বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের মহান মুক্তিযুদ্ধে অন্যতম পরোক্ষ সমর্থন ও অনুপ্রেরণাকারী কবি হিসেবে কাজ করেছে দারুন ভাবে। বিশেষ করে তাঁর কারার ঐ লৌহ কপাট গান আমরা ভারতে ১৯৭১ সালে শিবিরে শিবিরে গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরনা যুগিয়েছিলাম। ধন্যবাদ চ্যানেল আই এবং ইম্প্রেস অথরিটিকে । আরো ধন্যবাদ জানাই মাঝে মধ্যে বিজয় ও স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে নিমন্ত্রণ করার জন্য।
এ যেন স্বর্গ থেকে নেমে আসা সুরের মূর্ছনা। অসাধারন কণ্ঠ্যের সুরের জাদু। ঈশ্বরের কাছে প্রার্থনা, আপনার সুর যেন আরও আরও অনেক বছর ধরে আমাদের মন্ত্র মুগ্ধ করে রাখে। ইংরেজীতে একেই বলে mesmerizing melody - পশ্চিম বাংলা থেকে এক গুণমুগ্ধ।
এই গজলটি কাজী নজরুল ইসলামের এক অনবদ্য সৃষ্টি।এর কথা, সুর ও থীম সম্পর্কে বলার ভাষা আমার জানা নেই।অনেক শিল্পীর কন্ঠে গজলটি শোনার সৌভাগ্য হয়েছে।গায়কিতে পার্থক্য থাকলেও মুল সুর এ কিংবা কথা পার্থক্য পাইনি।আপনি আমার প্রিয় শিল্পীদের মধ্যে একজন।এই গজলে অনাখাংকিত ভাবে কয়েক জায়গায় "রে" শব্দ সংযোজনে শ্রুতিকটু মনে হয়েছে।বাকিটা মাশাআল্লাহ।
নজরুল মানেই অসাধারণ, অমর সৃষ্টি। রোমান্টিকতা।অসাধারণ রোমান্টিকতা। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রোমান্টিক লিখনি। নজরুলের কালজয়ী এ গান পৃথিবীর ইতিহাসে সর্বযুগে সর্বকালে শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করবে নিঃসন্দেহে।
Thanks to both of you for this lovely presentation. The introduction, song collection and description was perfect. I have no words how to express the maturity and professional attainment in Nazrul geeti has Ferdaus ara achieved. Looking forward to more, more and more in future.
আমার দেশের এমন কবি পেয়েও আমরা বাংলা বিভাজন রুখতে পারিনি ।এ আমাদের লজ্জা। উনি ত মুসলমান ছিলেন না উনি ছিলেন ভারতীয় প্রকৃত বাঙালী। উনি নবি সাহেবের শিক্ষায় শিক্ষিত ছিলেন না। ওনার মত আর দু চারটে যদি মুসলমান থাকতো তাহলে বাংলা ভাগ হতোনা। হায় আললা!! ওদের মানুষ করো, মুসলমান করে রেখ না
তখনকার কবিরা ছিলেন প্রকৃত পুরুষ, তাঁরা জানতেন তাঁরা তাঁদের প্রিয়াকে কিভাবে দেখতে চান ও কী চান। এখনকার পুরুষের সব অর্ধ-পুরুষ। নিজের মনের ভাব প্রকাশ করতে তাদের বিভিন্ন মানুষের অনুমিতর প্রয়োজন হয়। এভাবে তো কবিতাও হয় না, গানও হয় না, শিল্পও হয় না।
নবীন প্রবীণ নয়,সব কালেই সব সময়েই ভালো মন্দ,আধা পূর্ণ পুরুষ আছে ,ছিল এবং থাকবে।তাই বলে সমগ্র পুরুষকে একই মাপকাঠিতে মাপা কী উচিত?আপনার আব্বাও তো একজন পুরুষ,তার সম্পর্কে নেতিবাচক ধারণা কী কোনও পূর্ণ মানুষের শোচ হতে পারে?
