This video is about autistic children care and a very respectful story of a mother who fight agains all odds of the society for autistic. Brand promotional for @nagad
এই সেই ড্যানি আপা?? সুবহানাল্লাহ। সে দেখতে ও সুন্দর মানুষ হিসেবে ও সুন্দর। আল্লাহ তাকে দীর্ঘজীবি করুন। ভালো মানুষের আমাদের খুবই দরকার। আজ দুজন ভালো মানুষ মুখোমুখি বসে,,,,,সুন্দর দৃশ্য। ভালো থাকবেন দুজনেই।
মায়ের মুখের দিকে সুনজরে একবার তাকালে একটা মকবুল হজের সোয়াব পাওয়া যায় । এ জন্যই আল্লাহ রাব্বুল আলামীন মাকে এমন সম্মান দিয়েছেন। এই মায়ের দীর্ঘ জীবন ও সু সাস্হ্য কামনা করি ।
একজন মা তার নিজের সন্তানের জন্য অনেক কিছু করতে পারেন কিন্তু অন্যের সন্তানের জন্য এই রকম কাজ যিনি করেন তিনিই হলেন জননী ,তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই 🙏🙏🙏
মা তোমায় মায়ের তুলনা পৃথিবীর কিছুর সাথে হয়না দোয়া করি পৃথিবীর সকল মা সুস্থ থাকুক ধন্যবাদ আরজে কিবরিয়া ভাই রমজান মাসে এরকম কিছু অসাধারন ভিডিও ধারণ করার জন্য সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য
সন্তানের কষ্ট রিয়ালাইজ করার জন্য নিজের মুখে ৩ তিনদিন স্ক্রচটেপ লাগিয়ে রেখেছেন এটাই মা। সন্তানের জন্য মায়েরা কতকিছুই না বিসর্জন দিয়ে থাকেন। প্রতিটি মায়ের জন্য আকাশ সমান ভালোবাসা ও শ্রদ্ধা🙏😍😍😍
এই ভিডিওটা আমাকে নতুনভাবে আমার পাঁচ বছরের special বাচ্চাটার জন্য আরও বেশি পরিশ্রম করার মানসিকতা তৈরি করতে সাহায্য করলো। I can feel the pain and gain of this warrior mother.
মা এরা সব পারে, সারা বিশ্বে তাঁরা সেরা, শক্ত হাতে লড়তে শেখায়, (আবার) আগলে রাখে প্রদীপ শিখা। জন্মভূমি আর জননী সেরার সেরা সবার কাছে, বিচিত্র এ বিশ্ব মাঝে সে ই ধনী, যার মা আছে।
وعلیکم السلام ورحمة الله وبركاته আলহামদুলিললাহ অসাধারণ একটা ভিডিও। এই ধরনের মা হাটে বাজারে পাওয়া যায় না বরং অজানা স্থান থেকেই বের হয়ে আসে। আল্লাহ বাংলাদেশের সকল অসহায় দের পাশে থাকার মন তৈরি করে দিন আমিন। এই আপা কে বলবো আপনি অসাধারণ ইন শা আল্লাহ আপনি হয়তো নবেল ও পাবেন। তবে আপনাকে শুধু একটি কথাই মনে করে দিবো সেটা হলো একজন মহিলার পর্দা ফরয একটু একটা উড়না বা একটা বোরকা যদি ব্যবহার করতেন আপনি (প্রয়োজনে অবশ্যই মুখ খুলে রাখতেন) তাহলে আপনি শুধু এক সমাজে না বরং সকল শ্রেণীর সকল সমাজে সেরার সেরা আপনি। আল্লাহ আপনাকে আমাকে সকল কে সঠিক ভাবে চলার তাওফিক দান করুন আমিন । ধন্যবাদ ভাই কিবরিয়া সাহেব কে সহ সকল সদস্য কে ।
সৌভাগ্য ক্রমে অটিজম বাচ্চাদের সাথে কয়েকবছর কাজ করতে পেরেছি।ওদের কাছে থেকে অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি।এতো নিষ্পাপ ওরা।ওরা ভালোবাসাও দিতে জানে।যারা ওদের শিক্ষক আর দেখভাল করে রাখেন তারা অনেক অনেক ধৈয’শীল ব্যক্তি ।কতো মায়া দিয়ে এই অটিজম বাচ্চাদেরকে গড়ে তুলছে। তাদের জন্য অনেক শুভ কামনা রইলো। 💖💙👏💐
This lady should get an award and recognition from the world internationally. No award or prize will be enough for her sacrifice and great work! Bravo! Salute!!
