"ami ja ja porechilam, successfully bhulte perechi" perfect reply from prithwijitda. Ami kotobar je repeat kore dekhlam. His humour is at different level
আপনার ব্লগের প্লাস পয়েন্ট পৃথিজিত বাবুর মতো একজন ভদ্র ও সুন্দর মানুষের উপস্থাপনা । যা আমাদের বরাবর খুবই ভালো লাগে । ঠিক সত্যজিৎ রায়ের লালমোহন বাবু ও তোপসের মতো কিছুটা। এই পৃথিজিত বাবুর মতো ভালো মানুষের উপস্থাপনা আপনাকে অনেক অনেক দূর নিয়ে যাবে। কাছ ছাড়া করবেন না একদম । আপনার ও ওনার দীর্ঘ সুস্থতা কামনা করি। ভালো থাকবেন।
ঢাকা, বাংলাদেশ থেকে দেখছি । আপনাদের দেশের ট্রেনে খাওয়া-দাওয়া মাশাআল্লাহ অনেক ভালো । ট্রেনের কোচগুলো বেশ আধুনিক । নিয়মিত আপনাদের চ্যানেল এর ভিডিওগুলো আমি দেখি । খুবই এনজয় করি । এত এত স্থানে নিজে না যেয়েও যেন নিজের চোখে দেখছি ... ...এমনই মনে হয় । ভালো থাকুন দাদা । শুভকামনা রইল । আরেকবার ঢাকা আসলে আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব ।
ঘোরার জন্য ভাগ্য, আর শরীর ও মনের জোর সব দরকার। আর সব কিছু তোমাদের আছে বলেই ঘুরে বেরিয়ে এতো আনন্দ দাও আমাদের। তোমাদের জয় হোক ❤️বাংলা ইউটুব সকল ব্লগার দের জয় হোক ❤️
আপনার সমগ্র উপস্থনাই তথ্যবহূল এবং উপভোগ্য। আর মটরশুঁটিকে যে অন্য অনেকের মতন কড়াইশুঁটি বলেন না, এটা আরও ভালো। কড়াইশুঁটি ও মটরশুঁটি যে এক নয় এটা অনেকেই সম্ভবত জানেন না। অনেক ধন্যবাদ।
বাহ, বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে NJP পর্যন্ত যাত্রার আপনার ভ্রমণ ভ্লগটি আশ্চর্যজনক! আপনার ভিডিওটি পথের সুন্দর দৃশ্য এবং ট্রেনের বিলাসবহুল সুযোগ-সুবিধাকে ধারণ করেছে। আমার মনে হয়েছিল আমি আপনার সাথে যাত্রায় ছিলাম। আপনার বয়ান খুব তথ্যপূর্ণ এবং আকর্ষক ছিল. আমি আপনার ভ্রমণ দু: সাহসিক কাজ আরো দেখতে অপেক্ষা করতে পারি না. মহান কাজ আপ রাখুন!
কোনকিছুই প্রথম ২-৪ দিন Perfect হয় না, আপনাদেরও প্রথম দিকের ভিডিওতে কিছু জিনিস কাঁচা ছিল. কিন্ত এই creative criticism য়ে কারো লাভ হলে সেটা সাধারনের কারন সার্ভিস উন্নতি করেছে আর আপনাদেরও 😅 কারন 650K+ ভিউ পেয়েছেন, আর আবার বন্দে ভারত এপিসোড এলো আমাদের আনন্দ দিতে. যদিও আগের সেই ভাইরাল ভিডিওর জন্য কোথায় কোন contract staff এর চাকরী গেল কিনা সেটা কেউই জানিনা. তাই প্রিয় পৃথীবাবু এটা মুদ্রার আর একদিক. উত্তর বঙ্গের নতুন ভিডিওর অপেক্ষায়. এই পর্ব চমৎকার হয়েছে. 😊
5:58 ota GOBRA station parocchen...9:20 speed is the time rate at which an object is moving along a path, while velocity is the rate and direction of an object's movement...Mane simple Scientific language e bolle speed hocche scalar r velocity holo vector.
আপনার ভ্রমণ ব্লগটি দেখে খুব উত্সাহিত হলাম! আমি খুশি জানতে যে আপনি একটি সুন্দর ভ্রমণ করেছেন হাওড়া থেকে এনজেপি পর্যন্ত ভান্ডে ভারত এক্সপ্রেসে। আপনার উপলব্ধি আমাদের মতো অনেকের কাছে সুখদ হবে। আমি ভবিষ্যতে আরও এই ধরনের ভ্রমণ দেখতে চাই। ধন্যবাদ!
দারুন লাগলো আপনার এই পর্বটি। আপনার আগের বন্দে ভারত এপিসোডটি দেখেই আমরা ঠিক করেছিলাম পরের বার উত্তর বঙ্গে এলে ঐ ট্রেনেই আসবো। সেই প্ল্যান মতোই আমরা এখন কার্শিয়ং ঘুরে দার্জিলিংয়ে। বন্দে ভারতের যাত্রা আমরাও খুব উপভোগ করেছি। in fact আমাদের আজকের ফেরাও একই ট্রেনে। আপনি আর পৃথ্বীজিৎ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কার্শিয়ং এর ভিডিওর অপেক্ষায় রইলাম। ট্রেনে আনন্দবাজার পত্রিকা পেয়ে আমরাও খুব খুশি হয়েছিলাম, এটা আপনাদেরই অবদান 👍।
Speed = Distance/Time & Velocity is Displacement/Time. Actually displacement is quite different from distance, in common words displacement can be measured by the straight line distance from point A to point B.
