2022 and still listing this. Every morning when I wake up from sleep for work I play this track and get ready. And the day brings joy and happiness. Thank you for this matter piece.❤️❤️
তখন মাত্র স্কুল শেষ করে কলেজে উঠেছি। নতুন জায়গা, নতুন বন্ধু আর সাথে এই গান!! ২০১১/১২ সালের কত স্মৃতি যে গাথা আছে এই গানের প্রতিটি হারমোনিক এ! কত নস্টালজিয়া, কত স্বপ্ন, কত আশা আর কত হতাশা!! এই গান আর এর সাথে জড়িয়ে থাকা মেমোরি কোনোদিনই আমি ভুলতে পারবো না মনে হয়। এইটার মত এরকম আরেকটা স্মৃতিময় গান আছে তাহসান আর তিশার মনসুবা জংশন নাটকের। ওই গান আর নাটক যখন বের হয় তখন আমি মাত্র কলেজ শেষ করে বের হয়ে ঢাকা গেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে। ১৩ সালের কথা। নাখালপাড়ার ৮ নম্বর গলিতে একটা বাসায় থাকতাম। ফার্মগেট, গ্রীন রোড আর নাখালপাড়ার অলিতে গলিতে হাটতাম কোচিং শেষে আর হেডফোনে শুনতাম এই গানগুলো। আরেকটা গানের কথা ভুলে গেছি বলতে। তাহসান আর মম এর একটা নাটকের গান - কেন হঠাৎ তুমি এলে! আহা গান, আহা ভালোবাসায় মাখামাখি সুর! সকালে রেটিনাতে গিয়ে করতাম মেডিকেল কলেজে ভর্তি কোচিং নামের আহাম্মকি কাজ কারবার। মেডিকেলে টিকলাম না, ডাক্তার হওয়াও হইলো না আমার। কোনো পাবলিক ভার্সিটিতেই চান্স হইলো না। আহারে দিন, আহারে সময়!! ওই সময়ের কি যে দু:খ আর হতাশা!!! আগুন ঝরার সেই দিনগুলোতে আমার সাথে সবসময় ছিলো এই গানগুলি! আহা, কত যে মায়া ছিল এই গানে। আর রেডিও শুনতাম। তখন এফএম রেডিওর খুব চল ছিলো। এখনকার মতন ইউটিউব টিকটক ইন্সটার বাহার ছিলো না তখন। ছিলো রেডিও ফুর্তি, রেডিও টুডে। ছিলো ভুত এফএম। কত শুক্রবার রাত যে জাগসি শুধু ভুত এফএম শোনার জন্যে! ভাবতেই ভালো লাগে এখন! নস্টালজিয়া জিনিসটাই সালার খারাপ। সুন্দর সময়গুলো মনে করিয়ে দিয়ে চোখ ভিজিয়ে দেয়। সুন্দর সময় গুলো কেনো এত দ্রুত চলে যায়, হায়! 💔
i had a 7 year old relationship that started with this song... back then i was just a teenager, but this song use to remind me, how much feelings I had for her, Dont ever give away your fav songs to anyone man.it stings to listen this beautiful masterpiece
21 january 2024 নাটকটা প্রথম যখন বের হয় তখন আমরা সবাই একসাথে দেখেছি। খুব অল্প মনে আছে আমার কারণ আমি ছোট তখন।তখন আমরা নতুন বাসায় উঠার উত্তেজনায় সবাই খুবি খুশি।এই নাটক দেখছিলাম রাতের ভাত খেয়ে খেয়ে।সব কাজিনরা একসাথে।সবাই ছোট। কারো মনে কোনো খারাপি নাই।আর এখন সবার মধ্যে অনেক দূরত্ব। এখনের সময়টাও কেমন।মানুষ গুলাও কেমন।সামনের জনকে কষ্ট দিতে দুইবার ভাবে না।আগে তো মানুষ একসাথে কতো ভালো থাকতো।সামনের জেনেরেশনকে এগুলা বললে বিলিভ ও করবে না।উলটা হাসবে।আগের সময়ই ভালো ছিল।এখন বুঝি কেন বলা হয় OLD IS GOLD❤
A perfect music video for this lovely romantic song. The video has appropriately captured the city life of Dhaka where lovers try their best to keep promise silently and meet each other in a polite way after a busy work day. The feelings of love surrounds them when they see each other.
