সামাজিক কড়চা । ভারতের অর্থনীতি । দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা । Bad Loans । NPA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 409

  • @subhajitsaha6415
    @subhajitsaha6415 5 ปีที่แล้ว +3

    দিদি তুমি এই পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করলে সেই বিষয়টি এতটা ও সহজ ব্যপার নয় , কিন্তু তুমি যে ভাবে বাস্তবিক উদাহরণ মাধ্যমে বোঝালে তার জন্য বিষয়টি সকলের কাছে বোধগম্য হল। এই অক্লান্ত পরিশ্রমের জন্য তোমাকে এবং তোমার পুরো টিম কে অসংখ্য ধন্যবাদ । ভালো থেকো এরকম আরও পর্ব দেখতে চাই

    • @alokemaity7782
      @alokemaity7782 ปีที่แล้ว

      সত্যি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ।

  • @akashpathik9907
    @akashpathik9907 5 ปีที่แล้ว +24

    100% right সম্পূর্ণ একমত ৷ আপনার বৈশিষ্ট হল যে শুধু সমস্যা নয় সমস্যার সমাধানের স্বকীয় চিন্তা আছে আপনার কথায় ৷ অসংখ্য ধন্যবাদ

  • @swapandebnath7522
    @swapandebnath7522 4 ปีที่แล้ว +1

    Khub valo laglo Didi tomar katha full💖💖💖🎙🎙

  • @priyankatalukdar4875
    @priyankatalukdar4875 5 ปีที่แล้ว +33

    খুব জটিল একটি বিষয় নিয়ে খুব সুন্দর ও সহজ ভাবে বলার জন্য অসংখ্য ধন্যবাদ ।

  • @moni9033
    @moni9033 5 ปีที่แล้ว +42

    সহজ ও সাবলীল বিশ্লেষণ! অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল "হঠাত যদি উঠল কথা" দলের জন্য।

  • @imannalisardar
    @imannalisardar 5 ปีที่แล้ว +6

    এতোদিন জানতাম এইসব ব‍্যপারস‍্যাপার শুধুমাত্র বাংলাদেশের জন্য একান্ত আপন, ভারতের ব‍্যাংক কেন এটাতে ঢুকতে গেলো। আমাদের নিজের বলে আর কিছুই রইলো না।
    অনেক অনেক ধন্যবাদ।

  • @premdasmaji9396
    @premdasmaji9396 4 ปีที่แล้ว +2

    Respected Madam,thank you for your clarification about crisis of Banking organisation through verious example with clear speeching.

  • @poulomimukhopadhaya5590
    @poulomimukhopadhaya5590 5 ปีที่แล้ว +50

    দারুণ বুঝিয়েছো, পৌলমী। এত সহজ ভাবে আগে কেউ কোনওদিন বুঝিয়েছে কিনা সন্দেহ। This video was too good. 👍

  • @titosbirdlovr6441
    @titosbirdlovr6441 5 ปีที่แล้ว +12

    যখন পাঁচশোও সাবস্ক্রাইবার হয়নি তখন আমি ভিডিও দেখতাম আজ আমার আগেই ৪৫হাজার লোক দেখে নিয়েছে😊।অনেক অভিনন্দন।

  • @tirthapadasantra1582
    @tirthapadasantra1582 3 ปีที่แล้ว

    সত্যিই, এই কঠিন ব্যাপার টা এমন সুন্দর সহজ করে বুঝিয়ে দিতে পেরেছেন। অনেক ধন্যবাদ।

  • @indranidewan7773
    @indranidewan7773 5 ปีที่แล้ว

    এত সহজ ও সুন্দর বাচনভঙ্গি l ধন্যবাদ দিদি l

  • @AbdurRashid-wo7xw
    @AbdurRashid-wo7xw 5 ปีที่แล้ว +3

    বিষয়টা সহজ বোধগম্য করে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ।আপনাকে অনুরোধ করছি যে পৃথিবীর আর কোন কোন দেশে মহান রাজনৈতিক নেতা ও মহান ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ কাজ করেছে ?