ড্যানি আপা, আপনাকে এখানে দেখে অনেক ভালো লাগছে। সুস্মির জন্য দোয়া ও ভালোবাসা। আমার ও একজন বিশেষ শিশু আছে। সে এখন অনার্স ১ম বর্ষে পড়ছে। সবাই দোয়া করবেন যেনো ওকে কোনো সম্মানজনক পদে অধিষ্ঠিত করতে পারি।
My respect goes for this generous woman and her organisation. May Almighty give her good health, resources to continue what she loves to do for mankind!
osadharon video..my son is also autistic and this beautiful interview has given me alot of courage and motivation to continue further with the difficult journey. Thank you for bringing up this video. Lots of love n respect from Kolkata
Assalamualaikum, beautiful inspiring story ❤ salute to this beautiful talented woman who struggled with her own life but helping others also. Real hero, best luck with her organization. I will try to help out with my Zakat in Shaa Allah
ক্ষণজন্মা মা, বিরল মা, ইচ্ছা করলেই এ ধরনের মা হওয়া যায়না যদিনা পরম করুণাময়ের প্রতক্ষ এবং পরক্ষ আশীর্বাদ না থাকে। আল্লাহ আপনাকে আরও ধৈর্য্য শীল হওয়ার তৌফিক দান করুন।
জন্মদাতা মা যেটা করতে না পারেন এই মা সেই কাজটা করে দেখিয়েছেন।। এ কাজের মূল্য পৃথিবীর কোন কারেন্সি তেই পরিমাপ করা যাবে না এক কথায় বলা যায় priceless priceless priceless❤❤❤❤❤
ভাই অনুষ্ঠানে আসা সকলের প্রতি সম্মান। আমি মনে করি আমারা বেশিরভাগ শ্রোতারাই ইমোশনাল হৃদয়ের মোটামুটি ভালমানুষ। আর মেহমানগনতো একেকজন যোদ্ধা। উনাদের মধ্যে অনকে অনেক শিক্ষিত হওয়ায় ইংরেজি একটু বেশি বলে থাকে এতে করে আমরা সবাই টোটালি বুঝতে সমস্যা হয়।
ওগো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল ও পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়ামোহ হীন যদিনা পেতাম মায়ের মায়ারই হাত। 😭😭😭😭
আসসালামুআলাইকুম ভাইয়া,, আমি বাহিরে থাকি ২০ বছর চলে পরিবার নিয়ে , আমার একজন অটিজম ছেলে আছে আলহামদুলিল্লাহ এখন ওর বয়স ১৮ বছর, আমার ছেলে কিছুই করতে পারে না সবাই আমার ছেলে জন্য দোয়া করবনে আল্লাহ যেন ওকে সুস্থ রাখে এবং আমাকে ধয্য দান করেন আমিন।