My life changing song.I met my first gf after commenting on a post of the telefilm 'Bhalobashi Tai Bhalobeshe Jai' in 2011. It was really sweet.This song and the telefilm is connected with my teenage memories.
I listened this song last in 2011 when I was just 7 years old. I remember both this movie & song was ruling every home those years. after 12 years, when I was listening to shuffle on spotify.. this song came & brought all those 2011 memories. 🥺💗
জানি না কেনো তোমাকে আমি এত ভালোবাসি , তোমার একটি মেসেজ , একটি ফোন কল , আমার মুখে এবং হৃদয় কেমন জানি একটা প্রশান্তি দেয় ! তুমি মনে হয় কখনোই জানবেনা যে সকালে ঘুম থেকে উঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত অসংখ্য বার আমার মনে পড়ে তোমার কথা ।♥️ "Kotha koiba?(hae koibo !)" ♥️
২০২৩- কি অসম্ভব রকমের পাগল ছিলাম মেয়েটার জন্য..... ভালোবাসার মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে গান শুনানো..... তার প্রেমে রাজি হওয়া আবার কারন না জানিয়ে দূরে সরিয়ে দেয়া.... সিগারেটে প্রথম টান..... এখন দু'জনই সংসারি তবে আলাদা 💔
❤❤🎉🎉🇧🇩🇧🇩🇧🇩🇧🇩I was first introduced with "Palbasha Siddique" Sister in 2006 may be through "Variation 25" musical Album mastered by "Fuad Al Muktadir" Brother.❤❤🎉🎉🇧🇩🇧🇩🇧🇩🇧🇩I like "Palbasha" sister voice and art of singing a lot.I wish her optimum wellness in her life and musical career. 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤❤🎉🎉
আহা রাজিব আশরাফ! এত চমৎকার গান লিখে রেখে গেলেন! মাত্র কিছুক্ষন আগে আপনি চলে গেলেন!!!
2022 and still listing this. Every morning when I wake up from sleep for work I play this track and get ready. And the day brings joy and happiness. Thank you for this matter piece.❤️❤️
তখন মাত্র স্কুল শেষ করে কলেজে উঠেছি। নতুন জায়গা, নতুন বন্ধু আর সাথে এই গান!! ২০১১/১২ সালের কত স্মৃতি যে গাথা আছে এই গানের প্রতিটি হারমোনিক এ! কত নস্টালজিয়া, কত স্বপ্ন, কত আশা আর কত হতাশা!! এই গান আর এর সাথে জড়িয়ে থাকা মেমোরি কোনোদিনই আমি ভুলতে পারবো না মনে হয়।
এইটার মত এরকম আরেকটা স্মৃতিময় গান আছে তাহসান আর তিশার মনসুবা জংশন নাটকের। ওই গান আর নাটক যখন বের হয় তখন আমি মাত্র কলেজ শেষ করে বের হয়ে ঢাকা গেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে। ১৩ সালের কথা। নাখালপাড়ার ৮ নম্বর গলিতে একটা বাসায় থাকতাম। ফার্মগেট, গ্রীন রোড আর নাখালপাড়ার অলিতে গলিতে হাটতাম কোচিং শেষে আর হেডফোনে শুনতাম এই গানগুলো। আরেকটা গানের কথা ভুলে গেছি বলতে। তাহসান আর মম এর একটা নাটকের গান - কেন হঠাৎ তুমি এলে! আহা গান, আহা ভালোবাসায় মাখামাখি সুর! সকালে রেটিনাতে গিয়ে করতাম মেডিকেল কলেজে ভর্তি কোচিং নামের আহাম্মকি কাজ কারবার। মেডিকেলে টিকলাম না, ডাক্তার হওয়াও হইলো না আমার। কোনো পাবলিক ভার্সিটিতেই চান্স হইলো না। আহারে দিন, আহারে সময়!! ওই সময়ের কি যে দু:খ আর হতাশা!!! আগুন ঝরার সেই দিনগুলোতে আমার সাথে সবসময় ছিলো এই গানগুলি! আহা, কত যে মায়া ছিল এই গানে।
আর রেডিও শুনতাম। তখন এফএম রেডিওর খুব চল ছিলো। এখনকার মতন ইউটিউব টিকটক ইন্সটার বাহার ছিলো না তখন। ছিলো রেডিও ফুর্তি, রেডিও টুডে। ছিলো ভুত এফএম। কত শুক্রবার রাত যে জাগসি শুধু ভুত এফএম শোনার জন্যে! ভাবতেই ভালো লাগে এখন! নস্টালজিয়া জিনিসটাই সালার খারাপ। সুন্দর সময়গুলো মনে করিয়ে দিয়ে চোখ ভিজিয়ে দেয়। সুন্দর সময় গুলো কেনো এত দ্রুত চলে যায়, হায়! 💔
ভাইয়া কি শাহীন কলেজে পড়তেন!
