খুব ভালো আলোচনা করেছো। এটা সত্যিই সমস্ত পিতা-মাতার মনে রাখা উচিত যে তাঁদের সন্তানের ও তাঁদের থেকে ন্যায্য সন্মান প্রাপ্য। সম্মান পেলে তবেই সে অন্যকেও সন্মান করতে শিখবে। পিতা/মাতার কোনো Addction থাকলে তা ত্যাগ করতে যদি না পারেন, অনুগ্রহ করে সন্তান এর সামনে করবেন না। আর সন্তান কে টাকা দিন এবং সেই টাকা সে কিভাবে খরচ করছে, তার কি পরিকল্পনা আছে, সেটাও জেনেনিন। ভালো থাকবেন সকলে!😊💐
খুব সুন্দর সহজ সাবলীল আলোচনা হয়েছে। আমার বাবা বেঁচে থাকলে তাকে শোনাতাম এটা। আমার বাবাও আমার career নিয়ে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন আর এতে আমার ভবিষ্যৎ টা নষ্ট হয়ে গেল। আমি খুব ছোট থেকেই গান গাইতাম, গানকে ভালোবাসি আমি। কিন্তু বাবা কিছু ভুল লোকের পাল্লায় পড়ে আমার গান শেখাটা শেষ করে দিল। বাবা ভাবত যে শুধু পড়াশোনা দিয়েই career হয়,অন্য কিছু ভাবে হয় না। আর তাছাড়া বাবা ঘরের থেকে বাইরের লোকের কথা বেশি গুরুত্ব দিত। তাই গান শেখাটা আমার class 9 এ ওঠার পরেই বন্ধ হয়ে গেল। আর কিছু ই করতে পারলাম না জীবনে। এই দুঃখ আমার সারাজীবন থাকবে। আজ যদি বাইরের লোকের কথা না শুনে বাবা একটু আমার কথা শুনত তাহলে আজ আমিও একজন professional singer হতে পারতাম । আপনার আলোচনা টা খুব সুন্দর । ধন্যবাদ .....।
একটি বাচ্চা যদি পুকুরে স্নান করে তাহলে বাবা মা রা শিক্ষা দেন, যে জ্বর এসে যাবে, তাড়াতাড়ি উঠে বাড়ি আয়। কিন্তু আপনার ভিডিও দেখার পর আমার এটা মনে হয়েছে যে, বাচ্চারা দীর্ঘক্ষণ স্নান করুক, তারপর যদি জ্বর আসে তাহলে বাবা মা রা যেন বলেন জ্বর আসার কারণ হলো পুকুরের দীর্ঘক্ষণ স্নান করা। আমার মনে হয় বাচ্চাদের আগে সমস্যাটা খুঁজতে হবে তারপর যেন সমাধান বার করেন বাবা এবং মা রা। দিদি এরকম একটি বাস্তব সম্মত পর্ব করার জন্য অশেষ ধন্যবাদ।
খুবই প্রাসঙ্গিক বক্তব্য। ভালো রেজাল্টের জন্য বাচ্চাদের চাপ নাদিলেও পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ওরা চাপে পরে যায়। আমার অভিজ্ঞতা সেই রকম। কম্পিটিশনে হেরে গেলে সেটা সহজ ভাবে নিতে বলেছি। জীবন টা অনেক দীর্ঘ। তাই আরও অনেক সুযোগ আসবে। আমি ছেয়েছিলাম মেয়ে ডাক্তার হোক। কিন্ত ওর জিদ ও হয়েছে সি এ । কি করি মেনে নিয়েছি। আমার মনে হয় বাচ্চা দের কঠোর ভাবে শাসন করতে নেই। ফ্রি ফ্রেনক হতে হয়। বাচ্চা সমস্যাটা কোথায় টা খোঁজতে হয়।
পর্ব টা খুবই ভালো লেগেছে। আমার মনে হয় বাবা মা হওয়ার আগে প্রত্যেক বাবা মার একটা কাউন্সেলিং এর দরকার। এবং এটা বাধ্যতামূলক হওয়া উচিত। আমি শিক্ষক হিসেবে এটা বহু সময় দেখেছি কখনো দেখেছি বাবা মা রা অত্যন্ত উদাসীন আবার কখনো দেখেছি অতীব কড়া। দুই ক্ষেত্রে কোন হিতকর ব্যাপার ঘটে না। বরং উল্টোটাই ঘটে। বারবার তাদেরকে বুঝিয়ে ও কোন উপায় হয় না। আশা করি আপনাদের এই পর্বটি সাফল্য লাভ করবে বলেই আশা রাখি।
খুব ভালো বলেছো।আমার এখানে কিছু বলার আছে। বাবা ও মা হওয়ার আগে যখন বিবাহ করে অনেক কে ই দেখা যায় এটা ভাবে না যে বিয়ে আগের ও পরবর্তী জীবনের মধ্যে অনেক তফাত থাকে।সেটি অবশ্য পরিস্থিতি ও ব্যক্তি বিশেষ এ নানা রকম অবস্থা র সৃষ্টি হয় । অনেক আছেন যারা তাদের বিবাহ পূর্ব কনো খারাপ অভ্যাস বা স্বভাব এর কোনও রকম পরিবর্তন করতে চান না, যা হয় তো ভবিষ্যৎ বাবা অথবা মা এর ও সন্তানটির জন্য অতি খারাপ. প্রভাব বিস্তার কারী।যা তারা জেনেও যেন বোঝেন না। তারা মা/ বাবা হওয়ার আগে যদি তাদের নিজেদের নিয়ে ভাবেন তাহলে অনেক ভবিষ্যৎ শিশুরা সুস্থ সুন্দর জীবন পাবে ।ফুল ফোটার আগে তারা যেন নিজেদের নিজেরাই গাছ থেকে আলাদা করে পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে না যায় । আর আজকাল সবাই সবকিছু এত জানে ও এত বোঝে যে কেউ কারোর কথা শুনতে ও চান না আর বুঝতেও চান না। যার থেকে সমস্যা বারে বৈ কমে না।
