খুব ভালো লাগলো আপনি আমাদের বাড়ির কাছে এসে অনেকক্ষণ থেকে গেছেন। ফুলেশ্বর মাহাতো আমাদের বাড়িতে কাজ করতো। তার বাবা ও গ্রামের অনেকে আজও আমাদের বাগবাজারের বাড়িতে কাজ করে, আমরা প্রতি বছরে বিভিন্ন সময়ে শিমূলতলায় গিয়ে সময় কাটিয়ে আসি।সামনের জানুয়ারীতে ও ডিসেম্বরে অনেকেই যাবে। আমিও যাবো। শিমূলতলা আমাদের কাছে গর্বের বিষয়। অনেকে শিমূলতলা নিয়ে অনেক ভিডিও পোস্ট করেন কিন্তু ইতিহাসকে প্রায়ই বিকৃত হতে দেখি,। আপনার ছবিটি পরিচ্ছন্ন লাগলো। আমাদের বাড়িতে আমি দুটি সিনেমাও তুলেছি। ভালো থাকবেন।
আপনার মতামত পেয়ে দারুণ লাগলো। আপনাদের বাড়ি (যেটা আমি ভাবছি) এখন কতটা বাস যোগ্য আছে? বাড়ির পিছনের দিকে কেউ আছেন বলে মনে হয়েছিল। কিন্তু electricity জল ইত্যাদি আছে কি? যদি কোনভাবে আপনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় জানাবেন।
ভিডিও টি সুন্দর কিন্তু কিছু বক্তব্য ভিত্তিহীন। কুসুমকানন আমাদের বাড়ি এবং পাল ভিলা ও আমাদের আত্মীয়দের । দাদার কীর্তির শুটিং এখানে হয়নি। হয়েছিলো লাইনের ওপারের দুটি বাড়িতে।
@globetrottermadhu489 আপনি যখন বলছেন তাহলে এটাই সত্যি। তবে এই কথা গুলো হোটেল এবং স্থানীয় বাসিন্দাদের থেকে শোনা। শিমুলতলা বিষয়ে কোনো বই আছে কি? তাহলে সঠিকভাবে জানা যাবে সব কিছু।
দুবার গেছি আমি ৪৪-৪৫ বছর আগে। অনেক স্মৃতি। অসাধারণ পরিবেশ। সেন বাড়ির সিদ্ধার্থ সেন এখনো তার পূর্বসুরীদের ধারা রক্ষা করে চলেছেন। তিনি আমার দাদা কাম বন্ধু। বুড়ো বয়সে একবার যাবার ইচ্ছে আছে। ভিডিওটি চমৎকার। সিদ্ধার্থ দা কে share করব ভাবছিলাম। দেখলাম উনি দেখে মন্তব্য করে দিয়েছেন। এই ধারারা ফলস্ সাইকেল ভাড়া করে গিয়েছিলাম। জলে গা ডুবিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি।
@@Diparun123 তখন শিমুলতলায় কোথাও কোন বিদ্যুৎ ছিল না। সন্ধে হলেই হ্যারিকেন বা লম্ফ। যে বাড়িগুলো দেখালেন এগুলো আমার চোখের সামনে ভাসে। তখনো এগুলো যথেষ্ট ভালো অবস্থায় ছিল। শিমুলতলায় হেঁটে হেঁটে অনন্ত ঘুরে বেড়ানোই ছিল আনন্দ। যত কুয়োর জল খেতাম, ততই খিদে। ভোরবেলা মিষ্টির দোকানে গরম ল্যাংচার স্বাদ এই ৬৪ তেও ভুলিনি। ফুটব্রীজে দাঁড়িয়ে থাকতাম ট্রেন দেখার জন্য। হোটেলের কোন গল্পই ছিল না। একসাথে পাঁচ-ছটা দিশি মুরগী কিনে ঝুড়ি চাপা দিয়ে রাখতাম এবং পায়ে দড়ি বাঁধা থাকতো। ঠাওকো দর। ওজন করে বিক্রি হত না। ভোর রাতে বেরিয়ে লাট্টু পাহাড়ের মাথায় গিয়ে বসে থাকতাম ভোর হওয়া দেখব বলে। একইভাবে সূর্যাস্ত দেখতাম। ঐ রাজবাড়িটা আমি নলডাঙ্গার রাজার বাড়ি বলেই জানতাম। তখনো হাতি, ঘোড়া না থাকলেও হাতিশাল, ঘোড়াশাল ছিল। দ্বিতীয়বার ঘুরে আসার পরের দিনই দাদার কীর্তি দেখেছিলাম। আমার বন্ধু সঙ্গে ছিল। প্রথমে যেই ট্রেনটা হুশ করে বেরিয়ে গেল, হলের মধ্যেই চিৎকার করে উঠেছিলাম- এ আমাদের শিমুলতলা রে অরূপ। যত সিনেমা এগোয় ততই শিমুলতলা দেখি। ফলে দাদার কীর্তি আমাকে বেশ কয়েকবার দেখতে হয়। এমন চমৎকার সিনেমা কখনো ভোলার নয়।
কি রকম একটা ঝিমধরানো পরিবেশ চারদিক টায়। বাড়িগুলো দেখলে সত্যি মায়া লাগে। গথিক ডিজাইনের বাড়িগুলোর ছবি দেখতে দেখতে ড্যাফনে দ্যু মরিয়রের 'রেবেকা' উপন্যাসের কথা মনে পড়ছিল। কেউ যেন থেকেও নেই, অথচ তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে সর্বক্ষণ। অথচ জায়গাটা খুবই সাধারণ। খোলামেলা, স্বাস্থ্যকর জল হাওয়া । এই রকম জায়গা বিহার, বাংলায় অনেক রয়েছে । পশ্চিমের সঙ্গে বাঙালির রোমান্স সেই শরৎ বাবুর সময় থেকেই। তখনকার দিনের পয়সাওয়ালা বাঙালির (ড্যাঞ্চিবাবু) স্ট্যাটাস সিম্বল। এখন যেমন শান্তিনিকেতন। ভালো লাগলো আপনার উপস্থাপনা।
@@aseshdeb আপনার কমেন্ট পড়ে বেশ ভালো লাগলো। চ্যানেল এর অন্য ভিডিও গুলো দেখতে পারেন, ভালো লাগবে। kasar devi টা দেখুন। Subscribe করে সঙ্গে থাকলে ভালো লাগবে।
আপনার কথা বলার style টা খুবই ভাল লাগল...আমার এবং আমার wife এরও এরকম জায়গার খুব interest আছে। Shimultala আগে জানা ছিল না। এবার ওটা add হল। Thanks for this nice Vlog
শিমুলতলার কথাঃ (২) আগের দিন সারারাত্রি ঘুম হতো না শিমুলতলা যাবার আগে। অদ্ভুত একটা চাপা আনন্দ হতো মনের মধ্যে। সকালে সবার আগে ই উঠেপড়ে একদম রেডিস্টেডি! সকাল ৭ঃ০০ টার ট্রেন সমস্তিপুর প্যাসেঙ্জার নৈহাটি থেকে। কোনে ক্রমে একটা বসবার জায়গা দখল করে এক অদ্ভুত অনুভুতি হতো মন জুড়ে। দূগাপুরে উঠতো সমোশা!! সে অদ্ভুত সিংগারা শুধু আলু একটু হলুদ নুন দিয়ে হতো তার পুড় খেলে মনে হতো যেন অমৃত!! বাবা কিছুতেই ওই বাজে তেলে ভাজা খেতে দিতে চাইতো না। তখন আমাদের মুখগুলো শুধু দেখতে হতো। দূগাপুর পেড়লে ট্রেন অনেক টা ফাঁকা হয়ে যেতো তখন ব্যাগ থেকে বেড়তো জল খাবার, তারপর আসানসোলে এলে খাওয়া হতো চা। ট্রন টা অনেক্ষন দাড়াতো এখানে ইঞ্জিন পালটাতো, সেই জীবনে প্রথম দেখা ইঞ্জিন পাল্টানো। তারপর একে একে পার হতো সীতারামপুর, জামতারা,চিত্তরঞ্জন। জানালার পাশে দৃশ্যপট ও পালটাতো দ্রুত ছোট ছোট টিলা আর রুক্ষঃ পাথুরে জমি যত দূর চোখ যায় ফাঁকা তেপান্তর! এরপর আসতো মধুপুর তখন আমাদের বাড়ির তৈরি খাবারে মধ্যান্ন ভোজ সারা হতো। জসিডি এলেই আনান্দ আরো বেড়ে যেত কারন ওখানে উঠতো প্যাড়াওলা। তারপর ছোটখাটো দু একটা স্টেশান পার হয়ে আসতো লাহাবনি হল্ট। আমাদের ব্যাটিলিয়ান পুরো রেডি কেন না এর পরের স্টেশান ই " শিমুলতলা "।।
@@tamalbanerjee7307 ট্রেন যাত্রার বড় সুন্দর একটা চিত্র পেলাম। খুবই সুন্দর। ছোটবেলা যেন সোনার খনি। ভালো থাকবেন। Subscribe করে সঙ্গে থাকলে খুবই ভালো লাগবে। নমস্কার।
@@arafarahman3850 আমি আসলে নিজের জন্য ভিডিও করি। যেসব জায়গাতে ঘুরতে যাই সেখানে কোনো একটা গল্প খোঁজার চেষ্টা করি। আজ একটা ভিডিও পোস্ট করেছি। পুরোনো বাড়ির। সময় করে দেবেন। এবং অবশ্যই চ্যানেল টাকে subscribe করে সঙ্গে রাখবেন। th-cam.com/video/1QJrcl2gPGM/w-d-xo.htmlsi=JSggHNppGOapkPsn
আমি আমার শিশুকাল থেকে শিমুলতলা যাচ্ছি। আমাদের বাড়ির নাম প্রতাপ ধাম। এটি আমার দাদামশাই স্বর্গীয় বসন্ত বন্দ্যোপাধ্যায়ের তৈরি। সম্ভবত ১০০ বছরের কাছের সময় এই বাড়িটি উনি করেন। এখন আবার নতুন করে তৈরি করা হয়েছে। প্রধান উদ্যোগী আমার ইংল্যান্ড নিবাসী দাদা ড: অমিত বন্দ্যোপাধ্যায়। উনি প্রতি বছর শীতে আসেন। বাড়ির সামনের গোলাপ বাগান তাঁর প্রচেষ্টায় তৈরি হয়েছে। বর্তমানের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে বানানো হয়েছে। আমরা শিমুলতলা নিয়ে খুবই নস্টালজিক। আমাদের অতি প্রিয় একটি জায়গা।
@@pradipmukherjee3098 প্রদীপ বাবু, জেনে খুবই ভালো লাগলো। অনেক বাড়ি তো ব্যবহারই হয় না। আপনারা যেভাবে বাড়িটা রেখেছেন সেটা শুনে খুবই ভালো লাগলো। মহুয়া রায়চৌধুরীর জীবন নির্ভর উপন্যাস, নিঃসঙ্গ মহুয়া লেখার আগে গতবছর মনে হয়েছিল শিমুলতলা দেখে আসি। তাই গিয়েছিলাম। গিয়ে এমন ভালো লাগলো যে বলার নয়। আবারও যাওয়ার ইচ্ছা আছে। তবে তখন যদি এমন কাউকে সঙ্গে পাই যিনি পুরোনো গল্প গুলো একটু বলবেন, সঙ্গে থাকবেন তাহলে আরও ভালো হয়। আমি বহুজাতিক সংস্থায় চাকরি করি। পাশাপাশি লেখক। কাজেই পুরোনো গল্প শুনতে ভালো লাগে। সম্প্রতি একটা পুজো সংখ্যায় শিমুলতলার একটা গল্প লিখেছি। আপনার কোনো WhatsApp number কিংবা mail ID পেলে পাঠাতে পারি। পড়লে ভালো লাগবে। ভালো থাকবেন। নমস্কার। দীপারুণ ভট্টাচার্য
@@tapankmandal ধন্যবাদ। আপনি যে রুচি বিষয়ে বলেছেন, অনেকই এই একই কথা নির্দেশ করেছেন। আপনি চ্যানেল এর অন্যান্য ভিডিও গুলো দেখুন। এই একই রুচির ছাপ পাবেন। Subscribe করে সঙ্গে থাকলে ভালো লাগবে।
অনেকদিন পর এমন সুন্দর একটি সুখ-স্মৃতিময় জায়গার (শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দাদার কীর্তি এবং তরুণ মজুমদার, অনুপ কুমার, তাপস, মহুয়া, দেবশ্রী, সন্ধ্যা রায়) বর্ণনা শুনে খুব ভালো লাগলো। আজকাল এমন জনহীন জায়গার দৃশ্য এবং তার বর্ণনা সচরাচর কাউকে আকর্ষিত করেনা। দীপারুন বাবু, আপনাকে ধন্যবাদ! ---- সুমিত মিত্র, হলদিয়া।
