যখন ছোট বেলায় এইসব গান শুনতাম, তখন খুব একটা বিরক্ত লাগতো😊,কিন্তু এখন বয়স বেড়ে উঠার সাথে সাথে গানগুলো আমার আত্মার সাথে সম্পৃক্ত হয়ে যায়😢😢। বুঝতে পারছি বড় হয়ে উঠা যে কতো কঠিন যতই দিন যাচ্ছে সামনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি.আজকে কমেন্ট করে গেলাম অন্তত কেউ না কেউ আমার কমেন্টের রিপ্লে দিয়ে গানটা আরেকবার শুনার সুযোগ হবে🙂. বিনম্র শ্রদ্ধা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর🙏🙏
যারা যারা গানটি শুনবেন,আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন যে, তুমি গানটা শুনতে ভুলে গেছো।আমি এই গানটিকে অনেক ভালোবাসি মাঝে মাঝে নিজের ব্যস্ততায় ভুলে যাই। এখন নিজের গা থেকে অনেক দূরে আর কখনো হাটা হবে না। এই গান আমাকে স্মরণ করিয়ে দেয় আমার গ্রামকে। I dedicated all of here comment to my প্রিয়দর্শিনী।
শৌশব ফিরে না আসলেও এই কালজয়ী গান শুনে শৌশবের সৃতিচারন করা যায়, শৌশব কাটানো সেই খালের পাড়ের গাছতলায়,সেই পুলের উপরে, স্কুলের বারান্দায় হয়তো বা আর পায় পড়বে না,আগের মতো আড্ডাও জমবে না😢 এই গানের মাধ্যমে মনে পড়ে গেল আমার দূরন্ত সোনালী শৌশব শৌশব সবসময় সোনালী হয়। আমি বারবার শুনতে আসবো এই গান যতবার আমার ফোনে নোটিফিকেশন আসবে।
আমি আজ কমেন্ট করে যাচ্ছি!! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই!❤
দেশের বাইরে এসে,এই গান গুলি আরো বেশি বেশি করে শুনতে ভালো লাগে,চারিদিকে সবাই অচেনা হলেও মনের ভেতরে এই চেনা গান গুলি যেনো সারাক্ষণ যাওয়া আসা করে,এই পৃথিবীতে রবি ঠাকুরের গানের মধ্যে দিয়েই সারাজীবন বাঙালিরা বেঁচে থাকবে।🙏
সব কিছু শান্ত আর চুপ-চাপ লাগে গানটা শুনলেই, অজান্তেই মনটা ভরাক্রান্ত হয়ে ওঠে। মৃত্যুর কথা মনে পরে যায়, প্রিয় মানুষগুলোর মুখ বার বার চোখের সামনে ভাসতে থাকে। আহা! এই প্রিয়দের ছেড়ে একদিন চলে যেতে হবে।😢
🥀 আজ আমি কমেন্ট রেখে গেলাম। বহু বছর পরে আমি যখন আর থাকবো না। তখন যে কেউ ক্লান্ত দুপুরে , নয়তো শান্ত সন্ধ্যায় একাকী গানটি শুনবে, আর জীবনের মানে বুঝবে। মনে রেখো গানটা বড্ড প্রিয় ছিল আমার। দারুন গেয়েছেন। শুনে মনটা ভরে গেল।🥀 18.12.2023.
খুব চমৎকার হয়েছে। লগ্নজিতা'র কন্ঠে এমনিই এক ধরনের মাদকতা এবং আহ্লাদ আছে। এই গানে তা একদমই দারুন ভাবে ম্যাচ করে গেছে। এক কথায় অনবদ্য। ভালবাসা নিও। 🇧🇩 থেকে।
ছোটো বেলায় যখন রবীন্দ্র সংগীত,, ও নজরুল সংগীত,, শুনতাম তখন.... বিরক্তিকর মনে'হত কারণ! তখন,, বোঝার মতো বয়স ছিল না। কিন্তু যতই,, দিন যাচ্ছে ততই এই,, সংগীতের কথা। গুলো জীবনের সাথে। মিলে যাচ্ছে-!!.🌸💖 These tunes are and will never fade away.....🥀
হয়তো ২o বছর পরে কোনো এক নদীর কূলে বসে এই একি গানটা আবার শুনবো। হাতে থাকবে জ্বলন্ত চারমিনা আর হৃদয়ভরা বিরহের আমায় করবে গ্রাসঃ। শুধু তোমায় না পাওয়র যন্ত্রনায়।
এই গাণ গুলো শুনলে মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্ট গুলো মনের অজান্তেই হুহু করে উঠে, চোখটা জ্বলে ছলছলে হয়ে যায়, মুখ দিয়ে দীর্ঘ শ্বাস বের হয়ে আসে, আমাদের গুরু ছিল বলেই আমরা এই গান গুলো শুনতে পারলাম জীবন বড়োই নিষ্ঠুর 😂😂😂😂😂😂
কমেন্ট করে যাচ্ছি। পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও এই স্মৃতিটা থেকে যায়।বড় হচ্ছি আর মনে হচ্ছে এই গানগুলো খুব ভালো ভাবে অনুভব করতে পারছি।ভাবলেই এই কষ্ট পৃথিবীতে যতো প্রিয় মানুষ আছে তাদের ছেড়ে একদিন চলে যেতে হবে
গানটি আমি প্রায়ই শুনি, আর ভাবি জীবনের মানেটা আসলে কি !...এটি একটি গান নয়, এর সাথে জড়িয়ে আছে আবেগ, চেতনা ও পুরোনো স্মৃতি ! আধুনিক অনেক গান শুনি, তবে মানতে বাধ্য হয়েছি যে রবীন্দ্র সংগীতে যে মানে লুকিয়ে আছে, তা আজকের অনেক গানেই নেই...🍁
