আমি সত্যি মুগ্ধ , এতো সুন্দর গোছানো-পরিপাটি কথা পুরা ৫২ মিনিট ২০সেকেন্ড শুধু মনোযোগ দিয়েই শুনেছি কথাগুলো আপু তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল তুমি তোমার মত করে এগিয়ে যাও আর তার সাথে ঐ স্যার কে দিচ্ছি স্যালুট এবং আল্লাহ যেন তাকে সৎ পথে পরিচালিত করে এবং আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক।।।
অপূর্ব আলোচনা ।প্রচুর শেয়ার হওয়া দরকার ।সত্যিই আমিও জানতাম না তৃতীয় লিঙ্গ জিনিস টি কী ধরনের। এটাই আমার অঞ্জানতা ।এদের সমস্যা ও আইন থাকা জরুরী। আমি কলকাতা থেকে 76 বছরের এক বৃদ্ধ বলছি ।আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার অজ্ঞতার জন্য।
আমি এদের মতো তৃতীয় লিঙ্গের মানুষকে খুব ভালোবাসি কারণ এদের মতো যারা আছে তাদের জন্য আমার মনে এক অন্যরকম মায়ার অনুভূতি হয়, অনার মতো আমার এক ভাই ছিলো সে আমাকে খুব ভালোবাসতো আর আমি ও তাকে খুব ভালোবাসতাম,আমরা সবাই ভালোবাসতাম ঠিকি কিন্তু বাকিরা সবাই চাইতো আমার ভাই টা যেনো ছেলের মতো থাকে কিন্তু ও মেয়ের মতো থাকতে চাইতো এই নিয়ে একটু মন খারাপ থাকতো সবার,যাই হোক আমার ভাইটা পৃথিবীতে নেই কিন্তু আমরা কেউ তাকে ঘৃণা করিনি বা বাড়ি থেকে বের করে দেইনি, আল্লাহ ওকে নাজাত দান করুন আমিন।
@@musafir7615 অকে কিছু খারাপ লোক একা পেয়ে খুব কষ্ট দিয়ে মেরেছে, যে লোক লিডার ছিলো সে সহ তার পরিবারের ৩ জন মারা গেছে পরে আমার ভাই মরার ২ বছরের মধ্যে। কাউকে বিনা দোষে হত্যা করলে তার বিচার আল্লাহ ঠিকি করেন সেটা দেরিতে হলে ও।
শাম্মী আপুটার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো…আর আমাদের ও অনেক শিখার আছে শাম্মী আপার কাছে…ধিক্কার জানাই সমাজের ঐ নীচু মনের ঐ মানুষগুলোর প্রতি যারা শাম্মী আপাদের মতো মানুষগুলোকে অসহায় পেয়ে অন্যায় আচরণ করে !!!
এই জীবনের কথাগুলো গল্পগুলো আমাদের বাঁচার শক্তি যোগায়।বিশেষ করে আমাকে।এই এপিসোডটা দরকার ছিল। প্লিজ এই মানুষগুলো আরো বেশি সমাজের কাছে তুলে ধরুন।যদি সমাজ একটু বদলায়।🙏🙏
ইসলামে তৃতীয় লিঙ্গ ব্যাক্তিদের জন্য বিধান হলোঃ যার মধ্যে ছেলেদের বৈশিষ্ট বেশি সে ছেলেদের অধিকার পাবে, আর যার মধ্যে মেয়েদের বৈশিষ্ট বেশি সে মেয়েদের অধিকার পাবে।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপন করার জন্য,,,,,, আল্লাহ হাবিব স্যারের ভালো একটা উদ্যেগ নেওয়ার জন্য তার হায়াত বাড়িয়ে দেন,,,,,শাম্মী আপুর মনোবল দেখে আরও সবাই অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ,,, ❤️❤️❤️
সম্মানীয় ডিআইজি হাবিবুর রহমান স্যারের জন্য মন থেকে দোয়া করছি। ওনার মতো ভালো মানুষ আছে বলেই, সমাজের এমন অবহেলিত মানুষগুলো নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহতালা ওনাকে এর উত্তম পুরস্কার প্রদান করুন। আমিন। এবং তৃতীয় লিঙ্গের সমস্ত ভাই বোনদের প্রতি রইলো আমার অফুরন্ত ভালোবাসা। 🌼🌼
এতগুলো TH-cam channel তারমধ্যে, যতগুলো বৃহন্নলাদের নিয়ে ভিডিও বানানো হয়েছে, তার মধ্যে থেকে এ দাদা ভাইয়ের ইন্টারভিউটা বেস্ট, এজন্যই বেস্ট দাদাভাই টা সম্মান দিয়ে কথা বলতে জানে, তার জন্য বেস্ট খুব ভালো লাগলো shuvo kamona roilo dadavai তোমার জন্য।।।
আমরা মানুষ হয়ে মানুষের মত বাঁচতে চাই, আমরা মনে প্রাণে বিশ্বাস করতে হবে উনাদেরকেউ আল্লাহ্ সৃষ্টি করেছেন, ভুলে গেলে চলবে না যে, আমরা সৃষ্টির সেরা জীব!!!
