যত শুনছি তত তৃষ্ণার্ত হচ্ছি। অনেক অনেক প্রণাম জানাই শ্রীচরণকমলে। আপনার শারীরিক সুস্থতা কামনা করি। আরও অনেক পূরাণ শুনতে চাই আপনার আত্মিক জ্ঞানের বহ্নি শিখা তে। এসব আলোচনা যেমন সময়োপযোগী তেমন শিক্ষা মূলক। আমাদের academic educational পদ্ধতি তে আমরা অনেক শিক্ষাগ্ৰহন করলেও এসব বিশদভাবে কোথাও জানাশোনার কোনো স্থান ছিল না। অনেক অপূর্ণতা ছিল। এখন আপনার প্রচেষ্টায় আমার মতো অনেকেই পূর্ণতা প্রাপ্তির প্রার্থনা করছে। আলোচনা শুনতে শুনতে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি।।
এই সংখ্যাটি অত্যন্ত সময়োপযোগী। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই যে ব্যাখ্যা আপনি করছেন তাতে আপনার প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে। নৃসিংহ দেব আপনাকে শক্তি দিক। সশ্রদ্ধ নমস্কার জানাই।
অসংখ্য ধন্যবাদ, মাস্টারমশাই। সকল প্রকার মাংশাদি আমি আমরা সুপরিবাহী ভক্ষণ করি এবং অন্যকেও উদ্ভুদ্ধ করি। তবে যারা নিরামিষাশী, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে, তাদের কারণেই তো মাংশ এত সহজলভ্য আর সস্তা।
He was a kshatriya by caste. It was very natural. In spiritual sense the omnipotent is the source of all knowledge . It may be spiritual or material world. He is teaching us everything.
Kintu onno yukti abr ekhane pelam..ন মাংস রাঘবো ভূঙ্ক্তে ন চাপি মধুসেবতে। (সুন্দর কান্ড ৩৬।৪১) রাম জী না মাংস খান, না মদ্য পান করেন। বাল্মিকী রামায়ন সুন্দর কান্ড ৩৬ /৪১ সীতা মাতার এই জিজ্ঞাসা এটা দর্শায় যে, যদি রামচন্দ্র জীর মাংস ভক্ষন তার নিয়মিত আহার হতো তবে সীতা মাতার এই রূপ জিজ্ঞাসার কোন আবশ্যকতা থাকতো না।
স্যার কৃতজ্ঞতার সহিত প্রণাম জানাই । আপনার মূল্যবান ভিডিওগুলো আমি দেখি । তবে আজকের আলোচনা বেশ মজা পাচ্ছিলাম । অনেক শিক্ষা গ্রহণ করলাম । আরেকটা উই টিউব চেনেলে একজন ভগবান শ্রী কৃষ্ণের গোবর্ধন পূজার ব্যাবস্থা করে ছিলেন কি ভাবে সেটার ব্যাখ্যাও তিনি বিভিন্ন গ্রন্থ থেকে দেখিয়েছেন । খুব ভালো থাকবেন স্যার । জয় ভগবান রামচন্দ্র জয় শ্রী কৃষ্ণ ।
একদম অজানা বিষয়টা আপনি আজকে জানিয়ে দিলেন। আমি আপনার প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করি এবং তার থেকে নতুন নতুন অনেক কিছু জানতে পারি। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে 🙏 যদি শ্রীকৃষ্ণ কে নিয়েও একইভাবে কিছু বর্ণনা করেন (যদি থেকে থাকে আর কি) তাহলে অনেক বেশি কৃতার্থ হতাম 🙏।
ক'জনই বা বাল্মীকি রামায়নের গভীর অধ্যয়নে গিয়েছে বা যায়, তাই শ্রীরামচন্দ্রকে শুধু ভগবান হিসাবেই ধরে নিয়েছে বা নিচ্ছে। তিনি যে সাধারন একজন ক্ষত্রিয় মানুষ হিসেবেই লীলায়িত, সে কথাই বা ক'জন ভাবে। অসাধারণ আপনার ব্যাখ্যা। ধন্যবাদ।