সুমিত বাবু, আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ। আমি একজন লেখক। বছর দুয়েক আগে সাপ্তাহিক বর্তমান পত্রিকাতে "নিঃসঙ্গ নক্ষত্র" নামে একটি দীর্ঘ ধারাবাহিক লিখি। গতবছর মহুয়া রায়চৌধুরীর জীবনের গল্প "নিঃসঙ্গ মহুয়া" লেখার আগে মনে হয়েছিল শিমুলতলা ঘুরে আসা দরকার। তাই গিয়েছিলাম। ভিডিওটা অনেকেই পছন্দ করছেন দেখে ভালো লাগছে।
আমি সপরিবারে ২০১৯ এর ডিসেম্বর মাসে এসেছিলাম। যশোদা ভবনে ছিলাম। তার আগে শৈশব/ কৈশোরে পিতা মাতা ও দাদাদের সঙ্গে বার তিনেক এসেছিলাম। এই অশীতিপর বয়সে পুরনো স্মৃতি আবার নতুন করে আপনার ভিডিও র মাধ্যমে দেখতে পেয়ে আপ্লুত হলাম।
সাতাশ বছর আগে কলেজ লাইফে শিমুলতলা আমাদের চার বন্ধুর প্ৰিয় জায়গা ছিল। পুজোর ছুটিতে চলে যেতাম ওখানে। শিমুলতলা রাজবাড়ী তে রাত কাটিয়েছি ভূত দেখার আশায়। সাইকেল ভাড়া পাওয়া যেত। চাঁদনী রাতে সেই সাইকেলে করে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে পড়তাম শিকাটিয়া ফরেস্টের উদ্দেশ্যে। অপূর্ব সেই রাতগুলো ভোলা যায় না! তবে ওখানে মানুষ খুব গরিব ছিল, সামান্য কয়েকটা টাকার জন্য খুন জখম চলত। আমরা ডাকাতের হাতেও পড়েছিলাম, জানি না এখন অবস্থা কেমন। তবে রুক্ষতার মধ্যে অপূর্ব এই শিমুলতলা! একটু এডভেঞ্চার যারা ভালোবাসেন, তাঁদের অবশ্যই যাওয়া উচিত।
সেই যুগ , সেই সময় ছিল অন্য রকম । বাঙালির তখন দরজা মন ছিল । দুই বা তিন কামরা র flat এর কথা তাঁরা ভাবতেও পারতেন না । বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের লোকসংখ্যা হতো বেশি । দূর সম্পর্কের আত্মীয় স্বজন রা ও কাছের মানুষ ছিলেন । আমার দাদু অনেক লোক জন নিয়ে শীতে বেড়াতে যেতেন এবং থাকতেন এক - দেড় মাস । বিভিন্ন জায়গাতে । বাড়ি ভাড়া করে থাকতেন , রান্নাবান্না হতো । সে এক দীর্ঘ দিনের picnic । আমি ছোট বেলায় এই রকম অভিজ্ঞতার সুযোগ পেয়েছি দুই তিন বার । পুরী , ঘাটশিলা এবং শিমুল তলা । পুরী তে ২৩ জন লোক ছিলাম । সেজ কাকীমার দাদার শালা , জামাই এর পিসতুতো ভাই , দাদুর এক বন্ধুর ছেলে ও তার দুই cousin । এই ধরনের সম্পর্ক যা এখন কার বাচ্চারা চিন্তা করতে ও পারবে না । শিমুল তলায় যেবার যাওয়া হয়েছিল তখন আমার বছর চারেক বয়স তাই বিশেষ কিছুই মনে নেই । পরে গেছি যদি ও । বাঙালির অনেক কিছুই হারিয়ে গেছে , আছে শুধুমাত্র স্মৃতিচারণ ।
Thank you for making a vedio on Shimultala. Not very many people know about Shimultala. I visited our Poitrik House when I was growing up. It was Built by my Father's Grandfather. I hear beautiful stories about the huge Joint Family reunions and how the whole family went to Shimultala and stayed there for months at a time. Such Lovely Memories
Your coverage is fascinating. I was in Simultala recently and had checked out Paul Villa as well. There was no way I could enter the complex. It was locked from all sides. I had not come across your video; else I would certainly have checked for Kusum Kanan as well. The road in front of Paul Villa is not broad enough for a car. Presently they are laying bricks, and the intent seems like building a metallic road. From what I know, Dadar Kiriti was mostly shot in Madhav Villa. It is now a Nursing college and beyond recognition. Do let us know how to locate Mahua-Debashri's house, shall check it out next time. I have plans to visit a year or two later as well and would be nice if you can help me with the exact location of Kusum Kanan. I belong to the decade of the 1970s, and Dadar Kiriti does create a sense of nostalgia. More so, because I used to travel quite regularly during my school days from Patna to Howrah and Simultala was one of the stations which fascinated me both for its poetic name and the beauty of the surroundings. Thank you for the video.
কুসুম কানন বাড়িটা পাল ভিলার ঠিক পেছনে। পাশেই রাস্তা। ভিডিওতে বুঝতে পারবেন। Mohuya দের বাড়িটা রেল লাইনের ওপাশে। যশোদা ভবনের আগে একটা স্কুল আছে তার ঠিক আগেই।
Ami oneker travel blogs dekhi but apni jei jaiga select korechen r ja information pelam r periodical buildings gulo dekhlam really feeling goosebumps. Apnr video ta just awesome and ofcourse your voice darun.
কলকাতা থেকে একটাই ট্রেন বড়কাখানা প্যাসেঞ্জার। তার থেকে যে কোনো ট্রেনে Jhajha কিংবা Deoghar গিয়ে ওখান থেকে taxi বা অটো নিতে পারেন। অন্য রিপোর্ট এর details description এ দেওয়া আছে।
@@Diparun123 বাবার service record এ দেখলাম period 11 /04/1952 to 12/09/1957. Simultala Asst. Station Master ছিলেন। আমাদের quarter এর পিছনেই রাম বাবুর মিষ্টির দোকান ছিল। সেই রাস্তার ডান দিকের কিছু দূর বাম দিকে কমলা কুটির ছিল। আরও এগোলে বাম দিকের পথে গেলে লাট্টু পাহাড়ের দিকে sir RN Mukherjee র বাড়ি তারপর অরবিন্দ ঘোষ ও বারীন ঘোষ এর দাদুর রাসবিহারী ঘোষ এর বাড়ি তারপর বিখ্যাত লাট্টু পাহাড় ও সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ। আর সোজা রাস্তায় গেলে কিছু দূরে বিখ্যাত নড়াইল রাজাদের বিশাল বাড়ি ছিল। তারপর line এর ওপারে B N Sarkar , new theaters দের বাড়ি সেখানেই আমি মায়ের সাথে শ্রী শ্রী মোহনানন্দ জী মহারাজ কে দেখেছিলাম। ওই রাস্তায় শেষের দিকেTelwa হাট ছিল। রাম বাবুর মিষ্টির দোকানের বাম দিকে গেলে post office. Thana ছিল। আরও গেলে line এর ওপারে ছিল মাধব ভিলা । গোলাপের বাগান ও ম্যাগনোলিয়া, জিনিয়া ফুলের মাধুর্য। আরও দূরে ছিল হলদি ঝর্না। সেখানে একবার একটি film shooting docomentory হয়েছিল four friends . বাবার double barrel gun টা ওতে ব্যবহার করেছিল। একজন teacher দুজন ছোট ভাই আর বোন ও একটি ভালুক এর গল্প। পরে বাবার কাছে শুনেছিলাম teacher হয়েছিলেন অভিনেতা জীবেন বসু। শীতের সময় কোলকাতার বহু মানুষ বেড়াতে যেতেন। তাদের বলা হত changer. এখন আমার বয়স, 76+. শিমুল তলার মধুর স্মৃতি ভুলতে পারিনা।
Diparun Babu, I tried several time to write in Bengali but after few line it is deleted why I don't know. However trying in English. As per my father's service record he was Asst Station Master in Simultala , april 1952 to november 1957 , and I was 5 to 10yrs.approx. now I am 76+. Beside our quarter in main road Ram babu mistir dokan. Going to right of the road a house there named Kamala Kutir. After Lattu pahar was in the left side road where house of Mr R N Mukherjee then house of Mr Rasbihari Ghosh grandfather of Sri Aurobindo and Barin Ghosh then straight towards lattupahar and the Olden Rajbari. Straight going main road there house of Narail Zamindar. Then after crossing railway line house of B N Sarkar of new theaters where I fortunate to saw Swami Mohananandaji Maharaj with my parents. After the house there was Telwa river and market. In left side road from Station there was post office, Thana then loco tank and in right-side I think house of lord s p Sinha. After crossing railway line there was Madhav Villa full of rose zinia flower. There my father let me know magnolia flower. In the straight road there was Haldi Jharna. I recollect that a documentary film Four Friends shouted there and my father's double barrel gun was used. It was a story of one teacher two small children and one bear. Later my father told actor Jiben Bose played the teacher role. In winter tourist from Kolkata came and they known there as Changer. I have roamed many places as my father's had transferable job but still at 76+ age I could not be forget the golden memory of Simultala . It was then so isolated lonely peaceful seems প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গেছে। ধন্যবাদ। .