শ্রদ্ধা জানাই ডি আই জি হাবিবুর রহমান স্যারকে। স্যারের এই মহান উদ্দ্যোগের জন্য। দোয়া রইলো শাম্মী আপুর জন্য। তিনি হাল ছেড়ে দেননি কখনো। আরো অনেক বড় হবে তুমি। তোমার মা-বাবা একসময় তোমার কাছেই থাকবে। তুমিই তাদের দেখা শুনা করবা।
আমি এ মানুষ টাকে অনেক বার দেখেছি,,, উনার পার্লারেও কয়েকবার যাওয়া হয়েছে,,,,এতোটাও তো পরিচিত না,,,, দূর থেকে দেখা হয়েছে জাস্ট,,, আমি কোনো দিন ভাবিনি এত যুদ্ধ করেই পর্যন্ত এসেছো,,,,শাম্মি আপুর জন্য শুভকামনা অনেক,,,, আপু যেন আরও এগিয়ে যেতে পারে,,, ❤️❤️❤️❤️
@@tabiyaborsha8548 নজিম উদ্দিন মার্কেট এর অপর সাইডে বাদশা টাওয়ার,,,এর পেছনের দিকে লেডিস কর্ণার এর সাথে,,,, মেবি এখন মার্কেট টা ঠিক করা হচ্ছে পেছোনের দিক টা ,,, ১৫ দিন আগে গিয়ে আমি পাইনি,,,,
নিজ সন্তানের সাথে পিতার এমন নির্মম আচরণ থেকে মনে হচ্ছে আগে এমন পিতার সুচিকিৎসা হওয়া দরকার! "সামিউল আলিম" দু'টি শব্দই মহান আল্লাহ'র দু'টি গুণবাচক নাম! কারো নাম এভাবে থাকা ঠিক নয়। কারণ জীবনের ওপর নাম বিভ্রাটের একটা বিরূপ প্রতিক্রয়া হয়ে থাকে!
শাম্মীর প্রতি অনেক শুভকামনা এবং ভালোবাসা আর ডিআইজি হাবিবুর রহমান সাহেবকে অনেক শ্রদ্ধা এবং সম্মান সমাজে বঞ্চিত অবহেলিত মানুষদের প্রতি ভালোবাসা দেখানোর মানসিকতা আজকাল নাই বললেই চলে , , আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন এবং উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ
এর আগে ওএক জনের কাহিনী শুনেছিলাম আজকে শুনলাম খুব আনন্দ ও পেয়েছি আর খুব কষ্ট পেয়েছি কোন মায়ের গর্ভে যেন এমন সন্তান আল্লাহ না দেন যে প্রথিবী আসে তার কষ্ট আর পেটে ধারণ করে সে বুঝে তার যত্রনা
Transgender, Third Gender দের নিয়ে এমন আরো কয়েকটা এপিসোড হয়তো মানুষের চিন্তা-ভাবনা বদলাতে সাহায্য করবে, আশাকরি মানুষ আরেকটু ব্রড মাইন্ডেড হবে তাঁদের নিয়ে , যখন রাস্তাঘাটে, অফিসে, স্কুলে-কলেজে, তাদেরকে দেখবে সম্মান দিয়ে কথা বলবে!
এগিয়ে যান আপা দোয়া করি আল্লাহ ভাল রাখুক। আমি সব মানুষকে সম্মান করি সে যেমনই হোক। যারা মানুষকে সম্মান করে না তারা নিজেরাই মানুষ না মানুষ হলে না বুঝবে মানুষের দরদ। স্বামীর কথাগুলো অনেক সুন্দর তার প্রতিভা গুন অনেক অনেক সুন্দর। যা মানুষকে মুগ্ধ করার মত মানুষের মাঝে এরাই খাঁটি হীরা। সম্মান আর সুখ আল্লাহর পক্ষ থেকে আসে আমিন।
তাদেরকেও আল্লাহ্ বানিয়েছেন, এজন্য যে পরিবারে এমন হয়, সে পরিবারের সাথে সমাজ যেন এমন খারাপ ব্যাবহার না করা উচিত। সমাজের কারণেই এমন হয়। এর জন্য সমাজ দায়ী।
আমার জীবনের শ্রেষ্ঠ একটি গুরুত্বপূর্ণ জীবনধর্মী মানুষের কষ্টের ও আনন্দের কাহিনী শুনে যারপরনাই অভিভূত ও বিমোহিত হয়েছি। ডি আই জি হাবিবুর রহমান সাহেবের বদান্যতায় আমি আবেগে আপ্লূত হয়েছি। মানুষ শাম্মী তুমি মহান রব এর শ্রেস্ঠ সৃষ্টি। যারা তোমার অবিচার ও নির্দয় আচরণ করেছে, তাদের বিচারের ভার মহান রব এর কাছে তুলে দাও।পরিশেষে মানবদরদি RJ Kebria ও আল্লামা মিজানুর রহমান আযহারি সাহেব সহ সংশ্লিষ্ট সকলের সুস্হতা কামনা করছি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ কিবরিয়া ভাই। এই ধরনের অনুষ্ঠানের জন্য। অনেক দোয়া এবং শুভকামনা জিআইজি স্যার কে। বেচে থাকুক এই ধরনের কল্যাণকামী মানুষ বেচে থাকুক মানবতা
