"১. প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। ২. যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে। ৩. কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে, ৪. তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। ৫. কখনো নয়, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে! ৬. তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে; ৭. তারপর তোমরা তা নিশ্চিত চাক্ষুষ দেখবে। ৮. তারপর সেদিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।" _______সূরা তাকাসুর; ১০২নং সূরা
মানুষ হয়ে জন্মেছেন ইঁদুর এর মতন উদ্দেশ্যহীন ভাবে দৌড়ে কেন সেই জীবনের অপচয় করবেন! বাঁচুন, জীবনের প্রতিটা মুহুর্তকে উপভোগ করুন। সেরা একটা কথা বলেছেন ভাই। অনেক ধন্যবাদ। আপনার অনেক ভালো হউক।
একদম সঠিক মূহুর্তে ভিডিওটা পেলাম। ঠিক যেই মুহূর্তে আমার উপলব্ধি হলো যে এতো টাকা কামিয়েও আমি আগের মতোই অসুখি আছি, কিন্তু এটির কোনো উপায় উদঘাটন করতে পারছিলাম না। সেই মুহূর্তে আপনার এই ছোট একটা ভিডিও অনেক কিছু শেখাতে সাহায্য করলো। ধন্যবাদ আপনারা যারা এই ধরনের তথ্য জানান।
কয়েকদিন আগে 8k দেখে আফসোস করছিলাম, আজ হঠাৎ 80k দেখে সত্যিই ভালোলাগা কাজ করছে। প্রতিটা ভিডিওর সাথে যে কতটুকু পরিশ্রম মিশে আছে সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিছুটা হলেও আন্দাজ করতে পারি ❤️।
মানুষ হয়ে জন্মেছি ইঁদুর প্রতিযোগিতার জন্য না। ভাই অসাধারন ছিল বরাবরের মত। তবে আজকের টা অনেক গভীরের কিছু বললেন যা সত্যিই প্রশংসার দাবিদার। আগে বেঁচে থাকতে হবে, মানুষ হতে হবে, তারপর বিলাসিতা। ভাই ভিডিওতে ইংলিশ সাবটাইটেল এড কইরেন। এইটা অনেক বেশি কাজে দিবে। ৮০ হাজার সাবস্ক্রাইবের জন্য অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল ভাই। 😍😍আরো অনেক দূর এগিয়ে যান ভাই। পাশে আছি।💙💙💙
আলহামদুলিল্লাহ, স্যার, আমি আপনার এই ভিডিওটি দেখে এবং শুনে এই কথাটি বুঝতে পারলাম যে জীবনটাকে বেশি হাইফাই করে পরিচালনা করার থেকে আমার সাধ্যের ভেতর পরিচালনা করা উচিৎ, এবং আমার নিজের শরীর এবং মন মানসিকতার উপর জত্নবান হওয়া উচিত সাথে সাথে পরিবার পরিজনের খেয়াল রাখা উচিৎ এবং আমি যা উপার্জন করি তার মধ্যেই আমার সুখ খুজে নিতে হবে ও নিজের জন্য কিছুটা করে হলেও অর্থ সঞ্চয় করে রাখতে হবে এবং কারো জীবনের মতো নিজের জীবন কামনা করা যাবেনা বরং আল্লাহ তায়ালা আমাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তষ্টি থাকতে হবে।
এটা অ-প্রকাশিতব্য ভাবে দুঃখজনক এবং মর্মান্তিকভাবে সত্য।আমার এইসব কথা শুনতে এখন ভয় হয়, কষ্ট হয় কারণ সবকিছু বুঝতে পেরেও এই জাল থেকে বের হওয়ার কোন রাস্তা নেই, না কোন পথই নেই(there is NO ESCAPE) ''সম্পূর্ণভাবে", আমাদের বর্তমান উপলব্ধিতে; এমনকি মৃত্যুর পরেও না। আপনি একবার যখন জন্মেছেন বা বলা ভালো আপনি যখন একবার "consciousness" প্রাপ্ত হয়েছেন তখন তা থেকে মুক্তির আর পথ নেই, you are eternally doomed.(via our current viewpoint and understanding). তবে আমাদের জন্য সম্পূর্ণ না হোক অন্তত কিছুটা হলেও আশা রয়েছে যদি 'আমরা' আমাদের চিন্তা, চেতনা, ভাবধারা, দৃষ্টিভঙ্গি(না এগুলো সেইরকম "loop'' বা আবর্তে ফিরে যাওয়ার জন্য নয়) সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারি।(তবে অবশ্যই এগুলো কোন স্থূল মস্তিষ্কের/ চিন্তাভাবনার মানুষের জন্য নয়)। তো, কি মনে হয়, আপনার কি সেই ক্ষমতা আছে?
