দার্জিলিং এ শিলা বৃষ্টি | সবচেয়ে সস্তা দোকান | Toy Train Joy Ride | Mahakal Madir | Darjeeling Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 เม.ย. 2024
  • (পর্ব ১)
    ❤️ পাহাড়ের রানী দিচ্ছে হাতছানি ❤️
    সত্যিই কি দার্জিলিং মোহময়ী ??
    সেটা জানা ও বোঝার জন্যই এইবারে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে।
    'পায়ের তলায় সর্ষে' বাঙালির মনের মধ্যে এই সুপ্ত স্বপ্নটা উঁকি দিচ্ছে মাঝেমধ্যেই আর planning চলছে তিন রাত চার দিন বা চার রাত পাঁচ দিনের একটা পাহাড়ি ছুটির।
    সিটং, অহলদাড়া, লাটপাঞ্চার, কয়লাগুদাম, তুরুক, মাহালদিরাম, চিমনি, বাগোরা, সেল্পু, সোরেন, শিবখোলা, যোগিঘাট, মংপু, তাকদা, তিনচুলে, রামপুরিয়া, কোলবং, নয়া বস্তি, ছোটা মাঙ্গয়া, বড় মাঙ্গয়া, লামাহাট্টা, পেশক, রঙ্গারুণ, দাওয়াইপানি, চটকপুর, তিস্তা ভ্যালি, রংলি-রংলিয়ট, রঞ্জু ভ্যালি, ছয় মাইল, লেপচাজগৎ, ঘুমভঞ্জং, সিংতাম, গুমতিগাঁও, লেবং, সোনাদা, রংবুল, খোরসং, বিজনবাড়ি, ঝেঁপি, সুখিয়া, গুরাস, তাবাকোশি, রংভঙ, মিরিক, মানেভঞ্জন, ধোত্রে, টংলু, টুমলিং, কালিপোখরি, সান্দাকফু, ফালুট, গোর্খে, সামানদেন, রিম্বিক ইত্যাদি।
    ( এখানের কিছু জায়গা বর্ষায় বন্ধ থাকে )
    কিন্তু আমরা কোথায় যাবো?? আমার দাদা ও আমি ঠিক করলাম দুদিন দার্জিলিং শহরটায় থেকে এবার যাবো Mineral Spring ও সোনাদায়। সোনাদার ব্যাপারে জানলেও অনেকের মনে প্রশ্ন জাগবে এই mineral spring আবার কোথায় ? নামই তো শুনিনি কখনও, হ্যাঁ আমেরিকা তে একটা আছে বটে mineral spring কিন্তু দার্জিলিং এও?? হ্যাঁ, দার্জিলিং এও একটা mineral spring আছে বটে। এটিই হলো ভারতীয় সরকার দ্বারা প্রত্যয়িত একটি organic village। কথিত আছে এখানকার জল নাকি ক্যান্সার এর মত রোগেরও উপশম করতে পারে। এখানকার জল সুদূর লন্ডন এও পাঠানো হতো। স্বয়ং রানী ভিক্টোরিয়া এই জল পান করতেন। বহু সময় আগে একজন ইংরেজ সাহেব এর কোনো দুরারোগ্য ব্যাধির উপশম হয় এখানকার জলের সংস্পর্শে এসে, তাই তিনি এই পাহাড়ের নাম দেন দায়াইপানি। হ্যাঁ আসল দাওয়াইপানি কিন্তু এখানেই আছে। এখানে পাহাড়ের আনাচ-কানাচ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখানে আছে রকমারী ফুলের বাগান। strawberry, mulberries, pashion fruit, avocado, এবং আরো অনেকরকম ফল। তবে সেখানকার গল্প করব পরবর্তী পর্বে।
    সকাল সাড়ে ছটা নাগাদ আমাদের বাহন আমাদেরকে পৌঁছে দিলো NJP স্টেশন। আমাদের জন্য ড্রাইভার মইনজি আগে থেকেই অপেক্ষা করছিলেন। ১২ টা নাগাদ আমাদেরকে পৌঁছে দিলেন Darjeeling Palace Hotel এ। আমরা ঠিক করেছিলাম দার্জিলিংয়ে গিয়ে ওই টিকমার্ক করা sight seeing এ আমরা নেই। শুধু দুদিন দার্জিলিং শহর টা ঘুরবো পায়ে হেঁটে, kunga, keventer's, glenary's, dekevas এইসব জায়গায় খাবো, toy train এ চড়ে ঘুরবো, চিড়িয়াখানায় যাবো আর ম্যাল এ বসে থাকবো।
    ✴️ যেদিন দার্জিলিং পৌছালাম আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। বেশ কিছুক্ষণ বৃষ্টির পর শুরু হলো শিলাবৃষ্টি! ওহ সেকি অদ্ভুত অনুভূতি!! বড় বড় শীল পরে চারপাশের রাস্তা, গাড়ি, বাড়ির ছাদ সব সাদা হয়ে যেতে লাগলো চোখের সামনে! জীবনে প্রথমবার ওরকম একটানা শিলাবৃষ্টি হতে দেখলাম চোখের সামনে!! মনোমুগ্ধ হয়ে দাড়িয়ে দাড়িয়ে দেখতে থাকলাম।
    ✴️ যদি কেউ চিড়িয়াখানায় যেতে চান তাহলে একটু সকাল সকাল বা বেলার দিকে প্ল্যান করে নেবেন কারণ 4 টে তে গেট বন্ধ হয়ে যায়।
