ভুল জিনিস টা আমাদের রক্তের মধ্যে মিশে গিয়েছে। সালাম জিনিসটা চরণে ক্যানো দিতে হবে? বরং নিজের বাবা মা সহ সকলের বাবা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন।
"যে ভাতের কারণে আমি আমার মার কাছ থেকে আলাদা হয়ে গেছি সেই ভাত আমি খাব না"!ছেলে! "যে ভাতের কারণে আমি আমার ছেলেকে মেরেছি সেই হাত দিয়ে আমিও ভাত খায়নি"!মা! অসাধারণ
আমি কেঁদেছি। কাহিনিটাই এমন যে চোখের পানি ধরে রাখা মুশকিল। এধরণের ঘটনার ভয়েই হয়তো অনেক মা দ্বিতীয় বিয়েতে বসে না। মোশাররফ করিম এর অভিনয় আসলেও দুর্দান্ত, চরিত্রটাতে একেবারেই মানিয়ে গেছে। ধন্যবাদ সকাল আহমেদ।
এমন কোন দর্শক পাওয়া যাবে না।, যে এই নাটক টা দেখে চোখের পানি আটকে রাখতে পারবে। ।। সন্তানের কথা ভেবেই মায়েরা দ্বিতীয় বিয়ে বসে না৷ যৌবন একা একাই কাটিয়ে দেয়।। প্রতিটি মা কেই ভালোবাসা রইল, 💝
আমার মা নেই মারা গেছেন। মোশাররফ করিম ভাইয়ের নাটকটি দেখে মায়ের জন্য কলিজার ভিতরে ছেঁত করে উঠলো। কান্না এসে গেল। মোশাররফ আমাদের কিংবদন্তি অভিনেতা।সব কিছু পারফেক্ট ফুটিয়ে তুলতে পারে। মোশাররফ ভাই ধন্যবাদ।
আমি প্রবাসে থাকি , শেষ যখন দেশে যাই, বলছিলাম সেমাই খাব,ফিরত প্রবাসে আসার দিন, বিদায় নিয়ে বাহির হওয়ার সময় মা সবাইকে বলে আমাকে আটকিয়ে সেমাই খাইয়ে বিদায় দেয় ! আল্লাহ আমার মাকে নেক হায়াত দিক দুয়া করবেন
কে বলছে আমি নির্ণয় করি জাতে ভিউ বেশি ঐ গুলি ফালতু প্রেম প্রিতিতে টইটম্বুর, যা আমি বর্তমানে বেশি একটা দেখি না অবশ্য আগেও এরিয়ে চলার চেষ্টা করতাম,আর যাতে ভিউ কম সে গুলি সমাজিক
শিল্পী, আপনারা বড়ই আজব,মানুষের আবেগ নিয়া খেলা করাই আপনাদের কাজ, এই ধরনের নাটকগুলো মানুষের কলিজায় লাগেরে ভাই।অনেক অনেক ভালবাসা রইল তাদের জন্য যারা এই নাটকের সাথে জরিত।🤐🤐🤐
আমার মামা মারা যাবার আগে ভাপা পিঠা খেতে চেয়েছিলেন কিন্তু নানি সেটা বানিয়ে খাওয়ানোর আগেই মামা হুট করে কলেরাতে এক রাতের মধ্যেই মারা যান। আমার নানি সারাজীবন আর কখনোই ভাপা পিঠা মুখে তোলেন নি। সব মায়েরাই এমন হয় ☹️❤️❤️
অনেক দিন পর একটা নাটক দেখে চোখে পানি আটকিয়ে রাখতে পারিনি, কখন যে কান্না করে দিলাম বুঝতেই পারিনি। সবার অভিনয় ছিল অসাধারণ আর মোশাররফ ভাই অল টাইম নেক্সট লেভেল
মা কে হারিয়েছি জন্মের পর পরই 😢 কিন্তু মায়ের জন্য মন খারাপ করে মাঝে মাঝেই খুব কাঁদি ।। কিন্তু আজকে এই নাটক টা সত্যি আমাকে আমার মায়ের জন্য ব্যাকুল করে তুলেছে ।।
পরিচালক ও কলাকুশলীদের অসংখ্য ধন্যবাদ নাটকটি উপহার দেওয়ার জন্য। নাটকের শেষে মা ছেলের ভালবাসা ও অভিমানের অংশটুকু দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি বহুক্ষণ।
চোখের পানি ধরে রাখা সম্ভব হয়নি, নিজের অজান্তে চোখের কোনায় পানি জমে গেলো😭😭😭 অসাধারণ ছিল। মোশারফ ভাইয়ের কথা আর কি বলবো!! ভালোবাসা ❤ সেটা যদি হয় মায়ের জন্য, তাহলে বলার অপেক্ষা রাখে না। পৃথিবীতে আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ উপহার - মা....মা এবং মা...
সত্যিই কিছু বলার ভাষা নেই। চোখের পানি আটকাতে পারলাম না।।। মা তো মা ই।।। মায়ের মত আর কেউ নেই। ভালোবাসা ও শ্রদ্ধা হাজারো মায়ের প্রতি।।। হাজারো নাটকের ভিরে এই নাটক গুলা।।। ভালোবাসা অভিরাম প্রিয় অভিনেতা মোশারফ করিম& মম কে এবং নাটক পরিচালনা কমিটিকে।।।
আমি অনেক নাটক দেখেছি কিন্তু কোটি বার বলতে পারি এতো ভালো নাটক কখনো দেখিনি । মোশাররফ ভাই আপনি আসলেই অভিনয় জগতের একটি জাগ্রত নক্ষত্র। দোয়া রইল পৃথিবীর সকল মা এবং মা দের সন্তান এর পক্ষ থেকে
মা তো মা ই হয়। মায়ের তুলনা পৃথিবীতে নাই। তাই তো মায়ের স্থান স্বর্গেরও ওপরে...সকাল আহমেদের আরও একটি অসাধারণ নাটক। মোশারফ করিম বরাবরের মতই অনন্যসাধারণ!...
