প্রথমে ভেবেছিলাম আমি নাটক টা বিনোদনের জন্য দেখতেছি। শেষ পর্যন্ত দেখার পর আমি বুঝলাম যে আমি একটা ক্লাস করছিলাম এতক্ষণ, আমার এই ১৫ বছর শিক্ষা জীবনে এমন ক্লাস কখনো পাইনাই, এই নাটক কে আমি কখনো বিনোদনের দৃষ্টিতে দেখতে পারবো না, এই নাটক থেকে আজকে আমি শিক্ষা নিয়েছি তাই এই ৫৬ঃ৩৫ সময়ের নাটক কে আমি আমার লাইফের গুরুত্বপূর্ণ ক্লাস টাইম হিসাবে নিয়েছি, ধন্যবাদ সবাইকে
আমি ভারতীয় হয়ে বাংলাদেশের নাটক নিয়ে অনেক গর্বিত। সপরিবারে দেখার মতো সন্দর , অনুভূতি উপভোগ করার একমাত্র পন্থা। প্রতিটি নাটকে শিক্ষনীয় কিছু না কিছু থাকে এটাই সেরা। ধন্যবাদ নাটক লেখক,পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের সাথে অবশ্যই প্রযোজকদের। সালাম নেবেন...!
১০ মাস আগের কমেন্ট কিন্তু কেউ কোন রিপ্লাই বা অন্য কোন কমেন্টও করেনি। খুব খারাপ লাগলো 😢 যে অন্য দেশের মানুষ ভালো মন্তব্য করেছেন কিন্তু কোন সাধুবাদ নেই।।
চোখটা ঝাপসা হয়ে গিয়েছিল, ঠিকমতো ডিসপ্লেটা দেখতে পাচ্ছিলাম নাহ্ বুঝতেই পারিনি কখন কেঁদে দিলাম, ধন্যবাদ পরিচালক'কে এবং এমন একজন গুণী অভিনেতা(মোশাররফ করিম)'কে এমন শিক্ষনীয় নাটকটি উপহার দেওয়ার জন্য।
প্রেমের নাটক বাদ দিয়ে সবার এমন নাটক দেখা উচিত। অনেক মূল্যবান মেসেজ ছিলো। আর মোশাররফ করিম ভাই এর অভিনয় এর কথা তো নতুন করে বলার কিছু নেই।লিজেন্ড। ধন্যবাদ বান্নাহ ভাই
শুধু ভাবি সব কিছুর একদিন শেষ হয়। এমন অভিনেতাকে এক সময় হারাতে হবে ভাবতেই.... মোশাররফ করিম আসলে বর্তমানে সারাবিশ্বের বাংলা অভিনেতাদের মধ্যে নাম্বার ওয়ান। He is the boss.
@@nasiruddinnasiruddin1479 কি রকম অযৌক্তিক কথা বার্তা,,যেসব কথার কোনো ভিত্তি নেই,,, আমরা বুঝি আপনাদের বাংলাদেশে নাচতে নাচতে জি বাংলা স্টার জলসা র সিরিয়াল দেখাতে নিয়ে গেছি বুঝি,,,, আপনারাই বরং লাফিয়ে লাফিয়ে চলে আসেন আমাদের চ্যানেলে ঢুকে সিরিয়াল দেখার জন্য,,,,, এগুলো কিন্তু আপনারা সবই জানেন কিন্তু ত্যাড়ামী যাবে কোথায়,,,, স্বীকার করলে যদি ছোট হয়ে যান,।,,, এমন স্মল মাইন্ড,,,
মন্তব্য করার ভাষা আমার জানা নেই। এতো ভালো গল্প, পরিচালনা, অভিনয় ও ভাষাহীন। শেষটা এতোটা সুন্দর হবে ভাবতে পারিনি। ঝর ঝর করে শুধু দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে 😥😥😥😭😭
"ব্যঞ্জনবর্ণ" বাংলা নাটকের তালিকাতে প্রথম সারিতে থাকা প্রযোজনা গুলির একটি নিসন্দেহে। মোশারফ করিম তো নিজের জায়গাতে অনবদ্য এবং অনেক অনেক পরিণত ও পরিশীলিত- বিস্মিত ও মুগ্ধ হলাম আরো একবার। সাথে শায়লা সাবি ম্যাডাম এবং মনিরা মিঠু ম্যাডাম - চরিত্র রূপায়নে দুজনেই অনবদ্য এবং অভিভূত। নাটকের মূল বক্তব্য খুবই সময়োপযোগী ও পরিষ্কার এবং আশাকরি দৃষ্টিভঙ্গী কিছুটা হলেও বদলাবে কাজকে এবং যারা কাজ করেন তাদেরকে সন্মান দেওয়ার ব্যপারে। নাটকের সংলাপ, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, আলোকসম্পাত, আবহ, সম্পাদনা এবং পরিশেষে প্রয়োগ ও পরিচালনা সব মিলিয়ে সার্বিক ও সার্থক এক উপহার যা সম্ভবত অনেক অনেক নতুনদের কাছে এক শিক্ষণীয় উদাহরণ হিসেবে থাকবে। বাংলাদেশের নাটকের এগিয়ে চলার এই পথে বিগত বছর ছয়েক এক গুণমুগ্ধ দর্শক হিসেবে জড়িত ইউটিউবের দৌলতে। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা পুরো টিমের জন্যে। ধন্যবাদ। মুম্বাই/কলকাতা।
নাটকটা দেখে দেখে কমেন্টগুলা পড়ছিলাম সবাই বলতেছে নিজের অজান্তে সবার চোখে কান্না আসছে প্রথমে বুঝতে পারিনি,কিন্তু এই নাটকটা যেই দেখবে সেই কান্না করবে।কান্না না করে থাকতে পারবে না। শিক্ষণীয় নাটক একটা।
মোশাররফ করিম যে একজন জাত অভিনেতা তিনি আবারও তার প্রমাণ দিলেন। বিনোদন পাবার জন্য নাটক দেখা শুরু করার আগেহ ভাবিনি পরিশেষে কাঁদতে হবে। ক্লাসে এতটুকু শিখি নাই যতটা শিখেছি এই নাটক থেকে। ধন্যবাদ পরিচালককে এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য।
নাটকের গল্প ও কাহিনী খুব ভাল লাগল। সমাজ পরিবর্তনে নাটকটি খুব উপযোগী।গরিব, অসহায় মানুষকে অবহেলা নয়, মানুষ হিসেবে দেখতে হবে। নাটকটি দেখার পর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। ধন্যবাদ নাটকের কলাকুশলীদের।
আমি খুব ছোট বেলা থেকেই মোশাররফ স্যারের ভক্ত। অনার সম্পর্কে আমি বলে শেষ করতে পারবো না কি নৈপুণ্য অভিনয় তার একদমই বাস্তবমুখী শিক্ষণীয়। যা অন্য কারোর সংলাপে দেখা যায় না। বান্নাহ ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। অসাধারণ গল্প যা আজকাল ঘটে যাচ্ছে। প্রতিটা বেষ্ট নাটকের মাঝে এটাও একটা। মুখের ভাষায় বলে শেষ করা যাবে না।।❤️
নাটক টা কত মিলিয়ন ভিউ সেটা সবাই দেখে... কিন্তু তার ভিতরে কি আছে অনেকেই দেখেনা... এত সুন্দর গল্প এখনো মানুষ চিন্তার বিষয় হতে পারে ... জাস্ট অসাধারণ... নিজের চোখে জল আসবে ...এভাবে বুঝতে পারি নাই... সাধারণত ইউটিউবে মন্তব্য করার অভ্যাস নাই... আর কিছু বলতে পারছিনা .. চোখে পানি..
