হযরত মোহাম্মদ সাঃ কি স্ত্রী তালাক দিয়েছিলেন? রেফারেন্সঃ- পরিচ্ছেদঃ ৬৮/৩. ত্বলাক্ব দেয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে ত্বলাক্ব দেবে? ৫২৫৪. আওযা’ঈ (রহ.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি যুহরী (রহ.)-কে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন্ সহধর্মিণী তাঁর থেকে মুক্তি প্রার্থনা করেছিল? উত্তরে তিন বললেনঃ ’উরওয়াহ (রহ.) ’আয়িশাহ (রাঃ) থেকে আমার নিকট বর্ণনা করেছেন যে, জাওনের কন্যাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর নিকট একটি ঘরে) পাঠানো হল আর তিনি তার নিকটবর্তী হলেন, তখন সে বলল, আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তো এক মহামহিমের কাছে পানাহ চেয়েছ। তুমি তোমার পরিবারের কাছে গিয়ে মিলিত হও। আবূ ’আবদুল্লাহ ইমাম বুখারী) (রহ.) বলেনঃ হাদীসটি হাজ্জাজ ইব্ন আবূ মানী’ও তাঁর পিতামহ থেকে, তিনি যুহরী থেকে, তিনি ’উরওয়াহ থেকে এবং তিনি ’আয়িশাহ (রাঃ) থেকে বর্ণনা করেছেন। আধুনিক প্রকাশনী- ৪৮৭০, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৬৪)
জ্বি.! ভাইয়া আপনার কথা ঠিক ও এই হাদিস আগেও শুনছি🙂 যে সম্পর্কে বিশ্বাস ও ভালোবাসা নাই সেখানে থাকা বিলাসিতা! এতো অভিজ্ঞতা নাই... তবে তালাক বিষয়টা সমাজে অন্য পর্যায়ে দেখা হয়..!😊
ভাই তোমার ভিডিও যতো দেখছি ততই অবাক হচ্ছি। কতো সুন্দর করে তুমি এক একটা পয়েন্ট ধরিয়ে বুঝিয়ে দিচছো। যাতে খুব ভালো ভাবে বুঝতে পারি। আমার মনে হয় না তোমার মত এতো সুন্দর করে কেউ বুঝাতে পারবে। আমার কাছে মনে হয় আমার ভাইয়া ওন পিস , সত্যি বলতে লজ্জা নেই আমি এতো বড়ো হয়ে গেছি। কিন্তু এতো কিছু আমি জানতাম। তুমি কতো কিছুই জানো ভাই অনেক কিছু জানতে পারলাম। ভাই এই কথা টা আমি সবসময় বলি তোমার কাছে সব কিছু সলুশন আছে। এমন কেনো জিনিস নেই যে তুমি জানো না। সত্যি ভাই আর একটা কথা সাদা জামা টা পড়ে অনেক কিউট লাগছে মাশ আল্লাহ 😊
জাজাকাল্লাহ খাইরান আপু। অসংখ্য ধন্যবাদ। আমি সবসময়ই চেষ্টা করি, সহজভাবে বুঝিয়ে কোন কঠিন বিষয়কে সর্বসাধারণের কাছে তুলে ধরার। বুঝতে বাধ্য। কেন বুঝবেনা। বুঝতেই হবে। নইলে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যাবেনা। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। অপারেশন কি হয়ে গেছে নাকি??
@@DrPrince হুম ভাই হয়ে গেছে আর এখন আমি আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি ভাই তুমি ঠিক কথা বলেছিলে যে ভয়ের কোন কারণ নেই আমি খামোখা ভয় পাচ্ছিলাম। ভাই য়া বল সবই কথা ঠিক বলো। এক বছর আগে তুমি বলে ছিলে হয়ে যেতে। কিন্তু আমি ভয়ে হয়নি। কিন্তু দেখো ভাই এখন দেখছি ভয়ের কোন কারন নেই অপরেশন রূপ আমার খালি তোমার কথা মনে পড়ছিল যে আমার পিচ্ছি ভাইয়া তো ঠিক বলেছে আপু ভয়ের কোন কারণ নেই। ভাই তোমাকে অনেক ধন্যবাদ কারণ তোমার কাছে সাহস পেয়ে আমি অপেরশ হতে পেরে ছি। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ভাই আর আমি জানি তুমি আমার জন্য দুয়া করেছো। তুমি কতো সুন্দর করে আল্লাহ কাছে দোয়া চাও। আল্লাহ তো তোমার কথা শুনবে। এই জন্য তোমাকে বলছিলাম যে ভাই আমার জন্য দূয়া করবে এখন আমি অনেক সুস্থ আছি ♥️♥️♥️
আমি সফট হার্টেড নই। মিক্স হার্টেড। যে যেমন তার সাথে কাউন্ড অফ তেমনটাই। তবে কিছু ক্ষেত্রে সফট থাকার চেষ্টা করি বেশি। কারণ নরম হৃদয়কে জাহান্নামের আগুন ছুঁতে পারবেনা। আমার জন্য দুআ করবেন। যেন অহংকার আমাকে স্পর্শ করতে না পারে কোনদিন। আপনাদের ভালোবাসার জায়গাতে সবসময়ই যেন আল্লাহ আমাকে রাখেন। আমার ভুল-ভ্রান্তি যেন আমি কাটিয়ে উঠতে পারি। মানুষের বেটার জীবন তৈরিতে, একটা সুস্থ সমাজ গড়ায় আপনাদের সহযোগিতা করতে পারি। ❤️❤️
Amr ki kora uchtit plz bolen, ami eka paliya biye korsi, amr sami amake ektu valobase na, ami manosik pirai asi, or obohela amake moron jontrona dayev,ami ki kortam bolen.
আলহামদুলিল্লাহ ভাই এই হাদিসগুলা আমার কিছুটা জানা ছিল , আমি লিখতাম কিন্তু শেষে তুমিই বলে দিলা, তালাক দেওয়া নিষিদ্ধ না কিন্তু আল্লাহর খুব অপছন্দের কাজ , আর এখনের মা বাবার জন্য বউকে তালাক দেওয়ার ব্যাপারে যা বলছিলে তা আরও বিস্তারিত বলার দরকার ছিল, আমি বলব এখনের মা বাবার কথাই বউ তালাক দিলে সে পুরুষ নামের কলংক , নবিদের কথা এখনের মানুষের সাথে মিলালে হবে না, তোমার ভিডিও আমি মনোযোগ দিয়ে শুনলাম, ভাল লেগেছে, অনেক কিছু লিখলাম কষ্ট নিও না
আপু আপনি এখানে একটা বিষয় মেনশন করলেন, "বাবা-মা'র কথায় স্ত্রী তালাক দেওয়া পুরুষরা পুরুষ জাতির কলঙ্ক" আর বললেন, "নবীদের সাথে আমাদের মেলানো বা তুলনা করা উচিৎ নয়। আমি সে অনুযায়ী ২টারই জবাব দিচ্ছি। প্রথম কথা, " বাবা-মার ইচ্ছাতে ডিভোর্স দেওয়া বাধ্যতামূলক। তবে বাবা-মা'কেও যোগ্য হতে হবে। মান্য করার মতো, নীতিবান হতে হবে। আপনি বললেন আমি ব্যাপারটা আরোও ব্যখ্যা করলে ভালো হতো। এমনিতেই ভিডিওটা অনেক লং, ঐটা আলাদা নিজেই আরেকটা বড় টপিক শর্টের যুগে এত লং বক বক সবাই শুনতে আগ্রহবোধ করেনা। তবুও আমি পরের লাইনেই বলেছি খেয়াল করবেন, "আমাদের যেমন বাবা-মা তারা মান্য করার উপযোগী নয়। এযুগের বাবা-মা'রা মেয়ের বাড়ি থেকে যৌতুক না পেলে তালাক দেওয়ায়। আশা করি খেয়াল করবেন ভিডিওতে। ২য় যে বিষয় তা হচ্ছে, " নবীদের সাথে তুলনা বা মেলানো উচিৎ না।" এই