জয়তীর সব কিছুই শেখার। ওঁর গভীর জীবনবোধ, ওঁর দর্শন, ওঁর পরিমিতিবোধ, ওঁর স্পিরিচ্যুয়াল মনন সবকিছুর সম্মিলিত রূপ ওঁর গানে ধরা দেয়। আহা, এ গান যেন গভীর থেকে গভীরতর চেতনায় স্পর্শ করছে। বড়ো শান্তি, বড়ো পবিত্র
দিদি আপনার গায়কী,,পরিবেশনা শুনে,মন্ত্র মুগ্ধ হয়ে যাই।।ওনার সব গুলো দিককে অনুকরণ করতে মন চায়।।আপনাকে দেখে গান গাওয়ার প্রবণতা জাগে,, শাড়ী পড়ার ও ইচ্ছা জাগে।।সব মিলিয়ে অসাধারণ আপনি।।
গানের শুটিংয়ের দিন আমার ওখানে থাকার সৌভাগ্য হয়েছিল। শান্ত পাহাড়ের কোলে সন্ধ্যের আড্ডায় দিদির সাথে দেখা হওয়া, ওনার কথা বলা সেসবই মনে পড়ছে। গান ও গায়কী নিয়ে কিছু বলার স্পর্ধা নেই। ভিডিওটার অপেক্ষায় ছিলাম...সবার পরিশ্রম সার্থক হয়েছে বলতে পারি। এই ভাবেই শুরু হোক নতুন বছরের। ❤️❤️❤
এমন দিনে এমন উপহার বাঙালীর অন্তরে এইভাবেই স্মরণীয় হয়ে রবে সত্যি!!!!! অসাধারণ অপূর্ব অনবদ্য অতুলনীয় শব্দের ব্যবহার হলেও কম বলা। 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 প্রাণ খুঁজে পাওয়া একটা ঐশ্বরিক কণ্ঠস্বর। আরও অনেক অনেক ছুঁইয়ে যাক পথযাত্রা। 🧡🧡🧡
@@WoSarvatraHain পুজা পর্যায়ের গানগুলি হচ্ছে আত্ম- উপলব্ধি, বার্তা, সাহস, পথ নির্দেশ। মহারাজ বলতে ঈশ্বর নয়, এই সম্পূর্ণ সৃষ্টি, পরিবেশ ও তা উপলব্ধি।
মন ভরানো গান.. প্রিয় শিল্পী জয়তী aunty ও সকল Musicians দের ধন্যবাদ এমন সুন্দর গান নিয়ে আসার জন্য। Visuals কে আলাদা করে ভালো বলতেই হবে তার সাথে ধন্যবাদ Suchitra Music কে ভালো কাজের সাথে সবসময় থাকার জন্য 🌸
মিলিলো তব পায়ে...এমনভাবে আগে আর কেউ উচ্চারণ করেননি, এযাবৎকাল এই গানটি শুধু গাওয়া হয়েছে (সুবিনয় রায় ব্যতীত) আজ প্রাণ প্রতিষ্ঠা হলো...পুরো টিম কে অগুনতি ধন্যবাদ এমন উপহার দেয়ার জন্য
আপনি বলতে চাইছেন সাহানা বাজপেয়ী স্পষ্ট উচ্চারণ করে এই রবীন্দ্রসঙ্গীতটা গাননি? সঙ্গীতশিল্পী চিন্ময় চট্টোপাধ্যায় স্পষ্ট উচ্চারণ করে এই রবীন্দ্রসঙ্গীতটা গাননি? সঙ্গীতশিল্পী সাগর সেন স্পষ্ট উচ্চারণ করে এই রবীন্দ্রসঙ্গীতটা গাননি?
তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে, এসো সবে নরনারী আপন হৃদয় ল'য়ে।। সে আনন্দে উপবন বিকশিত অনুক্ষণ, সে আনন্দে ধায় নদী আনন্দবারতা ক'য়ে।। সে পুণ্যনির্ঝরস্রোতে বিশ্ব করিতেছে স্নান, রাখো সে অমৃতধারা পূরিয়া হৃদয় প্রাণ। গান নিয়ে যা বলবো কম বলা হয়, কেবল মন ভরে অনুভব করা,আর কিছু না❤❤❤ ধন্যবাদ সুচিত্রা music, আবার এমন ঐশরিক অনুভূতির জন্য ♥️♥️♥️
Apnake ki bali balunto? Sundar atmar pranjal dhani! Particularly same combination na hole Iswar er padi padme erokom amar sristi hote pare na. God bless you with many happy performance . 🙏
@@sayakchakraborty8988 মুর্খ তাও আপনার রক্তে। রবি ঠাকুর এবং চারন কবি মুকুন্দ দাস বামদেব কে দর্শন করতে গিয়েছিলেন কি না ? কি কি ঘটে ছিল আগে বিস্তারিত জানুন
সারা সন্ধ্যা শুধু একটা গান নিয়ে ই রৈলাম। চোখের জলে বুক নিঙরানো কষ্টে ভেসে গেলাম।অনেকের গলায় শুনেছি। কিন্তু এতো আত্মনিবেদন সুরে।যা অপার্থিব অনন্যসাধারণ। নববর্ষের পরম প্রাপ্তি।
অসাধারণ দাদা,ভালোলাগা পৣকাশ করার ভাষা জানা নেই....আপনার গানের নেশায় মজে থাকি সবসময়...এ নেশা এক বেজায় নেশা...যে নেশা থেকে বেরোতে মন চায় না.ঈশ্বর আপনার এই উদাত্ত কণ্ঠে সুরের সুরা ঢেলে দিয়েছেন অকৃপণ হাতে আর আমার নিজেকে খুব ই ভাগ্যবান মনে করি সেই অমৃত সুরের সুরা পান করতে পারছি বলে.আপনার তুলনা আপনি নিজে..কবিগুরু গান সৃষ্টি করেছেন,আর সেই গানে আপনি পাৣন পৣতিষঠা করে চলেছেন.শৣদধা ও পৣনাম জানাই🙏🙏🙏🙏
Excellent::এই গানটি আমি অন্তত 5/6 টি ভেরিয়েশনে বিভিন্ন্য গায়ক গায়িকা কণ্ঠে শুনেছি. প্রত্যেকেই খুবই নিষ্ঠা সহকারে গেয়েছেন. তবে নেপথ্য সংগীতের আধিপত্য ও নিজস্ব উপস্থাপনার মিশ্রিত ধরণ মূল রাবীন্দ্রিক কাঠামোর থেকে কতটা বেরিয়ে এসেছে বা ধরে রেখেছে তা জানিনা:: বিশেষজ্ঞরাই বলতে পারবেন. এটা জানার আশায় রইলাম. :: বর্তমান সমাজে আরো বেশি রাবীন্দ্রিক ধারাকে ছড়িয়ে দেবার প্রয়াস চালাতে নতুন প্রজন্মকে অনুরোধ করি. সামাজিক সুস্থতা রক্ষার্থে এটি একান্ত প্রয়োজন.
প্রিয় শিল্পীর কন্ঠে প্রিয় গান, তাও বছরের প্রথমদিনে। একজন শ্রোতার জন্য এর চেয়ে বেশি প্রাপ্তি আর কিছু হতে পারেনা। গান এবং ভিডিও দুটোই এত ভালো লেগেছে যা অবর্ণনীয়। দৃশ্যধারণ আর এডিটিং অতুলনীয় ❤️❤️❤️❤️
আমি শিল্পীদের নাম উল্লেখ করছি না। কারণ তাঁদের অন্যান্য অনেক গান আমার পছন্দের। তবে এই গানটা কেন জানিনা এখনও পর্যন্ত কোনও নারী কণ্ঠে শুনে মন ভরেনি। এই প্রথম গানটাতে প্রাণ পেলাম। খুব ভাল লাগল। ধন্যবাদ জানাই।
জয়তীর সব কিছুই শেখার। ওঁর গভীর জীবনবোধ, ওঁর দর্শন, ওঁর পরিমিতিবোধ, ওঁর স্পিরিচ্যুয়াল মনন সবকিছুর সম্মিলিত রূপ ওঁর গানে ধরা দেয়। আহা, এ গান যেন গভীর থেকে গভীরতর চেতনায় স্পর্শ করছে। বড়ো শান্তি, বড়ো পবিত্র
Hey..Suvomita nari sanjukta tomar shabdo chayon.gavir mone anyo suchetanai bhare ute. Akash jure chariye jai..
