সবাইকে বিজয়ের ৫০ বছরের অনেক শুভেচ্ছা আবারো ! ❤ এই ভিডিওটা কেমন লাগলো? এই ধরনের যুদ্ধের ভিডিও এডিট করতে অবস্থা খারাপ হয়ে যায় রে ভাই !!😖 বড্ড হয়রান লাগতেছে এখন ! 😕😂 Correction: ভিডিওতে যেই মেজর জয়নাল আবেদীনের কথা বলা হয়েছে, তিনি ছবির জন নন। ছবিটি মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বাচ্চু বীর বিক্রম এর। মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বাচ্চু ( জানুয়ারি ১৯৬০ - ১৭ ডিসেম্বর ২০১৯) বাংলাদেশ সেনাবাহিনীর (বিএ-১৯৬৭) পদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পার্বত্য চট্টগ্রামে বীরত্বপূর্ণ সাহসিকতার জন্যে তিনি ‘বীর বিক্রম’খেতাবে ভূষিত হন একই নামের এবং বীর বিক্রম খেতাব থাকার কারনে আর ৯ নম্বর সেক্টর কমান্ডারের তেমন কোনো ছবি না পাওয়ার কারনে এই কনফিউসন হয়েছে ! দুঃখিত
"ট্যাংকের পিছনে জুড়ে দেন শহিদ হতে প্রস্তুত ১২ জন মুক্তিযুদ্ধ কমান্ডো কে"- এই লাইনটা শুনার পর মনের জনান্তে কেঁদেই ফেললাম। মাতৃভূমির প্রতি কতটা ভালোবাসা থাকলে তারা এইরকম জীবন বাজি রাখতে পারে। আল্লাহ সকল শহিদদের কে বেহেস্তে নসিব করুন।
এই বাংলাদেশটা পুরোটাই হলো দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান। কারণ মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধা যেখানে মারা গেছে, তাকে সেখানেই কবর দেয়া হয়েছে। কত নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশের মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে আছে তার কোনো হিসাব নাই। বাংলা মা তার সাহসী শ্রেষ্ঠ সন্তানদের নিজের মধ্যে ধারন করে আছে।
আমি শিরোমণির ছেলে, এবং আমার বাবা ছিলো মুক্তি যোদ্ধা এবং এই যুদ্ধের কমান্ডার মেজর মঞ্জুর সহায়তাকারী ছিলেন আমার বাবা ও তার বন্ধু গনি, রেজওয়ান সহ আরো অনেকে। এরা সবাই ছিলো শিরোমণির সূর্যসন্তান😇।। Proud of them 😇
এই বাংলাদেশটা পুরোটাই হলো দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান। কারণ মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধা যেখানে মারা গেছে, তাকে সেখানেই কবর দেয়া হয়েছে। কত নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশের মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে আছে তার কোনো হিসাব নাই। বাংলা মা তার সাহসী শ্রেষ্ঠ সন্তানদের নিজের মধ্যে ধারন করে আছে।
২০ বছর বয়সে কমিশন হয়েছিলো মেজর মঞ্জুর এর। তাকে একটা সার্টিফিকেট দিয়েছিলো সম্ভবত আমেরিকান সেনাবহিনী একটা যৌথ মহড়ার পর। তাতে লেখা ছিলো, "This man is capable of fighting with any army in any situation of the world."
এর আগে একটি ভ্লগে পড়েছিলাম অপারেশন শিরোমনি নিয়ে। কিন্তু পুরো কনসেপ্টটি ক্লিয়ার হতে পারিনি। ধন্যবাদ আপনাকে পুরো অপারেশনটি এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
ভাই আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় সম্পর্কে সবাইকে জানানোর জন্য বলব। ১/বাঙালি জাতির ইতিহাস। আমরা কবে থেকে বাঙালি হিসেবে স্বীকৃত। কত হাজার বছর আগে সৃষ্টি হয়েছে, কতগুলো জাতির সাথে সংমিশ্রন হয়েছে, এর বিস্তারিত? ২/আমাদের ভাষা ঠিক কবে থেকে বাংলা হিসেবে পরিচিত। এটা নিয়ে অনেক কনফিউশন আছে অনেকের মাঝেই। বাংলা ক্যালেন্ডার দেখলে চৌদ্দশ বছর বোঝা যায়, কিন্তু ভাষাবিদরা বলে থাকেন এটা দশম শতাব্দীর এর দিকে পূর্ণরূপে বিকশিত হয়। তাই বিস্তারিত টা জানতে চাচ্ছি। ##একজন বাঙালি ও বাংলাদেশী হিসেবে এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেও জানতে চাচ্ছি এবং আমাদের সকলেরই জানা উচিত বলে মনে করছি। তাই আপনার কাছে অনুরোধ করবো নিজেদের জাতির এবং ভাষার ইতিহাস টা সবার সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ ভাই ভালোবাসা নিবেন 💖
আমার বেড়ে ওঠা খুলনা খুলনার ফুলবাড়িগেট, প্রাইমারি স্কুলে পড়ার সময় 86 87 সালের সময় বাদাম তলার মোড় থেকে কেবলের ঘাট পর্যন্ত যুদ্ধের অনেক মটার শেলের বিশাল বিশাল গর্ত ছিল, তখন অনেক মুক্তিযোদ্ধারা আমাদের এই শিরোমনি যুদ্ধের গল্প শোনাতো,
Bangladesher sobai specialy actor actress producer ra khali Politician der tel marte busy Khali 71 er kahini bole But true incident gula jiboneo janai na
অনেক Proud feel হয় এসব মুক্তিযুদ্ধের কথা গল্প ও সাহসী মুক্তিযুদ্ধাদের সাহসী অভিযান সাহসী রনকৌশল সম্পর্কে জানলে❤️ ভিতরে টগবগিয়ে ফুটতে থাকে জলন্ত আগুন পাকিস্তানিদের উপর বাড়তে থাকে ক্ষোভ,,মনের মাঝে আনন্দ লাগে আজ আমরা স্বাধীন বাংলাদেশি 🇧🇩 জয় বাংলা 🇧🇩
বিজয়ের 50 বছরে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। এর আগে কখনোই এমন ভিডিও কেউ দেখেছে বলে আমার মনে হয় না। অপারেশন শিরোমনি নামে এমন গর্বিত ইতিহাস আছে তা আমার জানা ছিল না।। আপনার কাছে অনুরোধ রইলো মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস ও যুদ্ধকৌশল নিয়ে একটি ভিডিও করার ।।।plz plz plz
I also grew up in the Khulna district. My birthplace is 5 km away from Shiromani. Every location of it was very familiar to me. Goosebumps were hitting like hell. I also share it from FB. Thanks for this wonderful video. JUST LOVE IT.
