আসলে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, নাটকটি দেখে প্রথমে আনন্দ পেলেও, শেষের দিকে এসে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, রাতের বেলায় একা একা নাটকটি দেখতে দেখতে আমার অজান্তে কখন যেন চোখে পানি ঝরা শুরু হয়ে গেছে আমি জানিনা, তাই Rtv এর প্রতি আমার অনুরোধ, আপনারা অমানুষ নাটকটির দ্বিতীয় খন্ড তৈরি করুন মানে এর শেষ পরিণাম কি হলো, মায়ের স্থান কোথায় হল? বা তাদের সংসারের কি পরিস্থিতি হলো? বা আইন প্রশাসন তাকে কি সাজা দিল? এটার উপর ভিত্তি করে যদি আবারো নাটক নির্মিত করেন তাহলে ভালো হতো পরিবেশে আবারো মোশারফ করিম ও আর টিভিকে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকটা নাটক আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে মোশারফ করিম ভাই এর নাটক সব ভালো লাগে ধন্যবাদ মোশারফ করিম ভাইকে,। পরিশেষ একটা অনুরোধ আমার কমেন্টের উত্তর অবশ্যই জানিয়ে দেবেন
ইন্ডিয়া থেকে , সত্যিই এইরকম অভিনয় দেখার পর আর কিছুই দেখতে ভালো লাগছিল না ইউটিউবে । অভিনেতাদের রাজা মোশাররফ করিম। বাংলাদেশের সকলে তাঁকে যোগ্য সম্মান দেবেন দয়া করে
হায়রে অভিনয়... আমার হাতে যদি ক্ষমতা থাকতো... তাহলে পৃথিবীর যত বড়ো বড়ো পুরস্কার আছে সব আমি আপনার পায়ে ঢেলে দিতাম... মোশারফ করিম স্যার ❤আমি পশ্চিমবঙ্গ থেকে
অভিনয় জগৎ কে ভাললাগা হবার পর থেকে নয়ক সালমান শাহ পর মুশাররফ ভাই কে ভাল লাগে তার সব কিছু ভাল লাগে আর তার নাটক দেখে না কেঁদে চোখের জল না ফেলে পারিনা এতো আবেক দেয়ে গুট এরকম নাটক ছবি চাই💞💞💞
শেষটা সত্যি অসাধারণ ছিল। সত্যি কান্না চলে আসছিলো আমার। মোশাররফ করিম স্যারের অভিনয় যারা দেখেছে তারাই তার ফ্যান হয়ে গেছে। আমার সবচেয়ে প্রিয় অভিনেতা মোশাররফ করিম স্যার। লাভ ইউ স্যার।❤❤
জীবনে অনেক নাটক দেখছি,তবে এটা দেখার পর আমি নিজেকে হারিয়ে ফেলেছি,প্রায় ২০ মিনিট কান্না করেছি,,মাকে হারিয়ে প্রায় ১১ বছর আমি বুঝি মা কি জিনিস,,, ভালো থাকুক পৃথিবীর সকল মা,
এই প্রথম:কোন অভিনয় দেখে অঝোরে কাঁদলাম আর আমার ভিতরে থাকা সুপ্ত জ্ঞান জাগ্রত হল, আমি সত্যিকার অর্থে বুঝতে পারলাম যে, মানুষ অমানুষ হয়ে জন্মগ্রহণ করে না- এই সমাজের তথাকথিত মানুষগুলোই তিলে-তিলে মানুষকে-অমানুষ বানাই, স্যালুট জানাই এই গল্পের লেখককে! আর অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা রইলো, জীবন্ত কিংবদন্তি মোশারফ করিম ভাইয়ের প্রতি যিনি কেন্দ্রীয় চরিত্রে থেকে জীবন্তভাবে এই গল্পকে আমাদের উপহার দিয়েছেন! শুভকামনা রইল,আপনি যেন,এবছরের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি পান! ধন্যবাদ পরিচালক ভাইকে যিনি এত সুন্দর একটি টেলিফিল্ম আমাদেরকে উপহার দিয়েছেন!🥰🥰🥰
বাংলাদেশে জন্ম গ্রহণ করতে পেরেছি বলেই এমন নাটক দেখার সুযোগ পেয়েছি🙂 নাটকের পরিচালকের জন্য মনের গভীর থেকে জানাই শ্রদ্ধা আর মোশারফ করিম ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন নিখুঁত অভিনয়ের জন্য❤️
"অমানুষ" - আমার জীবনে দেখা সেরা ঘটনা- সেরা নাটক- সেরা অভিনয়। মোশাররফ করিম ও মনিরা মিঠূ এই দুজন খুবই শক্তিশালী অভিনেতা এবং দুজনেই OSKAR পাবার যোগ্যতা রাখেন। আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে।
আমার ব্যক্তিগত মতে পরিচালকদের কাছে বিশেষভাবে অনুরোধ মোশারফ করিম স্যার কে দিয়ে যতগুলো সম্ভব নাটক সিনেমা বানিয়ে রাখা যায় রাখেন আগামীতে আর কখনো এমন অভিনেতা বাংলাদেশ আসবে কিনা সন্দেহ
"শেষ দৃশ্য দেখে কেউ কান্না থামাতে পারবে না 😥..!! চোখ দিয়ে যে কখন পানি চলে আসছে বুঝতেই পারিনি, এই নাটক টি- ২০২২ সালের Award পাওয়ার মত।অসাধারণ একটি নাটক ❣️
মোশাররফ ভাই,,, আপনি মনের মত অভিনেতা,, নাটকটা খুভ ভাল লাগছে,আমাদের সমাজের আশে পাশে যা নিজের চোখে যা দেখি তা হয়তু আমাদের কাছে খারাপ লাগে বা ভাল ভাবে নেই না,,কিন্তু তার পিছনে অনেক গল্প লুকিয়ে তাকে,,,তা কী আমরা চিন্তা করি,,
শুধু ২০২২ নয় এই নাটক টি প্রতি বছর প্রতি মাস প্রতি খন Award পাবে ❤ আর আমি যদি সরকার হতাম তাহলে প্রতি টি নতুন ফোন ON করার জন্য এই নাটক টি দেখা বাধ্যতা করে দিতাম❤❤❤
নাটকটি দেখতে দেখতে হঠাৎ শেষ দৃশ্যে কেমন এক অনুভূতি হচ্ছিল শরীর ও মনে, যার ভাব ভাষায় প্রকাশ করার শব্দ আমার সাধ্যের মধ্যে নাই, এ যেন নাটকের কোন দৃশ্য নয়, সুখ-দুঃখ মিশ্রিত বাস্তব এক জীবন্ত মুহূর্ত । মা-সন্তানের ভালোবাসার শ্রেষ্ঠ নাটক। মোশারফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা নিখুঁত সুন্দর অভিনয় আমাদের উপহার দেওয়ার জন্য।
কাহিনি ঘটনা বিন্যাস এত মজবুত বাস্তবকেও হার মানায়। এক কথায় অসাধারণ ২০২২ এর সেরা নাটক। নাটকের জন্য নোবেল পুরস্কার দেওয়া হলে ২০২২ সালে এই নাটকটা পাবার একমাত্র দাবিদার
সম্পূর্ণ নাটকে দুইটা উক্তি অসাধারণ ছিল (1) বাবা কখনো খারাপ মানুষ হয়? বাবা কখনো খারাপ মানুষ হয় না.... (2) মায়ের কোন জাত হয়না ... মা তো মা ই হয়..আল্লাহ পৃথিবীর সকল মা বাবাদের কে ভাল রাখুক (আমিন)
পৃথিবীতে "মা" এটার কোন তুলনা হয় না, এটা একটা অমূল্য সম্পদ। নাটকের শেষ অংশটি৷ সত্যিই৷ অসাধারণ ছিলো,, মা একটি আবেগের নাম, ধন্যবাদ পরিচালক পরিচালক এবং অভিনয় শিল্পীদের এমন একটা সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য
আমি একজন প্রবাসী, বাবাকে হারিয়েছি 12 বছর। মা কে ছেড়ে থাকি অনেক দূরে। এইরকম নাটক দেখলে, চোখের পানির কথা না হয় বাদই দিলাম। নিজেকে আটকে রাখতে পারি না। ইচ্ছে করে এক মুহূর্তে চলে যাই মায়ের কাছে। প্রতিটা মুহূর্ত অনুভব করি মায়ের ভালোবাসা, মায়ের গায়ের ভালোবাসার গন্ধ। খুব ভালোবাসি মা তোমায়।
গল্পটা যখন শেষ হচ্ছিল বারবার স্ক্রিনে হাত রেখে দেখার চেষ্টা করছিলাম।গল্পটা যেন শেষ না হয় আরো কিছুক্ষণ যেন থেকে যায়।বলে বুঝানো যাবে না কতটা আবেগ নিয়ে এই নাটকের গল্প টা সাজানো হয়েছে। চোখের পানি ধরে রাখা দায়!