ধারণাটা গোমরাহী। ভুল ধারণা। নবীরা আমাদের জন্য আদর্শ। অতএব যতটুকু সম্ভব তাদের মতো নিজেকে করার চেষ্টা করতে হবে। তুলনা করতে হবে যে আমি কি আদৌও নবীদের গুনে গুনানিত হতে পারছি কিনা বা সেই চরিত্র ধারণ করতে পারছি কিনা। সুতরাং তুলনা করাই উচিৎ। আমরা যতই আধুনিক যুগের হই, নবীরা সবসময়ই সবচেয়ে স্মার্ট এবং পার্ফেক্ট এবং তা সবযুগেই সামঞ্জস্যপূর্ণ। আপনি মেয়ের মা, তাই আপনার মেয়েকে তালাক দিলে খারাপ লাগবে। কিন্তু আপনি ছেলে মা হিসেবে যখন ছেলেকে যথার্থ কোন আদেশ করবেন, কোন অন্যায় আদেশ না। তখন ছেলে না মানলে আপনারও খারাপ লাগবে। আর ছেলে মানলে কাপুরুষ হয়ে গেলেও মানতেই হবে। কেননা, পিতা-মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবেনা। আমি ভিডিওতে সেই হাদিসের রেফারেন্সও দিয়েছি। আশা করি খেয়াল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। দুআ করবেন আপু আমার জন্য।
ভাই আমার পরিবার সবাই মোটামোটি নবী ও রাসুলের দেখানো রাস্তায় চলার চেষ্টা করি, কিন্তু আমি বলব আদৌ কি পারি , আমি বলতে চাই পৃথীবিতে অবশ্যই ভাল মানুষ আছে , সেটা হয়ত আমাদের চোখে কম পরে , আস এবার মা বাবার কথা, তুমি যেটা বলছ এক কথাই আদর্শ মা বাবার কথা, হ্যাঁ আছে তারা কখনও অন্যায় ভাবে বউকে ছাড়তে বলবেনা , যদি বলে তবে চোখ কান খোলা রেখে বউ এর দোষটা দেখতে হবে , আর এমন মা বাবা আমি দেখেছি বিনা কারনে লোভের বশ বর্তি হয়ে ছেলে আর বউ মধ্যে ঝগরা লাগিয়ে দেয় , এমন কি মেয়ে বলেই, মেয়ের মা বাবা বলেই সব সষ্য করতে হবে, এখন বল এটা কেমন জগৎ ? ভাই ভুল বলছ আমি মেয়ের মা বলেই এই কথা বলছি না, আমি চেষ্টা করি সব সময় সত্যিকে সত্যি বলতে এবং মিথ্যাকে কিথ্যা বলতে, জানিনা কত টুকু পারি
@@taslimaakter4175উহু আপনি আপনার ভিডিওর কথাটাও বোঝেননি। আর পরবর্তীতে রিপ্লাই দিয়ে যা লিখে বললাম সেটাও বুঝেননি। আমি আপনার কথার পক্ষেই কথা বলেছি বিপক্ষে না। আপনি আক্রমণাত্মকভাবে নিচ্ছেন বার বার। যায়হোক, আমি আপনাকে মেয়ের মা বলে বলিনি। আমি উদাহরণ স্বরূপ বলেছি যে, আপনি মেয়ের মা হলে মেয়েকে যতই কারণ দশিয়ে ছেড়ে দিক তবুও খারাপ লাগবে। কিন্তু ছেলের মা হলে আপনার ছেলে কথা না শুনলে খারাপ লাগবে। এটাই বুঝাতে চেয়েছি। আমরা যেখানের ভুক্তভোগী শুধু সেটাই ভাবি, অপরপক্ষেরটা ভাবতে চাইনা। তবে আমি সব সময়ই দুপক্ষের জায়গা থেকেই ভেবেচিন্তে কথা বলি। সুতরাং দুটোই আমার কাছে মূখ্য বিষয়। আর রইলো নবীদের মতো কতটা জীবন সাজাতে পারি। পারিনা বলে কি চেষ্টা করবোনা? আমি একটা পাপ করছি বলে, আরোও পাপ করবো যে আরে আমি তো এমনিই পাপী, জাহান্নামী?? এই চিন্তাটাই তো ভুল। আপনি আপনার জায়গা থেকে পরিবর্তন হোন, আমি আমার জায়গা থেকে হই। তবেই তো সম্ভব। অন্যজন হচ্ছেনা বলে আমিও হবোনা, অথচ ভালোটা আশা করবো তা তো কোনদিনই সম্ভব নয়! সুতরাং আমার যতটুকু মানার আমি মানার চেষ্টা করবো। আমি যেমন গান গাই, মাঝেমধ্যেই আপলোড দেই। তো ওটা নাজায়েজ আমি জানি। তাই বলে কি আমি গজল গাইতে পারবোনা? কুরআম তিলাওয়াত করতে পারবোনা? অবশ্যই যতটুকু আমরা পারি সাধ্যানুযায়ী নিজ নিজ জায়গা থেকে দ্বীন মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর আপনি শ্বাশুড়ি লোভ লালসায় বউ-ছেলের ঝামেলা বাধায় বললেন এইটা আমি ভিডিওতে বলেছি। আপনাকে দেখতে বললাম তো। আপনি আবার আমাকে ঘুরে ঐ কথাই বলছেন বার বার। অথচ আমি নিজেই তো ঐ কথাটা বলেছি ভিডিওতে!
@@MegMahan এগুলা ফতোয়া আমার থেকে না নিয়ে একজন হুজুরের থেকে নেওয়া ভালো। তবে আমি যতটুকু জানি, আরবীয় আলেমদের মতে ঐ বিবাহ বৈধ নয় বা তালাক হয়ে গেছে। ঈমানদার আর বেঈমানের বিবাহ টিকেনা। তবে আরোও বিস্তারিত জানার আছে ২ লাইন শুনেই এমন সিদ্ধান্ত দেওয়া যায়না।
আলহামদুলিল্লাহ ভিডিও টা ভালো লাগছে,,আমার বারো বছর বিয়ে হয়েছে, আমাদের কোন কোন সন্তান হয় নি,ডক্টর আমার সামির সমস্যার কথা বলছে,,আমার সামি আমাকে সময় দেয় না,,আমার মন খারাপ থাকলে ও বুঝার চেষ্টা করে না,,,ও ওর মতোই থাকে,,,এখন আমার করনিয় কি,,আমার মনে এখন কোন দিক সুখী মনে হচ্ছে না,, পিল্জ যদি কিছু বলতেন,,
আপনি চাইলে খোলা তালাক দিতে পারেন। তবে যদি আপনি সবর করেন, ধৈর্য ধরেন আল্লাহ আপনাকে পরকালে উত্তম প্রতিদান দেবেন। আর একান্তই সম্ভব না হলে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করতে হবে।
Divorce islame gorhito kaj . Icha holei ja khushi kora jayna. Opochondonio kaj aar gorhito kaj aage janun. Tarpor Allah er shobcheye opochonder kaj. Aar shoytan divorce koray ha kintu Allah oi shoytaner dua kobul kore. Talak manush dey allah konodino bole na talak dite.
বাবা, মায়ের কথায় তালাক দেওয়া যায় না.আপনি এই মাসয়ালাটা সঠিক বললেন না.আর বিনা কারনে তালাক দিলে আল্লাহর আরশ কেপে ওঠে.নবীর পিতার সাথে ত সাধারণ পিতা তুলনা করলে হবে না
মাসাআলা দেইনি আমি। আমি সহীহ হাদিস ও কুরআনের আয়াতের রেফারেন্স ও দিয়ে দিয়েছি। যাচাই করে তারপর কমেন্ট করা উচিৎ ছিলো। বিনা কারণে তালাক দিতে কে বলেছে?? আমি তো কোথাও বলিনি। আর রইলো নবীর পিতা আমাদের পিতা। নবীরা আমাদের আদর্শ, তাদের মতো পিতা আমাদেরও হতে হবে, তাদের পিতা হিসেবে কেমন আচরণ ছিলো সেটা শিখতে হবে। আর এ বাদে আমি পরের লাইনে এটাও বলেছি, আমাদের যেমন পিতামাতা তা মান্যযোগ্য নয়। পুরো কথা খেয়াল করে তারপর বলা উচিৎ ছিলো!