This channel deseves more than million subscribers.Love the content.Love the editing.The script is so good.Go ahead man.You will be a top notch youtuber in BD in future
Actually I knew about the "Rat Race" term when I read The "Rich Dad Poor Dad" Book. Thank you so much The "Voice of Dhaka" for describe this in Bangla Format. যদি কেউ "রিচ ড্যাড পুউর ড্যাড" বই না পড়ে থাকেন বা সম্পূর্ণ না বুঝে থাকেন তারা এই ভিডিও টি সম্পূর্ণ মনযোগ দিয়ে দেখলেই হবে। ধন্যবাদ।
ভাই, ভিডিওটি সত্যিই অসাধারণ হয়েছে! বিশেষ করে প্রতিটি চ্যাপ্টারের মাধ্যমে যেভাবে র্যাট রেস-এর ধারণা, সমস্যা এবং এর থেকে মুক্তির উপায়গুলো সহজ ও গঠনমূলকভাবে উপস্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। ’What is Rat Race?’ থেকে শুরু করে ’How Can You Escape Rat Race?’ পর্যন্ত প্রতিটি সেকশনে অনেক গুরুত্বপূর্ণ ইনসাইট শেয়ার করেছেন, যা আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলতে পারে। ভিডিওটির গঠন ও তথ্যবহুল কন্টেন্ট আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এমন একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে এমন সুন্দর ভিডিও তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ।❤
অসাধারণ একটি ভিডিও যা আমার এতদিনের সমস্ত দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ করে দিল। অসংখ্য ধন্যবাদ আমাকে সঠিক পথ এইভাবে দেখানোর জন্য। আপনার চ্যানেলের জন্য অনেক শুভকামনা রইল।
আপনার চ্যানেল টা একটু অন্যরকম।অনেক তথ্যবহুল আর অনেক সুন্দর।মার্জিত ভাষা আর গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এই চ্যানেল টা অনেক পছন্দের।দোয়া করি এগিয়ে যান।ভালো থাকবেন। আল্লাহ হাফেজ🌼
what, ke tini ? akehen jodi apni bollen "Muhammad Sallallahu Slaihi Wasallam" apni bul bol te sen tini 14 so bosor pojonto bachen ni ni 600 koto kristabbde miritu boron koren. Akhane 14 bosor age Al Quran e ai bisoy somporke bola hoyese.
সত্যি কথা বলতে আপনার এই ভিডিওটা দেখে আমার অনেকগুলো পয়েন্ট মাথায় এসেছে যেগুলা এখনই বাদ দিয়ে দেয়া জরুরী। ধন্যবাদ ভাই এই রকম ভাবে স্কুল, কলেজ, ভার্সিটি বাদ দিলাম বাবা মা ই বলেন নাই। সুধু বলেছেন কিছু জমাও শখগুলো বাদ দাও কিন্তু জীবনে কিছু শখের সঙ্গে কিভাবে জমানো যায় এইটা আপনার ভিডিওটা পরিস্কার করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।।।
খুবই ভালো লাগলো। আর কয়েক বছর পর আমিও টাকা ইনকাম করার চক্রে ঢুকে পড়বো। কিন্তু এই ভিডিওর শেষ দিকের কথাগুলো আমার মাথায় থাকবে। আর এই অনুযায়ীই চলবো। আসলেই অল্পে তুষ্ট থাকতে পারলে জীবনে সুখ কোনো দুর্লভ জিনিস মনে হবে না।
Thank you so much to shed some light on this!Hope at least one of us will drop out from this race after watching this.If it does happen then the credit is your.Keep up the good work bhai!
Very thoughtful. And the funny thing is i was upset last night about all this things I don't have but also I don't need either. I feel much better now. This channel deserve much more views. Keep it up.❤
সত্যি আমার ইঁদুর ই হয়ে গেছি,এই কঠিন বাস্তবে। কিন্তু এটাই সত্যি।আমার বাস্তবের এই মোহ ছেড়ে কেউ যেতে চাই না। শুধু চাই আর চাই, আরো চাই। কারণ একটাই আমরা মানুষ।।।।।।। আপনার ব্যাখ্যা খুবই যুক্তসঙ্গত। খুব ভালোলাগলো। ভালো থাকবেন, ভগবান আপনার এবং এই পৃথিবীর সব মানুষ কে যেনো ভালোরাখে 🙏🙏🙏।।।। from India 🇮🇳🇮🇳🇮🇳
ভাইয়া, আপনাকে দেখার আমার খুব ইচ্ছে। এত সুন্দর ও এত সাবলিলভাবে কেউ একজন জীবনের আসল উদ্দেশ্য ও মানে বুঝিয়ে দিতে পারে তা আমার আগে জানা ছিল না। ভালবাসা থাকবে আপনার জন্য অবিরমা। ❤️❤️❤️❤️❤️
COMMENT KORAR KONO VASA NAI! I LOVE YOU VOICE OF DHAKA.... SARA WORLD A APNAR MOTO KI AMON GREAT TH-camR ARO KHOJE PAUYA JABE? YOU A RE A GRATE MAN AND TH-camR ...
