দ্বারহট্ট-আঁটপুর-রাজবলহাট | Dwarhatta/Antpur/Rajbalhat (Hooghly) -- All Information

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 73

  • @basantamalik405
    @basantamalik405 8 หลายเดือนก่อน +2

    কন্ঠস্বর,দৃশ্য উপস্থাপনা এবং তথ্য উপস্থাপন 🔥❤🔥... এক কথায় অসাধারণ🥰🥰... অনেকটা প্রবাসে বসে ক্ষণিক জন্য পৌঁছে যাওয়া সেই ছোটো বেলার দেশে..প্রনাম নেবেন মহাশয় 🙏🙏.. এগিয়ে যান।।❤

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  8 หลายเดือนก่อน

      ভাল লাগল দাদা আপনার কমেন্ট। 🥰🙏। ভাল থাকবেন।

  • @adityasen8227
    @adityasen8227 11 หลายเดือนก่อน +1

    অপূর্ব লাগলো .. আমি হুগলি তে জন্ম গ্রহন করা এক অত্যন্ত সাধারন .. দেখতে দেখতে ভাবছি, এত গৌরব, আমাদের ছোটবেলায় যদি জানতাম.. অনেক ধন্যবাদ আপনাকে

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  11 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ আপনাকেও

  • @dorabanerjee5617
    @dorabanerjee5617 2 ปีที่แล้ว +4

    অপূর্ব সুন্দর খুব ভালো লাগলো দেখে

  • @indrasengupta8032
    @indrasengupta8032 2 ปีที่แล้ว +2

    Banglar itihas ke nuton kore janlam ar dekhlam. Khub vhalo laglo.

  • @sovanmodak7424
    @sovanmodak7424 ปีที่แล้ว +2

    Khub sundar

  • @Om-pn4nf
    @Om-pn4nf ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো। জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি আমার আভূমি লুন্ঠিত প্রণাম নিবেদন করি।🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🙏🙏

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  ปีที่แล้ว

      আপনার সাথে আমিও প্রণাম জানালাম। ভাল থাকবেন। ধন্যবাদ।

  • @srabonimukherjee3314
    @srabonimukherjee3314 2 ปีที่แล้ว +3

    khub sundor

  • @Banishorts123
    @Banishorts123 2 ปีที่แล้ว +2

    Amr bari howrah
    Darhatta-amr boudi r Babar bari
    Atpur-amr dadar mamabari
    rajbolhat-amr pisi bari
    Amr tinte place e ghora...khb bhalo laglo..jaiga gulo vlog e dekhe..
    Dhonnobad

  • @ruchirakarmakar1569
    @ruchirakarmakar1569 ปีที่แล้ว +1

    চমৎকার উপস্থাপন।

  • @surajitchatterjee3760
    @surajitchatterjee3760 2 ปีที่แล้ว +4

    আমার বাড়ি রাজবলহাট এই ,,,, রাজবল্লভী মায়ের মন্দির এর কাছে 🌼❤️😊🤗

  • @susamaghash451
    @susamaghash451 2 ปีที่แล้ว +1

    আমি এই প্রথম জানলাম আ’ট পুর
    হরিপাল অথছো আমি কাছা কাছা থাকি খুব ভালো লেগেছে দাদা

  • @krishnendusaha3368
    @krishnendusaha3368 ปีที่แล้ว +1

    ei mondir gulor sathe bishnupur er mondir gulor onek mil

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  ปีที่แล้ว

      Hyan, basic ekta jogsutra achei. Asole cultural resemblance.

  • @sudeshnamitra5653
    @sudeshnamitra5653 2 ปีที่แล้ว +1

    Asadharon laglo,ami antpur mitra barir i meye,amader barite dol, Durga Puja,ras utsab hoy. Parle ekbar asben,apnader nimontron railo. Bhalo thakben.

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  2 ปีที่แล้ว

      Asonkhyo dhonyobad ei amontroner jonye. Nischoi jabo. Apnar contact ta amay diye rakhben. Interest roilo jaowar.

