ঢাকা থেকে বরিশাল সুবিশাল লঞ্চে | দুর্দান্ত অভিজ্ঞতা | লঞ্চের কেবিন, খাওয়া দাওয়া সবকিছু এই ভিডিওতে

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2022
  • explorer shibaji in Bangladesh 2022
    Dhaka to Barishal launch
    Aulad 10
    Dhaka to Barishal launch review
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    If you like my work, you may consider donating, your donation will be used to upgrade my gadgets and also to meet the travel expenses. Thank you so much!
    UPI ID : shibaji.paul@oksbi
    Buy me a Coffee
    www.buymeacoffee.com/explorer...
    PayPal: paypal.me/explorershibaji
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explorer_shibaji (Preferable)
    Facebook: bit.ly/explorershibajiFB
    Facebook group: bit.ly/bhromon_helpline
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicsound.com/referra...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    My Action Camera1: amzn.to/3q34S8R
    My Action Camera2: amzn.to/37KUDiK
    My DSLR: amzn.to/2J6lV8V
    My lens: amzn.to/2G20XHf
    Gorilla Pod: amzn.to/35FjH7Y
    Tripod: amzn.to/31LkTpz
    amzn.to/3kx3LuJ
    Mic 1: amzn.to/34vNrVG
    Mic 2: amzn.to/2TtBg5m
    Mic 3: amzn.to/35Ab3b3
    Mic 4: amzn.to/3osoB0R
    External drive SSD: amzn.to/3ml4Oyo
    Memory Card for GoPro: amzn.to/3e0sYLL
    Memory Card for DSLR: amzn.to/34wIgVG
    My Laptop for editing: amzn.to/2G1egYm
    Ring Light: amzn.to/2J6mi3j
    My backpack 1: amzn.to/3muLuz3
    My backpack 2: amzn.to/2Tuu5do
    My sunglass: amzn.to/3os3vj7
    Earbuds: amzn.to/3mnTtxK
    Coffee I always prefer: amzn.to/3mjOQoi

ความคิดเห็น • 1.5K

  • @anupk8973
    @anupk8973 ปีที่แล้ว +113

    দুর্দান্ত অভিজ্ঞতা। পশ্চিমবঙ্গের মানুষের এই ধরণের অভিজ্ঞতা প্রাপ্তির সুযোগ নেই বললেই চলে। আশা করি শিবাজি'র এই ভ্লগের পর বাংলাদেশ ভ্রমণে তাদের আগ্রহ বাড়বে।

    • @CUSLIMRANDIWADALLAHHULUNDPAR
      @CUSLIMRANDIWADALLAHHULUNDPAR 8 หลายเดือนก่อน

      পশ্চিমবংগের এক একটা হিরো চাইলে গোটা কাংলাদেশকে কিনে রেন্ডিখানা বানি দিবে রে চাঁদি

  • @debdattapaul8505
    @debdattapaul8505 ปีที่แล้ว +90

    লঞ্চ টি মনে হচ্ছে পাঁচতারা হোটেল।দারুন অভিজ্ঞতা।

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz ปีที่แล้ว +9

      Almost পাঁচতারা হোটেলের মতোই।ঢাকা-বরিশাল রুটেই ১০-১২ টা এরোকম বিলাশ বহুল লঞ্চ আছে।অন্যান্য রুটে দুই -একটা আছে।
      পদ্মাসেতু হওয়ার পরে লঞ্চ ব্যবসা হুমকির মুখে পরেছে।তারপরে সরকার রেললাইনের কাজ করা সুরু করেছে।
      কত দিন এই ঐতিহ্যে টিকে থাকতে পারবে কে জানে 😒😒

    • @debdattapaul8505
      @debdattapaul8505 ปีที่แล้ว +6

      @@MasudRana-dd6hz সে তো করবেই।তবে ঐতিহ্যর আলাদা মর্যাদা।আশা করি সেটা বেঁচে থাকবে

  • @pradyutroy8195
    @pradyutroy8195 ปีที่แล้ว +371

    আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাসকারী জন্মসূত্রে ভারতীয় বাঙালী অথচ পূর্বপুরুষ ওপার বাংলার বংশোদ্ভূত তাদের পক্ষে ওপার বাংলার গল্প, ঐতিহ্যবাহী বাঙালী খাবার, নদ-নদী বিধৌত লঞ্চ যাত্রা, নদীর সৌন্দর্য আর সর্বোপরী ঠাকুরদার দেশের মানুষজনের জীবনযাত্রা এসব দেখতে পাওয়া অনেকখানি আবেগ আর ভালবাসাময় ❤️ ধন‍্যবাদ শিবাজী দা, বারাসাত থেকে দেখছি..

    • @nirmanpal6837
      @nirmanpal6837 ปีที่แล้ว +10

      এক ই অনুভূতি

    • @bokulphool
      @bokulphool ปีที่แล้ว +7

      Ekdom amio bagal kintu akono oi desh a jaoa hoy ni

    • @MdIqbaLHosainSabbir
      @MdIqbaLHosainSabbir ปีที่แล้ว +8

      Dear You also welcome to praner Bangladesh a💗💗💗

    • @atanukar5579
      @atanukar5579 ปีที่แล้ว +4

      এক মত দাদা।

    • @jparo4111
      @jparo4111 ปีที่แล้ว +27

      আপনাদের পূর্ব পুরুষের দেশ মানে আপনাদের দেশ। আপনাদের দাদা-দাদি মিথ্যা বা বাড়িয়ে কোন গল্প বলেনি,বাংলাদেশে আসলে বুঝতে পারবেন। আসুন পূর্ব পুরুষের জন্ম ভূমির মাটির গন্ধ নিয়ে যান। পরম শান্তি পাবেন।

  • @krishnabhattacharya6995
    @krishnabhattacharya6995 ปีที่แล้ว +108

    বড়িশাল নাম শুনেই খুব আনন্দ হল, আমার বাবার জন্মস্থান। ওখানে আমার যাওয়ার ইচ্ছা আছে।

    • @rashed.bakhtiarjoy
      @rashed.bakhtiarjoy ปีที่แล้ว +6

      বড়িশাল‌ নয়, "বরিশাল"

    • @salehahmed5344
      @salehahmed5344 ปีที่แล้ว +5

      স্বাগতম আপনাকে, চলে আসুন- বেড়িয়ে যান বাংলাদেশ।

    • @Khaled-if4xs
      @Khaled-if4xs ปีที่แล้ว +1

      পিতার জন্মস্থানে এখনো আসনি কি বলো

  • @sagarkumarbandyopadhyay9233
    @sagarkumarbandyopadhyay9233 ปีที่แล้ว +263

    কি বলবো ভেবেপাচ্ছি না.....এক কথায় অনবদ্য... অভাবনীয় অভিজ্ঞতা.....বাংলা দেশের নদীপথ যে এত উন্নত ভাবা যায় না,
    বাংলাদেশের মানুষ,কৃষ্টি সংস্কৃতি,শিল্প,বাণিজ্য
    দ্রুত উন্নতি শিখরে পৌঁছাবে,এদের কাছে আমাদের অনেক কিছু শিক্ষণীয়
    আছে। কিছু মনে করবেন না,আমার ব্যাক্তিগত মত। আর আপনারা আমাদের খুব কাছের মানুষ, আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক। শিবাজিবাবুর খোলামেলা ভাষ্য তুলনা হয় না।
    খুব আনন্দ করুন। নদীপথে ভ্রবন এই এপিসোডে নতুন মাত্রা এনে দিয়েছে। সবাই ভালো থাকবেন। শুভ রাত্রি।

    • @shravanamuhuri9514
      @shravanamuhuri9514 ปีที่แล้ว +9

      Nadimatrik desh kakey bole...... Sotti.... Ektu interiors e aro bojha jay....