আমি অগণিত বার এরকম করেছি।এখনই কি নাটকটা শেষ হয়ে যাবে? আরেকটু কেন হলো না? মাকে নিয়ে কি রতন ঘরে ফিরতে পারবে? এমন সব প্রশ্ন মনের ভিতর ঘুরতে লাগলো। অভিনয় দিয়েও যে মানুষকে আটকানো যায়। চোখের জল বের করা যায়। অসম্ভব সুন্দর ও মনোরম নাটক। সবার জন্যই শুভকামনা রইল।
বাবা ইজ এ ব্রান্ড! আর মা হচ্ছে সুপার পাওয়ার। - "আমার মেয়ে যেনো আমার নামটা মনে রাখে, কখনও ভুলে না যায়, আমি আমার মেয়েকে আমার নামটাই দিয়ে গেলাম"...!!! - নাটকে মোশারফ করিমের এই উক্তিটিও অন্যতম একটি সেরা উক্তি।
এই নাটকের কোন কিছু ব্যাখ্যা করা সম্ভব না, ২০২২ সালের সেরা নাটক এটি। নির্মম বাস্তবতা গল্প চোখের পানি আটকে রাখতে পারে নাই। পরিচালক সঞ্জয় সমাদ্দার আর মোশারফ করিমকে ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য।
এই নাটকের কোন তুলনা হয়না ২০২২ সালের সেরা নাটক। পরিচালকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। সাথে মোসারফ করিমকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর চরিত্রে অভিনয় করার জন্য।
সত্যিই আমি কান্না করে ফেলেছি!😭 অসাধারণ অভিনয় করেছেন মোশাররফ করিম 👍 কেনো যে মানুষ ইন্ডিয়ান সিরিয়াল দেখে?😭 যদি বাংলার মানুষ এই বাংলা নাটক দেখতো সত্যিই সমাজটা চেঞ্জ হয়ে যেত!!🥰❤️
আসলে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, নাটকটি দেখে প্রথমে আনন্দ পেলেও, শেষের দিকে এসে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, রাতের বেলায় একা একা নাটকটি দেখতে দেখতে আমার অজান্তে কখন যেন চোখে পানি ঝরা শুরু হয়ে গেছে আমি জানিনা, তাই Rtv এর প্রতি আমার অনুরোধ, আপনারা অমানুষ নাটকটির দ্বিতীয় খন্ড তৈরি করুন মানে এর শেষ পরিণাম কি হলো, মায়ের স্থান কোথায় হল? বা তাদের সংসারের কি পরিস্থিতি হলো? বা আইন প্রশাসন তাকে কি সাজা দিল? এটার উপর ভিত্তি করে যদি আবারো নাটক নির্মিত করেন তাহলে ভালো হতো পরিবেশে আবারো মোশারফ করিম ও আর টিভিকে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকটা নাটক আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে মোশারফ করিম ভাই এর নাটক সব ভালো লাগে ধন্যবাদ মোশারফ করিম ভাইকে,। পরিশেষ একটা অনুরোধ আমার কমেন্টের উত্তর অবশ্যই জানিয়ে দেবেন
সম্পূর্ণ চলচ্চিত্র টি দেখিয়া অভিভূত হয়ে গেলাম! চোখের জল ধরে রাখা গেল না!এত বড় অভিনেতা আমি আগে দেখিনি! এই চলচ্চিত্রে অভিনয় কারী-অংশগ্রহনকারী- প্রোডিউসার-ডইরেক্টর এবং অন্যান্য সকল টেকনিসিয়ানদের কে অভিবাদন এবং অভিনন্দন জানাচ্ছি। আর মোশাররফ করিম সাহেব কে হৃদয়ের মধ্যস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা,অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম এবং স্যালুট জানাচ্ছি। ভারত থেকে।।
আমি আসলে বুঝতেছিনা কি বলবো, চোখ দিয়ে অঝোরে পানি পড়েছে। মোশারফ করিম যে কী মানের অভিনেতা সেটা কল্পনা করাও সম্ভব না। এই নাটকটা বাংলাদেশের একটা মাস্টারপিস হিসেবে থাকবে। শুভকামনা রইলো।
কিসের হাওয়া, কিসের পরান, এইসব নাটক কলিজায় গিয়ে লাগে, একটা সত্যি কথা বলি আমার চোখ দিয়ে সহজে পানি আসে না, কিন্তু এই নাটকটা দেখার পর আমার চোখ দিয়ে নিজে নিজে পানি পরছে অনেকক্ষণ।
আমি ....because দুনিয়াটা আসলে এই কাহিনী চেয়ে ও শত গুনে খারাপ ...যা আমার knowledge এ আছে ...এজন্য এই নাটকের ঘটনা আমার কাছে just simple একটা টাকা ইনকাম করার নাটকি মনে হয়েছে আর কিছু না ...দুনিয়াটাই তো বিনোদন ...নতুন করে নাকট আবার কি শিখাবে হাহা
নাটকের শেষ দৃশ্যটি দেখে আমার মনে হয় না কেও তাদের চোখে পানি ধরে রাখতে পেরেছেন...। আসলেই অসম্ভব সুন্দর একটি নাটক..। প্রকৃত অর্থে মা তো মা ই হয়.. হোক সে ভালো কিংবা খারাপ.. আমাদের সকলের জান্নাত কিন্তু এই মায়ের পায়ের নিচে ই...। তাই আমার সকলের আমাদের জান্নাত কে অবহেলা না করি...🙏🙏🙏...?? ধন্যবাদ আপনাদের সকলকে এত সুন্দর একটি কাজ উপহার দেয়ার জন্য...!!!!
সর্বোচ্চ চেষ্টা করেছি চোখের পানি ধরে রাখার।। আমি পারি নি।। গলাটা ফেটে যাচ্ছিলো।। রাত ১ঃ৩২ টার সময় নাটকের শেষ দৃশ্য দেখছিলাম। মনে হচ্ছিলো চিৎকার দিয়ে ডাকি "মা"। " মা " আমার জান্নাত।
খোদার কসম আর কোন নাটক দেখে এ পর্যন্ত এতোটা কাঁদিনি 😭😭আজকে যতোটা কেঁদেছি।গল্প,অভিনয় দূর্দান্ত,এ নাটক জাতীয় পুরস্কার পাওয়ার দাবিদার।বাংলা নাটকের বরপূত্র যে মোশারফ করিম তা আরেক বার প্রমান করলেন আপনি,খুবই শক্তিশালী অভিনয় আপনার
নাটকটা শেষ পর্যন্ত দেখে সবাইকেই কাঁদতে হবে । সেই কান্নার পর যখন বিভিন্ন কমেন্ট দেখছি , তখনও আবার কান্না ই চলে আসছে । সত্যি অভূতপূর্ব অভিনয় এবং অসাধারণ গল্প ।
নাটক কে নিয়ে মন্তব্য করার মতো কোনো যোগ্যতাই হয়তো কারো নেই, সত্যিই অসাধারণ, মোশারফ ভাইয়ের অভিনয় নিয়ে কথা বলার মত যোগ্যতা আমার নেই শুধু এতোটুকুই বলবো লিজেন্ড ১০০ বছরে একটা আসে কিনা সন্দেহ সত্যিই অসাধারণ মোশারফ করিম।
মা-বাবার প্রতি যে ভুল ধারনাটা আমার মনে ছিল নাটকের শেষ অংশটা দেখার পর সেই ভুল ধারণাটা আমার ভেঙ্গে গেল আর কখনো বাবা-মাকে কষ্ট দিব না আমি আল্লাহ যেন পৃথিবীর সকল বাবা মাকে ভালো রাখেন❤❤❤❤
কি দেখলাম আমি,,চোখের পানি ধরে রাখতে পারলাম না। আসলেইতো মায়ের কোনো জাত নেই,মায়ের কোনো পরিচয় নেই,,মা তো মা ই। পৃথিবীর সকল মায়ের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা,মায়ের তুলনা শুধুই মা। বাংলা নাটকের জয় হোক,জয় হোক মোশাররফ ভাই এর।
আজকে এই নাটক টা দেখে যত কান্না করছি,,আর কখনো কোনো নাটক দেখে এভাবে কান্না করি নি! আসলেই মা তো মা ই হয়,,সে তো জাত,পাত,ধর্ম সব কিছুর উর্ধে। সে জান্নাত,শুধুই জান্নাত❤️❤️
কি অসাধারণ অভিনয় মোশারফ করিম ও মনিরা মিঠু ম্যাডামের🙏🙏🙏।তানজিন তিশার ও সুন্দর অভিনয়। সঞ্জয় সমাদ্দার পরিচালনায় নাটকগুলি দেখে শুধু মুগ্ধ হচ্ছি।❤❤❤ কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক
নাটকের শেষ অংশে যেয়ে কান্না থামিয়ে রাখতে পারি নাই... মা পৃথিবীর শ্রেষ্ট সম্পদ তা এই নাটকের সকল গুনীজন বিশেষ করে মোশারফ করিম ভাই ফুটিয়ে তুলেছে ❤️❤️❤️ অসংখ্য ধন্যবাদ নাটকের পরিচালক ভাইকে....