নাটকের শেষ অংশে গিয়ে চোখে খুব ঝাপসা দেখছিলাম, কি হচ্ছে বুঝতে পারছিলাম না, পরে দেখি নিজের অজান্তে অঝরে চোখের পানি পড়তে লাগলো। একটা সন্তানের নিজের বাবা না থাকলে, একজন মায়ের কাছে সেই সন্তানকে নিয়ে অন্য আরেক সংসার করা কতটা কষ্ট হয়, সেটা সেই সন্তান আর সেই মা ছাড়া হয়তো পৃথিবীতে আর কেউ অনুভব করতে পারেনা।
গরম ভাতের এক আশ্চর্য গন্ধ সারা নাটকের মধ্যে ছড়িয়ে পড়েছে।এক মুঠো গরম ভাত যখন মা ছেলেকে খাইয়ে দিলো ও পরে ছেলে মাকে খাইয়ে দিলো ,তখন অভিনয়ের মধ্যে দিয়ে আবার যেন ছড়িয়ে পড়ল গরম ভাতের সেই আশ্চর্য গন্ধ। ওই গন্ধে মন ভরে গেল সকল দর্শকদের আর নাটকটা পরম সফলতা লাভ করল ,দর্শকদের চোখের জলের তীব্র আবেগে।
Prasanta Kr Chanak. , As you are a fan of Mosharrof Karim , plz watch his one more superb acting . “ Raat ghovir hoey “ ( U-tube/ RTV channel ) . All the actors are too good there . Amazing drama !
আমি ভারতবর্ষ থেকে লিখছি । অসাধারন কাহিনী আর অসাধারন পরিচালনার জন্য কাহিনীকার এবং পরিচালক দুজনকেই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অপূর্ব এবং অনবদ্য অভিনয়ের জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরো অনেক কিছুই বলার ইচ্ছে ছিল সে সব বলতে গেলে ভাবপ্রবন হয়ে পড়ার সম্ভাবনা ও আছে তাই আর ও পথে যাচ্ছিনা। বহুদিন পর এমন নাটক দেখে মন ভরে গেছে। এমন আরো নাটক দেখার অপেক্ষায় রইলাম।
আমি করোনা পজিটিভ হওয়ার জন্য ঘরেই থাকি। আমি আপনাদের নাটক সুযোগ পেলেই দেখি।কাল দেখছিলাম ' রাত যত গভীর হয়'। দারুন নাটক। ওখানে একজন দর্শক কমেন্টস করেছিলেন এই নাটক দেখার জন্য। এখন দেখলাম। অসাধারণ। চোখের জল রাখা গেলো না। মূল্যবোধের নাটক। আপনাদের বেশীর ভাগ নাটক সমাজকে আলো দেখায়। সুস্থ থাকলে পরিবার একসঙ্গে আবার দেখবো।সবাই ভালো থাকবেন।ভারত থেকে।
Eid a natok dhekhe pani? Apnar moto dorshok ache. Jibon kostor poro hashi . Tai chai natoke eid a kono natok dekte chai na ja dekhe chokhe pani ashe tai le eid kemne hoilo
Who else are there like me who couldn't stop crying even after the end?.. Love and respect from India to all the actors, director and the script writer🙏
সকাল আহমেদ এর নাটক মানে অন্য রকম একটা ভালোবাসার ছোঁয়া। মা তোমার সাথে কাউরো তুলনা হয় না, নাটকের শেষ অংশে চোখের পানির জন্য মোবাইলের স্ক্রিন ঝাপসা হয়ে গেলো।
What a heart touching story ! Outstanding acting by Mosharraf bhai and Momo . This Natok should be an eye opener for most of us. We need to have the empathy to understand each other's pain and try alleviate it. My support always for good Bangla Natok. Joy Bangla ! from WB, India.
এনটিভির নাটকটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিও দেখতে ক্লিক করুন > cutt.ly/DnqQ9ql
নাটকের ব্যাক মিউজিক কার জন্য কথা গুলো ভালো করে সোনা যাচ্ছ না,,,,,এই ধরণের মিউজিক বন্ধ করে দেওয়া হোক
no
এনটিভি নাটক ভাল্লাগে আরটিভির নাটক
আমার জীবনে দেখা বেস্ট নাটক
নায়িকার নাম মামো নাকি মম
মার্কেটিং যারা আছে তারা কি মুরখ নাকি
গল্পটা যিনি সাজিয়েছেন,তার মা সহ সকল মায়ের চরনে সালাম।
Amar o Salam rohilo
Excellent...... নাট্য নির্মাতা ও অভিনেতা 🙏🙏
অসাধারণ কমেন্ট
ভুল জিনিস টা আমাদের রক্তের মধ্যে মিশে গিয়েছে।
সালাম জিনিসটা চরণে ক্যানো দিতে হবে?
বরং নিজের বাবা মা সহ সকলের বাবা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন।
"যে ভাতের কারণে আমি আমার মার কাছ থেকে আলাদা হয়ে গেছি সেই ভাত আমি খাব না"!ছেলে!
"যে ভাতের কারণে আমি আমার ছেলেকে মেরেছি সেই হাত দিয়ে আমিও ভাত খায়নি"!মা!
অসাধারণ
Nice
আমার জীবনে যদি কখনো কোন নাটক মনে থাকে তাহলে এই নাটক টিকে থাকবে। ধন্যবাদ এই নাটকটি যে লিখেছেন।।
চোখের পানি আটকাতে পারিনি।
বস্তা পচা গল্প
মা,, এবং ছেলেটি ভালো অভিনয় করেছেন,,,,
আমি কেঁদেছি। কাহিনিটাই এমন যে চোখের পানি ধরে রাখা মুশকিল। এধরণের ঘটনার ভয়েই হয়তো অনেক মা দ্বিতীয় বিয়েতে বসে না। মোশাররফ করিম এর অভিনয় আসলেও দুর্দান্ত, চরিত্রটাতে একেবারেই মানিয়ে গেছে। ধন্যবাদ সকাল আহমেদ।
Sokol maye proti oporonto valobasa r salam😭 khob ecche kortase probas theke mokti pete mayer makha bat khete jani seta eccha e thakbe
Thank you ❤️
সত্যি এ কথা মনে করেই আর সাজানো হলো না
সত্যি কি কেউ পারে মেনে নিতে?
আধভাংগা ঘরটা আর ভাংগিনা একারনে কলিজার টুকরা কোথায় গিয়ে আবার কষ্ট না পায়
এক কথায় অসাধারণ।
স্বামী হারা একটি মা তাঁর সন্তান কে নিয়ে সমাজে কতটা অসহায় অবস্থায় থাকেন তা শুধু ওই মা ই জানেন........