ন মাংস রাঘবো ভূঙ্ক্তে ন চাপি মধুসেবতে। (সুন্দর কান্ড ৩৬।৪১) রাম জী না মাংস খান, না মদ্য পান করেন। বাল্মিকী রামায়ন সুন্দর কান্ড ৩৬ /৪১ সীতা মাতার এই জিজ্ঞাসা এটা দর্শায় যে, যদি রামচন্দ্র জীর মাংস ভক্ষন তার নিয়মিত আহার হতো তবে সীতা মাতার এই রূপ জিজ্ঞাসার কোন আবশ্যকতা থাকতো না। (নতুন যুক্তি পেলাম।)internet e Dharmotatwa name er page e mansho ba mrigo ei sobder onno byakkha ache..ektu dekhun
@@St4321dekdom thik bolechen 😊..valo laglo dakha kau to acha ja proper reference Diya kotha bolchen..sobai ramayan ta ka mythology vabcha ar shree ram ji ka sadharan manus vabchan..ai jonnoi ato downfall amadar
@@St4321d আপনি তো মশাই সংস্কৃত এর ভুল অনুবাদ করে শ্রোতাদের ভ্রমের মধ্যে ফেলছেন। এবং এটি ভগবতী মা সিতা বলেননি বলছেন হনুমান, न मांसं राघवो भुङ्क्ते न चैव मधु सेवते। वन्यं सुविहितं नित्यं भक्तमश्नाति पञ्चमम्॥ ४१॥ যদি পুরো অর্থের অনুবাদ করেন তাহলে হয়, শ্রী রামচন্দ্র মাংস খাওয়া ও মধুসেবন ত্যাগ করেছেন। তিনি এখন হইতে নিত্য বানপ্রস্থ্য উপযোগী এবং বনে উৎপন্ন ফল মূল দিয়েই শরীরধারণ এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আহার করে থাকেন। এর মানে এই দাঁড়ায় যে শ্রী রামচন্দ্র পূর্বে মাংস খেতেন কিন্তু এখন সবই ত্যাগ করেছেন। জয় লীলায়িত রামচন্দ্রের জয়।
ভগবান(পিতা/মাতা) যদি আমিষাশি/সর্বভুক ছেলে মেয়ে যা খায়/খাওয়ায় তাই আনন্দে গ্রহন করতে না পারে তবে এমন ভগবান অন্তত আমার পিতা/মাতা নয় কারন আমি প্রায় সর্বভূক.... তাই আমি ভোগ দিলে নিজে যেদিন যা খাবো সেটাই আমার ভগবানকে খাওয়াবো..... রাম কৃষ্ণ লক্ষ্মী দুগ্গা গনেশ প্রমুখদেরকেও🙏🏼 আমার সাথে বিভিন্ন রকম মাছ মাংস এমন কি গেঁড়ী গুগলিও খাওয়াবো....
যারা মাংস খাচ্ছেন আর যারা অল্প খাচ্ছেন, সবাই মাংস খাওয়া একেবারে ছেড়ে দিন। এটা নিয়ে আর কোনো সমস্যা, সন্দেহ থাকবে না। যারা সর্বদা মাংস খায় তাদেরকে পেট ভরে খেতে দিন। তাদের জন্য মাংসকে সহজলভ্য করে দিন। এতে করে মাংসের দামও কমবে, তারাও তৃপ্তি সহকারে খেতে পারবে। সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় থাকবে। নয়তো, বাহিরের দেশে মাংস রপ্তানি করে দিন। বৈদেশিক মুদ্রাও অর্জন হবে, দেশের জিডিপি বাড়বে
WHY are you people so scared about eating non- veg? Mr. Bhaduri never tried to justify the eating habit of devotees or God or demons by his lecture. He just described the sanskrit scripture with his poetic expression in Bengali language. Do not take always this veg, non -veg dining personally. Try to listen to the content.
Yes we can never justify as those days they used to gather meat by self hunting rather than eating processed meat of animals raised for slaughter and bought from markets.
Thank You Sir. You have explained it very well. For Non Bengali understanding people please make this video in English or Hindi. People must know the real truth written in the Ramayana.