@@chuuuu123 আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো। কখনও গল্প করতে পারলে আরও ভালো লাগত। আসলে আমি একজন লেখক। তাই গল্প শুনতে আমার দারুণ ভালো লাগে। সম্প্রতি SIMULTALA কে পটভূমি করে একটা গল্প লিখেছি। পড়লে আপনার ভালো লাগবে। কিন্তু কীভাবে পাঠাবো? কোনো mail id কিংবা WhatsApp নম্বর যদি থাকে দেবেন।
আজ থেকে ৬০ বছর আগে শিমুল তলায় গিয়ে ছিলাম শম্ভু ধাম নামের একটি বাড়িতে। তখন আমার ১২/১৩ বছর বয়স। অপুর্ব জায়গা। তখন হোলডলের যুগ ছিল। ত খন এখন কার মত সাফারি/ VIP সুটকেস এর চল ছিল না। তখন ছিল বড় ট্রাঙ্ক। ওর মধ্যে সংসারের অনেক কিছু যেত। প্রতি বছর শীতের সময় বাবার সাথে আমরা ভাই বোনেরা যেতাম এবং অনেক দিন থাকতাম। তার পর আমার সাথে আমার বাবা মা যেতেন। আমরা কেশব ধাম, মজিলপুর লজ, ব্রজ ধাম, তারা মঠ এরকম আরো অনেক বাড়িতে ঘুরে ফিরে থাকতাম। ওখানকার লোক জন খুব সরল ও বিশ্বাসী ছিল। আমার প্রিয় জায়গা। 🙏
কথায় আছে.... টিলা টিলা শিমুলতলায় ভিলা ভিলা বাড়ী।৯৫ সালে গেছিলাম। দেহলি বাড়িতে ছিলো হোটেল। অতি সাধারণ কিন্তু সেই পুরোনো ভিলা। অদ্ভুত মিষ্টি বা mistik পরিবেশ। আমার বন্ধু ছিলো ২ কিমি দূরে। অনেক রাত্রে ১১টার পরে ফিরে ছিলাম। হোটেল এর লোকজন দিয়ে গেছিল guard দিয়ে । কারণ খুব ডাকাতের ভয় ছিল। লাট্টু পাহাড়ে কাছে সেন বাবুদের বাড়িতে এইরকম ডাকাতির মতো কিছু একটা হয়ে ছিলো সে দিন।house of commons/ lords এগুলো দেখেছিলাম। খুব বদ্রিকা টিয়া পাখির কলকাকলিতে মুখরিত ছিল। আর যাওয়া হয় নি আপনার বর্ণনা বেশ সুন্দর... ধন্যবাদ
আমি ছোটবেলা থেকেই শিমুলতলা যেতাম বাবা মায়ের সঙ্গে । মাস দেড়েক থেকে মোটাসোটা হয়ে ফিরতাম । কতবার গেছি হিসাব নেই । আর যাবো না , পাল্টে যাওয়া শিমুলতলা দেখতে চাই না ।
Dada! ami probashi bangali. Apnar ayee typer video bhalo laglo❤. I have subscribed without seeing your other contents. Just because the way you presented a historical place with a no nonsense shouting way is commendable. Period!!! One request. please visit and post such places of Bengal.and post this type of videos🙏shubho bijaya and happy Diwali❤
@@rajeevgupta2466 ধন্যবাদ। আপনার কথা শুনে ভালো লাগলো। বাকি ভিডিও গুলো দেখুন। আশাকরি নিরাশ হবেন না। আমি একজন লেখক কাজেই আমার চিন্তা ভাবনা অন্যান্য দের থেকে আলাদা।
খুব সুন্দর হয়েছে | শিমুলতলা আমার খুব পছন্দের একটা জায়গা | আমি একাধিকবার গেছি | সুযোগ পেলে আবারও যেতে চাই | আরেকটা এরকম জায়গা হল ম্যাকলাক্সিগঞ্জ। আমরা গেছিলাম লাস্ট ডিসেম্বরে। তবে শিমুলতলা অনন্য। 😊😊
আমি একজন লেখক। মহুয়া রায়চৌধুরীর উপর লেখা এক মাত্র বই 'নিঃসঙ্গ মহুয়া' আমার লেখা। ওটা লেখার সময় নানান জায়গায় ঘুরতে হয়েছিল। যার মধ্যে সিমুলতলা একটি। আপনি যে ধরণের ভিডিও চাইছেন সেটা নিশ্চয়ই অন্য কেউ করতে পারেন। ভালো থাকবেন। সঙ্গে থাকবেন। নমস্কার।
আমিও প্রায় কিছুই জানি না। আমি একজন লেখক। মহুয়ার জীবন নিয়ে একটা উপন্যাস নিঃসঙ্গ মহুয়া লেখার আগে মনে হয়েছিল শিমুলতলা যাই। তখনই এই ভিডিও করা। বইটা প্রকাশিত হয়েছে। একটা জিনিস আমিও খোঁজ করছি... শিমুলতলার উপর কোনো বই। সেটা পেলে অনেক কিছু জানতে এবং জানাতে পারবো।
Amar pici r bari chhilo Shimultala. Pisemoshai doctor chhilen okhane. Chhotobelay bohubaar gechhi. Dupure kancha aam gachh theke pere nun diye khetam sobai ar bikele Bel. Pore dakaat r Maobaadider upodrobe jaoa bondho hoye jay. Pici r bari 3 baar dakaati hoi r orao chole ase Kolkata. 2009 porjonto electricity chhilona.
আমি মনে হয় ৭০-৭১ সালে বাবা মা র সঙ্গে শিমুল তলা তে গিয়েছিলাম -তখন ক্লাস ফোর বা ফাইভ ---- daw kutir বলে একটি বাড়ীর উল্টো দিকে একটা বাড়িতে একমাস ছিলাম বাড়ীর নামটা কিছুতেই মনে আসছেনা --বাড়ির পিছনে র দিকে শুধুই আখের খেত ছিলো ---আর একবার খুব যাওয়ার ইচ্ছে ---কিন্তু বাড়ীর কেউ যেতে চায়না --🙏
Khub bhalo laglo apner ai video ta. Ai sob bari gulo dekhe akta kotha money hoye je tokhon kar diner Bangali baro lokera jothesta dhoni lok chilen ar tar sange Tara tader baato somoye theke anekta somoye bar kore khub Santi te thakte pachanda korten tar jonye Tara Simultala, Madhupure, Deoghar ai sob Kolkatar kacher jayega gulo tara bache niten. Kintu akhon kar Bangali boro lokera anek taka rojgar koren kintu bes kichu somoye Tara Santi te thaka pochonda koren na bole mone hoyee, ar tai jonye Tara ai sob jayga te Jan na tara akhon kom somoyer jonye. Bidese. Barate Jan. Kintu bes anek somoyer jonye Santi te thakte akhon ar bhalobasen na. Dhanyabad
My question is why Bengalis are kicked out from Bihar,in earlier days a lot of bongs used to stay in Bihar amicably,But Biharis are almost capturing West Bengal now but no one is raising red flag as it's diminished the identity of Bong which is happening everywhere,I am not against of any community but loosing an identity is worried matter
@@siddharthachoudhury6834 বিষয়টাকে আপনি যেভাবে দেখছেন আমি সেভাবে দেখি না। ধরা যাক ৫০ কি ৬০ এর দশক। মুম্বইয়ের কথা ভাবুন। সিনেমা, গান, অভিনয় ইত্যাদি নানান জায়গায় বাঙালিদের কি দুর্দান্ত উপস্থিতি! এখন আছে কি? আপনি কি বলবেন মারাঠারা আমাদের তাড়িয়ে দিয়েছে? আসলে বাঙালিরা তাদের প্রতিভার জন্যই পিছিয়ে পড়েছে। দিল্লীতে আমি ১২ বছর ছিলাম। সব জায়গাতেই এক অবস্থা। আমাদের প্রতিভা কমে যাচ্ছে। অন্যের উপর দোষ চাপিয়ে লাভ নেই। আমাদের নিজেদের উন্নতি করতে হবে। তাহলে সবাই আমাদের ধীরে ধীরে জায়গায় ছেড়ে দেবে।
@@RamaBiswas-dw2dt সব জায়গা সবার জন্য নয়। এখানে সন্ধ্যা হয়ে গেলে আর করার কিছু নেই। সেটাও অনেকের পছন্দ নয়। এই সব কারণেই তো লোক কম যায় এখানে! উদ্দেশ্য আনন্দ লাভ! যারা এই অলস সময় ভূমিতে এসে আনন্দ পাবেন তারাই আসবেন! সত্যজিৎ রায়ের ছবি অসাধারণ কিন্তু তাই বলে কি সে সিনেমা সালমান খানের ছবিকে বাজারের বিচারে টক্কর দিতে পারবে!
