আপনার বানানো বীর শ্রেষ্ঠ সিরিজের একজন করে বীর শ্রেষ্ঠের গল্প শুনি আর সারা শরীরে এক অদ্ভুত শিহরণ অনুভব করি। নিজের অজান্তেই চোখের কোণে অশ্রু এসে জমা হয়৷ আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। একজন মানুষের যে কারণে নিজের জন্মভূমির ইতিহাস জানা জরুরি সেই দেশাত্মবোধ, সেই চেতনা আমি আপনার ভিডিওগুলোতে পরিপূর্ণভাবে পেয়েছি। আমার বিশ্বাস, আমরা সহ আমাদের পরবর্তী প্রজম্ম আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এই ভিডিওগুলোর জন্য।
চেতনা বিক্রির গল্প আর কতো বানাবি তোরা, ভ্যারত সাহায্য না করলে এখনো পাকিস্তানের সাথেই থাকতে হতো তোদের। অবশ্য তোদের স্বাধীন করাই হয়েছে অখণ্ড ভ্যারতের অংশ করার জন্য
চেতনা বিক্রির গল্প আর কতো বানাবি তোরা, ভ্যারত সাহায্য না করলে এখনো পাকিস্তানের সাথেই থাকতে হতো তোদের। অবশ্য তোদের স্বাধীন করাই হয়েছে অখণ্ড ভ্যারতের অংশ করার জন্য
শরীরের সব লোম দাঁড়িয়ে যাচ্ছিলো, আর আমি কাঁপছিলাম আমাদের এই বীরের সাহসিকতা আর ত্যাগের কথা শুনতে শুনতে। সশ্রদ্ধ সালাম আর দোয়া সকল ত্যাগী আর বীরদের প্রতি।
লাবিদ ভাই আপনার এই সিরিজটি সত্যিই প্রশংসনীয়। আমাদের দেশে সুপার হিরো সাত বীরশ্রেষ্ঠ। তারা আজীবন বেঁচে থাকবে এই বাংলাদেশের মধ্য দিয়ে। We have Real super heros & legends 7 martyrs......
চেতনা বিক্রির গল্প আর কতো বানাবি তোরা, ভ্যারত সাহায্য না করলে এখনো পাকিস্তানের সাথেই থাকতে হতো তোদের। অবশ্য তোদের স্বাধীন করাই হয়েছে অখণ্ড ভ্যারতের অংশ করার জন্য
I was a student of Bir srestha munshi abdur rouf college. One day, I got to meet the mother of our freedom fighter Munshi abdur rouf. Now I know how lucky I was that day. Truely a woman with a child of heroism. My respect for her and for our freedom fighters too.
এখানে গবেষণার কিছুই নতুন করে করা হয় নাই। অনলাইনে এসব ডকুমেন্টস অসংখ্য রয়েছে।সেইগুলো জাস্ট খুজে স্ক্রীপ্ট বানানো হইছে। ২ ঘন্টা খুজলে আপনিও এমন তথ্য খুজে পাবেন।
পারলে আপনি বানিয়ে দেখান। এইরকম একটি ইউটিউব চ্যানেল পরিশ্রম ছাড়া এতদূর অবদি এমনি এমনি আসে নাই। একটি বই বা একটা গল্প বা একটি ভিডিও দেখেই এমন ডকুমেন্ট তৈরি করা যায়না। আর যেটার উদ্দেশ্যেই ভিডিও তৈরি করার হোক আপনাকে অবশ্যেই সকল বিষয়ে সার্বিক নুন্যতম কিছুটা হলেও ধারণা থাকতে হবে। না হলে অল্প বিদ্যা ভয়ংকরের খেসারত হিসেবে আপনাকে বিতর্কের মুখে পড়তে হবে। @@learntube1048
একসময় আমার প্রবল ইচ্ছা ছিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর মত একজন নির্ভীক দেশপ্রেমিক সেনা অফিসার হওয়ার ।কিন্তু Hand fracture এর কারণে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল🙂।এখন আমি BUET থেকে পাশ করা সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে সেনাবাহিনীদের জন্য বিভিন্ন যুদ্ধজাহাজ তৈরি করে। আপনার এই বীরশ্রেষ্ঠ সিরিজটা তৈরি করার উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার ❣️❣️।
চেতনা বিক্রির গল্প আর কতো বানাবি তোরা, ভ্যারত সাহায্য না করলে এখনো পাকিস্তানের সাথেই থাকতে হতো তোদের। অবশ্য তোদের স্বাধীন করাই হয়েছে অখণ্ড ভ্যারতের অংশ করার জন্য
সবগুলোই বেস্ট। প্রত্তেকটিই মনকে উজ্জীবিত করছে,, তবে শেষ এ কষ্টে মন ভারী হয় নাই, বরং সম্মান আরও হাজার গুণ বাড়ছে। আমাদের প্রত্যেক বাঙালিরই ভিডিও গুলো দেখা উচিৎ!!