    • @user-hd2ny5du6m
      @user-hd2ny5du6m ปีที่แล้ว +2

      হয়তো কাটাতারের বেড়া আছে ভাষা সমাজ সংস্কৃতি সব কিছুই একই। একই সাথে আবহাওয়া প্রকৃতি একই। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ বাঙালি জন্য কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

    • @Koushik254
      @Koushik254 ปีที่แล้ว +12

      ভারত এর কাছে নেহাতই বাচ্চা😇

    • @TheNewTube
      @TheNewTube ปีที่แล้ว +4

      welcome to 🇧🇩

    • @dungavhai3319
      @dungavhai3319 ปีที่แล้ว +22

      @@Koushik254 Vhai keje baccha eai comment ta kore tumi ta proman korla. Shuno beshi ohongkar valo na. TH-cam je tumi use koro eaitar founding lead developer oo Bangladeshi Bangali decent guy. আমার সোনার বাংলা আমি তোমায় অনেক বেশি ভালোবাসি। জয় বাংলা সারাজীবন ।

  • @FIFA2435
    @FIFA2435 ปีที่แล้ว +203

    লোকের আমেরিকা ইংল্যান্ড যাবার শখ হয় আপনাদের ভিডিও দেখার পর বাংলাদেশ যাবার স্বপ্ন হলো

    • @marufeco1
      @marufeco1 ปีที่แล้ว +2

      ❤❤❤

    • @rabiulhasan3342
      @rabiulhasan3342 ปีที่แล้ว +9

      আমন্ত্রণ রইল বাংলাদেশে আসার জন্য

    • @darkworld8764
      @darkworld8764 ปีที่แล้ว +10

      Bangladesh is the Europe America in South Asia

    • @Rashed7219
      @Rashed7219 ปีที่แล้ว +1

      শুকরিয়া

    • @Khaled-if4xs
      @Khaled-if4xs ปีที่แล้ว +1

      অবশ্যই আসবেন

  • @biswajitchatterjee863
    @biswajitchatterjee863 ปีที่แล้ว +57

    আমি শুধু ভাবছি পুরো বাংলা কতো সুন্দর যেটা আপনারা দেখাচ্ছেন শিবাজী দা,আপনাকে অনৈক ধন‍্যবাদ।আমি ঘটি হলেও খুব ইচ্ছা ছিলো বাংলাদেশ ভ্রমণের কিন্তু অবস্থাগতিকে হয় নি,সেটা আপনারা ভুলিয়ে দিলেন।আবারো অনেক অনেক ধন‍্যবাদ।

    • @debashisdattadipto1769
      @debashisdattadipto1769 ปีที่แล้ว +1

      দাদা তো শুধু বাঙাল এলাকা দেখিয়েছে। সিলেটি এলাকা আরও অনেক সুন্দর। বাংলাটা অনেক বৈচিত্র্যময়।

  • @linaroychowdhury2333
    @linaroychowdhury2333 ปีที่แล้ว +41

    প্রাপ্তি কখনো চোখদুটো ভিজিয়ে দেয়। এই প্রতিটা পর্ব যে আমাদের জন্য এমন মণিমুক্তো আগলে রেখেছিল - কল্পনা করিনি। প্রাণ ভরে দেখছি সোনার বাংলাকে। ছুঁয়ে আছি মাতৃভূমির আঁচল। এক অপার্থিব সুখ যেন।
    লঞ্চ - যাত্রা যে এমন অসামান্য মুহূর্তদের বেঁধে রাখে--আমার ধারণা ছিল না। আপনাদের চোখে যে তৃপ্তির আলো দেখেছি,কথায় পেয়েছি সেই আনন্দের আহ্বান। তাই তো সবাই এত ভালোবাসে 'Explorer Shibaji' কে। এখানে পেয়েছি মুঠো মুঠো জীবন।
    ভালোবাসা প্রিয় বাংলাদেশ।

    • @pervajbabu7096
      @pervajbabu7096 ปีที่แล้ว +1

      Your wonderful description of my beloved Bangladesh make me wondered.Many many thanks.

    • @cynicalidealist632
      @cynicalidealist632 ปีที่แล้ว +1

      বাংলাদেশ থেকে অসংখ্য ভালোবাসা জানবেন।দুইবাংলা কাঁটাতারের বেড়ায় আটকে থাকতে পারে কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন একই।

    • @linaroychowdhury2333
      @linaroychowdhury2333 ปีที่แล้ว +2

      @@cynicalidealist632 একদম তাই।আমাদের 'একই নাড়ির টান'। আজও প্রতিটা সকাল শুরু হয় মায়ের মুখে দেশের কথায় তাঁর স্মৃতির অর্ঘ্যে।

    • @raselhossain168
      @raselhossain168 ปีที่แล้ว +1

      @@linaroychowdhury2333 আপনার কথা শুনে ভালে লাগলে 🇧🇩🇧🇩

    • @susanta7048
      @susanta7048 ปีที่แล้ว

      দারুণ লাগল ভিডিও। তবে আওয়াজ করেই খান। তৃপ্তি করে খান। খাওয়ার সুন্দর আচরণ ছোট বেলায় শেখানোর দরকার। এখন ভেবে কি হবে।

  • @creative5362
    @creative5362 ปีที่แล้ว +160

    যদি কখনো বাংলাদেশ যাই ভবিষ্যতে, তাহলে অবশ্যই এই লঞ্চে জার্নি করবো। অনেক দিনের অপেক্ষার অবসান হলো আজ এই পর্বে।

    • @MDSMediaHD
      @MDSMediaHD ปีที่แล้ว +2

      অনেক সুন্দর লঞ্চের ভিডিও। আমার চ্যানেল অসংখ্য বিলাসবহুল লঞ্চ.........

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 ปีที่แล้ว +158

    দারুন লাগলো আপনার এই জলযাত্রা। কি অপূর্ব সুসজ্জিত লঞ্চ, শুধু এর টানেই বাংলাদেশ ভ্রমণ করা যায়।

    • @TanzirRahman
      @TanzirRahman ปีที่แล้ว +4

      চলে আসুন ভাই। ঘুরে যান

    • @ashimkumarghosal2549
      @ashimkumarghosal2549 ปีที่แล้ว +4

      @@TanzirRahman অবশ্যই যাব, আপনাদের আতিথেয়তা অবিস্মরণীয়।

    • @darkworld8764
      @darkworld8764 ปีที่แล้ว +3

      Hi this is not the best there are many luxurious launches u can see in sadarghat

    • @Abusayem123
      @Abusayem123 ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা চলে আসুন 🇧🇩

    • @razurahman7263
      @razurahman7263 ปีที่แล้ว +1

      চলে আসুন আমার বাসায় দাওয়াত। আমার বাড়ি বরিশাল 😊😊

  • @lipicachatterjee7852
    @lipicachatterjee7852 ปีที่แล้ว +48

    অসাধারন লাগলো।লঞ্চের মধ্যে এত সুন্দর কারুকার্য সত্যি কল্পনাও করা যায়না দেখলে মনে হবে যেন জাহাজের ভেতর আপনাদের দুই বন্ধুর মধ্যে যেন এই রকম বন্ধুত্ব চিরকাল অটুট থাকে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।

  • @sohamghosh6166
    @sohamghosh6166 ปีที่แล้ว +10

    বাপরে! এটা লঞ্চ নাকি ক্রুজ শিপ! অসাধারণ সুন্দর!

    • @nahidbin3233
      @nahidbin3233 ปีที่แล้ว +1

      Barishal route er thekeo Luxurious ship ache... Asar invitation roilo

    • @sohamghosh6166
      @sohamghosh6166 ปีที่แล้ว

      @@nahidbin3233 খুব ইচ্ছা একবার বাংলাদেশ যাবার! ভাগ্যে থাকলে অবশ্যই যাবো একবার! আর এতেও চোরবো। 😀

    • @thereadrows3650
      @thereadrows3650 ปีที่แล้ว +1

      @@sohamghosh6166 মজার ব্যাপার হলো এই লঞ্চ গুলো আমাদের বাংলাদেশে তৈরি

  • @ranartube
    @ranartube ปีที่แล้ว +123

    এই লঞ্চ সার্ভিস টা সত্যি বাংলাদেশ এর অন্যতম আকর্ষণ। দারুন অভিজ্ঞতা।👍

    • @khushichanda2293
      @khushichanda2293 ปีที่แล้ว

      Vi

    • @SUPRIYO_DEB
      @SUPRIYO_DEB ปีที่แล้ว +1

      Apni Nayan majumdar ar video dakhala , Bangladesh r launch video dakhta paben.

    • @subhashchandraroychoudhury128
      @subhashchandraroychoudhury128 ปีที่แล้ว +1

      Iam very much happy to watch your BDO.

