চট্টগ্রাম যখন ব্রিটিশ সম্রাজ্যের ভীত নাড়িয়ে দিয়েছিল |Surya Sen & Chittagong Armory Raid| Labid Rahat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @LabidRahat
    @LabidRahat  ปีที่แล้ว +225

    প্রায় দুই বছর আগে এনায়েত ভাই বলছিলো আমার বানানো সূর্য সেনের সময়ের ভিডিও দেখতে চান ! এতো দিন পর আমার সাহস হইছে এই টপিক নিয়ে ভিডিও বানানোর !!

    • @deadline-7304
      @deadline-7304 ปีที่แล้ว

      ❤❤

    • @mccbcc9013
      @mccbcc9013 ปีที่แล้ว +10

      ভাইয়া প্লিজ তিতুমীর কে নিয়ে ভিডিও করেন।

    • @OvimanAmar
      @OvimanAmar ปีที่แล้ว +2

      vai apnar edit gulo asadharon..........

    • @AbdullahJundullah-d2z
      @AbdullahJundullah-d2z ปีที่แล้ว +10

      আসসালামুয়ালাইকুম ভাই ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিম ও আলেমদের অবদান সম্পর্কে ভিডিও চাই।
      আপনি একজন মুসলিম হিসেবে আপনার এটা করা দরকার আল্লাহ্ আপনার মধ্যে বারাকাহ দান করুক
      আমিন।

    • @dmmasud7737
      @dmmasud7737 ปีที่แล้ว +1

      আমলে সালেহ:‌
      মুসলিম আমজনতার মাইন্ড সেটআপ এমন ভাবে তৈরি করা হয়েছে যে, ইবাদত বলতে আমরা একমাত্র নামাজ, রোজা, জাকাত, হজ্ব, জিকির, মিলাদ মাহফিল, ওয়াজ, বয়ান, ইফতার পার্টি ইত্যাদিকে বুঝি। কিন্তু মূল ইবাদত কোনটা আমরা বুঝি না। মূল ইবাদত বলতে আল্লাহর বিধি বিধান মেনে জীবন যাপনকে বুঝায়।
      যেমন: -
      #ঈমান গ্রহণ করা, আল্লাহ তাআলা, রাসূলগণ, ফেরেশতাগণ, আসমানী কিতাবসমূহ, মৃত্যুর পর পুনরউত্থান, আখেরাত, তাকদিরে বিশ্বাস।
      #বিসমিল্লাহ বলে কাজ শুরু করা।
      @ভবিষ্যতের কর্মের বিষয়ে #ইনশাআল্লাহ বলা।
      # সর্বদা, দিনেও রাতে আল্লাহ তায়ালার প্রশংসা, হামদ, স্মরণ, জিকির করা।
      #আল্লাহ তায়ালার অনুগ্রহ তালাশ করা, দোয়া, বিনম্রভাবে রোনাজারি ও অশ্রুপাত করা।
      #আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা।
      #আল্লাহ তাআলার উপর ভরসা করা।
      #গায়েব, অদৃশ্যে বিশ্বাস করা।
      #তাকওয়া, খোদাভীতি, পরহেজগারী অবলম্বন করা।
      #কোরআন তেলাওয়াত করা , অর্থ জানা,।
      #কোরআনের প্রতি সন্দেহ সংশয় পোষণ না করা, কোরআনের প্রতিটি অক্ষর, শব্দ, আদেশ-নিষেধ অকাট্যভাবে মেনে নেওয়া।
      #আল্লাহর দেয়া রিজিক থেকে দান করা।
      #সৎ কাজের আদেশ উপদেশ করা।
      #অসৎ কাজের নিষেধ করা।
      #তওবা করা। সর্বদা আল্লাহতালার ক্ষমার মুখাপেক্ষী থাকা।
      #সালাত আদায়, কায়েম করা।
      # সিয়াম পালন করা।
      #ঋণ পরিশোধ করা যথাসময়ে।#কখনো মিথ্যা, ধোকা, প্রতারণা, ছলচাতুরি না করা।
      #আমানতের হেফাজত করা।
      # কখনোই অন্যের সম্পদ গ্রাস না করা।
      #গোপনে ও প্রকাশ্যে দান করা।
      #অপচয় না করা, , সময়ের অপচয়, অর্থের অপচয়, সম্পদের অপচয় না করা।
      #দায়িত্বে কখনো অবহেলা না করা। অফিসের কাজে ফাঁকি না দেওয়া।
      #ভালো ব্যবহার, উত্তম আচরণ।
      #মানুষের সাথে কখনো অসদাচরণ না করা।
      #মাপ ও ওজনে কম না দেওয়া, নেওয়ার সময় বেশী, দেওয়ার সময় কম, এই কর্ম থেকে বিরত থাকা।
      #কর্জে হাসানা দেওয়া।
      #এতিম মিসকিনদের সাহায্য করা।
      # মানুষকে মন্দ নামে না ডাকা।
      #আল্লাহ তায়ালা কে ভালোবাসা, আল্লাহ তাআলার আনুগত্য করা।#পিতা-মাতাকে ভালোবাসা, পিতা মাতার আনুগত্য করা।
      #পিতামাতার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার ও তাদের খেদমত করা।
      #সন্তানদের লালন পালন করা। #পরিবারের বরণ পোষণ করা।
      #প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা।
      #আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
      #কৃপণতা না করা।
      #গরীব আত্মীয়দের দান তথা সহযোগীতা করা।
      #মিরাস উত্তরাধিকার সম্পত্তি যথাযথ বন্টন করা।
      # বিপদে আপদে ধৈর্য্য ধরা।
      #ওয়াদা, প্রতিশ্রুতি, অঙ্গীকার রক্ষা করা।
      # অন্যায় কাজে সহযোগিতা না করা।
      #কোরআনের মহাসত্য বুঝার দাওয়াত দেওয়া।
      #পর্দা ফরজ।চক্ষু সংযত রাখা, লজ্জাস্থানের হেফাজত করা, লজ্জাশীল হওয়া।
      #হারাম সম্পর্কে লিপ্ত না হওয়া।
      #সুদ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা।
      # স্বচ্ছ পরিচ্ছন্ন জীবন যাপন করা।
      #হালাল খাবার খাওয়া, হালাল ইনকাম করা।
      #হারাম থেকে বিরত থাকা।
      #শিরক না করা।
      # অন্যের দোষ ত্রুটি না খোঁজা।
      বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশ না করা, ।
      # অপরকে অগ্রাধিকার দেয়া।
      #কুফরী থেকে বেঁচে থাকা।
      #খুন, রাহাজানি, ফিতনা, ফাসাদ, হানাহানি, মারামারি, দলাদলি, কোন্দল, উপদল থেকে বেঁচে থাকা।
      #প্রতারণা, ধোকা, চাঁদাবাজি, টেন্ডারবাজি না করা।
      # অন্যের ক্ষতি না করা।
      # সর্বদা অপরের উপকার করা।
      #গরিব, অসহায়, নিঃস্ব, পথিক, অভাবীদের সাহায্য করা।
      #অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা।#হকের পক্ষে, নীতি ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়া।
      #জালেম , ফাসিক না হওয়া ও জালিম, ফাসিকের পক্ষে অবস্থান না নেওয়া
      #বিনয় , নম্রতা, ভদ্রতা, সহনশীলতা অবলম্বন করা।
      #জাল , জালিয়াতি, টাকা পাচার, শিশু পাচার, মানব পাচার, নারী পাচার, মানি লন্ডারিং না করা।
      #উগ্রতা পরিহার করা, মধ্যমপন্থা অবলম্বন করা।
      ইত্যাদি.