বিনম্র শ্রদ্ধা এই মহান বীর শ্রেষ্ঠদের প্রতি। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বীর শ্রেষ্ঠদের কাহিনী গুলো আমাদের কাছে তুলে ধরার জন্য। আপনার ভিডিও গুলোর মাধ্যমে বীর শ্রেষ্ঠদের সম্পর্কে জেনে তাদের প্রতি মনে আলাদা একটা সম্মানের জন্ম হয়েছে। অথচ আমাদের পাঠ্য বই গুলোতে তাদের এই অবদানকে কখনো এত সুন্দরভাবে তুলে ধরা হয়না। ক্লাস থ্রি, ফোর এর বই গুলোতে সামান্য তুলে ধরলেও ঐ বয়সে আসলে ওদের মাহাত্ম্যটা উপলব্ধি করা যায় না।
চেতনা বিক্রির গল্প আর কতো বানাবি তোরা, ভ্যারত সাহায্য না করলে এখনো পাকিস্তানের সাথেই থাকতে হতো তোদের। অবশ্য তোদের স্বাধীন করাই হয়েছে অখণ্ড ভ্যারতের অংশ করার জন্য
এই সিরিজটি সত্যিই খুবই সুন্দর।আপনার দেয়া তথ্য থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। আপনার জন্য আমার মুক্তিযুদ্ধের যোদ্ধা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।many many thanks to labid Rahat vai.your contribution deserve respect. You are truly patriot.
বর্ণনা এবং শেষের দিকের ব্যাকগ্রাউন্ড মিউসিকে সত্যিকারের হিরোদের ঘটনা শুনতে খুবই ভালো লাগলো। আমি সবসময় আশা করি এমন সব বিরত্বগাথা নিয়ে একটা মুক্তিযুদ্ধের ছবি হবে, যেখানে দেখানো হবে সব সামরিক এংগেল গুলো ঠিক এখানে যেমন ম্যাপিং এর মাধ্যমে দেখালেন। একদিন সেভিং প্রাইভেট রায়ানের মতো ছবি হবে আমাদের মুক্তিযুদ্ধ কে ঘিরে সেই আশায় রইলাম।
আপনার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অবদান সম্পর্কে তাঁদের হাড়হিম করা অভিযান ও বীরত্বের কথা বিস্তারিত ভাবে জানতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে
এই সব বীরদের আত্মত্যাগের কারনে আজ আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছি।মহান আল্লাহ পরকালে তাদের উওম প্রতিদান দিন আমিন।
বীরশ্রেষ্ঠদের আত্মত্যাগের গল্প শুনলে কলিজা ফেটে কান্না আসে। কিন্তু বর্তমানের দেশের অবস্থা দেখে আফসোস হয়, কিসের জন্য তারা জীবন দিলো, কিসের জন্য দেশ স্বাধীন করলো 🥹
9:01 "কোনটা বেশী ভালো লেগেছে" এখানে কোনটা না, প্রত্যেক বীরশ্রেষ্ঠ এর সত্য ঘটনা আমাদের শিহরিত ও অনুপ্রাণিত করেছে। দেশের প্রতি তাদের ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের আত্ম ত্যাগের জন্যই আজ আমাদের এই সুন্দর দেশটাকে স্বাধীনভাবে পেয়েছি। সকল মুক্তিযোদ্ধাদের অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান জানাচ্ছি।
ভাই আসলেই আপনার কাছে কৃতজ্ঞ থাকব..এইভাবে হয়তো বাংলাদেশের কেউই তাদের সম্পর্কে এবং তাদের বীরত্বের কাহিনি কেউ জানায় নি..এমন কি কেন স্কুল কলেজের পাঠ্যক্রমেও নেই...এই বীরশ্রেষ্ঠদের সাথে সাথে আপনাকেও স্যালুট তাদের বীরত্বের কাহিনি গুলো আমাদের জানানোর জন্য.. আমি একজন সেনা সদস্য আমি যে ভাবে এই কাহিনি গুলো সহজেই বুঝতে পারি অনেক সিভিলায়ানরা হয়তে বুঝতে একটু কষ্ট হয়.. কতটা সেক্রিফাইস করেছে এই দেশের জন্য.. আর তাদের কৃতিত্বর গল্প গুলে শুনে শরিরে কাটা দিয়ে উঠে..কিন্তু আফসোস হয়ত পরের প্রজন্ম এই সূর্য সন্তান দের কাহিনি গুলো পরবর্তীতে কেউ জানবেই না..
শুনতে শুনতে চোখ দিয়ে কখন যে পানি গড়িয়ে পরেছে বুঝতেও পারিনি। হাজার হাজার দেশপ্রেমিক বীর মুক্তিযুদ্বাদের আত্বত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশটাকে আমরা কি তাদের মত ভালবাসতে পেরেছি বা পারছি?