সাম্মী আপুর শেষের কথাটা আমার খুব ভালো লেগেছে। আমরা যারা সাধারণ মানুষ তাদের উচিৎ নিজ নিজ শিশুদের তাদের প্রতি শ্রদ্ধা সীল বানানো। যেটা নিজেও করতাম ওদের দেখে আমার ছোট্ট মেয়েটাকে দূরে সরিয়ে নিতাম। কিন্তু আজ থেকে ওকে বলবো যেনো তাদের দেখে সম্মান করে।
মানুষ কোন লিঙ্গের সেটা বড় কথা নয়।যার যার প্রতিভা, যোগ্যতা দিয়েই বিচার করা উচিত। ভালো মন মানসিকতা থাকলে যার যার অবস্হান থেকে সেবা দেওয়া যেতে পারে আর মানুষ হিসেবে মানুষ তার সেবা নেওয়া উচিত।সবাই মহান আল্লাহর সৃষ্টি।
সামমি আপু খুব কিউট। আর অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। যা অনেক উচ্চ শিক্ষিতরাও বলতে পারেনা।আল্লাহ তুমি তাদের জন্য সহায় হও।
Amin
Ameen
@@rahimaayub9303 am me by
তৃতীয় লিঙ্গের ভাই-বোনদের জন্য রইল ভালোবাসা এবং শুভকামনা।
আপনাকে ধন্যবাদ ভাই
ami o world e joto amon manush ache tader ontor theke respect kori
MohanAllah tader sobshomoy hefajot kore Ameen
@@mdbillalhossain4005
Thank you ❤️
শরুতে চোখের পানি রাখতে পারিনি। স্যালুট শাম্মি কে।আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি। অবশ্যই তাদের জন্যও কারিকুলাম তৈরি করতে হবে।
তততথ্য তো
শাম্মির জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
amader shomaj ta khub e kharap MohanAllah apna k hefajot kore abong hayate taieba dan kore Ameen
অসাধারণ মানুষ। উনি একজন মানুষ এটা উনার বড় পরিচয় ❤️❤️
হ্যা সেটাই
Thik boleco, tmr moto think jodi shobai korto 😇
১০০% সঠিক
👍👍👍
সত্যি তার কথা শুনে তাদের প্রতি সম্মান বেড়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে ।এত সাহস নিয়ে এগিয়ে এসার জন্য।
আমি সত্যি মুগ্ধ , এতো সুন্দর গোছানো-পরিপাটি কথা পুরা ৫২ মিনিট ২০সেকেন্ড শুধু মনোযোগ দিয়েই শুনেছি কথাগুলো আপু তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল তুমি তোমার মত করে এগিয়ে যাও আর তার সাথে ঐ স্যার কে দিচ্ছি স্যালুট এবং আল্লাহ যেন তাকে সৎ পথে পরিচালিত করে এবং আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক।।।
অপূর্ব আলোচনা ।প্রচুর শেয়ার হওয়া দরকার
।সত্যিই আমিও জানতাম না তৃতীয় লিঙ্গ জিনিস টি কী ধরনের। এটাই আমার অঞ্জানতা ।এদের সমস্যা ও আইন থাকা জরুরী। আমি কলকাতা থেকে 76 বছরের এক বৃদ্ধ বলছি ।আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার অজ্ঞতার জন্য।
সত্যি মুগ্ধ হলাম স্যারের ভূমিকায়,,,এমন ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে বলে পৃথিবীটা টিকে আছে
আমি এদের মতো তৃতীয় লিঙ্গের মানুষকে খুব ভালোবাসি কারণ এদের মতো যারা আছে তাদের জন্য আমার মনে এক অন্যরকম মায়ার অনুভূতি হয়, অনার মতো আমার এক ভাই ছিলো সে আমাকে খুব ভালোবাসতো আর আমি ও তাকে খুব ভালোবাসতাম,আমরা সবাই ভালোবাসতাম ঠিকি কিন্তু বাকিরা সবাই চাইতো আমার ভাই টা যেনো ছেলের মতো থাকে কিন্তু ও মেয়ের মতো থাকতে চাইতো এই নিয়ে একটু মন খারাপ থাকতো সবার,যাই হোক আমার ভাইটা পৃথিবীতে নেই কিন্তু আমরা কেউ তাকে ঘৃণা করিনি বা বাড়ি থেকে বের করে দেইনি, আল্লাহ ওকে নাজাত দান করুন আমিন।
কিভাবে মারা গেলো?
কিভাবে মারা গেছে উনি?
