Amar baba siachin a posted chilo, ai vlog ta dekhe chokh theke jol beria galo❤..ajo mone ache, papa bolto, siddho aloo nun dia kjeto, baki sob jome jeto khabar dewar , snan kora soptahe ak bar, ...salute to indian armed forces
সিয়াচেন যে দেখতে পাব কখনো ভাবিনি।যা বলব কম বলা হবে। ভাষা খুঁজে পাচ্ছিনা। তোমাদের সাথেই বেড়াচ্ছি। ভারতীয় সেনাবাহিনীকে সেলুট। তাদের জন্য আমার রাতে নিরাপদে ঘুমাতে পারি। অনেক শুভকামনা ও আশীর্বাদ।
My Dear Shivaji and Pritwijit, It was a privilege to have served in Siachen as a soldier almost 35 years ago. In those days neither the roads were so smooth nor was the weather God so generous. Moreover we did not have such lavish clothing to beat the harsh weather.. But our spirits were high and the courage to protect my Nation was indomitable. I am overwhelmed and emotional to see you in my trodden land. May more Indians explore the area and discover what we the soldiers did and do for our country. Let us not forget to pay homage to our colleagues who laid down their lives while protecting Siachen ... Salute to Captain Bana Singh (Param Vir Chakra) and his men who put their life at risk to secure Siachen Glacier in 1984.
প্রথমে বলি জয় হিন্দ। আজকে তুমি যা দেখালে দাদা সত্যিই শরীরে রক্ত দ্বিগুণ বেগে দৌড়াচ্ছে। যাদের জন্য আমরা ভালো আছি আমাদের দেশের সীমা রক্ষী বাহিনী ভাইদের শতকোটি প্রণাম। আর তুমি এত সুন্দর করে দেখলে তাই আরো ভালো লাগলো।❤❤❤❤❤❤
জীবনের শেষ প্রান্তে এসে দেখলাম পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র " সিয়াচেন " । আমাদের মত সাধারন মানুষদের দেখাবার জন্য আপনারা যে কষ্ট করে আমাদের দেখাচ্ছেন সেটা আমাদের পরম সৌভাগ্য । তিনজনকেই ধন্যবাদ। আপনাকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও রিলিজ করুন । সেই সৈনিকদের উদ্দেশ্যে, জয় হিন্দ। বন্দেমাতরম ।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 মা তুঝে সালাম ।
❤ দাদা জানি না আপনাদের কমেন্টস পড়বার সময় আছে কিনা, তবু বলছি আপনাদের হাত ধরে বারবার মনেহয় কি এমন টান আছে যাতে আমার গর্বের দেশ ভারতের এই বৈচিতের মধ্যে ঐক্য।। 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️🎈🎈।। বার বার যেন এই দেশেতে জন্ম গ্রহণ করতে পারি।।
জয় হিন্দ ❤ গায়ে কাঁটা দিলো যখন বন্দেমাতরম সুরটা বাজলো 🙌🏻 সত্যি চোখ ফেটে জল এলো যতক্ষন সিয়াচেনের পার্টটা দেখালেন মনে হলো নিজের রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি কিছু মানুষ আমাদের জন্য নিজেদের জীবন বাজি রেখে চলেছে প্রতিনিয়ত... 😢😢আর বেশি কথা বলতে পারছিনা 😭
অপূর্ব, অনির্বচনীয়। এখানকার প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আপনারা ই আমাদের সিয়াচেনএর এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ করে দিলেন অশেষ ধন্যবাদ।ভারতীয় সেনাবাহিনীর সেই নির্ভীক আমার ভাইয়েরা যারা ওই দুর্গম গিরি অঞ্চলে অতন্দ্র প্রহরী হয়ে আমাদের রক্ষা করে চলেছেন, তাদের স্যালুট জানাই।
সিয়াচেন এর পাহার গুলো মনে হচ্ছে এক একটি বিশ্বস্ত ভারতীয় সৈনিক।এরাও দেশকে রক্ষা করার জন্য অতন্দ্র প্রহরীর কাজ করছে। সত্যি ভারতীয় সৈনিকদের জন্য গর্ব তো হচ্ছেই চোখে জল ও চলে আসছে🙏🏻🇮🇳 স্যালুট
এটাই কি বেস্ট প্লেস লাদাখ ট্যুর এর ?/ Ep-10 / Kolkata to Ladakh BY CAR/ Siachen Base Camp /road trip th-cam.com/video/kY196-TuvPs/w-d-xo.html Famous na to tai dekhen na. Bijer gari chaliye ga6e kolkata thake. Dekhun asol ta jante parben. Op babar mondir thake suru kore sob ki6u..
Shibaji babu আমার ভাষা নেই কিছু বলার শুধুমাত্র মন দিয়ে দেখলাম একটাই কথা বলার Indian Soldiers দের Hat's Off কি কষ্ট করে অতন্দ্র পাহারা দিয়ে দেশকে রক্ষা করে চলেছেন। ভালো থাকবেন
সিয়াচেন যে দেখতে পাব ভাবতেই পারিনি.. আজ আমাদের আর্মি জওয়ানদের জন্য খুব গর্ব বোধ করলাম.. ওরা আছে তাই নিশ্চিন্তে রাতের ঘুমাতে পারি.. ভালো থাকবেন আপনারা..