    • @sudipmitra285
      @sudipmitra285 2 ปีที่แล้ว

      K apni

    • @sudipmitra285
      @sudipmitra285 2 ปีที่แล้ว

      এটা আঁটপুর মিত্র বাড়ির মন্দির আমি মিত্র বাড়ির সদস্য🙏🏻

    • @sudipmitra285
      @sudipmitra285 2 ปีที่แล้ว

      আঁটপুর মিত্র বাড়ির কত নম্বর জেনারেশন

  • @amitmalik1750
    @amitmalik1750 4 หลายเดือนก่อน +1

    আঁটপুরে আমার বাড়ি😮😊

  • @supratikdasgupta1235
    @supratikdasgupta1235 ปีที่แล้ว +2

    Ami ei tinte jaigae ghurechi,r ami chilam Dr.Partha Janar "Rest House" jeta Rahimpur school kache,amar mone hoi apnadero bhalo lagbe ei Rest house( thaka r khoa sob arrangements ache)

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  ปีที่แล้ว

      Accha. Next time gele surely visit korbo. Thank you so much.

    • @indraniguharoy1616
      @indraniguharoy1616 ปีที่แล้ว

      Oner contact no.ta ki kore pabo

  • @humblebee2535
    @humblebee2535 8 หลายเดือนก่อน +1

    Rajbol hat er kache rail station kichu ache ? Naki auto kore abar firte hobe horipal a??..

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  8 หลายเดือนก่อน

      Onek aage chilo. Bartomane apnake ei pothei jete hobe.

  • @arunavasarkar-pn8jw
    @arunavasarkar-pn8jw ปีที่แล้ว +1

    Shyamasundar pathbari antpur ota amader bari..parle jaben

  • @jayasreedas5227
    @jayasreedas5227 ปีที่แล้ว +1

    Rajballavi ma r mandir timing ki? R dwarhottor mandir gulo kokhn khola thake?

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  ปีที่แล้ว

      Sokal 7 ta theke raat 10 ta. Dwarhattor gulo open. Tobe main Radha Gobinda Jeu temple tar timing ache. Ami jemon bandho peyechilam.

  • @sriparnasengupta4584
    @sriparnasengupta4584 2 ปีที่แล้ว +2

    Ami howrah theke train e jete gele haripal nambo. Kon din gele train ektu faka pabo mane working days e ki jete pari?

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  2 ปีที่แล้ว +1

      Sokale gele roj e fanka paben. Karon takhon to office time er ultodike jaben.

    • @sudeshnamitra5653
      @sudeshnamitra5653 2 ปีที่แล้ว +1

      Madam,ami antpur mitra barir i meye,amader barite jadi asen tabe, Durga Pujor samay asben,saptami theke nabami porjonto amader barite bhog khawano hoy,parle asben. Bhalo lagbe. Amader barite dol o baro kare hoy.

  • @amiyakantabose8194
    @amiyakantabose8194 2 ปีที่แล้ว +1

    ভাল লাগল । আঁটপুর স্টেশনটি মার্টিন লাইনের হাওড়া - চাঁপাডাংগা (ভায়া শিয়াখালা) হবার সম্ভাবনা বেশি ।

  • @arnablahiri1637
    @arnablahiri1637 ปีที่แล้ว +1

    Rajbalhat er rajballavi mandir er ki rokom timing seta ki boltey parben ?

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  ปีที่แล้ว

      Sokal 6 ta theke raat 8 ta. Majhe hoyto kichukkhon Bandhu Thakte pare. Not sure.

    • @arnablahiri1637
      @arnablahiri1637 ปีที่แล้ว +2

      @@bhaboghuretravel aaj darshan korey elam Maa Rajballavi k.....mandir saradin khola, sokaal 7am thekey raat 10pm......dupur eo khola thakey mandir

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  ปีที่แล้ว

      Khub bhalo

  • @sumanchatterjee5558
    @sumanchatterjee5558 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @rksrider5594
    @rksrider5594 2 ปีที่แล้ว +1

    Night stay korar jonno hotel er babostha achay ki?

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  2 ปีที่แล้ว +1

      Eta to nehat e gram. Ekhane thakar jayga nei. Thakte hole Arambag.

  • @SupernaSasmal
    @SupernaSasmal ปีที่แล้ว

    Paschim Mandir Kota ki Mandi Raja video

  • @nilimasarkar7195
    @nilimasarkar7195 ปีที่แล้ว

    Atpur ramkrisna asramer guest house booking ar no.ta pala bhalo hay.

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  ปีที่แล้ว

      Description e deowa number ta try kore dekhun

  • @sirsendugupta3759
    @sirsendugupta3759 2 ปีที่แล้ว

    শ্যাম সুন্দর মন্দির ভিডিও টা করা হয়ে নে কেন

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  ปีที่แล้ว

      হয়তো তথ্যটা ছিল না আমার কাছে

  • @SwarnaliMitra-hw9pd
    @SwarnaliMitra-hw9pd ปีที่แล้ว +1

    Ekono dol manchey prati bathsar dol palito haye.