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz ปีที่แล้ว +2

      দাদা এটা কিন্তু একদিন দুইদিনে হয়নি।
      বাংলাদেশের এই নৌজান চলাচল ব্যবস্থা কিন্তু শতবর্ষী।বৃটিশদের হাত ধরে এসেছ।তার পূর্বে হয়তো সামরিক,বাণিজ্যক এবং সাম্রাজ্যবাদের জন্য ব্যবহুত হতো।
      বাংলাদেশের ঐতিহ্যেবাহী স্টিমার গুলোর জায়গা বর্তমানে এই প্রাইভেট খাতের নৌজান/লঞ্চ গুলো নিয়েছে।
      তবে দুঃখের বিষয় ব্রিজ হয়ে যাওয়াতে দক্ষিণ অঞ্চল সহ বরিশাল অঞ্চলে লঞ্চ যোগাযোগ কমে যাচ্ছে 😢😢

  • @sanjidaaktermukta48
    @sanjidaaktermukta48 ปีที่แล้ว +244

    অন্যের চোখে নিজের দেশ দেখার আনন্দ ই আলাদা!❤️❤️

  • @ishratnasreen8014
    @ishratnasreen8014 ปีที่แล้ว +35

    আমি বরিশালের মেয়ে .. খুব ভালো লাগলো আপনারা বরিশাল গেছেন .. আমরাও এভাবে দেশের বাড়িতে যেতাম লঞ্চে করে .. আজ বহু বছর দেশে যাই না .. আমেরিকায় থাকি এই জন্যে যাওয়া হয় না তবে শেষ গিয়েছিলাম ২০১৫ সালে .. আপনাদের দেখে মন খারাপ হচ্ছে আমার 😢

    • @raselhossain168
      @raselhossain168 ปีที่แล้ว +1

      মুইও বরিশালের ☺️

    • @mdsaifulislam1212
      @mdsaifulislam1212 7 หลายเดือนก่อน

      ami ekbar giyechilam 2007 e khub vlo legechilo

  • @rezaulhaque2064
    @rezaulhaque2064 ปีที่แล้ว +9

    আসলে বাঙ্গালি মানেই বাঙ্গালি,,,নামে মাত্র এপার, ওপার... পূর্ব, পশ্চিম,,, বাংলাদেশের তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা❤

  • @debadritade6939
    @debadritade6939 ปีที่แล้ว +126

    এর আগেও বাংলাদেশ এর অনেক ভিডিও দেখলেও লঞ্চে যাত্রার ভিডিও চোখে পড়েনি। ধন্যবাদ ও অভিনন্দন শিবাজী স্যার কে এত সুন্দর ভিডিও তুলে ধরার জন্যে।

    • @Two_wheels7373
      @Two_wheels7373 ปีที่แล้ว +1

      কোথায় থাকেন।

  • @pritamchakraborty5308
    @pritamchakraborty5308 ปีที่แล้ว +5

    I agree .. Ami India theke ... Bangladesh er Manush Khubi bhalo ... Khubi Antorik ...

  • @hiphop.4444
    @hiphop.4444 ปีที่แล้ว +9

    বাংলাদেশের তুলনা হয় না। বাংলাদেশ পৃথিবীর মধ্যে ১ টাই আছে।
    Love you My country bangladesh 🇧🇩❤,
    Love my Bangladesh cricket team 🏏🇧🇩

  • @natureandfoodbd5798
    @natureandfoodbd5798 ปีที่แล้ว +30

    পশ্চিম বংগের মানুষের জন্য আমার আহবান থাকবে..... আপনারা বাংলাদেশে আসুন, বাংলাদেশ ঘুড়ে দেখুন। অনেক নতুন নতুন অভিজ্ঞতা হবে নিশ্চয়তা দিচ্ছি। আসলে অবশ্যই লঞ্চ ভ্রমণ মিস করবেন না, বিভিন্ন রুটে আরও সুন্দর সুন্দর বিলাসবহুল লঞ্চ আছে। পরিশেষে বলবো, আসুন বাংলাদেশ ঘুরে দেখুন, আপনি হতাশ হবেন না। সবার জন্য শুভকামনা রইল ☺️🇧🇩

  • @sanjukundu2082
    @sanjukundu2082 ปีที่แล้ว +27

    এটা তো বাংলাদেশে ভ্রমণের মাস্ট ট্রাই হওয়া উচিৎ কিন্তু এই নিয়ে ভিডিও দেখিনি, ধন্যবাদ শিবাজী দা ও পৃথ্বিজিত দা❤️❤️🙏🙏

    • @dipock.92
      @dipock.92 7 หลายเดือนก่อน

      তারাতারি করবেন ভ্রমন কারন ট্রেন সার্ভিস শুরু হলে লঞ্চ সার্ভিস বন্ধ হয়ে ও যেতে পারে।

  • @primrizvi40
    @primrizvi40 ปีที่แล้ว +63

    আমার দেশ, আমাদের বরিশাল, আমাদের লঞ্চ সার্ভিস!
    গর্বিত আমি জন্মেছি বাংলাদেশে।

    • @ishratnasreen8014
      @ishratnasreen8014 ปีที่แล้ว +1

      একদম সত্যি … আমাদের বরিশাল আমাদের গর্ব ❤😊

    • @ashishdebnath9752
      @ashishdebnath9752 ปีที่แล้ว +2

      খুব ইচ্ছে করে বরিশাল যেতে আমার বাবার মাতৃভূমি তে যেতে

    • @primrizvi40
      @primrizvi40 ปีที่แล้ว +2

      @@ashishdebnath9752
      বাংলাদেশে খুব জনপ্রিয় একটি দেশাত্মবোধক গান আছে শিল্পী শাহনাজ রহমাতুল্লার গাওয়া- "একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে। যেথায় কোকিল ডাকে কুঁহু, দোয়েল ডাকে.... " আপনার লেখা পড়ে গানটি মনে হলো।

    • @ashishdebnath9752
      @ashishdebnath9752 ปีที่แล้ว

      @@primrizvi40 কিন্তু বন্ধু অনেক অনেক হিন্দু প্রতিবছর চলে আসছে বিশেষ করে গ্রাম থেকে ,এটা কেন??

    • @primrizvi40
      @primrizvi40 ปีที่แล้ว

      @@ashishdebnath9752 সহজ অর্থনৈতিক সুবিধা আর উন্নত জীবন যাত্রার জন্য। এরাই আবার "ফিরিয়ে দাও অরণ্য" আর এলাকার অথেনটিক কুইজিন,,বস্ত্র, জীবনাচরণ আর অর্গানিক শাক সব্জীর আবদার তুলে আন্দোলন করে!

  • @riyankaghosh7363
    @riyankaghosh7363 ปีที่แล้ว +47

    আপনাদের বাংলাদেশ ভ্রমণের ভিডিও গুলো দেখে আমার ভীষণ ভাবে বাংলাদেশ ভ্রমণ করতে মন চাইছে🤩❤️

    • @jparo4111
      @jparo4111 ปีที่แล้ว

      আপনাদের অনন্দের সাথে স্বাগতম

    • @Khaled-if4xs
      @Khaled-if4xs ปีที่แล้ว

      চলে আসুন

  • @dibyenduganguly7853
    @dibyenduganguly7853 ปีที่แล้ว +5

    বরিশাল ব্রাহ্মণদিয়া আমার আদীবাড়ী পূরো গ্রামে টা আদের Ganguly Family নামে জানা জেতো তখনো দূটো পাকা বাড়ি ছিল একটা মেয়া বাড়ি ,Gangulyবাড়ি,। আমি 2007 গিয়েছিলাম তখন বাংলাদেশের আজকের মতো ওন্নত ছিলোনা, কিন্তু রাস্তা ঘাটে খূব ভালো ছিল। ওখানে লোকের ভালো বাসা Hospitaliti আজ ও ভুলতে পারিনি আপনার Blog দেখে খুব আনন্দ পেলাম।Thank you Shibaji Exprolar.

