Nathula Pass | Old Baba Mandir | Silk Route | Zig Zag Road | Sikkim Travel Vlog | East Sikkim |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 เม.ย. 2023
  • পূর্ব সিকিমের অন্যতম সুন্দর এই জায়গাটি অনেকেরই পছন্দের ঠিকানা। যেখানে নিস্তব্ধ ভোরবেলায়, দিনের প্রথম আলোয় রঙিন হয়ে ওঠে homestay এর সামনের সবুজ ও কুয়াশায় ঢাকা পাহাড় গুলো, কিংবা স্নিগ্ধ সূর্যালোকে ধীরে ধীরে আলোকিত হয়ে ওঠে "Zig Zag Road" এর ৯২ টা হেয়ার পিন বাঁক। ব্যালকনিতে বসেই মেঘ রোদ্দুরের লুকোচুরি, প্রকৃতির নিজস্ব গান, পাখির কিচমিচ ইত্যাদিতে মগ্ন হয়ে কাটিয়ে দেওয়া যায় বেশ কয়েকটা বেলা।
    বর্ডার সিনেমাটা মনে পড়ে ? হ্যাঁ সেই জে.পি দত্তর ধুন্ধুমার ইন্দো-পাক যুদ্ধ, যেখানে ১২০ জন ভারতীয় সৈনিক নিজের প্রানের বাজি রেখে রুখে দেয় ভারতের মাটিতে প্রায় ১০০০ এর উপর পাক সৈনিক এর অগ্রসর ।। সিনেমা টা যে বছর রিলিজ হয় সাল ১৯৯৭ , তখন বয়স মাত্র 3 বছর, পড়ে যখন সিনেমা টি দেখি মনের ভিতর একটা অদম্য ইচ্ছে জন্ম নেয় ,বর্ডার দেখতে যাব।। কিন্তু এখনও পর্যন্ত কপালে ইন্দো-পাক বর্ডার দেখার সৌভাগ্য হয়নি বটে, তাও ভাগ্যদেবী সুপ্রসন্ন হয়েছেন,এটি আরও এক রক্তাক্ত ইতিহাসে মোড়া ইন্দো-চিন বর্ডার....।। আজকে তোমাদের গল্প বলবো আমার নাথুলা পাস ঘোরার ।।
    ১৯৬৭ সালের ১১ সেপ্টেম্বর নাথু লা সংঘর্ষ শুরু হয়, যখন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নাথুলা'তে ভারতীয় পোস্টগুলিতে আক্রমণ শুরু করে, এবং ১৯৬৭ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। ১৯৬৭ সালের অক্টোবরে আরেকটি সামরিক দ্বন্দ্ব চোলা'তে হয় এবং শেষ হয় একই দিনে। এই যুদ্ধে ৮৮ ভারতীয় সৈনিক প্রান হারায় , এবং ৩৪০ জন চৈনিক সেনা প্রান হারায় ।।
    এই জায়গার ইতিহাস রক্তে রাঙা হলেও ,জায়গাটি কিন্তু খুব সুন্দর ।। পথে পড়বে Zig Zag Road, Thambi, Nathang Valley, Old baba mandir। তবে এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়ায় মুখের চোয়াল, হাতের আঙ্গুল প্রায়ই বরফের মতো শক্ত হয়ে যায় ,তাই মাষ্ক ও গ্লাভস পড়তে পারলে ভালো ।।
    যাওয়ার রাস্তায় দেখছিলাম দুপাশে রাস্তার ওপর গুঁড়ো গুঁড়ো বরফ পড়ে আছে। পথের ধারের সবুজ গাছগুলো সবুজ-সাদায় মিশে একাকার হয়ে গেছে যেনো। Nathula Pass এ পৌঁছে চারপাশের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আমরা মন্ত্রমুগ্ধ। কোনো সময়ের হিসেব না রেখেই যেনো আমরা সবাই ওখানেই থেকে যেতে চাইছিলাম। অনেকে বরফ দিয়ে snowman বানাচ্ছিল। কতক্ষন মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম জানা নেই, জ্ঞান ফিরলো আমাদের tour operator মাধব বাবুর ডাকে - চলো চলো সবাই, ওপরে উঠতে হবে তো। প্রসঙ্গত বলে রাখি, এত টা ওপরে এলে কিন্তু অনেকের শ্বাসকষ্ট বা High Altitude Sickness হয়। তাই এখানে এলে ডাক্তার এর পরামর্শ নিয়ে Diamox 250mg খাওয়া যেতে পারে। হোমিওপ্যাথি ওষুধ Coca 30 ও খেতে পারেন আর সঙ্গে অবশ্যই কর্পূর রাখবেন, যা মাঝে মাঝে শুঁকলে শ্বাসকষ্ট বা গা গোলানো ভাব কমে। তারপর আমরা nathula pass এর ওপরের দিকে উঠতে শুরু করলাম। সিড়ি কেটে কেটে পথ করা আছে, তার ওপর আমাদের পায়ের নীচে পড়ে আছে পুরু তাজা বরফ। এর ওপর দিয়েই আমরা হাঁটছিলাম। পাশে দেখলাম জলের ধারা জমে বরফ হয়ে গিয়ে ছুঁচলো ফলার মত তুষার-শলাকা হয়ে গেছে। অনেকে আবার ওই শলাকা ভেঙে নিয়ে ছবি তোলার পোজ দিচ্ছিল! কিন্তু এখানে তোমাদের বলে দি, nathula pass এর ওপরে কিন্তু কোনরকম ছবি তোলা allowed না। তোমরাও কেউ এখানে এসে photo তুলো না, দেশের safety ও security কে সম্মান করো এবং আমাদের army দের কথা স্মরণ করো।