@@musafir7615 অকে কিছু খারাপ লোক একা পেয়ে খুব কষ্ট দিয়ে মেরেছে, যে লোক লিডার ছিলো সে সহ তার পরিবারের ৩ জন মারা গেছে পরে আমার ভাই মরার ২ বছরের মধ্যে। কাউকে বিনা দোষে হত্যা করলে তার বিচার আল্লাহ ঠিকি করেন সেটা দেরিতে হলে ও।
@@asmaakter8733 আপনি কোথা থেকে বলছেন? বলবেন কি প্লিজ?
@@mahiahmed1416 আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক,আমিন
মাসা আল্লাহ খুবই অসাধারণ ভাবে কথা বলেন ওনি।সবার আগে মানুষ এইটাই সবচেয়ে বড় সত্য
absolutely right
'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'
আমি ওনাদের অনেক সম্মান করি।।
এই কথাটা সব মানুষের হ ওয়া উচিৎ ।
@@fajanaeasmin3355 ঠিক বলছেন।।
আমিও অনেক সম্মান করি।আমার মেয়ে বাচ্চা হইছে। আমি খুসি হয়ে পাঁচ হাজার টাকা দিয়েছি।
Na vai sobar upore allah
@@abubakkor6137 uni eta bujhaynai re vai.
Allah to Allah e tar sathe to tulona e hoy na
শাম্মী আপুটার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো…আর আমাদের ও অনেক শিখার আছে শাম্মী আপার কাছে…ধিক্কার জানাই সমাজের ঐ নীচু মনের ঐ মানুষগুলোর প্রতি যারা শাম্মী আপাদের মতো মানুষগুলোকে অসহায় পেয়ে অন্যায় আচরণ করে !!!
thik bolsen amader shomaj khub e kharap jeta vashai prokash korar moto nah Allah tumi hefajot koro ai aputa k
এই জীবনের কথাগুলো গল্পগুলো আমাদের বাঁচার শক্তি যোগায়।বিশেষ করে আমাকে।এই এপিসোডটা দরকার ছিল। প্লিজ এই মানুষগুলো আরো বেশি সমাজের কাছে তুলে ধরুন।যদি সমাজ একটু বদলায়।🙏🙏
ami o apnar shathe akmot
আমার বাসা পল্লিবিদুৎ,আমি উনার পার্লারে কয়েকবার গিয়েছি এদের সেবা অনেক ভালো। দোয়া রইলো শাম্মি আপুর জন্য।
Pollibiddut er kon side e?
Actually ami jani na kothay shammi apur beauty parlor?
আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আপনে কি ভালো আছেন।
❤️❤️❤️❤️❤️
ওনার বিউটিপার্লা র কোথায়?
Full address plz
নিজের মন মানসিকতা বদলান সমাজ বদলে যাবে, সত্যি ওনার কথা গুলো শুনে চোখের জল আটকাতে পারলাম না, আল্লাহর কাছে প্রার্থনা করি ভালো থাকুক তারা❤️
@Halima Akter no
@Halima Akter ঠিক বলেছেন
😢😢
কি করে নিজের রক্তের সাথে এমন করতে পারে!!!! জীবন মানেই কঠিন, বেশির ভাগ সমাজ অসুস্থ।
ইসলামে তৃতীয় লিঙ্গ ব্যাক্তিদের জন্য বিধান হলোঃ যার মধ্যে ছেলেদের বৈশিষ্ট বেশি সে ছেলেদের অধিকার পাবে, আর যার মধ্যে মেয়েদের বৈশিষ্ট বেশি সে মেয়েদের অধিকার পাবে।
Right
রাইট
এইরকম হওয়া উচিৎ।
Ata sotti bolesen.
শরিয়তের বিধান সম্ভবতঃ এটাই ।
তারপরেও সকলে এই বিষয়টি নিয়ে সকলের আন্তরিকতা নিয়ে রাষ্ট্রীয় উচ্চমহলে আলোচনার মাধ্যমে সঠিক সমাধান করা উচিৎ !
