আমি অনেক আগেই আপনাদের চ্যানেল চিনতাম। কিন্তু ভিডিও দেখা হতো না, একবার পিরামিড নিয়ে প্রথম ভিডিওটা দেখছিলাম সেটা দেখে সবগুলো চাওয়া শুরু করে দিছি। ১২/১৩ দিনেই ৬৫টা ভিডিও চেয়ে ফেলছিলাম!!😀 মানে আপনাদের কন্টেন্ট আসলেই কন্টেন্ট মনে হয়। আর স্ক্রিপ্ট, ভিডিও, কথা বলার ভঙ্গিমা আর অন্যান্য সবকিছুর প্রশংসা শেষ করা যাবে না।❤
@@alaraf109 এটা বিশ্বাস করলে ভাবেন তো সেই আল্লাহ আমাদের মুক্ত ভাবে চিন্তা করতে বাধা দিতেন? ঈমান আনতে বাধ্য করতেন, নাকি ঘটনাটা এমন হতো যে যেভাবেই ভাবেন না কেন আপনার ঈমান আসতে বাধ্য? অবিশ্বাস করার জন্য কাউকে মারতে হতো না।
@@insanekamil100 মুক্তিচিন্তায় বাধা দেয় ইসলাম, আপনি চাইলেই আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, নবীর সততা এবং তার চারিত্রিক এবং রাজনৈতিক কাজের সমালোচনা করতে পারেন না, বিশ্বাস করে ঈমান না আনলে আপনি কাফের। তাই কিসের স্বাধীনতা থাকলো? আল্লাহর উপর ঈমান না আনলে আপনি জাহান্নামি এবং চিরকাল শাস্তি পাবেন, এটা তো জোর জবরদস্তিই তাই না? দেশের বিরোধীতা করা, এবং সর্বশক্তিমান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস না করা দুইটা আলাদা বিষয়। আপনি প্রমান দিতে না পারলে যে কারো অধিকার থাকে অবিশ্বাস করার, তাহলে কেন তাকে মারবেন? অক্সিজেন ছাড়া মানুষ বাচে না, এটা বিশ্বাস না করলে কেউ বেঁচে থাকবে? তার বিশ্বাসে কিছু আসে যায়? কিন্তু আল্লাহকে বিশ্বাস না করলে তিনি ক্ষেপে যায়, এটা তো তার অক্ষমতাকেই প্রকাশ করে।
@@insanekamil100 জীবনেও কুরআন না পড়লে এভাবে একজন নাস্তিকের কাছ থেকে ইসলাম সম্পর্কে শিখতে হয়, এই সুরাটা পড়েছেন কখনো? "তাদের পূর্বে যে জনপদ ঈমান আনেনি তাদেরকে আমি ধ্বংস করেছি । তবে কি এরা ঈমান আনবে?"- আল-বায়ান এতো ইগোওয়ালা কেন আল্লাহ? তাকে বিশ্বাস না করলে কি এমন আসে যায়, চুল খসে পরে?