Perfect , HS & College mone pore gelo, eksaathe onek boi mone pore gelo, "Dutta Pal Choudhury , Physics", "Halliday Resnick Physics", "Sears & Zemansky Physics" ekhon bodhoy ei boigulo outdated :) They were a big treasure those days, including "Schaum Series"
আপনাদের সাথে মানস-ভ্রমণ মানেই-অসামান্য প্রাপ্তি!প্রতিদিন কী যে আনন্দে পূর্ণ হচ্ছি! অসম্ভব ভালো লাগছে।'বন্দে ভারত'-এ যাওয়ার ইচ্ছেটা সত্যিই বেড়ে গেল।ভীষণ পরিচ্ছন্ন উপস্থাপনা, শেষ হয়ে গেলে মন খারাপ হয়।
JADI SERAKAM BADO KICHU NA HOLE,SUDHU ICCHE TAI SOB,AAR TAA NAA HOLEY TOW SIBAJI AAR PRUITHWIJIT 😎BABU RA TOW ACHENY!!AAMIO AARAM KEDARA PORJOTOK,,PCHOLOON BEDIYE PODI!!!👍👍👍
দাদা এই ঘুরে ঘুরে কনটেন্ট ক্রিয়েট করা মুখের কথা না, চেষ্টা করুন বুঝবেন, সাধু বাদ জানান যে আমরা অনেক ইনফরমেশন ঘরে বসেই পেয়ে যাচ্ছি. যেটা আমাদের অনেক সাহায্য করছে..... God give them more strength... ❣️
@@Joyride_with_JOY এইসব ইনফর্মেশন এর কোন দরকার নেই, যারা ঘুরতে যাওয়ার মানুষ তারা ঠিক ইনফর্মেশন জোগাড় করে নেবে তার জন্য ইউটিউবারদের দরকার নেই। আর ওরা এই সামান্য ইনফর্মেশন দেয়ার বদলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। যা একটা সাধারণ মানুষ চাকরি করেও পায় না।
খুব সুন্দর বিবরন। ১৯৭২ সাল থেকে কর্ম সুত্রে উত্তর বঙ্গ র সঙ্গে যোগাযোগ। ২০১৯ সালে কর্ম থেকে অবসর নিয়ে বাড়ি চলে আসি। বরাবর সতাব্দী এক্সপ্রেসে যাওয়া আসা করতাম। ইচ্ছা আছে বন্দে ভারতে উত্তর বঙ্গ ভ্রমণ করা। পরিসেবা বা খাবার বিবরন যা দিলেন খুব ভালো লাগলো। অনেক ভালো থাকবেন আপনারা। শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আপনাদের দুজনকে। আমি অবসরপ্রাপ্ত হোটেল ম্যানেজার। ১৯৭২ থেকে ২০১৯
Apnar kotha r prithijit dar jokes e puro mon vore jae...16 ana bangali ekta experince hy ....khub valo lage...evabei cholte thakun r amader anondo dite thakun❤❤
শিবাজীদা, আপনার প্রত্যেকটা ভিডিও খুবই entertaining and informative আর আপনার explaining চমৎকার, আমার ভীষণ ভালো লাগে। আপনার থাইল্যান্ড ট্রিপের সমস্ত ভিডিও আমার বারবার দেখে দেখে মুখোস্থ হয়ে গেছে, তবুও আবার দেখতে ইচ্ছে করে। আমি অধীর অপেক্ষায় আছি, কবে আবার আপনি বিদেশ ভ্রমণের ভিডিও দেবেন আর পরিবার সমেত এনজয় করবো আপনার সমস্ত ট্রিপের ছবি দেখে। তাড়াতাড়ি একটা বিদেশ ট্রিপ করুন শিবাজীদা - আর ভালো লাগছে না। আপনার মুখে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা শুনতে দারুন লাগে। অনেক অনেক শুভেচ্ছা ♥️
দাদা যে যাই বলুক না ।। আপনারা যে সঠিক তথ্য পরিবেশন করেন টা আপনার 99.5% মানুষ বিশ্বাস করে।।মনে রাখবেন।। প্রত্যেকেই কিছুটা পথ এমনিই দৌড়তে পারে,শুধুমাত্র যে ম্যারাথন দৌড়তে ইচ্ছুক,সেই পারে সবাইকে ছাড়িয়ে এগিয়ে যেতে...যেখানে সবাই হাফিয়ে যাবে সেখানেও না থেমে আরো এগিয়ে যাওয়ার জন্যে যা প্রয়োজন তা হল আত্মবিশ্বাস... আপনাদের প্রভু জগতের নাথ ।। সব সমস্যা থেকে লড়াই করে এগিয়ে যাওয়া শক্তি প্রদান করুন।। এই উনার চরণে প্রlথনা ,,,,। ভালো থাকবেন ।।,🙏🙏🙏
দারুন লাগল ।অপেক্ষায় রইলাম । আপনার V D O তে নতুন করে বলার অপেক্ষা রাখে না । আমার সব সময় ভালো লাগে এবার তার ব্যাতিক্রম নয় । নতুন কিছু দেখার অপেক্ষায় রইলাম ।ভালো থাকবেন ।
বন্দে ভারত এক্সপ্রেস কি এতটাই ভালবেসে ফেলেছেন শিবাজী দা যে বন্দে ভারত ছাড়া থাকতেই পারছেন না মনে হচ্ছে.... আর আমাদেরও ভালো লাগে বন্ধে ভারতের জার্নির ভিডিও
Vande Bharat (VB) tar full potential e operate korbe track upgradation er por. jeta Railways already suru kore diyeche. In the meantime, VB trains aro onek besi kore launch korbe including 3rd generation VB sleeper train. Railway mainly amader ai train experience er sthe habituate korate chaiche while upgrading the tracks to garner its full potential. Eventually, onek kom time e VB amader destination guloe poche debe.
Baah Shibaji Da Daroon laglo 👌❤️❤️ Another Excellent Episode 🔥🔥 Osaadharon Vaabde Bharat 👌Sathe Durdahto journey 👌❤️ Tumi ar Prithwijjt Da maanei Aladai moja 🔥🔥 Excellent presentation..porer golper opekkhay Thaklam..keep it up ❤️❤️❤️❤️
অতো লোকের কথায় কান না দেওয়াই ভালো, হাতের ৫ টা আঙুল তো সমান হয় না তাই কি আর করা যাবে..যে কোন কাজ করতে গেলেই কিছু বাধা-বিপত্তি তো আসবেই, সেগুলো অতিক্রম করে এগিয়ে চলার নামই জীবন... অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল... আমরা সবাই আপনাদের পাশে আছি ❤❤❤
রামপুরহাট থেকে ভালোবাসা নেবেন, বেশ কয়েকমাস থেকে আপনাদের vlog দেখছি, কথাবার্তা মার্জিত ও শিক্ষার ছাপ সুস্পষ্ট দেখে আরো ভালো লাগে। অনেক শুভেচ্ছা রইলো আগামী দিন গুলোর জন্য !
