এই দুজন শিল্পীর গান এবং মুখের কথা গুলো এবং তাদের সৌন্দর্য আমাকে এতই মুগ্ধ করেছে, যেন তাদের দেখে চোখ জুড়ায় না আর মুখের কথা শুনে প্রাণ জুড়ায় না। কতবার যে এই অনুষ্ঠানটা দেখেছি তার কোন হিসাব নেই। আমার মন যখন বেশি খারাপ থাকে তখনই এই অনুষ্ঠানটা দেখি। যেন বারবার তাদের দিকে চেয়ে থাকি অপলক দৃষ্টিতে,আর মুখের সুন্দর সুন্দর বাক্যগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করি
পৃথিবীটা যখন খুবই বিশ্রী লাগে তখন এই অনুষ্ঠান শুনে মনোমুগ্ধ হয়ে যাই আর ওনাদের মুখের কথা আর সুন্দর্য পুরো পৃথিবীটাই যেন সুন্দরময় করে ফেলে মোটকথা এক পৃথিবী দুঃখ ভুলে গিয়ে হাজারো ব্যস্ততাকে ছুটি জানিয়ে শুধু তাদের মুখের কথাগুলোই যেন শুনি মানুষ এত সুন্দর করে কথা বললে পৃথিবী সুন্দর না হয়ে পারে এই না।
এতো সুন্দর মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান সম্প্রচারের পরই দেখতে পাইনি! বহুদিন পর হলেও দেখে ভীষণ ভালো লাগলো । দুজনের দীর্ঘায়ু কামনা করি। চ্যানেল আইকে সাধুবাদ জানাই চমত্কার অনুষ্ঠান আয়োজনের জন্য ।
Awesome, wonderful,, fantastic, marvellous and amazing. A historic moment indeed. Please preserve the original music ( sir) of the great nazrul Islam..
আজকের অনুষ্ঠানে উপস্থিত দুই কবির দুই নাতনির উপস্থিতি এক অনন্য সুন্দর সাংস্কৃতিক পরম্পরায়, আমাদের সবার মধ্যে অনুরনীত হয়ে ওঠে। উভয়ের প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানাই কলকাতা থেকে। দেবদুলাল বন্দোপাধ্যায় স্মৃতি সংসদ এর পক্ষ থেকে অনেক সাধুবাদ জানাই। ♥️🙏🏼♥️
কাজ়ী নজ়রুল ও আব্বাস উদ্দীন । দুই আলোকিত মহামানবের তৃতীয় প্রজন্ম সমধারায় এসে উপনীত একই মঞ্চে - একই উদযাপনে - একই আনন্দরম্যতায় । দুটি পরিবারের প্রতিটি নক্ষত্রের সঙ্গে আমাদের আত্মার যে সংযোগ, সেটি এই অনুষ্ঠানটি দেখতে দেখতে সমগ্র সত্তাটিকে ভাববিহ্বল ও অশ্রুসজল ক'রে তুললো । কবির পবিত্র উচ্চারণের আলোকে আজকের এই দুটি বহ্নিশিখাকে প্রাণভরা ভালোবাসা ও শুভেচ্ছা । গানে-কথায়-সুরে-সংলাপে এভাবেই কবি ও গায়কশিল্পীর ঐতিহ্য ও উত্তরাধিকার ছেয়ে যাক উপমহাদেশে - বিশ্বভুবনে । ❤❤❤💐💐❤❤❤
কাজী নজরুল ইসলামকে খুব বেশি ভালো করে পড়াশোনা করি নাই তবে অনিন্দিতা তার মুখে সুন্দর কথা আর সুন্দর গান আমাকে এতই মুগ্ধ করেছে যে মানুষ সুন্দর হলে কত সুন্দর হতে পারে! আমি একটু সংকীর্ণতায় ছিলাম এই মুহূর্তে তা কেটে গেছে
কবি নজরুল 1 জন ই আসে,যে মানুষটি শেষ জীবনে খুব কষ্টের মধ্যে দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন।সারা জীবনে উনি অবহেলিত ছিলেন।খুব কষ্ট হয়।আমরা উনাকে যোগ্য সম্মান দি নাই, এর থেকে দুর্ভাগ্য আর কি আছে??যদি আবার পুনর্জন্ম হয়,তাহলে এই মানুষটি আবার যেনো জন্মায় এই দেশে।আমরা ও আমাদের সমাজ লজ্জিত উনাকে চরম অবমাননা করা হয়েছে। উনার চরণে রইলো আমার কোটি কোটি প্রণাম।😭😭😭😭
