বেকারত্বের অভিশাপে বাংলাদেশ - মুক্তি মিলবে কি ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • বেকার সমস্যা আমাদের দেশে সব চাইতে বড় সমস্যা। শিক্ষিত তরুন দের মধ্যে ৪০ ভাগ বেকার থেকে যাচ্ছে দীর্ঘদিন। আমাদের সরকারি বেসরকারি আর সামাজিক কাঠামো সহ শিক্ষা ব্যবস্থা অনেক আগেই ভেঙ্গে পড়েছে। আজকের এই ভিডিও তে আমি বলেছি কিভাবে এই সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছে সরকারি মেগা প্রজেক্ট , বিদেশী কর্মী। ভাবতে পারেন বছর ২৫ হাজার কোটি টকা পাচার হচ্ছে বিদেশি কর্মীদের হাত ধরেই।
    বেকার সমস্যা পার্ট টুঃ • এই অভিশাপ থেকে মুক্তি ...
    ক্যারিয়ার নিয়ে আমার আর ভিডিও দেখতে
    • সুজা ভাই এর গল্প - Goo...
    • আমার ভুল হয়েছে! 95% C ...
    • প্রাইভেট ভার্সিটি সিল...
    • CSE is DEAD Already?Fu...
    আমার সাথে দরকারে এখানে যোগাযোগ করতে পারেন। সব চাইতে দ্রুত উত্তর পাবেন ভিডিওর নিচে কমেন্ট করলে।
    For Business Query 📧 [email: habibul.hasan.hira@gmail.com]
    TH-cam 🎥: / @dhirahasan
    Facebook 👥: / hira.hasan1
    LinkedIn 🔗: / hirahasan
    Medium 📝: / habibul.hasan.hira
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 455

  • @dhirahasan
    @dhirahasan  4 หลายเดือนก่อน +21

    একটু পরেই দ্বিতীয় পার্ট আপলোড করা হচ্ছে! সবাই দেখবেন, সাপোর্ট করার জন্য ধন্যবাদ!
    Link:th-cam.com/video/gzTFgJy7f3A/w-d-xo.html

    • @prrithwirajbarman8389
      @prrithwirajbarman8389 4 หลายเดือนก่อน

      apni bekar problem er solution video din zetay onno expert er kach theke solution chaite hobena. LUL.

  • @prthomprohor
    @prthomprohor 4 หลายเดือนก่อน +126

    ভাই আমি আগে চাকরির পিছে দৌড়াইছি কিন্তু এখন চা বিক্রি করে মাসে ২০ হাজার টাকা কামাই আলহামদুলিল্লাহ

    • @AhmadHasanAlif
      @AhmadHasanAlif 4 หลายเดือนก่อน +3

      মাশাল্লাহ

    • @salimmia6250
      @salimmia6250 4 หลายเดือนก่อน

    • @nextlevelup7681
      @nextlevelup7681 4 หลายเดือนก่อน +2

      সবাই চা বিক্রি শুরু করলে সেখানে দেখবেন আপনার চা শুধু ফেলে দিতে হবে যেমনটা হয়েছে
      ময়মনসিংহ জয়লুন আবেদিন পার্কে 😂
      সেখানে চা বিক্রেতা এমন বেরে গেছে যে খাবার খাবে কে দোকানি বেশি 😂😂

    • @Ahmed_Sami69
      @Ahmed_Sami69 4 หลายเดือนก่อน

      মাসা আল্লহ ❤

    • @emrulhaquechowdhury9481
      @emrulhaquechowdhury9481 4 หลายเดือนก่อน

      ❤️

  • @romanalmamun6259
    @romanalmamun6259 4 หลายเดือนก่อน +7

    কিছুদিন আগে কোথাও একটা রিপোর্ট দেখেছিলাম, যেখানে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশে কর্মরত ইন্ডিয়ান নাগরিকের সংখ্যা প্রায় ২৫-২৬ লক্ষ। আর এই সংখ্যাটি নাকি আবার ইন্ডিয়ান সাংবাদিকগণই দিয়েছেন। ইন্ডিয়ানরা কাজ করছে। এতে আমার আপত্তি নেই। তাদের যোগ্যতা আছে এবং কাজের সুযোগ পেয়েছে বলেই তারা কাজ করছে, যেমনটা আমাদের দেশের মানুষও বিশ্বের বিভিন্ন দেশে করে থাকে।
    কিন্তু এই ব্যাপারটা সুন্দরভাবে কন্ট্রোল করা যেত, যদি না আমাদের উপর মহল দেশের মানুষগুলোকেও উক্ত পজিশনগুলোর জন্য সেভাবে ট্রেনিং কিংবা সু্যোগের ব্যবস্থা করত। কিন্তু তার এটি করে না, করবেও না।
    কারণটা সবারই জানা। আর সব সমস্যার পেছনে যদি যাওয়া যায়, ঘুরেফিরে ঐ একটা জায়গাতে গিয়েই সব মিলে। এটাও সবাই জানে। কিন্ত....এটা বাংলাদেশ। আর এখানে বাকস্বাধীনতা শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষদের জন্যই বরাদ্দকৃত। আপনারাও ভালোমতই জানেন, সেই মানুষগুলো কে বা কারা।

  • @shagnikdas3386
    @shagnikdas3386 5 หลายเดือนก่อน +21

    Dada , I am one of your followers from Kolkata and watch your videos frequently . After watching your videos , I can confirm that 99% of the things you said are also applicable in India as well . Unemployment problems , people spending decades preparing for government exams , societal pressure , etc . The number of Educated Unemployed youth in India is also at an all time high . Its really sad to see the state of both the countries . Lastly , lots of love and wishes from Kolkata . Keep up the good work so that people can become more aware of the grim realities surrounding them .

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน +4

      glad to know that it relates at your end also.