  • @ChutysGoldenEye
    @ChutysGoldenEye ปีที่แล้ว +69

    আমি কখনো লঞ্চে ভ্রমণ করিনি তবে এসব লঞ্চে উঠে ঘুরে দেখেছি। সত্যি বলতে যারা বাংলাদেশের বাইরে থেকে দেখছেন তাদের অনেকের ধারনার বাইরে বরিশালের এসব ঐতিহ্যপূর্ণ ও অভিজাত লঞ্চ ব্যবস্থা। শিবাজি দাদা তুমি ভারতের অনেককেই এই ব্যাপারে পরিচয় করিয়ে দিলে। আর লঞ্চের খাবার দাবারের ব্যাপারে বলতে গেলে অনেক বেশি আহামরি নয় এটা ঠিক, তবে পরিচ্ছন্ন, এটুকু বলতে পারো। আর নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই, কারণ প্রতিটা লঞ্চেই সশস্ত্র আনসার দল থাকে চলমান অবস্থায়। সব মিলিয়ে আমি বলবো নদী পথের এই বাহনকে ৮/১০ দেওয়াই যায়, কী বলো তুমি?

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว +14

      সহমত 😊🙏

    • @ChutysGoldenEye
      @ChutysGoldenEye ปีที่แล้ว

      @@explorershibaji তুমি আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী 'হাজি বিরিয়ানি'র আসল শাখায় গিয়েও না খেয়ে ফিরে এলে। তুমি বেচারাম দেউড়ির নান্না বিরিয়ানিতেও যাওনি। সম্ভব হলে পরের বার এসে এই দুটো জায়গায় খেও। সারা দেশে এই দুটো নামে হাজার হাজার নকল দোকান পাবে, ঠিক যেমন কুমিল্লার আসল মাতৃভান্ডারের নাম দিয়ে হাজার হাজার নকল মাতৃভান্ডার চলছে।

    • @mamuntraveler3601
      @mamuntraveler3601 ปีที่แล้ว

      @@explorershibajithanks 🙏

    • @natureandfoodbd5798
      @natureandfoodbd5798 ปีที่แล้ว +2

      সব লঞ্চের খাবারের স্বাদ এক নয়, বাংলাদেশের বিভিন্ন রুটে অনেক লাঞ্চ চলাচল করে। তবে লঞ্চের পোয়া মাছ, ডাল বেশ জনপ্রিয়।

    • @ChutysGoldenEye
      @ChutysGoldenEye ปีที่แล้ว +4

      @@natureandfoodbd5798 গোয়ালন্দ ঘাটের স্টিমারের মুরগির মাংস বেশ বিখ্যাত ছিলো।

  • @chirantankarmakar5989
    @chirantankarmakar5989 ปีที่แล้ว +10

    বাংলাদেশের আতিথেয়তার কোন কথা হবে না। এক কথায় অসাধারণ। এবার একবার হলেও যেতে হবে। ভাল থাকবেন শিবাজী দা।

  • @sanghamitrachowdhury1749
    @sanghamitrachowdhury1749 ปีที่แล้ว +22

    এককথায় অসাধারণ! অভাবনীয় সুন্দর এই জলপথে ভ্রমণযাত্রার ভিডিও ৷ বড় দৃষ্টিনন্দন ৷ নদীকে মাতৃজ্ঞানে রক্ষণাবেক্ষণ করে সজীব রেখেছেন বাংলাদেশী ভাইয়েরা ... তার প্রমাণ আপনার এ ভিডিও ৷ সাধারণ মানুষ আরও উৎসাহ পাবেন বাংলাদেশ ভ্রমণে যেতে ৷ পৃথ্বীজিৎ ও শিবাজী নামের দুটি বয়স্ক শিশুর খুনসুটি খুব আনন্দ দিল ৷ খুব ভাল থাকুন ৷ অনেক শুভেচ্ছা রইল ৷

  • @jayantasarkar2532
    @jayantasarkar2532 ปีที่แล้ว +7

    নয়ন মজুমদারের vlog দেখে বাংলাদেশের লঞ্চ চিনেছিলাম। এবার আমাদের এপার বাংলার মানুষের point of view থেকে বেশ লাগছে।

  • @apupaul8130
    @apupaul8130 ปีที่แล้ว +36

    আমি বাংলাদেশী, তারপরও না দেখা অনেক কিছু দেখা হচ্ছে আপনার ভিডিও গুলোতে, অসাধারণ দাদা 👍🙏

  • @manashray2248
    @manashray2248 ปีที่แล้ว +42

    I am a subscriber from the USA - have heard lot of stories about Bangladesh from my parents who are both deceased. Wonderful to see your videos on Bangladesh - enjoyed the ferry trip immensely! kudos to you both!

  • @jayasreedas952
    @jayasreedas952 ปีที่แล้ว +8

    এই‌‌ লঙচ‌টা দেখার পর আমার পশ্চিম ‌বঙ্গে র আন্দামান যাবার জাহাজ হরসবরধন জাহাজের কথা মনে পড়ে গেল।লঙচ‌য এত বড় হয় আমার জানা বা দেখা‌ ছিল‌না।আমি আন্দামান গিয়েছিলাম হরসবদধনে কেবিন বুক করে।অনেকটা এই ররকম।খুব ভালো লাগলো।ধন্যবাদ।

    • @thereadrows3650
      @thereadrows3650 ปีที่แล้ว

      মজার ব্যাপার হলো এই লঞ্চ গুলো আমাদের বাংলাদেশে তৈরি

  • @sayantan13feb
    @sayantan13feb ปีที่แล้ว +47

    Bangladesher prochur video dekhechi kintu ei journey tar bapare jana chilo na. Added to my list as a must do activity when in Bangladesh. Paradise for photography enthusiasts like me. Also the interiors are so beautifully done. And super cost effective. Compare that to the Gangasagar launch service in India, that seems even more overpriced now. I wish we can have such cost effective launches of this quality in india as well. Will be a super hit. Shibaji da, West Bengal tourism head ke phone kore bolo...😁

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta ปีที่แล้ว +13

    জলপথে যাত্রার আনন্দ এক অন্য রকম । আজকের পর্বে আমরা এক অসামান্য যাত্রার সাক্ষী হয়ে রইলাম । এত ভালো ববর্ণণা এবং এত সুন্দর ভিডিওগ্রাফি শিৱাজীবাবুর পক্ষেই সম্ভব। তা ছাড়া এই জলযানের আহারের ব্যবস্থা এব তার সুক্ষ বিশ্লেষণ এক অন্য মাত্রা এনে দিলো । খুব আনন্দ পেলাম এই পর্ব দেখে ।

  • @diprachatterjee4115
    @diprachatterjee4115 ปีที่แล้ว +22

    বরিশাল এককথায় এক অনুভূতি ,as I am second generation immigrant from BARISHAL.বরিশালের অনেক সুন্দর ভিডিওর আশায় রইলাম।❤

    • @chandanchakrabarty5920
      @chandanchakrabarty5920 ปีที่แล้ว +2

      Really excellent
      Never imagined launch ride could be so luxurious

    • @nabin630
      @nabin630 ปีที่แล้ว

      Ki jonno immigrant hoyechilen?

  • @sikdermahadihasan4262
    @sikdermahadihasan4262 ปีที่แล้ว +6

    বাংলাদেশের লঞ্চ যাত্রা অনেক সুন্দর। এবং আমরা বরিশালবাসী এই লঞ্চ যাত্রাকে অনেক ভালোবাসি এবং সুন্দরভাবে উপভোগ করি

  • @meghlab2978
    @meghlab2978 ปีที่แล้ว +11

    এই ভিডিও টি দেখে পূরণ দিনের কথা মনে পরে গেল। এই জল পথ দিয়ে কতবার গিয়েছি। কিন্তু লঞ্চের আকার অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষরা রান্নায় পিঁয়াজ টা একটু বেশি ব্যবহার করে। তবুও বলবো দাদারা আপনারা বাংলাদেশের মানুষের ভালবাসা টা কে মনে রেখে এই ভিডিও টি এবং ভ্রমন সার্থক হোক। আসা করছি আপনারা আবার এসে রূপসী বাংলার দেখবেন। ভীষন উপভোগ করছি এবং প্রানের বাংলাদেশ কে দেখে ভালো লেগেছে। ভাল ও সুস্থ থাকুন এই প্ৰৰ্থনা। ☺️☺️☺️😊👌👌👌👍

  • @biswajitgoswami2310
    @biswajitgoswami2310 ปีที่แล้ว +11

    ধুমপান কৱাৱ এত ভালো system দেখে মন ভড়ে গেল এটা আমাদেৱ দেশে হলে আমাৱ মত ধুমপায়ী মানুষেৱ উপকাৱ হতো