  • @barshahazara5334
    @barshahazara5334 5 ปีที่แล้ว +30

    সহজ বলতে সহজ.....
    এত সহজ করে আমায় যদি ক্লাস 12 এ অর্থনীতি টা বোঝাতো,,, তাহলে পরীক্ষায় অনেক ভালো নম্বর পেতাম।
    সত্যি পৌলমিদি খুব সহজেই এমন কঠিন একটা জিনিস বুঝিয়ে দিলে তুমি❤️❤️

    • @sebinakhatun1007
      @sebinakhatun1007 2 ปีที่แล้ว

      Khub bhalo bollen

    • @bitansana4721
      @bitansana4721 2 ปีที่แล้ว

      আসলে এটাই হয়। ওই বয়সে বোঝানো হলেও মাথায় ঢুকতো না🤣

  • @mehabubjehadi2635
    @mehabubjehadi2635 5 ปีที่แล้ว

    খুব সমৃদ্ধ হলাম। এত জটিল বিষয় এত সহজ করে বোঝাবার জন্য অশেষ ধন্যবাদ।আপনাদের সমৃদ্ধি কামনা কামনা করি

  • @tuhinmajumder7384
    @tuhinmajumder7384 5 ปีที่แล้ว +1

    আপনি যেভাবে কঠিন ব্যাপারটা সহজ করে বোঝালেন সেটা খুব ই ভালো লাগলো। তবে আমি জাস্ট একটা ব্যাপার একটু বলতে চাই সেটা হলো ব্যাংক এক প্রকার বাধ্য হয়েই মিনিমাম ব্যালান্স চার্জ নিতে শুরু করেছে। সর্বোপরি ব্যাংক একটা ব্যাবসায়িক প্রতিষ্ঠান। আগে সরকারি ব্যাংকগুলো একপ্রকার একছত্র ব্যাবসা করে এসেছে পাশাপাশি সরকারি প্রকল্পে ও কাজ করে গেছে। কিন্তু এখন বাজারে প্রতিযোগিতা এসে যাওয়ায় ক্লাস ব্যাংকিং আর মাস্ ব্যাংকিং আলাদা করা প্রয়োজন। কোনো প্রাইভেট ব্যাংক কেই গরীব মানুষের একাউন্ট খুলতে বা maintain করতে হয় না বা তাদেরকে ঋন ও দিতে হয় না। কিনতু সরকারী ব‍্যাঙকগুলোকে সেটা কোরতেই হয়। আর এখন পরিস্থিতি এমন হোয়েছে যে ব‍্যাঙক চালাতে যদি ১০ টাকা লাগে তবে সরকার ৫ টাকা দিয়ে বোলছে বাকিটা তুমি জোগাড় করো। বিভিন্ন চার্জ নিয়েই সেটা জোগাড় কোরতে হোচ্ছে।

  • @goutamdas565
    @goutamdas565 5 ปีที่แล้ว

    অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খুবই প্রাঞ্জল ভাবে ব্যাখ্যা করা হয়েছে।

  • @kaushikdas438
    @kaushikdas438 5 ปีที่แล้ว +1

    এতো সুন্দর করে সহজ করে বোঝালে যে দারুন লাগলো,,,, বিষয়টি কতো জটিল অথচ কতো সহজেই বোঝা যায়।।।।

  • @santughosh9923
    @santughosh9923 5 ปีที่แล้ว +1

    আপনার কথা গুলো কে ভালো বেসে ফেল্লাম।জয় মা জয়।

  • @jayitabosu9422
    @jayitabosu9422 5 ปีที่แล้ว +2

    খুব সফল আলোচনা। সহজ সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ।

  • @bhaswatibose8882
    @bhaswatibose8882 5 ปีที่แล้ว

    Banking sector e কর্মরাত ছিলাম। এতো সুন্দর করে বুঝিয়েছো পৌলমী- কিছু বলার নেই। অনেক ভালবাসা এগিয়ে চলার জন্য। Merging নিয়ে কিছু বলো-young generation দের জন্য খুব চিন্তা হয়। অনেক বছর লড়াই করে ওদের nationalised bank eঢোকানো হয়েছে।আজ কি অবস্থা- তাই তোমার কাছ থেকে শুনতে চাই।বক্তৃতা তো দিয়েছি অনেক- কাজও করেছি- তবু তোমার এই সহজ কথা জনমানসে ছড়িয়ে দিতে চাই।সাথে আছি- পাশে আছি।