কবিগুরুর আবিষ্কার এবং লগ্নাদির কন্ঠ মনটাকে ষে কোন মহাশুন্যে নিয়ে হারিয়ে ফেলে বুঝতেই পারছি না। ধন্যবাদ দিদি তোমাকে এমন একটি সুন্দর মুহুর্ত উপহার দেওয়ার জন্য।
আহ্ রবীন্দ্রনাথ,,,এই গানটা শোনার সময় নিজের মধ্যে হারিয়ে যায়নি এমন একটি লোক ও কি পাওয়া যাবে???? মৃত্যু যে এতো মধুর হতে পারে সেটা শুধুমাত্র এই গানটি শোনার সময় উপলব্ধি করতে পারি।
জীবনের একমাত্র নির্মম সত্যি টা রবি ঠাকুর এই গানে বলে গিয়েছেন! ছোটবেলা যখন এই গান শুনেছি..তখন গানের কথা গুলোর অর্থ বুঝিনি। তবে এখন বুঝি আর নিজের অজান্তেই চোখের কোন দিয়ে অশ্রু ঝড়ে😢 খুব কস্ট পাই এই নির্মম সত্যি টা মেনে নিতে। তবুও মেনে নিই,নিতে হয়😢
আজকে এই গানটি শুনে কমেন্ট করে গেলাম, ৩০ বছর পর একাকী বসে যখন আবার এই সুরের স্পর্শে আসব, তখন হারিয়ে যাওয়া দিনগুলোর ছায়া ঘিরে ধরবে আমাকে। জীবনের অধূরতার সুর মিশে যাবে এই সুরের সাথে, আর হৃদয়ের কোণে জমে থাকা স্মৃতিগুলো হাজির হবে চোখের সামনে।"
🥀 ভালোবাসায় থাকে বিরহ সেই বিরহে ছোঁয়া পাওয়া যায় এই সব গানে। বর্তমান সালে এসে যারা এই গানগুলি শুনছে, তাদের রুচিবোধ অসাধা রণ! আহা! কি মায়াবী সুর ভাগ্যিস বাঙালি হয়ে জন্ম নিয়ে ছিলাম। তা না হলে এই গান গুলো মিস করতাম।🥀14.12.2023.
রাত 2:08 বাজে অন্ধ্যকার রুম আর কানে হেডফোন চোখের এক কোন এ জল 😅💔গানটার সাথে অনেক স্মৃতি অনেক জীবনের স্টোরি জড়িয়ে আছে...!😅কমেন্ট টা করে রেখে গেলাম যাতে যত বছর পর কমেন্ট টা তে লাইক দিলে আবার শুনতে আসবো ,,,,😊
এক বুক কষ্ট নিয়ে গানটা শুনি আর আজ স্মৃতি রেখে গেলাম যদি কেউ লাইক করে আবারো শুনবো ।তার কাছে হয়তো পৌঁছাবে না । খুবই একা আজ কোনোদিন খুব করে খুজবে আর পাবে না...
একজন স্বাধীন নারীর প্রেমে পরে একজন পুরুষ,ওই ছোটোবেলায় কোনো নতুন কিছু দেখলে তার ওপর যেমন মায়া পরে যাই খানিকটা ওই রকম। আর সেই প্রেমের অনেক অনুভূতি রবি ঠাকুরের গানের মাধ্যমে খানিকটা অনুভব করা যায় 🥰
বন্ধু মানে ভীষণ অভিমান, বন্ধু মানে এমঅন কিছু কথা, যা শুধু ওদের ই বলা যায় বন্ধু মানে অনেক খানি অধিকার ,যার কাছে কোনো দ্বিধা নেই যাকে অকারণেই ইচ্ছামতো জ্বালাইতে পারি আর একবুক দুষ্টুমি বুদ্ধি❤
এই গানটা শুনে আমার ব্লাড পেসার কিছুক্ষনের জন্য 120/80 থেকে 100/60 এ নেমে এসেছিলো, নিজের মধ্যে সবকিছু থাকা স্বত্তেও কোথাও যেন মনে হচ্ছে কিছু missing আছে আর তাকে খোঁজার জন্য মন ছটফট করছে,আজ থেকে প্রায় 130-140 বছর আগে আমাদের কবিগুরুর মনের অবস্থা ঠিক এমনই ছিলো হয়তো তাঁর দুঃখের গল্প শুনাতে আমাদের জন্য এই উপহার তিনি রেখে গেছেন,আজ আমরা সবাই তার ভুক্তভোগী!.....
নিজের অজান্তেই চোখে জল চলে আসে.....একমুহুর্তের জন্য সব কিছু থমকে যায়, ভালো খারাপ সব ভুলে গিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে প্রতিটা লাইন শুধু অনুভব করতে থাকি.....❤ অসম্ভব সুন্দর.... ।✨🌻
@@Niyamatulla1211 মাটি চাপা দিয়ে দিতে কষ্ট হয়না?? তার নিঃশ্বাস চলবে কি করে?? মাটির পোকামাকড় আপনার প্রিয় মানুষটির দেহ কুরে কুরে খাবে কষ্ট হবেনা?? কি আজিব পাষন্ড রে ভাই আপনারা। পঞ্চমহাভূতে লীন হওয়া নিয়ে দরকার এটাই তো। তত্ত্ব না বুঝে সব জায়গায় ধর্ম টেনে আনেন কেন?? আপনাদের জন্য দাঙ্গা হয় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়।
@@Niyamatulla1211 ধর্মচারণ বা ধর্ম নিয়ে এইভাবে কটাক্ষ করার আপনার অধিকার নেই। আপনি সনাতন ধর্ম কে পছন্দ নাই করতে পারেন , তা বলে লোকাচার গুলি সম্বন্ধে কিছু না জেনেই প্রশ্ন করে হাসির খোরাক হবেন না সবার কাছে। আগে আপনি সনাতন সংস্কৃতি সম্বন্ধে জানুন, তারপর না হয় মন্তব্য করবেন!!
