Amar Mollikabone || Jayati Chakraborty || Rabindrasangeet ||Jayati Chakraborty Official

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 610

  • @moumitachandra6504
    @moumitachandra6504 3 ปีที่แล้ว +775

    আপনি সাক্ষাৎ সরস্বতীর বরপুত্রী...আপনার গানে আমার ক্লান্তিমুক্তি ঘটে...দুশ্চিন্তারা ছুটি নেয়...প্রণাম নেবেন...আরও মনের মলমের অপেক্ষায় রইলাম...🙏🙏🙏

    • @shilaghosh1556
      @shilaghosh1556 3 ปีที่แล้ว +17

      আহা গানটি শুনে মনপ্রাণ শান্তিতে ভরে গেলো
      শতায়ু হোন আপনি🙏

    • @mithunmondal4592
      @mithunmondal4592 3 ปีที่แล้ว +17

      দারুণ বলেছো তো 👍

    • @chandratapadas1046
      @chandratapadas1046 3 ปีที่แล้ว +14

      একদম তাই , আত্মার শান্তি আসে , মনের প্রশান্তি নিয়ে আসে জয়তী দি র গানে , কি যে তার মধুর সুর , কি অপূর্ব গানের সুর গায়কী 🙏

    • @musicminds2013
      @musicminds2013 3 ปีที่แล้ว +6

      khub sundor bollen madam ji

    • @musicminds2013
      @musicminds2013 3 ปีที่แล้ว +4

      😊😊😊

  • @supriyoroy8241
    @supriyoroy8241 ปีที่แล้ว +67

    সকলে হয়তো গায়িকার কথা বলছেন। কিন্তু যেটা এড়িয়ে যাচ্ছে সেটা হলো সুব্রত বাবুর মিউজিক arrangement এবং ব্যাস গিটারে পারফর্মেন্স। অতুলনীয়। অবিশ্বাস্য। ওনাকে স্যালুট।

    • @satyakipahari1310
      @satyakipahari1310 ปีที่แล้ว +2

      বরাবরই এরা ব্রাত্য থেকে যান।কেউ এদের মনে রাখে না।

    • @iswarbagdi7625
      @iswarbagdi7625 5 หลายเดือนก่อน

      দারুণ বলেছেন। দুজনের যুগলবন্দীতে গানটা অসাধারণ হয়ে উঠেছে।❤

  • @subhadey8593
    @subhadey8593 ปีที่แล้ว +8

    আমার মল্লিকা বনে,
    যখন প্রথম ধরেছে কলি
    আমার মল্লিকা বনে।
    তোমারো লাগিয়া তখনি, বন্ধু
    বেঁধেছিনু অঞ্জলি।
    আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
    যখন প্রথম ধরেছে কলি
    আমার মল্লিকা বনে।
    তখনো কুহেলী জালে সখা,
    তরুণী উষার ভালে
    শিশিরে শিশিরে অরুণমালিকা,
    উঠিতেছে ছলোছলি।
    আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
    যখন প্রথম ধরেছে কলি
    আমার মল্লিকা বনে।
    এখনো বনেরও গান,
    বন্ধু হয় নি তো অবসান
    তবু এখনি যাবে কি চলি।
    ও মোর করুণ বল্লিকা,
    ও তোর শ্রান্ত মল্লিকা
    ঝরো-ঝরো হল,
    এই বেলা তোর শেষ কথা দিস বলি।
    আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
    যখন প্রথম ধরেছে কলি
    আমার মল্লিকা বনে।
    তোমারো লাগিয়া তখনি, বন্ধু
    বেঁধেছিনু অঞ্জলি।
    আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
    যখন প্রথম ধরেছে কলি
    আমার মল্লিকা বনে।

  • @debjitgupta9188
    @debjitgupta9188 3 ปีที่แล้ว +154

    একজন 'True music Lover' হিসেবে বলছি, তোমার মতো শিল্পীরা এইভাবেই নতুন প্রজন্মকে মুগ্ধ ও সমৃদ্ধ করুক এবং আগামী দিনে এগিয়ে নিয়ে চলুক ! U r my Gem of Heart !! ❤️