খুব ভাল লাগল ভিডিও। আপনারা যে কী পরিশ্রম করেন একটা ভিডিও বানাতে সেটা অনুভব করতে পারি। সম্প্রতি পুরী গেছিলাম। ট্রেন এ উঠে থেকে ফেরা পর্যন্ত যথেষ্ট ধকল যায়। আর আপনারা তার মধ্যেই ভিডিও করেন। কুর্নিশ।
সবাই আমরা একবার 300k subscribers এর জন্য একসাথে বলি, জয় ফেলুদা আর জটায়ুর জয়। আছে আছে আমাদের ভালবাসার জোর আছে ❤❤ অনেক অভিনন্দন স্যার ❤❤❤❤ স্যার সেই দিনের একসাথে ভ্রমন এর স্মৃতি টা, আবার টাটকা করে দিলেন। ❤
দাদা ভিডিও দেখলে মনে হয় আপনি খুব সহজেই ঘুরচেন।কিন্তু এই ভিডিও দেখতে দেখতে ভাবছিলাম এক হাতে ক্যামেরা নিয়ে খাবার খাওয়া বা ওঠানামা ঘুরে বেড়াতে এক কঠিন কাজ । ভগবান এই শক্তি আপনাকে দিন । আপনি সুস্থ থাকুন। পৃথিজিৎ দা কে এই কথাই জানাই।
Next time while - please carry a measuring tape to measure the length of the fish piece/ chop , a digital weight scale ( to measure the weight) so more in-depth details can be provided. -- one request to train authorities -- please serve such people a whole bird preferably cooked and free of cost -- this will lessen their suffering --- oh yes , pls do provide containers as well in case they are unable to consume the whole , so the rest can be taken back home....
@@ayanbanerjee5132 Your response ,unfortunately has no relation to the actual context - not surprising , quite expected - anyway assuming you gulp every videos, it will be good if you take some time out to retrospect referring to past clips - you will figure out what & why - - and to relieve you from your painful stress - as to ' why i watch these videos' - well there is a wonderful friend of mine 'who' like you watches on a regular basis but he pings me on specific videos to go through - hope you got your answer now -- enjoy ☺
Shibaji da and Prithwijit da on screen and off screen ekdom same manush...ei tour ei ekta location e dekha hoyechilo...khb apon mone hoyechilo..khub naturally video gulo Koren...kono rokom meki bapar nei..dekha hoye khub valo legechilo...valo theko sabai...
Tomadr vandebharat er viedio dekhchilam eto Darun reviews Diecho... Amra o vandebharat e travel korechilam Osadharon experience.. Prithvi da er tomake onk suvokamona janalam
Ajke Prithi da puro Bapi bari ja. mood e... khub dorkar chilo erokom akta jobab er.. R ha.. apnader dekhei ami amar trip er planning.. Recently Mumbai giyechilam r okhane apni je kota restaurant er review diyechilen sob kotai giyechilam (ha including Britannia r ta teo, kintu gate theke phire esechi r eta ami intentionally korechi. Oder o opoman kora uchit amar mone hoyeche to seta joto ta amar pokhe sombhob korechi).. Apnar deoa food review gulo sotti exact chilo karon amra besir bhag i same item order korechilam.. R Rustam jir Ice Cream.. sotti osadharon ota... Pan, Mango r kichu flavour try korechilam. Bhalo thakben 🙏
Constructive criticism is always welcome not regressive mind.when you have compared vandebharat food cost with zomato food my question to you then - when you are travelling via flight such as indigo /spicejet where food is optional and you are paying atleast 3 times ( maybe more) more ( exclusive food cost) than train fare (inclusive food cost )then where is your fare criticism or judgement.if food price is 400 approx( cost included in train ticket price) for train journey , flight can also provide food for same price .But while travelling via flight people forget to criticise however while travelling via train people criticise this petty issues.My opinion reads due to long hour train journey some people tend to have idle mind which works as devils workshop ( here negative criticism about food quality- der inchi macher size) 🤣🤣🤣 Anyways your vlogs are good..we are raising point which we feel incorrect.All comments welcome.Thank you.
Dada apnar protyek ta video khub mon diye dekhi..khub valo lage.. emniteo ami travel lover. In future Himachal pradesh niye kichu explore korben..asa rakhi
Shibaji Da, the whole journey looked amazing. Your question regarding the difference between Speed and Velocity reminded me of Class X ncert and Lakhmir Singh.😊
Speed=Total Distance/Total time Velocity=Total Displacement/Total time Displacement is total distance covered and displacement is shortest distance between two point. 🙏🙏
Could literally feel the pain and anguish of unable to find fault with the service and resulting failure to shadow hit the current dispensation running the railways. Would appreciate a vlog on transport services with connectivity and amenities provided by state govt in places of tourists attractions in West Bengal, with a hope that they are improved at a level par with rest of India.
There is nothing charming about the current system. A made in China train, assembled in India where the tracks are not even ready to run at sub 250k clicks. Railways service hasn't improved a lot. In these glorified trains, you may not find so much to complain about. But just go down to second or even the third ac coaches, and the reality hits so hard. They are so bad, disgusting that I've pledged never to travel anything but first class. The outside compartments of toilets are always filled with used/ consumed food trays, trash box outpouring with all sorts of garbage. None to take care of it Imagine water getting into those and the whole place becomes a moving garbage bin. And I've seen IRCTC helpers throwing those plastic and thermocol trays under the train from the middle of two coaches. Swach Varat! I could've recorded and elevated it to certain authority but refrain myself from doing so. It's all dark under the lamp. Exceptions- Duronto, Bande Varat, Rajdhani and a handful.
@@sambitkoley2733 exactly....and just go down a bit to the General compartments which is used by the majority of people in India barring the priviledged classes and you will see how much progress Railways has made....people are treated as animals in there ..even worse ...so much for progress ...progress only for the priveledged 1 percent perhaps....