Indian থেকে বলছি, মানুষ, মানুষের জন্য..... এই ছোট্ট কথাটা ভুলেই গিয়েছিলাম, ধন্যবাদ পরিচালক কে, পুনরায় সেটা মনে করিয়ে দেওয়ার জন্য। নাটক, সিনেমা হয় বিনোদনের জন্য, মাঝেমধ্যে হয় জীবনের জন্য। এই নাটক টা হলো জীবনের জন্য, কত সহজ সরল ভাবে উনি এটা বুঝিয়ে দিলেন। এই সহজ শিক্ষা টা আজীবন মনের মধ্যে গেঁথে রাখব। মানুষ কে কাছে টেনে নেওয়া এবং তাকে প্রাপ্য সম্মান দেওয়া যে খুব দরকার সেটা মাথায় নিলাম। ধন্যবাদ আপনাকে, আমাকে এই শিক্ষায় শিক্ষিত করার জন্য, ভালো থাকবেন।
অসাধারণ সংলাপ!! শেষ মুহূর্তটা দেখেছি রাত ১২ টায় তাই একা একা কাঁদা সহজ হয়েছে, বান্নাহ ভাইকে ধন্যবাদ এমন মেসেজ সমাজকে উপহার দেওয়ার জন্য সাথে আর.টিভি কেও।
নাটকটা কয়েকবার দেখেছি! প্রত্যেক বার দেখার আগে ভাবি শক্ত হয়ে নাটকটা দেখবো! কিন্তু একটা দিনও নাটকের শেষ দৃশ্যে নিজেের চোখের পানি আটকিয়ে রাখতে পারি নাই! অজান্তেই পানি চলে আসছে! ভাষা হারিয়ে ফেলি!!
আমি এই ক্লাসটা (নাটক) দেখে নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশের সবাইকে এই নাটক টা দেখা উচিৎ। সবাই সবার আশে পাশের মানুষদের এই নাটকটি দেখতে উৎসাহিত করুন। ধন্যবাদ।
পরিচালক অভিনেতা-অভিনেত্রী সহ সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ এমন একটা বাস্তবধর্মী নাটক উপহার দেওয়ার জন্য। মনের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসছে। জীবনে কোন নাটক দেখে এত পানি চোখ দিয়ে পড়েনি।
এই ধরনের নাটক এখনকার সমাজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এইসব নাটক আমাদের সমাজ এবং আমাদেরকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। পরিচালক সহ সবাইকে ধন্যবাদ।
*48:57**... সেকেন্ড সময় মোশারফ করিমের ''আমার মা নেই'' এই কথাটা বলার বাচন ভঙ্গি টা আমার চোখে শেষ পর্যন্ত পানি এনে দিয়েছে... সত্যিই- এরকম চরিত্রে অভিনয় করাটা সবার দ্বারা হয়ে ওঠে না...* 😑😑😔😔😭😭😭😭
নাটকের শেষ দৃশ্য দেখে চোখের জল আর ধরে রাখতে পারিনি !! অসাধারণ একটি নাটক💛💚 বাস্তব জীবনে এই আদর্শ খুবি খুবি প্রয়োজন। আমাদের প্রিয় নবী রাসুলে পাক( সাঃ) বলেছেন আমিও এতিম ছিলাম! এতিমকে ধাক্কা দিওনা, গরীব বলে কাউকে ছোট ভেবোনা। তোমারা যা খাও তাদেরও তা খেতে দাও আর যা পরো তা পরতে দাও। আমাদের প্রিয় নবীর আদর্শ সর্ব শ্রেষ্ঠ।
পৃথিবীতে এমন মানুষের সংখ্যা এখনও আছে কিন্তু আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি তাদেরকে কখনো মূল্যায়ন করে না কিন্তু এসব লোক নিরবে নিজেদের কষ্টগুলো লুকিয়ে মানুষকে মানুষ হিসেবে এখনও মূল্যায়ন করে যাচ্ছে। অসাধারণ মোশাররফ করিম
এখান থেকে, শিক্ষা নেয়ার মত অনেক কিছু আছে। আমাদের সমাজে ধনী গরীবের যে বৈষম্য চলে আসছে যুগ যুগ ধরে। এই নাটক টা দেখার পর। অন্তত কিছু মানুষ হলেও পরিবর্তন হবে। আসলে আমরা সবাই মানুষ জিবনে কার অবস্থা কি হয় কেউ বলতে পারি না। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের কোনো আচার-আচরণ যেনো। কারো কষ্টের কারণ না হয়। ধন্যবাদ মাবরুর রশিদ বান্নাহ ভাইকে সুন্দর একটা গল্প নির্মাণের জন্য
@@mosarrofmolla5158 আপনার সাথে তর্ক করার বিন্দুমাত্র ইচ্ছা নাই আমার। যে অন্যকে সম্মান দিতে জানেনা সে মানুষের বাচ্চা হতে পারেনা কথাটা মনে রাখবেন। আমি সেই নবীর অনুসারী যিনি কাফিরদের পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হবার পরেও আবার তাদের জন্যেই রহমতের দোয়া করতেন। আর তাই আপনি যতোই গালিগালাজ মিথ্যাচার করে নবী কে ছোট করার চেষ্টা করেন না কেন, সফল হবেন না। বরং আপনি নিজেই ছোট হবেন
@@mosarrofmolla5158 আপনে যে কি লেওরার সত্যবাদী সেটা বোঝাই যাচ্ছে। কোরআন কোনোদিন না পড়েই আন্দাজে একটা বয়ান মাইরা দিলেন। ভালো তো ভালোনা। এই চোপার জোর সবসময় থাকবেনা। মৃত্যু আসবেই, কাজেই ওইদিনের কথা স্মরণ করুন। আপনার চেয়েও অনেক বড় ইবলিশ ফলোয়ার আজকে মাটির নিচে পইরা আছে।
""" নাটকটা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না """ বিশেষ করে বান্নাহ ভাইকে অনেক ধন্যবাদ"" এজন্য যে তিনি আমাদের সমাজের বাস্তবতা তুলে ধরেছেন এবং আমাদের মাঝে এত সুন্দর ম্যাসেজ দিয়েছেন আর নির্মানের মুন্সিয়ানা তো আছেই "" মোশারফ ভাই এর কথা কি বলবো আমরা সবাই জানি ""সো পুরা টিমই অনেক অনেক প্রানবন্ত অভিনয় করছেন "" ধন্যবাদ সবাইকে ""
Not only our worker . The msg is humen is humen . Our work can not be our identity . Our only identity is we are humen . By the way dnt mind about the repley .😊 Stay happy in life
নাটকটির সকল অভিনেতা, গল্পকর ও পরিচালক সহ সকল কলাকৌশলিকে জাতীয় পুরস্কার দেয়া উচিৎ।। এমন শিক্ষানীয় বিনোদনের মাধ্যম সমাজ পরিবর্তন করা সম্ভব বলে আমি মনে করি।।আমার জীবনে দেখা শেরা নাটক এটি।।নাটকটি দেখে নিজের চোখের পানি আটকানোর চেষ্টা করে ও আমি ব্যার্থ হলাম। 😢
মৌলিক নাট্য ভাবনায় বাংলাদেশ অপ্রতিরোধ্য, এবারের বেশ কিছু ঈদ নাটক দেখলাম বেশিরভাগ নাটকই আধুনিক সমাজ সচেতনতার ভাবনায় আধুনিকতম,আমার ধারনা এই মুহুর্তে সারা পৃথিবীর নাটক নিয়ে যদি মূল্যায়ন হয় বাংলাদেশ শিরোপা পাবে। মৌলিক নাটক, পরিচালনা,অভিনয়,সংলাপ অনবদ্য। এই মুহূর্তে অনেক শক্তিশালী অভিনেতা অভিনেত্রী রয়েছেন মোশাররফ করিম সম্পর্কে আলাদা করে বলতে হয় চরিত্র কি চাইছে উনি যতটুকু প্রয়োজন তার সঙ্গে একাত্ম হয়ে যান । বাংলাদেশের সমস্ত অভিনয় শিল্পী কে শ্রদ্ধা জানিয়েও বলছি মোশাররফ করিম অনবদ্য, বাঙালী হিসাবে গর্বিত।বাংলা নাটক এগিয়ে চলুক চিরকালীন
I cried several times while watching this drama. And this famous poem goes to the viewers of this drama, "I know a face, a lovely face, as of beauty full of grace, the face that couldn't be compared to other, this lovely lady is my mother." Salute to the whole team of this drama.