ভিডিও টা দেখে মোবাইলের গ্যালারি খুলে দেখি গত ৪ সপ্তাহের মধ্যে কোথায় কোথায় গেছি প্রয়োজন না হওয়া সত্ত্বেও কি কি কাজ করেছি এবং কেনো করেছি না করলেই বা কি হতো। সব বুঝে নিজেকে গুছিয়ে নিয়েছি মানি ম্যানেজমেন্ট টা ঠিক করে নিলাম। ধন্যবাদ গুরুত্বপূর্ণ ভিডিও এর জন্য। চ্যানেলটির শুভকামনা করি ❤️❤️❤️।
এক কথায় অসাধারণ ভাইয়া....।। খুবই গুরুত্বপূর্ণ কনটেন্ট ..।। আকর্ষণীয় ভোকাল ...।। এবং দারুণ উপস্থাপনা ...।। এক কথায় অসাধারণ ...।। আমাদের দেশে এতো সুন্দর একটা চ্যানেল পেয়ে আমরা সত্যিই উচ্ছাসিত।। আপনি অনেক দূর এগিয়ে যান..।। দোয়া এবং শুভ কামনা রইল ....।।
এই Rat Race থেকে বাঁচার একটা সহজ উপায় হলো যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণও টাকা পয়সা ইনকাম করা আর অল্পতেই খুশি থাকা। যা আমাদের প্রিয় মানুষ হযরত মুহাম্মদ (স) শিখিয়েছেন। তিনি সৃষ্টিকর্তার কাছে যতটুকু প্রয়োজন শুধু ততটুকু পরিমাপ রিজাক চাইতেন আমি আমাদের চাইতে বলেছেন। আর ততটুকুই কাজ করতে বলেছেন। আলহামদুলিল্লাহ্
যতটুকু প্রয়োজন ততটুকুই করি ❤ আমার বাবা বরাবর ই বলে,,,,আর আমরা তা মানার ও চেষ্টা করছি, আজ এ উপস্থাপন টি দেখে অনেক ভালো লাগলো ❤আরো কিছু শিখলাম ❤ ধন্যবাদ।
আজ অনেক কিছু জানতে পেরেছি। আমিও পাগল ছিলাম। নিজের অজান্তে অনেক ইদুর দৌড় খেলেছি আর নয় বিলাসিতা। সুন্দর জীবন চাই।ঋণ মুক্ত জীবন চাই।। অনেক দোয়া রইল ভাই, আপনার জন্য।। 🤗🤗
২৫ বছরের একাডেমিক ক্যারিয়ারের চেয়েও বড় প্রাপ্তি আপনাদের এই ভিডিও টা। কোটি প্রাণের ইকোনোমিক জ্ঞানের সঞ্চার হোক এই একটি ভিডিও। ধন্যবাদ।
"প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে; যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও": আল কুরআন, সূরা তাকাসুর
❤️❤️❤️❤️
ধন্যবাদ
জাজাকাল্লাহ খাইরান। 😊😍
বোকা নির্বোধ মানুষেরা একবারও বুঝতে চেষ্টা করে না, ইসলামে কি বলা আছে।
জাঝাকাল্লাহ খাইরান ভাই 💞💞
ইসলামিক ফাউন্ডেশন_ পৃষ্ঠা ১০৩০ এবং ১০২ তম সুরাহ, আয়াত ০১-০২৷🌿
কিভাবে ১৪০০ বছর আগে নিরক্ষর মোহাম্মদ এই ব্যাখ্যা দিতে পারে,??
আল্লাহই রচনা করেছেন আল কুরআন, সুবহানাল্লাহ
"১. প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে।
২. যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।
৩. কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,
৪. তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে।
৫. কখনো নয়, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে!
৬. তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে;
৭. তারপর তোমরা তা নিশ্চিত চাক্ষুষ দেখবে।
৮. তারপর সেদিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।"
_______সূরা তাকাসুর; ১০২নং সূরা
❤️
Hmm
😥😥😥
অন্য ব্যাখ্যা দেন!
মানুষ হয়ে জন্মেছেন ইঁদুর এর মতন উদ্দেশ্যহীন ভাবে দৌড়ে কেন সেই জীবনের অপচয় করবেন!
