Sleeper ভলভো বাসে কলকাতা থেকে শিলিগুড়ি | Kolkata to Siliguri Sleeper Volvo Bus | টিকিট পেয়ে যাবেন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 813

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta 2 ปีที่แล้ว +121

    ভাড় আর ভাড়ামো উল্লেখ করে এক অসাধারণ যাত্রার শুরু হল। আগেরবারের বাস যাত্রার করুণ পরিনতি তে আমরা সবাই সন্দেহ প্রকাশ করেছিলাম যে বেলতলায় আবার শিবাজীবাবু আর প্রিথ্বি বাবু যাবেন কিনা। কিন্তু অতন্ত্য আশাবাদী এই দুই বন্ধু আবার বাস যাত্রা কেই চয়ন করলেন এবার স্লীপার কোচের স্বাদ আস্বাদন করতে। হতাশ হতে হল না। এত ভালো বাস যাত্রা খুব কম দেখা যায়। দুইজনেই আরাম করে সুখ নিদ্রা দিতে সখ্যম হলেন। এত পজিটিভ মানুষ দের সাফল্য অবধারিত। এবারের প্রতিটি এপিসোড অসাধারণ হতে চলেছে। আমরা অধীর আগ্রহে দেখব সেই সব উপ্সথাপনা।
    প্রিথ্বি বাবুর মতন নিদ্রা বিলাসী ভদ্রলোক দের এত ভাল ঘুম হওয়ায় এক পুরাণো স্মৃতি উল্লেখ করলাম।
    আমার মতে নিদ্রা খুব ভাল লক্ষণ কারণ শান্তিপুর্ণ মানুষেরাই যখন ইচ্ছা ঘুমাতে পারেন । আমি নিজেও নিদ্রা বিলাসী এবং বহু জায়গায় অঘোরে গুমিয়েছি । প্রথম প্রথম যখন চাকরিতে ঢুকি, তখনও , মাঝেমধ্যেই অফিসে ঘুমাতাম । একবার অফিস পৌঁছতে দেরী হয়ে গিয়েছিলো। সেদিন ঢুকতেই বড়সাহেবের সামনে পড়ে গেলাম। আমাকে দেখে জিজ্ঞাসা করলেন - কি ব্যাপার এতো দেরী ? আমি সত্যি কথাই বললাম - আসলে আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলো । তাই এই দেরী । বড়োসাহেব চশমা খুলে আমাকে কিছুক্ষন দরে নিরীক্ষণ করলেন - তারপর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন - সেকি আপনি বাড়িতেও ঘুমান নাকি ? "
    সবাই ভালো থাকবেন।

    • @keyamukherjee1253
      @keyamukherjee1253 2 ปีที่แล้ว +4

      বেশ ভালো লাগলো।
      টিকিট না পেলে বাসে যাওয়া যাবে। 👍

    • @explorershibaji
      @explorershibaji  2 ปีที่แล้ว +59

      আহা!! আবারও এক সুখপাঠ্য কমেন্ট।
      আমি দিনে ঘুমাই না বটে তবে পরম করুণাময়ের করুনা আমাকে এই ব্যাপারে বঞ্চিত করে নি। আমার যাকে বলে, ইয়ে, "ইচ্ছে ঘুম"। বন্ধুরা বলে আমার নাকি এই ব্যাপারে ঐশ্বরিক ক্ষমতা, ইচ্ছে করলেই যেখানে সেখানে ঘুমিয়ে পরতে পারি, আবার জেগেও থাকতে পারি 😂।
      আজকাল দিনে ঘুমাই না বটে, তবে ছাত্রাবস্থায় দিবা নিদ্রার নেশায় আবিষ্ট ছিলাম, বিশেষ করে GB স্যার মানে গোবিন্দ ব্যানার্জির ক্লাস এ। উনি hons এ আমাদের একাউষ্টিকস, ফুরিয়ার analysis এই সব পড়াতেন, দুপুর ২ টো থেকে ক্লাস, দেওয়াল জোড়া বোর্ড এ তীব্র রসকস হীন সেই deduction, আর পদার্থ বিদ্যার ক্লাস এমনিতেই বুলবুলি বিহীন, তবে পাপড়ি ছিল, সে আবার কেন জানি না আমার জন্য লেকচার নোট এর কার্বন কপি দায়িত্ব নিয়েই করত, লাস্ট বেঞ্চ এ বসে head down করে ঘুমাতে ৫ মিনিটও লাগতো না।
      GB ঠিক ২ টো warning দিত, তারপরে আর কি, ক্লাস থেকে গলা ধাক্কা। আর পাঁচ জনের থেকে লজ্জা শরম একটু কমই ছিল ওই বয়সে, অম্লানবদনে লাইব্রেরীতে গিয়ে কার্ড জমা দিয়ে একটা মোটা বই নিয়ে আবার কন্টিনিউ করতাম। লাইব্রেরী তে দুপুর থেকে বিকেল দুই ধরনের ছাত্র ছাত্রীদের ভীর ছিল, এক, যারা কাটাকুটি খেলতে খেলতে প্রেম করত, দুই আমার মত ক্লাস থেকে গলা ধাক্কা খাওয়া পাব্লিক। বিকেল বিকেল ক্লাস লাইব্রেরী থেকে বেরিয়ে বাইরেই সেই অসাধারন মসলা দেওয়া লেবু চা। আহা কি দিন ছিল।

    • @tathagatadasgupta
      @tathagatadasgupta 2 ปีที่แล้ว +4

      @@explorershibaji অসাধারণ লেখনী। 😊

    • @nirmalendumukherjee7083
      @nirmalendumukherjee7083 2 ปีที่แล้ว +3

      ​@@explorershibaji apni kon subject nie porechen r kon college theke....ektu janle valo hoto....