আসলেই লাস্ট ছিনটা চোখের পানি চলে আসলো,মার কোনো তুলনা হয়,
আল্লাহ সব মাকে নেক হায়াত দান করুক আমিন।
বাংলাদেশের বেশিরভাগ নাটকের মূল কাহিনীই হচ্ছে প্রেমর।
এই একই কাহিনী থেকে বের হয়ে যে অসাধারণ নাটক হতে পারে এই নাটকটি তার দৃষ্টান্ত।
এমন কোন দর্শক পাওয়া যাবে না।, যে এই নাটক টা দেখে চোখের পানি আটকে রাখতে পারবে।
।।
সন্তানের কথা ভেবেই মায়েরা দ্বিতীয় বিয়ে বসে না৷ যৌবন একা একাই কাটিয়ে দেয়।। প্রতিটি মা কেই ভালোবাসা রইল, 💝
Asolei choker pani dhore rhakte parlam na
Ami ooo onek kanna korsi😭😭
Sorry vai ai baler natok dekhe amar kanna ase nai
@@Jesmin3 humorist
Natok ta 4 min dekhey ami natok er story ta andaz korte parchi. Amar to ekhon e kanna ashchay.
সম্ভব হলে দুনিয়ায় সকল ভাষাবাসী মানুষকে নাটকটা দেখাতাম। পরিচালক, অভিনয় শিল্পীসহ যারা কলাকৌশলী আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ 💜💜
শেষ পর্যন্ত কেঁদেই ফেললাম। মায়ের প্রতি
প্রত্যেক সন্তানের ভালবাসা থাকা দরকার। মা তোমাকে অনেক ভালবাসি।।।
Hoo bi
Same vai Amar chokhe Pani Ashe pore gelo natok oshadharon
Same
আমার মা নেই মারা গেছেন। মোশাররফ করিম ভাইয়ের নাটকটি দেখে মায়ের জন্য কলিজার ভিতরে ছেঁত করে উঠলো। কান্না এসে গেল। মোশাররফ আমাদের কিংবদন্তি অভিনেতা।সব কিছু পারফেক্ট ফুটিয়ে তুলতে পারে। মোশাররফ ভাই ধন্যবাদ।
সত্যি নাটকের শেষ অংশে চোখের জল ধরে রাখার মতো না। লাভ ইউ মা।।
ধন্যবাদ সবাইকে🙏
আমি প্রবাসে থাকি , শেষ যখন দেশে যাই, বলছিলাম সেমাই খাব,ফিরত প্রবাসে আসার দিন, বিদায় নিয়ে বাহির হওয়ার সময় মা সবাইকে বলে আমাকে আটকিয়ে সেমাই খাইয়ে বিদায় দেয় ! আল্লাহ আমার মাকে নেক হায়াত দিক দুয়া করবেন
Hmm allah jeno apnar maa k nek hayat dan koren...ameen
Ameen😇
ভালো লাগলো আপনার কথা।
আমিন
Amin
মোশারফ করিম যেমন মানুষকে হাসাতে পারে ঠিক তেমনি মানুষকে কাঁদাতেও পারে । Salute Boss ✌️
ভীউ দিয়ে নাটকের মান নির্ণয় করা যায়না?
অসাধারণ নাটক যা দেখে আমি মুগ্ধ।
ধন্যবাদ সবাইকে ❤️
r8
কে বলছে আমি নির্ণয় করি জাতে ভিউ বেশি ঐ গুলি ফালতু প্রেম প্রিতিতে টইটম্বুর, যা আমি বর্তমানে বেশি একটা দেখি না অবশ্য আগেও এরিয়ে চলার চেষ্টা করতাম,আর যাতে ভিউ কম সে গুলি সমাজিক
Banglades er shahrukh khan mosaraf karim
অসাধারণ একটা নাটক। নাটকটি দেখে চোখে পানি এসে পড়ল।আর মোশাররফ ভাইয়ের অভিনয়ে নাটকটির ভাবনা আরও ফুটে উঠেছে।❤️❤️❤️❤️❤️❤️
অনেক আবেগময়ী একটা নাটক। জানি এটা একটা বানানো গল্প কিন্তু এরপরেও চোখের জল আটকাতে পারিনি।
ধন্যবাদ এই নাটকের লেখক এবং সংশ্লিষ্ট সবাইকে।
শিল্পী, আপনারা বড়ই আজব,মানুষের আবেগ নিয়া খেলা করাই আপনাদের কাজ, এই ধরনের নাটকগুলো মানুষের কলিজায় লাগেরে ভাই।অনেক অনেক ভালবাসা রইল তাদের জন্য যারা এই নাটকের সাথে জরিত।🤐🤐🤐
মাঝে মাঝে এই মায়ের সাথে কতোই না খারাপ ব্যবহার করি..