আপনার এই সন্তানের জন্য মহান আল্লাহ্ আপনাকে এর প্রতিদান আখেরাতে দিবে ইনশাআল্লাহ্ আমিও বিদেশে আছি এখানে একটা পরিবার আছে তাদের দুইটা যময সন্তান আছে দুই জনই ইস্পেসাল তার পরেও তারা এতো আদর করে এতো ভালোবাসে তারা মনে করে এমন বাচ্চারা আললাহর দেয়া গিফট
@@nadiaakter4412 আসসালামুআলাইকুম আপু জি আমি ও এটা মনে করি, আলহামদুলিল্লাহ আমার ছেলে নবীর দেশে জন্ম নিয়েছে এ পযন্ত পাচ বার ওমরাহ্ হজ্জ করেছে দোয়া করবেন আমার পরিবারের জন্য।
মাশাল্লাহ! এত্তো ভালো লাগলো আজকের এপিসোড টা দেখে। অনেকবার চোখে পানি চলে আসছে তার কাজের প্রতি সম্মান থেকে। আমারও অনেক ইচ্ছা যে কোন একদিন সে সব বাবা মা দের নিয়ে কাজ করবো, যাদের তাদের সন্তানেরা দেখেনা। আজ তার এপিসোড টা দেখে আরও ইন্সপায়ার হলাম।
সেরা মা।
উনি উনার অথিষ্টিক ছেলেমেয়েদের আত্মনির্ভরশীল বানাচ্ছেন, আর আমরা আমাদের স্বাভাবিক ছেলেমেয়েদের পঙ্গু বানাই। শুধু এ+ এর পিছনে দৌড়াতে শেখাই।
চরম সত্যি কথা বলেছেন।
“অটিস্টিক”।
Right
এই সেই ড্যানি আপা?? সুবহানাল্লাহ। সে দেখতে ও সুন্দর মানুষ হিসেবে ও সুন্দর। আল্লাহ তাকে দীর্ঘজীবি করুন। ভালো মানুষের আমাদের খুবই দরকার। আজ দুজন ভালো মানুষ মুখোমুখি বসে,,,,,সুন্দর দৃশ্য। ভালো থাকবেন দুজনেই।
মায়ের প্রতি টা কথায় কলিজা ঠান্ডা করে দিছে, সেলুট মা , প্রতিটা মা হই জেনো এমু হয়, দোয়া রইলো মা তোমার জন্য 🤲🤲🤲
এই মাকে সেলুট করা উচিত এমন মা আছে বলে পৃথিবীটা আজ সুন্দর লাগে ♥️
এই মাকে স্যালুট করা উচিতআমি স্যালুট করি
Of course we saluted :she is our oxygen /
সালাম আপনাকে
মা হিসাবে ঠিক আছে। কিন্তু - -,
মায়েরমতআপনকেউহয়না
মায়ের মুখের দিকে সুনজরে একবার তাকালে একটা মকবুল হজের সোয়াব পাওয়া যায় । এ জন্যই আল্লাহ রাব্বুল আলামীন মাকে এমন সম্মান দিয়েছেন। এই মায়ের দীর্ঘ জীবন ও সু সাস্হ্য কামনা করি ।
আলহামদুলিলাহ ।এই ধরনের ধৈর্য্যশীল মা, দের জন্য এই ধরনের ছেলে মেয়েরা হয়ত অনেক ভালো আছে। অস্যংখ ধন্যবাদ।
যিনি অন্যের সন্তানের জন্য এমন কাজ করতে পারেন তিনিই আসল " মা"।
স্যালোট মা".....
এরকম মা যেনঘরে ঘরে জন্ম হয়
মাশাআল্লাহ.. ওনার কথার সৌন্দর্যে মুগ্ধ!
