাদের দেশের এক মহান সর্বত্যাগী শিক্ষিত, মার্জিত, রুচীশীল ব্যক্তিত্ব পূর্ন মুখ্যমন্ত্রী আর কেউই ছিলেন না।❤❤❤😂
একদম আমি আপনার সাথে এক মত।
❤🙏আপনাদের দু জনকে প্রনাম জানাই।
সমস্ত কমরেডদের জ্যোতি বসুর বুক,যত দূর মনে পড়ে, এই বুক টা পড়া উচিত।
🙏👍👍🙏✊✊
Jyoti basu started the destruction of calcutta by doing hartal, regressive bandh..that prompted businesses to move out of bengal and companies wanted to start software company in kolkata but because of his lack of clairvoyance , we lost it to bangalore. May be he is good for the people of his party or people with leftist idealogy but overall we have forgotten him, there is no need to bring up such topic to keep him in our memory.
Aapni eto shundor kore guchhiye boktobo poshon koren, ta shunte khub bhalo lagge. Ek e bishyer upor onek boktar boktobbo temon akrishto kore na. Kintu srodheyo Sonjibdada r boktobbo mane miss kora jabe na 🙏🏻 aapni khub bhalo thakben dada. Aamar bhokti bhalobasa purno pronam oboshoi grohon korben 🙏🏻🙏🏻🌹🌹💖💖🌹🌹 koto purono kotha sunlam. Khub bhalo laaglo 👍🏻👍🏻
Osamannyo ❤❤❤
বাঙালি জাতির সামগ্রিক সর্বনাশের মূল কারিগর জ্যোতি বসু।
The present dispensation in WB is a dedicated follower of Jyoti Basu.
100
What have you done for West Bengal???
হ্যাঁ, জ্যোতি বসুর আমলেই তৃণমূলের জন্ম হয়েছিল। জন্মাতে দিয়েই জ্যোতি বসু বাংলার সর্বনাশটি করেছিলেন।
@@dipyamanroychoudhury5568 ঠিক
আমরা ঐ রূপ মুখ্যমন্ত্রী আর পাবো না।
দরকার নেই
একদম ঠিক,। তবে না পাওয়াটা রাজ্যের পক্ষে মঙ্গলজনক
বাংলার শিল্প,গণতন্ত্র সব ধ্বংস করেছে জ্যোতি বসু।
Chor der cut money khor der toh problem hobei 😂😂 😁😁
He is a great leader. Long live com Jyoti Basu.
Thanks to you jay hind
উনার আমলে লোডশেডিং এর হাল যা ছিল তা বলার মতো নয়, ছোট ছিলাম, এখনো মনে পড়ে, তার আবার শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী!
নির্বোধ।
তার আগে তো কারেন্ট প্রায় কোথাও ছিলই না পশ্চিমবাংলায়। তাই লোডশেডিং এর সমস্যাও ছিল না। উনিই প্রথম গ্রাম বাংলায় বিদ্যুৎ নিয়ে এসেছিলেন। কংগ্রেস আমলের ৪ টে থেকে ১৩ টা তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়েছিলেন রাজ্যে। প্রযুক্তি তখন এখনকার মতো উন্নত ছিল না, তাই লোডশেডিং এর সমস্যাও ছিল। কিন্তু এই সহজ কথাটা বুঝতে যে সামান্য বুদ্ধির প্রয়োজন সেটার অভাব আছে আপনার।
LOAD SHEDDING শুরু হয়েছিল SIDDHARTHA SANKAR ROY আমলে JYOTI BASU সেই লোড SHEDDING , JYOTI BASU শেষ করেছিলেন আর চালের সমস্যা ছিল, রেশন থেকেই কিনতে হত, JYOTI BASU যখন চলে যান তখন দু টো ই ছিল উদ্বৃত্ত। পশ্চিমবঙ্গ এর মানুষের জন্য এটাই উনি করেছিলেন।
@@jotindrachakraborty9613 মরিচঝাপী, কলকাতা গনহত্যা ভুলে গেলেন।
14 বছর শুধু ফিলামেন্ট টি জ্বলত!
❤for 2
Best regards for Sanjib Chattopadhyay but all hatred and disrespect for Jyoti Basu.
