তুমি আজ কত দূরে | Abdul Shohid | Tumi Aaj Kato Durey | চিঠি | Jaganmoy Mitra
ฝัง
- เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
- জগন্ময় মিত্রের বিখ্যাত গান " তুমি আজ কত দূরে" গাইলেন প্রতিভাবান শিল্পী আব্দুল শহীদ।
গানটি যদি সামান্যও ভালো লাগে তাহলে আমাদের Grameen Fdc ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো
👉Original credits:
Song: Chithi (Tumi Aaj Kato Durey)
Album: Jaganmoy Mitra Tumi Ki Ekhono
Artist: Jaganmoy Mitra
Music Director: Subal Dasgupta
Lyricist: Pronab Roy
👉Cover
Singer: Abdul Shohid
Label : Grameen FDC
💓💓💓 আমাদের এই ভিডিও কন্টেন্ট সম্পর্কে আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে কোন ব্যবস্থা নেবার আগে দয়াকরে আমাদের জানাবেন। আমরা খুবই আন্তরিকতার সহিত ভিডিও কন্টেন্টটি দ্রুত অপসারণ করবো 🙏
👉Contact us : mukulahmed702@gmail.com
#tumiaajkatodurey
#jaganmoymitra
#banglagaan
#grameenfdc
অসাধারণ। ওনার রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া দরকার
ধন্যবাদ আপনাকে।
সত্যি সত্যিই অপূর্ব গান শুনে আমার জীবন ধন হল এই বয়সে এসে মনে পরে গেল। পুরনো দিনের গান আপনার আরো গান শুনতে চাই।
ধন্যবাদ আপনাকে ভাই।পাশে থাকুন এধরনের গান শুনার জন্য।
ভালোবাসা জীবনে শুধু জয় এনে দেয় তবুও মানুষ ই হিংসে পুষে নিজেকে ই পরাজিত করে
কতো সুন্দর কন্ঠ এই বয়সে এসে আপনা কি বলে ধন্যবাদ দিব খুব ভালো লাগছে আমার পছন্দের গান আমার। ❤❤❤❤❤❤❤ সুভ কামনা রইলো হাজার বছর ধরে রাখতে পারতাম আমি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
কতো ধন্যবাদ স্টকে রাকসেন, সবারে দিতে লাগলে তো শেষ হইয়া যাবে আনে, কলকাতা (লন্ডন) 😂
❤❤❤❤❤যত ই শুনিতত ই ভালাগে।
ধন্যবাদ আপনাকে।দোয়া করবেন
আসোলেই তুমি অনেক দুরে।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভালবাসা রইল
এ বয়সেও কী অসাধারণ কণ্ঠমাধুর্য। অথচ বাদ্যযন্ত্র হিসেবে সাথে আছে শুধু একটি হারমোনিয়াম। মনে হচ্ছে যেন মুল শিল্পীরাই গেয়ে যাচ্ছেন।
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আপনাকে স্বাগতম। ভাল থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।
সহমত পোষণ করছি
আমার মার ভাললাগার গান আপনার কন্ঠ সত্যি ই খুবই সুন্দর এগিয়ে যান পুরোন দিনের গান সত্যি ই সুন্দর ভাল থাকবেন
Very very nies❤❤❤❤
এক অনন্য দৃশ্ব, মহান কবি নজরুল ইসলাম এর কথা মনে পড়ছে। এই সময় দাঁড়িয়ে এই ধরনের উদাহরণ প্রায় নেই বলেই চলে। এখনো শ্রদ্ধেয় আব্দুল বাবুর মতো শিল্পী আছেন, যারা মানব জাতির মহানতাকে বাঁচিয়ে রেখেছেন ধর্মকে উপেক্ষা করে। অনেক ধন্যবাদ ওনাকে। উনি যেন সুস্থ ভাবে অনেক দিন আমাদের মধ্যে এই বন্ধনকে বাঁচিয়ে রাখেন, এই কামনা করি।
আপনার কথা শুনে খুব ভাল লাগলো। ভাল থাকবেন। শুভকামনা রইলো আপনার জন্য।
Bhishon sundor. Chokh bondho kore sunte ichhe kore barbar r purono ei sob mon chuye jaoa gan gulo abar Dak diye jai. Silpi k pronam at osonkhyo dhonnobad ei gan gulo eto opurbo gaoar jonno.