সবগুলো ভিডিও অসাধারণ। কোনো ভিডিও একটা আরেকটার থেকে কোনো অংশে কম না। শ্রদ্ধা জানাই আমাদের সেই সকল পূর্ব পুরুষদের যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে শহিদ হয়েছেন,দেশকে শত্রুমুক্ত করেছেন আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গিয়েছেন একটি স্বাধীন দেশ
এখানে উল্লেখিত হালিশহর রেজিমেন্টটি আমার বাসার পাশে। কয়েকদিন পর পর যাওয়া হয় সেখানে। সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা সব রইলো বীরশ্রেষ্ঠদের জন্য। ভিডিও গুলো আরো গভীর ও লম্বা আলোচনা করলে আরো খুশি হতাম। কারন আপনার মাধ্যমে যা একবার দেখবো তা মাথায় থেকে যাবে অবেকদিন।
এই ৭ জন বীরশ্রেষ্ঠ আমাদের আসল সুপার হিরো। কিন্তু তাঁদের নিয়ে আমাদের তেমন কোন বায়োপিক তৈরী হয় নাই। তাদের নিয়ে বায়োপিক তৈরী করলে বর্তমান প্রজন্মের মানুষ তাঁদের সম্পর্কে জানতে পারবে
আমার বাড়ি ঝিনাইদহে হওয়ায় হামিদুর রহমানের প্রতি একটা আত্মিক দুর্বলতা আছে। কিন্তু ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর টা আমি 2 বার দেখেছি এবং 2 বার ই কেঁদেছি। সিরিজটা অসাধারণ। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। ❤
ভাই, মুক্তিবাহিনীর 'ক্রাক প্লাটুন' এর উপর একটা ভিডিও চাই। আর, ৭ জন বীরশ্রেষ্ঠদের এই সিরিজটি শেষ হলে। শহীদ রুমি ও বঙ্গবীর কাঁদের সিদ্দিকীকে নিয়ে একটা ভিডিও দিয়েন।
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ নানিয়ারচরের বুড়িঘাটের চেংগি নদীতে একটি উঁচু টিলার উপর সমাধিস্থ হন। রাংগামাটি থেকে নানিয়ারচর ট্রলারে করে যাতায়াতের সময় উনার সমাধি দেখাযায়।
ভাই অনেক ধন্যবাদ। আমি অনেক আগে এই টপিক নিয়ে পড়তে চাচ্ছিলাম কিন্তু কোথাও তেমন কিছু পাইনি। আপনার এই সিরিজটা আমার কাছে আমার লাইফে দেখা বেস্ট ইউটিউব সিরিজ।
ধন্যবাদ ভাই, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে জানানোর জন্য। সরাকারি ভন্ডামির কারনে মুক্তিযুদ্ধ থেকে একদম রুচি উঠে গিয়েছিলো। আবারো ধন্যবাদ আমাদের বীরদেরকে আবার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
The way you explain those topics are smooth as butter! These stories are making me feel proud even being a half bengali.🇬🇧🇧🇩 Hats off to your explanation skills 💫✨
সকল বীরশ্রেষ্ঠের সাহস, দক্ষতা, শক্তি, বুদ্ধিমত্তা ও অতিমানবীয় ক্ষমতা অদ্বিতীয় তবে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের যুদ্ধ এবং আত্মত্যাগ সবথেকে ভালো লেগেছে। দুর্দান্ত যোদ্ধা আর অসীম সাহসী। সারা বাংলায় পুরুষ জন্মে তবে আমার ঝিনাইদহে জন্মে বাঘ...