Dhanyabad.
দিদি আপনার গায়কী,,পরিবেশনা শুনে,মন্ত্র মুগ্ধ হয়ে যাই।।ওনার সব গুলো দিককে অনুকরণ করতে মন চায়।।আপনাকে দেখে গান গাওয়ার প্রবণতা জাগে,, শাড়ী পড়ার ও ইচ্ছা জাগে।।সব মিলিয়ে অসাধারণ আপনি।।
SOHOMOTH...
🙏🙏🙏
যথার্থ বলেছেন।
Aponer baktaby osadharan
হেডফোনে রবীন্দ্র সংগীত + বৃষ্টি ভেজা রাত + অন্ধকার ঘর + জানলা দিয়ে আকাশ দেখা + হতে চায়ের কাপ + অতীতের কিছু ঘটনা=☺️❤️
Ekdom moner kotha bollen.
গানের শুটিংয়ের দিন আমার ওখানে থাকার সৌভাগ্য হয়েছিল। শান্ত পাহাড়ের কোলে সন্ধ্যের আড্ডায় দিদির সাথে দেখা হওয়া, ওনার কথা বলা সেসবই মনে পড়ছে। গান ও গায়কী নিয়ে কিছু বলার স্পর্ধা নেই। ভিডিওটার অপেক্ষায় ছিলাম...সবার পরিশ্রম সার্থক হয়েছে বলতে পারি। এই ভাবেই শুরু হোক নতুন বছরের। ❤️❤️❤
Eta kon pahar e shoot kora hoyechey ??
Kono kichu bolar nei,shudhu blbo,apni shustho thakun,bhalo thakun,apnar gan pagol manush gulu jeno apnak shone ,ei kamona,
Shooting spot ta kothai? Kon pahar? Reply korle bhalo hoto🙏
Reply koren na kano?
Gaan ta asadharon
সৃষ্টি সুধায় হৃদয় মথিত করা এ গানটিকে অপরূপ সৌন্দর্যে ও অসামান্য গায়কীর গুণে প্রাণ মন ভরিয়ে
তুলেছেন এযুগের সর্বশ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী। ওনাকে জানাই আমার অতল শ্রদ্ধা ও ভালোবাসা। ❤️🙏
সব সেরা রবীন্দ্র সঙ্গীত গায়িকা. উনি একদম ভিতর থেকে গান গানটা
Sob sera??!!
এই মারাত্মক গরমেও সারা গায়ে কাটা.. চোখের কোনে জল....
আরাম!
প্রনাম সূর্য...
রবীন্দ্রসঙ্গীতের প্রতিক্রিয়া 'মারাত্মক গরমে গায়ে কাটা 🤔🤭
এমন দিনে এমন উপহার বাঙালীর অন্তরে এইভাবেই স্মরণীয় হয়ে রবে সত্যি!!!!!
অসাধারণ অপূর্ব অনবদ্য অতুলনীয় শব্দের ব্যবহার হলেও কম বলা।
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
প্রাণ খুঁজে পাওয়া একটা ঐশ্বরিক কণ্ঠস্বর।
আরও অনেক অনেক ছুঁইয়ে যাক পথযাত্রা।
🧡🧡🧡
অসাধারণ।
Aahaha ki apurbo
গানের কথা, সুর ও গায়কী খুব সুন্দর।
শুনতে শুনতে কোথায় যেনো হারিয়ে গিয়েছিলাম এই ব্রহ্মান্ডে,, স্নিগ্ধতার মোড়কে এত খাঁটি তেজদীপ্ত প্রকাশ।। আপনার গায়কীতেই এ সম্ভব।প্রতি গানে আপনার থেকে শিখি,আজ ও সেই ধারা অক্ষুন্ন🙏🏻
Moharaaj shobdo-ta ki Ishwar er jonno bebohaar korechhen kobiguru?