এত্ত সুন্দর করে কথা বলেছেন ওনি জাস্ট ওয়াও❤️👌
একজন মা তার নিজের সন্তানের জন্য অনেক কিছু করতে পারেন কিন্তু অন্যের সন্তানের জন্য এই রকম কাজ যিনি করেন তিনিই হলেন জননী ,তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই 🙏🙏🙏
Nice
Sad☹️
Onar academy tar name & address jante pari please. Amar baby ta o autism baby😢
মা তোমায় মায়ের তুলনা পৃথিবীর কিছুর সাথে হয়না দোয়া করি পৃথিবীর সকল মা সুস্থ থাকুক ধন্যবাদ আরজে কিবরিয়া ভাই রমজান মাসে এরকম কিছু অসাধারন ভিডিও ধারণ করার জন্য সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য
আপনি একজন অবিশ্বাস্য মানবিক
""""""" শ্রেষ্ঠ মা """"""" ।
আল্লাহ্ যেন আপনাকে দুনিয়া ও আখেরাতে সন্মানিত দান করেন। প্রান খুলে দোয়া রইল।
ধন্যবাদ।
মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।
এ জাতীয় কাজে যারা জড়িত তাদের আল্লাহ অনেক ধৈর্য্য দিয়েছেন, আন্তরিক শুভকামনা রইল তাদের প্রতি।
বাস্তবতা অনেক কঠিন। যে মায়ের সন্তান অটিজম শুধু সেই মা-ই জানে কি কঠিন দিন গুলি পার করে।আল্লাহ এই রকম মা দের উপর রহমত দান করুক। আমিন।
Ameen
অসুখটা অটিযম। যার হয় তাকে অটিস্টিক বলে।
Autism
Autistic.
ভালো থাকুক পৃথিবীর সকল মা❤️❤️❤️
ধন্যবাদ নগদ ইসলামিক কে,সাথে কিবরিয়া ভাইকে।এতো সুন্দর শিক্ষনিও একটি গল্প আমাদেরকে উপহার দেয়ার জন্য।অবশেষে এই মাকে সেলিউট জানাই।
পৃথিবীর সকল মা,ই অসম্ভ সুন্দর, তোমাকে অনেক ভালোবাসি মা😍।
সন্তানের কষ্ট রিয়ালাইজ করার জন্য নিজের মুখে ৩ তিনদিন স্ক্রচটেপ লাগিয়ে রেখেছেন এটাই মা। সন্তানের জন্য মায়েরা কতকিছুই না বিসর্জন দিয়ে থাকেন। প্রতিটি মায়ের জন্য আকাশ সমান ভালোবাসা ও শ্রদ্ধা🙏😍😍😍
এই মাকে সেলুট করা উচিত এমন মা আছে বলে পৃথিবীটা আজ সুন্দর লাগে !!!
মা মা মা এবং বাবা ❤️❤️❤️❤️
এই ভিডিওটা আমাকে নতুনভাবে আমার পাঁচ বছরের special বাচ্চাটার জন্য আরও বেশি পরিশ্রম করার মানসিকতা তৈরি করতে সাহায্য করলো। I can feel the pain and gain of this warrior mother.
এটা কোথায়?
"মা" শব্দটা অতি ছোট কিন্তু এই শব্দটা উচ্চারণের সাথে সাথে হৃদয়ের গভীরে এক অজানা প্রকম্পনের সৃষ্টি হয়, যার পায়ের নীচে সন্তানের জান্নাত।
মা তো মা'ই মায়ের সঙ্গে অন্য কাউকে তুলনা করা যায় না।মা তোমাকে অনেক স্যলুট জানাই।❤
মা সে তো তুলনাহীনা
শ্রদ্ধা ও সালাম ও দোয়া রইলো।
আপুর ছেলেটা কে দেখালে আরো ভালো লাগতো।
আপুর ছেলেটাসহ সমস্ত অটিজম ছেলে-মেয়েদের জন্য দোয়া রইলো।
আপনার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইলো এমন মা পৃথিবীতে কম জম্ম হয়
স্যালুট জানায় এমন মাকে যিনি এমন সংগ্রাম করে আজ অনেক সন্তানকে আজ স্বাভাবিক জীবনের যাপন করার জন্য কাজ করে যাচ্ছেন।
অনবদ্য
অতুলনীয়
এমন মা অনেক বেশি ভাগ্য করে পেতে হয়।
তবে আরো বেশি জানার আগ্রহ ছিলো।
Great soul 🙏
মা ,, এই শব্দটা হৃদয়েরর ভালোবাসার কম্পন তৈরি করে অজান্তেই ❤❤❤💖💖💖💟💟💟 পৃথিবীর সব মা শ্রেষ্ঠ স্যালুট জানাই ⚘🌹🌹🌹🌹🌹