আপনার ভিডিওটা দেখার পর আমি প্রচন্ড রকম নিজের মনের মধ্যে ইচ্ছে করে ভালো ভালো চিন্তা আনতে লাগলাম।আমার ১৭ তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু কিন্তু খারাপ চিন্তার কারণে আমি পূর্বের শেখা পড়াগুলোও কিছুটা ভুলে গেলাম। এখন ভালো চিন্তার ফলাফল এতটাই বেশি প্রভাব বিস্তার করেছে আমার উপর যে একটা অধ্যায় চল তড়িৎ যেখানে রিভিশন দিতে ২-২.৫ ঘন্টা লাগতো সেখানে আমার ৪৫ মিনিটে শেষ হলো।নিজের মধ্যে অসম্ভব রকমের আত্মবিশ্বাস ফিরে ফেলাম, মনে হচ্ছে সবিই তো মনের খেলা।আপনার ভিডিও দেখে পড়তে বসলাম এবং অধ্যায় সম্পূর্ণ রিভিশন দিয়ে মনে হলো কমেন্ট করি
@@princedenver2377vhai unr comment nia na hoi kisu na boli But apnr comment pore mne hocce je rastar kno oshikkito manusher hate phn tule dise then ei comment ta korse Ki r bolbo vlo bebohar korte sekhen
বিগত কয়েকদিন যাবত আমি ভাবতেসিলাম এই বিষয় টা নিয়ে যে, মানুষ কি আসলেও তাদের চিন্তাশক্তি দিয়ে বাস্তবকে নিয়ন্ত্রণ করতে পারে?? আর আজকে আপনাদের এই ভিডিও দেখে সত্যিই এই বিষয় নিয়ে আরো জানার আগ্রহ বেড়ে গেলো 🙏❤
পারে, ল অফ এট্রাকশন ঘেটে দেখেন। বুঝে যাবেন। রোন্ডা বায়ার্নের দ্যা পাওয়ার বইটি পরলে বুঝতে পারবেন। কেন ল অফ এট্রাকশন কারোর বেলায় কাজ করে আবার কেন কারোর বেলায় কাজ করেনা সেটাও বুঝতে পারবেন।
Imagination বা কল্পনা শক্তি জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ। বিশেষ করে Business এ, এটি বেশি কাজে দেই । এলন মাস্ক এর imagination শক্তি মনে হয় একটু বেশিই । দশ বছর আগে তার imagination শক্তি দিয়ে উপলব্ধি করেছে যে, একদিন মানুষ পকেটের টাকা দিয়ে মহাকাশ ভ্রমন করতে যাবে । ভয়েস অফ ঢাকার জন্য আমার imagination হলো এই বছর শেষে 1M hit করবে।দেখা যাক !!!!!
আর আপনি এই জিনিসটা জেনে আরও অভাক হবেন যে, এই ভিডিও তেও একটা বিষয় হয়েছে আপনি যখন মস্তিষ্ক নিয়ে কথা বলতেছিলেন তখন আমাদের ব্রেনে একটা অদ্ভুত অনুভূতি হয়েছে..... আমিও এই বিষয় নিয়ে অনেকদিন দরে গভেষনা করতেছি...... আর অনেক মজার মজার নতুন তথ্যও জানতে পেরেছি....
I've learned : 1st time : Our brain makes it hard to think positively. Neural network is the reason why we have different thought process. The entire thought process is controlled by limbic system. Sub conscious mind is like an automatic procces which isn't needed to be controlled but it is controlled by our daily lifestyle habits. (I'll watch it again till I become a good listener and wanna notice things so perfectly.)
বরাবরের মতোই ভালো কনটেন্ট৷ প্রতিদিন পারলে সবাই নিজের জন্য কিছু সময় ব্যয় করি৷ যেমন প্রতিদিন অবসর সময়ে একটু meditation করা যেতে পারে৷ এতে আপনার চিন্তা শক্তি অবশ্যই উন্নত হবে এবং অবাঞ্ছিত চিন্তাও দূর হবে৷
আমি নিজে খুবই পজিটিভ মাইন্ড এর মানুষ। কিন্তু দুই এক সময় কেমন জানি সব কিছু ঘোলাটে হয়ে যায়। নেগেটিভ চিন্তাধারা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাই। সব মিলিয়ে ভিডিওটা খুবই ভালো ছিল। খুবই সুন্দর উপস্থাপনা। আশা করছি এখান থেকে আমি আমার জীবনে কিছু জিনিস বাস্তবায়ন করতে পারবো। ধন্যবাদ শুভ আহমেদ ভাই এবং সনেট ভাই কে।
হ্যাঁ চিন্তাশক্তিকে ৫০% মত নিয়ন্ত্রণ করা যায় ধরুন আপনি বৃষ্টিতে ভিজলে, এখন যদি ভাবেন আপনার জ্বর ঠান্ডা হবে, তাহলে তা হবার সম্ভব ৯০% আর যদি না ভাবেন আপনার কিছুই হচ্ছে না!!