সেই ছোট বেলায় প্রাইমারি স্কুলে একটা স্যারের গলায় এই গান শুনেছিলাম!! ছোটবেলা থেকেই এইসব গানের প্রতি ভালবাসা আজও একটুকুও কমেনি আর কমবেও না!! ভালোবাসার প্রতিশ্রুতি রয়ে গেল....
এটি এমন একটি গান, যেটি সবার জীবনে আসবে, চিরন্তন কিছু সত্য যেন এই গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে । আজ আছি কাল নেই এটাই তো বাস্তব। তাও যত দিন আছি বাড়ে বাড়ে ফিরে আসবো এর টানে, শেষ সময় যখন আসন্ন তখন নাই বা মনে রাখলে, কিই বা যায় আসে। মনে রাখা মানেই তো কষ্ট।
ওয়াও অসাধারণ, লগ্নজিতার কন্ঠে গানটি আবার নতুন ভাবে রুপ পেল। আমার হৃদয় ছুঁয়ে গেল, এখন গভীর রাত- মনের সুখে গানটি শুনতেছি। মনটা একটু ভারী ভারী লাগতেছে, দু'চোখের মাঝে হালকা পানি এসেছে।
আমার জীবনে যতোগুলো শিল্পীর মুখে এই গানটি শুনেছি সবচেয়ে বেশি মধুময় শুরে এই গায়িকার গানটিই আমার হৃদয়কে স্পর্শ করেছে। আমি একসাথে ৪/৫ বার গানটি মনোযোগ সহকারে শুনি আর আমার ছোটবেলার স্মৃতিগুলো জেগে উঠে। এই শিল্পীকে আমি ধন্যবাদ জানাচ্ছি গানটিকে এতো মধুর করে গাওয়ার জন্য। আর মহান সৃষ্টি কর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এই মেয়েটির গলায় এমন সুর দেওায়র জন্য।
জীবনে একটি বার তোমার চরণ তলে মাথা স্পর্শ করতে চায় আমি।। জীবন জুড়িয়ে যায় তোমার গলার আওয়াজে।। কত পুরনো স্মৃতি কতো আবেগ কত হাসি কান্না মনে পড়ে তোমার গলার আওয়াজ শুনলে।। তোমার চরণে একটি বার আমায় জায়গা দিও 🙏
যখন ছোট বেলায় এইসব গান শুনতাম, তখন খুব একটা বিরক্ত লাগতো😊,কিন্তু এখন বয়স বেড়ে উঠার সাথে সাথে গানগুলো আমার আত্মার সাথে সম্পৃক্ত হয়ে যায়😢😢।
বুঝতে পারছি বড় হয়ে উঠা যে কতো কঠিন যতই দিন যাচ্ছে সামনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি.আজকে কমেন্ট করে গেলাম অন্তত কেউ না কেউ আমার কমেন্টের রিপ্লে দিয়ে গানটা আরেকবার শুনার সুযোগ হবে🙂.
বিনম্র শ্রদ্ধা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর🙏🙏
❤
আপনার সাথে সহমত
আজকের দিনে গানটার খুব ভাল লাগল, আজ ২৫ বৈশাখ।
❤
বিরহ এর মধ্যে ও যে অসাধারণ সুখ লুকিয়ে আছে সেটা রবি ঠাকুরের গান গুলো শুনলেই উপলব্ধি করা যায় 😌😌
Ekdom ❤❤❤ ❤
Ha❤
Hmmmm 😢😢😢😢 অনেক অনেক শ্রদ্ধা কবি কে❤❤❤❤❤❤
যারা যারা গানটি শুনবেন,আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন যে, তুমি গানটা শুনতে ভুলে গেছো।আমি এই গানটিকে অনেক ভালোবাসি মাঝে মাঝে নিজের ব্যস্ততায় ভুলে যাই। এখন নিজের গা থেকে অনেক দূরে আর কখনো হাটা হবে না। এই গান আমাকে স্মরণ করিয়ে দেয় আমার গ্রামকে। I dedicated all of here comment to my প্রিয়দর্শিনী।
❤
Sunun ganta sunlei Gaye sihoron dey
Valo laglo. Oppret. Sar momoty.
Ami ace
❤
আমি আজ কমেন্ট করে যাচ্ছি। যদি কখনও আবার কেউ এসে গানটা শুনে এবং আমার কমেন্টে লাইক দেয় তাহলে আবারও আমার গানটা শুনা হবে।
Mony rakbo. Cirodin.
Like
⁰p@@abhijitsadhu5779
আমি প্রতিদিন ২ বার করে শুনি গান টা ❤
আপনারা কি সব গানে গানে গিয়ে এসব কমেন্ট করে থাকেন ,প্রতিদিন কত করে পান 😁 ?
1:45 am রাতে এই গানটি শুনছি এই গানটা যতবার শুনি ততবার নিজেকে নিজে সান্তনা দিই 😢....... এই গানটা মধ্যে অদ্ভুত শান্তি আছে 😔.......