নবী(সা.)ওনাদের সাথে এখনকার পুরুষদের তুলনা করলে হবে না।এখন তালাক দেয় পরনারীর প্রতি আসক্ত হয়ে নইতো বাবা মার সয্য হচ্ছে না তাদের কথায়।এখনকার যুগের শ্বসুড়ের সাথে ইব্রাহিম নবীকে এক করতিছেন। তাছাড়া ব্ল্যাকম্যাজিক তো আছেই করার জন্য শ্বাসুড়ি,,নিজের ছেলের থেকে বউকে আলাদা করার জন্য। তবে এখনকার নারী-পুরুষ উভয়ই কমবেশি খারাপ।
Ame apnr puro kotha khyal kore sunce. Meya der jibon to khlna j baba ma talk deta bollei talak jayej ti na ? Apnr kotha bashi ongso amoni sunaica .Akhonkr sour sasuri ojotha nirjaton kore , bou posondo na kalo ,gorib , joutuk pini de talak.
বাবা মার কথায় যদি স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে তবে হ্যা কোন হাদিসে লেখা আছে স্বামীর মা বাবাকে সেবা যত্ন করতে হবে তা চাপিয়ে দেওয়া আর নিজের ছেলে খারাপ চরিএহীন এসব জানার পর কোন হাদিসে লেখা আছে একটা মেয়ের জীবণ নষ্ট করার। কোন হাদিসে লেখা আছে মায়ের কথায় বউকে দিয়ে নিজের সদ্য বাচ্চাকে কুন করা। এমন যদি ছিল তাহলে বিয়ে কেন করেছ।
স্বামীর পিতা-মাতাকে সেবা যত্ন করা পুত্রবধূর দায়িত্ব নয় বরং ওটা পূত্রের দায়িত্ব। আর পূত্র বধু যেহুতু পূত্রের অর্ধাঙ্গিনী অতএব তার কিছু কর্তব্য নিজে ভাগ করে নেওয়াটা দায়িত্ব। সে কারণেই।
আসসালামু আলাইকুম, ভাইয়া আমি এই প্রথম দেখলাম, আপনার ভিডিও, তাই কমেন্ট করলাম। ভাই আমার জামাই আমাকে এক তালাক দুই তালাক বলেছে ভিডিও কলে, আমি এখন কি করবো? আমার 5 মাসের মেয়ে বাচ্চা আছে, ওনার বাবা মায়ের কথায় আমাকে এমন করেছে, আমার মেয়েরে সোনার চেইন দেয়নাই এইজন্য,, আমি কি এখন তালাক গ্রহন করবো? আমার স্বামী আমাকে একটুও পছন্দ করেনা, অসম্মান করে কথা বলে, গরিব বলে বান্দির মতো ওনার বারিতে থাকতাম,না হইলে জাইতামগা, আমি এখন কি করবো কিচ্ছু বুঝতাছিনা, আমার আব্বা আম্মাও বলেজে ওনারা ছাইড়া দিলে আমরা কিছু করার নাই, জা করার করুক,
আপনার শ্বশুরবাড়ির লোক কিংবা স্বামী যদি আপনাকে না রাখতে চায় জোর করে তো আর থাকতে পারবেন না। যদি কোনভাবে মীমাংসা করে থাকা যায় তো থাকুন। নইলে একেবারে অসম্ভব হয়ে উঠলে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটাই শ্রেয়। স্ব-সম্মানে সরে আসাটাই শ্রেয়। যত তাড়াতাড়ি বেরোতে পারবেন তত তাড়াতাড়ি নতুনভাবে জীবনটাকে শুরু করতে পারবেন। তবে মীমাংসা করার বোঝানোর আগে চেষ্টা করবেন। কেন তারা চায়না আপনাকে বিয়ের সময় তো দেখেই নিয়েছিলো।
বাবা দ্বিতীয় বিয়ে করেছে সৎ মা রাখেনি তাদের কাছে, আপন মায়ের যেখানে বিয়ে সেই সাইডের ননদের ছেলের সাথে আমার বোন দুলাভাই, আপন কাকা কাকি বিয়ে দিয়েছে বাবার অনুমতি ছাড়া, বিয়েটা কি বৈধ
আমার জীবনটা শেষ আমার বউ বিয়ের দুই মাস পর থেকে তালাক চেয়েছে, তার গর্ভে আমার সন্তান ছিল, সন্তান যখন তিন মাস হয় তখন বাবার বাড়িতে গিয়ে সন্তান নষ্ট করে পেলে,, এক পর্যায় সে বলে সংসার করবে, কিন্তু সন্তান নষ্ট করাতে আমার পরিবার মেনে নিচ্ছে না, এখন আমি কি করব তারে নিয়ে সংসার করে সুখী হতে পারব না তালাক দিব সিদ্ধান্ত নিতে পরছিনা
সে যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে ফিরিয়ে নিন বাড়িতে বুঝিয়ে বা অভিভাবকদের সাথে কথা বলে। আর যদি আচরণ পরিবর্তন না হয় তাহলে আর তাকে নিয়ে ভাবার প্রয়োজন নেই। আর কি এমন কারণ ছিলো যে ২ মাসাএর মাথায় তালাক চাইলো
Baba Mar Kothay Talak Dite Pare Ai Bishoy Ta Nobir Khetre Hoyeche Bole Apni Jodi Ai Vabe Bolen Tahole Talak Ta Kharap Ma Babar Jonno Majar Bepar R Meyer Jonno Birat Julum Hoye Jabe 👍🏻 R Julum Korle Meye Jodi Majlum Hoye Thake Tobe Tar Boddua R Allahor Majhe Kuno Porda Thake Na 👍🏻 Kobul Hoye Jabe 👍🏻 R Arosh Kape Kina Jante Hobe. Kintu Talak Dile Shoytan Shobchaite Khushi Hoy😈 R Shoytan Sei Kajei Shobchaite Khushi Hoy Jei Kaje Allah Tala Shobchaite Kosto Pay!! R Karo Hridoy Vanggar Porinoti Bina Hishebe Jahannam 🔥 E Dite Paren 👍🏻
একটা কথা শুনেই সেটা নিয়ে কমেন্ট করার জন্য হুমড়ি খেয়ে পড়ার আগে পরের লাইনটাও শোনা উচিৎ। এটা নাস্তিকদের কাজ এরা কুরআনের একটা আয়াত ধরেই বলে, দেখো কুরআনে ভুল আছে। অথচ আগের পরের আয়াত পড়লেই তার সমাধান পাওয়া যায়।
তাবিজ-কবজ করা শিরক। এটা জায়েজ নেই। আর তালাকের ব্যাপারটা হ্যাঁ জায়েজ হলে অপছন্দ করেন। তাই নিরূপায় না হলে তালাক দেওয়ার চিন্তা করাও উচিৎ নাহ। কারণ নবী সাহাবীর যুগে ডিভোর্সি বিয়ে সহজ হলেও এখন না। মেয়েরাই সহ্য করতে পারেনা।
Ajaira....... Ato shohoj na duniyata... R kisu bollam na .. jakir naiker video gula deikhen Apnr topic gulur bisoye uni quran r hadis/sunni sara kotha bole na... R amra sunni..ses nobi hajrat Muhammad (s)er ummot.. Alhamdullillah..
Bangladesh a tu Allah ar rohomot a kharap pula & maia ar lack nai… jamai jody biar por extra marital kora bou ka divorce dai oe innocent maia tar tu kono oporad nai…. Marriage birth & born & also divorce it has written by our luck… nothing is on our hand…. Our Muslim community people are very sick mentality people… amader prophet rah widow & divorce der ka bia korsa… but amader society tah tader ka hell ar moton treat kora hoe… Family & society will lead them to death…..
