ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ছত্রাক রাজ্যের সাধারণ পরিচয় | Fungal Kingdom - A general idea

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มี.ค. 2024
  • ল্যাটিন শব্দ ' Fungour ' থেকে 'Fungi' শব্দটির উৎপত্তি, যার অর্থ, দ্রুত বৃদ্ধি পাওয়া। এই রাজ্যের সমস্ত সদস্যই ইউক্যারিওটিক, ক্লোরোফিল বিহীন, পরভোজী পুষ্টি সম্পন্ন কারী। বাস্তুতন্ত্রে মূলত এরা বিয়োজকের ভূমিকা পালন করে।
    প্রকৃতিতে এককোষী এবং বহুকোষী, উভয় ধরনের ছত্রাকই পাওয়া যায়। বহুকোষী ছত্রাকের দেহ মাইসেলিয় প্রকৃতির। অসংখ্য সূত্রাকার কোষ বা হাইফা দ্বারা সম্পূর্ণ ছত্রাক দেহ বা মাইসেলিয়াম গঠিত হয়। মাইসেলিয়াম ব্যবধায়ক যুক্ত বা ব্যবধায়ক বিহীন হতে পারে। ব্যবধায়ক বিহীন হলে হাইফা গুলির মধ্যে একাধিক নিউক্লিয়াস দেখা যায়। এক্ষেত্রে হাইফা গুলিকে সিনোসাইটিক হাইফা বলা হয়।
    ছত্রাকের সাধারণ দেহ গঠন, কোষ প্রাচীর, পুষ্টি বৈচিত্র, জনন প্রভৃতির সাধারণ ধারণা এই ভিডিওতে দেওয়া হলো।

ความคิดเห็น • 1