জীবনে অনেক নাটক দেখছি কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়নি এই নাটক দেখে চোখের পানি দূরে রাখতে পারলাম না পরিচালককে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর নাটক বানানোর জন্য
যারা নতুন ইউটিউব চ্যানেলে খুলেছেন। সাবস্ক্রাইব বাড়াতে চান তাঁরা আমার চ্যানেলটিতে ঢুকে সাবস্ক্রাইব করুন। এরপর কমেন্ট করে আমাকে জানান। আমি মুসলমান হিসেবে কথা দিলাম তাদেরকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবার বাড়িয়ে দিবো। ইনশা আল্লাহ
আমার মা মাটির ঘর দেয়াল & নিচ লেপার জন্য দুর থেকে মাটি মাথায় নিয়ে, আমাদের বাড়িতে পাহাড়ের উপর নিয়ে আসতেন কত কষ্ট কর‼️ আর এখন, নিচে রাস্তার পাশে বাড়ি বানিয়েছি, পাকার বাড়ি সব কিচু ঠিক আছে butbut আমার মা নেই😭 সুখের সময়টা উপভোগ করতে পারলেন না।
কি বলবো,, তার ভাষা খুঁজে পাচ্ছি না,, আমাদের সকলের মন মানসিকতা এমন হলে,,, আজকে আমাদের সমাজ টা অনেক দুর এগিয়ে যেত। আমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকতোনা,,,, ❤❤❤❤
সেরা নাটক, মানুষ কে মানুষ ভেবেই জীবন ধারন করতে হবে, এটাই এই নাটকের মূল মেসেজ।।। ধন্যবাদ নাট্যকার সহ এই নাটকের ফুল টিম কে এমন একটি বাস্তব ধর্মী অসাধারণ নাটক নির্মানের জন্য।।।
এমন বউ বাংলার প্রতিটি ঘরে দরকার যারা তার হাসবেন্ড এর অনুভূতি গুলো বুঝতে পারে,, তাহলে সংসার হবে সুখের ,, বাড়বে মানুষের প্রতি মানুষের সম্মান ও ভালোবাসা ,, মোশাররফ ভাইয়ের নাটক মানে ই আলাদা কিছু ,, ধন্যবাদ ,, আরো ও ধন্যবাদ নাটকের লেখক , পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের ,,
Literally cried in the last 10 mins, director portrayed the social discrimination harshly within the society and has given a beautiful message through this drama.
ঈদ নাটক "ব্যঞ্জনবর্ণ" দেখুন: th-cam.com/video/UXE9g2H-gM8/w-d-xo.html
ঈদ নাটক স্বার্থপর দেখুন: th-cam.com/video/VQjgcbToCmU/w-d-xo.html
ঈদ নাটক "আপনার ছেলে কি করে" দেখুন: th-cam.com/video/8hbzbmWRqHY/w-d-xo.html
ঈদ নাটক "বনলতা ও জোনাকির গল্প" দেখুন: th-cam.com/video/fOBKj4ce8hI/w-d-xo.html
ঈদ নাটক "ম্যারিয়ান" দেখুন: th-cam.com/video/XmJBYH0bc9E/w-d-xo.html
ঈদ নাটক "ওয়ান এন্ড অনলি" দেখুন: th-cam.com/video/up7IidWJ_Jw/w-d-xo.html
ঈদ নাটক "আমি তোমাকে বলে দিবো" দেখুন: th-cam.com/video/57cLnV6NVek/w-d-xo.html
ঈদ নাটক "ট্যুর" দেখুন: th-cam.com/video/oxKBJHuWLAo/w-d-xo.html
ঈদ নাটক "আড়ালে" দেখুন: th-cam.com/video/fN_89slZ7PM/w-d-xo.html
ঈদ নাটক "সিনবাদ" দেখুন: th-cam.com/video/HaI6SzV9Kgs/w-d-xo.html
ঈদ নাটক "অপচিন্তা" দেখুন: th-cam.com/video/6P9z4iGhTOY/w-d-xo.html
ঈদ নাটক "ছেলেটি সত্যি এসেছিলো" দেখুন: th-cam.com/video/Oh5r_zdw82Q/w-d-xo.html
ঈদ নাটক "প্রেম মানবিক বোমা" দেখুন: th-cam.com/video/X50YenAQI6w/w-d-xo.html
ঈদ নাটক "ট্রাস্ট মি" দেখুন: th-cam.com/video/SI_9x-S9s8o/w-d-xo.html
ঈদ নাটক "বালি ও বেলা" দেখুন: th-cam.com/video/LLJD4FzZuBw/w-d-xo.html
মহানবী সঃ এর বাণী, " তুমরা যা খাও তাদেরকে তা খাওয়াবে, তুমরা যা পর তাদেরকে তা পরাবে" অসম্ভব সুন্দর শিক্ষণীয় নাটক।
100% true
Natok ta 2o porbow dekte chai Mosharraf bhai na hole kintu valo hobe na
raith
ভাইয়া আসলো এখানে তুমরা না তোমরা হবে। আর আমাদের প্রিয় নবীর বাণী শরণাপন্ন হবার জন্য ধন্যবাদ।
apnar coment ta kub valolaglo
প্রথমে ভেবেছিলাম আমি নাটক টা বিনোদনের জন্য দেখতেছি। শেষ পর্যন্ত দেখার পর আমি বুঝলাম যে আমি একটা ক্লাস করছিলাম এতক্ষণ, আমার এই ১৫ বছর শিক্ষা জীবনে এমন ক্লাস কখনো পাইনাই, এই নাটক কে আমি কখনো বিনোদনের দৃষ্টিতে দেখতে পারবো না, এই নাটক থেকে আজকে আমি শিক্ষা নিয়েছি তাই এই ৫৬ঃ৩৫ সময়ের নাটক কে আমি আমার লাইফের গুরুত্বপূর্ণ ক্লাস টাইম হিসাবে নিয়েছি, ধন্যবাদ সবাইকে
Right
Same
same filings bro.