  • @sujatananda3718
    @sujatananda3718 ปีที่แล้ว +12

    খুব শখ ছিলো বাংলাদেশ যাবার, আপনার ভিডিও দেখে পূরণ হয়ে গেল

  • @samirbiswas9413
    @samirbiswas9413 ปีที่แล้ว +3

    শিবাজী/পৃত্থিজিৎ, তোমাদের বাংলাদেশ ভ্রমনের ভিডিও খুবই সুন্দর লাগল। চোখের লেন্স দিয়ে যতোটা পারি মনের মধ্যে ছবি তুলে রেখেছি। লঞ্চ গুলি খুব সুন্দরভাবে সজ্জিত। এই লঞ্চযাত্রা খুবই উপভোগ্য বলে হয়।
    ফারুক ও রাসেল, তোমাদের আমন্ত্রণ গ্রহণ করলাম।
    নিশ্চয়ই বাংলাদেশ বেড়াতে যাব।
    তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
    🌼🙏🙏

  • @shaalam927
    @shaalam927 ปีที่แล้ว +27

    বাংলাদেশের মানুষকে হৃদয় টা (আল্লাহ)
    অনেক বড়ো বানিয়ে দিয়েছেন, মেহমানদের
    আপ্যায়ন করার জন্য

    • @prabalparkrasi9585
      @prabalparkrasi9585 ปีที่แล้ว

      ভাইরে 75 বছর আগে বিহারীদের সাহায্য নিয়ে 70 লক্ষ বাংগালীকে তাড়িয়ে গৃহহীণ করে দিয়েছিলেন, আজ আবার তাদেরকেই দাওয়াত দিয়ে মেহমান করছেন।আল্লাহ আপনাদের মঙ্গল করুন।

  • @patralikadeb5000
    @patralikadeb5000 ปีที่แล้ว +16

    বাহ্ কি সুন্দর সুসজ্জিত লঞ্চ,এই লঞ্চে ভ্রমণ করেও মজা।👌👌👍👍

  • @FaisalChoudhury1
    @FaisalChoudhury1 ปีที่แล้ว +3

    ফিলিপিন্স থেকে আপনার ব্লগ দেখছি দাদা। দীর্ঘ চার বছর আমি বাংলাদেশে নেই তারপরেও আপনাদের মতো ইউটিউব ব্লগারদের কারনেই ইন্টারনেট এর মাধ্যমে ইউটিউব এ নিজের দেশকে দেখছি। কতই না ভালো লাগছে। আমি যতবার কলকাতা গিয়েছিলাম ততবার খুব মজা করেই আপনাদেরই মতো কলকাতার হোটেল গুলোতে খাবার খেয়েছিলাম তৃপ্তি সহকারে। ভালো থাকবেন। বাংলাদেশে আপনাদের সু -স্বাগতম। দু বাংলা (ভারত বাংলাদেশ) এর মানুষদের মধ্য বন্ধুত্ব আরো বৃদ্ধি হবে এই প্রত্যশা করছি। আশা করি বাংলাদেশীদের জন্য ভারতে অন এরাইভেল ভিসা একদিন চালু হবে যাতে করে বাংলাদেশের মানুষ ভিসা সংক্রান্ত ঝামেলা ছাড়াই ভারত ভ্রমন করতে পারেন। ব্রিটিশ শাসনের কারনে আজ এপার বাংলা ওপার বাংলা। তা নাহলে আমরা সকলেই পরিচয়ে বাঙালি। বাংলা আমাদের মাতৃভাষা ।

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 ปีที่แล้ว +59

    দারুন লাগলো আপনাদের নদীপথের যাত্রাটি। লঞ্চের মধ্যে দুই বন্ধুর জমিয়ে গল্প ও খাওয়া দাওয়া বেশ উপভোগ্য। ঢাকা ছেড়ে যেতে মন চাইছিলো না তবে বরিশাল যে অপেক্ষা করছে! আগামী পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @suchandrascreations4885
    @suchandrascreations4885 ปีที่แล้ว +7

    বাংলাদেশ ট‍্যুরের ইচ্ছে থাকলো খুব।আপনারা যদি দল বেঁধে ব‍্যবস্থা করেন দারুণ হয়।

  • @parthasarathichakroborty1377
    @parthasarathichakroborty1377 ปีที่แล้ว +12

    খুব ভালো লাগলো দাদা... আপনার ভিডিও আমার সত্যিই খুব ভালো লাগে...বাংলাদেশের নদী পথে এই ভ্রমন সত্যিই এক দারুন অভিজ্ঞতা... ভালো থাকবেন আপনারা দুজন 😊

  • @anupambiswas8797
    @anupambiswas8797 ปีที่แล้ว +29

    অপূর্ব লাগল। এরকম লঞ্চ যে হতে পারে না দেখলে বিশ্বাস হতো না। ধন্যবাদ ❤️❤️❤️

    • @shravanamuhuri9514
      @shravanamuhuri9514 ปีที่แล้ว +8

      Ami BD te gele... Ei ride tai amar first priority hobe...hoyto etar janyai jabo.... . Sara raat chhadey thakbo r bhor howa dekhbo.... Rangamati r haur.. Bandorbon, sajek, chittagong city itself r chittagong hill tracts wish list e achhe

    • @nhrahat188
      @nhrahat188 ปีที่แล้ว

      দাদা অবশ্যই আসবেন❣️

    • @nhrahat188
      @nhrahat188 ปีที่แล้ว +1

      @@shravanamuhuri9514 দাদা আসবেন অবশ্যই❣️ ইলিশের বাড়ি চাঁদপুর আসবেন..
      পদ্মার ইলিশ মাওয়া আর মেঘনার ইলিশ চাঁদপুর..
      Chittagong Hill Tracks এ যেতে হলে আপনার স্পেশাল পারমিশন লাগবে। পেলে কোনো বাধা নেই

    • @shravanamuhuri9514
      @shravanamuhuri9514 ปีที่แล้ว +1

      @@nhrahat188 ami didi bhai.... Ektu comment e sudhre neben

    • @k.m.alaminbaqee
      @k.m.alaminbaqee ปีที่แล้ว +1

      @@shravanamuhuri9514 সারারাত লঞ্চের ডেকে বসে থাকলে সকালে আর গলা দিয়ে কথা বের হবে না দিদি। নাক মুখ ঠান্ডা লেগে বন্ধ হয়ে যাবে, এটা মোটামুটি নিশ্চিত।
      আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ভ্রমণের জন্য, খুব ভালো থাকুন সব সময় শুভ কামনা রইলো দিদি।

  • @rumpa74
    @rumpa74 ปีที่แล้ว +7

    এত সুন্দর ভ্রমনের দৃশ্য দেখার আনন্দের মাঝে কিছু মানুষ তোমাদের খাওয়ার আওয়াজ দেখে শুনে মনে হল তারা কি দেখার জন্য আসে? সত্যি কি বিচিএ ! যাক গে বাবা আমি তো বসে থাকি নতুন নতুন জায়গা তোমাদের চোখ দিয়ে দেখব এই আশায়। ভালো থাকো সুস্থ থাকো।❤❤❤

  • @subhadipkanungo2730
    @subhadipkanungo2730 ปีที่แล้ว +2

    .এই লঞ্চ সার্ভিসটা এমেজিং লাগলো। এটা একটা দারুণ সারা জীবনের মনের মনিকোঠায় রাখার মতো জিনিস। পরবর্তী বরিশাল পর্বের অপেক্ষায় রইলাম।

  • @manojitmjmac
    @manojitmjmac ปีที่แล้ว +18

    Eta to akta mini cruise… Akghor presentation ❤

  • @snkarroychoudhury9128
    @snkarroychoudhury9128 ปีที่แล้ว +5

    দারুণ সুন্দর লঞ্চ জারনি। তার থেকেও সুন্দর একটি লঞ্চে খুব আনন্দ পেয়েছি। আর সঙ্গে নস্টালজিযা। কখন দেখব বরিশাল।
    ধন্যবাদ শিবাজি ও পৃথ্বীজিতকে।