    • @linux4samir
      @linux4samir 2 ปีที่แล้ว +7

      খুব সুন্দর কমেন্ট ৷ তবে পড়ার পর থেকে মনটা বড়ই খচ্ খচ্ করছে ভুল বাংলা বানান দেখে, বিশেষ করে নামের বাংলা বানান দেখে ৷ বলবো কী বলবো না অনেকক্ষণ ভেবে ভেবে শেষে লিখেই ফেললাম, সঙ্গে সংসদ বাংলা অভিধান থেকে টুকলি ! খুব সরল মনে লিখলাম যাতে এডিট করে বানানটা ঠিক করে দিতে পারেন ৷ আপনি ঠিক করে দিলেই আমি আমার মাস্টারমশাইগিরি কমেন্ট ডিলিট করে দেবো ৷ আর অন্য সবাইকেই বলছি - কেউ যেন হা হা হি হি করবেন না ৷
      [ 4) পৃথ্বী pr̥thbī (p. 530)
      পৃথ্বী pr̥thbī বি. পৃথিবী। [সং. পৃথু + ঈ]। ~ ধর বি. পর্বত। ~ নাথ বি. রাজা, সম্রাট। ~ শ বি. রাজা, সম্রাট। ] ( কৃতজ্ঞতা : সংসদ বাংলা অভিধান )

  • @souviksengupta3388
    @souviksengupta3388 2 ปีที่แล้ว +8

    আমার রাতের শিলিগুড়ি বাসজার্নি খুব ভালো লাগে। আপনারা আগের জার্নিতে যখন বললেন 'Bus journey not recommended ' তখনই ভাবছিলাম এই স্লিপার কোচগুলিতে আপনারা হয়তো যাননি। যাই হোক এই বাস গুলি সত্যিই দারুণ

  • @ajgarali7410
    @ajgarali7410 2 ปีที่แล้ว +4

    দুই জন না থাকলে ভিডিও জমেনা।
    এক অসাধারণ সুন্দর অভিগ্যতা ।
    ধন্যবাদ।

  • @papiasamaddar6689
    @papiasamaddar6689 2 ปีที่แล้ว +5

    বাস যাত্রা ভালো লাগলো।পরের ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।এই বাবলুদার গাড়িতে আমার মেয়েও ঘুরেছে খুবই ভালো মানুষ উনি।

  • @chandrasekharchowdhury910
    @chandrasekharchowdhury910 ปีที่แล้ว +1

    Thanks!

  • @bachikoriginals
    @bachikoriginals ปีที่แล้ว +2

    সত্যি, এমন ভালো বন্ধুত্ব, দেখলেও হিংসে হয়। আমারও এক বন্ধু ছিল স্কুল, কলেজ জীবনে, এখন সবই অতীত, সত্যি ব্যোমকেশ আর অজিত ❤❤। আপনারা দুজনেই এভাবে থাকবেন। ভালোবাসা নেবেন আর ভালো থাকবেন।

  • @sheikhabdulmukith3774
    @sheikhabdulmukith3774 ปีที่แล้ว +4

    বাংলাদেশের চট্টগ্রাম থেকে রেগুলার দেখি আপনাদের ভ্লগ। খুব খুশি হয়েছি ভাঁড়ে চা খেতে দেখে। মাইক্রো প্লাস্টিক থেকে বাঁচতে এটাই উত্তম।

    • @subhomoychatterjee6174
      @subhomoychatterjee6174 ปีที่แล้ว +2

      এটা কোলকাতা এর ট্র্যাডিশন বলতে পারেন। এটা সাধারণ ব্যাপার একটা, ভাঁড়ে চা... ❤️

  • @ayanmukherjee5999
    @ayanmukherjee5999 2 ปีที่แล้ว +10

    সত্যিই শিবাজী স্যার কলকাতা থেকে শিলিগুড়ি অব্দি ভলভো বাস এর জার্নি টা দারুন ছিল আগামীর অ্যাডভেঞ্চার এর অপেক্ষায় রইলাম ❤