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এতো সুন্দর করে আমাদের দেশের সূর্য সন্তানদের গৌরবময় যুদ্ধের বর্ণনা করার জন্য। বাঙালি যে বীরের জাতি তা ইতিহাসে খোদাই করে লেখা থাকবে ১৯৭১ সালের সকল বীর মুক্তিযোদ্ধাদের নির্ভীক যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার জন্য। শ্রদ্ধা জানাই সকল বাঙালি সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের।
Amazing brother ❣️ বাংলা ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আপনার মত এমন সুন্দর করে উপস্থাপন করা ভিডিও কখনো দেখিনি 🔥 Take love ❣️ We want more about Bengals history 🌺
রেগুলার কাজের জন্য মাঝে মধ্যে রাত জাগা লাগলে আমাদেট কতো কষ্ট হয়... আর এনারা দিনের পর দিন রাতের পর রাত জীবনবাজি রেখে যুদ্ধ করে গেছেন। লাবিব ভাই এরকম ভিডিও আরো চাই 🇧🇩🇧🇩🇧🇩
এই বাংলাদেশটা পুরোটাই হলো দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান। কারণ মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধা যেখানে মারা গেছে, তাকে সেখানেই কবর দেয়া হয়েছে। কত নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশের মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে আছে তার কোনো হিসাব নাই। বাংলা মা তার সাহসী শ্রেষ্ঠ সন্তানদের নিজের মধ্যে ধারন করে আছে।
এই বাংলাদেশটা পুরোটাই হলো দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান। কারণ মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধা যেখানে মারা গেছে, তাকে সেখানেই কবর দেয়া হয়েছে। কত নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশের মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে আছে তার কোনো হিসাব নাই। বাংলা মা তার সাহসী শ্রেষ্ঠ সন্তানদের নিজের মধ্যে ধারন করে আছে।
This contents are pure diamonds for us and our future. Really appreciate your hard work for this quality contents. Keep it up brother , take love and respect
Labib, there's another highly notable battle took place at Belonia, Feni, near Agartola. Bangladesh Mukti fauj was led by Lt. Col. (later on) Zafar Imam in that famous battle of Belonia. This battle strategy of Zafar Imam is also taught in different defense schools all around the globe.
৫০ বছরের বিজয়ের শুভেচ্ছা সবাইকে. This video is very nicely done, easy to follow and understand. It captures a very crucial battle tactic in a very concise narrative. Nice voice. Congratulations!
বাংলাদেশেই এত সুন্দর ইতিহাস এগুলা অজানা ছিল। ধন্যবাদ ভাই অতি সুন্দর করে উপস্থাপন করার জন্যে মনে হচ্ছে একটা ছোট ফিল্ম মনের মধ্যেই ধারণ করে দেখছিলাম ইতিহাস।
Yearnhub এর ভিডিওগুলা দেখতাম আর আফসোস করতাম, ইশ! আমাদেরও কত বীরত্বগাঁথা গল্প আছে মুক্তিযুদ্ধের কিন্তু সেগুলো ভিজুয়ালাইজ করার মত কেউ নেই। এই ভিডিওটা দেখে সেই আক্ষেপের ঘুচে যাবার সূচনাটা দেখতে পাচ্ছি। কি চমৎকার আপনার কন্টেন্টগুলো, আর কি সাবলীল আপনার স্টোরি টেলিং! হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা আর শুভকামনা থাকলো। মেজর এম এ মঞ্জুরের এমন সাহসিকতার গল্প কিংবা শিরমোণির এই ট্যাংক ব্যাটেলের গল্পটিও আমার জানা ছিল না। আজই প্রথম জানলাম। এটা দুঃখজনক। পরিশেষে আপনার জন্যে অশেষ কৃতজ্ঞতা।
অনেক ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনা আর পরিশ্রমের জন্য। আমাদের দেশের তখনকার মানুষেরা কতই না সাহসী আর বুদ্ধিমান ছিল। সত্যই আমাদের দেশীয় কমান্ডারদের দূরদর্শীতা আর অসীম দেশভক্তি অতুলনীয়। ভারতীয় মিত্রবাহিনীকেও সশ্রদ্ধ সম্মান জানাই।
আমি নবম সেক্টরের সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ সাহেবের নেতৃত্বে সাতক্ষীরাতে অবস্থান করছিলাম। আমিও প্রস্তুত ছিলাম শিরোমনিতে অশং নেয়ার জন্য, কিন্তু আমাকে নেয়া হয়নি তবে আমার অনেক সহযোদ্ধা ঐ যুদ্ধে অংশ নিয়েছিলো। সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
এত সুন্দর র সাহসী বীর গাঁথা আমাদের অনেকের কাছে অজানা, এই সত্য ঘটনা তে মুভি হলে অন্তত আরো মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হবে, আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা,
brilliant! ❣️ আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। এবং ধন্যবাদ আমাদের নিয়ে এত চমৎকার বিজয় উৎযাপন এর জন্য 🩸❤️💚 কুমিল্লার যুদ্ধাবস্থা কেমন ছিল তা নিয়ে ভিডিও চাই
অসাধারণ। আপনার এত সুন্দর চ্যানেলটি আগে কেন সাবসক্রাইব করিনি তার জন্য আফসস হচ্ছে। এই ঘটনা নিয়ে তো বাংলাদেশ অন্তত কয়েকটি সিনেমা হওয়া উচিত ছিলো। লাবিদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।
Few days before I read an article in roar bangla regarding battle of Shiromony and it's a very pleasant experience to hear such heroic battles of our freedom fighter. But unfortunately we do have few youtube contents explaining this type of epic saga of our liberation war with nice info graphics. It will be a very nice work if you continue to create such videos explaining battle tactics that lead our freedom fighters to the way of victory as contents in digital platforms like youtube can entice the attention of far more audience than others now-a-days.