তথ্যচিত্রে দেখানো তথ্য গুলো আমার বাস্তব জীবনের সাথে মিলে যায়। চিন্তা নিয়ে আমি কাজ করছি ব্যাক্তি জীবনে এবং এই তথ্য চিত্র আমাকে উপকৃত করবে বলে আশা রাখি। ইনশাআল্লাহ
ভাই, আপনার ভিডিওটি দেখে অনেক অনুপ্রাণিত হলাম! “অকল্পনীয় চিন্তা শক্তি” নিয়ে আপনার বিশ্লেষণ এবং প্রেজেন্টেশনের ধরণ ছিল এক কথায় অসাধারণ। বিষয়টি এমনভাবে উপস্থাপন করেছেন যে, এটি শুধু আমাদের চিন্তার জগতে নতুন মাত্রা যোগ করেনি, বরং বাস্তব জীবনে সৃজনশীল সিদ্ধান্ত নেওয়ার জন্যও দারুণ অনুপ্রেরণা দিয়েছে। এ ধরনের ভিডিও আমাদেরকে আরো গভীরভাবে চিন্তা করতে সহায়তা করে। অসংখ্য ধন্যবাদ এমন মানসম্মত ও জ্ঞানগর্ভ কনটেন্ট উপহার দেওয়ার জন্য। আশা করি সামনে আরও এমন ভিডিও দেখতে পাবো।
আমার যখন শ্বাসকষ্ট হয় আমি বিশ্বাস করি ১০ মিনিটের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে আর হয়ও। তারপর আর সেই বছরে শ্বাসকষ্ট হয়না। বছরে কয়েকদিন অল্প কয়েক মিনিট শুধু এই যন্ত্রণা হয়, আলহামদুলিল্লাহ তা বাদে সারা বছর ই ভালো থাকি
ami always jantam ei thought process bepar ta bcz ami experience korechi. ami besirvag somoy vabte thaki and huge! majhe majhe control hoe jay kichu jinish and that's satisfying for me
3:52 হে এটা সম্ভব, কারণ আমি কিছু দিন আগে প্রায় তিন মাস ডিপ্রেশনে ছিলাম এর থেকে মুক্তি পেতে নিয়মিত টেবলেট খেতে হতো। একদিন আমি চিন্তাশক্তি স্থির করি আমি আর টেবলেট খাবো না। আমি নিজেকে এমনি কন্ট্রোল করবো বেছ তারপর থেকে আলহামদুলিল্লাহ ভালো চলছে কোন ডিপ্রেশন নেই।
This is my first comment on TH-cam, i believe maximum people just watch and skip, but i truely love every content od this channel. When i get the notification my brain start releasing dopamine cz I'm gonna learn something new. And definitely one of the most incredible channel ever in Bangladesh, hope to see more in the future, keep sharing like this, i will be a genuine follower always 💥
এই কন্টেন্টটা করতে বেশ আনন্দ পেয়েছি। অনেক যত্ন নিয়ে বানানো। আর সাবজেক্টও অনেক পছন্দের।
আমি অনেক আগেই আপনাদের চ্যানেল চিনতাম। কিন্তু ভিডিও দেখা হতো না, একবার পিরামিড নিয়ে প্রথম ভিডিওটা দেখছিলাম সেটা দেখে সবগুলো চাওয়া শুরু করে দিছি। ১২/১৩ দিনেই ৬৫টা ভিডিও চেয়ে ফেলছিলাম!!😀
মানে আপনাদের কন্টেন্ট আসলেই কন্টেন্ট মনে হয়। আর স্ক্রিপ্ট, ভিডিও, কথা বলার ভঙ্গিমা আর অন্যান্য সবকিছুর প্রশংসা শেষ করা যাবে না।❤
❤❤❤
আপনার কন্টেন্ট গুলো আমি সবচেয়ে বেশি উপভোগ করি। সবগুলো কন্টেন্ট আমার দেখা শেষ আপনার কন্টেন্ট আসলেই মনে হয় নতুন কিছু জানতে পারবো। ধন্যবাদ ভাই।
I appreciate every video you make.
It's so much informative and makes my brain Sharp
দুর্দান্ত হয়েছে।
আর আল্লাহ তায়ালা বলেন নিশ্চয়ই মানুষের মন মন্দকর্মপ্রবণ (সূরা _ইউসুফ)
And Allah is the Creator of our brain.