আমি আপ্লুত ❣️.. মনুষ্যতের প্রকৃত অনুভব অনুভূতি তোমার মধ্যে আছে বলেই তুমি এতো ভালো অনুষ্ঠান করতে উদ্দত.. ঈশ্বর তোমার মঙ্গল করুন ❣️🙏🏻
আমি এরকম
আমি তোকোনো।অন্যায়।করীনি।এমন। ভগবান। বানিয়ে ছে
ইনশাআল্লাহ " আমি নারী,তুমি পুরুষ ও হিজড়া এভাবে নয়। একদিন আমরা বলতে শিখবো, আমরা মানুষ।" অনেক অনেক ধন্যবাদ কিবরিয়া ভাইকে।
ameen
Apnar chetonake shoto pronam।
ji ekdom thik bolsen
Salute DIG Habibur sir
Thik bolsen
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপন করার জন্য,,,,,, আল্লাহ হাবিব স্যারের ভালো একটা উদ্যেগ নেওয়ার জন্য তার হায়াত বাড়িয়ে দেন,,,,,শাম্মী আপুর মনোবল দেখে আরও সবাই অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ,,, ❤️❤️❤️
আল্লাহ্ সবার উপর হেদায়েত দান করবে ইনসাআল্লাহ্।। শাম্মি আপার মতো সাহসি হোক সব তৃতীয় লিঙ্গের মানুষগুলো।।শুভ কামনা রইল সবার জন্য।।
ডি,আই,জি স্যারকে অন্তর থেকে দোয়া ও ভালবাসা অবিরাম 💝💝💝
সমাজ থেকে কে কি বললো তাতে কি আসে যায় আল্লাহ যাকে যা কিছু দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে হবে
আমি নুর বলছি স্যার আমাদের জীবনের আশীর্বাদ হয়ে এসেছেন অনেক দোয়া আমাদের হাবীব স্যারের জন্য
🌹
🌹
আল্লাহ কতো কিউট করে বানিয়েছেন শাম্মী আপু কে🖤🖤 মাস আল্লাহ।
আপনাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম
এটা একদম অন্য রকম একটা কাহিনি। কিবরিয়া ভাই এত সুন্দর করে বিশ্লেষণ করেন। আসলে উনি একজন বিচক্ষণ। উনাকে সেলুট।
সম্মানীয় ডিআইজি হাবিবুর রহমান স্যারের জন্য মন থেকে দোয়া করছি। ওনার মতো ভালো মানুষ আছে বলেই, সমাজের এমন অবহেলিত মানুষগুলো নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহতালা ওনাকে এর উত্তম পুরস্কার প্রদান করুন। আমিন। এবং তৃতীয় লিঙ্গের সমস্ত ভাই বোনদের প্রতি রইলো আমার অফুরন্ত ভালোবাসা। 🌼🌼
"বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেনো না করি ভয়"।A great soul is like an oasis in this rude society.
আলহামদূলিল্লাহ্ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবচে বরো সম্মান জানাই ঐ হবিবুর রহমান কে বেঁচে থাকুক সারা জীবন দোয়া করি
যে যেমনই হোক সবার একটা মন আছে ❣️
অপুর্ব আল্লাহ সৃষ্টি। শাম্মি আপুর কথা গুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
এতগুলো TH-cam channel তারমধ্যে, যতগুলো বৃহন্নলাদের নিয়ে ভিডিও বানানো হয়েছে, তার মধ্যে থেকে এ দাদা ভাইয়ের ইন্টারভিউটা বেস্ট, এজন্যই বেস্ট দাদাভাই টা সম্মান দিয়ে কথা বলতে জানে, তার জন্য বেস্ট খুব ভালো লাগলো shuvo kamona roilo dadavai তোমার জন্য।।।
আমরা মানুষ হয়ে মানুষের মত বাঁচতে চাই, আমরা মনে প্রাণে বিশ্বাস করতে হবে উনাদেরকেউ আল্লাহ্ সৃষ্টি করেছেন, ভুলে গেলে চলবে না যে, আমরা সৃষ্টির সেরা জীব!!!
আমি সাধারণত এই মানুষগুলোকে অনেক সম্মান করি। তাদের দেখলে অনেক মায়া লাগে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে সবসময় ভাল রাখেন।
দুই দিন আগে একটা গল্প শুনলাম সিনথিয়ার ওর বাবা মা ভাই বোন কত ভাল।আর আজকের গল্প মিলাতে পারতেছি না।
ঠিক
এই সমাজের বেশীরভাগ বাবা মা ই এই গল্পের মতো। হতে বাধ্য শুধু পারিপার্শ্বিক কারনে।
@@saymaskitchen2276 hm
শাম্মি আপুর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। কিবরিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি বাস্তব জীবনের গল্প তুলে দরার জন্য।
♥️♥️♥️♥️♥️♥️