Bhai same
@@tonmoy597 নারে ভাই। আমি এক নগন্য কলেজের নগন্য ছাত্র ছিলাম।
@@s.m.aminulhaque9926 ওই সময় গুলো মনে পড়লে এত্ত খারাপ লাগে ভাই এখন! শুধু ওই নস্টালজিয়া দিয়েই পুরো রাত পার করে দেয়া যায়!
@@unearthedjamming4966 Nokia 5300 xpress music phone ta chilo...koto memories bhai...Rajuk e portam
হায়রে 58 Records
হায়রে পালবাশা
হায়রে এয়ারটেলের স্পেশাল টেলিফিল্মগুলা
হায়রে নস্টালজিয়া < 3
আবেগ চোখ দিয়ে গড়িয়ে পরতো এই নাটক গুলো দেখে 🙂।।।আর এখনকার রোমান্টিক নাটক দেখলে 🙄
বছরের পর বছর পেরিয়ে যাবে.... খুঁজে খুঁজে আবার পুরনো দিনের এই গানগুলো কেউ না কেউ শুনবে।
It's 2021...
to be continued...
শুনছি 💕
ঠিক
2023
@@nazifaafroze1223 somoy khub druto par hoye jay..🙂
2024 anyone?
20th May , 2024
23 may 2024
24 may '24
Yes 27 May :)
11-06-2024
R ajkei prothom shunsi ei gan ta
i had a 7 year old relationship that started with this song... back then i was just a teenager, but this song use to remind me, how much feelings I had for her, Dont ever give away your fav songs to anyone man.it stings to listen this beautiful masterpiece
Where is she right now sir..?
গানটা যতবারই শুনি সেই পুরোনো দিনগুলোতে হারিয়ে যাই !
শুধু গানটাই আজও পুরোনো লাগে না..❤
21 january 2024
নাটকটা প্রথম যখন বের হয় তখন আমরা সবাই একসাথে দেখেছি। খুব অল্প মনে আছে আমার কারণ আমি ছোট তখন।তখন আমরা নতুন বাসায় উঠার উত্তেজনায় সবাই খুবি খুশি।এই নাটক দেখছিলাম রাতের ভাত খেয়ে খেয়ে।সব কাজিনরা একসাথে।সবাই ছোট। কারো মনে কোনো খারাপি নাই।আর এখন সবার মধ্যে অনেক দূরত্ব। এখনের সময়টাও কেমন।মানুষ গুলাও কেমন।সামনের জনকে কষ্ট দিতে দুইবার ভাবে না।আগে তো মানুষ একসাথে কতো ভালো থাকতো।সামনের জেনেরেশনকে এগুলা বললে বিলিভ ও করবে না।উলটা হাসবে।আগের সময়ই ভালো ছিল।এখন বুঝি কেন বলা হয়
OLD IS GOLD❤
A perfect music video for this lovely romantic song. The video has appropriately captured the city life of Dhaka where lovers try their best to keep promise silently and meet each other in a polite way after a busy work day. The feelings of love surrounds them when they see each other.