    • @humayunkabir9359
      @humayunkabir9359 2 ปีที่แล้ว +4

      সুন্দর রবীন্দ্র সঙ্গিত আমার ভালবাসার গান আপনার গলা খুব সুন্দর আপনার দীর্ঘ আয়ু কামনা করছি জয়হিন্দ

  • @shourobdeb4167
    @shourobdeb4167 2 ปีที่แล้ว +33

    আজ এতো বছর পরেও রবীন্দ্র সংগীততের আবেদন একই রয়েছে এখনো ক্লান্তি হতাশা দুশ্চিন্তা দূর করার জন্য আমি রবীন্দ্র সংগীত শুনি।

  • @papridas887
    @papridas887 3 ปีที่แล้ว +71

    তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি,,,

  • @taiwanwk3046
    @taiwanwk3046 2 ปีที่แล้ว +13

    রবীন্দ্র সংগীত, মানেই বিশ্বের সকল মানুষের প্রাণ, সকল ধর্মের সকল বন্ধেনের বন্ধন । রবীন্দ্র মানেই পবিত্রতা এ সংগীত শ্রবনে ক্লান্তি দূরীভূত হয়।আমি তো সয়ংঈশ্বরের অনুভূতি পাই,,,,,,,,,জানিনা কি যেন হয়ে যায়।দিদি ভাই আপনার কন্ঠে একেবারে মানানসই ।আপনি ঈশ্বর প্রাপ্তি হয়েছেন।সুস্থ ওদীর্ঘ জীবন কামনা করছি ।।

  • @bipulhossain8218
    @bipulhossain8218 3 ปีที่แล้ว +79

    ইদানিং রবীন্দ্র সংগীত বলতেই কেনো জানি আপনাকেই বুঝি শুধু। এত মায়া দিয়ে গানগুলো গেয়ে থাকেন, সত্যিই অসাধারণ।💜

    • @debadritadey3568
      @debadritadey3568 2 ปีที่แล้ว +2

      সত্যি..শ্রাবণী সেনের পর বোধহয় জয়তী চক্রবর্তীরই রবীন্দ্রগীতি গুলো এতটা জনপ্রিয়তা পেয়েছে...রবীন্দ্র সঙ্গীতকে যথার্থ মাত্রা দিয়েছে এই দুই সঙ্গীতকার..
      বর্তমান সময়ে এনাদের বিকল্প ভাবাই যায় না রবীন্দ্র সংগীতের ক্ষেত্রে..

    • @sudiptachakraborty3147
      @sudiptachakraborty3147 2 ปีที่แล้ว +5

      EKDOM I TAI ... SRABONI SEN R JAYATI CHAKRABORTY EMON DU JON SHILPI JARA RABINDRA SANGEET KE TAR PRAPYO MORJADA DITE PERECHEN ... RABINDRA SANGEET ER JE ORIGINAL STYLE SETA KE MAINTAIN KORECHEN

    • @SandipMalik-n9l
      @SandipMalik-n9l 9 หลายเดือนก่อน

      সত্যিই তাই 🥹💖

    • @parthapratimmaity3500
      @parthapratimmaity3500 9 วันที่ผ่านมา

      Amar sokal suru enar gan dea

  • @NibeditaMukherjee-u2m
    @NibeditaMukherjee-u2m 8 หลายเดือนก่อน +11

    "_তোমার লাগিয়া তখনই বন্ধু
    বেঁধেছিনু অঞ্জলি_!!!"........ সত্যিই প্রিয় মানুষটির জন্য মনোমুগ্ধকর এক লাইন !!🙂❤️

  • @suvamsahoo6219
    @suvamsahoo6219 3 ปีที่แล้ว +90

    দিদি, আপনার গলায় রবীন্দ্র সঙ্গীত যেন এক নতুন মাত্রা পায়। এভাবেই আপনার গান আমাদের প্রাণ জুড়াতে থাকুক।🙏🙏🙏