তরুণ মজুমদারের "দাদার কীর্তি" ও "ভালোবাসা ভালোবাসা" দুটোরই এখানে শুটিং হয়েছে । একসময় এখানে বহু বাঙালীর বাস ছিল । এমনকি স্টেশনের নামটা পর্যন্ত বাংলায় লেখা থাকতো ।
খুব ভালো লাগলো আপনি আমাদের বাড়ির কাছে এসে অনেকক্ষণ থেকে গেছেন। ফুলেশ্বর মাহাতো আমাদের বাড়িতে কাজ করতো। তার বাবা ও গ্রামের অনেকে আজও আমাদের বাগবাজারের বাড়িতে কাজ করে, আমরা প্রতি বছরে বিভিন্ন সময়ে শিমূলতলায় গিয়ে সময় কাটিয়ে আসি।সামনের জানুয়ারীতে ও ডিসেম্বরে অনেকেই যাবে। আমিও যাবো। শিমূলতলা আমাদের কাছে গর্বের বিষয়। অনেকে শিমূলতলা নিয়ে অনেক ভিডিও পোস্ট করেন কিন্তু ইতিহাসকে প্রায়ই বিকৃত হতে দেখি,। আপনার ছবিটি পরিচ্ছন্ন লাগলো। আমাদের বাড়িতে আমি দুটি সিনেমাও তুলেছি। ভালো থাকবেন।
আপনার মতামত পেয়ে দারুণ লাগলো। আপনাদের বাড়ি (যেটা আমি ভাবছি) এখন কতটা বাস যোগ্য আছে? বাড়ির পিছনের দিকে কেউ আছেন বলে মনে হয়েছিল। কিন্তু electricity জল ইত্যাদি আছে কি?
যদি কোনভাবে আপনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় জানাবেন।
Thanks for your presentation of Dadar Kirti shutting spot.I want to see the place physically.With love.
0:11 0:11 0:11 0:11 @@Diparun123
@@anoyranjanbanerjee5347 হ্যাঁ ঘুরে আসুন
ভিডিও টি সুন্দর কিন্তু কিছু বক্তব্য ভিত্তিহীন। কুসুমকানন আমাদের বাড়ি এবং পাল ভিলা ও আমাদের আত্মীয়দের । দাদার কীর্তির শুটিং এখানে হয়নি। হয়েছিলো লাইনের ওপারের দুটি বাড়িতে।
@globetrottermadhu489 আপনি যখন বলছেন তাহলে এটাই সত্যি।
তবে এই কথা গুলো হোটেল এবং স্থানীয় বাসিন্দাদের থেকে শোনা। শিমুলতলা বিষয়ে কোনো বই আছে কি? তাহলে সঠিকভাবে জানা যাবে সব কিছু।
দুবার গেছি আমি ৪৪-৪৫ বছর আগে। অনেক স্মৃতি। অসাধারণ পরিবেশ। সেন বাড়ির সিদ্ধার্থ সেন এখনো তার পূর্বসুরীদের ধারা রক্ষা করে চলেছেন। তিনি আমার দাদা কাম বন্ধু। বুড়ো বয়সে একবার যাবার ইচ্ছে আছে। ভিডিওটি চমৎকার। সিদ্ধার্থ দা কে share করব ভাবছিলাম। দেখলাম উনি দেখে মন্তব্য করে দিয়েছেন। এই ধারারা ফলস্ সাইকেল ভাড়া করে গিয়েছিলাম। জলে গা ডুবিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি।
@@abhijitsarkar8411 জেনে খুবই ভালো লাগলো। পুরোনো দিনের গল্প কিছু বললে আমরাও জানতে পারি।
@@Diparun123 তখন শিমুলতলায় কোথাও কোন বিদ্যুৎ ছিল না। সন্ধে হলেই হ্যারিকেন বা লম্ফ। যে বাড়িগুলো দেখালেন এগুলো আমার চোখের সামনে ভাসে। তখনো এগুলো যথেষ্ট ভালো অবস্থায় ছিল। শিমুলতলায় হেঁটে হেঁটে অনন্ত ঘুরে বেড়ানোই ছিল আনন্দ। যত কুয়োর জল খেতাম, ততই খিদে। ভোরবেলা মিষ্টির দোকানে গরম ল্যাংচার স্বাদ এই ৬৪ তেও ভুলিনি। ফুটব্রীজে দাঁড়িয়ে থাকতাম ট্রেন দেখার জন্য। হোটেলের কোন গল্পই ছিল না। একসাথে পাঁচ-ছটা দিশি মুরগী কিনে ঝুড়ি চাপা দিয়ে রাখতাম এবং পায়ে দড়ি বাঁধা থাকতো। ঠাওকো দর। ওজন করে বিক্রি হত না। ভোর রাতে বেরিয়ে লাট্টু পাহাড়ের মাথায় গিয়ে বসে থাকতাম ভোর হওয়া দেখব বলে। একইভাবে সূর্যাস্ত দেখতাম। ঐ রাজবাড়িটা আমি নলডাঙ্গার রাজার বাড়ি বলেই জানতাম। তখনো হাতি, ঘোড়া না থাকলেও হাতিশাল, ঘোড়াশাল ছিল। দ্বিতীয়বার ঘুরে আসার পরের দিনই দাদার কীর্তি দেখেছিলাম। আমার বন্ধু সঙ্গে ছিল। প্রথমে যেই ট্রেনটা হুশ করে বেরিয়ে গেল, হলের মধ্যেই চিৎকার করে উঠেছিলাম- এ আমাদের শিমুলতলা রে অরূপ। যত সিনেমা এগোয় ততই শিমুলতলা দেখি। ফলে দাদার কীর্তি আমাকে বেশ কয়েকবার দেখতে হয়। এমন চমৎকার সিনেমা কখনো ভোলার নয়।
কি রকম একটা ঝিমধরানো পরিবেশ চারদিক টায়। বাড়িগুলো দেখলে সত্যি মায়া লাগে। গথিক ডিজাইনের বাড়িগুলোর ছবি দেখতে দেখতে ড্যাফনে দ্যু মরিয়রের 'রেবেকা' উপন্যাসের কথা মনে পড়ছিল। কেউ যেন থেকেও নেই, অথচ তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে সর্বক্ষণ। অথচ জায়গাটা খুবই সাধারণ। খোলামেলা, স্বাস্থ্যকর জল হাওয়া । এই রকম জায়গা বিহার, বাংলায় অনেক রয়েছে । পশ্চিমের সঙ্গে বাঙালির রোমান্স সেই শরৎ বাবুর সময় থেকেই। তখনকার দিনের পয়সাওয়ালা বাঙালির (ড্যাঞ্চিবাবু) স্ট্যাটাস সিম্বল। এখন যেমন শান্তিনিকেতন। ভালো লাগলো আপনার উপস্থাপনা।
@@aseshdeb আপনার কমেন্ট পড়ে বেশ ভালো লাগলো। চ্যানেল এর অন্য ভিডিও গুলো দেখতে পারেন, ভালো লাগবে। kasar devi টা দেখুন।
Subscribe করে সঙ্গে থাকলে ভালো লাগবে।
@@aseshdeb Read the poem The Listeners by Walter de la Mare.
Khub sundor video thanks your good presentation
Thanks a lot.
চ্যানেল এর অন্যান্য ভিডিও গুলো দেখবেন। আশাকরি একই রকম ভাবে ভালো লাগবে।
Subscribe করে সঙ্গে থাকবেন।
আপনার কথা বলার style টা খুবই ভাল লাগল...আমার এবং আমার wife এরও এরকম জায়গার খুব interest আছে। Shimultala আগে জানা ছিল না। এবার ওটা add হল। Thanks for this nice Vlog
ধন্যবাদ
বেশ ভালো লাগছে .... 👌 শেয়ার করলাম .... দাদা, ঐ গাছটা কিন্তু বট গাছ নয় ওটা অস্বথ
@@nirmalyaonwheels5525
তাহলে আমি খানিকটা অসত্য বলে ফেলেছি!