  • @goutamray7988
    @goutamray7988 2 ปีที่แล้ว +1

    শিবাজী দাদা, প্রত্যেক বারের মত এই ব্লগটা অতীব আনন্দদায়ক হলো এবং আগামী খুবই নিকট ভবিষ্যতে আরো আরো উত্তর বঙ্গ ও মেঘালয়ের ব্লগ পাওয়ার অপেক্ষায় উদ্দীপনা অনুভব করছি। তোমার বক্তব্য এত সাবলীল, শক্তিশালী ও রোমান্টিক যে তোমার অনুরক্ত হতে সময় লাগে না। তোমার videography খুবই মনোগ্রাহী। এখন দেখছি পৃথীজিত সহ তোমার ব্লগ অতি জনপ্রিয় হয়ে গেছে, আমরাও একমত। পৃথিজিত কে মনে হয় ব্যোমকেশের অজিত বা তেনজিং এর হিলারি বা সৌরভের সেহবাগ। ভালো থাকবেন। আমি এই ডিসেম্বরে sleeper বাসে প্রায় 350 km bastar অঞ্চলে বেড়াতে গিয়েছিলাম। Sleeper বাসে সব আরাম পাওয়া গেলো কিন্তু টয়লেট নেই। আমার বয়স সাতষট্টি ফলে রাত্তিরে urination এর বাধা খুবই শোচনীয়, এই কথা চিন্তা করে amazon site খুঁজে খুঁজে বার করলাম একটা urine bag, নতুন জিনিষ, সবে research করে কেউ বার করেছে, ফল পেলাম অভাবনীয়, দরকার মতো পর্দা টেনে urine ব্যাগে করার কয়েক সেকেন্ডে solid, হ্যা একেবারে সত্যি, আমার দ্বারা পরীক্ষিত। এক প্যাকেটে নটা পিস থাকে। আপনার বাস journey র এই প্রবলেমটা আমিও চিন্তা করে সমাধান বার করেছি। নাম বলবো না তাহলে হতে পারে অন্যরা ভাবতে পারে বাণিজ্যিক প্রচার। যাইহোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি সুস্থ না থাকলে আমরা সকলে অসুস্থ হয়ে যাবো । আমি ছত্তিশগড় bhilai ইস্পাত নগরীর বাসিন্দা গত বেয়াল্লিশ বছর ধরে , কিন্তু খুঁটি আমার প্রিয় কলকাতা ও বাংলা ভাষা। নমস্কার।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 2 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo apnader 2 jon r kothopokothon.Ata vedio gulo te akta notun item add koreche.Ata enjoy korlum je bole bojhate parbo na.Bhalo thakben Shibajida.

  • @smitasingha9455
    @smitasingha9455 2 ปีที่แล้ว +4

    "Var hate varamo" daruunn🤣🤣
    Khub valo laglo Shivaji da Prithijit da Rocks 👍👍😍😍

  • @avisekable
    @avisekable 2 ปีที่แล้ว +1

    নর্থ বেঙ্গল আমার পছন্দের জায়গা ,তাই আপনি যতবার যাবেন আমার মন উদ্গ্রীব হয় যাওয়ার জন্য ।।বাবলু দাও আপনাদের সঙ্গে ঠিক থ্রি মাস্কেতিয়ারস লাগে খুব জমবে আবার ।।প্রিথ্বিজিত দাও নিজেকে অনেক পাল্টেছে ।।।।আগে একসঙ্গে যেতেন কিন্তু কমেন্ট কম থাকতো এখন বেশ মনখুলে কথা বলছে দারুণ জমেছে এখন ।।

  • @kamranhafiz1776
    @kamranhafiz1776 ปีที่แล้ว

    শুরুতেই তারিখ বলার অভ্যেস টা বেশ চমৎকার!!!
    কেনো যে অন্যান্য ইউটিউবার রা এই বিষয়টা মেইনটেইন করে না....
    সবার এটা মেইনটেইন করা উচিত।
    এটলিস্ট আপনাদের থেকে দেখেও তো শিখতে পারে...

  • @abirlalmukherjee007
    @abirlalmukherjee007 2 ปีที่แล้ว +2

    just awsm.. kono kotha hobe na.. 'green line' bus er experience ta besh laglo.. bhalo thakben dada ra..

  • @adrijabanerjee1732
    @adrijabanerjee1732 2 ปีที่แล้ว +1

    বেশ ভালো লাগলো আর পৃথ্বিজিত দার ভাঁড় আর ভা৺ড়ামো দারুন।

  • @liluhalder3799
    @liluhalder3799 2 ปีที่แล้ว +8

    টয়লেটের ব্যবস্থা থাকলে খুব ভালো হতো দাদা। সবার প্রয়োজন লাগে।

  • @arun.akdbkp
    @arun.akdbkp ปีที่แล้ว

    বাস জার্নি আমার ভালোই লাগে তবে এতো লম্বা সফর কখনোই নয় 😊এরকম দূরত্বে ট্রেন জার্নি বেস্ট। আবার ডুয়ার্স, আবার বাবলুদা 👍আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে পুজোর পরেই সপরিবারে বাবলুদার ওখানে কাটিয়ে এলাম পুরো ৫দিন। দারুন অভিজ্ঞতা। তখনই শুনেছিলাম ক্যাম্পিং এর কথা বাবলুদার মুখে। দেখার জন্য মুখিয়ে আছি। অপেক্ষা থাকলো পরবর্তী ভিডিওর জন্য। সাফল্য কামনা করি। ভালো থাকবেন।

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu 2 ปีที่แล้ว +45

    দিনে দিনে পৃথ্বিজিতদা যা দিচ্ছে পুরো ফাটাফাটি। ভল্ভো বাসে করে জার্নি সুন্দর, তবে ট্রেন জার্নি বেশি সুখকর। যাক সেসব আগামীর এডভেঞ্চার এর অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন দাদারা ❤️🙏

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 2 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে❤️