  • @MohanMondal101
    @MohanMondal101 2 ปีที่แล้ว +29

    Lyrics
    যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকাবনে
    যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকাবনে
    তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি
    তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি
    আমার মল্লিকাবনে, আমার মল্লিকাবনে
    যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকাবনে
    তখনো কুহেলী জালে, সখা, তরুণী উষার ভালে
    শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি
    আমার মল্লিকাবনে, আমার মল্লিকাবনে
    যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকাবনে
    এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান
    তবু এখনি যাবে কি চলি?
    এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান
    তবু এখনি যাবে কি চলি?
    ও মোর করুণ বল্লিকা
    ও তোর শ্রান্ত মল্লিকা
    ঝরো-ঝরো হল
    এই বেলা তোর শেষ কথা দিস বলি
    আমার মল্লিকাবনে, আমার মল্লিকাবনে
    যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকাবনে
    যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকাবনে

  • @satyajeetbose5873
    @satyajeetbose5873 27 วันที่ผ่านมา

    Didi soto koti pronam aapnake..... osadharon sundor gola aapnar👌👌👌👌👌....saradiner klanti moner kosto onekta bhule thakte pari aapnar osadharon gola sune
    Aapni bhalo thakun sustho thakun isworer kache setai prarthona 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sritamsaha
    @sritamsaha 3 ปีที่แล้ว +11

    এই কোরোনা কালে অনেক প্রিয়জনকেই আমরা হারিয়েছি। গত বছর টা একরকম বিভীষিকাময় কেটেছে। এই বছরটাও কেমন হবে তার কোনো নিশ্চয়তা নেই।
    অনেক কাছের মানুষের মধ্যে একজনকে আমিও এই কোরোনা কালে হারিয়েছি। প্রকৃত অর্থে একজন বন্ধু; এই রবি ঠাকুরের গান যেমন গাইলেন - এখনো বনের গান, বন্ধু হয়নি তো অবসান, তবু এখনি যাবে কি চলে?
    আপনার গান শুনে খুব কাঁদলাম, একা একাই। খুব মনে পরে গেল সেই বন্ধুর কথা।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনবদ্য নিবেদনের জন্য। সুপরিকল্পিত সংগীতায়োজন। আপনার গান অসাধারণ তো বটেই।

    • @suchanasen6320
      @suchanasen6320 3 ปีที่แล้ว +1

      আমিও আমার দাদুকে হারিয়েছি কিছুদিন আগে, আমারও এই একই উপলব্ধি হল....😭😭😭😭

  • @bubaidas3820
    @bubaidas3820 3 ปีที่แล้ว +8

    ম্যাডাম আপনার এক দুটো গান ঘুমোবার আগে না শোনলে আমার ঘুমেই আসে না ❤❤❤❤ প্রণাম আপনাকে

  • @Mister-raj_knowledge
    @Mister-raj_knowledge 10 วันที่ผ่านมา

    সত্যি বাঙালী হয়ে না জন্মালে হয়তো এতো সুন্দর গানটি কখনো শোনাই হত না।❤

  • @keyabhattacharya6524
    @keyabhattacharya6524 3 ปีที่แล้ว +19

    প্রচুর মানুষের আশীর্বাদ আছে আপনার গলায় এত সুন্দর গলা আমরা সত্যিই অনেক গান শুনেছি আপনার মতন গলা শোনাই যায়না

  • @shrabantikassongs2016
    @shrabantikassongs2016 3 ปีที่แล้ว +14

    আপনার কন্ঠ এত মোলায়েম যে রবিঠাকুরের গান অন্য মাত্রা পায়। গান আমি খুব ভালোবাসি, আর রবীন্দ্রসঙ্গীত আমার কাছে অদ্বিতীয়। আমার কাছে আপনি অদ্বিতীয়া

  • @dolonmajee7564
    @dolonmajee7564 2 ปีที่แล้ว +10

    এই গান গুলো শুনলে আমি জড় বস্তুর মধেও প্রাণ অনুভব করি😌

  • @devbrotho
    @devbrotho 3 ปีที่แล้ว +37

    কি দারুণ কন্ঠ আপনার ম্যাম
    আপনার কন্ঠে রবীন্দ্রসঙ্গীত মানে
    মনের তৃপ্তি, আত্মার তৃপ্তি 🥰🥰