আল্লাহ সব কিছুর মালিক ❤👍
শ্রদ্ধা জানাই ডি আই জি হাবিবুর রহমান স্যারকে। স্যারের এই মহান উদ্দ্যোগের জন্য।
দোয়া রইলো শাম্মী আপুর জন্য। তিনি হাল ছেড়ে দেননি
কখনো। আরো অনেক বড় হবে তুমি। তোমার মা-বাবা একসময় তোমার কাছেই থাকবে। তুমিই তাদের দেখা শুনা করবা।
শুরু শুনতে যদিও চোখের পানি ধরে রাখতে না পারলেও শেষে হাসতে পেরেছি এটাই ছিল প্রাপ্তি
আমি এ মানুষ টাকে অনেক বার দেখেছি,,, উনার পার্লারেও কয়েকবার যাওয়া হয়েছে,,,,এতোটাও তো পরিচিত না,,,, দূর থেকে দেখা হয়েছে জাস্ট,,, আমি কোনো দিন ভাবিনি এত যুদ্ধ করেই পর্যন্ত এসেছো,,,,শাম্মি আপুর জন্য শুভকামনা অনেক,,,, আপু যেন আরও এগিয়ে যেতে পারে,,, ❤️❤️❤️❤️
Apu onar purlar ta pollibiddut kon side..please location ta diben
@@tabiyaborsha8548 নজিম উদ্দিন মার্কেট এর অপর সাইডে বাদশা টাওয়ার,,,এর পেছনের দিকে লেডিস কর্ণার এর সাথে,,,, মেবি এখন মার্কেট টা ঠিক করা হচ্ছে পেছোনের দিক টা ,,, ১৫ দিন আগে গিয়ে আমি পাইনি,,,,
@@tabiyaborsha8548 আবার উপরের তলায় নিতে পারে আমি একটা পার্লার দেখেছিলাম হতে পারে ওইটা,,, কিন্তু আগের জায়গা টা চেঞ্জ করা হয়েছে
আমরা আল্লাহর সেরা সৃষ্টি, আসরাফুল মাকলুকাত, আল্লাহর বান্দা, গোলাম, এটাই আমাদের পরিচয়,💚💙💜💜
খুব ভাল লাগলো কথাগুলো শুনে ! আল্লাহ আপনার সহাই হোক ৷
সর্বোপরি ওরাও মানুষ,, ওরাও আল্লাহর তায়া’লা সৃষ্টি সুতরাং আমরা কেনো ওদের অবজ্ঞা করবো,,আল্লাহ সকলকে সহীহ বুঝ দান করুন,,
Aameen ameen somma amin
নিজ সন্তানের সাথে পিতার এমন নির্মম আচরণ থেকে মনে হচ্ছে আগে এমন পিতার সুচিকিৎসা হওয়া দরকার! "সামিউল আলিম" দু'টি শব্দই মহান আল্লাহ'র দু'টি গুণবাচক নাম! কারো নাম এভাবে থাকা ঠিক নয়। কারণ জীবনের ওপর নাম বিভ্রাটের একটা বিরূপ প্রতিক্রয়া হয়ে থাকে!
শাম্মি সত্যি খুব শক্তিশালী ও জ্ঞানী মানুষ ।
আর তৃতীয় লিঙ্গ হওয়া তার কোন অপরাধ ছিলোনা।
মাশাআল্লাহ,, উনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন।
শুভ কামনা রইল উনার জন্য।
শাম্মীর প্রতি অনেক শুভকামনা এবং ভালোবাসা আর ডিআইজি হাবিবুর রহমান সাহেবকে অনেক শ্রদ্ধা এবং সম্মান সমাজে বঞ্চিত অবহেলিত মানুষদের প্রতি ভালোবাসা দেখানোর মানসিকতা আজকাল নাই বললেই চলে , , আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন এবং উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ
- সবচেয়ে দামি লাইন.!
لا إله إلا الله محمد رسول الله😍
আমার সৌভাগ্য হয়েছিল স্যারের সঙ্গে চাকুরী করার। স্যার অমাযিক মানুষ।স্যারে দীর্ঘায়ু কামনা করি।
শাম্মী আপুর কথাগুলো খুব ভালোলাগলো।আল্লাহ উনার মনের নেক ইচ্ছা গুলো পূরন করুন।আর কিবরিয়া ভাইর কথাতো অসাধারণ বিশেষকরে শেষের কথাগুলো।
Amar o valo legece apu agree with you 🥰
এর আগে ওএক জনের কাহিনী শুনেছিলাম আজকে শুনলাম খুব আনন্দ ও পেয়েছি আর খুব কষ্ট পেয়েছি কোন মায়ের গর্ভে যেন এমন সন্তান আল্লাহ না দেন যে প্রথিবী আসে তার কষ্ট আর পেটে ধারণ করে সে বুঝে তার যত্রনা
চমৎকার জীবনের গল্প! শিক্ষনীয়।
অনেক অনেক শ্রদধা ও ভালোবাসা রইলো শাম্মী আপুকে। আললাহ পাক আপনার প্রতি সদয় থাকুন। ধন্যবাদ কিবরিয়া ভাই।
স্যালুট জানাই হাবিবুর রহমান স্যার কে।
Transgender, Third Gender দের নিয়ে এমন আরো কয়েকটা এপিসোড হয়তো মানুষের চিন্তা-ভাবনা বদলাতে সাহায্য করবে, আশাকরি মানুষ আরেকটু ব্রড মাইন্ডেড হবে তাঁদের নিয়ে , যখন রাস্তাঘাটে, অফিসে, স্কুলে-কলেজে, তাদেরকে দেখবে সম্মান দিয়ে কথা বলবে!