ভীষণ ভালো লেগেছে আজকের এই প্রভাতী অনুষ্ঠান। নস্টালজিয়া কাজ করছে প্রতিটি মুহূর্ত । একইভাবে সপ্রতিভ ও প্রস্ফুটিত হয়েছে। আবার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা সহ অভিনন্দন জানাই। ♥️🙏🏼♥️
এত যমজ ফুল৷ ! দুই গাছ থেকে যত্ন করে চয়ন করা দুটি ফুলকে একটি সুবর্ন পাত্রে রাখা হয়েছে। আমার মনে হয় সোনার থালা আর যমজ ফুল এ বলে আমায় দেখ, ও বলে আমায়। বড়ো গৈরবানববিত এই উত্তরাধিকার।
মাননীয়া অনিন্দিতা কাজী কে জানাই আন্তরিক শুভেচ্ছা ।কাজী নজরুল ইসলাম , শুধু ভারত বা বাংলাদেশর জাতীয় কবি নন । মহান লোকের কোন দেশের সীমা রেখা দিয়ে আবন্ধ রাখা যায় না ,, তারা গোটা পৃথিবীর কবি , আসে মানব কল্যাণে , আসে দুখ ভূলাতে ।।।।------অরূণ বিশ্বাস ,অশোক নগর ,,, পশ্চিম বঙ্গ ।
Nazrulislamm again expressed through you. Hope you consider you raise your grandfather to our soul spirit for ever. So many thanks for song and performance.
By dint of my Android mobile, today I have seen her, so I have the honour to express my admiration and best wishes. She is proud because she is grand daughter of eternal songs and strong poets creator kaji najarul Islam. next I am going to convey my cordial best wishes along with respest. Abbasuddin was a great singer of coochbehar, even till his voices are heard in rural area and urban area. The songs are excellence. I expect their great success in life. With thanks.
আমি উনাকে দেখি পি জি হাসপাতালে গিয়ে। উনি খোলা এক রুমে বিছানায় আধা বসা ছিলেন। আমার দিকে ডাগর ডাগর চোখে তাকিয়ে ছিলেন। আর কেউ ছিলনা সেখানে। আমার আম্মা ও আজিমপুরের মেটারনিটি হাসপাতালে এরকম একাই ছিলেন মৃততুর সময়। দুজনার জননৈই কানছি ।দোয়া করি বেহেস্তবাসী দুজনাকে ।
সেই ছেলেবেলা থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বাংলা গানের পথিকৃৎ আব্বাস উদ্দীন আহমেদ এর জন্য ভালোবাসা জন্মেছে হৃদয়ের গভীরে। জাতীয় কবির সৃষ্টিগুলো নিয়ে যেভাবে চর্চা হওয়া উচিৎ ছিল, তা হয়নি। এখন সময় এসেছে জাতীয় কবির সৃষ্টিগুলো চর্চার মাধ্যমে গণজোয়ার সৃষ্টি করা। সকলের মধ্যে কবির সৃষ্টিগুলোকে পৌছে দিতে হবে।