Wonderful presentation........ !!! Really Great & unforgettable. Your fabulous sweet voices always appreciable. My deepest respect nd love from INDIA...... May God blesses you all with happiness & ur soulful brilliant singing.
Kaji najrul islam aversatile talent he was true patriot of bharatmata ajewel of bengal he was genious i pay my respct from my core of heart for him there was no difference for cast&creed we must take lesson from his life praying to almighty to rest his soul in peace om shanti om om om om om om om
@@karimrezaulmirosmangani4485 It's not a realization.... It's more than anything that words can express... Displacement from one 's homeland is a silent sorrow.... which our grandparents' generation had to undergo.
Excellent collection,full video album of beautiful singer Ferdous Ara,appreciate such nice video albums more of Ferdous Ara and Abida sultana.Thanks for such a nice collection.
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের মহান মুক্তিযুদ্ধে অন্যতম পরোক্ষ সমর্থন ও অনুপ্রেরণাকারী কবি হিসেবে কাজ করেছে দারুন ভাবে। বিশেষ করে তাঁর কারার ঐ লৌহ কপাট গান আমরা ভারতে ১৯৭১ সালে শিবিরে শিবিরে গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরনা যুগিয়েছিলাম। ধন্যবাদ চ্যানেল আই এবং ইম্প্রেস অথরিটিকে । আরো ধন্যবাদ জানাই মাঝে মধ্যে বিজয় ও স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে নিমন্ত্রণ করার জন্য।
এ যেন স্বর্গ থেকে নেমে আসা সুরের মূর্ছনা। অসাধারন কণ্ঠ্যের সুরের জাদু। ঈশ্বরের কাছে প্রার্থনা, আপনার সুর যেন আরও আরও অনেক বছর ধরে আমাদের মন্ত্র মুগ্ধ করে রাখে। ইংরেজীতে একেই বলে mesmerizing melody - পশ্চিম বাংলা থেকে এক গুণমুগ্ধ।
বাংলাদেশের কণ্ঠশিল্পীদের কণ্ঠে নজরুলসংগীত এক অন্য মাত্রা পায়।আমি বাংলাদেশের শিল্পীদের নজরুলসংগীত খুবই পচ্ছন্দ করি।
অতি মিষ্টি কণ্ঠে মনোমুগ্ধকর নজরুল গীতি পরিবেশন। শিল্পীর জন্য ও মহান কবি কাজী নজরুল ইসলামকে আমার শ্রদ্ধা নিবেদন করছি।।❤❤
এই গজলটি কাজী নজরুল ইসলামের এক অনবদ্য সৃষ্টি।এর কথা, সুর ও থীম সম্পর্কে
বলার ভাষা আমার জানা নেই।অনেক শিল্পীর কন্ঠে গজলটি শোনার সৌভাগ্য
হয়েছে।গায়কিতে পার্থক্য থাকলেও মুল সুর এ কিংবা কথা পার্থক্য পাইনি।আপনি
আমার প্রিয় শিল্পীদের মধ্যে একজন।এই গজলে অনাখাংকিত ভাবে কয়েক জায়গায় "রে"
শব্দ সংযোজনে শ্রুতিকটু মনে হয়েছে।বাকিটা মাশাআল্লাহ।
অামি জাতিয় কবির ভক্ত, অামি সব সময় কাজী নজরুলের গান শুনি,কাজী নজরুলের সকল সৃষ্টি অামার প্রিয়,,
অসাধারণ একটি উপস্থাপনা। কানাডায় বসে শুনছি আর ভাবছি, আমাদের উচিত এই সম্পদ বাঁচিয়ে রাখা।
India should build a huge momentum for Kazi Saheb. I live in US and I am Indian; I feel Bangladesh is my home. Amar Matri Bhumi.
Of course, you're our blood.