অভাবনীয় , ৭৬ বছর বয়সে সিয়াচেনে না গিয়ে , সিয়াচেন দেখলাম!!!!! ঈশ্বর কে কোটি কোটি প্রনাম, ঘরে বসে আমার দুচোখে ভ্রমনরত চার চোখের মনোরম দৃশ্য ধরা দিল!!! অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ।।।
সিয়াচেন ভারতের গুরুত্বপূর্ণ অংশ। এই অঞ্চল দেখতে পাবো ভাবতে পারিনি। আপনাদের লাডাক ভ্রমণের মাধ্যমে, এই অঞ্চল দেখতে পেয়ে নিজেকে খুবই গর্বিত মনে করছি। আপনাদের শুভেচ্ছা জানালাম ।❤❤❤
এই ভিডিওটি দেখে আমি পুরোপুরি মুগ্ধ। অসাধারণ হয়েছে ভিডিওটি। আর মাঝখানে তোমাদের সাসুমা কাহিনি টা দেখেও বেশ মজা পেলাম শিবাজী দা। চালিয়ে যাও। A lot of love from Bangladesh ❤❤
Apnader sathe jano sotyi sotyi Siyachen glacier স্বচক্ষে dekhte pelam.I am 75years old.konodin hoyto sekhane pouchhote parbona .but apnader chokh diye ami sompurna soundorya upovog korlam.thank you all members of Explorer Shivaji.❤
লাদাখ ভ্রমণের এই কন্টেন্টটাও সর্বোত্তম।দৃশ্য ও বর্ণনা অসাধারণ। আমরাও গর্বিত দক্ষিণ এশিয়ায় পৃথিবীর সর্বোচ্চ Battlefield রয়েছে। স্যালুট জানাই বীর সেনাদের যারা এত কষ্ট সহ্য করে নিষ্ঠার সাথে দেশ রক্ষার দায়িত্ব পালন করছেন। শ্রদ্ধা জানাই ওপি বাবাকে। তোমাদের প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা, আশীর্বাদ ও শুভকামনা। ❤️❤️❤️
সব সৌন্দর্য যেন ছাপিয়ে গেছে, শব্দের কোন ভাষা নেই। তাই মনে হয় ওখানকার আকাশ টা ও অসম্ভব নীলময়। অনেক দিন দেখার ইচ্ছা ছিল সীয়াচিন। ভালো লাগলো, সত্যিই ঐ বরফের দেশে আমাদের দেশের সোলজার কতো প্রতিকুলতার সাথে ডিউটি করে।সদা সতর্ক পাহারা দিয়ে আমাদের সুরক্ষিত রাখে, তাদের জন্য নমষ্কার।আর আপনাদের জন্য রইল অজস্র ধন্যবাদ।
অসাধারণ জানিনা কোন দিন যেতে পারব কি না কিন্ত শিবাজী দা আপনার চোখ দিয়ে দেখে আমারা মুগ্ধ। মনে হচ্ছে স্বপ্নর দেশে হারিয়ে গেছি খুব ভালো লাগলো। ভালো থাকুন সবসময় আর আমাদের ভালো রাখুন 🙏🙏
Stanzin এর সাথে 2017 অক্টোবর এ আমরা লেহ লাদাখ 12 দিন ভ্রমণ করি মানালি থেকে শ্রীনগর, 14 জনের গ্রুপ এবং টেম্পোর ট্রাভেলার গাড়ি। ও খুব ভালো ড্রাইভার ও একজন ভালো মানুষ বলতেই হয়।
একটা অসামান্য অভিজ্ঞতা , আপনাদের এবং আমাদের, সত্যি আপনারা ভূতের রাজার বরপ্রাপ্ত... এত সুন্দর ভাবে লাদাখ কে দেখানোর জন্য ধন্যবাদ, আর মাঝে বন্ডে মাতরম এর সুর টা আবহ সঙ্গীত কে দারুন মানানসই করেছে .. সত্যি প্রত্যেক জওয়ান কে আমাদের কুর্নিশ .. ❤
অপূর্ব প্রকৃতি । দেখে প্রান ভরে গেলো । আমার দেশের সৈনিক দের জন্যে অনেক ভালোবাসা আর আশির্বাদ দিলাম । শিবাজী তোমাদের অনেক ভালোবাসা দিলাম আমাদের কে এই সব কিছু দেখানোর জন্যে ।
আমি যত আপনাদেরকে ভিডিও দেখছি, ততই আপনাদের ফ্যান হয়ে যাচ্ছি। আমি আপনার থেকে অনুপ্রাণিত, যদি কখনো লাদাক যাই, তবে আপনাদের কথা আমার অবশ্যই মনে পড়বে। 😊ভালো থাকবেন দুই বন্ধু ❤ আর একভাবেই বিশ্ব চরে বেড়ান।
সিয়াচেন দেখা হল তোমাদের জন্য প্রাকৃতিক সৌন্দর্য তা অনন্য। পাহাড়ের গা ঘেঁষে বালি _ জানতামই না, পাবে তোমরা তালি। অপূর্ব অভিজ্ঞতা, ভীষণ আনন্দলাভ এভাবেই দেখিয়ে যাও, জিন্দাবাদ।
অসাধারণ অভিজ্ঞতা। সিয়াচেন দেখা র সৌভাগ্য হল আপনাদের এত সুন্দর ভিডিও র মাধ্যমে। প্রকৃতি এখানে অকৃপণ হাতে সাজিয়ে দিয়েছে। ভারী ভালো লাগছে। অনেক ধন্যবাদ🙏💕
আমার পক্ষে সিয়াচেন গ্লেসিয়াল দেখা কখনো ই সম্ভব হতো না, যদি না আপনাদের এই ভিডিও টি দেখতাম, কাজেই চির কৃতজ্ঞ হয়ে র ইলাম আপনাদের কাছে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ হয়ে দেখলাম।
সিয়াচেন, সিয়াচেন! কতবার শুনেছি নানাভাবে। আজ আপনাদের ভিডিও মাধ্যমে সরাসরি সামনে তুলে ধরেছেন আমাদের কাছে। খুব স্বচ্ছ ও সাবলীল ভাবে পরিস্ফুট হয়ে উঠলো দৃঢ়প্রতিজ্ঞ সিয়াচেন। জয় হোক ভারতের। এগিয়ে চলুক এক্সপ্লোরার শিবাজী ও পৃথ্বিজিত। সাথে আছি আমরা। এই অভিযানে অংশ গ্রহণকারী সবাইকে আন্তরিক অভিনন্দন🎉
সিয়াচেন গ্লেসিয়ারের এই ভিডিওটি দেখে আমি অভিভূত! আপনার ভ্রমণের বর্ণনা এবং সেখানকার সৌন্দর্যের চিত্রায়ন অসাধারণ। এই দুর্গম এবং ঐতিহাসিক স্থানটি সম্পর্কে জানার জন্য ধন্যবাদ। আপনার ভিডিও দেখে মনে হচ্ছে আমি নিজেই সেখানে আছি! 🏔️👀
কী দেখলাম! ভাবতে পারছিনা। এ্যাতো সুন্দর করে যা দেখালে তা স্বপ্নেও দেখার কথা কোনদিন ভাবিনি। পুরো series টাই দুর্দান্ত হয়েছে। Many many thanks শিবাজী ও,পৃথ্বীজিৎ ও পল।
তোমাদের জন্য এজীবনে যাওয়ার কথা তো বহুদূরে ব্যপার কিন্তু বাবারা তোমরা যা দেখাছ অবর্ণনীয়।। আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইলো তোমাদের সারা ভ্রমণের যাত্রা পথে।
অসাধারণ একটি video,আমি একটা সরকারী স্কুলের ভূগোলের শিক্ষিকা, হিমালয় প্রায় বেশিরভাগ ঘোরা, কাশ্মীর ও, কিন্তু লাদাখ মাওয়া হয়নি, আপনার video র জায়গাগুলো map pointing করাই, তাই অভিভূত হয়ে যাচ্ছিলাম দেখতে দেখতে, সিয়াচেন, প্যাংগং, ইন্দিরা কল ....আহা কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, আপনার video তে হারিয়ে যাচ্ছিলাম, জানিনা যেতে পারবো কিনা কিন্তু পড়ানোর সময় এই দৃশ্য গুলো চোখের সামনে ভাসবে, কিছু screen shot নিয়েছি, student দের দেখাব, আপনাকে আমার আন্তরিক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ
Operation Meghdoot by Indian Army Operation Meghdoot was the codename for the Indian Army operation to take full control of the Siachen Glacier in Ladakh. Executed on the morning of 13 April 1984 in the highest battlefield in the world, Meghdoot was the first military offensive of its kind. This operation preempted Pakistan's Operation Ababeel; and was a success. Resulting in Indian forces gaining control of the Siachen Glacier in its entirety. Jai Hind 🇮🇳 Indian Armed forces 🙏
উফফ কি অসাধারণ জায়গা দাদা ।দারুন লাগলো ।মনে হলো যেন কোনো সিনেমা দেখছি।অপূর্ব অপূর্ব সুন্দর ।লাদাখের সব জায়গা ই দারুন সুন্দর ।আপনাদের চার জন কে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ।
সিয়াচেন এর অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম , আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার কথা নিয়ে কোনো কথা হবে না সেই সঙ্গে পৃথ্বী জিৎ দার রসিকতা নিয়ে, এককথায় অসাধারণ!
এই অপার্থিব সুন্দর জায়গা আমার ভারতবর্ষ আর এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড এ বন্দেমাতরম,বিশ্বাস কর শিবাজী গলার কাছে একটা আবেগের দলা আটকে আসছে।তোমাকে অসংখ্য ধন্যবাদ।
কতটা ভালো লাগলো ভাষায় প্রকাশ করতে পারব না।ভারতীয় সেনার এই হার না মানা প্রতিনিয়ত লড়াই কে কুর্নিশ জানায় আর যাদের জন্যে এই পরম স্থানকে দেখার সুযোগ হলো তাদের মানে আপনাদের অনেক অনেক অনেক অনেক অনেক ভালোবাসা । ❤
এতো সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ পরিবেশে দাঁড়িয়েও মানুষ কি করে হিংসা আর যুদ্ধের কথা ভাবতে পারে অবাক লাগে। প্রণাম জানাই সেই অতন্দ্র প্রহরীদের যাঁরা এই দূর্গম প্রদেশে অবর্ণনীয় ক্লেশ স্বীকার করে প্রহরায় নিয়োজিত। 🫡
দারুন একটি ব্লগ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো লাদাখ সিরিজের এই পর্ব আমার কাছে খুব ভালো লেগেছে। এই রকম একটা দূর্দান্ত ব্লগ উপহার দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
শিবাজী দা, তুমি ই প্রথম বাঙালি ট্রাভেল ব্লগার যিনি মিশরের পিরামিড থেকে শুরু করে সিয়াচেন দেখালে। ❤❤ এগিয়ে যাও এভাবেই পাশে আছি সবসময়। বাড়ির এত কাছে থাকি তবুও দেখা হল না তোমাদের সাথে আমার। (বেলঘরিয়া নিমতা থেকে অভিক মজুমদার বলছি)
অসাধারণ 👌👌👌👌🌹🌹🌹🙏🙏🙏জানি না কোনো দিন যেতে পারবো কিনা তবে না তার জন্য কোনো আক্ষেপ থাকবে না এতো জীবন্ত এতো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন 👍👍👍আজ এ কথা বলতেই হয়ে ঈশ্বর আপনাদের পাঠিয়েছেন এই সুন্দর কাজ টির জন্যে, দুই বন্ধুর দুস্টুমি যারা আপনাদের পাশে আছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন 🙏আপনারা এই ভাবে এগিয়ে চলুন আমাদের সাথে নিয়ে,,, 🙏❤️🌹
Jiboner sobcheye priyo manus ti thake ei Siachen e jake maser por mas Amra kache pai na khub emotional video eta amar kache khub valo laglo valo thakben
টিভিতে বড় screen এ আমরা দুজন মিলে সিয়াচেন উপভোগ করছি। আর ipad এ ভিউয়ার, লাইক আর কমেন্ট দেখছি। আর ফোন থেকে কমেন্ট লিখছি। একসাথে তিনটি চলছে। দারণ লাগছে দুপুরের খাবার পর বিশ্রামের সময় আপনার ভিডিও দেখে। 😊😊
ঐতিহাসিক মুহূর্ত!!🙏🙏❤️❤️ ভারতীয় সেনাবাহিনী স্য্যলুট 🙏🙏 Explorer Shibaji ar Moner manush Pritthwijeet এইভাবেই এগিয়ে চলুক তোমাদের আগামী সব অভিমান, খুব ভালো থেকো 😊😊
গর্ব অনুভব করছি আপনাদের জন্য এইভাবে এত সুন্দর করে আমাদের পুরো সিরিজ টা দেখানোর জন্য গর্ব অনুভব করি শ্রদ্ধা জানাই স্যালুট জানাই আমাদের দেশ কে যারা সদা সর্বদা নিজেদের সমস্ত কিছু ত্যাগ করে রক্ষা করে চলেছেন সেই বীর জাওয়ানদের 🙏
অদ্ভূত, অতি আশ্চর্য্য, খুব সুন্দর এই সিয়াচেন গ্লেসিয়ার । ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর ভাবে এই দৃশ্য আমাদের সামনে তুলে ধরার জন্য । সাথে ভারতীয় সেনাদের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা ও স্যালুট ।
Amar baba siachin a posted chilo, ai vlog ta dekhe chokh theke jol beria galo❤..ajo mone ache, papa bolto, siddho aloo nun dia kjeto, baki sob jome jeto khabar dewar , snan kora soptahe ak bar, ...salute to indian armed forces
❤❤❤
❤
সিয়াচেন যে দেখতে পাব কখনো ভাবিনি।যা বলব কম বলা হবে। ভাষা খুঁজে পাচ্ছিনা। তোমাদের সাথেই বেড়াচ্ছি। ভারতীয় সেনাবাহিনীকে সেলুট। তাদের জন্য আমার রাতে নিরাপদে ঘুমাতে পারি। অনেক শুভকামনা ও আশীর্বাদ।
Thank you ❤
সবার আগে আমাদের ভারতীয় সেনাবাহিনীর প্রতি স্যালুট জানাই , আর লে,লাদাখ আর সিয়াচেনের সৌন্দর্য..... অসাধারণ ❤❤❤❤❤❤
My Dear Shivaji and Pritwijit,
It was a privilege to have served in Siachen as a soldier almost 35 years ago. In those days neither the roads were so smooth nor was the weather God so generous. Moreover we did not have such lavish clothing to beat the harsh weather.. But our spirits were high and the courage to protect my Nation was indomitable. I am overwhelmed and emotional to see you in my trodden land. May more Indians explore the area and discover what we the soldiers did and do for our country. Let us not forget to pay homage to our colleagues who laid down their lives while protecting Siachen ... Salute to Captain Bana Singh (Param Vir Chakra) and his men who put their life at risk to secure Siachen Glacier in 1984.