বাঁচুন, জীবনের প্রতিটা মুহুর্তকে উপভোগ করুন।
সেরা একটা কথা বলেছেন ভাই।
অনেক ধন্যবাদ। আপনার অনেক ভালো হউক।
একদম সঠিক মূহুর্তে ভিডিওটা পেলাম।
ঠিক যেই মুহূর্তে আমার উপলব্ধি হলো যে এতো টাকা কামিয়েও আমি আগের মতোই অসুখি আছি, কিন্তু এটির কোনো উপায় উদঘাটন করতে পারছিলাম না। সেই মুহূর্তে আপনার এই ছোট একটা ভিডিও অনেক কিছু শেখাতে সাহায্য করলো।
ধন্যবাদ আপনারা যারা এই ধরনের তথ্য জানান।
এত গভীর ভাবে কখনো চিন্তা করাই হইনি, অনেক অনেক শুভ কামনা রইলো !
যত দিন যাচ্ছে, ততই voice of dhaka র প্রেমে পড়ে যাচ্ছি। এগিয়ে যান ভাই। দোয়া রইলো।
একদম 😊
Right
একদম ঠিক বলছেন 😊
Sotti ❤️
@@bdeshibhai6833 জি❤️
কয়েকদিন আগে 8k দেখে আফসোস করছিলাম, আজ হঠাৎ 80k দেখে সত্যিই ভালোলাগা কাজ করছে।
প্রতিটা ভিডিওর সাথে যে কতটুকু পরিশ্রম মিশে আছে সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিছুটা হলেও আন্দাজ করতে পারি ❤️।
akon 88k
ঠিক
91k
92 k🤧
akhon 92.4k
This is some top notch level of quality videos...keep it up brother...proud of ya 🇧🇩
th-cam.com/video/3OIwFdNCUk0/w-d-xo.html
Rich dad poor dad বইয়ে এই কথাগুলো পড়েছিলাম। ভাই, আপনি বইয়ের কথা সহজ করে বুঝিয়ে দিয়েছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ।
মানুষ হয়ে জন্মেছি ইঁদুর প্রতিযোগিতার জন্য না। ভাই অসাধারন ছিল বরাবরের মত। তবে আজকের টা অনেক গভীরের কিছু বললেন যা সত্যিই প্রশংসার দাবিদার। আগে বেঁচে থাকতে হবে, মানুষ হতে হবে, তারপর বিলাসিতা।
ভাই ভিডিওতে ইংলিশ সাবটাইটেল এড কইরেন। এইটা অনেক বেশি কাজে দিবে।
৮০ হাজার সাবস্ক্রাইবের জন্য অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল ভাই। 😍😍আরো অনেক দূর এগিয়ে যান ভাই। পাশে আছি।💙💙💙
@Move Zon now 94k 900
@Move Zon 1 hour a 800+ sub just wow
Now 96.5 Subscribe 🥰🥰🥰🥰
@@AbdulHamid-gc6ok 100k…
ঠিক। ইংলিশ সাবটাইটেল দিলে বিদেশিরা দেখতে পারবে।
অসাধারণ ছিলো এই ভিডিওটা । এরকম টপিক এ ভিডিও আরো চাই, যেটা আমাদেরকে আমাদের বাস্তবিক জীবনের ভুল গুলো থেকে বেরিয়ে আসতে একটু হলেও সাহায্য করবে 🥰
@fun all the time Ji vai
@fun all the time একটা কথা আগে বলি ভাই।
সব কিছুতে মজা খুজলে কিন্তু হবেনা! শেখার জিনিসে মজা কম ধৈর্য আর ইচ্ছা লাগে বেশি
অপেক্ষায় ছিলাম ভিডিও এর জন্য।আশা করি অল্প কিছুদিনের মধ্যে আপনারা এক মিলিয়ন সাবস্ক্রাইবার এ পৌঁছাতে পারবেন।শুভকামনা রইল।
ফার্স্ট ক্লাস হয়েছে, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ, স্যার, আমি আপনার এই ভিডিওটি দেখে এবং শুনে এই কথাটি বুঝতে পারলাম যে জীবনটাকে বেশি হাইফাই করে পরিচালনা করার থেকে আমার সাধ্যের ভেতর পরিচালনা করা উচিৎ, এবং আমার নিজের শরীর এবং মন মানসিকতার উপর জত্নবান হওয়া উচিত সাথে সাথে পরিবার পরিজনের খেয়াল রাখা উচিৎ এবং আমি যা উপার্জন করি তার মধ্যেই আমার সুখ খুজে নিতে হবে ও নিজের জন্য কিছুটা করে হলেও অর্থ সঞ্চয় করে রাখতে হবে এবং কারো জীবনের মতো নিজের জীবন কামনা করা যাবেনা বরং আল্লাহ তায়ালা আমাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তষ্টি থাকতে হবে।
আপনার কন্টেন্ট খুবই প্রশংসনীয় 💚
bon tumi ki Hindu na Muslim....!!!!
