শিক্ষার আলো | Teachers Day | Babar Ali | বরুন বিশ্বাস | Barun Biswas | ভানু বন্দোপাধ্যায়

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
  • শিক্ষক শিক্ষিকাদেরকে ছাড়া আমরা কেউই আজ যা সেই জায়গায় পৌঁছাতে পারতাম না। আমাদের জীবনের বেশিরভাগ সাফল্যের জন্যই তাঁরা দায়ী। আর শুধু স্কুল-কলেজে যারা আমাদের শিক্ষা দেন তাঁরাই আমাদের শিক্ষক নন, জীবনে যেই আমাদেরকে কিছু শেখায়, ছোটোই হোক বা বড়ো, সেই আমাদের শিক্ষক। কখনো আমাদের জীবন, কখনো কোনো সম্পর্ক বা কখনো কোনো ঘটনা জীবনে শিক্ষকের ভূমিকায় এসে দাঁড়ায় আমাদের সামনে। আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস আর সেই উপলক্ষে আজ আমরা বলব বাংলার কিছু শিক্ষকের কথা, যাঁদের কথা আমাদের সকলের জানা উচিৎ এবং মনে রাখা উচিৎ। আমাদের মনে রাখতে হবে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের বাবর আলির কথা , যিনি মাত্র ৯ বছর বয়সে হাতে চক তুলে নিয়ে পণ করেছিলেন শিক্ষার আলো ছড়িয়ে দেবেন সবার মধ্যে। আবার ভুলে গেলে চলবে না বরুন বিশ্বাস কে, যে শিক্ষক শুধু শ্রেণীকক্ষের ভিতর ছাত্রছাত্রীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেই থেমে থাকেননি, নিজেও তা করেছেন নিজের জীবন দিয়ে। শিক্ষক-ছাত্র সম্পর্ক যে কত মধুর হতে পারে, তা আমাদেরকে দেখিয়েছেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু এবং তাঁর এক বিখ্যাত ছাত্র, যিনি খ্যাতির চুড়ায় পৌঁছেও নিজের মাস্টারমশাইকে কোনোদিন ভোলেননি। আজ আমাদের পর্ব এঁদেরকে ঘিরেই।
    ..................
    Teachers are one of the most significant parts of our lives. We would be nothing without them, without everything that they have taught us. A good teacher makes a person. Teachers are not only those, who educate us at the schools or colleges; everyone that teaches us anything, big or small, in life is our teacher. Sometimes our teacher is a relationship; sometimes it’s a situation and sometimes life presents itself as the teacher. 5th September is our National Teacher’s Day and to celebrate that, today we will talk about some of the teachers of Bengal, whom we all should always remember. These are the teachers that inspire many. We have to remember Murshibad's Babar Ali, who became a teacher at the age of 9 with the aim of spreading education among the less fortunate. Also, we have to remember Barun Biswas, a teacher who not only taught his students to raise their voices against injustice; but he himself did so and paid for that with his life. World renowned physicist Satyendranath Bose showed us how beautiful a relationship between a teacher and a student can be. Today we will talk about all of them.
    Please visit our Facebook Page: / hothatjodiuthlokotha
    Music: www.bensound.c...
    Reference text:
    timesofindia.i...
    timesofindia.i...
    archive.indiane...
    www.anandabaza...
    news.bbc.co.uk/...
    www.anandabaza...
    www.firstpost....
    www.hindustant...
    #Bengal #literature #educational #teacherday #babarali #barunbiswas

ความคิดเห็น • 161

  • @saikatdas1178
    @saikatdas1178 6 ปีที่แล้ว +25

    আপনিও একজন যথার্থ শিক্ষক আপনার শেয়ার করা এই ভিডিও গুলির মাধ্যমে। আমরা সত্যিই বিভিন্ন বিষয়ে অনেক কিছু শিক্ষালাভ করছি।