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  ปีที่แล้ว

      Hyan. Video ta jakhon korechilam, eta Jana chilo na. Dhonyobad apnake.

  • @alokmitra761
    @alokmitra761 ปีที่แล้ว +1

    এখন রঙ করে টেরাকোটার বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে

  • @supergamersinger1347
    @supergamersinger1347 2 ปีที่แล้ว +1

    দ্বারহাট্টা ( dwarhatta) not দ্বারহট্ট

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  2 ปีที่แล้ว

      Accha, janlam. Tobe ei pronunciation er kono tathyo internet e paini. Apnar kache thakle ektu deben. Eta janar icche roilo. Jehetu sob jaygay "Dwarhtto" shunechi, tai sotik ta janar opekkhay roilam. Thank you.

  • @prodipnandinandi876
    @prodipnandinandi876 10 หลายเดือนก่อน

    Antpur Hooghly kono bus chalena kono office nai kono factari nai kono Bank nai kono doctor hospital medical kichui nai kono subidha nai bargachi to antpur chapadanga rail line hole bhaloi ho toh

  • @odilipkumarbanerjee5939
    @odilipkumarbanerjee5939 ปีที่แล้ว +3

    রাজবলহাট কদাপি ভূরশুট পরগণার রাজধানী ছিল না। ঐতিহাসিক স্থানের উপর ভিডিও করার আগে ভালোভাবে পড়াশুনা করতে হয়। প্রমান বা দলিল হাতে নিয়ে মন্তব্য করতে হয় । আপনার জ্ঞাতার্থে জানাই, ভূরশুট পরগণার রাজধানী বরাবর ছিল বর্তমান হাওড়া জেলার গড় ভবানীপুর। রাজবলহাট সম্পর্কে প্রকৃত ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ একখানি প্রামান্য তথ্য চিত্র চেষ্টা থাকলেই নির্মাণ করতে পারেন, তবে আগে বেশ ভালো ভাবে পড়াশুনা করতে হবে। জীবনের শেষ পর্যায়ে এসে সত্যের বিকৃতি মানতে পারিনা বলেই মন্তব্য করে ফেললাম, নিজগুণে মার্জনা করবেন। বাকি আপনার কণ্ঠস্বর, উপস্থাপনা, ক্যামেরার কাজ খুবই ভালো। এগিয়ে যান, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। দিলীপ কুমার ব্যানারজী , হাওড়া

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  ปีที่แล้ว +1

      আপনি প্রবীণ ব্যাক্তি। আপনার মতকে সম্মান জানাই। যে প্রাজ্ঞতা নিয়ে প্রায় আক্রমণই করেছেন বলা চলে, তাতে ধরে নিচ্ছি ইতিহাস নিয়ে আপনার গবেষনা রয়েছে। খুব স্বাভাবিক ভাবেই আমার নেই, কারণ আমি ইতিহাসের ছাত্র নই। তাই বেড়ানোর ছলে ঐতিহাসিক স্থানগুলো দেখাই। যতটা সম্ভব ইতিহাসের শুদ্ধতা মেনে তথ্য সংগ্রহ করি পড়াশোনা করে। অবশ্যই আপনার মত নয়। তবে করি যথেষ্ট। আমাদের মত যারা ট্রাভেলগ বানায়, তাদের তথ্যের সন্ধান দেয় অনলাইনের বিভিন্ন পেজ, ঐতিহাসিকদের মতামত এবং সরকারী তথ্য। স্বভাবিকভাবেই সেগুলোর ওপর নির্ভর করতে হয়।
      ভুরশুট বা ভুড়িশ্রেষ্ঠ সাম্রাজ্যের তথ্য যেটুকু পেয়েছি তাতে রাজধানীর কথা কোথাও লেখা নেই। আর তাছাড়া সেগুলো কেবলই ব্যাক্তিগত তথনির্ভর সাইট। এই সাম্রাজ্য হাওড়া, হুগলী ও নদিয়াতে বিস্তার লাভ করেছিল, জেনেছি। আর রাজধানীর কথা একটিমাত্র জায়গায় বলা আছে, যেটি সরকারী ওয়েবসাইট। জানিনা এটা তাদের ভুল কিনা, তবে ওই যে বললাম - তথ্যসূত্র বলতে ওইটাই। আপনি হাতে প্রমাণ বা দলিল নিয়ে কাজ করতে বলেছেন। তাই সেই লিংকটি নীচে দিলাম।
      hooghly.nic.in/jangipara-development-block/#:~:text=Rajbalhat%20in%20Jangipara%20CD%20Block,Empire%20in%20the%2016th%20century.
      লিংক থেকে পড়তে না পারলে জানাবেন, আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে, পাঠাব। তবে সততা নিয়ে কাজ করি বলে আপনার কাছে অনুরোধ থাকবে প্রামাণ্য দলিলের। কারণ, সঠিকটা জানা শুধু আমার নয়, সবারই জানা প্রয়োজন। ধন্যবাদ।