করিম ভাই অসাধারণ। লিখেছেন ভাই।
@@mdrahim6330 করিম নয় করিমা
সত্যি না কথা টা
@@mdbillalhossain4005 মা যেমনি হউক তিনি শ্রেষ্ঠ
সত্যিই কথা।
আমি গর্বিত, মুগ্ধ। ড্যানি আপার জন্য শুভকামনা নিরন্তর।
অনেক ভালো লাগলো।এমন সন্তানরা অনেক বেশী কেয়ারিং ভালবাসা পাওয়ার যোগ্য তা রাখে।
মা এরা সব পারে,
সারা বিশ্বে তাঁরা সেরা,
শক্ত হাতে লড়তে শেখায়,
(আবার) আগলে রাখে প্রদীপ শিখা।
জন্মভূমি আর জননী
সেরার সেরা সবার কাছে,
বিচিত্র এ বিশ্ব মাঝে
সে ই ধনী, যার মা আছে।
মা তো মা'ই। যার কোন তুলনা নেই। ❤️ RJ Kebria vai এবং সকলের প্রতি দোয়া ও শুভ কামনা রইল। 💚❤️💚
وعلیکم السلام ورحمة الله وبركاته
আলহামদুলিললাহ অসাধারণ একটা ভিডিও।
এই ধরনের মা হাটে বাজারে পাওয়া যায় না বরং অজানা স্থান থেকেই বের হয়ে আসে।
আল্লাহ বাংলাদেশের সকল অসহায় দের পাশে থাকার মন তৈরি করে দিন আমিন।
এই আপা কে বলবো আপনি অসাধারণ ইন শা আল্লাহ আপনি হয়তো নবেল ও পাবেন।
তবে আপনাকে শুধু একটি কথাই মনে করে দিবো সেটা হলো একজন মহিলার পর্দা ফরয একটু একটা উড়না বা একটা বোরকা যদি ব্যবহার করতেন আপনি (প্রয়োজনে অবশ্যই মুখ খুলে রাখতেন) তাহলে আপনি শুধু এক সমাজে না বরং সকল শ্রেণীর সকল সমাজে সেরার সেরা আপনি।
আল্লাহ আপনাকে আমাকে সকল কে সঠিক ভাবে চলার তাওফিক দান করুন আমিন ।
ধন্যবাদ ভাই কিবরিয়া সাহেব কে সহ সকল সদস্য কে ।
Please write the Name & address of the Institute. This not clear in this Video.
একমাত্র একজন মা ই পারেন সন্তানের কথা ভেবে শক্ত কাজকে সহজ করে নিতে । মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।
Subhanallah... Oshadharon ek mayer Golpo... Khub e bhalo laglo... May Allah bless her
মা এর মত অমূল্য সম্পদ এই পৃথিবীতে আর হয় না।❤️
Mam Dany is one of the best mother in the world.
Dany man l salute you again and again. May Allah
Subhana Tala help you and love you.
সৌভাগ্য ক্রমে অটিজম বাচ্চাদের সাথে কয়েকবছর কাজ করতে পেরেছি।ওদের কাছে থেকে অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি।এতো নিষ্পাপ ওরা।ওরা ভালোবাসাও দিতে জানে।যারা ওদের শিক্ষক আর দেখভাল করে রাখেন তারা অনেক অনেক ধৈয’শীল ব্যক্তি ।কতো মায়া দিয়ে এই অটিজম বাচ্চাদেরকে গড়ে তুলছে। তাদের জন্য অনেক শুভ কামনা রইলো।
💖💙👏💐
দুনিয়াতে অথবা আখেরাতে,ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা।
সত্যিই অসাধারন ম্যাডাম এসব বাচ্চাদের জন্য এধরনের একটি উদ্যোগ নিয়েছেন ।
ভালো থাকুক পৃথিবীর সকল মা ও বাবা।মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তান যেমনই হোক মা বাবা কখনো তাকে কষ্ট দিতে চায় না।
This lady should get an award and recognition from the world internationally. No award or prize will be enough for her sacrifice and great work! Bravo! Salute!!