এই বাংলাদেশটা পুরোটাই হলো দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান। কারণ মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধা যেখানে মারা গেছে, তাকে সেখানেই কবর দেয়া হয়েছে। কত নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশের মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে আছে তার কোনো হিসাব নাই। বাংলা মা তার সাহসী শ্রেষ্ঠ সন্তানদের নিজের মধ্যে ধারন করে আছে।
এই বাংলাদেশটা পুরোটাই হলো দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান। কারণ মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধা যেখানে মারা গেছে, তাকে সেখানেই কবর দেয়া হয়েছে। কত নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশের মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে আছে তার কোনো হিসাব নাই। বাংলা মা তার সাহসী শ্রেষ্ঠ সন্তানদের নিজের মধ্যে ধারন করে আছে।
As a Bengali of the diaspora, I thank you for providing such detailed videos on Bengali history it’s hard to come across Bengali history from a Bengali perspective.
ট্যাংক ব্যাটল অফ শিরোমনি নিয়ে এর আগে এত সুন্দর ভিভিয়ো হয়তো আগে কেউ বানান নি... অসাধারণ বর্ণনা। একটা ব্যাপার জানার ছিল এই অপারেশনে মেজর জলিলের কোন অবদান ছিল কি? যতদূর মনে পরে তিনিও একই সেক্টরের দায়িত্বে ছিলেন৷
Both sides were patriotic to their own nations i-e Pakistan and Bangladesh. By the way my uncle was the commander of battle of shiromoni from Pakistan side. So we can't blame who was traitor and who was patriotic. Pakistan forces were defending Pakistan and bengali forces were defending their own territory
বাংলাদেশের দুঃসাহসিক মুক্তিযুদ্ধ নিয়ে মনমুগ্ধকর ভিডিও বানানোর জন্য তোমাকে ধন্যবাদ l ভবিষ্যতে এধরনের ভিডিও আরো বেশি বেশি বানানোর জন্য অনুরোধ জানাচ্ছি l
It's the first time I'm commenting in a TH-cam video. I just can't resist thanking you. The creation of your video is just at another level & the way you pitched this video I'm sure no one could do this better than you. Best wishes brother
সবাইকে বিজয়ের ৫০ বছরের অনেক শুভেচ্ছা আবারো ! ❤
এই ভিডিওটা কেমন লাগলো?
এই ধরনের যুদ্ধের ভিডিও এডিট করতে অবস্থা খারাপ হয়ে যায় রে ভাই !!😖 বড্ড হয়রান লাগতেছে এখন ! 😕😂
Correction: ভিডিওতে যেই মেজর জয়নাল আবেদীনের কথা বলা হয়েছে, তিনি ছবির জন নন। ছবিটি মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বাচ্চু বীর বিক্রম এর। মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বাচ্চু ( জানুয়ারি ১৯৬০ - ১৭ ডিসেম্বর ২০১৯) বাংলাদেশ সেনাবাহিনীর (বিএ-১৯৬৭) পদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পার্বত্য চট্টগ্রামে বীরত্বপূর্ণ সাহসিকতার জন্যে তিনি ‘বীর বিক্রম’খেতাবে ভূষিত হন
একই নামের এবং বীর বিক্রম খেতাব থাকার কারনে আর ৯ নম্বর সেক্টর কমান্ডারের তেমন কোনো ছবি না পাওয়ার কারনে এই কনফিউসন হয়েছে ! দুঃখিত
অসাধারণ!!
ভালো লাগলো ভাই
Sera vai
Osadaron
বিজয়ের ৫০ বছরের শুভেচ্ছা
"ট্যাংকের পিছনে জুড়ে দেন শহিদ হতে প্রস্তুত ১২ জন মুক্তিযুদ্ধ কমান্ডো কে"- এই লাইনটা শুনার পর মনের জনান্তে কেঁদেই ফেললাম। মাতৃভূমির প্রতি কতটা ভালোবাসা থাকলে তারা এইরকম জীবন বাজি রাখতে পারে। আল্লাহ সকল শহিদদের কে বেহেস্তে নসিব করুন।
Ameen
এই বাংলাদেশটা পুরোটাই হলো দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান। কারণ মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধা যেখানে মারা গেছে, তাকে সেখানেই কবর দেয়া হয়েছে। কত নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশের মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে আছে তার কোনো হিসাব নাই। বাংলা মা তার সাহসী শ্রেষ্ঠ সন্তানদের নিজের মধ্যে ধারন করে আছে।
এখন সেনাদের মাঝেও এমন দেশপ্রেম পাবেন না
@Redwan Ahmed বাবার কাছে দাদার বাড়ির গল্প শুনাইতে আইসেন না। আমি মুখ খুললে জবাব দিতে পারবেন না। শুধু আজাইরা মিন মিন করবেন
তাইলে আপনাকে বুঝতে হবে কিভাবে রাশিয়া বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন নিয়ে আসা সম্পর্কে তথ্য সংগ্রহ করুন।
আমি শিরোমণির ছেলে, এবং আমার বাবা ছিলো মুক্তি যোদ্ধা এবং এই যুদ্ধের কমান্ডার মেজর মঞ্জুর সহায়তাকারী ছিলেন আমার বাবা ও তার বন্ধু গনি, রেজওয়ান সহ আরো অনেকে। এরা সবাই ছিলো শিরোমণির সূর্যসন্তান😇।।
Proud of them 😇
Bro apnar baba ki shahid?
