এ রকম কবি অনেক আছে, যারা অনেক আঁতেল লেখা লেখে, বাস্তবে তা করে না... কটা কবি আছে, খরা, বন্যা, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময়ে আর্ত মানুষের পাশে গিয়ে কাজ করেছে? সেবা করেছে রুগ্ন মানুষের? খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে.. বাবা মা কেও দেখে না... ওসব আঁতেলমো যতো ছড়া কেটে...
কেবলমাত্র বক্তব্য তাদেরই রাখা উচিত, যারা নূন্যতম সেই অনুযায়ী কাজ করেছে... শুধু জ্ঞান দেবার জন্য বক্তব্যের কি দাম আছে? ও সব আমার মনে হয় পেঁয়াজী খেয়ে তারপরে জল খেয়ে চোঁয়া ঢেকুর তোলার মত! মূল কথা, কাজ করতে হবে, বিজ্ঞানী গবেষকদের মত নিরলস! তবেই জাতি এগিয়ে যাবে... তা না করে শুধু বড় বড় জ্ঞানের কথা, তাত্বিক কথা কেবল বোঝা বাড়াবে.. না লাভ তাতে দেশের, না লাভ দশের।
সুধি শিক্ষক মহাশয়, আপনার কোনো ভুল নেই, আপনি ঠিকই পর্যালোচনা করছেন... আপনি ঠিকই বলেছেন, কবিদের মানসিকতার সাথে আমার /আমাদের মিল নেই। একদম ঠিক কথা। কবিরা কল্পনার জগতে বাস করে, সেখানে বাস্তবতা কতোটা, তা আমি ঠিক বুঝতে পারি না। আমার জগত কেবল বাস্তব ও বর্তমান সময় নিয়ে... এখন যেমন আমাদের দেশে দরকার শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কর্মে নিযুক্তিকরন। এর জন্যে দরকার শিল্প। কৃষি ভিত্তিক শিল্প। অবিলম্বে যদি আমরা তা না করতে পারি, তা হলে অদূর ভবিষ্যতে ভয়াবহ বেকার সমস্যা আমাদের জাতিকে ছিঁড়ে ফেলবে! এ সব কাব্য তখন আর থাকবে না।
খুবই সুন্দর ব্যাখ্যা! আপ্লুত মহাশয়!!
ধন্যবাদ। সঙ্গে থাকুন। ভালো থাকুন।
Apurbo
Thankyou sir
আমি বিজ্ঞানের শিক্ষক। আপনার আলোচনায় আকৃষ্ট হলাম। বাংলা কবিতা ভালোবাসি। এরকম আলোচনার আরও আশা রাখি।
শ্রদ্ধা জানবেন। সঙ্গে থাকবেন।
আপনার পড়ানোর যে স্টাইল বা যে দক্ষতা তার প্রেমে পড়ে গেছি স্যার!
অসাধারণ বিশ্লেষণ,স্যার, অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। সঙ্গে থাকবেন।
ধন্যবাদ,স্যার
চমৎকার বিশ্লেষণ। ধন্যবাদ।
Sir apnar poranor style ta khub sundor khub upokar pailam
অনেক ধন্যবাদ sir
সঙ্গে থাকো।
ধন্যবাদ স্যার খুব সুন্দর লেগেছে আর অনেকটা উপকৃত হলাম।
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকো।
খুবই উপকৃত হলাম স্যার। আপনার পড়ানোর স্টাইল টা অসাধারণ। খুব ভালো ভাবে বুঝতে পেরেছি।
ধন্যবাদ
Khub valo lagacha sir
ধন্যবাদ স্যার। 🙏🤍🤍
Sir khub valo laglo
খুব ভালো 👌👌👌, স্যার....