Indeed indeed and indeed 🙏🙏
Salute to our all India। Army men.
Thank you for your service sir 🙏🏼
Big salute to you and all the jawans of Indian Defence Forces.
Jai Hind
প্রথমে বলি জয় হিন্দ। আজকে তুমি যা দেখালে দাদা সত্যিই শরীরে রক্ত দ্বিগুণ বেগে দৌড়াচ্ছে। যাদের জন্য আমরা ভালো আছি আমাদের দেশের সীমা রক্ষী বাহিনী ভাইদের শতকোটি প্রণাম। আর তুমি এত সুন্দর করে দেখলে তাই আরো ভালো লাগলো।❤❤❤❤❤❤
জীবনের শেষ প্রান্তে এসে দেখলাম পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র " সিয়াচেন " ।
আমাদের মত সাধারন মানুষদের দেখাবার জন্য আপনারা যে কষ্ট করে আমাদের দেখাচ্ছেন সেটা আমাদের পরম সৌভাগ্য । তিনজনকেই ধন্যবাদ। আপনাকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও রিলিজ করুন ।
সেই সৈনিকদের উদ্দেশ্যে,
জয় হিন্দ। বন্দেমাতরম ।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 মা তুঝে সালাম ।
❤ দাদা জানি না আপনাদের কমেন্টস পড়বার সময় আছে কিনা, তবু বলছি আপনাদের হাত ধরে বারবার মনেহয় কি এমন টান আছে যাতে আমার গর্বের দেশ ভারতের এই বৈচিতের মধ্যে ঐক্য।। 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️🎈🎈।। বার বার যেন এই দেশেতে জন্ম গ্রহণ করতে পারি।।
জয় হিন্দ ❤ গায়ে কাঁটা দিলো যখন বন্দেমাতরম সুরটা বাজলো 🙌🏻 সত্যি চোখ ফেটে জল এলো যতক্ষন সিয়াচেনের পার্টটা দেখালেন মনে হলো নিজের রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি কিছু মানুষ আমাদের জন্য নিজেদের জীবন বাজি রেখে চলেছে প্রতিনিয়ত... 😢😢আর বেশি কথা বলতে পারছিনা 😭
এটাই কি বেস্ট প্লেস লাদাখ ট্যুর এর ?/ Ep-10 / Kolkata to Ladakh BY CAR/ Siachen Base Camp /road trip
th-cam.com/video/kY196-TuvPs/w-d-xo.html
"বন্দেমাতরম "একদম সঠিক প্রয়োগ। সত্যিই একটা দারুন আবেগ পূর্ণ জায়গা এই সিয়াচেন। অনবদ্য লাদাখ পর্ব চলছে।👌👌👌👌👌👌। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
অপূর্ব, অনির্বচনীয়। এখানকার প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আপনারা ই আমাদের সিয়াচেনএর এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ করে দিলেন অশেষ ধন্যবাদ।ভারতীয় সেনাবাহিনীর সেই নির্ভীক আমার ভাইয়েরা যারা ওই দুর্গম গিরি অঞ্চলে অতন্দ্র প্রহরী হয়ে আমাদের রক্ষা করে চলেছেন, তাদের স্যালুট জানাই।
সিয়াচেন এর পাহার গুলো মনে হচ্ছে এক একটি বিশ্বস্ত ভারতীয় সৈনিক।এরাও দেশকে রক্ষা করার জন্য অতন্দ্র প্রহরীর কাজ করছে। সত্যি ভারতীয় সৈনিকদের জন্য গর্ব তো হচ্ছেই চোখে জল ও চলে আসছে🙏🏻🇮🇳 স্যালুট
যখন বন্দে মাতরম সুরটি বাজলো তখন গায়ে একটা আলাদাই শিহরণ জেগে উঠলো। Thank you Shibaji da এরকম এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেওয়ার জন্য।।❤❤
Jokhon ganti hochhilo tokhon dariye chilen...na suye let khachillen
বাংলা ভাষায় এতো দূর আপনি প্রথম, অসাধারণ ভালো লাগে আপনার ভিডিও উপস্থাপনা, ❤ ধন্যবাদ ভাই
এটাই কি বেস্ট প্লেস লাদাখ ট্যুর এর ?/ Ep-10 / Kolkata to Ladakh BY CAR/ Siachen Base Camp /road trip
th-cam.com/video/kY196-TuvPs/w-d-xo.html
Famous na to tai dekhen na. Bijer gari chaliye ga6e kolkata thake. Dekhun asol ta jante parben. Op babar mondir thake suru kore sob ki6u..