  • @akashmajumder8072
    @akashmajumder8072 4 ปีที่แล้ว +8

    বরুন দা তোমাকে দরকার ।।
    আমাদের এই সমাজে

  • @srabanichakraborty5819
    @srabanichakraborty5819 4 ปีที่แล้ว +5

    খুবই অনুপ্রাণিত হলাম ।আমিও একজন শিক্ষিকা ।বাবর আলীর খবর কাগজে পড়েছি।এদের কাছে নিজেদের বড়ো তুচ্ছ মনে হয় ।আর বরুণের স্মৃতি এখনও মন খারাপ করে দেয় ।বরুণের হত্যাকারী কে আমরা জানি, তিনি আড়ালেই থেকে যাবেন ।

  • @nb35892
    @nb35892 4 ปีที่แล้ว +2

    Babor Ali akjan Shikha guru Oni val thakben tbe Amra shikte parbo

  • @parineetakundu6459
    @parineetakundu6459 6 ปีที่แล้ว +3

    Borun Biswas k samman jananor jonno onek onek dhonyobad....amr pronam nio didi....tomar proti samman berei ja66e ...

  • @untold007
    @untold007 4 ปีที่แล้ว +9

    Barun Biswas real hero,

  • @RikMandal-qg2yt
    @RikMandal-qg2yt 2 หลายเดือนก่อน

    দিদি আজ আরেকটা ৫ই সেপ্টেম্বর,,,, শিক্ষক দিবস,,,,, আপনকে শিক্ষক দিবসে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম,,,, আপনি একজন অসাধারণ শিক্ষিকা,,,,, নিত্যদিন অনেক কিছু শিখেছি এবং শিখছি আপনার কাছ থেকে 🙏🏼

  • @debkoner0013
    @debkoner0013 6 ปีที่แล้ว +18

    দিদি..... আপনাকেও শিক্ষক দিবসের প্রণাম ও শুভেচ্ছা........
    আপনিও একজন অসাধারণ শিক্ষক...... সত্যি বলছি...... অনেক কিছু শিখেছি বা শিখছি আপনার থেকে......

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว +3

      অনেক ধন্যবাদ। আপনাদের নতুন গল্প শোনাতে গিয়ে আমরাও রোজ নতুন কিছু শিখছি। শেখার কোনো শেষ নেই। এভাবেই দেখতে থাকুন, পাশে থাকুন। :)

    • @ashokkumarsarkar4751
      @ashokkumarsarkar4751 4 ปีที่แล้ว

      Un

  • @parineetakundu6459
    @parineetakundu6459 6 ปีที่แล้ว +5

    আমি শিক্ষকদের মন থেকে শ্রদ্ধা করি।আমার সবচেয়ে পছন্দের পেশা শিক্ষকতা। কিন্তু বর্তমানে বহু শিক্ষকদের রুচি ,আচরন দেখে ভাবি সম্মান টার যোগ্যতা কতখানি .....

  • @rajatsubhradas
    @rajatsubhradas 6 ปีที่แล้ว +36

    কবির এর একটা দোহা আছে যার বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়,
    গুরু আর গোবিন্দ সামনে দাড়িয়ে থাকলে আমি কার চরণ স্পর্শ করবো? উত্তর গুরুর ।। কারণ তিনিই তো আমায় গোবিন্দ অর্থাৎ ভগবানের পথ দেখিয়েছেন।।
    সকল শিক্ষক দের আমার প্রণাম 🙏🙏🙏

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว +2

      খুবই ভালো কথা বলেছেন; মনে রাখবো। :)

    • @rajatsubhradas
      @rajatsubhradas 6 ปีที่แล้ว

      ধন্যবাদ।।

    • @souvikkundu7882
      @souvikkundu7882 6 ปีที่แล้ว +1

      Khub sundor comment

    • @rajatsubhradas
      @rajatsubhradas 6 ปีที่แล้ว +1

      কুণ্ডু মশাই ধন্যবাদ।।

    • @souvikkundu7882
      @souvikkundu7882 6 ปีที่แล้ว +1

      "Kundu Mosay"...ei name ta amr school er akjon amr favourite teacher er dewa name...ami ei name ta r jonno khub khusi holam....Thank you