এখানের পুরোনো মন্তব্য গুলো অনেক মানবিক। যারা মহান এ মানবিক কবি ও সৃষ্টিশীল মানুষটিকে ধর্মে বাঁধার চেষ্টা করে যাচ্ছে তাদের জন্য সত্যিই মায়া হয়। তারা বুঝতে পারছে না তারা এ ধরনের মানুষকে বিচার করতে গিয়ে নিজেরাই নিজেদের সৃষ্টি কর্তার আসনে বসিয়ে তথা কথিত শিরকের কাজ করে যাচ্ছে। তারা বুঝতেই পারছে না ইসলাম ধর্মের উদ্ভব হয়েছে আরবীয় সমাজ, সংস্কৃতি, আবহাওয়া ও ভাষার আবহে যা ভারতীয় ভাষা , সংস্কৃতি বা আবহাওয়ার সাথে কিছুতেই যায় না। এ লোকগুলো গান শুনতে এসে নিজেদের ধর্ম বিশ্বাস মানবিক মানুষগুলোর ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছে। মনে হয় না তারা কোন দিন মানুষ হতে পারবে বা প্রকৃত মানুষদের আদৌ চিনতে বা বুঝতে পারবে। বিশ্বাসীদের বলতে চাইছি স্রষ্টা যদি এক ও অদ্বিতীয় হয়ে থাকে তাঁর নিজস্ব কোন পছন্দের ভাষা, পোশাক, ও সাজসজ্জা নেই। এদের মাথায় যদি সামান্য চিন্তা করার ক্ষমতা থাকতো তারা নিজেরাই বুঝতে পারত।
এই দুজন শিল্পীর গান এবং মুখের কথা গুলো এবং তাদের সৌন্দর্য আমাকে এতই মুগ্ধ করেছে, যেন তাদের দেখে চোখ জুড়ায় না আর মুখের কথা শুনে প্রাণ জুড়ায় না। কতবার যে এই অনুষ্ঠানটা দেখেছি তার কোন হিসাব নেই। আমার মন যখন বেশি খারাপ থাকে তখনই এই অনুষ্ঠানটা দেখি। যেন বারবার তাদের দিকে চেয়ে থাকি অপলক দৃষ্টিতে,আর মুখের সুন্দর সুন্দর বাক্যগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করি
Khub hhusiani🥳😭
জি ঠিক বলেছেন ঠিক আমার মনের কথা গুলোই
পৃথিবীটা যখন খুবই বিশ্রী লাগে
তখন এই অনুষ্ঠান শুনে মনোমুগ্ধ হয়ে যাই
আর ওনাদের মুখের কথা আর সুন্দর্য পুরো পৃথিবীটাই যেন সুন্দরময় করে ফেলে
মোটকথা এক পৃথিবী দুঃখ ভুলে
গিয়ে হাজারো ব্যস্ততাকে ছুটি জানিয়ে শুধু তাদের মুখের কথাগুলোই যেন শুনি
মানুষ এত সুন্দর করে কথা বললে পৃথিবী সুন্দর না হয়ে পারে এই না।
দুজন মহাগুণী মানুষের নাতনী আপনারা দুজন,দেখেচুনে খুবই ভালো লাগলো।ভবিষ্যতে আরও এরকম দেখতে চাই। শুভ কামনা আপনাদের জন্য।
পৃথিবীর সব সুন্দর বুঝি এই দুজনের মধ্যে দেখতে পাচ্ছি।
কি সুন্দর করে কথা বলে
এরকম মানুষগুলোর সান্নিধ্য লাভ করেছে যারা, তারা না জানি কত
ধন্য হয়েছে।
নজরুল এর নাতনী আর আব্বাস উদ্দিনের নাতনী অসাধারন সংযোগ আমার সামান্য ভালবাসা নেবেন। ভারত থেকে ।
এতো সুন্দর মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান সম্প্রচারের পরই দেখতে পাইনি! বহুদিন পর হলেও দেখে ভীষণ ভালো লাগলো । দুজনের দীর্ঘায়ু কামনা করি। চ্যানেল আইকে সাধুবাদ জানাই চমত্কার অনুষ্ঠান আয়োজনের জন্য ।
এমন একটা অনুষ্ঠান দেখা জীবনের পরম পাওয়া ও ভাগ্যের ব্যাপার ।
কি যে ভালো অনুষ্ঠান শুনলাম, দুই কবিকে আমার অফুরান শ্রদ্ধা আর দুই উত্তরসূরিকে অজস্র অভিনন্দন ভালোবাসা।
দাদু যেমন বিশ্ববিগখাত নাতি তেমনি বিশ্বসুন্দরী।গানের গলা অসাধারণ। আপনার কণ্ঠে দাদুর গান আরও শুনতে চায়।
Awesome, wonderful,, fantastic, marvellous and amazing. A historic moment indeed. Please preserve the original music ( sir) of the great nazrul Islam..
কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমার নিকট অনেক অনেক প্রিয়, ধন্যবাদ আয়োজকদের,বাঁকা হতে আকবর হোসেন গান শুনছি।
খুশি হলাম।ধন্যবাদ প্রিয় কবির নাতনী।
অনিন্দিতা কাজীর মধ্যে মানবতার কবি কাজী নজরুল ইসলামকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, চেনেল আই কে অসংখ্য ধন্যবাদ। দুই জনের দীর্ঘ আয়ু কামনা করি ধন্যবাদ।
আজকের অনুষ্ঠানে উপস্থিত দুই কবির দুই নাতনির উপস্থিতি এক অনন্য সুন্দর সাংস্কৃতিক পরম্পরায়, আমাদের সবার মধ্যে অনুরনীত হয়ে ওঠে। উভয়ের প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানাই কলকাতা থেকে। দেবদুলাল বন্দোপাধ্যায় স্মৃতি সংসদ এর পক্ষ থেকে অনেক সাধুবাদ জানাই। ♥️🙏🏼♥️
শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়
এটা বেস্ট ছিল
কাজ়ী নজ়রুল ও আব্বাস উদ্দীন । দুই আলোকিত মহামানবের তৃতীয় প্রজন্ম সমধারায় এসে উপনীত একই মঞ্চে - একই উদযাপনে - একই আনন্দরম্যতায় । দুটি পরিবারের প্রতিটি নক্ষত্রের সঙ্গে আমাদের আত্মার যে সংযোগ, সেটি এই অনুষ্ঠানটি দেখতে দেখতে সমগ্র সত্তাটিকে ভাববিহ্বল ও অশ্রুসজল ক'রে তুললো । কবির পবিত্র উচ্চারণের আলোকে আজকের এই দুটি বহ্নিশিখাকে প্রাণভরা ভালোবাসা ও শুভেচ্ছা । গানে-কথায়-সুরে-সংলাপে এভাবেই কবি ও গায়কশিল্পীর ঐতিহ্য ও উত্তরাধিকার ছেয়ে যাক উপমহাদেশে - বিশ্বভুবনে ।
❤❤❤💐💐❤❤❤
Apurba anusthan. Nozrool geeti o Rabindrasangeet Ami khub valobasi. Songe gaichi
কাজী নজরুল ইসলামকে খুব বেশি ভালো করে পড়াশোনা করি নাই তবে অনিন্দিতা তার মুখে সুন্দর কথা আর সুন্দর গান আমাকে এতই মুগ্ধ করেছে যে মানুষ সুন্দর হলে কত সুন্দর হতে পারে! আমি একটু সংকীর্ণতায় ছিলাম এই মুহূর্তে তা কেটে গেছে
অসাধারণ যোগলবন্দী দুই জনকেই আন্তরিক শুভেচ্ছা ।
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি কবি নজরুল ইসলামকে।
কবি নজরুল 1 জন ই আসে,যে মানুষটি শেষ জীবনে খুব কষ্টের মধ্যে দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন।সারা জীবনে উনি অবহেলিত ছিলেন।খুব কষ্ট হয়।আমরা উনাকে যোগ্য সম্মান দি নাই, এর থেকে দুর্ভাগ্য আর কি আছে??যদি আবার পুনর্জন্ম হয়,তাহলে এই মানুষটি আবার যেনো জন্মায় এই দেশে।আমরা ও আমাদের সমাজ লজ্জিত উনাকে চরম অবমাননা করা হয়েছে। উনার চরণে রইলো আমার কোটি কোটি প্রণাম।😭😭😭😭
th-cam.com/video/Sqd5_-ftWJw/w-d-xo.html
বোধ হয় ঠিক না।
কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিশীল কর্ম পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত বেঁচে থাকবে, আর পৃথিবীতে মানব জন্ম একবারই হয় দ্বিতীয়বার তিনি আসবেন না
চ্যানেলর খুব খুবই সুন্দর মনে রাখার মতো একটি অনুষ্ঠান।
অসাধারণ খুব ভালো লাগলো। এরকম অনুষ্ঠান আরো শুনতে চাই। ভালো থাকবেন।
অসাধারণ সত্যি খুভ ভালো লাগলো। মনটা শান্ত হয়ে গেলো মধুর কণ্ঠে.....
আহা ! আহা !! কী যে ভালো লাগা !!! তিনজন ভীষণ প্রিয় শিল্পীর কণ্ঠস্বর শুনতে পেলাম এই অবকাশে - বোনাস হিসেবে । মোস্তাফা জামান আাব্বাসী সাহেব ; শাহিন সামাদ সাহেবা ও ফাতমাতুজ্জ়োহরা সাহেবা ! আনন্দ ও খুশি উপচে পড়ছে আমার অন্তরসায়রের । আমাদের তিন প্রিয়জনকেই আদাব ও সালাম !!!