Baah journey r scene er sathe gaan ta shine mon ta aanonde bhore gelo. Thank you so much dada ato sundor gaan tar jonno .shokhi babona kahare bole. One of my favorite robindre sangeet. To be gaan ta r ektu dile r o bhalo lagto
"ami ja ja porechilam, successfully bhulte perechi" perfect reply from prithwijitda. Ami kotobar je repeat kore dekhlam. His humour is at different level
আপনার ব্লগের প্লাস পয়েন্ট পৃথিজিত বাবুর মতো একজন ভদ্র ও সুন্দর মানুষের উপস্থাপনা । যা আমাদের বরাবর খুবই ভালো লাগে । ঠিক সত্যজিৎ রায়ের লালমোহন বাবু ও তোপসের মতো কিছুটা। এই পৃথিজিত বাবুর মতো ভালো মানুষের উপস্থাপনা আপনাকে অনেক অনেক দূর নিয়ে যাবে। কাছ ছাড়া করবেন না একদম । আপনার ও ওনার দীর্ঘ সুস্থতা কামনা করি। ভালো থাকবেন।
ঢাকা, বাংলাদেশ থেকে দেখছি । আপনাদের দেশের ট্রেনে খাওয়া-দাওয়া মাশাআল্লাহ অনেক ভালো । ট্রেনের কোচগুলো বেশ আধুনিক । নিয়মিত আপনাদের চ্যানেল এর ভিডিওগুলো আমি দেখি । খুবই এনজয় করি । এত এত স্থানে নিজে না যেয়েও যেন নিজের চোখে দেখছি ... ...এমনই মনে হয় । ভালো থাকুন দাদা । শুভকামনা রইল । আরেকবার ঢাকা আসলে আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব ।
ঘোরার জন্য ভাগ্য, আর শরীর ও মনের জোর সব দরকার। আর সব কিছু তোমাদের আছে বলেই ঘুরে বেরিয়ে এতো আনন্দ দাও আমাদের। তোমাদের জয় হোক ❤️বাংলা ইউটুব সকল ব্লগার দের জয় হোক ❤️
ট্রেনটি দারুন। আপনাদের ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ থেকেই টিকিট কেটেছিলাম। ভালো মন্দ মিশিয়ে ভালই লেগেছে। ভালোর দিকেই পাল্লা ভারী।
আপনার সমগ্র উপস্থনাই তথ্যবহূল এবং উপভোগ্য। আর মটরশুঁটিকে যে অন্য অনেকের মতন কড়াইশুঁটি বলেন না, এটা আরও ভালো। কড়াইশুঁটি ও মটরশুঁটি যে এক নয় এটা অনেকেই সম্ভবত জানেন না। অনেক ধন্যবাদ।
মটরশুঁটি ও কড়াইশুঁটির মধ্যে পার্থক্য কি?
৩ লক্ষ পরিবারের জন্য অনেক অনেক অভিনন্দন শিবাজীদা ও পৃথ্বিজিতদা কে। সঙ্গে ছিলাম, আছি, আর ভবিষ্যতেও থাকব। ভালো থাকবেন দাদারা ❤️🙏
অনেক ধন্যবাদ❤
আপনারা অনেক অনেক ভাগ্যবান ব্যাক্তি ও পুন্যবান মানুষ।
24:22 bande mataram বলে দিচ্ছিলেন, দারুণ ব্লগ দারুণ ট্রেন 10 out of 10
বাহ, বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে NJP পর্যন্ত যাত্রার আপনার ভ্রমণ ভ্লগটি আশ্চর্যজনক! আপনার ভিডিওটি পথের সুন্দর দৃশ্য এবং ট্রেনের বিলাসবহুল সুযোগ-সুবিধাকে ধারণ করেছে। আমার মনে হয়েছিল আমি আপনার সাথে যাত্রায় ছিলাম। আপনার বয়ান খুব তথ্যপূর্ণ এবং আকর্ষক ছিল. আমি আপনার ভ্রমণ দু: সাহসিক কাজ আরো দেখতে অপেক্ষা করতে পারি না. মহান কাজ আপ রাখুন!
এই পর্বে বনদেভারত অসাধারন লাগল।সত্যি আপনাদের রিভিউর উপর আমরা বেড়ানোর সঠিক দিশা খুঁজে পাই অনেক ধন্যবাদ ।
Vande Bharat er service khubi bhalo hoyeche abong prithwijit dar comment tao khub bhalo boleche.
#hatsoff
Ar porer video er jonne opekkhay roilam.
কোনকিছুই প্রথম ২-৪ দিন Perfect হয় না, আপনাদেরও প্রথম দিকের ভিডিওতে কিছু জিনিস কাঁচা ছিল. কিন্ত এই creative criticism য়ে কারো লাভ হলে সেটা সাধারনের কারন সার্ভিস উন্নতি করেছে আর আপনাদেরও 😅 কারন 650K+ ভিউ পেয়েছেন, আর আবার বন্দে ভারত এপিসোড এলো আমাদের আনন্দ দিতে. যদিও আগের সেই ভাইরাল ভিডিওর জন্য কোথায় কোন contract staff এর চাকরী গেল কিনা সেটা কেউই জানিনা. তাই প্রিয় পৃথীবাবু এটা মুদ্রার আর একদিক. উত্তর বঙ্গের নতুন ভিডিওর অপেক্ষায়. এই পর্ব চমৎকার হয়েছে. 😊
আহাঃ! মোর জন্মভূমি শান্তিনিকেতন। 🥹😍 গান ও দৃশ্যের সংমিশ্রণ টা অসাধারণ।
5:58 ota GOBRA station parocchen...9:20 speed is the time rate at which an object is moving along a path, while velocity is the rate and direction of an object's movement...Mane simple Scientific language e bolle speed hocche scalar r velocity holo vector.
প্রথম বার দেখেছি আবার দেখলাম ভিডিও নিয়ে কোন কথা হবে না যাস্ট ফাটাফাটি অসাধারণ ভিডিও। অভিনন্দন 3লাখ সাবস্ক্রাইবার।চ্যানেলের জন্য শুভেচ্ছা রইল।
আপনার ভ্রমণ ব্লগটি দেখে খুব উত্সাহিত হলাম! আমি খুশি জানতে যে আপনি একটি সুন্দর ভ্রমণ করেছেন হাওড়া থেকে এনজেপি পর্যন্ত ভান্ডে ভারত এক্সপ্রেসে। আপনার উপলব্ধি আমাদের মতো অনেকের কাছে সুখদ হবে। আমি ভবিষ্যতে আরও এই ধরনের ভ্রমণ দেখতে চাই। ধন্যবাদ!