নজরুলগীতি ন য় ।পুরাতনী গান।জগন্ময় মিত্র গান টি গেয়েছেন ।
প্রান জুড়ানো সুর.... অসম্ভব সুন্দর...❤
বাংলার সংস্কৃতি বাংলার এই গান.. যা আজ প্রায় বিলুপ্ত...
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শিল্পীর কোনো দেশ কোনো ধর্ম কোনো জাতি হয় না আপনাকে শত কোটি প্রণাম ।
@@PijushKantiBiswas-sb2ho ধন্যবাদ
Yes, it is Universal.
অসাধারন গেয়েছেন বাবাজি
ধন্যবাদ আপনাকে।দোয়া করবেন আমার জন্য
সঙ্গীতের কোন দেশ, কাল জাতি , ধর্ম হয় না।অসংখ্য প্রণাম শিলপীকে।
ধন্যবাদ আপনাকে
Onek shundar poribeshona. Thank you very much!
ধন্যবাদ আপনাকে।পাশে থাকবেন
কি বলবো,, ভাষা নেই,,,, পৃথিবী তে যেন আবার সেই একতা ফিরে আসে,,,🙏🙏💓💓 মাগো তুমি সব আগের মতো সুন্দর করে দাও,,,,যিনি তবলায় আছেন উনাকেও অনেক ধন্যবাদ,,,❤🙏🥰 সব নিয়ে অসাধারণ,,,
আপনাকে আন্তরিক অভিনন্দন। খুব সুন্দর কথা লিখেছেন খুশি হলাম। ভাল থাকবেন। ধন্যবাদ আপনাকে।
😊 শিল্পীর কোন জাত আর ধর্ম হয় না অপূর্ব অপূর্ব
অসাধারণ ইনি প্রকৃত বাঙালি ধর্ম তাঁর ব্যক্তিগত ব্যপার।আপনাদের সবাইকে আমার প্রনাম।
ছোট বেলায় মনে হয় শিল্পীর সঙ্গে আমি ও গেয়েছি এই গান গুলো ।আজ আমি কলকাতা উনি বাংলাদেশ আছে ।আমি ও আজ বহু দূরে উনি ও কষ্ট হচ্ছে খুবই কিন্তু আর দেখা হবে না ।ভালো থেকো ভাই ।
আপনাকে স্বাগতম। ভাল থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।
😮🙏
মেয়র যেনো না জানে 😂
শিল্পীর ঠিকানা কোথায় ?
দাদা দয়া করে জানাবেন !!
রইলাম অপেক্ষায় চেয়ে !!
আহা, বিরহী হৃদয়ের বেদনা অসাধারণ সুরের মূরছনা হয়ে প্রকাশ পেয়েছে। সত্যি প্রেম ও সঙ্গীতের কোন দেশ, কাল জাতি , ধর্ম হয় না।অসংখ্য প্রণাম শিলপীকে।
সত্যিই অসাধারণ! প্রিয় শিল্পী'কে শ্রদ্ধা এবং শুভ কামনা রইলো।
বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী জগন্ময় মিত্রের গাওয়া অসাধারণ এক কালজয়ী স্মরণীয় বাংলা গান!