💢💢❤❤💐❤❤💢💢
আঁখি ভেষে গেল চোখের নোনা জলে ❣️অতুলনীয় !
খুব সুন্দর অনুষ্ঠান। দুই আপা মন ভরায় দিলেন। india থেকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
চমৎকার আয়োজন। নজরুল নিয়ে এমন আয়োজন আরও চাই।
😮 beautiful program. Many thanks.
Bharat O Daraz konthhe sundar Sangate apurbo Paribeshona. Bhashyokar-er kanthho otibo Proshangsar jogyo. 💐🙏💚
চমৎকার গান, চমৎকার অনুষ্ঠান।
Very sweet program Nashid-apa and Aninditadi. Bel-epoque Bengal alive and vibrant with both of you.
অসাধারণ আমার বিনম্র শ্রদ্ধা।
দুই মহা রাজার নাতনী , আমাদের বাংগালীর গর্ভ ৷ অাপনাদের জন্য দোয়া ,
Smt. Kalyani kajir. Mrityute. Khubi. Marmahoto. Holam. Pranam. Kabi Najrul. O. Namaskar. Ter. Puro. Pariberke. Dhanyabad
Ah! What a composition! Filled the mind,touched the heart.
শব্দ গুলো সুরে সুরে মনটা কম্পিত হয়ে ঊঠলো আপনাকে আবার ও অনুরোধ রইল আমাদের কে শুনাবেন।
কবি নজরুল ইসলাম এর পরিবারের সদস্যদের সবার চেহারা দেখতে অনেকটা কবির চেহারা মতো।
right 👍
ভীষণ ভালো লেগেছে আজকের এই প্রভাতী অনুষ্ঠান। নস্টালজিয়া কাজ করছে প্রতিটি মুহূর্ত । একইভাবে সপ্রতিভ ও প্রস্ফুটিত হয়েছে। আবার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা সহ অভিনন্দন জানাই। ♥️🙏🏼♥️
Kh bh
0
My favourite poet .he is always my mind.
চমৎকার। Excellent.
এত যমজ ফুল৷ ! দুই গাছ থেকে যত্ন করে চয়ন করা দুটি ফুলকে একটি সুবর্ন পাত্রে রাখা হয়েছে। আমার মনে হয় সোনার থালা আর যমজ ফুল এ বলে আমায় দেখ, ও বলে আমায়। বড়ো গৈরবানববিত এই উত্তরাধিকার।
আমার গহীন গাঙ্গের নাইয়া কাজী নজরুল ইসলামের এই অপূর্ব গানটি অনিন্দিতা কাজীর কন্ঠে শুনতে চাই অবশ্যই শুনাবেন আশা করি ধন্যবাদ আপনাদের দুজনকে
হাজার সালাম বোন
আছমতআলী অসটগাম কিশোরগঞ্জ সাউথ কোরিয়া থেকে দেখতাছি
한국에서 알라
হে অনিন্দিতা ! নিও অভিনন্দন ।
🍯 সুমধুর গানে জয় করে নিলে মন।
Nice very nice fantastic!
নজরুল মানেই বাংলার মানুষ প্রিয় কবি তার নাতনি কে অনেক ভালোবাসা জানাই মনে হচ্ছে ওকে একটু জরিয়ে ধরতে পারতাম আহ্
নজরুলের প্রতিটি পংক্তিতে চোখের জল পড়ে
mufty nrullah songs Greta dutt
খুব সুন্দর😍💓 অনুষ্ঠান।
খুব সুন্দর লাগছে অনিন্দিতা কাজী আমি কাজী হাসান অনিন্দিতা তোমার কন্টাক্ট নাম্বার দাও
a wonderful presentation by the stalwarts carrying forward the rich legacy tradition.
a wonderful presentation by the stalwarts carrying forward the rich legacy.
খুব ভাল লাগলো
Kaji anindita sambandhe anek Kichu janlam. Khub bhalo laglo. Aro Kanye chai.
অসাধারণ!
Asadharan anusthan.... turkish angsota asadharan laglo
কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজীকে এবছরের মধ্যে বাংলাদেশে চাই
আপনারা দুজনাই অনেক প্রতিভাবান। শ্রদ্ধা জানাই।
I am so happy to see nazrul,s realative, I respect them forever
Excellent performance
Debjani from India
I am feeling a greet I'm motion to see two greet grand daughters two greet men.