দুর্দান্ত চলছে সিরিজটা। গতবছরই ঘুরে এসেছি, কিন্তু আবারও যাওয়ার ইচ্ছাটা জোরদার হয়ে উঠছে ক্রমশঃ। এত সুন্দর সুন্দর দৃশ্য উপহার দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে।
প্রতিটা নতুন ভিডিও আগের টাকে ছাপিয়ে যাচ্ছে। এটাও অনবদ্য।মাঝের আড্ডা আর পৃথ্বী দার খুনসুটি তো আলাদাই মাত্রা এনেছে। বন্ধুত্ব অটুট থাকুক।
Shibaji babu আমার ভাষা নেই কিছু বলার শুধুমাত্র মন দিয়ে দেখলাম একটাই কথা বলার Indian Soldiers দের Hat's Off কি কষ্ট করে অতন্দ্র পাহারা দিয়ে দেশকে রক্ষা করে চলেছেন।
ভালো থাকবেন
অসাধারণ লাগলো আজকের ভিডিও👍👍
ভারতীয় সেনাদের সশ্রদ্ধ স্যালুট জানাই.... জয় হিন্দ🇮🇳🇮🇳🇮🇳🙏
Last 2023 i visit Siachen❤
Ohh very nice👍
সিয়াচেন যে দেখতে পাব ভাবতেই পারিনি.. আজ আমাদের আর্মি জওয়ানদের জন্য খুব গর্ব বোধ করলাম.. ওরা আছে তাই নিশ্চিন্তে রাতের ঘুমাতে পারি.. ভালো থাকবেন আপনারা..
অভাবনীয় , ৭৬ বছর বয়সে সিয়াচেনে না গিয়ে , সিয়াচেন দেখলাম!!!!! ঈশ্বর কে কোটি কোটি প্রনাম, ঘরে বসে আমার দুচোখে ভ্রমনরত চার চোখের মনোরম দৃশ্য ধরা দিল!!! অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ।।।
দারুন দারুন দারুন
চারপাশের দৃশ্যপট, পৃথ্বীদা র Punchlines আর BGM, সঙ্গে দেশমাতৃকার প্রতি ভালোবাসা, সব মিশে এক অসাধারণ গল্প চাক্ষুষ করলাম...
সিয়াচেন ভারতের গুরুত্বপূর্ণ অংশ। এই অঞ্চল দেখতে পাবো ভাবতে পারিনি। আপনাদের লাডাক ভ্রমণের মাধ্যমে, এই অঞ্চল দেখতে পেয়ে নিজেকে খুবই গর্বিত মনে করছি। আপনাদের শুভেচ্ছা জানালাম ।❤❤❤
এতো সুন্দর অভিজ্ঞতার সাক্ষী থাকলাম শুধুমাত্র আপনাদের মাধ্যমে। খুব ভাল লাগল। আমাদের সেনাবাহিনীর জন্য অনেক অনেক 🙏🫡
অসাধারণ পর্ব....সিয়াচেন শব্দ মনের মাঝে এক অদ্ভুত আলোড়ন জাগানো নাম।এমন করে দেখতে পাবো কখনো ভাবিনি।মন বলছে আহা কী দেখিলাম।তোমরা খুব ভালো থাকো।
এই ভিডিওটি দেখে আমি পুরোপুরি মুগ্ধ। অসাধারণ হয়েছে ভিডিওটি। আর মাঝখানে তোমাদের সাসুমা কাহিনি টা দেখেও বেশ মজা পেলাম শিবাজী দা। চালিয়ে যাও। A lot of love from Bangladesh ❤❤
Apnader sathe jano sotyi sotyi Siyachen glacier স্বচক্ষে dekhte pelam.I am 75years old.konodin hoyto sekhane pouchhote parbona .but apnader chokh diye ami sompurna soundorya upovog korlam.thank you all members of Explorer Shivaji.❤
লাদাখ ভ্রমণের এই কন্টেন্টটাও সর্বোত্তম।দৃশ্য ও বর্ণনা অসাধারণ। আমরাও গর্বিত দক্ষিণ এশিয়ায় পৃথিবীর সর্বোচ্চ Battlefield রয়েছে। স্যালুট জানাই বীর সেনাদের যারা এত কষ্ট সহ্য করে নিষ্ঠার সাথে দেশ রক্ষার দায়িত্ব পালন করছেন। শ্রদ্ধা জানাই ওপি বাবাকে। তোমাদের প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা, আশীর্বাদ ও শুভকামনা। ❤️❤️❤️
সব সৌন্দর্য যেন ছাপিয়ে গেছে, শব্দের কোন ভাষা নেই। তাই মনে হয় ওখানকার আকাশ টা ও অসম্ভব নীলময়। অনেক দিন দেখার ইচ্ছা ছিল সীয়াচিন। ভালো লাগলো, সত্যিই ঐ বরফের দেশে আমাদের দেশের সোলজার কতো প্রতিকুলতার সাথে ডিউটি করে।সদা সতর্ক পাহারা দিয়ে আমাদের সুরক্ষিত রাখে, তাদের জন্য নমষ্কার।আর আপনাদের জন্য রইল অজস্র ধন্যবাদ।
অসাধারণ জানিনা কোন দিন যেতে পারব কি না কিন্ত শিবাজী দা আপনার চোখ দিয়ে দেখে আমারা মুগ্ধ। মনে হচ্ছে স্বপ্নর দেশে হারিয়ে গেছি খুব ভালো লাগলো। ভালো থাকুন সবসময় আর আমাদের ভালো রাখুন 🙏🙏
কোনদিন সিয়াচেন যেতে পারবো না তবে আপনার মাধ্যমে মানসিক ভ্রমণ করলাম। প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর ভাবে উপভোগ করলাম।❤
অসাধারণ দৃশ্য বলী। চোখ জুড়িয়ে গেল। মন ভরে গেল। আর indian Army স্যালুট
Stanzin এর সাথে 2017 অক্টোবর এ আমরা লেহ লাদাখ 12 দিন ভ্রমণ করি মানালি থেকে শ্রীনগর, 14 জনের গ্রুপ এবং টেম্পোর ট্রাভেলার গাড়ি। ও খুব ভালো ড্রাইভার ও একজন ভালো মানুষ বলতেই হয়।