কিংবদন্তি শিল্পী জগন্ময় মিত্র এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
স্তম্ভিত হয়ে গেলাম কিছু সময়ের জন্য। কি শুনছি, কাকে শুনছি? অনবদ্য।।। ❤❤❤ প্রশংসার উর্ধে 💓💓
খুব খুশি হলাম।আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন অসাধারণ জবাব নাই
অসংখ্য ধন্যবাদ আপনাকে
Opurbo
আপনি এক ব্যাতিক্রমী দৃষ্টান্ত আমার কাছে। অসাধারণ আপনি। কি বলে আপনাকে ধন্যবাদ দেব ভাষা নেই। অনেক সুস্থ থাকুন।
খুশি হলাম। ভালবাসা রইল আপনার জন্য।
কি বলব। বলার ভাষা নেই। এত দরদী কন্ঠ কম শুনেছি। সুস্থ থাকুন গায়ক মহাশয় আর আমাদের গান শোনান। তবলাও অতুলনীয়। 🙏
আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
যেমন গায়ক, ঠিক তেমনি তবলচি। দুজনকেই ধন্যবাদ জানাই এত সুন্দর দুটো গান উপহার দেওয়ার জন্য।
ভাল থাকবেন। শুভকামনা রইল।
কঠিন একটা গান
অপূর্ব সূরে শিল্পী মহোদয় গানটি পরিবেশন করলেন অসংখ্য ধন্যবাদ। সাধনা মানুষকে অমর করে রাখেন যা এই গানের মাধ্যমে উনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন।
এ,গাফ্ফার
ডেপটফোর্ড ব্রডওয়ে
লন্ডন
ইউ কে ।
২৮/০২/২০২৪ ইংরেজী
গানটি শুনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের বাংগালী মুসলমান সমাজ থেকে গান -বাজনা প্রায় উঠেই গেছে। সেই ক্ষেত্রে আপনি ব্যতিক্রম। আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ
দুই বাংলার মধ্যে সেই যুগের মত কথা সুর শিল্পী পাওয়া গেলো না অথচ অনেক বড় বড় প্লাটফর্ম হয়েছে। হৃদয় ছুঁয়ে গেলেন, স্যালুট।
অপূর্ব ! মনে হচ্ছে সয়ং শিল্পী জগন্ময় মিত্র গাইছেন।কলকাতা থেকে শুনছি।ভালো থাকবেন।
খুব খুশি হলাম। আপনাকে অভিনন্দন।
ওষুধের ডোজ টা একটু বেশি দিয়া ফেলসেন লাগতাসে, খারাপ নিবেন না
অপূর্ব, রিমেক এত সুন্দর হতে পারে ভাবিনাই। শিল্পীর দীর্ঘ জীবন কামনা করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ওঃ অসাধারণ কন্ঠ আমার বলার ভাষা হাজার হাজার হাজার সালাম খুব খুব খুব সুন্দর ধন্যবাদ 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
আপনাকে আন্তরিক ধন্যবাদ।ভাল থাকবেন।
আমি সত্যি শুনছি কি অপূর্ব কন্ঠ, কি সুন্দর গায়কী। অনবদ্য❤❤❤❤
ধন্যবাদ আপনাকে
বহুদিন পরে এতো সুন্দর গান শুনে ভরাক্রান্ত মন আজ ভরে উঠলো ❤❤❤❤❤ প্রনাম বাবু। ভালো থাকবেন।❤
ভাল থাকবেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ
খুব সুন্দর ভালো লাগলো আপনার গান শুনতে ধন্যবাদ আপনাকে
অপূর্ব সুন্দর গাইলেন।এই অমর গানকে গাইতে যে মর্ম বেদনা কাজ করে তা ওঁনার মধ্যে গভীর ভাবে আছে। অনেক অনেক শুভেচ্ছা জানাই এই শিল্পীকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
❤t ñb@@GrameenFDC7479ĺ.