সহমত পোষণ করলাম আপনার সাথে ধন্যবাদ আপনাকে
গ
আমি যদি পারতাম ১৮ কোটি মানুষকে নাটকটা দেখাতাম।
এটাকে আমি নাটক বলবো না,আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিলো এটা।
@@mdhasnaen6093 okay
মানুষ মানুষ এর জন্য নাটক টা খুব সুন্দর হইছে। সবাই মানুষকে সম্মান করাটাই শিখার দরকার। হে আল্লাহ আমাদের কে নবী সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুক আমিন।
এটাই আমাদের বের্ততা যাদের এই ধরনের নাটক দেখার দরকার তাদের দেখাতে পারিনা
হুম
একদমই
আমি ভারতীয় হয়ে বাংলাদেশের নাটক নিয়ে অনেক গর্বিত। সপরিবারে দেখার মতো সন্দর , অনুভূতি উপভোগ করার একমাত্র পন্থা। প্রতিটি নাটকে শিক্ষনীয় কিছু না কিছু থাকে এটাই সেরা। ধন্যবাদ নাটক লেখক,পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের সাথে অবশ্যই প্রযোজকদের। সালাম নেবেন...!
১০ মাস আগের কমেন্ট কিন্তু কেউ কোন রিপ্লাই বা অন্য কোন কমেন্টও করেনি। খুব খারাপ লাগলো 😢
যে অন্য দেশের মানুষ ভালো মন্তব্য করেছেন কিন্তু কোন সাধুবাদ নেই।।
কিরে ভাই এগুলা তো নাটক না।
কীভাবে এত বাস্তবতা তুলে ধরতে পারে।
সত্যিই তো অসাধারণ
😍
নাটকটা দেখে অনেক ভাল লাগলো।।।, 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
চোখটা ঝাপসা হয়ে গিয়েছিল, ঠিকমতো ডিসপ্লেটা দেখতে পাচ্ছিলাম নাহ্
বুঝতেই পারিনি কখন কেঁদে দিলাম,
ধন্যবাদ পরিচালক'কে এবং এমন একজন গুণী অভিনেতা(মোশাররফ করিম)'কে এমন শিক্ষনীয় নাটকটি উপহার দেওয়ার জন্য।
Amio..
সত্যিই দেখে মুগ্ধ হলাম
যারা যারা এই নাটকের সাথে জরিত তাদের সবাইকে অনেক ধন্যবাদ?
কিছু বলার নাই অনেক কিছু শিক্ষা আছে খুব ভালো হছে
আমিও
Right vai
যারা এতো সুন্দর শিক্ষনীয় নাটকটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।।।
মোশাররফ স্যার আপনি শুধু মানুষকে হাসাতেই পারেন না। কাঁদাতেও পারেন।সত্যি আপনি একজন গুনি অভিনেতা।
জর্দা জামাল নাটক টা দেইখেন কান্না কারে কই বুঝবেন
Osadaron
আশ্রয় নাটক দেখেন আরো ভালো লাগবে
প্রেমের নাটক বাদ দিয়ে সবার এমন নাটক দেখা উচিত। অনেক মূল্যবান মেসেজ ছিলো।
আর মোশাররফ করিম ভাই এর অভিনয় এর কথা তো নতুন করে বলার কিছু নেই।লিজেন্ড।
ধন্যবাদ বান্নাহ ভাই
এটাই বলা আর বুঝানোর চেষ্টা করতে ছি
শুধু ভাবি সব কিছুর একদিন শেষ হয়। এমন অভিনেতাকে এক সময় হারাতে হবে ভাবতেই....
মোশাররফ করিম আসলে বর্তমানে সারাবিশ্বের বাংলা অভিনেতাদের মধ্যে নাম্বার ওয়ান। He is the boss.
আমি ভারত থেকে দেখেছি নাটকটি অসাধারণ হয়েছে
ভারতের 12 কুটি বাংগালীর তরপ থেকে
লাইক দিলাম
India ta amader natok dake ke sobai...
আরেকটা নাটক দেখেন- "যে শহরে টাকা ওড়ে"...
Vai vasa ta thik kar. Erokom vasadiye varot kee representative kara jai na
অথচো আপনারা বাংলাদেশে জি বাংলা স্টার জলসা দিয়ে আমাদের পরিবারে অশান্তি স্রিস্টি করতেছেন।
@@nasiruddinnasiruddin1479 কি রকম অযৌক্তিক কথা বার্তা,,যেসব কথার কোনো ভিত্তি নেই,,, আমরা বুঝি আপনাদের বাংলাদেশে নাচতে নাচতে জি বাংলা স্টার জলসা র সিরিয়াল দেখাতে নিয়ে গেছি বুঝি,,,, আপনারাই বরং লাফিয়ে লাফিয়ে চলে আসেন আমাদের চ্যানেলে ঢুকে সিরিয়াল দেখার জন্য,,,,, এগুলো কিন্তু আপনারা সবই জানেন কিন্তু ত্যাড়ামী যাবে কোথায়,,,, স্বীকার করলে যদি ছোট হয়ে যান,।,,, এমন স্মল মাইন্ড,,,
মন্তব্য করার ভাষা আমার জানা নেই। এতো ভালো গল্প, পরিচালনা, অভিনয় ও ভাষাহীন।
শেষটা এতোটা সুন্দর হবে ভাবতে পারিনি।
ঝর ঝর করে শুধু দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে 😥😥😥😭😭
এটাই হচ্ছে দক্ষ্য নির্মাতার নাটক । সালাম আপনাকে ভাই । অসাধারন চিত্রনাট্য ।
মোশারফ করিম আবার ফিরে এসেছে 😁😁😁😁 দারুন অনবদ্য অভিনয়ের সাক্ষী থাকলাম । ভালোবাসা থাকলো পশ্চিম বঙ্গ থেকে।
"ব্যঞ্জনবর্ণ" বাংলা নাটকের তালিকাতে প্রথম সারিতে থাকা প্রযোজনা গুলির একটি নিসন্দেহে। মোশারফ করিম তো নিজের জায়গাতে অনবদ্য এবং অনেক অনেক পরিণত ও পরিশীলিত- বিস্মিত ও মুগ্ধ হলাম আরো একবার। সাথে শায়লা সাবি ম্যাডাম এবং মনিরা মিঠু ম্যাডাম - চরিত্র রূপায়নে দুজনেই অনবদ্য এবং অভিভূত। নাটকের মূল বক্তব্য খুবই সময়োপযোগী ও পরিষ্কার এবং আশাকরি দৃষ্টিভঙ্গী কিছুটা হলেও বদলাবে কাজকে এবং যারা কাজ করেন তাদেরকে সন্মান দেওয়ার ব্যপারে। নাটকের সংলাপ, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, আলোকসম্পাত, আবহ, সম্পাদনা এবং পরিশেষে প্রয়োগ ও পরিচালনা সব মিলিয়ে সার্বিক ও সার্থক এক উপহার যা সম্ভবত অনেক অনেক নতুনদের কাছে এক শিক্ষণীয় উদাহরণ হিসেবে থাকবে। বাংলাদেশের নাটকের এগিয়ে চলার এই পথে বিগত বছর ছয়েক এক গুণমুগ্ধ দর্শক হিসেবে জড়িত ইউটিউবের দৌলতে। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা পুরো টিমের জন্যে। ধন্যবাদ। মুম্বাই/কলকাতা।
Tik balochien
thanks