একটা অসামান্য অভিজ্ঞতা , আপনাদের এবং আমাদের, সত্যি আপনারা ভূতের রাজার বরপ্রাপ্ত... এত সুন্দর ভাবে লাদাখ কে দেখানোর জন্য ধন্যবাদ, আর মাঝে বন্ডে মাতরম এর সুর টা আবহ সঙ্গীত কে দারুন মানানসই করেছে .. সত্যি প্রত্যেক জওয়ান কে আমাদের কুর্নিশ .. ❤
এক কথায় অসাধারণ..সিয়াচেন দেখলাম আপনাদের সাথে..ভারতীয় সেনাদের উদ্দেশ্যে আমার বিনম্র শ্রদ্ধা রইলো..খুব ভালো লাগলো সত্যিই আজকে ভিডিও❤❤❤❤
অপূর্ব প্রকৃতি । দেখে প্রান ভরে গেলো । আমার দেশের সৈনিক দের জন্যে অনেক ভালোবাসা আর আশির্বাদ দিলাম । শিবাজী তোমাদের অনেক ভালোবাসা দিলাম আমাদের কে এই সব কিছু দেখানোর জন্যে ।
আমি কোনদিন ঐ জায়গার অর্থাৎ সিয়াচেন বা লাদাখ এ , তাই আপনাদের এই ভিডিও র মাধ্যম এ সেই আকাঙ্খা। পূরন করলাম ।ধন্যবাদ জানাই আপনাদের ।
আমি যত আপনাদেরকে ভিডিও দেখছি, ততই আপনাদের ফ্যান হয়ে যাচ্ছি। আমি আপনার থেকে অনুপ্রাণিত, যদি কখনো লাদাক যাই, তবে আপনাদের কথা আমার অবশ্যই মনে পড়বে। 😊ভালো থাকবেন দুই বন্ধু ❤ আর একভাবেই বিশ্ব চরে বেড়ান।
আপনাদের মানুষ জন্ম সার্থক। অসাধারণ, মনে হচ্ছে প্রকৃতি নিজের হাতে নিজেকে সাজিয়েছে।
ধন্যবাদ তোমাদের আরেকটি অপূর্ব সৌন্দর্যমন্ডিত জায়গা দেখানোর জন্য। চোখ স্বার্থক। ❤❤❤❤🇧🇩
সিয়াচেন দেখা হল তোমাদের জন্য
প্রাকৃতিক সৌন্দর্য তা অনন্য।
পাহাড়ের গা ঘেঁষে বালি _
জানতামই না, পাবে তোমরা তালি।
অপূর্ব অভিজ্ঞতা, ভীষণ আনন্দলাভ
এভাবেই দেখিয়ে যাও, জিন্দাবাদ।
The unsurmountable Karakoram Cones !!
Mesmerizing
Excellent blog
Simply got touched by it
বন্দেমাতরম সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার দেখে খুব ভালো লাগলো,অনেক অনেক সুন্দর একটা vlog যা মনের মণিকোঠায় থাকবে
এত কাছ থেকে সিয়াচেন কে দেখব ভাবতেই পারিনি এটা সম্ভব হয়েছে শিবাজী দার জন্য সিয়াচেন এর প্রাকৃতিক সৌন্দর্য অকল্পনীয় আপনাদের সবাইকে ধন্যবাদ❤
অসাধারণ অভিজ্ঞতা। সিয়াচেন দেখা র সৌভাগ্য হল আপনাদের এত সুন্দর ভিডিও র মাধ্যমে। প্রকৃতি এখানে অকৃপণ হাতে সাজিয়ে দিয়েছে। ভারী ভালো লাগছে। অনেক ধন্যবাদ🙏💕
আমি ও আপনাদের সঙ্গে মনে মনে পৌঁছে গেছি Siachen Base Camp, দুর্দান্ত লাগলো।
লাদাক ভ্রমণ সিরিজের ভিডিও গুলো দেখে চোখ একদম জুড়িয়ে গেছে। অসাধারণ অপূর্ব আরেক ভারতকে দেখলাম। মি. পল এবং মি. স্ট্যানজিংকে অনেক ধন্যবাদ।
Sukritir কথার রেশ টেনে বলছি hats off to Indian Army অসাধারণ জায়গা মনটাও ভীষণ আবেগ প্রবণ করে দিলো আপনারা সকলে ভাল থাকবেন l Thanks বলে ছোট করবো না
আমার পক্ষে সিয়াচেন গ্লেসিয়াল দেখা কখনো ই সম্ভব হতো না, যদি না আপনাদের এই ভিডিও টি দেখতাম, কাজেই চির কৃতজ্ঞ হয়ে র ইলাম আপনাদের কাছে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ হয়ে দেখলাম।
সিয়াচেন, সিয়াচেন! কতবার শুনেছি নানাভাবে। আজ আপনাদের ভিডিও মাধ্যমে সরাসরি সামনে তুলে ধরেছেন আমাদের কাছে। খুব স্বচ্ছ ও সাবলীল ভাবে পরিস্ফুট হয়ে উঠলো দৃঢ়প্রতিজ্ঞ সিয়াচেন। জয় হোক ভারতের। এগিয়ে চলুক এক্সপ্লোরার শিবাজী ও পৃথ্বিজিত। সাথে আছি আমরা। এই অভিযানে অংশ গ্রহণকারী সবাইকে আন্তরিক অভিনন্দন🎉
অসাধারণ অভিজ্ঞতা হল আপনাদের এই ভিডিও দেখার পর। ভাল ও সুস্থ থাকুন সবাই এই কামনা করি।
সিয়াচেন গ্লেসিয়ারের এই ভিডিওটি দেখে আমি অভিভূত! আপনার ভ্রমণের বর্ণনা এবং সেখানকার সৌন্দর্যের চিত্রায়ন অসাধারণ। এই দুর্গম এবং ঐতিহাসিক স্থানটি সম্পর্কে জানার জন্য ধন্যবাদ। আপনার ভিডিও দেখে মনে হচ্ছে আমি নিজেই সেখানে আছি! 🏔️👀
সিয়াচেন দেখতে পাবো ভাবিনি দাদা।। গায়ে কাঁটা দিয়ে উঠলো।। অসংখ্য ধন্যবাদ তোমাদের ❤❤❤ভালো থেকো
অপূর্ব সুন্দর! যা ভাষায় প্রকাশ করা যাবে না।
দাদা, আপনার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে।
Satyi dada abhibhuto hoye gelam.... Bande mataram sangit ta background e bajche... Just spellbound... Joy hind.... Hats off to Indian army.