কথাগুলি নিজেও অনুভব করেছি৷ এবং আমার মতো করে বেশ কিছু বাবা-মাকে বুঝিয়ে চলেছি৷ কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, নিজেদের সামর্থ এবং সক্ষমতার অহঙ্কারকে ভুলে তাঁদের সন্তানকে একজন ব্যক্তির মর্যাদা দেওয়ার ইচ্ছাটা জন্মালেও তা নিতান্তই সাময়িক৷ অধিকাংশ সময়েই দেখেছি, তাঁদের প্রখর অধিকারবোধই সন্তানের সঙ্গে তাঁদের দুরত্ব তৈরি করছে৷ "আমার সন্তানকে আমার কথা শুনতেই হবে৷" - এমন মনোভারে সাংসারিক পরিবেশই অসুস্থ হয়৷ এবং তার প্রভাব সরাসরি পড়ে তাঁদের সন্তানদেরই উপর৷ সব বাবা-মা যে তাঁদের সন্তানদের মঙ্গলচিন্তা করেন, তা ঠিক৷ তবে এই চিন্তাটা তাঁরা তাঁদের মতো করেই করেন৷ সেই চিন্তা এবং আকাঙ্খার যে ছবিটা তাঁরা সন্তানদের সামনে তুলে ধরেন বটে৷ তবে সন্তানেরা সেই ছবির মধ্যে নিজেদের খুঁজে পায় না৷ এখন এই সমস্যাটি আর শুধুমাত্র পারিবারিক সমস্যা নেই৷ এটি রীতিমতো একটি সামাজিক সমস্যা হয়ে ঊঠেছে৷ তাই, সন্তানের জন্মের সময় আসন্ন হলে শুধুমাত্র মায়েদের শরীরগত পরিবর্তনের জন্য ব্যবস্থা গ্রহণই যথেষ্ট নয়৷ জন্মদাতা হিসেবে দায়িত্বপালনের পাশাপাশি সন্তানের প্রতি বাবা এবং মায়ের সহমর্মিতা গড়ে ওঠাটাও অত্যন্ত প্রয়োজন৷
দিদি আপনার একজন আমি ফান আমি বাংলাদেশি আপনার ইউটিবের সব লেকচার গুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনি তার কারন আপনার কথার যুক্তি আছে আর আমি বেশি বেশি করে শিয়ার করি জেন আপনার কথা গুলো মনোযোগ দিয়া শুনে ধন্যবাদ জাহাংগির আলম
আপনি নিজে নিজেই অনেক বড়ো হবেন। আপনার আজকের কথা গুলো 22 বছর আগেই ছেলের মা ও অন্যান্যদের বোঝাতে চেষ্টা করেছিলাম। সত্যিই ভালো মা বা বাবা হতে পারা টা বড্ড কঠিন। তার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। আপনার কথা গুলো শুনতে চাই আরও অনেক অনেক ভাবে। আজ জানলাম আপনি শিক্ষিকা। ভালো লাগলো। অনেক অনেক বড়ো হউন। আজ কেনো জানিনা আপনার চ্যানেল টা ক্লিক করলাম। মানসিক চাপ কমাতে। সন্তানের কাছে আজ বড়ো একা লাগে নিজেকে। স্ত্রী শিক্ষিত হয়েও ...... সন্তান রুড় হলেও সে তো সন্তান.... আমি পিতা।
আপনার অনেক গুলো পর্বই আমি দেখেছি তখনই আমার মনে হয়ে ছিল আপনি পাক্কা একজন শিক্ষিকা বা ঐ জগতের সঙ্গে যুক্ত। আজকে সেই ধারণা টি দৃঢ় হল।আর আজকের পর্বটা ভীষণই ভাল লেগেছে আর আমি স্থির করেছি এই পর্বটা আমি আমাদের স্কুলের বাচ্চাদের অভিভাবকদের দেখাব।অনেক ধন্যবাদ।
Feeling management bole technically bodhoy kichu hoyna. Choto der jonyo taking care of mental/emotional health eta education system e ele, chatro chatri ra asha kori onekta empowered hobe. Nijera nijeder mon er dik ta bujhte parle, taar theke boro sadhinota r kichu hoy kina janina. Protiti CBSC ICSC school e psychological counsellor thaken. Tarai jodi time to time parental workshop organise koren, tahole ma baba ra bhorsha paaben, hoyton notun kore bhabar poth o.
খুব গুরুত্বপূর্ণ আজকের বিষয়।আমিও বলবার চেষ্টা করি এসব। কিন্তু সেভাবে কাজ হয় না। ছোটদের কাছ থেকে এসব জানতে অনেকের ইগোতে লাগে, তাতে আবার হিতে বিপরীত হয়
কানাডা থেকে বলছি- ‘হঠাৎ যদি উঠল কথা’ এর সবগুল Episode এর Script, বাচন ভঙ্গি সাধারণ, amazing, Superb, আপনারা যারা এর সাথে জরিত আছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ।
আমি বাংলাদেশী হলেও আপনার প্রতিটা পর্ব খুব মনযোগ সহকারে দেখি এবং আপনার প্রতিটা পর্বের Contest of Topics আমার অত্যন্ত ভালোলাগে। বলতে পারেন আমি আমার অত্যন্ত গভির একজন ফ্যান। আপনাকে ধন্যবাদ, আপনি সমাজের যে বিতর্কিত বিষয়গুলি নিয়ে আসেন আমাদের সামনে এবং তার উপর আপনার বেশির ভাগ ক্ষেত্রেই চমৎকার মতামত কে। আপনি হয়তো খুব ছোট পরিসরে চেষ্টা করছেন আমাদের এই ঘুনে ধরা হাজার বছরের সমাজটাকে পরিবর্তন করতে এবং আমি কামনা করি সবসময় যেন আপনার এই প্রচেষ্টা সফল হয়। আর একটা কথা মনে রাখবেন, থামবেন না, আমাদের সাবকন্টিনেন্ট সমজের প্রেক্ষাপটে আপনি অসামান্য সাহসী এবং সচেতন একজন মানুষ। একজন মহিলা হয়ে আপনি যে দায়িত্ব পালন করছেন, পুরুষ হয়ে আমরা কয়জন সেটা করার সাহস করছি বলেন? আমি অনেক সাহসি হলেও, আমি যে আপনার মত সাহসি হতে পারি নাই, সেই সত্য স্বীকার করতে আমার লজ্জা নেই। আবারো বলছি, থামবেন না, এগিয়ে যান।
প্রথমে বলে রাখি I love u so much naturally,তোমার ভালো সুযোগ, যে মনের কথা পারিপার্শিক অবস্থার পরিবর্তন ভিত্তি নিয়ে,হাজার হাজার লোকের সামনে তুলে ধরতে পারছো,আমি ছোট বেলা থেকে ছাত্র পড়িয়ে নিজের পড়ার ও পেটের খরোজ চালিয়েছি,আজ যা বললে তাতে আমার মন টা কত শান্তি পেল তা........আমি তো ছাত্র দের বাবা মা কে আগে পড়াতাম,যে আপনারা না সুধরালে বাচ্ছা দের পড়ার পরিবেশ কিভাবে তৈরি হবে?
