লাদাখে গাড়ী ভাড়া এবং tour plan ও অন্যান্য খুঁটিনাটি নিয়ে বিশদে আলোচনা করব একটি পর্বে। পল এর সাথে যোগাযোগ করতে চাইলে ওর নম্বর description box এ পাবেন। পরের পর্ব চেষ্টা করব রবিবার দুপুর দুটোয় দেবার। আপাতত, -5 ডিগ্রী থেকে 42 ডিগ্রী তে এসে সেটেল হবার চেষ্টা করছি 😂
ছোটবেলায় পড়ে ছিলাম, "যা আছে পৃথিবীতে, তাহা সবই আছে ভারতে", ভারতবর্ষকে ছোটো পৃথিবী বলা হয়। ভারতবর্ষ ভালোভাবে ঘুরলে পৃথিবীর আর কোথাও যাবার দরকার হয় না। অপূর্ব লাদাখ, লাদাখে একবার যে যাবে, তার লন্ডন প্যারিস, সুইডেন, সুইজারল্যান্ড কোথাও যেতে হবে না, অনেক অনেক ধন্যবাদ শিবাজীবাবু, পৃথ্বিজিতবাবু আর উৎপলবাবুকে, এবং তাঞ্জিকেও
Hmm.. Ladakh er jnno e Kashmir k bola hoy BHUSORGO. Kin2 eta akta gentle request kono jayga k kono jaygar sathe compare korben na. Ladakh akrokom sundor abar switzerland ( interlekrn railway) ba ice land finland norway england ba kenya o r ak rokom sundor. Proti ta jayga e sundor prithibi te. Eta nature er gift. India England Usa Egypt esob manus er toiri, seta nia kono jayga k best bole gorbo korar dorkar nai.. gorbo korun apni Manush r vogoban apnake amak khomota dia6 tar ei sundor srishti k duchokh vore dekhar. Akjon Teaveller ba nature lover er mon nia dekhben apnar barir upore a thaka akash ba paser gach pala k o toto tai sundor r odvut e lagbe.
ভিডিও নিয়ে কিছু বলার ভাষা নেই এই মুহূর্তে। শুধু এইটুকু বলি, লাদাখে স্থানীয় মানুষের যে আতিথেয়তা আপনারা পেলেন তার কোনো পরিমাপ হয় না। এ এক অমুল্য পাওয়া। ❤❤❤❤❤❤❤❤
Aj vedio dekhe akdom spellbound hoye gachi.Kono bisheshon i deya jabe na.Ki apurbo janol ak swapner desh borof a dhaka.Khub bhalo laglo local manush der athitheyo ta.Konodi hoyto jete parbo na kintu explorer shibaji sob dekhiye dilen.Bhalo thakben
Jar mon valo tar sob valo..... AMR Mone hoy jokhon kharap manuser sathe sakhat hoy manusotto theke pray mon uthe jabe tokhon ei video gulo ro dekha uchit..... Sotti apnara valo manus.....a big big thanks
অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!! পৃথিবীর স্বর্গীয় রূপ দেখলাম। স্বর্গে তো জীবদ্দশায় কেউ যেতে পারে না, তবুও এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানকার নৈসর্গিক রূপ স্বর্গের চেয়ে কম কিছু নয়, এবং সেটাও চাক্ষুষ করা অতি ভাগ্যবানের কপালে জোটে, যেটা আপনাদের পক্ষে সম্ভব হয়েছে এবং আমরাও আপনাদের ভিডিও-র মাধ্যমে চাক্ষুষ করে উপভোগ করছি, এটাও আমাদের ভাগ্যের ব্যাপার। এই 2024 এর এপ্রিল-মে মাস নাগাদ আমারও লে - লাদাখ ভ্রমণের ইচ্ছা ছিল। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে গত 2023 এর অক্টোবরে উত্তরাখণ্ড চারধাম থেকে ফিরে এসে কার্ডিয়াক স্ট্রোকের কবলে পড়ি। অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেইন বসানো হয়েছে। এমতাবস্থায় চিকিৎসকের অনুমতি বোধহয় পাওয়া যাবে না, তবে এখনও মনের জোর আছে এবং সর্বোপরি আপনার ব্লগ গুলো থেকে অনুপ্রেরণা পাই।
কোথা দিয়ে সময় চলে গেলো বুঝতেই পারলাম না, প্রাকৃতিক দৃশ্য নিয়ে কোনো ভাষা প্রয়োগ করতে পারছি না এতো সুন্দর এতো সুন্দর,আর আপনাদের দুই সঙ্গী এতো ভালো মানে ড্রাইভার দাদা ও উৎপল ভাই, সত্যি অনেকে ladakh যায় কিন্তু এতো সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখালেন দারুণ,পাহাড়ী মানুষের অতিথি সেবা দারুণ,ওরা সহজ সরল, আর যে বাঙালিরা ব্যবসা ওনাকে ঠকিয়েছে তাদের কোনোদিন ভালো হবে না,যদি কোনোদিন ওইদিকে যেতে পারি উৎপলবাবুর সাথে যাওয়ার ইচ্ছা রইল
এক কথায় অসাধারন,অপূর্ব, এতো সুন্দর জায়গা দেখতে দেখতে ঘোরের মধ্যে ছিলাম আর জায়গাটা যে ভারতবর্ষের মধ্যে সেটা বিশ্বাসী হচ্ছিলোনা। অশেষ ধন্যবাদ explorar শিবাজী ও তার দলের সবাইকে একটা স্বর্গ রাজ্যে নিয়ে যাবার জন্য। উপরি পাওনা ওখানকার দারুণ বন্ধু তানজিন আর তার সরল কিন্তু মহামূল্যবান হৃদয় ছোঁয়ানো অতিথিয়তা। 🌹🌹🌹🌹🌹