নাটকটা দেখে দেখে কমেন্টগুলা পড়ছিলাম সবাই বলতেছে নিজের অজান্তে সবার চোখে কান্না আসছে প্রথমে বুঝতে পারিনি,কিন্তু এই নাটকটা যেই দেখবে সেই কান্না করবে।কান্না না করে থাকতে পারবে না। শিক্ষণীয় নাটক একটা।
মন ছুয়ে যাওয়া এক অভিনয় , যেটা মোশারফ দাদা করে দেখালেন । ধন্যবাদ পরিচালক কেও । --- কলকাতা থেকে গৌতম।
->Shov-Dhorme-rr-Shikkhaa-Aajj-Kall-Keu-Maane-Naa-Mannto-Naa->All-Over-The-World->Biological->Coronavirus->Covid-19-Pandemic->Novel-Coronavirus->Cold-World-War->Started-Again-From-January-2020->All-Over-The-World->Peoples-Are-Dying-Economy-Downing-Poor-Peoples-No-Job-And-No-Food->Face-Musk-hand-Gloves-And-Social-Distance->Now-a-Day->Shov-Dhorme-Dhorme-Ghorerr-Baahire-Kaaje-Korme-Shobaii-Baiiddhogoto-Hoyeshe->Nuclear-Powerful->Trump-Netanyahu-Modi->And->Nuclear-Powerful->China-Russia-N.K->Accusing-Each-Other-About->Virus-Pandemic->Biological->Cold-World-War->Who-Did-All-This-Danger-Virus-Not-Stopping-And-Virus-Spreading->All-Over-The-World->Until-Now-a-Days->
মোশাররফ করিম যে একজন জাত অভিনেতা তিনি আবারও তার প্রমাণ দিলেন।
বিনোদন পাবার জন্য নাটক দেখা শুরু করার আগেহ ভাবিনি পরিশেষে কাঁদতে হবে।
ক্লাসে এতটুকু শিখি নাই যতটা শিখেছি এই নাটক থেকে।
ধন্যবাদ পরিচালককে এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য।
Osadaron
ভিউ থাকলে যে নাটক ভালো হয় তার নয়, ভিউ না থাকলেও নাটক ভালো হয় যার প্রমাণ মোশারফ করিমের এই নাটক
নাটকের গল্প ও কাহিনী খুব ভাল লাগল। সমাজ পরিবর্তনে নাটকটি খুব উপযোগী।গরিব, অসহায় মানুষকে অবহেলা নয়, মানুষ হিসেবে দেখতে হবে। নাটকটি দেখার পর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। ধন্যবাদ নাটকের কলাকুশলীদের।
মুশারফ করিম এর মত natural অ্যাক্টর শুধু বাংলাদেশ এর নই পুরো উপমহাদেশের সেরা দের একজন। অনেক ভালোবাসা রইলো ইন্ডিয়া থেকে❤️❤️❤️❤️❤️
Sab dik diey sotyi. Kolkata theke likhchi.
True , chokh diye jol ese gelo , huge fan of u sir
He is really super
Dhonnobad dada. Evabei amader desher natok ke support die jaben❤️❤️
অসাধারণ সুন্দর একটা নাটক
নাটককা আমাকে কাঁদিয়েছিলো😭এটা আসলে নাটক বললে ভুল হবে।এটা একটা গুরুত্বপূর্ণ লেসন ছিল সবার জন্য💜
bannah bhai er natok mane ekta message
True!
বাংলা নাটক মানে একটা মেসেজ
Right
Sharmin Sultana,,,, same
অনেক মূল্যবান ম্যাসেজ ছিল, কখন যে চোখ থেকে পানি বের হয়েছে বুঝতেই পারিনি, ধন্যবাদ এমন একটি সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য ।
আমি খুব ছোট বেলা থেকেই মোশাররফ স্যারের ভক্ত। অনার সম্পর্কে আমি বলে শেষ করতে পারবো না কি নৈপুণ্য অভিনয় তার একদমই বাস্তবমুখী শিক্ষণীয়। যা অন্য কারোর সংলাপে দেখা যায় না। বান্নাহ ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। অসাধারণ গল্প যা আজকাল ঘটে যাচ্ছে। প্রতিটা বেষ্ট নাটকের মাঝে এটাও একটা। মুখের ভাষায় বলে শেষ করা যাবে না।।❤️
নাটকের শেষ অংশটি আমি বারবার দেখি। কিছু দিন পর পর দেখি।
নাটক আসলে এমন হওয়া উচিত।
ভাই নাটক না, জীবনটাই এমন হওয়া উচিত।
ভাই মিলে গেছে একদম আমিও নাটকটা ডাউনলোড করে রেখেছি শেষ অংশটু মাঝে মাঝেই দেখি
নাটক টা কত মিলিয়ন ভিউ সেটা সবাই দেখে...
কিন্তু তার ভিতরে কি আছে অনেকেই দেখেনা...
এত সুন্দর গল্প এখনো মানুষ চিন্তার বিষয় হতে পারে ...
জাস্ট অসাধারণ...
নিজের চোখে জল আসবে ...এভাবে বুঝতে পারি নাই...
সাধারণত ইউটিউবে মন্তব্য করার অভ্যাস নাই...
আর কিছু বলতে পারছিনা ..
চোখে পানি..
বহু দিন পর নিজের অজান্তেই মনে করিয়ে দিলো এটা সমাজের বর্তমান চিত্র।
ধন্যবাদ লেখক,পরিচালক, মোশাররফ করিম এবং সাবাকে।
👌👌👌👌👌👌👌👌👌
Indian থেকে বলছি, মানুষ, মানুষের জন্য..... এই ছোট্ট কথাটা ভুলেই গিয়েছিলাম, ধন্যবাদ পরিচালক কে, পুনরায় সেটা মনে করিয়ে দেওয়ার জন্য। নাটক, সিনেমা হয় বিনোদনের জন্য, মাঝেমধ্যে হয় জীবনের জন্য। এই নাটক টা হলো জীবনের জন্য, কত সহজ সরল ভাবে উনি এটা বুঝিয়ে দিলেন। এই সহজ শিক্ষা টা আজীবন মনের মধ্যে গেঁথে রাখব। মানুষ কে কাছে টেনে নেওয়া এবং তাকে প্রাপ্য সম্মান দেওয়া যে খুব দরকার সেটা মাথায় নিলাম। ধন্যবাদ আপনাকে, আমাকে এই শিক্ষায় শিক্ষিত করার জন্য, ভালো থাকবেন।
মোশারেফ করিম আমাদের বরিশাল বাসীর গর্ব। এই নাটকের মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারবে।
আফসোস হচ্ছে যে এত সুন্দর নাটক আগে কেন দেখি নাই , চোখে পানি চলে আসছে , অসাধারণ ❤️
চমৎকার একটা নাটক দেখলাম বাংলা নাটক এত সুন্দর হয় না দেখলে বিশ্বাস করা হতো না,, কাতার থেকে 🇧🇩
চোখে জল চলে আসলো!!! অসাধারণ!!! ধন্যবাদ নাটকটির নির্মাতা ও কলাকুশলীদের এতো সুন্দর শিক্ষণীয় নাটক উপহার দেয়ার জন্য।
অসাধারণ সংলাপ!!