ড্যানি আপা,
আপনাকে এখানে দেখে অনেক ভালো লাগছে। সুস্মির জন্য দোয়া ও ভালোবাসা। আমার ও একজন বিশেষ শিশু আছে। সে এখন অনার্স ১ম বর্ষে পড়ছে। সবাই দোয়া করবেন যেনো ওকে কোনো সম্মানজনক পদে অধিষ্ঠিত করতে পারি।
@@shahnazchowdhury8704 আপা আপনার সাথে কথা বলতে চাই
My respect goes for this generous woman and her organisation. May Almighty give her good health, resources to continue what she loves to do for mankind!
You are absolutely right bro. I really appreciate your respect about the honorable & generous women and her organisation.
এই আপুটার ঠিকানা টা দিবেন
আলহামদুলিল্লাহ্ ভাই অনেক ভালো কাজ। দোয়া রইল এই প্রতিস্টানের জন্য।
অনুভূতির এত সুক্ষ যায়গা থাকতে পারে, এই মায়ের কথাগুলো মনযোগ সহ শুনলে বুঝা যায়। ধন্যবাদ মা’কে
আমার খুব ইচ্ছা এই রকম একটা প্রতিষ্ঠানে মা হয়ে কাজ করতে।
মা মা মা এবং বাবা ❤️❤️❤️❤️
সত্যি উনি সকলকে অন্যরকম ভালো কাজের তাগিদ দিচ্ছেন ❣️....
মাশাআল্লাহ ❤️ অসাধারণ মা আপনি। মহান আল্লাহ পৃথিবীর সকল মাকে ধৈর্য দান করুক আমীন 🤲😥❤️
osadharon video..my son is also autistic and this beautiful interview has given me alot of courage and motivation to continue further with the difficult journey. Thank you for bringing up this video. Lots of love n respect from Kolkata
Assalamualaikum, beautiful inspiring story ❤ salute to this beautiful talented woman who struggled with her own life but helping others also. Real hero, best luck with her organization. I will try to help out with my Zakat in Shaa Allah
ক্ষণজন্মা মা, বিরল মা, ইচ্ছা করলেই এ ধরনের মা হওয়া যায়না যদিনা পরম করুণাময়ের প্রতক্ষ এবং পরক্ষ আশীর্বাদ না থাকে। আল্লাহ আপনাকে আরও ধৈর্য্য শীল হওয়ার তৌফিক দান করুন।
গর্বিত বাঙ্গালী মাকে সালাম জানাই। মাশাআল্লাহ আল্লাহ আপনাকে ধৈর্য্য ধরে সফলতার মুখ দেখতে সাহায্য করেছেন।
Assalamualaikum ai apu k onek onek valobasha r Dua roilo great mother
Aamzing @Sajida Rahman Danny. Proud of you
জন্মদাতা মা যেটা করতে না পারেন এই মা সেই কাজটা করে দেখিয়েছেন।।
এ কাজের মূল্য পৃথিবীর কোন কারেন্সি তেই পরিমাপ করা যাবে না এক কথায় বলা যায় priceless priceless priceless❤❤❤❤❤
হাজারো সালাম মা তোমাকে পৃথিবীর সব মা ভালো থাকুক,,,
পৃথিবীতে এমন মানুষ আছে বলেই পৃথিবী এতো সুন্দর।
পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা, মায়ের সাথে পৃথিবীর কারো সাথে তুলনা হয়না।।
ভাই অনুষ্ঠানে আসা সকলের প্রতি সম্মান। আমি মনে করি আমারা বেশিরভাগ শ্রোতারাই ইমোশনাল হৃদয়ের মোটামুটি ভালমানুষ। আর মেহমানগনতো একেকজন যোদ্ধা। উনাদের মধ্যে অনকে অনেক শিক্ষিত হওয়ায় ইংরেজি একটু বেশি বলে থাকে এতে করে আমরা সবাই টোটালি বুঝতে সমস্যা হয়।
সমস্ত অনিয়মের নিয়ম ভেঙে হলেও
আমার শুধু তোমাকেই চাই... ❤️🌿Ma Ma❤️
Ay niye 2 bar video ti dekhlam. Onek Dhanyabad ato sundor episode present korar jonno.