  • @saiyed_abdullah_bd
    @saiyed_abdullah_bd 5 หลายเดือนก่อน

    Osthir video brother . ami new subscriber

  • @sadikhasanmubin8882
    @sadikhasanmubin8882 5 หลายเดือนก่อน +1

    on point, thanks vai

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน +2

      Always welcome

  • @zulfikarnirob
    @zulfikarnirob 4 หลายเดือนก่อน

    Thank you vai

  • @Why-di2ib
    @Why-di2ib 4 หลายเดือนก่อน +66

    আমি একজন এচ এস সি পড়ুয়া ছাত্র,,,লেখাপড়ার পাশাপাশি আমি একজন রংমিস্ত্রি,,,কাঠমিস্ত্রি এবং রাজমিস্ত্রী ল্যাবার,, আমার দৈহিক ইনকাম ৬০০/-,,, তাই লেখাপড়ার উপর ভিত্তি করেই যে আমিকে কিছু করতে হবে এমন মনোভাব নেই,,,আমি লেখাপড়াটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি শুধু আমার ব্যাক্তিত্বটাকে আরও উন্নত করার জন্য,,,,আমার মতো যদি অন্যরাও শুধু লেখাপড়ার প্রতি নিভ্ড় না হয়ে কাজ করি তাহলে ইনশাআল্লাহ বেকারত্ব দূর করতে অনেক সহায়তা করবে❤

    • @sabbirhosensourav6860
      @sabbirhosensourav6860 4 หลายเดือนก่อน +5

      Deeply respect vai

    • @ytbilop
      @ytbilop 4 หลายเดือนก่อน +2

      আপনার মনোভাব এবং কাজ কে সম্মান করি❤ তবে এটাও ভাবেন এভাবে যদি সবাই কাজে নামে বাংলাদেশ তাদের মূল্যায়ন করার মত যোগ্যতা রাখেনা এমনিই এখন সব কাজে প্রতিযোগিতা

    • @anindaarnabvoumik
      @anindaarnabvoumik 4 หลายเดือนก่อน +1

      Respect you vaiya

    • @sohanurrohmansiam
      @sohanurrohmansiam 2 หลายเดือนก่อน +1

      Sondor khota bolaso to ❤❤❤

  • @JR.Agrofirm
    @JR.Agrofirm 4 หลายเดือนก่อน +21

    আমি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তে লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র। ইচ্ছা আছে আধুনিক কৃষিতে আত্মনিয়োগ করা। আমাদের ৮ বিঘা মতো মাছের ঘের আছে। ঘেরে মাছ, পাড়ে সবজি, পানির উপরে হাঁস পালন। উঁচু জমিতে ঘাস ও বাড়িতে গরু,ঘাড়লের (ভেড়া) ফার্ম করব। ধান,সবজি, সরিষার (মাছ চাষে প্রচুর খৈল দরকার) চাষ করব, ইনশাল্লাহ❤
    সবাই দোয়া করবেন যেন আমি সফল হতে পারি।

    • @sujat75
      @sujat75 3 หลายเดือนก่อน

      ইনশাআল্লাহ ভাই সফল হবেন দোয়া করি

  • @mahmudulhasanrifat9042
    @mahmudulhasanrifat9042 5 หลายเดือนก่อน +62

    প্রতিটা লাইন যেন আমার ভেতরের কথাগুলো। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করা আমাদের নৈতিক দায়িত্ব।

  • @nahidraihan2677
    @nahidraihan2677 4 หลายเดือนก่อน +7

    সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় ১০/১৫ লক্ষ টাকা খরচ না করে মা - বাবাকে কষ্টের টাকা নষ্ট না করে এই টাকা কাজে লাগান বিদেশ যান, দেশের আবেগ দেখাবেন ধরা খাইয়া যাবেন সারাজীবনের জন্য।

  • @DebAsish-x4t
    @DebAsish-x4t 4 หลายเดือนก่อน +55

    Finally an educated TH-cam guy from Bangladesh

  • @tanveerrezanissan3230
    @tanveerrezanissan3230 4 หลายเดือนก่อน +11

    ভাই পড়ালেখার সাথে কাজ কর্মের কোনো মূল্য নেই । এর চেয়ে গ্রাম গঞ্জের ক্ষেত খামারে যারা কাজ করে তারাই ভালো আছে ।

  • @kawsarislam4082
    @kawsarislam4082 4 หลายเดือนก่อน +33

    ভাই অনাস ৩য় লেখাপড়া করে আমি মনে হইতেছে না আমি কোন যোগ্য জ্ঞান পাচ্ছি। আর যা পড়াশোনা করাইতেছে আমাদেরকে তা আমাদের দৈনিক জীবনে কর্মজীবনে কোন কাজে লাগবে। আমার বন্ধুবান্ধব থেকে ৯০% বেকার।

    • @nafisfuad8198
      @nafisfuad8198 4 หลายเดือนก่อน +1

      Bd te boshe kono kaj korte chaile ekta option e ache Online a kaj korben

    • @kawsarislam4082
      @kawsarislam4082 4 หลายเดือนก่อน

      @@nafisfuad8198 ki kaj?

    • @iysmotivation8842
      @iysmotivation8842 4 หลายเดือนก่อน

      ​​@@kawsarislam4082 Freelancing er video editing

    • @LabibIbnMuzahid
      @LabibIbnMuzahid 4 หลายเดือนก่อน

      Umm apni kon subject er

    • @meherajshovon4864
      @meherajshovon4864 4 หลายเดือนก่อน +1

      ভাই পড়াশোনা ভালোভাবে করেন + নিজের বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করেন। একটা সময় গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন অনোক কিছু অর্জন করেছি। কিন্তু এখন ইন্সট্যান্ট কিছু চাইলেই পাওয়া সম্ভব না। তাই ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হোন ও সেই লক্ষে কাজ করে যান ধৈর্য ধরে সঠিক উপায়ে।