পুঁথি গত শিক্ষা য় সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু সুস্থ সামাজিক শিক্ষা য় কোনো সার্টিফিকেট পাওয়া যায় না, অথছ সেটা ছাড়া শিক্ষা সম্পুর্ন হয় না!ঐ পুঁথি গত শিক্ষা র জোরে চাকরি পাওয়া যায়!তাই বাবা মা চায় তার ছেলে মেয়ে যেন চাকরী পাওয়ার যনতর তৈরি হোক!
দিদি আমিও একই পরিস্থিতি দিয়ে যাচ্ছি, এবং চলে এসেছি..। অভ্যেস হয়ে গেছে এই 19 বছরে আমার। এটাই আমার জীবন। এরকম ভাবেই বেঁচে আছি। তাদের শোনালাম এটা.. শুনলো বুঝলো, appreciateও করলো কিন্তু ভুলেও গেলো। জানি না.. কি হওয়ার আর কি হবে তবে তোমায় পাশে পাওয়ার মত feel করলাম। বলে দিলাম তাই। হ্যাঁ এটাই জীবন, এভাবেই বেঁচে আছি রোজ, হ্যাঁ বেঁচে আছি😁
বেশ ভাল আলোচনা। কিন্তু এমন মুক্ত মনের বাবা মা খুব কম আছে যারা এই আলোচনাটুকু কে খোলা মনে নেবে বা নিলেও বাস্তব জীবনে প্রয়োগ করবে। শুধু ছোটবেলায় নয় ভারতীয় বা বাঙালি বাবা মায়েরা প্রায় সারা জীবন কোন না কোন ভাবে সন্তানের জীবন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যায়। চন্দ্রিল এর "ম বা মা" প্রবন্ধটি মনে পরে গেল।
Amar naam Aniruddha. Ami by profession akjon engineer r ami thaki India bayre. But ami international and Indian Politics, Society and Economy niye khub e interested and follow kori regularly, specially bengal. R ami kolkata te anik choto choto group jara society er consciousness, environment sustainability etc. bapare kichu korar chesta korche tader sathe ami directly and indirectly involved achi r support kori every way possible. Ami idaning kichudin dhore apnar video gulo dekchi and shotti khub e bhalo lagte shuru koreche. Apnader video content, analysis of the real issue, and above all apnar bakhya korar dhoron ta amar shotti khub bhalo lage and khub unique. And apni r apnar dol je udyog niyechen r chesta kore jachen eta khub e proshongshonio. Aj amar ai comment korar mul karon holo, ami apnader ai udyog er sathe nijeke involve korar r jototha joto support korar khub iche ache. R near future e amar kichu ideas ache je gulo ke kolkata te venture korar iche ache jeta rajnitik poriborton hole hoyto r bhalo kore bhabbo. R o anik bishoy kotha bola r chorcha korar iche o apnar sathe ache. Toh apnar sathe jodi prathomik porichoy kora jeto tahole khub e bhalo hoy... Ami akhn kolkata te nei toh social media madhyom e porichoy kora jete pare. Anik dhanyabad apnake je shomoy niye ai comment ta porar jonno r jodi apni icchuk thaken tahole egono jete pare. Thank you...!!
বয়ঃসন্ধি এর সাথে PARENTING এর ঐ পার্ট খুব ভালো লাগলো। পরবর্তীতে, বয়ঃসন্ধি নিয়েই শুধু একটা ভিডিও হোক, যেখানে এই সময়ের বিভিন্ন কথা, পরিবর্তন, ভাবনা চিন্তা ইত্যাদি ইত্যাদি থাকবে। আপনারা খুব ভালো পারবেন আশা করি।
খুবই ভালো লাগলো। এরকম একটি বিষয় নিয়ে বেশ কিছু কথাবার্তা বলার জন্য অশেষ কৃতজ্ঞ। দিদি তুমি একদম ঠিক জায়গায় কুঠার-ঘাতটা হেনেছ। জানিনা কত মানুষজনের কথা গুলো শোনার পর চক্রব্যুহ থেকে বেরতে পারবে, তবুও আশা রাখছি ।
Poulomi porbo ti asadharon chilo.. Khub guruttwopurno ekti porbo.. Besh koekdin dhore rajniti bisoyok porbo dekhte dekhte kothao mone hochhilo poulomi somaj Chetana nie ekti porbo uposthapon koruk.. N as usual u came back with a bang with one of the most important topics.. Please erokom vabei egie jan.. Amra apnader sathe achi..
বাবা, মা হওয়া যতটা সহজ বা কঠিন তার থেকে অনেক অনেক গুন কঠিন হলো সন্তানকে সঠিক ভাবে বেড়ে উঠতে সাহায্য করা । সন্তান বাবা অথবা মা ছাড়াও বেড়ে ওঠে তাই বাবা, মা হিসেবে কি কর্তব্য সেটাই ভাবা দরকার । অভিভাবক এমন একটি শব্দ যেটা কিনা আমাদের বলে দেয় আমাদের কি কি কর্তব্য । এইটে ঠিক যে আমাদের জীবনের অভিজ্ঞতা যেমন আমাদের সন্তানদের ওপর আমরা চাপিয়ে দিয়ে থাকি এই ভেবে যে এমনি হওয়া উচিত সেটা কিন্তু ঠিক নয় । সন্তানদের জীবন হলো ভবিষ্যৎ জীবন যার সম্বন্ধে আমাদের খুব একটা ধারনা থাকে না । তাদের struggle কিন্তু তাদের নিজেদের । আমরা শুধু তাদের তৈরি করে দেবার জন্য একটি অভিভাবক মাত্র ।
একদম সঠিক কথা পৌলমী দি। আমার বা আমার বন্ধুদের যে ছেলেমেয়েরা পড়তে আসে তাদের ওপর এত চাপ দেখে সত্যি খুব কষ্ট হয়। আর এই যে সবার সব কিছু করা, নাচ, গান, ক্যারাটে, সাঁতার সব কিছু শিখতে হবে এটাও খুব ভয়ংকর। একটা ক্লাস ফোর এর বাচ্চার কাছে এক মুহুর্ত সময় নেই। এর থেকে বেশি দুঃখের আর কি হতে পারে?