দারুন অভিজ্ঞতা অসম্ভব সুন্দর একটা এপিসোড মুগ্ধ হয়ে দেখলাম অনির্বচনীয় প্রাকৃতিক সৌন্দর্য, অবর্ননীয় ,ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করার জন্য
অতুলনীয় ভিডিও। যেমনি সুন্দর প্রকৃতির রূপ, তেমনি সট্যানজিঙের ব্যবহার ও উদারতা। বিরল মানুষ। শিবাজীদা ও পৃথ্বীজিৎদা ভালো মানুষ বলেই বোধহয় এতো সুন্দর ও উদার মানুষের সাক্ষাৎ মেলে। এবারকার লাদাখ ও সংলগ্ন সমস্ত জায়গার এতো ভালো ও সুন্দর ভিডিও আগে দেখিনি। অনেক ধন্যবাদ।
কলকাতাr 40ডিগ্রী তে জ্বলে যাওয়া গরমে যখন এই অসাধারণ ভিডিও টি দেখছি,, এ যেন চোখের শান্তি, মনের শান্তি,, মনে হচ্ছে যদি ছুটে গিয়ে ছুঁতে পারতাম এক মুঠো বরফ, তাই সব শেষে না বলা অনেক বিশেষণের মধ্যে অস্ফুটে একটা শব্দ বেরোচ্ছে,, আহা কি অপূর্ব ❤❤❤❤❤❤❤❤
"এমনি করেই যায় যদি দিন যাকনা", আপনাদের দিন গুলো এমনি করেই যাচ্ছে।"কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি" এই হচ্ছে আপনাদের মন্ত্র। খুব হিংসে হয় আপনাদের দেখে। তবে পৃথ্বিজীৎ বাবুর ফটো তোলার পোজ টা কিন্তু আপনাদের দুজনের থেকে সেরা ছিল। সব কিছুই অসাধারণ লাগছে।
সত্যি স্যার আপনি প্রমাণ করেছেন " যা ভারতে নেই তা ভূভারতে নেই। Zanskar যাবার পথের অভিজ্ঞতা অতুলনিয়। তার সঙ্গে Stanzing এবং Paul র মতো সহযাত্রী। Stanzing র দাদার বাড়ি থাকার অভিজ্ঞতা টা সত্যিই দুর্লভ অভিজ্ঞতা। সবার ভাগ্যে হয়না। পরবর্তি পর্বের অপেক্ষায় আছি।
এক ভারত দেখলেই নাকি সারা বিশ্ব দেখা হয়ে যায়।আপনার ভিডিও দেখে সারা বিশ্ব দেখার চেষ্টা করছি।ড্রাইভারের বাসায় লান্চ ও থাকার বিষয়টি দুর্দান্ত লেগেছে।আমি শিলং,গৌহাটি, মেঘালয়, তুরা দেখেছি। আশা করি আগামীতে বাকি সব দেখবো। দাদা আবার কবে আসছেন বাংলাদেশে?শুভকামনা।
অসাধারণ এই দৃশ্য | এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না | একদম ঠিক বললে শিবাজী দা, "ভারত আমার ভারতবর্ষ"❤ পৃথ্বিজীৎ দা র SRK স্টাইল টা কিন্তু দারুন লাগলো |
আজ তপ্ত দুপুরে অত বরফ দেখে আমি জ্ঞানহারা হয়ে গিয়ে comment দিতে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়ল তাই লিখতে বসলাম যে আপনারা দেখালেন তাই গ্লেসিয়ার দেখলাম যা আগে খালি ভূগোল বইতে ছবি দেখেছি, এই গোটা ভিডিও তে পৃথ্বীজিৎ দা খুব কম কথা বলেছেন তবে যেটা আমার অনবদ্য লেগেছে সেটা হল যখন শিবাজী দা আপনি বরফ টা খেলেন পৃথ্বীজিৎ দা আপনাকে জিজ্ঞাসা করলে সেটা অসাধারণ কিনা ওটা আমার মনে পড়লেই হাসি পাচ্ছে। অপেক্ষায় থাকলাম সিয়াচেন, কারাকোরাম পাস আর প্যাংগং এর জন্য। আপনাদের জন্য রইল তপ্ত শুভেচ্ছা।
সত্যি এই দৃশ্য আমাদের কাছে স্বর্গ, বিশেষ করে কলকাতার এই ৪৩°temperature এ। কি ভালো যে লাগছে দেখতে, কিন্তু যারা ওখানকার বাসিন্দা তাদের কুর্নিশ না জানিয়ে পারছি না। ❤❤
Living the dream in the Zanskar Valley! 🏔️❄️ I regret not exploring this breathtaking wonder earlier. The rugged terrain, the snow-capped peaks, and the thrill of off-roading where the roads end-it’s an adventure like no other. Thanks for taking us along on this epic journey, Explorer Shibaji! 🙌🚙 #ZanskarExploration
শিবাজী দা আমার গতবছর মে মাসে লাদাখে বেড়ানোর সুযোগ হয়েছে , কিন্তু আমরা এই স্থানে আসিনি, আপনার চোখে যা দেখলাম,তার অপূর্ব সুন্দর। খুব শীঘ্রই আমি আবার লাদাখ যাবো, এমন offbit স্থানেই ঘুরতে চাই।❤🇮🇳 অতুল্য ভারত 🙏💕🇮🇳❤️❤️
Uncle ami tomar big fan tai bolchi 2023 er may-june mase ami ar amar baba ma zanskar gechilam ar kono bangalee ba onno kono tourist dekhini.Second time ladhak giyechilam. First time amar age chilo 9+ .Abar fuktal monastery trek korechilam. First kono bengali family infact 13 years old ami Ameli Chakraborty ei bibhotso trek ta complete korechilam. Tai fuktal monastery must try. Ektu na sotti bolchi onek tough ar saskostho hoye.Zanskar er most dangerous trek ota. Dangerous bolleo bhul hobe karon kono route e nei pahar er ga die hete jete hoye. Lots of love for you❤❤❤❤