Yes my parents migrated from Jessore BD. I Always want to visit. God willing one day. Yes I am in USA. But my heart is in Bangladesh forever.
"মোর প্রিয়া হবে এসে রাণী ' গানটিতে কি সুন্দর ভাষা প্রয়োগ করেছেন মহাকবি কাজী নজরুল ইসলাম ৷ বারবার শুনেও তৃষ্ণা মেটে না ৷
ঠিক
9
Eternàl
Ami amar channle o shonar jonno onurodh korchi
@@SmritiRekha লিঙ্ক পেলে সুবিধে হয়,
ভালবেসেছি ভেসে আসছি বাসব ভেসে যাবো চিরদিন কাজী নজরুল ইসলামের গান, উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ভালো লাগল।
ভাল স্বামী স্ত্রী বন্ধু প্রেমিক প্রেমিকার জন্য নজরুল গীতি পড়তে গাইতে হবে প্রেম ভালবাসার রুপ রস গন্ধ নাকে এসে পড়েছে।
আনন্দ! মধুর আকর্ষণীয় সঙ্গীত মধুর কণ্ঠে আত্মায় আত্ম সমর্পণ, কবিও শিল্পীকে অশেষ ধন্যবাদ !
চমৎকার উপস্থাপন। একরাশ শুভেচ্ছা
নজরুল পৃথিবীর সবচেয়ে ধনী
তাঁর রচনায়
নজরুল মানেই অসাধারণ, অমর সৃষ্টি। রোমান্টিকতা।অসাধারণ রোমান্টিকতা। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রোমান্টিক লিখনি। নজরুলের কালজয়ী এ গান পৃথিবীর ইতিহাসে সর্বযুগে সর্বকালে শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করবে নিঃসন্দেহে।
আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম,,, ,আমার কবি শুধু বিদ্রোহী কবি ই ছিলেন না উনি যৌবনের পূজারি ছিলেন ,,,, কবিকে আমার অজস্র শ্রদ্ধা রইল ,,,
মধুময় মনোহর, মধুর আকর্ষণীয় সঙ্গীত মধুর কণ্ঠে শিল্পীকে অশেষ ধন্যবাদ !
ফিরদৌস পিসির নজরুল সঙ্গীত শুনতে শুনতে আমি বড়ো হয়েছি। এখনো মণ খারাপ হলে একান্তে বসে বসে গান শুনি।
Thanks to both of you for this lovely presentation. The introduction, song collection and description was perfect. I have no words how to express the maturity and professional attainment in Nazrul geeti has Ferdaus ara achieved. Looking forward to more, more and more in future.
কবি ও তার গান অমর রহে
কবি ও তার গান অমর রহে!
😅😊
অসাধারণ অসাধারণ অসাধারণ
এমন মাত্রায় নজরুল সংগীত গাওয়া অনবদ্য
ফেরদৌস আরার কণ্ঠে জাদু রয়েছে ; তাঁকে কুর্নিশ, এমন গায়কী প্রতিভা মহান আল্লাহ তায়ালার অসামান্য দান।
৪২তম মৃত্যু দিবসে গভীর শ্রদ্ধা জানাচ্ছি কাবির প্রতি। দোয়া করি চির শান্তিতে থাকুক তাঁর আত্মা।
আমার একজন প্রিয় শিল্পী। বেশ ভালো পরিবেশন। কবি তো all time great.
tume j amar kabita
ONE OF THE BEST EXPONENTS OF NAZRULGEETI,FROM BANGLADESH,WHO IS WELL LIKED AND RESPECTED IN OUR WEST BENGAL TOO.
ফুলকুমারীর আগমন প্রতীক্ষা, মধুর বিরহের সঙ্গীত মধুর কণ্ঠে শিল্পীকে অশেষ ধন্যবাদ !