শেষ মুহূর্তটা দেখেছি রাত ১২ টায় তাই একা একা কাঁদা সহজ হয়েছে, বান্নাহ ভাইকে ধন্যবাদ এমন মেসেজ সমাজকে উপহার দেওয়ার জন্য সাথে আর.টিভি কেও।
মাত্র তিনটা মূল চরিত্র দিয়েও নাটক জীবন্ত করা যায়! অসাধারণ! তিনজনের অভিনয়ই মন ছুঁয়ে গেছে ☺️
❤️❤️❤️
Right
নাটকটা কয়েকবার দেখেছি! প্রত্যেক বার দেখার আগে ভাবি শক্ত হয়ে নাটকটা দেখবো! কিন্তু একটা দিনও নাটকের শেষ দৃশ্যে নিজেের চোখের পানি আটকিয়ে রাখতে পারি নাই! অজান্তেই পানি চলে আসছে! ভাষা হারিয়ে ফেলি!!
মাবরুর রশিদ বান্নাহ এর নাটক মানে শুধু নাটক নয় শিক্ষা ও বটে। ধন্যবাদ বান্নাহ ভাই, ধন্যবাদ এই নাটকের সকল শিল্পী ও কলাকুশলীদের।
এমন গল্প আমাদের সমাজে হয় না বলেই হয়তো আমরা মানুষ কে ভালোবাসতে বা আপন করে ভাবতে ভুলে গেছি। ধন্যবাদ
মোশারফ করিম আমার কাছে একমাত্র অভিনেতা যার কান্নার সিন দেখলেই আমার কান্না চলে আসে।😓😓
এতটা ভিতর থেকে কেউ কাঁদতে পারেনা উনার মত।
অনেক দিন পর চোখের জলে মন ভাসিয়ে নিলাম। শিলিগুড়ি থেকে সুদীপ্ত।
got blass you probip vay
খুব ইচ্ছে আপনাদের শিলিগুড়ি যাওয়া😭😭😭😭
❤❤❤❤
Ami jalpiguri theke dada.
@@bithikachanda1583 apnar kothai seta bolen
এটা কোন নাটক নয় এইটা একটা মেসেজ দিয়েছেন আমাদের পরিবর্তন হওয়ার জন্য
Right100℅
I have seen. four time.
Right
You r right bro
Right
সত্যি নাটকের শেষের দিকের দৃশ্য আমার ধারণ ক্ষমতার বাইরে ছিল😥। সমাজটা যদি এইরকম পাল্টে যেন,যেখানে ধনী-গরীব সবাই মিলেমিশে থাকত;😔😔
অনেক দিন পর চোখের কোনে পানি চলে আসল ,বেচে থাকুক মানোবতা ,ধন্যবাদ পুরো টিম কে
আমি এই ক্লাসটা (নাটক) দেখে নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশের সবাইকে এই নাটক টা দেখা উচিৎ। সবাই সবার আশে পাশের মানুষদের এই নাটকটি দেখতে উৎসাহিত করুন। ধন্যবাদ।
ভেঙে পড়োনা, নিরাশ হয়োনা, আল্লাহর সাহায্য আসবেই,, এটা আল্লাহর ওয়াদা🕋
সূরা বাকারা (আয়াত ২১৪)
অসম্ভব সুন্দর একটা নাটক দেখলাম,,
চোখের পানি ধরে রাখতে পারিনি,,
মোশাররফ করিম খুন নিখুঁত অভিনয় করে, শিক্ষনীয় নাটক
পরিচালক অভিনেতা-অভিনেত্রী সহ সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ এমন একটা বাস্তবধর্মী নাটক উপহার দেওয়ার জন্য। মনের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসছে। জীবনে কোন নাটক দেখে এত পানি চোখ দিয়ে পড়েনি।
এই ধরনের নাটক এখনকার সমাজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এইসব নাটক আমাদের সমাজ এবং আমাদেরকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
পরিচালক সহ সবাইকে ধন্যবাদ।
বান্নাহ ভাইকে সেলুট,এমন একটা মেসেজ সবাই কে দেয়ার জন্য।নাটকে সকলের অভিনয় ই প্রসংশনীয়।
ভাই নাটকের শেষটা চোখের জল বের করেই চাড়ল।সালাম নাটকের পরিচালক ও মোশারফ
আহারে জীবন!!! সত্যিই যদি আমরা সবাই এমন হতাম(যদিও এমন হওয়াটাই স্বভাবিক) জীবনটা অন্যরকম হত। নাটকের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। সুন্দর।
এই নাটক যে শিক্ষাটা আমি পেয়েছি তা হলো
সুশিক্ষা আর কুশিক্ষার মধ্যে পার্থক্য।
আমরা সবাই মানুষ এর চেয়ে বড় কোন পরিচয় আর হতে পারে না।
অসাধারণ, অনেকদিন পরে আবার নাটক দেখে চোখে পানি এসে পড়েলো। ইমোশনাল ক্লাস করলাম। রাসূলের আদর্শে উজ্জীবীত হোক আমাদের সমাজ(সকল মানুষই সমান)
right
নাটকটি দেখার পর, এমনেই চোখের জল বেরিয়ে এলো।
Right
কান্না ধরে রাখতে পারিনি 😭আমাদের সবাই যেনো মানুষ হিসেবে বাঁচতে পারি।
বান্নাহ ভাই থ্যাংকস ❤
মোশাররফ করিম,সাইলা সাবি অলয়েজ👌 জিনিয়াস
এমন শিক্ষনায় নাটক উপহার দেওয়ার জন্য এই নাটকের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ, মোশারেরফ করিমের নাটক অসাধারণ।
*48:57**... সেকেন্ড সময় মোশারফ করিমের ''আমার মা নেই'' এই কথাটা বলার বাচন ভঙ্গি টা আমার চোখে শেষ পর্যন্ত পানি এনে দিয়েছে... সত্যিই- এরকম চরিত্রে অভিনয় করাটা সবার দ্বারা হয়ে ওঠে না...* 😑😑😔😔😭😭😭😭
বাচন ভঙ্গি আপনার চোখে জল হয়তো এনে দিয়েছে কিন্তু আপনার মুখের ভঙ্গি ঐরকম কেন,,, নাকি ঐরকমি আপনার মুখশ্রী,,,,, অপূর্ব,
বান্নাহ ভাই আপনি আমার দেখা সেরা পরিচালক। বাস্তব সম্মত একটা নাটক উপহার দিয়েছেন।
নাটকের শেষ দৃশ্য দেখে চোখের জল আর ধরে রাখতে পারিনি !! অসাধারণ একটি নাটক💛💚 বাস্তব জীবনে এই আদর্শ খুবি খুবি প্রয়োজন। আমাদের প্রিয় নবী রাসুলে পাক( সাঃ) বলেছেন আমিও এতিম ছিলাম! এতিমকে ধাক্কা দিওনা, গরীব বলে কাউকে ছোট ভেবোনা। তোমারা যা খাও তাদেরও তা খেতে দাও আর যা পরো তা পরতে দাও। আমাদের প্রিয় নবীর আদর্শ সর্ব শ্রেষ্ঠ।
পৃথিবীতে এমন মানুষের সংখ্যা এখনও আছে কিন্তু আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি তাদেরকে কখনো মূল্যায়ন করে না কিন্তু এসব লোক নিরবে নিজেদের কষ্টগুলো লুকিয়ে মানুষকে মানুষ হিসেবে এখনও মূল্যায়ন করে যাচ্ছে। অসাধারণ মোশাররফ করিম
এখান থেকে, শিক্ষা নেয়ার মত অনেক কিছু আছে।
আমাদের সমাজে ধনী গরীবের যে বৈষম্য চলে আসছে যুগ যুগ ধরে।
এই নাটক টা দেখার পর।