আচ্ছা দিদি, ভালো কাজের জন্য যেমন ধরুন পরীক্ষায় ভালো ফলের জন্য কিছু উপহার দেওয়া কি ঘুষ দেওয়া না পুরস্কার দেওয়া? পুরস্কার তো মানুষকে ভালো কিছু করতে উৎসাহ দেয়। ঘুষ তো সম্পূর্ণ আলাদা জিনিস । আপনার বর্ননায় কোনো দিন জিজ্ঞাসা আসেনি আজ এলো তাই করলাম। তবে খুব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আলোচনা করলেন। ধন্যবাদ ।
ami besh koekdin conference er shutre Leh te ar IIT Guwahati te thakar r khubi byasto thakar dorun porbogulo dekha hoye otheni, aj abar shuru korlam didi...notun kore kichhu bolar nei, ami protita porbei apnar ar apnader puro team tar preme pore jai, bishoybostu choyon ar osadharon uposthaponar jonyo...bolai bahulyo ajker porbota amar khubi valo laglo, dupokkher majhe understanding ta sotyi khub khub important, ar seta sob khetrei, kono manush kono bishoyer moddhe tokhoni dhukte pari jodi understanding thake, ekta clear understanding...ei porbotar jonyo onek dhonyobaad apnake ar apnar puro team k aro ekbar...Pune probasi Bangalir theke.
খুব ভালো আলোচনা করেছো। এটা সত্যিই সমস্ত পিতা-মাতার মনে রাখা উচিত যে তাঁদের সন্তানের ও তাঁদের থেকে ন্যায্য সন্মান প্রাপ্য। সম্মান পেলে তবেই সে অন্যকেও সন্মান করতে শিখবে।
পিতা/মাতার কোনো Addction থাকলে তা ত্যাগ করতে যদি না পারেন, অনুগ্রহ করে সন্তান এর সামনে করবেন না।
আর সন্তান কে টাকা দিন এবং সেই টাকা সে কিভাবে খরচ করছে, তার কি পরিকল্পনা আছে, সেটাও জেনেনিন।
ভালো থাকবেন সকলে!😊💐
খুব সুন্দর সহজ সাবলীল আলোচনা হয়েছে। আমার বাবা বেঁচে থাকলে তাকে শোনাতাম এটা। আমার বাবাও আমার career নিয়ে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন আর এতে আমার ভবিষ্যৎ টা নষ্ট হয়ে গেল। আমি খুব ছোট থেকেই গান গাইতাম, গানকে ভালোবাসি আমি। কিন্তু বাবা কিছু ভুল লোকের পাল্লায় পড়ে আমার গান শেখাটা শেষ করে দিল। বাবা ভাবত যে শুধু পড়াশোনা দিয়েই career হয়,অন্য কিছু ভাবে হয় না। আর তাছাড়া বাবা ঘরের থেকে বাইরের লোকের কথা বেশি গুরুত্ব দিত। তাই গান শেখাটা আমার class 9 এ ওঠার পরেই বন্ধ হয়ে গেল। আর কিছু ই করতে পারলাম না জীবনে। এই দুঃখ আমার সারাজীবন থাকবে। আজ যদি বাইরের লোকের কথা না শুনে বাবা একটু আমার কথা শুনত তাহলে আজ আমিও একজন professional singer হতে পারতাম । আপনার আলোচনা টা খুব সুন্দর । ধন্যবাদ .....।
আপনি যে পরামর্শ দিয়েছেন, তার সম্পূর্ণ সঠিক।অশেষ ধন্যবাদ দিদি ভাই ।
👌 অত্যন্ত সত্য কথা বললেন ,কিন্তু বর্তমান মা বাবার চিন্তা ভাবনা বিচিত্র......
একটি বাচ্চা যদি পুকুরে স্নান করে তাহলে বাবা মা রা শিক্ষা দেন, যে জ্বর এসে যাবে, তাড়াতাড়ি উঠে বাড়ি আয়। কিন্তু আপনার ভিডিও দেখার পর আমার এটা মনে হয়েছে যে, বাচ্চারা দীর্ঘক্ষণ স্নান করুক, তারপর যদি জ্বর আসে তাহলে বাবা মা রা যেন বলেন জ্বর আসার কারণ হলো পুকুরের দীর্ঘক্ষণ স্নান করা। আমার মনে হয় বাচ্চাদের আগে সমস্যাটা খুঁজতে হবে তারপর যেন সমাধান বার করেন বাবা এবং মা রা। দিদি এরকম একটি বাস্তব সম্মত পর্ব করার জন্য অশেষ ধন্যবাদ।
সবাই মা-বাবা অধিকার এর কথা বলে, কিন্তু আজ আপনি আমাদের কথা বললেন তার জন্য ধন্যবাদ দিদি।
Being a student of class 11 what ever u have said have touched my heart really hat's off to u
i am a middle aged mother, but I bow down to you . Every word of your is true. We parents should learn how to be a good parent.