Naki jibito asen?
@@gtagamer6962 কথাটা "গাজী" হবে।
Salute to your father.
@@BengalLancer thanks 💜
চোখে পানি চলে আসছে ভাই। গর্বে বুকটা ভরে উঠেছে যে আমার পূর্বপুরুষেরা কত সাহসী ছিলেন।
এই বাংলাদেশটা পুরোটাই হলো দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান। কারণ মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধা যেখানে মারা গেছে, তাকে সেখানেই কবর দেয়া হয়েছে। কত নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশের মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে আছে তার কোনো হিসাব নাই। বাংলা মা তার সাহসী শ্রেষ্ঠ সন্তানদের নিজের মধ্যে ধারন করে আছে।
ঠিক
❤️❤️❤️❤️❤️❤️
সঠিক
আমাদের বাহিনী এখন হিজড়া
২০ বছর বয়সে কমিশন হয়েছিলো মেজর মঞ্জুর এর। তাকে একটা সার্টিফিকেট দিয়েছিলো সম্ভবত আমেরিকান সেনাবহিনী একটা যৌথ মহড়ার পর। তাতে লেখা ছিলো, "This man is capable of fighting with any army in any situation of the world."
সম্ভবত কানাডিয়ান সেনাবাহিনী দিয়েছিলো
এটা ছিলো কর্নেল তাহের এর ব্যাপারে।আমেরিকান মিলিটারি একাডেমি দিয়েছিল।
মেজর মঞ্জুর স্যার এর এই সাহসিকতা শরীর কাপিয়ে দিলো। লোম খাড়া হয়ে গেলো। মা শা আল্লাহ। সুইসাইডাল ঝটিকা কমান্ডো দের জন্য রেস্পেক্ট 🔥❤️
মেজর মঞ্জুর স্যারের সাহসিকতার কথা যখন শুনছিলাম, গায়ের লোমগুলো কাঁটা দিচ্ছিলো তখন।
বাংলার এমন সাহসী সন্তানদের জন্যই আমরা আজ স্বাধীন। ❤️❤️❤️
সকল মুক্তিসেনা ও ভারতীয় মিত্রবাহিনীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা
❤❤❤❤❤❤❤❤
এর আগে একটি ভ্লগে পড়েছিলাম অপারেশন শিরোমনি নিয়ে। কিন্তু পুরো কনসেপ্টটি ক্লিয়ার হতে পারিনি। ধন্যবাদ আপনাকে পুরো অপারেশনটি এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
Indian Ra hosse Martha mota
@@md.monirujjamanmonir4498 thik bolechen, aapnar moton buddiman Bangladesh er gorbo
@@md.monirujjamanmonir4498 Why??? Do you have any idea how they helped us?
বাংলাদেশীদের অসংখ্য অভিনন্দন জানাই পুরুলিয়া, ভারত থেকে।
ধন্যবাদ brother ভারতের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের বন্ধুতের সম্পর্ক চিরকাল অটুট থাকুক এটাই আশা করি
আমি বাংলাদেশ থেকে বলছি
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤
শরীরে একটা অন্যরকম শিহরণ আর চোখে নিজের অজান্তেই পানি চলে এলো।
bal
@@edokan Tui bal.
@@edokan তুই ১০০% পশ্চিম কঙ্গোর রেফুজি
Facebook e spam korten mana jay,abar TH-cam ebashlen keno?😡
@@edokan পাকি জারজ
ভাই আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় সম্পর্কে সবাইকে জানানোর জন্য বলব।
১/বাঙালি জাতির ইতিহাস। আমরা কবে থেকে বাঙালি হিসেবে স্বীকৃত। কত হাজার বছর আগে সৃষ্টি হয়েছে, কতগুলো জাতির সাথে সংমিশ্রন হয়েছে, এর বিস্তারিত?
২/আমাদের ভাষা ঠিক কবে থেকে বাংলা হিসেবে পরিচিত। এটা নিয়ে অনেক কনফিউশন আছে অনেকের মাঝেই। বাংলা ক্যালেন্ডার দেখলে চৌদ্দশ বছর বোঝা যায়, কিন্তু ভাষাবিদরা বলে থাকেন এটা দশম শতাব্দীর এর দিকে পূর্ণরূপে বিকশিত হয়। তাই বিস্তারিত টা জানতে চাচ্ছি।
##একজন বাঙালি ও বাংলাদেশী হিসেবে এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেও জানতে চাচ্ছি এবং আমাদের সকলেরই জানা উচিত বলে মনে করছি। তাই আপনার কাছে অনুরোধ করবো নিজেদের জাতির এবং ভাষার ইতিহাস টা সবার সামনে তুলে ধরার জন্য।
ধন্যবাদ ভাই
ভালোবাসা নিবেন 💖
রাইট
Tomar bangla uchharon vison baje .
আমার বেড়ে ওঠা খুলনা খুলনার ফুলবাড়িগেট, প্রাইমারি স্কুলে পড়ার সময় 86 87 সালের সময় বাদাম তলার মোড় থেকে কেবলের ঘাট পর্যন্ত যুদ্ধের অনেক মটার শেলের বিশাল বিশাল গর্ত ছিল, তখন অনেক মুক্তিযোদ্ধারা আমাদের এই শিরোমনি যুদ্ধের গল্প শোনাতো,
এতো সুন্দর বিশ্লেষণ!!
