Protein of pulses। মাছের খাবারে প্রোটিন। আমিষ হিসাবে ডাল । Abeed Lateef

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Protein of Pulses
    Different types of pulses or lentils can be used as the dietary protein Source in fish feed.
    Though the amino acid profiles of plant are poorer than the animal one but when it is combined then it can achieve the higher score.
    It’s is proved in my own experiment that combination of a number of plant proteins can significantly comparable with the
    performances of fish meal.
    Mentionably, when it’s is boiled then it’s show tremendous result in fish culture.#Abeed Lateef
    স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের ডালের খুদ বা ডাল মিশিয়ে চালের সাথে লবন দিয়ে সিদ্ধ করে মাছকে খাওয়ানো যেতে পারে।
    উদ্ভিজ্জ আমিষের এ্যামাইনো এসিড প্রোফাইলের কোন কোন এ্যামাইনো এসিডের উপস্থিতি কম থাকার কারনে এটি দূর্বল হয়ে থাকে।
    আবার এদের প্রায় তিন থেকে চারটা ডাল মিশাতে পারলে যেখানে যেখানে ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণ হয়ে গিয়ে এটি উচ্চ মান সম্পন্ন আমিষে সংশ্লষিত হয়; ফলতঃ এই মিশ্রনের ভূমিকা হয়ে যায় প্রাণিজ আমিষের মতই অনেক শক্তিশালী।
    আমি দেখেছি যে, কয়েকটা উদ্ভিজ্জ আমিষ মেশালে এর ফলাফল উচ্চ মাত্রার আমিষে রুপান্তরিত হয় এবং ফিস মিলের কাছাকাছি ( ৯৮%) পর্যন্ত ফলাফল দিতে পারে।
    বিভিন্ন ডালের খুদ বা সাশ্রয়ী মূল্যে ডাল সংগ্রহ করে খিচুরী বানানো যেতে পারে।
    মেশানো ডাল এবং চালের খুদ ৫০-৫০ অনুপাতে মিশিয়েও সিদ্ধ করে মাছকে দেয়া যেতে পারে।
    এছাড়াও কম্যূনিটি সেন্টারের উচ্ছিষ্টও মাছের বিশেষতঃ পাঙ্গাস মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে।
    এই উচ্ছিষ্টের অতিরিক্ত তেল শুষে নেবার জন্য ব্রান কিংবা ডিওআরবি মিশিয়ে নেয়া যেতে পারে।
    পাঙ্গাসকে এই খিচুরীর পাশাপাশি মুরগীর চামড়া, নাড়ি-ভুরি ইত্যাদি টুকরা-টুকরা করেও দেয়া যেতে পারে।

ความคิดเห็น • 75

  • @refuse07yt71
    @refuse07yt71 ปีที่แล้ว

    Very nice information, May Allah give you a safe and healthy life

  • @zahidhabib8206
    @zahidhabib8206 5 ปีที่แล้ว +2

    স্যার আমি শতকে ৪০০ টি দেশী পাজ্ঞাস মাছের চাষ করছি -সে ক্ষেএে মাছের উকুন ধরছে ও পানি লালচে রং হচ্ছে মাছ পেট ফুলে উল্টা হয়ে ঘুরে ঘুরে মারা যাচ্ছে pl কি করনিয় জানাবেন

  • @hasansaikh5199
    @hasansaikh5199 3 ปีที่แล้ว +1

    স্যার খিচুড়ি কি গলদা চিংড়ি র খাবার হিসেবে ব্যবহার করা যাবে

  • @mdnaser4604
    @mdnaser4604 4 ปีที่แล้ว

    স্যার আমার পুকুরে পরজিবি আক্রমণ করছে, পরজিবি নাম হচ্ছে লারনিয়া।
    আক্রান্তের হার ৫ সতাংশ
    পুকুর ৫৫ শতাংশ,
    গভিরতা ৬ ফিট,
    আমি ধাণি পোনা ছারছিলাম এক লক্ষ পিচ,
    এখন পোনার সাইজ হচ্ছে গড় এক আঙুল ,
    পোনার বয়স ৫০ দিন,
    স্যার এখন আমি কি করতে পারি?
    দয়া করে পরামর্শ দিলে উপক্রিত হতাম।