আজকের পর্ব কতটা ভালো লেগেছে সে কথা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়, অসাধারন একটি পর্ব। অনেক শুভেচ্ছা ও অজস্র ধন্যবাদ আপনাকে।
তোমার কথার মধ্যে অনেক সুন্দর সুন্দর বোঝার ও জানার কিছু আছে।
খুবই প্রাসঙ্গিক বক্তব্য। ভালো রেজাল্টের জন্য বাচ্চাদের চাপ নাদিলেও পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ওরা চাপে পরে যায়। আমার অভিজ্ঞতা সেই রকম। কম্পিটিশনে হেরে গেলে সেটা সহজ ভাবে নিতে বলেছি। জীবন টা অনেক দীর্ঘ। তাই আরও অনেক সুযোগ আসবে। আমি ছেয়েছিলাম মেয়ে ডাক্তার হোক। কিন্ত ওর জিদ ও হয়েছে সি এ । কি করি মেনে নিয়েছি। আমার মনে হয় বাচ্চা দের কঠোর ভাবে শাসন করতে নেই। ফ্রি ফ্রেনক হতে হয়। বাচ্চা সমস্যাটা কোথায় টা খোঁজতে হয়।
খুবই সুন্দর 🥰। প্রত্যেক বাবা মাকে তাদের নিজের সন্তানদেরকে একটু সময় দেওয়া উচিত। তাহলে বাবা মা এবং সন্তানদের মধ্যে একটা মানসিক ব্যবধানের অবসান ঘটবে।
ভিষন মূল্যবান কথাগুলি। প্রত্যেক বাবা মাকে দেখা উচিত।
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরব ছিল বর্তমান সমাজের পিতা মাতা দের জন্য। হঠাৎ যদি উঠল কথা কে অসঙ্খ ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও র জন্য।
পর্ব টা খুবই ভালো লেগেছে। আমার মনে হয় বাবা মা হওয়ার আগে প্রত্যেক বাবা মার একটা কাউন্সেলিং এর দরকার। এবং এটা বাধ্যতামূলক হওয়া উচিত। আমি শিক্ষক হিসেবে এটা বহু সময় দেখেছি কখনো দেখেছি বাবা মা রা অত্যন্ত উদাসীন আবার কখনো দেখেছি অতীব কড়া। দুই ক্ষেত্রে কোন হিতকর ব্যাপার ঘটে না। বরং উল্টোটাই ঘটে। বারবার তাদেরকে বুঝিয়ে ও কোন উপায় হয় না। আশা করি আপনাদের এই পর্বটি সাফল্য লাভ করবে বলেই আশা রাখি।
Parenting আর 'go as you like' এই দুটি শব্দকে এক নিশ্বাসে বলে ফেলার ধন্যবাদ !
খুব ভালো বলেছো।আমার এখানে কিছু বলার আছে। বাবা ও মা হওয়ার আগে যখন বিবাহ করে অনেক কে ই দেখা যায় এটা ভাবে না যে বিয়ে আগের ও পরবর্তী জীবনের মধ্যে অনেক তফাত থাকে।সেটি অবশ্য পরিস্থিতি ও ব্যক্তি বিশেষ এ নানা রকম অবস্থা র সৃষ্টি হয় । অনেক আছেন যারা তাদের বিবাহ পূর্ব কনো খারাপ অভ্যাস বা স্বভাব এর কোনও রকম পরিবর্তন করতে চান না, যা হয় তো ভবিষ্যৎ বাবা অথবা মা এর ও সন্তানটির জন্য অতি খারাপ. প্রভাব বিস্তার কারী।যা তারা জেনেও যেন বোঝেন না। তারা মা/ বাবা হওয়ার আগে যদি তাদের নিজেদের নিয়ে ভাবেন তাহলে অনেক ভবিষ্যৎ শিশুরা সুস্থ সুন্দর জীবন পাবে ।ফুল ফোটার আগে তারা যেন নিজেদের নিজেরাই গাছ থেকে আলাদা করে পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে না যায় । আর আজকাল সবাই সবকিছু এত জানে ও এত বোঝে যে কেউ কারোর কথা শুনতে ও চান না আর বুঝতেও চান না। যার থেকে সমস্যা বারে বৈ কমে না।
কথাগুলি নিজেও অনুভব করেছি৷ এবং আমার মতো করে বেশ কিছু বাবা-মাকে বুঝিয়ে চলেছি৷ কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, নিজেদের সামর্থ এবং সক্ষমতার অহঙ্কারকে ভুলে তাঁদের সন্তানকে একজন ব্যক্তির মর্যাদা দেওয়ার ইচ্ছাটা জন্মালেও তা নিতান্তই সাময়িক৷ অধিকাংশ সময়েই দেখেছি, তাঁদের প্রখর অধিকারবোধই সন্তানের সঙ্গে তাঁদের দুরত্ব তৈরি করছে৷ "আমার সন্তানকে আমার কথা শুনতেই হবে৷" - এমন মনোভারে সাংসারিক পরিবেশই অসুস্থ হয়৷ এবং তার প্রভাব সরাসরি পড়ে তাঁদের সন্তানদেরই উপর৷
সব বাবা-মা যে তাঁদের সন্তানদের মঙ্গলচিন্তা করেন, তা ঠিক৷ তবে এই চিন্তাটা তাঁরা তাঁদের মতো করেই করেন৷ সেই চিন্তা এবং আকাঙ্খার যে ছবিটা তাঁরা সন্তানদের সামনে তুলে ধরেন বটে৷ তবে সন্তানেরা সেই ছবির মধ্যে নিজেদের খুঁজে পায় না৷
এখন এই সমস্যাটি আর শুধুমাত্র পারিবারিক সমস্যা নেই৷ এটি রীতিমতো একটি সামাজিক সমস্যা হয়ে ঊঠেছে৷ তাই, সন্তানের জন্মের সময় আসন্ন হলে শুধুমাত্র মায়েদের শরীরগত পরিবর্তনের জন্য ব্যবস্থা গ্রহণই যথেষ্ট নয়৷ জন্মদাতা হিসেবে দায়িত্বপালনের পাশাপাশি সন্তানের প্রতি বাবা এবং মায়ের সহমর্মিতা গড়ে ওঠাটাও অত্যন্ত প্রয়োজন৷
পর্ব টা সবটাই ভালো লেগেছে। কিন্তু এটা বলতেই হচ্ছে প্রথম কয়েকটা কথা মানে প্রথম যেভাবে আপনি শুরু করলেন, দারুন ছিল,বেশ মজাদার। একদম বাস্তব।
দিদি আপনার একজন আমি ফান আমি বাংলাদেশি আপনার ইউটিবের সব লেকচার গুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনি তার কারন আপনার কথার যুক্তি আছে আর আমি বেশি বেশি করে শিয়ার করি জেন আপনার কথা গুলো মনোযোগ দিয়া শুনে ধন্যবাদ জাহাংগির আলম
আপনি নিজে নিজেই অনেক বড়ো হবেন। আপনার আজকের কথা গুলো 22 বছর আগেই ছেলের মা ও অন্যান্যদের বোঝাতে চেষ্টা করেছিলাম। সত্যিই ভালো মা বা বাবা হতে পারা টা বড্ড কঠিন। তার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। আপনার কথা গুলো শুনতে চাই আরও অনেক অনেক ভাবে। আজ জানলাম আপনি শিক্ষিকা। ভালো লাগলো। অনেক অনেক বড়ো হউন। আজ কেনো জানিনা আপনার চ্যানেল টা ক্লিক করলাম। মানসিক চাপ কমাতে। সন্তানের কাছে আজ বড়ো একা লাগে নিজেকে। স্ত্রী শিক্ষিত হয়েও ...... সন্তান রুড় হলেও সে তো সন্তান.... আমি পিতা।
আমি নিজেও একজন ক্লাস 12 এর সায়েন্স এর ছাত্রী....পর্ব টা খুব ভালো ..