কী দেখলাম! ভাবতে পারছিনা। এ্যাতো সুন্দর করে যা দেখালে তা স্বপ্নেও দেখার কথা কোনদিন ভাবিনি। পুরো series টাই দুর্দান্ত হয়েছে। Many many thanks শিবাজী ও,পৃথ্বীজিৎ ও পল।
আবার ও অসাধারন একটা এপিসোড। এ পর্যন্ত আমার মনে হয় আপনাদের লাদাখ সিরিজ সবচেয়ে সেরা। অনেক ধন্যবাদ
আজ পর্যন্ত আমার দেখা সেরা ভ্রমণ বৃত্তান্ত। " লেহ তে লে ছক্কা, লাদাখ এ বাজিমাত।" মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে তোমাদের দুর্দান্ত উপস্থাপনা। ভালো থেকো, সুস্থ থেকো, এইরকম চিরদিন উপভোগ করো।❤❤❤❤❤
তোমাদের জন্য এজীবনে যাওয়ার কথা তো বহুদূরে ব্যপার কিন্তু বাবারা তোমরা যা দেখাছ অবর্ণনীয়।।
আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইলো তোমাদের সারা ভ্রমণের যাত্রা পথে।
সিয়াচেন দেখা হল তোমাদের জন্য
প্রাকৃতিক সৌন্দর্য,তা অন্যান্য।
পাহাড়ের গা ঘেঁষে বালি
জানতামই না,পাবে তোমরা তালি। অপূর্ব অভিজ্ঞতা, ভীষণ আনন্দলাভ
এভাবেই দেখিয়ে যাও, জিন্দাবাদ।
অনন্য হবে।
অসাধারণ একটি video,আমি একটা সরকারী স্কুলের ভূগোলের শিক্ষিকা, হিমালয় প্রায় বেশিরভাগ ঘোরা, কাশ্মীর ও, কিন্তু লাদাখ মাওয়া হয়নি, আপনার video র জায়গাগুলো map pointing করাই, তাই অভিভূত হয়ে যাচ্ছিলাম দেখতে দেখতে, সিয়াচেন, প্যাংগং, ইন্দিরা কল ....আহা কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, আপনার video তে হারিয়ে যাচ্ছিলাম, জানিনা যেতে পারবো কিনা কিন্তু পড়ানোর সময় এই দৃশ্য গুলো চোখের সামনে ভাসবে, কিছু screen shot নিয়েছি, student দের দেখাব, আপনাকে আমার আন্তরিক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ
দারুন একটি সুন্দর দৃশ্য দেখানোর জন্য ধন্যবাদ শিবাজী দাদা, পৃথিজিৎ দাদা আর উৎপল দাদা। মিউজিক টা দারুন ছিল, ভিডিও টার সাথে
আপনাদের চোখ দিয়ে এক অপার্থিব সৌন্দর্যের মুখোমুখি হলাম। বন্দে মাতরম।
Amar kichu bolar nei. Apnader chokh diye Siyachan Glasser ta dekhlam. Eto bochor khali sunei eshechi. ❤❤❤
আপনাদের চোখ দিয়ে পুরো লাদাখ দেখা হয়ে গেলো । অসাধারন একটা অভিজ্ঞতা । দারুন উপস্থাপনা আপনাদের।
এত সুন্দর সুন্দর দৃশ্য উপহার দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। জয় হিন্দ, বন্দেমাতরম, ভারতীয় সেনাবাহিনীকে সেলুট। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
Operation Meghdoot by Indian Army
Operation Meghdoot was the codename for the Indian Army operation to take full control of the Siachen Glacier in Ladakh. Executed on the morning of 13 April 1984 in the highest battlefield in the world, Meghdoot was the first military offensive of its kind. This operation preempted Pakistan's Operation Ababeel; and was a success. Resulting in Indian forces gaining control of the Siachen Glacier in its entirety.
Jai Hind 🇮🇳
Indian Armed forces 🙏
দুর্দান্ত....সিয়াচেন দেখবো, কখনো ভাবতেই পারিনি..অসংখ্য ধন্যবাদ আপনাদের 🙏
সিয়াচেন গ্লেসিয়ারের অপরূপ দৃশ্য আমাদের সাথে শেয়ার করেছেন এটাই আমাদের কাছে পরম প্রাপ্য আর এই ভিডিও আপনার কথায় "দুর্দান্ত"
খুবই ভালো লাগলো। আমি একজন ভ্রমণ পাগল মানুষ। আমার বয়স এখন আমার অন্তরায়। এখন আপনার মাধ্যমে দেখে তৃপ্ত হই।
উফফ কি অসাধারণ জায়গা দাদা ।দারুন লাগলো ।মনে হলো যেন কোনো সিনেমা দেখছি।অপূর্ব অপূর্ব সুন্দর ।লাদাখের সব জায়গা ই দারুন সুন্দর ।আপনাদের চার জন কে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ।
অপূর্ব। বর্ণনাতীত সৌন্দর্য ও অনুভূতি। ভীষণ ভালো লাগলো।
আমি যেতে কোন দিন পারবো না,তোমাদের ভিডিও তেই আমার ঘোরা হল,অসাধারন লাগলো,যা ভাষায় প্রকাশ করা যায় না।❤❤❤
সিয়াচেন এর অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম , আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার কথা নিয়ে কোনো কথা হবে না সেই সঙ্গে পৃথ্বী জিৎ দার রসিকতা নিয়ে, এককথায় অসাধারণ!
সত্যিই অসাধারণ একটা সিরিজ দেখলাম, সিয়াচেন দেখলাম ও জানলাম দারুন, প্রত্যেক পর্ব গুলো খুব সুন্দর ঘরে বসে আপনাদের চোখ দিয়ে লাদাখ ভ্রমণ করে নিলাম। ধন্যবাদ ❤
খুবই আনন্দ পেলাম। সিয়াচেন ও তার চারপাশের দৃশ্য দেখার সৌভাগ্য হলো। মন ভরে গেলো।আমার শুভাশিস রইল আপনাদের জন্য।
এক কথায় অপূর্ব। আমাদের মত সাধারণ মানুষ মানুষ তো ওখানে পৌঁছতে পারবনা,আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে দেখানোর জন্য।
এই অপার্থিব সুন্দর জায়গা আমার ভারতবর্ষ আর এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড এ বন্দেমাতরম,বিশ্বাস কর শিবাজী গলার কাছে একটা আবেগের দলা আটকে আসছে।তোমাকে অসংখ্য ধন্যবাদ।
Uufffff.....asombhob sundor
Siachen j dekhte parbo ,eta bhabteo obak lag6e...apnader chokh diea dekhte pa56i..eta amar ka6e birat..