    • @odilipkumarbanerjee5939
      @odilipkumarbanerjee5939 ปีที่แล้ว +1

      আপনার উত্তরের জন্য ধন্যবাদ জানাই। মে তথ্য পাঠিয়েছেন সরকারি হলেও যথার্থ নয়। হয়তো কোন অতি উৎসাহী বিদ্যান ব্যকতির রাজবলহাট কে আরও বড় করে ইতিহাসে চিহ্নিত করার প্রয়াস সরকারি সীলমোহর পেয়েছে। যেমন গুগুল ম্যাপে হাওড়া - ন্যাওড়া হয়ে আজ ও শোভা পাচ্ছে। আপনারা যারা ব্লগ করছেন এবং ইউ টিউব এর মাধ্যমে প্রচার করছেন তারা তো এক অর্থে সত্যাননেসী। অজানা অন্ধকার থেকে সত্যকে অনুসন্ধান করে দিনের আলো দেখাচ্ছেন। অনেক বড় সামাজিক দায়িত্ব আপনারা পালন করছেন। আপনাকে কোন অংশে ছোট করার কোন অভিপ্রায় আমার নেই আর তাই আমাকে মানায় না। আমি তো প্রতিদিন ই শিখছি। রাজবলহাট এ আমার শৈশব কেটেছে, আজ ও নিয়মিত যোগাযোগ আছে। আর প্রাচীন ভূরশুট পরগণার অন্তর্গত পেড়ো গড় আমার বাসস্থান। রাজবলহাট মৌজা সম্পূর্ণ খনন করলেও কোন রাজপ্রাসাদের সন্ধান পাওয়া যাবে বলে মনে হয় না। যদি কিছু পাওয়া যেত তাহলে সেই নিদর্শন রাজবলহাট এ অবস্থিত অমূল্য প্রত্ন তথ্যশালায় অবশ্যই স্থান পেত। যদি গড় ভবানীপুর এ যান, রাজধানীর ধ্বংসাবশেষ এখনও কিছু আশাকরি পাবেন। যদি কখনও ব্যাপক খনন কার্য হয় আশাকরি অবশ্যই উপাদান পাবেন। এর আগে আমার বক্তব্যের স্বপক্ষে একটি তথ্য আপনাকে পাঠাতে চাই । যদি দয়া করে আপনার WhatsApp নম্বর দেন, পাঠানো আমার পক্ষে সহজ হয় এবং আপনার কাছে বাধিত থাকি । ঐ একই পথে ভূরশুট পরগণার আরও অনেক তথ্য একে একে আপনাকে পাঠাতে পারি । আশাকরি আমাকে ভুল বুঝবেননা। আমার যোগাযোগ নম্বর ৯১২৩৯৫৪৯৮৪

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  ปีที่แล้ว +1

      ভুল বুঝিনি দাদা। বরং উৎসাহিত হয়েছি এই ভেবে যে ভুরশুট সাম্রাজ্যের ওপরেও একটা পর্ব হয়তো করা যায়। সত্যি কথা বলতে কি এই সাম্রাজ্যের কথা আমার জানাই ছিল না। কাজটা করতে গিয়ে জেনেছি। আমি আলাদা করে যোগাযোগ করছি আপনার সাথে। তবে, আপনার তথ্যটি এখানে দেওয়া বেশী সমিচীন বলে আমি মনে করি, কারণ তাহলে এই পর্বটির বাকি দর্শক শ্রোতারাও সেটা জানতে পারবে।

    • @odilipkumarbanerjee5939
      @odilipkumarbanerjee5939 ปีที่แล้ว

      ধন্যবাদ। আমার WhatsApp no. দেওয়া আছে। প্রয়োজনে কথা হতেই পারে।

    • @baitalik
      @baitalik ปีที่แล้ว

      দিলীপবাবুর মতটাই সঠিক। বিধুভূষণ ভট্টাচার্য ও বাণীকুমার রচিত "রায়বাঘিনী ও ভূরিশ্রেষ্ঠরাজকাহিনী" পড়ে দেখুন।