মৎস্য বলির জন্য ব্যবহৃত মাছের প্রজাতি বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, বিশ্বাস এবং পরিবেশের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তবে সাধারণত নিচের মাছগুলো বেশি ব্যবহৃত হয়: 1. রুই (Rohu): এটি অন্যতম জনপ্রিয় মাছ যা হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়। রুইকে পবিত্র ও শুভ বলে মনে করা হয়। 2. কাতলা (Catla): বড় আকারের এই মাছটিও পূজা ও বলির সময় ব্যবহৃত হয়। 3. আইড় (Ari or Ayer): বড় নদীর মাছ হিসেবেও পরিচিত, কিছু অঞ্চলে এই মাছটি বিশেষভাবে ব্যবহার করা হয়। 4. পাবদা (Pabda): ছোট মাছের মধ্যে এটি কিছু স্থানে বলির জন্য ব্যবহৃত হয়। 5. মাগুর (Magur): মাগুর মাছও হিন্দু ধর্মীয় পূজায় কখনো কখনো ব্যবহৃত হয়, বিশেষ করে যখন মাংসের পরিবর্তে মাছ উৎসর্গ করার প্রথা পালন করা হয়। বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিতে অন্যান্য স্থানীয় প্রজাতির মাছও ব্যবহৃত হতে পারে, এবং নির্দিষ্ট দেবতা বা দেবীর পূজায় বিশেষ কোনো মাছের প্রতি গুরুত্ব আরোপ করা হতে পারে।
নমস্কার জানবেন। অনেক ধন্যবাদ আপনাকে ।আপনি এই যে তথ্য গুলো তুলে ধরলেন তাতে আমরা আরো ও অনেক সমৃদ্ধ হলাম। সত্য কথা জানান কোনো অপরাধ নয়। মৌলবাদীরা যাই বলুন না কেন আপনি আমাদের লীলাযিত রামরঘুমনির জীবন যাত্রার নিপুণ বর্ননা শোনাতে থাকুন। ভালো থাকবেন স্যর।
যাহারা শ্রী রামের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন তাহারা শ্রীরামের খাদ্য তালিকায় মাছ মাংস তথা আমিষভোজী ছিলেন। এতে কোন সংশয় নেই। সত্য ই অবাক হয়ে যাই। এধরণের বুদ্ধিমত্তার পরিচয়ে।
Sir, your videos need English versions. You are among few Indians who are in the habit of presenting facts and only facts on our roots. Best best Regards, Sir.🙏🙏
সত্য কে সহজ ভাবে নেবার মুক্ত মনের উদারতা মানুষের উগ্র আবেগ ও অজ্ঞানতার অহংকার স্তিমিত করবে আপনার পাণ্ডিত্য পূর্ণ এইরকম পরিষ্কার ও বস্তুনিষ্ঠ আলোচনা প্রামাণ্য শ্লোক ও টীকা সহকারে। সাধু সাধু ।।
Please answer two questions: 1. Is Uttar Kanda was added to the Valmiki Ramayana and it was not there in the original version? 2. The Laxman Rekha was not in the Valmiki Ramayana. Is it correct?
আমাদের বাংলায় , বিশেষত পূর্ব বঙ্গীয় দের মধ্যে একটি মাছ খাওয়ার প্রচলন আছে যার নাম নলা মাছ, অনেক টা চারা পোনার মতো দেখতে, .... নল মীন বলতে কি তাকেই বোঝাচ্ছে?
যত শুনছি তত তৃষ্ণার্ত হচ্ছি। অনেক অনেক প্রণাম জানাই শ্রীচরণকমলে। আপনার শারীরিক সুস্থতা কামনা করি। আরও অনেক পূরাণ শুনতে চাই আপনার আত্মিক জ্ঞানের বহ্নি শিখা তে। এসব আলোচনা যেমন সময়োপযোগী তেমন শিক্ষা মূলক। আমাদের academic educational পদ্ধতি তে আমরা অনেক শিক্ষাগ্ৰহন করলেও এসব বিশদভাবে কোথাও জানাশোনার কোনো স্থান ছিল না। অনেক অপূর্ণতা ছিল। এখন আপনার প্রচেষ্টায় আমার মতো অনেকেই পূর্ণতা প্রাপ্তির প্রার্থনা করছে। আলোচনা শুনতে শুনতে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি।।
এই সংখ্যাটি অত্যন্ত সময়োপযোগী। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই যে ব্যাখ্যা আপনি করছেন তাতে আপনার প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে। নৃসিংহ দেব আপনাকে শক্তি দিক। সশ্রদ্ধ নমস্কার জানাই।
qqq
Why Ram is telling lie He has come to forest to keep truth. Other wise to prove he is human he should not have come to forest in the first place.