  • @UhanaKhan-sy3bt
    @UhanaKhan-sy3bt 4 หลายเดือนก่อน +18

    চাকরি করা পড়ালেখার এক মাত্র উদ্দেশ্য নয়
    কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তা ভিন্ন😅

  • @mdrejwanulislam6671
    @mdrejwanulislam6671 5 หลายเดือนก่อน +50

    মা শা আল্লাহ্ ভিডিও টা অনেক সুন্দর

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน +2

      Thanks :)

  • @noorsflare
    @noorsflare 4 หลายเดือนก่อน +11

    যার কারণে বিদেশ চলে যাওয়ার পরিকল্পনা করতেছি। এটলিস্ট বাঁচতে পরব, না হলে রিফাত এর মত মরতে হবে😢

    • @samsudzoha830
      @samsudzoha830 4 หลายเดือนก่อน

      amio vai.. Ielts preparation suru korsi

  • @MrbBangla420
    @MrbBangla420 4 หลายเดือนก่อน +22

    এত লং টাইম ভিডিও খুব বেশি দেখছি বলে মনে পড়ে না। খুবই চমৎকার এবং বোধগম্য বিশ্লেষণ ছিল। ধন্যবাদ আপনাকে 🤍

  • @lwilllearnsomethingnew
    @lwilllearnsomethingnew 4 หลายเดือนก่อน +18

    আরে সবাইকে চাকরি কেন করতে হবে।।বাংলাদেশের মানুষ চাকরগিরি করতে পছন্দ করে।।চাকরি মানে তো চাকর।।ব্যবসা না করলে দেশ এগিয়ে যাবে না।।যে জাতি যত ব্যবসায়ী সে জাতি তত উন্নত।

    • @asrafulanamsakib8152
      @asrafulanamsakib8152 4 หลายเดือนก่อน +3

      Bangladesh business er jonno China, Japan or UAE er moto valo na

    • @mdnirobali1938
      @mdnirobali1938 4 หลายเดือนก่อน +1

      ব্যাবসা কি এতোই সহজ বললাম আর শুরু হয়ে গেল টাকার ও তো প্রয়োজন আছে।

    • @lwilllearnsomethingnew
      @lwilllearnsomethingnew 4 หลายเดือนก่อน

      @@mdnirobali1938 সরকারি চাকরি করতে তো ঘুস লাগে।।চেষ্টা থাকলে উপায় হয়।।আল্লাহর উপর ভরসা রাখতে হবে

  • @Kajal-i3g8f
    @Kajal-i3g8f 4 หลายเดือนก่อน +4

    2019to 2024 সাল পর্যন্ত কোন বড় চাকরি নিয়োগ সম্পন্ন করেনি ।অফিস সহায়ক কম্পিউটার অপারেটর মালি আর ঝাড়ু এই গুলো ছারা বছরের পর বছর ধরে নিয়োগ ঝুলিয়ে রেখেছে। সরকার কি চায় নিজেই জানে। এই bcs পাঁচ বছর লাগে bank এর নিয়োগ 3 বছর করে লাগায় তাহলে বেকার থাকবে না কেন ।সব আপনার মত TH-cam r হবে না তো কি সরকারী চাকরি জীবী হবে।

  • @InMyLifeBD
    @InMyLifeBD 2 หลายเดือนก่อน +1

    ছোট একটি কথা চোখ বন্ধ করে কেউ যদি এই ভাইয়ের পরামর্শ গুলো মেনে চলেন আমি সাক্ষ্য দিচ্ছি ৯৮% আমার দেশের ভাই-বোনদের জীবন খুবই সহজ হয়ে যাবে। অন্তত বেশি কিছুনা হলেও ঠিকে থাকার মতো নিজেকে তৈরি করতে পারবেন.! ধন্যবাদ ভাই এই পরামর্শ গুলোর অভাবে আজ অনেকের জীবন ধংসের পথে। যা বেশিরভাগ মানুষকে দেওয়ার মতো কেউ নেই।

  • @KamalAtaturk-c5w
    @KamalAtaturk-c5w 4 หลายเดือนก่อน +7

    পড়াশোনার উদ্দেশ্য মূল্যবোধের ও নৈতিকতার উন্নয়ন।
    উপার্জন কেন পড়াশোনা নির্ভর হতে হবে??

    • @aayanrahat5513
      @aayanrahat5513 4 หลายเดือนก่อน

      ম্যাধ্যমিক পাশ করার পরে পরাশুনা চালানো একটা গরিব মানুষের কতটা কস্টের সেটা তুমি বুঝবা কি??

  • @raktimchowdhury9686
    @raktimchowdhury9686 4 หลายเดือนก่อน +2

    আমি অনার্স ১ম বর্ষে পড়ালেখা করছি।
    এ ভার্সিিটি লাইফ এ কি করলে জীবনে আগায় থাকতে পারব?

    • @raseldewan9600
      @raseldewan9600 3 หลายเดือนก่อน

      মোবাইল মেকানিক্স শিখেন। কাজ করুন টাকা কামান এরপর এনজয় করু6

  • @MarufTamim-wr7yv
    @MarufTamim-wr7yv 4 หลายเดือนก่อน +2

    মনে করেন শেখ হাসিনার বয়স শেষ বাংলাদেশেরও মেয়াদ শেষ।

  • @EarningLifetimeshyerBazer666
    @EarningLifetimeshyerBazer666 4 หลายเดือนก่อน +28

    পৃথিবীর যখন যেমন চলে তখন তেমন চলতে হবে না হলে অর্থনৈতিক মানসিক সর্বদিক দিয়ে ক্ষতির সম্মুখীন হতে হবে

  • @anonymousbyte247
    @anonymousbyte247 5 หลายเดือนก่อน +16

    This content is extremely good all of us but at the same time it's so dangerous for you. Please make this type of video again and again because you are a man who have ability to take a significant contribution for our country.