বাংলাদেশ থেকে দেখছি,
বই পড়লে জ্ঞান বাড়ে,
ভ্রমণ করলে জ্ঞান বাড়ে,
ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।
দারুন লাগলো আপনার এই পর্বটি। আপনার আগের বন্দে ভারত এপিসোডটি দেখেই আমরা ঠিক করেছিলাম পরের বার উত্তর বঙ্গে এলে ঐ ট্রেনেই আসবো। সেই প্ল্যান মতোই আমরা এখন কার্শিয়ং ঘুরে দার্জিলিংয়ে। বন্দে ভারতের যাত্রা আমরাও খুব উপভোগ করেছি। in fact আমাদের আজকের ফেরাও একই ট্রেনে। আপনি আর পৃথ্বীজিৎ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কার্শিয়ং এর ভিডিওর অপেক্ষায় রইলাম। ট্রেনে আনন্দবাজার পত্রিকা পেয়ে আমরাও খুব খুশি হয়েছিলাম, এটা আপনাদেরই অবদান 👍।
খুব সুন্দর লাগলো অন্য যেখানেই যাই না কেন উত্তরবঙ্গ যাওয়ার অনুভূতি ও ভালোলাগা ta একদমই আলাদা বোলপুর স্টেশন এ "সখি ভাবনা কাহারে বলে" ছোঁয়া দারুন লাগলো ❤
Speed = Distance/Time & Velocity is Displacement/Time. Actually displacement is quite different from distance, in common words displacement can be measured by the straight line distance from point A to point B.
Velocity has both magnitude and direction , and speed has only magnitude. So velocity is vector quantity and speed is scalar quantity .
Darun bolecho dada ❤️
velocity r direction ache
Perfect , HS & College mone pore gelo, eksaathe onek boi mone pore gelo, "Dutta Pal Choudhury , Physics", "Halliday Resnick Physics", "Sears & Zemansky Physics" ekhon bodhoy ei boigulo outdated :) They were a big treasure those days, including "Schaum Series"
@@sujanmit Ekhono somaan relevant ❤️😀
পৃথ্বী র অনবদ্য ভাষায় গালাগালি টা দারুন লাগলো। একদম ঠিক বলেছো। কিছু মানুষ খালি উল্টোপাল্টা negative কথা বলে।
আপনাদের সাথে মানস-ভ্রমণ মানেই-অসামান্য প্রাপ্তি!প্রতিদিন কী যে আনন্দে পূর্ণ হচ্ছি! অসম্ভব ভালো লাগছে।'বন্দে ভারত'-এ যাওয়ার ইচ্ছেটা সত্যিই বেড়ে গেল।ভীষণ পরিচ্ছন্ন উপস্থাপনা, শেষ হয়ে গেলে মন খারাপ হয়।
Ekdom thik বলেছেন,আপনার ব্লগ দেখে আমি অনেক জায়গায় গেছি,হোটেল বুক করেছি একদম perfect information দেন আপনি।আমি এখন আপনার কথামত টুর করি,খুব ভালোভাবে।
যথেষ্ট শারীরিক সক্ষমতা না থাকলে, এত ঘোরা সম্ভব নয়। ধন্যবাদ।
Physical strength comes from mental strength and mental health and the passion for travel ..which is also mental aspect
Muk pulicity bon d hok
@@Arghamaz right
Pocket er jor is must..
JADI SERAKAM BADO KICHU NA HOLE,SUDHU ICCHE TAI SOB,AAR TAA NAA HOLEY TOW SIBAJI AAR PRUITHWIJIT 😎BABU RA TOW ACHENY!!AAMIO AARAM KEDARA PORJOTOK,,PCHOLOON BEDIYE PODI!!!👍👍👍
পৃথ্বীজিত বেশ ভালো বলেছে। I appreciate it.
আপনার গ্ৰীনলাইন বাসে চড়ে শিলিগুড়ি পৌঁছনোর ভিডিও দেখছিলাম। অনেক বার দেখেছি। হঠাৎ দেখি এটা এলো! সোনায় সোহাগা!
কিছু বলার নেই। আপনার বিবরণ করারটাই আলাদা ধরনের। অতুলনীয়। ধন্যবাদ।
পরের ভিডিওর অপেক্ষায় ঘুম আসবে না দাদা। দারুণ হচ্ছে প্রতিটি ভ্লগ👍👍
চট্টগ্রাম থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
খুব ভালো লাগলো, প্রথম বার শিবাজী দা র vlog এ আমারও আছি, thank you so much দাদা 🙏🙏 খুব ভালো থাকবেন, আবার দেখা হবে😊
খাওয়া দাওয়া ট্রেন আপনাদের ঘোরাঘুরি উপস্থাপনা সবকিছু মিলে মিশে একেবারে,
কেয়া আপার চকোমকো চকোমকো লাগছে, ❤
আপনাদের রেল ভ্রমন আরো সুন্দর হোক এই কামনা করছি বাংলাদেশ রাঙামাটি জেলা অধিবাসী 🙏🇧🇩
অনেক ধন্যবাদ vande bharat র ফুড নিয়ে এত সুন্দর একটা সাবলীল ব্লগ করার জন্য
Thanks to Govt. Of India for giving us vandy Bharat...
06:00 - Definitely Dankuni..
Clue 1 - Ektu agei bolle Bally cross korcho
Clue 2 - 6:19am time on phone
Clue 3 - Ektu porei bolle Janai cross korcho
Congrats on crossing 300k
ভারতীয় রেল কে ধন্যবাদ।।
নর্থবেঙ্গল মানেই একরাশ ভালোলাগা...NJP তে নামলেই মনটা কেমন ভালো হয়ে যায় বারবার...অধির অপেক্ষায় রইলাম আপনার পরের ভিডিওগুলোর জন্য...আর আপনার অফবিট লোকেশন গুলো দেখার জন্য। আর যে যাই সমালোচনা করুক আপনি এগিয়ে চলুন আপনার genuine reviews নিয়ে ..অনেক শুভকামনা রইল💝....