অন্তত কিছু মানুষ হলেও পরিবর্তন হবে।
আসলে আমরা সবাই মানুষ
জিবনে কার অবস্থা কি হয় কেউ বলতে পারি না।
এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের কোনো আচার-আচরণ যেনো।
কারো কষ্টের কারণ না হয়।
ধন্যবাদ মাবরুর রশিদ বান্নাহ ভাইকে সুন্দর একটা গল্প নির্মাণের জন্য
এটাই রাসুল [সা] এর আদর্শ । উনি বিদায় হজের ভাষণে আমাদের জন্য বলে গেছেন অধিনস্ত দের সাথে ভালো ব্যবহারের জন্য ।
@@mosarrofmolla5158 আপনার সাথে তর্ক করার বিন্দুমাত্র ইচ্ছা নাই আমার। যে অন্যকে সম্মান দিতে জানেনা সে মানুষের বাচ্চা হতে পারেনা কথাটা মনে রাখবেন। আমি সেই নবীর অনুসারী যিনি কাফিরদের পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হবার পরেও আবার তাদের জন্যেই রহমতের দোয়া করতেন। আর তাই আপনি যতোই গালিগালাজ মিথ্যাচার করে নবী কে ছোট করার চেষ্টা করেন না কেন, সফল হবেন না। বরং আপনি নিজেই ছোট হবেন
সত্য বললে সম্মান নষ্ট হয় আমার তা জানাছিল না ভাই।মিথ্যা বলে আপনার সম্মান বজায় রাখুন। দন্যবাদ সম্মানি মানুষ
@@mosarrofmolla5158 আপনে যে কি লেওরার সত্যবাদী সেটা বোঝাই যাচ্ছে। কোরআন কোনোদিন না পড়েই আন্দাজে একটা বয়ান মাইরা দিলেন। ভালো তো ভালোনা। এই চোপার জোর সবসময় থাকবেনা। মৃত্যু আসবেই, কাজেই ওইদিনের কথা স্মরণ করুন। আপনার চেয়েও অনেক বড় ইবলিশ ফলোয়ার আজকে মাটির নিচে পইরা আছে।
আপনি সেই নবীর অনুসারী যে দাসীর সাথে সেক্স করা জায়েজ করেছেন।কোরান হাদিসে অসংখ্য দলিল রয়েছে। কোরআনের আয়াত যদি না মানেন তাহলেত ভাই আপনি মুনাফেক।
ভাই আমি কোরানে হাফেজ আর ছহিহ মুসলিম তাই আমি দাসীর সাথে সেক্স জায়েজ মনে করি।কোরআনের আয়াতের সাথে আমি মুনাফেকি করতে পারিনা।
খুব শিক্ষণীয় নাটক❤আশা করি এ নাটক দেখলে মানুষের মূল্যবোধ জেগে উঠবে❤💕
""" নাটকটা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না """ বিশেষ করে বান্নাহ ভাইকে অনেক ধন্যবাদ"" এজন্য যে তিনি আমাদের সমাজের বাস্তবতা তুলে ধরেছেন এবং আমাদের মাঝে এত সুন্দর ম্যাসেজ দিয়েছেন আর নির্মানের মুন্সিয়ানা তো আছেই "" মোশারফ ভাই এর কথা কি বলবো আমরা সবাই জানি ""সো পুরা টিমই অনেক অনেক প্রানবন্ত অভিনয় করছেন "" ধন্যবাদ সবাইকে ""
লেখক ভাই আপনারা অনেক সুন্দর করে নাটকটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাই এবং এইরকম নাটক দেখলেও অনেক কিছু শিক্ষা অজন করা যায়।
এতো সুন্দর বাংলা নাটক না দেখলে বুঝতেই পারবেনা কেউ, অসম্ভব সুন্দর একটা নাটক অনেক কিছু শেখার আছে নাটকটিতে ❤❤👍👍🌹🌹
এই নাটকের মধ্যে দিয়ে নির্মাতা অসাধারণ একটি মেসেজ দিয়েছেন আমাদের কাজের লোকদের কখনো ছোট করে দেখবেন না
Not only our worker .
The msg is humen is humen .
Our work can not be our identity .
Our only identity is we are humen .
By the way dnt mind about the repley .😊
Stay happy in life
নাটকটির সকল অভিনেতা, গল্পকর ও পরিচালক সহ সকল কলাকৌশলিকে জাতীয় পুরস্কার দেয়া উচিৎ।। এমন শিক্ষানীয় বিনোদনের মাধ্যম সমাজ পরিবর্তন করা সম্ভব বলে আমি মনে করি।।আমার জীবনে দেখা শেরা নাটক এটি।।নাটকটি দেখে নিজের চোখের পানি আটকানোর চেষ্টা করে ও আমি ব্যার্থ হলাম। 😢
মৌলিক নাট্য ভাবনায় বাংলাদেশ অপ্রতিরোধ্য, এবারের বেশ কিছু ঈদ নাটক দেখলাম বেশিরভাগ নাটকই আধুনিক সমাজ সচেতনতার ভাবনায় আধুনিকতম,আমার ধারনা এই মুহুর্তে সারা পৃথিবীর নাটক নিয়ে যদি মূল্যায়ন হয় বাংলাদেশ শিরোপা পাবে। মৌলিক নাটক, পরিচালনা,অভিনয়,সংলাপ অনবদ্য। এই মুহূর্তে অনেক শক্তিশালী অভিনেতা অভিনেত্রী রয়েছেন মোশাররফ করিম সম্পর্কে আলাদা করে বলতে হয় চরিত্র কি চাইছে উনি যতটুকু প্রয়োজন তার সঙ্গে একাত্ম হয়ে যান । বাংলাদেশের সমস্ত অভিনয় শিল্পী কে শ্রদ্ধা জানিয়েও বলছি মোশাররফ করিম অনবদ্য, বাঙালী হিসাবে গর্বিত।বাংলা নাটক এগিয়ে চলুক চিরকালীন
যারা পকৃত মানুষ শুধু তারাই এই নাটকের ভাবার্থ খুজে পাবে।
ব্যঞ্জনবর্ণ, বোধ, যে শহরে টাকা উড়ে তিনটি গল্পই অসাধারণ। আমার দেখা এবছরের সেরা নাটক।
নাটক ওগো সুন্দরী বধূ মোশারফ করিম খুবী ভালো একটা নাটক দেখবেন।
রাইট
@@monjuoshikdar6616 ok
নাটোকের সবথেকে বড় শিক্ষা '' সবার উপরে মানুষ সত্য,তার উপরে নাই''। ধন্যবাদ সবাইকে।
বাংলা মুভি থেকে যারা বেশি নাটক দেখেন
লাইক 👍 দিয়ে সারা দাও 🖐️🖐️
Bangla movie chole na vai indian movie dekhi ar bangla natok...
আমি x ভিডিও দেখি বেশী।
নাটক,মুভি সীমিত পরিমাণ
Movie koyta dakhbe😍😂
পৃথিবীর সব মানুষ যদি এমন হতো, তাহলে মানুষ মানুষকে হিংসা করতেন না, সুন্দর একটা নাইট 👍👍👍👈
মানুষের মধ্যেই হিংসা না থাকলে তো আল্লাহতালা জাহান্নাম জান্নাত আর শয়তান তৈরি করতো না
Nice
পাগলের চিন্তা ভাবনা
I cried several times while watching this drama. And this famous poem goes to the viewers of this drama, "I know a face, a lovely face, as of beauty full of grace, the face that couldn't be compared to other, this lovely lady is my mother." Salute to the whole team of this drama.