দারুন লাগলো দিদি।
সত্যি প্রতি টা কথা খুব সত্যি।
আপনার সব পর্ব ই খুব ভালো লাগে,
আপনি খুব ভালো ভাবে বোঝাতে পারেন।
ধন্যবাদ 😊😊💐💐
আপনার অনেক গুলো পর্বই আমি দেখেছি তখনই আমার মনে হয়ে ছিল আপনি পাক্কা একজন শিক্ষিকা বা ঐ জগতের সঙ্গে যুক্ত। আজকে সেই ধারণা টি দৃঢ় হল।আর আজকের পর্বটা ভীষণই ভাল লেগেছে আর আমি স্থির করেছি এই পর্বটা আমি আমাদের স্কুলের বাচ্চাদের অভিভাবকদের দেখাব।অনেক ধন্যবাদ।
ম্যাডাম,
আপনার পর্বগুলো খুবই জনপ্রিয় ও আমার খুবই ভালো লাগে।
ভীষণ প্রয়োজনীয় কথা গুলি। বলার দরকার ছিল, কিন্তু কারোর সাধ্য ছিল না। হুজুক টিম কে ধন্যবাদ।
feeling management subject কে আমাদের education system এর মধ্যে include করা বর্তমান সময়ে একান্ত আবশ্যক।
Feeling management bole technically bodhoy kichu hoyna. Choto der jonyo taking care of mental/emotional health eta education system e ele, chatro chatri ra asha kori onekta empowered hobe. Nijera nijeder mon er dik ta bujhte parle, taar theke boro sadhinota r kichu hoy kina janina. Protiti CBSC ICSC school e psychological counsellor thaken. Tarai jodi time to time parental workshop organise koren, tahole ma baba ra bhorsha paaben, hoyton notun kore bhabar poth o.
খুব গুরুত্বপূর্ণ আজকের বিষয়।আমিও বলবার চেষ্টা করি এসব। কিন্তু সেভাবে কাজ হয় না। ছোটদের কাছ থেকে এসব জানতে অনেকের ইগোতে লাগে, তাতে আবার হিতে বিপরীত হয়
Khub sundor luglo ata protita baba maa k boja uchit
Apni nischoi khub bhalo teacher real life a.Apnar student ra khub lucky j emon teacher pechen.
সত্যি দিদি প্রত্যেকটি কথা খুব গুরুত্বপূর্ণ। এগুলো প্রত্যেক বাবা ও মায়ের জানা দরকার
কানাডা থেকে বলছি- ‘হঠাৎ যদি উঠল কথা’ এর সবগুল Episode এর Script, বাচন ভঙ্গি সাধারণ, amazing, Superb, আপনারা যারা এর সাথে জরিত আছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ।
আমি বাংলাদেশী হলেও আপনার প্রতিটা পর্ব খুব মনযোগ সহকারে দেখি এবং আপনার প্রতিটা পর্বের Contest of Topics আমার অত্যন্ত ভালোলাগে। বলতে পারেন আমি আমার অত্যন্ত গভির একজন ফ্যান। আপনাকে ধন্যবাদ, আপনি সমাজের যে বিতর্কিত বিষয়গুলি নিয়ে আসেন আমাদের সামনে এবং তার উপর আপনার বেশির ভাগ ক্ষেত্রেই চমৎকার মতামত কে। আপনি হয়তো খুব ছোট পরিসরে চেষ্টা করছেন আমাদের এই ঘুনে ধরা হাজার বছরের সমাজটাকে পরিবর্তন করতে এবং আমি কামনা করি সবসময় যেন আপনার এই প্রচেষ্টা সফল হয়। আর একটা কথা মনে রাখবেন, থামবেন না, আমাদের সাবকন্টিনেন্ট সমজের প্রেক্ষাপটে আপনি অসামান্য সাহসী এবং সচেতন একজন মানুষ। একজন মহিলা হয়ে আপনি যে দায়িত্ব পালন করছেন, পুরুষ হয়ে আমরা কয়জন সেটা করার সাহস করছি বলেন? আমি অনেক সাহসি হলেও, আমি যে আপনার মত সাহসি হতে পারি নাই, সেই সত্য স্বীকার করতে আমার লজ্জা নেই। আবারো বলছি, থামবেন না, এগিয়ে যান।
বর্তমানের ব্যস্ততা একটা বিরাট ভূমিকা পালন করছে এই সমস্যায়... ব্যস্ততা তো থাকবে কিন্তু সময় নিজেকেই বের করতে হবে... খুব ভালো হয়েছে ভিডিওট👍👍👍👍
জীবনের চরম মুহূর্তে কথা বলেছেন দিদি ;খুব খুব খুব ভালো লাগলো....
দারুণ ছিল পর্বটা। সময় দেওয়া এটাই সম্পর্কের ভিতকে মজবুত করে।
প্রথমে বলে রাখি I love u so much naturally,তোমার ভালো সুযোগ, যে মনের কথা পারিপার্শিক অবস্থার পরিবর্তন ভিত্তি নিয়ে,হাজার হাজার লোকের সামনে তুলে ধরতে পারছো,আমি ছোট বেলা থেকে ছাত্র পড়িয়ে নিজের পড়ার ও পেটের খরোজ চালিয়েছি,আজ যা বললে তাতে আমার মন টা কত শান্তি পেল তা........আমি তো ছাত্র দের বাবা মা কে আগে পড়াতাম,যে আপনারা না সুধরালে বাচ্ছা দের পড়ার পরিবেশ কিভাবে তৈরি হবে?