খুব ভালো লাগল শিবাজী দা
.....পরের এপিসোডের অপেক্ষায় রইলাম
বন্দেভারত এর এই অভিজ্ঞতা দেখতে দারুন লাগলো। ভালো লাগলো যাত্রাপথে বালীর নাম উল্লেখ করায়।
ধন্যবাদ।
কিছু মানুষ ইউটিউবের টাকায় গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, আর কিছু মানুষ সারাজীবনেও কোথাও ঘুরতে যেতে পারছেনা... সত্যিই কি ভাগ্য ইউটিউবারদের।
দাদা এই ঘুরে ঘুরে কনটেন্ট ক্রিয়েট করা মুখের কথা না, চেষ্টা করুন বুঝবেন, সাধু বাদ জানান যে আমরা অনেক ইনফরমেশন ঘরে বসেই পেয়ে যাচ্ছি. যেটা আমাদের অনেক সাহায্য করছে..... God give them more strength... ❣️
@@Joyride_with_JOY যখন কোনো কাজকর্ম না করে ব্যাংক একাউন্টে লাখ লাখ টাকা ঢুকবে, তখন এইসব বালের কনটেন্ট আপনিও পারবেন বানাতে পারবেন...
Tourist guides gave the same service without tippsni
@@Joyride_with_JOY এইসব ইনফর্মেশন এর কোন দরকার নেই, যারা ঘুরতে যাওয়ার মানুষ তারা ঠিক ইনফর্মেশন জোগাড় করে নেবে তার জন্য ইউটিউবারদের দরকার নেই। আর ওরা এই সামান্য ইনফর্মেশন দেয়ার বদলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। যা একটা সাধারণ মানুষ চাকরি করেও পায় না।
দাদা খুব ভালো লাগলো ধন্যবাদ। পরের ভ্রমণের দেখার জন্য অপেক্ষায় রইলাম।
শিবাজী বাবু 300K -র জন্য আগাম শুভেচ্ছা ও অভিনন্দন ❤❤❤
খুব ভালো লাগলো। 👍
খুব সুন্দর বিবরন। ১৯৭২ সাল থেকে কর্ম সুত্রে উত্তর বঙ্গ র সঙ্গে যোগাযোগ। ২০১৯ সালে কর্ম থেকে অবসর নিয়ে বাড়ি চলে আসি। বরাবর সতাব্দী এক্সপ্রেসে যাওয়া আসা করতাম। ইচ্ছা আছে বন্দে ভারতে উত্তর বঙ্গ ভ্রমণ করা। পরিসেবা বা খাবার বিবরন যা দিলেন খুব ভালো লাগলো। অনেক ভালো থাকবেন আপনারা। শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আপনাদের দুজনকে। আমি অবসরপ্রাপ্ত হোটেল ম্যানেজার। ১৯৭২ থেকে ২০১৯
পৃথ্বী দা , যখন ই খেলে , তখন একটাই স্টাইল , একে বারে বাপি বাড়ি যা ।। ❤❤
😊❤
Apnar kotha r prithijit dar jokes e puro mon vore jae...16 ana bangali ekta experince hy ....khub valo lage...evabei cholte thakun r amader anondo dite thakun❤❤
বাংলাদেশ থেকে দেখছি দাদা খুবই ভালো লাগলো...... আপনাদের প্রতি রইলো অবিরাম ভালোবাসা ❤
শিবাজীদা, আপনার প্রত্যেকটা ভিডিও খুবই entertaining and informative আর আপনার explaining চমৎকার, আমার ভীষণ ভালো লাগে।
আপনার থাইল্যান্ড ট্রিপের সমস্ত ভিডিও আমার বারবার দেখে দেখে মুখোস্থ হয়ে গেছে, তবুও আবার দেখতে ইচ্ছে করে। আমি অধীর অপেক্ষায় আছি, কবে আবার আপনি বিদেশ ভ্রমণের ভিডিও দেবেন আর পরিবার সমেত এনজয় করবো আপনার সমস্ত ট্রিপের ছবি দেখে। তাড়াতাড়ি একটা বিদেশ ট্রিপ করুন শিবাজীদা - আর ভালো লাগছে না। আপনার মুখে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা শুনতে দারুন লাগে। অনেক অনেক শুভেচ্ছা ♥️
3 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা শিবাজী দা ❤️🙏
রেলওয়ের পরিসেবার উন্নতি হয়েছে জেনে ভালো লাগলো।জিও বন্দে ভারত এক্সপ্রেস।আর ভালো থাকুন আহারে ও ভ্রমনে, প্রিয় শিবাজি - পৃত্থীজিৎ বন্ধুদ্বয়।
দাদা যে যাই বলুক না ।। আপনারা যে সঠিক তথ্য পরিবেশন করেন টা আপনার 99.5% মানুষ বিশ্বাস করে।।মনে রাখবেন।। প্রত্যেকেই কিছুটা পথ এমনিই দৌড়তে পারে,শুধুমাত্র যে ম্যারাথন দৌড়তে ইচ্ছুক,সেই পারে সবাইকে ছাড়িয়ে এগিয়ে যেতে...যেখানে সবাই হাফিয়ে যাবে সেখানেও না থেমে আরো এগিয়ে যাওয়ার জন্যে যা প্রয়োজন তা হল আত্মবিশ্বাস...
আপনাদের প্রভু জগতের নাথ ।। সব সমস্যা থেকে লড়াই করে এগিয়ে যাওয়া শক্তি প্রদান করুন।। এই উনার চরণে প্রlথনা ,,,,। ভালো থাকবেন ।।,🙏🙏🙏
Vlog dekhte dekhte রবীন্দ্র সঙ্গীত gan mind blowing shibaji & prithijit da
Shibaji Da n Pritthijeet Da Both of u jst Rock
😊❤
দারুন লাগল ।অপেক্ষায় রইলাম । আপনার V D O তে নতুন করে বলার অপেক্ষা রাখে না । আমার সব সময় ভালো লাগে এবার তার ব্যাতিক্রম নয় । নতুন কিছু দেখার অপেক্ষায় রইলাম ।ভালো থাকবেন ।
বন্দে ভারত এক্সপ্রেস কি এতটাই ভালবেসে ফেলেছেন শিবাজী দা যে বন্দে ভারত ছাড়া থাকতেই পারছেন না মনে হচ্ছে.... আর আমাদেরও ভালো লাগে বন্ধে ভারতের জার্নির ভিডিও
Vande Bharat (VB) tar full potential e operate korbe track upgradation er por. jeta Railways already suru kore diyeche. In the meantime, VB trains aro onek besi kore launch korbe including 3rd generation VB sleeper train. Railway mainly amader ai train experience er sthe habituate korate chaiche while upgrading the tracks to garner its full potential. Eventually, onek kom time e VB amader destination guloe poche debe.