Same timing e amio sunchi❤
1;40 am 🥹
Thik
Hmmm😅
1.21 am
শৌশব ফিরে না আসলেও এই কালজয়ী গান শুনে শৌশবের সৃতিচারন করা যায়,
শৌশব কাটানো সেই খালের পাড়ের গাছতলায়,সেই পুলের উপরে, স্কুলের বারান্দায় হয়তো বা আর পায় পড়বে না,আগের মতো আড্ডাও জমবে না😢
এই গানের মাধ্যমে মনে পড়ে গেল আমার দূরন্ত সোনালী শৌশব
শৌশব সবসময় সোনালী হয়।
আমি বারবার শুনতে আসবো এই গান যতবার আমার ফোনে নোটিফিকেশন আসবে।
শৈশব বানান টা ঠিক করুন pls চোখে লাগছে
Woo 😊
শৈশব হবে ।বানান টি ভুল ছিল কিছু মনে নিবেন না
হবে শৈশব।
আমি আজ কমেন্ট করে যাচ্ছি!! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই!❤
অবশ্যই
❤❤❤❤❤
❤❤❤
এইসব বিলা খাওয়া কমেন্ট বাদ দেন মিয়া 😂
❤❤❤❤
দেশের বাইরে এসে,এই গান গুলি আরো বেশি বেশি করে শুনতে ভালো লাগে,চারিদিকে সবাই অচেনা হলেও মনের ভেতরে এই চেনা গান গুলি যেনো সারাক্ষণ যাওয়া আসা করে,এই পৃথিবীতে রবি ঠাকুরের গানের মধ্যে দিয়েই সারাজীবন বাঙালিরা বেঁচে থাকবে।🙏
সব কিছু শান্ত আর চুপ-চাপ লাগে গানটা শুনলেই, অজান্তেই মনটা ভরাক্রান্ত হয়ে ওঠে।
মৃত্যুর কথা মনে পরে যায়, প্রিয় মানুষগুলোর মুখ বার বার চোখের সামনে ভাসতে থাকে।
আহা! এই প্রিয়দের ছেড়ে একদিন চলে যেতে হবে।😢
🥀 আজ আমি কমেন্ট রেখে গেলাম। বহু বছর পরে আমি যখন আর থাকবো না। তখন যে কেউ ক্লান্ত দুপুরে , নয়তো শান্ত সন্ধ্যায় একাকী গানটি শুনবে, আর জীবনের মানে বুঝবে। মনে রেখো গানটা বড্ড প্রিয় ছিল আমার। দারুন গেয়েছেন। শুনে মনটা ভরে গেল।🥀 18.12.2023.
মন ছুঁয়ে যায় প্রাণ ভরে যায় নায়নে অশ্রু করে টলমল। মন কোথাচলে যায় জানি না।
18.12.2023 এই দিনটাতেও কি সুন্দর আমরা একসাথে ছিলাম,,, সেসব দিন কি আর ফিরবে না?? 😟😩😔
Osadharon,,.....
@@PrativaHalder-e6n আজও আছি তো!
Very good
গানটি শোনার পরে ভিতরে কেমন জানি একটা মোচড় দিয়ে উঠলো।
সত্যিই অসাধারণ হয়েছে।
গানটি যতবারই শুনি বারবার শোনার ইচ্ছা করে ভালোবাসার মানুষটি এখনো গানের সাথে বেঁচে আছে। এই গানটা শুনলে আমার ভালোবাসার মানুষের কথা মনে পড়ে যায়
মৃত্যু যে এতো মধুর হতে পারে সেটা শুধুমাত্র এই গানটা শোনার সময় উপলব্ধি করতে পারি।।
আপনি কতবার মরেছেন ?
@@shahnazsultana4200 right 😅😂😂😂
আসলে সে বোঝাতে চেষ্টা করেছেন -- এই পৃথিবীতে আমি নামক সত্ত্বাটির বাস্তব প্রেক্ষাপট কেমন চাহিদা হতে পারে।
Mittu mane toh mukti ....khacher manus take nijer pase dekhe morar theke boro santi er kise ...
Sarat Chandra o likhe gechen" Devdas" er sesw
নাই মৃত্যু নাই।আমি তো বারেবারে এইভাবেই আসবো যাবো।একটা গানে সমগ্র জীবন উপাখ্যান।লগ্নজিতার উপস্থাপনা অতুলনীয়।
আমি রবীন্দ্র সঙ্গিত এর ভক্ত 🙂
যতগুলো রবীন্দ্রনাথ ঠাকুর এর গান আছে তার মধ্যে এটা একটু বেশিই বেস্ট ❤
❤❤
thik bolchen
sotti tai
@@mafia.tomboy...15f
❤❤❤❤
পৃথিবী যতো দিন টিকে থাকবে
ততোদিন এই গানগুলো মানুষের প্রিয় গান হয়ে রয়ে যাবে।।
Sob. Thik hoye. Zeto. Ager. Moton. Maze maze. Akto. Kota. Na. Boly. Valo. Soodo. Kamo. Aso???onek. Door teke. Kono ak. Gayer. Teke. Blbo. Kamon. Aso ay kotatokor. Zonno. Ato. Kiso. Voye. Lozza. Sober. Teke. Araly. .. 5er poreo. Bolbo. Balo lagte lagte. TAke. Kokon. Ze. Valo besesi. Nezu. ZAniny. Akono. Bolbo. Tomi. Kamo. Aso..? Amer. Kota. Nay. Ba. Mone. Rakily. Zokon. Porbena more paye. Cinno. Ay bake... Preo. Zody. Ganer kota ty. VAlo lGe. THoly. Akto noy. Amake. Ay. Obalye. Sorun. Korio.. Tomari. Sorony..... Ciro din. Tomi ze. Amer.. R karo. Nu
রবীন্দ্রনাথ ছাড়া এসব গান আর কারো কলম দিয়ে বের হতো না! রবীন্দ্রনাথ একাই বাংলা ভাষার সব শাখাকে হাজার বছর এগিয়ে দিয়েছেন।
খুব চমৎকার হয়েছে। লগ্নজিতা'র কন্ঠে এমনিই এক ধরনের মাদকতা এবং আহ্লাদ আছে। এই গানে তা একদমই দারুন ভাবে ম্যাচ করে গেছে। এক কথায় অনবদ্য। ভালবাসা নিও। 🇧🇩 থেকে।
ছোটো বেলায় যখন রবীন্দ্র সংগীত,,
ও নজরুল সংগীত,, শুনতাম তখন.... বিরক্তিকর মনে'হত কারণ! তখন,,
বোঝার মতো বয়স ছিল না।
কিন্তু যতই,, দিন যাচ্ছে ততই এই,,
সংগীতের কথা। গুলো জীবনের সাথে।
মিলে যাচ্ছে-!!.🌸💖
These tunes are and will never
fade away.....🥀
tik
Choto Bela te Jokhon ei gan gulo suntom nije k bokachoda mone hoto ekhon bokachoda hoe ei gaan gula sunchi😂
Right 😢
Same
Amar barir sobai Tagore e asokto .. tai ami jedin theke jnan sedin theke Tagore's song ..