    ✴️ আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম দার্জিলিং স্টেশনের দিকে। যাওয়ার পথে লোকাল লোকজনের থেকে একটা শর্টকাট রাস্তা জেনে নিয়েছিলাম। আমাদের সময় লাগলো ১৫ মিনিট। দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেনের টিকিট কাটা যায় কিন্তু আমরা টিকিট আগে থেকেই কেটে রেখে ছিলাম অনলাইনে। স্টিম ইঞ্জিনের ট্রেনের টিকিট ১৫০০ টাকা এবং ডিজেল ইঞ্জিনের ট্রেনের টিকিটের দাম ১০০০ টাকা। আমরা ডিজেল ইঞ্জিন এর ই টিকিট কেটেছিলাম। যদিও ওই স্টিম ইঞ্জিন ধোঁয়া উঠাতে ওড়াতে যখন যেতে থাকে তখন একটা অন্যরকম অনুভূতি হয়। টয় ট্রেন আমাদের নিয়ে গেল বাতাসিয়া লুপ, ঘুম মানোস্ট্রি এবং ঘুম স্টেশন। Vistadom couch এ বসে আশপাশে সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাওয়াটা বেশ ভালই লাগছিল। আমাদের টয় ট্রেন একবার রাস্তার বাঁদিকে একবার রাস্তার ডান দিকে ঘুরে ঘুরে এগিয়ে চলেছিল গন্তব্যের দিকে।
    ✴️ বাতাসিয়া লুপের মাত্র 15 মিনিট দাঁড়িয়েছিল ট্রেনটি। যার ফলে খুব বেশি ঘোরাঘুরি করতে পারিনি, যদি কেউ ঘুরতে চান তাহলে আলাদাভাবে গাড়ি করেও এখানে আসতে পারেন। তারপর আমাদের ট্রেন এগিয়ে চলল ঘুম স্টেশনের দিকে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি ২২৫৮ মিটার (৭৪০৭ ফুট) উচ্চতায় অবস্থিত। ঘুম স্টেশনের পাশেই অবস্থিত একটি মিউজিয়াম যার ভেতর বিভিন্ন ঐতিহাসিক জিনিস রাখা আছে। এখান থেকে আমাদের ট্রেন ফিরে চলল আবার দার্জিলিং স্টেশনের দিকে।
    ✴️ দার্জিলিং ম্যাল এর ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে সোজা বেশ কিছুটা গেলেই বাঁদিকে সিড়ি দিয়ে উপরে উঠেই মহাকাল মন্দিরের গেট পড়বে। অনেকটা উঁচুতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। বলতে গেলে দার্জিলিং ম্যালের মাথায় হচ্ছে মহাকাল মন্দির। মন্দিরে ভিতরে ঢুকলে এক অদ্ভুত শান্তি আপনাকে গ্রাস করে নেবে। মহাদেবের বিভিন্ন বিভিন্ন রূপ এখানে আপনি দেখতে পাবেন। গোটা মন্দিরটাই তিব্বতি প্রার্থনা পতাকা দিয়ে সাজানো। এখানে অবশ্যই একবার যেতে হবে আপনাদের। আশা করছি আপনাদের ভালোও লাগবে। মন্দির চত্বর অনেকটা বড়, পায়ে হেঁটে ঘুরতে কিছুটা সময় লাগবে।
    ✴️ এরপর আমাদের দার্জিলিং শহর ছেড়ে চলে যাওয়ার পালা। আমাদের পরবর্তী গন্তব্য mineral spring এর দিকে। যাওয়ার পথে পড়ল chitrey tea garden। বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই চা বাগান। চা বাগানের উপর থেকে সামনের ভ্যালির দৃশ্য অসাধারণ লাগছিল। কিনলাম চা পাতা। এখানে চা পাতা বেশ ভালো লাগলো দাম ও কম কিন্তু খুব ভালো। ৫০০ টাকা আর premium হলে ৭০০ টাকা কেজিপ্রতি।
    এখান থেকে আর কোথাও না দাঁড়িয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য স্থলে। Mineral Spring এর গল্প পরের পর্বে থাকবে।
    #darjeeling #bengalivlog #travelguide #darjeelingtrip #toytrain

ความคิดเห็น • 5

  • @sumalyachatterjee007
    @sumalyachatterjee007 2 หลายเดือนก่อน +1

    Opurbo hoyeche Bhai Darjeeling vlog! Khub peaceful ❤❤ Cha Bagan er view ta seriously mon juriye dilo ❤️❤️❤️
    Mineral springs er jonno opekkha roilo 😬🫂

  • @suparnabhandari5367
    @suparnabhandari5367 2 หลายเดือนก่อน +1

    Darun laglo ... 😍😍 Waiting for the next part 🤩

  • @rrajaplh07
    @rrajaplh07 2 หลายเดือนก่อน

    Driver dadar number daben plz