ধন্যবাদ আপনাকে। Subscribe করে সঙ্গে থাকবেন।
khub sundar laglo dada
ধন্যবাদ। subscribe করে সঙ্গে থাকুন। আর চ্যানেল এর অন্যান্য video গুলো দেখুন।
শিমুলতলার কথাঃ (২)
আগের দিন সারারাত্রি ঘুম হতো না শিমুলতলা যাবার আগে। অদ্ভুত একটা চাপা আনন্দ হতো
মনের মধ্যে। সকালে সবার আগে ই উঠেপড়ে একদম রেডিস্টেডি! সকাল ৭ঃ০০ টার ট্রেন
সমস্তিপুর প্যাসেঙ্জার নৈহাটি থেকে। কোনে
ক্রমে একটা বসবার জায়গা দখল করে এক
অদ্ভুত অনুভুতি হতো মন জুড়ে। দূগাপুরে উঠতো
সমোশা!! সে অদ্ভুত সিংগারা শুধু আলু একটু হলুদ নুন দিয়ে হতো তার পুড় খেলে মনে হতো যেন
অমৃত!! বাবা কিছুতেই ওই বাজে তেলে ভাজা খেতে দিতে চাইতো না। তখন আমাদের মুখগুলো শুধু দেখতে হতো। দূগাপুর পেড়লে ট্রেন অনেক টা
ফাঁকা হয়ে যেতো তখন ব্যাগ থেকে বেড়তো জল খাবার, তারপর আসানসোলে এলে খাওয়া হতো চা। ট্রন টা অনেক্ষন দাড়াতো এখানে ইঞ্জিন পালটাতো, সেই জীবনে প্রথম দেখা ইঞ্জিন পাল্টানো। তারপর একে একে পার হতো সীতারামপুর, জামতারা,চিত্তরঞ্জন। জানালার পাশে দৃশ্যপট ও পালটাতো দ্রুত ছোট ছোট টিলা আর রুক্ষঃ পাথুরে জমি যত দূর চোখ যায় ফাঁকা
তেপান্তর! এরপর আসতো মধুপুর তখন আমাদের
বাড়ির তৈরি খাবারে মধ্যান্ন ভোজ সারা হতো।
জসিডি এলেই আনান্দ আরো বেড়ে যেত কারন ওখানে উঠতো প্যাড়াওলা। তারপর ছোটখাটো দু একটা স্টেশান পার হয়ে আসতো লাহাবনি হল্ট।
আমাদের ব্যাটিলিয়ান পুরো রেডি কেন না এর পরের স্টেশান ই " শিমুলতলা "।।
@@tamalbanerjee7307 ট্রেন যাত্রার বড় সুন্দর একটা চিত্র পেলাম। খুবই সুন্দর। ছোটবেলা যেন সোনার খনি। ভালো থাকবেন। Subscribe করে সঙ্গে থাকলে খুবই ভালো লাগবে। নমস্কার।
AHHH REAL NOSTALGIA WELL SAID DADA
আপনার কণ্ঠটি অসাধারন। সুখশ্রাব্য।
ধন্যবাদ। subscribe করে সঙ্গে থাকুন।
একদম গল্পের মতো ❤ খুব খুব সুন্দর। কত পড়েছি শিমুলতলার কথা ভিন্ন ভিন্ন গল্পে।
@@oindrilamajumdar6751 ধন্যবাদ। বন্ধুদের ও দেখতে বলবেন। আর সময় করে অন্য ভিডিও গুলো দেখবেন।
খুব ভালো লাগলো আপনার ভিডিও।৪২ বছর আগে আমরা Survey camp করতে ওখানে গিয়েছিলাম।এক মাস ছিলাম , অনেক স্মৃতি মনে পড়ে গেল।
@@kishorebagal4736 জেনে ভালো লাগলো। অন্যান্য ভিডিও গুলো দেবেন, একই রকম ভালো লাগবে।
Subscribe করে সঙ্গে থাকবেন।
শিমুলতলার অনেক ভিডিও দেখেছি,কিন্তু আসলে যেটা দেখতে চায় সেটাই পেলাম আপনার কাছ থেকে,ধন্যবাদ।
@@arafarahman3850
আমি আসলে নিজের জন্য ভিডিও করি। যেসব জায়গাতে ঘুরতে যাই সেখানে কোনো একটা গল্প খোঁজার চেষ্টা করি। আজ একটা ভিডিও পোস্ট করেছি। পুরোনো বাড়ির। সময় করে দেবেন। এবং অবশ্যই চ্যানেল টাকে subscribe করে সঙ্গে রাখবেন।
th-cam.com/video/1QJrcl2gPGM/w-d-xo.htmlsi=JSggHNppGOapkPsn
খুব ভালো লাগলো 👍
ধন্যবাদ, Subscribe করে সঙ্গে থাকুন।
আমি আমার শিশুকাল থেকে শিমুলতলা যাচ্ছি। আমাদের বাড়ির নাম প্রতাপ ধাম। এটি আমার দাদামশাই স্বর্গীয়
বসন্ত বন্দ্যোপাধ্যায়ের তৈরি। সম্ভবত
১০০ বছরের কাছের সময় এই বাড়িটি
উনি করেন। এখন আবার নতুন করে
তৈরি করা হয়েছে। প্রধান উদ্যোগী
আমার ইংল্যান্ড নিবাসী দাদা ড: অমিত
বন্দ্যোপাধ্যায়। উনি প্রতি বছর শীতে
আসেন। বাড়ির সামনের গোলাপ বাগান
তাঁর প্রচেষ্টায় তৈরি হয়েছে। বর্তমানের
সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে বানানো
হয়েছে। আমরা শিমুলতলা নিয়ে খুবই
নস্টালজিক। আমাদের অতি প্রিয় একটি
জায়গা।
@@pradipmukherjee3098
প্রদীপ বাবু, জেনে খুবই ভালো লাগলো। অনেক বাড়ি তো ব্যবহারই হয় না। আপনারা যেভাবে বাড়িটা রেখেছেন সেটা শুনে খুবই ভালো লাগলো।
মহুয়া রায়চৌধুরীর জীবন নির্ভর উপন্যাস, নিঃসঙ্গ মহুয়া লেখার আগে গতবছর মনে হয়েছিল শিমুলতলা দেখে আসি। তাই গিয়েছিলাম। গিয়ে এমন ভালো লাগলো যে বলার নয়। আবারও যাওয়ার ইচ্ছা আছে। তবে তখন যদি এমন কাউকে সঙ্গে পাই যিনি পুরোনো গল্প গুলো একটু বলবেন, সঙ্গে থাকবেন তাহলে আরও ভালো হয়।
আমি বহুজাতিক সংস্থায় চাকরি করি। পাশাপাশি লেখক। কাজেই পুরোনো গল্প শুনতে ভালো লাগে। সম্প্রতি একটা পুজো সংখ্যায় শিমুলতলার একটা গল্প লিখেছি। আপনার কোনো WhatsApp number কিংবা mail ID পেলে পাঠাতে পারি। পড়লে ভালো লাগবে।
ভালো থাকবেন। নমস্কার।
দীপারুণ ভট্টাচার্য
Can give any bengali old house . Want to buy here
@yesicanstudycentre best of luck 👍
দাদার কীর্তি র ছবির শুটিং নিদর্শন দেখে খুব ভালো লাগলো
@@sapna844
সম্ভব হলে এই বইটি পড়ে দেখবেন।
th-cam.com/users/shortslrdCOJQNySA?si=pTV14UyBttw_4_3b
বইটি আমি পড়েছি।
@@shyamsundarjana4673 বেশ। কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের বলবেন।
অপূর্ব ! কত ভালো যে লাগলো ! // এখনো যাইনি, যেতে ইচ্ছা করে ! মানসভ্রমন হলো ! // খুব ভালো রুচিশীল ভিডিও ! // এখন বাঙালীর এত ভালো রুচি, কেন যে হয়না !
@@tapankmandal ধন্যবাদ। আপনি যে রুচি বিষয়ে বলেছেন, অনেকই এই একই কথা নির্দেশ করেছেন। আপনি চ্যানেল এর অন্যান্য ভিডিও গুলো দেখুন। এই একই রুচির ছাপ পাবেন।
Subscribe করে সঙ্গে থাকলে ভালো লাগবে।
Khub nostalgic hoe porlam. Dhonyabad bhai,amar bhalobasa nio.
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আর চ্যানেলটি SUBSCRIBE করে সঙ্গে থাকলে আরও ভালো লাগবে। চ্যানেল এ আরও কিছু ভ্রমনের ভিডিও রয়েছে সময় পেলে দেখবেন।
Khub bhalo laglo for all detailed information..
ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন। অন্যান্য video গুলো দেখুন।
এখানে কবিতারা চুপি চুপি ছুটে বেড়ায় আর মাঝে মাঝে ছুঁয়ে দেয়। অনেক স্মৃতি এখানে আমার।
ঠিকই বলেছেন। subscribe করে সঙ্গে থাকলে ভালো লাগবে।
@@Diparun123অবশ্যই আছি।
খুব সুন্দর উপস্থাপন। ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে
ধন্যবাদ।
অনেকদিন পর এমন সুন্দর একটি সুখ-স্মৃতিময় জায়গার (শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দাদার কীর্তি এবং তরুণ মজুমদার, অনুপ কুমার, তাপস, মহুয়া, দেবশ্রী, সন্ধ্যা রায়) বর্ণনা শুনে খুব ভালো লাগলো। আজকাল এমন জনহীন জায়গার দৃশ্য এবং তার বর্ণনা সচরাচর কাউকে আকর্ষিত করেনা। দীপারুন বাবু, আপনাকে ধন্যবাদ! ---- সুমিত মিত্র, হলদিয়া।
সুমিত বাবু, আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ।
আমি একজন লেখক। বছর দুয়েক আগে সাপ্তাহিক বর্তমান পত্রিকাতে "নিঃসঙ্গ নক্ষত্র" নামে একটি দীর্ঘ ধারাবাহিক লিখি। গতবছর মহুয়া রায়চৌধুরীর জীবনের গল্প "নিঃসঙ্গ মহুয়া" লেখার আগে মনে হয়েছিল শিমুলতলা ঘুরে আসা দরকার। তাই গিয়েছিলাম।
ভিডিওটা অনেকেই পছন্দ করছেন দেখে ভালো লাগছে।
পুরোনো বাড়ীগুলো পুরোনো মানুষগুলোর ঐতিহ্য, রুচিশীলতা আজও বহন করে চলেছে 🙏
@@saibalc13 ঠিক বলেছেন।
Bhalo laglo amar chale baler sriti ushka dabar jonno
ধন্যবাদ, Subscribe করে সঙ্গে থাকুন
আমি সপরিবারে ২০১৯ এর ডিসেম্বর মাসে এসেছিলাম। যশোদা ভবনে ছিলাম। তার আগে শৈশব/ কৈশোরে পিতা মাতা ও দাদাদের সঙ্গে বার তিনেক এসেছিলাম। এই অশীতিপর বয়সে পুরনো স্মৃতি আবার নতুন করে আপনার ভিডিও র মাধ্যমে দেখতে পেয়ে আপ্লুত হলাম।
@@utpalkumarmitra9477 এটাই তো ভিডিও পোস্ট করার কারণ। ধন্যবাদ। চ্যানেলটা subscribe করে রাখবেন।
এক কালে বাঙালির ঐতিহ্য কি ছিল তা এই শিমুলতলা,গিরিডী,ঘাটশিলা ইত্যাদি স্থানে গেলে বোঝা যায়। আর আজ ? থাক কিছু না বলাই ভালো ।
@@rajaparui1968 ঠিকই বলেছেন। Subscribe করে সঙ্গে থাকবেন।
সাতাশ বছর আগে কলেজ লাইফে শিমুলতলা আমাদের চার বন্ধুর প্ৰিয় জায়গা ছিল। পুজোর ছুটিতে চলে যেতাম ওখানে। শিমুলতলা রাজবাড়ী তে রাত কাটিয়েছি ভূত দেখার আশায়। সাইকেল ভাড়া পাওয়া যেত। চাঁদনী রাতে সেই সাইকেলে করে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে পড়তাম শিকাটিয়া ফরেস্টের উদ্দেশ্যে। অপূর্ব সেই রাতগুলো ভোলা যায় না! তবে ওখানে মানুষ খুব গরিব ছিল, সামান্য কয়েকটা টাকার জন্য খুন জখম চলত। আমরা ডাকাতের হাতেও পড়েছিলাম, জানি না এখন অবস্থা কেমন। তবে রুক্ষতার মধ্যে অপূর্ব এই শিমুলতলা! একটু এডভেঞ্চার যারা ভালোবাসেন, তাঁদের অবশ্যই যাওয়া উচিত।
@@anisurrahman3177 একদম ঠিক বলেছেন। আপনার গল্প তো আরও শুনতে ইচ্ছা করছে!