নাটক দেখে টলটল করে পানি পড়ছে চোখ থেকে।
অসাধারণ নাটক 🖤
সত্যি হৃদয় স্পর্শ কাতর ভালোবাসা মা ছেলের।লাস্টের সিন টা দেখে চোখে পানি চলে আসলো। আসলে এত সুন্দর নাটক ভিউ কম। বাঙালি ভালো জিনিস খায় না।
ঘটি গরম & সুইপারম্যান নাটক দুইটা দেখেন ভাই
বাই বাঙালি আরফান নিশো কে খাই কথায় আছে না এখন কার মেয়েরা গান্জা খোর ছেলেদের পছন্দ করে বেশি ঠিক সেই রকম
Ekdom right bal sal natok e koto vw
আমার মামা মারা যাবার আগে ভাপা পিঠা খেতে চেয়েছিলেন কিন্তু নানি সেটা বানিয়ে খাওয়ানোর আগেই মামা হুট করে কলেরাতে এক রাতের মধ্যেই মারা যান। আমার নানি সারাজীবন আর কখনোই ভাপা পিঠা মুখে তোলেন নি। সব মায়েরাই এমন হয় ☹️❤️❤️
Ar ar to naam Maa
আমার নানি মারা যাবার আগে রাজহাঁস খেতে চেয়েছিলো আম্মার কাছে, খাওয়ানোর আগেই নানি মারা যায়, আম্মা আর কখনো রাজহাঁস খায়নি...😥
@এসো ইংরেজি শিখি@ না ভাইয়া
😭😭😭😭
নাইচ
কোন কথা হবে না। বস সব সময় বস ই। মোশাররফ করিম।
মাঝে আমাদের চেনা মোশাররফ যেন হারিয়ে গেছিলো কিছু সস্তা নাটকে। এই ঈদে আবার ফিরে পাইছি পুরানো বস কে।
মোশারফ ভাই অসাধারন..উনি যে কত বড় মাপের অভিনেতা বলা যাবে না..খুব ভালো লাগলো দেখে 💕 Love from Kolkata ❤️
অনেক দিন পর একটা নাটক দেখে চোখে পানি আটকিয়ে রাখতে পারিনি, কখন যে কান্না করে দিলাম বুঝতেই পারিনি। সবার অভিনয় ছিল অসাধারণ আর মোশাররফ ভাই অল টাইম নেক্সট লেভেল
মা কে হারিয়েছি জন্মের পর পরই 😢 কিন্তু মায়ের জন্য মন খারাপ করে মাঝে মাঝেই খুব কাঁদি ।। কিন্তু আজকে এই নাটক টা সত্যি আমাকে আমার মায়ের জন্য ব্যাকুল করে তুলেছে ।।
আল্লাহ আপনার মা'কে জান্নাত নসিব করুন আমিন
কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। নাক দিয়েও জল পড়ছে। কি অসাধারণ অভিনয় করলো মোশাররফ করিম ও সাবেরী আলম। আল্লাহ তা'আলার দেয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর নেয়ামত "মা"।
পরিচালক ও কলাকুশলীদের অসংখ্য ধন্যবাদ নাটকটি উপহার দেওয়ার জন্য। নাটকের শেষে মা ছেলের ভালবাসা ও অভিমানের অংশটুকু দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি বহুক্ষণ।
মায়ের ভালবাসার তুলনা কোনভাবেই হয় না। যার মা নেই তার সুখ-দুখ বলার জায়গা নেই। সকল মায়েরা ভাল থাকুক। :)
চিরন্তন সত্য।
ভাই সত্যি বলেছেন
আমার মা নেই আমি বুঝি মায়ের অভাব কি.
Akdam thik bolechen vai
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তাঁকে বেহেশতের উচ্চ মাকাম দান করুন। আমিন।
💓💓💓💓💓💓
এই একটা আর্টিস্ট যার সম্পর্কে কিছু বলার মত ক্ষমতা আমার নেই,প্রানবন্ত একজন অভিনেতা
চোখের পানি ধরে রাখা সম্ভব হয়নি, নিজের অজান্তে চোখের কোনায় পানি জমে গেলো😭😭😭 অসাধারণ ছিল। মোশারফ ভাইয়ের কথা আর কি বলবো!! ভালোবাসা ❤ সেটা যদি হয় মায়ের জন্য, তাহলে বলার অপেক্ষা রাখে না। পৃথিবীতে আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ উপহার - মা....মা এবং মা...
Thank you
@@shakalahmed7424 ধন্যবাদ স্যার এমন অসাধারণ নাকট উপহার দেওয়ার জন্য, আশাকরি ভবিষ্যতে এমন ভালো নাটক উপহার দিবেন।
Natok ti osadharon,,,sokol mayer proti onk onk valobasha roilo.
সত্যিই কিছু বলার ভাষা নেই।
চোখের পানি আটকাতে পারলাম না।।।
মা তো মা ই।।।
মায়ের মত আর কেউ নেই।
ভালোবাসা ও শ্রদ্ধা হাজারো মায়ের প্রতি।।।
হাজারো নাটকের ভিরে এই নাটক গুলা।।।
ভালোবাসা অভিরাম প্রিয় অভিনেতা মোশারফ করিম& মম কে
এবং নাটক পরিচালনা কমিটিকে।।।
অনেক কিছু লিখতে চেয়েছিলাম কিন্তু হাজারো শব্দ দিয়ে এরকম নাটকগুলোর কোনো বর্ণনা দেয়া সম্ভব নয়,❤️❤️
কি চমৎকার কথা,,,,,!!!
"আমার না তোমাকেই পছন্দ, আমাকে খুশি করার জন্য অতিরিক্ত তেমন কিছু করার প্রয়োজন নেই।"
"যে হাত দিয়ে ওকে আমি মেরেছিলাম সেই হাত দিয়ে তারপর থেকে আমি আর ভাত স্পর্শ করিনি"-'মা' 💖
Thank you
আমি অনেক নাটক দেখেছি
কিন্তু কোটি বার বলতে পারি এতো ভালো নাটক কখনো দেখিনি ।
মোশাররফ ভাই আপনি আসলেই অভিনয় জগতের একটি জাগ্রত নক্ষত্র।
দোয়া রইল পৃথিবীর সকল মা এবং মা দের সন্তান এর পক্ষ থেকে
কি আর বলবো গল্পটা এত এত ভালো লেগেছে যে বলে বুজাতে পারবো না,শেষের দিকের দৃশ্যটা সত্যি কাঁদিয়ে দিয়েছে আমাকে, ধন্যবাদ সকাল আহম্মেদ ও নাটকের কলাকুশলীদের এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য
, এক কথায় অসাধারণ নাটক ছিল নিজের অজান্তেই কিভাবে চোখের পানি বাহির হল বুঝতে পারলাম না।
Excellent
নাটকটা দেখে না চাইতে ও চোখ দিয়ে পানি চলে আসলো😢মনে হয়েছিল চোখের সামনে বাস্তব জীবনের প্রতিবিম্ব দেখছি
নাটক করতে গিয়ে ওরা কতটা কেদেছে জানিনা, তারচেয়ে আমি মনে হয় কান্না করেছি। এক কথায় অসাধারণ লেগেছে।
আপনাকে অনেক ধন্যবাদ নাটকটি দেখার জন্য
এমন নাটক দেখলে হৃদয় জুরে যায়।। সত্যি বলতে চোখে পানি ধরে রাখতে পারলাম না। অভিনন্দন পরিচালক ভাইকে। আর সকল অভিনেতাকে।
কিছু বলার নাই। শেষ টা দেখে চোখ এ কান্না চলে আসছে।ধন্যবাদ এই নাটকের পরিচালক কে।সাথে এনটিভি কে অসাধারণ একটা গল্প
মা ছেলের সম্পর্কগুলি এমনই হয়।
বেঁচে থাকুক মায়েরা ❤️
মোশাররফ ভাই,ইউ বিউটি 💜
আমি কলকাতার একজন দর্শক । এতো সুন্দর একটা নাটক উপহার দেবার জন্য ধন্যবাদ । সবার অভিনয় অপূর্ব ।
ধন্যবাদ 🇧🇩🇧🇩
মা তো মা ই হয়। মায়ের তুলনা পৃথিবীতে নাই। তাই তো মায়ের স্থান স্বর্গেরও ওপরে...সকাল আহমেদের আরও একটি অসাধারণ নাটক। মোশারফ করিম বরাবরের মতই অনন্যসাধারণ!...