ধন্যবাদ ম্যাম ।
খুব ভালো
Very good sir ☺ thanks🌹🌹🌹🌹🌹🌹❤❤🙏🙏🙏
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
ভালো লাগলো স্যার।
ধন্যবাদ। পাশে থাকুন।
স্যার শুনে খুব ভালো লাগলো
ধন্যবাদ স্যার।
দারুন স্যার
ধন্যবাদ। সঙ্গে থেকো।
Ha sir eakdom. ❤❤❤
স্যার বিহারীলাল চক্রবর্তী 'সুরবালা '
রঙ্গলাল বন্দোপাধ্যায় 'স্বাধীনতা সংগীত 'কবিতা দুটি আলোচনা করুন প্লিজ
,
❤️❤️❤️❤️❤️
দাদা তোমার আলোচনাটা দারুন লাগলো 💝
ধন্যবাদ ভাই। সঙ্গে থেকো।
Valo hoyacha
Thank you
সঙ্গে থেকো।
𝑺𝒊𝒓 𝒘𝒐𝒏𝒅𝒆𝒓𝒇𝒖𝒍𝒍 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏 𝒂𝒏𝒅 𝒏𝒊𝒄𝒆 𝒍𝒆𝒄𝒕𝒖𝒓𝒆
স্যার, বিভিন্ন উপন্যাস বিশ্লেষণ করুন না খুব ভালো হয় 🙏🏻
থেমে থেমে না বলে আর একটু স্পিডে বললে আরও ভালো হবে।
Thank-you
8
এ রকম কবি অনেক আছে, যারা অনেক আঁতেল লেখা লেখে, বাস্তবে তা করে না... কটা কবি আছে, খরা, বন্যা, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময়ে আর্ত মানুষের পাশে গিয়ে কাজ করেছে? সেবা করেছে রুগ্ন মানুষের? খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে.. বাবা মা কেও দেখে না... ওসব আঁতেলমো যতো ছড়া কেটে...
প্রণম্য, এটা ঠিক বলেছেন। তবে উনি কী করেছেন সেটাকে প্রাধান্য না দিয়ে উনার বক্তব্য বিষয় আত্মস্থ করে আমরা তো 'মানুষ' হয়ে মানুষের পাশে দাঁড়াতেই পারি।
কেবলমাত্র বক্তব্য তাদেরই রাখা উচিত, যারা নূন্যতম সেই অনুযায়ী কাজ করেছে... শুধু জ্ঞান দেবার জন্য বক্তব্যের কি দাম আছে? ও সব আমার মনে হয় পেঁয়াজী খেয়ে তারপরে জল খেয়ে চোঁয়া ঢেকুর তোলার মত!
মূল কথা, কাজ করতে হবে, বিজ্ঞানী গবেষকদের মত নিরলস! তবেই জাতি এগিয়ে যাবে... তা না করে শুধু বড় বড় জ্ঞানের কথা, তাত্বিক কথা কেবল বোঝা বাড়াবে.. না লাভ তাতে দেশের, না লাভ দশের।
Routine মেনে discipline way তে চলবে না তো কি... মাল খেয়ে সারারাত নর্দমার ধারে পড়ে থাকবে? না কি নিষিদ্ধপল্লীতে গিয়ে মদ খেয়ে বেল্লেলেপনা করবে?
শ্রদ্ধেয়, আমি কবির বক্তব্য বিষয় উপস্থাপন করেছি মাত্র। কবির মানসিকতার সাথে আমার আপনার মানসিকতার মিল না ঘটা অস্বাভাবিক কিছু নয়।
সুধি শিক্ষক মহাশয়, আপনার কোনো ভুল নেই, আপনি ঠিকই পর্যালোচনা করছেন... আপনি ঠিকই বলেছেন, কবিদের মানসিকতার সাথে আমার /আমাদের মিল নেই। একদম ঠিক কথা। কবিরা কল্পনার জগতে বাস করে, সেখানে বাস্তবতা কতোটা, তা আমি ঠিক বুঝতে পারি না। আমার জগত কেবল বাস্তব ও বর্তমান সময় নিয়ে... এখন যেমন আমাদের দেশে দরকার শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কর্মে নিযুক্তিকরন। এর জন্যে দরকার শিল্প। কৃষি ভিত্তিক শিল্প। অবিলম্বে যদি আমরা তা না করতে পারি, তা হলে অদূর ভবিষ্যতে ভয়াবহ বেকার সমস্যা আমাদের জাতিকে ছিঁড়ে ফেলবে! এ সব কাব্য তখন আর থাকবে না।
skacademyallinone.blogspot.com/2022/04/4th_22.html?m=1
অবনী বাড়ি আছো প্রশ্নোত্তর ☝️☝️☝️