ভাই মুক্তিযুদ্ধের যে তিনজন তিনটা ব্রিগেড ফোর্স গঠন করছেন তাদের নিয়ে ভিডিও চাই,আমি মেজর জেনারেল শফিউল্লাহ, মেজর জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল খালেদ মোশাররফকে নিয়ে ভিডিও চাই ❤
আপনার বানানো বীর শ্রেষ্ঠ সিরিজের একজন করে বীর শ্রেষ্ঠের গল্প শুনি আর সারা শরীরে এক অদ্ভুত শিহরণ অনুভব করি। নিজের অজান্তেই চোখের কোণে অশ্রু এসে জমা হয়৷ আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। একজন মানুষের যে কারণে নিজের জন্মভূমির ইতিহাস জানা জরুরি সেই দেশাত্মবোধ, সেই চেতনা আমি আপনার ভিডিওগুলোতে পরিপূর্ণভাবে পেয়েছি। আমার বিশ্বাস, আমরা সহ আমাদের পরবর্তী প্রজম্ম আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এই ভিডিওগুলোর জন্য।
আসসালামু আলাইকুম ভাইয়া আমি একজন আলেমা - কোরআনে হাফেজ। ছোটবোন মনে করে আইডি থেকে ঘুরে আসবেন প্লিজ।
চেতনা বিক্রির গল্প আর কতো বানাবি তোরা, ভ্যারত সাহায্য না করলে এখনো পাকিস্তানের সাথেই থাকতে হতো তোদের। অবশ্য তোদের স্বাধীন করাই হয়েছে অখণ্ড ভ্যারতের অংশ করার জন্য
বিনম্র শ্রদ্ধা,এই মহান বীর সেনার প্রতি।
মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আল্লাহ যেন জান্নাত নসীব করে।
❤️🇧🇩
চেতনা বিক্রির গল্প আর কতো বানাবি তোরা, ভ্যারত সাহায্য না করলে এখনো পাকিস্তানের সাথেই থাকতে হতো তোদের। অবশ্য তোদের স্বাধীন করাই হয়েছে অখণ্ড ভ্যারতের অংশ করার জন্য
AMEEN 💓
শরীরের সব লোম দাঁড়িয়ে যাচ্ছিলো, আর আমি কাঁপছিলাম আমাদের এই বীরের সাহসিকতা আর ত্যাগের কথা শুনতে শুনতে।
সশ্রদ্ধ সালাম আর দোয়া সকল ত্যাগী আর বীরদের প্রতি।
লাবিদ ভাই আপনার এই সিরিজটি সত্যিই প্রশংসনীয়।
আমাদের দেশে সুপার হিরো সাত বীরশ্রেষ্ঠ। তারা আজীবন বেঁচে থাকবে এই বাংলাদেশের মধ্য দিয়ে।
We have Real super heros & legends 7 martyrs......
Labid hobe *
Thanks@@MohammadLabibMahboob
চেতনা বিক্রির গল্প আর কতো বানাবি তোরা, ভ্যারত সাহায্য না করলে এখনো পাকিস্তানের সাথেই থাকতে হতো তোদের। অবশ্য তোদের স্বাধীন করাই হয়েছে অখণ্ড ভ্যারতের অংশ করার জন্য
I was a student of Bir srestha munshi abdur rouf college. One day, I got to meet the mother of our freedom fighter Munshi abdur rouf. Now I know how lucky I was that day. Truely a woman with a child of heroism. My respect for her and for our freedom fighters too.
Which year have you met ?
আল্লাহ আমাদের জাতীয় বীরদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন
আমিন
জয় বাংলা 🇧🇩
ভাই বর্তমান সময়ে সাইন্সে পড়াশোনা করে, আন্তর্জাতিক ও মানবিক বিষয়ে গবেষণা করা লোকজন খুবই কম। কিন্তু তাদের মধ্যে নিশ্চয়ই আপনি একজন।
এখানে গবেষণার কিছুই নতুন করে করা হয় নাই। অনলাইনে এসব ডকুমেন্টস অসংখ্য রয়েছে।সেইগুলো জাস্ট খুজে স্ক্রীপ্ট বানানো হইছে। ২ ঘন্টা খুজলে আপনিও এমন তথ্য খুজে পাবেন।
উদ্যোগ নিছে কেউ? ইউটিউবে এমন সিরিজ তো আর পাই নাই। প্রশংসা করতে না পারলে চুপচাপ থাকুন। @@learntube1048
@@learntube1048আপনিও ভিডিও বানান ভাই!
পারলে আপনি বানিয়ে দেখান। এইরকম একটি ইউটিউব চ্যানেল পরিশ্রম ছাড়া এতদূর অবদি এমনি এমনি আসে নাই। একটি বই বা একটা গল্প বা একটি ভিডিও দেখেই এমন ডকুমেন্ট তৈরি করা যায়না।
আর যেটার উদ্দেশ্যেই ভিডিও তৈরি করার হোক আপনাকে অবশ্যেই সকল বিষয়ে সার্বিক নুন্যতম কিছুটা হলেও ধারণা থাকতে হবে। না হলে অল্প বিদ্যা ভয়ংকরের খেসারত হিসেবে আপনাকে বিতর্কের মুখে পড়তে হবে। @@learntube1048
লাবিবের এই ভিডিও গুলোর পেছনে অনেক বড় রিসার্স টিম আছে।।। ও যাস্ট উপস্থাপনা করে😂
বাট ও নিজেও এগুলোতে ইন্টারেস্ট রাখে
হাজারও সালাম বাংলার বীরদের 🫡🫡🥹🥹❤️❤️❤️
একসময় আমার প্রবল ইচ্ছা ছিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর মত একজন নির্ভীক দেশপ্রেমিক সেনা অফিসার হওয়ার ।কিন্তু Hand fracture এর কারণে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল🙂।এখন আমি BUET থেকে পাশ করা সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে সেনাবাহিনীদের জন্য বিভিন্ন যুদ্ধজাহাজ তৈরি করে।
আপনার এই বীরশ্রেষ্ঠ সিরিজটা তৈরি করার উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার ❣️❣️।
Oh great vaiyya.❤
চেতনা বিক্রির গল্প আর কতো বানাবি তোরা, ভ্যারত সাহায্য না করলে এখনো পাকিস্তানের সাথেই থাকতে হতো তোদের। অবশ্য তোদের স্বাধীন করাই হয়েছে অখণ্ড ভ্যারতের অংশ করার জন্য
দোয়া করি ভাইয়া❤
ভাই এয়ারক্রাফট ক্যারিয়ার কবে বানাবেন আপনারা??