সহমত হলাম না। তাহলে পরের ভিডিও গুলোতে ওনার টিকা টিপ্পনী থেকে আমরা বঞ্চিত হবো। উনি ছাড়া দেড় ইঞ্চি মাছের গল্প কেই বা বলতে পারতেন। আরও অবশ্য আছে। তবে এই মূহুর্তে এটাই মনে পড়লো। 😅😂
অপূর্ব অভিজ্ঞতা।কি বলবো ভিডিও এতো ভালো লেগেছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না।বরফের রাজ্যে আপনাদের নিশ্চয় ঐশ্বরিক অনুভুতি হয়েছে।আর সব থেকে ভালো লেগেছে Stanjing... এর gesture. এইরকম মানুষরা আছে বলেই পৃথিবী এতো সুন্দর।ভালো থাকবেন।
কি ভীষণ ভালো মানুষ গুলো । যেখানেই যাক সবাই কে আপন করে নেয় । এই একটা চ্যানেল 0% negativity. খুব ভালো থাকুন আপনারা। আর আমাদের জন্য দারুন সব ভিডিও উপহার দিন❤
আমাদের কাছে আপনাদের এই অভূতপূর্ব অভিজ্ঞতার ভিডিও দেখাও সত্যিই সৌভাগ্যের মনে হচ্ছে। আপনারা কষ্ট করে সবটা ক্যামেরাবন্দী করেছেন বলেই না আমরা ঘরে বসে এ অভিজ্ঞতার সাক্ষী রইলাম। ভীষন, ভীষন যেতে ইচ্ছা করছে।
Apnar jibon sarthok ... Ato sundor hosting... Ar ato valo manush... ..Khub valo lagche nijeri.....Kashmir er sei Manish tir katha Mone pore gelo... Seo ei stanzing er moto chilo...
অসাধারণ ভিডিও ফুটেজ এ ভাষায় প্রকাশ করা যাবে না। এখনো অনেক ভালো মানুষ পৃথিবীতে আছে। সেই জন্য তো পৃথিবী এতটা সুন্দর। ধন্যবাদ শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা কে এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।
আমি অনেক দিন হলো আপনাদের video দেখি। Ladakh tour এর video টা অনবদ্য এই কারণে যে আপনাদের presention টা মনে হচ্ছে যেন আমরা আপনাদের সঙ্গেই ঘুরতে বেরিয়ে পড়েছি।ছবিও খুব ভালো। আপনাদের এই দীর্ঘ পথের সঙ্গী হতে পারি।
ধন্যবাদ দাদা! এমন উপহার দেওয়ার জন্যে।❤ দিনের পর দিন আমরা নিজেরাই যেভাবে উষ্ণতা বাড়িয়ে চলেছি, এই দৃশ্য দেখে কেন জানি না মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। এই বৈচিত্র্য বজায় চেষ্টা করতে হবে আমাদেরই।
প্রকৃত অর্থে ভারতের এরকম সৌন্দর্য দেখানো, সাথে বর্ণনা পাওয়া দুস্কর। তবে, জায়গাগুলোর নাম, উচ্চতা, তাপমাত্রা স্ক্রীনে দেখালে সুবিধা হয়। অশেষ ধন্যবাদ🙏💕
লাদাখে গাড়ী ভাড়া এবং tour plan ও অন্যান্য খুঁটিনাটি নিয়ে বিশদে আলোচনা করব একটি পর্বে।
পল এর সাথে যোগাযোগ করতে চাইলে ওর নম্বর description box এ পাবেন। পরের পর্ব চেষ্টা করব রবিবার দুপুর দুটোয় দেবার।
আপাতত, -5 ডিগ্রী থেকে 42 ডিগ্রী তে এসে সেটেল হবার চেষ্টা করছি 😂
Drink even more water than ladakh.. 😃
হ্যা দাদা ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা ভিডিও একটু শীঘ্রই দেওয়ার চেষ্টা করলে ভালো হয়
অনেক ধন্যবাদ।অপেক্ষায় থাকলাম।
Ar koyta porbo asbe
অপেক্ষায় রইলাম।
ছোটবেলায় পড়ে ছিলাম, "যা আছে পৃথিবীতে, তাহা সবই আছে ভারতে", ভারতবর্ষকে ছোটো পৃথিবী বলা হয়। ভারতবর্ষ ভালোভাবে ঘুরলে পৃথিবীর আর কোথাও যাবার দরকার হয় না। অপূর্ব লাদাখ, লাদাখে একবার যে যাবে, তার লন্ডন প্যারিস, সুইডেন, সুইজারল্যান্ড কোথাও যেতে হবে না,
অনেক অনেক ধন্যবাদ শিবাজীবাবু, পৃথ্বিজিতবাবু আর উৎপলবাবুকে, এবং তাঞ্জিকেও
Hmm.. Ladakh er jnno e Kashmir k bola hoy BHUSORGO. Kin2 eta akta gentle request kono jayga k kono jaygar sathe compare korben na. Ladakh akrokom sundor abar switzerland ( interlekrn railway) ba ice land finland norway england ba kenya o r ak rokom sundor. Proti ta jayga e sundor prithibi te. Eta nature er gift. India England Usa Egypt esob manus er toiri, seta nia kono jayga k best bole gorbo korar dorkar nai.. gorbo korun apni Manush r vogoban apnake amak khomota dia6 tar ei sundor srishti k duchokh vore dekhar. Akjon Teaveller ba nature lover er mon nia dekhben apnar barir upore a thaka akash ba paser gach pala k o toto tai sundor r odvut e lagbe.