Sotti aj tumi onek onek dure harea gale
আদাপ চাচাজি।খুব সুন্দর গেয়েছেন ।মহান সৃষ্টি কর্তার নিকট আপনার দির্গায়ু কামনা করি ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ
খুব সুন্দর।
ধন্যবাদ আপনাকে
অতি সুন্দর গেয়েছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন।সবাই লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করুন। শিল্পী আমাদের সম্পদ। ভারত।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন। শুভকামনা রইল।
লেখা প্রণব দাশগুপ্ত ।গেয়েছেন জগন্ময় মিত্র।
খুব সুন্দর।অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। হরে কৃষ্ণ।আমার প্রিয় গানগুলি শুনলাম।প্রণাম রইলো।
আপনার জন্য রইল বুকভরা ভালবাসা।
আপনার গাওয়া সঙ্গীত টি পরিবেশন করেছেন তা খুবই প্রশংসনীয় ভূমিকা পালন করে, আপনার এতো সুন্দর গলা চিন্তা করা যায় না, আমি খুব মুগ্ধ হয়ে গেছি,আপনি আমার প্রনাম নেবেন সব শেষে বলি আপনার দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট ভালো থাকবেন ও সুস্থ থাকবেন
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
অসাধারণ কণ্ঠ যা বর্ণনা করা যায় না । ঈশ্বর প্রদত্ত গলা । যুগে যুগে বেঁচে থাকো কাকা ।
আমার সশ্রদ্ধ প্রণাম আপনাকে.....আপনাদের মত আর কিছু জন মানব প্রেমী ও সঙ্গীত প্রেমী থাকলে এই পৃথিবী টাই মানব প্রেমী হয়ে যেতে পারতো।।।।
আপনাকে আন্তরিক ধন্যবাদ
চমৎকার গায়কী -
অনেকটাই জগন্ময় মিত্রের মতোই কন্ঠ মনে হয়েছে।
আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসা থাকবে ইনশাআল্লাহ 🎉❤🎉❤
আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
শিল্পী প্রতি গভীর শ্রদ্ধা জানাই
আপনাকে অভিনন্দন। ভাল থাকুন।
ওহ্ প্রানটা জুড়িয়ে গেল, সুন্দর।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আহা আসাধারন। আপনার দীর্ঘআয়ু কামান করি ঈশ্বর সুস্থ্য রাখুন।
আপনার জন্য রইল বুকভরা ভালবাসা। ভাল থাকুন
মাশাল্লাহ এ বয়সে কত সুন্দর গানের গলা এখনো এসব গান মন ছুয়ে যায় ❤❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কাকা আপনাকে অনেক অনেক সুভেছছা র ইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ
জানি না কি বলে ধন্যবাদ দিব......অসাধারণ অনবদ্য....আরো অনেক গান শুনতে চাই
চিঠি! কতই না জীবন্ত সেই চিঠির ভাষা। আর আজ" চিঠি "নামক শব্দটি যেন কত শতকাল অচেনা। মোবাইল দখল করেছে সেই জায়গা। তবুও চিঠির গুরুত্ব আমাদের কাছে চিরজাগরূক হয়ে থাকবে।
চোখের আড়াল হলেই মনের আড়াল হয় না কেউ, এই গান টি শুনে বোঝা যায়। ❤❤❤
আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ।
অসাধারণ। দ্বিতীয় জগন্ময় মিত্র। অনেক অনেক অভিনন্দন।
আপনাকে আন্তরিক ধন্যবাদ
অসাধারণ ও অনন্য ।
রাষ্ট্রীয় সমমনা পাওয়ার ১০০% দাবীদার মনে করি ।
কি আশ্চর্জ্য, এত যুগ পরে কেউ এই গান শোনাবে ভাবতেই পারিনি। এই যুগান্তকারি গান গাওয়ার মানুষ যে এখনো আছে ভাবতেই পারিনি, হৃদয় জুড়িয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আমার শেষ বেলায় পুরানো দিনের হারানো বেলার দিন ফিরিয়ে দেওয়ার জন্য।
আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালবাসা রইল আপনার জন্য। ভাল থাকবেন।
ai ganti jaganmoy mitrer konthe sunechi jotodur mone hoy.upni o khub vlo gailen.mon chue gelo. khub vlo .