  • @10-anindyasundarghosal_7_h2
    @10-anindyasundarghosal_7_h2 ปีที่แล้ว +2

    Khub sundar laglo, Bhagabaner kachhe parthona kori apnara sustho thakun r eai rakam video banate thakun

  • @mdismilhossaim3461
    @mdismilhossaim3461 หลายเดือนก่อน +1

    অসাধারণ সুন্দর বরিশালের সব লঞ্চ।আমার ইচ্ছে আছে জীবনে ১ বার হলেও লঞ্চে বরিশাল ও কুয়াকাটা যাবো।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 ปีที่แล้ว +3

    দারুণ। লঞ্চের ভিডিও খুব ভালো লাগলো। শিবাজীদা ও পৃথিজিৎদার জুটি অসাধারণ। ঢাকার ভিডিও ভীষণ উপভোগ করেছি। কমেন্ট করা হয়নি। আমার পূর্বপুরুষদের ভিটে ও ঢাকা বিক্রমপুরে ছিল। যদিও আমার ঢাকা যাওয়া হয়নি। আপনার কল্যাণে দেখলাম। ধন্যবাদ।

  • @chinmoyguhathakurta1359
    @chinmoyguhathakurta1359 ปีที่แล้ว +4

    আমার দেশ বরিশাল জেলায়। এখনবয়স তিরাশি চলছে। স্মৃতি জেগে উঠলো ছোটবেলার।

    • @mdabirhossain1249
      @mdabirhossain1249 ปีที่แล้ว

      দাদু আপনার নাতির বয়সী আমি .আপনার কথা শুনে খুব ভালো লাগলো .আমার দাদু এসব কথা নিয়ে সবসময় ভাবতো .পুরানো স্মৃতি গুলো ভাবতে খুবই অবাক লাগে 😢😢😢

  • @rashelbt1520
    @rashelbt1520 ปีที่แล้ว +11

    অপূর্ব লঞ্চ জার্নি, খুব ভালো লাগলো দাদা। লঞ্চের ছাদে বা বারান্দার রেলিং এর পাশে বসে পৃথ্বীজিৎ দা'র কন্ঠে একটা গান হলে আরো ভালো হতো। এই পর্বে মিস করলাম দাদার গান। ভালো থাকবেন প্রিয় দাদারা, আজীবন কর্মক্ষম থাকুন এই কামনা করি।

  • @mizanurrahmanmamun1643
    @mizanurrahmanmamun1643 ปีที่แล้ว +13

    নিজেদের দেশকে আপনার উপস্থাপনায় দেখে দারুন লাগছে দাদা!!! সত্যিই আপনার ভিডিও গুলো অসাধারণ!!!

  • @mstorin3964
    @mstorin3964 ปีที่แล้ว +15

    এর আগে এত সুন্দর করে কেউ লঞ্চঘাট এবং লঞ্চের এই অপরূপ দৃশ্য কেউ দেখায়নি
    দাদা অস্থির একটা ভিডিও ধন্যবাদ আপনাকে।

  • @ayanmukherjee5999
    @ayanmukherjee5999 ปีที่แล้ว +13

    সত্যি শিবাজী স্যার আপনাদের ঢাকা থেকে বরিশাল যাওয়ার সুবিশাল লঞ্চে এর পর্ব দারুন ছিলো এক কথায় ❤️❤️❤️❤️

  • @kundankumarghosh6243
    @kundankumarghosh6243 ปีที่แล้ว +12

    Dear Shibajida, Hats off to you. I am 66 yrs old young man travelling to Bangladesh for official work since 2008. Almost 120 times travelled to Bangladesh with business visa. As I am related to Rice Mill industry & Rice is a main food grain for Bengali people all over the world, & Bangladesh is producer of quite good amount of rice, so I have travelled lot of Bangladesh, but not with your perception & places of interest you have visited with detail history. Dhaka to Barishal I have travelled by KATERMAN, launch built in 1954 by GRSE of India, By road (car). My local agent for our business is originally from Kaukhali (Barisal) & he has nice house there. I wish I could accompany you to Bangladesh & have nice experience from your angle & could share my experience in Bangladesh. I am writing this as places you visited are mostly known to me but your presentation is totally awesome. Congratulation & please continue your journey. My wife & myself are regular follower of your vlog. If possible I would like to speak to you personally.

    • @nazmulhudanayeem
      @nazmulhudanayeem ปีที่แล้ว

      কাউখালি তো পিরোজপুরে

  • @anuproy9341
    @anuproy9341 ปีที่แล้ว +5

    সত্যিই দাদা অনেক অনেক সুন্দর জিনিস দেখলাম এই গুলো দেখে মনে হয় চলে যায়
    তবে এই গুলো দেখে মনে হয় আমাদের ভারতবর্ষ অনেক পিছিয়ে এই সব দিকে

  • @juthikabarua3599
    @juthikabarua3599 ปีที่แล้ว +16

    ঢাকা থেকে বরিশাল নদী পথে অনেক সুন্দর দৃশ্য সম্বলিত ভিডিও দেখলাম । অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে । লঞ্চে ভ্রমণ হয়নি কোন সময়। রাতের বুড়িগঙ্গা অপরুপ ভাষা নেই আমার । আবারও শুভেচ্ছা জানাই ।

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz ปีที่แล้ว

      আর বুড়িগঙ্গার জল 🤢🤢🤮

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz ปีที่แล้ว

      দিনের বেলা নদীর প্রকৃতি খুবই মনোমুগ্ধকর।
      এক এক ঋতুতে নদী ভিন্ন ভিন্ন রুপ দেখা যায়।
      আর রাতে ভ্রমণ করলে জোছনা রাত বেছে নেওয়া উত্তম।☺️☺️

  • @diyabiswas3807
    @diyabiswas3807 ปีที่แล้ว +4

    আপনাদের লঞ্চ এ খাওয়া দেখে আমার Lakshadweep জাহাজে 5দিনের ক্রুজ এ যাওয়ার কথা মনে পড়ে গেলো। আমার সেই অভিজ্ঞতা অসাধারণ ছিল। আমি 2011 সাল এ গিয়েছিলাম। কিন্ত এখনও মনের স্মৃতি কঠায় তা এক অসাধারণ অভিজ্ঞাতআ হয়ে আছে।

  • @ritaroy189
    @ritaroy189 ปีที่แล้ว +8

    ছ আর স এর কথাটা শুনে ছোটবেলার কথা মনে পড়লো আর হাসিও পেলো, বাংলাদেশ থেকে আমাদের বাড়িতে তখন অনেক আত্মীয় আসতেন।তাদেরও এইরকম ভাষা ছিল,তাই তখন না বুঝে হাসতাম।এখন সেই দিনটা মনে পড়লো☺️🙏

    • @AhsanHabib-rr4fe
      @AhsanHabib-rr4fe ปีที่แล้ว

      কিন্তু পশ্চিম বঙ্গের অধিকাংশ মানুষ স এর উচ্চারণ জানে না। সেখানে উচ্চারণ ছেখানে, সত্যি উচ্চতার ছত্যি, সোনার বাংলা উচ্চারণ ছোনার বাংলা,,,, এ তো অহরহই শুনছি।

  • @rinamukherjee9805
    @rinamukherjee9805 ปีที่แล้ว +5

    দারুন লাগল এই পর্বটা লঞ্চে এতো সুন্দর ভাবে আয়োজন দারুন লাগল শিবাজী ভাই আগে দেখিনি কখনো সত্যি বলার মতো আমার তো অসাধারণ লাগল দেখে সবাইকে বলবো খুব ভালো দেখলাম ভালো থাকবেন সবসময় ঠাকুর মায়ের আশীর্বাদে

  • @saro8624
    @saro8624 ปีที่แล้ว +4

    আপনাদের পরিশ্রমের কাছে আমাদের পরিশ্রম কিছুই না। ভিডিও করে ব্লগ বানানো এত সহজ ব্যাপার না আমি সেটা বুঝি দাদা। তারপরেও সুস্থভাবে পৌঁছাতে পেরেছেন এটাই আল্লাহর কাছে শুকরিয়া। ধন্যবাদ, আমি ঢাকা থেকে সুমন বলছি

  • @NatureTalks993
    @NatureTalks993 ปีที่แล้ว +82

    এক কথায় বাংলাদেশ " দাওয়াতের সময় এরা বলে ডাল ভাত খাবেন,কিন্তু আপ্যায়নে সেই ডাল ভাত বাদে বাকি সব থাকে!" 🤣