Poor justification
W
অসংখ্য ধন্যবাদ, মাস্টারমশাই। সকল প্রকার মাংশাদি আমি আমরা সুপরিবাহী ভক্ষণ করি এবং অন্যকেও উদ্ভুদ্ধ করি। তবে যারা নিরামিষাশী, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে, তাদের কারণেই তো মাংশ এত সহজলভ্য আর সস্তা।
আপনার বক্তব্য বিবেচনা শুনার আগে আমি মোটেও জানতাম না যে রাম চন্দ্র মাছ মাংস খেতেন শুনে আশ্চর্য হলাম এবং বুদ্ধি বিবেক বারলো আমার ধন্যবাদ আপনাকে
He was a kshatriya by caste. It was very natural. In spiritual sense the omnipotent is the source of all knowledge . It may be spiritual or material world. He is teaching us everything.
@@metaphoric-j1c He is teaching us to be nonveg
Siddhartha Goutam was also son of a king.
Kintu onno yukti abr ekhane pelam..ন মাংস রাঘবো ভূঙ্ক্তে ন চাপি মধুসেবতে।
(সুন্দর কান্ড ৩৬।৪১)
রাম জী না মাংস খান, না মদ্য পান করেন। বাল্মিকী রামায়ন সুন্দর কান্ড ৩৬ /৪১ সীতা মাতার এই জিজ্ঞাসা এটা দর্শায় যে, যদি রামচন্দ্র জীর মাংস ভক্ষন তার নিয়মিত আহার হতো তবে সীতা মাতার এই রূপ জিজ্ঞাসার কোন আবশ্যকতা থাকতো না।
এটা কি বাল্মীকি রামায়নে আছে ?
শতকোটি প্রণাম আপনাকে , এতো সুন্দর করে বিষয়টি কে বিশ্লেষণ করে বোঝানোর জন্য ۔
আপনার লেখা ও বলা দুই ই খুব সুন্দর ওতথ্য পূর্ণ আমার খুব প্রিয়। পরবর্তী পর্ব র জন্য অপেক্ষা করব।🙏🙏🙏👍💯💖
Agami er jonye opekhya korbo. Osombhob sundor explanation. Onek kichu sikhlum.
অদ্ভুত সুন্দর চ্যানেল। কতো সুন্দর সহজ সরল ব্যাখা। 🙏🙏ধন্যবাদ এতো সুন্দর চ্যানেল উপহার দেওয়ার জন্য।
অপূর্ব ও অভূতপূর্ব আলোচনা, সমৃদ্ধ হলাম। আন্তরিক কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ প্রণাম জানাই স্যার।🙏🙏🙏
কানের ভিতর দিয়া মর মে পশিলো গো।সখি কেবা শুনায়লো শ্যাম নাম ।অপূর্ব ।
আপনার ব্যাখ্যা য় আমরা অনুপ্রাণিত ও সমৃদ্ধ।নমস্কার নেবেন ।
অপূর্ব ব্যাখ্যা, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।
কত কি যে আমরা জানি না।
জানা ছিল। তবে আপনার ব্যাখ্যা আমাদের ভরিয়ে তোলে। যত পাই ততই বুঝি আমরা আমাদের খুঁটি ছেড়ে কত দূরে চলে এসেছি। ভাল থাকবেন। 🙏🏻❤️
পড়েছিলাম কিন্তু আপনার ব্যাখ্যা। অভূতপূর্ব লাগলো
মন ভরে গেলো
,,
অসাধারণ ব্যাখ্যা। প্রতি মূহুর্তে সমৃদ্ধ হচ্ছি।🙏🙏
অসাধারণ আলোচনা।আলোর দিশা পেতে হলে এই আলোচনা মনপ্রাণ দিয়ে শোনা প্রয়োজন।