    • @gamershub979
      @gamershub979 2 ปีที่แล้ว +2

      Apnar vlog ar ager moto nei. Quality fall korche, subscriber growth dekhlei bujhte parben

    • @atridevbhattacharya5050
      @atridevbhattacharya5050 2 ปีที่แล้ว

      Sir boro fan apnader

    • @budhadityadas_babu
      @budhadityadas_babu 2 ปีที่แล้ว +1

      @@gamershub979 দয়া করে আপনি কিছু টিপস দিয়ে দিন 🙏

    • @gamershub979
      @gamershub979 2 ปีที่แล้ว +1

      @@budhadityadas_babu Ami ekta channel er list post korbo jader content amar better Lage , apni dekhle nischoi bujhte parben, bhalo thakben

  • @subhasishbhatta4323
    @subhasishbhatta4323 2 ปีที่แล้ว +3

    বেশ কিছুদিন ধরেই এই সিরিজটার প্রতীক্ষায় ছিলাম। শুরুটা খুব ভালো হলো।

  • @avikaikat1786
    @avikaikat1786 2 ปีที่แล้ว +1

    1st time apnar blog dekhlam. Darun! Subscribed!!!

  • @kuhudas6604
    @kuhudas6604 ปีที่แล้ว

    শিবাজী তোমাদের প্রতিটি ভিডিও এতো বাস্তব, এতটাই প্রাণবন্ত দেখে খুব উপভোগ করছি, খুব আনন্দ পাচ্ছি.... এই তিন দিনে আমি প্রায় গোটা পঁচিশেক ভিডিও দেখেছি,সব দেখব। অনেক শুভেচ্ছা রইল।

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 2 ปีที่แล้ว +10

    বেশ ভালো লাগলো ভলভো বাস জার্নি দেখে আর আপনাদের দুজনের গল্প শুনে!

  • @ashokghosh1203
    @ashokghosh1203 2 ปีที่แล้ว +1

    দারুন।
    নিউ মাল জংশন এ নামাটা আসা করি অনেকের জন্যেই শিক্ষনীয় হোলো।
    দারুন।

  • @sudipta1994
    @sudipta1994 2 ปีที่แล้ว +1

    দাদা আপনাদের এই Channel এর Video গুলো অসাধারণ এবং অনেক avighgho abhiGhata অভিজ্ঞতা সঞ্চার হয়েছি ! অনেক কিছু জানতে পেরেছি ! অসাধারণ চমৎকার !

  • @shantanumukherjee191
    @shantanumukherjee191 2 ปีที่แล้ว +1

    বাবুলা দা কে আবার পাচ্ছি এই গল্প তে, খুব ভালো লাগছে । খুব সুন্দর।

  • @ranusaha9566
    @ranusaha9566 2 ปีที่แล้ว +1

    মালবাজারে আমার বাবার বাড়ী । আপনাদের এখানে দেখে এত ভালো লাগল । আমি আসাম এ থাকি । গুয়াহাটি তে আসছেন শুনে এত ভালো লাগল । খুব ভালো থাকবেন আপনারা দুই বন্ধু । অনেক অনেক শুভকামনা রইল ।

  • @PaakghorerRohosyo
    @PaakghorerRohosyo 2 ปีที่แล้ว +13

    I am so lucky to share the journey with Shibaji da .17:16 a ami pechone dariye montromughdho hoye amar one of the favourite vloggers k dekhchi 😂

  • @bimansingharoy1041
    @bimansingharoy1041 2 ปีที่แล้ว +9

    প্রায় ১৩ বছরের আমার এই ভলভো যাত্রা
    আপনারাও শুরু করেছেন সেই যাত্রা আপনাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এগিয়ে চলুন দাদাভাই।

    • @Arghamaz
      @Arghamaz 2 ปีที่แล้ว +1

      You look somewhat similar to CID inspector Daya

  • @pradiptapradhan1054
    @pradiptapradhan1054 2 ปีที่แล้ว +12

    Coincidentally saw your return bus journey vedio this morning only...so when this popped up a few minutes back I had to rub my eyes if I was seeing correctly...as usual accurate narration...like I said earlier Prithwijit is like icing to your cake.
    Let your friendship stand out all test of Time...godbless

    • @samirpaul8761
      @samirpaul8761 ปีที่แล้ว

      Blanket ki akbar e use hoy !

  • @tanzirrobin7991
    @tanzirrobin7991 2 ปีที่แล้ว

    জীবনে প্রথম আপনাকে বাসে দেখলাম। হাইওয়ে দেখি সবসময় প্রাইভেট কারে যান। আর আমি আপনাকে ট্রাভেলের পাশাপাশি একজন ট্রেন স্পটারস মনে করি।

  • @linux4samir
    @linux4samir 2 ปีที่แล้ว +1

    খুবই ভালো লেগেছে সুন্দর ও চমৎকার বর্ণনা ও পাশের জনের খুবই বুদ্ধিদীপ্ত ফোড়ণ কাটা শুনে ৷ আপনাদের জুটি দারুন ৷ সঙ্গে থাকবো বলে ভিডিওটা আজই প্রথমবার দেখেই সাবস্ক্রাইব করে দিয়েছি ৷ আপনাদের জয়যাত্রা চলতেই থাকুক ৷ দুজনকেই আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম ৷

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 2 ปีที่แล้ว

      অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে❤️💥

  • @PMASMR02
    @PMASMR02 2 ปีที่แล้ว +2

    Apnader dujoner communication ta khub valo, amon Friend sobar houk.