এইভাবে ভ্রমণের অভিজ্ঞতা দেখতে যে কি অসাধারণ লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না..... আপনারা সত্যিই এক্সপ্লোরার।
অপূর্ব অনবদ্য খুব সুন্দর দারুণ দারুণ দারুণ অতুলনীয় দৃশ্য কোনো জবাব নেই খুব খুব সুন্দর।
ভিডিও নিয়ে কিছু বলার ভাষা নেই এই মুহূর্তে। শুধু এইটুকু বলি, লাদাখে স্থানীয় মানুষের যে আতিথেয়তা আপনারা পেলেন তার কোনো পরিমাপ হয় না। এ এক অমুল্য পাওয়া। ❤❤❤❤❤❤❤❤
Aj vedio dekhe akdom spellbound hoye gachi.Kono bisheshon i deya jabe na.Ki apurbo janol ak swapner desh borof a dhaka.Khub bhalo laglo local manush der athitheyo ta.Konodi hoyto jete parbo na kintu explorer shibaji sob dekhiye dilen.Bhalo thakben
Jar mon valo tar sob valo..... AMR Mone hoy jokhon kharap manuser sathe sakhat hoy manusotto theke pray mon uthe jabe tokhon ei video gulo ro dekha uchit..... Sotti apnara valo manus.....a big big thanks
thanks from Bangladesh
'অসাধারণ' শব্দটিও যেন 'সাধারণ' লাগছে!! কোন যুতসই শব্দ খুঁজে পাচ্ছি না, ভাই!! কী যন্ত্রনা!!
অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!!
পৃথিবীর স্বর্গীয় রূপ দেখলাম। স্বর্গে তো জীবদ্দশায় কেউ যেতে পারে না, তবুও এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানকার নৈসর্গিক রূপ স্বর্গের চেয়ে কম কিছু নয়, এবং সেটাও চাক্ষুষ করা অতি ভাগ্যবানের কপালে জোটে, যেটা আপনাদের পক্ষে সম্ভব হয়েছে এবং আমরাও আপনাদের ভিডিও-র মাধ্যমে চাক্ষুষ করে উপভোগ করছি, এটাও আমাদের ভাগ্যের ব্যাপার। এই 2024 এর এপ্রিল-মে মাস নাগাদ আমারও লে - লাদাখ ভ্রমণের ইচ্ছা ছিল। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে গত 2023 এর অক্টোবরে উত্তরাখণ্ড চারধাম থেকে ফিরে এসে কার্ডিয়াক স্ট্রোকের কবলে পড়ি। অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেইন বসানো হয়েছে। এমতাবস্থায় চিকিৎসকের অনুমতি বোধহয় পাওয়া যাবে না, তবে এখনও মনের জোর আছে এবং সর্বোপরি আপনার ব্লগ গুলো থেকে অনুপ্রেরণা পাই।
কোথা দিয়ে সময় চলে গেলো বুঝতেই পারলাম না, প্রাকৃতিক দৃশ্য নিয়ে কোনো ভাষা প্রয়োগ করতে পারছি না এতো সুন্দর এতো সুন্দর,আর আপনাদের দুই সঙ্গী এতো ভালো মানে ড্রাইভার দাদা ও উৎপল ভাই, সত্যি অনেকে ladakh যায় কিন্তু এতো সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখালেন দারুণ,পাহাড়ী মানুষের অতিথি সেবা দারুণ,ওরা সহজ সরল, আর যে বাঙালিরা ব্যবসা ওনাকে ঠকিয়েছে তাদের কোনোদিন ভালো হবে না,যদি কোনোদিন ওইদিকে যেতে পারি উৎপলবাবুর সাথে যাওয়ার ইচ্ছা রইল
Excellent video and mind blowing videography. Well done explorer Shibaji 👍.
এক কথায় অসাধারন,অপূর্ব, এতো সুন্দর জায়গা দেখতে দেখতে ঘোরের মধ্যে ছিলাম আর জায়গাটা যে ভারতবর্ষের মধ্যে সেটা বিশ্বাসী হচ্ছিলোনা। অশেষ ধন্যবাদ explorar শিবাজী ও তার দলের সবাইকে একটা স্বর্গ রাজ্যে নিয়ে যাবার জন্য। উপরি পাওনা ওখানকার দারুণ বন্ধু তানজিন আর তার সরল কিন্তু মহামূল্যবান হৃদয় ছোঁয়ানো অতিথিয়তা। 🌹🌹🌹🌹🌹
Darun , darun ,darun .vedio dekhlam, sotti durdanto ekta abhiggata.