সবগুলোই বেস্ট। প্রত্তেকটিই মনকে উজ্জীবিত করছে,, তবে শেষ এ কষ্টে মন ভারী হয় নাই, বরং সম্মান আরও হাজার গুণ বাড়ছে।
আমাদের প্রত্যেক বাঙালিরই ভিডিও গুলো দেখা উচিৎ!!
এক একটা ভিডিও দেখি আর শরীরে লোম উত্তেজনায় আর গর্বে দাড়িয়ে যায় ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
এই ৫ ভিডিওর মধ্যে কোনো তুলনা হবে না। সবগুলোই বেস্ট।
বিনম্র শ্রদ্ধা এই মহান বীর শ্রেষ্ঠদের প্রতি। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বীর শ্রেষ্ঠদের কাহিনী গুলো আমাদের কাছে তুলে ধরার জন্য। আপনার ভিডিও গুলোর মাধ্যমে বীর শ্রেষ্ঠদের সম্পর্কে জেনে তাদের প্রতি মনে আলাদা একটা সম্মানের জন্ম হয়েছে। অথচ আমাদের পাঠ্য বই গুলোতে তাদের এই অবদানকে কখনো এত সুন্দরভাবে তুলে ধরা হয়না। ক্লাস থ্রি, ফোর এর বই গুলোতে সামান্য তুলে ধরলেও ঐ বয়সে আসলে ওদের মাহাত্ম্যটা উপলব্ধি করা যায় না।
নিচের ক্লাসে এত গভীরভাবে বললে ছাত্রছাত্রীরা বুঝবে না তাই সহজ ভাবে বলা হয়েছে এবং অল্প বলা হয়েছে
চেতনা বিক্রির গল্প আর কতো বানাবি তোরা, ভ্যারত সাহায্য না করলে এখনো পাকিস্তানের সাথেই থাকতে হতো তোদের। অবশ্য তোদের স্বাধীন করাই হয়েছে অখণ্ড ভ্যারতের অংশ করার জন্য
আল্লাহ পাক যেন তাদের জান্নাত নসিব করেন। আমিন ।❤
এই সিরিজটি সত্যিই খুবই সুন্দর।আপনার দেয়া তথ্য থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি।
আপনার জন্য আমার মুক্তিযুদ্ধের যোদ্ধা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।many many thanks to labid Rahat vai.your contribution deserve respect.
You are truly patriot.
বিনম্র শ্রদ্ধা ও প্রণাম এই বীর সেনানীর প্রতি৷ 🙏🏼
লাবিদ ভাই, জাতি আপনাকে স্মরণ রাখবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই পরিশ্রম বৃথা যাবে ন। ❤
বর্ণনা এবং শেষের দিকের ব্যাকগ্রাউন্ড মিউসিকে সত্যিকারের হিরোদের ঘটনা শুনতে খুবই ভালো লাগলো। আমি সবসময় আশা করি এমন সব বিরত্বগাথা নিয়ে একটা মুক্তিযুদ্ধের ছবি হবে, যেখানে দেখানো হবে সব সামরিক এংগেল গুলো ঠিক এখানে যেমন ম্যাপিং এর মাধ্যমে দেখালেন। একদিন সেভিং প্রাইভেট রায়ানের মতো ছবি হবে আমাদের মুক্তিযুদ্ধ কে ঘিরে সেই আশায় রইলাম।
আপনার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অবদান সম্পর্কে তাঁদের হাড়হিম করা অভিযান ও বীরত্বের কথা বিস্তারিত ভাবে জানতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে
এই সব বীরদের আত্মত্যাগের কারনে আজ আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছি।মহান আল্লাহ পরকালে তাদের উওম প্রতিদান দিন আমিন।
বীরশ্রেষ্ঠদের আত্মত্যাগের গল্প শুনলে কলিজা ফেটে কান্না আসে। কিন্তু বর্তমানের দেশের অবস্থা দেখে আফসোস হয়, কিসের জন্য তারা জীবন দিলো, কিসের জন্য দেশ স্বাধীন করলো 🥹
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ।।
9:01 "কোনটা বেশী ভালো লেগেছে" এখানে কোনটা না, প্রত্যেক বীরশ্রেষ্ঠ এর সত্য ঘটনা আমাদের শিহরিত ও অনুপ্রাণিত করেছে।
দেশের প্রতি তাদের ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের আত্ম ত্যাগের জন্যই আজ আমাদের এই সুন্দর দেশটাকে স্বাধীনভাবে পেয়েছি।
সকল মুক্তিযোদ্ধাদের অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান জানাচ্ছি।
ভাই আসলেই আপনার কাছে কৃতজ্ঞ থাকব..এইভাবে হয়তো বাংলাদেশের কেউই তাদের সম্পর্কে এবং তাদের বীরত্বের কাহিনি কেউ জানায় নি..এমন কি কেন স্কুল কলেজের পাঠ্যক্রমেও নেই...এই বীরশ্রেষ্ঠদের সাথে সাথে আপনাকেও স্যালুট তাদের বীরত্বের কাহিনি গুলো আমাদের জানানোর জন্য..