  • @skrony91
    @skrony91 5 ปีที่แล้ว +24

    বাবর আলি আমার ছোটবেলার স্কুলের বন্ধু 😊

  • @meghamalabanerjee7267
    @meghamalabanerjee7267 6 ปีที่แล้ว +4

    আমি এই পর্ব টি অনেক পরে দেখলাম। কিন্তু তাতে এর মূল্য কিছু কমেনি। আমি নিজে যেহেতু শিক্ষা জগতের সাথে জড়িয়ে আছি তাই আমার কাছে এর মূল্য অপরিসীম। ধন্যবাদ।

  • @utopia8405
    @utopia8405 6 ปีที่แล้ว +11

    ভগবান তোমার মঙগল করুন।খুব ভালো হবে তোমার।

  • @prithadey3974
    @prithadey3974 6 ปีที่แล้ว +4

    1999ক্লাস 4রে শেষে দিন খুব মনে পরে-বড়মিস আমার দেখা আদর্শ গুরু বা শিক্ষক আজকের বিষয় টি খুব ভালো মন ছুয়ে গেলো👍☺

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ। আপনার শিক্ষিকেও আমার প্রণাম। :)

  • @muktisengupta6681
    @muktisengupta6681 6 ปีที่แล้ว +4

    অপূর্ব। মহান শিক্ষক দের নিয়ে অজকের উপস্থাপনা র জন্য ,আপনাকে অভিনন্দন। একটা কথা জানাই, আপনার এই চ‍্যানেলটি দেখার আগ্রহ, আমার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ। দেখতে থাকুন; এভাবেই পাশে থাকুন। :)

  • @adwitiya_aparna
    @adwitiya_aparna 3 ปีที่แล้ว

    অনেক কিছু জানলাম দিদি,অসংখ্য ধন্যবাদ

  • @theverbalindian3252
    @theverbalindian3252 6 ปีที่แล้ว +4

    শেষের লাইনদুটো অসম্ভব সুন্দর বললে। আমি মনে রাখব। বরুণ বিশ্বাস আর বাবর আলীর কথা জানলেও শেষ ঘটনাটা জানা ছিল না।... By the way, happy teachers' day (advance)...কারণ আপনার কাছ থেকেও অনেক কিছু শিখতে পারি দিদি।

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ। তোমাদের নতুন গল্প শোনাতে গিয়ে আমরাও রোজ নতুন কিছু শিখছি। শেখার কোনো শেষ নেই। :)

    • @theverbalindian3252
      @theverbalindian3252 6 ปีที่แล้ว

      হ‍্যাঁ।..😍
      আর শেখার চেষ্টা বৃথা নয় তাই।
      (হীরক রাজার বিরুদ্ধে কথা বললাম। তার কানে গেলে কি হবে জানিনা।😱)
      আর, দিদি, তোমার চ‍্যানেল দেখা অভ‍্যেস হয়ে গেছে এখন।...এভাবেই কাজ করে যাও।

  • @learningmanymore8709
    @learningmanymore8709 3 ปีที่แล้ว

    Didi osadharon laglo. osonkho dhnyobad apnake.

  • @ShatadruDey
    @ShatadruDey 6 ปีที่แล้ว +9

    আমি গর্বিত, উনি আমার শিক্ষক।

  • @SubirChakrabortyBSNL
    @SubirChakrabortyBSNL 6 ปีที่แล้ว +2

    মন ছুয়ে যাওয়া অনুভূতির এই প্রতিবেদনটির জন্য ধন্যবাদ জানাই।

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের পর্বগুলি দেখার জন্য।

  • @jitray6382
    @jitray6382 6 ปีที่แล้ว +1

    Apurbo alochona.... Chokhe jol ene dilo amr!!

  • @himalaydebnath
    @himalaydebnath 3 ปีที่แล้ว

    খুব সুন্দর ঘটনাগুলো পৌলমী দি 👍🏻👌🏻👏🏻😊

  • @subhrajitroy1767
    @subhrajitroy1767 4 ปีที่แล้ว

    Onyk din por ekjon valo lagar moto manush dekhlam

  • @HabibSk-ny7to
    @HabibSk-ny7to ปีที่แล้ว

    Babar alir kotha ami 2014 sale prothom sune chilam

  • @souvikkundu7882
    @souvikkundu7882 6 ปีที่แล้ว +2

    TIME ⏰ is only one Teacher who answers all the Questions at perfect time and perfect situation and teach us....how we have to react with same situation in future...