আমার কাছে আমার চির যৌবনের গুরু আমর দুরন্ত ছুটে চলার গুরু আমার ভাললাগার গুরু আমার ভালবাসার গুরু নজরুলই হোক সকালের শুরু
খুব ভালো লাগলো, তোমাদের মা সারদা শান্তিতে রাখবেন।
পশ্চিম বঙ্গের বাঁকুড়ার এক গ্রাম থেকে দেখলাম, শুনলাম, আবার গাইবে।
চমৎকার উপস্থাপনের জন্য রইলো শুভেচ্ছা ।ভালো থাকবেন ।
সাম্যের কবি,প্রেমের কবি, দারীদ্র্যর কবি, জাতীয় কবি, বিদ্রোহী কবি, আমার হৃদয়ের কবি, এই কবির দেশে জন্মে নিজেকে গর্ব বোধ করি।
প্রেস ডলফিন, লালবাগ, মুর্শিদাবাদ।
Sahin Jaman আজ সৃষ্টি সুখের উল্লাসে
Moor priya hobe gan ti amar channel theke shonar jonno request korchi
আমার দেশের এমন কবি পেয়েও আমরা বাংলা বিভাজন রুখতে পারিনি ।এ আমাদের লজ্জা। উনি ত মুসলমান ছিলেন না উনি ছিলেন ভারতীয় প্রকৃত বাঙালী। উনি নবি সাহেবের শিক্ষায় শিক্ষিত ছিলেন না। ওনার মত আর দু চারটে যদি মুসলমান থাকতো তাহলে বাংলা ভাগ হতোনা। হায় আললা!! ওদের মানুষ করো, মুসলমান করে রেখ না
Anabady konthoswar.Madam Firdous Arale G Banglate invite kore Najrul er hammer Akta episode sanchalan karar anurodh korbo
নিশীপবন নিশীপবন ফুলের দেশে যাও
ফুলের দেশে ঘুমায় কন্যা তাহারে জাগাও।মন কে ভারাক্রান্ত হয়ে গেল । খুব ভালো লাগলো অসাধারণ ।
ু
Supriya Maji ....
গাণটি মনে করিয়ে দিল মহাকবি কালিদাস এর মেঘদূত এর কথা
লিরিক্স
নিশি পবন নিশি পবন লিরিক্স
Excellent. No substitute. May live long APU.
কী চমৎকার। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।
আমাদের স্বাধীনতার সৃতি শাহীন আপা। আপনাকে আমার আজীবনের সশ্রদ্ধ স্রদ্ধা।
শতবার জন্ম নিলেও এই কবির সমতুল্য কবি আমরা আর পাব না হায়!
, ঈলৈভ্
Possible. If only Bengal nation move alone and Bangla academy becomes politics free.
Right.Amar channele Firoja r kichu gan geyechi Sunle valo lagbe mone hoy.
অনবদ্য উপস্থাপনা 👌🏻👏🏼
অসাধারণ শব্দ চয়ন। সেলুট।
কবি মানব জীবনের সঠিক মুহুর্ত তুলে ধরেছেন।
অনেক ধন্যবাদ ফেরদৌস আরা মন ভরে গেল।
তখনকার কবিরা ছিলেন প্রকৃত পুরুষ, তাঁরা জানতেন তাঁরা তাঁদের প্রিয়াকে কিভাবে দেখতে চান ও কী চান। এখনকার পুরুষের সব অর্ধ-পুরুষ। নিজের মনের ভাব প্রকাশ করতে তাদের বিভিন্ন মানুষের অনুমিতর প্রয়োজন হয়। এভাবে তো কবিতাও হয় না, গানও হয় না, শিল্পও হয় না।
ai ki bolile prio?
sob ki amon hoi.....
Apurba
নবীন প্রবীণ নয়,সব কালেই সব সময়েই ভালো মন্দ,আধা পূর্ণ পুরুষ আছে ,ছিল এবং থাকবে।তাই বলে সমগ্র পুরুষকে একই মাপকাঠিতে মাপা কী উচিত?আপনার আব্বাও তো একজন পুরুষ,তার সম্পর্কে নেতিবাচক ধারণা কী কোনও পূর্ণ মানুষের শোচ হতে পারে?