@@alaraf109 এটা বিশ্বাস করলে ভাবেন তো সেই আল্লাহ আমাদের মুক্ত ভাবে চিন্তা করতে বাধা দিতেন? ঈমান আনতে বাধ্য করতেন, নাকি ঘটনাটা এমন হতো যে যেভাবেই ভাবেন না কেন আপনার ঈমান আসতে বাধ্য? অবিশ্বাস করার জন্য কাউকে মারতে হতো না।
@@insanekamil100 মুক্তিচিন্তায় বাধা দেয় ইসলাম, আপনি চাইলেই আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, নবীর সততা এবং তার চারিত্রিক এবং রাজনৈতিক কাজের সমালোচনা করতে পারেন না, বিশ্বাস করে ঈমান না আনলে আপনি কাফের। তাই কিসের স্বাধীনতা থাকলো?
আল্লাহর উপর ঈমান না আনলে আপনি জাহান্নামি এবং চিরকাল শাস্তি পাবেন, এটা তো জোর জবরদস্তিই তাই না?
দেশের বিরোধীতা করা, এবং সর্বশক্তিমান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস না করা দুইটা আলাদা বিষয়। আপনি প্রমান দিতে না পারলে যে কারো অধিকার থাকে অবিশ্বাস করার, তাহলে কেন তাকে মারবেন?
অক্সিজেন ছাড়া মানুষ বাচে না, এটা বিশ্বাস না করলে কেউ বেঁচে থাকবে? তার বিশ্বাসে কিছু আসে যায়? কিন্তু আল্লাহকে বিশ্বাস না করলে তিনি ক্ষেপে যায়, এটা তো তার অক্ষমতাকেই প্রকাশ করে।
@@insanekamil100 জীবনেও কুরআন না পড়লে এভাবে একজন নাস্তিকের কাছ থেকে ইসলাম সম্পর্কে শিখতে হয়, এই সুরাটা পড়েছেন কখনো?
"তাদের পূর্বে যে জনপদ ঈমান আনেনি তাদেরকে আমি ধ্বংস করেছি । তবে কি এরা ঈমান আনবে?"- আল-বায়ান
এতো ইগোওয়ালা কেন আল্লাহ? তাকে বিশ্বাস না করলে কি এমন আসে যায়, চুল খসে পরে?
আপনার ভিডিওটা দেখার পর আমি প্রচন্ড রকম নিজের মনের মধ্যে ইচ্ছে করে ভালো ভালো চিন্তা আনতে লাগলাম।আমার ১৭ তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু কিন্তু খারাপ চিন্তার কারণে আমি পূর্বের শেখা পড়াগুলোও কিছুটা ভুলে গেলাম। এখন ভালো চিন্তার ফলাফল এতটাই বেশি প্রভাব বিস্তার করেছে আমার উপর যে একটা অধ্যায় চল তড়িৎ যেখানে রিভিশন দিতে ২-২.৫ ঘন্টা লাগতো সেখানে আমার ৪৫ মিনিটে শেষ হলো।নিজের মধ্যে অসম্ভব রকমের আত্মবিশ্বাস ফিরে ফেলাম, মনে হচ্ছে সবিই তো মনের খেলা।আপনার ভিডিও দেখে পড়তে বসলাম এবং অধ্যায় সম্পূর্ণ রিভিশন দিয়ে মনে হলো কমেন্ট করি
আরে এইটা এইচএসসি একটা পরিক্ষা মাত্র। আর ফকিন্নিরা এমন একটা ভাব করতেছে যেন এইটা বিশাল কিছু।
@@princedenver2377vhai unr comment nia na hoi kisu na boli
But apnr comment pore mne hocce je rastar kno oshikkito manusher hate phn tule dise then ei comment ta korse
Ki r bolbo vlo bebohar korte sekhen
@@princedenver2377eta onk kichu ...fokkini marka ki pailen....ajob rokomer Manus toh
@@Talha_khanzztik blsen vaiya...egula holo uneducated
তোমার পরীক্ষার রেজাল্ট কি ভালো হইছে