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz ปีที่แล้ว +11

      ডাল ভাত মানে টেবিল ভর্তি খাবার ☺️☺️

    • @positiveandoptimisticvive3816
      @positiveandoptimisticvive3816 ปีที่แล้ว

      @@MasudRana-dd6hz th-cam.com/users/shortsfZ-S7rsNcFE?feature=share

    • @NaMi-uy7jl
      @NaMi-uy7jl ปีที่แล้ว +7

      Seta har kiptey manush Der bhujher khomota kom.😆😆Dal vhat meaning

    • @pritomroychowdhury9689
      @pritomroychowdhury9689 ปีที่แล้ว +1

      ডালভাত হয়ে যায় টেবিলভর্তি দামী খাবার।💚

    • @sudhinchatterjee3889
      @sudhinchatterjee3889 4 หลายเดือนก่อน

      @@pritomroychowdhury9689 go monsoon mit

  • @maladasgupta2247
    @maladasgupta2247 ปีที่แล้ว +4

    দারুণ এই লঞ্চযাত্রা ! খুব ভালো লাগলো... আমাদের এখানে কোনোদিন দেখিনি , তাই আরো ভালো লাগলো। আপনারা ঘুরে বেড়ান, আর আমরা দেখেই আনন্দলাভ করি....🙏

  • @neelaguha5812
    @neelaguha5812 ปีที่แล้ว +58

    Had no idea there were launch journeys like this in Bangladesh.
    Quite unique. And rather exotic too...
    Thanks for sharing..
    The launches look pretty good.

    • @aymanarik956
      @aymanarik956 ปีที่แล้ว +13

      It's just a glimpse of our launch service. There are more Unique & luxurious launches in our country.

    • @natureandfoodbd5798
      @natureandfoodbd5798 ปีที่แล้ว +2

      @@aymanarik956 ture

    • @magferatuldarad5622
      @magferatuldarad5622 ปีที่แล้ว +1

      Bangladesh is a land of rivers.Around 700 rivers flow across the land

    • @ronnserati9093
      @ronnserati9093 8 หลายเดือนก่อน

      Come and visit Bangladesh and you will be amazed for sure . That’s a guarantee

    • @TheLasthourAA
      @TheLasthourAA 8 หลายเดือนก่อน

      @@ronnserati9093 which city is this? What's the name of the ship

  • @atronadhashi4550
    @atronadhashi4550 ปีที่แล้ว +5

    দাদা ব্লগটা দারুন উপভোগ করলাম! একেবারে অনেস্ট রিভিউ দিয়েছেন... লঞ্চের ডালটা হয় দূর্দান্ত! এটাকে বলে ডাল ভুনা/ডাল চচ্চড়ি।। এটা সিগনেচার আইটেম বলা যায়... বাকি সব হয় এভারেজ কিংবা বিলো এভারেজ! Always go for chicken, safe option! মাছ বেশির ভাগ সময়ই ভাল হয় না, মাছ বাসি হয়, টাটকা মাছের স্বাদ পাওয়া যায় না
    দেখা যায়, আগের মাছ গরম কর দেয়! অনেক সময় পচা পড়ে! তাই চিকেন নিবেন... আর নিবেন আলু ভর্তা, সেটাই সেফ অপশন... চিংড়ির ভর্তাও ভাল হয় না!

  • @abantichatterjee2008
    @abantichatterjee2008 ปีที่แล้ว +3

    Omg, eto sundor , eto kono luxurious cruise er cheye kono ongshe kom na, apnar video r madhhyome Bangladesh tourism er proti je bohu manush interested hoben tate kono sondeho nei, and am sure apnader ei video shoot er pichone je hardwork thake seta onno jekono kaik porishromer cheye kom na, oshadharon uposthapona apnar Shibaji da, tar songe Prithijit dar ekta innocence,,egiye Jan 🙏good wishes always 👍

  • @travel54217
    @travel54217 ปีที่แล้ว +1

    Dada poti ta video darun..sob video ami dekhi... লঞ্চে ভিডিও first deklam

  • @sukantasamanta6268
    @sukantasamanta6268 ปีที่แล้ว +7

    বিরল অভিজ্ঞতা! সেই সঙ্গে পৃথ্বীজীত আর তোমার বন্ধুত্ব! দারুন লাগলো

  • @aditibhowmick6907
    @aditibhowmick6907 ปีที่แล้ว +17

    এই লঞ্চ যাত্রা টা দারুণ।খুব ভালো লাগলো,খেতে গেলে তো কম বেশি শব্দ হয়ই এতেও মানুষের আপত্তি ....আপনি কান দেবেন না।

  • @provasseal5998
    @provasseal5998 ปีที่แล้ว +16

    খুব সুন্দর, ২০১৪ তে এমন অভিজ্ঞতা হলেও ক্যমেরাবন্দী করার সুযোগ হয়নি, শুটিং ও সম্পাদনার কষ্ট সমব্যথী ছাড়া কেউ বুঝবে না দাদা....যাত্রা চলুক....

  • @amitbhattachariya9357
    @amitbhattachariya9357 ปีที่แล้ว +14

    এদের লনচ গুলো তো বিলাসবহুল জাহাজ! আপনাদের ভিডিও খুব ভালো লাগল।

    • @hiphop.4444
      @hiphop.4444 ปีที่แล้ว

      ভারতের মতো ভাঙারি নয়।

    • @junayedhossain4563
      @junayedhossain4563 ปีที่แล้ว +1

      @@hiphop.4444 আপনাকে কেউ এখানে হাগতে বলছে,,,,,,?

    • @hiphop.4444
      @hiphop.4444 ปีที่แล้ว

      @@junayedhossain4563 আমাদের পায়খানা আছে but ভারতের মানুষের পায়খানা নাই, তার জন্য ভারতের নাম হাগু+ ইন্ডিয়া = হাগুন্ডিয়া 🤣🤣🤣

    • @Cs_461
      @Cs_461 ปีที่แล้ว

      @@hiphop.4444 বাড়িতে পায়খানা বাথরুম নেই তাই এখানে হাগতে এসেছিস,?? ভারতের মত পায়খানা ব্যাবস্থা করতে হলে তোদের বিশ্ব ব্যাংক থেকে টাকা ধার করতে হবে। 🤣🤣🤣🙏🙏 হাগলাদেশ

  • @sharmilamukherjee2611
    @sharmilamukherjee2611 ปีที่แล้ว +23

    মনে হোলো আমিও নামলাম ঢাকা থেকে বরিশালের মাটিতে লঞ্চ যাত্রা করে , অপূর্ব অভিজ্ঞতা হলো , অনেক শুভেচ্ছা আপনাদের দুজনকে

    • @shravanamuhuri9514
      @shravanamuhuri9514 ปีที่แล้ว

      Thik bolechhen..... Ekta natok e pratham dekhi.... Same legechhilo.. Mone holo jeno ami nijetravel korlam

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz ปีที่แล้ว

      বাস্তবে ভ্রমন করা আর ভিডিও দেখা অনেক পার্থক্য।
      বিশেস করে বর্সাকালে লঞ্চ ভ্রমন ভয়ংকর সুন্দর।

  • @Teraboxmaster2
    @Teraboxmaster2 ปีที่แล้ว +8

    আর সবচেয়ে মজার বেপার হইল এই সব আমাদের নিজ দেশে তৈরি। made in Bangladesh

    • @sudhinchatterjee3889
      @sudhinchatterjee3889 4 หลายเดือนก่อน

      বাংলাদেশের পরমাণু বোমা আবিষ্কার করবে বাংলাদেশ যতসব ভন্ডামি

  • @ajmaeensikdar4546
    @ajmaeensikdar4546 ปีที่แล้ว +10

    আমি বরিশালের। তবে বর্তমানে ঢাকা থাকি। অনেক অনেক ভালোবাসা দাদা❤❤❤❤

  • @mahuadas4090
    @mahuadas4090 ปีที่แล้ว +1

    Khub valo laglo. Next Amader destination Dhaka.. Bangladesh..all cradits goes to your fantastic blog. Ato sundor je opar Bangla seta onya kono blog a pai ni.