আসলে জোর করে কবি হওয়া যায় না।এখনকার কবিরা জোর করে কবি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি অনেক শ্রদ্ধা ভালবাসা
ফেরদৌস আরা আপুর কণ্ঠে নজরুলগীতি আমি অনেক শুনি। আগে আমি প্রতিদিন শুনতাম। এখন সময় কম পাই তাই কম শুনা হয়। ্ভাল থাকবেন আপু।
Wonderful presentation........ !!! Really Great & unforgettable. Your fabulous sweet voices always appreciable.
My deepest respect nd love from INDIA......
May God blesses you all with happiness & ur soulful brilliant singing.
কি যে মধু মাখা আছে গানগুলোতে,শুধু শুনতেই ইচ্ছে করে।
আমায় নহে গো ভালবাস শুধু ভালবাস মোর গান
কবির সকল গানই ভালবাসি
Amar channele ami o geyechi.Somoy kore shonar jonno onurodh janacchi.
জোছনা আর চন্দন মিশালে তা দেখতে কেমন হবে কল্পনা করাও একটা স্বাপ্নিক ভাবনা।
Beautiful .... Firdaus Ara .... 🙏🙏🙏
বাহ্!
সত্যি খূব ভাল লাগছে। ধন্যবাদ ফেরদোসৌ।আপা।
Amar channele ami try korechi gaite.shunben please
কাজী নজরুল ইসলাম বাংলা দেশ ও বাংলা ভাষার জাতীয় কবি। বাংলা সংগীতের বিধাতাপুরুষ কাজী নজরুল ইসলাম।
K ppm ppm ppm Group
Ppp oppo ppm ppm past past past past decade ppp
Wonder of feelings, made by great poet K Najrul. Thanks
Osadharon. ......thank you😊
Extraordinary sweet voice. Thank you,Madam.W.B.India.
Excellent.
Thanks singer Ferdousara for signing the Nazrul sangeet by your excellent nice impressive voice.
Please enjoy this from my channel,sang by me.
@@SmritiRekha q
অপূর্ব সুন্দর দিদি আপনার এই গান গুলো। চিরদিন মনে রাখার মতো।
th-cam.com/video/vvv7EOkfSS4/w-d-xo.html
অনেক অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো আপনাদের এ সুন্দর আয়োজন এর জন্য।
প্রিয় কবির গানে মন ভরে গেল । অসাধারণ কথা আর শুর কোটি কোটি প্রনাম কবি কে ।
Amar channel theke o ei gan shunun pleaase
'বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিস নে আজি দোল' ; এই গানটা ফেরদৌস আরা গেয়েছেন , কিন্তু মানবেন্দ্র মুখোপাধ্যায় যে ভাবে গেয়েছেন তা অতুলনীয় ।
One of the best tribute ❤️
07.04.23
2:34am
Khub sundar gaan. Excellent!
please listen from my channel and subscribe
Excellent song. It makes soothing my mind.
Amar channel theke kichu Nazrul Geeti shonar onurodh roilo
অনন্য, অনবদ্য সৃষ্টি।কাজী তুমি যে আমার।🌹
Kabi is one of the great Sufi singer of time.Wonderful rendition by singer.
Very nice 👍👍👍
চমৎকার সঙ্গীত পরিবেশন।
অসাধারণ। আপনার গলায় গুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল। এই গানটা শুনতে চাই।
এই শিল্পীর কিছু গান আছে যা দিনে একবার না শুনলে যেনো দিনটা ভালো লাগে না l
Please listen this song from my chennel singing by me
Kaji najrul islam aversatile talent he was true patriot of bharatmata ajewel of bengal he was genious i pay my respct from my core of heart for him there was no difference for cast&creed we must take lesson from his life praying to almighty to rest his soul in peace om shanti om om om om om om om
কলকাতা থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর উপহার দেয়ার জন্য ।
আমার প্রানের কবি নজরুল।
খুব ভালো লাগলো... পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।
আপনার গান সুযোগ পেলেই শুনি। ভালো থাকবেনসবসময়।
I am an Indian American but my forefathers were from Manikjung, will people of Bangladesh let me live in my homeland for a few years before I die?