  • @apurbo6462
    @apurbo6462 ปีที่แล้ว

    sir বুট ডাল গুড়ো করে কি পোনা মাছকে খাওয়ানো যাবে,,,,বুট + খৈল+কুড়া +ভুট্টা+আটা দিয়ে আমি খাবার তৈরি করে মাছকে দিতে চাই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      আমিশ হিসাব করে দিতে পারেন।

  • @mdkhalek2960
    @mdkhalek2960 5 ปีที่แล้ว

    Very nice idiya

  • @md.tanvirsarder2955
    @md.tanvirsarder2955 5 ปีที่แล้ว

    কমিউনিটি সেন্টার এর উচ্ছিষ্ট খাবারের কথা বললেন ওখানে তো মাংসের একটা বড় অংশ থাকে। সেটা কিভাবে ব্যবহার করতে পারি?

  • @hafizsamsuzzaman8403
    @hafizsamsuzzaman8403 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ স্যার ভাল আছেন। স্যার পিলেট খাবারে কয়েক প্রকার ডাল গুরা করে দিলে কেমন হবে। ডালের গুরা সিদ্ধ না করলে চলবে কি না?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      সিদ্ধ করতে গেলে ভেজাল।
      পাউডার করলেই যথেষ্ঠ।
      আমিষের হিসাব ঠিক থাকলেই চলবে।

  • @mdashikuzzaman9868
    @mdashikuzzaman9868 2 ปีที่แล้ว

    sir ,,broilar feed toire niya jode akta video banatan tahola onak uponar hoto

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      মাছের তাই দিতে পারি না; আপনি ব্রয়লারের খাবারের কথা বলছেন।

  • @rahatbenta3634
    @rahatbenta3634 3 ปีที่แล้ว

    Sir Amra ki daler beson kore chaler sathe mix kore bebohar korte pari

  • @onnorokomsajib2192
    @onnorokomsajib2192 3 ปีที่แล้ว

    স্যার,
    খিচুড়ি তৈরি করে কি সংরক্ষণ করার সুযোগ আছে?
    নাকি প্রতিদিনের টা প্রতিদিন বানাতে হবে??

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      সংরক্ষন করতে পারলে ২ দিন পর্যন্ত চালাতে পারেন।

  • @mirajkhan9822
    @mirajkhan9822 3 ปีที่แล้ว

    স্যার মোটর খেসারি বুট সুয়াবিন খোল আর বাদাম খোল একসাথে গুঁড়ো করে যদি ভালো করে মিস্ট করি তাহলে কি 50 % প্রোটিন পাবো কি ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      পরিমিত পরিমাণে দিলে হবে।

  • @mdamran3622
    @mdamran3622 4 ปีที่แล้ว

    অনেক সুন্দর কথা

  • @alaminshuvo5863
    @alaminshuvo5863 3 ปีที่แล้ว

    স্যার খিচুতি কি পানিতে মেখে,বা পানিতে মিসে দিতে হবে.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      জাস্ট দিয়ে দিবেন।

  • @sujansujan4930
    @sujansujan4930 5 ปีที่แล้ว

    স্যার আমি সোদি আরব থেকে বলছি। আমার এখানে পুখুর। কাটা সম্ভব না। চার পাশে উয়াল দিয়ে। যদি। ৫ ফিট পানি জমা করি। নিচাই পলেথিন বিচায়ে। না হলে পানি থাকবে না। এভাবে পানি জমা করে কি। মাছ চাষ করা যাবে। আর এই পুখুর কি ভাবে পস্তুতি করবো যানাবেন। ♥♥ চার পাশে বাওনডারি দিয়ে নিচে পলেথিন বিচিয়ে তার উপর পানি। দিয়ে। আশা করি এবার বুঝবেন। ১ টা ভিডিও দেন।

  • @md.jahangiralam9496
    @md.jahangiralam9496 4 ปีที่แล้ว +1

    ৫০ কেজি ডালের মিশ্রনের সাথে আর ৫০ কেজি কিসের খুদ, ডালেরই খুদ নাকি চালের খুদ প্লিজ স্যার একটু জানাবেন

    • @mdamran3622
      @mdamran3622 4 ปีที่แล้ว

      ভাই বলছে যে তিন ধরণের ডাল ৫০ কেজি আর চালের খুদ ৫০ কেজি মোট ১০০ কেজি ওকে

  • @MegaScissorhand
    @MegaScissorhand 3 ปีที่แล้ว

    sir, assalamualaikum. bakery factory er waste biscuit, bread, cake ki fish er khabar hishebe daoa jabe?