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার গান তা খুব সুন্দর, আধুনিক বাদ্যযন্ত্র এর সাথে গেল চোমোটকার লাগবে।
আপনাকে আন্তরিক অভিনন্দন।
উনি একজন অপসৃয়মান তাঁরা,,,, অনেক বড়ো মানের শিল্পী হতে পারতেন।
প্রণাম জানাই প্রবীণ এই সংগীত সাধককে। ওনার নিষ্ঠা কে শ্রদ্ধা জানাই। দয়াময়ী মা ওনাকে আশীর্বাদ করুন
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ কাকা, আপনার কন্ঠে শ্যামা সঙ্গীত খুব ভালো লাগলো।
ধন্যবাদ।
খুব ভালো লাগলো । উনার এ বয়সেও কন্ঠ অনেক সুন্দর এবং মধুর ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না। অসাধারণ কন্ঠ ।অসাধারণ । অসাধারণ । সঙ্গীতপ্রেমী মানুষদেরকে অনুরোধ করবো আপনার গানের প্রচার এবং প্রসার ঘটাক।
সত্যি মনমুগ্ধকর।শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় 🙏🙏🙏
ভালবাসা রইল আপনার জন্য।
অসাধারণ জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রনম্য আপনি ভালো থাকবেন কোলকাতা থেকে।
ধন্যবাদ
অসাধারণ কাকা। যেসব শিল্পী দের গান আপনি শোনাচ্ছেন তাদের গান এখনকার ছেলে মেয়ে রা পছন্দই করে না। তাছাড়া ওদের গাওয়ার মতো সাহসও নেই। আপনাকে সেলাম, নমস্কার। ভালো থাকুন।
Daroon daroon. Jeno chotobelar sei recording sunchi.
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Excellent.monta bhore gelo.apnar gann amar khub bhalo laglo.🙏
আপনাকে ধন্যবাদ।
এই বয়সে, এই ভেঙেপড়া সমাজে আপনার প্রচেষ্টাকে স্যালুট জানাই। গায়কী, দরদ, ভাবের প্রকাশ সুন্দর। 🙏
আপনাকে আন্তরিক ধন্যবাদ
অসাধারণ
অসংখ্য ধন্যবাদ।
বিনম্র শ্রদ্ধা জানাই আপনাকে। খুবই ভালো লাগলো। আপনার কাছ থেকে আরো অনেক গান শোনার আশায় রইলাম।
আপনাকে অভিনন্দন। ভাল থাকবেন ধন্যবাদ
আহা অপূর্ব কন্ঠ এই হৃদয় ছুঁয়ে গেল মুগ্ধ হয়ে গেলাম 🙏
ধন্যবাদ।
খুব ভালো ফ্যামেলি কালচার থেকে উঠে আসা ,মহান ব্যাক্তি.❤
আপনাকে স্বাগতম। ভাল থাকবেন।
Apnar gane hridayer chhoya achhe.
Sune shanti pelam.
আপনাকে স্বাগতম। ভাল থাকবেন।
এইবয়সে খুব সুন্দর গেয়েছেন চালিয়ে যান ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।
খুব সুন্দর গেয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার গানটি শুনার জন্য
অসাধারণ লাগলো দাদা, অশেষ ধন্যবাদ। আপনার থেকে আরো পুরানো দিনের গান শুনতে ইচ্ছে প্রকাশ করি।
নিশ্চয়ই শোনাব। দোয়া করবেন। ভাল থাকুন।
অপূর্ব।
আমার বাবা খালি শুনতেন।
আপনি খুব খুব ভাল থাকুন
আপনার এবং আপনার বাবার জন্য দোয়া রইল।
খুব ভালো লাগলো আপনার গান শুনে. ধন্যবাদ ভাই আপনাকে.
ভক্তি ও ভালোবাসার কোনো ধর্ম হয় না, তা মনুষ্যত্বর মর্মে মর্মে থাকে, গানে গানে শিল্পী বুঝিয়ে দিলেন মূর্খ মানুষদের!! প্রণাম শিল্পী কে
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আহা কি গান শোনালেন । প্রাণ জুড়িয়ে গেল । ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরও অনেক দিন ধরে আপনি আমাদের গান শুনিয়ে যান । ঈশ্বর আপনার মঙ্গল করুন ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন। শুভকামনা রইল।
সত্যি খুবই সূন্দর। আপনার এই কন্ঠ এই বয়সে ভাবতে অবাক লাগে।
ধন্যবাদ
একটাই কথা বলবো, অসাধারণ সুন্দর গেয়েছেন।
অপূর্ব সুন্দর। সুরের কাছে ভাষা স্তব্ধ
ধন্যবাদ আপনাকে।
Aha......❤️ Kakar Dirgho ar sustho jiboner kamona kori 🙏 aro sunte chai 🙏
ধন্যবাদ আপনাকে
Arokom ai Desai Somvobb, Asadaran,Dui kaku ke anek valobasa,somaje tomadar moto lokar khub ovabb...