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน

      Thanks for saying so. Lets be hopeful

  • @_Sourav-jodder
    @_Sourav-jodder 4 หลายเดือนก่อน +3

    যে দেশে প্রতি বছর লক্ষাধিক ইন্জিনিয়ার তৈরী হচ্ছে। যখনই একটা বাথরুম বানানো হয় চায়না, ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে ইন্জিনিয়ার নিয়ে আসতে হয়। সাঁতার শেখার জন্য কোটি টাকা খরচ করে বিদেশ যায়। সেখানে এতো কিছু কেউ ভাবে বলে মনে হয় না।

  • @X-BOT-4000
    @X-BOT-4000 4 หลายเดือนก่อน +10

    এটা তো পরের স্টেপ
    তার আগের স্টেপ
    বিশ্ববিদ্যালয় চান্স না পাইলে তো আরো অবস্থা খারাপ

  • @fuadsideas322
    @fuadsideas322 4 หลายเดือนก่อน +1

    জাতির আব্বার ইতিহাস পড়
    সমৃদ্ধ বাংলাদেশ গড়

  • @Eyadullah2894
    @Eyadullah2894 4 หลายเดือนก่อน +1

    ভাই আমিও চাকরির পিছনে ঘুরতে ঘুরতে কান্ত

  • @Jobayer_Ahmed.
    @Jobayer_Ahmed. 5 หลายเดือนก่อน +14

    Excellent and informative content. Carry on brother. waiting for the next part.

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน +1

      Coming soon. Next week inshaAllah

  • @nomoreanxiety774
    @nomoreanxiety774 4 หลายเดือนก่อน +26

    বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা ৪ কোটি

    • @DarbyEvans-cp1cb
      @DarbyEvans-cp1cb 4 หลายเดือนก่อน +2

      Overpopulation 😢

    • @arnabdeb2013
      @arnabdeb2013 4 หลายเดือนก่อน

      ভাই বাংলাদেশের যে 4 কোটি বেকারের কথা বলছেন , একটু খোঁজ নিয়ে দেখেন তাদের যদি বলা হয় যে আপনি কোন কাজে দক্ষ অথবা আপনার স্কিল কি ? , দেখা যাবে তাদের অধিকাংশই কোন স্কিল নাই এটা বাস্তবতা অনেক স্নাতক পাস মানুষজন আছে যারা একটি ইমেইল সেন্ড করতে পারে না এটা আপনারা বিশ্বাস না করলে পারেন তবে এটা আমি নিজে চোখে দেখা তারা একটি সিভি তৈরি করতে পারে না তারা কম্পিউটারের দোকানে বসে সিভি তৈরি করে তারা কম্পিউটার বেসিক বোঝেনা তাদের আপনি কিভাবে চাকরি পাওয়ার আশা করতে পারেন ? তাহলে বলতে হয় তাদের তুলনামূলক সহজ পোস্ট গুলো তে এপ্লাই করার কথা না সে ক্ষেত্রে তাদের আবার ইগো চলে আসে যে কেন তারা স্নাতক পাস করে প্রিয়ন বা অন্যান্য পদে চাকরি করবে । আমার দেখাই অনেক সিনিয়র বড় ভাই রয়েছে আমাদেরই কলেজের যারা তাদের শিক্ষা জীবনে খুব একটা উন্নত কিছু ছিল না তবে পরবর্তীতে তারা কোন না কোন একটা স্কিন অথবা পরিশ্রমের মাধ্যমে বড় স্থানে পৌঁছেছে । এবং আমি কোন 10 - 20 বছর আগের কথা বলছিনা আমি রিসেন্ট দু-চার বছরের কথাই বলতেছি ।

  • @classhour2019
    @classhour2019 4 หลายเดือนก่อน +8

    অসাধারণ ও বাস্তবমুখী বক্তব্য ❤

  • @mysteriousfacttech
    @mysteriousfacttech 5 หลายเดือนก่อน +68

    ভিডিও টা শেয়ার করে ফাটায় দেন।

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน +8

      haha :v thik ache bhai den

    • @Md-Kawser-Ahmed--
      @Md-Kawser-Ahmed-- 4 หลายเดือนก่อน +2

      ​@@dhirahasan
      ভাই আপনি নিজেও জানেন না যে আপনি ভিডিওতে কী বলছেন....❤

    • @Md-Kawser-Ahmed--
      @Md-Kawser-Ahmed-- 4 หลายเดือนก่อน

      সহমত

  • @Md-Kawser-Ahmed--
    @Md-Kawser-Ahmed-- 4 หลายเดือนก่อน +3

    ভাইয়া AI নিয়ে পড়তে হলে কোন subject নিয়ে পড়তে হবে
    আমি class 10 এ পড়ি সাইন্স নিয়ে

    • @dhirahasan
      @dhirahasan  4 หลายเดือนก่อน +1

      Maths , statistics. coding , analytical thinking.

  • @arifulhaque8542
    @arifulhaque8542 4 หลายเดือนก่อน +1

    Bangladesh holo pura world er black hole

  • @mdbayzedmollik-ou8rk
    @mdbayzedmollik-ou8rk 5 หลายเดือนก่อน +14

    ভাইয়া আপনার এদেশের ইকোসিস্টেমকে লাথি মারার কথাটা সবচেয়ে বেশি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ❤❤❤❤❤❤❤❤❤

  • @jotishray9568
    @jotishray9568 4 หลายเดือนก่อน +2

    বর্তমানে 4 কোটি 82 + লাখ যুবক বেকার

  • @RehamKabir-od4fg
    @RehamKabir-od4fg 5 หลายเดือนก่อน +5

    ❤ভিডিও টা সুন্দর হয়েছে❤
    আপনার ভিডিওটা দেখে আমার একটা আঞ্চলিক ডাইলক মনে পড়ে গিয়েছে ভাই সেটা হলো
    আকাশ ভরা তারা দেশ ও দেশের লেখাপড়ার গোয়া মারা সারা

  • @AbdullahAlMuzahid-uj6rs
    @AbdullahAlMuzahid-uj6rs 5 หลายเดือนก่อน +25

    ভাইয়া আমাদের দেশে SSC, HSC, Polytechnic level এর student রয়েছে । তাদের কথা চিন্তা করে Next ভিডিও টা দেওয়ার অনুরধ রইল ।
    Love Form Dhaka❣❣❣❣

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน +7

      Ami ekhono ei domain nie poa lekha kortechi, shuru hobe., long series asap

    • @mdranagmr1732
      @mdranagmr1732 5 หลายเดือนก่อน

      @@dhirahasan we are waiting vaiya Apnar content gulo somoi upo jogi please dont stop the video making.

