শাহ পীর কল্লা শহীদ মাজার। খড়মপুর। Akahura।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024
  • #খড়মপুর_মাজার_শরীফ #আখাউড়া #ব্রাহ্মণবাড়িয়া
    সে সময় খড়মপুরের জেলেরা তিতাস নদীতে মাছ ধরত । একদিন চৈতন দাস ও তার সঙ্গীরা উক্ত নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খন্ডিত শির আটকা পড়ে যায় । তখন জেলেরা ভয়ে ভীত হয়ে পড়ে এবং খন্ডিত শিরটি উঠাতে গেলে আল্লাহর কুদরতে খন্ডিত শির বলতে থাকে ‘‘একজন আস্তিকের সাথে আর একজন নাস্তিকের কখনো মিল হতে পারে না।
    তোমরা যে পর্যন্ত কলেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ আমার মস্তক স্পর্শ করবে না ।’’ খন্ডিত মস্তকের এ কথা শুনে মস্তকের কাছ থেকে কলেমা পাঠ করে চৈতন দাস ও সঙ্গীরা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায় । মস্তকের নির্দেশ মোতাবেক ইসলামী মতে খড়মপুর কবরস্থানে মস্তক দাফন করে।
    ধর্মান্তরিত জেলেদের নাম হয় শাহবলা, শাহলো, শাহজাদা, শাহগোরা ও শাহর ওশন । তাঁরাই এ দরগাহের আদিম বংশধর ।
    এই দরগাহের খ্যতি ধীরে ধীরে চর্তুদিঁকে ছড়িয়ে পড়ে । এ থেকেই শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাজ ওরফে কল্লা শহীদের পবিত্র মাজার শরীফ (Khela Sha Mazar) নামে পরিচিতি লাভ করে ।
    ২৬০ একর জমির উপর প্রতিষ্ঠিত দরগাহ শরীফের জায়গা তৎকালীন আগরতলা রাজ্যের মহারাজা দান করেন ।
    বিভিন্ন ঐতিহাসিকগণ অনুমান করেন যে, আওলিয়া হজরত শাহ জালাল (রঃ) এক সঙ্গে সিলেটে যে ৩৬০ জন শিষ্য এসেছিলেন হজরত সৈয়দ আহম্মদ গেছুদারাজ ছিলেন তাঁদের অন্যতম । তরফ রাজ্যেও রাজা আচক নারায়নের সঙ্গে হজরত শাহজালালের প্রধান সেনাপতি হজরত সৈয়দ নাসিরউদ্দিন যে যুদ্ধ পরিচালনা করেন সে যুদ্ধে হজরত সৈয়দ আহম্মদ গেছুদারাজ শহীদ হন এবং তাঁর মস্তক তিতাস নদীর স্রোতে ভেসে আসে। প্রতি বছর ওরসে কেল্লাশহীদের মাজারে হাজার হাজার মানুষের সমাগম হয়।
    কিভাবে যাওয়া যায়:
    ✓ আখাউড়া উপজেলা থেকে লোকাল সিএনজি যোগে যাওয়া যায়।
    ✓ চট্টগ্রাম অথবা ঢাকা থেকে ট্রেন যোগে আখাউড়া আসতে হবে। আখাউড়া উপজেলা থেকে ৩ কিমি দূরে কল্লা শহীদ মাজার শরীফ অবস্থিত। আখাউড়া রেল স্টেশন থেকে যে কোন পরিবহন যোগে খড়মপুর মাজার শরীফ যাওয়া যাবে।
    Please subscribe the channel to get new Video.
    #আখাউড়া
    #হযরত_সৈয়দ_আহম্মদ_গেছুদা_রাজ।
    #ব্রাহ্মণবাড়িয়া
    #খড়মপুরমাজারশরীফ
    #খড়মপুরমাজারশরীফজামেমসজিদ
    #খড়মপুর_মাজার_শরীফ_জামে_মসজিদ।
    #তিতাস
    #তিতাস_একটি_নদীর_নাম।
    কৃতজ্ঞতা :
    জনাব মোঃ হাসান। পুলিশ কর্মকর্তা। আখাউড়া থানা।
    মোঃ শহিদুল আলম। ব্যাংক কর্মকর্তা।
    Please Follow us on Facebook🙂
    ✅FB page : / roamingbangladesh
    ✅FB Public Group :
    www.facebook.c...
    copyright©roamingbangladesh2022. All rights reserved.

ความคิดเห็น • 6

  • @nazrullinkin
    @nazrullinkin 2 ปีที่แล้ว +1

    Amader alaka♥️

  • @rajaul9244
    @rajaul9244 2 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ

  • @mdnurumiagazi5753
    @mdnurumiagazi5753 2 ปีที่แล้ว

    যে ব্যক্তি মাজারে নিয়েত করবে কিছু দিলে কিছু পাবে তার ঈমান নেই

  • @abdurrohman9358
    @abdurrohman9358 2 ปีที่แล้ว

    ম্

  • @mdsorif662
    @mdsorif662 2 ปีที่แล้ว

    অগঙপতছঢ