আপনাকে অসংখ্য ধন্যবাদ
Khub bhalo laglo bhai, Kolkata theke bolchi, ekhon sob hariye jachhe dhormer jata-kole pore jachhe.
ধন্যবাদ আপনাকে।
বাংলা গানের প্রাণ, জল, ফুস ফুস, অক্সিজেন এর মূল এরাই,ভালো থাকুন সুস্থ্য থাকুন।
আপনাকে আন্তরিক অভিনন্দন। শুভকামনা রইল আপনার জন্য।
অসাধারণ একটি গান শুনে আমি রিতিমত নির্বাক হোলাম। ধন্য ধন্য
আপনার কথা শুনে খুব ভাল লাগলো।ভাল থাকবেন।
কি বলে সম্যনদ করবো , ভাষা নেই মুখে ।THANKS.❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ্ খুব ই ভাল লাগল। আরো কিছু নতুন গান শুনার অপেক্ষা ই থাকলাম।
নিশ্চয়ই শোনাব। দোয়া করবেন। আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
শিল্পীর কোন জাত ধর্ম নেই, আছে শুধু শিল্প সাধনা, আপনাকে আর আপনার সাধনাকে 🙏জানাই। খুব ভালো থাকবেন।
চমৎকার হয়েছে
অপূর্ব কন্ঠ | নমস্কার | ভাল থাকুন |
ধন্যবাদ আপনাকে।
অসাধারণ, মুগ্ধ হলাম। আপনার দীর্ঘায়ু কামনা করি।
ভাল থাকবেন আপনার জন্য শুভকামনা রইল।
অসাধারণ। দারুন গেয়েছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
এই গান খানা মায়ের কাছে আমার শিখে নেওয়া। অসাধারণ 😍❤
আপনাকে স্বাগতম
নমস্কার। এটাই আমাদের সংস্কৃতি সবার উর্ধ্বে মানুষ সত্য তাহার উপরে নাই।
ধন্যবাদ
খুব ভালো লাগলো ধর্ম আমাদের যাই হোকনা আমাদের গর্ব!আমাদের একটি ভাষা বাংলা আমরা বাঙালি সে যেই হোক মুসলিম হউক আর হিন্দু হউক!আমাদের কিছু রাজনীতি লোক আছে আমাদের আলাদা করতে চায়!
আপনার কথা শুনে খুব ভাল লাগল।আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন। শুভকামনা রইল।
অসাধারণ একটা গান এই গান শুনতে খুবই ভালো লাগে আমার রিদয় জুড়ে যায় আর কি লিখব ভাষা খুযে পাছিছ না।
খুশি হলাম। ভাল থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।
মন থেকে বলছি অভিভূত হলাম আবদুল চাচার কন্ঠে শামা সংগীত শুনে , কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না সংগে যিনি সংগত করেছেন কি ভীষণ ওনার তবলা বাজানো ।
ধন্যবাদ আপনাকে।
অসাধারণ শিল্পী ও গান। হৃদয় স্পর্শী। এই গানটি আমার দাম্পত্য জীবন অবদি সকল সুখ ব্যর্থ করেছে । কিন্তু আজও অনেক স্হৃতি কথা দুঃখ ভরা হৃদয়ে মানুষকে পাহাড় সম ব্যথিত করেছে। জীবন বড় দীর্ঘ এবং বাস্তব বড় রুঢ়। জীবনে যদি নতুন করে জন্ম নিলে তুমি যাকে ভালবাসবে আমি যেন সেই হই হে রুপসী সোনাখুলী ,সৈয়দপুরের তাপসী আমার জীবনের স্বপ্ন নিয়ে দেখারও শেষ হলনা।
আমি আপনার কষ্ট বুঝি। আপনার জন্য রইল শুভকামনা। ভাল থাকবেন। আপনার কমেন্ট সবার উপরে রাখলাম যেন সবাই আপনার কমেন্ট পড়তে পারে।
চমৎকার গেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।