  • @souravkhan7893
    @souravkhan7893 6 ปีที่แล้ว +2

    শিক্ষার থেকে বড় কোনো গুণ হতে পারে না মানুষের জীবনে। আর সেই শিক্ষার সাথে আমাদের পরিচয়ের সেতু হলেন শিক্ষকরা। তাঁরাই তো শিক্ষার আলোর দিশারী। 🙏

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว

      একদম; কোনো দ্বিমত নেই। :)

  • @shamsulislam1350
    @shamsulislam1350 5 ปีที่แล้ว +2

    Thanks Babar Ali

  • @palashkurui939
    @palashkurui939 6 ปีที่แล้ว

    Apnader theke notun notun ek sundor sikkhar upohar pacchi.tar jonno asankhya dhonobad...teacher charao amar kache ekhon to TH-cam
    school ba teacher jar madhyame ami nana bisoy upor sikkha peye thaki..

  • @subhrokoley7599
    @subhrokoley7599 4 ปีที่แล้ว

    আপনাদের প্রত্যেকটি পর্ব খুব মন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি এবং নিজের মধ্যে একটি তেজ ও শক্তি অনুভব বয়স অনেক কম তাই জীবনের সেরা কর্মটাই সম্পন্ন করার চেষ্টা করবো

  • @riyaojha6888
    @riyaojha6888 6 ปีที่แล้ว +2

    Ami sab samay atai protija Kori ja sab Guru ra amak agia nia success ar churata nia alan tadar pasa chirokal thakta chai.

  • @manisantra3541
    @manisantra3541 6 ปีที่แล้ว +3

    apnake agam teachers day er subecha ebong pranam.DIDI

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ। :) অনেক শুভেচ্ছা।

  • @anishsharma4622
    @anishsharma4622 6 ปีที่แล้ว +2

    Tomader sobkota episode eee amar khub valolage.

  • @djjjrock5372
    @djjjrock5372 3 ปีที่แล้ว +3

    Varun biswas r moton manush sb political party te thko thle hoeth desh tar aaj k ei abosta hto na.

  • @amritadutta9064
    @amritadutta9064 6 ปีที่แล้ว

    Eto sundor ekta bisoy samne anar jonno dhonyobaad Didi. Khub valo laglo. Mastarmoshai naamer araler manush guloke dekhte pelam. Pronam tader. R pronam tomakeo.

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা নিও আর এভাবেই আমাদের পাশে থেকো। :)

  • @thebouquetboutique
    @thebouquetboutique 6 ปีที่แล้ว +1

    Happy teacher's day in advance.....tmio amdr ekta shikha prodaner suttro, tmr thekeo amra onek kichu shikhte payi......well done....go ahead.

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว

      প্রথমত অনেক ধন্যবাদ আর দ্বিতীয়ত, তোমাদের নতুন গল্প শোনাতে গিয়ে আমরাও রোজ নতুন কিছু শিখছি। শেখার কোনো শেষ নেই। :)

  • @debashrutichakraborty
    @debashrutichakraborty 4 ปีที่แล้ว

    Apnii asadharon ma'am 🙏

  • @sambitroychowdhury5600
    @sambitroychowdhury5600 6 ปีที่แล้ว +2

    Didi keep up the good work.
    The only Bengali TH-cam channel that I love to watch regularly...
    lots of love from Aus.

  • @willpower9494
    @willpower9494 6 ปีที่แล้ว

    asonkho dhonnobad ai dhoroner vedio bananor jonno

  • @helloabs2134
    @helloabs2134 ปีที่แล้ว +1

    Lovely!

  • @abhijitplastic6181
    @abhijitplastic6181 5 ปีที่แล้ว +1

    দারুন হয়েছে পর্ব টা।।।খুব সুন্দর!!!