  • @adityadas01
    @adityadas01 ปีที่แล้ว +95

    চট্টগ্রামের মানুষ হয়ে এই ঘটনাগুলো জানতেও অন্যরকম একটা অনুভুতি কাজ করে!💯 ধন্যবাদ ভাই এভাবে সুন্দরভাবে ঘটনাগুলো উপস্থাপন করার জন্য।💚

  • @mahbubaislam3071
    @mahbubaislam3071 ปีที่แล้ว +87

    আপনি ১৫ দিন থেকে ৩০ দিন পর্যন্ত পড়াশোনা করে এক একটা প্রতিবেদন তৈরি করেন যার তথ্য উপাত্ত খুবই সঠিক। আপনার সামগ্রিক জ্ঞান ঈর্ষণীয় পর্যায়। 😊অসংখ্য ধন্যবাদ আপনাকে এ ধরনের রিপোর্ট তৈরি করার জন্য।

  • @im_tanvirhasan
    @im_tanvirhasan ปีที่แล้ว +36

    Truly blessed for being a Chittagonian - a land of rebel, warriors, sacrificers and true patriot.
    Feeling Goosebumps 💥

    • @borhanuddin8447
      @borhanuddin8447 9 หลายเดือนก่อน

      চট্টগ্রাম নিয়ে ভারতের বলিঊডে ২ টা ফ্লিম আছে, আর আমাদের বাংলাদেশে চট্টগ্রাম নিয়ে কোন ফ্লিম নাই, চট্টগ্রামে এমনকি মুসলিমদেরও অনেক ঐতিহাসিক কাহিনি আছে, যেগুলো চট্টগ্রামের মানুষ এখন জানেই নাহ, কারণ সরকার এসব পাঠ্য বইয়ে যোগ করে নাই। সূর্যসেনের কাহীনী সবাই মোটামোটি জানে কারণ, এটা পাঠ্য বইয়ে এড করছে আর ভারত এটা নিয়ে ২ টা সিনেমা বানাইছে।

  • @mdnuruddin2220
    @mdnuruddin2220 ปีที่แล้ว +60

    ভাই,চট্টগ্রাম এক ঐতিহাসিক স্থান, প্রতিটি কোণায় ইতিহাস লুকিয়ে আছে।আপনাকে অনেক ধন্যবাদ এই হারিয়ে যাওয়া ইতিহাস উপহার দেয়ার জন্য।
    একটা বিশেষ অনুরোধ,
    শুনেছিলাম চট্টগ্রাম ১২০০ বছরের পুরোনো , এই কথা ড. মোঃ সলিমউল্লাহ স্যার বলেছিলেন এক টিভি শোতে।
    আপনি যদি চট্টগ্রাম তথা বন্দর নিয়ে একটা ভিডিও উপহার দিলে,চট্টগ্রামবাসি কৃতঙ্গ থাকবে আপনার প্রতি।❤❤❤

    • @arohiislam6312
      @arohiislam6312 ปีที่แล้ว +1

      2000 hazsar bocor age o ei bondore zahaz nogor kore chilen bisso bikkhato ek porjorok tar boi te lipiboddo kora . & taro onek ag theke arob der anagona chilo ei poth dhore seti o tar boi a ullekh ache .
      Amra nijera nijeder harie felci kintu amader ithas bisser sera lekhok der boi te sothik bornito ache .