জি ঠিক বলছেন
আমরা সবাই আল্লাহ তৈরি মানুষ এটাই বাস্তবতা সবাইকে ভালো রাখুক
প্রথমেই প্রিয় কিবরিয়া ভাইয়ের সুস্থতার সহিত নেক হায়াত কামনা করি,সমাজের কিছু মানুষরুপি অমানুষের কারনে তৃতীয় লিঙ্গের মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যায়,আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন,তাদের কে আল্লাহ পাক হেফাজতে রাখুন আমীন 😢
মহান আল্লাহর কি অপরুপ সৃষ্টি, কি সুন্দর চেহারা মাশাআল্লাহ
Allhamdulillah
@@faridakhatun8002 we1
ঠিক বলেছেন
শুরু থেকে শেষ পযন্ত দেখলাম,ধৈর্য হলো আল্লাহর অশেষ নিয়ামত, সেই সুফল পেতে শুরু হয়েছে, আল্লাহ উনাকে আরো উন্নত করোক আমিন।
Ameen. obboshoy Allah dorjjoshilder shathe ache
ভিডিও টা দেখার আগে মনে হয় নাই উনি এরকম মানুষ কতো সুন্দর চেহারা অপূর্ব মাশাআল্লাহ আল্লাহ তুমি সহায়তা করো আমিন
Ameen
মাশা-আল্লাহ , সামমি আপু তোমাকে অনেক ধন্যবাদ এত কঠোর ভাবে বাচার জন্য জুদধ করেছেন। আপনাকে এত টুকু জে মানুষটা করেছে তার জন্য দোয়া করি।
চোখের পানি ধরে রাখতে পারছি না,,,সৃষ্টির সেরা জীব মানুষ আর এটাই ওনার আসল পরিচয়
আল্লাহু আকবার, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ🤲🤲, সবই আল্লাহর রহমত ❤❤❤গল্পটা শুনতে শুনতে অঝরে পানি চলে আসছে চোখে 😥😥😥বুঝতে পারিনি 🥺🥺🥺
আহারে জীবন
আল্লাহর কি ইচ্ছা আল্লাহই ভাল যানে।
কি বলি, রাগ ও হয় দুক্ষ ও লাগে।
চোখের পানিও ধরে রাখতে পারিনা, আহারে জীবন, ,ইয়া আল্লাহ
এগিয়ে যান আপা দোয়া করি আল্লাহ ভাল রাখুক। আমি সব মানুষকে সম্মান করি সে যেমনই হোক। যারা মানুষকে সম্মান করে না তারা নিজেরাই মানুষ না মানুষ হলে না বুঝবে মানুষের দরদ। স্বামীর কথাগুলো অনেক সুন্দর তার প্রতিভা গুন অনেক অনেক সুন্দর। যা মানুষকে মুগ্ধ করার মত মানুষের মাঝে এরাই খাঁটি হীরা। সম্মান আর সুখ আল্লাহর পক্ষ থেকে আসে আমিন।
আললাহতো মহাপরিকল্পনাকারী। প্রতিটি সৃষটির মাঝে আললাহর কোন না কোন নিদর্শন আছে। আমার এই ধরনের আপুদেরকে ভালো লাগে।
তাদেরকেও আল্লাহ্ বানিয়েছেন, এজন্য যে পরিবারে এমন হয়, সে পরিবারের সাথে সমাজ যেন এমন খারাপ ব্যাবহার না করা উচিত। সমাজের কারণেই এমন হয়। এর জন্য সমাজ দায়ী।
সন্তান যেমনি হক , মা বাবা ফেললা তাদের , আগলে রাখো মা তোমারি তো সন্তান বাবা 🤲
ঠিক বলেছেন ভাইয়া
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমি ওনাদেরকে অনেক সম্মান করি শুভ কামনা এবং ভালোবাসা রইলো ❤❤❤
আমরা রক্তে মাংসে গড়া একটা শ্রেণী মাত্র।
কিন্তু আমরা মানুষ না।
ধন্যবাদ কিবরিয়া ভাইজান আজকের এই এতো সুন্দর একটা এপিসোডের জন্য❤️
সত্যি সত্যিই অসাধারণ একটা জীবন যুদ্ধের কাহিনী। ঈশ্বর যেন আমাদের কৃপা করেন এবং সু বুদ্ধি দেন যে,আমরা সবাই ওনারি সৃষ্টি।
কি বলবো ভাষা খুজে পাচ্ছি না শুধু দোয়া রইল
I met her today...Allhamdullilah may Allah keep her safe
সাম্মি আপু কত্তো কিউট করে কথা বলে মাশাল্লাহ 🖤
এত সুন্দর গুছানো কথা সত্যি অসাধারণ। উনার সৌন্দর্য সত্যি মন ছুয়ে গেল।আল্লাহ সকল মানুষ কে সঠিক বুঝ দান করুন। আমিন
এইসব ভিডিও দেখে উনাদের প্রতি ভালোবাসা আসতেছে মনের ভিতর থেকে।💞
এত সুন্দর করে কথা বলে শাম্মী, খুব সুন্দর আর গুছিয়ে কথা বললো।আল্লাহ ভালো রাখুক, এই সমাজ সুস্থ মানুষদেরই ঠিক মতো সাপোর্ট করে নাহ.....আর কি বলবো।
She is a beautiful lady, i can't take my eyes off how she speak beautifully.