উনার ব্যাক্তিত্ব অসাধারণ।
মা তোমায় খুব বেশি মিশ করছি আমরা সাবাইর মায়ের জন্য দোয়া সুভো কামনা রইলো আমিন
মিস
শুভ
Khub valo laglo... AI conversation theke anek kicho sekhar ache❤
যত গুলো সেড়া ভিডিও দেখেছি ব্রান্ড বাংলাদেশের এইটা অন্যতম সেড়া ভিডিও ৷
oshadaron ekti video try korbo pashe thakar jonno InshAllah, specially thanks to Nagat Islamic and Rj Kebriya vaia ke
হে আল্লাহ এমন মাকে তুমি জান্নাত দিও। তা না হলে,তোমার জান্নাত পূর্ণতা পাবেনা।
সব মায়েরাই যুদ্ধা,,তবে এই মা যেন ব্যাতিক্রমি জ্ঞানী গুনী এক যুদ্ধা....
সেলুট এমন মা কে,ভালো থাকুক পৃথিবীর সকল মা
Oshadharon........
মাশাআল্লাহ, অসাধারণ মা , ভালো থাকুন সবসময় দোয়া রইলো।
আপনি যে একজন মা,মা,মা,তাই আপনি পেরেছেন, স্যালুট মা আপনাকে।
ওগো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল ও পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়ামোহ হীন যদিনা পেতাম মায়ের মায়ারই হাত। 😭😭😭😭
আমি অকল্যান্ড থেকে বলছি। আমি একজন কেয়ারগিভার, আমাদের কেয়ার সেন্টারের কিচেনে দুই জন অথিষ্টক মেয়ে কাজ করে। ওরা খুব হাসিখুশি আর কাজের প্রতি ডেডিকেটেড।
অসাধারণ এক ভিডিও আজ দেখলাম, যেটা দেখে আমি নিজে আরও লড়াই করার শক্তি পেলাম।
আমিও দোয়া করি এগিয়ে জাও
Khub khusi holam. Chokher jol dhore rakhte parlamna bcz amio eki pother jatri. Sudhu ektai onurodh korlam apnader jara financially problematic person ache tader dikatao ektu vhabben pls. From. -India🇮🇳
আসসালামুআলাইকুম ভাইয়া,, আমি বাহিরে থাকি ২০ বছর চলে পরিবার নিয়ে , আমার একজন অটিজম ছেলে আছে আলহামদুলিল্লাহ এখন ওর বয়স ১৮ বছর, আমার ছেলে কিছুই করতে পারে না সবাই আমার ছেলে জন্য দোয়া করবনে আল্লাহ যেন ওকে সুস্থ রাখে এবং আমাকে ধয্য দান করেন আমিন।
আপনার এই সন্তানের জন্য মহান আল্লাহ্
আপনাকে এর প্রতিদান আখেরাতে দিবে ইনশাআল্লাহ্ আমিও বিদেশে আছি এখানে
একটা পরিবার আছে তাদের দুইটা যময
সন্তান আছে দুই জনই ইস্পেসাল তার পরেও
তারা এতো আদর করে এতো ভালোবাসে
তারা মনে করে এমন বাচ্চারা আললাহর
দেয়া গিফট
আমার ছেলে ও কিছুই করতে বা বলতে পারেনা,,,,,,
আল্লাহ তায়ালা আপনার সহায় হোক ফি আমানিল্লাহ
@@faizanjisan3352 আমিন
@@nadiaakter4412 আসসালামুআলাইকুম আপু জি আমি ও এটা মনে করি, আলহামদুলিল্লাহ আমার ছেলে নবীর দেশে জন্ম নিয়েছে এ পযন্ত পাচ বার ওমরাহ্ হজ্জ করেছে দোয়া করবেন আমার পরিবারের জন্য।