আপনাকে ভালোবাসি তাই আপনা কেটে তুমি বললাম,
পুঁথি গত শিক্ষা য় সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু সুস্থ সামাজিক শিক্ষা য় কোনো সার্টিফিকেট পাওয়া যায় না, অথছ সেটা ছাড়া শিক্ষা সম্পুর্ন হয় না!ঐ পুঁথি গত শিক্ষা র জোরে চাকরি পাওয়া যায়!তাই বাবা মা চায় তার ছেলে মেয়ে যেন চাকরী পাওয়ার যনতর তৈরি হোক!
অসাধারণ দিদি। আপনার বলার ভঙ্গিমা দূর্দান্ত, খুব উপকার পেলাম, কিছু ভূল করছিলাম সেগুলো বুঝতে পারলাম।
সত্যি প্রতিটি কথা ঠিক ।এটা প্রত্যেক বাবা মাকে সোনা উচিত
কথা গুলোর সারমর্ম টা এই যুগের বাবা মা দের বোঝা উচিৎ..।
একটা বাচ্চা কে মনস্তাত্ত্বিক ভাবে বুঝে নিয়ে মানুষ করতে হবে..!
আপনার প্রতিটি কথাই যথার্থ..!
দিদি আমিও একই পরিস্থিতি দিয়ে যাচ্ছি, এবং চলে এসেছি..। অভ্যেস হয়ে গেছে এই 19 বছরে আমার। এটাই আমার জীবন। এরকম ভাবেই বেঁচে আছি। তাদের শোনালাম এটা.. শুনলো বুঝলো, appreciateও করলো কিন্তু ভুলেও গেলো।
জানি না.. কি হওয়ার আর কি হবে তবে তোমায় পাশে পাওয়ার মত feel করলাম। বলে দিলাম তাই। হ্যাঁ এটাই জীবন, এভাবেই বেঁচে আছি রোজ, হ্যাঁ বেঁচে আছি😁
বেশ ভাল আলোচনা। কিন্তু এমন মুক্ত মনের বাবা মা খুব কম আছে যারা এই আলোচনাটুকু কে খোলা মনে নেবে বা নিলেও বাস্তব জীবনে প্রয়োগ করবে। শুধু ছোটবেলায় নয় ভারতীয় বা বাঙালি বাবা মায়েরা প্রায় সারা জীবন কোন না কোন ভাবে সন্তানের জীবন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যায়। চন্দ্রিল এর "ম বা মা" প্রবন্ধটি মনে পরে গেল।
Amar naam Aniruddha. Ami by profession akjon engineer r ami thaki India bayre.
But ami international and Indian Politics, Society and Economy niye khub e interested
and follow kori regularly, specially bengal.
R ami kolkata te anik choto choto group jara society er consciousness, environment
sustainability etc. bapare kichu korar chesta korche tader sathe ami directly and indirectly
involved achi r support kori every way possible.
Ami idaning kichudin dhore apnar video gulo dekchi and shotti khub e bhalo lagte shuru koreche.
Apnader video content, analysis of the real issue, and above all apnar bakhya korar dhoron ta amar
shotti khub bhalo lage and khub unique. And apni r apnar dol je udyog niyechen r chesta kore jachen
eta khub e proshongshonio.
Aj amar ai comment korar mul karon holo, ami apnader ai udyog er sathe nijeke involve korar
r jototha joto support korar khub iche ache. R near future e amar kichu ideas ache je gulo
ke kolkata te venture korar iche ache jeta rajnitik poriborton hole hoyto r bhalo kore bhabbo.
R o anik bishoy kotha bola r chorcha korar iche o apnar sathe ache.
Toh apnar sathe jodi prathomik porichoy kora jeto tahole khub e bhalo hoy...
Ami akhn kolkata te nei toh social media madhyom e porichoy kora jete pare.
Anik dhanyabad apnake je shomoy niye ai comment ta porar jonno r jodi apni icchuk thaken
tahole egono jete pare. Thank you...!!
অত্যন্ত ভালো একটি এপিসোড। প্যারেন্টিং এর খুব প্রয়োজন। সন্তানের কাউন্সেলিং এর সঙ্গে বাবা-মার কাউন্সেলিং ও হওয়া উচিত বলে মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ।
বয়ঃসন্ধি এর সাথে PARENTING এর ঐ পার্ট খুব ভালো লাগলো।
পরবর্তীতে, বয়ঃসন্ধি নিয়েই শুধু একটা ভিডিও হোক, যেখানে এই সময়ের বিভিন্ন কথা, পরিবর্তন, ভাবনা চিন্তা ইত্যাদি ইত্যাদি থাকবে। আপনারা খুব ভালো পারবেন আশা করি।
সত্যি এটা হলে খুব ভালো হয়
খুবই ভালো লাগলো। এরকম একটি বিষয় নিয়ে বেশ কিছু কথাবার্তা বলার জন্য অশেষ কৃতজ্ঞ। দিদি তুমি একদম ঠিক জায়গায় কুঠার-ঘাতটা হেনেছ। জানিনা কত মানুষজনের কথা গুলো শোনার পর চক্রব্যুহ থেকে বেরতে পারবে, তবুও আশা রাখছি ।
আপনার বাবা মা সত্যি খুব ভালো..
Very nice
অসাধারন একটি পর্ব
আলোচনাটি মনকে নাড়া দিয়ে গেল।
ধন্যবাদ জানাই আপনাকে আন্তরিক ভাবে।
আজকের পর্ব টা ভীষণ ভালো লাগলো। খুব খুব প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা,যা আরো অনেক বেশি করে আর খোলাখুলি ভাবে করা উচিত, সেটা হল। ধন্যবাদ পৌলমী।
Excellent post
আজকের পর্ব খুব ভালো লাগলো পৌলমী। এই পর্বের খুব প্রয়োজন ছিল এইসময়ে। ধন্যবাদ হুজুক টিম।।
সুন্দর বাংলা কথা বলার জন্য ধন্যবাদ।
Khub bhalo laglo. Asha kori protek baba ma ei kotha gulo mene chole
Very nice.
পৌলমী দিদি তোমার সাথে পরিচয় করার খুব ইচ্ছে থাকলো!খুব সুন্দর বলেছো ♥️
হঠাৎ যদি উঠল কথা এর অন্যতম সেরা ভিডিও।
খুবই দরকারি কাজ
Khub bhalo episode. Sobar dakha uchit.