  • @abcd2082
    @abcd2082 4 ปีที่แล้ว

    Thanks Sir
    What % of protein in MAIZE powder?
    How it may use

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 ปีที่แล้ว

      8 থেকে 10 শতাংশ এর মতন থাকে।
      মোট কার্বোহাইড্রেটের ফিফটি পার্সেন্ট পর্যন্ত ভুট্টার আটা দেওয়া যায়।

  • @yasingazi6427
    @yasingazi6427 2 ปีที่แล้ว

    স্যার এংকর আর খেসারি ডাল আরও অন্য কোন একটি ডাল
    যদি গলদা চিংড়িকে খাবার হিসেবে খেতে দেওয়া হয় তা হলে কেমন হবে
    আর কি কোনো খাবার এর সাথে যুক্ত করা লাগবে
    আমি আমার গলদা চিংড়ি খাবারের মান ঠিক রাখতে পারছি না
    দয়া করে আপনি আমাকে একটু পরামর্শ দিবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      মাছের খাদ্যে আমিষ ভিডিওটি দেখতে পারেন।

    • @yasingazi6427
      @yasingazi6427 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে

  • @mohaebulislam7398
    @mohaebulislam7398 4 ปีที่แล้ว +1

    স্যার খিচুরিতে গোল আলু ব্যবহার যায় কি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 ปีที่แล้ว +1

      খিচুড়ি পিকচারের মধ্যে কার্বোহাইড্রেট থাকে ৭৮-৭৯%।
      কিন্তু আলুর মধ্যে কার্বোহাইড্রেট থাকে ২০% পার্সেন্ট।
      এখন হিসাব করে সিদ্ধান্ত নিন।

  • @asishdas845
    @asishdas845 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 5 ปีที่แล้ว

    ওলাইকুমছালাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার ভিডিও দেখলে মনে হয় আর প্রশিক্ষণ এর প্রয়োজন নাই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 ปีที่แล้ว +2

      চেষ্টা করব ইনশাআল্লাহ্‌!

  • @Shwopnobaj
    @Shwopnobaj 5 ปีที่แล้ว +1

    50+50 agulo ki ranna Kora Dita hova.pollao ar satha ki mix korar kotha bollen.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 ปีที่แล้ว +1

      ব্রান অথবা ডিওআরবি ।

    • @protiktv542
      @protiktv542 5 ปีที่แล้ว

      খুদ ডাল এগু‌লো কি রান্না ক‌রে দিব ? সব মাছ‌কে দেয়া যা‌বে ? শতক প্র‌তি কতটুকু দিব ?

  • @abdussattar5252
    @abdussattar5252 3 ปีที่แล้ว +1

    আমরা কি 100% ডায়াল ব্যবহার করতে পারব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      বিশেষজ্ঞরা বলেন এতে কিডনিতে সমস্যা হয়।

  • @smhamja9922
    @smhamja9922 3 ปีที่แล้ว

    Thank hoi sar

  • @mdhafijulmatubber
    @mdhafijulmatubber 3 ปีที่แล้ว

    Shol fish niye kichu bolen

  • @rohansingharoy4852
    @rohansingharoy4852 5 ปีที่แล้ว

    দাদা ,আমার পুকুর শুকনো অবস্থায় আছে। কিন্তূ মাঝখানের খানিকটা জায়গাতে প্রচুর শ্যাওলা হয়ে আছে। এটার জন্য কি করব একটু যদি সাহায্য করেন!!😢

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 ปีที่แล้ว

      ঘাস মারা ওষুধ স্প্রে করে দেন।

  • @mdkhalek2960
    @mdkhalek2960 5 ปีที่แล้ว

    Thank you

  • @mujahidulislam1602
    @mujahidulislam1602 3 ปีที่แล้ว +1

    স্যার বিনা কারনে প্রকৃত নির্ভর মাছ চাষের গ্রুপ থেকে আমাকে বেন করা হয়েছি। আমি এটার বিচার চাই আপনার কাছে। আমার ভুল ত্রুটি অথবা অপরাধ করে থাকলে সেটা যাচাই বাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ রইলো।।

  • @mirajkhan9822
    @mirajkhan9822 3 ปีที่แล้ว

    স্যার চালের খুদে কত % প্রোটিন পায়ও যাই ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +2

      ১ এর ও কম।

    • @mirajkhan9822
      @mirajkhan9822 3 ปีที่แล้ว

      @@abeedlateef8059 অনেক ভালোবাসা আপনাকে .