  • @tonmoyturjo
    @tonmoyturjo 16 วันที่ผ่านมา +1

    1:41 শুনে মুগ্ধ হয়ে গেলাম ❤❤

  • @herakoli2010
    @herakoli2010 3 ปีที่แล้ว +20

    রবীন্দ্র সংগীতের এক যাদুকর কন্ঠের অধিকারী, জয়িতা 👍👍👍💜💜💜💜💜

    • @shankarmukherjee3957
      @shankarmukherjee3957 2 ปีที่แล้ว +1

      Shudhu khantha noy je vibration ta uni karen & feel ta asmvob kothin & sundar 👍❤

  • @mdabduljabbar2099
    @mdabduljabbar2099 ปีที่แล้ว +4

    আমি বাংলাদেশের হবিগঞ্জ সদর জেলা থেকে শুনছি। আমার খুব প্রিয় একজন শিল্পী জয়তী চক্রবর্তী।

  • @shamima9177
    @shamima9177 3 ปีที่แล้ว +6

    সারা পৃথিবীর মানুষ কবি গুরুর প্রাণ খুঁজে পায় আপনার মাঝে।" জন্ম সার্থক মাগো"।
    আপনাকে নিয়ে কল্পনা জল্পনা লিখা বলার ভাষা বড়োই অভাব।
    সত্যি ম্যাম কবি নিশ্চিত হয়ে গেছে, আপনার মাঝে বেঁচে থাকবে কবির গুরুর স্বপন।
    সত্যি এতো গান শুনেছি মুসলমান হয়েও,কিন্তু আপনার মতো মানুষ আর পাইনি।
    আমার শতকোটি প্রণাম ম্যাম।
    আপনি অনন্ত কাল বেঁচে থাকুন আশীর্বাদ করি।
    প্লিজ প্লিজ সাবধানে থাকবেন আপনার ঐখানেই পরিস্থিতি ভালো না, তাই সাবধানে থাকবেন।
    মনের গহীন অন্ধকারে শুধু আপনার কণ্ঠ শোনা যাচ্ছে।
    খুব খুব ভালোবাসি ম্যাম এবং শ্রদধা করি।
    বাংলাদেশ থেকে।

  • @sudiptachakraborty4359
    @sudiptachakraborty4359 3 ปีที่แล้ว +7

    Ki osadharon ...ek alada moment toiri hoye gelo .... music composition o khubi sundor ....apnar gaan sunle ek dhoroner tripti pai ......apnake judge korar kono sahos nei ..... onek onek valobasa o shrodhya ❤️❤️❤️❤️ a big hearted fan of you ......

  • @neli8802
    @neli8802 3 ปีที่แล้ว +34

    একরাশ মুগ্ধতা প্রিয় দিদি!! আপনার গান যখন শুনি, মনে হয় সত্যি অন্য এক জগতে আছি। ঈশ্বর ভালো করোক আপনার❤️🙏

  • @debrajbarmanroy3141
    @debrajbarmanroy3141 3 ปีที่แล้ว +17

    Jayati chakroborty.. Name itself says all people sitting as judge in Mumbai realty show they must listen what talent Bengal has.... She is an unique artist whose sector of singing is vast... And big salute to you from my entire family as everyone in my family they love u from their heart

  • @amalsinha9937
    @amalsinha9937 3 ปีที่แล้ว +5

    আহা, এক পবিত্রতা উপলব্ধি করি তোমার আবেগভরা কণ্ঠে দিভাই

  • @farzanasiddique1684
    @farzanasiddique1684 9 หลายเดือนก่อน

    Bah! Khub bhalo laglo tithi ❤

  • @rahuldey6201
    @rahuldey6201 3 ปีที่แล้ว +15

    ম্যাম আপনার গান গুলি আমার অনবদ্ধ লাগে কিছু বলার ভাষা থাকেনা আমি নোটস লিখতে লিখতে আপনার গান শুনতে থাকি আমার মন ভালো হয়ে যায় আমিও একজন রবীন্দ্র সঙ্গীত ছাত্র😊😊❤️❤️

  • @tridibpallobArt
    @tridibpallobArt 3 ปีที่แล้ว +14

    আপনি এত ভালো গান যে প্রশংসার ভাষা হারিয়ে ফেলি, আমার প্রণাম নেবেন, সুস্থ থাকবেন।🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷💮💐