@@deadlock6973 He is Muslims, by name
@@deadlock6973 আমারে দেখতে কী বোন লাগে?😑😑😑।
আমি মুসলিম
😂@@asifyakhtafi8147
@@deadlock6973কি মিয়া ছেলে কে মেয়ে বানান কেন?
You guys are joss,far more better content no doubt🖤keep going! I hope you can make a great change in content creation industry ❤️
কতটা জ্ঞানি হলে এত সুন্দর ভাবে উপস্থাপন করতে পারে।
আমিও সেটাই ভাবছি
এটা অ-প্রকাশিতব্য ভাবে দুঃখজনক এবং মর্মান্তিকভাবে সত্য।আমার এইসব কথা শুনতে এখন ভয় হয়, কষ্ট হয় কারণ সবকিছু বুঝতে পেরেও এই জাল থেকে বের হওয়ার কোন রাস্তা নেই, না কোন পথই নেই(there is NO ESCAPE) ''সম্পূর্ণভাবে", আমাদের বর্তমান উপলব্ধিতে; এমনকি মৃত্যুর পরেও না। আপনি একবার যখন জন্মেছেন বা বলা ভালো আপনি যখন একবার "consciousness" প্রাপ্ত হয়েছেন তখন তা থেকে মুক্তির আর পথ নেই, you are eternally doomed.(via our current viewpoint and understanding).
তবে আমাদের জন্য সম্পূর্ণ না হোক অন্তত কিছুটা হলেও আশা রয়েছে যদি 'আমরা' আমাদের চিন্তা, চেতনা, ভাবধারা, দৃষ্টিভঙ্গি(না এগুলো সেইরকম "loop'' বা আবর্তে ফিরে যাওয়ার জন্য নয়) সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারি।(তবে অবশ্যই এগুলো কোন স্থূল মস্তিষ্কের/ চিন্তাভাবনার মানুষের জন্য নয়)। তো, কি মনে হয়, আপনার কি সেই ক্ষমতা আছে?
বস্তুগত জিনিসে সুখ খুঁজতে গিয়ে আমরা অর্থনৈতিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ি। সত্যি বলতে ঋণগ্রস্ত জীবন ভীষণ অগোছালো আর সস্তা দেখতে হয়। অসাধারণ কন্টেন্ট!
আরিফ আজাদ ভাইয়ের ',বেলা ফুরবার আগে ''বইতে পড়েছিলাম জীবন মানে ইঁদুর দৌড় খেলা
Dhonnobad apnr jonno akti valo boi er sondhan pelam. ❣️
@@minhazminhaz2066 জাজাকাল্লাহ খাইরান
আামার প্রিয় একটা বই।
@B'Deshi ভাই লিখলেও প্রিয় মানুষের কথা আমাদের মনে থাকে। আরিফ আজাদ ভাই❤️❤️
পড়েছিলাম আমিও! কিন্তু ভাই এর ভিডিওতে প্রেজেন্টেশন টা অন্যরকম 🔥
This channel deseves more than million subscribers.Love the content.Love the editing.The script is so good.Go ahead man.You will be a top notch youtuber in BD in future
Actually I knew about the "Rat Race" term when I read The "Rich Dad Poor Dad" Book. Thank you so much The "Voice of Dhaka" for describe this in Bangla Format. যদি কেউ "রিচ ড্যাড পুউর ড্যাড" বই না পড়ে থাকেন বা সম্পূর্ণ না বুঝে থাকেন তারা এই ভিডিও টি সম্পূর্ণ মনযোগ দিয়ে দেখলেই হবে। ধন্যবাদ।
ভাই, ভিডিওটি সত্যিই অসাধারণ হয়েছে! বিশেষ করে প্রতিটি চ্যাপ্টারের মাধ্যমে যেভাবে র্যাট রেস-এর ধারণা, সমস্যা এবং এর থেকে মুক্তির উপায়গুলো সহজ ও গঠনমূলকভাবে উপস্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। ’What is Rat Race?’ থেকে শুরু করে ’How Can You Escape Rat Race?’ পর্যন্ত প্রতিটি সেকশনে অনেক গুরুত্বপূর্ণ ইনসাইট শেয়ার করেছেন, যা আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলতে পারে। ভিডিওটির গঠন ও তথ্যবহুল কন্টেন্ট আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এমন একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে এমন সুন্দর ভিডিও তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ।❤
This channel is criminally underrated. Top quality content! Been following you for months now. Keep moving forward!