আহা! এখানে স্বর্গ। মন ভরে গেল ভাই। পৃথ্বীজিৎবাবুর সারমেয় প্রীতি ভালো লাগে। ধন্যবাদ।
দারুন অভিজ্ঞতা অসম্ভব সুন্দর একটা এপিসোড মুগ্ধ হয়ে দেখলাম অনির্বচনীয় প্রাকৃতিক সৌন্দর্য, অবর্ননীয় ,ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করার জন্য
Sir. কি দেখালেন? নিজের চোখ কে বিশ্বাস করতে পারছি না। দারুণ লাগল। নমস্কার ❤❤
অতুলনীয় ভিডিও। যেমনি সুন্দর প্রকৃতির রূপ, তেমনি সট্যানজিঙের ব্যবহার ও উদারতা। বিরল মানুষ। শিবাজীদা ও পৃথ্বীজিৎদা ভালো মানুষ বলেই বোধহয় এতো সুন্দর ও উদার মানুষের সাক্ষাৎ মেলে। এবারকার লাদাখ ও সংলগ্ন সমস্ত জায়গার এতো ভালো ও সুন্দর ভিডিও আগে দেখিনি।
অনেক ধন্যবাদ।
কলকাতাr 40ডিগ্রী তে জ্বলে যাওয়া গরমে যখন এই অসাধারণ ভিডিও টি দেখছি,, এ যেন চোখের শান্তি, মনের শান্তি,, মনে হচ্ছে যদি ছুটে গিয়ে ছুঁতে পারতাম এক মুঠো বরফ, তাই সব শেষে না বলা অনেক বিশেষণের মধ্যে অস্ফুটে একটা শব্দ বেরোচ্ছে,, আহা কি অপূর্ব ❤❤❤❤❤❤❤❤
Apurbo 👌❤
I ❤ my India🇮🇳❤
কোন ভাষা খুজে পাচ্ছিনা যে ভাষায় বর্ননা করা যায় এই স্বর্গীয় সৌন্দর্যের। আপনাকে ধন্যবাদ এটা দেখানো র জন্য। ❤❤
অসাধারণ দৃশ্য। দেখতে শুরু করে মনে হচ্ছে শেষ টা যেন না হয়।।। আপনাদের চোখ দিয়ে এই অসাধারণ অসাধারণ ভিডিও দেখা। Thank you ভালো থাকবেন।
"এমনি করেই যায় যদি দিন যাকনা", আপনাদের দিন গুলো এমনি করেই যাচ্ছে।"কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি" এই হচ্ছে আপনাদের মন্ত্র। খুব হিংসে হয় আপনাদের দেখে। তবে পৃথ্বিজীৎ বাবুর ফটো তোলার পোজ টা কিন্তু আপনাদের দুজনের থেকে সেরা ছিল। সব কিছুই অসাধারণ লাগছে।
Darun. Ki sundor presentation. Ki sohoj sorol down to earth conversation.
সত্যি স্যার আপনি প্রমাণ করেছেন " যা ভারতে নেই তা ভূভারতে নেই। Zanskar যাবার পথের অভিজ্ঞতা অতুলনিয়। তার সঙ্গে Stanzing এবং Paul র মতো সহযাত্রী। Stanzing র দাদার বাড়ি থাকার অভিজ্ঞতা টা সত্যিই দুর্লভ অভিজ্ঞতা। সবার ভাগ্যে হয়না। পরবর্তি পর্বের অপেক্ষায় আছি।
Just awesome
April e ladak r erokom je view thake seta 1st time apnar vlog ei dekhlam.
এক ভারত দেখলেই নাকি সারা বিশ্ব দেখা হয়ে যায়।আপনার ভিডিও দেখে সারা বিশ্ব দেখার চেষ্টা করছি।ড্রাইভারের বাসায় লান্চ ও থাকার বিষয়টি দুর্দান্ত লেগেছে।আমি শিলং,গৌহাটি, মেঘালয়, তুরা দেখেছি। আশা করি আগামীতে বাকি সব দেখবো। দাদা আবার কবে আসছেন বাংলাদেশে?শুভকামনা।
এইসব অপূর্ব দৃশ্য থেকেই হয়তো স্বর্গের কল্পনা এসেছে মানুষের মনে। তাই হয়তো স্বর্গের রঙ সাদা!!!🤍🤍🤍
অসাধারণ এই দৃশ্য | এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না | একদম ঠিক বললে শিবাজী দা, "ভারত আমার ভারতবর্ষ"❤ পৃথ্বিজীৎ দা র SRK স্টাইল টা কিন্তু দারুন লাগলো |
অপূর্ব,,, অপূর্ব,,, দৃশ্য,,,,,অনবদ্য,,,,, ভাষায় প্রকাশ করা যাবে না,,,,,,বিভোর হয়ে দেখছিলাম,,,,,, এটাই প্রকৃত স্বর্গ।
5:29 এই গরমে ৪০ ° - ৪১° ডিগ্রিতে মনেহচ্ছে রূপকথার দেশে পৌঁছেগেছি....