@@WoSarvatraHain পুজা পর্যায়ের গানগুলি হচ্ছে আত্ম- উপলব্ধি, বার্তা, সাহস, পথ নির্দেশ। মহারাজ বলতে ঈশ্বর নয়, এই সম্পূর্ণ সৃষ্টি, পরিবেশ ও তা উপলব্ধি।
@@WoSarvatraHain হ্যা, এখানে 'মহারাজ' শব্দটি ঈশ্বর কে উদ্দেশ্য করে লিখেছেন কবিগুরু।
@@priyadarshinibhattacharyya8814 ধন্যবাদ।
Asadharon voice.....ei gaan ti maam apnar voice aro besi bhalo lagche....apnake onek pranam o suvechha
যেমন গানের কথা, তেমন সুর,তেমনি গায়কী।। অসাধারণ গেয়েছেন।আমার প্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী।প্রাণ ভরে গেলো
মন ভরানো গান.. প্রিয় শিল্পী জয়তী aunty ও সকল Musicians দের ধন্যবাদ এমন সুন্দর গান নিয়ে আসার জন্য। Visuals কে আলাদা করে ভালো বলতেই হবে তার সাথে ধন্যবাদ Suchitra Music কে ভালো কাজের সাথে সবসময় থাকার জন্য 🌸
Onoboddo presentation Didi,
mon bhore jay,onabil anondomoy poribesh e chole jai amra sobai,..onek onek suvechaa janai Didi..khub bhalo thakben.
মিলিলো তব পায়ে...এমনভাবে আগে আর কেউ উচ্চারণ করেননি, এযাবৎকাল এই গানটি শুধু গাওয়া হয়েছে (সুবিনয় রায় ব্যতীত) আজ প্রাণ প্রতিষ্ঠা হলো...পুরো টিম কে অগুনতি ধন্যবাদ এমন উপহার দেয়ার জন্য
আপনি বলতে চাইছেন সাহানা বাজপেয়ী স্পষ্ট উচ্চারণ করে এই রবীন্দ্রসঙ্গীতটা গাননি? সঙ্গীতশিল্পী চিন্ময় চট্টোপাধ্যায় স্পষ্ট উচ্চারণ করে এই রবীন্দ্রসঙ্গীতটা গাননি? সঙ্গীতশিল্পী সাগর সেন স্পষ্ট উচ্চারণ করে এই রবীন্দ্রসঙ্গীতটা গাননি?
Sposto uccharon oboshoyee kore gachen tara. Guni shilpi oboshoyee sposto uccharon korben setai expected. Rabindrasangeet poribeshon ekti bhab o nibedon nirbhor proyas, bhab kom thakle shudhu matro ucchron shuddhi die ontor shuddhi hoe na. Asha kori bhujhte parchen ami ki bolte cheyechi..
Debabrata Biswas???
@@debrajsinha4539thik thik....thanks... Onara mohan shilpi...
@@FRAGRANT007very true...
এত সুস্পষ্ট উচ্চারণ! হৃদয়কে ভাসিয়ে দিলেন, প্রণাম নেবেন।
Rabindra Sangeet jokhon shuni shudhumatro onar konthei shuni ❤
Jayatir gan bhisonbhabe mon k tane ,apurbo gayoki ,ja sonai tai bhalo lage ,sadhu sadhu
সুখ খুঁজি, সুখ খুঁজি সুখের আহ্বানে
সুখ খোঁজা শেষ হোক জয়তীর গানে।
অসাধারণ
অগুনতিবার শুনে ফেললাম,অদ্ভুত সুন্দর শুনতে লাগলো,একদম অন্যরকম একটা স্বর্গীয় অনুভূতিতে আছি,ভাষায় বোঝাতে পারবোনা।।
অসাধারণ 💖
Maharajo eki saaje ele hridoyopuromaajhe !