  • @heyarmaan
    @heyarmaan 3 หลายเดือนก่อน +1

    অনেক সুন্দর কথা ভাই, দোয়া করি আপনি জীবনে সফল হউন 🤲🏻

  • @Nobir_Wiplox
    @Nobir_Wiplox 4 หลายเดือนก่อน +5

    🎉❤আপনার মত চিন্তা দারার মানুষ আমাদের দেশে এখন প্রতিটি পয়েন্টে অতিব দরকার।

  • @sakibhosen695
    @sakibhosen695 4 หลายเดือนก่อน +2

    13:25 ভাই ঠিক বলছেন 💙
    সমাজের কথা চিন্তা করলে আমি আজও বেকার থাকতাম
    বর্তমানে চতুর্থ শ্রেনির একজন চাকরিজীবী

    • @rezaulhaque7896
      @rezaulhaque7896 4 หลายเดือนก่อน

      Great vai🤎
      Manoser chinta krle Life ses hoye jave...

  • @raselsportfolio
    @raselsportfolio 4 หลายเดือนก่อน +1

    প্রথমে যার আত্নহত্যার কথা বললেন উনি আপনার দুলাভাই হয় যে তাকে ও করে বলতে হবে। ইউটিউবে ভিডিও বানান, প্রফেশনিলি কথা বলতে শিখুন। আপনার বয়সের ৫০ বছর ছোট থাকলেও তাকে আপনি বলে সম্মোধন করতে হয়। এটা আপনার এলাকা না যে আপনি আপনার এলাকার ভাষায় ভিডিও বানাবেন। আপনার কথা শুনেই বুঝতে পারছি আপনার পারসনালিটি আর আপনি আসছেন এজুকেশন সিস্টেম নিয়ে কথা বলতে।

    • @roktimih
      @roktimih 4 หลายเดือนก่อน

      🤣

  • @md.salahuddintitu2784
    @md.salahuddintitu2784 4 หลายเดือนก่อน +186

    ভাইয়া বাংলাদেশে দুই কোটি মেয়ে চাকরি করে। এই দুই কোটি মেয়ের জায়গায় দুই কোটি পুরুষ চাকরি করলে এত পুরুষ বেকার থাকত না। পুরুষ উপার্জন করবে আর নারী ঘর সামলাবে কিন্তু মেয়েরা শিক্ষিত হয়ে চাকরিই করবে এটাই হচ্ছে বড় সমস্যা।

    • @Thatguy_3362
      @Thatguy_3362 4 หลายเดือนก่อน

      Bro, seriously! আচ্ছা ভাই যাদের ঘরে পুরুষ নেই যেমন বিধবা বা ডিভোর্স তারা আয় রোজগার ছাড়া তাদের ছেলেমেয়েদের কিভাবে মানুষ করবে ??? আর মেয়েরা চাকরি করছে নিজেদের যোগ্যতায় যারা চাকরি পায় না, তাদের যোগ্যতা নাই, বা কোনো skill নেই।

    • @Touchstoneknowledge
      @Touchstoneknowledge 4 หลายเดือนก่อน

      নিজের মনোভাব চেঞ্জ করো তাহলে গোটা পৃথিবী চেঞ্জ হবে মেয়েরা তোমাদের শুধুমাত্র ভাগ্যবস্তু নাই ইডিয়েট

    • @NOTHING_TO_SAY------XD
      @NOTHING_TO_SAY------XD 4 หลายเดือนก่อน +34

      ভাই সঠিক লজিক্যাল কথা সব সময় বললে,কিছু মাথামোটা-নেড়িবাদী চেতে যাবে।

    • @rayansid7945
      @rayansid7945 4 หลายเดือนก่อน

      সেটা বড় কথা না। মেয়েরা ইনকাম করলেও তা কেন জানি তাদের ফেমিলিতে ঢুকেনা বেশিরভাগ সময়। আর যা ঢুকপ সেটা ডেইলি নেসেসারি হিসেবে না বরং তা সোখিনতা হিসেবে যায়। খেয়াল করে দেখবেন!!! ঘরে খাবার না থাকলে পুরুষ কে চাপ দিবে এদিকে সে খেলনা, থালাবাসন কিনে টাকা নষ্ট করবে!!

    • @DarbyEvans-cp1cb
      @DarbyEvans-cp1cb 4 หลายเดือนก่อน +13

      The problem is 1.overpopulation 2.lack of career opportunity 3. Corruption
      I don't know far u have studied

  • @mrsuryatv
    @mrsuryatv 4 หลายเดือนก่อน +1

    একটা চাকরি দাও আমাকে দয়া করে😢

  • @mahfujislamsani6523
    @mahfujislamsani6523 4 หลายเดือนก่อน

    সবাই যদি চাকরি চায় তাহলে এতো এটা কখনোই সম্ভব না যে সবাই চাকরি করতে পারবে।
    কেউ কেনো নিজে অন্য কে চাকরি দেয়ার কথা চিন্তা করেনা?
    আরে ভাই আপনি চাকরি করতে চাইলে সেটা তো কাউকে না কাউকে দিতে হবে তাইনা? সবাই যদি চাকরি করার লোক হন তাহলে দিবে কে?
    আপনি কেনো চাকরি দিচ্ছেন না অন্য কে? আপনি নিজে একটা ব্যাবসা প্রতিষ্ঠান খুলেন অন্য কে চাকরি দেন। নতুন কোন ব্যাবসা প্রতিষ্ঠান না হলে চাকরি আসবে কই থেকে?