@@AbdulhouqealamgirHossain আপনি বাহুবলী সিনেমা বোধহয় দেখেন ই নাই?? আপনি দেখলে দোষ নেই, আমি বললেই দোষ? আর আমি এখানে কোন ইসলামিক চ্যানেল চালাচ্ছিনা যে বাহুবলীর কথা বলা যাবেনা। উদাহরণের প্রয়োজনে, বুঝানোর স্বার্থে, আমার অডিয়েন্স যা বুঝে তার আইডিয়ালজি থেকে আমি যেকোন কিছুরই যৌক্তিক উদাহরণ দিতে পারি। ম্যাসেজটা কি দেওয়া হচ্ছে সেটা দেখুন আর ইসলামিক অনেক চ্যানেল আছে হুজুরদের সেগুলো ফলো করুন। ধন্যবাদ
আপনি কি মনে করলেন আর না করলেন তাতে আমার বয়েই গেলো। আপনার মনে করা না করায় কিছু যায় আসেনা। ভিডিওর শুরুতেই বলেছিলাম, কথা হজম হতে কষ্ট হতে পারে। প্রোপার মেডিসিন নেন, হজমে সমস্যা আছে আপনার। ধন্যবাদ
ওমা! মিথ্যা বলেই দায়া সারা হলেন ভাইজান, কি মিথ্যা তা তো বললেন না?? আর ধরুন আমি গেলাম এক হুজুরের কাছে, ঐ হুজুর আবার সবার প্রিয় না বা উনার মতবাদ আপনার পছন্দ হলোনা। তখন? আবার গেলাম আরেকজনের কাছে তারটা আবার আপনার মতো আরোও কিছু লোকের পছন্দ হলোনা। তাহলে?? আপনি কারটা নিবেন?? আপনারা তো হুজুরপ্রেমী সত্যপ্রেমী না! আমার প্রতিটা কথার রেফারেন্স দেওয়া আছে। আপনি যে ভুল বললেন, সেটার রেফারেন্স কই ভাইজান?? দিয়ে যাবেন অনুগ্রহপূর্বক!
@DrPrince শুনেন আপনি বলছেন যে তালাক আল্লাহ পছন্দ করে কিন্তু আজাহারি ডাক্তার জাকির নায়ক বলে যে এই পৃথিবী তে হালাল কাজের ভেতর আল্লাহ তালাক সব থেকে অপছন্দ করে সয়তান সব থেকে বেশি খুশি হয় যখন একটা সংসার এর তালাক হয় আর সয়তান যেটা তে খুশি হয় সেটা তে আল্লাহ কিভাবে পছন্দ করে বলেন। সাথে সাথে তালাক দেয়ার কোনও নিয়ম নেই তালাক দিতে হলে ও কিছু ধাপ পার করতে হবে তালাক এত সহজ না
vai apni ki koitasen ....sob ki thik??? haah you are not sure , am i right??? in this dunia .. no one is perfect... you also , so not try to talk about astrology ... in this earth everything is happened in your karma... without birth ,marriage and death... i hope you understand ...😓
সেইম প্রশ্নই আপনাকে ফিরিয়ে দিলাম। আপনি যা বললেন আদৌও ভেবে বা ভিডিও পুরো দেখে বা বুঝে বললেন নাকি হুদাই নেগেটিভ কমেন্ট করতে ভাল্লাগে?? আমি শিওর কি শিওর না সেটা বড় ফ্যাক্ট নয়। দ্যা ফ্যাক্ট ইজ এখানে প্রতিটা কথার রেফারেন্স কুরআন ও সহীহ হাদিস থেকে দেওয়া আছে। আপনি কি ভেবেছেন মন চাইলো আর বলে গেলাম?? আর লাস্টে আপনি যেটা বললেন জন্ম মৃত্যু বিয়ে। আপনার বোধহয় এই ব্যাপারে জানা নেই ডিভোর্স সম্বন্ধে! আশাকরি জানার চেষ্টা করবেন। আল্লাহ আপনার ইলমে বারাকা দান করুক। আমিন
হযরত মোহাম্মদ সাঃ কি স্ত্রী তালাক দিয়েছিলেন?
রেফারেন্সঃ- পরিচ্ছেদঃ ৬৮/৩. ত্বলাক্ব দেয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে ত্বলাক্ব দেবে?
৫২৫৪. আওযা’ঈ (রহ.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি যুহরী (রহ.)-কে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন্ সহধর্মিণী তাঁর থেকে মুক্তি প্রার্থনা করেছিল? উত্তরে তিন বললেনঃ ’উরওয়াহ (রহ.) ’আয়িশাহ (রাঃ) থেকে আমার নিকট বর্ণনা করেছেন যে, জাওনের কন্যাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর নিকট একটি ঘরে) পাঠানো হল আর তিনি তার নিকটবর্তী হলেন, তখন সে বলল, আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তো এক মহামহিমের কাছে পানাহ চেয়েছ। তুমি তোমার পরিবারের কাছে গিয়ে মিলিত হও।
আবূ ’আবদুল্লাহ ইমাম বুখারী) (রহ.) বলেনঃ হাদীসটি হাজ্জাজ ইব্ন আবূ মানী’ও তাঁর পিতামহ থেকে, তিনি যুহরী থেকে, তিনি ’উরওয়াহ থেকে এবং তিনি ’আয়িশাহ (রাঃ) থেকে বর্ণনা করেছেন। আধুনিক প্রকাশনী- ৪৮৭০, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৬৪)
জ্বি.! ভাইয়া আপনার কথা ঠিক ও এই হাদিস আগেও শুনছি🙂
যে সম্পর্কে বিশ্বাস ও ভালোবাসা নাই সেখানে থাকা বিলাসিতা!
এতো অভিজ্ঞতা নাই... তবে তালাক বিষয়টা সমাজে অন্য পর্যায়ে দেখা হয়..!😊
@@mahfuzaakter9584 জ্বী এবং তালাকপ্রাপ্তাদের আজব প্রাণী মনে করা হয়, ভোগের বস্তু মনে করা হয়, চরিত্রহীনা ভাবা হয়!
Ekjon dr. Hisabeii bolchii... Onk valo kore kotha bolchen......
জাজাকাল্লাহ খাইরান❤️❤️
ভাই তোমার ভিডিও যতো দেখছি ততই অবাক হচ্ছি। কতো সুন্দর করে তুমি এক একটা পয়েন্ট ধরিয়ে বুঝিয়ে দিচছো। যাতে খুব ভালো ভাবে বুঝতে পারি। আমার মনে হয় না তোমার মত এতো সুন্দর করে কেউ বুঝাতে পারবে। আমার কাছে মনে হয় আমার ভাইয়া ওন পিস , সত্যি বলতে লজ্জা নেই আমি এতো বড়ো হয়ে গেছি। কিন্তু এতো কিছু আমি জানতাম। তুমি কতো কিছুই জানো ভাই অনেক কিছু জানতে পারলাম। ভাই এই কথা টা আমি সবসময় বলি তোমার কাছে সব কিছু সলুশন আছে। এমন কেনো জিনিস নেই যে তুমি জানো না। সত্যি ভাই আর একটা কথা সাদা জামা টা পড়ে অনেক কিউট লাগছে মাশ আল্লাহ 😊
জাজাকাল্লাহ খাইরান আপু। অসংখ্য ধন্যবাদ। আমি সবসময়ই চেষ্টা করি, সহজভাবে বুঝিয়ে কোন কঠিন বিষয়কে সর্বসাধারণের কাছে তুলে ধরার। বুঝতে বাধ্য। কেন বুঝবেনা। বুঝতেই হবে। নইলে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যাবেনা। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। অপারেশন কি হয়ে গেছে নাকি??
@@DrPrince হুম ভাই হয়ে গেছে আর এখন আমি আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি ভাই তুমি ঠিক কথা বলেছিলে যে ভয়ের কোন কারণ নেই আমি খামোখা ভয় পাচ্ছিলাম। ভাই য়া বল সবই কথা ঠিক বলো। এক বছর আগে তুমি বলে ছিলে হয়ে যেতে। কিন্তু আমি ভয়ে হয়নি। কিন্তু দেখো ভাই এখন দেখছি ভয়ের কোন কারন নেই অপরেশন রূপ আমার খালি তোমার কথা মনে পড়ছিল যে আমার পিচ্ছি ভাইয়া তো ঠিক বলেছে আপু ভয়ের কোন কারণ নেই। ভাই তোমাকে অনেক ধন্যবাদ কারণ তোমার কাছে সাহস পেয়ে আমি অপেরশ হতে পেরে ছি। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ভাই আর আমি জানি তুমি আমার জন্য দুয়া করেছো। তুমি কতো সুন্দর করে আল্লাহ কাছে দোয়া চাও। আল্লাহ তো তোমার কথা শুনবে। এই জন্য তোমাকে বলছিলাম যে ভাই আমার জন্য দূয়া করবে এখন আমি অনেক সুস্থ আছি ♥️♥️♥️
জাজাকাল্লাহ ভাই
@@jesminkhatun2425 নিশ্চয়ই দুআ থাকবেই। আর দ্রুত সুস্থতা কামনা করি।❤️❤️
ভাইয়া গো তোমার এই ভিডিও টা সত্যিই অতুলনীয় হয়েছে দেখছো কেমন ভাইরাল হচ্ছে এমন ভিডিও আর চাই আরো যে গুলো জানিনা সে গুলো জানতে চাই ❤❤@@DrPrince
Alhamdulillah....Ami akmot poson korci
জাজাকাল্লাহ খাইরান❤️❤️
অনেক সুন্দর কথা ধন্যবাদ
@@dr.prince.g5r জাজাকাল্লাহ খাইরান
Onek shundor kotha boro vai.. vedio ti dekhe subscribe korlam.. Allah apnake nek hayaat dan korun.Ameen..