Baah Shibaji Da Daroon laglo 👌❤️❤️ Another Excellent Episode 🔥🔥 Osaadharon Vaabde Bharat 👌Sathe Durdahto journey 👌❤️ Tumi ar Prithwijjt Da maanei Aladai moja 🔥🔥 Excellent presentation..porer golper opekkhay Thaklam..keep it up ❤️❤️❤️❤️
😊❤
👍😊❤️ পৃথ্বিজিৎ বাবু আমি আপনার সাথে একমত আর শিবাজী বাবু আপনার তো জবাব নেই অসাধারণ ভিডিও ফুটেজ আর বর্ণনার তুলনা নেই
অতো লোকের কথায় কান না দেওয়াই ভালো, হাতের ৫ টা আঙুল তো সমান হয় না তাই কি আর করা যাবে..যে কোন কাজ করতে গেলেই কিছু বাধা-বিপত্তি তো আসবেই, সেগুলো অতিক্রম করে এগিয়ে চলার নামই জীবন... অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল... আমরা সবাই আপনাদের পাশে আছি ❤❤❤
রামপুরহাট থেকে ভালোবাসা নেবেন, বেশ কয়েকমাস থেকে আপনাদের vlog দেখছি, কথাবার্তা মার্জিত ও শিক্ষার ছাপ সুস্পষ্ট দেখে আরো ভালো লাগে। অনেক শুভেচ্ছা রইলো আগামী দিন গুলোর জন্য !
আগাম অভিনন্দন 300k এর জন্য।
খুব ভাল লাগল ভিডিও। আপনারা যে কী পরিশ্রম করেন একটা ভিডিও বানাতে সেটা অনুভব করতে পারি। সম্প্রতি পুরী গেছিলাম। ট্রেন এ উঠে থেকে ফেরা পর্যন্ত যথেষ্ট ধকল যায়। আর আপনারা তার মধ্যেই ভিডিও করেন। কুর্নিশ।
Shibaji Da & Prithwijit Da thakle video toh dekhtei hobe. Tbh you guys are inspiring for us. Keep shining and looking forward for more vlogs ❤❤❤
😊❤
আমি তোমাদের সব ভিডিও গুলো দেখি. খুবখুব এলো লাগে। মনটা খুব ভালো হয়ে যায়।
Passionate Shibaji .. we can feel your effort to touch every minute detail from your heart..
আপনি এতো সুন্দর ভাবে সবকিছুই বর্ণনা করেন মনে হয় আমরা নিজেরা ঘুরে বেড়াচ্ছি।❤❤❤
Congratulations to those railway workers whos tierless effort make your journey safe and beautiful ........ congratulate them
.sir..
আমরা কিছুদিন আগেই বন্দে ভারতে ঘুরে এলাম। ভীষণ ভীষণ enjoy করেছি। খাবার খুবই ভালো লেগেছে।
Thanks for your vlogging and positive criticism worked for IRCTC , service indeed improved.
Kudos to you both!👍
Oshadharon content... Again Prithwijit's sense of humour...ki bolbo.. amazing...Watson chara Sharlock incomplete😊
😊❤
সবাই আমরা একবার 300k subscribers এর জন্য একসাথে বলি, জয় ফেলুদা আর জটায়ুর জয়। আছে আছে আমাদের ভালবাসার জোর আছে ❤❤ অনেক অভিনন্দন স্যার ❤❤❤❤ স্যার সেই দিনের একসাথে ভ্রমন এর স্মৃতি টা, আবার টাটকা করে দিলেন। ❤
দাদা ভিডিও দেখলে মনে হয় আপনি খুব সহজেই ঘুরচেন।কিন্তু এই ভিডিও দেখতে দেখতে ভাবছিলাম এক হাতে ক্যামেরা নিয়ে খাবার খাওয়া বা ওঠানামা ঘুরে বেড়াতে এক কঠিন কাজ । ভগবান এই শক্তি আপনাকে দিন । আপনি সুস্থ থাকুন। পৃথিজিৎ দা কে এই কথাই জানাই।
Start of a excellent journey....cheers
Sob Somoy er moto mon valo kora Video, Prithijeet Babu r jonno Mukhe ekta aladai hasi fote.. onek dhonnobad Apnader.😊
Next time while - please carry a measuring tape to measure the length of the fish piece/ chop , a digital weight scale ( to measure the weight) so more in-depth details can be provided. -- one request to train authorities -- please serve such people a whole bird preferably cooked and free of cost -- this will lessen their suffering --- oh yes , pls do provide containers as well in case they are unable to consume the whole , so the rest can be taken back home....
If that's the way you feel, why watch these videos in the first place?
@@ayanbanerjee5132 Your response ,unfortunately has no relation to the actual context - not surprising , quite expected - anyway assuming you gulp every videos, it will be good if you take some time out to retrospect referring to past clips - you will figure out what & why -
- and to relieve you from your painful stress - as to ' why i watch these videos' - well there is a wonderful friend of mine 'who' like you watches on a regular basis but he pings me on specific videos to go through - hope you got your answer now -- enjoy ☺
Shibaji da and Prithwijit da on screen and off screen ekdom same manush...ei tour ei ekta location e dekha hoyechilo...khb apon mone hoyechilo..khub naturally video gulo Koren...kono rokom meki bapar nei..dekha hoye khub valo legechilo...valo theko sabai...
😊❤
স্মৃতির আর্কাইভ থেকে উঠে এল :
Speed is a scaler quantity and velocity is a vector quantity. 😊
আপনি খুঁটিনাটি সবকিছু এত সুন্দর করে দেখান বলেই দেখতে আরো ভালো লাগে।
I’m such a fan of your work, and it inspires me a lot.
Journey ta khub bhalo laghlo.Aar taar sanghe prithijitdar sundar kotha ek kothay mugdha kore.