  • @kishandas1234
    @kishandas1234 ปีที่แล้ว +4

    Bhai valo laglo Master da Surjo sen ke niya ai video ta bananor jonno..onak onak dhonnobad Agartala,India 🇮🇳 theke🙏🙏

  • @farjanarumi2230
    @farjanarumi2230 5 หลายเดือนก่อน +2

    চট্টগ্রাম থেকে দেখছি❤
    আসলেই চট্টগ্রাম এর মানুষ অনেক বেশি সাহসী❤

  • @gauravsinha023
    @gauravsinha023 ปีที่แล้ว +108

    আমি গর্বিত যে মাস্টারদা সূর্যসেন আমার কলেজেরই (চট্টগ্রাম কলেজ) ছাত্র ছিল।

    • @BDGAMING-ul8jv
      @BDGAMING-ul8jv ปีที่แล้ว +1

      বিশাল ব্যপার

    • @shapathbarua9295
      @shapathbarua9295 ปีที่แล้ว +3

      হ্যা অবশ্যই বিশাল ব্যাপার।

    • @Zeephyrus
      @Zeephyrus ปีที่แล้ว +2

      আমিও ex ctg clg!!😄🖐️

    • @samraatsingh9571
      @samraatsingh9571 ปีที่แล้ว +3

      রক্ত গরম ব্যাপার 😍

    • @joydip9044
      @joydip9044 ปีที่แล้ว

      আচ্ছা ওনার স্কুল মানে উমাতারা উচ্চ বিদ্যালয় কি আজও রয়েছে?

  • @darkcivilengineering2407
    @darkcivilengineering2407 ปีที่แล้ว +15

    💕 from India. আমি ভাবতাম বাংলাদেশি ভাইরা বোধ হয় সূর্য সেন কে ভুলে গিয়েছে।অনেক ধন্যবাদ আমাকে ভুল প্রমাণিত করার জন্য😊

    • @AmazingWorld19758
      @AmazingWorld19758 11 หลายเดือนก่อน +8

      There is a residential Hall of Dhaka University namely "Surya Sen Hall". He is very respectfully remembered in Bangladesh.

  • @soumyadeepdutta6370
    @soumyadeepdutta6370 ปีที่แล้ว +10

    আমি গর্বিত চাটগাইয়া,
    পশ্চিমবঙ্গ, ভারত থেকে। জয় ভারত, জয় বাংলা, বন্দে মাতরম।

    • @التوحيد-ض1ل
      @التوحيد-ض1ل ปีที่แล้ว +1

      🌚😁 4:05

    • @soumyadeepdutta6370
      @soumyadeepdutta6370 ปีที่แล้ว

      ​@@التوحيد-ض1لআপনিও কি West Bengal থেকে?

    • @التوحيد-ض1ل
      @التوحيد-ض1ل ปีที่แล้ว

      @@soumyadeepdutta6370 না Bangladesh 🙃

    • @eeekids6132
      @eeekids6132 6 หลายเดือนก่อน

      চট্টগ্রামে থেকে ভারতের জয়গান করেন এটা দেশের বিরুদ্ধে।

  • @muhammadmahbuburrahmanrati6323
    @muhammadmahbuburrahmanrati6323 ปีที่แล้ว +43

    মাস্টার দা, চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের গর্ব!❤️❤️❤️❤️

    • @noormohammad2329
      @noormohammad2329 ปีที่แล้ว

      মুস্লিমদের শত্রু।

    • @najmussakib4481
      @najmussakib4481 ปีที่แล้ว

      Tumi mia beshi jano
      Tai ai obostha

    • @Sandip6521
      @Sandip6521 ปีที่แล้ว +16

      বাংলাদেশ ছিলই না 1971 সালের আগে । মাস্টারদা অবিভক্ত ভারতের গর্ব ও তথা বাংলার গর্ব

    • @aniketdasbasu6869
      @aniketdasbasu6869 ปีที่แล้ว +4

      ​@@Sandip6521এই ভারতীয় চামচা চুপ কর

    • @Sandip6521
      @Sandip6521 ปีที่แล้ว +12

      @@aniketdasbasu6869 ভারতীয় চামচা ? আমি গর্বিত যে আমি ভারতবাসী । আমি কোনো বাংলাদেশী না

  • @rajibhasan2245
    @rajibhasan2245 ปีที่แล้ว +7

    চোখে পানি আর লোম শিহরিত দুটোই একসাথে।

  • @SattickDas2001
    @SattickDas2001 ปีที่แล้ว +3

    আজ ও ওনার কথা শুনলে চোখে জল আসে।
    চিরজীবী তুমি হে বিপ্লবী! তোমার সত্তা আমরা সর্বদা বজায় রাখবে!
    বন্দে মাতরম! জয় ভারত!

  • @ArifIndian1998
    @ArifIndian1998 ปีที่แล้ว +28

    লাবিদ ভাই মানে লোম শিহরিত কন্টেন্ট। ❤

  • @azizurrahmanemon4280
    @azizurrahmanemon4280 ปีที่แล้ว +27

    প্রিতিলতার বাড়ির এলাকা থেকে ভিডিও দেখছি। পর্তুগিজ, ডাচ, বৃটিশদের সাথে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জেলা চট্টলাবাসীর সেই পুরনো ইতিহাস ভুলার নয়৷

    • @avijitech
      @avijitech ปีที่แล้ว +5

      আমি কল্পনা দত্তের বাড়ি থেকে।

    • @rizwankabir9736
      @rizwankabir9736 ปีที่แล้ว +1

      বীর চট্টল ❤❤

    • @rizwankabir9736
      @rizwankabir9736 ปีที่แล้ว

      পইট্টাওলা 😂

  • @amorjitnag4388
    @amorjitnag4388 ปีที่แล้ว +2

    অসাধারণ প্রতিবেদন। মাস্টারদা অমর রহে।

  • @sdg3066
    @sdg3066 ปีที่แล้ว +23

    My Grandfather was also a member of Anushilan Samity even he was in Jail also later in 1950s he moved to India from East Pakistan along with his family