স্যার কৃতজ্ঞতার সহিত প্রণাম জানাই । আপনার মূল্যবান ভিডিওগুলো আমি দেখি । তবে আজকের আলোচনা বেশ মজা পাচ্ছিলাম । অনেক শিক্ষা গ্রহণ করলাম । আরেকটা উই টিউব চেনেলে একজন ভগবান শ্রী কৃষ্ণের গোবর্ধন পূজার ব্যাবস্থা করে ছিলেন কি ভাবে সেটার ব্যাখ্যাও তিনি বিভিন্ন গ্রন্থ থেকে দেখিয়েছেন । খুব ভালো থাকবেন স্যার । জয় ভগবান রামচন্দ্র জয় শ্রী কৃষ্ণ ।
Apni amader gyaner dorja. Anek sradhya aonarke janalam
Sotti osadharon apnar Sanskrit sloke er baykhya👑🙏
Khub bhalo holo baba Ramchandra machh mansho kheten shune Santo holo man
সম্পূর্ণ শুনলাম। বাংলাদেশ থেকে
Nice to know the practical side of Shri Ram charitra
What is practical and what is theoretical?if theory can not put into practice it is no theory
@@achintyabiswas5388 Theory made Him God and made sideline from being human
খুব ভালো লাগলো 🙏
অসাধারণ। অনেক কিছু শিখলাম। প্রণাম আপনাকে।
প্রণাম নিবেন আপনার ভিডিওগুলি খুবই ভালো লাগছে সঠিক রামায়ণ আস্তে আস্তে জানতে পারছি আশা করি আরো জানতে পারবো
Very nice discussed . I Feel good to listen historical explained .
Apurbo apnar uposthapnae 🙏
তুলসী গাছ লাগানোর তুলসী দাসের রামায়ণ শুনে হাসি লাগলো ও আনন্দ পেলাম,lot of thanks
বেশ ভালো লাগলো। ধন্যবাদ।
এতো সুন্দর করে ব্যাখ্যা 🙏🙏🙏🙏🙏sir
অপূর্ব বিশ্লেষণ।
অসাধারণ, প্রণাম নেবেন,
Thank you apni jothartho bolechen iscon er mukhe bhalo kabab diyechen .Ekta asojhyo sanstha
Very very well said sir. 100% agree with you.
Ashadharon.
অপূর্ব 🙏❤️
একদম অজানা বিষয়টা আপনি আজকে জানিয়ে দিলেন।
আমি আপনার প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করি এবং তার থেকে নতুন নতুন অনেক কিছু জানতে পারি।
একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে 🙏
যদি শ্রীকৃষ্ণ কে নিয়েও একইভাবে কিছু বর্ণনা করেন (যদি থেকে থাকে আর কি) তাহলে অনেক বেশি কৃতার্থ হতাম 🙏।
Abashyai...apnar Teen Satiner Krishna 10 years agey porechi...ato bhalo legechilo!
জয়শ্রী রাম ❤
আপনিই আমাদের কতক ফল 🙏
Very nice Sir Ji. I must post it. Pranam
সঠিক তথ্য সঠিক ভাবে উপস্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ । সশ্রদ্ধ নমস্কার!
সশ্রদ্ধ প্রণাম স্যার।
অপূর্ব অসাধারণ বিশ্লেষণ
PRANAM ACHARIYA
Apni ato sundar bujhiye dyan, Sir!Pranaam neben!