জাজাকাল্লাহ খাইরান। অসংখ্য ধন্যবাদ
ভাই কথাগুলো ভালো লাগলো দুয়া রইল আপনার জন্য আমাদের জন্য দোয়া করবেন
নিশ্চয়ই ইন শা আল্লাহ। জাজাকাল্লাহ খাইরান❤️❤️
এমন নিয়মিত ভিডিও দিবেন ভাই😎
ইন শা আল্লাহ ভাইয়া। দুআ করবেন।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভাইয়ের ভিডিও কথাগুলো অনেক ভালো লাগলো ইসলামিক
ওয়ালাইকুমুস সালাম। জাজাকাল্লাহ খাইরান।
Thank you vaeya
❤❤Welcome
Masaallah ❤❤❤ bhaia
জাজাকাল্লাহ খাইরান
শিক্ষার অভাব আছে
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান
Videoo tah onk vlo lagcheeee🦋🦋🦋🍓❤️🩹!! .....................
Prince vaiya jkn yt te regular thaken tkn khuboi vlo lagee. Daily video paii amra 🦋🖤! ..
.................. Dailyyyyyy videoo caiiiiiiiii..... Vaiyaaaaaaaaaaa... 🦋..................... Prince vaiya apni etto soft hearted knooo 🦋🍓🍓! We love you vaiyaaaaa keep goinggg broo
আমি সফট হার্টেড নই। মিক্স হার্টেড। যে যেমন তার সাথে কাউন্ড অফ তেমনটাই। তবে কিছু ক্ষেত্রে সফট থাকার চেষ্টা করি বেশি। কারণ নরম হৃদয়কে জাহান্নামের আগুন ছুঁতে পারবেনা। আমার জন্য দুআ করবেন। যেন অহংকার আমাকে স্পর্শ করতে না পারে কোনদিন। আপনাদের ভালোবাসার জায়গাতে সবসময়ই যেন আল্লাহ আমাকে রাখেন। আমার ভুল-ভ্রান্তি যেন আমি কাটিয়ে উঠতে পারি। মানুষের বেটার জীবন তৈরিতে, একটা সুস্থ সমাজ গড়ায় আপনাদের সহযোগিতা করতে পারি। ❤️❤️
@@DrPrince kintu prince vaiya apni amader kache soft hearted...... Karon amra apnake mon theke vlobasiiiii 🦋🦋🖤🖤🖤
@@JuthyJuthy-t4j এ তো আমার পরম সৌভাগ্য
Amr ki kora uchtit plz bolen, ami eka paliya biye korsi, amr sami amake ektu valobase na, ami manosik pirai asi, or obohela amake moron jontrona dayev,ami ki kortam bolen.
পালিয়ে বিয়ে করার পরিণতি বেশিরভাগ সময়ই এমনটা হয়।
আলহামদুলিল্লাহ ভাই এই হাদিসগুলা আমার কিছুটা জানা ছিল , আমি লিখতাম কিন্তু শেষে তুমিই বলে দিলা, তালাক দেওয়া নিষিদ্ধ না কিন্তু আল্লাহর খুব অপছন্দের কাজ , আর এখনের মা বাবার জন্য বউকে তালাক দেওয়ার ব্যাপারে যা বলছিলে তা আরও বিস্তারিত বলার দরকার ছিল, আমি বলব এখনের মা বাবার কথাই বউ তালাক দিলে সে পুরুষ নামের কলংক , নবিদের কথা এখনের মানুষের সাথে মিলালে হবে না, তোমার ভিডিও আমি মনোযোগ দিয়ে শুনলাম, ভাল লেগেছে, অনেক কিছু লিখলাম কষ্ট নিও না
আপু আপনি এখানে একটা বিষয় মেনশন করলেন, "বাবা-মা'র কথায় স্ত্রী তালাক দেওয়া পুরুষরা পুরুষ জাতির কলঙ্ক" আর বললেন, "নবীদের সাথে আমাদের মেলানো বা তুলনা করা উচিৎ নয়। আমি সে অনুযায়ী ২টারই জবাব দিচ্ছি। প্রথম কথা, " বাবা-মার ইচ্ছাতে ডিভোর্স দেওয়া বাধ্যতামূলক। তবে বাবা-মা'কেও যোগ্য হতে হবে। মান্য করার মতো, নীতিবান হতে হবে। আপনি বললেন আমি ব্যাপারটা আরোও ব্যখ্যা করলে ভালো হতো। এমনিতেই ভিডিওটা অনেক লং, ঐটা আলাদা নিজেই আরেকটা বড় টপিক শর্টের যুগে এত লং বক বক সবাই শুনতে আগ্রহবোধ করেনা। তবুও আমি পরের লাইনেই বলেছি খেয়াল করবেন, "আমাদের যেমন বাবা-মা তারা মান্য করার উপযোগী নয়। এযুগের বাবা-মা'রা মেয়ের বাড়ি থেকে যৌতুক না পেলে তালাক দেওয়ায়। আশা করি খেয়াল করবেন ভিডিওতে।
২য় যে বিষয় তা হচ্ছে, " নবীদের সাথে তুলনা বা মেলানো উচিৎ না।" এই ধারণাটা গোমরাহী। ভুল ধারণা। নবীরা আমাদের জন্য আদর্শ। অতএব যতটুকু সম্ভব তাদের মতো নিজেকে করার চেষ্টা করতে হবে। তুলনা করতে হবে যে আমি কি আদৌও নবীদের গুনে গুনানিত হতে পারছি কিনা বা সেই চরিত্র ধারণ করতে পারছি কিনা। সুতরাং তুলনা করাই উচিৎ। আমরা যতই আধুনিক যুগের হই, নবীরা সবসময়ই সবচেয়ে স্মার্ট এবং পার্ফেক্ট এবং তা সবযুগেই সামঞ্জস্যপূর্ণ। আপনি মেয়ের মা, তাই আপনার মেয়েকে তালাক দিলে খারাপ লাগবে। কিন্তু আপনি ছেলে মা হিসেবে যখন ছেলেকে যথার্থ কোন আদেশ করবেন, কোন অন্যায় আদেশ না। তখন ছেলে না মানলে আপনারও খারাপ লাগবে। আর ছেলে মানলে কাপুরুষ হয়ে গেলেও মানতেই হবে। কেননা, পিতা-মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবেনা। আমি ভিডিওতে সেই হাদিসের রেফারেন্সও দিয়েছি। আশা করি খেয়াল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। দুআ করবেন আপু আমার জন্য।
ভাই আমার পরিবার সবাই মোটামোটি নবী ও রাসুলের দেখানো রাস্তায় চলার চেষ্টা করি, কিন্তু আমি বলব আদৌ কি পারি , আমি বলতে চাই পৃথীবিতে অবশ্যই ভাল মানুষ আছে , সেটা হয়ত আমাদের চোখে কম পরে , আস এবার মা বাবার কথা, তুমি যেটা বলছ এক কথাই আদর্শ মা বাবার কথা, হ্যাঁ আছে তারা কখনও অন্যায় ভাবে বউকে ছাড়তে বলবেনা , যদি বলে তবে চোখ কান খোলা রেখে বউ এর দোষটা দেখতে হবে , আর এমন মা বাবা আমি দেখেছি বিনা কারনে লোভের বশ বর্তি হয়ে ছেলে আর বউ মধ্যে ঝগরা লাগিয়ে দেয় , এমন কি মেয়ে বলেই, মেয়ের মা বাবা বলেই সব সষ্য করতে হবে, এখন বল এটা কেমন জগৎ ? ভাই ভুল বলছ আমি মেয়ের মা বলেই এই কথা বলছি না, আমি চেষ্টা করি সব সময় সত্যিকে সত্যি বলতে এবং মিথ্যাকে কিথ্যা বলতে, জানিনা কত টুকু পারি