আমি একজন সেনা সদস্য আমি যে ভাবে এই কাহিনি গুলো সহজেই বুঝতে পারি অনেক সিভিলায়ানরা হয়তে বুঝতে একটু কষ্ট হয়.. কতটা সেক্রিফাইস করেছে এই দেশের জন্য.. আর তাদের কৃতিত্বর গল্প গুলে শুনে শরিরে কাটা দিয়ে উঠে..কিন্তু আফসোস হয়ত পরের প্রজন্ম এই সূর্য সন্তান দের কাহিনি গুলো পরবর্তীতে কেউ জানবেই না..
৭ জন বীরশ্রেষ্ঠ ও সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ❤
কান্না চলে আসছে ভাই। ঈশ্বর যেন সব বীরগতিপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মাকে শান্তি প্রদান করেন।
আমাদের অগ্রজদের সাহসিকতার ঘটনা গুল সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্ন্যবাদ!
আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক।
আমিন।
প্রতিদিন চেক করেছি ভিডিওর জন্য,,,যাক আজকে আসছে, আলহামদুলিল্লাহ,,, পরবর্তী ভিডিও তাড়াতাড়ি দেওয়ার অনুরোধ রইল
শুনতে শুনতে চোখ দিয়ে কখন যে পানি গড়িয়ে পরেছে বুঝতেও পারিনি।
হাজার হাজার দেশপ্রেমিক বীর মুক্তিযুদ্বাদের আত্বত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশটাকে আমরা কি তাদের মত ভালবাসতে পেরেছি বা পারছি?
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আমাদের দেশের সূর্যসন্তানদের বীরত্বগাথা জাতির সামনে তুলে ধরেছেন। ❤❤
ভাই আপনার গ্রাফিকস গুলো অসাধারণ লাগে।
একবার কল্পনা করে দেখেন। সত্যি এরাই মহান বীরশ্রেষ্ঠ ❤❤❤
উনাদের জন্য দোয়া এবং ভালবাসা।
উনাদের সুমহান ত্যাগের বিনিময় আমাদের স্বাধীনতা🇧🇩🇧🇩🇧🇩
আমাদের বীরেরা অমর হয়ে বেঁচে থাকুক।
মুন্সি আব্দুর রউফ,
আমাদের ফরিদপুর এর গর্ব❤️❤️❤️
Heroes Live Forever
প্রতি দিন খুঁজি, কখন আসবে বীরশ্রেষ্ঠদের এপিসোড।
৭ জনই সর্বশেষ্ঠ কাকে রেখে কার কথা বলবো ❤❤
আর আপনাদের গবেষণা উফ just Marvelous
শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের,, বিজিবি র একজন সদস্য হিসেবে গর্বিত যে এই বাহিনীতেই ছিল দুজন বীরশ্রেষ্ঠ।
His village is my village. His nephew studied with me. I am very proud to be Bangali and to have a brave fighter ❤❤❤
আপনার ভিডিও অবশ্যই প্রশংসার দাবিদার রাখে। বীরশ্রেষ্ঠদের সকলের আত্মত্যাগ প্রশংসার দাবিদার। আপনার জন্য শুভকামনা।
সালাম বীর ! আল্লাহ ক্ষমা করুক, জান্নাত দান করুন আমিন❤
সবগুলো ভিডিও অসাধারণ। কোনো ভিডিও একটা আরেকটার থেকে কোনো অংশে কম না। শ্রদ্ধা জানাই আমাদের সেই সকল পূর্ব পুরুষদের যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে শহিদ হয়েছেন,দেশকে শত্রুমুক্ত করেছেন আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গিয়েছেন একটি স্বাধীন দেশ