মনে হচ্ছিল আমি নিজেই যেনো যুদ্ধে আছি।
আপনি ঘটনাপ্রবাহ যেভাবে বর্ণনা করলেন শরীরের রন্ধ্রে রন্ধ্রে এক অদ্ভুত সাহস অনুভব করলাম।।।ধন্যবাদ আপনাকে বাংলাদেশী জাত চেনানোর জন্যে।।।। 💖💖💖💖
"ওদের জীবনের কোন মায়া নেই, যেন কোন হুশ নেই"
প্রতিবার চোখে পানি এসে যায়!
ভারতে এরকম ইতিহাস থাকলে এতদিনে অনেক সিনেমা বানিয়ে ফেলতো। আফসোস আমাদের সেরকম কলাকৌশলি নাই।
হবে ইনশাআল্লাহ সামনে! ❤️
হবে এক সময় হয়ত।।। এমন true story থাকতেও আমাদের যতগুলো মুভি হয়েছে মুক্তি যুদ্ধের, সব কাল্পনিক গল্প এর উপর।।।
@@mahbubrahman7421 love from india.....we are always friends
এমন ইতিহাস অনেক আছে কিন্তু সিনেমা তৈরি হয় না.. 👇🏼 আমার পছন্দের একটা কম জানা ইতিহাস
th-cam.com/video/zFFSOcjsBEA/w-d-xo.html
Bangladesher sobai specialy actor actress producer ra khali
Politician der tel marte busy
Khali 71 er kahini bole
But true incident gula jiboneo janai na
ভিডিও তে পুরাই আটকে ছিলাম,, এতো সুন্দর ভাবে মুক্তিযুদ্ধের এই ব্যাপার গুলা ব্যাখ্যা করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া 🥰🥰
অনেক Proud feel হয় এসব মুক্তিযুদ্ধের কথা গল্প ও সাহসী মুক্তিযুদ্ধাদের সাহসী অভিযান সাহসী রনকৌশল সম্পর্কে জানলে❤️ ভিতরে টগবগিয়ে ফুটতে থাকে জলন্ত আগুন পাকিস্তানিদের উপর বাড়তে থাকে ক্ষোভ,,মনের মাঝে আনন্দ লাগে আজ আমরা স্বাধীন বাংলাদেশি 🇧🇩 জয় বাংলা 🇧🇩
বাংলাদেশ ও ভারতের সেই সকল বীর সেনাদের কাছে চির কৃতজ্ঞতা যারা জীবন দিয়ে বাংলাদেশ কে মুক্ত করেছেন
😆😆
বিজয়ের 50 বছরে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। এর আগে কখনোই এমন ভিডিও কেউ দেখেছে বলে আমার মনে হয় না। অপারেশন শিরোমনি নামে এমন গর্বিত ইতিহাস আছে তা আমার জানা ছিল না।।
আপনার কাছে অনুরোধ রইলো মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস ও যুদ্ধকৌশল নিয়ে একটি ভিডিও করার ।।।plz plz plz
I also grew up in the Khulna district. My birthplace is 5 km away from Shiromani. Every location of it was very familiar to me. Goosebumps were hitting like hell. I also share it from FB. Thanks for this wonderful video. JUST LOVE IT.
কত দুঃসাহসিক কাজ। সকল মুক্তিযুদ্ধাদের অন্তর থেকে সালাম
খুলনা থেকেই দেখছি, এইরকম একটা ভিডিও'র অপেক্ষাতেই ছিলাম ❤
Same
চোখের পানি আটকাতে পারলামনা। দেশেকে স্বাধীন করতে এভাবে নিজের জীবন দিয়ে বিলিয়ে দিলেন তাঁরা। কৃতজ্ঞতার শেষ নেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এতো সুন্দর করে আমাদের দেশের সূর্য সন্তানদের গৌরবময় যুদ্ধের বর্ণনা করার জন্য। বাঙালি যে বীরের জাতি তা ইতিহাসে খোদাই করে লেখা থাকবে ১৯৭১ সালের সকল বীর মুক্তিযোদ্ধাদের নির্ভীক যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার জন্য। শ্রদ্ধা জানাই সকল বাঙালি সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের।
গর্বিত খুলনাবাসী ❤️❤️❤️🇧🇩
যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের সকলের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ❤️।
আমি শিরোমনির খানজাহান আলী থানা থেকেই ভিডিওটি দেখছি 🤗
Gollamari, Khulna.
@@kamrunnahar208 love from india
@@surajnandi6818 love india 🇮🇳🥰🇧🇩
Ami o shiromoni theke 🙂❤️
আমও খানজাহান আলী থানা বাসিন্দা❤️❤️🇧🇩
আপনার ন্যারেশান+ভয়েস ২টাই ভিডিওতে একদমই একঘেয়েমি আসতে দেয় না। অসাধারণ 👌
Amazing brother ❣️
বাংলা ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আপনার মত এমন সুন্দর করে উপস্থাপন করা ভিডিও কখনো দেখিনি 🔥
Take love ❣️
We want more about Bengals history 🌺
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা রইল 🇮🇳❤️🇧🇩
আমার দেখা one of the best ঐতিহাসিক যুদ্ধ ❤️❤️❤️
বাঙ্গালী জাতীর সাহসিকতা খুব ভালোভাবে ফুটে উঠেছে
রেগুলার কাজের জন্য মাঝে মধ্যে রাত জাগা লাগলে আমাদেট কতো কষ্ট হয়... আর এনারা দিনের পর দিন রাতের পর রাত জীবনবাজি রেখে যুদ্ধ করে গেছেন। লাবিব ভাই এরকম ভিডিও আরো চাই 🇧🇩🇧🇩🇧🇩
চোখে পানি এসে গেলো..❤️
বুকটা গর্বে ফুলে উঠলো..💪
এই বাংলাদেশটা পুরোটাই হলো দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান। কারণ মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধা যেখানে মারা গেছে, তাকে সেখানেই কবর দেয়া হয়েছে। কত নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশের মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে আছে তার কোনো হিসাব নাই। বাংলা মা তার সাহসী শ্রেষ্ঠ সন্তানদের নিজের মধ্যে ধারন করে আছে।
দেখেছেন, কত বীর ছিল মুক্তিযোদ্ধারা। দেশের প্রয়োজনে আমরাও এমন বীরত্ব দেখাবো। ❤️
এই বাংলাদেশটা পুরোটাই হলো দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান। কারণ মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধা যেখানে মারা গেছে, তাকে সেখানেই কবর দেয়া হয়েছে। কত নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশের মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে আছে তার কোনো হিসাব নাই। বাংলা মা তার সাহসী শ্রেষ্ঠ সন্তানদের নিজের মধ্যে ধারন করে আছে।
যাও গিয়া আওয়ামোলীগ হটাও দেখি
This contents are pure diamonds for us and our future. Really appreciate your hard work for this quality contents.