  • @scienceoftheuniverse1
    @scienceoftheuniverse1 ปีที่แล้ว +3

    ইতিহাস বরাবরই আমার কাছে দারুণ একটা বিষয়। আর সেটা যদি পাই আপনার মাধ্যমে- তাহলে তো আর কথাই নেই! প্রত্যাশা রইল ইতিহাসের পাতাগুলো আপনার মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে আমাদের কাছে ফিরে আসুক বেশি বেশি করে, শুভকামনা সবসময়। 😊

  • @rizwankabir9736
    @rizwankabir9736 ปีที่แล้ว +1

    এই চ্যানেলের শ্রেষ্ঠতম একটা ভিডিও

  • @Nayeem942
    @Nayeem942 ปีที่แล้ว +19

    চট্টগ্রামের সন্তানরা সাহসী বেশি ❤️❤️

    • @azrafsami
      @azrafsami ปีที่แล้ว +1

      typical bangali abeg hajir!

    • @Nayeem942
      @Nayeem942 ปีที่แล้ว

      @@azrafsami জ্বলে নাকি?

  • @catchjyoti
    @catchjyoti ปีที่แล้ว +28

    I can convincingly say that this is one of the best videos that you have posted till now. The editing and the narrative is extraordinary. As was the man Masterda Surjo Sen and his team of young diehard revolutionaries.

    • @LabidRahat
      @LabidRahat  ปีที่แล้ว +2

      Thank you so much ❤️

  • @tutulahmed1897
    @tutulahmed1897 ปีที่แล้ว +3

    Tomar videor opekkhai thaki always.. Love From... 🇲🇾🇲🇾🇲🇾

  • @ronaldaurunavodas169
    @ronaldaurunavodas169 ปีที่แล้ว +1

    Marattok bhai...shera chilo...goosebumps ashe....

  • @HridoySaha-m3o
    @HridoySaha-m3o ปีที่แล้ว +2

    অসাধারণ অসংখ্য ধন্যবাদ ইতিহাস তুলে ধরার জন্য ।বিপ্লব দীর্ঘজীবী হোক ।গায়ের লোম দাঁড়িয়ে গেছে।

  • @NaiemJessore
    @NaiemJessore 6 หลายเดือนก่อน

    ৬ টা পর্বই দেখলাম। এতো সুন্দর করে অসাধারণ ম্যাপ ও ভিডিও এডিটিং এর মাধ্যমে এতো দারুণভাবে উপস্থাপন করা হয়েছে যেন মনে হয়েছে ইতিহাস সামনে ভাসছে।

  • @himalaydebsourav
    @himalaydebsourav ปีที่แล้ว +5

    my goodness! Its a Bangladeshi content! My eyes are just blooming! Keep it up brother.

  • @romjanshaik4304
    @romjanshaik4304 ปีที่แล้ว +1

    ভালো বাসা তোমার জন্য দোয়া করি আমিন মোঃ রমজান শেখ নড়াইল জেলা

  • @arghya4567
    @arghya4567 ปีที่แล้ว +17

    মাস্টারদা সূর্য সেন কে নিয়ে সারা ভারতই গর্ব করে।❤

    • @soumyadeepdutta6370
      @soumyadeepdutta6370 ปีที่แล้ว +4

      ঠিক বলেছেন আমাদের অনেক জায়গায় মূর্তিও আছে।

    • @shivam9673
      @shivam9673 ปีที่แล้ว +7

      ​@@soumyadeepdutta6370কিন্তু যে দেশের উনি ছিলেন সে দেশে ওনার কটা মূর্তি আছে সে নিয়ে সন্দেহ আছে।

    • @mohaiminuluddin5952
      @mohaiminuluddin5952 ปีที่แล้ว

      ​@@shivam9673মূর্তি কম থাকতে পারে কিন্তু ওনার সম্মান আছে 😌 আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওনার নামে হল রয়েছে। আরো অনেক কিছু আছে

    • @arindamsinp
      @arindamsinp ปีที่แล้ว +2

      @@shivam9673 খুব বেশি না থাকলেও আছে। আমি নিজে চট্টগ্রাম অস্ত্রাগার আর ইউরোপিয়ান ক্লাব ঘুরে এসেছি। ভালো ভাবেই সব কিছু সংরক্ষিত আছে। য়তটা আমাদের তমলুক শহরে মাতঙ্গিনী হাজরাকে নিয়ে আছে, ততটাই ওখানে। দু জায়গাতেই আরও বেশী করে এঁদের নাম তুলে ধরা উচিৎ।

  • @chowdhurymdnowsif
    @chowdhurymdnowsif ปีที่แล้ว +1

    চমৎকার উপস্থাপনা... আহারে স্বাধীনতা!

  • @kashinathgiri2788
    @kashinathgiri2788 ปีที่แล้ว +4

    মাস্টার দা প্রকৃত অর্থে সত্যি দেশ প্রেমিক

  • @rajatsubhradas
    @rajatsubhradas ปีที่แล้ว +9

    আমার দাদু ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এর মেম্বার। তেনারা ছিলেন বাংলাদেশের নওয়াপাড়ার জমিদার। শুনেছি কালাপানি বাঁচানোর জন্য পুরো জমিদারি বিক্রি করে মামলা করেছিলেন, যাতে কলকাতার প্রেসিডেন্সি জেল এ হাজত বাস করতে হয়। কলকাতা থেকে ভালোবাসা নেবেন।

    • @sakibsagar6911
      @sakibsagar6911 ปีที่แล้ว

      ভাই চট্টগ্রাম অস্ত্রাগার টা এখনকার কোন জায়গায় পড়েছে একটু বলবেন?