হয়তো ২o বছর পরে কোনো এক নদীর কূলে বসে এই একি গানটা আবার শুনবো। হাতে থাকবে জ্বলন্ত চারমিনা আর হৃদয়ভরা বিরহের আমায় করবে গ্রাসঃ। শুধু তোমায় না পাওয়র যন্ত্রনায়।
Sange akta hate bottle rhakben
😂😂 মাতাল
Splendide Voice and Composition......(!) EXTRAORDINAIRE.......! Love with Respect from France......!
গানটা শুনে বাবাকে খুব মিস করছি।আরেক বার যদি ফিরে আসতো। কেন হারিয়ে গেলে এভাবে।😭😭😭😭
বাবা মানে অতিপতি শান্তি, বাবা মানে হাজার শুখের কারণ । বাবা তুমি কেনো চলে গেলে তেমার মতো কেও ভালোবাসে না
বাবা, কতোদিন কতোদিন দেখিনা তোমায় ... ...... !!!!!!!
মিস করি বাবা তোমাকে 😢😢
Amio 'ma' ke...3 bochor hoye gelo ma nei😔
এই গাণ গুলো শুনলে মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্ট গুলো মনের অজান্তেই হুহু করে উঠে, চোখটা জ্বলে ছলছলে হয়ে যায়, মুখ দিয়ে দীর্ঘ শ্বাস বের হয়ে আসে, আমাদের গুরু ছিল বলেই আমরা এই গান গুলো শুনতে পারলাম জীবন বড়োই নিষ্ঠুর 😂😂😂😂😂😂
স্মৃতির পাতায় চির অমর হয়ে থাকবে গানটি,, মনে পরে যায় সেই পুরোনো কথা গুলো গান টা শুনলে। মনে হয় কী যেন হারিয়ে ফেলেছি জীবন থেকে। যা কেবল শুধু স্মৃতি 😔
কমেন্ট করে যাচ্ছি। পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও এই স্মৃতিটা থেকে যায়।বড় হচ্ছি আর মনে হচ্ছে এই গানগুলো খুব ভালো ভাবে অনুভব করতে পারছি।ভাবলেই এই কষ্ট পৃথিবীতে যতো প্রিয় মানুষ আছে তাদের ছেড়ে একদিন চলে যেতে হবে
Plz akta like diye jaben jate abar ai gan ta abar sunte pari🙂🥺
Ami like dilam sunun
Ami like delam
Ami like dilam apner iccha puron hok
Qqqqqqqqqqqqqqqqqqql😊@@Chakraborty434
Abar sonar sujog kore dilam 😌🩷
গানটি আমি প্রায়ই শুনি, আর ভাবি জীবনের মানেটা আসলে কি !...এটি একটি গান নয়, এর সাথে জড়িয়ে আছে আবেগ, চেতনা ও পুরোনো স্মৃতি !
আধুনিক অনেক গান শুনি, তবে মানতে বাধ্য হয়েছি যে রবীন্দ্র সংগীতে যে মানে লুকিয়ে আছে, তা আজকের অনেক গানেই নেই...🍁
রবীন্দ্র সংগিত মানে আলাদা একটা অনুভূতি।
কি মধুর গান।🥰🥰🥰
কবিগুরুর আবিষ্কার এবং লগ্নাদির কন্ঠ মনটাকে ষে কোন মহাশুন্যে নিয়ে হারিয়ে ফেলে বুঝতেই পারছি না। ধন্যবাদ দিদি তোমাকে এমন একটি সুন্দর মুহুর্ত উপহার দেওয়ার জন্য।
আহ্ রবীন্দ্রনাথ,,,এই গানটা শোনার সময় নিজের মধ্যে হারিয়ে যায়নি এমন একটি লোক ও কি পাওয়া যাবে????
মৃত্যু যে এতো মধুর হতে পারে সেটা শুধুমাত্র এই গানটি শোনার সময় উপলব্ধি করতে পারি।
গানটি আমি এই প্রথম বার শুনছি খুবই ভালো লাগলো তাই কমেন্ট করে গেলাম . আবার আসবো শুনতে ❤
জীবনের একমাত্র নির্মম সত্যি টা রবি ঠাকুর এই গানে বলে গিয়েছেন! ছোটবেলা যখন এই গান শুনেছি..তখন গানের কথা গুলোর অর্থ বুঝিনি। তবে এখন বুঝি আর নিজের অজান্তেই চোখের কোন দিয়ে অশ্রু ঝড়ে😢 খুব কস্ট পাই এই নির্মম সত্যি টা মেনে নিতে। তবুও মেনে নিই,নিতে হয়😢
আজকে এই গানটি শুনে কমেন্ট করে গেলাম, ৩০ বছর পর একাকী বসে যখন আবার এই সুরের স্পর্শে আসব, তখন হারিয়ে যাওয়া দিনগুলোর ছায়া ঘিরে ধরবে আমাকে। জীবনের অধূরতার সুর মিশে যাবে এই সুরের সাথে, আর হৃদয়ের কোণে জমে থাকা স্মৃতিগুলো হাজির হবে চোখের সামনে।"
2024কে.কে গান টা সুনলে লাইক দিবা❤
Ami like pore diyechi age tomar প্রোফাইল পিকচার ta dekhechi😅😅because I am a bts army 💜 😅😅
OMG u r an army me too
💜💜💜💜💜💜💜💜
We purple u bts
শুনলে
বানান ঠিক করে লিখুন
Amio BTS army 💜💜
2025....