ভিডিওটা দেখে প্রানভরে নিঃশ্বাস নিলাম, মানুষ কতটা শক্তিশালী হতে পারে তার মনকে ব্যবহার করে,আহ অসাধারণ 😊
বিগত কয়েকদিন যাবত আমি ভাবতেসিলাম এই বিষয় টা নিয়ে যে, মানুষ কি আসলেও তাদের চিন্তাশক্তি দিয়ে বাস্তবকে নিয়ন্ত্রণ করতে পারে?? আর আজকে আপনাদের এই ভিডিও দেখে সত্যিই এই বিষয় নিয়ে আরো জানার আগ্রহ বেড়ে গেলো 🙏❤
Lior suchard er video gula dekhte paren
Mind koto powerful bujhte parben
❤
পারে, ল অফ এট্রাকশন ঘেটে দেখেন। বুঝে যাবেন। রোন্ডা বায়ার্নের দ্যা পাওয়ার বইটি পরলে বুঝতে পারবেন। কেন ল অফ এট্রাকশন কারোর বেলায় কাজ করে আবার কেন কারোর বেলায় কাজ করেনা সেটাও বুঝতে পারবেন।
আসলেই আমরা বাস্তবের চেয়ে কল্পনায় বেশি ভুগে থাকি। চমৎকার কন্টেন্ট। ❤
ইচ্ছা শক্তি ই সবছে বড় শক্তি, আমি এটা বিশ্বাস করি
আপনার কথা এতটা শুক্খ , যে আমি আমাকে কাহিনির ভিতর অনুভব করি🖤
*সূক্ষ্ম
@@minhaj_Ratul ধন্যবাদ 🖤
Imagination বা কল্পনা শক্তি জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ। বিশেষ করে Business এ, এটি বেশি কাজে দেই । এলন মাস্ক এর imagination শক্তি মনে হয় একটু বেশিই । দশ বছর আগে তার imagination শক্তি দিয়ে উপলব্ধি করেছে যে, একদিন মানুষ পকেটের টাকা দিয়ে মহাকাশ ভ্রমন করতে যাবে । ভয়েস অফ ঢাকার জন্য আমার imagination হলো এই বছর শেষে 1M hit করবে।দেখা যাক !!!!!
আপনার মুখে ফুল চন্দন পড়ুক ভাই। মনের কথাটা বললেন।
sad
দেই না দেয়
7:04 এখান থেকে আমার জীবনের চিন্তা ধারা আশা করি অনেকটা পরিবর্তন হয়ে যাবে ❤
love you voice of Dhaka ভাইয়াকে 😊
আপনার কন্টেন্ট এক কথায় অসাধারণ। বাংলাদেশের এমন একটি ইউটিউব চ্যানেলের সত্যিই খুব দরকার ছিল। দোয়া করি আরো এগিয়ে যান।
কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তা আলহামদুলিল্লাহ
আর আপনি এই জিনিসটা জেনে আরও অভাক হবেন যে, এই ভিডিও তেও একটা বিষয় হয়েছে আপনি যখন মস্তিষ্ক নিয়ে কথা বলতেছিলেন তখন আমাদের ব্রেনে একটা অদ্ভুত অনুভূতি হয়েছে.....
আমিও এই বিষয় নিয়ে অনেকদিন দরে গভেষনা করতেছি......
আর অনেক মজার মজার নতুন তথ্যও জানতে পেরেছি....
দোয়া করি ভালো থাকুক ভয়েস অব ঢাকার প্রতিটি সদস্য যাদের কল্যাণে আমরা ভালো ভালো জিনিস জানতে পারছি
I've learned :
1st time :
Our brain makes it hard to think positively. Neural network is the reason why we have different thought process. The entire thought process is controlled by limbic system. Sub conscious mind is like an automatic procces which isn't needed to be controlled but it is controlled by our daily lifestyle habits.
(I'll watch it again till I become a good listener and wanna notice things so perfectly.)
carry on.