    • @rajatsubhradas
      @rajatsubhradas ปีที่แล้ว

      @@sakibsagar6911 ভাই আমার পরিবার 80 বছর আগে ওই দেশ ছেড়ে দিয়েছেন। কাজেই আমি কিছুই বলতে পারবো না।

    • @mdmrmphossain1997
      @mdmrmphossain1997 ปีที่แล้ว

      এই নওয়াপাড়া টা কি যশোরে?

    • @rajatsubhradas
      @rajatsubhradas ปีที่แล้ว

      @@mdmrmphossain1997 na na . Chatga. Tobey ajkey kon zilla te porey jani na.

    • @mdmrmphossain1997
      @mdmrmphossain1997 ปีที่แล้ว

      @@rajatsubhradas আমার বাড়ি যশোর নওয়াপাড়াতে সে জন্য জিজ্ঞেস করলাম। যশোর থেকে চট্টগ্রাম অনেক দূরে তাহলে ওইটা অন্য কোন নওয়াপাড়া হবে হয়তো। তবে আমাদের এই ছোট শহরটি সারা দেশে পরিচিত।যাইহোক ধন্যবাদ আপনাকে।

  • @bookreviewwitharnob4170
    @bookreviewwitharnob4170 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ভাই আপনার নতুন ভিডিও পেয়ে। আপনার ভিডিও আমি দেখি প্রতিনিয়ত।

  • @mdmahboobhasan1470
    @mdmahboobhasan1470 ปีที่แล้ว +15

    আপনার আলোচনা খুব চমৎকার। ১৯৪৬ সালের বৃটিশ বিরোধী Neval Mutiny সম্পর্কে জানতে চাই। এই বিষয়ে জানার অনেক চেষ্টা করেছি, কিন্তু জানতে পারি নাই।

  • @meta_carpal_2457
    @meta_carpal_2457 ปีที่แล้ว +17

    Bro....Never tired to see your video❤
    Just insane🔥

  • @sazidrahmatullahabir2918
    @sazidrahmatullahabir2918 ปีที่แล้ว +5

    ঠিক এরকম ই একটা ভিডিওর জন্য অপেক্ষা করে ছিলাম। অসংখ্য ধন্যবাদ লাবিদ ভাই। ভালোবাসা from your hometown Khulna.

  • @MdMominulIslam-dv4iz
    @MdMominulIslam-dv4iz ปีที่แล้ว +1

    অসাধারণ ভাই আপনার ভিডিও

  • @anirban5262
    @anirban5262 ปีที่แล้ว +2

    এত বিস্তারিত ভাবে ভিডিও করার জন্য লাবিদ রাহাত আপনাকে অসংখ্য ধন্যবাদ🙏💕

  • @flavorfulfeasts975
    @flavorfulfeasts975 ปีที่แล้ว +41

    আমি গর্বিত আমি চট্টগ্রাম এর সন্তান ❤

    • @অরণ্যরোদন
      @অরণ্যরোদন ปีที่แล้ว +11

      এমন ভাবে বলছেন মনে হয়, আপনি চট্রগ্রামে জন্মগ্রহণ করছেন নিজের চেষ্টায়।
      আমরা জানি মানুষ গর্বিত হয় যখন সে নিজের পরিশ্রম আর চেষ্টায় কিছু অর্জন করতে পারে তখন।
      যেটা উপরওয়ালা সরাসরি মানুষ কে দেয় সেটার জন্য শুকরিয়া আদায় করা উচিৎ 😊😊😊

    • @flavorfulfeasts975
      @flavorfulfeasts975 ปีที่แล้ว +1

      @@অরণ্যরোদন ami upor wala k sukria kn manush k dekai korbo? Ami mon theke bollei seta upor wala sune nube. Akane cmnt kore upor wala r sukria manush k dekanor ki dorkar.. Amr khoda r kache ami nij theke sukria korr nibo?? Lok drkhabo kn

    • @IqbalMughal-ij5sf
      @IqbalMughal-ij5sf ปีที่แล้ว

      এটা গরব হওয়ার মত কোন ঘটনাই না!বরং এটা মুসলিম বিরোধী সন্ত্রাসী আন্দোলন!

    • @in_tasin
      @in_tasin ปีที่แล้ว +3

      এমনভাবে ভাগাভাগি করার কি আছে, আমরা সবাই গর্বিত আমরা বাঙালি।

    • @flavorfulfeasts975
      @flavorfulfeasts975 ปีที่แล้ว

      @@in_tasin akane bhaga bhagir ki ase?? Ajib?