মা যেভাবে হোক সন্তানদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিবেন । আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক মজবুত দিবেন যাতে সবসময় শুকরিয়া আদায় করে।
You are incredible mother
এমন একজন মা। কি বলি ওনাকে।এমনই হয়তো আমাদের মায়েরা।অনেক সন্মান ও ভালবাসা আন্টির জন্য। কেন জানি না একইসাথে কষ্ট এবং আনন্দে কান্না পেয়ে যাচ্ছে।
দাদা আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান টি পরিচালনা করার জন্য। ভারত
Onak sundor sundor kotha sunta Palam , thanks sobai k, r ato sundor kaj korar jonno allaher kaca doya korce tar jonno.
পৃথিবী আজ জানুক …এই মা..এর ভালোবাসা..কত পাহাড় সমতূ্ল্য …
অসাধারণ আলোচনা খুবই ভালো লাগল।
ভালো মানুষ মানুষ মানে জাস্ট respect 🙏🙏🙏
MASHALLAH onak valo laglo onar kotha sona
এই মার মুখে দুংখের একটা ছাপ আছে। আল্লাহ ভিতরটা সুন্দর করে দিয়েছে।ওনার সৌন্দর্য টাও দিয়েছে।মাসাআল্লাহ❤❤
পৃথিবীর শ্রেষ্ঠ মা যে মা তার সন্তানকে জান্নাতের পথ দেখায়
সেলুট আপুকে আল্লাহ যেন আপুকে উত্তম জাজা দান করেন
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা যেন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে এই দোয়া করি,,,,,
❤️👉🕋পৃথিবীতে সবচেয়ে মধুর সুর হলো আজান
আলহামদুলিল্লাহ।💕
Alhamdulillah
পৃথিবীর সকল মা,ই অসম্ভ সুন্দর,তোমাকে অনেক ভালবাসি মা আই লাভ ইউ মা😭😭🤲🤲🤲❤️❤️❤️❤️❤️
salute to this respectable mother.I understand how much you faught because I have a severe deaf child❤️
মাশাল্লাহ! এত্তো ভালো লাগলো আজকের এপিসোড টা দেখে। অনেকবার চোখে পানি চলে আসছে তার কাজের প্রতি সম্মান থেকে। আমারও অনেক ইচ্ছা যে কোন একদিন সে সব বাবা মা দের নিয়ে কাজ করবো, যাদের তাদের সন্তানেরা দেখেনা। আজ তার এপিসোড টা দেখে আরও ইন্সপায়ার হলাম।
Allah Rabbul allamin onak ato dorjjo diyesen masha allah masha allah 😭😭😭
এই গল্পটা শুনে আমাদের অনেক কিছু শিখার আছে
স্যালুট জানাই এই মাকে,সেই সাথে নগদ এবং আমাদের সবারই প্রিয় কিবরিয়া ভাইকে,
Oner kache onek kichu shiklam,considering for childrens, Allah bless her
Manush er jonno manush kore hoyto, kintu,,,,,amar golpota ekdom - e onno rokom. Jai hok valo laglo,onek valo.
আমি কুয়েত থেকে দেখছি, আমি এই ভিডিওটা শেষ পর্রযন্ত দেখেছি, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। 👍
Salam. Onek valo laglo amon akjon manush ke dekhey. Dhonnobad.