করিম সাহেব কি সুন্দর অভিনয় আপনার যে ভাষায় বোঝাতে পারবো না। এই রকম সন্তান বর্তমান যুগে বিরল। ভীষণ সুন্দর গল্পো। ধন্যবাদ।
আরো দেখুন, বিহাইন্ড দ্যা সিন,
ফাঁদ ও বগার গল্প,
বিহাইন্ড দ্যা পাপ্পি,
ম্যানি ব্যাগ,
সাকিন সারিসুরি,
সহ অনেক জনপ্রিয় নাটক মোশাররফ ভাইয়ের।
মোসারফ করিম আর মম আপুর নাটক গুলো অনেক ভালো লাগে মোসারফ করিমের জন্য একটা লাইক হয়ে জাক
👇
হুম
জীবনে এই প্রথমবার কোনো নাটক দেখে চোঁখের জল গড়িয়ে গেলো! অসাধারণ...ধন্যবাদ সকাল আহমেদ,ধন্যবাদ মোশাররফ করিম সহ সকলকে।
মোশাররফ করিম এর মতো অভিনেতা হাজার বছরে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। বাংলাদেশের অভিনয় জগতের একজন অমুল্য সম্পদ।
কলকাতায় থাকি আমি কিন্তু এমন নাটক আগে দেখিনি। চোখে জল চলে এলো।
ঠিক
এখন থেকে নিয়মিত দেখবেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের নাটক কতটা মন ছুঁয়ে যায়,,আর আমাদের নাটকের নাটকের অভিনেতা অভিনেত্রীদের ম্যাজিক।
দারুন ,মোশারফ করিমের অনবদ্য অভিনয় খুব ভালো লাগলো।
আরো দেখুন, বিহাইন্ড দ্যা সিন,
ফাঁদ ও বগার গল্প,
বিহাইন্ড দ্যা পাপ্পি,
ম্যানি ব্যাগ,
সাকিন সারিসুরি,
সহ অনেক জনপ্রিয় নাটক মোশাররফ ভাইয়ের।
শেষটা দেখে আমি কান্না করেছি সত্যি মা তো মা,, তার সাথে কারো তুলনায় চলে না ❣️ আই লাভ ইউ মা
শেষ টা দারুণ ছিলো,মা সন্তানের এমন ভালোবাসা দেখে চোখে পানি চলে আসছে❤️❤️
সকাল আহমেদ কে & এ নাটকের সামনে পিছেন যারা ছিলেন সবার জ্ন্য দোয়া😍😍
কান্না করাটা খুব দরকার ছিল।।এখন হাল্কা লাগছে🤗🤗
Thank you
মোশারফ ভাই সত্যিই অন্যরকম ছিল নিজের অজান্তেই দু-তিনবার কেঁদে ফেলছি🙏🥰
১০০% গ্যারান্টি কেউ না কেদে থাকতে পারবে না। ❤️মা❤️
নাটকের শেষ অংশে গিয়ে চোখে খুব ঝাপসা দেখছিলাম, কি হচ্ছে বুঝতে পারছিলাম না, পরে দেখি নিজের অজান্তে অঝরে চোখের পানি পড়তে লাগলো। একটা সন্তানের নিজের বাবা না থাকলে, একজন মায়ের কাছে সেই সন্তানকে নিয়ে অন্য আরেক সংসার করা কতটা কষ্ট হয়, সেটা সেই সন্তান আর সেই মা ছাড়া হয়তো পৃথিবীতে আর কেউ অনুভব করতে পারেনা।
নাটকের শেষ অসাধারণ
আমার সহজে চোখের পানি আসেনা, শেষ দৃশ্যে কখন যে চোখে পানি এসে গেল টেরই পেলাম না।খুবই আবেগঘন নাটক।
"মা" শবদটি সরগীয়।আমার মা গত হয়েছেন,ঈদের দিন আজিমপুরে মার কাছে গেলাম,সেই এক অসাধারন অনুভূতি। নাটকটি দেখার পর মার জন্য সৃষ্টকরতার কাছে প্রারথনায় বসবো।
বড় ছেলে নাটকের পরে অনেক দিন পর আজ কাঁদলাম ত্রই নাটকটা দেখে সত্যি খুব অসাধারন. ধন্যবাদ ত্রইরকম নাটক আমাদের দেশের গর্ব আমাদের অহংকার
Ami keno kadbo eid ar natok a.bhukkho mosto niye jibon thakte hobe anondo
P
কখনো হাসাই কখনো কাঁদায়,,, এটাই মোশারফ করিম... আর এটাই অভিনয় ।
সত্যি শেষাংশে চোখে পানি চলে এসেছে । জানি এটা নাটক,,, তারপরেও কোথায় জেনো হারিয়ে পেলি নিজেকে ।
ভালোবাসা অভিরাম প্রিয়
উপমহাদেশের অন্যতম সেরা অভিনেতা আপনি।
আপনকে নতুন নতুন করে পেয়ে আমরা আপ্লুত 🎉🎉
দেখুন, বিহাইন্ড দ্যা সিন,
ফাঁদ ও বগার গল্প,
বিহাইন্ড দ্যা পাপ্পি,
ম্যানি ব্যাগ,
সাকিন সারিসুরি,
সহ অনেক জনপ্রিয় নাটক মোশাররফ ভাইয়ের।
42:42 মিনিটের পরে লাষ্ট পরযন্ত, আমার চোখ দিয়ে পানি ঝরেছে।মোশারফ সেই এবং পরিচালক কে অনেক অনেক ধন্যবাদ??