কি যে শান্তি লাগতেছে! খুব দ্রুতই 100k হয়ে যাচ্ছি আমরা।
*Never thought so deep. This became mandatory to share this content with my loving friends and peeps.*
অসাধারণ একটি ভিডিও যা আমার এতদিনের সমস্ত দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ করে দিল। অসংখ্য ধন্যবাদ আমাকে সঠিক পথ এইভাবে দেখানোর জন্য। আপনার চ্যানেলের জন্য অনেক শুভকামনা রইল।
ভাই কমেন্ট না করে থাকতে পারলাম না।
সত্যি অসাধারণ ..... পুরো বাস্তবতা তুলে ধরলেন
রাসুলুল্লাহ (সাঃ) বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজেকে নিজে চিনে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সঞ্চয় করে।
This channel is exactly what ive been looking for ! Keep up your Great work brother !
আপনার চ্যানেল টা একটু অন্যরকম।অনেক তথ্যবহুল আর অনেক সুন্দর।মার্জিত ভাষা আর গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এই চ্যানেল টা অনেক পছন্দের।দোয়া করি এগিয়ে যান।ভালো থাকবেন। আল্লাহ হাফেজ🌼
এটা নিয়ে তো ১৪ শতো বছর আগেই এক জন মানুষ সুন্দর করে দিক নির্দেশনা দিয়ে গেছেন! 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
what, ke tini ? akehen jodi apni bollen "Muhammad Sallallahu Slaihi Wasallam" apni bul bol te sen tini 14 so bosor pojonto bachen ni ni 600 koto kristabbde miritu boron koren. Akhane 14 bosor age Al Quran e ai bisoy somporke bola hoyese.
সত্যি কথা বলতে আপনার এই ভিডিওটা দেখে আমার অনেকগুলো পয়েন্ট মাথায় এসেছে যেগুলা এখনই বাদ দিয়ে দেয়া জরুরী। ধন্যবাদ ভাই এই রকম ভাবে স্কুল, কলেজ, ভার্সিটি বাদ দিলাম বাবা মা ই বলেন নাই। সুধু বলেছেন কিছু জমাও শখগুলো বাদ দাও কিন্তু জীবনে কিছু শখের সঙ্গে কিভাবে জমানো যায় এইটা আপনার ভিডিওটা পরিস্কার করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।।।
এই একটা চ্যানেল যা আমি অনেক মানুষকে সাজেস্ট করেছি।
সত্যি প্রতিটা ভিডিও আপনাকে অনেক কিছু শিখাতে সাহায্য করে।
ভাই আগুন⚡
এই লাইনআপ ধরে রাখলে লক্ষ বহুদুর❤️
পাশে আছি ভাই😌
Absolutely mind-blowing...
❤️From India
ভিডিও টা দেখে আমার চিন্তা করার মানসিকতা পাটলে গেছে.. এত সুন্দর ভিডিও তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ ❤️🥀
খুবই ভালো লাগলো। আর কয়েক বছর পর আমিও টাকা ইনকাম করার চক্রে ঢুকে পড়বো। কিন্তু এই ভিডিওর শেষ দিকের কথাগুলো আমার মাথায় থাকবে। আর এই অনুযায়ীই চলবো। আসলেই অল্পে তুষ্ট থাকতে পারলে জীবনে সুখ কোনো দুর্লভ জিনিস মনে হবে না।
Best you tuber in Bangladesh... অনেক ভালো লাগছে। আমাদের দেশে এতো সুন্দর ইনফোরমেটিভ চ্যানেল খুব কম, ভয়েস অফ ঢাকা এর নতুন ফ্যান 😇😇🖐️🖐️🖐️
content quality master class.
editing o joss🔥🔥
keep it up🖤
যে গতিতে voice of dhaka আগাইতেসে যে খুব দ্রুত ই 100k complete হয়ে যাবে। তাই VOD কে অগ্রিম
CONGRATULATIONS ❤❤❤
Wow 100k Completed... Congratzz VOD...
This is next level presentation....I can,t imagine this type of TH-cam channel exist in Bangladesh 🔥♥️
অন্যতম একটা সেরা এপিসোড....
আমার দেখা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও৷ সত্যি বলতে মনটা একদম শান্ত হয়ে গেছে৷ ধন্যবাদ ভয়েস অব ঢাকা এত সুন্দর ইফেক্টিভ কিছু করার জন্য৷
You guys are doing some revolutionary work. Go ahead ❤️
সেরা ভিডিও 🌼 সেরা টপিক!
অনেক অনেক ধন্যবাদ এতো গুরত্বপূর্ণ একটা বিষয়ে ভিডিও বানানোর জন্য। চোখ খুলে দিলেন ভাই আজকে 🥀
মরীচিকা পৃথিবী😔
@RIVERENDS7 কিডা তুমি মামা
Thank you so much to shed some light on this!Hope at least one of us will drop out from this race after watching this.If it does happen then the credit is your.Keep up the good work bhai!
