ধনী হওয়ার শৃঙ্খলা |12 15 20 Formula | Savings | money9 bangla
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025
- প্রত্যেকেই ধনী হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তা বাস্তবে পরিণত হয় না। তাহলে কীভাবে আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করবেন? আর্থিক পরিকল্পনা হল একটি উপায় যার মাধ্যমে এই স্বপ্ন পূরণ করা যায়। আর্থিক পরিকল্পনার জন্য, বিনিয়োগ প্রয়োজন। যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগ শুরু করবেন, তত বেশি টাকা জমা করতে পারবেন। এই প্রতিবেদনে আমরা আপনাকে বিনিয়োগের একটি সূত্র সম্পর্কে বলব, যাকে বলা হয় 12-15-20 rule। এটি নিয়মিত বিনিয়োগের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি আপনার স্বপ্নকে সত্যি করে তুলতে পারে।
সম্পদ সৃষ্টি রকেট সায়েন্স নয়। এর জন্য আপনাকে সঠিক বিনিয়োগ কৌশল অবলম্বন করতে হবে। 12-15-20 সূত্রটি e bishoye apnake sahajyo korte পারে। এখানে, 12, 15 এবং 20 র অর্থ বোঝা গুরুত্বপূর্ণ। 12 মানে 12 শতাংশ রিটার্ন। 15 মানে 15 বছর ধরে একটানা বিনিয়োগ। 20 মানে প্রতি মাসে 20 হাজার টাকা logni। এই সূত্রের সাহায্যে, যে কেউ 25 বছর বয়সে বিনিয়োগ করা শুরু করে 40 বছর বয়সে কোটিপতি হতে পারেন।
12-15-20 সূত্রটি বোঝার পরে এখন প্রশ্ন হল কোন স্কিম 12 শতাংশ রিটার্ন অফার করে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP এর মাধ্যমে একটি ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। মিউচুয়াল ফান্ডগুলি বাজারের সঙ্গে যুক্ত। তাই রিটার্ন পরিবর্তিত হয়। আর্থিক বিশেষজ্ঞদের মতে, ইক্যুইটি মিউচুয়াল ফান্ড দীর্ঘ মেয়াদে গড় 12 শতাংশ রিটার্ন দিতে পারে। কিছু ক্ষেত্রে এই রিটার্ন আরও বেশি হতে পারে।
Thank you for watching!
Please drop a 👍 & ring the 🔔 to catch every update as it happens.
Money9 is India’s first multi-lingual digital platform for personal finance.
Visit Money9 for all the news & information related to your wallet and market updates: bangla.money9....
Download now: money9.onelink...