Charonotale koti shoshi surjyo mare laaje.
Garbo sabo tutiya murchhi pare lutiya,
Sakolo mamo deho mono binasamo baaje.
Eki pulakobedona bohichhe modhubaaye !
Kaanone jato pushpo chhilo mililo tabo paaye
Palok naahi nayone, heri na kichhu bhubane -
Nirokhi shudhu antare sundaro biraje.
একি পুলক বেদনা বহিছে মধুবায়ে।মুগ্ধতাই শেষ কথা।
Location ta akta onnoi matra jog kore diyeche ganer sathe.... Soto koti pronam.... Eta sune mon pran dhonyo..... 🙏
তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে,
এসো সবে নরনারী আপন হৃদয় ল'য়ে।।
সে আনন্দে উপবন বিকশিত অনুক্ষণ,
সে আনন্দে ধায় নদী আনন্দবারতা ক'য়ে।।
সে পুণ্যনির্ঝরস্রোতে বিশ্ব করিতেছে স্নান,
রাখো সে অমৃতধারা পূরিয়া হৃদয় প্রাণ।
গান নিয়ে যা বলবো কম বলা হয়,
কেবল মন ভরে অনুভব করা,আর কিছু না❤❤❤
ধন্যবাদ সুচিত্রা music, আবার এমন ঐশরিক অনুভূতির জন্য ♥️♥️♥️
অসাধারণ।❤
এই প্রচন্ড গরমে ও মন প্রাণ জুড়িয়ে গেল ❤️
Aha..ki je sundar....laglo...bole bojhate parbona...chokhe jol ese gelo....anek valobasa apnake...😍😍😍
❤❤❤❤ আহা!! বছরের শুরুতে এমন একটা উপহার, দারুন একটা শান্তি পেলাম।❤❤❤
অসাধারণ জাঁকজমক গানের কথায়।
আহা কি অপূর্ব। মন প্রাণ ভরে গেল।
Fantastic Jayati di. Pakhoyaj ta ojon ta maintain koreche. Erokom aro onek geyo.
অপূর্ব! এ গান হৃদয় কে স্পর্শ করে।❤❤❤
বলার ভাষা নেই। মোহিত।
অসাধারণ জয়তী।মন ভরে গেল।
আহা! অপূর্ব। যত শুনি ততই ভাল লাগে।
Ai gan ar ai gan je gaichen kichu bolar spardha nei...🙏🙏
গানটি বৃনদাবন মথুরা এর বহু পুরাতন মন্দির গুলিকে নিয়ে করলে অন্যমাত্রা পেত......
অপূর্ব গায়কী ঈশ্বর দর্শন হোল 🙏🙏
পুজা পর্যায়ের গানগুলি হচ্ছে আত্ম- উপলব্ধি, বার্তা, সাহস। প্রাকৃতিক দৃশ্য ই সঠিক স্থান, কোনও দেব-দেবীর মন্দির বা স্থান নয়।
Ei gantay apnake dekhlam O shunlam! Ki bolbo? Sei hriday o puro majhe!
বরাবরের মতই অসাধারণ লাগলো
Apnake ki bali balunto? Sundar atmar pranjal dhani! Particularly same combination na hole Iswar er padi padme erokom amar sristi hote pare na. God bless you with many happy performance . 🙏
Asadharon asadharon.... hridoy sporsho kore jar gaan setai apni..jamon gayoki, tamoni abeg aha❤️❤️
মনের শান্তি প্রাণের অস্তিত্ব ,আর কিছু বলার ভাষা নেই ❤
Ahaa!!!! Ki apurbo ♥️❤️🙏🙏
❤️❤️❤️ভালোই লাগলো গানটি ❤️❤️❤️❤️❤️
Mon chhue galo.