  • @kanaimandal5537
    @kanaimandal5537 4 ปีที่แล้ว

    ম্যাডাম, আপনার চ্যানেলটার নাম আগে জানতাম না। তাই খুববেশি দেখারও সুযোগ পাইনে। সবেমাত্র এই কয়েকটা অনুষ্ঠান দেখলাম। এত সুন্দর, যুক্তিনির্ভর,তথ্যসমৃদ্ধ আলোচনা অসাধারণভাবে ভালো লাগছে। তারপর সুন্দর বাচনভঙ্গী, শব্দচয়ন এবং সময়োপযোগী বিষয়ভিত্তক উপস্থাপনা সত্যিই অতুলনীয়! এবার থেকে নিয়মিত আপনার অনুষ্ঠান শোনার জন্য প্রতীক্ষায় থাকব।

  • @rajdeeb
    @rajdeeb 5 ปีที่แล้ว

    সব কথা গুলোর মধ্যে logic আছে দিদি.... অসংখ্য ধন্যবাদ দিদি নমস্কার

  • @uttamkrdutta8568
    @uttamkrdutta8568 4 ปีที่แล้ว

    ভালো বলেছেন উদাহরণটিও সুন্দর হয়েছে । keep it up....

  • @debensaren240
    @debensaren240 5 ปีที่แล้ว +1

    সত্যিই ভাবতে অবাক লাগে,গরীবদের ই মরন,কারন এদের তো কোন মন্ত্রীর হাত নেই তাই তাদের ঘর বাড়ি ঘটি বাটি যা থাকে নিয়ে নাও কিন্তু রাঘব বোয়ালদের যে মন্ত্রী আছে! দেশ উচ্ছন্নের মূলে মন্ত্রীরাই। ধন্যবাদ খুব ভালো লাগলো। হঠাৎ যদি উঠল কথা..... ধন্যবাদ।

  • @shambhusaha1624
    @shambhusaha1624 2 ปีที่แล้ว

    একদম ঠিক কথা বলেছেন ধন্যবাদ

  • @মানুষ-হ৯ঢ
    @মানুষ-হ৯ঢ 5 ปีที่แล้ว

    সহজ ভাবে বলার জন্য অসংখ্য ধন্যবাদ bhalo bhujhiyechen, Bhalo laglo........Bhalo Thakben ...

  • @sagarsamanta3190
    @sagarsamanta3190 5 ปีที่แล้ว +4

    খুব ভালো বিশ্লেষণ। তবে একজন ব‍্যাঙ্ক কর্মচারী হিসাবে কিছু জিনিস যোগ করতে চাই।
    ১. সরকারী ব‍্যাঙ্কের recovery system আরও কড়া করতে হবে।
    ২. Willful defaulter শুধুমাত্র corporate sector না, কত বড় বড় চাষী, education loan,mudra loan, self help group এর loan default হচ্ছে , শুধুমাত্র effective recovery system না থাকার জন্য।
    ৩. সমস্ত সরকারি non productive কাজ যেমন LPG subsidy, MGNREGA Payment, জনধন যোজনা সহ বহু সরকারি যোজনা ব‍্যাঙ্কের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।
    ৪. পরিকাঠামোর প্রচণ্ড অভাব। Financial Inclusion এর নামে গ্রামে গ্রামে ব‍্যাঙ্ক খোলা হয়েছে, কিন্তু সেখানে না আছে যথেষ্ট কর্মী, না আছে সঠিক পরিকাঠামো।

  • @samarendranathgiri4717
    @samarendranathgiri4717 3 ปีที่แล้ว

    Being a student and a teacher of Economics I admire you for this discussion .