  • @sahanajkhatun7870
    @sahanajkhatun7870 5 ปีที่แล้ว +1

    Thanks Didi

  • @chittagongtravel543
    @chittagongtravel543 4 ปีที่แล้ว

    Bah madam u are great
    Your presentation is humble.You touch all sphere of life.I salute u.Tks

  • @parthasarathimandal7709
    @parthasarathimandal7709 6 ปีที่แล้ว +1

    ভালোবাসা , দারুণ একটা এপিসোড দেখলাম ৷

  • @sottersoinik803
    @sottersoinik803 4 ปีที่แล้ว +1

    অসাধারন লাগল দিদি

  • @soumitachatterjee9192
    @soumitachatterjee9192 ปีที่แล้ว

    Most favourite episode

  • @rahuldebchatterjee6936
    @rahuldebchatterjee6936 5 ปีที่แล้ว

    Protita kothai sotti....osadharon laglo

  • @sanskarishrea5388
    @sanskarishrea5388 5 ปีที่แล้ว

    khub bhalo .I Love your voice.ami Amar teacher,s der Teacher s Day te Ami pronam Kori.Thanks.

  • @anirbanchaudhuri845
    @anirbanchaudhuri845 6 ปีที่แล้ว

    Khub sundor. Proti porbei notun kichu jante o sikhte parchi. Abhabei agia cholun. Pase achi.

  • @mohabubalam3370
    @mohabubalam3370 4 ปีที่แล้ว

    Khub valo laglo .....khub valo information pelam♥️

  • @tistakhan
    @tistakhan 6 ปีที่แล้ว +1

    darun hoyeche.. Ashadharon presentation. Khub bhalo laglo.

  • @SushmitaBasu
    @SushmitaBasu 6 ปีที่แล้ว +1

    Ki kore ei episode ta miss korechilam jani na. Etto bhalo laglo ki bolbo! Babar ali ar barun biswas er golpo shune gaye knata dey. Shotyi mone hoche eto porashuno kore ki korlam jibon e? Rojkar doinondin jibon e erokom toka majhe modhye porle besh hoy...hoyto amrao ekdin parbo!

  • @sdsanyal372
    @sdsanyal372 6 ปีที่แล้ว +2

    বাহ, অনেক তথ্য পাওয়া গেল। ধন্যবাদ

  • @AshokDas-fs5eb
    @AshokDas-fs5eb 5 ปีที่แล้ว

    অজানা তথ্যের জন্য ধন্যবাদ।
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sayanroy4778
    @sayanroy4778 5 ปีที่แล้ว +1

    Khub valo laglo.

  • @debeshbhattacharjee3907
    @debeshbhattacharjee3907 6 ปีที่แล้ว

    amar chokhe jol eshe galo....

    • @toyabali7270
      @toyabali7270 5 ปีที่แล้ว

      Babar Ali ,,,,আমার খুব কাছের বন্ধু।

  • @dhirajchakraborty5553
    @dhirajchakraborty5553 2 ปีที่แล้ว

    Education is the manifestation of inner divinity in man.

  • @aabeshbandyopadhyay3494
    @aabeshbandyopadhyay3494 5 ปีที่แล้ว +1

    খুব ভালো

  • @somuadhikary2020
    @somuadhikary2020 4 ปีที่แล้ว

    Sotti didi apni khub valo video banan....👏👏👏👏👏👏👏

  • @sumantachatton8818
    @sumantachatton8818 6 ปีที่แล้ว +16

    এই এপিসোড এর ব্যাকগ্রাউন্ড টা কোন স্কুল বা কলেজ ক্যাম্পাস হলে ভালো হতো

  • @sayanichowdhury1484
    @sayanichowdhury1484 6 ปีที่แล้ว +1

    Ashadharon bolleo kom bola Hobe... Etotai valolegeche.. Poulami di tumi sottie amar chokhe dekha best storyteller

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ তোমায়। :) পাশে থেকো; দেখতে থাকো।

  • @paulomipal
    @paulomipal 6 ปีที่แล้ว +1

    Ki bhalo laglo go video ta dekhe... Ami ekhon student tai 5th sept niye onek planning ache. Tai ajke teacher ra kotota important seta ami khub bujhte pari. Khub bhalo laglo tomader ei porbo ta........