অপূর্ব। হৃদয় ছুঁয়ে গেলো। ❤
অসাধারণ মুগ্ধ ময় সুর 💐
মহারাজ একি সাজে এবং আমার মাথা নত করে এই দুটি সঙ্গীত রচনা করেছিলেন কবি গুরু বামদেব কে অলৌকিক ভাবে দেখার পর।
Baje kotha bolben na
Bhat boka ta apnr rokte
@@sayakchakraborty8988 মুর্খ তাও আপনার রক্তে। রবি ঠাকুর এবং চারন কবি মুকুন্দ দাস বামদেব কে দর্শন করতে গিয়েছিলেন কি না ? কি কি ঘটে ছিল আগে বিস্তারিত জানুন
Amazing Singer... Kabiguru er chorone sotokoti pronam
অপূর্ব!!!!!!!মন ভরে গেল ⚘⚘⚘⚘
অপূর্ব
আপনার কন্ঠে এই গানটি শোনার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম ❤️
প্রণাম নেবেন 🙏
আহহহহহহহহা..... একরাশ মুগ্ধতায় ভরিয়ে দিলেন দিদি.... অপূর্ব ❤️❤️❤️🙏
সারা সন্ধ্যা শুধু একটা গান নিয়ে ই রৈলাম। চোখের জলে বুক নিঙরানো কষ্টে ভেসে গেলাম।অনেকের গলায় শুনেছি। কিন্তু এতো আত্মনিবেদন সুরে।যা অপার্থিব অনন্যসাধারণ। নববর্ষের পরম প্রাপ্তি।
অপূর্ব সুন্দর! প্রতিটি উচ্চারণ হৃদয় স্পর্শ করল। অনবদ্য!! অসম্ভব ভালো লাগলো!!
অসাধারণ দাদা,ভালোলাগা পৣকাশ করার ভাষা জানা নেই....আপনার গানের নেশায় মজে থাকি সবসময়...এ নেশা এক বেজায় নেশা...যে নেশা থেকে বেরোতে মন চায় না.ঈশ্বর আপনার এই উদাত্ত কণ্ঠে সুরের সুরা ঢেলে দিয়েছেন অকৃপণ হাতে আর আমার নিজেকে খুব ই ভাগ্যবান মনে করি সেই অমৃত সুরের সুরা পান করতে পারছি বলে.আপনার তুলনা আপনি নিজে..কবিগুরু গান সৃষ্টি করেছেন,আর সেই গানে আপনি পাৣন পৣতিষঠা করে চলেছেন.শৣদধা ও পৣনাম জানাই🙏🙏🙏🙏
Excellent::এই গানটি আমি অন্তত 5/6 টি ভেরিয়েশনে বিভিন্ন্য গায়ক গায়িকা কণ্ঠে শুনেছি. প্রত্যেকেই খুবই নিষ্ঠা সহকারে গেয়েছেন. তবে নেপথ্য সংগীতের আধিপত্য ও নিজস্ব উপস্থাপনার মিশ্রিত ধরণ মূল রাবীন্দ্রিক কাঠামোর থেকে কতটা বেরিয়ে এসেছে বা ধরে রেখেছে তা জানিনা:: বিশেষজ্ঞরাই বলতে পারবেন. এটা জানার আশায় রইলাম.
:: বর্তমান সমাজে আরো বেশি রাবীন্দ্রিক ধারাকে ছড়িয়ে দেবার প্রয়াস চালাতে নতুন প্রজন্মকে অনুরোধ করি. সামাজিক সুস্থতা রক্ষার্থে এটি একান্ত প্রয়োজন.