@@taslimaakter4175উহু আপনি আপনার ভিডিওর কথাটাও বোঝেননি। আর পরবর্তীতে রিপ্লাই দিয়ে যা লিখে বললাম সেটাও বুঝেননি। আমি আপনার কথার পক্ষেই কথা বলেছি বিপক্ষে না। আপনি আক্রমণাত্মকভাবে নিচ্ছেন বার বার। যায়হোক, আমি আপনাকে মেয়ের মা বলে বলিনি। আমি উদাহরণ স্বরূপ বলেছি যে, আপনি মেয়ের মা হলে মেয়েকে যতই কারণ দশিয়ে ছেড়ে দিক তবুও খারাপ লাগবে। কিন্তু ছেলের মা হলে আপনার ছেলে কথা না শুনলে খারাপ লাগবে। এটাই বুঝাতে চেয়েছি। আমরা যেখানের ভুক্তভোগী শুধু সেটাই ভাবি, অপরপক্ষেরটা ভাবতে চাইনা। তবে আমি সব সময়ই দুপক্ষের জায়গা থেকেই ভেবেচিন্তে কথা বলি। সুতরাং দুটোই আমার কাছে মূখ্য বিষয়। আর রইলো নবীদের মতো কতটা জীবন সাজাতে পারি। পারিনা বলে কি চেষ্টা করবোনা? আমি একটা পাপ করছি বলে, আরোও পাপ করবো যে আরে আমি তো এমনিই পাপী, জাহান্নামী?? এই চিন্তাটাই তো ভুল। আপনি আপনার জায়গা থেকে পরিবর্তন হোন, আমি আমার জায়গা থেকে হই। তবেই তো সম্ভব। অন্যজন হচ্ছেনা বলে আমিও হবোনা, অথচ ভালোটা আশা করবো তা তো কোনদিনই সম্ভব নয়! সুতরাং আমার যতটুকু মানার আমি মানার চেষ্টা করবো। আমি যেমন গান গাই, মাঝেমধ্যেই আপলোড দেই। তো ওটা নাজায়েজ আমি জানি। তাই বলে কি আমি গজল গাইতে পারবোনা? কুরআম তিলাওয়াত করতে পারবোনা? অবশ্যই যতটুকু আমরা পারি সাধ্যানুযায়ী নিজ নিজ জায়গা থেকে দ্বীন মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর আপনি শ্বাশুড়ি লোভ লালসায় বউ-ছেলের ঝামেলা বাধায় বললেন এইটা আমি ভিডিওতে বলেছি। আপনাকে দেখতে বললাম তো। আপনি আবার আমাকে ঘুরে ঐ কথাই বলছেন বার বার। অথচ আমি নিজেই তো ঐ কথাটা বলেছি ভিডিওতে!
Liked
Please reply,,
Amar স্বামী একজন সুফি,,সে পীর তন্ত্রে বিশ্বাসী তার sate ki সংসার জায়েজ আছে
@@MegMahan এগুলা ফতোয়া আমার থেকে না নিয়ে একজন হুজুরের থেকে নেওয়া ভালো। তবে আমি যতটুকু জানি, আরবীয় আলেমদের মতে ঐ বিবাহ বৈধ নয় বা তালাক হয়ে গেছে। ঈমানদার আর বেঈমানের বিবাহ টিকেনা। তবে আরোও বিস্তারিত জানার আছে ২ লাইন শুনেই এমন সিদ্ধান্ত দেওয়া যায়না।
আলহামদুলিল্লাহ ভিডিও টা ভালো লাগছে,,আমার বারো বছর বিয়ে হয়েছে, আমাদের কোন কোন সন্তান হয় নি,ডক্টর আমার সামির সমস্যার কথা বলছে,,আমার সামি আমাকে সময় দেয় না,,আমার মন খারাপ থাকলে ও বুঝার চেষ্টা করে না,,,ও ওর মতোই থাকে,,,এখন আমার করনিয় কি,,আমার মনে এখন কোন দিক সুখী মনে হচ্ছে না,, পিল্জ যদি কিছু বলতেন,,
আপনি চাইলে খোলা তালাক দিতে পারেন। তবে যদি আপনি সবর করেন, ধৈর্য ধরেন আল্লাহ আপনাকে পরকালে উত্তম প্রতিদান দেবেন। আর একান্তই সম্ভব না হলে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করতে হবে।
Divorce islame gorhito kaj . Icha holei ja khushi kora jayna. Opochondonio kaj aar gorhito kaj aage janun. Tarpor Allah er shobcheye opochonder kaj. Aar shoytan divorce koray ha kintu Allah oi shoytaner dua kobul kore. Talak manush dey allah konodino bole na talak dite.
আপনার কোন কথারই তো রেফারেন্স দিলেন না। দয়া করে অন্যের কথার বিরুদ্ধে কথা বলার আগে যথেষ্ট তথ্য প্রমাণ সমেত কথা বলবেন। ধন্যবাদ
বাবা, মায়ের কথায় তালাক দেওয়া যায় না.আপনি এই মাসয়ালাটা সঠিক বললেন না.আর বিনা কারনে তালাক দিলে আল্লাহর আরশ কেপে ওঠে.নবীর পিতার সাথে ত সাধারণ পিতা তুলনা করলে হবে না
মাসাআলা দেইনি আমি। আমি সহীহ হাদিস ও কুরআনের আয়াতের রেফারেন্স ও দিয়ে দিয়েছি। যাচাই করে তারপর কমেন্ট করা উচিৎ ছিলো। বিনা কারণে তালাক দিতে কে বলেছে?? আমি তো কোথাও বলিনি। আর রইলো নবীর পিতা আমাদের পিতা। নবীরা আমাদের আদর্শ, তাদের মতো পিতা আমাদেরও হতে হবে, তাদের পিতা হিসেবে কেমন আচরণ ছিলো সেটা শিখতে হবে। আর এ বাদে আমি পরের লাইনে এটাও বলেছি, আমাদের যেমন পিতামাতা তা মান্যযোগ্য নয়। পুরো কথা খেয়াল করে তারপর বলা উচিৎ ছিলো!
নবী(সা.)ওনাদের সাথে এখনকার পুরুষদের তুলনা করলে হবে না।এখন তালাক দেয় পরনারীর প্রতি আসক্ত হয়ে নইতো বাবা মার সয্য হচ্ছে না তাদের কথায়।এখনকার যুগের শ্বসুড়ের সাথে ইব্রাহিম নবীকে এক করতিছেন। তাছাড়া ব্ল্যাকম্যাজিক তো আছেই করার জন্য শ্বাসুড়ি,,নিজের ছেলের থেকে বউকে আলাদা করার জন্য। তবে এখনকার নারী-পুরুষ উভয়ই কমবেশি খারাপ।
Ame apnr puro kotha khyal kore sunce. Meya der jibon to khlna j baba ma talk deta bollei talak jayej ti na ? Apnr kotha bashi ongso amoni sunaica .Akhonkr sour sasuri ojotha nirjaton kore , bou posondo na kalo ,gorib , joutuk pini de talak.
এখনকার পিতা মাতা স্বার্থের জন্য তালাক দেয়
@@md.nafiulislam2553 সেটা ভিডিওতে বলা আছে
❤❤❤❤
@@BreakofDown2008 ❤️❤️
বাবা মার কথায় যদি স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে তবে হ্যা কোন হাদিসে লেখা আছে স্বামীর মা বাবাকে সেবা যত্ন করতে হবে তা চাপিয়ে দেওয়া আর নিজের ছেলে খারাপ চরিএহীন এসব জানার পর কোন হাদিসে লেখা আছে একটা মেয়ের জীবণ নষ্ট করার। কোন হাদিসে লেখা আছে মায়ের কথায় বউকে দিয়ে নিজের সদ্য বাচ্চাকে কুন করা। এমন যদি ছিল তাহলে বিয়ে কেন করেছ।
Thik bolcn apu. Meyader jibon jno khalna j ma baba bollei talk daua jbe . Akhonkr sour sasuri to ojotha bou k br kore deta chi.