নাটকটা অসাধারণ লাগলো,কার জন্ম কোথায় হবে সেটা স্বয়ং আল্লাহ ছাড়া কেও জানে না আসলে মাতৃ পিতৃহীন ভাবে কেও নিজেকে পরিচয় দিতে পারে না এই দোষ টা কার সমাজের না মানুষের, নাটকে বর্তমান সমাজের বাস্তব রুপ তুলে ধরা হয়েছে?
কত বছর আগে কেঁদেছিলাম তা এখন মনে পড়ছে না কিন্তু নাটকের শেষ দশ মিনিট এত পরিমাণ কেঁদেছি কিন্তু ইচ্ছা করে কাঁদিনি সিন গুলো দেখে কাঁদতে বাধ্য হয়েছি ধন্যবাদ নাটক নির্মাতা কে এত সুন্দর একটি নাটক আমাদের আমাদের সামনে উপস্থাপন করার জন্য
অনেক দিন পর আজকে একটা নাটক দেখলাম, সত্যিই খুব ভালো নাটক দেখলাম চমৎকার গল্প,, এইরকম পরিবেশ বান্ধব গল্প নির্ভর নাটক চাই সবসময় ,,, ধন্যবাদ সঞ্জয় সমাদ্দার কে ❤️❤️
মা যে কতো দামি, সেটা আরো একবার বুঝার সুযোগ পেলাম। মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সেটা এই নাটকের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, অমানুষ নাটক দেখে অনেকে মানুষ হবে আশা করছি, স্বার্থক এই নাটক। পরিচালকে দক্ষ হাতের লেখা দক্ষ এবং শ্রেষ্ঠ অভিনেতার অভিনয়ে সাবলীলভাবে ফুটে উঠেছে। মোশাররফ ভাইয়ের অনেকগুলো শ্রেষ্ঠ নাটকের মধ্য এটা অন্যতম। তোমার জন্য রইলো দোয়া এবং ভালোবাসা, বিশেষ করে এই নাটকটার জন্য।
খুব ভালো লেগেছে। পরিস্থিতি অস্বীকার করা মানুষের, সমাজের নোংরা দৃষ্টি ভঙ্গি পরিবর্তনে, মানুষকে মানুষ হিসেবে পরিচয় দিতে এই নাটক একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
বাংলাদেশের একটা বড় সম্পদ . নাটক 'যার কোন তুলনা হয়না ৷ করিম সাহেবের নাইক নাদেখে আমি একদিনও ঘুমাইনা ৷ রোমান্টিক নাটকের থেকে এরকম নাটক বেশি ভাল লাগে ৷ পশ্চিমবঙ্গ জল পাই গুড়ি থেকে ৷
আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি। এই নাটকটি আমার জীবনে দেখা সেরা নাটক গুলির মধ্যে একটি। মোশারফ করিমের অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই, শুধু চাইব উনি যেন কলকাতায় এসে কিছু কাজ করেন।
@@LoveAttitude682 দাদা আমি আমি বড় পর্দায় অর্থাৎ সিনেমায় অভিনয়ের কথা বলেছি। তা ছাড়া এখানে শুধমাত্র প্রাপ্তবয়স্ক নাটক হয় এমন টা নয়। এখানে জীবনমুখী, হাস্য রসাত্মক ও ছোটদের সহ সব ধরনের ই নাটক পরিবেশিত হয়। কলকাতার মহান নাট্যকারদের কথা আপনি হয়ত জানেন না।
এতো সুন্দর একটা নাটকের ভীউ কেন যে এত কম...বুঝি না মানুষ কেন যে এমন সুন্দর নাটক ও জাত অভিনয় ছেড়ে সস্তা মানের নাটক বেশি গুরুত্ব দেয়। যারা এই নাটক দেখেছেন তাদের রুচিবোধ... কে সন্মান জানাই❤️❤️
মা তো মা ই।মায়ের সাথে করো তুলনা হয় না।মা তোমাকে অনেক ভালোবাসি।যতো বড় পুরস্কারই দেওয়া হোক না কেন এই নাটকের জন্য কম হয়ে যাবে। চোখে কোনে অজান্তে পানি চলে আসছে। সত্যি অসাধারণ ছিল গল্পটি এবং অভিনয়টিও
শেষটা কিন্তু অসাধারন ছিলো,,,,মোশাররফ করিমের জীবনের শ্রেষ্ঠ অভিনয় কি বলেন আপনারা,,,? হায়রে অভিনয়,,,,,,,,,,,,,,,টাকার জন্যে যারা এভাবে চোখের পানি ফেলতে বাধ্য করলো লক্ষ-লক্ষ দর্শকদের তাদের জন্যে একটি করে লাইন বলে যান।
মানি মেশিন: th-cam.com/video/toJ1UF7xjh8/w-d-xo.html
হোটেল নিরিবিলি: th-cam.com/video/o0jz7Zy7F6g/w-d-xo.html
হরিজন পল্লী: th-cam.com/video/VQLE_gv5kN8/w-d-xo.html
আনন্দী: th-cam.com/video/JJxTNx_V0ZM/w-d-xo.html
এটার কি দিতিও কোন পরব আছে
@@arifbepari8309 PP
আসলে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, নাটকটি দেখে প্রথমে আনন্দ পেলেও, শেষের দিকে এসে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না,
রাতের বেলায় একা একা নাটকটি দেখতে দেখতে আমার অজান্তে কখন যেন চোখে পানি ঝরা শুরু হয়ে গেছে আমি জানিনা, তাই Rtv এর প্রতি আমার অনুরোধ, আপনারা অমানুষ নাটকটির দ্বিতীয় খন্ড তৈরি করুন মানে এর শেষ পরিণাম কি হলো, মায়ের স্থান কোথায় হল? বা তাদের সংসারের কি পরিস্থিতি হলো? বা আইন প্রশাসন তাকে কি সাজা দিল? এটার উপর ভিত্তি করে যদি আবারো নাটক নির্মিত করেন তাহলে ভালো হতো পরিবেশে আবারো মোশারফ করিম ও আর টিভিকে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকটা নাটক আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে মোশারফ করিম ভাই এর নাটক সব ভালো লাগে ধন্যবাদ মোশারফ করিম ভাইকে,।
পরিশেষ একটা অনুরোধ আমার কমেন্টের উত্তর অবশ্যই জানিয়ে দেবেন
@@arifbepari8309, way way way w,w,w,,,w, w,,ww,,w,,,,www,
@@arifbepari8309 এরতুউই
ইন্ডিয়া থেকে , সত্যিই এইরকম অভিনয় দেখার পর আর কিছুই দেখতে ভালো লাগছিল না ইউটিউবে । অভিনেতাদের রাজা মোশাররফ করিম। বাংলাদেশের সকলে তাঁকে যোগ্য সম্মান দেবেন দয়া করে
হায়রে অভিনয়... আমার হাতে যদি ক্ষমতা থাকতো... তাহলে পৃথিবীর যত বড়ো বড়ো পুরস্কার আছে সব আমি আপনার পায়ে ঢেলে দিতাম... মোশারফ করিম স্যার ❤আমি পশ্চিমবঙ্গ থেকে
100% vhai
Ami Murshidabad theke bro
Sm bro 🤜🤜🤜
ভাই একদম খাঁটি কথা বলেছেন
অভিনয় জগৎ কে ভাললাগা হবার পর থেকে নয়ক সালমান শাহ পর মুশাররফ ভাই কে ভাল লাগে তার সব কিছু ভাল লাগে আর তার নাটক দেখে না কেঁদে চোখের জল না ফেলে পারিনা এতো আবেক দেয়ে গুট এরকম নাটক ছবি চাই💞💞💞
মোশাররফ করিম ছাড়া এ ধরনের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা সম্ভবই না! সত্যিই জাত অভিনেতা! গল্পের সারমর্ম, মোশাররফ করিমের অভিনয়, এক কথায় অসাধারণ ! প্রশংসনীয়! অসাধারণ♥️♥️♥️
শেষটা সত্যি অসাধারণ ছিল। সত্যি কান্না চলে আসছিলো আমার। মোশাররফ করিম স্যারের অভিনয় যারা দেখেছে তারাই তার ফ্যান হয়ে গেছে। আমার সবচেয়ে প্রিয় অভিনেতা মোশাররফ করিম স্যার। লাভ ইউ স্যার।❤❤
জীবনে অনেক নাটক দেখছি,তবে এটা দেখার পর আমি নিজেকে হারিয়ে ফেলেছি,প্রায় ২০ মিনিট কান্না করেছি,,মাকে হারিয়ে প্রায় ১১ বছর আমি বুঝি মা কি জিনিস,,, ভালো থাকুক পৃথিবীর সকল মা,
😭😭😭😭
💞💞
Vai re apni to ma ke hariyecen 11 bochor.