Ai purano bari Dekale amar mon whu whu kore other.
Very nice ❤❤❤
Subscribe করে সঙ্গে থাকবেন
সেই যুগ , সেই সময় ছিল অন্য রকম । বাঙালির তখন দরজা মন ছিল । দুই বা তিন কামরা র flat এর কথা তাঁরা ভাবতেও পারতেন না । বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের লোকসংখ্যা হতো বেশি । দূর সম্পর্কের আত্মীয় স্বজন রা ও কাছের মানুষ ছিলেন । আমার দাদু অনেক লোক জন নিয়ে শীতে বেড়াতে যেতেন এবং থাকতেন এক - দেড় মাস । বিভিন্ন জায়গাতে । বাড়ি ভাড়া করে থাকতেন , রান্নাবান্না হতো । সে এক দীর্ঘ দিনের picnic । আমি ছোট বেলায় এই রকম অভিজ্ঞতার সুযোগ পেয়েছি দুই তিন বার । পুরী , ঘাটশিলা এবং শিমুল তলা । পুরী তে ২৩ জন লোক ছিলাম । সেজ কাকীমার দাদার শালা , জামাই এর পিসতুতো ভাই , দাদুর এক বন্ধুর ছেলে ও তার দুই cousin । এই ধরনের সম্পর্ক যা এখন কার বাচ্চারা চিন্তা করতে ও পারবে না । শিমুল তলায় যেবার যাওয়া হয়েছিল তখন আমার বছর চারেক বয়স তাই বিশেষ কিছুই মনে নেই । পরে গেছি যদি ও । বাঙালির অনেক কিছুই হারিয়ে গেছে , আছে শুধুমাত্র স্মৃতিচারণ ।
শুনে ভালো লাগলো।
Subscribe করে সঙ্গে থাকলে ভালো লাগবে।
সহমত
@liberandu8110 Subscribe করে সঙ্গে থাকবেন
Very good vdo Thanks for this good work we are happy for this good work
Subscribe করে সঙ্গে থাকুন
Thank you for making a vedio on Shimultala. Not very many people know about Shimultala. I visited our Poitrik House when I was growing up. It was Built by my Father's Grandfather. I hear beautiful stories about the huge Joint Family reunions and how the whole family went to Shimultala and stayed there for months at a time. Such Lovely Memories
শিমুলতলা সম্পর্কে কোনো বই আছে জানেন?
Subscribe করে সঙ্গে থাকবেন। নমস্কার
Apnar prochesta o udyog khub sundor anek nostalgia khub bhalo laglo
@@laltumaity3142 ধন্যবাদ। সঙ্গে থাকবেন।
Apnar video khubi bhalo laglo, khub high sentimental value achhe ❤
আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেল এর অন্যান্য ভিডিও গুলো দেখবেন সময় করে। আশাকরি ও গুলোও ভালো লাগবে।
আর Subscribe করে সঙ্গে থাকবেন। নমস্কার।
একটা অসাধারণ বেড়ানোর ভিডিও দেখলাম 👌। আমি স্মৃতিমেদুর 😌। ইতিহাস চোখের সামনে উঠে এল ।অসম্ভব সুন্দর একটা ব্লগ ।অনেক ধন্যবাদ ❤❤❤
@@alokkumarroy1974 আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেল এর অন্যান্য ভিডিও গুলো দেখুন। ভালো লাগলে Subscribe করে সঙ্গে থাকবেন।
খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ🌹
Subscribe করে সঙ্গে থাকুন
Nicely described. 1994 te giechilam. Takhon Anya Resort ti chilo na.
আচ্ছা। subscribe করে সঙ্গে থাকলে ভালো লাগবে।
সুন্দর ভিডিও আমরা অনেক বছর আগে গেছিলাম সেসময় ও খুব নির্জন লেগেছিল অনেক বাঙ্গালী বাড়ী আছে বাগানে প্রচুর গোলাপ ফুল দেখেছিলাম❤❤
@@85426411 এখনও যথেষ্ট নির্জন।
Your coverage is fascinating. I was in Simultala recently and had checked out Paul Villa as well. There was no way I could enter the complex. It was locked from all sides. I had not come across your video; else I would certainly have checked for Kusum Kanan as well. The road in front of Paul Villa is not broad enough for a car. Presently they are laying bricks, and the intent seems like building a metallic road. From what I know, Dadar Kiriti was mostly shot in Madhav Villa. It is now a Nursing college and beyond recognition.
Do let us know how to locate Mahua-Debashri's house, shall check it out next time.
I have plans to visit a year or two later as well and would be nice if you can help me with the exact location of Kusum Kanan. I belong to the decade of the 1970s, and Dadar Kiriti does create a sense of nostalgia. More so, because I used to travel quite regularly during my school days from Patna to Howrah and Simultala was one of the stations which fascinated me both for its poetic name and the beauty of the surroundings.
Thank you for the video.
কুসুম কানন বাড়িটা পাল ভিলার ঠিক পেছনে। পাশেই রাস্তা। ভিডিওতে বুঝতে পারবেন।
Mohuya দের বাড়িটা রেল লাইনের ওপাশে। যশোদা ভবনের আগে একটা স্কুল আছে তার ঠিক আগেই।
Thanks@@Diparun123. পাশের রাস্তাটা বন্ধ ছিল। যাই হোক, নেক্সট টাইম দেখবো। আপনার বইটির অপেক্ষায় রইলাম
@@AnirudhaBhattacharjee এই মাসের শেষের দিকে এসে যাবে মনে হচ্ছে।
osadharon laglo jaigata....
@@souvikdutta5545 ধন্যবাদ। Subscribe করে সঙ্গে থাকবেন।
Ami oneker travel blogs dekhi but apni jei jaiga select korechen r ja information pelam r periodical buildings gulo dekhlam really feeling goosebumps. Apnr video ta just awesome and ofcourse your voice darun.
ধন্যবাদ। subscribe করে সঙ্গে থাকুন।
খুব ভালো লাগলো
ধন্যবাদ জানাই। subscribe করে সঙ্গে থাকুন।
খুব ভালো লেগেছে আপনার এই ভিডিও ।।আমরা অনেক দিন আগে গিয়ে ছিলাম কিন্তু এত সুন্দর ভাবে দেখানো অসাধারন লেগেছে...।।
@@bratatimukherjee292 আবার যাবেন আগামী দিনে। ভালো থাকবেন। চ্যানেলটা subscribe করে রাখলে আনন্দ পাবো।
Khub bhalo laglo r bhalo train onnyo resort samosto khabor din
কলকাতা থেকে একটাই ট্রেন বড়কাখানা প্যাসেঞ্জার। তার থেকে যে কোনো ট্রেনে Jhajha কিংবা Deoghar গিয়ে ওখান থেকে taxi বা অটো নিতে পারেন।
অন্য রিপোর্ট এর details description এ দেওয়া আছে।
1954 to 1957. 3 বছর আমার বাবা Simultala য় Asst Station Master ছিলেন। আমার 6 to 9/10 years এর মধুর আবছা স্মৃতি এখনও মনে পড়ে।
@@chuuuu123 খুব সুন্দর। ছোটবেলার কোনো গল্প মনে পড়ে? আমার এই সব গল্প শুনতে খুবই ভালো লাগে।
@@Diparun123 বাবার service record এ দেখলাম period 11 /04/1952 to 12/09/1957. Simultala Asst. Station Master ছিলেন। আমাদের quarter এর পিছনেই রাম বাবুর মিষ্টির দোকান ছিল। সেই রাস্তার ডান দিকের কিছু দূর বাম দিকে কমলা কুটির ছিল। আরও এগোলে বাম দিকের পথে গেলে লাট্টু পাহাড়ের দিকে sir RN Mukherjee র বাড়ি তারপর অরবিন্দ ঘোষ ও বারীন ঘোষ এর দাদুর রাসবিহারী ঘোষ এর বাড়ি তারপর বিখ্যাত লাট্টু পাহাড় ও সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ। আর সোজা রাস্তায় গেলে কিছু দূরে বিখ্যাত নড়াইল রাজাদের বিশাল বাড়ি ছিল। তারপর line এর ওপারে B N Sarkar , new theaters দের বাড়ি সেখানেই আমি মায়ের সাথে শ্রী শ্রী মোহনানন্দ জী মহারাজ কে দেখেছিলাম। ওই রাস্তায় শেষের দিকেTelwa হাট ছিল। রাম বাবুর মিষ্টির দোকানের বাম দিকে গেলে post office. Thana ছিল। আরও গেলে line এর ওপারে ছিল মাধব ভিলা । গোলাপের বাগান ও ম্যাগনোলিয়া, জিনিয়া ফুলের মাধুর্য। আরও দূরে ছিল হলদি ঝর্না। সেখানে একবার একটি film shooting docomentory হয়েছিল four friends . বাবার double barrel gun টা ওতে ব্যবহার করেছিল। একজন teacher দুজন ছোট ভাই আর বোন ও একটি ভালুক এর গল্প। পরে বাবার কাছে শুনেছিলাম teacher হয়েছিলেন অভিনেতা জীবেন বসু। শীতের সময় কোলকাতার বহু মানুষ বেড়াতে যেতেন। তাদের বলা হত changer. এখন আমার বয়স, 76+. শিমুল তলার মধুর স্মৃতি ভুলতে পারিনা।
Diparun Babu, I tried several time to write in Bengali but after few line it is deleted why I don't know. However trying in English. As per my father's service record he was Asst Station Master in Simultala , april 1952 to november 1957 , and I was 5 to 10yrs.approx. now I am 76+. Beside our quarter in main road Ram babu mistir dokan. Going to right of the road a house there named Kamala Kutir. After Lattu pahar was in the left side road where house of Mr R N Mukherjee then house of Mr Rasbihari Ghosh grandfather of Sri Aurobindo and Barin Ghosh then straight towards lattupahar and the Olden Rajbari. Straight going main road there house of Narail Zamindar. Then after crossing railway line house of B N Sarkar of new theaters where I fortunate to saw Swami Mohananandaji Maharaj with my parents. After the house there was Telwa river and market. In left side road from Station there was post office, Thana then loco tank and in right-side I think house of lord s p Sinha. After crossing railway line there was Madhav Villa full of rose zinia flower. There my father let me know magnolia flower. In the straight road there was Haldi Jharna. I recollect that a documentary film Four Friends shouted there and my father's double barrel gun was used. It was a story of one teacher two small children and one bear. Later my father told actor Jiben Bose played the teacher role. In winter tourist from Kolkata came and they known there as Changer. I have roamed many places as my father's had transferable job but still at 76+ age I could not be forget the golden memory of Simultala . It was then so isolated lonely peaceful seems প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গেছে। ধন্যবাদ।
.