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว +1

      আমাদের সবারই এটা বোঝা উচিৎ। খুব ভালো করে ৫ই সেপ্টেম্বর পালন কোরো। :)

    • @paulomipal
      @paulomipal 6 ปีที่แล้ว +1

      @@Hothatjodiuthlokotha hmmm ekdom. Thank you r ei video ta ami amar sob teacher der send korechilam. Sobar khub bhalo legeche...😁😁

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว

      খুব ভালো লাগলো শুনে।

  • @jagannathdas6397
    @jagannathdas6397 4 ปีที่แล้ว

    দারুণ

  • @tapanghosh5191
    @tapanghosh5191 4 ปีที่แล้ว

    আর এক অন্যতম শিক্ষক phunsukh wangdu যিনি প্রথাগত শিক্ষা থেকে বেরিয়ে এসে নতুন শিক্ষার আলো দেখিয়েছেন।

  • @mintusardar8046
    @mintusardar8046 5 ปีที่แล้ว +1

    nice didi

  • @KakaliBanerjee24
    @KakaliBanerjee24 6 ปีที่แล้ว +3

    খুব ভালো এপিসোড টা।। অনেক informative..

  • @ajoyadhikary5522
    @ajoyadhikary5522 6 ปีที่แล้ว

    Ashadharan didi,khub valo.

  • @iarindamdutta
    @iarindamdutta 6 ปีที่แล้ว +1

    babar alir bari amader Ekhanei thake ami murshidabad basi hoye gorbito..

  • @srikantathakur529
    @srikantathakur529 4 ปีที่แล้ว

    Mugdho holam

  • @IshanMovies1
    @IshanMovies1 4 ปีที่แล้ว +1

    ami bujhi na,, ato valo video teo Kara dislike dey?

  • @cntcwh
    @cntcwh 6 ปีที่แล้ว +1

    Very Nice ..

  • @kochipata775
    @kochipata775 6 ปีที่แล้ว +4

    You're a very good teacher

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว

      আপনাদের নতুন গল্প শোনাতে গিয়ে আমরাও রোজ নতুন কিছু শিখছি। শেখার কোনো শেষ নেই। :) অনেক ধন্যবাদ আমাদের পর্বগুলি দেখার জন্য।

  • @awashpathikmukherjee5595
    @awashpathikmukherjee5595 5 ปีที่แล้ว +1

    হ ঠিক কইছ

  • @priyankasaha4190
    @priyankasaha4190 3 ปีที่แล้ว

    👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️😘😘

  • @indranichatterjee690
    @indranichatterjee690 3 ปีที่แล้ว

    Ami mone rekeci

  • @indrajitchakraborty9879
    @indrajitchakraborty9879 6 ปีที่แล้ว

    Valo valo valo khub e valo..

  • @jahirkhalifa2301
    @jahirkhalifa2301 6 ปีที่แล้ว

    Onek valo laglo....di

  • @Mr_kazi_tanveer_12
    @Mr_kazi_tanveer_12 5 ปีที่แล้ว +1

    kani laal giri scool padma pukur ram krishna vidyalay is my guru

  • @jayeetamitra903
    @jayeetamitra903 6 ปีที่แล้ว +2

    Apurbo!!!!

  • @joydeepdas4653
    @joydeepdas4653 6 ปีที่แล้ว +2

    বেশ ভালো লাগল।

  • @jayantasenapati287
    @jayantasenapati287 5 ปีที่แล้ว

    Khoob valo

  • @bappadatta8781
    @bappadatta8781 5 ปีที่แล้ว

    Khub Valo Laglo

  • @anarulshaikh9946
    @anarulshaikh9946 6 ปีที่แล้ว +2

    অসাধারণ

  • @biplobsen1973
    @biplobsen1973 5 ปีที่แล้ว

    darun bolle kom bola hobe..thanks

  • @Kabyopoth
    @Kabyopoth 5 ปีที่แล้ว

    Khoub valo laglo

  • @surerakashe8713
    @surerakashe8713 3 ปีที่แล้ว

    বরুন বিশ্বাসের দিদি আমার মেয়ের গানের শিক্ষিকা

  • @sudevbarui431
    @sudevbarui431 3 ปีที่แล้ว

    5 ই সেপ্টেম্বর শিক্ষক দিবস মানি না।বিদ্যাসাগরের জন্মদিন ই শিক্ষক দিবস।

  • @subhadeepchel4131
    @subhadeepchel4131 5 ปีที่แล้ว +1

    Madam, Ami oi Mitra Institution (Main) school er chattro cilam .....