Amar ma re to vai Allah chuto kaley niye gece 😭😭😭😭
@@mdzia6483 ভাই আল্লাহ যেনো আপনার মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন
ভাই আপনার আমার মা-বাবা কেউ নেই 😭
এই প্রথম:কোন অভিনয় দেখে অঝোরে কাঁদলাম আর আমার ভিতরে থাকা সুপ্ত জ্ঞান জাগ্রত হল, আমি সত্যিকার অর্থে বুঝতে পারলাম যে, মানুষ অমানুষ হয়ে জন্মগ্রহণ করে না- এই সমাজের তথাকথিত মানুষগুলোই তিলে-তিলে মানুষকে-অমানুষ বানাই, স্যালুট জানাই এই গল্পের লেখককে! আর অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা রইলো, জীবন্ত কিংবদন্তি মোশারফ করিম ভাইয়ের প্রতি যিনি কেন্দ্রীয় চরিত্রে থেকে জীবন্তভাবে এই গল্পকে আমাদের উপহার দিয়েছেন! শুভকামনা রইল,আপনি যেন,এবছরের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি পান! ধন্যবাদ পরিচালক ভাইকে যিনি এত সুন্দর একটি টেলিফিল্ম আমাদেরকে উপহার দিয়েছেন!🥰🥰🥰
নাটকের শেষ দৃশ্য দেখে যাদের কান্না আসছে , তাদের সবার মা ই আমার মা। পৃথিবীর সব মা জাতির জয় হোক , মানবতার জয় হোক❤️❤️❤️
সহমত ভাই
সহমত ভাই
❤️😍
পানি আসবে না কেন পানি না আসার কোনো কারণ আছে ভাই। যারা প্রকৃত মানুষ মাকে ভালোবাসে তাদের চোখে পানি না আসে পারে না
চোখের জল গড়িয়ে সব ভিজে গেছে কখন নিজেই টের পাইনি
জন্মের ৩ বছরে মা হারাই।
মায়ের জন্য আকুলতা কখনো তেমন বুঝতে পারিনাই। এই নাটক আমাকে কাঁদিয়েছে, আমার হৃদয় অঝোরে চিৎকার দিয়ে শুধু ডাকছে -- মা.... 😥😥😥
Allah apnr Maa'k jannat nosib korun
Amin ...
বাংলাদেশে জন্ম গ্রহণ করতে পেরেছি বলেই এমন নাটক দেখার সুযোগ পেয়েছি🙂
নাটকের পরিচালকের জন্য মনের গভীর থেকে জানাই শ্রদ্ধা আর মোশারফ করিম ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন নিখুঁত অভিনয়ের জন্য❤️
"অমানুষ" - আমার জীবনে দেখা সেরা ঘটনা- সেরা নাটক- সেরা অভিনয়। মোশাররফ করিম ও মনিরা মিঠূ এই দুজন খুবই শক্তিশালী অভিনেতা এবং দুজনেই OSKAR পাবার যোগ্যতা রাখেন। আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে।
মা তো মা ওই মা কখনো খারাপ হয় না।
সম্মান জানাই পৃথিবীর সকল মাকে❤️🙏
❤❤
পৃথিবীর সব পুরষ্কার এ-ই পরিচালককে দেওয়া উচিত। মা সবচেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ সকল মাকে জান্নাত বাসি করুক।
😭
♥️♥️
আমি বহু অভিনেতা দেখেছি কিন্তু এমন অভিনেতা আমি জীবনে খুঁজে পাইনী এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। স্যালুট স্যার।
আমার ব্যক্তিগত মতে পরিচালকদের কাছে বিশেষভাবে অনুরোধ মোশারফ করিম স্যার কে দিয়ে যতগুলো সম্ভব নাটক সিনেমা বানিয়ে রাখা যায় রাখেন আগামীতে আর কখনো এমন অভিনেতা বাংলাদেশ আসবে কিনা সন্দেহ
Hm 🥰
মা তো শুধুই মা। মায়ের আলাদা কোন পরিচয়ের প্রয়োজন নেই ।
নাটকটি সত্যিই হৃদয় ছুঁয়েছে, অসাধারণ।
এই নাটক আমি যতবার দেখেছি ততবার চোখের জল ধরে রাখতে পরিনি। মোশরফ সহেব অভিনয়ের ট্যালেন্ট নিয়েই জন্মেছেন। ভারত থেকে অপূর্ব।
মোশাররফ ভাই নাটকটা দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি বাংলাদেশের প্রত্যেকটা সন্তান যেন মাটির এইভাবে ভালোবাসে জিন্দাবাদ মোশাররফ করিম ❤
মোশাররফ করিমের অভিনয় প্রতিভার পরিমাপের প্রয়োজন নেই। যে কোনও চরিত্র চিত্রনে উনি সমান পারদর্শী ।অভিনন্দন এই অসাধারণ শিল্পী কে।
মাঝ রাতে যে এরম ভাবে কান্না করবো নাটকের শেষ দৃশ্যের কথা গুলো শুনে সেটা আগে ভাবিনাই! মা❤️ , মা ই হয়❤️।
আমি এখন দেখলাম অনেক কাদলাম ভাই নাটকটা দেখে
Same
Ma mayei thake... 😪
এই বৃদ্ধ বয়সে কান্না সংবরণ করতে পারলাম না আর, আমি মনেকরি মোশাররফ ভাইয়ের এটাই সর্বশ্রেষ্ঠ অভিনয়।
দানব নাটকটা দেখবেন তাহলে বুঝবেন অভিনয় কাকে বলে।
"শেষ দৃশ্য দেখে কেউ কান্না থামাতে পারবে না 😥..!! চোখ দিয়ে যে কখন পানি চলে আসছে
বুঝতেই পারিনি, এই নাটক টি- ২০২২ সালের Award পাওয়ার মত।অসাধারণ একটি নাটক ❣️
#Vote for award....