  • @journeywithapurba
    @journeywithapurba 2 ปีที่แล้ว

    Very nice description shibajida. Apnar korai sutir kochurir kotha sune ato lov holo je kochuri khetei holo. Waiting for your upcoming blogs.

  • @dey.bhaskar
    @dey.bhaskar 2 ปีที่แล้ว +2

    Dual journey কিন্তু বেশ হলো বটে..আর doors ‐new mal junction বললেই মনে হয় কাল কেই চলে যাই ♥️♥️

  • @discoverBangladeshHD
    @discoverBangladeshHD 2 ปีที่แล้ว +3

    Green line bus বাংলাদেশের বাস। এই বাস কলকাতা কাঁপাচ্ছে সত্যি দেখে ভালো লাগলো।

    • @dsaishivam396
      @dsaishivam396 7 หลายเดือนก่อน

      Na India r Green Line er Owner holen Sanjoy Mojumdar

  • @তারামাশিল্পালয়
    @তারামাশিল্পালয় 2 ปีที่แล้ว +11

    দাদা বৌদির হেল্প টা ১০০% তাই এত হাসতে পারো।তোমাকে আর পৃথ্বীজীত দাদা কে খুব ভালো লাগে।ভালো থেকো।

  • @sanjaykundu1149
    @sanjaykundu1149 ปีที่แล้ว

    Apnar videos gulo dekhle mon valo hoy jay dada....mone hoy amio jachi apnar songe..valo thakun dada,r o onek videos dekhar jonno wait korbo..

  • @tamaltasan9625
    @tamaltasan9625 2 ปีที่แล้ว +1

    Oshadharon upnar vedio upnar presantion r upne r prithjit dada.

  • @chinmoyghoshal1772
    @chinmoyghoshal1772 2 ปีที่แล้ว

    bhalo laglo jatra .......opekkhay roilum porer video gulor...all the best

  • @titirbokbok7483
    @titirbokbok7483 2 ปีที่แล้ว +64

    Night bus এ specially এরকম facility সম্পন্ন bus এ বাথরুম থাকা অত্যাবশ্যক

    • @prabirde2148
      @prabirde2148 ปีที่แล้ว +2

      ভাল। আমি একজন বয়ষ্ক ব্যক্তি। তাই জানাই সুভেচ্ছা।

    • @priyammaitra1313
      @priyammaitra1313 ปีที่แล้ว +3

      Point, Volvor toilet wala bus er model o ache...

    • @pinakbanerjee5439
      @pinakbanerjee5439 ปีที่แล้ว

      ঠিক

  • @pratibha_swapandutta947
    @pratibha_swapandutta947 2 ปีที่แล้ว

    আপনার ভিডিওতে ভ্রমণ বৃত্তান্ত দেখানোর ধরন খুব সুন্দর। যেখানে কোনদিন যেতে পারবো না আপনার ভিডিও দিয়ে সেখানে পৌঁছে যাই।এর জন্য আপনাকে অনেক শুভেচ্ছা।

  • @chelemanush6185
    @chelemanush6185 2 ปีที่แล้ว +1

    Besh valo, shibajida prithijitdar mimicry koren seta amrdarun lage. God bless.

  • @chiranjibdas4658
    @chiranjibdas4658 2 ปีที่แล้ว +1

    Bus train combination,darn baperta,r prithridar bangler opor dokhol berai choleche,hotai pare,devsulove manus uni,joks a part,waiting for next part.

  • @pranatihaldar1482
    @pranatihaldar1482 ปีที่แล้ว

    তোমাদের ভিডিও থেকে আমার কতো উপকৃত হই ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। ভালো থেকো।

  • @uditaraychaudhuri5017
    @uditaraychaudhuri5017 ปีที่แล้ว

    Osadharon . Apnader blog dekhte konosomoy i bore feel korina. Jakhan apni eka blog korten takhan o best chilen ekhan prithwijit da achen ekhan o best

  • @malaybanerjee3172
    @malaybanerjee3172 2 ปีที่แล้ว +1

    Bus journey darun holo.tarpor train journey.jome galo.bhalo theko.

  • @adrika.t64
    @adrika.t64 2 ปีที่แล้ว +3

    Very matured & sober way of presentation.......will inspire other like minded people...
    Stay blessed.

  • @md.asifrahman4095
    @md.asifrahman4095 2 ปีที่แล้ว +2

    দাদা আপনাদের দুজনের খুনসুটি দেখতে ভালোই লাগে। 🇧🇩 থেকে

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 2 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে☺️👍

  • @dailysingha
    @dailysingha 2 ปีที่แล้ว +1

    Apnar video ta khub helpful realy, ami fast time siliguri to kisnanagar jbo...bus a ...kintu ki ki a6e kemon hobe Jana chilo na...apnar ai journey dekhe ,voi ta kete gelo , thanks 😊 👍 🙏 uncle

  • @goldenconstruction9810
    @goldenconstruction9810 2 ปีที่แล้ว +4

    Today I saw a journey from Kolkata to Siliguri by bus It was a very nice God bless

  • @Shri_creation13
    @Shri_creation13 2 ปีที่แล้ว +1

    এত সুন্দর খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখান,খুব ভালো ।👍👍👌👌🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @sunirmal1000
    @sunirmal1000 2 ปีที่แล้ว +1

    First time ei travel experience amar hoyechilo 2013 e Bangalore to chennai.bengal e ei poriseba dekhe khub bhalo laglo.