7:53 মুগ্ধ হয়ে দেখছি....
Darun bhalo laglo. Asadharan. Borof dekhe apnader uchchhas khub enjoy korechi.
আজ তপ্ত দুপুরে অত বরফ দেখে আমি জ্ঞানহারা হয়ে গিয়ে comment দিতে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়ল তাই লিখতে বসলাম যে আপনারা দেখালেন তাই গ্লেসিয়ার দেখলাম যা
আগে খালি ভূগোল বইতে ছবি দেখেছি, এই গোটা ভিডিও তে পৃথ্বীজিৎ দা খুব কম কথা বলেছেন তবে যেটা আমার অনবদ্য লেগেছে সেটা হল যখন শিবাজী দা আপনি বরফ টা খেলেন পৃথ্বীজিৎ দা আপনাকে জিজ্ঞাসা করলে সেটা অসাধারণ কিনা ওটা আমার মনে পড়লেই হাসি পাচ্ছে। অপেক্ষায় থাকলাম সিয়াচেন, কারাকোরাম পাস আর প্যাংগং এর জন্য। আপনাদের জন্য রইল তপ্ত শুভেচ্ছা।
অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে একরাশ উচ্ছ্বাস আবেগ নিয়ে..... দারুন সব অভিজ্ঞতা
প্রকৃতি র অকৃপণ দান। ঈশ্বরের এই অপূর্ব সুন্দর সৃষ্টি র কাছে মাথা এমনিতেই নতুন হয়ে আসে। 🙏
অসাধারণ অসাধারণ দুর্দান্ত খুব ভালো লাগলো। 💖💖💖🌹🌹🌹🇮🇳🇮🇳
সত্যি এই দৃশ্য আমাদের কাছে স্বর্গ, বিশেষ করে কলকাতার এই ৪৩°temperature এ। কি ভালো যে লাগছে দেখতে, কিন্তু যারা ওখানকার বাসিন্দা তাদের কুর্নিশ না জানিয়ে পারছি না। ❤❤
Ashadharon experience Bhai, er kono tulona hoena aha ekei bole atithi debo bhavo . excellent excellent
ঈশ্বর দর্শন হল যেন.... অভিভূত.. আনন্দিত। নিরন্তর শুভকামনা জানাই 🙏
পুরো যাত্রাপথটাই অসাধারণ। নৈসর্গিক দৃশ্য অতুলনীয়। খুব ভাল লাগল।
Living the dream in the Zanskar Valley! 🏔️❄️ I regret not exploring this breathtaking wonder earlier. The rugged terrain, the snow-capped peaks, and the thrill of off-roading where the roads end-it’s an adventure like no other. Thanks for taking us along on this epic journey, Explorer Shibaji! 🙌🚙 #ZanskarExploration
অসাধারন এক প্রাকৃতিক দৃশ্যের উপস্থাপনা তার সঙ্গে এক জরুরী মানবিক আবেদন এর জন্য রইল অকৃত্রিম শুভেচ্ছা।
শিবাজী দা আমার গতবছর মে মাসে লাদাখে বেড়ানোর সুযোগ হয়েছে , কিন্তু আমরা এই স্থানে আসিনি, আপনার চোখে যা দেখলাম,তার অপূর্ব সুন্দর।
খুব শীঘ্রই আমি আবার লাদাখ যাবো, এমন offbit স্থানেই ঘুরতে চাই।❤🇮🇳
অতুল্য ভারত 🙏💕🇮🇳❤️❤️
Paul এ সাথে যোগাযোগ করুন
এই সব জায়গা তে এমন একজন কে নিয়ে যান যারা আগে ঘুরিয়ে এসেছে
Asadharon laglo.....khub jata ichha korcha
Notification pawar sathe sathei chole Aslam video dekhte
Areey Baah Daroon daroon 👌👌❤️ Amazing Vlog ❤️ Abaro Durdanto Episode 🔥 Zanskar Valley Osaadharon 👌 Sathe Soundorjo dekhe mon bhorey galo 😍 Prithwijit dar srk style ta seraa sathe tmader khunsuti ta 🤣🤣❤️Excellent presentation..keep it up ❤️❤️❤️❤️
Uncle ami tomar big fan tai bolchi 2023 er may-june mase ami ar amar baba ma zanskar gechilam ar kono bangalee ba onno kono tourist dekhini.Second time ladhak giyechilam. First time amar age chilo 9+ .Abar fuktal monastery trek korechilam. First kono bengali family infact 13 years old ami Ameli Chakraborty ei bibhotso trek ta complete korechilam. Tai fuktal monastery must try. Ektu na sotti bolchi onek tough ar saskostho hoye.Zanskar er most dangerous trek ota. Dangerous bolleo bhul hobe karon kono route e nei pahar er ga die hete jete hoye. Lots of love for you❤❤❤❤
Mon vore galo borof dekhe. Best of luck.
Swapno dekhchi mone hochche.swargo rajjyo thik erokom e hoy monehy.