লাইফ চেইঞ্জিং এর জন্য এ ভিডিও অন্যতম একটি কারন হতে পারে। ধন্যবাদ ভয়েস অব ঢাকা।
সত্যিই খুবই বাস্তবসম্মত একটি বিষয় আলোচনা করলেন, যা সকলকে ধোকায় নিমজ্জিত করে রেখেছে, ধন্যবাদ।।।
Thank God. Seeing this type of content in Bangladesh. High quality and educational content. Thanks for the amazing video 🔥
keep growing man!
love from Ishwardi,Pabna.
Very thoughtful.
And the funny thing is i was upset last night about all this things I don't have but also I don't need either. I feel much better now. This channel deserve much more views. Keep it up.❤
Can you tell me why you upset last night??
@@tubeoption5302 why you asking this question to her? Are you know her???
@Rock yes .. did u know her??
@@tubeoption5302nope but I thought that you gonna disturb her btw kindly sorry .
@Rock all right.
সত্যি আমার ইঁদুর ই হয়ে গেছি,এই কঠিন বাস্তবে। কিন্তু এটাই সত্যি।আমার বাস্তবের এই মোহ ছেড়ে কেউ যেতে চাই না। শুধু চাই আর চাই, আরো চাই। কারণ একটাই আমরা মানুষ।।।।।।। আপনার ব্যাখ্যা খুবই যুক্তসঙ্গত। খুব ভালোলাগলো। ভালো থাকবেন, ভগবান আপনার এবং এই পৃথিবীর সব মানুষ কে যেনো ভালোরাখে 🙏🙏🙏।।।। from India 🇮🇳🇮🇳🇮🇳
Best TH-cam channel in Bangladesh 🥰
You are continuously adding value in my life. Thank you so much.
নিঃসন্দেহে আপনার ভিডিয়ো কন্টেন্ট উচ্চ মানসম্মত! ভালোবাসা রইলো ❤️
This is what you call quality content! Bravo!
This is your best video till now
যত দিন যাচ্ছে, ততই voice of dhaka র প্রেমে পড়ে যাচ্ছি। এগিয়ে যান ভাই। দোয়া রইলো।
You deserve more than million sub ❤ Really next level content ❤
অনেক দ্রুত সাবস্ক্রিপশন বাড়ছে।। শুভকামনা রইল ❤️❤️❤️
Absolutely right! 👍
Rat race hoe lab ki?
Alhamdulillah je jaigai asi valo😍😍😍asi🤗
খুব অসাধারণ ভাই ধন্যবাদ এরকম একটা ভিডিও দেওয়া জন্য
ভাইয়া, আপনাকে দেখার আমার খুব ইচ্ছে। এত সুন্দর ও এত সাবলিলভাবে কেউ একজন জীবনের আসল উদ্দেশ্য ও মানে বুঝিয়ে দিতে পারে তা আমার আগে জানা ছিল না।
ভালবাসা থাকবে আপনার জন্য অবিরমা।
❤️❤️❤️❤️❤️
এত সুন্দর উপস্থাপনা, এত্ত সুন্দর এডিটিং!
সত্যি, Voice of Dhaka যে বাংলাদেশী একটি ইউটিউব চ্যানেল তা ভাবলেই গর্ব হয়!
আর এক মাসের মদ্ধে 500K subscriber হয়ে যাবে ইনশা আল্লাহ !
Request to the channel owner, Please keep creating this type of valuable content. Love your videos. By the way, A Fan of your voice.🥰
এক কথায় অসাধারণ 😍❤️
COMMENT KORAR KONO VASA NAI! I LOVE YOU VOICE OF DHAKA.... SARA WORLD A APNAR MOTO KI AMON GREAT TH-camR ARO KHOJE PAUYA JABE? YOU A RE A GRATE MAN AND TH-camR ...
ভিডিও টা দেখে মোবাইলের গ্যালারি খুলে দেখি গত ৪ সপ্তাহের মধ্যে কোথায় কোথায় গেছি প্রয়োজন না হওয়া সত্ত্বেও কি কি কাজ করেছি এবং কেনো করেছি না করলেই বা কি হতো।
সব বুঝে নিজেকে গুছিয়ে নিয়েছি মানি ম্যানেজমেন্ট টা ঠিক করে নিলাম।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ ভিডিও এর জন্য।
চ্যানেলটির শুভকামনা করি ❤️❤️❤️।
Your true analysis and emotional voice touch hearts and open the eye of hearts.