She is beautiful 😍
ঠিক বলেছেন
আমার জীবনের শ্রেষ্ঠ একটি গুরুত্বপূর্ণ জীবনধর্মী মানুষের কষ্টের ও আনন্দের কাহিনী শুনে যারপরনাই অভিভূত ও বিমোহিত হয়েছি। ডি আই জি হাবিবুর রহমান সাহেবের বদান্যতায় আমি আবেগে আপ্লূত হয়েছি। মানুষ শাম্মী তুমি মহান রব এর শ্রেস্ঠ সৃষ্টি। যারা তোমার অবিচার ও নির্দয় আচরণ করেছে, তাদের বিচারের ভার মহান রব এর কাছে তুলে দাও।পরিশেষে মানবদরদি RJ Kebria ও আল্লামা মিজানুর রহমান আযহারি সাহেব সহ সংশ্লিষ্ট সকলের সুস্হতা কামনা করছি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আল্লাহ তুমি সকলকে বুঝার তাওফিক দান কর।
Ameen
সাম্মি আপা আপনাকে স্যালুট। আপনি পরিবর্তনের অগ্রদূত , জয় আপনার ও আপনার সম্প্রদায়ের হবেই। হাবিব স্যারের জন্য শ্রদ্ধা ও সালাম।
ভিডিওটা দেখে চখের পানি ধরে রাখতে পারিনি।আল্লাহ্ সবাইকে বোঝার তৌফিক দান করুন।
কেনও কি হয়েছে আপনার
আপনি দেখতে সত্যিই খুব সুন্দর আল্লাহ সৃষ্টি কখনো অসুন্দর হয় না
যে যেমনি হোক কাউকে নিয়ে হাসি ঠাঠা করা ঠিক নি আসলে সবারি একটা কষ্ট থাকে এই মন মানসিকতার দরকার
I am feeling so proud of these great Bangladeshi, who see a human just as a human being. May Allah give us more people like these in this world.
অনেক অনেক ধন্যবাদ কিবরিয়া ভাই। এই ধরনের অনুষ্ঠানের জন্য। অনেক দোয়া এবং শুভকামনা জিআইজি স্যার কে। বেচে থাকুক এই ধরনের কল্যাণকামী মানুষ বেচে থাকুক মানবতা
অসাধারণ একটা এপিসোড। আসলেই কারিকুলামে এই বিষয়গুলো যুক্ত করা উচিত যাতে আগামী প্রজন্মকে উনাদেরকে অশ্রদ্ধা করতে না হয়।
সবাই মানুষ এটা বুঝার তাওফিক রাব্বুল আলামিন সবাইকে দান করুক। সকল মুসলিম জাতিকে হেদায়েত এবং হেফাজত করুক আমিন ❤️
Amin
মানুষের জীবন কত কষ্টের হয়! আল্লাহ আমাদের অনেক ভাল রেখেছেন, আমরা মাঝে মাঝে ভুলে যাই।
ওনাদের জীবনের কষ্ট টা শুনলে চোখের পানি ধরে রাখতে পারি নি😞🥺🥺😭😭😭😭
তুমি আমাদের মতই একজন মানুষ। এটাই তোমার বড় পরিচয়। তোমাদের জন্য অনেক শুভ কামনা।
আপু আপনি খুব সুন্দর দেখতে🥰 আপনার জন্য অনেক অনেক শুভকামনা...যেখানেই থাকবেন ভালো থাকবেন আপু🙂
স্যালুট ডিআইজি হাবিবুর রহমান স্যার, স্যালুট♥️♥️♥️
হে আল্লাহ তুমি এই মানুষ গুলো কষ্ট যে ভাবে পারো দূর করে দিও।❤️❤️❤️❤️❤️❤️
সাম্মী আপুর শেষের কথাটা আমার খুব ভালো লেগেছে। আমরা যারা সাধারণ মানুষ তাদের উচিৎ নিজ নিজ শিশুদের তাদের প্রতি শ্রদ্ধা সীল বানানো। যেটা নিজেও করতাম ওদের দেখে আমার ছোট্ট মেয়েটাকে দূরে সরিয়ে নিতাম। কিন্তু আজ থেকে ওকে বলবো যেনো তাদের দেখে সম্মান করে।
অনেক শিক্ষা ছিল এই অনুষ্ঠানে।শেষ কথাটা অসাধারন। আল্লাহ্ আমাদের সঠিক বুঝতে দিন। সত্যিই আমাদের অনেক কাজ আছে।
মানুষ কোন লিঙ্গের সেটা বড় কথা নয়।যার যার প্রতিভা, যোগ্যতা দিয়েই বিচার করা উচিত। ভালো মন মানসিকতা থাকলে যার যার অবস্হান থেকে সেবা দেওয়া যেতে পারে আর মানুষ হিসেবে মানুষ তার সেবা নেওয়া উচিত।সবাই মহান আল্লাহর সৃষ্টি।
তোমার মনোবল ধৈর্য দেখে আমি ওবাক আপু আরো সামনে এগিয়ে যাও শুভকামনা এবং দোয়া রইল💖
আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষ যে যেমন হক তাকে সম্মান করা উচিত ॥
আল্লাহ সবাইকে সবটা বোঝাার ক্ষমতা দান করো আমিন
আমিন
হাবিবুর রহমান স্যারের মতো মানুষ বেঁচে থাকুক হাজার বছর।