Your voice is my favorite , your every song touches core of my heart , gives a clear pic of poet message in every lines. Pranam"
আহা❤
পুজা সুন্দর পর্যায়ের গানটি সুবিনয় রায় ও মোহন সিংহ দুজনের কণ্ঠেই অনবদ্য👌👌
Om
Akdom
Akhon Suchitra Mitro....onader moto keu garite parina....tobe Srikanto Acharyo khuub bhalo gaan
বৈশাখে পাওয়া প্রথম এবং বড্ড যত্নে গড়া একটি উপহার ❤❤
প্রিয় শিল্পীর কন্ঠে প্রিয় গান, তাও বছরের প্রথমদিনে। একজন শ্রোতার জন্য এর চেয়ে বেশি প্রাপ্তি আর কিছু হতে পারেনা। গান এবং ভিডিও দুটোই এত ভালো লেগেছে যা অবর্ণনীয়। দৃশ্যধারণ আর এডিটিং অতুলনীয় ❤️❤️❤️❤️
অসম্ভব সুন্দর। সর্বাঙ্গ সুন্দর। ❤❤❤
আহা আহা।আর কিছু বলার মতো ভাষা নেই ।
Satti Mon vare jai gan sune. 🙏
খুব সুন্দর হোলো
দিদি 🙏🙏❤ নীরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে, মহারাজ এ কি সাজে এলে হৃদয় পুরমাঝে চরণতলে কোটিশশী সূর্য মরে লাজে
মন প্রাণ ভরে গেল
। অপূর্ব মন। ভোরে গেল।। অমিতা দত্ত❤
অপূর্ব অপূর্ব
অসাধারণ গান দিদির এতো ভালো লাগে মনটা ভরে যায় এক অনন্য পর্যায়ের গান দারুন
আহা!! অপূর্ব। আমার অত্যন্ত প্রিয় শিল্পী ❤❤
Gaye kata diye uthlo ❤
পবিত্র সুরমুর্ছনা দিদির কন্ঠে ঝরে পরে প্রত্যেকটি রবীন্দ্রসঙ্গীতে অনবদ্য ভাবে। ধন্য তুমি
গানটি শুনে কোথায় যেন হারিয়ে গেলাম 😊
আমি শিল্পীদের নাম উল্লেখ করছি না। কারণ তাঁদের অন্যান্য অনেক গান আমার পছন্দের। তবে এই গানটা কেন জানিনা এখনও পর্যন্ত কোনও নারী কণ্ঠে শুনে মন ভরেনি। এই প্রথম গানটাতে প্রাণ পেলাম। খুব ভাল লাগল। ধন্যবাদ জানাই।
Sahana Bajpai kintu kharap ganni.Jayatidirto sob kichui amar priyo.
Khub sundor
দুর্দান্ত
সেরার সেরা উপহার 👌❤️
মুগ্ধতাই শেষ কথা 😊❤️
জাষ্ট ম্যাজিক্যল😊 শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর 🙏
Sundar Upohar
❤❤❤❤❤❤
অপূর্ব 🙏❤️❤️
মুগ্ধ মন প্রাণ, জয়তী তুমি ধন্য❤
কী চমৎকার রবীন্দ্র সংগীত পরিবেশন করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল।
দারুন লাগল নমস্কার দিদি
আমার মন ভেসে গেল --- অপূর্ব!!! 🙏🙏🙏🙏🙏🙏
অনির্বচনীয় উপস্থাপনা, আরও একবার মুগ্ধ হলাম ❤️❤️
আহা! সাধু সাধু! অপূর্ব! অপূর্ব!
Opurbo Mon pran er aram 🙏🙏🙏
অপূর্ব ও অসাধারণ পরিবেশনা মূগ্ধ হলাম শ্রদধণজলী জানাই।
Apurbo
Apurbo sundor.... Mon bhalo kora gaan...
Amar khub priyo gaika 🙏🙏❤❤
দিদি সত্যি তোমার কাছে এই গানটি শোনার অপেক্ষায় ছিলাম মন শান্ত হয়ে গেল। আমি personally অনেক বার অনুরোধ করেছিলাম তুমি সেটা রেখেছো আমার খুব আনন্দ হচ্ছে
আহা আহা। অপূর্ব অপূর্ব জয়তী দি। নব বর্ষের আমার আন্তরিক শুভেচ্ছা আর শুভকামনা জানালাম। নমস্কার নেবেন 🙏🙏🙏
Touching my soul🙏🏻🙏🏻🙏🏻
এক কথায় অসাধারণ
Super rendition. Never heard such a beautiful & smooth voice singing Rabidrashnageet so flawlessly with a style unparalleled. Thank you Jayati.🙏
অসাধারণ গেয়েছো দিদি।
Didi tomar gaan sunle mon bhalo hoa jai🙏🏼🙏🏼