  • @MdSojibkhan-e6y
    @MdSojibkhan-e6y 4 หลายเดือนก่อน +1

    ভাই আমি দেখলাম যেকো চাকরির মামা খালু থাকলে এই দেশে চাকরি হবে। তা না হলে চাকরি হবে না 😢😢😢

  • @asifhossain2088
    @asifhossain2088 4 หลายเดือนก่อน +2

    School teachers are the biggest criminals in the world.
    ---- Robert Kiyosaki (Rich Dad Poor Dad)

  • @Seadre
    @Seadre 4 หลายเดือนก่อน +1

    sorry. But ai corruption a jekhane babar kas theke sele ghush khay 😂 ai desh r politician der kase jonogoner valo asha koren? Medhar kodor asha koren?

  • @sudiptocb7233
    @sudiptocb7233 4 หลายเดือนก่อน +4

    সম্পূর্ণ ভিডিও দেখলাম।অনেক গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আপনি কথা বলেছেন যা বাস্তবে সাথে মিল রয়েছে।ধন্যবাদ ভাই

  • @tasniyariza9015
    @tasniyariza9015 4 หลายเดือนก่อน +7

    স্টোরি টেলিং স্কিল টা খুব ভালো ছিল,ভিডিও টা অনেক সুন্দর হয়েছে। এই ভিডিওটা নিশ্চিত ভাইরাল ,তবে শঙ্কায় আছি এই ভিডিও টা বেশি দিন পাবলিক থাকবে না ,কারণ উচিত কথা বলছেন,পুলিশি ঝামেলায় পড়তে পারেন।তবে ভাই আমার কিছু মতামত ছিল যদি রিপ্লাই দেন তাহলে আপনাকে ফলো করব। তবে একজন ভিডিও এডিটর হিসাবে ,আমার কাছে মনে হয়েছে যে ,কিছু B rool এড করলে ভালো হইতো ,তবে স্টোরি টেলিং এর জোরে এতটুকু দেখলাম
    আমার নাম রাশেদ ,বয়স ১৮ । যখন দেখি দেশের নানাবিধ সমস্যা তখন এত খারাপ লাগে এবং রাগ হয় যা দিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারি না,ভাবি মনে হয় বয়সের দোষ,তবে এ সরকারের আমলে কখনো উন্নতি হবে না এইটা সিউর। এখন প্রথম প্রশ্ন হলো আমরা কি নিয়া পড়ব কি নিয়া রিসার্চ করলে বাইরের দেশের স্টুডেন্ট এর মতো আগিয়ে থাকব?? নিজেকে কিভাবে অন্য দেশের মানুষের সাথে কম্পেয়ার করব?

  • @md.masudulalam7879
    @md.masudulalam7879 4 หลายเดือนก่อน +1

    আপনি আম জনতার মত শুধু সমস্যার কথাই বলে সবার চিন্তার সাথে মিলে যা্ওয়ায় অনেক ভিউ পাবেন কিন্তু বুঝলাম আপনার মধ্যে অনেক অজ্ঞতা আছে কেননা যে সমস্ত সমস্যার কথা বলেছেন সেগুলো কেন হচ্ছে তা আপনার জানা নাই সেগুলো জানার চেষ্টা ্ও করেন না !! ভিউ হলেই হল !!

  • @shakilfarabe7721
    @shakilfarabe7721 3 หลายเดือนก่อน

    Ssc ses korei stop kore decilam ja chilo amar life best decision. Alhamdulillah mobile servicing kore bhaloi aci oman e nijer dokan ace.amr table bosa eki bondu poralekha ses kore 1500 tk betone ekta school porai.

  • @AKAbir-fz7jn
    @AKAbir-fz7jn 5 หลายเดือนก่อน +5

    Vai onk age theke apnake follow kori,
    proudly can say this is your best video...!!

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน +1

      Thanks Bhaia , means a lot to me

  • @AKAbir-fz7jn
    @AKAbir-fz7jn 5 หลายเดือนก่อน +3

    Vai CP related kicu video dile vlo hoto.
    ar vai AIUB te CGPA 3.75 pawa ki hard?
    CP+CGPA 3.75 dhore rakha ki possible?

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน +1

      hard work korle hard na.

    • @AKAbir-fz7jn
      @AKAbir-fz7jn 5 หลายเดือนก่อน

      @@dhirahasan acca vaiya

  • @RAJONMAZI-g1z
    @RAJONMAZI-g1z 4 หลายเดือนก่อน +1

    ভাই মন থেকে বলছি আপনি অনেক অনেক সুন্দর কথা বলেন আমি class eleven পরছি আমার চোখটা খোলার জন্য ❤❤❤❤❤❤❤😂❤❤

  • @yamin-arafat
    @yamin-arafat 5 หลายเดือนก่อน +2

    assalamualikum vai ame kisu manush ke follow kori tader modhdhe apni akjon ... apnar theke amra kisu paite chay ar ay jonno bolbo ... je kono kothar shesh e in sha allah bolben ... in sha allah mane holo allah jodi chay ... karon apni nije o janen na je apni porer video pojonto beche thakben ki na ... 18 minute 36 second apnar video dhorjo dhore deksi mane holo apnar theke kisu suggest pabo bole ... tay kothay rag korben na my elder brother

  • @mdshamsulalammomin9733
    @mdshamsulalammomin9733 4 หลายเดือนก่อน

    Moner kotha gulo bollen.... Subscribe korte baddho holam..........