Not boring like other train vlogs. Enjoyed it. Next country, is it Sri Lanka?
It is India. Srilanka and Bangladesh doesn't have this luxury trains. Namaste From India.
@@moloyadhikary7836 he is asking about which country they are gonna visit next , not the country he is travelling now 😂
Srilanka is bankrupt now, not worth visiting!
Tomadr vandebharat er viedio dekhchilam eto Darun reviews Diecho... Amra o vandebharat e travel korechilam Osadharon experience.. Prithvi da er tomake onk suvokamona janalam
THANKS MODI AND BJP AND INDIA 🇮🇳❤️🙏🚩🕉️ FOR EVERYTHING NICE THINGS YOU GAVE US..VOTE FOR BJP MODI HINDU INDIA ZINDABAD 🇮🇳🙏🚩🕉️❤️
osadhoron...mon chuye jawar moto ekti episode dekhchi ❤❤❤
Ajke Prithi da puro Bapi bari ja. mood e... khub dorkar chilo erokom akta jobab er..
R ha.. apnader dekhei ami amar trip er planning.. Recently Mumbai giyechilam r okhane apni je kota restaurant er review diyechilen sob kotai giyechilam (ha including Britannia r ta teo, kintu gate theke phire esechi r eta ami intentionally korechi. Oder o opoman kora uchit amar mone hoyeche to seta joto ta amar pokhe sombhob korechi).. Apnar deoa food review gulo sotti exact chilo karon amra besir bhag i same item order korechilam.. R Rustam jir Ice Cream.. sotti osadharon ota... Pan, Mango r kichu flavour try korechilam.
Bhalo thakben 🙏
Ki holo ato boro comment likhe keu jodi pattai na dei..r bolchi bapi bari ja ata ki rokom mood..
Constructive criticism is always welcome not regressive mind.when you have compared vandebharat food cost with zomato food my question to you then - when you are travelling via flight such as indigo /spicejet where food is optional and you are paying atleast 3 times ( maybe more) more ( exclusive food cost) than train fare (inclusive food cost )then where is your fare criticism or judgement.if food price is 400 approx( cost included in train ticket price) for train journey , flight can also provide food for same price .But while travelling via flight people forget to criticise however while travelling via train people criticise this petty issues.My opinion reads due to long hour train journey some people tend to have idle mind which works as devils workshop ( here negative criticism about food quality- der inchi macher size) 🤣🤣🤣 Anyways your vlogs are good..we are raising point which we feel incorrect.All comments welcome.Thank you.
😊❤
অফবিট জায়গা গুলো আপনাদের চোখ দিয়ে দেখার অপেক্ষায় থাকলাম। দূর্দান্ত হতে চলেছে ব্লগগুলো। বেশি সময় অপেক্ষা করাবেন না।
journey date টা কবে ছিল দাদা? তিন মাস পরের পরিকল্পনা হলে তো মার্চ মাসে এমন কুয়াশা হওয়ার সম্ভাবনা মারাত্মক ভয়ঙ্কর 😀🤣
Dada apnar protyek ta video khub mon diye dekhi..khub valo lage.. emniteo ami travel lover. In future Himachal pradesh niye kichu explore korben..asa rakhi
Shibaji Da, the whole journey looked amazing. Your question regarding the difference between Speed and Velocity reminded me of Class X ncert and Lakhmir Singh.😊
actually
আপনাদের 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ভীষণ ভালো উপস্থাপনা। আর পৃথ্বীদা আপনি তো অসাধারণ 🙏🏻🙏🏻😄😄😄😄
Speed=Total Distance/Total time
Velocity=Total Displacement/Total time
Displacement is total distance covered and displacement is shortest distance between two point. 🙏🙏
Luvd the blog Shibaji & Prithwi ❤
Could literally feel the pain and anguish of unable to find fault with the service and resulting failure to shadow hit the current dispensation running the railways.
Would appreciate a vlog on transport services with connectivity and amenities provided by state govt in places of tourists attractions in West Bengal, with a hope that they are improved at a level par with rest of India.
Well said
There is nothing charming about the current system. A made in China train, assembled in India where the tracks are not even ready to run at sub 250k clicks. Railways service hasn't improved a lot. In these glorified trains, you may not find so much to complain about. But just go down to second or even the third ac coaches, and the reality hits so hard. They are so bad, disgusting that I've pledged never to travel anything but first class.
The outside compartments of toilets are always filled with used/ consumed food trays, trash box outpouring with all sorts of garbage. None to take care of it Imagine water getting into those and the whole place becomes a moving garbage bin. And I've seen IRCTC helpers throwing those plastic and thermocol trays under the train from the middle of two coaches. Swach Varat! I could've recorded and elevated it to certain authority but refrain myself from doing so.
It's all dark under the lamp. Exceptions- Duronto, Bande Varat, Rajdhani and a handful.
Fantastic reply
@@sambitkoley2733 exactly....and just go down a bit to the General compartments which is used by the majority of people in India barring the priviledged classes and you will see how much progress Railways has made....people are treated as animals in there ..even worse ...so much for progress ...progress only for the priveledged 1 percent perhaps....
@@sambitkoley2733 Can you explain which exact parts are made in China??
Darun dada ....apnar vlog na dekhe din kate na.....apnader moto vlogger aro success paben....ki bolbo bujhe utte parlam na....bhalo thakben....
ঠিক বলেছেন দাদা। এতো সুন্দর করে আপনি বলছেন যদি ঘুরতে যাই কোন অসুবিধা হবে না।
Darun Darun....Pritthi Da Osadharon
Baah journey r scene er sathe gaan ta shine mon ta aanonde bhore gelo. Thank you so much dada ato sundor gaan tar jonno .shokhi babona kahare bole. One of my favorite robindre sangeet. To be gaan ta r ektu dile r o bhalo lagto
Darun dada khub bhalo lage apner video gulo dada apnar Kathmandu r video gulo khub help koreche thank you abar khub bhalo thakben
prothom STATION jeta perolo sheta GOBRA....khub e bhalo presentation....apnar katha bola ta amk mugdho kore....onek bhalobasha roilo sir❤
Pritwijitbabu darun bolechhen, khabarer byapare,darun, darun 👌👌👌