আমার প্রিয় লেখক ও একজন পরম সাধককে আমার সশ্রদ্ধ প্রণাম। কিন্তু ওনার মুখের এ কার স্মৃতিচারণ শুনি!!! ব্যাপারটা ইংলিশে oxymoron বলা যায়।
ভালো কথা শুনতে এত গা জ্বালা করে কেনো
@@PrabirBanerjee-s7d ভালো মানুষদের সম্পর্কে ভালো কথা শুনতে ভালই লাগে। কিন্তু....
Good speech should be about a good person.@@PrabirBanerjee-s7d
Right! Good speech should be about a good person. Thanks....
মাননীয় প্রথমেই নমস্কার জানাই। এটা কোনও প্রতিবাদ বা আপনার সঙ্গে বিরোধ করার জন্য লিখছি না। তবে খুব জানার ইচ্ছা আপনি কেন ‘ Oxymoron’ অর্থাৎ স্ববিরোধিতা শব্দটি ব্যবহার করলেন। মনে করুন কৌতূহল থেকেই। আসলে সঞ্জীববাবুর বয়স এখন একানব্বই। ‘সঞ্জীবনী সুধা’ চ্যানেলটি করার একমাত্র কারণ হল সাহিত্যিকের দেখা বিভিন্ন মানুষ, সময় ও অন্যান্য বিষয়কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মাধ্যমে ধরে রাখা। কতদিন তিনি এভাবে সক্রিয় থাকবেন তা একমাত্র ঈশ্বরই বলতে পারবেন। তবে এই বয়েসেও তাঁর স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর রয়েছে। আপনি চ্যানেলটি দেখেন জেনে খুব ভালো লাগল। ভালো থাকবেন। নমস্কারান্তে অপূর্ব চট্টোপাধ্যায়। ১১/০৭/২৯২৪।
Pronam Sanjeev Chattopadhya
🙏🙏🙏🙏🏿🙏🏿
Amar Manoj jeevan ar sakol asha,allad puron Hoya gacha baki sudhu ai sundor manus ta ka akber pronom karar o nejar choka dekhar khub echa kora. Amai akta sujog ki deben amai ha maha manab. Amar guru?
Manob jeevan
আপনার কথা শেষ কথা নয়। মানুষ বোকা নয়।
❤❤
সঞ্জীবদা মানুষের জীবনে কত রকমের আকাঙ্খা থাকে, আমার তেমনি একটি আকঙ্খা ইহ জীবনে স্বহস্থে আপনাকে দেখা আর কথা বলা I দেখা যাক কি হয়|
Amar dekha best mukkhamontri. Apnakeo amar salute sir.
Jyoti babu Radisson hotele message korte jeto seta bollen na jethu...
রাজনীতি করতে গিয়ে অনেক মানুষের জীবন এ এত পরিবর্তন হতে দেখা যায় যে আমরা একেবারে সাধারণ কাজ করে নিজেরা যখন হাঁপিয়ে যাই তখন নিজেদের কোন কাজে ঘাটতি থাকল কিনা ভাবিনি,কিন্ত রাজনীতিবিদ রা কি দোষ করল তা নিয়ে সমালোচনার শেষ করে যাই,তাঁরা যে কত মানুষের ভালো খারাপ এর দায়িত্ব নিয়ে পদে বা চেয়ার এ বসে থাকেন তা ভাবার সময় আমাদের নেই.সব রাজনীতিবিদদের যদিও এক গোত্রে ফেলা যায় না.মানুষের জন্য কাজ এখন কম রাজনীতিবিদ রা করেন. নমস্কার.
জ্যোতি বসু একজন হিন্দু বিদ্বেষী বাঙ্গালী ছিলেন।
হিন্দু কথাটি ব্যাপক,আপনি নিশ্চয় বাঙ্গালী হিন্দুকে বুঝিয়েছেন ছিলেন।
They were interested to find out fault of congres .but neve tell own party fault .
Swamiji says that a tailor can't make a gentleman.
Jyotibosu❤lalselum
এসব ফালতু বিষয়ে সময়দেন কেন
He was well known for supporti g illegal immigrants backing antisocial snd his familu
I don't know you like great had glorified a criminal leader of west Bengal
Jyoti bose er time ...bangla 34 yrs...fire dekha....atanker dinlipi...