2020 সালে কে কে দেখো
2021 on going
2021 সালে দেখি
ভাই আমি 2011 না হয় 2012 সালে দেখি।
আমার দেখা সেরা নাটক । এবং সেরা গান।
2021 er 16th Dec. Aj
2022
আহা স্কুল লাইফ! খুব মনে করিয়ে দেয় এগানের সুর।ভালোলাগার একটি টেলিফিল্ম।💚
Ki bhalo chilo din gulo ❤️
2:52 on the clock. Gan ta onk kichu mone koriey DIY kadalo . 2022 e ajo gan ti onk kotha bole jay 😊🥀
School coaster bus er jonno Shewraparay wait korte korte Mp3 te gaan ta shona ... ak dhakkay ak jug er besi pesone niye jay gaanta. Love this.
2024 e search diye sunchen? Anyone?
Hm.fav from it's release.
Still favourite ❤
ক্লাস ৬ এ শুনেছি, অনেক খোজার পর ২০১৯ সালে এসে পেলাম।।।।খুব প্রিয় একটা গান।
yep
Joss
ekhon kon class e poren ?? :P
@@TanvirulJahan hons 2nd🙂
ক্লাস ৩ তে...🙄😁
it's 2020 still love this song
Me✋
31 December 2020
🕊️🌼
school e portam. ki memories chilo. ekhono egula shunle emotional hoi.
My life changing song.I met my first gf after commenting on a post of the telefilm 'Bhalobashi Tai Bhalobeshe Jai' in 2011. It was really sweet.This song and the telefilm is connected with my teenage memories.
What happened with that gf? Why did you break up?
Palbahsa's voice is just wow.......so heart-soothing
২০২৪ শুনতে আসলাম কবিতাটার লেখক রাজিব আশরাফের মনে পড়ে গেলো।
Anyone in 2024? Listening and missing their beautiful past
I WAS SEARCHING THIS SONG WITH "BHALOBASHI" THEN IT HIT ME WHAT THE TRUE TITLE OF THIS SONG IS! FINALLY I FOUND IT!!!
Old days.. Old songs.. ❤❤ really OLD is GOLD ..
I listened this song last in 2011 when I was just 7 years old. I remember both this movie & song was ruling every home those years. after 12 years, when I was listening to shuffle on spotify.. this song came & brought all those 2011 memories. 🥺💗
same thing happened to me, i was 10-11 yrs old when i first heard this song and found it randomly on spotify, and it instantly clicked with me
Thousand time searching and listening.... Unfinished journey
2023... And this song still remains a beautiful one❤
Pure nostalgia ❤❤❤
কি যে সুন্দর একটা গান ❤
This drama and this song will always be in my heart❤️
drama name please!!!!
Ahhh This Song is so close to my heart.. This brings back memories of someone
me too
This masterpiece deserves more than million views
2023 and still listening
Love of my life this song ❤️❤️❤️❤️
মানুষ এখনো এই গান শোনে
দেখে ভাল লাগলো.....
Such a masterpiece!
Palbashar voice ta shotti unique...daily ganta shuni
আহা কত সুন্দর লিরিক্স ❤
Gan ta shunte shunte jodi shei 2016 r din ta te fi re jete partam jedin gan ta 1st shunsilam
২০২৪...❤♪
রাত ২টা স্পিকারে শুনছি
বেস্ট ফিলিংস।
২০১২ থেকে ভাল লাগার শুরু, যা আজও চলমান
It’s 2023, still love this song ❤❤❤
Why doesn't this have a million views already
2021 চলে যাবে,আরো অনেক বছর আসবে যাবে,হঠাৎ কোন এক ভোর রাতে আবারও এ গানটা শুনবে হয়তো কেউ,,
Gan ta ato priyo je....bole kokhnoi bujhano jabe na......
It’s 2024, still my favourite song ❤🥺
also mine... Miss my golden times...😢😢
Hey digonto...... 🌼🏵
2021 a eshe explore kora ekta oshadharon gan ....
Voice ta unbelievable sweet.
i think it was 2012..when i first listen this song..still one of my all-time favourite..
Charlie puth copied your video concept....
If you know what i mean 😅
Lol 😂😂😂
😂😂😂😂
lol,ulta bollen.