Chakratunda , chingri
Makes sense
ক'জনই বা বাল্মীকি রামায়নের গভীর অধ্যয়নে গিয়েছে বা যায়, তাই শ্রীরামচন্দ্রকে শুধু ভগবান হিসাবেই ধরে নিয়েছে বা নিচ্ছে। তিনি যে সাধারন একজন ক্ষত্রিয় মানুষ হিসেবেই লীলায়িত, সে কথাই বা ক'জন ভাবে। অসাধারণ আপনার ব্যাখ্যা। ধন্যবাদ।
ন মাংস রাঘবো ভূঙ্ক্তে ন চাপি মধুসেবতে।
(সুন্দর কান্ড ৩৬।৪১)
রাম জী না মাংস খান, না মদ্য পান করেন। বাল্মিকী রামায়ন সুন্দর কান্ড ৩৬ /৪১ সীতা মাতার এই জিজ্ঞাসা এটা দর্শায় যে, যদি রামচন্দ্র জীর মাংস ভক্ষন তার নিয়মিত আহার হতো তবে সীতা মাতার এই রূপ জিজ্ঞাসার কোন আবশ্যকতা থাকতো না।
(নতুন যুক্তি পেলাম।)internet e Dharmotatwa name er page e mansho ba mrigo ei sobder onno byakkha ache..ektu dekhun
@@St4321dekdom thik bolechen 😊..valo laglo dakha kau to acha ja proper reference Diya kotha bolchen..sobai ramayan ta ka mythology vabcha ar shree ram ji ka sadharan manus vabchan..ai jonnoi ato downfall amadar
@@St4321d
আপনি তো মশাই সংস্কৃত এর ভুল অনুবাদ করে শ্রোতাদের ভ্রমের মধ্যে ফেলছেন। এবং এটি ভগবতী মা সিতা বলেননি বলছেন হনুমান,
न मांसं राघवो भुङ्क्ते न चैव मधु सेवते।
वन्यं सुविहितं नित्यं भक्तमश्नाति पञ्चमम्॥ ४१॥
যদি পুরো অর্থের অনুবাদ করেন তাহলে হয়,
শ্রী রামচন্দ্র মাংস খাওয়া ও মধুসেবন ত্যাগ করেছেন। তিনি এখন হইতে নিত্য বানপ্রস্থ্য উপযোগী এবং বনে উৎপন্ন ফল মূল দিয়েই শরীরধারণ এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আহার করে থাকেন।
এর মানে এই দাঁড়ায় যে শ্রী রামচন্দ্র পূর্বে মাংস খেতেন কিন্তু এখন সবই ত্যাগ করেছেন।
জয় লীলায়িত রামচন্দ্রের জয়।
Ram jii aar jei hok na kno uni amader bhogoban aar uni mangso kheten naa,, etar proman oo achen,, R khotriyo manei j mangso khete hobe taa noyy
@@St4321dযিনি বলছেন তিনি আপনার চেয়ে বেশি জানেন তাই তর্ক করবেন না ওই গোঁড়া গুলোর মতো
15:27 এখানে বস্ত্র বলতে কাপড় হতে পারে আবার নিজের শরীরের উপমাও দেওয়া যায়। নিজের শরীরটা আমার বস্ত্র।
প্রণাম স্যার।
ওঁ কৃষ্ণস্হু ভগবান স্বয়ম ।
ভগবান শ্রীকৃষ্ণ এ-র আহার সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ রইলো ।
ভগবান(পিতা/মাতা) যদি আমিষাশি/সর্বভুক ছেলে মেয়ে যা খায়/খাওয়ায় তাই আনন্দে গ্রহন করতে না পারে তবে এমন ভগবান অন্তত আমার পিতা/মাতা নয় কারন আমি প্রায় সর্বভূক.... তাই আমি ভোগ দিলে নিজে যেদিন যা খাবো সেটাই আমার ভগবানকে খাওয়াবো..... রাম কৃষ্ণ লক্ষ্মী দুগ্গা গনেশ প্রমুখদেরকেও🙏🏼 আমার সাথে বিভিন্ন রকম মাছ মাংস এমন কি গেঁড়ী গুগলিও খাওয়াবো....
প্রণাম স্যার🙏🙏🙏
Come to the point
অপূব
যারা মাংস খাচ্ছেন আর যারা অল্প খাচ্ছেন,
সবাই মাংস খাওয়া একেবারে ছেড়ে দিন।
এটা নিয়ে আর কোনো সমস্যা, সন্দেহ থাকবে না।
যারা সর্বদা মাংস খায় তাদেরকে পেট ভরে খেতে দিন। তাদের জন্য মাংসকে সহজলভ্য করে দিন। এতে করে মাংসের দামও কমবে, তারাও তৃপ্তি
সহকারে খেতে পারবে। সাম্প্রদায়িক সম্প্রীতিও
বজায় থাকবে। নয়তো, বাহিরের দেশে মাংস রপ্তানি করে দিন। বৈদেশিক মুদ্রাও অর্জন হবে, দেশের জিডিপি বাড়বে
থুঃ! আপনার এই আলোচনার একদলা থুতু
Even if Sri Ram ate meat and alcohol it nowhere justifies the same for the devotees.