  • @ranjankhamari9623
    @ranjankhamari9623 4 หลายเดือนก่อน

    Jayati dir proti ti sobde jeno alada ekta bedona royeche❤❤❤

  • @anusarkar2575
    @anusarkar2575 3 ปีที่แล้ว +21

    রবীন্দ্রসংগীত আপনার কন্ঠে😌
    উফ!! স্বর্গ ♥😌

  • @mahuyabiswas8378
    @mahuyabiswas8378 2 ปีที่แล้ว +2

    আপনি একজন ভগবান প্রদত্ত মা সরস্বতীর আশির্বাদ ধন্যা। প্রনাম ।

  • @arpitaroy624
    @arpitaroy624 3 ปีที่แล้ว +11

    কিই যে ভালো দিদি !! মন ভরিয়ে দিলো আবারও ❤❤

  • @anjaliroy8932
    @anjaliroy8932 ปีที่แล้ว +1

    Jokhon prothom dhoreche koli....Amar mollika bone🥰❤

  • @ShohagMahmud-xx8oj
    @ShohagMahmud-xx8oj 2 หลายเดือนก่อน

    অসাধারণ....
    প্রতিদিন শুনি🙏❤️🇧🇩

  • @swarajketanchatterjee7634
    @swarajketanchatterjee7634 3 ปีที่แล้ว +10

    অসাধারণ গায়কী। মন ভরে গেলো। ঈশ্বরদত্ত কন্ঠ আপনার, জয়তী।

  • @satyajitmondal-w7g
    @satyajitmondal-w7g ปีที่แล้ว +1

    এত সুন্দর সুর 😮😮😮আাহ্ গানটি শুনে মন জুড়িয়ে গেল❤❤❤❤❤❤❤❤

  • @shubhabratasarkar5910
    @shubhabratasarkar5910 3 ปีที่แล้ว +17

    আহা! মন ছুঁয়ে গেল 👌❤️❤️

  • @tapatidas8376
    @tapatidas8376 3 ปีที่แล้ว +6

    🎶🎼❤আহা.. কি সুন্দর গাইলে 👌🙏

  • @soniyakhanom3834
    @soniyakhanom3834 11 หลายเดือนก่อน +1

    রবীন্দ্র সংগীত শুনলে প্রাণভরে যায় আর তা যদি হয় আপনার কন্ঠে তাহলে আত্বার তৃপ্তি❤

  • @sumonsaha9300
    @sumonsaha9300 3 ปีที่แล้ว +3

    খুবই ভাল লাগল। অ‌নেকবার শু‌নে‌ছি। এককথায় অসাধারন। পু‌রো গা‌নের সক‌লের কাজই খুব ভাল হ‌য়ে‌ছে। আ‌রো কিছু চাই এরকম।

  • @sumantapal8432
    @sumantapal8432 3 ปีที่แล้ว +10

    যখন জানতে পারি যে আপনার নতুন গান আসছে তখন থেকে মনে মনে একটা অপেক্ষার সূচনা হয়, আর মুক্তি পাওয়ার দিনটা অনেকটা ছোটোখাটো পার্বণের মত।খুব সুন্দর লাগলো। 💕

  • @madhurimamajumder783
    @madhurimamajumder783 3 ปีที่แล้ว +2

    Onoboddo lglo.... Vlo thakben.... Aar pronam neben.....
    Apnar theke RABINDRA SANGEET sekhar ekta ichhe ache..... Somvob hobe kina janina..... Valo thakben..... Amader evabei mugdho kre jaan.......

  • @nirmollkumar5871
    @nirmollkumar5871 ปีที่แล้ว +1

    দিদি তোমার গানে কোন মন্তব্য বা মূল্যায়ন করার সাহস আমার নাই। তবু ও বলবো অসাধারণ পরিবেশনা দিদি । তুমি চিরজীবী হও ।

  • @snigdharoy9787
    @snigdharoy9787 2 ปีที่แล้ว +6

    রবীন্দ্র সংগীত শুনলে এক অন্য রকম অনুভুতি হয়। আর আপনার গলায় এই গানটি শুনতে আরও ভালো লাগলো 😊♥️