  • @mamataduley8132
    @mamataduley8132 5 ปีที่แล้ว

    এতো জটিল একটা বিষয়কে জলের মতো করে বোঝানোর ক্ষমতা যাঁর আছে তিনি আমাদের প্রিয় পৌলমী দি। 🙏

  • @sujitchoudhury8815
    @sujitchoudhury8815 5 ปีที่แล้ว

    খুব সুন্দর সহজ সরল বিশ্লেষণ, বুঝতে কোন অসুবিধা হয়না।

  • @swapnachaudhury9569
    @swapnachaudhury9569 3 ปีที่แล้ว

    Darun.bhabe.bujhiyecchen.asadharon.kotha.bolecchen.sompurnomyukti.diye.bhalo.thakun.nomoskar

  • @cap10ish
    @cap10ish 5 ปีที่แล้ว

    Khub sohoj vabei ekta complicated bapar ta bujhiyechen. Very good

  • @debeshbhattacharjee3907
    @debeshbhattacharjee3907 5 ปีที่แล้ว +1

    Apnader doler script writer khub sundor lekhe...khub sundor, khub valo laglo...ro ekta kotha boli, apni ekjon valo shikkhika...Onek dhonyobad roilo, puro team tar jonyo...

  • @arpitasen1012
    @arpitasen1012 4 ปีที่แล้ว

    Sundar upasthapona..............

  • @tirthapadasantra1582
    @tirthapadasantra1582 4 ปีที่แล้ว

    খুব ভালো এবং সুন্দর করে আপনার বোঝানোর ধরন। বাঃ।

  • @ShovanBala
    @ShovanBala 5 ปีที่แล้ว +1

    Being a Banker, I must say Good job... You have discussed all objectives...

  • @activebalak3116
    @activebalak3116 4 ปีที่แล้ว

    Khub sundor vabe bujhlam .. thank you poulami di... ato Clare kre bojhanor jonno ...

  • @mrsadhu5445
    @mrsadhu5445 5 ปีที่แล้ว +1

    একদম ঠিক বলেছেন

  • @sudakshinaray370
    @sudakshinaray370 5 ปีที่แล้ว

    Khub sundar laglo banking system er audio. Antorik dhannobad janai

  • @soumyadeepdas1
    @soumyadeepdas1 5 ปีที่แล้ว +3

    একদম ঠিক দিবি এর থেকে বাচার কোন উপায় নেই আর এটা দিন দিন বেড়েই চলবে। আমি চাই তোমাদের এই ভয়েস সকলের কানে পৌঁছাক তাই এটাকে আমি যতটা সম্ভব শেয়ার করব। এখন কিছুই করার নেই তখন তোমাদের এই আওয়াজ কি চাই সবার মধ্যে ছড়িয়ে দিতে। বুঝলাম ছোট ছোট ফুটো গুলো কিভাবে আমাদের দেশের অর্থনীতিকে চুইয়ে বের করে এনেছে। দেশের এই অবস্থা শুনলে দুঃখ হয়। তবে কি আর করা যাবে আমাদের তো সবারই হাত-পা বাঁধা। Thanks to all of team #HothatJodiUthloKotha team. এভাবেই ভালো ভালো কনটেন্ট দিয়ে আমাদেরকে সচেতন ও সজাগ রেখো। বাঙালি ইউটিউবার হিসেবে তোমাদেরকে আমি গর্ববোধ করি। 🔥🔥🔥🔥🔥

  • @amiyapal124
    @amiyapal124 4 ปีที่แล้ว

    ভালো , সুন্দর , সহজ ভাবে বুঝলাম - ধন্যবাদ

  • @rajask4653
    @rajask4653 5 ปีที่แล้ว

    Khub Sundor👍👍👍

  • @pampasarkar3595
    @pampasarkar3595 5 ปีที่แล้ว

    দিদি দারুন ভাবে বোঝালেন সত্যি।

  • @manojbiswas8930
    @manojbiswas8930 5 ปีที่แล้ว +1

    Thank u Poulomi. U r great. Hope u will touch glaring problem of our country.

  • @meghamalabanerjee7267
    @meghamalabanerjee7267 5 ปีที่แล้ว +1

    সত্যি যথেষ্ট সহজ করে বুঝিয়েছেন।

  • @jaharchatterjee8244
    @jaharchatterjee8244 3 ปีที่แล้ว

    Khub bhalo bujhlam ebong khub sahaj bhabe. Thanks.