এই বীর শ্রেস্ঠদের কথা চোটবেলায় বইতে পড়েছি,এতটা বুজিনি,আপনার ভিডিও দেখে ঐ বীরদের জন্য চোখের কোনে পানি জমে,আর দোয়া করি,করতে ইচ্ছে করে।
আপনার ভিডিও দেখার বদৌলতে প্রতিটা বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের অপারেশন সম্পর্কে জানতে পারছি💖
এখানে উল্লেখিত হালিশহর রেজিমেন্টটি আমার বাসার পাশে। কয়েকদিন পর পর যাওয়া হয় সেখানে। সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা সব রইলো বীরশ্রেষ্ঠদের জন্য। ভিডিও গুলো আরো গভীর ও লম্বা আলোচনা করলে আরো খুশি হতাম। কারন আপনার মাধ্যমে যা একবার দেখবো তা মাথায় থেকে যাবে অবেকদিন।
শহীদদের মাগফিরাত কামনা করি।জাতির সূর্য সন্তান দের বিনম্র শ্রদ্ধা।🇧🇩🇧🇩
Crusade যুদ্ধগুলো নিয়ে ভিডিও তৈরি করার অনুরোধ রোইলো।
কইলজাওয়ালা বাঙালি... গর্বিত আপনার জন্য শ্রেষ্ঠ সন্তান ❤❤❤
অনেকদিন অপেক্ষার পর এই সিরিজটা পেলাম! ধন্যবাদ ভাইয়া। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন
আমাদের দেশে সুপার হিরো সাত বীরশ্রেষ্ঠ। তারা আজীবন বেঁচে থাকবে এই বাংলাদেশের মধ্য দিয়ে।
emn ekta playlist always chaisilam,tnq vaii❤shunnota ta full korar jonno.❤❤
এই ৭ জন বীরশ্রেষ্ঠ আমাদের আসল সুপার হিরো। কিন্তু তাঁদের নিয়ে আমাদের তেমন কোন বায়োপিক তৈরী হয় নাই। তাদের নিয়ে বায়োপিক তৈরী করলে বর্তমান প্রজন্মের মানুষ তাঁদের সম্পর্কে জানতে পারবে
মুন্সি আব্দুর রউফ আমাদের ফরিদপুরের গর্ব❤
বিনম্র শ্রদ্ধা সকল বীরদের জন্য❤
এত সুন্দর একটি দেশ আমাদের! এত বীরত্বগাথা! আমি আমার দেশ নিয়ে গর্বিত। শত প্রতিকূলতার মুখোমুখি হলেও ইনশাআল্লাহ এই দেশেই থাকতে চাই
ভাইয়া খুবই অসাধারন💝💝..আরেকটু...
Video strenth arektu long korle valo hoto
আমার বাড়ি ঝিনাইদহে হওয়ায় হামিদুর রহমানের প্রতি একটা আত্মিক দুর্বলতা আছে। কিন্তু ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর টা আমি 2 বার দেখেছি এবং 2 বার ই কেঁদেছি।
সিরিজটা অসাধারণ। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। ❤
৭ জন বীরশ্রেষ্ঠ এর কাহিনী দিয়ে ৭ টা মুভি বানালে খুব ভালো হতো 😊
অসাধারণ ♥️♥️ ধন্যবাদ বীরশ্রেষ্ঠ দের নিয়ে সুন্দর এমন ভিডিও বানানোর জন্য। 👍
আমার এলাকায়
কবর টা বেশি দূরে নয়😃
এতদিন এইটার জন্য অপেক্ষা করতে ছিলাম 😁
তারা আজীবন বেঁচে থাকবে এই বাংলাদেশের মধ্য দিয়ে
উফফ এমন বীরত্বের কাহিনী শিহরিত করে৷ প্রণাম জানাই মহাবীরকে 🙏🏽🌿🌼
বাংলাদেশের গর্ব
সালামতপুর (দাদু বাড়ি) এর গর্ব
🫡
MashaAllah, very inspiring presentation. I could see the real incident of a GREAT SOLDIER's sacrifice for his BELOVED MOTHERLAND.
সেলুট। ডাউন। আল্লাহ তাহাদের উত্তম পুরষ্কার দান করুক।আমিন।
This playlist is a revolution, this is damn inspiring.