স্বামীর পিতা-মাতাকে সেবা যত্ন করা পুত্রবধূর দায়িত্ব নয় বরং ওটা পূত্রের দায়িত্ব। আর পূত্র বধু যেহুতু পূত্রের অর্ধাঙ্গিনী অতএব তার কিছু কর্তব্য নিজে ভাগ করে নেওয়াটা দায়িত্ব। সে কারণেই।
আল্লাহ যেনো খুব শীঘ্রই আমার বিয়ের ব্যাবস্থা করেন, ইনশাআল্লাহ ইসলামের বাইরে কোনো অনুষ্ঠান করবো না
আল্লাহুম্মা আমিন
আসসালামু আলাইকুম, ভাইয়া আমি এই প্রথম দেখলাম, আপনার ভিডিও, তাই কমেন্ট করলাম। ভাই আমার জামাই আমাকে এক তালাক দুই তালাক বলেছে ভিডিও কলে, আমি এখন কি করবো? আমার 5 মাসের মেয়ে বাচ্চা আছে, ওনার বাবা মায়ের কথায় আমাকে এমন করেছে, আমার মেয়েরে সোনার চেইন দেয়নাই এইজন্য,,
আমি কি এখন তালাক গ্রহন করবো? আমার স্বামী আমাকে একটুও পছন্দ করেনা, অসম্মান করে কথা বলে, গরিব বলে বান্দির মতো ওনার বারিতে থাকতাম,না হইলে জাইতামগা, আমি এখন কি করবো কিচ্ছু বুঝতাছিনা, আমার আব্বা আম্মাও বলেজে ওনারা ছাইড়া দিলে আমরা কিছু করার নাই, জা করার করুক,
আপনার শ্বশুরবাড়ির লোক কিংবা স্বামী যদি আপনাকে না রাখতে চায় জোর করে তো আর থাকতে পারবেন না। যদি কোনভাবে মীমাংসা করে থাকা যায় তো থাকুন। নইলে একেবারে অসম্ভব হয়ে উঠলে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটাই শ্রেয়। স্ব-সম্মানে সরে আসাটাই শ্রেয়। যত তাড়াতাড়ি বেরোতে পারবেন তত তাড়াতাড়ি নতুনভাবে জীবনটাকে শুরু করতে পারবেন। তবে মীমাংসা করার বোঝানোর আগে চেষ্টা করবেন। কেন তারা চায়না আপনাকে বিয়ের সময় তো দেখেই নিয়েছিলো।
বাবা দ্বিতীয় বিয়ে করেছে সৎ মা রাখেনি তাদের কাছে, আপন মায়ের যেখানে বিয়ে সেই সাইডের ননদের ছেলের সাথে আমার বোন দুলাভাই, আপন কাকা কাকি বিয়ে দিয়েছে বাবার অনুমতি ছাড়া, বিয়েটা কি বৈধ
পিতা জীবিত ও সুস্থ থাকা অবস্থায় যদি না সে অন্য কাউকে দায়িত্ব দেয়। তিনি ব্যতীত অন্য কেউ ওলী হতে পারবেনা।
আমার জীবনটা শেষ আমার বউ বিয়ের দুই মাস পর থেকে তালাক চেয়েছে, তার গর্ভে আমার সন্তান ছিল, সন্তান যখন তিন মাস হয় তখন বাবার বাড়িতে গিয়ে সন্তান নষ্ট করে পেলে,, এক পর্যায় সে বলে সংসার করবে, কিন্তু সন্তান নষ্ট করাতে আমার পরিবার মেনে নিচ্ছে না, এখন আমি কি করব তারে নিয়ে সংসার করে সুখী হতে পারব না তালাক দিব সিদ্ধান্ত নিতে পরছিনা
সে যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে ফিরিয়ে নিন বাড়িতে বুঝিয়ে বা অভিভাবকদের সাথে কথা বলে। আর যদি আচরণ পরিবর্তন না হয় তাহলে আর তাকে নিয়ে ভাবার প্রয়োজন নেই। আর কি এমন কারণ ছিলো যে ২ মাসাএর মাথায় তালাক চাইলো
@@DrPrince kon karon bole na vai aktai kotha valo lagena, sogsar korbena
@@KAMALKHAN-yq1lu তাইলে সেটা বাদ দিয়ে নতুন কাউকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করুন।
স্যার আমি আপনার সাথে কথা বলতে চাই
@@RahelaAkter-e2k জ্বী বলুন
@@DrPrince অনেক কথা এখানে বলবো কিভাবে
@@DrPrince আমার জীবনটা অনেক কষ্টের কি করলে ভালো হবে বুঝতে পারছি না।
@@RahelaAkter-e2k ডেস্ক্রিপশনে লিংক দেওয়া আছে। যোগাযোগ করুন
Baba Mar Kothay Talak Dite Pare Ai
Bishoy Ta Nobir Khetre Hoyeche Bole Apni Jodi Ai Vabe Bolen
Tahole Talak Ta Kharap Ma Babar Jonno Majar Bepar R Meyer Jonno Birat Julum Hoye Jabe 👍🏻
R Julum Korle Meye Jodi Majlum Hoye Thake Tobe Tar Boddua R Allahor Majhe Kuno Porda Thake Na 👍🏻
Kobul Hoye Jabe 👍🏻
R Arosh Kape Kina Jante Hobe.
Kintu Talak Dile Shoytan Shobchaite Khushi Hoy😈
R Shoytan Sei Kajei Shobchaite Khushi Hoy Jei Kaje Allah Tala Shobchaite Kosto Pay!!
R Karo Hridoy Vanggar Porinoti Bina Hishebe Jahannam 🔥 E Dite Paren 👍🏻
একটা কথা শুনেই সেটা নিয়ে কমেন্ট করার জন্য হুমড়ি খেয়ে পড়ার আগে পরের লাইনটাও শোনা উচিৎ। এটা নাস্তিকদের কাজ এরা কুরআনের একটা আয়াত ধরেই বলে, দেখো কুরআনে ভুল আছে। অথচ আগের পরের আয়াত পড়লেই তার সমাধান পাওয়া যায়।
খালী নবী বলা উচিত নয় সাল: সাললাম সবসময় বলা উচিত ছিলো
ধুর বোকা
কমেন্ট না করে থাকতে পারলাম না ভাই আমার জানামতে একটা মেয়েকে তার পরিবার জোর করে এমন এক ছেলের সাথে বিয়ে দিছে যা মেয়েটা এখনও তা মানতে পারেনি
এমনটাই সমাজের বাস্তবচিত্র। এগুলা অন্যায় অবিচার
তাগদির কে মেনে নি।ঐ ছেলে কোন তো এখানে দোষ নেই। বিয়ে যেহেতু হয়ে গেছে 😢😢😢
@@wazihtousif4340 ঐ ছেলেই মেয়েটাকে জোর করে বিয়ে করছে
Vaiya apni sudu cheleder kothai bollen meyeder bapare bollen na kicu
বিয়ে বা তালাক কোনটাই মেয়েরা করতে বা দিতে পারেনা। আর এছাড়া পুরো ভিডিওটার মূল বিষয় তালাক ভাগ্য নাকি মানুষের দোষ। তাই যতটুকু জরুরী ততটুকুই বলেছি।
"দুটো জায়েজ আল্লাহ পছন্দ করে না, এক কবচ ব্যবহার,দুই তালাক"। এটা কি ঠিক?
তাবিজ-কবজ করা শিরক। এটা জায়েজ নেই। আর তালাকের ব্যাপারটা হ্যাঁ জায়েজ হলে অপছন্দ করেন। তাই নিরূপায় না হলে তালাক দেওয়ার চিন্তা করাও উচিৎ নাহ। কারণ নবী সাহাবীর যুগে ডিভোর্সি বিয়ে সহজ হলেও এখন না। মেয়েরাই সহ্য করতে পারেনা।
ভিক্ষাবৃত্তি ও তালাক
@@shamimairin-ys4vs জ্বী ওটা ভিক্ষার কথা বলেছেন রাসূল (সাঃ)
Tahole to ,Karo biye e boidho hoy ny..