1998 সালে চরম বন্যা হয়েছিলো সেই বছর। জানালার পাশে বসে এই গানটা শুনতান। আজও কানে বাজে.............❤❤❤❤❤
Bhhh
জর্জ দার কণ্ঠে
🥀 ভালোবাসায় থাকে বিরহ সেই বিরহে ছোঁয়া পাওয়া যায় এই সব গানে। বর্তমান সালে এসে যারা এই গানগুলি শুনছে, তাদের রুচিবোধ অসাধা রণ! আহা! কি মায়াবী সুর ভাগ্যিস বাঙালি হয়ে জন্ম নিয়ে ছিলাম। তা না হলে এই গান গুলো মিস করতাম।🥀14.12.2023.
😊😊
😊
😊
একদম সত্যি কথা। ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম তাই এই গানগুলো শুনতে পারছি, মন ভরে,।।
Omg me in 15 December 2023 at 8:25 pm...❤❤🎉🎉
রাত 2:08 বাজে অন্ধ্যকার রুম আর কানে হেডফোন চোখের এক কোন এ জল 😅💔গানটার সাথে অনেক স্মৃতি অনেক জীবনের স্টোরি জড়িয়ে আছে...!😅কমেন্ট টা করে রেখে গেলাম যাতে যত বছর পর কমেন্ট টা তে লাইক দিলে আবার শুনতে আসবো ,,,,😊
Ason sone jan
জীবন নশ্বর কিন্তু মৃত্যু অবিনশ্বর সত্য। এই চিরন্তন সত্যটিই কবি গুরু অসাধারণ সারল্যে প্রকাশ করে গিয়েছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর এর গান মানেই মানবিকতার বিশুদ্ধ চর্চা। পাশাপাশি প্রাকৃতিক আনন্দ অনুভব করা যায়।। ঈশ্বর সকলকে ভালো রাখুন এই প্রার্থনা করি ❤
Lagnajita দির গলায় একটা আলাদা ই feeling আছে, যেটা বলে প্রকাশ করা যাবে না, খুব ই unique
ভাষা দিয়ে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারব না, এতো ভালো হয়েছে। ধন্যবাদ এমন একটা গান আমাদের উপহার দেওয়ার জন্যে 🙏
এক বুক কষ্ট নিয়ে গানটা শুনি আর আজ স্মৃতি রেখে গেলাম যদি কেউ লাইক করে আবারো শুনবো ।তার কাছে হয়তো পৌঁছাবে না । খুবই একা আজ কোনোদিন খুব করে খুজবে আর পাবে না...
Abar shunar shujuk kore dilam
@@KhirolIslam-lm3yd akdom...
Amio kosto pele ganta shuni😢
রবীন্দ্র সংগীত মানেই এক আলাদা শান্তি..... 🥰 আর এই গানটার এক অন্য শান্তি 🙂🙂
একজন স্বাধীন নারীর প্রেমে পরে একজন পুরুষ,ওই ছোটোবেলায় কোনো নতুন কিছু দেখলে তার ওপর যেমন মায়া পরে যাই খানিকটা ওই রকম। আর সেই প্রেমের অনেক অনুভূতি রবি ঠাকুরের গানের মাধ্যমে খানিকটা অনুভব করা যায় 🥰
AbbHi❤❤
কি যেন একটা জাদুকরী কন্ঠ আছে তোমার ...... সত্যি মন ভালো হয়ে যায়। ভালোবাসা বাংলাদেশ থেকে🇧🇩
গানটা আমার অনেক অনেক ভালো লাগছে❤।যতবার লাইক পাবো ততবার গানটা শুনতে আসবো।❤️😊
অসাধারণ গানটি, কমেন্ট করে রাখলাম যাতে কেউ লাইক দিলে আবার নোটিফিকেশন আসে যাতে আবার গানটি শুনতে পাই।
2024 এসে কে কে শুনচ্ছো🎉🎉
আমি 😊
আমি
Ami sunlam
Ami
2030 সালে শুনছি।
বন্ধু মানে ভীষণ অভিমান,
বন্ধু মানে এমঅন কিছু কথা, যা শুধু ওদের ই বলা যায়
বন্ধু মানে অনেক খানি অধিকার
,যার কাছে কোনো দ্বিধা নেই
যাকে অকারণেই ইচ্ছামতো জ্বালাইতে পারি
আর একবুক দুষ্টুমি বুদ্ধি❤
হুম😢😢😢😢😢😢😢😢
Ekdom sotti kotha ❤
Ekdom sotti kotha ❤
এই গানটা শুনে আমার ব্লাড পেসার কিছুক্ষনের জন্য 120/80 থেকে 100/60 এ নেমে এসেছিলো, নিজের মধ্যে সবকিছু থাকা স্বত্তেও কোথাও যেন মনে হচ্ছে কিছু missing আছে আর তাকে খোঁজার জন্য মন ছটফট করছে,আজ থেকে প্রায় 130-140 বছর আগে আমাদের কবিগুরুর মনের অবস্থা ঠিক এমনই ছিলো হয়তো তাঁর দুঃখের গল্প শুনাতে আমাদের জন্য এই উপহার তিনি রেখে গেছেন,আজ আমরা সবাই তার ভুক্তভোগী!.....
তুমি যত বড় হবে তত রবীন্দ্র সংগীত এর মানে বুঝতে পারবে,, প্রতিটা লাইন যেন একেকটা মনের কথা। ❤️❤️❤️
Thik bolchen apni ❤❤
পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি জায়গা, যেখানে মানুষ সবসময় নিজের ব্যক্তিত্ব তুলে ধরতে পারে,যার মধ্যে একজন ছিলেন, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর,❤
কমেন্ট করে গেলাম। পুনরায় আবার শুনব।একটা লাইক দিয়ে মনে করিয়ে দেবেন।
Parbona
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার অমূল্য সম্পদ। একশো বছর পরেও একইরকম জনপ্রিয় রয়েছে তার গান। তার গান শুনলে আলাদা শান্তি আসে ❤
রবীন্দ্র সঙ্গীত পুরান হবার নয় l
@@mujibulhaque4270 একদম ঠিক 👍
মিথ্যা সম্পর্কের হাজারটা মানুষ
থাকার চেয়ে..! 🙂 -সত্যিকারের সম্পর্কে একজন মানুষ থাকাই
ভালো🥰🤗😘
Right 😂😂.