Keep it up brother , take love and respect
So nice of you! Thanks brother !
@@LabidRahat
how about
A to Z details of
BATTLE OF HILLI ??? It s a great epic battle 🙂🙂
PLEASE MAKE A FULL 1 HOUR DETALED VIDEO😢😢😢
Labib, there's another highly notable battle took place at Belonia, Feni, near Agartola. Bangladesh Mukti fauj was led by Lt. Col. (later on) Zafar Imam in that famous battle of Belonia. This battle strategy of Zafar Imam is also taught in different defense schools all around the globe.
Thank you so much for sharing that information !😅
@@LabidRahatplease make a video on
Battle of Belonia Bulge 1971
Battle of Kamalpur 1971
I am from Feni and Jafor imam was my grandfathers student.My maternal grand father is a former MP of Bangladesh parliament.
@@LabidRahat
how about
A to Z details of
BATTLE OF HILLI ??? 🙂🙂
PLEASE MAKE A FULL 1 HOUR DETALED VIDEO😢😢😢
ওদের জীবনের কোনো মায়া নেই🔥
যেন কোনো হুঁশ নেই🔥
যেন জীবনের শেষ রাতের শেষ খেলা খেলছে🔥
ওরা এই জীবনকে তুচ্ছ করে🔥
ভিডিওটা দেখার পর মুক্তিযুদ্ধের উপর শ্রদ্ধা আরো কয়েক হাজারগুন বেড়ে গেলো।❤️❤️
মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা 🌹🥀🌺🌻🌼🌷💐
কি অসম্ভব সাহস! বিশ্বাস হয় না ভাই দেশটা যারা স্বাধীন করেছেন তারা কতোটা সাহসী ছিলেন!
Massive respect to Major M.A Manzur. Combined planning and bravery to win from behind. Our country needs more leaders like him.
আমাদের দেশের স্বাধীনতার জন্য ভারতের অনেক সৈন্য নিহত হয়েছে,,,
তখনকার ভারতীয় প্রাধান কে ধন্যবাদ💚
ভাই আপনার ভিডিও টা দেখতেছি আর মনে হচ্ছে ১৯৭১ সালের যুদ্ধটা নিজের চোখে দেখতেছি,সালাম জানাই তাদের যাদের রক্তের বিনিময়ে এইদেশটা পেয়েছি।
৫০ বছরের বিজয়ের শুভেচ্ছা সবাইকে. This video is very nicely done, easy to follow and understand. It captures a very crucial battle tactic in a very concise narrative. Nice voice. Congratulations!
Thank you so much ! ❤
বাংলাদেশেই এত সুন্দর ইতিহাস এগুলা অজানা ছিল। ধন্যবাদ ভাই অতি সুন্দর করে উপস্থাপন করার জন্যে মনে হচ্ছে একটা ছোট ফিল্ম মনের মধ্যেই ধারণ করে দেখছিলাম ইতিহাস।
চিরজীবী হোক বাংলার বীর সেনানীরা।তোমাদের আত্নত্যাগেই আমাদের স্বাধীনতা।আমরা তোমাদের ভুলবো না।জয় বাংলা
Yearnhub এর ভিডিওগুলা দেখতাম আর আফসোস করতাম, ইশ! আমাদেরও কত বীরত্বগাঁথা গল্প আছে মুক্তিযুদ্ধের কিন্তু সেগুলো ভিজুয়ালাইজ করার মত কেউ নেই। এই ভিডিওটা দেখে সেই আক্ষেপের ঘুচে যাবার সূচনাটা দেখতে পাচ্ছি। কি চমৎকার আপনার কন্টেন্টগুলো, আর কি সাবলীল আপনার স্টোরি টেলিং! হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা আর শুভকামনা থাকলো। মেজর এম এ মঞ্জুরের এমন সাহসিকতার গল্প কিংবা শিরমোণির এই ট্যাংক ব্যাটেলের গল্পটিও আমার জানা ছিল না। আজই প্রথম জানলাম। এটা দুঃখজনক। পরিশেষে আপনার জন্যে অশেষ কৃতজ্ঞতা।
অসাধারন ভাই❤️❤️।
আপনি চালিয়ে যান...পুরো বাংলাদেশ আপনার সাথে আছে💪💪
অনেক ধন্যবাদ ভাই, ১৬ই ডিসেম্বর এর পরেও এত ভয়ঙ্কর যুদ্ধ চলেছিল, এটা আমাদের জানা ছিলনা, আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনা আর পরিশ্রমের জন্য।
আমাদের দেশের তখনকার মানুষেরা কতই না সাহসী আর বুদ্ধিমান ছিল। সত্যই আমাদের দেশীয় কমান্ডারদের দূরদর্শীতা আর অসীম দেশভক্তি অতুলনীয়। ভারতীয় মিত্রবাহিনীকেও সশ্রদ্ধ সম্মান জানাই।
অনেক ধন্যবাদ আপনাকেও ❤️
@@LabidRahat
how about
A to Z details of
BATTLE OF HILLI ??? 🙂🙂
PLEASE MAKE A FULL 1 HOUR DETALED VIDEO😢😢😢
আমি নবম সেক্টরের সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ সাহেবের নেতৃত্বে সাতক্ষীরাতে অবস্থান করছিলাম। আমিও প্রস্তুত ছিলাম শিরোমনিতে অশং নেয়ার জন্য, কিন্তু আমাকে নেয়া হয়নি তবে আমার অনেক সহযোদ্ধা ঐ যুদ্ধে অংশ নিয়েছিলো। সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
Lots of love from India 🇮🇳🇮🇳🇮🇳
11:10 it reminds me of " Guli kori Sir. ektar lage ekatai more ektai jay Sir, Bakiti jay na.."