  • @debikaswarnakarroy9952
    @debikaswarnakarroy9952 6 ปีที่แล้ว +4

    Another wonderful work.. isn't this line getting repetitive, Poulami!!??
    Can't help..tumi eto sundor sundor topic select koro..r eto sundor korey informations gulo golper modhhae diae amader k bolo..j bar bar e boltey baddho hoy "wonderful work". .. Khb e valo and very informative.. tomakeo khb sundor lagche. All d good wishes

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว +1

      একদম repetitive নয়। তুমি জানো না এটা কত উৎসাহ জোগায়; খুব important।ভালো, খারাপ দুটোই বোলো ; এইভাবেই সবসময় সঙ্গে থেকো। :)

    • @debikaswarnakarroy9952
      @debikaswarnakarroy9952 6 ปีที่แล้ว

      Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা sabsomoy songey achi r thkbo.. Aaro onk valo kaaj koro.. ❤❤

    • @debikaswarnakarroy9952
      @debikaswarnakarroy9952 6 ปีที่แล้ว

      Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা tumio proteik ta golpo er through onk kichu notun sekhao.. Sei jonno Thanx a lot.. Happy Teacher's Day in advance Poulami..

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  6 ปีที่แล้ว +1

      আমরা তো তোমাদের সামনে নতুন গল্পগুলো আনতে গিয়ে নিজেরাই অনেক নতুন কিছু জানছি, শিখছি। :)

    • @debikaswarnakarroy9952
      @debikaswarnakarroy9952 6 ปีที่แล้ว

      Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা eta valo bolecho.. School, college, university te eto gulo yrs pora sona korar poreo koto ojana tottho amader chari digey chhoriae achey.. Thk e boley sekhar kono sesh nei.. D more u dive in the sea of knowledge d more u'll discover new things.. But honestly hats off to ur hard work..

  • @mskolkata3066
    @mskolkata3066 5 ปีที่แล้ว

    Greatest videos

  • @rabotihalder7716
    @rabotihalder7716 5 ปีที่แล้ว

    Thank you

  • @Dragonfly-qu7dn
    @Dragonfly-qu7dn 6 ปีที่แล้ว

    খুব ভালো !

  • @gautammal2435
    @gautammal2435 5 ปีที่แล้ว

    Didi thaks a lot for such a wonderful lecture....i was once mad about Babor's philosophy of education and social activism.and I read voraciously about him in most of the news papers.

  • @avikmallick7674
    @avikmallick7674 6 ปีที่แล้ว

    shes bhag ta darun

  • @subhamoykabiraj7683
    @subhamoykabiraj7683 5 ปีที่แล้ว +2

    ভাই তোরা কারা ,,যারা dislike দিয়েছিস ??

  • @ranabhola
    @ranabhola 5 ปีที่แล้ว +1

    amra koy jon bandhobi ebar deshe giye dekha korechhilam amader school principal er shathe. Madam er chokhe pani chole eshechhilo. tini tar secretary ke bollen, " dekho amar meye ra eshechhe amake dekhte."

  • @santanubiswas2750
    @santanubiswas2750 5 ปีที่แล้ว

    Flimstar samit Bhanja ka niya ekta episode......

  • @storyoflife333
    @storyoflife333 6 ปีที่แล้ว

    Best episode ever....❤️🤘

  • @nilanjandas310
    @nilanjandas310 6 ปีที่แล้ว

    Please make a episode on Radhanath Sigdar.please

  • @subassinchanpatra4045
    @subassinchanpatra4045 5 ปีที่แล้ว

    good good good

  • @mrinalghosh5865
    @mrinalghosh5865 6 ปีที่แล้ว +1

    Great video...doing a great work..