  • @somnathmajumder3175
    @somnathmajumder3175 5 ปีที่แล้ว +1

    Bhison upokrito holam, asambhab mulyoban akti video

  • @monirulislam5668
    @monirulislam5668 4 ปีที่แล้ว

    খুব সুন্দর ভাবে বোঝালেন ধন্যবাদ।

  • @SoumiPaul007
    @SoumiPaul007 5 ปีที่แล้ว

    Sotti sotti e khub sohoje khub e ekta gurutoro bapar ke joler moto torol kore bujhiye dilen.. dhonnobad to entire crew

  • @arijitsarkar8053
    @arijitsarkar8053 5 ปีที่แล้ว +1

    outstanding

  • @chandranathmitra
    @chandranathmitra 3 หลายเดือนก่อน

    তোমার পুরোনো ভিডিও গুলো কিন্তু একদম অন্যরকম ছিল। আরও এগিয়ে যাও দিদি, আমরা তোমার পাশে আছি😊

  • @Japani876
    @Japani876 5 ปีที่แล้ว

    খুব ভালো ভেরি গুড

  • @swapanmahato9851
    @swapanmahato9851 5 ปีที่แล้ว

    আমি আপনার কথা চোখ বন্দ করে বুঝতে পারি সব সঠিক উক্তি।

  • @anupamdey7309
    @anupamdey7309 5 ปีที่แล้ว +1

    Very brilliant and outstanding presentation. In a very simple and plain bengali language you bring this important subject home to us. No word is enough to appreciate your skill ,eloquence and merit.

  • @sutapachatterjee1821
    @sutapachatterjee1821 5 ปีที่แล้ว

    খুব সুন্দর , সাবলীল বিশ্লেষন ।

  • @surajitsaha4261
    @surajitsaha4261 5 ปีที่แล้ว +7

    Yes. Thanks for learn us in a simple way.

  • @pranballavsaha1927
    @pranballavsaha1927 4 ปีที่แล้ว

    Valo legeche.

  • @subhamlaha4868
    @subhamlaha4868 5 ปีที่แล้ว

    অনেক দিন পর দেখছি । ভালো বিষয় ।

  • @rahuldev1431
    @rahuldev1431 5 ปีที่แล้ว +1

    হ্যাঁ , ভালো ভাবেই বোঝাতে পেরেছেন

  • @joybouri2734
    @joybouri2734 5 ปีที่แล้ว

    দারুণ লাগল

  • @arupdey8331
    @arupdey8331 5 ปีที่แล้ว

    খুব ভালো হয়েছে ৷

  • @swapandas5817
    @swapandas5817 3 ปีที่แล้ว

    খুব, খুব ভালো লাগলো। দারুণ বুঝিয়েছ।

  • @sujitsarkar885
    @sujitsarkar885 5 ปีที่แล้ว +8

    Very important matter. Political pressure should be stopped n the Bank should be careful to sanction loan to a Dealer so that negligency in sanctioning loan in liue of cut money should be severely punished.

  • @kaustavsengupta2730
    @kaustavsengupta2730 5 ปีที่แล้ว

    Asadharon

  • @mrigankasinha1454
    @mrigankasinha1454 4 ปีที่แล้ว

    Bhalo laglo

  • @odhvut49somaj
    @odhvut49somaj 5 ปีที่แล้ว

    দিদি পূজোর সুবেচ্ছা রইলো

  • @nurislamsk2768
    @nurislamsk2768 5 ปีที่แล้ว

    অসাধারণ।

  • @sumeruchaudhuri2341
    @sumeruchaudhuri2341 3 ปีที่แล้ว

    Darun.

  • @sandipansaha9520
    @sandipansaha9520 5 ปีที่แล้ว +1

    Ei Kothin Bisai ta sohoj kore bojano jonne Dhonnobad. Bharatia Arthaniti Bhagarer Moton

  • @pbh2473
    @pbh2473 2 ปีที่แล้ว

    সঠিক বলেছেন।

  • @VlogDance_Culture_Travel007
    @VlogDance_Culture_Travel007 5 ปีที่แล้ว +1

    AK kothai Darun..... Sadharon manuser jonnye ETA Darun interesting knowledge.