  • @sabirahmed1458
    @sabirahmed1458 ปีที่แล้ว +2

    Kolkatar Manus DER comment pory khub Valo laglo
    Bangladesh eto pochondo korara jonno
    Indiana sobik Bangladesh welcome
    Amar to Bangali ❤️❤️

    • @prabalparkrasi9585
      @prabalparkrasi9585 ปีที่แล้ว

      পশ্চিমবঙ্গের জনসংখ্যার এক তৃতীয়াংশই পুর্ববাংলার লোক,refugee হিন্দু বাংগালী।তাদেরতো পুর্ববাংলা ভাল লাগবেই,হাজার হোক মা তো।এটা বাংলাদেশীরা বুঝবেনা।

  • @srafid2000
    @srafid2000 ปีที่แล้ว +5

    লঞ্চযাত্রা হলো বরিশালবাসীর কাছে পিকনিকের মতো। দুপুরবেলা খাবার রান্না করে টিফিন ক্যারিয়ারে ভরে লঞ্চে উঠে রাতের খাবার খেয়ে ঘুম, সকালে গন্তব্যে নেমে পড়া। সাধারণত পরিবার নিয়ে ভ্রমণ করলে কেউ লঞ্চের রান্না করা খাবার কিনে খায়না।

  • @JMusa
    @JMusa ปีที่แล้ว +4

    আপনার ভিডিওর ধারা বর্ণনায় কোন নেতিবাচক কথা না বলে সবকিছু স্বাভাবিক ভাবেই গ্রহণ করে নেয়ার একটি সুন্দর মানসিকতার পরিচয় লক্ষ্য করা গেছে। এটি একটি ভালো দিক, যা প্রশংসার দাবিদার। সবচেয়ে ভালো লাগে আপনার স্বাভাবিক সুন্দর বাচন ভঙ্গি। আশা করবো আবারও বাংলাদেশে বেড়াতে আসার আমন্ত্রণ রইলো। ভালো থাকবেন।

  • @PriyaDas-tu9pm
    @PriyaDas-tu9pm ปีที่แล้ว +1

    Sotti dada khub sundoor ..onak kichu janlam...

  • @tanzirrobin7991
    @tanzirrobin7991 ปีที่แล้ว +8

    ভোলার লঞ্চের এডমিন হিসেবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।

    • @taifaahmed7016
      @taifaahmed7016 ปีที่แล้ว

      ভাইর বাড়ি কি সদরে?

    • @tanzirrobin7991
      @tanzirrobin7991 ปีที่แล้ว

      @@taifaahmed7016জ্বী

  • @abhijitmaitra6478
    @abhijitmaitra6478 ปีที่แล้ว +6

    অপূর্ব।জানি না জীবনে বাংলাদেশ যেতে পারবো কিনা কিন্তু খুব ভালো লাগলো আপনার ভিডিও।

  • @e-studylearning2176
    @e-studylearning2176 ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ শেখ হাসিনা সরকারকে, বাংলাদেশের পর্যটন শিল্পকে এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ।

  • @mugdhadasgupta3220
    @mugdhadasgupta3220 ปีที่แล้ว +1

    Farukh Bhai er kothay chokhe jol ese gyalo, emon antorik amontron sara jibon mone thakbe ❤️❤️❤️

  • @payelmukherjee1218
    @payelmukherjee1218 ปีที่แล้ว +2

    Ki oshadharon.. Kono din jate parbo kina janina.. Tobe ai vedio dekhar por jabar icha probol bare galo. Travel blog onek dekhi but Shivaji da r tar sathe Prithi da puro rocks🤟🤟

  • @ritadasgupta5573
    @ritadasgupta5573 ปีที่แล้ว +4

    Oshadharon Shibajida...Borishal amar baperbarir desh... konodin jete parbo kina janina...dada apnader chokh diye dekhchi... many many thanks... eagerly waiting for your next video... bhalo thakben from Kolkata Behala

  • @sukalpachoudhury1259
    @sukalpachoudhury1259 ปีที่แล้ว +2

    খুব তাড়াতাড়ি, aaite শাল , যাইতে শাল,তার নাম বরিশাল, এর ভিডিও ছাড়ুন,মন আনচান করছে দেখার জন্য।

  • @avikmajumder7034
    @avikmajumder7034 ปีที่แล้ว +13

    লঞ্চেও এত এত সুন্দর ডেকোরেশন?? ও মাই গড!! আমি তো অবাক!! 😱😱 লঞ্চেও এত সুন্দর ডেকোরেশন হতে পারে সত্যি ই জানা ছিল না। তাও ৬-৭ ঘন্টার জার্নি? (from Nimta, kol -49)

    • @shovosokalbd.2110
      @shovosokalbd.2110 ปีที่แล้ว +4

      দাদা ! ওপরে ওঠার জন্য লিফট ও আছে ❤

    • @chandrasekharpalit8083
      @chandrasekharpalit8083 ปีที่แล้ว +4

      Eto kichui na aro baro baro launch ache PARABAT 18, SUNDARBAN 14 sob ek ekta jinis TH-cam e search kore dekhe nin.

    • @toriqshamim9870
      @toriqshamim9870 ปีที่แล้ว +1

      ATM booth o ase

    • @avikmajumder7034
      @avikmajumder7034 ปีที่แล้ว +2

      @@chandrasekharpalit8083 আমাদের ভারতের 🇮🇳 পশ্চিমবঙ্গেও এত সুন্দর ডেকোরেশন নেই কোনো লঞ্চের।

    • @thereadrows3650
      @thereadrows3650 ปีที่แล้ว +4

      মজার ব্যাপার হলো এই লঞ্চ গুলো আমাদের বাংলাদেশে তৈরি

  • @kasturimandal7751
    @kasturimandal7751 ปีที่แล้ว +2

    বাপরে এতো জাহাজ,বা্ংলাদেশের নাটকে কিছু দেখেছি,এতে চাপবার আমার খুব ইচ্ছা,জানিনা কবে যাবো

  • @debabrataroy3699
    @debabrataroy3699 ปีที่แล้ว +1

    HAPPY journey Dada. Khub bhalo Lage apner Vedio..

  • @azizulwadudbahar1695
    @azizulwadudbahar1695 ปีที่แล้ว +1

    আপনাদের চোখে, আপনাদের ক্যামেরায় নিজের দেশকে দেখছি । খুব ভালো লাগলো । ভালো লাগলো শিবাজী দা'র সাবলীল উচ্চারণে মনমুগ্ধকর বর্ণনা । ধন্যবাদ আপনাদেরকে ।

  • @dipankarchoudhury5718
    @dipankarchoudhury5718 ปีที่แล้ว +7

    Bangali🧡Bangali💚==AMRA BANGALI

  • @SUBORNOVISION
    @SUBORNOVISION ปีที่แล้ว +17

    ধন্যবাদ এই ভিডিও টি দেয়ার জন্য । দাদা , আপনাদের এই বাংলাদেশের ভিডিও গুলো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের মানসিক ব্যবধান দূর করতে অনেক সাহায্য করবে। আশা করি আবার বাংলাদেশে আসবেন , নিজের দেশের মত করে ঘুরবেন। ভাল থাকুন।

  • @ajitkumardey6239
    @ajitkumardey6239 ปีที่แล้ว +2

    Very nice ship journey video

  • @baishalidutta6918
    @baishalidutta6918 ปีที่แล้ว +1

    Bhaloi legechhe . Shudhu amader bhalo lagar jonyo apnader kashto aporishim . Borishal er jonyo boshe roilam 🙏 .

  • @abulfarak786
    @abulfarak786 ปีที่แล้ว +3

    এই এপিসোড টা কিন্তু চরম। ভাষা খুঁজে পাচ্ছিনা কি বলবো।
    যদি কখনো বাংলাদেশ যাই আগেই লঞ্চ ভ্রমণ করবো, পরে অন্য কিছু।

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 ปีที่แล้ว +3

    👌😊❤️❤️❤️ দারুণ দারুণ খুব ভালো উপভোগ করলাম আপনাদের সাথে পুরো লঞ্চযাত্রা আর বুড়িগঙ্গা নদীর নামের মধ্যে দিয়েই সেই আগের বাঙলার মোহময় ঐতিহ্য আর মেঘনা নদীর অপরুপ রূপলাবন্য। লঞ্চের খাবার আর সুন্দর পরিবেশ ।এককথায় অনবদ্য