  • @Mahbub4309
    @Mahbub4309 2 หลายเดือนก่อน

    আপনার কথা গুলো শুনে আমি মানসিক ভাবে শক্তিশালী হই❤

  • @amirulalamchowdhury8218
    @amirulalamchowdhury8218 5 หลายเดือนก่อน +1

    pura 18 minute er video'r moddhe bekarotto kibhabe dur korbo shetai khuje pailam na. ghure phire ek kothai bar bar repeat koren, total waste of time

  • @kaimulhasnat390
    @kaimulhasnat390 4 หลายเดือนก่อน

    কাদের বোঝান ভাই এখানে সবদিকে রাজনীতির অপব্যবহার দুর্নীতি কি বলব

  • @TyrantNxT
    @TyrantNxT 4 หลายเดือนก่อน +1

    oi lok ekta ka purush tai erokom korche.. ami to Accounting e honors kore 2 bochor rajmistri kamla disi din 400tk. ek din kaj e na gele family ma baba je kotha bolto ogula shijjo korar moto na. tarporeo nije kaj kore aj nijer paye daraisi. ekhon nije kono kaj na korleo mash e 50-60k Net income - Alhamdulillah.

    • @dhirahasan
      @dhirahasan  4 หลายเดือนก่อน

      People like you are true inspiration Bhai. What is your current career.? Keep in touch.

  • @neefit-sylhet-broadband
    @neefit-sylhet-broadband 4 หลายเดือนก่อน +1

    amader bangladesh shorker amader jubokder niye kuno chinta nai.kuno NGO nai😰😰

  • @youtuber8721
    @youtuber8721 4 หลายเดือนก่อน +3

    চাকরি মানে এক প্রকার গোলামী। ব্যবসা করেন,,সিন্ডিকেট এর বাইরে ব্যবসা করার চেষ্টা করুন এতে দেশ ও জাতির উপকার হবে আশা করি।

    • @minhazabedin9684
      @minhazabedin9684 4 หลายเดือนก่อน

      Kivabe ...idea den to

    • @XSoniak
      @XSoniak 4 หลายเดือนก่อน +1

      মনের কথা কইছেন ভাই।
      চাকরি করা মানে এই যুগে গোলামি হইয়া গেছে।
      নিজের স্বাধীনতা বলতে কিছু নাই রাত দিন এবং বন্ধের দিন ও কাজ করতে এর নামি চাকরি।
      এ কমেন্ট করসি এমন সময়ে টানা ১৬ দিন ডিউটি করতেছি। সামনের সাপ্তাহিক বন্ধে দিন ও খোলা থাকবে।
      এখন বলেন এাটা চাকরি হয় কেমনে।
      পুরাই গোলামি।

    • @youtuber8721
      @youtuber8721 4 หลายเดือนก่อน

      @@minhazabedin9684 অনেক আছে ভাই আপনি বিশুদ্ধ খাদ্য পণ্য (বেজাল মুক্ত) নিয়ে কাজ করতে পারেন। আমি আপনাকে কয়েকটা সেক্টর নাম বলি,,, খাদ্য,,যানবাহন,,ফার্মেসি,,টেক্সটাইল ইত্যাদি সেক্টর গুলোর চাহিদা বেশি

  • @sagorislam797
    @sagorislam797 4 หลายเดือนก่อน

    dhur mia esob ajaira kotha.ami mia versity te pori job kori abr aro boro job er preparation nicchi.ar apne kon job nai🤦asole job ache kintu skill nai seta bolen..

  • @FatimaTuzZohora-h2u
    @FatimaTuzZohora-h2u 4 หลายเดือนก่อน +1

    পরের ভিডিও দেখার জন্যে অপেক্ষায় রইলাম।❤

  • @mdsabbirkh
    @mdsabbirkh 5 หลายเดือนก่อน +1

    বাংলাদেশ থেকে লোকজন ভাড়া করলে অর্ধেক বাজেট ইঞ্জিনিয়ারদের ও কনটাক দার দের পেটে চলে যাবে 😅
    তারপরও সেই ইনফারড স্ট্রাকচারটি ভালো হবে কিনা তা নিয়েও সন্দেহ।
    ধরুন রড এর বদলা বাঁশ দিয়ে দিল পরে কি করবেন 😅

  • @shimulkumarsaha6215
    @shimulkumarsaha6215 4 หลายเดือนก่อน +1

    ভাই জীবনের অন্যতম সেরা ভিডিওটা দেখে ফেললাম। কে ভাই আপনি এতো সুন্দর উপস্থাপনা।

  • @ru_shanto
    @ru_shanto 4 หลายเดือนก่อน +1

    অনেক সত্য কথা বলেছেন। এই অল্পসময়ে বুঝে গেছি।

  • @Rajin_Nadif
    @Rajin_Nadif 5 หลายเดือนก่อน +3

    thats called constructive criticism , go ahead brother

  • @thomaseaston1684
    @thomaseaston1684 4 หลายเดือนก่อน +1

    পড়ে লাভ আছে, শুধু সার্টিপিকেট অর্জন করবো, সবাই করতেছে এবং করতে থাকবে।

  • @tasfiquelhaquehridoy1760
    @tasfiquelhaquehridoy1760 5 หลายเดือนก่อน +1

    bhiaya ami akjon Bsc in engg in cse student ..poralakha korchi ..pasha pashi graphices design o shikchi creative it institute thake .., graphices o amar valo lage ... valo skill thaklla graphices designer ar dar future and demind kmn thakba samnar year gullo te ?

  • @Ankan-Hernandez-Hazra
    @Ankan-Hernandez-Hazra 4 หลายเดือนก่อน

    Madrasa theke porasona korle chakri thori pabe 😂😂😂

  • @paulantu128
    @paulantu128 4 หลายเดือนก่อน

    ভাই আমার মনে হয় আপনি বুঝান কম কথা বলেন বেশি।।

  • @Rubayethasan-m7z
    @Rubayethasan-m7z 4 หลายเดือนก่อน +1

    Most people in Bangladesh are undervalued; they don't give them the money they deserve.