Sri Ram is Bhagwan, he can even eat the whole creation!!
You are right God can eat meat and do anything but general devotees can not eat fish or meat
Balmiki became first poet seeing the kroncha being killed by the hunter but he is describing his heroRam killing birds without any fault for food.
WHY are you people so scared about eating non- veg?
Mr. Bhaduri never tried to justify the eating habit of devotees or God or demons by his lecture. He just described the sanskrit scripture with his poetic expression in Bengali language.
Do not take always this veg, non -veg dining personally.
Try to listen to the content.
But he is now in human form. So he should not do it .
Yes we can never justify as those days they used to gather meat by self hunting rather than eating processed meat of animals raised for slaughter and bought from markets.
যে যে শ্লোক এখানে refer করা হয়েছে, সেগুলোর অনুচ্ছেদ বা other detail কোথায় পাওয়া যাবে?
Balmiki Sanskrit Ramayan a paoya jabe. Kintu jatota parben purono boi kinte chesta korben
Thank You Sir. You have explained it very well. For Non Bengali understanding people please make this video in English or Hindi. People must know the real truth written in the Ramayana.
জয় শ্রীরাম
He is an incarnation of God We learn from him for ideal
Yes but that does not mean he was a vegetarian.
Cruelty and God do not go together.
Killing of animals is cruelty
If you don't agree on the point I have nothing to say
No body wants to die
@@achintyabiswas5388
তাহলে ভগবান পরশুরাম কেনো শিশু কিশোর নির্বিশেষে সকল ক্ষত্রিয় সমাজ কে হত্যা করেছিলেন?
খুব সুন্দর ভিডিও। আপনি যখন কোনো শ্লোক পড়ে ব্যাখ্যা করছেন তখন শ্লোকটি স্ক্রিনে দেখানোর একটা ব্যবস্থা করলে ভাল হয়।
বাল্মীকি রামায়ণের নর্থ রিসেন্সনে, বিশেষ করে গৌড় রিসেন্সনে সীতার মাংস রান্নার উল্লেখ আছে।
মৎস্য বলির জন্য ব্যবহৃত মাছের প্রজাতি বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, বিশ্বাস এবং পরিবেশের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তবে সাধারণত নিচের মাছগুলো বেশি ব্যবহৃত হয়:
1. রুই (Rohu): এটি অন্যতম জনপ্রিয় মাছ যা হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়। রুইকে পবিত্র ও শুভ বলে মনে করা হয়।
2. কাতলা (Catla): বড় আকারের এই মাছটিও পূজা ও বলির সময় ব্যবহৃত হয়।
3. আইড় (Ari or Ayer): বড় নদীর মাছ হিসেবেও পরিচিত, কিছু অঞ্চলে এই মাছটি বিশেষভাবে ব্যবহার করা হয়।
4. পাবদা (Pabda): ছোট মাছের মধ্যে এটি কিছু স্থানে বলির জন্য ব্যবহৃত হয়।
5. মাগুর (Magur): মাগুর মাছও হিন্দু ধর্মীয় পূজায় কখনো কখনো ব্যবহৃত হয়, বিশেষ করে যখন মাংসের পরিবর্তে মাছ উৎসর্গ করার প্রথা পালন করা হয়।
বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিতে অন্যান্য স্থানীয় প্রজাতির মাছও ব্যবহৃত হতে পারে, এবং নির্দিষ্ট দেবতা বা দেবীর পূজায় বিশেষ কোনো মাছের প্রতি গুরুত্ব আরোপ করা হতে পারে।
নমস্কার জানবেন। অনেক ধন্যবাদ আপনাকে ।আপনি এই যে তথ্য গুলো তুলে ধরলেন তাতে আমরা আরো ও অনেক সমৃদ্ধ হলাম। সত্য কথা জানান কোনো অপরাধ নয়। মৌলবাদীরা যাই বলুন না কেন আপনি আমাদের লীলাযিত রামরঘুমনির জীবন যাত্রার নিপুণ বর্ননা শোনাতে থাকুন। ভালো থাকবেন স্যর।
What Balmiki said nobody knows .It might have been distorted.