  • @skhayder8846
    @skhayder8846 5 ปีที่แล้ว +1

    Sir মুরগির পালক গুড়ি করে কি মাছ কে খাওয়ানো যাবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 ปีที่แล้ว +2

      উচ্চ তাপমাত্রায় দীর্ঘ সময় সিদ্ধ করে নিয়ে করে কিন্তু অত্যন্ত শ্রম সাধ্য !

  • @sujansujan4930
    @sujansujan4930 5 ปีที่แล้ว

    স্যার কিওিম পুকুর বানিয়ে। কি মাছ চাষ করা যায়। মানে পলেথিন। মাটিতে বিছিয়ে পানি জমা করে কি মাছ চাষ করা যায়। আর এপুখুরে কি চুন। বেবহার করবো কি ভাবে। আর খর ও জয়বো সার কিভাবে বেবহার করবো। পিলিজ। যানাবেন। ♥♥♥♥♥♥♥♥♥♥

  • @rakibulgolder8629
    @rakibulgolder8629 4 ปีที่แล้ว

    Gomer vushi kemon proting ache bollben please

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 ปีที่แล้ว +1

      14 শতাংশ প্রায়।

  • @mirajkhan9822
    @mirajkhan9822 3 ปีที่แล้ว

    স্যার ছলাই কত % প্রোটিন পাওযা যাই ?

  • @mdsalemkhan1805
    @mdsalemkhan1805 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে বার কাতুহু স্যার চিনি চিটা গুড় ব্যবহার করি এর পরিবর্তে মিষ্টি তৈরি সুমাই এই সেরা চিনির সেরা করে সেখান থেকে একটা ফেনা তৈরি হয় সেটা ফেলে দেয় আমরা কি গুড় চিনির পরিবর্তে সেটা ব্যবহার করতে পারি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      জী, খুবই সাশ্রয়ী হবে।

    • @mdsalemkhan1805
      @mdsalemkhan1805 2 ปีที่แล้ว

      আলহামদুলিল্লাহ স্যার খুব শুনে ভালো লাগলো

  • @palashtalukdar7776
    @palashtalukdar7776 5 ปีที่แล้ว

    বাগদা চিংড়ি নিয়ে একটা আলচনা করেন

  • @sujansujan4930
    @sujansujan4930 5 ปีที่แล้ว

    আসতকে ফিষ মিল্ক কতো পরি মান দিতেহবে। যানাবেন পিলিজ। ♥♥♥♥♥♥♥

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 ปีที่แล้ว

      বুঝি নাই ! আবার বলুন।

  • @ujjwalhaldar7190
    @ujjwalhaldar7190 3 ปีที่แล้ว

    Ser koi macher hate banano kabar keke

  • @muslimbrother2768
    @muslimbrother2768 5 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাত। সার বাংলাদেশ এই কমিউনিটি সেন্টারের নষ্ট খাবার মাছের খাবার হিসেবে ব্যবহার করার অনুমতি নেই। কারণ কয়েক দিন আগে বাংলাদেশ এক টিভি চ্যানেলে দেখলাম এক লোক এই নষ্ট খাবার বস্তায় ভরে মাছের খাবার হিসেবে বিক্রি করে RAB অভিজান করে তাকে খাবার সব আটক করে। মেজিস্ট্রেট বলেছেন এগুলো নাকি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

  • @faysalahammed1074
    @faysalahammed1074 4 ปีที่แล้ว

    স্যার আপনার নাম্বারটা দিন প্লিজ

  • @alammizan2464
    @alammizan2464 5 ปีที่แล้ว +2

    Very nice information, May Allah give you a safe and healthy life

  • @MdKawsar-wi9dm
    @MdKawsar-wi9dm 3 ปีที่แล้ว

    স্যার আপনার নাম্বার টা দিবেন