❤❤❤❤❤❤❤
অপূর্ব দৃশ্য...... ভিডিও দেখে মন ভরে গেল শিবাজীদা ।।
আজকে শ্রীমান পৃথ্বীজিৎ বাবু একদম অফ ফর্ম এ ছিলেন, ওনাকে এতো কষ্ট দেবেন না, ওনাকে ওনার পছন্দের আর্য্য গ্রামে রেখে আসুন 😂😂
Ekdam thik
এই ব্যাপারে আমিও সহমত।
সহমত হলাম না।
তাহলে পরের ভিডিও গুলোতে ওনার টিকা টিপ্পনী থেকে আমরা বঞ্চিত হবো। উনি ছাড়া দেড় ইঞ্চি মাছের গল্প কেই বা বলতে পারতেন।
আরও অবশ্য আছে। তবে এই মূহুর্তে এটাই মনে পড়লো। 😅😂
Shibaji da..... Plzzzzzzzzz Group tour koran......Zanskar ar .... Thik ai samay 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@explorershibajiTobe Aryo Gram e thakleo Explorer Shivaji r video te jeno miss na hoy.....
Ki darun experience mone hocche Shib thakurer deshe asechi.barof dekhle baro rao choto hoye jaye.darun laglo.
৪১ডিগ্রী তে বসে -১৪ ডিগ্রির ভিডিও চোখে আর মনে আলাদা আরাম এনে দিলো। অপূর্ব সুন্দর। এভাবেই এগিয়ে চলুন। ❤
@@redwood2119 thik tor moto
দাদা গো!! ভাষা হারিয়ে ফেলেছি ❤❤❤❤❤
মন্ত্র মুগ্ধের মত দেখলাম।এত ভালো লাগলো যে ভাষায় প্রকাশ করা যাবে না।
সত্যিই অসাধারণ ও বিরল এই
ভিডিও র প্রতিটি মুহূর্ত।
Thanks a Lot both of you
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
অপূর্ব অভিজ্ঞতা।কি বলবো ভিডিও এতো ভালো লেগেছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না।বরফের রাজ্যে আপনাদের নিশ্চয় ঐশ্বরিক অনুভুতি হয়েছে।আর সব থেকে ভালো লেগেছে Stanjing... এর gesture. এইরকম মানুষরা আছে বলেই পৃথিবী এতো সুন্দর।ভালো থাকবেন।
আহা ! আহা ! দারুণ! আরেকটি অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হতে পেরে মন খুশি হয়ে গেল। ধন্যবাদ। ভাল থাকবেন আপনারা।
Satti swarga neme aseche Zanskar Valley te. Explorer shibaji k janai dhanyabad karon asadharan atulonio natural beauty dekhanor jannya. Shibaji da excellent energetic. Mon bhore galo dada. Apnara bhalo thakben.
Darun khub bhalo enjoy korlam God bless you all
অসাধারণ অনুভূতি, বলে বোঝাতে পারবো না , ঘরে বসে এমন স্বর্গ দৃশ্য, এক কথায় অনবদ্য
অসাধারণ দৃশ্য, না কম বলা হল, আমার কোনো ভাষা জানা নেই। সব শেষে এক টুকরো ভারতবর্ষ দেখলাম। ধন্যবাদ
অসাধারণ! এখনই যেতে ইচ্ছে করছে, যাবো ইনশাল্লাহ, এতো সুন্দর দৃশ্য মনপ্রাণ জুড়িয়ে গেলো।
চতুর্দিকে বরফ আর বরফ, কি অপূর্ব লাগল, মুগ্ধ হয়ে গেলাম 👌👌👌
কি ভীষণ ভালো মানুষ গুলো । যেখানেই যাক সবাই কে আপন করে নেয় । এই একটা চ্যানেল 0% negativity. খুব ভালো থাকুন আপনারা। আর আমাদের জন্য দারুন সব ভিডিও উপহার দিন❤
আমাদের কাছে আপনাদের এই অভূতপূর্ব অভিজ্ঞতার ভিডিও দেখাও সত্যিই সৌভাগ্যের মনে হচ্ছে। আপনারা কষ্ট করে সবটা ক্যামেরাবন্দী করেছেন বলেই না আমরা ঘরে বসে এ অভিজ্ঞতার সাক্ষী রইলাম। ভীষন, ভীষন যেতে ইচ্ছা করছে।
মুগ্ধ হয়ে দেখলাম zaaskorer প্রকৃতি। খুব আনন্দ উপভোগ করলাম আপনাদের সঙ্গে। অনেক অনেক ভালবাসা রহিল আপনাদের জন্য।
ওহ দারুণ। সত্যিই দারুণ ভাল হয়েছে প্রিয় বন্ধু কাকারা। স্টানজিং এর বাসাটা খুবই সুন্দর। ভালোই হয়েছে। ওহ্ অনবদ্য। 😂😂😂❤❤❤❤😅😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊❤😊❤😊😊❤❤❤😊😊😊😊❤❤❤❤🎉❤❤❤❤❤❤❤😊😊😊😊
খুব ...,খুব উপভোগ করছি লাদাখ সিরিজের পর্বগুলো 👍👍👌👌
অপৃব লাগলো। চারিদিকে পাহাড় মাঝে গ্রাম ভীষণ সুন্দর। দেখে চোখ ঝুলিয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন।
অসাধারণ একটি ভিডিও। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
মনোমুগ্ধকর পরিবেশনা করছেন শিবাজী দা,, এতে বরফ আগে দেখনি দাদা,,,❤❤❤❤
Wow amazing video sharing 👌 khub bhalo laglo Dada 👍❤️
30 bar দেখলাম অসাধারণ লাগলো। ভাবতে ভালো লাগে এটাও আমাদের ভারত বর্ষের অংশ।
ধন্যবাদ আপনাদের দু'জন কে।
ভালো রুটটা দেখালেন. লাদাখে গেছি 2021-এ দেড়মাসের জন্য। Work from Mountain করেছি। কার্গিল হয়ে zanskar করাটা বাকি আছে। অপূর্ব লাগলো সিরিজটা।
এত সুন্দর দৃশ্য আপনাদের জন্য দেখলাম, ধন্যবাদ সকলকেই। ❤❤❤❤❤
Apnar jibon sarthok ... Ato sundor hosting... Ar ato valo manush... ..Khub valo lagche nijeri.....Kashmir er sei Manish tir katha Mone pore gelo... Seo ei stanzing er moto chilo...