Hat's of Indian army...tar sathe apnderkeo asonkyo dhnyobad...❤❤❤
কতটা ভালো লাগলো ভাষায় প্রকাশ করতে পারব না।ভারতীয় সেনার এই হার না মানা প্রতিনিয়ত লড়াই কে কুর্নিশ জানায় আর যাদের জন্যে এই পরম স্থানকে দেখার সুযোগ হলো তাদের মানে আপনাদের অনেক অনেক অনেক অনেক অনেক ভালোবাসা । ❤
এতো সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ পরিবেশে দাঁড়িয়েও মানুষ কি করে হিংসা আর যুদ্ধের কথা ভাবতে পারে অবাক লাগে। প্রণাম জানাই সেই অতন্দ্র প্রহরীদের যাঁরা এই দূর্গম প্রদেশে অবর্ণনীয় ক্লেশ স্বীকার করে প্রহরায় নিয়োজিত। 🫡
Sibaji da r pritthi da tomader osonkkho dhonnobad etto sundor vabe Siachen dekhanor jnno..
Salute to Indian Army🪖❤
Bharat Mata ki Jay❤
Siyachen is the!!!best.Apnader sangey ghurtey para ek virat experience. Thanks balleo kam.
দারুন একটি ব্লগ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো লাদাখ সিরিজের এই পর্ব আমার কাছে খুব ভালো লেগেছে। এই রকম একটা দূর্দান্ত ব্লগ উপহার দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
শিবাজী দা, তুমি ই প্রথম বাঙালি ট্রাভেল ব্লগার যিনি মিশরের পিরামিড থেকে শুরু করে সিয়াচেন দেখালে। ❤❤ এগিয়ে যাও এভাবেই পাশে আছি সবসময়। বাড়ির এত কাছে থাকি তবুও দেখা হল না তোমাদের সাথে আমার। (বেলঘরিয়া নিমতা থেকে অভিক মজুমদার বলছি)
অসাধারণ 👌👌👌👌🌹🌹🌹🙏🙏🙏জানি না কোনো দিন যেতে পারবো কিনা তবে না তার জন্য কোনো আক্ষেপ থাকবে না এতো জীবন্ত এতো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন 👍👍👍আজ এ কথা বলতেই হয়ে ঈশ্বর আপনাদের পাঠিয়েছেন এই সুন্দর কাজ টির জন্যে, দুই বন্ধুর দুস্টুমি যারা আপনাদের পাশে আছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন 🙏আপনারা এই ভাবে এগিয়ে চলুন আমাদের সাথে নিয়ে,,, 🙏❤️🌹
দৃশ্য গুলো অসাধারণ।
খুব ভালো লাগলো
😊👍🌹🌹🌹🌹🌹🌹🌹 অসাধারণ অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হলাম আপনাদের দুজনের জন্যই 😊আপনাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা
Jiboner sobcheye priyo manus ti thake ei Siachen e jake maser por mas Amra kache pai na khub emotional video eta amar kache khub valo laglo valo thakben
Hubby k dhore khabi khaoache ei ta darun bolechen dada..apnar der songe ladakh ghure nilam..darun experience..❤❤❤❤❤
অসাধারণ লাগলো সবচেয়ে বেশি ভালো লাগলো সিয়াচেন দেখানোর সময় background music গায়ে কাঁটা দিয়ে উঠলো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।
আমি siachin দেখে চরম রোমাঞ্চিত হলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সিয়াচেন ভিডিও দারুন উপভোগ করলাম। আপনাদের ভিডিও দেখে লাদাখ ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রবল হচ্ছে।
কি যে ভালো লাগলো বোঝাতে পারবোনা। আর গানের সুরে আরও ভালো হয়ে গেল মনটা। সত্যি আপনাদের তুলনা নেই❤
বন্দে মাতরম, ব্যাকগ্রাউন্ড অসাধারণ একটা কোথায় অন্যবদ্য, সুন্দর এতো সুন্দর ভাবে তুলে দরার জন্য
টিভিতে বড় screen এ আমরা দুজন মিলে সিয়াচেন উপভোগ করছি। আর ipad এ ভিউয়ার, লাইক আর কমেন্ট দেখছি। আর ফোন থেকে কমেন্ট লিখছি। একসাথে তিনটি চলছে। দারণ লাগছে দুপুরের খাবার পর বিশ্রামের সময় আপনার ভিডিও দেখে। 😊😊
স্যালুট ভারতীয় জাওয়ান দের ,
সঙ্গে আপনাদের কেও এই ভাবে যে কোন দিন সিয়াচেন দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি খুব খুব খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদেরকে
Daarun উপভোগ করলাম,আপনার জন্য সিয়াচেন সীমান্তে র দৃশ্য সব টুকু মনে গেঁথে নিলাম আপনার জন্য thank you ❤
ঐতিহাসিক মুহূর্ত!!🙏🙏❤️❤️ ভারতীয় সেনাবাহিনী স্য্যলুট 🙏🙏 Explorer Shibaji ar Moner manush Pritthwijeet এইভাবেই এগিয়ে চলুক তোমাদের আগামী সব অভিমান, খুব ভালো থেকো 😊😊
অভিযান
সত্যি বলছি শিবাজী সিয়াচিন এতো সুন্দর ভাষায় প্রকাশ করতে পারছিনা আর অবশ্যই শাশুমা গ্রাম টা। ভালো থেকো।❤❤❤❤❤❤❤
গর্ব অনুভব করছি আপনাদের জন্য এইভাবে এত সুন্দর করে আমাদের পুরো সিরিজ টা দেখানোর জন্য
গর্ব অনুভব করি শ্রদ্ধা জানাই স্যালুট জানাই আমাদের দেশ কে যারা সদা সর্বদা নিজেদের সমস্ত কিছু ত্যাগ করে রক্ষা করে চলেছেন সেই বীর জাওয়ানদের 🙏
অদ্ভূত, অতি আশ্চর্য্য, খুব সুন্দর এই সিয়াচেন গ্লেসিয়ার । ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর ভাবে এই দৃশ্য আমাদের সামনে তুলে ধরার জন্য । সাথে ভারতীয় সেনাদের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা ও স্যালুট ।