  • @debasishsaha2748
    @debasishsaha2748 ปีที่แล้ว

    অসাধারণ ❤️🙏। অপূর্ব ❤️🙏
    নিবেদন। খুব ভালো লাগলো।
    প্রণাম নিবেন দিদি 🙏❤️🙏

  • @ranaroy7982
    @ranaroy7982 11 หลายเดือนก่อน

    সব কিছুর উর্ধ্বে এই পরিবেশনা ❤️👌 অপরিমেয়
    মুগ্ধতা এবং ভালো লাগা ভা‌ষায় প্রকাশ করা অসম্ভব 👌👌❤️❤️❤️

  • @momtazhassan6182
    @momtazhassan6182 7 หลายเดือนก่อน +1

    সম্মানিত শিল্পী, খুব ভালো লাগলো! মনকাড়া পরিবেশনা।

  • @nill-qy5hv
    @nill-qy5hv 2 ปีที่แล้ว +8

    আপনার সুমধুর কন্ঠ আমার নির্মল শ্রবণশক্তি বৃদ্ধি করেছে। আমি আপনার প্রতিটা গান শ্রবণ করি।

  • @mariaafrinmaria1357
    @mariaafrinmaria1357 3 ปีที่แล้ว +6

    আসাধারন, মায়া জড়িত গান,,💖💝

  • @ashmitamitra3367
    @ashmitamitra3367 3 ปีที่แล้ว +3

    আরও একটি অসাধারণ গান শুনলাম। খুব ভালো।👌👌 ভালো থাকবেন।🙏

  • @mdmamunurrashid7995
    @mdmamunurrashid7995 2 ปีที่แล้ว +2

    অসাধারণ গলা,,,,, আহা প্রাণ জুরিয়ে গেল❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @tanishabasu5769
    @tanishabasu5769 3 ปีที่แล้ว +25

    অসাধারণ ❤️❤️...সত্যি এত ই সুন্দর যে কী বলবো বুঝতে পারছি না ❤️❤️...যা বলবো তা কম বলা হবে❤️❤️... আপনার গান শুনে এক পরম সুখ অনুভব করি😌...প্রনাম নেবেন আমার🙏...এই ভাবেই এগিয়ে যান...সব সময় সব অবস্থাতেই সাথে ও পাশে আছি❤️❤️...

  • @stellagomes3455
    @stellagomes3455 2 ปีที่แล้ว

    Joto bar suni ...mone hoi notun .. .ato sundor gai joyita

  • @saswatibose13
    @saswatibose13 8 หลายเดือนก่อน

    Aha ki geyechen mam,, pran ta juriye gelo❤❤

  • @AsmitBhowmik
    @AsmitBhowmik 10 หลายเดือนก่อน +1

    অসাধারণ সঙ্গীত 😊

  • @sunitadutta6006
    @sunitadutta6006 3 ปีที่แล้ว +8

    আপনার সব গানই আমার অসাধারণ লাগে আর এই রবীন্দ্রসংগীতটি ও খুব সুন্দর লাগলো আপনার কন্ঠে...👌👌👌 কোনো কথা হবে না ...মন ছুঁয়ে গেল ❤️❤️❤️❤️ ম্যাডাম আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই... 🙏🙏🙏

  • @sreeojith2239
    @sreeojith2239 ปีที่แล้ว +2

    কী মধুর সুরে এক অসাধারণ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল।

  • @sabitamitra5578
    @sabitamitra5578 7 หลายเดือนก่อน

    আজ যদি রবি ঠাকুর জীবিত থাকতেন, আপনার গান শুনে নিশ্চিত আপনাকে অনেক আশীর্বাদ করতেন। ঈশ্বর প্রদত্ত কন্ঠ ও গায়কী আপনার। আর আপনার ব্যক্তিত্ব ও সাজসজ্জা মনো মুগ্ধকর।