    Nathula pass এর ওপর থেকে নীচের দিক টা দেখতে অসাধারন লাগছিল। নীচের কিছু কিছু জায়গাকে তো ঠিক Blackforest cake বলে মনে হচ্ছিল।
    বাবা মন্দিরে আসার পর শ্রদ্ধেয় হারভজন সিং জীর প্রসাদ কিশমিশ খেয়ে যখন মন্দির থেকে বেরোচ্ছি তখন ই আকাশের দিকে তাকিয়ে দেখলাম কালো মেঘ যেনো পাহাড়ের ওপর ধাক্কা খাচ্ছে। মনের আনন্দে চেঁচিয়ে উঠলাম,"বরফ পড়ছে! Snowfall হচ্ছে!!" ওপরে তাকিয়ে দেখলাম ধূসর বর্ণের আকাশ থেকে গুঁড়োগুঁড়ো বরফ সাবুদানার মতো চারি দিকে ছড়িয়ে পড়ছে। বৃষ্টির মতো কিন্তু টপ্‌টপ্‌ করে পড়ছে না, আস্তে আস্তে উড়ে উড়ে পড়ছে। জ্যাকেটের ওপর এসে ছুঁয়ে থাকছে, ঝারলেই পড়ে যাচ্ছে। চারদিকটা কেমন শুভ্র কোমল বরফের পৃথিবীতে পরিণত হচ্ছে। মনে হল যেন স্বর্গ থেকে পারিজাতের কেশর ছড়িয়ে দেওয়া হচ্ছে। সবাই আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছিলাম! যেটা অতটা উচ্চতায় হয়তো করা উচিত না। কিন্তু চোখের সামনে তুষারপাত শুরু হলে সেই সবার কি হুঁশ থেকে তোমরাই বলো !!চারদিকটা কেমন যেন বরফে আচ্ছন্ন হয়ে আসতে লাগলো। হুঁশ ফিরলো আমাদের ড্রাইভার জির ডাকে। তাড়াতাড়ি ফিরতে হবে, নাহলে সমস্যায় পরে যেতে হবে। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, ঐরকম দুর্গম জায়গায় তোমাদের ড্রাইভার ই কিন্তু একমাত্র বন্ধু। তাই ওনাদের কথা একদম ই অমান্য করা উচিত না। দ্রুত পা চালিয়ে আমরা গাড়ির কাছে চলে এলাম। আমরা আর ওই তুষারপাতের মধ্যে না থেকে নীচের দিকে নামতে লাগলাম। ঠান্ডা যে কতখানি তা কলকাতার ভ্যাপসা গরমে বসে কল্পনাও করা যাবে না। চারদিকটা যেন রূপকথার গল্পের বইয়ের মতো মনে হচ্ছে। সাদার মধ্যে যে এত সৌন্দর্য থাকতে পারে সেটা বরফের রাজ্যে না এলে কল্পনাই করা যায় না। ফেরার পথে Nathang Valley দেখলাম। ওখানেও Snowfall হচ্ছিল। তাই আমরা আর অপেক্ষা করিনি ওখানে। Kupup lake বা elephant lake ও দেখলাম। আস্তে আস্তে Zig Zag road এর দুপাশ টা পুরো ঘন মেঘে ঢেকে গেল। বুঝতে পারলাম আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। কিন্তু তার ভেতর দিয়েই ড্রাইভার অভিষেক ভাই পটু হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছেন আর গাড়ি চালাচ্ছেন homestay এর দিকে। নীচে কিন্তু অত বরফ পড়েনি।
    Places covered in our silk route trip:
    Sillery Gaon
    Ramitey View Point
    Rishikhola/Reshi Khola
    Que Khola Falls
    Padamchen
    Zuluk
    Thambi View Point
    Zigzag Road
    Nathula Pass
    Nathang Valley
    Old Baba Mandir
    Kupup/Elephant Lake
    Jalsha View Point
    Jalsha Banglow
    Ramdhura View Point
    Ramdhura
    Lava
    Rishop
    Rhenock
    Siddhi Vinayak Mandir
    Lava Monestry
    Ichche Gaon
    #silkroute #sikkim #travel
    ©Arghya/Limitless Bangali