মাননীয়া অনিন্দিতা কাজী কে জানাই আন্তরিক শুভেচ্ছা ।কাজী নজরুল ইসলাম , শুধু ভারত বা বাংলাদেশর জাতীয় কবি নন । মহান লোকের কোন দেশের সীমা রেখা দিয়ে আবন্ধ রাখা যায় না ,, তারা গোটা পৃথিবীর কবি , আসে মানব কল্যাণে , আসে দুখ ভূলাতে ।।।।------অরূণ বিশ্বাস ,অশোক নগর ,,, পশ্চিম বঙ্গ ।
Very nice song
হিন্দু, মুসলিমের এই বিভেদ কবি কখনোই চাইতেন না ,, কিন্তু আমরা সেই লড়াইটাই টিকিয়ে রেখেছি ,, সত্যিই খুব দুঃখের।
আহা অপূর্ব 👏👏
@@shyamalisarkar5684 %%%%q%the first
Nazrulislamm again expressed through you. Hope you consider you
raise your grandfather to our soul spirit for ever. So many thanks for
song and performance.
Apurbo onusthan
By dint of my Android mobile, today I have seen her, so I have the honour to express my admiration and best wishes. She is proud because she is grand daughter of eternal songs and strong poets creator kaji najarul Islam. next I am going to convey my cordial best wishes along with respest. Abbasuddin was a great singer of coochbehar, even till his voices are heard in rural area and urban area. The songs are excellence. I expect their great success in life. With thanks.
আমি উনাকে দেখি পি জি হাসপাতালে গিয়ে। উনি খোলা এক রুমে বিছানায় আধা বসা ছিলেন। আমার দিকে ডাগর ডাগর চোখে তাকিয়ে ছিলেন। আর কেউ ছিলনা সেখানে। আমার আম্মা ও আজিমপুরের মেটারনিটি হাসপাতালে এরকম একাই ছিলেন মৃততুর সময়। দুজনার জননৈই কানছি ।দোয়া করি বেহেস্তবাসী দুজনাকে ।
Quality program ever
ভালোবাসার পরিবার..... নজরুল ইসলাম আমার প্রতিটা ভালোবাসর বিন্দু
খুব ভাল লাগলো ।
কাজী অনিন্দিতার মাঝে যেন পরপারে পাড়ি জমানো কাজী নজরুলকেই দেখি অামি❤❤❤ অনিন্দিতা কাজী তাঁর দাদুর যোগ্য উত্তরসূরি❤ চ্যানেল অাই কে অনুরোধ করব অাবারো অনিন্দিতা কাজীকে নিয়ে প্রোগাম করার জন্য।
MANIKJORH. SO VERY NICE OF YOU TWO. MY BEST GOOD WISHES.
KabirJanmodin Asegalo. Onake. Sata. Lakhkhokoty pranam
সেই ছেলেবেলা থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বাংলা গানের পথিকৃৎ আব্বাস উদ্দীন আহমেদ এর জন্য ভালোবাসা জন্মেছে হৃদয়ের গভীরে। জাতীয় কবির সৃষ্টিগুলো নিয়ে যেভাবে চর্চা হওয়া উচিৎ ছিল, তা হয়নি। এখন সময় এসেছে জাতীয় কবির সৃষ্টিগুলো চর্চার মাধ্যমে গণজোয়ার সৃষ্টি করা। সকলের মধ্যে কবির সৃষ্টিগুলোকে পৌছে দিতে হবে।
Ah ki sundar .
Ahaa❤️ Marhaba Kaji Nazrul Islam(RA)❤️
চমৎকার
যাক সুবর্ণ দার গান শুনলে কবির মতোই মনে হয়।এটুকুই যা সান্ত্বনা
Excellent program with test of cultures of both bengal. keep it up.