Thank you
প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছিনা।
শেষ ১০ মিনিট নির্বাক হয়ে দেখেছি চোখের পলক ফেলতে পারিনি।
অনেক দিন পর ভালো একটা নাটক দেখলাম।
গরম ভাতের এক আশ্চর্য গন্ধ সারা নাটকের মধ্যে ছড়িয়ে পড়েছে।এক মুঠো গরম ভাত যখন মা ছেলেকে খাইয়ে দিলো ও পরে ছেলে মাকে খাইয়ে দিলো ,তখন অভিনয়ের মধ্যে দিয়ে আবার যেন ছড়িয়ে পড়ল গরম ভাতের সেই আশ্চর্য গন্ধ। ওই গন্ধে মন ভরে গেল সকল দর্শকদের আর নাটকটা পরম সফলতা লাভ করল ,দর্শকদের চোখের জলের তীব্র আবেগে।
মোশাররফ করিম এর নাটক দেখার জন্য অপেক্ষায় ছিলাম। আমার মতো কে কে অপেক্ষায় ছেলেন হা বলুন
💞
কালকেই অপেক্ষা শেষ হয়ে গেছে
@@moviekhor5970 কেন দাদা
ami
ভাইজান আমি ছিলাম
এই ঈদের সেরা নাটক।
যাদের মা বেচে নেই তারা এই নাটক দেখলে শিওর কান্না করে ফেলবেন
Vai amaro ma nai Khub mone porce make😭😭😭
I'm from 🇮🇳India..
I'm big fan of Mr. Musaraf Karim Sir.
Heart touching acting..& story.
God bless you Sir.
Prasanta Kr Chanak. , As you are a fan of Mosharrof Karim , plz watch his one more superb acting . “ Raat ghovir hoey “ ( U-tube/ RTV channel ) . All the actors are too good there . Amazing drama !
আরো দেখুন, বিহাইন্ড দ্যা সিন,
ফাঁদ ও বগার গল্প,
বিহাইন্ড দ্যা পাপ্পি,
ম্যানি ব্যাগ,
সাকিন সারিসুরি,
সহ অনেক জনপ্রিয় নাটক মোশাররফ ভাইয়ের।
আমি ভারতবর্ষ থেকে লিখছি । অসাধারন কাহিনী আর অসাধারন পরিচালনার জন্য কাহিনীকার এবং পরিচালক দুজনকেই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অপূর্ব এবং অনবদ্য অভিনয়ের জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরো অনেক কিছুই বলার ইচ্ছে ছিল সে সব বলতে গেলে ভাবপ্রবন হয়ে পড়ার সম্ভাবনা ও আছে তাই আর ও পথে যাচ্ছিনা। বহুদিন পর এমন নাটক দেখে মন ভরে গেছে। এমন আরো নাটক দেখার অপেক্ষায় রইলাম।
পৃথিবীতে মায়ের তুলনা শুধুই মা। ️👑I love you ma
আমি কাঁদছি! আমি কাঁদছি! আমি কাঁদছি! অসাধারণ একটা অনুভূতি.... ভালবাসি মা তোমাকে। নাটক রচয়িতাকে অনেক শ্রদ্ধা।
Hmm
অসাধারণ একটা নাটক,,,প্রতিটা সন্তানের মায়ের প্রতি এমন ভালোবাসা থাকা উচিত,,,তাহলে কোন মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না
আর কান্না ধরে রাখতে পারলাম না এই ভাতের জন্য কতই না কষ্ট করি😭ধন্যবাদ সবাই কে এই টিমের এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য❤️
মা যখন বললেন সেদিন থেকে আমার এই হাত ও ভাত টাচ করেনি, শুনেই বুকের ভিতরটা যেনো কেঁপে উটলো।
same
জীবনে এত কাঁদিনি শুনে যতটা কেধেছি
এনটিভির নাটকটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিও দেখতে ক্লিক করুন > cutt.ly/DnqQ9ql
আমার ও ।মনে হচ্ছিল আমার মা কথা গুলো বলছে।
Same
আমি করোনা পজিটিভ হওয়ার জন্য ঘরেই থাকি। আমি আপনাদের নাটক সুযোগ পেলেই দেখি।কাল দেখছিলাম ' রাত যত গভীর হয়'। দারুন নাটক। ওখানে একজন দর্শক কমেন্টস করেছিলেন এই নাটক দেখার জন্য। এখন দেখলাম। অসাধারণ। চোখের জল
রাখা গেলো না। মূল্যবোধের নাটক। আপনাদের বেশীর ভাগ নাটক সমাজকে আলো দেখায়। সুস্থ থাকলে পরিবার একসঙ্গে আবার দেখবো।সবাই ভালো থাকবেন।ভারত থেকে।
অসাধারণ একটা গল্প ততোধিক অবিস্মরণীয় অভিনয় । পরিচালনার জবাব নেই । বাংলাদেশের নাটকের অভিনেতারা সত্যিই অনবদ্য । কোন প্রশংসাই ওনাদের জন্য যথেষ্ট নয় ।
ধন্যবাদ
এত মায়া দিয়ে তৈরি করা নাটকটা,বলার ভাষা হারিয়ে ফেলেছি,অটুট থাকুক সকল মা ছেলে মেয়ের সম্পর্ক,ভালোবাসার আরেক নাম মা,
2021 সালের শ্রেষ্ঠ নাটক।
মা, আল্লাহর দেয়া একটি শ্রেষ্ঠ উপহার। তাই পৃথিবীর সকল মায়েদের প্রতি ভালোবাসা অবিরাম💝💝💝
চোখের পানি ধরে রাখতে পারলাম।অনেক ভালোবাসি মা 😥😥😥।অনেক দিন মায়ের বুকে মাথা রাখিনা।প্রবাশি🙏
Thank you
Eid a natok dhekhe pani? Apnar moto dorshok ache. Jibon kostor poro hashi . Tai chai natoke eid a kono natok dekte chai na ja dekhe chokhe pani ashe tai le eid kemne hoilo
@@shakalahmed7424 lvn.😶😐🙁
Nich
Akdam thik 😭😭😭😭🔔
এভাবেই বেচে থাকুক সব মা সন্তানের ভালোবাসা। এই ঈদে আমার দেখা সেরা নাটক।
অসাধারণ একটি নাটক ছিল কিন্তু.