এই কনটেন্টে যখন দেখছি মনে হচ্ছে যেন এটা আমার নিজের জন্য বানানো হয়েছে। ধন্যবাদ ভয়েস অফ ঢাকা টিমকে।❤❤
Last Line:Correction✔️
"নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায় না।সবাইকে ভালো রাখলে নিজে ভালো থাকা যায় না।"
।।।।বর্তমানে।।।।
ধন্যবাদ এই অসাধারণ কন্টেন্ট আমাদের উপহার দেওয়ার জন্য ❤️👍
বরাবরের মতোই ভালো কনটেন্ট৷
প্রতিদিন পারলে সবাই নিজের জন্য কিছু সময় ব্যয় করি৷ যেমন প্রতিদিন অবসর সময়ে একটু meditation করা যেতে পারে৷ এতে আপনার চিন্তা শক্তি অবশ্যই উন্নত হবে এবং অবাঞ্ছিত চিন্তাও দূর হবে৷
ধন্যবাদ ভাই সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য।
আমি নিজে খুবই পজিটিভ মাইন্ড এর মানুষ। কিন্তু দুই এক সময় কেমন জানি সব কিছু ঘোলাটে হয়ে যায়। নেগেটিভ চিন্তাধারা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাই। সব মিলিয়ে ভিডিওটা খুবই ভালো ছিল।
খুবই সুন্দর উপস্থাপনা। আশা করছি এখান থেকে আমি আমার জীবনে কিছু জিনিস বাস্তবায়ন করতে পারবো। ধন্যবাদ শুভ আহমেদ ভাই এবং সনেট ভাই কে।
হ্যাঁ চিন্তাশক্তিকে ৫০% মত নিয়ন্ত্রণ করা যায়
ধরুন আপনি বৃষ্টিতে ভিজলে, এখন যদি ভাবেন আপনার জ্বর ঠান্ডা হবে, তাহলে তা হবার সম্ভব ৯০%
আর যদি না ভাবেন আপনার কিছুই হচ্ছে না!!
এই চ্যান্যাল টা সত্যি অসাধারণ।
অনেক নতুন কিছু ভাবতে শেখায়
তথ্যচিত্রে দেখানো তথ্য গুলো আমার বাস্তব জীবনের সাথে মিলে যায়। চিন্তা নিয়ে আমি কাজ করছি ব্যাক্তি জীবনে এবং এই তথ্য চিত্র আমাকে উপকৃত করবে বলে আশা রাখি। ইনশাআল্লাহ
অসাধারণ কন্টেন্ট। এরকম ইউনিক কিছু একমাত্র "ভয়েস অফ ঢাকা" থেকেই প্রত্যাশা করা যায়।❤
ভাই, আপনার ভিডিওটি দেখে অনেক অনুপ্রাণিত হলাম! “অকল্পনীয় চিন্তা শক্তি” নিয়ে আপনার বিশ্লেষণ এবং প্রেজেন্টেশনের ধরণ ছিল এক কথায় অসাধারণ। বিষয়টি এমনভাবে উপস্থাপন করেছেন যে, এটি শুধু আমাদের চিন্তার জগতে নতুন মাত্রা যোগ করেনি, বরং বাস্তব জীবনে সৃজনশীল সিদ্ধান্ত নেওয়ার জন্যও দারুণ অনুপ্রেরণা দিয়েছে। এ ধরনের ভিডিও আমাদেরকে আরো গভীরভাবে চিন্তা করতে সহায়তা করে। অসংখ্য ধন্যবাদ এমন মানসম্মত ও জ্ঞানগর্ভ কনটেন্ট উপহার দেওয়ার জন্য। আশা করি সামনে আরও এমন ভিডিও দেখতে পাবো।
কিছুক্ষণের জন্য মনে হচ্ছে সিনেমা দেখতে বসলাম সত্যি,
Voice of Dhaka, love you brother you are outstanding.🖤
আমার যখন শ্বাসকষ্ট হয় আমি বিশ্বাস করি ১০ মিনিটের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে আর হয়ও। তারপর আর সেই বছরে শ্বাসকষ্ট হয়না। বছরে কয়েকদিন অল্প কয়েক মিনিট শুধু এই যন্ত্রণা হয়, আলহামদুলিল্লাহ তা বাদে সারা বছর ই ভালো থাকি
Sotti bhaia?
ami always jantam ei thought process bepar ta bcz ami experience korechi. ami besirvag somoy vabte thaki and huge! majhe majhe control hoe jay kichu jinish and that's satisfying for me
আপনার প্রতি ভিডিও থেকে নতুন কিছু শিখি বুঝি। ভালোবাসা অবিরাম রইলো আপনারা জন্য ❤❤
4:45 bro just deeprosted our brain!