The melancholy of Lagnajita matched perfectly to express the ethos of renunciation of Rabindranath Tagore, the soul of a Bengali..
লাগনিতার সুর ভগবান এত মধুর করে বানিয়েছে যে ওর সুরে পাগল আমি। গানের থিম দেখে মনে হচ্ছে একজন মৃত্যু গামী নারী যে অপেক্ষা করছে মৃত্যুর জন্যে 😢
😢😢😢 কেন পৃথিবীতে এসেছিলাম আল্লাহ?
জীবনের সব কিছুই অসমাপ্ত রয়ে গেল।
আপনার কাছে প্রত্যেকটি জিনিসের হিসেব আমায় দিতে হবে।
😢😢😢
খুব সুন্দর। লগ্নজিতার কন্ঠে রবীন্দ্রসংগীত নতুন করে জাগ্ৰত হয়ে ওঠলো।❤
Yy6ploo
Asolei ❤
Asolei ❤
নিজের অজান্তেই চোখে জল চলে আসে.....একমুহুর্তের জন্য সব কিছু থমকে যায়, ভালো খারাপ সব ভুলে গিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে প্রতিটা লাইন শুধু অনুভব করতে থাকি.....❤
অসম্ভব সুন্দর....
।✨🌻
আমি কমেন্ট করছি,, যুগে যুগে এই কমেন্ট দেখবে,, আর যখনই লাইক পড়বে তখনই শুনবো আবারো এই গানটা,,
যুগে যুগে স্মরনীয় হয়ে থাকবে এই গান
Tumi most perfect ei gantite,
Unparalleled
Onek shuvokamona
From Bangladesh
এখন 4:58 টা বাজে গানটা শুনতেছি কারন কালকে আমার পরিক্ষা, গান টা শুনার পর অনেক ভালো লাগলো ❤
এটা শুধু গান নয়, এটা একটা এমন অনুভূতি যা সবার হৃদয়ে দাগ কেটে যায় ।
তোমার গান শুনলে আমার বারবার মন টা ভরে ওঠে.... এক অদ্ভুত মানসিক শান্তি পাই....
বাবাকে দাহ করে গঙ্গায় অস্থি ভাসানোর পর এই গানটি শ্মশানে বাজছিল।বুক ফেটে যাচ্ছিল।আজ ও এই গান শুনে হাউ হাউ করে কাঁদলাম।
এত ভালোবাসার মানুষটিকে পুড়িয়ে কষ্ট দিতে মায়া হয় না? কি আজিব এক ধর্ম রে বাবা।
@@Niyamatulla1211 মাটি চাপা দিয়ে দিতে কষ্ট হয়না?? তার নিঃশ্বাস চলবে কি করে?? মাটির পোকামাকড় আপনার প্রিয় মানুষটির দেহ কুরে কুরে খাবে কষ্ট হবেনা?? কি আজিব পাষন্ড রে ভাই আপনারা।
পঞ্চমহাভূতে লীন হওয়া নিয়ে দরকার এটাই তো। তত্ত্ব না বুঝে সব জায়গায় ধর্ম টেনে আনেন কেন?? আপনাদের জন্য দাঙ্গা হয় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়।
@@Niyamatulla1211azsseessww
😢😢😢😢
@@Niyamatulla1211 ধর্মচারণ বা ধর্ম নিয়ে এইভাবে কটাক্ষ করার আপনার অধিকার নেই। আপনি সনাতন ধর্ম কে পছন্দ নাই করতে পারেন , তা বলে লোকাচার গুলি সম্বন্ধে কিছু না জেনেই প্রশ্ন করে হাসির খোরাক হবেন না সবার কাছে। আগে আপনি সনাতন সংস্কৃতি সম্বন্ধে জানুন, তারপর না হয় মন্তব্য করবেন!!
Admiring a creator like you is a great inspiration for me.
সেই ছোট বেলায় প্রাইমারি স্কুলে একটা স্যারের গলায় এই গান শুনেছিলাম!! ছোটবেলা থেকেই এইসব গানের প্রতি ভালবাসা আজও একটুকুও কমেনি আর কমবেও না!! ভালোবাসার প্রতিশ্রুতি রয়ে গেল....