  • @samratroy2508
    @samratroy2508 4 ปีที่แล้ว

    দিদি অসাধারন বলছেন

  • @subhrachakraborty9669
    @subhrachakraborty9669 5 ปีที่แล้ว

    Khub bodhogommo hoeche . Thank you eta bojhanor jonno

  • @kidzram8907
    @kidzram8907 4 ปีที่แล้ว

    Asadharan

  • @arundas3236
    @arundas3236 5 ปีที่แล้ว +1

    Asadharan apnar khamata

  • @anuradhadevi1414
    @anuradhadevi1414 5 ปีที่แล้ว

    Vishhion bhalo bojiachen dhanyabad

  • @9831801662
    @9831801662 5 ปีที่แล้ว +2

    অর্থনৈতিক ব্যবস্থা যদি ভেঙে পরে তবে দেশের কাঠামো একেবারে ভেঙে পরে। মধ্যবিত্ত পরিবারের অবস্থা এখন খুবই খারাপের দিকে।

  • @subodhbanerjee4490
    @subodhbanerjee4490 5 ปีที่แล้ว

    পৌলমী ধন্যবাদ।।

  • @kschkz
    @kschkz 5 ปีที่แล้ว +1

    I didn't know, bank employees are so naive, so innocent!! So sweet..

  • @srijitadas8858
    @srijitadas8858 5 ปีที่แล้ว

    সব সহজ করেই বোঝানো হয়েছে, ধন্যবাদ....…

  • @asisbanerjee1422
    @asisbanerjee1422 4 ปีที่แล้ว

    Fantastic explanation of the dwindling banking system.

  • @biswadeepghosh5568
    @biswadeepghosh5568 5 ปีที่แล้ว

    Khub bhalo laglo. Apnara darun bhabe bartoman artonoitik byapar take uposthapona korechen.

  • @b.chatterjee
    @b.chatterjee 5 ปีที่แล้ว

    Excellent presentation. With Regards BABLU CHATTERJEE.

  • @পথেরসাথী-ট১ল
    @পথেরসাথী-ট১ল 5 ปีที่แล้ว

    Great....

  • @apurbadey425
    @apurbadey425 5 ปีที่แล้ว

    sotti khub e bhalo.....chalia jao didi.........

  • @sutaparoy2481
    @sutaparoy2481 5 ปีที่แล้ว

    Asadharon hoyeche video ta . Eto jotil bishoy eto sundar eto sohoj bhabe bojhano jay bhabtei pari ni. Ashonkhya dhoyabad tomae.

  • @joydebdas4249
    @joydebdas4249 4 ปีที่แล้ว

    Khub sundor vabe bujlam Didi..

  • @sankhadey4352
    @sankhadey4352 5 ปีที่แล้ว +1

    Darun

  • @GoodIdeayoutube
    @GoodIdeayoutube 5 ปีที่แล้ว

    খুব সহজ ভাবে বোঝানো।

  • @pritamdeb8651
    @pritamdeb8651 5 ปีที่แล้ว

    Khub subdor kub practical kotha gulo.

  • @ImranAli-nh8be
    @ImranAli-nh8be 5 ปีที่แล้ว

    Khub sundor bujhiechho

  • @AbdurRashid-wo7xw
    @AbdurRashid-wo7xw 5 ปีที่แล้ว +12

    আর কোনও দেশে এরকম হয়ে থাকলে তারা কি ব্যবস্থা নিয়েছে তা আপনাদের কাছে জানার জন্য আবেদন করছি ।

  • @rajdipmukherjee4161
    @rajdipmukherjee4161 5 ปีที่แล้ว

    Outstanding explanation! কি অসাধারন বচন ক্ষমতা । go ahed.
    -Pradip Mukherjee

  • @anupganguly5211
    @anupganguly5211 5 ปีที่แล้ว +1

    সুন্দর বিশ্লেষণ

  • @swapanchatterjee2989
    @swapanchatterjee2989 4 ปีที่แล้ว

    Excellent

  • @Swalpo_Prochesta
    @Swalpo_Prochesta 5 ปีที่แล้ว

    Khub khub valo laglo👍👍👍👍👍

  • @rakeshahmed1375
    @rakeshahmed1375 3 ปีที่แล้ว

    Sundor bujhiyechen

  • @charolinadutta2
    @charolinadutta2 5 ปีที่แล้ว

    Brilliant.

  • @debukarchowdhury8611
    @debukarchowdhury8611 5 ปีที่แล้ว +3

    Very well narrated. Thank you.

  • @sankarbhattacharya1770
    @sankarbhattacharya1770 5 ปีที่แล้ว

    With my warmest thanks