@@chuuuu123 আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো। কখনও গল্প করতে পারলে আরও ভালো লাগত। আসলে আমি একজন লেখক। তাই গল্প শুনতে আমার দারুণ ভালো লাগে। সম্প্রতি SIMULTALA কে পটভূমি করে একটা গল্প লিখেছি। পড়লে আপনার ভালো লাগবে। কিন্তু কীভাবে পাঠাবো? কোনো mail id কিংবা WhatsApp নম্বর যদি থাকে দেবেন।
Dada thank you for showing us Simultala a great place of Bengalees.
@@partharoy1470 ভালো থাকবেন।
Subscribe করে সঙ্গে থাকবেন।
This is part of Bihar.I hope Bengalies contributed to life of poor people
@rakhimukerji7937 maybe 🤔
Please subscribe 🙏
Baah!! sundor jayga
ধন্যবাদ। subscribe করে সঙ্গে থাকুন
আজ থেকে ৬০ বছর আগে শিমুল তলায় গিয়ে ছিলাম শম্ভু ধাম নামের একটি বাড়িতে। তখন আমার ১২/১৩ বছর বয়স। অপুর্ব জায়গা। তখন হোলডলের যুগ ছিল। ত খন এখন কার মত সাফারি/ VIP সুটকেস এর চল ছিল না। তখন ছিল বড় ট্রাঙ্ক। ওর মধ্যে সংসারের অনেক কিছু যেত। প্রতি বছর শীতের সময় বাবার সাথে আমরা ভাই বোনেরা যেতাম এবং অনেক দিন থাকতাম। তার পর আমার সাথে আমার বাবা মা যেতেন। আমরা কেশব ধাম, মজিলপুর লজ, ব্রজ ধাম, তারা মঠ এরকম আরো অনেক বাড়িতে ঘুরে ফিরে থাকতাম। ওখানকার লোক জন খুব সরল ও বিশ্বাসী ছিল। আমার প্রিয় জায়গা। 🙏
@@ArunmoyBanerjee-p3s শুনে খুবই ভালো লাগলো। সত্যি খুব সুন্দর জায়গা।
Outstanding, Mindblowing ❤❤❤❤❤
ধন্যবাদ
BENGALI NOSTALGIA WELL DONE
thanks.onek diner ichhe puron holo.
Subscribe করে সঙ্গে থাকুন
কথায় আছে.... টিলা টিলা শিমুলতলায় ভিলা ভিলা বাড়ী।৯৫ সালে গেছিলাম। দেহলি বাড়িতে ছিলো হোটেল। অতি সাধারণ কিন্তু সেই পুরোনো ভিলা। অদ্ভুত মিষ্টি বা mistik পরিবেশ। আমার বন্ধু ছিলো ২ কিমি দূরে। অনেক রাত্রে ১১টার পরে ফিরে ছিলাম। হোটেল এর লোকজন দিয়ে গেছিল guard দিয়ে । কারণ খুব ডাকাতের ভয় ছিল। লাট্টু পাহাড়ে কাছে সেন বাবুদের বাড়িতে এইরকম ডাকাতির মতো কিছু একটা হয়ে ছিলো সে দিন।house of commons/ lords এগুলো দেখেছিলাম। খুব বদ্রিকা টিয়া পাখির কলকাকলিতে মুখরিত ছিল। আর যাওয়া হয় নি
আপনার বর্ণনা বেশ সুন্দর... ধন্যবাদ
@@GautamSadhu-m2w আপনার অভিজ্ঞতা শুনে ভালো লাগলো। ভালো থাকবেন।
Subscribe করে সঙ্গে থাকলে ভালো লাগবে।
খুব ভালো লাগলো । ধন্যবাদ ।
@@rnilu86 ভালো থাকবেন। Subscribe করে রাখলে ভালো লাগবে।
বাহ্, খুব ভাল লাগল।
@@utpaldas9332 ধন্যবাদ। Subscribe করে সঙ্গে থাকবেন।
পুরনো বাড়িগুলো দেখে খুব খারাপ লাগে চোখে জল ও আসে।
@@mamatamondal8858
আবেগ আমাদের কষ্ট দেয়। কি আর করা যাবে। কষ্ট হওয়া স্বাভাবিক।
সঙ্গে থাকবেন।
Thanking you limitlessly for presenting the past and hope many such videos in future.
সঙ্গে থাকুন, Subscribe করে রাখুন
আমি ছোটবেলা থেকেই শিমুলতলা যেতাম বাবা মায়ের সঙ্গে । মাস দেড়েক থেকে মোটাসোটা হয়ে ফিরতাম । কতবার গেছি হিসাব নেই । আর যাবো না , পাল্টে যাওয়া শিমুলতলা দেখতে চাই না ।
@@SidharthaChakraborty-v1v
কী বলি! Subscribe করে সঙ্গে থাকুন।
Khub bhalo legeche dada
@@prodiptokumarash4075 ধন্যবাদ। Subscribe করে সঙ্গে থাকবেন।
ভাল লাগলো
@@somenathmitra3573 ধন্যবাদ। Subscribe করে সঙ্গে থাকবেন।
ভিডিওটি খুবই ভালো লাগলো।
ধন্যবাদ। subscribe করে সঙ্গে থাকুন।
40 bochor aage ekbar giyechilam. Aapnar video ta bhalo hoyeche.
ধন্যবাদ আপনাকে। ভিডিও টি যে আপনাকে পুরনো স্মৃতি ফিরিয়ে দিয়েছে এটা শুনে ভালো লাগলো। সঙ্গে থাকবেন। চ্যানেল এর বাকি ভিডিও গুলো দেখুন, ভালো লাগবে।
ভাল লাগলো।
@@SomnathDe-h7d ধন্যবাদ আপনাকে।
Subscribe করে সঙ্গে থাকার অনুরোধ রইল।
সত্যি ভীষণ ভালো লাগলো
ধন্যবাদ
Dada! ami probashi bangali. Apnar ayee typer video bhalo laglo❤. I have subscribed without seeing your other contents. Just because the way you presented a historical place with a no nonsense shouting way is commendable. Period!!! One request. please visit and post such places of Bengal.and post this type of videos🙏shubho bijaya and happy Diwali❤
@@rajeevgupta2466 ধন্যবাদ। আপনার কথা শুনে ভালো লাগলো। বাকি ভিডিও গুলো দেখুন। আশাকরি নিরাশ হবেন না।
আমি একজন লেখক কাজেই আমার চিন্তা ভাবনা অন্যান্য দের থেকে আলাদা।
Khub bhallo laglo.
Guwahati theke dekchi
Boyos to tirasi hoyeche. tai ki kore jaabo.
kintu dekhe jete ichche kore.
Apnake onek dhanyabad.
আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ জানাই। subscribe করে সঙ্গে থাকুন।
Very nice presentation😊
@@shibajimajumder7742 thanks 😊
Please Subscribe 🙏
Asadharan video chilo . Photogray ebong editing with sound effect darun . Shimultalar prati attraction baria dilen . Kono katha hobe na BOSS .
ধন্যবাদ রজত বাবু। ভালো থাকবেন। subscribe করে সঙ্গে থাকলে আরও ভালো লাগবে।
খুব সুন্দর হয়েছে | শিমুলতলা আমার খুব পছন্দের একটা জায়গা | আমি একাধিকবার গেছি | সুযোগ পেলে আবারও যেতে চাই |
আরেকটা এরকম জায়গা হল ম্যাকলাক্সিগঞ্জ। আমরা গেছিলাম লাস্ট ডিসেম্বরে। তবে শিমুলতলা অনন্য। 😊😊
হ্যাঁ আমারও খুব ভাল লেগেছে। আবার যাবো।
Faridabad er gaari Shimultala te. Good to see that.
Faridabad এর গাড়ি নিয়ে আমি সারা ভারত ঘুরে বেড়াই। আরও ভিডিও চ্যানেল এ রয়েছে। দেখতে পারেন।
দিল্লি কলকাতা গাড়িতে আছে।
Excellent presentatiuon & total video good. i want more.