একদম সত্য কথা আমিও কান্না থামাতে পারেনি। from spain
সত্যিই চোখের কোনে কখন যে পানি চলে আসছে বুজতেই পারিনি,
অসাধারণ একটি নাটক
মোশাররফ ভাই,,, আপনি মনের মত অভিনেতা,, নাটকটা খুভ ভাল লাগছে,আমাদের সমাজের আশে পাশে যা নিজের চোখে যা দেখি তা হয়তু আমাদের কাছে খারাপ লাগে বা ভাল ভাবে নেই না,,কিন্তু তার পিছনে অনেক গল্প লুকিয়ে তাকে,,,তা কী আমরা চিন্তা করি,,
শুধু ২০২২ নয় এই নাটক টি প্রতি বছর প্রতি মাস প্রতি খন Award পাবে ❤ আর আমি যদি সরকার হতাম তাহলে প্রতি টি নতুন ফোন ON করার জন্য এই নাটক টি দেখা বাধ্যতা করে দিতাম❤❤❤
নাটকটি দেখতে দেখতে হঠাৎ শেষ দৃশ্যে কেমন এক অনুভূতি হচ্ছিল শরীর ও মনে, যার ভাব ভাষায় প্রকাশ করার শব্দ আমার সাধ্যের মধ্যে নাই, এ যেন নাটকের কোন দৃশ্য নয়, সুখ-দুঃখ মিশ্রিত বাস্তব এক জীবন্ত মুহূর্ত । মা-সন্তানের ভালোবাসার শ্রেষ্ঠ নাটক। মোশারফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা নিখুঁত সুন্দর অভিনয় আমাদের উপহার দেওয়ার জন্য।
কাহিনি ঘটনা বিন্যাস এত মজবুত বাস্তবকেও হার মানায়। এক কথায় অসাধারণ ২০২২ এর সেরা নাটক। নাটকের জন্য নোবেল পুরস্কার দেওয়া হলে ২০২২ সালে এই নাটকটা পাবার একমাত্র দাবিদার
আমার দেখা সেরা নাটক। মোশাররফ করিম, হুমায়ুন ফরিদী মতো বাংলাদেশের সেরা অভিনেতা। পুরস্কার পাওয়ার যোগ্য।
নোবেল না,মনে হয় এটা অস্কার হবে
সম্পূর্ণ নাটকে দুইটা উক্তি অসাধারণ ছিল (1) বাবা কখনো খারাপ মানুষ হয়? বাবা কখনো খারাপ মানুষ হয় না.... (2) মায়ের কোন জাত হয়না ... মা তো মা ই হয়..আল্লাহ পৃথিবীর সকল মা বাবাদের কে ভাল রাখুক (আমিন)
মোশাররফ করিমের অভিনয় অতুলনীয়।
পৃথিবীতে "মা" এটার কোন তুলনা হয় না, এটা একটা অমূল্য সম্পদ। নাটকের শেষ অংশটি৷ সত্যিই৷ অসাধারণ ছিলো,, মা একটি আবেগের নাম, ধন্যবাদ পরিচালক পরিচালক এবং অভিনয় শিল্পীদের এমন একটা সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য
আহা মা 🙂
মায়ের কোন জাত হয়না 🥰
শেষ অংশে মা'কে ফুটিয়ে তোলার দৃশ্য, মা -ছেলের এক হওয়ার দৃশ্য আসলেই হৃদয়বিদারক 😔🙂
বাস্তবধর্মী অনেক কিছু শিখার আছে নাটক টা থেকে, মায়ের কোনো জাতি নেই ,আর অভিনয় তো হৃদয় ছুঁয়ে গেছে , গল্পও খুব উচু মানের,সমাজে সকলকেই সন্মান করা উচিত
কেদে ফেলছি পুরা
যে যাই বলুক বাংলা নাটকের সেরা লিজেন্ড
❤️❤️মোশাররফ করিম❤️❤️
আমার কথায় একমত আছেন তো
এখানে
👇চাপদিয়ে জানিয়ে দিবেন
❤️❤️❤️
What a drama absolutely touching
আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, মোশারফ করিমের অভিনয় আমাদের উত্তম কুমারকে মনে করিয়ে দেয়, মোশারফ জীবন দীর্ঘ কামনা করি করি
নাটকটি সেরা একটি সৃষ্টি।।।uniqe...পুরোটা না দেখে কেউ কেটে দেন না এটুকু অনুরোধ।।।আর legends সবসময় legends ই হয় mossaraf karim আবার প্রমাণ করল।।।
পাট ২ চাই
Right 👍💯
আমি অনেক কান্না করছি। অনেক কষ্ট পাইছি
Ata drama na re Bhai,film
@@MdRiyad-bj8og kub taratari asbe...sudu apnader response cai
এই নাটক টি শেষব্দি দেখার পর কাঁদেনি এমন কেউ আছেন নাকি😥
মা ও ছেলের মিলনটি ছিল অভিনয়ের চূড়ান্ত পর্যায় 💯
মেরিল প্রথমআলো পুরস্কার নিশ্চিত
মনে হয়না এমন কাউকে খুজে পাওয়া যাবে। যদি থাকে তাহলে সেই নাটকের ভাষায় বলতে হয় "অমানুষ"।
Right ✅
10000000%
"মা"
Nai vai...matro dheklam...last a Choker pani... Ato pani je kotha theke ashlo nijeo jani na
আমি একজন প্রবাসী, বাবাকে হারিয়েছি 12 বছর। মা কে ছেড়ে থাকি অনেক দূরে।
এইরকম নাটক দেখলে, চোখের পানির কথা না হয় বাদই দিলাম। নিজেকে আটকে রাখতে পারি না। ইচ্ছে করে এক মুহূর্তে চলে যাই মায়ের কাছে। প্রতিটা মুহূর্ত অনুভব করি মায়ের ভালোবাসা, মায়ের গায়ের ভালোবাসার গন্ধ।
খুব ভালোবাসি মা তোমায়।
অভিনয় মনেই হলো না শুধু মনে হলো সত্যিকারের কাহিনী।কূর্ণিশ জানাই মহান অভিনেতা মোশারম করিম সাহেবকে। অসাধারণ ও চিরস্মরণীয় অভিনয়।
কমেন্ট গুলো পড়ে ভাবছিলাম নাটক ছবি দেখে আবার কান্না আসে নাকি।বাট শেষ দৃশ্যটা দেখে কখন যে চোখে পানি এসে গেলো বুঝতেও পারিনি।মোশারফ করিম ইউ বিউটি ❤️❤️
৯০ এর দশকের বাংলা নাটকের হারিয়ে যাওয়া গৌরবান্বিত সোনালী অতীতের পূর্নজন্ম মোশাররফ করিমের হাত ধরেই! Just legendary ♥️
গল্পটা যখন শেষ হচ্ছিল বারবার স্ক্রিনে হাত রেখে দেখার চেষ্টা করছিলাম।গল্পটা যেন শেষ না হয় আরো কিছুক্ষণ যেন থেকে যায়।বলে বুঝানো যাবে না কতটা আবেগ নিয়ে এই নাটকের গল্প টা সাজানো হয়েছে। চোখের পানি ধরে রাখা দায়!
আমি অগণিত বার এরকম করেছি।এখনই কি নাটকটা শেষ হয়ে যাবে?
আরেকটু কেন হলো না?
মাকে নিয়ে কি রতন ঘরে ফিরতে পারবে?
এমন সব প্রশ্ন মনের ভিতর ঘুরতে লাগলো।
অভিনয় দিয়েও যে মানুষকে আটকানো যায়।
চোখের জল বের করা যায়।
অসম্ভব সুন্দর ও মনোরম নাটক।
সবার জন্যই শুভকামনা রইল।
Amoi vay.aro dekhte Mon chai
I did the same thing, vaia.