Osadharon akta porbo i am speechless.hatsoff shibaji and prithyda. From oman
😊❤
Shibaji khub balo laglo.God bless you.
অসাধারণ ভিডিও ফুটেজ এ ভাষায় প্রকাশ করা যাবে না। এখনো অনেক ভালো মানুষ পৃথিবীতে আছে। সেই জন্য তো পৃথিবী এতটা সুন্দর। ধন্যবাদ শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা কে এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।
Osadharon,j rokom sundor amar Bharat sei rokom bharot bashi,otulonio❤❤❤❤♥️♥️
অসাধারণ একটা পর্ব উপভোগ করলাম 👍
দারুন দাদা দারুন 👍
Aha.... Ki je dekhlam..... Apurbooo... Mon bhore gelo... Amr pahar khub bhalo lage .. tar sathe snow.... Excellent ♥️♥️
আমি শুধু হাঁ করে দেখছি কিছু বলতে পারছি না স্পিচলেস,,,,,, অপূর্ব সুন্দর 😍😍😍
অসংখ্য ধন্যবাদ আপনাদের সমগ্র টিমকে 🙏🙏🙏
পরের পর্বের অপেক্ষায় রইলাম
কি সুন্দর! অসাধারণ আকর্ষর্নীয়! মন ভোরে যাচ্ছে। 🙏
Ki sundor video ar presentation..khub khub valo laglo Sir
অপূর্ব..... অসাধারন....... অনবদ্য খুউব ভালো লাগলো এই পর্ব।
আপনাকে অনেক ধন্যবাদ এই প্রকৃতির সৌন্দর্য আমাদের কে উপহার দেবার জন্য ❤❤❤অসাধারণ
আমি অনেক দিন হলো আপনাদের video দেখি। Ladakh tour এর video টা অনবদ্য এই কারণে যে আপনাদের presention টা মনে হচ্ছে যেন আমরা আপনাদের সঙ্গেই ঘুরতে বেরিয়ে পড়েছি।ছবিও খুব ভালো। আপনাদের এই দীর্ঘ পথের সঙ্গী হতে পারি।
ধন্যবাদ দাদা! এমন উপহার দেওয়ার জন্যে।❤ দিনের পর দিন আমরা নিজেরাই যেভাবে উষ্ণতা বাড়িয়ে চলেছি, এই দৃশ্য দেখে কেন জানি না মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। এই বৈচিত্র্য বজায় চেষ্টা করতে হবে আমাদেরই।
অসাধারণ এই দৃশ্য। যা ভাষায় প্রকাশ করা যায় না। আপনাকে ধন্যবাদ এটা দেখাবার জন্য।
এত ভালো লাগছে আপনাদের লাদাখের video.মনে হচ্ছে যেন রূপকথার রাজ্যে ঘুরে বেড়াচ্ছি।কি ভয়ঙ্কর সুন্দর।আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ।❤
অনেক অনেক ধন্যবাদ, এতো সুন্দর দৃশ্য দেখানোর জন্য। ভিডিও দেখার সময় মনে হচ্ছিলো ভিডিও টা যেন শেষ না হয় ❤️❤️❤️
আপনাদের চ্যানেলে আমার দেখা সেরা দৃশ্য এটাই। আরও দেখতে চাই দাদারা!
অপূর্ব সুন্দর। চারদিকে সুন্দর দৃশ্য দেখে খুব আনন্দ পেলাম। আপনাদের সদাহাস্যময় প্রতিবেদন ভীষণ ভালো লাগে।
আজকের ভিডিওটা শেষ নাহলে ভালো লাগতো। অপূর্ব অনুভূতি উপভোগ করছি। অপেক্ষায় রইলাম 🙏🙏🙏🙏
প্রকৃত অর্থে ভারতের এরকম সৌন্দর্য দেখানো, সাথে বর্ণনা পাওয়া দুস্কর।
তবে, জায়গাগুলোর নাম, উচ্চতা, তাপমাত্রা স্ক্রীনে দেখালে সুবিধা হয়।
অশেষ ধন্যবাদ🙏💕
অপূর্ব সুন্দর shibaji বাবু please english sub tital দিন, খুবই ভাল হবে
Khuuuuub valo laglo.
Ki অপূর্ব janskar ঘোরালেন। আপনার video দেখলে নিজে ঘোরার চেয়ে বেশী আনন্দ উপভোগ করি অনেক সময়।।👍👍
যত দেখছি শুধু ভাবছি, যদি কোনোদিন যেতে পারি বুঝবো আমার মানব জন্ম ধন্য হলো। সাথে অসাধারণ আপনার উপস্থাপনা।
অসাধারণ লাগল ভিডিও টা ধন্যবাদ....
... From Rajshahi Bangladesh