খুবই গুরত্বপূর্ণ বিষয়। এটা সমস্ত পিতা মাতার কাছে পৌঁছানো উচিত।
Poulomi porbo ti asadharon chilo.. Khub guruttwopurno ekti porbo.. Besh koekdin dhore rajniti bisoyok porbo dekhte dekhte kothao mone hochhilo poulomi somaj Chetana nie ekti porbo uposthapon koruk.. N as usual u came back with a bang with one of the most important topics.. Please erokom vabei egie jan.. Amra apnader sathe achi..
Darun laglo
Khub vlo laglo didi ei video ta dekhe......ei kotha gulo khub e gurutopurno.....protek baba maa r jana ottyonto proyojonio......
বাবা, মা হওয়া যতটা সহজ বা কঠিন তার থেকে অনেক অনেক গুন কঠিন হলো সন্তানকে সঠিক ভাবে বেড়ে উঠতে সাহায্য করা । সন্তান বাবা অথবা মা ছাড়াও বেড়ে ওঠে তাই বাবা, মা হিসেবে কি কর্তব্য সেটাই ভাবা দরকার । অভিভাবক এমন একটি শব্দ যেটা কিনা আমাদের বলে দেয় আমাদের কি কি কর্তব্য । এইটে ঠিক যে আমাদের জীবনের অভিজ্ঞতা যেমন আমাদের সন্তানদের ওপর আমরা চাপিয়ে দিয়ে থাকি এই ভেবে যে এমনি হওয়া উচিত সেটা কিন্তু ঠিক নয় । সন্তানদের জীবন হলো ভবিষ্যৎ জীবন যার সম্বন্ধে আমাদের খুব একটা ধারনা থাকে না । তাদের struggle কিন্তু তাদের নিজেদের । আমরা শুধু তাদের তৈরি করে দেবার জন্য একটি অভিভাবক মাত্র ।
Khubi important ekta topic Sobtai moner kotha bolecho. Thik thak Parenting ta maa baba der jana uchit👍
খুব ভালো আলোচনা
Superb Didi..... ajker porbo ta darun laglo....... osadharon.......
Khub sundor
আজকের পর্বটা খুবই মূল্যবান। ধন্যবাদ আপনাকে এই রকম একটা পর্ব উপহার দেওয়ার জন্য।
ভিষণ ভিষন মুল্যবান কথা।
I strongly believe a TUTION class should be started for parents where both are working specially for their child.
Khub khub valo laglo...
Asadharan
একদম সঠিক কথা পৌলমী দি। আমার বা আমার বন্ধুদের যে ছেলেমেয়েরা পড়তে আসে তাদের ওপর এত চাপ দেখে সত্যি খুব কষ্ট হয়। আর এই যে সবার সব কিছু করা, নাচ, গান, ক্যারাটে, সাঁতার সব কিছু শিখতে হবে এটাও খুব ভয়ংকর। একটা ক্লাস ফোর এর বাচ্চার কাছে এক মুহুর্ত সময় নেই। এর থেকে বেশি দুঃখের আর কি হতে পারে?
Good......khub valo laglo suna
Darun........
Asadharon video the best video
আপনার প্রতিটি পর্ব খুবই ভাল । সবচেয়ে ভালো অনেক কিছু শেখার আছে । দিদি আপনাকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক প্রনাম
অসম্ভব সুন্দর করে বললে দিদি। এসব খুব খুব খুব সঠিক কথা । এই রকমের একটা এপিসোডের ভীষণ দরকার ছিল।❤❤
ধন্যবাদ আপনাদের সবাইকে এরকম একটা পর্ব করার জন্য।
এটাই বলতে চেয়েছিলাম আগের পর্বের কমেন্টে। ধন্যবাদ এরকম কিছু না বলা কথাকে বলার উপযোগী করে তোলার জন্য।
সুন্দর উপস্থাপনা❤❤ as usual...☺ আর বলতে খারাপ লাগছে যে সন্তান এখন মা বাবার success এর একটা part হিসেবে treated হয়...🙁
আচ্ছা দিদি, ভালো কাজের জন্য যেমন ধরুন পরীক্ষায় ভালো ফলের জন্য কিছু উপহার দেওয়া কি ঘুষ দেওয়া না পুরস্কার দেওয়া? পুরস্কার তো মানুষকে ভালো কিছু করতে উৎসাহ দেয়। ঘুষ তো সম্পূর্ণ আলাদা জিনিস । আপনার বর্ননায় কোনো দিন জিজ্ঞাসা আসেনি আজ এলো তাই করলাম। তবে খুব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আলোচনা করলেন। ধন্যবাদ ।
Darun
Sundar alochona
অসম্ভব ভালো ও প্রয়োজনীয়।
Darun speech
Aro erokom speech dile valo hoi.
অসাধারণ 👍👍
Onek valo
এধরনের শিক্ষা সবার প্রয়োজন।
দিদি সত্যি তোমার কথাগুলো খুব ভালো লাগে এবং মাধুর্য আছে।
অসম্ভব ভালো। খুব ভালো। আরও এরকম ভিডিও হওয়া উচিত। অনেক ধন্যবাদ।
Darun laglo Didi
Very nice social guidance.
ভালো লেগেছে
ami besh koekdin conference er shutre Leh te ar IIT Guwahati te thakar r khubi byasto thakar dorun porbogulo dekha hoye otheni, aj abar shuru korlam didi...notun kore kichhu bolar nei, ami protita porbei apnar ar apnader puro team tar preme pore jai, bishoybostu choyon ar osadharon uposthaponar jonyo...bolai bahulyo ajker porbota amar khubi valo laglo, dupokkher majhe understanding ta sotyi khub khub important, ar seta sob khetrei, kono manush kono bishoyer moddhe tokhoni dhukte pari jodi understanding thake, ekta clear understanding...ei porbotar jonyo onek dhonyobaad apnake ar apnar puro team k aro ekbar...Pune probasi Bangalir theke.
খুব সুন্দর ।
খুব ভালো লাগলো ....আপনার চিন্তা এবং বোঝানোর ধারাবাহিকতা দুটোই অসাধারণ .....জীবন মুখী আরো কিছু ভিডিও করার চিন্তা করুন ..আমার মনে হয় কাজে লাগবে
অসাধারণ👌👌👌👌👌👌👌👌👌
Khub valo laglo video ta dekhe ☺️👍👍
একদম ঠিক। একজন শিক্ষক হিসাবে আমিও এই কথাগুলোই মনে করি।