নাটকটি দেখে আমার দুই-চোখ থেকে প্রচুর পানি ঝরিয়েছে😓😥
(লাভ ইউ পৃথিবীর সকল মা কে 💖)
"মা" সে তো "মা" ই
সন্তানের জন্য এতো ত্যাগ অার ভালবাসার কারণেই আল্লাহ তা-আলা মায়ের পায়ের নিচে বেহেশত রেখেছেন।
চোখের পানি দরে রাখতে পারলাম না
চোখের পানিটা ধরে রাখা সম্ভব ছিল না ৷ভালবাসি মা ভালবাসি ৷বস সত্যিই অসাধারন নাটক উপহার দিয়েছেন ৷ধন্যবাদ পরিচালক সাহেব কেও ৷ভাল থাকুক পৃথিবীর সকল মা রা ৷
Veery veery good mother
Thank you
এটা কি কোনো নাটক ছিলো? নাকি হৃদয় ভেঙে চুরমার করে কান্নায় ভাসিয়ে দেয়ার কোনো গল্প ছিলো? বুঝলাম না কিছু। কিন্তু গল্প আর অভিনয় দেখে মাথা নষ্ট।
Hore bi
Tik bolsan bai
এটা এমনি এক নাটক যা চোখের জল আটকে রাখা যায় না।
@@saimahmed1945 GlhsksalglggslkfsfklskdkksakgfkkgkskgkskksgkaslflggslkalsaksksslhskssfkfkdagkgkkdkksksgkfkskfsgkgsssmakggasdkkagskkssdgkaskakslglsallsalggkagjvdklszajgakdhsslfkdfkdhksflgskksgdlffkdgksgdkkasksfkagksfkslfaksfkssskfkgkdkaskkfkaskgskskskdkskjkdksskgkfkffkshksadkdkkkdgkgddkaffkfgdkkaksgskskkdkksakskfakafkkdfsdkgkdskkgfklsalkfkfakfkskalfgkfkskdfkgsgkgkfkldkgkljsksdkkkagkdkjsdkkkdkkkgslgkkkgfkkggkkfafklsgkfkksfgfskkggkakkskkkagaksfkhkgksdgdkkglglsaggdgskdksfkkkdlkfkgsgksgksskgkffkaglafkgslsgslfgskkksflsakafkgskkssfkgggafkkgsjakaskskksfasfkkagsdkfksdsksfsksaskfksdglsggaFkasaaggslkgfskhfadlhkgasahsfhsahahhaghfdafajssadadlgagsfdjdgslgagshafgsdghfagflgalfgkgfllgkagksglddgkkkdglhgakhlsfkldgkddsfhdfgdjhddlgdldfjjggsgldflfjfdldkdgljghdjfjgflglhklggjdgkgddlkgljhddfdkagglsgkdldggkdlgdllgagkdgdkdlkflagjdglklgjlfjfgldhggdkdkjddkfgldljklglfkglgkgfgkjgklgdklllksgllghddgjddkdkkslglgkjglffjgkshdklgkgalgsgsgdjddljfdjgdkdkdgkdjdlsjfgfgdkfdgkdflhdkddgjkfsggkldkglkdldfkgdhflgdkghgfgdlgglklkhgdgllsgdkgdkdgdgsdlkgdhkdlkdgdgdddgdkldadfgkgsldddjfkahagskdgklgglgdgdjgldgklgdfjdhddkjgddhkdghlgfdhdfhsdggjgsaddgadgkkgajlglhjdhkljddghhdgllddlgjhddggjdkgkddgkgagdjgagjgggfkgfgdkdddhaddfhahfgakkggkdhagdgkgdhfadgfkddjgghkfkkfgddgkggkdggfgafjdfgakdgkfldldfkjgdagdkdfhfgahaghgdlfgdjfdhafkfgdgkddgkdgaddkkggdgdfggfkgghdgdgadgdjhffggkddjgfdkdsfjdglhdddjgkdshgdkdfgdghgkddadlgggglfkhddddggkdfghdlfkdgffgfgdgddjfdkdfdgdgggjdjfgkjgdajgfhldjgdgagdkdgkjhdkdgfgkdjgdgdafkgkfgfgkgkgkjddfgkkgdkdkgdjgdagdjjdgfkgdgfgkhkdgfjhkddjgkdddkfkfdjgfgdkfgkgdkgdfgjfgkfhkgdkdfgfkgkgfjjfsjakggkgfkfdgkfskgfggdfkgkakkshdfkggajdkgfgkdfgksdkgdkddjgkkdgdkgkdfklghdkkggkkgkdkgsfdkhdgdkgkdfdkfgkkgdjgddkgkdgkkdgdgkdkhkdsfgkgdkdgjdgkddkgfgkfgdgdgkddkffhjfdjgdgdkdgakhdkdkgdjgkdkkfkadghffk@afdkkghgkdgkdgkdgkgkdfgdhhkfdgdsdgdkfdsfgdgkggsflfjgfgdkggkddhhgglkkkkfskdgkfgkgksddfhjdfkggdkkgskdgkkgdskgkfkhkfggddkgkglfadgjkdglkfhdkfggkdklggkdkfgsdgdkdlkjgdkfhhdggdksdgdkhjkfgkjdkfdgfgdkdgkfkkggdkdkdhgfgjglgjdgkdgdhdkgfgdgdfdkfgdhdgjdfjgdgfkskdggkdggdlfhfghgfgdgkfkgdgdjjddghjdljddakddggfgdadkgkffdkdkdfgkkgjdhgdkgfhhfgkfsgkdljgdkfjdgggfjgghdgfggdkfgdgdghhkgkgkdghfgkdkgjgfgdhgdsfjdjdkhkgkfkgkdfgggjfdfgdkkhgkgkfkkggkfjfgdhfgdhffjdhjgdjdjdgjgkfggkdjdkfhfdfdjjakgkggfgfjggkggdhddfdjgfkfdjsgdggjgkjgkdgjdgddgfgdgksfkgskggdkkfgsgdjsgjddjdgfldkgdggkdfdkddkhdkgdjfkdddjgdkgjsdgdgjdgdffgkdgfkdgkkdkdgkgkhdkgkgkkdhdkdfgddskgdfgkgkdfkkgkkkdgfgkgkddkdfdkgdkgdfkgkdhsgdgfjdggdsgdkajgdkkghkdgkdhkfdgkddfdkgkdgkdkkhkgddkghgdkkgddgfkgkdggjfkagddkdddgdkdhgkfgkdgldkgjdkgdfkkgsdgkdkkdkdkdhkhfkgdjfgddfkgkdgdkgjgkgfddhkhdkdkfjdddgdkgkggkdkkdkgdkgskdgjdfgdkgdkgkkkdgdkgfdkkgkgfkgdhfdhgkgdgkdgjdkkkgdghkddkgjdgggjddkdjjgfkgdkggddggkjghdgfdgdjjgdfkglgkdjgjdjdhkfgdljahkghddfkfhdfdhdjgsgdgjgdjgfjggdjdggkdhdjdgjghgddgkjfhgfhdfjggjjfjhkagkkdgkdlggkgdfgjfdkggfjdgdddgdkggkdglfhdjgdkdhjfhhdjfgdkfdghgdkdkdkdghdggfjgdgadgfjdgkgkdjgjgkdggjgdjgddjdhlkgdgdjghgsdglfskgkgjdglkddfdgkgkfkggkfgljgdggkfjfggdgdkdgdjdjgfjddkfgdjggjdddhgkdgkggggsgkkadjkdkgfdkgjfddfkdhkhdkgkhgkgklkfdgjgjlskdjsfhddkjhkdjdhdhgkdjgdlfdfksdgkdgdhfghdlld
Akdom thik bolsen
Who else are there like me who couldn't stop crying even after the end?.. Love and respect from India to all the actors, director and the script writer🙏
So true!!!