Subscribe করে সঙ্গে থাকুন
সিনেমার সিনের সাথে তুলনা করে ভিডিও টা দিলে আরো ভালো লাগতো । তখনকার সময়ের সাথে পরিবর্তন বোঝা যেতো আরো একটু ভালো করে।
আমি একজন লেখক। মহুয়া রায়চৌধুরীর উপর লেখা এক মাত্র বই 'নিঃসঙ্গ মহুয়া' আমার লেখা। ওটা লেখার সময় নানান জায়গায় ঘুরতে হয়েছিল। যার মধ্যে সিমুলতলা একটি। আপনি যে ধরণের ভিডিও চাইছেন সেটা নিশ্চয়ই অন্য কেউ করতে পারেন। ভালো থাকবেন। সঙ্গে থাকবেন। নমস্কার।
Khub bhalo laglo aamra fafily r aami gechilam...tobe lattu Pahar r raajbari dekhlam aaro jaante chai dada
আমিও প্রায় কিছুই জানি না। আমি একজন লেখক। মহুয়ার জীবন নিয়ে একটা উপন্যাস নিঃসঙ্গ মহুয়া লেখার আগে মনে হয়েছিল শিমুলতলা যাই। তখনই এই ভিডিও করা। বইটা প্রকাশিত হয়েছে।
একটা জিনিস আমিও খোঁজ করছি... শিমুলতলার উপর কোনো বই। সেটা পেলে অনেক কিছু জানতে এবং জানাতে পারবো।
Dadar kirti shooting howa baritir Owner Paikparar Biswas ra. Se amar bondhu chilo (Goto bochor Mara geche), sei subade ami chotobelai (40/45years aage) oi barite berate geche, seetkale picnic korechi. Chotobelai amader oi barite raat katanor obhigyota onekta Chaar Murti cinemar berate jawar moto. Ashadharon Gothic Architecture aar baire bisal Kuwo chilo. Dadar Kirti cinemai, je Boshar ghore Kali Banerjeer Samne Tapas Pal "Choro Dhorite diogo amare.." gaanti korechilo, sei ghore onekgulo din kaateachi. Anek shreeti jorano ei barir bortoman obostha dekhe khub kharap laaglo.😢
ঠিকই বলেছেন। পুরোনো বাড়ি গুলোকে এই অবস্থায় দেখলে কষ্ট হয়।
Subscribe করে সঙ্গে থাকবেন। চ্যানেল এর অন্যান্য ভিডিও গুলো দেখে মতামত দিলে ভালো লাগবে।
Thanks for this Representation.
@@debasisbala350 thanks
Subscribe করে সঙ্গে থাকলে খুব ভালো লাগবে।
Khub bhalo laglo
ধন্যবাদ। Subscribe করে সঙ্গে থাকবেন।
Khub sundar
ধন্যবাদ। প্রথম পর্বের লিঙ্ক description এ দেওয়া আছে। দেখবেন, ভালো লাগবে। আর Subscribe করে সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রাখলাম।
Amar pici r bari chhilo Shimultala. Pisemoshai doctor chhilen okhane. Chhotobelay bohubaar gechhi. Dupure kancha aam gachh theke pere nun diye khetam sobai ar bikele Bel. Pore dakaat r Maobaadider upodrobe jaoa bondho hoye jay. Pici r bari 3 baar dakaati hoi r orao chole ase Kolkata. 2009 porjonto electricity chhilona.
@@beauttyjoshi শুনে ভালো লাগলো।
Subscribe করে সঙ্গে থাকবেন।
My daughter's love this video as it's her childhood memory.l❤ it too.
@@serialkatopup7504 great.
পুরোনো গল্প কিছু বললে আমিও জানতে পারতাম। সেই সময়ের শিমুলতলা কেমন ছিল?
Khub sundor hoyeche video ta
@@animeshroy4542 ধন্যবাদ
Most probably Dadar kirti r shooting Madhab Villa te hoyechilo
পরের বার গিয়ে খোঁজ নেবো
Correct
khub sundor sir
ধন্যবাদ, Subscribe করে সঙ্গে থাকলে ভালো লাগবে
আমি মনে হয় ৭০-৭১ সালে বাবা মা র সঙ্গে শিমুল তলা তে গিয়েছিলাম -তখন ক্লাস ফোর বা ফাইভ ---- daw kutir বলে একটি বাড়ীর উল্টো দিকে একটা বাড়িতে একমাস ছিলাম বাড়ীর নামটা কিছুতেই মনে আসছেনা --বাড়ির পিছনে র দিকে শুধুই আখের খেত ছিলো ---আর একবার খুব যাওয়ার ইচ্ছে ---কিন্তু বাড়ীর কেউ যেতে চায়না --🙏
সবাই উৎসাহ পায় না এই সব পুরোনো জায়গাতে।
বন্ধুদের সঙ্গে কথা বলে দেখুন।
Excellent in formative
@@anupsamanta6971 Please Subscribe
খুব ভালো লাগল
ধন্যবাদ। subscribe করে সঙ্গে থাকলে ভালো লাগবে।
Khub bhalo laglo apner ai video ta.
Ai sob bari gulo dekhe akta kotha money hoye je tokhon kar diner Bangali baro lokera jothesta dhoni lok chilen ar tar sange Tara tader baato somoye theke anekta somoye bar kore khub Santi te thakte pachanda korten tar jonye Tara Simultala, Madhupure, Deoghar ai sob Kolkatar kacher jayega gulo tara bache niten. Kintu akhon kar Bangali boro lokera anek taka rojgar koren kintu bes kichu somoye Tara Santi te thaka pochonda koren na bole mone hoyee, ar tai jonye Tara ai sob jayga te Jan na tara akhon kom somoyer jonye. Bidese. Barate Jan. Kintu bes anek somoyer jonye Santi te thakte akhon ar bhalobasen na.
Dhanyabad
আপনার কথার সঙ্গে আমি অনেকটা একমত।
চ্যানেলটা Subscribe করে রাখুন।
Bihar-r jonogon nizeder rajya sesh kore, poschim bangla ke sesh korte esche...🙏
বিহারের জনগণ কি নিজেরাই এসেছে পশ্চিমবঙ্গকে শেষ করতে নাকি এতে পশ্চিমবঙ্গের জনগণের কোনো দায় আছে?
I am from siliguri much enjoyed ur narration nice place to visit need improvement thanks
ধন্যবাদ জানাচ্ছি
Khub sundor 🎉
ধন্যবাদ। subscribe করে সঙ্গে থাকুন।
Amader Bari PROMOD Villa
@@jababhattacharjee8808 খুবই ভালো লাগলো জেনে।
Darun 😊
ধন্যবাদ। subscribe করে সঙ্গে থাকুন
24 বছর আগে ঐখানে গিয়েছিলাম। 2 দিন কাটিয়েছিলাম।
জেনে ভালো লাগলো। Subscribe করে সঙ্গে থাকবেন।
শুনেছিলাম অমর কণ্টক এর শুটিং ঐ রাজবাড়ীর পাশেই হয়েছিল। আমরাতো উপরতলায় উঠে ঘুরে দেখেছিলাম।
My question is why Bengalis are kicked out from Bihar,in earlier days a lot of bongs used to stay in Bihar amicably,But Biharis are almost capturing West Bengal now but no one is raising red flag as it's diminished the identity of Bong which is happening everywhere,I am not against of any community but loosing an identity is worried matter
@@siddharthachoudhury6834
বিষয়টাকে আপনি যেভাবে দেখছেন আমি সেভাবে দেখি না।
ধরা যাক ৫০ কি ৬০ এর দশক। মুম্বইয়ের কথা ভাবুন। সিনেমা, গান, অভিনয় ইত্যাদি নানান জায়গায় বাঙালিদের কি দুর্দান্ত উপস্থিতি! এখন আছে কি? আপনি কি বলবেন মারাঠারা আমাদের তাড়িয়ে দিয়েছে? আসলে বাঙালিরা তাদের প্রতিভার জন্যই পিছিয়ে পড়েছে। দিল্লীতে আমি ১২ বছর ছিলাম। সব জায়গাতেই এক অবস্থা। আমাদের প্রতিভা কমে যাচ্ছে। অন্যের উপর দোষ চাপিয়ে লাভ নেই। আমাদের নিজেদের উন্নতি করতে হবে। তাহলে সবাই আমাদের ধীরে ধীরে জায়গায় ছেড়ে দেবে।
হ্যা থাকার খুব স্বমস্যা, আর বাদবাকি দারুন, কিন্তু যারা gurte গিয়ে কেনা কাটি করতে চায় তারা যাবেন না
@@RamaBiswas-dw2dt
সব জায়গা সবার জন্য নয়। এখানে সন্ধ্যা হয়ে গেলে আর করার কিছু নেই। সেটাও অনেকের পছন্দ নয়। এই সব কারণেই তো লোক কম যায় এখানে!
উদ্দেশ্য আনন্দ লাভ! যারা এই অলস সময় ভূমিতে এসে আনন্দ পাবেন তারাই আসবেন! সত্যজিৎ রায়ের ছবি অসাধারণ কিন্তু তাই বলে কি সে সিনেমা সালমান খানের ছবিকে বাজারের বিচারে টক্কর দিতে পারবে!
আমি ৭০সালে বাবা মা য়ের সাথে বিহারী বাবুর বাংলোতে ১মাস কাটিয়েছিলাম।
@@anuradhadasgupta4734 শুনে ভালো লাগলো। Subscribe করে সঙ্গে থাকবেন।
বাঙালি দের সেই দিন আজ আর নেই।
ঠিক বলেছেন।
Subscribe করে সঙ্গে থাকুন।
History repeats itself. Abar ashibe phire. 😅
Amader o bari ache. Kumar Bari. Buhudin jawa hoi ni. Kintu mon sob chai okhane jete.
জেনে ভালো লাগলো।
Good effort
Thanks
Please subscribe the channel 🙏
আপনারা ব্লগ আরো ভালো লেগেছে ক্যামেরার পেছন থেকে ভাষ্য দেওয়ার জন্যে। শুভেচ্ছা রইলো দিল্লী থেকে।
ধন্যবাদ আপনাকে। আমিও ১২ বছর দিল্লিতে ছিলাম। কলকাতা ফিরেছি এই কয়েক বছর।
আমার বাস্তব অভিজ্ঞতার হলো বর্তমানে এখানে নিরাপত্তার খুবই অভাব। যাতায়াতের প্রচন্ড কষ্টকর।
নিরাপত্তা বিষয়টা খুব খারাপ এমন বলছি না তবে যাতায়াত একটু সমস্যা তো আছেই।
তরুণ মজুমদারের "দাদার কীর্তি" ও "ভালোবাসা ভালোবাসা" দুটোরই এখানে শুটিং হয়েছে ।
একসময় এখানে বহু বাঙালীর বাস ছিল । এমনকি স্টেশনের নামটা পর্যন্ত বাংলায় লেখা থাকতো ।
ঠিক বলেছেন
My favourite two films.
অন্য রিসোর্ট নয়।নামটা অন্যা (onnya) রিসোর্ট।বর্তমান মালিক রেনি উড এর মেয়ের নাম অন্যা, ।তার নামেই রিসোর্ট এর নাম
@@rupshreeaich3542 ধন্যবাদ
ভালো থাকবেন
Durgeshgorer guptodhoner shooting o ekhane hoieche
@@DEEPADHIKARY জেনে ভালো লাগলো। Subscribe করে সঙ্গে থাকবেন।