Etair to ashol muktijuddher chetona🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ভাই আপনার ভিডিও ভালো লাগে ম্যাপের সাহায্য দেখান যার জন্য কঠিন বিষয় অতি সহজেই বুঝতে পারা যায় Good luck for you
এত সুন্দর র সাহসী বীর গাঁথা আমাদের অনেকের কাছে অজানা, এই সত্য ঘটনা তে মুভি হলে অন্তত আরো মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হবে, আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা,
brilliant! ❣️
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। এবং ধন্যবাদ আমাদের নিয়ে এত চমৎকার বিজয় উৎযাপন এর জন্য 🩸❤️💚
কুমিল্লার যুদ্ধাবস্থা কেমন ছিল তা নিয়ে ভিডিও চাই
আপনার বর্ণনা শুনতে শুনতে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম ঐ দৃশ্যের মাঝে যখন সম্বিৎ ফিরে পেলাম তখন চক্ষু জলপুর্ণ।
Bijoy dibosher onek onek subhecha o bhalobasa 🤗❤
From Kolkata 🇮🇳🤝🇧🇩
Thanks
অসাধারণ। আপনার এত সুন্দর চ্যানেলটি আগে কেন সাবসক্রাইব করিনি তার জন্য আফসস হচ্ছে। এই ঘটনা নিয়ে তো বাংলাদেশ অন্তত কয়েকটি সিনেমা হওয়া উচিত ছিলো। লাবিদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।
Goosebumps! Mindblowing!! I have no words to thank you!!! My best wishes!! You've just made a movie!!
Thank you so much ❤️
Well done Labib Rahat..... Goosebumps for the intro
One of the most underrated content creator 😍🥰
Best of luck Bhai 💓✨
Thanks for feeling that way brother ❤️
@@LabidRahat
how about
A to Z details of
BATTLE OF HILLI ??? It s a great epic battle 🙂🙂
PLEASE MAKE A FULL 1 HOUR DETALED VIDEO😢😢😢
মেজর মঞ্জুর আর তার বাহিনীর কথা শুনে শরীরের লোম দাড়িয়ে গেলো। সালাম হে সূর্যসন্তান আপনাদের ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Bangla uchharan vison baje.
Few days before I read an article in roar bangla regarding battle of Shiromony and it's a very pleasant experience to hear such heroic battles of our freedom fighter. But unfortunately we do have few youtube contents explaining this type of epic saga of our liberation war with nice info graphics. It will be a very nice work if you continue to create such videos explaining battle tactics that lead our freedom fighters to the way of victory as contents in digital platforms like youtube can entice the attention of far more audience than others now-a-days.
অসাধারণ একটি পর্ব ছিল।শরীরের রক্ত গরম হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন নিজেই যুদ্ধের ময়দানে ছিলাম।
আহ, কারা ছিল এরা, আহ এটাই আমাদের পূবপুরুষ ❤️❤️❤️
এই বাংলাদেশটা পুরোটাই হলো দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান। কারণ মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধা যেখানে মারা গেছে, তাকে সেখানেই কবর দেয়া হয়েছে। কত নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশের মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে আছে তার কোনো হিসাব নাই। বাংলা মা তার সাহসী শ্রেষ্ঠ সন্তানদের নিজের মধ্যে ধারন করে আছে।
*অনেক ধন্যবাদ এবং খুলনা থেকে অনেক ভালোবাসা আপনাকে।কৃতজ্ঞতা জানাই আপনাকে ভাই আমাদের খুলনার অজানা এই স্মরনীয় ঐতিহাসিক ইতিহাস তুলে ধরবার জন্যে *
Great video and good animation. It was amazing to know about this war in detail. Keep it up and happy victory day! 🇧🇩
আমি গর্বিত যে আমি খুলনার সন্তান। আমাদের সার্কিট হাউস মাঠেই আত্মসমর্পণ হয়েছিল।আমি গর্বিত এই শহরের সন্তান হতে পেরে
ধন্যবাদ রিকোয়েস্ট রাখার জন্য ৷ শিরোমনি যুদ্ধ ৷ আমাদের খুলনা ৷
অনেক অজানা কিছু জানলাম, ধন্যবাদ
আর ৭১ সালে যুদ্ধে হতা হত ভাইদের জানাই লাল গোলাপের শুভেচছা, তাদের রক্তে দেশ স্বাধিন হয়েছে। ❤❤❤❤❤❤
আহ, কি অসাধারন সেই সময়!! দেশ স্বাধীন করার কি অদম্য প্রচেষ্টা......।
এই বাংলাদেশটা পুরোটাই হলো দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান। কারণ মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধা যেখানে মারা গেছে, তাকে সেখানেই কবর দেয়া হয়েছে। কত নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশের মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে আছে তার কোনো হিসাব নাই। বাংলা মা তার সাহসী শ্রেষ্ঠ সন্তানদের নিজের মধ্যে ধারন করে আছে।
ধন্যবাদ বাংলাদেশের গৌরবময় ইতিহাস তুলে ধরার জন্যে।৷ অনেকদিন থেকেই ইউটিউবে বাংলা ভাষায় এমন কিছুর জন্যে অপেক্ষা করছিলাম।
আপনাকেও অনেক ধন্যবাদ 😅
শুনে ভালো লাগলো আপনিও খুলনার❤️
Love from Khulna ❤️
আপনিও তাহলে আমার এলাকার ! সাতক্ষীরার আমি ভাইয়া। নিজের এলাকার ইতিহাস জানার মজাই আলাদা।💟
Great work, 🎉🎉
বিজয়ের সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা 🎉🎊🎊
৫০ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Indian holeu amar 1971 er war somondhe amar vhalo giggasa ache....darun video khub sudor...... concept ta clear holo..