We don't talk anymore....
Dekhta silam r vabtase koi dekhsi👌👌👌👌jhakkasssss
@@SawvicKunduDibbo-vd3ul vai eita 2011 year e onno ekta channel e prothom charchilo. se hisebe bolai jay 😀😀
2024 reminds me the golden lovely stories back from 2009!
2023 still Listening 🤘🖤❤️🩹
She put sooo much feeling in this song!!!!
জানি না কেনো তোমাকে আমি এত ভালোবাসি , তোমার একটি মেসেজ , একটি ফোন কল , আমার মুখে এবং হৃদয় কেমন জানি একটা প্রশান্তি দেয় ! তুমি মনে হয় কখনোই জানবেনা যে সকালে ঘুম থেকে উঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত অসংখ্য বার আমার মনে পড়ে তোমার কথা ।♥️ "Kotha koiba?(hae koibo !)" ♥️
Ohhh! My FM days!!!! 😍😍😍
2021, still my favorite one!
2022
This song reminds me of a teenager who was carefree and most importantly happy
Rest in piece Rajib, the writer of this song
Best song forever❤️
One of my most favorite bengali songs
২০২৩-
কি অসম্ভব রকমের পাগল ছিলাম মেয়েটার জন্য.....
ভালোবাসার মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে গান শুনানো.....
তার প্রেমে রাজি হওয়া আবার কারন না জানিয়ে দূরে সরিয়ে দেয়া....
সিগারেটে প্রথম টান.....
এখন দু'জনই সংসারি তবে আলাদা 💔
১১/১২ সাল থেকে শুনি সেই রেডিও ফুর্তির যুগ থেকে এখন অবধি ফেভরিট 😘
It's end of 2021 but this song 🖤 Still fav one of mine 🖤🖤
It's end of 2022 still favorite one. u know what! Old is gold.
2024 November
2023, right at the place. Can't wait to meet you
Its 2023 November.. Listening this song after 11 year. Nostalgia
One of my favourite songs this is but in my voice it does not suit 😔
So what! I love to sing all time 😀
Love u dear for this gift ❤
unbelievable song
Good old school days memories ❤️❤️
Brings back college memories
After 12 years😢
ভালোবাসা সিদ্দিক ❤️
2022 still listing.❤️
Never disaapoints❤️
2023 still......
১০০ বছর পরেও যারা এই গানটি শুনবে তাদের রুচির উপর সম্মান রইলো🙂🥀
peaceful tune...feel I m in cloud ☁ 9
Bryan adams!
❤❤🎉🎉🇧🇩🇧🇩🇧🇩🇧🇩I was first introduced with "Palbasha Siddique" Sister in 2006 may be through "Variation 25" musical Album mastered by "Fuad Al Muktadir" Brother.❤❤🎉🎉🇧🇩🇧🇩🇧🇩🇧🇩I like "Palbasha" sister voice and art of singing a lot.I wish her optimum wellness in her life and musical career. 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤❤🎉🎉
I cant help myself falling for….
Touchy Lyrics👌
hm
2024 e dekhtesi, ajke Tuesday!
Ah ki din chilo
2020 sal er priyo gan amer
আমি তো ২০২৪ ও সার্চ করে শুনি ❤
2024 সালে কেউ কি দেখছো
Wow....
2023 any1 _???
It's sad how underrated this music channel is
লিসেনিং অন ০৪/১০/২৪ ❤
Who else listens to this though it’s 2022 🥰???
Brings back memories
অসম্ভব প্রিয় একটা গান ২০২১ সালে শুনছি।
Seems like “We don’t talk anymore” took inspiration from this vedeo.
nostalgia hoye gelam ei 2022 e eshe
2012/3-2023.......
I came here from Masha Islam's cover ❤️❤️❤️
All time favorite ❤️❤️❤️
2025 anyone?
2023 ekhono suni..r kau ace ki..
এলিটার সব গান আমার মুখস্ত ,কি পরিমাণে শোনা হতো কল্পনার বাইরে
এলিটারে পাইলেন কই ভাই এখানে? 😂😂😂
palbashar gan vai
Asadaron