এই একই অনুভূতি-অভিজ্ঞতা হয়েছে আমারও ; বার বার স্ক্রীন দেখছিলাম, নাটকটি যেন এক্ষুণি শেষ না হয় চাইছিলাম।
আমিও সেইম
বাবা ইজ এ ব্রান্ড! আর মা হচ্ছে সুপার পাওয়ার।
- "আমার মেয়ে যেনো আমার নামটা মনে রাখে, কখনও ভুলে না যায়, আমি আমার মেয়েকে আমার নামটাই দিয়ে গেলাম"...!!! - নাটকে মোশারফ করিমের এই উক্তিটিও অন্যতম একটি সেরা উক্তি।
Brand ❤
এই নাটকের কোন কিছু ব্যাখ্যা করা সম্ভব না, ২০২২ সালের সেরা নাটক এটি। নির্মম বাস্তবতা গল্প চোখের পানি আটকে রাখতে পারে নাই। পরিচালক সঞ্জয় সমাদ্দার আর মোশারফ করিমকে ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য।
Not only 2022 bro,but also ever you seen
Vi apnar basa koi
Right 👍
Yes..একজন মোশাররফ করিম👍
এই নাটকের কোন তুলনা হয়না ২০২২ সালের সেরা নাটক। পরিচালকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। সাথে মোসারফ করিমকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর চরিত্রে অভিনয় করার জন্য।
মা তো মা ই, শেষ দৃশ্যটা সবাইকে কাঁদাবে।
আমাদেরকে এমন শিক্ষামূলক নাটক উপহার দেওয়ার জন্য নাটকটির সাথে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।❤️❤️❤️
সত্যিই আমি কান্না করে ফেলেছি!😭
অসাধারণ অভিনয় করেছেন মোশাররফ করিম 👍
কেনো যে মানুষ ইন্ডিয়ান সিরিয়াল দেখে?😭
যদি বাংলার মানুষ এই বাংলা নাটক দেখতো সত্যিই সমাজটা চেঞ্জ হয়ে যেত!!🥰❤️
Same here
অসাধারণ বললেও কম বলা হবে , এক কথায় ব্যাখ্যা দেওয়া অসম্ভব , এমন অভিনেতাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম 🙏🙏 ... ইন্ডিয়া থেকে
বাংলার মানুষ আজীবন মনে রাখবে আমাদের প্রিয় কিংবদন্তি মোশাররফ স্যার কে..🥰
বাংলাদেশ না তামাম দুনিয়ার সেরা অভিনেতা মোশাররফ করিম।এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা নাটক।।
Right
কত আঘাত পেয়েছি, ব্যথা অনুভব করেছি তারপরেও চোখ দিয়ে পানি পড়েনি কিন্তু নাটকের শেষ দৃশ্য দেখে এভাবে জল জল করে পানি এসে যাবে চিন্তাও করিনি 🥺
সত্যি কথা
এত সুন্দর অভিনয়,উফফফ,অনেক কিছু শেখার আছে এদের কাছ থেকে।মোশাররফ ভাই সহ পরিচালক স্যার এর জন্য অনেক শুভকামনা রইল।
আসলে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, নাটকটি দেখে প্রথমে আনন্দ পেলেও, শেষের দিকে এসে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না,
রাতের বেলায় একা একা নাটকটি দেখতে দেখতে আমার অজান্তে কখন যেন চোখে পানি ঝরা শুরু হয়ে গেছে আমি জানিনা, তাই Rtv এর প্রতি আমার অনুরোধ, আপনারা অমানুষ নাটকটির দ্বিতীয় খন্ড তৈরি করুন মানে এর শেষ পরিণাম কি হলো, মায়ের স্থান কোথায় হল? বা তাদের সংসারের কি পরিস্থিতি হলো? বা আইন প্রশাসন তাকে কি সাজা দিল? এটার উপর ভিত্তি করে যদি আবারো নাটক নির্মিত করেন তাহলে ভালো হতো পরিবেশে আবারো মোশারফ করিম ও আর টিভিকে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকটা নাটক আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে মোশারফ করিম ভাই এর নাটক সব ভালো লাগে ধন্যবাদ মোশারফ করিম ভাইকে,।
পরিশেষ একটা অনুরোধ আমার কমেন্টের উত্তর অবশ্যই জানিয়ে দেবেন
সম্পূর্ণ চলচ্চিত্র টি দেখিয়া অভিভূত হয়ে গেলাম! চোখের জল ধরে রাখা গেল না!এত বড় অভিনেতা আমি আগে দেখিনি!
এই চলচ্চিত্রে অভিনয় কারী-অংশগ্রহনকারী- প্রোডিউসার-ডইরেক্টর এবং অন্যান্য সকল টেকনিসিয়ানদের কে অভিবাদন এবং অভিনন্দন জানাচ্ছি।
আর মোশাররফ করিম সাহেব কে হৃদয়ের মধ্যস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা,অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম এবং স্যালুট জানাচ্ছি।
ভারত থেকে।।
পাপ পূণ্য সিনেমাতে অমানুষটার গল্প আর অমানুষে অমানুষটার রক্তের গল্প।
দুটোই অসাধারন। এভাবে যদি সমাজকে,সমাজের বিবেককে ধাক্কা দেওয়া যায় তবেই পরিবর্তন সম্ভব।
ধন্যবাদ গল্পের রচয়িতা ও কলাকৌশলীদেরকে।
অভিনয় করে মানুষ কে কাঁদানো সহজ কথা না, কিন্ত এই গল্পের শেষ টা দেখে চোখে আর পানি ধরে রাখতে পারলাম না । আসলেই নাটকের কাহিনী টা অসাধারণ ।
Bolod
Ncee
চোখের পানি আটকিয়ে রাখতে পারলাম না 😭😭
আমি আসলে বুঝতেছিনা কি বলবো, চোখ দিয়ে অঝোরে পানি পড়েছে। মোশারফ করিম যে কী মানের অভিনেতা সেটা কল্পনা করাও সম্ভব না। এই নাটকটা বাংলাদেশের একটা মাস্টারপিস হিসেবে থাকবে। শুভকামনা রইলো।
অনেক দিন পর বাংলা নাটক দেখলাম। চোখে পানি চলে আসলো।। 😢
লাস্টের ৫ মিনিটের অভিনয়,এক কথায় অসাধারণ
কিসের হাওয়া, কিসের পরান, এইসব নাটক কলিজায় গিয়ে লাগে, একটা সত্যি কথা বলি আমার চোখ দিয়ে সহজে পানি আসে না, কিন্তু এই নাটকটা দেখার পর আমার চোখ দিয়ে নিজে নিজে পানি পরছে অনেকক্ষণ।
Amaro bhai
সত্যিই নাটক টা আসলেই অনেক সুন্দর ছিলো চখের জল আটকে রাখতে পারেনি 😭😭
এই নাটকের পরিচালক সন্জয় সমাদ্দার উনি আমার এলাকার সন্তান ✌️😍
Same here bhai, vasha hin.
😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂
বাংলাদেশের নাম্বার ওয়ান অভিনেতা মোশাররফ করিম ,🏆🏆🏆🏆🥇🥈🥉🏅🎖️👑👑👑👑🇧🇩🇧🇩🇧🇩🇧🇩👌👌👌
মায়ের কিসের জাত!
"মা" তো মা"ই!!
শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো পৃথিবীর সব মায়ের জন্য।
🙏♥️
💖💖💖💖
ওয়েবফিল্মটির নির্মাণ অসাধারণ। পুরো মুভিটি দেখার পর যদি কেউ চোখের জল আটকে রাখতে পারে, তাকে আমি গুরু মানবো। বাজি ধরলাম।
সেই হবে,
অমানুষ
আমি ....because দুনিয়াটা আসলে এই কাহিনী চেয়ে ও শত গুনে খারাপ ...যা আমার knowledge এ আছে ...এজন্য এই নাটকের ঘটনা আমার কাছে just simple একটা টাকা ইনকাম করার নাটকি মনে হয়েছে আর কিছু না ...দুনিয়াটাই তো বিনোদন ...নতুন করে নাকট আবার কি শিখাবে হাহা
Impossible........ Kau atke rakhte parbena....
Ami
নাটকের শেষ দৃশ্যটি দেখে আমার মনে হয় না কেও তাদের চোখে পানি ধরে রাখতে পেরেছেন...। আসলেই অসম্ভব সুন্দর একটি নাটক..। প্রকৃত অর্থে মা তো মা ই হয়.. হোক সে ভালো কিংবা খারাপ.. আমাদের সকলের জান্নাত কিন্তু এই মায়ের পায়ের নিচে ই...। তাই আমার সকলের আমাদের জান্নাত কে অবহেলা না করি...🙏🙏🙏...?? ধন্যবাদ আপনাদের সকলকে এত সুন্দর একটি কাজ উপহার দেয়ার জন্য...!!!!
বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম নাটকের মধ্যে ১টি.. শেষ মুহুর্ত 😭😭😭
কি চমৎকার শব্দ ও ভাষা মা মা মা মা। এই সুন্দর ছিন আহ্ মনটা ভরে কেঁদে উঠলো আমি কেঁদেছি অনেক টা। এরকম ফিলিম পুরস্কার প্রদান করা হয় যেন
সর্বোচ্চ চেষ্টা করেছি চোখের পানি ধরে রাখার।। আমি পারি নি।।
গলাটা ফেটে যাচ্ছিলো।। রাত ১ঃ৩২ টার সময় নাটকের শেষ দৃশ্য দেখছিলাম। মনে হচ্ছিলো চিৎকার দিয়ে ডাকি "মা"।
" মা " আমার জান্নাত।
Hae bhai
আহ!কি অসাধারণ নাটক
এই নাটকের শেষে মা কে ফুটিয়ে তোলা হয়েছে,,কত হতভাগা আছে মা থাকতেও জন্মদাতা মায়ের মর্ম বুঝে না,,,পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা রইলো💜
right
শেষ পর্যন্ত নাটকের কাহিনি এমন হবে, সেটা সত্যি সত্যিই অসাধারণ।।। ♥️♥️♥️♥️ মা♥️♥️♥️
A mother is a mother..
যেমন কাহিনী তেমন অভিনয়, কালজয়ী এই নাটক গুলোর মাধ্যমে অমর হয়ে থাকবে প্রিয় লিজেন্ডারি অভিনেতা মোশাররফ করিম,
এই নাটকটি কোন পুরস্কার পাবে কিনা আমি জানি। শুধু এটাই জানি নাটকটি মিলিয়ন মিলিয়ন দর্শের চোখের পানি পেয়েছে। "মা তো মা" ই
বাংলাদেশের নাটকে ইনি একমাত্র ব্যাক্তি যার নাটক দেখলে সময় টা বিফলে যায় না।
খোদার কসম আর কোন নাটক দেখে এ পর্যন্ত এতোটা কাঁদিনি 😭😭আজকে যতোটা কেঁদেছি।গল্প,অভিনয় দূর্দান্ত,এ নাটক জাতীয় পুরস্কার পাওয়ার দাবিদার।বাংলা নাটকের বরপূত্র যে মোশারফ করিম তা আরেক বার প্রমান করলেন আপনি,খুবই শক্তিশালী অভিনয় আপনার
Amio
Ma
Sotti nijeke Mone hosse koto lucky alhamdulillah Allah r kache onek sukria. Rtv ke onek thanks ato nice manusikotar natok bananor jonno.
আমিও একমত যে এই ছবি টি কে পুরষ্কার দেওয়া উচিত ।
yes
নাটকটা শেষ পর্যন্ত দেখে সবাইকেই কাঁদতে হবে । সেই কান্নার পর যখন বিভিন্ন কমেন্ট দেখছি , তখনও আবার কান্না ই চলে আসছে । সত্যি অভূতপূর্ব অভিনয় এবং অসাধারণ গল্প ।
সেম
Same
নাটক কে নিয়ে মন্তব্য করার মতো কোনো যোগ্যতাই হয়তো কারো নেই, সত্যিই অসাধারণ, মোশারফ ভাইয়ের অভিনয় নিয়ে কথা বলার মত যোগ্যতা আমার নেই শুধু এতোটুকুই বলবো লিজেন্ড ১০০ বছরে একটা আসে কিনা সন্দেহ সত্যিই অসাধারণ মোশারফ করিম।
মা-বাবার প্রতি যে ভুল ধারনাটা আমার মনে ছিল নাটকের শেষ অংশটা দেখার পর সেই ভুল ধারণাটা আমার ভেঙ্গে গেল আর কখনো বাবা-মাকে কষ্ট দিব না আমি আল্লাহ যেন পৃথিবীর সকল বাবা মাকে ভালো রাখেন❤❤❤❤
কি দেখলাম আমি,,চোখের পানি ধরে রাখতে পারলাম না।
আসলেইতো মায়ের কোনো জাত নেই,মায়ের কোনো পরিচয় নেই,,মা তো মা ই।
পৃথিবীর সকল মায়ের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা,মায়ের তুলনা শুধুই মা।
বাংলা নাটকের জয় হোক,জয় হোক মোশাররফ ভাই এর।
মাত্র শেষ করলাম,,,কান্না করে ফেলছি,,,ধন্যবাদ সঞ্জয় সমাদ্দার,,,ধন্যবাদ কিংবদন্তি অভিনেতা মোসারফ করিম, ধন্যবাদ মনিরা মিঠু কে।
আপনাদের তুলনা হয়না
আজকে এই নাটক টা দেখে যত কান্না করছি,,আর কখনো কোনো নাটক দেখে এভাবে কান্না করি নি!
আসলেই মা তো মা ই হয়,,সে তো জাত,পাত,ধর্ম সব কিছুর উর্ধে। সে জান্নাত,শুধুই জান্নাত❤️❤️
আমিও মাকে হারিয়ে ফেলছি 😥😥😥
সত্যিই অসাধারণ গল্প। মা এই একটি পরিচয়পত্র মা ।
❤️❤️❤️❤️
মায়ের কোন জাত হয় না। মা শুধুই মা।সালাম সকল মায়ের প্রতি।আমি তোমায় অনেক ভালোবাসি মা
কি অসাধারণ অভিনয় মোশারফ করিম ও মনিরা মিঠু ম্যাডামের🙏🙏🙏।তানজিন তিশার ও সুন্দর অভিনয়। সঞ্জয় সমাদ্দার পরিচালনায় নাটকগুলি দেখে শুধু মুগ্ধ হচ্ছি।❤❤❤ কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক
ও,,মা তুমি জানো না মা, মায়ের কোনো জাত লাগে না,। মা তো মা ই।
হ্রিদয়টা ছুয়ে গেল,,,,২২ সালের সেরা নাটক,,,, মনে হয় চোখের সামনে এ যেন বাস্তব দেখেছি
Mosarof corim Bangaladasar sob thaka valo actor .golpo.ta bolar nay kecu osadarohon..
..
জিবনে কখনো মোশাররফ করিমের নাটক দেখি নাই।। কিন্তু আজকে অমানুষ নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না।।।পৃথিবীতে মা ছারা কেউ আপন হয় না।
নাটকের শেষ দৃশ্য টা খুবই বেদনাদায়ক ছিলো,কান্না চলে আসলো😢 এই পৃথিবীতে সবচেয়ে দামী সম্পদ হলো মা।❤️
নাটক টা দেইখা খুব কান্না করলাম,, আসলেই কেউ খারাপ হয়ে জন্ম নেয় না,, পরিস্থিতি মানুষ কে একদম বদলে দেয়, হয়তো বেশি ভালো, নয়তো বেশি খারাপ।।
''মায়ের আবার জাত লাগে নাকি? মা তো মা ই হয়''
সঞ্জয় সমাদ্দারের অসাধারণ একটি ফিকশন। মোশাররফ করিম ও মনিরা মিঠু বরাবরের মতই অনবদ্য...
ছোট বয়সে শাবানা,আলমগীর, রাজ্জাকের ছবি দেখে কেঁদেছি, আর এখন ৩৮ বছর বয়সে আবারও কান্না করলাম, এক কথায় অসাধারণ ছিল,
48
Really feeling very heart
অতুলনীয় মোশাররফ করিমের অভিনয়। চোখে জল এসে গেল।
নাটকের শেষ অংশে যেয়ে কান্না থামিয়ে রাখতে পারি নাই... মা পৃথিবীর শ্রেষ্ট সম্পদ তা এই নাটকের সকল গুনীজন বিশেষ করে মোশারফ করিম ভাই ফুটিয়ে তুলেছে ❤️❤️❤️ অসংখ্য ধন্যবাদ নাটকের পরিচালক ভাইকে....