TH-cam-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik.
আমি সহজে কান্না করি না, ধরতে গেলে কঠিন টাইপের মানুষ, তারপর ও কেন জানি কান্না চলে আসছে।
আপনাকে দেখে কিন্তু তা মনে হয় না!মনে হয় এখনও কেঁদে ফেলবেন! 😄
ar akta natoke aki comment korsilen
সত্যিসত্যিই এই নাটকের কল্পনা হয় না।
আমি নিজেই কাঁদলাম
এমন মা মা মাই হয়।মায়ের তুলনা হয়না।
অসাধারণ।
চোখ থেকে না চাইতেও পানি পড়ে গেল।সত্যি খুব ভালবাসি মা আপনাকে
Osadaron akta natok
ভাই এইটা কি ছিলো।অনেক দিন বাংলা নাটকের সেরা একটি রুপ দেখলাম।এই নাটক দেখে মনটা অস্থির হয়ে উঠলো।
আর একটা দেখুন।।
(সাদা মানুষ))
ভালো লাগবে।।
সম্ভবত সবারই চোখের জল ঝরেছে।
💌💞
আমাদের রুচি একটাই নিচে নেমেছে যে, এমন একটা গল্পে দর্শক এত কম
right
হুম
Right vai
Thank you
@@shakalahmed7424Thanks for the content..
All the best
সকাল আহমেদ এর নাটক মানে অন্য রকম একটা ভালোবাসার ছোঁয়া। মা তোমার সাথে কাউরো তুলনা হয় না, নাটকের শেষ অংশে চোখের পানির জন্য মোবাইলের স্ক্রিন ঝাপসা হয়ে গেলো।
Thank you
নাটকটির শেষের দিকে চোখের পানি আটকে রাখা যায় না।
অসাধারণ একটি নাটক সেলুট জানাই লেখক পরিচালক এবং অভিনয় শিল্পীদের স্পেশালি মোশারফ করিম ভাই কে মোশারফ করিম মম জুটি সবচাইতে পছন্দের
Thank you
আমার মা নেই, নাটকটি দেখে মায়ের অনেক স্মৃতি মনে পড়ে গেল।ভাষায় প্রকাশ করার মতো নয়,নাটকটি এতো অসাধারণ হয়েছে।
এত ভালো নাটক মিলিয়ন ই পার হয় না .....ইউটিউবে এর ভিউস দেখে নাটক বানালে শুধু ভাঁড়ামো নাটক বানাতে হবে.
ভাড়ামু নাকি ভাড়ুয়া
ভাল কিছুর কদর আসলেই করেনা
আসলে শুরু টা সেরকম না,
যেমন শেষ টা।
সবাই শেষ পর্যন্ত অপেক্ষা না করার কারণে ভিউ কম।
ভালো কিছু চিরন্তন। ভিউ সাময়িক।
Tarin jshan valo actrtress valo avino kre jebonta.
অসম্ভব সুন্দর একটা নাটক ।অনবদ্য গল্প। দুর্দান্ত অভিনয়।আমার সহজে চোখের পানি আসেনা, শেষ দৃশ্যে কখন যে চোখে পানি এসে গেল টেরই পেলাম না।খুবই আবেগঘন নাটক।মোশাররফ করিম এর অভিনয় আসলেও দুর্দান্ত, চরিত্রটাতে একেবারেই মানিয়ে গেছে।উনি যে কোন চরিত্রেই সিদ্ধহস্ত এই নাটকই তার প্রমান।মোশাররফ করিম ভাই, জাকিয়া বারী মম এবং মায়ের চরিত্রে (সাবেরী আপার )অভিনয় সত্যি প্রশংসনীয়, অসাধারণ।
সবাই অসাধারণ অভিনয় করেছে।ধন্যবাদ সকাল আহমেদকে। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে ।
👌👌👌👌👌👌👌👌👌
নাটক দেখে ভাষা হারিয়ে ফেলেছি,,
এতটা এতটা সুন্দার নিজের অজান্তেই চোখের জল পড়ে গেল টের পেলাম না👌👌👌👌👌👌
চোখ ভিজে গেলো,
ভালোবাসি ❤️মা❤️ নিজের জীবনের থেকেও বেশি
এখনো কিছু গুণী নির্মাতার জন্য এই ধরনের বাস্তবধর্মী নাটক দেখার সৌভাগ্য হয়। ধন্যবাদ সবাইকে।
অনেক নাটক দেখেছি, কিন্তু নাটকের মধ্যে এটা সেরা নাটক ...
ভাত নিয়ে মা ছেলের গল্প মানুষকে কাঁদিয়ে ছাড়বে কথা দিলাম..
শেষটা এমন হবে ভাবী নাই,চোখের পানি ধরে রাখতে পারলাম না😭😭
What a heart touching story ! Outstanding acting by Mosharraf bhai and Momo . This Natok should be an eye opener for most of us. We need to have the empathy to understand each other's pain and try alleviate it. My support always for good Bangla Natok.
Joy Bangla ! from WB, India.