একটা জিনিস ! ❤️ মেজর মঞ্জুর ! ❤️❤️❤️❤️ আল্লাহ যেন এদেশকে সবসময় এভাবেই বাঁচান ।
খুব ইনফরমেটিভ ভিডিও 🇮🇳✌🏼
ভালোবাসা রইলো আমাদের মুক্তি যুদ্ধে সাহায্য করা ভারতীয় সেনাবাহিনীদের 💜💜💜💜
As a Bengali of the diaspora, I thank you for providing such detailed videos on Bengali history it’s hard to come across Bengali history from a Bengali perspective.
আমার জীবনে দেখা সবচেয়ে ইন্টারেস্টিং ভিডিও এটা❤️
That's a huge compliment man ! Thank you so much ❤️🔥
ট্যাংক ব্যাটল অফ শিরোমনি নিয়ে এর আগে এত সুন্দর ভিভিয়ো হয়তো আগে কেউ বানান নি... অসাধারণ বর্ণনা।
একটা ব্যাপার জানার ছিল এই অপারেশনে মেজর জলিলের কোন অবদান ছিল কি? যতদূর মনে পরে তিনিও একই সেক্টরের দায়িত্বে ছিলেন৷
ভালবাসা এবং শ্রদ্ধা এই যুদ্ধে শহীদ এবং গাজী কৃতি সন্তানদের।
সাথে ভালবাসা এবং শ্রদ্ধা মিত্রবাহিনীর প্রতি
আপনার অ্যানিমেশনের প্রশংসা সবাই খুব কমই করে,খুব ভালো হয়েছে অ্যানিমেশন টা।
অসাধারণ ভিডিও।
মুক্তিযুদ্ধের এরকম আরো ভিডিও আসবে আশা করি।
উনি নিজে করে সব একা?
respect 👏👏
অনেক ধন্যবাদ এভাবে নোটিশ করার জন্য 😅❤️
দেশের প্রথম স্বাধীন জেলা যশোর থেকে ভালোবাসা রইলো রাহাত ভাই💜🇧🇩
speechless! red salute to major manjur.you can try to make a webseries on this battle!
Thanks bro for the informative video bro. Yes we are Bengali !
🇧🇩🇧🇩🇧🇩 BANGLADESH 🇧🇩🇧🇩🇧🇩
বীর বাংগালী,,,,, ধন্যবাদ এতো সুন্দর করে তুলে ধরার জন্য
ভাই আপনার কথা গুলো সুনে পুরো battle এর দৃশ্য আমার চোখে ভাসছিল 😥
এই প্রথম কোন ভিডিও তে ডিজলাইক নাই দেখলাম।।অসম্ভব ভাল বিশ্লেষণ।।❤️❤️
Lol
Dislike button offf
সবাইকে বিজয়ের ৫০ বছরের শুভেচ্ছা ! ❤
Goosebums ❤ আমাদের সন্তানদের যদি এইরকম গল্প শুনানো অবশ্য উচিৎ
Thank you so much vai for making video of famous shiromoni tank battle of our liberation war. Salute to those hiroic sons who participated in the war.
অনেক চমৎকার একটা ভিডিও। খুব সাবলিলভাবে অপারেশনের ঘটনাগুলা বিশ্লেষণ করেছেন এজন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা এবং দোয়া থাকলো।
অনেক ধন্যবাদ আপনাকেও ! 😅
Bangladeshi Mukti Bahini was top level brave. And also Patriotic. Bangladesh 🇧🇩 ❤
Not patriots but traitor's
@@aghaahsan8399 ছাগল
@@aghaahsan8399 are you from Paxtan. If so then pls tell me was Bhagat Singh Raj Guru Netaji subhas. Are they traitors?
Both sides were patriotic to their own nations i-e Pakistan and Bangladesh. By the way my uncle was the commander of battle of shiromoni from Pakistan side. So we can't blame who was traitor and who was patriotic. Pakistan forces were defending Pakistan and bengali forces were defending their own territory
@@aghaahsan8399 The real traitors are you pak army. They are responsible for your bankruptcy. Now cry😆😆
বাংলাদেশের দুঃসাহসিক মুক্তিযুদ্ধ নিয়ে মনমুগ্ধকর ভিডিও বানানোর জন্য তোমাকে ধন্যবাদ l ভবিষ্যতে এধরনের ভিডিও আরো বেশি বেশি বানানোর জন্য অনুরোধ জানাচ্ছি l
It's the first time I'm commenting in a TH-cam video. I just can't resist thanking you. The creation of your video is just at another level & the way you pitched this video I'm sure no one could do this better than you. Best wishes brother
Thank you so much brother 😀
It's a big compliment ! ❤
Thanks to you brother for this type of amazing content
অসংখ্য ধন্যবাদ ভাই মুক্তিযুদ্ধের ইতিহাস এত সুন্দর করে তুলে ধরা জন্য। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।