  • @sagorteylars9270
    @sagorteylars9270 ปีที่แล้ว +1

    এনায়েত ভাই ধন্যবাদ আশল সত্য কথা বলার জন্য।

  • @o_b_h_i_9_3
    @o_b_h_i_9_3 ปีที่แล้ว +5

    feeling very blessed to be a chittagonian 🔥

  • @sayedislam5089
    @sayedislam5089 ปีที่แล้ว +1

    আমার জন্মস্থান হলো পাহাড়তলী তে। জালালাবাদ ও পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব বর্তমান রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তার অফিস। তাছাড়া,পাহাড়তলী রেলওয়ে স্কুলের সামনেই শহীদ প্রিতিলতা ওয়াদ্দেদার স্ট্যাচু আছে। নিজেকে ধন্য মনেকরি এমন এক জায়গায় জন্মেছি, যেখান থেকে ব্রিটিশ বিরোধী অন্যতম প্রধান আন্দোলন শুরু হয়েছিল সেই সাথে ব্রিটিশ দের প্রথম বিদায় ঘন্টা বাজিয়েছিল।

  • @sujoybhattacharjee4780
    @sujoybhattacharjee4780 ปีที่แล้ว +5

    মাস্টার দা সূর্যসেন এক জলন্ত নক্ষত্র।। যিনি বাংলার ইতিহাসে অমর।

  • @AFUL_
    @AFUL_ ปีที่แล้ว +2

    ভাই আমি প্রতিদিন আপনার চ্যানেলটা একবার ঘুরে আসি এর কারণ কি,এর নামই কি ভালোবাসা ( আপনার প্রতি এবং ইতিহাসের প্রতি)

    • @LabidRahat
      @LabidRahat  ปีที่แล้ว +3

      Take love brother !

  • @himel2nt2
    @himel2nt2 ปีที่แล้ว +10

    Just a blast of information💥

  • @in_tasin
    @in_tasin ปีที่แล้ว +5

    কত সুন্দর হত, এত বিপ্লবীদের অধিনে একটা স্বাধীন বাংলা!

    • @SRXM60
      @SRXM60 ปีที่แล้ว

      এই বিপ্লবীরা স্বাধীন ভারতবর্ষের জন্য প্রান দিয়েছেন। কোনও কাংলাদেসের জন্য নয় 😡।
      বন্দেমাতরম 🇮🇳

    • @Sandip6521
      @Sandip6521 ปีที่แล้ว +1

      স্বাধীন ভারত

    • @gourangapal9424
      @gourangapal9424 ปีที่แล้ว

      সম্পূর্ণ ভারত স্বাধীন একটি রাষ্ট্র হলে খুবই ভালো হতো।

    • @NazmusSakibOfficial
      @NazmusSakibOfficial 9 หลายเดือนก่อน

      ​@@gourangapal9424😂😂😂

  • @raunakghosh8
    @raunakghosh8 หลายเดือนก่อน

    আমার প্রপিতামহ যুক্ত ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের 💪🏼🇮🇳

  • @hajerabegum8503
    @hajerabegum8503 ปีที่แล้ว +1

    আজকে সকালটা খুব সুন্দর কাটলো লাবিত ভাই এর থেকে ইতিহাস
    নাদির ভাই এর ভমন
    আর strory hard এর কাছ থেকে সাইন্স,,
    উফ🎉🎉🎉🎉❤❤

  • @sandippal98
    @sandippal98 ปีที่แล้ว +9

    বন্দেমাতরম😢
    Long live revolution ✊

  • @o_b_h_i_9_3
    @o_b_h_i_9_3 ปีที่แล้ว +1

    Master da Surjo Sen 🔥🔥

  • @sakibsarkar8414
    @sakibsarkar8414 ปีที่แล้ว +1

    ধন্যবাদ দাদা অনেক অজানা কথা জানতে পারলাম❤️

  • @DipDas-wx6gd
    @DipDas-wx6gd ปีที่แล้ว +5

    এই চট্টগ্রাম আজ ধর্মান্ধ।

    • @europeanbengali
      @europeanbengali ปีที่แล้ว +1

      তাহলে কি তোমার মতে কমিউনিস্ট থাকলে ভালো ছিলো তখন তো কোন ধর্মকর্ম কিছুই করতে পারতে না আবার যুদি চট্টগ্রাম মুদির হিন্দুত্ববাদী আরএসএস মতো চলতো তাহলে তোমরা আবার জয় শ্রীরাম বলে স্লোগান দিতে, তোমাদের যারা এখনো চিনে নাই তারা এখনো মায়ের পেটে আছে।😅😊

    • @Arindam.84
      @Arindam.84 ปีที่แล้ว +1

      ​@@europeanbengaliএই চিন্তাধারার নিয়ে এগিয়ে যান... তবেই তো "আমরা হব তালেবান..... বাংলা হবে আফগান"

    • @fadeout007
      @fadeout007 ปีที่แล้ว

      @@Arindam.84 ভিডিওর ধারা বিবরণ আরেক বার শুনুন, জঙ্গি উগ্রবাদী একটা ফিল পাবেন, অবশ্য দাদাদের ব্যাপারে বলে কথা, ইংরেজরা উচিত শিক্ষা দিয়েছে

  • @Balapuspikasharma
    @Balapuspikasharma ปีที่แล้ว +14

    ভাই আপনার মতো যদি কোন মানুষ আমাদের হাই স্কুলে টিচার হতো তাহলে সকলের কাছে ইতিহাস বোরিং কোন বিষয় হতো না।বরং সবাই আরো ইতিহাস জানার ব্যাপারে আগ্রহী হতো।

    • @ZihadZihad-bu6pp
      @ZihadZihad-bu6pp 10 หลายเดือนก่อน

      Ekdom thik bolesen❤ from🇧🇩

  • @bayzidislam2254
    @bayzidislam2254 10 หลายเดือนก่อน

    লোহ দাঁড়ানো বিশ্লেষণ।
    বিনম্র শ্রদ্ধা হে বীর।...

  • @fp.faisal
    @fp.faisal ปีที่แล้ว +1

    অসাধারণ বিশ্লেষণ ইনফরমেশন এর ঝড় বয়ে যায়। কিন্তু ভিডিও শেষে যখন নিজেকে প্রশ্ন করি কি কতটুক শিখলাম কতটুকু মনে আছে? তখন.............