ความคิดเห็น • 28

  • @sumalyachatterjee007
    @sumalyachatterjee007 ปีที่แล้ว +1

    Bhai shotti bolchi ei video gulo viral hobar Dom rakhe.. just millions e view chai! Editing toh amazing botei but shob professional travel videos e jerom explain kore jayga r bepare plus video quality, same experience ekhaneo.. and early stage theke erom korte thakle, million subs dur nei 😁 so hats off! Suru holo Thamvi view point diye.. then nathula te jabar por just whiteeee shob 🥶🥶 medical info ta exclusive tip ❤ overall chumu hoyeche Bhai ❤️❤❤ *snow fall perfect dekha geche* 🥶🌨️

    • @LimitlessBangali
      @LimitlessBangali  ปีที่แล้ว

      ওরে বাব্বা !! অনেক কিছু বলে দিয়েছিস !! 🤩
      তোর মুখে মিষ্টি, লাড্ডু, রসমালাই এসব পড়ুক ❤️

  • @diptibagyoutuber7859
    @diptibagyoutuber7859 ปีที่แล้ว +1

    Ki darun darun jaiga gulo deklam. Thanks for sharing the video 😊

  • @bidishaadak5817
    @bidishaadak5817 ปีที่แล้ว +1

    Amazing video .

  • @user-ew4en6nk7u
    @user-ew4en6nk7u ปีที่แล้ว +1

    osasdharon laglo video ta...

    • @LimitlessBangali
      @LimitlessBangali  11 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ ❤️

  • @chefpanda6602
    @chefpanda6602 ปีที่แล้ว +1

    osadharon view...khub valo laglo////

  • @banglachando7004
    @banglachando7004 ปีที่แล้ว +1

    video ta dekhei to jete icha korche//khub valo laglo..

    • @LimitlessBangali
      @LimitlessBangali  ปีที่แล้ว

      হ্যাঁ দারুন জায়গা 😊

  • @Anucreation2330
    @Anucreation2330 ปีที่แล้ว +1

    ভীষন সুন্দর লাগলো ভিডিও টা ❤😊

  • @siulimukherjee9373
    @siulimukherjee9373 ปีที่แล้ว +1

    Finally 🥳🥳

  • @ishanibanerjee8739
    @ishanibanerjee8739 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo.....❤❤❤❤

  • @Krutarth_Vaishnav
    @Krutarth_Vaishnav ปีที่แล้ว +1

    I must say vai.. This is the best video of yours! Totally on fire! 🔥

  • @beyondimagination6073
    @beyondimagination6073 ปีที่แล้ว +1

    Wow...just Darun laglo video ta❤❤❤ ...kon phone ba camera te tulecho 1tu bolo please....

    • @LimitlessBangali
      @LimitlessBangali  ปีที่แล้ว

      বলবো না, secret 😬
      Btw thank you 😊

  • @Krishanu1013
    @Krishanu1013 ปีที่แล้ว +1

    Paharer rajpothe borofer Chaas, nathula pass

    • @LimitlessBangali
      @LimitlessBangali  ปีที่แล้ว

      আরে বাহ, সাব্বাস!
      তুই কি যেতে চাস?? 🤭

  • @mreletonsquadyt7507
    @mreletonsquadyt7507 6 หลายเดือนก่อน +1

    dada apni akta kotha bolbe amke amra march a east Sikkim ja6i,but kono tour agent sathe na,onkan kar akhn driver er Sathe,1 day ramdhura 2 day lungthunh 3rd riahikhola .ai amra 2 days amra old baba mandir hoye nathula pass jaoar plan,but onk bol6e gangtok thkhe permit na korale nathula pass jao jai na ..oii permit nathula te hoi...ata ki thk apni ak2 bolben amke

    • @LimitlessBangali
      @LimitlessBangali  5 หลายเดือนก่อน

      Apni je driver er sathe jachen uni sob arrange kore deben. Onar sathei kotha bolun.

  • @suvankarmondal2216
    @suvankarmondal2216 7 หลายเดือนก่อน +1

    Tour operator er number ta pwa jbe Dada

    • @LimitlessBangali
      @LimitlessBangali  5 หลายเดือนก่อน

      নিশ্চই, messgae করুন: facebook.com/arghya.ghosh.37?mibextid=ZbWKwL