মানুষের ইমোশন নিয়ে খেললে সেটাই হচ্ছে প্রকৃত নাটক ❤️❤️❤️❤️
"আপনারা যা বোঝাতে চাচ্ছেন সেটা আমি বুঝবো না। কারন আপনাদের ভালোবাসি তো, বুঝলে আমার মনটা খারাপ হয়ে যাবে"
অসাধারণ অসাধারণ 💞💞💞
রাইট
Right
রাইট
কাজের মানুষ যখন ছিল দাদা বলে ডাকতাম, মানুষ গুলো এখন পৃথিবীতে নেই। তাদের সাথে অনেক সময় কাটিয়েছি।অতীতের কথা মনে পড়ে গেল
বস মানেই অন্য কিছু। মোশারফ বোস এর ফ্যান গুলা কই সাড়া দাও।
khub valo laglo
জীবনে অনেক নাটক দেখছি কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়নি এই নাটক দেখে চোখের পানি দূরে রাখতে পারলাম না পরিচালককে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর নাটক বানানোর জন্য
আমার মতো এই নাটকটার অপেক্ষায় যারা বসেছিলেন শুধু তারাই লাইক দিন প্লিজ
Sotti
আপনার দুধু গুলো এতো বড় বড় কেন 😊😊😊
@@rohannasrullah9896 chuto taktei _
অসাধারন একটা নাটক দেখলাম
যারা নতুন ইউটিউব চ্যানেলে খুলেছেন। সাবস্ক্রাইব বাড়াতে চান তাঁরা আমার চ্যানেলটিতে ঢুকে সাবস্ক্রাইব করুন। এরপর কমেন্ট করে আমাকে জানান। আমি মুসলমান হিসেবে কথা দিলাম তাদেরকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবার বাড়িয়ে দিবো। ইনশা আল্লাহ
অসাধারণ গল্প,সমাজের বাস্তব চিত্র।কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বান্নাহ ভাই।অসংখ্য ধন্যবাদ আপনাকে। মোশাররফ করিম সে তো ওনলি ওয়ান পিস।
কি আর বলার আছে এক কথায় অসাধারণ এই সমাজের প্রতিটা মানুষ যদি এরকম হত তাহলে সমাজটা পাল্টে যেত মানুষের ভিতরে আর কোনো ভেদাভেদ থাকবে না
চোখে পানি আসার মত ১ টা নাটক,,,,,,সত্যি বলতে মানুষের ভিতরের চিন্তা-ভাবনার অভাব,,,,
Natok view korar somoy Ami already 2 bar ojhore pani ber korechi,,,Ei cokher jol samle rakha khub kothin..
এমন নাটক দেখলে মনের অজান্তেই বুকের ভিতর নাড়া দিয়ে উঠে। ভালো থাকুক পৃথিবীর সকল কষ্টের মধ্যে বেড়ে উঠা মানুষগুলো💓
👍😂😂😂
এই রকম অভিনয় মোশারফ করিমের দ্বারাই সম্ভব।লিজেন্ড অভিনেতা।আহ!
যখন বললো আমার মা ও বাসায় কাম করতো।সত্যি চোঁখের পানি ধরে রাখতে পারিনি।
এসব প্রেষনামূলক নাটক আরো বেশি বেশি প্রয়োজন, যাতে করে সমাজের সামগ্রিক মানসিকতার উন্নয়ন হয়। ধন্যবাদ এর সাথে সংশ্লিষ্ট সকলকে।
মোশারফ ভাই যখন বল্ল "আমি এখন ফ্ল্যাটে থাকি কিন্তু আমার মা নাই" মনের অজান্তেই চোখ থেকে 2 ফোটা পরে গেলো
Amaro
নাটক টা আমার মনে করিয়ে দিলে মানুষ মানুষের জন্য
আমারও
আমার মা মাটির ঘর দেয়াল & নিচ লেপার জন্য দুর থেকে মাটি মাথায় নিয়ে, আমাদের বাড়িতে পাহাড়ের উপর নিয়ে আসতেন কত কষ্ট কর‼️
আর এখন, নিচে রাস্তার পাশে বাড়ি বানিয়েছি, পাকার বাড়ি সব কিচু ঠিক আছে butbut আমার মা নেই😭
সুখের সময়টা উপভোগ করতে পারলেন না।
I'm😂
মোশারফ স্যার ভারতীয় ...দর্শকরাও আপনাকে খুব পছন্দ করে...
Amra ay rokom natok aro cai.😂
এই নাটকের মধ্যে আমার অনেক বাস্তবতা আছে।
সত্যিই অনেক অনেক অনেক ভালো লাগছে।
ধন্যবাদ।
এমন বাস্তবমুখী নাটক দেখতেও ভাল লাগে, শিখার অনেক কিছু থাকে।
সায়লা সাবি আপুর অভিনয়টা অসাধারণ হয়েছে,আর মোসাররফ করিম স্যার তো BOSS😊😊😊
One of the best 'natoks' of Mr. Karim.
I am from India, West Bengal. আপনাদের দেশের নাটক বলিউডের ছবি বা সিরিয়ালকেও জোর টক্কর দিতে পারে।
এসব গল্পের নাটক দেখলে মনের অজান্তেই চোখে জল এসেপড়ে অসাধারণ হয়েছে নাটকটা 😔
নাটকটা দেখে মনের অজান্তে দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে বালিশ ভিজে গেছে,,,, সত্যিই যদি আমরা মানুষকে সমান চোখে দেখতে পারতাম
আমারও ভাই 😢
কি বলবো,, তার ভাষা খুঁজে পাচ্ছি না,,
আমাদের সকলের মন মানসিকতা এমন হলে,,, আজকে আমাদের সমাজ টা অনেক দুর এগিয়ে যেত।
আমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকতোনা,,,, ❤❤❤❤
সেরা নাটক, মানুষ কে মানুষ ভেবেই জীবন ধারন করতে হবে, এটাই এই নাটকের মূল মেসেজ।।। ধন্যবাদ নাট্যকার সহ এই নাটকের ফুল টিম কে এমন একটি বাস্তব ধর্মী অসাধারণ নাটক নির্মানের জন্য।।।
কতদিন পর একটা মনের মতন রুচিশীল নাটক দেখলাম।
ধন্যবাদ
এমন বউ বাংলার প্রতিটি ঘরে দরকার যারা তার হাসবেন্ড এর অনুভূতি গুলো বুঝতে পারে,, তাহলে সংসার হবে সুখের ,, বাড়বে মানুষের প্রতি মানুষের সম্মান ও ভালোবাসা ,, মোশাররফ ভাইয়ের নাটক মানে ই আলাদা কিছু ,, ধন্যবাদ ,, আরো ও ধন্যবাদ নাটকের লেখক , পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের ,,
বাহান্ন ভাই তুমি রিয়েলি গ্রেট,, আর মোশারফ করিম সে তো রিয়েল হিরো ,, ধন্যবাদ সবাইকে
এই ঈদের সবচেয়ে সুন্দর নাটক যার মধ্যে একটা সুন্দর ম্যাসেজ রয়েছে। ধন্যবাদ মাবরুর রশিদ বান্নাহ কে
Ohh super hoice natok ta I love ❤️ this ...sobai jeno Amon kore vabe amin
শেষ দিকের কথা গুলি শুন্তে শুন্তে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে।
# মোশারফ স্যার ❤❤❤
Literally cried in the last 10 mins, director portrayed the social discrimination harshly within the society and has given a beautiful message through this drama.