  • @Arghamaz
    @Arghamaz 2 ปีที่แล้ว +18

    Prithwijit is the best....shaala kaapiye dicche...ki bektitto !!! Interesting mysterious being ... extremely cool easy going and chilled out always..very adjustable and pleasant personality too...maybe cz he is still unmarried..so independent and free minded free spirited ...enjoying fullest tension free life with lesser family responsibilities 😃 😀

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 2 ปีที่แล้ว +3

      Love you bro, let's rock🤘❤️

    • @sutapasumi440
      @sutapasumi440 2 ปีที่แล้ว +4

      একদম ঠিক বলেছেন।উনারা দুজনেই ভীষণ এডজাস্টেবল সব জায়গায়, দারুণ লাগে আমার উনাদের ভ্রমণ ভ্লগ গুলো।আর পৃথ্বীজিৎ দাদা,আপনার বাচনভঙ্গি এবং গান দুটোই সুন্দর।
      বাংলাদেশে এলে আমি নিমন্ত্রণ করবো, আসতে হবে দুজনকেই, খেতে হবে।

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus ปีที่แล้ว +1

      @@sutapasumi440 অনেক ধন্যবাদ☺️

    • @soumenbanerjee4460
      @soumenbanerjee4460 ปีที่แล้ว +2

      Prithwijit da is the best 💖

    • @kolkatachamp
      @kolkatachamp ปีที่แล้ว

      Akdom thik bolechen
      .

  • @skasifparviz2779
    @skasifparviz2779 2 ปีที่แล้ว +3

    Sir আপনার ভিডিও দেখে এতটাই অভ্যস্ত হয়েগেছি। প্রতিদিন আপনার নতুন ভিডিও না পেলে দিনের শেষে কিছু একটা মিস করছি মনে হয়। ❤️ From Howrah B. Garden।

  • @chatpoot2773
    @chatpoot2773 2 ปีที่แล้ว

    খুব সুন্দর উপস্থাপনা। দেখে বেরাতে যাওয়ার ইচ্ছে টা বেড়ে যায়

  • @kalyanidev4389
    @kalyanidev4389 ปีที่แล้ว +1

    Adhorer sorbhaja e jatray adhorai theke gelo❤❤l❤l

  • @gourabdeb895
    @gourabdeb895 2 ปีที่แล้ว +1

    Apnader dui bandhur chemistry darun.

  • @rajdeepchatterjee9360
    @rajdeepchatterjee9360 2 ปีที่แล้ว +1

    Dada darun lagche. Tomra notun kothao berule amar o khub valo lage.
    Krishnanagar er por rasta motamuti thik ache.siliguri theke ferar samay bike niye krishnanagar theke kolkata aste amar o 4.30 ghanta legechilo.
    Wish you both a Safe journey.

  • @abhijitdas-kp7xi
    @abhijitdas-kp7xi 2 ปีที่แล้ว

    dine dine shibaji dar vlog er sree bidhhi ghotche ebong gunograhir sonkha druto sree bridhhi ghotche..amar eta khub darun laghe..sothik uposthapona bhasa choyon..over all presentation..sob dik theke poripurno amder shibaji da ..songe onar sohojatri o balyo bondhu prithhijit da dujon kei amar osonkhyo dhonno baad o abhinandan.

  • @ritabasubasu7596
    @ritabasubasu7596 ปีที่แล้ว

    Kolkata to Siliguri bus journey r golpota varo sundor. Bhai Shibaji... tarporer opekhhae achi, Babludar sathe ghora...

  • @TapatiDutta-h5v
    @TapatiDutta-h5v ปีที่แล้ว +1

    দারুন লাগে আপনার আর পৃথিজিৎ দার কথা গুলো ভালো থাকবেন 🙏🙏🙏

  • @loveon143
    @loveon143 2 ปีที่แล้ว +2

    খুবই ভালো লাগলো বাসের যাত্রা নতুনত্ব অভিজ্ঞতা 👌👌👍👍👍💖💖😊

  • @abhijit1509ibskol
    @abhijit1509ibskol 2 ปีที่แล้ว

    Very crisp and nice Vlog.
    2:18 , plastic e na kheye bhaare khawa ta eto bhalo laglo ( I personally do the same thing), shobai je keno kore na!!!
    For the information of all: je kono plastic e hot liquid othoba food porle, the plastic releases carcinogens (cancer causing chemicals), same effect hoi newspaper e khele...