যদি শরীয়া লঙ্ঘন করে বেধর্মী বা নাজায়েজ নিয়মে বিয়ে হয় তাহলে তাই। মেনে নিতে কষ্ট হলেও এটাই সত্য।
Talak thik ase but jamai jodi onnay kore ottacar kore...tarpor talak dai
কে দেয় তালাক??
Onnay vab a jodi husbent talak dei..
Wife et taka sorno sob niye tarpor r bow ke valo lagena..nirzaton kore..meya ta tokhon ki korbe..
@@Choity-sh4tf আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন।
আমারে আমার বউ তালাক দিচ্ছে😭😭
কেন দিচ্ছে??
@@DrPrince porkiya
@@princejakir6699 পরকীয়া করতে পারলো কেমন পুরুষ আপনি?? কেমনভাবে বউ রাখেন। আগে সুপুরুষ হোন। স্বামী হতে গায়রত থাকা লাগে।
@@DrPrince ভাই রে সেই ওনেক ইতিহাস
@@princejakir6699 এতো ইতিহাস না জেনে তো হুট করে কিছুই বলা যায়না
Bhul news diyen na
@@reallifestory9131 সঠিক নিউজটা দেওয়ার অনুরোধ রইলো। রেফারেন্সসহ, দিয়ে যাবেন দয়া করে!
Ajaira....... Ato shohoj na duniyata... R kisu bollam na .. jakir naiker video gula deikhen Apnr topic gulur bisoye uni quran r hadis/sunni sara kotha bole na...
R amra sunni..ses nobi hajrat Muhammad (s)er ummot.. Alhamdullillah..
জটিল তো আপনারাই বানিয়েছেন, আমি কোথায় জটিল বানালাম। আমি তো উলটো সহজ বানালাম!
Bangladesh a tu Allah ar rohomot a kharap pula & maia ar lack nai… jamai jody biar por extra marital kora bou ka divorce dai oe innocent maia tar tu kono oporad nai…. Marriage birth & born & also divorce it has written by our luck… nothing is on our hand….
Our Muslim community people are very sick mentality people… amader prophet rah widow & divorce der ka bia korsa… but amader society tah tader ka hell ar moton treat kora hoe…
Family & society will lead them to death…..
জ্বী এটা যেমন ঠিক বর্তমানে ডিভোর্সী বিয়ে করা অন্যায় হিসেবে দেখে এটার জন্যও মেয়েরাই দায়ী। কারণ, মেয়েরা বহুবিবাহ পছন্দ করেনা। এটাই মেজর সমস্যা।
আপনি কোন মাজহাবের অন্তর্ভুক্ত দয়া করে বলবেন...?
আমি কোনই মাজহাবের অন্তর্ভুক্ত নই। আমি কেবল কুরআন ও সহীহ হাদিসের অনুসরণ করি যতটা সম্ভব!
Apni Islamer kotha bolte ese apni Bahuboli film er kotha boltecen
@@AbdulhouqealamgirHossain আপনি বাহুবলী সিনেমা বোধহয় দেখেন ই নাই?? আপনি দেখলে দোষ নেই, আমি বললেই দোষ? আর আমি এখানে কোন ইসলামিক চ্যানেল চালাচ্ছিনা যে বাহুবলীর কথা বলা যাবেনা। উদাহরণের প্রয়োজনে, বুঝানোর স্বার্থে, আমার অডিয়েন্স যা বুঝে তার আইডিয়ালজি থেকে আমি যেকোন কিছুরই যৌক্তিক উদাহরণ দিতে পারি। ম্যাসেজটা কি দেওয়া হচ্ছে সেটা দেখুন আর ইসলামিক অনেক চ্যানেল আছে হুজুরদের সেগুলো ফলো করুন। ধন্যবাদ
এটা কোন যক্তিক প্রশ্ন হলো ভাই
এতো বুদ্ধিমান হলে সত্যিই সমস্যা। আপনার আরও বেশি পড়াশোনা করা উচিৎ, বলে আমি মনে করি।
আপনি কি মনে করলেন আর না করলেন তাতে আমার বয়েই গেলো। আপনার মনে করা না করায় কিছু যায় আসেনা। ভিডিওর শুরুতেই বলেছিলাম, কথা হজম হতে কষ্ট হতে পারে। প্রোপার মেডিসিন নেন, হজমে সমস্যা আছে আপনার। ধন্যবাদ
আগে আপনি তালাক এর ব্যাপার টা হুজুর এর কাছ থেকে শুনেন তার পর ভিডিও বানান মিথ্যা ভিডিও বানিয়ে বানাবেন না
ওমা! মিথ্যা বলেই দায়া সারা হলেন ভাইজান, কি মিথ্যা তা তো বললেন না?? আর ধরুন আমি গেলাম এক হুজুরের কাছে, ঐ হুজুর আবার সবার প্রিয় না বা উনার মতবাদ আপনার পছন্দ হলোনা। তখন? আবার গেলাম আরেকজনের কাছে তারটা আবার আপনার মতো আরোও কিছু লোকের পছন্দ হলোনা। তাহলে?? আপনি কারটা নিবেন?? আপনারা তো হুজুরপ্রেমী সত্যপ্রেমী না! আমার প্রতিটা কথার রেফারেন্স দেওয়া আছে। আপনি যে ভুল বললেন, সেটার রেফারেন্স কই ভাইজান?? দিয়ে যাবেন অনুগ্রহপূর্বক!
@DrPrince শুনেন আপনি বলছেন যে তালাক আল্লাহ পছন্দ করে কিন্তু আজাহারি ডাক্তার জাকির নায়ক বলে যে এই পৃথিবী তে হালাল কাজের ভেতর আল্লাহ তালাক সব থেকে অপছন্দ করে সয়তান সব থেকে বেশি খুশি হয় যখন একটা সংসার এর তালাক হয় আর সয়তান যেটা তে খুশি হয় সেটা তে আল্লাহ কিভাবে পছন্দ করে বলেন। সাথে সাথে তালাক দেয়ার কোনও নিয়ম নেই তালাক দিতে হলে ও কিছু ধাপ পার করতে হবে তালাক এত সহজ না
মেয়ে কাজীর তালাক দিলে হবে
প্রশ্ন করলেন নাকি এমনি বললেন?
@@DrPrince প্রশ্ন করলাম
@@AsmaAkther-e5k মেয়ে খোলা তালাক দিতে পারবে
Apnar apnar WhatsApp number ta ki pete pari? Kindly janaben
আমার কোন কন্টাক্ট নাম্বার নেই। শুধু ফেইসবুক পেইজ, ইন্সটগ্রাম, টিকটক ইত্যাদি
@@DrPrince 🙂
vai apni ki koitasen ....sob ki thik??? haah you are not sure , am i right??? in this dunia .. no one is perfect... you also , so not try to talk about astrology ... in this earth everything is happened in your karma... without birth ,marriage and death... i hope you understand ...😓
সেইম প্রশ্নই আপনাকে ফিরিয়ে দিলাম। আপনি যা বললেন আদৌও ভেবে বা ভিডিও পুরো দেখে বা বুঝে বললেন নাকি হুদাই নেগেটিভ কমেন্ট করতে ভাল্লাগে?? আমি শিওর কি শিওর না সেটা বড় ফ্যাক্ট নয়। দ্যা ফ্যাক্ট ইজ এখানে প্রতিটা কথার রেফারেন্স কুরআন ও সহীহ হাদিস থেকে দেওয়া আছে। আপনি কি ভেবেছেন মন চাইলো আর বলে গেলাম?? আর লাস্টে আপনি যেটা বললেন জন্ম মৃত্যু বিয়ে। আপনার বোধহয় এই ব্যাপারে জানা নেই ডিভোর্স সম্বন্ধে! আশাকরি জানার চেষ্টা করবেন। আল্লাহ আপনার ইলমে বারাকা দান করুক। আমিন
❤❤
❤️❤️