দারুন লাগলো দারুন
কাজী নজরুল এর নাতনি এবং আব্বাসউদ্দীন এর নাতনিকে এক সঙ্গে পাওয়া খুবই আনন্দের ব্যাপার।
দুজনেই বিখ্যাত ব্যক্তিদের নাতনি আমাদের গর্ভ করা উচিত
I am crying now
nozrulkeপ্রত্যেকটা বাঙালি ভালভাশে। কারন স একবি এ জন্য নই ,তার বিদ্রহ আর uncompromising stand against british and ocupation
অনিন্দিতা কাজীর কন্ঠে রোহিঙ্গাদের নাইয়া এই গানটি শুনতে চাই অবশ্যই শোনাবেন আশা করি
সুন্দর
Apnader onusthan ti khub bhalo laglo
But what I noticed in Aninditta, may be she deviated a little from nazrul`s original music. I. Am sorry if I am wrong.
মানুষকে সচেতন ভাবে বুঝতে হবে জাতীয় কবি নজরুল ইসলাম মানবিক মানুষকে ছিলেন, এখানে ধর্মের বিবেচনায় নেওয়া উচিত হবে না।
Nah nite-o chai na .
Tobe Shk. Mujib-er naam niye tar Bongshodhor Jodi barti subida nite chay , Onurup Zia-ur Rahman
Tobe tu kotha hobe-e .
Ekhane Kazi Nazrul Islam ki gun( Manobota , Dhormo , Desh Bokti) ache orundotir ,
Otocho DADAr naan geche cholche .
Je desh DADA-k shesh Boyeshe Dayitto note chai na
DADAr proti somman diye chole asha uchit
Bujlam nah .
Tarpor-o somman janai ,
Karon amora Kazi Nazrul-k valovasi .
ভিত্তি তো মসজিদ মক্তব থেকেই হয়েছে কবি নজরুলের,,,সেইটা কি ভুলে যেতে বলছেন?
এখানের পুরোনো মন্তব্য গুলো অনেক মানবিক। যারা মহান এ মানবিক কবি ও সৃষ্টিশীল মানুষটিকে ধর্মে বাঁধার চেষ্টা করে যাচ্ছে তাদের জন্য সত্যিই মায়া হয়। তারা বুঝতে পারছে না তারা এ ধরনের মানুষকে বিচার করতে গিয়ে নিজেরাই নিজেদের সৃষ্টি কর্তার আসনে বসিয়ে তথা কথিত শিরকের কাজ করে যাচ্ছে। তারা বুঝতেই পারছে না ইসলাম ধর্মের উদ্ভব হয়েছে আরবীয় সমাজ, সংস্কৃতি, আবহাওয়া ও ভাষার আবহে যা ভারতীয় ভাষা , সংস্কৃতি বা আবহাওয়ার সাথে কিছুতেই যায় না। এ লোকগুলো গান শুনতে এসে নিজেদের ধর্ম বিশ্বাস মানবিক মানুষগুলোর ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছে। মনে হয় না তারা কোন দিন মানুষ হতে পারবে বা প্রকৃত মানুষদের আদৌ চিনতে বা বুঝতে পারবে। বিশ্বাসীদের বলতে চাইছি স্রষ্টা যদি এক ও অদ্বিতীয় হয়ে থাকে তাঁর নিজস্ব কোন পছন্দের ভাষা, পোশাক, ও সাজসজ্জা নেই। এদের মাথায় যদি সামান্য চিন্তা করার ক্ষমতা থাকতো তারা নিজেরাই বুঝতে পারত।
নজরুলের শেষ পরিচয় হচ্ছে, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয় , আমার নবী মোহাম্মদ (স), যাহার তারিফ জগতময়।
eyrkm onusthan aro chai
Nice ......... Valo laglo . Kobir Natnir konthe gan suna.......
golam kibri
thanks to Onindita for her excellent performance. Onindita will stay in our heart like her Grandpa Nozrul
Amraboli. Onara. Duvai. A. mahadesher. Mahasampadjeman. KajiNazrulislam. Amadervarater. Matir. Maha. Sampada.
নজরুলের পরিবারের সদস্যদের জন্য বাংলাদেশের প্রতিটা ঘরের দরজা খোলা।।
Md Mohin
More than excellent.
মানবতার কবি আমাদের নজরুল
মহান কবি এর জয় হউক।
Awesome 👍
দুই কবির আত্মার শান্তি কামনা করি ২০১৯
Nice song
Apurba. Dui. Bonergan. Akjan. Aperbanglar. Pranerpriya. Aparjan. Operbanglar. Pranerpriya. Asadharan
Amar shouvaggo Moroni shilpy Abbas uddin & bidrohi kobi kaji nojrul er bongshodhor dekhte parchi