  • @progressivefilms9542
    @progressivefilms9542 ปีที่แล้ว +1

    এক্সসেলেন্ট ❤️

  • @hritickgoswami230
    @hritickgoswami230 ปีที่แล้ว +1

    You gain a subscriber today..You desearve more, keep it up ❤

  • @sifatulislam3769
    @sifatulislam3769 ปีที่แล้ว +1

    গর্বিত আমি চাটগাঁইয়া

  • @TheUnDividedBeng4L
    @TheUnDividedBeng4L 4 หลายเดือนก่อน +1

    এতো বড় মানচিত্র দেখেই পশম দাঁড়িয়ে যাচ্ছে।
    ব্রিটিশ রা না থাকলে আজ কোথায় থাকতো এই উপমহাদেশ।

  • @rafi4207
    @rafi4207 ปีที่แล้ว +2

    Joss bhi, thank you ❤

  • @NazmulHasanTamal
    @NazmulHasanTamal ปีที่แล้ว +6

    we are blessed having you and this type of contents in Bengali language.... 👌👌👌

  • @shahriarhasanabir5909
    @shahriarhasanabir5909 ปีที่แล้ว +1

    চট্টগ্রামের মানুষ হিসেবে এটা আলাদা একটা ফিল দেয়

  • @Amimahinbolchi
    @Amimahinbolchi ปีที่แล้ว +1

    প্রিয় লাবিদ রাহাদ ভাই,
    আমার মনে হয়
    আপনার আরো ইতিহাস পড়ার দরকার। ইতিহাসে অনেক পরিবর্তন এসেছে?

  • @sssarker6054
    @sssarker6054 ปีที่แล้ว +10

    ভাই নেতাজি সুভাষ বসু বসু নিয়েও এরকম একটা ভিডিও বানাবেন প্লিজ🙏

  • @satyajitroy3138
    @satyajitroy3138 ปีที่แล้ว +1

    খুব সুন্দর উপস্থাপনা.,❤️ From India..

  • @raiyanhussain2402
    @raiyanhussain2402 ปีที่แล้ว +4

    আমাদের চট্টগ্রামের গর্ব মাস্টার দা সূর্য সেন ও তার দলের সকলকে স্যালুট ।

  • @betbaba121
    @betbaba121 ปีที่แล้ว +4

    লাবিদ দাদা, ভালোবাসা রইলো 🥰

  • @gobindakundu4780
    @gobindakundu4780 ปีที่แล้ว +5

    সত্যি দেশপ্রেম,, এদের কাছ থেকেই শিক্ষা নেয়া উচিত

  • @antoniemasculin
    @antoniemasculin ปีที่แล้ว +3

    যতীন দাস অমর রহে!❤❤

  • @karimbenzema4907
    @karimbenzema4907 ปีที่แล้ว +1

    আমি গর্বিত মাস্টারদা সূর্যসেনের ইউনিয়নের হওয়ায়!

  • @akhtaruzzamanjoy8524
    @akhtaruzzamanjoy8524 ปีที่แล้ว +5

    God bless you Labid bhai! You are a gem! You always pick the best topic.

  • @ArnabBaruaa
    @ArnabBaruaa ปีที่แล้ว +22

    But now a day's People of Chittagong forget those Martyrs who sacrifice their life for the freedom from British Rulers. 😢

    • @soumenbarua44
      @soumenbarua44 ปีที่แล้ว +1

      Sad 😢😢😢

    • @shubhochax3411
      @shubhochax3411 ปีที่แล้ว +7

      ​@mrwonder2857 Why no need to glorify Indian freedom fighters? The fought for the freedom of your ancestors.

    • @Dushprappo
      @Dushprappo ปีที่แล้ว +7

      ​@mrwonder2857When you have 0 knowledge about something.. Forbade yourself from talking about it.

    • @ArnabBaruaa
      @ArnabBaruaa ปีที่แล้ว +2

      @mrwonder2857 They fought for the liberation of Bengalis. At that time the people of Bangla were also oppressed by the British rulers. They protested to free the people of Bengal from this cruel oppression. It is very sad to say that in our neighboring country India, Suryasena and his comrades are held in high esteem, even having a separate place in the Victoria Palace where many of their heroes are depicted.

    • @Kaustuv250MVA
      @Kaustuv250MVA ปีที่แล้ว +1

      ​​​@@ArnabBaruaaApni bangladeshi? Kolkata e masterda r nam e metro station o ache. Kokhono ashun Kolkata e. Amar bari bhawanipur e netaji r barir kache, jekhan theke uni british er hat theke escape koren.Enara shobai ei subcontinent er hoei lorechen, keu shudhu nijer community r jonno lorenni.

  • @arifbadda8492
    @arifbadda8492 ปีที่แล้ว

    Badda Dhaka.dekhci.khub sundor video..etihash.

  • @Balapuspikasharma
    @Balapuspikasharma ปีที่แล้ว +3

    ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার ভিডিও দেখে এটা বুঝতে পারলাম আমাদের চট্টগ্রাম শহরের ইতিহাস জার্মানির বার্লিন শহর থেকে কোনে অংশে কম রোমাঞ্চকর নয়।❤️❤️❤️❤️

    • @ZihadZihad-bu6pp
      @ZihadZihad-bu6pp 10 หลายเดือนก่อน

      ❤️‍🩹from🇧🇩

  • @MDEmon-pe6fx
    @MDEmon-pe6fx ปีที่แล้ว +7

    It's really a proud moment for us when we can say that Mastarda Shurjo Sen is from our Noapara village.