  • @OnCric
    @OnCric 4 หลายเดือนก่อน +1

    বাংলাদেশে এমন একটা আইন করা দরকার যেখানে একটি পরিবারে একের অধিক সদস্য সরকারি চাকরিতে সক্রিয় থাকতে পারবে না

  • @Shaluk1431
    @Shaluk1431 4 หลายเดือนก่อน

    বিসিএস ই কি সমাধান? যে ২/৩ হাজার টেকে, তাদের বাইরে যোগ্য কেউ নাই? চাকরি ই যদি সাফল্য হয়, তাহলে কেন এসব বিসিএস ক্যাডার রা ব্যবসা (সরকারি চাকরির কোচিং) করেতেছে? তারা চাকরি নিয়ে কেন সুখি না?

  • @Tanvir895
    @Tanvir895 5 หลายเดือนก่อน +5

    সব সময় পুরো ভিডিওটা দেখি

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน

      Means a lot

    • @mathphysics2818
      @mathphysics2818 4 หลายเดือนก่อน

      @@dhirahasan thanks vai. vaiya ei mic ta valo ne monehocche

  • @solimanali8713
    @solimanali8713 4 หลายเดือนก่อน

    ভাই আমরা পুরুষরা হয়ে গেছি নারির থেকেও ভিতো,ভাই আমাদের আন্দোলন করি না কেনো আমরা ভিতো তাই,,,ভাই একটু শাহষ করি দেখবেন সব ঠিক হয়ে যাবে,

  • @sohangaming101
    @sohangaming101 4 หลายเดือนก่อน

    Vaiyaar kothagulo 100 e 100 sottoo.. Kintu vabbaar bisoy esob amader kormomukhi te amader desher khetre keu e dekhbena ba kormokhetre sothik porjacolonay na asay nimishei dhukte thakbe amader kormokhetro

  • @shshoron
    @shshoron 5 หลายเดือนก่อน +3

    Khub valo laglo vaiya akdom sothik bisoygula tule dorsen😊

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน

      thanks means a lot

  • @Shahjahan_juwwl
    @Shahjahan_juwwl 4 หลายเดือนก่อน

    সকল কিছুই গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করলেন। কিন্তু এগুলো কে দেখবে😅

  • @mobilegameplay3128
    @mobilegameplay3128 4 หลายเดือนก่อน +1

    Sheiker beti to koy sheikh bonge bekar nai

  • @sahariarrahat8861
    @sahariarrahat8861 4 หลายเดือนก่อน

    What is the benefit of study if we don't get a job ?? Loss project.

  • @Asianbd71
    @Asianbd71 4 หลายเดือนก่อน

    আমি তো ৫ কোটি প্লাস বেকার দেখি

  • @thetechtimes
    @thetechtimes 5 หลายเดือนก่อน +3

    protitaa word shothik bolechen bhaia

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน

      Thanks :)

  • @abunasimchowdhury5029
    @abunasimchowdhury5029 4 หลายเดือนก่อน +2

    বাস্তব চিত্র তুলে ধরেছেন

  • @SirazumMunira-p6r
    @SirazumMunira-p6r 4 หลายเดือนก่อน

    University te tahole ki skill shekey ?

  • @puddinj1680
    @puddinj1680 4 หลายเดือนก่อน +1

    One of the best bangladeshi content I've seen so far.

    • @Ahmed_dipto
      @Ahmed_dipto 4 หลายเดือนก่อน

      Yep bro.

  • @Anamul52
    @Anamul52 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ajabed721
    @ajabed721 5 หลายเดือนก่อน +2

    Bhaia ja bolsen onk valo kotha kintu Bangladesh e eita lav nai

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน

      Lets be hopeful bhaia

  • @mdarifinhasanratul5065
    @mdarifinhasanratul5065 5 หลายเดือนก่อน +4

    Right Bro 👍👍👍👍👍👍👍👍👍👍

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน

      Many many thanks

  • @tigermediabd
    @tigermediabd 4 หลายเดือนก่อน +1

    বাস্তবতা তুলে ধরেছেন। সব কথাই একদম বাস্তব।

  • @sobussheikh5982
    @sobussheikh5982 4 หลายเดือนก่อน +1

    একটা ফ্যামিলিতে ১ জনের বেশি সরকারি চাকরি নিষিদ্ধ করা হোক।

  • @FaisalurRahman09
    @FaisalurRahman09 4 หลายเดือนก่อน +1

    outstanding, waiting for your next one bro,,,we want to get rid off this problem, seriously

  • @MRahman-uk4kr
    @MRahman-uk4kr 4 หลายเดือนก่อน

    ভাই HSC শেস করছি দেশের এই অবস্থা বুঝতে পেরে আর পরাশুনা করার সাহস পাচ্ছিনা😢😢😢বাইরে যেতে চাচ্ছি কেউ একটু সাজেশন দেন প্লিজ😢😢

  • @nazmulhussain4291
    @nazmulhussain4291 4 หลายเดือนก่อน

    আপনার বক্তব্যের প্রতিটি লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
    এর গুরুত্ব সবাই বুঝবে না ।
    মূর্খ থেকে শুরু করে সাধারণ শিক্ষিতরাও আপনার মূল্যবান বক্তব্যের গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হবে না ।
    আমার ধারণা কেবলমাত্র উচ্চশিক্ষিতরাই আপনার বক্তব্যের মূল্য বুঝবে ।
    আপনি যথেষ্ট চেষ্টা করে
    সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করেছেন ।
    তারপরেও
    আমাদের মত মূর্খদের জন্য আরেকটু সহজ সরল ভাষায় নিয়ে আসতে পারলে
    ভালোই হতো ।

  • @tasfiarahmed4612
    @tasfiarahmed4612 5 หลายเดือนก่อน +2

    You have made a very good video. Want more videos on how to survive unemployment in our country

    • @dhirahasan
      @dhirahasan  5 หลายเดือนก่อน

      will do

  • @correctYouTube123
    @correctYouTube123 4 หลายเดือนก่อน

    ভায়া আমারো একই অবস্থা