নাটকটা অসাধারণ লাগলো,কার জন্ম কোথায় হবে সেটা স্বয়ং আল্লাহ ছাড়া কেও জানে না আসলে মাতৃ পিতৃহীন ভাবে কেও নিজেকে পরিচয় দিতে পারে না এই দোষ টা কার সমাজের না মানুষের, নাটকে বর্তমান সমাজের বাস্তব রুপ তুলে ধরা হয়েছে?
কত বছর আগে কেঁদেছিলাম তা এখন মনে পড়ছে না কিন্তু নাটকের শেষ দশ মিনিট এত পরিমাণ কেঁদেছি কিন্তু ইচ্ছা করে কাঁদিনি সিন গুলো দেখে কাঁদতে বাধ্য হয়েছি ধন্যবাদ নাটক নির্মাতা কে এত সুন্দর একটি নাটক আমাদের আমাদের সামনে উপস্থাপন করার জন্য
অনেক দিন পর আজকে একটা নাটক দেখলাম, সত্যিই খুব ভালো নাটক দেখলাম চমৎকার গল্প,, এইরকম পরিবেশ বান্ধব গল্প নির্ভর নাটক চাই সবসময় ,,, ধন্যবাদ সঞ্জয় সমাদ্দার কে ❤️❤️
হৃদয় টা ছুঁয়ে গেলো......নাটকের কাহিনীটা যিনি লিখেছেন, স্পেশাল থ্যাংকস তাকে।
মোশারফ করিম তিনি তো অসাধারণ যার তুলনা যিনি ছাড়া আর কেউ নেই।
মা যে কতো দামি, সেটা আরো একবার বুঝার সুযোগ পেলাম। মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সেটা এই নাটকের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, অমানুষ নাটক দেখে অনেকে মানুষ হবে আশা করছি, স্বার্থক এই নাটক। পরিচালকে দক্ষ হাতের লেখা দক্ষ এবং শ্রেষ্ঠ অভিনেতার অভিনয়ে সাবলীলভাবে ফুটে উঠেছে। মোশাররফ ভাইয়ের অনেকগুলো শ্রেষ্ঠ নাটকের মধ্য এটা অন্যতম। তোমার জন্য রইলো দোয়া এবং ভালোবাসা, বিশেষ করে এই নাটকটার জন্য।
খুব ভালো লেগেছে। পরিস্থিতি অস্বীকার করা মানুষের, সমাজের নোংরা দৃষ্টি ভঙ্গি পরিবর্তনে, মানুষকে মানুষ হিসেবে পরিচয় দিতে এই নাটক একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
মোশারফ করিম ছাড়া এ ধরনের বাস্তব চিত্র তুলে ধরা অসম্ভব। সত্যিই তিনি একজন লিজেন্ড। তার অভিনয় এর কথা বলার মতো আমার ভাষা নাই। তার প্রতি ভালোবাসা রইল।❤
মায়ের কোন জাত লাগেনা, মায়ের কোন পরিচয় লাগেনা, মা তো মা'ই হয়! অসাধারণ নাটক 🥰🥰🥰
You are right
অনেকদিন কাঁদতে চেয়েও কাদতে পারিনি। নাটকটা দেখে কেঁদে ফেললাম..!
আসলে ব্যাপারটা হচ্ছে" মা তো মা-ই"....!
একটা পিতৃ পরিচয়হীন ছেলের মনে কতটুকু দুঃখ সেটা মোশারফ করিমের অভিনয় সারা বিশ্ব বাসীকে বুঝিয়ে দিয়েছে
এই ধরনের কাহিনী নিয়ে মনেহয় হাজার খানেক গল্পঃ উপন্যাস, সিনেমা, নাটক, সিরিয়াল দেখার পর শুধু মোসারফ করিমের অভিনয়ের জন্য আজ প্রথম বার চোখ ভিজে গেল 😢😢😢
'মা তো মা এই, মায়ের আবার জাত কিসের'
সেরার থেকেও সেরা উক্তি💯💯
অসাধারণ নাটক👍👍👍
মায়ের কোনো জাত হয়না, মায়ের তুলনা শুধু মা,।ধন্যবাদ মোশাররফ করিম স্যার, অনেক খন কাঁদলাম এই নাটক টা দেখে 🖤💔😭❤️
বাংলাদেশের একটা বড় সম্পদ . নাটক 'যার কোন তুলনা হয়না ৷ করিম সাহেবের নাইক নাদেখে আমি একদিনও ঘুমাইনা ৷ রোমান্টিক নাটকের থেকে এরকম নাটক বেশি ভাল লাগে ৷ পশ্চিমবঙ্গ জল পাই গুড়ি থেকে ৷
Banglar natoker sathe thakbn..
Thanks
অসাধারণ গল্প, অভিনয় ও পরিচালনা। সকলকে ধন্যবাদ🙏
আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি। এই নাটকটি আমার জীবনে দেখা সেরা নাটক গুলির মধ্যে একটি। মোশারফ করিমের অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই, শুধু চাইব উনি যেন কলকাতায় এসে কিছু কাজ করেন।
ইনশাআল্লাহ সুযোগ পেলে করবে।
দাদা,আপনাদের কলকাতায় তো এই রকম গল্পের নাটক বানায় না, শুধু ১৮+ নাটক বানায়।
@@LoveAttitude682 দাদা আমি আমি বড় পর্দায় অর্থাৎ সিনেমায় অভিনয়ের কথা বলেছি। তা ছাড়া এখানে শুধমাত্র প্রাপ্তবয়স্ক নাটক হয় এমন টা নয়। এখানে জীবনমুখী, হাস্য রসাত্মক ও ছোটদের সহ সব ধরনের ই নাটক পরিবেশিত হয়। কলকাতার মহান নাট্যকারদের কথা আপনি হয়ত জানেন না।
এতো সুন্দর একটা নাটকের ভীউ কেন যে এত কম...বুঝি না মানুষ কেন যে এমন সুন্দর নাটক ও জাত অভিনয় ছেড়ে সস্তা মানের নাটক বেশি গুরুত্ব দেয়। যারা এই নাটক দেখেছেন তাদের রুচিবোধ... কে সন্মান জানাই❤️❤️
💝💝
Bhai eita web film eita chorki the manush dekse
TH-cam a release hoy na
কারণ হচ্ছে মানুষ দেখে হিন্দি সিরিয়াল ভালো কিছু দেখান আর দেখে পরকীয়া
চিল্লায়ে কেদে চোখ দিয়ে পানি ঝরঝরে ছেড়েছি। এরকম কাহিনি নাটক লিখা অভিনয় করা সম্ভব? স্যালুট বস মোশাররফ
মা তো মা ই।মায়ের সাথে করো তুলনা হয় না।মা তোমাকে অনেক ভালোবাসি।যতো বড় পুরস্কারই দেওয়া হোক না কেন এই নাটকের জন্য কম হয়ে যাবে। চোখে কোনে অজান্তে পানি চলে আসছে। সত্যি অসাধারণ ছিল গল্পটি এবং অভিনয়টিও
"মা তো মা-ই হয়। মায়ের আবার জাত কি !" অসাধারণ অভিনয় যা বলার আর ভাষা রাখে না। শেখার আছে অনেক কিছু। হিন্দি সিরিয়াল যারা দেখেন তাদের দেখার অনুরোধ করব।
নাটকের লাস্টের অংশ দেখে এমন ভাবে কান্না চলে আসছে, গলা থেকে কথা বলতে পারিনাই আধাঘন্টা। মোশারফ করিমের অভিনয় বাস্তব জীবনের চিত্র তুলে ধরে।
শেষটা কিন্তু অসাধারন ছিলো,,,,মোশাররফ করিমের জীবনের শ্রেষ্ঠ অভিনয় কি বলেন আপনারা,,,?
হায়রে অভিনয়,,,,,,,,,,,,,,,টাকার জন্যে যারা এভাবে চোখের পানি ফেলতে বাধ্য করলো লক্ষ-লক্ষ দর্শকদের তাদের জন্যে একটি করে লাইন বলে যান।
মা দুনিয়ার জান্নাত 😥
দীর্ঘ ১৪ বছর থেকে মাও এই পৃথিবীতে নেই।
নাটকের শেষের দিকে চোখে পানি ধরে রাখতে পারলাম না।
মা গো বড় মিস করছি তোমায়।
Bro same 14+ hote jacche