  • @okaruddinsiyam
    @okaruddinsiyam 11 หลายเดือนก่อน

    ধলঘাট,পটিয়া, চট্টগ্রাম।
    প্রীতিলতা ওয়েদ্দেদার এর বাড়ি 🖤
    আমার বাড়িও ওখানে 😌

  • @devopriyodev4254
    @devopriyodev4254 ปีที่แล้ว +2

    One of the greatest videos of this channel brother.

  • @sharifulislam946
    @sharifulislam946 ปีที่แล้ว +1

    ভাইয়া সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি নিয়ে একটি ভিডিও চাই,, আপনার বিশ্লেষণ অনেক ভালো লাগে

  • @shahjahan2265
    @shahjahan2265 ปีที่แล้ว +1

    Vaiya,,, geopolitics niye videoes chai....❤️🇧🇩🙏🙏🙏🙏

  • @mdrubayat.islamsany
    @mdrubayat.islamsany ปีที่แล้ว

    Thumbnail just🔥🔥

  • @abirmahmudtayef5088
    @abirmahmudtayef5088 ปีที่แล้ว

    Vai fast hoya gese

  • @AsifIqbal-iw5oc
    @AsifIqbal-iw5oc ปีที่แล้ว

    মাস্টারদা সূর্য সেনের প্রতি গভীর শ্রদ্ধা রইলো

  • @sumitbarua3048
    @sumitbarua3048 ปีที่แล้ว +1

    আমি গর্বিত আমি চট্টগ্রাম এর সন্তান এবং মাস্টার দা সূর্যসেন এর বাড়ী আমার বাড়ী(রাউজান) থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে।

  • @Mdismail-nz1fu
    @Mdismail-nz1fu ปีที่แล้ว +4

    আমাদের চট্টগ্রামের গর্ব স্যালুট মাস্টার দা সূর্য সেন।

  • @royalbengaltiger3510
    @royalbengaltiger3510 ปีที่แล้ว

    বাপের বাড়ি কুমিল্লা হইলেও নানার বাড়ি চট্টগ্রাম, চিটাইংগা না হলেও রক্তের সম্পর্ক আছে বলে গুসবাম্প হচ্ছে❤

  • @ThisisYounus
    @ThisisYounus ปีที่แล้ว

    মাস্টারদা সূর্যসেন ছিল আমার মামার রুমমেট ও ক্লোজ ফ্রেন্ড এর নানা। উল্লেখ্য আমি বর্তমানে বাংলাদেশে বসবাস করলেও আমার মায়ের পরিবার ভারতীয়।

  • @shishirmandaljoy4573
    @shishirmandaljoy4573 ปีที่แล้ว

    এটাএ জন্যই অপেক্ষা করছিলাম

  • @MehmedAbidul711
    @MehmedAbidul711 ปีที่แล้ว

    অসাধারণ ছিল ভাই❤

  • @rakib_shohan359
    @rakib_shohan359 ปีที่แล้ว +1

    This is gonna be your one of the best video, and most favourite of mine💓🔥

    • @LabidRahat
      @LabidRahat  ปีที่แล้ว +2

      Wow, thanks ❤️

  • @VTalhaz
    @VTalhaz ปีที่แล้ว +1

    Nice bro❤

  • @surojitdutta1703
    @surojitdutta1703 ปีที่แล้ว +2

    প্রণাম হে বীর বিপ্লবী 🙏🙏🙏🙏

  • @mdchanchalhassan2
    @mdchanchalhassan2 ปีที่แล้ว +1

    সরলকথক শাহিদিন এই পেজে কিন্তু সূর্য সেনের বিষয়ে রেফারেন্সসহ ভিন্ন কিছু বলেছেন।ঐ ভিডিও টা দেখে আপনার এই ভিডিও টা দিলে আমাদের জন্য সঠিক তথ্য,ইতিহাসটা বুঝতে সহজ হতো।

  • @tanvirahmed6775
    @tanvirahmed6775 ปีที่แล้ว +1

    Peoples of the Chittagong are the real lion. Proud to be a Chatgaiya.

  • @sujandas-wn6cc
    @sujandas-wn6cc ปีที่แล้ว +1

    সুন্দর একটা উপস্থাপনা,,, ❤️❤️❤️

  • @moshiulalamshakilb911
    @moshiulalamshakilb911 ปีที่แล้ว +1

    মহান বিদ্রোহী .....মাস্টার দা সূর্য সেন❤❤❤❤😮

  • @buddhistreligiouseducation6948
    @buddhistreligiouseducation6948 ปีที่แล้ว

    আমি কিছু মিস করি আর না করি আপনার ভিডিও আমার মিস করা হয় না। ❤❤ ভালোবাসা নিবেন ভাইয়া।🫡

  • @prithulthepianoboy.4207
    @prithulthepianoboy.4207 ปีที่แล้ว +1

    ৯০ বছর আগে ১৯৩৪ সালের ১২ই জানুয়ারী মধ্যরাতে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসী কার্যকর হয়।

  • @Aditya88Chaturvedi
    @Aditya88Chaturvedi ปีที่แล้ว +2

    Indus valley civilization niya EKTA video den labid bhaiii 🐿️⚠️

  • @Hi5Ripon
    @Hi5Ripon ปีที่แล้ว +1

    Dhonebad aye video junno. Surjo Sen hocche amader jagar manush

  • @rabonraj443
    @rabonraj443 ปีที่แล้ว +1

    Thanks a lot

  • @Sanjoyroy-n6m
    @Sanjoyroy-n6m 7 หลายเดือนก่อน +3

    কিন্তু দেশতো তিন টুকরা হলো ! তাদের আত্মত্যাগ মর্যদা পেল কি ?