  • @ardhenduhait8642
    @ardhenduhait8642 2 ปีที่แล้ว +2

    শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা আপনাদের ভ্রমণ বর্ণনা আমাদের মানস ভ্রমণ কে আরো আরো সমৃদ্ধ করুক।

  • @gorachandseal695
    @gorachandseal695 ปีที่แล้ว

    বেশ খুব ভালো লাগলো আপনাদের বাস যারা আপনারা যেন মানিকজোড়।

  • @santubanerjee1457
    @santubanerjee1457 2 ปีที่แล้ว +1

    Jio dada ai series tar jonno wait korechilam
    Tomader sathe bablu da r akta extra paona amder dada
    Tmi ai vabei agia jao
    Amra sob somoy tomader songe achi
    Sathe achi

  • @anusuadasgupta920
    @anusuadasgupta920 2 ปีที่แล้ว

    Khub bhalo lage ei vlogta ami sob somay dekhi sleeper class Volvo busta dekhe khub bhalo laglo 👌👌👌

  • @sangeetabhattacharjee2736
    @sangeetabhattacharjee2736 2 ปีที่แล้ว +1

    3Kg korai sunti r parerdin husband er bou chara berate barono , Moyetrei ke Hats off , pashe erokom keu na thakle aamra Shibaji- Priththijit ke petam na 👍khub bhalo laglo . Train chara onno kichu option jante pere .👍🌹🌹All the very best👍

  • @rittikde8848
    @rittikde8848 ปีที่แล้ว +1

    Ekta kotha boltei hocche prithwijit da r asadharon sense of humor 😇

  • @sajalrakshit6587
    @sajalrakshit6587 2 ปีที่แล้ว +5

    শিবাজী দাদা এবং পৃথ্বিজিত দাদার জুড়ি একদম ❤️❤️❤️

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 2 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে❤️

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো। আমার প্রিয় জায়গা। নর্থ বেঙ্গল আমার second home. পিসির বাড়ি। অনেকবার গিয়েছি। বোনের বাড়ি। শিবাজীদা ও পৃথিজৎদার জুটির তুলনা হবেনা। এককথায় অসাধারণ। তবে আমাদের কমেন্টস্ যেমন আপনাদের উৎসাহিত করে, তেমনই আপনাদের উত্তর ও আমাদের উত্তর উৎসাহিত করে।

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 2 ปีที่แล้ว

      অনেক ভালোবাসা আমার আর শিবাজীর তরফ থেকে❤️

  • @debduttarai6659
    @debduttarai6659 ปีที่แล้ว

    Darun video, apnara khati kolkatar manush accent theke bojha gelo, valo thakben

  • @somaghosh4369
    @somaghosh4369 ปีที่แล้ว

    Khub valo laglo aro notun kichu. .
    Opekkhai Roilam

  • @titashsarkar6845
    @titashsarkar6845 2 ปีที่แล้ว

    Dada Onoboddo.....Mon Chuye Gelo ❤️❤️❤️
    Joto Dekhi....Mugdho Hoi....
    Khub Bhalo Thakben 🙏🙏🙏

  • @nonentic201
    @nonentic201 2 ปีที่แล้ว +1

    Very nicely shot . I always enjoy your videos. Please keep up the good work 👍

  • @mohuaduttachatterjee219
    @mohuaduttachatterjee219 ปีที่แล้ว

    Darun lglo... Apnader uposthaponais great

  • @razurahman7263
    @razurahman7263 ปีที่แล้ว

    ছিমছাম উপস্থাপনা। বেশ ভালো লাগলো আমার। শুভ কামনা রইল আপনাদের জন্য।

  • @krrishhdutta28
    @krrishhdutta28 2 ปีที่แล้ว +1

    Dada eto frequently video deyoar jonno onek onek thank you. N for Prithijit Da, "Se kobe asche???"

  • @khokangiri1668
    @khokangiri1668 ปีที่แล้ว

    good bus journey. dekhanor jonya
    very very thanks.

  • @aritrika2023
    @aritrika2023 2 ปีที่แล้ว

    পৃথ্বীজিৎ দা ফুল ফুটুক না ফুটুক আজ কিন্তু বসন্ত
    শিবাজী দা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এমন একটা ভিডিও
    আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য

  • @shamikkumarrakshit9123
    @shamikkumarrakshit9123 2 ปีที่แล้ว +1

    চমতকার! কন্টেন্টের মান দিনে দিনে উন্নত হচ্ছে। চমতকার! চালিয়ে যান! ✊

  • @SauravPattanayek
    @SauravPattanayek ปีที่แล้ว

    Anadar video darun laga dada all videos osm😊 Amaro khub ghurta valo laga

  • @tanujghoshdastider9959
    @tanujghoshdastider9959 2 ปีที่แล้ว +1

    Apnar video gulo khub vlo lage... oshadharon kaj korchen...vlo thakben... 😊

  • @amitbhowmick7057
    @amitbhowmick7057 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর প্রতিবেদন আপনার

  • @raibose8460
    @raibose8460 2 ปีที่แล้ว

    Khub bhalo lage apnar vdo dekhte.Darun jayga gechlen.Ami 2019e ghure esechi

  • @dipankardatta5787
    @dipankardatta5787 ปีที่แล้ว +1

    JOY BABA SHIVAJI. AE NA HOLAY TRAVEL VLOG.....EKDOM JHAKKAS👌👌👌👌👍👍👍👍

  • @kaushikchowdhury6930
    @kaushikchowdhury6930 2 ปีที่แล้ว

    এক কথায় যাকে বলে বেশ ভালো, শুভ হোক dooars ভ্রমণ

  • @subhadipbhattacharjee7691
    @subhadipbhattacharjee7691 2 ปีที่แล้ว +1

    Ei journey video gulo darun lage...