Meat eating ppl have written Ram ate meat.
I love yeh ❤❤❤
অসামান্য ব্যাখ্যা 🙏🏼
একসময় জাকির নায়েকের কথা সবার মনে পড়বে । আর তার সকল কথাগুলো হিন্দু পণ্ডিতরাও বলতে শুরু করবে ❤
❤️🙏❤️
🙏🏻 🙏🏻 🙏🏻
পঞ্চকলৌ বিবর্জয়েত
স্যার, শ্রীকৃষ্ণ কি আমিসভোজি ছিলেন ?
যাহারা শ্রী রামের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন তাহারা শ্রীরামের খাদ্য তালিকায় মাছ মাংস তথা আমিষভোজী ছিলেন। এতে কোন সংশয় নেই। সত্য ই অবাক হয়ে যাই। এধরণের বুদ্ধিমত্তার পরিচয়ে।
🙏
Sir, "Shrot ar mandal" gulo mension korun... Eii vabe mukhe to ja khusi bola jay...
আপনি আমাদের জ্ঞান-দিগন্ত
❤
Ram ji mansho khay kon puran a lekha a6a??
Sir, your videos need English versions. You are among few Indians who are in the habit of presenting facts and only facts on our roots. Best best Regards, Sir.🙏🙏
Yes, exactly !! 👍
🙏🙏🙏🙏
পম্পা সরোবর কি এখনোআছে?ঠিক কৌন জায়গায় যদি বলেন।
সত্য কে সহজ ভাবে নেবার মুক্ত মনের উদারতা মানুষের উগ্র আবেগ ও অজ্ঞানতার অহংকার স্তিমিত করবে আপনার পাণ্ডিত্য পূর্ণ এইরকম পরিষ্কার ও বস্তুনিষ্ঠ আলোচনা প্রামাণ্য শ্লোক ও টীকা সহকারে।
সাধু সাধু ।।
What is the truth, you referred to ?
What Balmiki said might have changed after so long time
Sir নমস্কার, মুখাগ্নি কেন করে, ব্যাখ্যা কি, এ বিষয়ে যদি একটু আলোচনা করেন তাহলে বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়.. অসীম কুমার গোস্বামী বর্ধমান
satta jante chai
Please answer two questions:
1. Is Uttar Kanda was added to the Valmiki Ramayana and it was not there in the original version?
2. The Laxman Rekha was not in the Valmiki Ramayana. Is it correct?
Opurbo Bishleshon 🙏🏻🙏🏻🙏🏻
এই প্রসঙ্গ নিয়ে শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে আগ্রহী। দয়াকরে যদি আপনি কিছু বলেন! প্রনাম নেবেন।
🙏🙏🙏
Mugdho hoye shudhu shunchchii🙏
Sir pronam asadharan laglo amra enreached holam
আরো জানতে চাই
Have you ever been seen the original book of THE RAMAYAN.
👌🏾👍🙏🇮🇳
Ami ekhon bellary te achi. Last 2 bochor dhore. Anjandri jekhane Hanuman er jonmo hoyechilo seta ekhon the 60 km dure... hampi te
অপূর্ব 🙏
খুব ভালো লাগছে আপনার রামায়ণ পাঠ এবং আলোচনা।🙏🙏🙏
আরো পর্ব হোক
I hope i could meet you once
শ্রী কৃষ্ণ কিধরনের খাবার খেতেন ? যদি একটি ভিডিও দিন।
Haribhakti Tv চ্যানেলে রেফারেন্স সহ এ বিষয়ে আলোচনা আছে।
Pronam
আমাদের বাংলায় , বিশেষত পূর্ব বঙ্গীয় দের মধ্যে একটি মাছ খাওয়ার প্রচলন আছে যার নাম নলা মাছ, অনেক টা চারা পোনার মতো দেখতে, .... নল মীন বলতে কি তাকেই বোঝাচ্ছে?
Amar pronam neben