  • @sudipmukherjee6746
    @sudipmukherjee6746 ปีที่แล้ว

    দারুণ ভালো লাগলো। অসাধারণ। শুধুই মুগ্ধতা ম্যাডাম... 1

  • @anweshasmusicalband6568
    @anweshasmusicalband6568 ปีที่แล้ว

    Bolar kichu nai just wowwwww❤❤❤❤❤❤❤❤❤

  • @biplabpaul8331
    @biplabpaul8331 3 ปีที่แล้ว +2

    opurbo sundar gayoki! Mon vore jay👏👏🙏

  • @rakhiroy3546
    @rakhiroy3546 2 ปีที่แล้ว +1

    Excellent ek kathai ....❤️❤️❤️❤️

  • @arundhatihazra4332
    @arundhatihazra4332 3 ปีที่แล้ว +4

    গান শুনে মনটা ‌বেশ ভালো লাগছে। এই ভালো লাগা দীর্ঘ হোক। ভালো থাকবেন।

  • @msen9432
    @msen9432 2 ปีที่แล้ว +1

    অপূর্ব হয়েছে. ।। দিদি ।। ♥️♥️🌹🌹

  • @suvasissengupta7997
    @suvasissengupta7997 3 ปีที่แล้ว +7

    মনের মেঘের চাদর টা উড়ে গেল আপনার কন্ঠে এই গানটি শুনে ।

  • @745813
    @745813 ปีที่แล้ว +1

    অসাধারণ, আগে আমি অনেকের কন্ঠে রবীন্দ্রনাথ সংগীত শুনতাম। এখন শুধু মাত্র আপনার গান শুনি। এতো প্রানবন্ত ভাষায় প্রকাশ করার মতো নয়। ভগবান আপনাকে দীর্ঘজীবী করুন এ প্রার্থনা করি।

  • @mohammedeskander2114
    @mohammedeskander2114 ปีที่แล้ว

    Apurbo ashadaron beautiful ❤❤KSA DAMMAM

  • @sumanbauri6443
    @sumanbauri6443 2 ปีที่แล้ว +1

    দারুন ,,♥️♥️♥️,🌴

  • @snehapahari6432
    @snehapahari6432 3 ปีที่แล้ว +5

    অপেক্ষার অবসান, দারুন হয়েছে।

  • @nilakasherniche5108
    @nilakasherniche5108 3 ปีที่แล้ว +3

    Apnar gan gulo sotti osadharon maam 💐

  • @dilipboral2248
    @dilipboral2248 3 ปีที่แล้ว +7

    অসাধারণ। মন ছুয়ে যায়। খুব ভাল লাগল শুনে।

  • @mdshahinislam3409
    @mdshahinislam3409 3 ปีที่แล้ว +3

    বাহ, চমৎকার নিবেদন মন, মুগ্ধতার ছোঁয়া কন্ঠে,, অসাধারণ।

  • @BiswajitDas-fz6om
    @BiswajitDas-fz6om ปีที่แล้ว

    কি মধুর কন্ঠ আপনার ...Vogoban apnar mongol koruk sorboda.

  • @dipayansarkarofficial6458
    @dipayansarkarofficial6458 3 ปีที่แล้ว +3

    Asadharon asadharon 💛💛💛

  • @amalsinha9937
    @amalsinha9937 3 ปีที่แล้ว +7

    মন ছুঁয়ে গেল,আবেগভরা কণ্ঠস্বরে

  • @poromasarkar1832
    @poromasarkar1832 ปีที่แล้ว +1

    দারুণ হয়েছে ম্যাম,,প্রণাম নেবেন!🖤🙏

  • @dipusreechowdhury9752
    @dipusreechowdhury9752 3 ปีที่แล้ว +7

    ভালবাসা নিও ❤️🙏 খুব সুন্দরী লাগছে 👌

  • @suchandrasam9366
    @suchandrasam9366 ปีที่แล้ว

    অসাধারণ, অতুলনীয় বললেও কম হয়ে যায় আমার প্রিয় শিল্পী। ভালবাসা অবিরত।

  • @tapasi3365
    @tapasi3365 3 ปีที่แล้ว +2

    Apnar gan amader ak santir thikkana... ❤️ Asadharon

  • @Bikram_Pal
    @Bikram_Pal 9 หลายเดือนก่อน

    রবীন্দ্র সংগীত মনে প্রথম জয়তী চক্রবর্ত্তী কেই খুঁজি...❤

  • @malabikachatterjee6360
    @malabikachatterjee6360 2 ปีที่แล้ว +1

    তোমার সান্নিধ্য পেয়ে শুধু গর্বিত নয় ,আমার একটা স্বপ্ন স্বার্থক । আশীর্বাদ দিও , ভালোবাসা জেনো ,ভালো থেকো দিদি আমার❤️🙏🙏

  • @Mallika784
    @Mallika784 ปีที่แล้ว +2

    একরাশ মুগ্ধতা......