*This channel is gold on TH-cam, keep going big brother*
আপনার জন্য শুভকামনা রইল, আপনার চ্যানেলটা অসাধারণ 🥰🥰
এক কথায় অসাধারণ ভাইয়া....।।
খুবই গুরুত্বপূর্ণ কনটেন্ট ..।।
আকর্ষণীয় ভোকাল ...।।
এবং দারুণ উপস্থাপনা ...।।
এক কথায় অসাধারণ ...।।
আমাদের দেশে এতো সুন্দর একটা চ্যানেল পেয়ে আমরা সত্যিই উচ্ছাসিত।।
আপনি অনেক দূর এগিয়ে যান..।।
দোয়া এবং শুভ কামনা রইল ....।।
potita kotha sotti,,,thanks
Music use na korle valo hoy & video quality best.
holy shit i saw you guys on 25K 2 weeks ago. Way to gooo
আমি ও rat race এ ডুবে আছি। খুব শীগ্রই উওোরন করবো ইনশাআল্লাহ
insha'Allah
Minimalism life style er video deikhen vai. I think it would help you
@@SaifulIslam-eh9dx dekeci bro.
জীবনের মানেটাই পাল্টিয়ে দিলেন। ভিডিওটা আমার জীবনে অনেক ইফেক্ট ফেলবে আসা করি। আপনার এত এত ভালো কন্টেন্ট এর অনেক সুভ কামনা রইল।
Exactly..
Mone holo amr moner kotha guloi sundor kore video te guchiye bolechen..
It's an exact life philosophy.
Bro, You are just amazing. Want more content on economics like this. You deserve more.
এই Rat Race থেকে বাঁচার একটা সহজ উপায় হলো যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণও টাকা পয়সা ইনকাম করা আর অল্পতেই খুশি থাকা। যা আমাদের প্রিয় মানুষ হযরত মুহাম্মদ (স) শিখিয়েছেন। তিনি সৃষ্টিকর্তার কাছে যতটুকু প্রয়োজন শুধু ততটুকু পরিমাপ রিজাক চাইতেন আমি আমাদের চাইতে বলেছেন। আর ততটুকুই কাজ করতে বলেছেন। আলহামদুলিল্লাহ্
হজরত সুলায়মান (আ:) ছিলেন প্রচুর সম্পদশালী ও শক্তিধর একজন নবী। তার মতো হতে চাওয়া টা পাপ?
@@pluto9941পাপ নয়। কিন্তু আপনি ও আমি কি পারব তার মতো হতে ?
✨এতো ভালো ভিডিও দেওয়া জন্য ধন্যবাদ💝
যতটুকু প্রয়োজন ততটুকুই করি ❤
আমার বাবা বরাবর ই বলে,,,,আর আমরা তা মানার ও চেষ্টা করছি,
আজ এ উপস্থাপন টি দেখে অনেক ভালো লাগলো ❤আরো কিছু শিখলাম ❤ ধন্যবাদ।
এই প্রথম কোন ইউটিউব চ্যানেলে মন্তব্য করছি
বাধ্য হয়েছি ।
বাধ্য করেছেন ।
আপনার শক্তিশালী কন্টেন্ট বাধ্য করেছে ।
অসাধারণ ভাই । অসাধারণ ।
That's what it's called quality content😍
আপনার ভিডিও এর অপেক্ষায় থাকি 😍
প্রতিদিন সাবস্ক্রাইবার সংখ্যা দেখে অবাক হচ্ছি 😍
same
আজ অনেক কিছু জানতে পেরেছি। আমিও পাগল ছিলাম।
নিজের অজান্তে অনেক ইদুর দৌড় খেলেছি আর নয় বিলাসিতা। সুন্দর জীবন চাই।ঋণ মুক্ত জীবন চাই।।
অনেক দোয়া রইল ভাই,
আপনার জন্য।। 🤗🤗
সত্যিই প্রশংসার দাবিদার এই চ্যানেল। সুন্দর প্রেজেন্টেশন
Such a Smart and Handsome thinking channel ever🔥
I like the way you use movie's scene in background.It's too good and perfect with your voice.💖💖
ভাই মন থেকে শুধু দোয়াই আসতেছে আর কিছু বলব না। ❤❤❤
Finally a worthy TH-cam channel from Bangladesh!!
এই ভিডিওটি হতে পারে আমার লাইফ চেঞ্জ এর অন্যতম কারণ। ❤️❤️❤️
ধন্যবাদ ভয়েস অফ ঢাকা ♥️
আপনার প্রতিটা ভিডিও মিলিয়ন ভিউসের উপরের যৌগ্যতা রাখে। খুব দ্রুত চ্যানেলটা মিলিয়ন সাব নিল বলে। 😇🔥💕
Carry on , brother .💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
❤️❤️
অনেক কিছুই বলা যাবে হয়তোবা, কিন্তু শুধু একটা কথাই বলি- আল্লাহ আপনায় উপযুক্ত প্রতিদান দিন। আমিন।
ধন্যবাদ প্রিয় ভাই
আপনার কথাগুলো তে অন্তরে প্রশান্তি মিলেছে
আগামীতে নিজেকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ
খুবই কার্যকর একটা ভিডিও, যদি কেউ পরকালমুখী হয় তবে তার এসব অসস্তির ভিতর একটু সুখ পেতে পারে।