অত্যন্ত চমৎকার বিশ্লেষণ
আমি জীবনে কোন ফাস্ট ইউটিউব চ্যানেল কমেন্ট করছি দিস ভিডিও ইজ অ্যামেজিং বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য। ধন্যবাদ আপনাদেরকে এমন ভিডিও দেওয়ার জন্য। ❤️
আপনার ভয়েস আর উপস্থাপন, আর তথ্যবহুল স্ক্রিপ্ট সত্যিই অসাধারণ ❤
3:52 হে এটা সম্ভব, কারণ আমি কিছু দিন আগে প্রায় তিন মাস ডিপ্রেশনে ছিলাম এর থেকে মুক্তি পেতে নিয়মিত টেবলেট খেতে হতো। একদিন আমি চিন্তাশক্তি স্থির করি আমি আর টেবলেট খাবো না। আমি নিজেকে এমনি কন্ট্রোল করবো বেছ তারপর থেকে আলহামদুলিল্লাহ ভালো চলছে কোন ডিপ্রেশন নেই।
প্রচন্ড ব্যস্ততার মধ্যেও ইউটিউবে ঢু মারি ভয়েস অফ ঢাকার জন্য ❤️
কয়েকটা ফেভারিট চ্যানেলের মধ্যে এটি একটি।❤
Bangladesh er best youtube channel❤. Ei channel er video dekhle ekta premium feel ashe👑
এইগুলো ভিডিও কত তথ্যসমৃব্দ👏
এইজন্য সবসময় আলহামদুলিল্লাহ বলা উচিৎ। সবসময় আলহামদুলিল্লাহ বললে পজিটিভ চিন্তাভাবনা আসে ।
আপনাদের চ্যানেলে আমি একজন নিয়মিত দর্শক আপনাদের ভিডিও গুলো ভালো লাগে ধন্যবাদ ভাই
দেখে ভাল লাগছে আপনাদের ভিডিও তে মনোবিজ্ঞানের ব্যাপক ব্যবহার দেখে
We suffer more in imagination then in reality.🖤
এইটা সেনেকার কথা। অন্যের কথা মাইরেন না চোর কোথাকার
আমি চিন্তা করি আল্লাহপাক নেই। তারমানে আল্লাহপাক চাচ্ছেন বলেই আমি এইটা চিন্তা করছি
then না than
No,apnk free will dewa hoyeche,free thinking ei karonei korte parchen @@princedenver2377
This is my first comment on TH-cam, i believe maximum people just watch and skip, but i truely love every content od this channel. When i get the notification my brain start releasing dopamine cz I'm gonna learn something new. And definitely one of the most incredible channel ever in Bangladesh, hope to see more in the future, keep sharing like this, i will be a genuine follower always 💥
চলে এলাম, অফুরন্ত ভালোবাসা রইলো ❤❤❤
“When you're going through hell and everything is going against you. The easiest thing in the world to do is to start thinking negative”
ইচ্ছাশক্তি থাকলে যে কোন পরিস্থিতিতে সফল হওয়া সম্ভব ইনশাআল্লাহ।
আপনাদের ভিডিও গুলো সত্যিই দারুন,,,, আমাকে প্রতিনিয়ত রোমাঞ্চিত করে
মা শা আল্লাহ ভিডিও টা অনেক সুন্দর
দারুন সব কন্টেন্ট আপনাদের। স্ক্রিপ্ট ও উপস্থাপনও দারুন।
আপনি শেষে যেই কথা বলছেন, সেটা না বললে ভিডিওটা এইমলেস এবং অসম্পূর্ণ থেকে যেত, Thanks for complete and beautiful ending
অসম্ভব সুন্দর কনটেন্ট❤️
আমার জন্য একরা পারফেক্ট ভিডিও.. ভালোবাসা আপনার জন্য 💙
Most underrated channel in Bangladesh ♥️
আমার দেখা সেরা কন্টেন্ট এবং বাংলাদেশের সেরা একটা চ্যানেল এগিয়ে যাও😍😍
অসাধারণ কন্টেন্ট। পুরো সময় চমকে ছিলাম।🙂
এই ভিডিও টা আমার জন্য খুব দরকার ছিলো, ধন্যবাদ সনেট ভাই ❤
দারুন একটা বিষয় আলোকপাত করেছেন 🎉
প্রতি সপ্তাহে একবার ভিডিও দিতে চেস্টা করুন,খুব ভাল লাগে আপনার তথ্য বহুল উপস্থাপনা।
চমৎকার ভিডিও ভাই।
প্রতি সপ্তাহে কমপক্ষে একটা করে ভিডিও চাই।
ভিডিওটা দেখে চ্যানেলের একজন সদস্য হয়ে গেলাম।❤
Bhai stoicism nile video dilen... Bangladeshe eto shera manush ase? Joss bhai, agay jan.