  • @annadagoswami6528
    @annadagoswami6528 ปีที่แล้ว

    Darun🎶🎶🎶🎶🎶🎶🎶💕💕💓💓💓💓💗💖💞💞

  • @subratapathak9061
    @subratapathak9061 ปีที่แล้ว

    আপনার গান শুনে কবি বিমল চন্দ্র ঘোষ'এর কবিতা 'রবীন্দ্র প্রশস্তি'র কয়েকটা লাইন মনে ভেসে উঠলো।সেই লাইন কটা এখানেও প্রযোজ্য--
    "যে গানে বাতাস কাঁপে রঙ ধরে ফুলে, সান্দ্র নীল আকাশে তারার মণিজ্বলে মনঃশ্চন্দ্রমার।রাকায় সুরের কম্প্রতরঙ্গে ভ্রমর বিলাসিত কবিতা শরীর পায়।"-সত্যিই অপূর্ব রচনার অপরূপ উপস্থাপন।

  • @anchitanandy7791
    @anchitanandy7791 6 หลายเดือนก่อน

    Tabla practicer jonno darun . 😊!🥰🤩💯

  • @AdityDas-g9v
    @AdityDas-g9v 8 หลายเดือนก่อน

    Excellent.ato misty r doraj voice je ganer protity kotha jano hridoyer kothao touch kore jayati r hindi adhunik folk song sob gane bhison dokhol.rabindrasangeet onar golai sune to puro rabithakurer gane purotai devoted hoya gachi.aeibhabe varieties gan geye amader santite rekho.

  • @user-it2wv7mz8d
    @user-it2wv7mz8d ปีที่แล้ว +1

    Osadharon!!!!!

  • @moumitapaul7449
    @moumitapaul7449 3 ปีที่แล้ว +1

    Asadharan..didi...ekrash..bhalobasa..o..suvechha..roilo

  • @smritiroy7524
    @smritiroy7524 2 ปีที่แล้ว +8

    সত্যি কথা বলতে আপনার গান শুনে এতটা মুগ্ধ যে , যত শুনি শুনতেই ইচ্ছে করে ! এমন শিল্পীর জন্য পৃথিবীর সব ফুল দিয়ে সম্মান জানালেও কম হবে ! সুস্থ সুন্দর থাকুন সেই প্রার্থনা করি !

  • @dalibasu6036
    @dalibasu6036 3 ปีที่แล้ว +2

    AHA aha oppurbo... ossadharon performance 👍👍❤️❤️ Sooooo sweet voice 👌👌 superrrrrb SINGER ❤️❤️🌹🌹❤️

  • @anupamdey7309
    @anupamdey7309 ปีที่แล้ว +1

    অসাধারণ 👌👌👌👌

  • @bhaskarsarkar-vk5xw
    @bhaskarsarkar-vk5xw ปีที่แล้ว +5

    Eternal songs with heart-touching feelings of Kabiguru become more melodious in the outstanding voice of Jayati Chakrabarty.

  • @arupkantichatterjee6326
    @arupkantichatterjee6326 3 ปีที่แล้ว +2

    Asadharon....kichu bolar basha nei...

  • @sdsonjoy7821
    @sdsonjoy7821 3 ปีที่แล้ว +2

    Ank priyo akjon apni,,❤️pronam niben🙏

  • @aniruddharoy7595
    @aniruddharoy7595 3 ปีที่แล้ว +3

    আপনার গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাই । মনটা সত্যিই ভালো হয়ে যায়। কোনো প্রসংসাই যথেষ্ট নয়। খুব খুব ভালো।

  • @jharnabarua4522
    @jharnabarua4522 ปีที่แล้ว +1

    অসাধারণ সুন্দর ❤❤❤❤

  • @chakrobortydwip1606
    @chakrobortydwip1606 3 ปีที่แล้ว +9

    আপনার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত অনবধ্য লাগে।। 💕💞💕💞

  • @mhhridoy290
    @mhhridoy290 2 ปีที่แล้ว +1

    Osadharon