Na jene dal bd.badi mantabya korben na pl.
ICS hote giyechhilen
Sanjibji , what a downfall, you should better know best traitors of India three musketeers Duratama Gandhi, Jahar Gaji, and jyotibos ,
পরান্নভোজি!!!
Jyoti babur shomoy bharot nijer sashon phire peleo ektu ekto kore british rajyottyer culture ta chilo, jodio ostomito pray kintu tao lokeder bhetoreo ebong tar thekeo boro kotha netader bhetore er resh chilo. Jyoti babur bhetoreo sheta chilo , pm post ba cm post ta ba tar ager rajader post tar ekta alada je guruktyyo aache ba gurukktyo thakar pryojon aache sheta pray bujhiye daoar jyonnyoi hoyto shei culture ta chilo hoyto.
Beparta onekta forashi biplob er porer france e robespiyoriyo orajokotar je poribesh chilo tar shonge france er chiro shotru britain er raja rajottyer ekta onnyorokom special morjada rajar post er jyonnyo tar bhetore parthyokker moto.
Bharotborshe forashi samrajjyo thakle ki hoto jani na , kintu amar mote british rajyotto chilo bolei hoyto ei jonogonotontrer bhetoreo kichu kichu state position er je alada ekta guruktyyo thakbe ,o man morjyada thakbe shei culture ta chilo. Sheta bhalo ki kharap bolte parbo na,hoyto kono kono jaigate , konokono poribesh e sheta pryojon,kono kono jaigate hoyto shetar pryojon thake na.
Jyoti babu ke borabori ami television channel e dekhechi,konodin shamna shamni dekhi ni except tar ontim jatrar shomoy,ami ekmatro amader office theke gechilam kajer chuti niye shekhane uposthit thakar tagide. Tar karon chilo ami onake television e dekhleo onekta telepathyr moto kono ek jaiga theie bujhte partam je loktar bhetore rajyottyo chalanor kichu khomota aache, jeta hoyto british raj poriborti bharot borshe bishesh kore bibhokto bangaldesher pokkhye ottyonto guruktyyopurno.
Tar upore onar oneke nitir shonge hoyto amar shbhabhik nitir ekta mil chole aashto.
Aar ekta kotha ei proshonge boli je konodin ami kolpona korte pari ni je momota etota effective hobe poroborti kale. Ami borabori momotake ekti destructive character hishebe dekhtam, ekhono hoyto sheta kate ni, kintu tar thekeo beshi mone hoto je shei prak british bharotiyo culture er semi rajyoktyyer culture er shonge momota ekdom e bepmanan ,ebong sudhu bemanan e noy uni oi system take ekdom dhuloy mishiye deben bishesh kore tar bhetore jokhon ekta destructive characteristics aache. Kintu momota khomotay ashar agei bharote jerokom destructive rajneeti hinduttyo badider haaat dhore dhuke porechilo jekhane state er important post gulor gourob b shatontrota dhore rakha to durer kotha post gulor kono gurukktyo thakbe kona adou shei proshno tai boro proshno hoye uthechilo shekhane momotake onektai momotamoyi mone hote laglo. Ta jayi hok khub ekta je kharap kichu hoyeche mone hocchye na,boroncho amar mone hoy jyoti babu je kaaj gulo korte paren ni tar characteristics aloofnees er jyonnyo shei kaaaj gulo momota onayashei kore phelche.
জ্যোতিবাবুর ভালো দিক গুলো যেমন তুলে ধরেছেন, ওনার খারাপ দিকগুলোও তুলে ধরা উচিৎ। ওনার আমলে প্রচুর রাজনৈতিক হত্যা হয়েছিল। ওনার সরকার রাজ্য থেকে ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিল। ওনার আমলে
তবে আপনাকে সহস্র প্রণাম। ছোটবেলায় আপনার লেখা "আন্দামান ভারতের শেষ ভূখণ্ড" বইটি পড়ে আপনার লেখার প্রতি আকৃষ্ট হয়েছিলাম।
মরিচঝাপির ইতিহাস শোনার পর , ঐ পাষন্ড এর মুখ আর দেখিনা।
একদম সঠিক কথা বলেছেন।
ঠিক
সত্যি শুধু রাজনীতির জন্য মানুষ এতটা নিচে নামতে পারে।