Thanks for realizing the bonding with home land.
@@karimrezaulmirosmangani4485 It's not a realization.... It's more than anything that words can express... Displacement from one 's homeland is a silent sorrow.... which our grandparents' generation had to undergo.
You are most welcome.
তোমার মত কবি আর বাংলায় জন্ম হবে না, কাজি নজরুল ইসলাম তুমি সারা বিশ্ব নাড়িয়ে দিলে।
দারুণ!!
Old is gold. Excellent collection, specially my favourite singer Ferdous Ara is owesome
♥♥♥♥♥♥♥♥♥
বাগিচায় হাহ কথ সুন্দর গান ♥♥♥
মন ভালো রাখার, এর থেকে ভালো আর কি আছে? যারা বলে গান বাজনা হারাম তাদের কাছ থেকে, ম্যাডাম সাবধানে থাকবেন.
Awesome creation of great poet..
ভিডিওটি ভালো লেগেছে তাই সাবস্কাইব করে নিলাম। ধন্যবাদ।।
Coke studio bangla তে গানটি শোনার পর এইখানে শুনলাম। আপনিও কি coke studio bangla তে শুনে কে কে শুনতে আসছেন? হাত তুলুন
চির দুঃখী কবি গানে গানে ছিলেন সম্পদশালী।
Amaye nahe go bhalobasho sudhu bhalobasho more gaan. Kabi Nazrul said it all in that one song. Thanks for the memories.
আমি সন্ধ্যা মালতী বনছায়া অঞ্চলে,, 212😁😁😁😁😁😁😁😁😁😁
Pranam. Namaskar. Kabibar. Sri. Kazi. Nazrulislam. Aradidike. Anek valobasa
সমস্ত শিল্পীকে আমার আন্তরিক অভিনন্দন
ফেরদৌস আরা -র কন্ঠে নজরুল গীতি খুব ভালো লাগলো । তরুণ রায়
Nichhe
Apurba.
Sweet heart is singing sweet song with sweet tone, attractive song, congratulations !
Ferdose Ara didir gan Ami monpran dea suntan abong nazrul gitee Amar preogan thanks
Apnar Sob nojrul geeti gulo eksathe ekta album e rakhle khub valo hobe
আমার প্রিয় গান 💞💞
Excellent collection,full video album of beautiful singer Ferdous Ara,appreciate such nice video albums more of Ferdous Ara and Abida sultana.Thanks for such a nice collection.
shaheen samad and ferdous ara
no i mean if you have any video album regarding abida sultana also...thanks
Md Adnan Januzaj
অতুলনীয় অধ্যায়
অপূর্ব।
অনেক অনেক ধন্যবাদ, ফেরদৌস আরা ম্যামকে
Madam,najrul sangeet ar upor anek CD korecen, kub valo, namosker, dhakate valo kichu najrul silpi achen, valo thakun,
❤❤❤❤❤❤
জয়গুরু খুব খুব সুন্দর প্রাণছঁুয়ে গেল ভালো থেকো মা
ইহাতে করমের প্রশংসা করা হইল, যে কর্মের ফল এত প্রশংসনীয় সে নিজেও অবশ্যই প্রশংনীয় ----ইহাই মর্মাথ, ((((((((((হংস ***))))))))))))দিদি খুব ভালো থাকুন এই কামনা রইল আরা দিদি গো 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌳🌻🌳
Thanks..khuf..valo..laglow...kobir..lekha..gan..gulow..