অসাধারণ গবেষণা করেন। চালিয়ে যান। ভালো ভালো বিডিও দেন আরো।
ভয়েস অব ঢাকা মানেই মজার কিছু,এগিয়ে যান বহুদুর।
ভাই আপনার ভিডিও দেখে মাঝে মাঝে অন্য জগতে হারায়া যাই।
edition level, voice সবকিছু মিলে অসাধারন।
থাকি চিয়ারফুল, বলি লাইফ ইজ বিউটিফুল 💚💚
Happiness depends on the quality of ur thoughts
আমার মনে হয় আপনার জত কন্টেন্ট রয়েছে তার মধ্যে এটিই সেরা
ভাই বিশ্বাস করেন আপনার যত্ন করে বানানো কনটেন্ট টা আসলেই স্বার্থক❤️
Onek valo lagar ektu chennel
Voice of Dhaka💞
Thank you so much emon sob video deyar jonno🎉🤍
Vai apnr loge dekha korar agroho din din berey jasse r apnr content dekhe mone hoi ja jani ta apnr kase khuboi jot shamanno
Love you vaiya
আপনার কনন্টেন গুলো অনেক অদ্ভুত এবং রেয়ার হয় হয় এজন্য আপনার কনন্টেন অন্যাদের চেয়ে অনেক একটু বেশি ভালো লাগে
An underrated TH-cam channel.. he deserves millions of subscribers.
আমার নিজের অনেক উপকার হলো এই কনটেন্ট টা শুনে।
নতুন নতুন জিনিস শেখানোর জন্য
এক কথায় চমৎকার, একটা ভিডিও ও অনেক গুলো বই পড়লাম মনে হয়
অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম
বয়সকের বিষয় টা আমাকে নতুন ভাবে চিন্তা করতে প্রভাবিত করেছে।
ভাই আপনাদের কন্টেন্ট গুলা ইউনিক এবং ইনফরমেশনাল হয়।❤
Hehe💚
Thanks for upload.😅
Eta deker por porteh bosba😛
Onek mash por ekta valo content er video pelam voice of dhaka theke❤
Just wow I really appreciate your efforts bhaia👏👏. Hat's off 🌟♥️.. I'm becoming your fan😇..
Lots of love from Panchagarh 🌹🌹💓💖
My best TH-cam platform 🎉🎉🎉
সেরা একটা কন্টেন্ট ❤
অনেক সুন্দর হইসে ভিডিও টা এমন আরও ভিডিও চাই এই রিলেটেড 🖤
আপনার তথ্যবহুল কন্টেন্ট গুলো অসাধারণ। আমি আপনার অনেক বড় একজন ফ্যান 💝 ভালোবাসা ও দুওয়া রইলো 🌺💝
অস্থির লাগছে এরা 😍😍😍
আপনার ভিডিও দেখলে মনে অনেক শান্তি পাই
পজিটিভ চিন্তা মানুষকে সুখী করে ❤
Voice of Dhakar content prithibir depretion amar jonno jothesto
Yes life is Beautiful and and your vedio is awesome 👏
Apnader thumbnail gula amr kase khub lago so different ❤
Voice of dhaka..is best..
বেশ ভালো লেগেছে পুরোটা ভিডিও
Ami ei boita porechi.. Asolei joss ekta boi
vaiya apner protektta bisoy niye alochona khubi valo lage abong apner voice just wow , amar mone hoi apner puro video na dkehe keu ber hoite parena .apner jonno onek shuvo kamona roilo apner madhome amra onek kichu jante parbo🥰
সময় উপযোগী ভিডিও।। ধন্যবাদ ভাই আপনাকে।।
যারা বাস্তববাদী মানুষ তারা কখনো কল্পনাই ধার ধারে না।
বাস্তবের কষ্ট কল্পনার চেয়েও বেশি
মাত্র পনেরো মিনিট পর দেখলাম। বিষয়টা ভালো লাগছে 🎉🎉🎉🎉
ভাইয়া প্লিজ identity crisis নিয়ে একটা কন্টেন্ট তৈরি করুন।
Life is really really beautiful 💖
Alhamdulillah