  • @BaishaliSaha
    @BaishaliSaha 2 ปีที่แล้ว +1

    Bus e management ta besh valo laglo! Really...Wow! 👍

  • @anupamabhattacharjee4728
    @anupamabhattacharjee4728 2 ปีที่แล้ว +2

    Apnara dujonei khub bhalo thakben

  • @soumenganguly187
    @soumenganguly187 2 ปีที่แล้ว

    Prithwijit da awesome.....khub bhalo laglo video ta..ektu alada...

  • @aranyabiswas4545
    @aranyabiswas4545 10 หลายเดือนก่อน

    Amra jacchi kichudiner modhdhe apnader video khub helpful laglo❤❤

  • @diyabiswas3807
    @diyabiswas3807 2 ปีที่แล้ว

    Krishnagar er rasta 25 bocchor age ami jokhon Raiganj e thaktam tokhon o kharap chilo. Amra tokhon Rocket bus e jawa-asha kortam. Tokhon Volvo chilo na, sleeper coach o chilo na. Tobe Rocket bus guli khub bhalo chilo. Darun laglo apnader journey ta. Ekbar sleeper coache e North Bengal jawar icche roilo.

  • @arunabhakar4840
    @arunabhakar4840 2 ปีที่แล้ว +12

    বাস যাত্রার থেকে ট্রেনের সেকেন্ড ক্লাসের যাত্রা অনেক আরামদায়ক, বাসে ভীষণ সাফোকেশন , আমি কয়েকদিন আগেই ভলবো বাসে শিলিগুড়ি গিয়েছিলাম, ব্যক্তিগতভাবে আমার ভীষণ কষ্ট হয়েছে, জানি না অন্য লোকেদের কি হয়, হয়তো এটা তাদের কাছে আরামদায়ক, ট্রেনের সেকেন্ড ক্লাস এ ভাড়া ও কম, উপরন্তু বাথরুমের সুব্যবস্থা রয়েছে,

    • @pradipkarmakar6391
      @pradipkarmakar6391 2 ปีที่แล้ว +6

      Dur Volvo bus ar train kokhono ek hoy ? Train er Aram er sathe kono tulonai hoy na

    • @arunabhakar4840
      @arunabhakar4840 ปีที่แล้ว +2

      @@pradipkarmakar6391 সঠিক বলেছেন দাদা, এমনকি জেনারেল কামরা তেও বাসের তুলনায় বেশি স্বাচ্ছন্দ

    • @amitpradhan6666
      @amitpradhan6666 ปีที่แล้ว +2

      @@arunabhakar4840 bus ticket khub high .but train better.bus ekdom valo lage na .life a ekbar giyecilam .Kolkata to puri khub baje .tar theke flight and train onk valo.

    • @Blue_sky683
      @Blue_sky683 ปีที่แล้ว +1

      @@arunabhakar4840 আমি এই বাসে জীবনেও যাত্রা করতে পারবো না কারণ আমার ২ ঘন্টা পর পর বাথরুমে যেতে হয়। এই বাসে যেতে হলে আমাকে এডাল্ট ডাইপার পরে যেতে হবে। ৫ ঘন্টা বাথরুম আটকে রাখা আমার পক্ষে অসম্ভব।।।

    • @supritidas10
      @supritidas10 ปีที่แล้ว +1

      @@Blue_sky683 ekdom thik ami toh max 2 hr ki 2.30 hr bathroom control kore rakhte parbo tao jadi jol na khai..Tay esab bus e jowar icche holeo ami chorte parbo na.5 hr 6 hr rate without toilet asambhab amr pokke.
      Toilet er bebostha na thakleo atleast 2 hr antar 5min break dewa uchit chilo

  • @jayantaguchait1541
    @jayantaguchait1541 2 ปีที่แล้ว

    ভিডিও দারুন হয়েছে অন্য রকম অভিজ্ঞতা হল

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 2 ปีที่แล้ว

    দারুন ডিটেলড ব্লগ। পৃথি দা আগুন কথা বলছে মাঝে মাঝে। পরের পর্ব গুলো ফাটিয়ে হবে জানি অপেক্ষা করলাম 👍👍❤️❤️

  • @santanubhattacharjee1966
    @santanubhattacharjee1966 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর হয়েছে
    Excellent

  • @nibeditanandi5835
    @nibeditanandi5835 ปีที่แล้ว

    Excellent akta vlog pelam Shibaji da tomader kach theke.... Train r bus journey ta miliye felle toh cholbe na.. tobe jar, jar jagate she, she shera... R tomra jekhane journey korcho sheta toh memorable hobei, hobe... Eagerly waiting for your next episode..... Wish you a very happy journey both of you.... Khub, khub enjoy koro tomra.... Stay blessed.. ❤️ with respect from Naihati.... 😊🙏

  • @mahadebbhattacharjee4655
    @mahadebbhattacharjee4655 ปีที่แล้ว

    Advance congratulations for 500 k subscribers

  • @sumitroy372
    @sumitroy372 2 ปีที่แล้ว

    Dada khub bhalo laglo video episode ta ami notun apnar channel e awesome journey