exactly
একটার চাইতে একটা মারাত্মক অসাধারণ❤❤❤
বিনম্র শ্রদ্ধা,এই মহান বীর সেনার প্রতি।
সবগুলো ভিডিও অসাধারন হয়েছে। ভালোবাসা নিয়েন।
9:00 সব চেয়ে বেশি ভালো লেগেছে শর্ব শেষ বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর এর গল্প
ভাই, বীরশ্রেষ্ঠদের সব ভিডিও অসাধারণ হচ্ছে।
আমাদের সূর্য সন্তানদের বীরত্বের ইতিহাস রক্তে কাঁপন তুলে।
কালজয়ী এমন একটা ভিডিওতে মাত্র ২১কে ভিউ।আহা,আফসোস হয় আপনার জন্য। আপনার চ্যানেল আবার তার পুরোনো অবস্থানে ফিরে যাবে ইন শা আল্লাহ। ❤😊
বাংলাদেশ অহংকার বীরশ্রেষ্ঠরা🥺☺️☺️
আমি অনেক বার গিয়েছি তার শহীদ মিনারে । তার বীরত্বের কথা অনেক শুনেছি।
ভাই, মুক্তিবাহিনীর 'ক্রাক প্লাটুন' এর উপর একটা ভিডিও চাই।
আর, ৭ জন বীরশ্রেষ্ঠদের এই সিরিজটি শেষ হলে। শহীদ রুমি ও বঙ্গবীর কাঁদের সিদ্দিকীকে নিয়ে একটা ভিডিও দিয়েন।
বরাবরের মতোই সেরা গর্বের বীরশ্রেষ্ঠ দের ইতিহাস।⭐
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ নানিয়ারচরের বুড়িঘাটের চেংগি নদীতে একটি উঁচু টিলার উপর সমাধিস্থ হন। রাংগামাটি থেকে নানিয়ারচর ট্রলারে করে যাতায়াতের সময় উনার সমাধি দেখাযায়।
আসলে এগুলো গল্প নয় সত্যি তবে তার মধ্যে বীরশেস্ট হামিদুর রহমান এর টা খুবই ভালো লগলো এরা সবাই সবার জায়গায় শেস্ট্র
অসাধারণ 😯😯😯
ভাই অনেক ধন্যবাদ। আমি অনেক আগে এই টপিক নিয়ে পড়তে চাচ্ছিলাম কিন্তু কোথাও তেমন কিছু পাইনি। আপনার এই সিরিজটা আমার কাছে আমার লাইফে দেখা বেস্ট ইউটিউব সিরিজ।
লাবিব রাহাত ভাই, আপনি একজন অসাধারণ মেধাবী মানুষ।Hats off vai
Salute...Munsi Abdur Rauf❤
ধন্যবাদ ভাই, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে জানানোর জন্য। সরাকারি ভন্ডামির কারনে মুক্তিযুদ্ধ থেকে একদম রুচি উঠে গিয়েছিলো। আবারো ধন্যবাদ আমাদের বীরদেরকে আবার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
সেরা একটা সিরিজ❤
আপনার চ্যানেলের ক্লাসিক কন্টেন্টতুল্য❤
ভাই...বিডিওটা ভালো লাগছে...বিডিওটা দেখতেছিলাম আর গভীর ভাবে ভাবছিলাম, তাদের আত্ম ত্যাগ এর বিনিময়ে আমরা এখন কি দিচ্ছি দেশকে😔😔😓
Brother after finishing the videos of 7 distinguished heroes, you can work about guerilla freedom fighters like Rumi, Azad, Jewel, Bodi..
That's some great idea ❤
really it will be good series too !
তাদের ত্যাগ আমরা কখনো বুলবো না 😢
জীবনে কোনো সিরিজ বা মুভির জন্য কখনো এমন অপেক্ষা করিনি, যতটা আপনার ভিডিওর জন্য করছি।
বীরশ্রেষ্ঠদের নিয়ে ভালো মানের মুভি বানানো এখন সময়ের দাবি❤
The way you explain those topics are smooth as butter!
These stories are making me feel proud even being a half bengali.🇬🇧🇧🇩
Hats off to your explanation skills 💫✨
Thank you so much 😀
অপেক্ষায় আছি, বাকি ২ টাও ৩১ শে ডিসেম্বরের এর আগে দিয়ে দিয়েন
চমৎকার থাম্বেল
আল্লাহ উনাকে জান্নাত দান করুণ, আমিন❤
সাত বীর কে সেলুট, ভাই আপনার বরন না নিজের ভীতর একটা লোমহর্ষ হয়ে উঠল, দেশ ও সেই বীরদের প্রতি শ্রদ্ধায় জাতি হিসেবে মাথা উঁচু হলাম।
সকল বীরশ্রেষ্ঠের সাহস, দক্ষতা, শক্তি, বুদ্ধিমত্তা ও অতিমানবীয় ক্ষমতা অদ্বিতীয় তবে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের যুদ্ধ এবং আত্মত্যাগ সবথেকে ভালো লেগেছে। দুর্দান্ত যোদ্ধা আর অসীম সাহসী। সারা বাংলায় পুরুষ জন্মে তবে আমার ঝিনাইদহে জন্মে বাঘ...
শুভপুর ব্রিজ এর কাছাকাছি থেকে কমেন্ট করলাম,, 😊
ভাই মুক্তিযুদ্ধের যে তিনজন তিনটা ব্রিগেড ফোর্স গঠন করছেন তাদের নিয়ে ভিডিও চাই,আমি মেজর জেনারেল শফিউল্লাহ, মেজর জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল খালেদ মোশাররফকে নিয়ে ভিডিও চাই ❤
ভাই বীরশ্রেষ্ঠ দের বিরত্বের ঘটনা শুনলে লোম দাঁড়িয়ে যাই❤
From Birshresta Munshi Abdur Rouf Public College ,BGBhq, Pilkhana
বীরশ্রেষ্ঠদের নিয়ে করা কাজটা আপনার বেস্ট কাজ❤
As a student of Birshrestha munshi abdur rouf it make me proud to know about the Birshrestha whom we named after .