এতো ইমোশনাল করে গান লিখা ঠিক না,,মিস ইউ রবীন্দ্রনাথ ❤❤❤❤❤❤❤❤❤❤
😢😢😢😢😢
😂😅❤️🩹
😮😮😮😮😮
খুব খারাপ লাগে যখন এমন মহান ব্যক্তি কে অপবাদ দেওয়া হয় 😢।
ওনার সৃষ্টি অনবদ্য।
শিল্পীর গলার মাধুর্য এই অসাধারণ গানকে এক অন্য মাত্রা দিয়েছে। আমি আপ্লুত হচ্ছি বারবার এই গান শুনে। শিল্পীকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।
যখন মনের উত্তাল বিষন্নতা কেও বোঝে না , তখন ঠিক নিজেকে এই গানের মধ্যে হারিয়ে ফেলি💔🙂
❤❤
এটি এমন একটি গান, যেটি সবার জীবনে আসবে, চিরন্তন কিছু সত্য যেন এই গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে । আজ আছি কাল নেই এটাই তো বাস্তব। তাও যত দিন আছি বাড়ে বাড়ে ফিরে আসবো এর টানে, শেষ সময় যখন আসন্ন তখন নাই বা মনে রাখলে, কিই বা যায় আসে। মনে রাখা মানেই তো কষ্ট।
এই বেদনা -মধুর সঙ্গীত হৃদয়তন্ত্রীর প্রতিটি তারে তারে আঘাত হেনে আমাকে যেন উদাসী বাউল করে তোলে। রবিঠাকুর আমার বুকের ভেতর আসন পেতে বসেন! 🙏
বালিকা তুমি রবীন্দ্র সংগীত বুঝো না,তুমি ভালোবাসার মানে বুঝবে কি করে😊🥰
2044 সালের জন্য একটা কমেন্ট করে গেলাম যখন 20বছর পর কোনো লাইক পেয়ে আবার শুনতে আসবো কোনো এক সন্ধেই
Hmmmm
রবী ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর আমাদের প্রেমের ঠাকুর।
এতটা মানসিক যন্ত্রণার মধ্যে আছি ভালো থাকার কিছু গানের মধ্যে এটা একটি❤❤❤
ওয়াও অসাধারণ, লগ্নজিতার কন্ঠে গানটি আবার নতুন ভাবে রুপ পেল।
আমার হৃদয় ছুঁয়ে গেল, এখন গভীর রাত- মনের সুখে গানটি শুনতেছি।
মনটা একটু ভারী ভারী লাগতেছে, দু'চোখের মাঝে হালকা পানি এসেছে।
আমার খারাপ সময়ে যখন কেউ পাশে থাকবে না তখন ভগবান রবীন্দ্রনাথ ঠাকুর এর এই গানটা আমাকে সঠিক পথ দেখাবে ।
আমার জীবনে যতোগুলো শিল্পীর মুখে এই গানটি শুনেছি সবচেয়ে বেশি মধুময় শুরে এই গায়িকার গানটিই আমার হৃদয়কে স্পর্শ করেছে। আমি একসাথে ৪/৫ বার গানটি মনোযোগ সহকারে শুনি আর আমার ছোটবেলার স্মৃতিগুলো জেগে উঠে। এই শিল্পীকে আমি ধন্যবাদ জানাচ্ছি গানটিকে এতো মধুর করে গাওয়ার জন্য। আর মহান সৃষ্টি কর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এই মেয়েটির গলায় এমন সুর দেওায়র জন্য।
its winter night...11.45! a depressed soul searching peace with it❤
2024এসেও এখনও কে শুনছো❤
আমি ❤
আমার ভীষণ প্রিয় গান টা❤
হ্যাঁ,পছন্দের একটা গান
Evergreen Rabindrasangeet, 2024 or 3024
Very outstanding, overwhelmed!
2025 e sunlam😊❤
জীবনে একটি বার তোমার চরণ তলে মাথা স্পর্শ করতে চায় আমি।। জীবন জুড়িয়ে যায় তোমার গলার আওয়াজে।। কত পুরনো স্মৃতি কতো আবেগ কত হাসি কান্না মনে পড়ে তোমার গলার আওয়াজ শুনলে।। তোমার চরণে একটি বার আমায় জায়গা দিও 🙏
Zody. Pro. Zyga. Dokol kore nio. Mon diye. Prann diye. Valo bese. Zody. Gan. Valo lage. Ami. Kono. Koby. Noy. Kono. Darsonik. O. Noy. Ami. Sammanoy. Akzone. Manosh.
Ajk sune comment korlam hoito jokhon notification asve tokhon ami poro pare chole gesi prithibi theke onek dure
এক কথায় অনবদ্য কন্ঠ। মনে যেন এই গান বারবার করে শুনি। 👌👌👌👌👌
আধুনিক গানে বাস্তব জীবনে এই গানের মতো কলিজা প্রশান্তি পাই না 🥹🥹
রবীন্দ্র সঙ্গীত মানে এক আলাদা রকম অনুভূতি 🥹
বাংলা চলচ্চিত্রের কদর আজো তেমনি আছে ও থাকবে। তবে এইসব জনজীবন এর ছাপ স্পষ্ট যেখানে, সেখানে একাত্ম হয়ে যায় কল্পনা ও বাস্তব । ভীষণ রকম চেনা লাগে ।
1:48 ... love this song যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে... কেউ কমেন্টটাতে লাইক করে এই বাটের কথা আবার স্মরণ করে দিও... ❤️💜🖤
কারও একাকীত্বে ধুলো জমে
আবার কারও একাকীত্ব সোনালী রোদ্দুরের মতোন উজ্জ্বল হয়.....❤
একটা মানুষের গলা এত সুন্দর হয় কিভাবে!!
😢 মন ছুঁয়ে গেলো
দারুন গেয়েছে
যতজনের গলায় গানটা শুনেছি, লগ্নজিতার তরুণ কণ্ঠের গান টিই হৃদয় বেশি ছুঁয়ে গেলো ।
অতীতের সবকিছু মনে করিয়ে দেয় এবং অতীতের কষ্টগুলো সামনে এনে দাড় করিয়ে দেয় ।😢
মিটে যায় সব লেনাদেনা 😭😭 কিন্তু বেলা শেষে ফলাফল শুন্যই রয়ে যায় 😥
গানটা অন্য রকম শান্তি এনে দেয়❤
লগ্নজিতা চক্রবর্তীর গলায় গানটা ঠিক কেমন হবে শুনতে, এই ভেবেই লিঙ্কটায় ক্লিক করেছিলাম প্রথমদিন।
তারপর থেকে প্রতিদিন শুনছি।
অসাধারণ! অসাধারণ! মাস্টারপিস!
রবী ঠাকুরে গান মানেই ভালোবাসা😊❤️
মনের ভিতর থেকে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে। i love this song✌️
এসব 2:42 গান যুগ যুগ ধরে মানুষের মনে অমর গাথা হয়ে থাকবে। সময়ের পথে আমরা সবাই বিলীন হয়ে যাব, শুধু বিলীন হবে না এ গানগুলো।
পৃথিবীতে বোধহয় বিরহের সুর সবচেয়ে মধুর।
আক্ষেপ আর অপেক্ষা থেকে যার জন্ম
সময় চলে যাবে আমরাও শুধু রয়ে যাবে
বেদনা ভরপুর।❤